আমার বাবা খুব ভালো রামপ্রসাদি গান গাইতেন।ভোরে,দুপুরে, সন্ধায়,রাতে সবসময় গাইতেন।উনি 2020 তে মারা গেছেন।আমার বাবার নাম ও রামপ্রসাদ। এই গানটা আমার বাবার কথা খুব মনে করাচ্ছে । ধন্যবাদ অরিজিৎ। কাঁদছি আর বাবাকে অনুভব করছি।।আমার মাকেও শোনালাম গানটা।মা ও ভারাক্রান্ত। Love you Arijit singh for unlimited Times 🙏
এই প্রান ছোয়া গানের পারিশ্রমিক হিসেবে অরিজিৎ সিং নিয়েছেন ১১ টাকা ❤ বাকি পুরো পারিশ্রমিক টা তার স্কুলের বাচ্চাদের পোশাক এর জন্য দিতে বলেছেন ছবির পরিচালক শ্রীজীত দা কে 💖। ১১ টাকায় ১১ কোটি বার শুনলেও পুরোনো হবে না 😌❤। আবারও মুগ্ধ করলে অরিজিৎ দা অনেক অনেক ভালোবাসা রইলো ❤❤❤। from Malda ❤
Ami halisahar e hoy to jonmay ni kintu ma er ki mohima dekhun aj ২৩ bochor boyose ma er proti apar valobasar karonei hoyto oi pobitro jaygay bas korar sujog pacchi❤😊
"সে যে মুক্ত কেশীর শক্ত বেড়া , তার কাছেতে যম ঘেঁসেনা".... এই লাইনটা কি ভিতর ছুঁয়ে শান্তি দেয়। যদি একা না পারিস, রাম প্রসাদকে সে সঙ্গে নে না...আহা আহা আহা💖💖💖
মনটা খুব অশান্ত হয়ে ছিল। অরিজিৎ সিং এর গলায় হঠাৎ শ্যামা সঙ্গীত শুনে মন জুড়িয়ে গেল। সত্যি অরিজিৎ স্যারের গলা অসাধারণ যা সব ধরনের গানেই এক বিশেষ মাধূর্য সৃষ্টি করে।
বহু অপেক্ষার পর গানটা শুনলাম ...চোখ বন্ধ করলে নিজেকে অন্য জগতেই পেলাম....একটা আশ্চর্য আধ্যাত্মিকতা রয়েছে এই গানে✨ অরিজিৎ sir এর গলায় রামপ্রসাদি শোনা এক আলাদাই অনুভূতি ❤️❤️
স্বয়ং সরস্বতী বাস করেন অরিজিৎ দাদার কন্ঠে 😊 অরিজিৎ দার কন্ঠে এমন বাংলা গান শোনার অনুভূতি কোনো উপমা দিয়ে প্রকাশ করা সম্ভব না। এই গানটা যখন ই শুনি মন ভিষণ শান্ত হয়ে যায় 😊
Bhai ... Hindu bale kono dhara nei.. Eta Sanatan.... keo er Prabartak nay... Ram Prasaad, Ramakrishna, Vivekananda era kono dharmer madhye prabhed kare ni... Ramakrishna i amader sikhiye geche jata mat tato path.... Etai Hindu dharmer vaishishtya. Speciality.. ❤🙏
How sweet Arijit Singh sounds in Bangla. In this 300 year old bhajan which says " The heart does not know how to cultivate, the human land is barren, if you cultivate it, it can be golden" he brings out the spiritual depth of this kirtan.
@🍭CottonCandy🍭 a kirtan is a song of praise to a diety and comes from Sanskrit. Shyama Sangeet is what you call songs in praise of Kali in Bengal. We do not have such a category.
সবাই অরিজিৎ সিং কে নিয়ে বলবে,আমি বলবো সাধক রামপ্রসাদ কে নিয়ে।। 250 বছর আগে এইরকম গানের লাইন লেখা.....পৃথিবী তে যতদিন ভক্তি থাকবে,এই গান ততদিন মানুষের হৃদয়ে থাকবে... স্বয়ং মা কালীর সন্তান না হলে,মা কে হৃদয়ে না রাখলে এইরকম লিরিক্স লেখা যায় না...❤️❤️❤️
সত্যিই তুমি ধন্য। এই গান টা শোনার পর মনে হচ্ছে যে এই মানুষটাই শুধু পারে " Laal Ishq, Ayat, Binte Dil, Sooraj Dooba Hoon Yaaron, Mere Dholna, আবার এই Ramprasadi গান টাও গাইতে। Ultimate Versatile. ❤️❤️
কলকাতায় অরিজিতের কনসার্টে গাওয়া এই গান শুনে এরপর ইউটিউবে এলাম। কী দরদ দিয়ে বলেছিলো, " কিছু জানলাম না, কিছু করলাম না, কিছু শিখলাম না, শুধু হৈ হৈ করলাম"। আহা অরিজিত তুমি শুধুই মুগ্ধতা। বাংলাদেশ থেকে ভালোবাসা নিও দাদা ভাই ❤️
গানটি অরজিৎ দার গলায় শোনার পর বার বার শুনছি কিন্তু মোড হারায় না অন্য যেকোনো গান ১/২/৩ বার এর পর শুনতে বিরক্ত ছাড়া আর কিছু হবে না কিন্তু এই গানটা যতোবার শুনি ততোবার এই মুগ্ধ কী গলা ভাই তোমার। দাদা জাস্ট ওয়াও🙏🥰
রামপ্রসাদ সেন তিনি সত্যি একজন অমর সাধক না হলে আমাদের মত ইয়াং জেনারেশন কে এমন ভাবে আপ্লুত করে।তুমি ধন্য R রইলো অরিজিৎ স্যার তিনি সুরের রাজা। আর ভাষা পাচ্ছি না ধন্য বাদ।
দারুণ..অসাধারণ...অনেক দিন পর....এরকম দরদ ভরা গলায় রামপ্রসাদ গান। এই গান কোনোদিন পুরোনো হবে না। কি যে ভালো লাগলো, বলে বোঝানো যাবে না ...ভালো থেকো.. Arijit Singh...ইশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক...
Thank you Arijit for singing this, you have made me cry......I am sure that millions of Maa's devotees will react the same way..... Your voice is blessed by the Divine Mother.... I cannot say more, অতুলনীয়, অনবদ্য, এর থেকে সুন্দর আর কিছু হতে পারেনা।।
Srijato said that Arijit Singh was taking a long time to record this Ramprasadi, and tears flowed when he finally heard it. You have to be in a state of serene surrender to sing this. The tenderness and sweetness in Arijit's voice and the lyrics provide utter peace.
Arijit also replied he was afraid to call Srijato that he cant record this and told him to record this as well as requested him to not to sleep in early. He record and send it to Srijato. Srijato also asked Arijit about the money, Arijit refused to take money but Srijato insisted Arijit than Arijit told he was come Kolkata soon and please give him 11 Taka for this Ramprosadi. Srijato astonished and insisted to take money as company bindings than Arijit told him to contribute as the amount he wants to his school he ran for children from that they can get the new dress on puja.
অরিজিৎ , আপনার মন তো কৃষিকাজ খুব ভাল করে শিখেছে;তাই তো তাতে আবাদ করে সোনার ফসল ফলাচ্ছেন,আর সারা পৃথিবীময় তা বিতরণ করছেন। খুব ভাল থাকবেন। ঈশ্বর আপনার সঙ্গে থাকুন।💚🌹
সরস্বতী মায়ের আর্শীবাদ না থাকলে এভাবে গান করা সম্ভব না প্রতিটা গান মন ছুয়ে যায়। শতশত শিল্পী আসবে যাবে কিন্তু অরিজিৎ মতো শিল্পী পাওয়া টা খুবই ভাগ্যের ব্যাপার ❤️❤️
বাংলা শ্যামাসংগীতের মাধূর্য,আহা সত্যিই মন ছুঁয়ে গেলো 😌❤🌻 মাঝে মাঝে ভাবি,ভাগ্গিস, আমি একজন বাঙালি ❤ নাইলে পৃথিবীর সবচেয়ে মধুর ভাষার যে মাধুর্য, তা উপভোগ করতেই পারতাম না 😇 অরিজিৎ একজন বাঙালি শিল্পী হওয়ায় আরো ভালো লাগে ❤ নাইলে সত্যিই কতকিছু মিস করতাম 🙃
যেখানে মানুষ সামান্য খ্যাতির কাদায় পিছলে যাচ্ছে সেখানে এই মানুষ টা খ্যাতির সর্বোচ্চ চূড়ায় বসে থেকেও এতটা অমায়িক সত্যিই বিস্ময় সৃষ্টি করে। আজন্মকাল সম্মান থেকেই যাবে তোমার প্রতি অরিজিৎ।
02.01.2023 এ লিখে দিয়ে গেলাম ১০০ বছর হোক ২০০ বছর হোক অরিজিৎ এর গলায় এই রামপ্রসাদী গান চিরজীবন বেঁচে থাকবে তা হোক কালীপূজোয় বা কোন কালী মন্দিরে আজীবন এই গান বেঁচে থাকবে🙏🙏🙏🙏 লাইক দিয়ে যাবেন যদি এই গান মন ছুঁয়ে থাকে । 🥺🥺🥺
অরিজিৎ সিং এর গলায় শ্যামাসঙ্গীত।। 😌❤️💞 এই গানটা বিভিন্ন পুজোর সময় বিশেষ করে কালি পুজোর সময় মাঝে মাঝেই শোনা যায়, কিন্তু এমন করে বোধহয় অন্তর স্পর্শ করে যায়নি কোনোদিন।। অরিজিৎ এর কন্ঠ সত্যি মর্মস্পর্শী, এক আলাদা মায়া ,দরদ আছে কণ্ঠে, যেকোনো গানেই নতুন প্রাণ এনে দেয় 🥺🥺😇😇 ।। সত্যি ধন্য তুমি গুরুদেব 🙏🙏
এই গান টা আমাকে খুব শান্তি দিচ্ছে, পরীক্ষার মধ্যে এই গানটা শুনছি বার বার পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে যাচ্ছি। জয় মা কালী। জয় মা তারা। জয় শিব। জয় শ্রী কৃষ্ণ ❤️❤️❤️
It is 300 old bhajan and has beautiful lyrics. The first few lines are not difficult to understand. Sadhak Ramprasad Sen says" the heart does not know cultivation, the human land is fallow, if you cultivate it will prosper and become gold"
প্রতিদিন কাজের খোঁজে বেরিয়ে পরা সেই সব বন্ধু, আর তাদের দিনের শেষে বাড়ি ফিরে হতাশা😔 সেই সব হতাশা পেছনে ফেলে.....একটা নতুন দিনের শুরু করার জন্য অরিজিৎ সিং....আর তার "মন রে এমন কৃসিকাজ" এটাই যথেষ্ট। ভগবান সেই সব বন্ধু দের ইচ্ছা পূরণ করুক।❤️
ખેતી વિશે જાણતા નથી આવી માનવજાતિ પડી રહે છે, કેળવીએ તો પરિણામ સુવર્ણ || કાલીના નામે વાડ, પાક બગડે નહીં યમ ખુલ્લા વાળવાળા (મારા મનની) મજબૂત વાડની નજીક આવતો નથી. આજે તમને મારી નાખવામાં આવશે કે કેમ તે ખબર નથી હવે તમારા પોતાના મનની સંભાળ રાખીને લણણી ન કરો ગુરુએ બીજ વાવ્યું છે, તેને ભક્તિથી પાણી ન આપો પણ જો તમે એકલા ન કરી શકો તો રામપ્રસાદને બોલાવશો નહીં For you❤ from Tripura
As simple as this ❤️ It's pure meditation and spirituality Srijato + joy + Arijit _ simply simplicity Thanks sony music India Spreading this masterpiece rampasi song inspite of language barriers Proud to be bengali ❤️
আমার বাবা খুব ভালো রামপ্রসাদি গান গাইতেন।ভোরে,দুপুরে, সন্ধায়,রাতে সবসময় গাইতেন।উনি 2020 তে মারা গেছেন।আমার বাবার নাম ও রামপ্রসাদ। এই গানটা আমার বাবার কথা খুব মনে করাচ্ছে । ধন্যবাদ অরিজিৎ। কাঁদছি আর বাবাকে অনুভব করছি।।আমার মাকেও শোনালাম গানটা।মা ও ভারাক্রান্ত। Love you Arijit singh for unlimited Times 🙏
❤❤
Tomar Baba mane Kaku je sarge theke Tomader sokol ke asirbad kore.❤
Great impulse
❤❤
রেসপেক্ট রামপ্রসাদ কে❤❤❤
অরিজিৎ সিং এর গলায় রাম প্রসাদি গান.. আর কি চাই. সেরার সেরা অরিজিৎ সিং 💓 অরিজিৎ সিং এর জন্য এক টা লাইক হবে তো?
🙂🙂🙂
Eta onk pawa ❤️
❤️❤️❤️
মনটা ভাল হয়ে গেল দাদা
Obossoi like dibo
১১ টাকার গান ১১ হাজার লক্ষ কোটিবার শুনলেও এতটুকু পুরোনো হবেনা।
কত ভাগ্যবান হে বঙ্গমাতা যে তোমার কোলে এমন এক স্বর আর সুরের জন্ম❤️❤️❤️❤️
মনে হচ্ছে এগারো টাকা নয় এগারো হাজার কোটি টাকার গান শুনছি। ❤️
@@prosenjitghow8870 সত্যি বলতে সেটাও কম! মূল্যায়ন না হয় অমূল্যই থাক....
7
দারুন কথা বললেন আপনি ❤️
গানটার অর্থ আমাকে একটু বলতে পারবেন?
অগ্রিম ধন্যবাদ ❤️
জয় মা 🙏
পুরোনো গান সব সময় বিকৃত না করে এই ভাবেও মান-হুঁশের কাছে পৌঁছে দেওয়া যায়।
এক কথায় অনবদ্য।।সাধু সাধু।
Please amar channel a eso, amio ei gaan ta gawar chesta korechi 🙏🏼ruclips.net/video/eRDuXjwsOoM/видео.html amar bhool gulo dhoriea deben please
Chamotkar likhechen..
Some comment
Donobad hobe bay😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
এই প্রান ছোয়া গানের পারিশ্রমিক হিসেবে অরিজিৎ সিং নিয়েছেন ১১ টাকা ❤
বাকি পুরো পারিশ্রমিক টা তার স্কুলের বাচ্চাদের পোশাক এর জন্য দিতে বলেছেন ছবির পরিচালক শ্রীজীত দা কে 💖। ১১ টাকায় ১১ কোটি বার শুনলেও পুরোনো হবে না 😌❤। আবারও মুগ্ধ করলে অরিজিৎ দা অনেক অনেক ভালোবাসা রইলো ❤❤❤।
from Malda ❤
হিন্দি ঝাকানাকা থেকে শ্যামাসঙ্গীত, অরিজিৎ কী পারে না???
Complete package..... আমার দেখা অন্যতম সেরা singer ❤️
ঠিক 😌
Apnar kachhe onurodh korlam je kono bhasha ke opomanito korben na 🙏🙏🙏
অপমান কোথায় করলাম???@@debojeet1993
মা এ জন্ম তো বৃথা গেলো। পর জন্মে যেনো তোমার চরণ এর জবা হতে পারি...🙏
Ekdom maa sara jobon tomar e chorone thakte chai.......❤❤
🙏🙏🙏
❤❤❤
বৃথা বলবেন না , এ জীবন মায়েরই 🙏🙏দান, আপনাকে নিশ্চয়ই কোনো না কোনো সৎকর্মের জন্য মা আপনাকে এনেছে🙏🙏
Britha jabe kno? Somoy thaktei kaje lagan
দেখি 15 থেকে 25 এর মধ্যে কারা আছো যাদের এই গানটি প্রিয় ।।
Ami
আমি ❤
Ami 19
আমি ❤
Me
দাদা, কী আছে তোমার গলায়!!! চোখের জল গড়িয়ে পড়ছে অবিরল...,যুগ যুগ জিও দাদা।।। 🙏🙏🙏
মা তারা তোমার মঙ্গল করুন।।।🇧🇩হতে ❤️❤️
পরের জন্মে যদি জন্ম নেওয়ার সুযোগ হতো তাহলে বাঙালি হয়েই জন্ম নিতাম। এত সুন্দর কথা এত সুন্দর সুর, কোথাও পাওয়া যাবেনা আর🥹❤️। অরিজিৎ স্যার দীর্ঘজীবি হোন।🤲
Akdom....Ami apnar sathe sohomot
Bangali hou r jaai jaat hou bhaai.. mon jodi erum socchol hoy tahole je kono jaat er hoyei erum bhalobasa rakha jaay mon e.. erum e ujar kora jaay nijeke. Bhalo thako bhaai ❤
Satti tai bideshe thekeo ai bengali song suni nijer bhasar abeg tai alada @biswalakshmi
apnr bari kothay
@@sumandas1430 India te kintu Spain e thaki
জয় রামপ্রসাদ সেন জয় মা প্রসাদময়ী জগদীশ্বরী। ধন্য অরিজিৎ।
৩০০ বছরের কথা সুর আজও অম্লান।
হালিশহর বাসী হিসাবে গর্বিত ❤️
amio ❤️
Ami halisahar e hoy to jonmay ni kintu ma er ki mohima dekhun aj ২৩ bochor boyose ma er proti apar valobasar karonei hoyto oi pobitro jaygay bas korar sujog pacchi❤😊
me too
Amar mamabari halishohor, r amar bari bardhaman, ekdike ramprashad, ekdike kamalakanta
@koushikdas9757 আজ যাচ্ছি হালিশহর
"সে যে মুক্ত কেশীর শক্ত বেড়া , তার কাছেতে যম ঘেঁসেনা".... এই লাইনটা কি ভিতর ছুঁয়ে শান্তি দেয়। যদি একা না পারিস, রাম প্রসাদকে সে সঙ্গে নে না...আহা আহা আহা💖💖💖
সত্যিই 😇
Sotti
Comment porte ese ei line tay gaan hoyar sathe sathe apnar comment ta porlm🙏🙏
Bhai kamon achis,.. comment porte ese toke khuje pelam..... from Saikat Das
অরিজিৎ স্যারকে,,,,ভগবান যেন সবসময় সুস্থ রাখে,,,,,(আমার পৃথিবীতে তুমিই সবার সেরা)🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Akdom 🙏🌺❤️❤️❤️. Arijit Singh is best singer of the world 🌎
@@tomasingha92 ♥️♥️♥️♥️THE ARIJIT SINGH❤️❤️❤️
⁰p
P
Ekdom ❤️❤️✌🏻
😢
মনটা খুব অশান্ত হয়ে ছিল। অরিজিৎ সিং এর গলায় হঠাৎ শ্যামা সঙ্গীত শুনে মন জুড়িয়ে গেল। সত্যি অরিজিৎ স্যারের গলা অসাধারণ যা সব ধরনের গানেই এক বিশেষ মাধূর্য সৃষ্টি করে।
অরিজিৎ সিং এর কন্ঠে যেনো মা সরস্বতীর স্বয়ং আর্শিবাদ আছে।
মন চুয়ে গেলো।
या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः ⚛️🕉️🙏🏻
जय माँ काली ⚛️🕉️🙏🏻
রামপ্রসাদ সেন এইভাবেই বেঁচে থাকবে আমাদের মধ্যে। আর অরিজিৎ অনব্দ্য ❤️❤️❤️❤️❤️
বহু অপেক্ষার পর গানটা শুনলাম ...চোখ বন্ধ করলে নিজেকে অন্য জগতেই পেলাম....একটা আশ্চর্য আধ্যাত্মিকতা রয়েছে এই গানে✨
অরিজিৎ sir এর গলায় রামপ্রসাদি শোনা এক আলাদাই অনুভূতি ❤️❤️
অরিজিৎ দাদা + রামপ্রসাদী গান = আহা এক চমৎকার মিশ্রণ 💟🌼🌺
মা কালীর কৃপায় অরিজিৎ দা বেচে থাকুক শতাব্দী থেকে শতাব্দী বছর 💕💗💓
Song
eta robindroshongit na bhai , :) Dhononjoy bhattyacharya gaan :) eta shyama shangit . :) ram prasadh er lekha shobhoboto .
Arijit Singh na bachle o amader generation ba amader ager generation amader porer generation o mone rakhbe takhe ♥️
Please amar channel a eso, amio ei gaan ta gawar chesta korechi 🙏🏼ruclips.net/video/eRDuXjwsOoM/видео.html amar bhool gulo dhoriea deben please
গানটার অর্থ আমাকে একটু বলতে পারবেন?
অগ্রিম ধন্যবাদ ❤️
জয় মা 🙏
স্বয়ং সরস্বতী বাস করেন অরিজিৎ দাদার কন্ঠে 😊 অরিজিৎ দার কন্ঠে এমন বাংলা গান শোনার অনুভূতি কোনো উপমা দিয়ে প্রকাশ করা সম্ভব না। এই গানটা যখন ই শুনি মন ভিষণ শান্ত হয়ে যায় 😊
মা তারা আশীর্বাদ করেছেন প্রতিনিয়ত।এই মানুষটা সত্যি god gifted।
Valo, kinntu Kumar Sanu Sir er r ektu valo...
❤
কতটা নিজের ভিতরে সৃষ্ট্রাচার থাকলে এত পুরোনো একটি রামপ্রসাদী গান এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায়।অনবদ্য
শিষ্টাচার
একদম তাই।
কী মায়া লোকটার কণ্ঠে.. এরাই সেই মানুষ যাদের জন্য বাঙালি আজ ও গর্ব করে বাঁচে..❤️
আমি একজন মুসলমান কিন্তু কিছু কিছু এরকম ( হিন্দু ধর্মের) গান শুনলে মন ছুয়ে যাই। আর যদি অরিজিৎ সিং থাকে। ❤
Ganer kono dhormo hoi na ... se tumi Hindu ki Muslim ba onno dormer....mon khule sob dormer gaan shunun ....❤❤
Amra sbai sonatoni tai hindu dhoromer sob ki6ui apon apon mone hy dada
❤❤❤❤
Maa k sobai puja kore ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Bhai ... Hindu bale kono dhara nei.. Eta Sanatan.... keo er Prabartak nay... Ram Prasaad, Ramakrishna, Vivekananda era kono dharmer madhye prabhed kare ni... Ramakrishna i amader sikhiye geche jata mat tato path.... Etai Hindu dharmer vaishishtya. Speciality.. ❤🙏
Arijit + Bengali = Surely Goosebumpsss 🔥🔥🔥
Caz bengali is his mother tongue. He connects souls so easily.
@@wordsstrokes1667 Indeed !
বাংলা গান এর প্রিয় মধুর স্বাদটা পেলাম অনেক দিন পর অরিজিৎ এর গলায় 😌♥️এক কথায় অনবদ্য👏✨
অরিজিতের গলা যেনো শান্তির প্রতীক!🤍
😌
জয় মা কালী,জয় মা দুর্গা, জয় মা জগদ্ধাত্রী।।
Arijit Singh + Shyama Sangeet = Heaven
yeah
Ekdom ♥️
Thik
How sweet Arijit Singh sounds in Bangla. In this 300 year old bhajan which says " The heart does not know how to cultivate, the human land is barren, if you cultivate it, it can be golden" he brings out the spiritual depth of this kirtan.
❤️
I think it's not a kirtan it's a syamasangeet.
Kirtan is mainly sang for Lord krishna and syamasangeet is sang for goddess kali
@🍭CottonCandy🍭 a kirtan is a song of praise to a diety and comes from Sanskrit. Shyama Sangeet is what you call songs in praise of Kali in Bengal. We do not have such a category.
Arijit Singh true Bengali
@@tarasharafudheen9443Kirtan is a different segment. Shyama Sangeet is a kind of Bhajan you can say.
সবাই অরিজিৎ সিং কে নিয়ে বলবে,আমি বলবো সাধক রামপ্রসাদ কে নিয়ে।।
250 বছর আগে এইরকম গানের লাইন লেখা.....পৃথিবী তে যতদিন ভক্তি থাকবে,এই গান ততদিন মানুষের হৃদয়ে থাকবে...
স্বয়ং মা কালীর সন্তান না হলে,মা কে হৃদয়ে না রাখলে এইরকম লিরিক্স লেখা যায় না...❤️❤️❤️
আমার বঙ্গমাতার সোনার জমিতে যেমন সোনার ফসল ফলে, তেমনই তাঁর কোলে সোনার সন্তানও জন্মায়। অরিজিৎ সিং সেই সোনার সন্তান।❤❤❤❤
সত্যিই তুমি ধন্য। এই গান টা শোনার পর মনে হচ্ছে যে এই মানুষটাই শুধু পারে " Laal Ishq, Ayat, Binte Dil, Sooraj Dooba Hoon Yaaron, Mere Dholna, আবার এই Ramprasadi গান টাও গাইতে। Ultimate Versatile. ❤️❤️
আমার বাবার গলায় শুনেছিলাম প্রথম এই গান।কাঁদতে কাঁদতে গাইতো।আজ আবেগ আপ্লুত হয়ে গেলাম।❣️❣️
Ai holo amader Arijit Dada
ei gaan ta khud deeply realisation na hole gawa jeto na... Ramproshad seta feel korechilen for sure
অরিজিৎ সিং-এর গলায় রামপ্রসাদি গান শুনে আজ আবার উপলব্ধি করলাম, আসলেই সে এ প্রজন্মের গর্ব। সেরাদের সেরা তুমি গুরুদেব 🙏❤️
সত্যি ই। ❤
I'm a Christian.. but this song touches my soul.. ❤️❤️
মনটাকে শান্ত করার জন্য গুরুদেবের কন্ঠে গানই যথেষ্ট।❤️😌
অরিজিৎ দার কণ্ঠে মা এর গান শুনে শান্তি হোয়ে গেলো এই মন খানা। মা যে সর্বখানে বিরাজ করে। ❤️🌼
Please amar channel a eso, amio ei gaan ta gawar chesta korechi 🙏🏼ruclips.net/video/eRDuXjwsOoM/видео.html amar bhool gulo dhoriea deben please
কলকাতায় অরিজিতের কনসার্টে গাওয়া এই গান শুনে এরপর ইউটিউবে এলাম। কী দরদ দিয়ে বলেছিলো, " কিছু জানলাম না, কিছু করলাম না, কিছু শিখলাম না, শুধু হৈ হৈ করলাম"। আহা অরিজিত তুমি শুধুই মুগ্ধতা। বাংলাদেশ থেকে ভালোবাসা নিও দাদা ভাই ❤️
গানটি অরজিৎ দার গলায় শোনার পর বার বার শুনছি কিন্তু মোড হারায় না অন্য যেকোনো গান ১/২/৩ বার এর পর শুনতে বিরক্ত ছাড়া আর কিছু হবে না কিন্তু এই গানটা যতোবার শুনি ততোবার এই মুগ্ধ কী গলা ভাই তোমার। দাদা জাস্ট ওয়াও🙏🥰
Everyone is temporary, but Arijit Singh is permanent..
Shreya's version is perfectly crafted .
But Arijit has gone beyond it by his sheer devotion to the almighty .
I second you.
কি বলবো ভাষায় বোঝাতে পারবো না, মনে হচ্ছে আত্মা বেরিয়ে এসে নৃত্য করছে, কি প্রেম কি আনন্দ ❤️ তুমি বেঁচে থাকো অরিজিৎ দা।
রামপ্রসাদ সেন তিনি সত্যি একজন অমর সাধক না হলে আমাদের মত ইয়াং জেনারেশন কে এমন ভাবে আপ্লুত করে।তুমি ধন্য
R রইলো অরিজিৎ স্যার তিনি সুরের রাজা। আর ভাষা পাচ্ছি না ধন্য বাদ।
দারুণ..অসাধারণ...অনেক দিন পর....এরকম দরদ ভরা গলায় রামপ্রসাদ গান। এই গান কোনোদিন পুরোনো হবে না। কি যে ভালো লাগলো, বলে বোঝানো যাবে না ...ভালো থেকো.. Arijit Singh...ইশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক...
আমি চাই পৃথিবীর সমস্ত গান এই মানুষটির গলায় শুনতে। ইনি গায়ক নন, স্বয়ং গানের প্রতিমূর্তি।
খুব ভালো বলেছেন। 💖
Thik bolecho 😍
sabar golay sei kaj nei... arijit er golay moteo bhalo lagchhe na
Arijit Singh golai Gan tai hit , cinema r ta r sathe manache na.
😂😂
Thank you Arijit for singing this, you have made me cry......I am sure that millions of Maa's devotees will react the same way..... Your voice is blessed by the Divine Mother.... I cannot say more, অতুলনীয়, অনবদ্য, এর থেকে সুন্দর আর কিছু হতে পারেনা।।
একদম মনের কথা বলেছেন।
Yes brother 😢😢😢😢❤❤❤ joy ma
অরিজিৎ সিং এই গানের জন্য ১১ টাকা চেয়েছিল❤️❤️
Srijato said that Arijit Singh was taking a long time to record this Ramprasadi, and tears flowed when he finally heard it. You have to be in a state of serene surrender to sing this. The tenderness and sweetness in Arijit's voice and the lyrics provide utter peace.
❤️
Where can I find that interview?
@@pixileads Not in any interview. Srijato posted this on his facebook timeline couple of months back.
Please amar channel a eso, amio ei gaan ta gawar chesta korechi 🙏🏼ruclips.net/video/eRDuXjwsOoM/видео.html amar bhool gulo dhoriea deben please
Arijit also replied he was afraid to call Srijato that he cant record this and told him to record this as well as requested him to not to sleep in early. He record and send it to Srijato. Srijato also asked Arijit about the money, Arijit refused to take money but Srijato insisted Arijit than Arijit told he was come Kolkata soon and please give him 11 Taka for this Ramprosadi. Srijato astonished and insisted to take money as company bindings than Arijit told him to contribute as the amount he wants to his school he ran for children from that they can get the new dress on puja.
এই মানুষটা যেকোন genreতেই কী অনায়াসে গেয়ে দিতে পারে ❤️
অরিজিৎ , আপনার মন তো কৃষিকাজ খুব ভাল করে শিখেছে;তাই তো তাতে আবাদ করে সোনার ফসল ফলাচ্ছেন,আর সারা পৃথিবীময় তা বিতরণ করছেন।
খুব ভাল থাকবেন। ঈশ্বর আপনার সঙ্গে থাকুন।💚🌹
ভগবানের উপহার এমন মধুর কন্ঠ! রামপ্রসাদী গান সবাই উপস্থাপন করতে পারবে না! আর ১০০ বছরে এরকম সঙ্গীত শিল্পী ফিরবে না!
Arijit Singh ✨❤
সরস্বতী মায়ের আর্শীবাদ না থাকলে এভাবে গান করা সম্ভব না প্রতিটা গান মন ছুয়ে যায়। শতশত শিল্পী আসবে যাবে কিন্তু অরিজিৎ মতো শিল্পী পাওয়া টা খুবই ভাগ্যের ব্যাপার ❤️❤️
বাংলার ভূমিসন্তানের কাছ থেকে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে ???♥️❤️♥️
হ্যা সত্যি খুব সুন্দর
খুব ভালো বলেছেন। ❤
Abe O Bangali na hai
বাংলা শ্যামাসংগীতের মাধূর্য,আহা সত্যিই মন ছুঁয়ে গেলো 😌❤🌻
মাঝে মাঝে ভাবি,ভাগ্গিস, আমি একজন বাঙালি ❤ নাইলে পৃথিবীর সবচেয়ে মধুর ভাষার যে মাধুর্য, তা উপভোগ করতেই পারতাম না 😇 অরিজিৎ একজন বাঙালি শিল্পী হওয়ায় আরো ভালো লাগে ❤ নাইলে সত্যিই কতকিছু মিস করতাম 🙃
গানটার অর্থ আমাকে একটু বলতে পারবেন?
অগ্রিম ধন্যবাদ ❤️
জয় মা 🙏
Ramprasad and not shyamaprasad
দীপাবলিতে কে কে শুনছো ২০২৪?
ami dhaka Bangladesh theke🇧🇩
Maa,, 🙏
Mayer mondire gan lagachi uff maa goo aladay lagche ❤
আমি
আমি শুনছি
🙏
যেখানে মানুষ সামান্য খ্যাতির কাদায় পিছলে যাচ্ছে সেখানে এই মানুষ টা খ্যাতির সর্বোচ্চ চূড়ায় বসে থেকেও এতটা অমায়িক সত্যিই বিস্ময় সৃষ্টি করে। আজন্মকাল সম্মান থেকেই যাবে তোমার প্রতি অরিজিৎ।
02.01.2023 এ লিখে দিয়ে গেলাম ১০০ বছর হোক ২০০ বছর হোক অরিজিৎ এর গলায় এই রামপ্রসাদী গান চিরজীবন বেঁচে থাকবে তা হোক কালীপূজোয় বা কোন কালী মন্দিরে আজীবন এই গান বেঁচে থাকবে🙏🙏🙏🙏
লাইক দিয়ে যাবেন যদি এই গান মন ছুঁয়ে থাকে ।
🥺🥺🥺
গোলায় না, গলায়?
ভুল বললেন এই গান চিরকাল ই বেঁচে থাকবে তবে অরিজিৎ সিং এর গলায় নয়, পান্নালাল এর গলায়।
Yes
@@sankhaghosh6870 seta apnar nijosso motamot... Ba aro onno karo hote pare... But for us this will remain unchanged...
Darun
ভাগ্যিস অরিজিৎ দা বাঙালি হয়ে জন্মেছিল..তাই তো এত সুন্দর মধুর গান শুনিয়ে আমাদের মনে প্রাণে শান্তি দিল 😌🏵️🙏🚩💫 proud of him❤ 4:38
Every Bollywood movie is incomplete today without Arijit Singh's voice ❤
not only bollywood tollywood also
@@thecomedypurarnab3804 where did arijit sung a song in the past 3 years in a tollywood movie ??
This is a bengali movie
@@pradeep69-69 so funny 🤣 listen his bengali recent songs you will be blown away
@@pradeep69-69 X=Prem, Bismillah (2 songs), kishmish, Raavan
কি যেন একটা শান্তি আছে অরিজিতের গলায়💓😌
A heavenly peace 🖤🖤🖤🖤
@@siprabarik44 exactly 🖤
Please amar channel a eso, amio ei gaan ta gawar chesta korechi 🙏🏼ruclips.net/video/eRDuXjwsOoM/видео.html amar bhool gulo dhoriea deben please
একদম ঠিক বলেছেন।
Ekdom
স্ট্রেস ভর্তি অফিস এর পরে, অরিজিত একটা শান্তির নাম! ❤️
2025 সালে কে কে শুনছো❤
আমি ❤
Aito akono Bajtace
এত শান্তি এইগান টা শোনার পর লাগে। অরিজিৎ দা তুমি অনবদ্য।
অরিজিৎ সিংয়ের বাংলা গান মানেই অসম্ভব শান্তি ❤️
মাটিই সব। আর গানটা যেন মাটিতে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর অরিজিৎ সিং তাতে হৃদয়ের সমস্ত অনুভূতিটা জুড়ে দিয়েছে ❤️❤️❤️
অরিজিৎ সিং এর গলায় শ্যামাসঙ্গীত।। 😌❤️💞
এই গানটা বিভিন্ন পুজোর সময় বিশেষ করে কালি পুজোর সময় মাঝে মাঝেই শোনা যায়, কিন্তু এমন করে বোধহয় অন্তর স্পর্শ করে যায়নি কোনোদিন।।
অরিজিৎ এর কন্ঠ সত্যি মর্মস্পর্শী, এক আলাদা মায়া ,দরদ আছে কণ্ঠে, যেকোনো গানেই নতুন প্রাণ এনে দেয় 🥺🥺😇😇 ।।
সত্যি ধন্য তুমি গুরুদেব 🙏🙏
একদম সঠিক বলেছেন। ❤
এই গান টা আমাকে খুব শান্তি দিচ্ছে, পরীক্ষার মধ্যে এই গানটা শুনছি বার বার পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে যাচ্ছি। জয় মা কালী। জয় মা তারা। জয় শিব। জয় শ্রী কৃষ্ণ ❤️❤️❤️
Bhai Paas korli to ?
ok
Passed my graduation with 83% in microbiology 🤘🏻🤘🏻🤘🏻 joy shiv.. Joy ma kali... 💙💙💙
There is a fraction of heaven on earth and that is Arijit Singh 💜
😌😌😌What a pleasure it is ! Just think the power of literature 😮
কি অপূর্ব মাধুর্য! বিনম্র প্রণাম অরিজিৎ স্যারকে। 🙏
কলেজ থেকে আসার সময় ট্রেন এ বসে গানটি শুনছিলাম !! অরিজিৎ সিং এর গলায় মা এর গান টি শুনে চখের জল আর ধরে রাখতে পারলাম না 🥺🌺🙏
এক কথায় অসাধারণ ❤❤❤❤❤
শ্যামা সঙ্গীতে সত্যই অন্যরকম অনুভূতি।।মাতৃস্নেহ খুঁজে পাওয়া যায় ❤❤
মনে হল শরীর থেকে আত্মাটা বেড়িয়ে গেল 😌😌
এ এক আলাদা অনুভুতি, অরিজিৎ সিং এর কণ্ঠে রামপ্রাসাদি, উফফ মন ভরে গেলো ।। ✨❤️
অরিজিৎ সিং ❤️🌼
"... ওরে একা যদি না পারিস মন,
রামপ্রসাদ কে সঙ্গে নে না । "💗
Ei line tar sathe tomar comment a elo chole
কী জাদু আছে এই কন্ঠে!! যতবার শুনছি মন শান্ত হয়ে যাচ্ছে চোখের কোণে জল চলে আসছে, হে মা কালি তোমার সকল সন্তান কে রক্ষা করো মা❤❤🙏🏻🙏🏻
আজ দীপাবলি।সন্ধ্যা ৬:৫৬,খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।মনে হলো একটা রামপ্রসাদের গান শুনি।অসাধারণ ❤️❤️❤️❤️❤️❤️গায়ে কাটা দিয়ে উঠলো।
গুরুদেব 😌❤️🙏
" এই মানুষ টা আর কি কি পারে ! "
Arijit Singh - এর গলায় 'রামপ্রসাদী শ্যামা সংগীত' এ যেন এক অন্য ভাব জগতে নিয়ে যায় মনটা কে ।
#arijitsingh ❤️
❤️
I don’t understand bengali but this song in the voice of Arijit Singh sir is purely goosebumps ❤❤
This is a Bengali Kali Bhajan,300+ years old
❤️💕
Ramprasadi sur eiysa hi hay
Apka rooh tak jayega
If you want to know what he sang
U can translate the lyrics
This is famous kali geet 🙏
@@adityaghosh5656 Google translation uthna acha nahi hai
It is 300 old bhajan and has beautiful lyrics. The first few lines are not difficult to understand. Sadhak Ramprasad Sen says" the heart does not know cultivation, the human land is fallow, if you cultivate it will prosper and become gold"
কোটি কোটি বছর বেঁচে থাকুক অরিজিৎ সিং এর কন্ঠ ❤❤
প্রতিদিন কাজের খোঁজে বেরিয়ে পরা সেই সব বন্ধু, আর তাদের দিনের শেষে বাড়ি ফিরে হতাশা😔 সেই সব হতাশা পেছনে ফেলে.....একটা নতুন দিনের শুরু করার জন্য অরিজিৎ সিং....আর তার "মন রে এমন কৃসিকাজ" এটাই যথেষ্ট। ভগবান সেই সব বন্ধু দের ইচ্ছা পূরণ করুক।❤️
Very well said. ❤
Darun balechen
Arijit Singh is not just a singer. He is a emotions for million heart 💙🥺
@Shakti Vaar 🕉️ 🚩 jab se ye Hindú muslim chodega tabhi suport milega vaai
for me ♥️❣️my heart
Billion bro 🔥❤
Akdom
Akdom taii... 🥰
একটি শিল্পীর কাছে সবথেকে বড় পাওনা হল, যখন তার শ্রোতা গানটিকে অনুভব করে চোখে জল আসে,, এবং অরিজিত সেখানে পূর্ণরুপে সফল
Right
বাংলার এমন একটি কন্ঠ যা যে কোনো গান কেই মধুর করে তোলে, বলাই বাহুল্য অরিজিৎ সত্যি আশীর্বাদ।।❤❤
2050 সালে বিজ্ঞান যতটা উন্নতি করবে, 21 দশকে অরিজিৎ সিংয়ের গান ❤🔥 তার চেয়ে বেশি উন্নতি করবে সঙ্গীত ❤️
Already korcheo 🔥🔥🔥
Aahhhaaaaa, ki sunlaam, onek ador Arijit Singh❤️❤️
উনার কোন গানের লাইন বলবেন যা ৯০ দশক বা তার আগের গানের জনপ্রিয়তাকে ছাড়িয়ে গিয়েছে। ২০৫০ কে দেখেছে!
Tum Hi Ho ❤️🔥💯
@@ronidas62964 এটাকী নিজের গায়ে কাদা ছুঁড়া হলনা?
I'm from Gujarat but didn't understand the song but still Arjit Singh's voice is very good 😊😋❤️🎵🔊🇮🇳
It is a pure devotional song in the name of Goddess Kali Mata Ji..
Jai ma kali
ખેતી વિશે જાણતા નથી
આવી માનવજાતિ પડી રહે છે, કેળવીએ તો પરિણામ સુવર્ણ ||
કાલીના નામે વાડ, પાક બગડે નહીં
યમ ખુલ્લા વાળવાળા (મારા મનની) મજબૂત વાડની નજીક આવતો નથી.
આજે તમને મારી નાખવામાં આવશે કે કેમ તે ખબર નથી
હવે તમારા પોતાના મનની સંભાળ રાખીને લણણી ન કરો
ગુરુએ બીજ વાવ્યું છે, તેને ભક્તિથી પાણી ન આપો
પણ જો તમે એકલા ન કરી શકો તો રામપ્રસાદને બોલાવશો નહીં
For you❤ from Tripura
@@মহাপুরুষ-ঝ৭হ app Bangali hoke Gujarati main kaise likha 🤔
পুরো মন ছুঁয়ে গেলো
কালি সাধক রামপ্রসাদ সেন এই ভাবেই বেচেঁ থাকবেন আমাদের মধ্যে
আর অরিজিৎ দার কি দরদি গলা ❤️❤️
ekdom
Right 🙇🏻♂️🙇🏻♂️🙏🏻🙏🏻
এটা বাকি ছিলো শ্যামাসংগীত....... গুরুদেবের গলায় ❤
সত্যি এটাই বাকি ছিল।
@@biswajit6828 day futures ydx
একদম সঠিক ❤️🙏🏻
সত্যিই ❤❤যত দিন যায় আর অবাক করে দিয়ে যায় এই মানুষটা
কখন ও কোন গান শুনে চোখ দিয়ে পানি আনতে পারে নি,এমন গলায় এই শ্যামা সঙ্গীত শুনলে কার না চোখ দিয়ে পানি আসে।
ধন্যবাদ দাদা @arjit
Sotti
As simple as this ❤️
It's pure meditation and spirituality
Srijato + joy + Arijit _ simply simplicity
Thanks sony music India
Spreading this masterpiece rampasi song inspite of language barriers
Proud to be bengali ❤️
একা যদি না পারিস মন রাম প্রসাদ কে সঙ্গে নে না। what a line.
Sotti
অরিজিৎ সিং মানুষরূপে সুরসম্রাট জন্ম নিয়েছে , এই কালজয়ী গানকে আবার নতুন করে ফিরিয়ে দিয়েছে ।।😍❤️❤️
How can he? I mean how can he sing with such perfection? From headphones to heart ❤
❤️
11 টাকার গানে 111কোটি মানুষের মন ছুয়ে গেলো । অরিজিৎ সিং এর জন্য 111 কোটি লাইক চাই
❤❤❤❤
🎉
Bhai ei gaan r mulya kokhono bichar kora jai ?? Don't say 11 taka r gan
তোমার কোন ধারণা আছে এটা কি ধরণের iconic রামপ্রসাদী গান। না জেনে বালের কমেন্ট করতে এসো না। if you don't wanna make a fool of yourself...
Ai gan dam diya bichar kora jai na
কি যাদু তোমার গলায়....... তোমার একই কন্ঠ কখনো হাসায়, কখনো কাঁদায়, কখনো মনে ভক্তি জাগায়, কখনো বা নাচতে বাধ্য করে❤️
"Sunle mone hobe Arijit jeno bohukal dhore Shyama Sangeet gaay"-Very rightly said by Srijatoda. Arijit da ek bishwoy! His talent is beyond words.
অরিজিৎ সিং এর গলায় যখন এই ধরনের গান শোনা যায় মনটা স্তব্ধ হয়ে যায়, মনে হয় যেন মন্দিরের শান্ত পরিবেশে বসে আছি।।
বেঁচে থাকার আগ্রহ গুলো জাগিয়ে তোলে এই গানটি.... Thank you❤️❤️