এই গান গুলো শুধু গান নয় । এক একটা আবেগ এক একটা মূহুর্ত যাপন তিলোত্তমার সাথে...... সত্যি আমরা বাঙালী রা বড্ড পাগলপাড়া আবেগি...... গৃহবন্দীতে ও তেও আমাদের হৃদয় মুক্ত বিহঙ্গ হতে পারে এসব গান গুলোর জন্য.... ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
ভিনদেশী তারা গানটা আমার অনেক আগে থেকেই খুব পছন্দের। পাই না ছুঁতে তোমায় এই লাইন দিয়েই যে কত মানুষকে ছোঁবার আকুলতা একেক বয়সে একেকভাবে জাগসে! একটা টাইমে আমার সেই স্কুল ফ্রেন্ড শ্রাবন্তী যে ক্যান্সারে মা-রা গেসলো, ওকে ছুঁইতে ইচ্ছে করলে এই লাইন মনে পড়তো। এরপর প্রেমিক কিংবা প্রাক্তনকে ছোঁয়ার ইচ্ছে জাগসে অথচ পারি নাই তখন এই লাইন ভীষণভাবে রিলেটেবল মনে হইসে। বাবা চলে যাবার পর যতবার বাবার জামার গন্ধ নিসি আমার চন্দ্রবিন্দুর পাই না ছুঁতে তোমায় শুনে চোখ ভিজসে। আসলে ছোঁয়ার গণ্ডির ভিতরে থাকা মানুষগুলোকে আমরা অতটা ছুঁতে চাই না যতটা ছুঁতে চাই যাকে ছোঁয়া বারণ কিংবা অসম্ভব তাকে। প্লিজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপের রাতে এই লাইন গুনগুন না করে মনে হয় একটাও মন খারাপের রাত পার করি নাই। ভিনদেশী তারা হয়তো এমন কিছু যা আমাদের নিজেদের হতে গিয়ে নিজেদের হয় নি। কিংবা যেখানে ভিনদেশী তারাকে ছোঁয়ার অপেক্ষা শেষ, ঠিক সেই মূহুর্তে, ছুঁয়ে দেয়ার কয়েক পলক আগে আবার অপেক্ষা শুরু। এই অপেক্ষা হারিয়ে ফেলা মেনে নেয়ার নাকি নতুন কোনো ভিনদেশী তারার তা আমরা কেউই জানি না। তোমার কিসের এত তাড়া, রাস্তা পার হবে সাবধানে এই লাইন শুনলে বুকের মধ্যে কীরম যেন হয়। সেই নীলক্ষেত কিংবা নিউমার্কেট মোড়ে কতবার যে রাস্তা পার হতে গিয়ে মাঝখানে দাঁড়িয়ে পড়তাম! ভাবতাম এভাবেই শেষ করে দেব নিজেকে। তখন হাত ধরে রাস্তা পার করসে কোনো বন্ধু, কখনো বা ভালোবাসার মানুষ কখনো অপরিচিত কেউ। কিন্তু বাবা আর সেই আগের মতন করে কখনো সাবধানে রাস্তা পার হতে বলে নি। কিংবা সম্পর্ক শেষ হবার পর আমার সেই পুরোনো প্রেমিক খোঁজ নেয় নি আমি রাস্তা পার হতে পারি কিনা। তখন বোধ হয় ভিনদেশী তারার লাইনগুলোই আমাকে রাস্তা পার করসে। থেমে তো থাকি নি। তুমি মায়ের মতই ভালো, আমি একলাটি পথ হাঁটি এই লাইন শুনে মনে পড়ে বেশ কয়েকজন মানুষের কথা। যারা সত্যিই মায়ের মমতায় আগলাইসে কিন্তু পথ আটকে থেকে যায় নি। চলে গেসে, একলা হাঁটা শেখাইসে। নিজের চোখের জলটুক নিজে মোছবার সামর্থ্য তৈরি করে দিয়ে গেসে । ইউকেলেলে তে আমি প্রথম গান তুলব ভিনদেশী তারা। আমার সবচেয়ে বেশি শোনা গান এটা। এই গানের প্রতিটা শব্দ নিজস্ব মনে হয়। ভিনদেশী তারার কনসেপ্ট বয়েস বাড়বার সাথে জীবনের অভিজ্ঞতা আর মানুষ হারানোর তালিকায় তাল মিলায়ে বদলাইসে। রাতজাগা তারাদের আকাশছোঁয়া বাড়ি থাকে এরজন্যেই ওরা আমাদের ছোট্ট ঘর ছেড়ে ছুটে পালায়। ছোটোবেলার প্রিয় খেলনা, স্কুললাইফের সেই বান্ধবী, মায়ের মতন ভালো প্রাক্তন, আমার ভালো থাকবার মেডিসিন বাবা এবং হারিয়ে ফেলা সমস্ত কিছু ফেরে না... তবু রাতের আকাশে জ্বলজ্বল করে🍀 বাবার এ্যাকাউন্ট থেকে বাবার মেয়ে কমেন্টটা লিখছি। একটা এ্যাকাউন্ট অব্দি থেকে যায়, মানুষ থাকে না!
এই গানে টিক টিক করে বিটের শব্দটাকে আমার কেন জানিনা হার্টবিট এর মতো লাগে। শোনার হিসেব করলে এই গান হয়তো আমার ওতোবারও শোনা হয়নি, তবুও যত বার শুনেছি প্রতিবারই বিভিন্ন লাইন রেখাপাত করে গেছে...... 💙 খুব খুব ভালো থাকুক আমার কাছের মানুষ গুলো
আমি পাইনা ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী.. Antaheen is probably the best bengali film eve made.Such softness, unexpressed love blended with outstandingly elegant presentation. This reminds of the novels of Bankim chandra pure class. Art at its best...
কোন কোন সময়ে,,,বিশেষ কোন কোন মুহূর্তে,,,, কোন কোন গান আমাদের মনের গহীনে অজান্তেই ঘোরাফেরা করতে থাকে…. আজ সকাল থেকেই ঠিক এরকমটাই হচ্ছিল ,,,,আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বর্তমানে কানাডার সাস্কাচুয়ান ইউনিভার্সিটি তে পাঠরত…….. বর্তমানে আমার নিজের দেশে ভারতে মধ্যরাত আর আমার এখানে ঠিক উল্টোটা তবুও যেন এই গানটার মধ্য দিয়ে আমার সেই ভিনদেশী তারার জগতে হারিয়ে যেতে ইচ্ছে করছে…... ধন্যবাদ চন্দ্রবিন্দু কে এরকম একটি অত্যন্ত সুন্দর রচনার জন্য
I heard the song for the first time in the cinema hall itself, 11 years ago. This song has a magic in its low notes and lyrics and most important, its simplicity which brings me back after 11 years
The dreams you share, the sorrows , the good days you talk about...everything hurts so much when you know you can't do this for the life time... আমার ভিনদেশী তারাটা ভিনদেশীই থেকে যাবে কিনা কে জানে!
এত তারাদের ভিড়ে আমাদের ভিনদেশীতারা রা হারিয়ে যায়! তবুও মন খারাপের রাতে তারাদের মনে পড়ে যাদের এখন আকাশ ছোঁয়া বাড়ি.. আমাদের একলা ছাদে ভিনদেশী তারাদের এখনো মনে পড়ে.. ভালো থাকো ভিনদেশী তারা তোমার আকাশ ছোঁয়া বাড়িতে..
2006 এ প্রথম এই গানটা শুনি, তখন আমার বয়স ১৬ খুব ভালো লাগতো যখন শুনতাম এটা, আর এখন 2020 সাল, বয়স 30 হয়ে গেছে, তবুও বিন্দুমাত্র তিক্ততা আসেনি এই গানটার প্রতি, এখনো ভীষণ ভালো লাগে, কত স্মৃতি জমে আছে এই গানে বুঝানো যাবেনা। ❤️❤️❤️
I miss this era, no social media, and people were still romantic believing in the possibilities of the impossible, I still watch this movie where both of them used to wait for each other to text & imagine each other. The ending was not poetic justice but I guess that is how life is. Antaheen is a love letter from the 2000's the music, the people, the romance, the city & everything else. We can not bring back this time but at least will always have this movie to be reminiscent of the gone-by era:((
I used to listen to this song when I was preparing for my 10th board exam back in 2010. RUclips was not there. Now after 12 years working in the corporate sector , far from my hometown this song still is an escape for me.
যে নক্ষত্র মরে যায়, তাহার বুকের শীত লাগিতেছে আমার শরীরে- যেই তারা জেগে আছে, তার দিকে ফিরে তুমি আছ জেগে- যে আকাশে জ্বলিতেছে, তার মতো মনের আবেগে জেগে আছ- জানিয়াছে তুমি এক নিশ্চয়তা - হয়েছ নিশ্চয়! হয়ে যায় আকাশের তলে কত আলো-কত আগুনের ক্ষয়, কতবার বর্তমান হয়ে গেছে ব্যথিত অতীত-
গানটা প্রথম যখন টিভিতে শুনছিলাম তারপর থেকেই ভালো লেগেছিলো। তখন আমার বয়স কতো মনে নাই, সাল ও মনে নাই। কিন্তু আজ 11-06-2024। সেই একই অনুভুতি। আর কত স্মৃতি।
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয় । স্মৃতি রেখে গেলাম । যূগ যূগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে তখন কেউ like দিলে notification পেয়ে আমিও আবার শুনতে আসবো প্রিয় এই গানটা। ২৩ জানুয়ারী, ২০০৯
Tobu kothao Jeno "rag", "depression" ta nei... Ek odvut "slice of life", "feel good" movie jar muhurto gulo , gaan gulo..kharap na laga sottyeo kanna kanna feel diye jai... True romanticism ekei bole hoito...
...সিনেমাটা প্রথম দেখার পরই এতো ভালো লেগেগেছিলো কিন্তু শেষটা মানতে পারিনি; অনেকবার দেখেছিলাম তারপর বোঝার জন্য... বুঝেছিলাম বেশ কিছু বছর পর, আরও একটু 'বুড়ো(অথবা বড়)' হওয়ার পর যে সব প্রেম পুর্নতা পায়না হয়তো 'পুর্নতা না পাওয়াটাই সেসব প্রেমের সার্থকতা'...
দুই বছর আগে। এমন সময়েই ফারুক আর আমি একসাথে থাকা শুরু করি। অফিস থেকে এসে ও প্রায়ই এই গানটা শুনতো। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। মানসিকতা খুব ভালো কিন্তু আমার সাথে ওর অনেক অমিল ছিল। তারপরেও যথাসাধ্য চেষ্টা ছিল ওকে এডজাস্ট করার। ও বরাবরই আমাকে সম্মান দিয়ে চলতো। তারপরেও ওর প্রশ্ন বানে আমি জর্জরিত হই এবং এতো প্রশ্নের উত্তর আমি দিতে অপারগ সরাসরি বলে দেওয়ার জন্য ও আর আমি আলাদা হয়ে যাই এবং আর দেখা কথা কিছুই হয়নি । ফেসবুকেও ও আমাকে ব্লক করেছিলো। এরপর আর যোগাযোগ ই হয়নি । এই গানটা ও তখন শুনতো আমি এখন শুনি। আমি চাইনা ওর সাথে আমার আবার মিল হোক। কারণ ও আর আমি দুই ক্যাটাগরির। যাই হোক ও ভালো থাক আমিও আমার মতোই আছি। ভালো থাক রাত জাগা তারারা ❤💜💛💚💙
তখন ১৬ বছর বয়স সবে ভালোবাসা জিনিস টার মানে বুঝতে শিখেছি, আর এখন ৩০ ভালোবাসাকে কেমন একটা তিক্ততা গ্রাস করেছে।।কত গুলো বছর চলে গেলো কত অনুভূতি , অভিজ্ঞতার সাক্ষ্য থেকে গেলাম।।কতকিছুর পরিবর্তন হয়ে গেলো কিন্তু কিছু গান শোনার অনুভূতি পরিবর্তন হলেও গান গুলি এখনো মনে থেকে গেলো ।।
In Dehradun it's a cloudy afternoon all day long.. darkness all around , raindrops are about to fall.. Alone in my room, listening this masterpiece.. ❤️ By the way I am from Purba Medinipur..
2014 sale jhokon 'Jalpaiguri government engineering college' ae porte jai ami rate train ae jeta jeta first gaan ta Suni, Onek sukh, Dukhher songi ei gaan ta, aj 2020 Gaan jhokon ae Suni 4-5 por por Suni. ❤
আমার ভিনদেশী তারা একা রাতেরই আকাশে তুমি বাজালে একতারা আমার চিলেকোঠার পাশে ঠিক সন্ধ্যে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্পো বলো কাকে আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ী আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ী আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি আমার চোখ বেধে দাও আলো দাও শান্ত শীতল পাটি তুমি মায়ের মতই ভালো আমি একলাটি পথ হাটি আমার বিচ্ছিরি এক তারা তুমি নাও না কথাখানি তোমার কিসের এতো তাড়া সে রাস্তা পার হবে সাবধানি তোমার গায়ে লাগেনা ধুলো আমার দু-মুঠো চাল চুলো তোমার গায়ে লাগেনা ধুলো আমার দু-মুঠো চাল চুলো রাখো শরীরে হাতে যদি আর জল মাখো দুই হাতে প্লীজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপের রাতে আমার রাত জাগা তারা তোমার আকাশ ছোয়া বাড়ী আমি পাইনা ছুতে তোমায় আমার একলা লাগে ভারী আমার রাত জাগা তারা তোমার আকাশ ছোয়া বাড়ী আমি পাইনা ছুতে তোমায় আমার একলা লাগে ভারী(২) হুম হুম………………
It's Oct 2019, I am too far from my home and I am too far from my Maa, from my beloved one alone in my room and every time I play this song I didn't feel the distance anymore. Too intense creation of love and music.
একসময় হাজারবার শোনা গান টা আজ অনেকদিন পর শুনছি, যেই ভিনদেশী তারার জন্য এতো বেদনা পুষে গান টা শুনতাম সেই তারার আজ কোনো খবর আমার জানা নেই,, সময় পালটে গেছে তার সাথে আমিও... জীবনে সত্যিকারের আকাশের চাঁদ টাকে খুজতে খুজতে ক্লান্ত ভীষণ, আর খুজতে চাওয়ার ইচ্ছা যোগান হচ্ছে না... সময়ের সাথে সেই চাঁদটার অপেক্ষায় রইলাম 😊
Everyone of his songs makes me cry.. he's just different from most of the singers today. His songs are special and something that isn't about most things other songs talk about. one of my favorite singers and what he's doing is wonderful. Keep up your beautiful music because you're amazing.
Ei gaanta aamar classer chhele meyera khub gungun kore gaaye...Nostalgia toiri korechhe Chandrabindu ...❤❤. I personally feel that this song is ideal to be listened to when you are in a long drive at night .🌙 🎶🎉
আমার ভিনদেশী তারা একা রাতেরি আকাশে তুমি বাজালে একতারা আমার চিলেকোঠার পাশে ঠিক সন্ধ্যে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্পো বলো কাকে আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ী আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ী আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি (x2) আমার চোখ বেধে দাও আলো দাও শান্ত শীতল পাটি তুমি মায়ের মতই ভালো আমি একলাটি পথ হাটি আমার বিচ্ছিরি এক তারা তুমি নাও না কথা কানে তোমার কিসের এতো তাড়া সে রাস্তা পার হবে সাবধানে তোমার গায় লাগেনা ধুলো আমার দু'মুঠো চাল-চুলো (x2) রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে প্লীজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপের রাতে আমার রাতজাগা তারা তোমার আকাশ ছোয়া বাড়ি (x2) আমি পাইনা ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী... (x2)
আমাদের ৯০-'০০ প্রজন্মের এমন কিছু গান আছে যেগুলো নস্টালজিয়া ভরা এবং চিরন্তন। তাঁর মধ্যে আমার ফেভারিট পাঁচটি গান- ১. আমার ভিনদেশী তারা ২. সেই যে হলুদ পাখি ৩. বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় ৪. উঠে যাওয়া সিঁড়ি টিমটিমে আলো ৫. মাঝিরে ও মাঝিরে (শান)
Research er kaje ar kichu din por Kolkata charte hobe amake... Tai ajke bristi r dupure khub sunte iche korlo ei gaan ta... Comments pore dekhlam ekjon likhechen antaheen is a love letter from the 2000s..ami add kore bolbo.. - "Antaheen is perhaps a walk down the memory lane for Bengalis all over the World "
অনেক দিন অপেক্ষা করেছিলাম তার জন্য, ভেবেছিলাম তাকে পেয়ে যাবো হইতো অবশেষে জানতে পারলাম যে সে নতুন কাউকে পেয়ে খুব ভালো আছে ✨😊 এই গান শুনলে ওর মায়াবী মুখটা মনে পড়ে যায়✨✨
I fail in Love with him In 2018 Others City. Long distance 300km. It's "আমার ভিনদেশি তারা" ❤️ today 2022❤️ still i love him and he loves me a lot🌸🙈 সে আমার ভিনদেশি তারা অন্য পাড়ায় বাড়ি❤️ ভালবাসি তোমাকে🤍
This song reminds me of someone i had... always reminds me... Even if i leave the memory or the nostalgia interrelated with this song, it is probably the finest modern bengali love song...
"তুমি মায়ের মতোই ভালো" is the best compliment ever for a girl ❤️
maayer motoi bhalo ...
maayer opoman korche keno erom sob lyrics likhe?
For a boy too
Na..I don't think so
naaah
@@bitoffbalance4021 oye suorer baccha lyrics bujhis na bal
Still in 2020! ❤️ This song never gets old.
Beautifully crafted lyrics with such a soothing music..One of the Best Bengali song ever. ❤️
Right
Still in 2020 and until I die.
@megha ghosh Yes.❣️
@@tapeshrt4073 Exactly.☺️
Exactly. Love all the songs of Antaheen
এই গান গুলো শুধু গান নয় ।
এক একটা আবেগ
এক একটা মূহুর্ত যাপন
তিলোত্তমার সাথে......
সত্যি আমরা বাঙালী রা বড্ড পাগলপাড়া আবেগি......
গৃহবন্দীতে ও তেও আমাদের হৃদয় মুক্ত বিহঙ্গ হতে পারে এসব গান গুলোর জন্য....
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
kotha kintu vul bolo ni
Shotti, jotoi pretend kori j emotional na, still amra boddo emotional, akdom pagoler moto valobaste pari & chai. Tai toh Americans love Indian gf❤❤💞💞
Very well said.
Sotti🥰
Pagol para
আকাশের বিশালতায় তারা আর চাঁদের কাছাকাছি বসবাস তবুও দূরত্ব এক আলোকবর্ষ ... ভালো থাকিস , ভালোবাসায় থাকিস ...
Seraaa😊👍
Asadharan
দুরত্ব আছে তাই,
ভালবাসা রয়ে যায়!
BAH....
❤️
ভিনদেশী তারা গানটা আমার অনেক আগে থেকেই খুব পছন্দের। পাই না ছুঁতে তোমায় এই লাইন দিয়েই যে কত মানুষকে ছোঁবার আকুলতা একেক বয়সে একেকভাবে জাগসে! একটা টাইমে আমার সেই স্কুল ফ্রেন্ড শ্রাবন্তী যে ক্যান্সারে মা-রা গেসলো, ওকে ছুঁইতে ইচ্ছে করলে এই লাইন মনে পড়তো। এরপর প্রেমিক কিংবা প্রাক্তনকে ছোঁয়ার ইচ্ছে জাগসে অথচ পারি নাই তখন এই লাইন ভীষণভাবে রিলেটেবল মনে হইসে। বাবা চলে যাবার পর যতবার বাবার জামার গন্ধ নিসি আমার চন্দ্রবিন্দুর পাই না ছুঁতে তোমায় শুনে চোখ ভিজসে। আসলে ছোঁয়ার গণ্ডির ভিতরে থাকা মানুষগুলোকে আমরা অতটা ছুঁতে চাই না যতটা ছুঁতে চাই যাকে ছোঁয়া বারণ কিংবা অসম্ভব তাকে। প্লিজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপের রাতে এই লাইন গুনগুন না করে মনে হয় একটাও মন খারাপের রাত পার করি নাই।
ভিনদেশী তারা হয়তো এমন কিছু যা আমাদের নিজেদের হতে গিয়ে নিজেদের হয় নি। কিংবা যেখানে ভিনদেশী তারাকে ছোঁয়ার অপেক্ষা শেষ, ঠিক সেই মূহুর্তে, ছুঁয়ে দেয়ার কয়েক পলক আগে আবার অপেক্ষা শুরু। এই অপেক্ষা হারিয়ে ফেলা মেনে নেয়ার নাকি নতুন কোনো ভিনদেশী তারার তা আমরা কেউই জানি না।
তোমার কিসের এত তাড়া, রাস্তা পার হবে সাবধানে এই লাইন শুনলে বুকের মধ্যে কীরম যেন হয়। সেই নীলক্ষেত কিংবা নিউমার্কেট মোড়ে কতবার যে রাস্তা পার হতে গিয়ে মাঝখানে দাঁড়িয়ে পড়তাম! ভাবতাম এভাবেই শেষ করে দেব নিজেকে। তখন হাত ধরে রাস্তা পার করসে কোনো বন্ধু, কখনো বা ভালোবাসার মানুষ কখনো অপরিচিত কেউ। কিন্তু বাবা আর সেই আগের মতন করে কখনো সাবধানে রাস্তা পার হতে বলে নি। কিংবা সম্পর্ক শেষ হবার পর আমার সেই পুরোনো প্রেমিক খোঁজ নেয় নি আমি রাস্তা পার হতে পারি কিনা। তখন বোধ হয় ভিনদেশী তারার লাইনগুলোই আমাকে রাস্তা পার করসে। থেমে তো থাকি নি। তুমি মায়ের মতই ভালো, আমি একলাটি পথ হাঁটি এই লাইন শুনে মনে পড়ে বেশ কয়েকজন মানুষের কথা। যারা সত্যিই মায়ের মমতায় আগলাইসে কিন্তু পথ আটকে থেকে যায় নি। চলে গেসে, একলা হাঁটা শেখাইসে। নিজের চোখের জলটুক নিজে মোছবার সামর্থ্য তৈরি করে দিয়ে গেসে । ইউকেলেলে তে আমি প্রথম গান তুলব ভিনদেশী তারা। আমার সবচেয়ে বেশি শোনা গান এটা। এই গানের প্রতিটা শব্দ নিজস্ব মনে হয়।
ভিনদেশী তারার কনসেপ্ট বয়েস বাড়বার সাথে জীবনের অভিজ্ঞতা আর মানুষ হারানোর তালিকায় তাল মিলায়ে বদলাইসে। রাতজাগা তারাদের আকাশছোঁয়া বাড়ি থাকে এরজন্যেই ওরা আমাদের ছোট্ট ঘর ছেড়ে ছুটে পালায়। ছোটোবেলার প্রিয় খেলনা, স্কুললাইফের সেই বান্ধবী, মায়ের মতন ভালো প্রাক্তন, আমার ভালো থাকবার মেডিসিন বাবা এবং হারিয়ে ফেলা সমস্ত কিছু ফেরে না... তবু রাতের আকাশে জ্বলজ্বল করে🍀
বাবার এ্যাকাউন্ট থেকে বাবার মেয়ে কমেন্টটা লিখছি। একটা এ্যাকাউন্ট অব্দি থেকে যায়, মানুষ থাকে না!
খুব ভালো থাকুন
আপনিও ভালো থাকবেন 🌼
এই গানে টিক টিক করে বিটের শব্দটাকে আমার কেন জানিনা হার্টবিট এর মতো লাগে। শোনার হিসেব করলে এই গান হয়তো আমার ওতোবারও শোনা হয়নি, তবুও যত বার শুনেছি প্রতিবারই বিভিন্ন লাইন রেখাপাত করে গেছে...... 💙 খুব খুব ভালো থাকুক আমার কাছের মানুষ গুলো
❤
@@Rishav_Patra_14 🌻🍀
আমি পাইনা ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী..
Antaheen is probably the best bengali film eve made.Such softness, unexpressed love blended with outstandingly elegant presentation. This reminds of the novels of Bankim chandra pure class. Art at its best...
Sayan Sarkar akdom thik..
Sayan Sarkar I agree you bro
is it worth watching?
Best funkin film I've ever seen........
@@taiyeef absolutely worth watching
কোন কোন সময়ে,,,বিশেষ কোন কোন মুহূর্তে,,,, কোন কোন গান আমাদের মনের গহীনে অজান্তেই ঘোরাফেরা করতে থাকে…. আজ সকাল থেকেই ঠিক এরকমটাই হচ্ছিল ,,,,আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বর্তমানে কানাডার সাস্কাচুয়ান ইউনিভার্সিটি তে পাঠরত…….. বর্তমানে আমার নিজের দেশে ভারতে মধ্যরাত আর আমার এখানে ঠিক উল্টোটা তবুও যেন এই গানটার মধ্য দিয়ে আমার সেই ভিনদেশী তারার জগতে হারিয়ে যেতে ইচ্ছে করছে…... ধন্যবাদ চন্দ্রবিন্দু কে এরকম একটি অত্যন্ত সুন্দর রচনার জন্য
11 years later, If you're still watching this you're a legend.
After 8 years, I am searching this song...
Meeeee
So what how old the video is ,, this song has a another level of attraction and peace ❤️😌
I will search this song even after 18 years...
I heard the song for the first time in the cinema hall itself, 11 years ago. This song has a magic in its low notes and lyrics and most important, its simplicity which brings me back after 11 years
Dear future bengali generation, this song is filled with undying emotions, do not let this song die.
Dont worry! We won't 🖤
🖤
We will not!
"অন্তহীন " সিনেমা এর album টা oscar deserve করে প্রত্যেক টা গান ই খুব সুন্দর😌😌😌
The dreams you share, the sorrows , the good days you talk about...everything hurts so much when you know you can't do this for the life time...
আমার ভিনদেশী তারাটা ভিনদেশীই থেকে যাবে কিনা কে জানে!
Aha! ✨
নয় বছর হয়ে গেলো যে ❤️
It's like red wine...the more it gets older..it becomes delicious... What a composition ♥️
এত তারাদের ভিড়ে আমাদের ভিনদেশীতারা রা হারিয়ে যায়! তবুও মন খারাপের রাতে তারাদের মনে পড়ে যাদের এখন আকাশ ছোঁয়া বাড়ি.. আমাদের একলা ছাদে ভিনদেশী তারাদের এখনো মনে পড়ে.. ভালো থাকো ভিনদেশী তারা তোমার আকাশ ছোঁয়া বাড়িতে..
Ok😅
2006 এ প্রথম এই গানটা শুনি, তখন আমার বয়স ১৬ খুব ভালো লাগতো যখন শুনতাম এটা, আর এখন 2020 সাল, বয়স 30 হয়ে গেছে, তবুও বিন্দুমাত্র তিক্ততা আসেনি এই গানটার প্রতি, এখনো ভীষণ ভালো লাগে, কত স্মৃতি জমে আছে এই গানে বুঝানো যাবেনা। ❤️❤️❤️
I miss this era, no social media, and people were still romantic believing in the possibilities of the impossible, I still watch this movie where both of them used to wait for each other to text & imagine each other. The ending was not poetic justice but I guess that is how life is. Antaheen is a love letter from the 2000's the music, the people, the romance, the city & everything else. We can not bring back this time but at least will always have this movie to be reminiscent of the gone-by era:((
absolutely, it breaks my heart to see how social media has affected people, no value in emotions, ignorant to see the beauty in small things. :( :(
I used to listen to this song when I was preparing for my 10th board exam back in 2010. RUclips was not there. Now after 12 years working in the corporate sector , far from my hometown this song still is an escape for me.
যে নক্ষত্র মরে যায়, তাহার বুকের শীত
লাগিতেছে আমার শরীরে-
যেই তারা জেগে আছে, তার দিকে ফিরে তুমি আছ জেগে-
যে আকাশে জ্বলিতেছে, তার মতো মনের আবেগে জেগে আছ-
জানিয়াছে তুমি এক নিশ্চয়তা - হয়েছ নিশ্চয়!
হয়ে যায় আকাশের তলে কত আলো-কত আগুনের ক্ষয়,
কতবার বর্তমান হয়ে গেছে ব্যথিত অতীত-
Woow
সত্যিই অসাধারণ
🔥
খাসা লিখেছেন। আজ এত দিন পর গান টা শুনতে শুনতে একটা ভালো মানুষ এর অনবদ্য লেখা পড়ার সুযোগ পেলাম।
জীবনানন্দের লেখা
গানটা প্রথম যখন টিভিতে শুনছিলাম তারপর থেকেই ভালো লেগেছিলো। তখন আমার বয়স কতো মনে নাই, সাল ও মনে নাই। কিন্তু আজ 11-06-2024। সেই একই অনুভুতি। আর কত স্মৃতি।
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয় । স্মৃতি রেখে গেলাম । যূগ যূগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে তখন কেউ like দিলে notification পেয়ে আমিও আবার শুনতে আসবো প্রিয় এই গানটা। ২৩ জানুয়ারী, ২০০৯
আমার বয়েস তখণ ছিলো 15, এখোন 30 তাও যেনো নোতুন বলে মনে হয়ে, কলেজের কথা মনে পরে, রোজ প্রেম এ পড়া আর রোজ মোন ভাঙ্গা।
Tobu kothao Jeno "rag", "depression" ta nei... Ek odvut "slice of life", "feel good" movie jar muhurto gulo , gaan gulo..kharap na laga sottyeo kanna kanna feel diye jai... True romanticism ekei bole hoito...
কী যে বলো কাকা ! এটা 15 বছর পুরোনো ফিল্ম ! 😆😆😆
আমি এখন ৬৪। আমার ও তো এখনও মনে পড়ে। এই তো যেনো সেদিন। সেই হারিয়ে যাওয়া প্রেমগুলো। আসলে ঐ ১৮ থেকে ২৬ মনের কোথাও লুকিয়ে থেকে যায়। হারায়না
Are na 9yrs ager gan
same to u
কিভাবে মানুষের অন্তরে পৌঁছানো যায় অনিন্দদা সেটা খুব জানে
আরো কিছুর অপেক্ষায় থাকবো অনিন্দদা
খুব প্রিয় একটি গান
আজ অনেক দিন পর শুনছি
তার কথা খুব মনে পড়ছে
এমনই এক দিনে গেয়ে শুনিয়েছিল
People are temporary, memories are permanent ❤️🥹
...সিনেমাটা প্রথম দেখার পরই এতো ভালো লেগেগেছিলো কিন্তু শেষটা মানতে পারিনি; অনেকবার দেখেছিলাম তারপর বোঝার জন্য...
বুঝেছিলাম বেশ কিছু বছর পর, আরও একটু 'বুড়ো(অথবা বড়)' হওয়ার পর যে সব প্রেম পুর্নতা পায়না হয়তো 'পুর্নতা না পাওয়াটাই সেসব প্রেমের সার্থকতা'...
I'm watching it in 2021, and I'm not legend. Just an ordinary human with emotion ❤️
দুই বছর আগে। এমন সময়েই ফারুক আর আমি একসাথে থাকা শুরু করি। অফিস থেকে এসে ও প্রায়ই এই গানটা শুনতো। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। মানসিকতা খুব ভালো কিন্তু আমার সাথে ওর অনেক অমিল ছিল। তারপরেও যথাসাধ্য চেষ্টা ছিল ওকে এডজাস্ট করার। ও বরাবরই আমাকে সম্মান দিয়ে চলতো। তারপরেও ওর প্রশ্ন বানে আমি জর্জরিত হই এবং এতো প্রশ্নের উত্তর আমি দিতে অপারগ সরাসরি বলে দেওয়ার জন্য ও আর আমি আলাদা হয়ে যাই এবং আর দেখা কথা কিছুই হয়নি । ফেসবুকেও ও আমাকে ব্লক করেছিলো। এরপর আর যোগাযোগ ই হয়নি । এই গানটা ও তখন শুনতো আমি এখন শুনি।
আমি চাইনা ওর সাথে আমার আবার মিল হোক। কারণ ও আর আমি দুই ক্যাটাগরির। যাই হোক ও ভালো থাক আমিও আমার মতোই আছি।
ভালো থাক রাত জাগা তারারা ❤💜💛💚💙
Hope you're doing okay stay strong
Respect to your attitude....
তখন ১৬ বছর বয়স সবে ভালোবাসা জিনিস টার মানে বুঝতে শিখেছি, আর এখন ৩০ ভালোবাসাকে কেমন একটা তিক্ততা গ্রাস করেছে।।কত গুলো বছর চলে গেলো কত অনুভূতি , অভিজ্ঞতার সাক্ষ্য থেকে গেলাম।।কতকিছুর পরিবর্তন হয়ে গেলো কিন্তু কিছু গান শোনার অনুভূতি পরিবর্তন হলেও গান গুলি এখনো মনে থেকে গেলো ।।
I am not a Bengali,but everyone I hear this song tears fill my eyes,such is the beauty of the song
It's really a love song , if I could explain in Hindi , you will realize that, it's awesome music
I was eighteen then...now 32 ...almost double...Still my favorite....Creation of a lifetime .....Love you CHANDRABINDU
Lol
যত বার শুনি। কোথায় যেন হারিয়ে যায়....😑💖
Simply nostalgic… felt like to be in Kolkata whenever I listen this song!!!! Monsoon
Anyone in 2024?
Yupp
Yes
It's October 29th
Yes
Yes
In Dehradun it's a cloudy afternoon all day long.. darkness all around , raindrops are about to fall.. Alone in my room, listening this masterpiece.. ❤️ By the way I am from Purba Medinipur..
I wanna be there now :p
2014 sale jhokon 'Jalpaiguri government engineering college' ae porte jai ami rate train ae jeta jeta first gaan ta Suni, Onek sukh, Dukhher songi ei gaan ta, aj 2020 Gaan jhokon ae Suni 4-5 por por Suni. ❤
মনটা কঁকিয়ে ওঠে যখনই এ গানটা শুনি কিন্তু নাগরিক জীবনের একাকিত্বে খুবই প্রাসঙ্গিক এই গান...
আমার ভিনদেশী তারা
একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্পো বলো কাকে
আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ী
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ী
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার চোখ বেধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি
তুমি মায়ের মতই ভালো
আমি একলাটি পথ হাটি
আমার বিচ্ছিরি এক তারা
তুমি নাও না কথাখানি
তোমার কিসের এতো তাড়া
সে রাস্তা পার হবে সাবধানি
তোমার গায়ে লাগেনা ধুলো
আমার দু-মুঠো চাল চুলো
তোমার গায়ে লাগেনা ধুলো
আমার দু-মুঠো চাল চুলো
রাখো শরীরে হাতে যদি
আর জল মাখো দুই হাতে
প্লীজ ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে
আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোয়া বাড়ী
আমি পাইনা ছুতে তোমায়
আমার একলা লাগে ভারী
আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোয়া বাড়ী
আমি পাইনা ছুতে তোমায়
আমার একলা লাগে ভারী(২)
হুম হুম………………
Thanks
Darun😎😎😎
Love This Song
আ
darun
It's Oct 2019, I am too far from my home and I am too far from my Maa, from my beloved one alone in my room and every time I play this song I didn't feel the distance anymore. Too intense creation of love and music.
I can feel you.
Hope you're doing well. Take careeee
Love from Bangladesh 🇮🇳🇧🇩🇧🇩
আগে যখন ছোট ছিলাম তখন এই গানগুলো কি যে অসহ্য লাগতো শুনতাম না ভালো লাগতো না আর এখন এই গানগুলো ছাড়া চলা মুশকিল... বেঁচে থাকার রসদ💗💗
Summer night, Amar FM, this song & chilling on folding cot with no worldly worries.. Nostalgia..😌😌❣️
Thanks for this comment. It made me recall my schooldays
♥️
Yes you are true
Same❤
Ufff Sei gaan...😍😍😍😍 mon volano..😍😍😍 khub khub sundor Ganta😳😳😊😊😊
Akdom🥰🥰
emon Ekta cinema abar Kobe dekhbo?? advut sundor...
Sayantani Sarkar hi
Ekdom
Historical & Insoluble Event Videos kontho,sobdo..22 se srabon chatushkon for thriller..hami and posto bachader protidin kar jinjs niye o ache
Emon chobi khub kom e hoy..
আহা! সোনালী অতীত 😢।কত স্মৃতি, রোমাঞ্চকর শৈশবের কথা মনে পড়ে যায়।
This movie gave us Radhika Apte. Would love to see her in more bengali movies
Movie name?
@@girlwholived123 antaheen
একসময় হাজারবার শোনা গান টা আজ অনেকদিন পর শুনছি, যেই ভিনদেশী তারার জন্য এতো বেদনা পুষে গান টা শুনতাম সেই তারার আজ কোনো খবর আমার জানা নেই,, সময় পালটে গেছে তার সাথে আমিও...
জীবনে সত্যিকারের আকাশের চাঁদ টাকে খুজতে খুজতে ক্লান্ত ভীষণ, আর খুজতে চাওয়ার ইচ্ছা যোগান হচ্ছে না...
সময়ের সাথে সেই চাঁদটার অপেক্ষায় রইলাম 😊
Anyone in 2020.?
1 like = 1 person
yes
@@fatemanaz2276........
Haa
Here i am in 2022
It's 2022
Everyone of his songs makes me cry.. he's just different from most of
the singers today. His songs are special and something that isn't about
most things other songs talk about. one of my favorite singers and
what he's doing is wonderful. Keep up your beautiful music because
you're amazing.
21 August 22. রাত্রি 12 টা গান টা আমি প্রায়ই শুনি কিন্তু আজ মানে এখন অসম্ভব ভালো লাগছে
It's 2024...still stuck with this masterpiece❤
এই গানটা আমি হাজার বার শুনলেও আমার বিরক্ত লাগে না
অসম্ভব প্রিয় একটা গান ❤❤❤❤
আলবিনা,
এই গান শুনলেই আপনি ভেসে ওঠেন সামনে। আর চোখের কোণ কখন যে জলে ভিজে যায় নিজেও টের পাই না।
ভালো থাকবেন লক্ষ্মীটি
Ei gaanta aamar classer chhele meyera khub gungun kore gaaye...Nostalgia toiri korechhe Chandrabindu ...❤❤. I personally feel that this song is ideal to be listened to when you are in a long drive at night .🌙 🎶🎉
প্রতিদিন এই গানটা শুনা আমার habit হয়ে হেছে।।।। ♥♥♥♥♥♥
💗💗💗
Miss that Golden era of bengali muzik ... bangla bands +bangla FM stations+ sei chhotobela😥😓
আমার ভিনদেশী তারা
একা রাতেরি আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্পো বলো কাকে
আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ী
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ী
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি (x2)
আমার চোখ বেধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি
তুমি মায়ের মতই ভালো
আমি একলাটি পথ হাটি
আমার বিচ্ছিরি এক তারা
তুমি নাও না কথা কানে
তোমার কিসের এতো তাড়া
সে রাস্তা পার হবে সাবধানে
তোমার গায় লাগেনা ধুলো
আমার দু'মুঠো চাল-চুলো (x2)
রাখো শরীরে হাত যদি
আর জল মাখো দুই হাতে
প্লীজ ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে
আমার রাতজাগা তারা
তোমার আকাশ ছোয়া বাড়ি (x2)
আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী... (x2)
Tnq sir
Thank you so much 😊
পৃথিবীটা অনেক বড়ো;কিন্তু সবসময় একা বাঁচতে হয়💔
Sotti....oshadaron unic akta gan.....
jar protek ta line sundar....
Really awesome!
I have heard this more than thousand times in a single day.... love this song so much.... my best medicine to get sleep ❤❤
আমাদের ৯০-'০০ প্রজন্মের এমন কিছু গান আছে যেগুলো নস্টালজিয়া ভরা এবং চিরন্তন। তাঁর মধ্যে আমার ফেভারিট পাঁচটি গান-
১. আমার ভিনদেশী তারা
২. সেই যে হলুদ পাখি
৩. বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
৪. উঠে যাওয়া সিঁড়ি টিমটিমে আলো
৫. মাঝিরে ও মাঝিরে (শান)
February 2022! Who's still listening this legendary song! 😊❤️
me
Feb ’24 alrdy🤍
আমি পাইনা ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী.... অসাধারণ একটা লাইন
So soothing. Missing Kolkata...
"তুমি মায়ের মতই ভালো
আমি একলাটি পথ হাটি
আমার বিচ্ছিরি এক তারা
তুমি নাও না কথা কানে
তোমার কিসের এতো তাড়া
সে রাস্তা পার হবে সাবধানে"
any one here listing this lovely song in 2019
Na dada
No one cares
Me too
Me
Yes
কোনো প্রেম নেই, ভালোবাসা নেই, অতীত নেই।
তবুও এই গান টার সাথে কত স্মৃতি জড়িয়ে!
Research er kaje ar kichu din por Kolkata charte hobe amake... Tai ajke bristi r dupure khub sunte iche korlo ei gaan ta... Comments pore dekhlam ekjon likhechen antaheen is a love letter from the 2000s..ami add kore bolbo.. - "Antaheen is perhaps a walk down the memory lane for Bengalis all over the World "
All time favourite ...jotobar shuni totobar notun kore Bhalo lage ❤️..awesome movie Antaheen !
It more than just a song . Probably it touches all normal people's heart. ❤️
This song is intoxicating
2024 e esheo amr moto kara kara ganta shunsen ?
এই তো শুনছি, আসলে আমরা যারা ৮০-৯০ ছেলে বা মেয়ে তাদের এই ধরনের গান ই পছন্দ ❤
Me😊
2008 r por
Shun Sen ki writer?
Anontokaal dhore manush shunbe.. ❤
অনেক দিন অপেক্ষা করেছিলাম তার জন্য, ভেবেছিলাম তাকে পেয়ে যাবো হইতো অবশেষে জানতে পারলাম যে সে নতুন কাউকে পেয়ে খুব ভালো আছে ✨😊 এই গান শুনলে ওর মায়াবী মুখটা মনে পড়ে যায়✨✨
I fail in Love with him In 2018
Others City. Long distance 300km.
It's "আমার ভিনদেশি তারা" ❤️
today 2022❤️ still i love him and he loves me a lot🌸🙈
সে আমার ভিনদেশি তারা অন্য পাড়ায় বাড়ি❤️
ভালবাসি তোমাকে🤍
Speechless..... Can't be explained in words
তোমার গায়ে লাগে না ধুলো,
আমার দুমুঠো চাল-চুলো,
রাখো শরীরে হাত যদি,
আর,জল মাখো দুইহাতে,
প্লিজ,ঘুম হয়ে যাও চোখে,আমার মন খারাপের রাতে🙂...
আমার বয়স এখন ১৯ , চলছে কলেজ লাইফ এর নতুন নতুন প্রেমে পড়া আবার মন ভাঙার মধ্যে দিয়ে গান টা শুনতে ভালোই লাগছে ❤😢
2019 she came and left me😌 I hope she stays happy and safe
এই একটি মাত্র গান যা আমার অতীত, আমার বর্তমান,আমার ভবিষ্যৎ সব একটি সুতায় প্রোথিত করে। ♥️
This song reminds me of someone i had... always reminds me...
Even if i leave the memory or the nostalgia interrelated with this song, it is probably the finest modern bengali love song...
These kind of songs deserves more and more views and likes
Incredible song..Love it everytime I hear it
What a beautiful song!! I don't understand the language, but hooked to this song for life.
It's bengali
Suddenly felt sad without any reason! Don't know why, mood deplaned it.
26.08.2020, quarantine time 🙂
One of the best.... Still fresh and melodious.... Beautiful lyrics just touching the soul ❤️
I wathed the movie only for this song. The movie is a pure masterpiece.
রুচির এই দুর্ভিক্ষের সময়,এসব গান ছাড়া সার্চ করে শুনে,তাদের জন্য মন থেকে সম্মান,ভালবাসা❤
আমি এখন সাতান্ন।
গান শুনি, গুনগুন করি কিন্তু এই প্রান্তবেলায় এসে গানটার প্রবল প্রেমে পড়লাম।
এই গান তুলতেই হবে গলায়, শোনাতে হবে আমার মহলে❤❤❤❤❤❤❤❤
Bhai kya hai ye? Masterpiece yarr ❤️❤️❤️
কলেজ জীবনের বহু স্মৃতি হাবুডুবু খায় এই গানের সুরে, কথায়।
Amar bhindeshi tara
Eka raateri akashe
Tumi bajale ektaara
Amar chilekothar pashe
Thik sondhey namar mukhey
Tomar naam dhore keu daake
Mukh lukiye kaar buke
Tomar golpo bolo kake
Amar raat jaga tara
Tomar onno paray bari
Amar bhoy pawa chehara
Ami adote anari
Amar akash dekha ghuri
Kichu mitthey bahaduri (x2)
Amar chokh bendhey dao alo..
Dao shanto shitol paati
Tumi maayer motoi bhalo
Ami eklati poth haati
Amar bicchiri ektaara
Tumi nao na kotha kane
Tomar kisher eto taara
Se rashta paar hobe sabdhane
Tomar gaye lage na dhulo
Amar du-mutho chaal chulo (x2)
Rakho shorire haath jodi...
Aar jol makho dui haate
Please ghum hoye jao chokhe
Amar mon kharaper raate
Amar raat jaga tara
Tomar akash chowa bari
Ami paina chutey tomay
Amar ekla lage bhari
Hm Hm Hm Hm...
কতো যে চেনা অচেনা স্মৃতি জড়িয়ে আছে গানটির সঙ্গে চোখ বন্ধ করে আবারো হারিয়ে যেতে চাই সেই দিন গুলো তে,☹️😔❤️
আমার ভিন দেশি তারা আমার মতো ২০১৯ কে কে শুনছো লাইক দেও
Like
Dec 19
I listen this song this year
Ballel Hossain ami 2020 te o shunchi
Lock dawn স্পেশাল
Amar sob theke priyo band Chandrabindoor khub priyo ekta gaan....Ar Anindya Da"Maharaja Tomare Selam". Ar Antohin otntohin nodir motoi amader moddhe ajo bohoman...eto sundor cinema...
Antaheen - one of the Finest Bengali movies💗
Thanks 'Chandrabindu' for this song. This is not just a song, this is something else.
ভবিষ্যত প্রজন্মের জন্য আমার চিহ্ন এখানে রেখে যাচ্ছি .😌💔(Babai)😊🦋. অসম্পূর্ণ ভালোবাসা💔😌.. ajj o bole gelam i love u …babai/guddi
Such a beautiful song this is!
April 2022 still on this song and feeling the pain inside 💠!!
No doubt one of the best bengali films I ever seen .... the songs are so sweet like honey.... awesome!!!!
প্লিজ ঘুম হয়ে যাও চোখে,
আমার মন খারাপের রাতে
no
Ki darun Line!!!!
These song never gets old! Midnight feeling!
7 years.. till now it's new😍