কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ঢাকার কি অবস্থা!! || Heavy Rain. Waterlogging Dhaka, Bangladesh.

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 июл 2024
  • নদী, খাল, পুকুর সব ভরাট করা আর প্লাস্টিক দিয়ে সব ড্রেন আটকানোর ফল পাচ্ছে ঢাকা বাসী। বন্যা প্লাবিত নয়, জোয়ার কিংবা বানের জলে ভেসে যাওয়া নয়। শুক্রবারের বৃষ্টিতে রাজধানী ঢাকার সব পথঘাট চলে যায় পানির নিচে। এই শুক্রবারে নগরের যেখানেই চোখ পড়ে মনেহয় বানের জলে ভেসে যাওয়া কোনো বিস্তৃত প্রান্তর।
    All camping video playlist: • Camping & Picnic in Am...
    My email: AdventureTube21@gmail.com
    My other video playlists:
    কিভাবে আমেরিকা যাবেনঃ
    • কিভাবে আমেরিকা যাবেন। ...
    ফ্লোরিডা, আরেক বাংলাদেশঃ
    • ফ্লোরিডা, আরেক বাংলাদে...
    আমেরিকার দিনরাত্রিঃ
    • আমেরিকার দিন রাত্রি ||...
    কানাডা অ্যাডভেনচারঃ
    • কানাডা অ্যাডভেঞ্চার ||...
    ভূস্বর্গ বাংলাদেশ || Beautiful Bangladesh Tour
    • ভূস্বর্গ বাংলাদেশ || B...
    রান্নার রেসিপিঃ Recipe playlist:
    • রান্নার রেসিপি || RECIPE
    Mohammed Al-Farook
    Jamai Bou Production
    AdventureTube21@gmail.com
    #jamaibou #adventureTube #Adventure_Tube21

Комментарии • 595

  • @mdmasud-he1wy
    @mdmasud-he1wy Месяц назад +17

    বর্তমানে ঢাকায় পরিকল্পিত নর্দমা তৈরী করা হচ্ছে না । নর্দমা ঢাল কতটা কোথায় দিতে হবে ? তার দিকনির্দেশনা নেই। তাছাড়া খোলা প্রাকৃতিক খাল যত টুকু পানি নিষ্কাশনের ক্ষমতা রাখে, ভূগর্ভস্থ নর্দমা তা রাখে না। ধোলাইখাল এর বুকে, ঢাকা দক্ষিণ অংশের বিশাল এলাকা বৃষ্টি পানি সহসাই ধারণ করে নেবার যথেষ্ট খমতা ছিল। বিশ্বের আধুনিক নগরী গুলোতে এখনো ও খাল এর ব্যাপক প্রচলন আছে। যেমন জাপান এর শহর গুলোতে, এই মত খাল গুলো দুই ধার পাকা দেয়াল দিয়ে ঘেরাও দেয়া আছে। তাছাড়া অতি বৃষ্টিতে অতিরিক্ত পানি নগরীর ভূগর্ভে বিশাল বিশাল কূপ ও বিশাল জলধার তৈরি করা আছে। যা হঠাৎ প্রচুর বৃষ্টির পানি এলাকাভেদে জমা থাকে। এবং পরবর্তীতে তা উচ্চ মাত্রা পানি নিষ্কাশনের খমতা সম্পন্ন পাম্প দ্বারা নদী, কিংবা সাগরে নিক্ষেপ করা হয়। মোগল আমলে ধোলাই খাল ও ব্রিটিশ প্রকৌশলীদের নকশায়, ঢাকা নগরী দক্ষিণ অংশে বৃষ্টি পানি নিষ্কাশনের সুন্দর ব্যাবস্থা ছিল। যার দরুণ বৃষ্টি পানিতে আদি কালে ঢাকায় বৃষ্টি পানিতে নগরী তলিয়ে যেত না। ধোলাইখাল এর পানি বুড়িগঙ্গায় দ্রুত নিষ্কাশনের জন্য, বিশাল বিশাল পাম্প সক্রিয় থাকতো। যা বর্তমানে এই দেশী নগর পরিকল্পনাবিদ ও অদক্ষ প্রকৌশলীদের ভুল নকশায় দরুণ সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে। বর্তমানে ধোলাইখালের একাংশে অর্থাৎ সাদেক হোসেন খোকা মাঠের কোনে অকেজো পাম্প স্টেশন ও অত্যান্ত ছোট ত্রিকোন আকৃতির একটি জলাধার আছে। যা ঢাকা এই অংশে বৃষ্টির জল ধারণ এ সম্পূর্ণ অক্ষম। যার দরুণ বংশাল, নাজিরা বাজার, পাকিস্তান মাঠ , কায়েতটুলি,নিমতলী, হোসেনী দালান সন্নিহিত এলাকা, ওয়ারী কিছু অংশ, এমন কি নর্থ সাউথ রোড, সুত্রা সুরীটোলার অলিগলি, সুত্রাপুর এর অলি গলিতে পানি সময় মত সরতে না পারায়, জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ঢাকা নিউ মার্কেট দেশ বিভাগ এর পরবর্তী একটি আধুনিক মার্কেট, যা বিগত কয়েক বৎসর যাবৎ বৃষ্টি পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। যার দরুণ শুধু নিউ মার্কেট, চাঁদনীচক এলাকায় চরম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে না প্রধান সড়কে ও পানি জমে যাচ্ছে । ফলে পথচারী ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। অথচ সিকি শতাব্দী কাল পূর্বে নিউ মার্কেট গড়ে উঠলে ও ১ - ১.১/২ দশক পূর্বে ও এমন অবস্থা কোন দিন দেখা যায়নি। এই সব মার্কেট এর দোকান গুলো বিগত কয়েক বৎসর যাবৎ দফায় দফায়, মাত্রাতিরিক্ত হারে ট্রেড লাইসেন্স নবায়ন ফি, মুসক পরিশোধ করে আসছে। অথচ এই ধরণের জলাবদ্ধতার দরুন ব্যবসায়িক ও আর্থিক ক্ষতির দায় কি সিটি কর্পোরেশন নিবে??? না কি আবহাওয়া বিভাগ এর তথ্যমতে, ১ ঘন্টায়, এত মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই সব পরিসংখ্যান দিয়ে ব্যাবসাহীদের মুখ বন্ধ করবে ?

    • @AdventureTube21
      @AdventureTube21  Месяц назад +12

      যখন প্রকৃত মেধাবীর পরিবর্তে পরীক্ষায় অসৎ উপায়ে ভালো ফল ও ঘুষ দিয়ে অযোগ্য প্রার্থী নিয়োগ পায়, তখন তাদের কাছ থেকে এর চাইতে ভালো আর কী আশা করা যেতে পারে? ধন্যবাদ।

    • @privateaccountforthemultiu9790
      @privateaccountforthemultiu9790 Месяц назад

      @@mdmasud-he1wy মানুষ একেবারেই সচেতন না। সবাই যদি সবার বাড়ির ও আসপাশ পরিস্কার রাখে তাহলেই হতো। আমার বউ বাচ্চা করোনার সময় আমার ঢাকার বাসায় আটকে ছিল। আমি রিক্স নিয়ে আসতে বলিনাই।
      আমার বাসার বেশিরভাগ খালি পরে আছে। কোথাও কোথাও পানি জমে আবার জঙ্গলে পরিনত হয়। আমি ভিডিও কল দিয়ে পরিস্কার করা ও পানিতে করোসিন দিতে বাদ‍্য করেছি। এতে মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু থেকে আল্লাহ রক্ষা করেছে।
      এমনকি ড্রাম ফিট করে এর ভিতরে সকল প্লাস্টিক পুড়তে লোক ঠিক করেছি। কিছু মানুষ নাকি দেখে হাসিতামশা করতো।

    • @dostmnuris7074
      @dostmnuris7074 29 дней назад +1

      ​@@mohammedmonirulislam9906আপনি অতি ব্যস্ত মানুষ, বুঝতে পারছি....

    • @kazishahidullah8372
      @kazishahidullah8372 28 дней назад +1

      ঢাকায় এরকম পানি বৃষ্টিতে হয়না,মাত্রাতিক্ত বৃষ্টিপাতের ফলে এমনটা হয়েছে।চট্টগ্রামের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন।জলবায়ু পরিবর্তনের একটা ফল পৃথিবীময় হচ্ছে।কিছুদিন আগে দুবাইয়ের যে পরিণতি হয়েছিল সেটা নিয়ে প্রশ্ন হচ্ছে না,ঢাকায় বৃষ্টির পানি পাঁচ ছয়দিন থাকে এমন কিন্ত্ত না।।​@@AdventureTube21

    • @mdsalauddinjibon6755
      @mdsalauddinjibon6755 28 дней назад +1

      ​@@kazishahidullah8372 Apnare vai kiso bolla o akhon mon kharap korben asole vai apner moto mind er lok golar jonno ei daser ajka ai obostha.

  • @nasreennipa9803
    @nasreennipa9803 Месяц назад +41

    আপনি যে excitement নিয়ে বৃষ্টি দেখতে বের হয়েছিলেন আর যা দেখলেন তাতে বিশ্ববাসী দেখুক কত ভালো আছে এ দেশের জনগণ। খুব সময়োপযোগী ভিডিও ধারণ করেছেন, ভালো লাগলো।

    • @TIsajibAhmed
      @TIsajibAhmed Месяц назад +8

      বিশ্ববাসীকে দেখিয়ে বিচার দিয়ে লাভ নাই,,,, বিশ্ববাসী সবাই নিজ নিজ সমস্যা নিয়ে বিজি

    • @izitui
      @izitui Месяц назад +1

      ২০০১ এর দিকে আপনি দেশে ছিলেন না মনে হয়। বা আপনার স্মৃতিশক্তি দূর্বল হয়ে গিয়েছে। বা শিশু ছিলেন।
      ঐ সময়ের ঢাকা আর আজকের ঢাকা তুলনা করবেন।
      ঐ সময়ে সবার মধ্যে আতঙ্ক ছিল বো*মা যেকোন সময় যেকোন জায়গায় মারা হবে। টেররিস্টদের আস্তানা ছিল পুরো দেশ।
      পানি জমার সমস্যা অবশ্যই সিরিয়াস। কিন্তু শুধু সরকারকে দোষ দিয়ে নাকে তেল দিয়ে ঘুমালে হবে?
      আমরা জনগণ কত সাধু! যেখানে সেখানে পলিথিন, চিপ্সের প্যাকেট কি সরকার ফেলে নাকি পাবলিক। জানালা দিয়ে ময়লা কে ফেলে?
      খাল বিল দখল করে বাড়ি কে বানিয়েছে? অন্যের? অন্যের জমি দখল করেছে কে?
      এইগুলা যারা করে ভোগান্তিও তাদের। নিজেদের ভিতরে সদরঘাট আর আশা করি সরকার হবে সাধু বাবা? সরকারের লোক জনগণের থেকেই উঠে আসে। সুতরাং।

    • @nasreennipa9803
      @nasreennipa9803 Месяц назад +1

      @@TIsajibAhmed
      বিচার করার মালিক আল্লাহ তায়ালা, বিশ্ববাসী কে বিচার দেয়ার কথা তো বলা হয়নি এখানে। ইউটিউবের মাধ্যমে সবাই দেশের ভালোমন্দ দেখে সেটাই mean করা হয়েছে।

    • @TIsajibAhmed
      @TIsajibAhmed Месяц назад

      @@nasreennipa9803 ওওওওও

    • @user-nn8mq8jg1q
      @user-nn8mq8jg1q Месяц назад +1

      নদী

  • @rinkuacharjee827
    @rinkuacharjee827 Месяц назад +18

    বৃষ্টি মানে অলস দুপুর তোমার ভেজা চুল
    বৃষ্টি মানে রোদের ছুটি, প্রিয় গানের সুর
    বৃষ্টি মানে খোলা জানালা, পুরনো স্মৃতিচারণ
    বৃষ্টি মানে আদুরে উল্লাস, তোমায় ছুঁতে বারণ💔❤

  • @user-jb5on1qw2v
    @user-jb5on1qw2v Месяц назад +8

    আসলেই বলার কোন ভাষা নাই এত তাড়াতাড়ি কিভাবে এই কয়েক ঘণ্টার বৃষ্টিতে একেবারে তলিয়ে গেল ঢাকা শহর। তবে এর ভালো ব্যবস্থা নেওয়া উচিত। সবাইকে সচেতন হতে হবে।

  • @foqurulhossen722
    @foqurulhossen722 Месяц назад +7

    আপনার এই ভিডিও টিতে বৃদ্ধ বয়স নিয়ে খুব বাস্তব এবং আবেগপ্রবণ কিছু কথা আছে। এই প্রশ্নগুলো আমার মনে ছিলো, আপনি উত্তরগুলো বলে দিয়েছেন। আমি আমার বৃদ্ধ বয়স নিয়ে খুব দুশ্চিন্তা করি কিন্তু উত্তরগুলো অজানা। ধন্যবাদ এবং দোয়া রইলো আপনার জন্য ❤❤ আমাদের জন্য দোয়া করবেন।

  • @user-et7lv3sj9q
    @user-et7lv3sj9q Месяц назад +17

    বৃষ্টির আনন্দ এখন কান্নার শব্দে পরিবর্তিত হয়ে গেছে বাংলাদেশ।

  • @julekhaakterjolly3958
    @julekhaakterjolly3958 Месяц назад +6

    আসসালামু আলাইকুম ফারুক ভাই, আপনি বৃষ্টির প্রথম দিন বের হয়েছেন বলে আপনার ভালো লেগেছে, কিন্তু আজকের নিউজ বা মোবাইলে মানুষের করুন অবস্থা দেখে হয়তো আপনার ও কষ্ট লাগছে,মানুষের ঘরে ঘুমানোর জায়গায় ও নাই, 😢😢❤

  • @abutayebtanzimulummahmdb7304
    @abutayebtanzimulummahmdb7304 Месяц назад +7

    মানুষের দূর্বুক দেখে খুবই খারাপ লাগছে। কিন্তু আপনার উপস্থাপনায় সব কিছু সুন্দর লাগছে। আপনার ছোয়ায় সবই সুন্দর হয় । জাযাকাল্লাহ প্রিয়

  • @raselmahmud730
    @raselmahmud730 Месяц назад +2

    আংকেল আপনার যতগুলো ভিডিও দেখেছি তারমধ্যে এই ভিডিওটা সবচেয়ে বেশি আকর্ষনীয় লাগলো, হয়তো জনগন চরম দুর্ভোগ পোহাতে হলো কিন্তু এই রকম ঢাকা আমি এই প্রথমবারের মতো দেখলাম একদিকে আমার কাছে ভালোই লাগলো।

  • @swadeshdebroy8058
    @swadeshdebroy8058 Месяц назад +4

    দাদা বা ভাই আমি ৭২+ প্রাক্তন সরকারি কর্মচারী। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলা থেকে দেখছি। জীবন সমন্ধে আপনার অনুধাবন আমার খুব ভালো লাগলো এবং সহমত পোষণ করছি। আমিও এভাবেই এখন জীবন উপভোগ করছি। অনেক ধন্যবাদ। ভালো ও সুস্থ থাকবেন।

  • @superhero7564
    @superhero7564 Месяц назад +3

    বাংলাদেশের মানুষ এটা মনে প্রাণে বিশ্বাস করে "জীবন মানে যুদ্ধ" তাই এ দেশের মানুষের বুক ভরা কলিজা থাকাটাই স্বাভাবিক যাই হোক তবে এবার দেশে এসে আপনার অসাধারণ একটা অভিজ্ঞতা হল তা আপনাকে মানতে হবে যা আপনার এই জীবনে এমন অভিজ্ঞতা ছিল না,ভাল থাকবেন,Keep it up

  • @RainyWindow-xz3wf
    @RainyWindow-xz3wf Месяц назад +4

    ঢাকা শহরে বৃষ্টি এখন আর বিলাস নেই,
    ঢাকা শহরে বৃষ্টি এখন অভিশাপ!!!
    ফারুক ভাই, দুর্বিষহ এবং বাস্তব এই বিষয় টি কে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ না দিয়ে পারলাম না।

  • @yesminamin9654
    @yesminamin9654 Месяц назад +4

    আসসালামু আলাইকুম ভাই। বৃষ্টির শব্দ শুনতে যেমন ভালো লাগে, বৃষ্টি ভেজা শান্ত শহরটাও দেখতে অনেক ভালো লাগে। কিন্তু বৃষ্টি হয়ে যে নোংরা জলাবদ্ধতা সৃষ্টি হয় সেটা সবার জন্যই দুর্ভগের। তবে আপনি খিলগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ডুবে যাওয়া রাস্তা বৃষ্টি ভেজা একটা দিন যেভাবে enjoy করলেন দেখে আমার ও রাস্তায় নামতে ইচ্ছে হয়েছিল। একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা আমিও সব মুরুব্বিদের বলি বাচ্চাদের সনির্ভর করে বৃদ্ধ কালে নিজের জন্য নিজেকেই সব ব্যবস্থা করে রাখতে হবে। ভালো লেগেছে হিরো হয়ে বৃষ্টিতে ঢাকা শহর ঘুরে বেড়ালেন। দোয়া করি ভালো থেকেন মহানায়ক। fiamanillah.

    • @AdventureTube21
      @AdventureTube21  Месяц назад +1

      Waalaikum Assalam. অনেক ধন্যবাদ ভাই। Jajakallah Khairan 🥰

  • @wasibabu
    @wasibabu Месяц назад +6

    বৃষ্টি অনেক আনন্দের এবং ভাল লাগার। সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। আর এটা আমাদের পরিকল্পনা ও কাজের সমন্বয়হীনতা ফসল। দীর্ঘ দিন এর সাথে যুদ্ধ করে আমাদের সহ্য ক্ষমতা অনেক বেড়ে গেছে। তাই এখন পুলকিত হতে মন চায় না।

  • @paromikray6319
    @paromikray6319 Месяц назад +4

    আজ আপনার কথা গুলো শুনে আপনার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল, এমনি ভাবেই ভালো থাকবেন আপনি।

  • @zarinahossain7489
    @zarinahossain7489 29 дней назад +1

    আপনার কথাগুলা বাস্তব এবং অনেক মূল্যবান আল্লাহ সুবহানাহু তায়ালা সুস্থতার সাথে নিরাপত্তা সাথে এনজয় করার তৌফিক দিন

  • @suriyaparvin8301
    @suriyaparvin8301 Месяц назад +4

    আপনার বলা কথাগুলো খুব সত্য ❤শহরের চেয়ে শহরতলির বৃষ্টি বেশি উপভোগ্য হয়।আজ ঝরো ঝরো মুখরিত বাদল দিনে....

  • @mdkajol4958
    @mdkajol4958 Месяц назад +6

    জি ভাই, এটাই আমাদের যাদুর শহর, প্রানের শহর, ঢাকারে।

  • @ArifRahman-ni7tp
    @ArifRahman-ni7tp 27 дней назад +1

    ফারুক ভাই,পুরুষ মানুষের জীবন নিয়ে যা বললেন ১০০% সহমত....এগিয়ে যান আমরা আছি আপনার পাশে...
    অস্ট্রেলিয়া থেকে....

  • @jimrahman3864
    @jimrahman3864 Месяц назад +7

    প্রিয় আংকেল এবার অনেকদিন থেকে যান বাংলাদেশে❤🇧🇩😊

  • @rafiuddinahmed405
    @rafiuddinahmed405 Месяц назад +8

    প্রিয় ফারুক সাহেব,
    আপনার ঢাকা সহরের বৃষ্টি ভেজা দিনের ভিডিওগ্ৰাফ দেখলাম ও উপভোগ করলাম।
    কিন্তূ, বৃষ্টিতে এই ভাবে সহরের জনবহুল এলাকা বিপজ্জনকভাবে এমনভাবে জলমগ্ন হয়েছে দেখে সকলে আতঙ্কিত হবেন।
    ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন এর জন্য উপযুক্ত দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্ৰহণ করা উচিত।

  • @shamirshakir
    @shamirshakir Месяц назад +3

    Regrets of the Dying বইতে মৃত্যু পথযাত্রি মানুষদের শেষ সময়ের আক্ষেপ এর একটা তালিকা আছে। এক নম্বর এ আছে- "I wish I'd had the courage to live a life true to myself, not the life others expected of me."
    আপনার কথা এবং দৃষ্টিভঙ্গি শুনে খুব ভালো লাগলো, আংকেল। খুব কম মানুষই সাহসী হয় আর জীবনতাকে শেষ মুহুর্ত পর্যন্ত উপভোগ করে... শুভ কামনা!

  • @mdkajol4958
    @mdkajol4958 Месяц назад +5

    নিজেকে নিয়ে আপনি যে নিজের কথাগুলো বললেন, আপনি যেন আমার মনের কথাগুলোই বললেন, ভাই আপনার জন্য আমার শুভেচ্ছা রইল, আরেকটি গান আপনাকে উৎসর্গ করি,, আমি মুক্ত বলাকা, মেলে দেই পাখা ওই দূর নীল আকাশে, হালকা মেঘের মতো ভাসি বাতাসে, আমি মেঘের মতো উড়ে যাই আকাশে, আমি মুক্ত বলাকা, ভালো থাকেন ভাই।

  • @mezbahulislam786
    @mezbahulislam786 Месяц назад +2

    বৃষ্টি দেখতে ঢাকায় এসেছিলেন। একেবারে বৃস্টি-বন্যার স্মৃতি নিয়ে ফিরবেন। তাহলে এবারে আপনার প্রাপ্তিটা অনেক।
    আর আমরাতো এগুলো দেখতে অভ্যস্ত।
    এরকম বৃষ্টি, কাগজের নৌকা আমাদের মনে করিয়ে দেয় আমাদের অরিজিনটা কোথায় ছিল। একটা ফেইক জীবন বয়ে বেরিয়ে সুখী হওয়ার ভাব করছি মাত্র।
    অনেক ধন্যবাদ আপনাকে।

  • @editsmania7635
    @editsmania7635 Месяц назад +2

    আপনে আমার মনের কথা গুলো বললেন ভাই, আমার মন আর আপনার মন একদম এক।❤ আগরতলা থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা জানাই প্রিয় ফারুক ভাই ❤❤🎉🎉

  • @vaskarbiswas8502
    @vaskarbiswas8502 29 дней назад +1

    ভাই সত্যিই সুন্দর করে উপস্তাপনা করার জন্য। আপনার সাথে আমার অনেক মিল আছে 🌹🌹

  • @100Arfan
    @100Arfan 29 дней назад +1

    জীবনের ২৫টা বছর এখানেই বড় হয়েছি। বাকি ১১ বছর আমেরিকা এসে সব হারিয়ে গেলো। অনেক বছর পর দেখলাম।

  • @sayedjony9762
    @sayedjony9762 Месяц назад +4

    অসাধারণ কথাগুলো খুব সুন্দর লাগলো,,, ❤❤❤

  • @gamezzersltd8495
    @gamezzersltd8495 Месяц назад +1

    এটাই উন্নয়ন
    এটাই আমাদের ইউরোপ আমেরিকা
    একজন বাংলাদেশি হিসেবে গর্বিত 😊

    • @AdventureTube21
      @AdventureTube21  Месяц назад

      স্বাধীনতার এত বছর পরও স্বাধীনতার বিরুধী শক্তি এদেশে তৎপর। দেশের বিপদে তারা বড়ই উল্লসিত হয়।

  • @Ward11Postogola
    @Ward11Postogola Месяц назад +2

    কথাগুলি মনে গেথে নিলাম বস💯🤗 12:59 minites

  • @proudcitizenbangladesh7202
    @proudcitizenbangladesh7202 Месяц назад +2

    আমার প্রাণের শহর ঢাকারে কি করুন হালরে আমার প্রাণের শহর ঢাকারে ফারুক ভাই আপনাকে ধন্যবাদ ❤ ফারুক ভাই আপনার সাথে দেখা হয়েছিল বাসাবো তে শুক্রবার জুম্মার নামাজের পরে আপনি ঠিকানা জিজ্ঞেস করেছিলেন। ❤❤

    • @AdventureTube21
      @AdventureTube21  Месяц назад

      জি ভাই মনে আছে। ধন্যবাদ। 🥰

  • @mdrahman2069
    @mdrahman2069 Месяц назад +2

    Assalamualikum,
    আজ আপনার Video দেখে অভিভূত হয়ে গেলাম। সত্যি বলতে কি আপনি যে মূল্যবান কথা গুলো বলেছেন তা জীবন ঘনিষ্ট । এই তো আমাদের জীবন! সন্তানদের কাছ থেকে শেষ বয়সে পাওনা উপহার! New York এ বসে ঢাকার দৃশ্য দেখলাম, ভালো লাগলো। যা দেখালেন এটা একটা পাওনা মানুষের শাস্তি। এ শাস্তির দরকার আছে। যেমন কম” তেমন ফল পেতেই হবে। এটাইতো নিয়ম! আমি যখন ঢাকায় ছিলাম দেখেছি ম্যানহোলের ঢাকনা রাত্রে চুরি করে নিয়ে যেতো আর ঘরের ময়লা গুলো, মহিলারা কাজের মেয়ে দিয়ে পলিথিন ভর্তি ঐ ময়লা গুলো ম্যানহোলের ভিতরে রেখে যেতো। নিষেধ করলে শুনতো না। তাই বলছি “” যেমন কুকুর তেমন মুগুর””।

    • @AdventureTube21
      @AdventureTube21  Месяц назад

      Waalaikum Assalam. This is very unfortunate bhai. Thank you.

  • @mohuyachowdhury1850
    @mohuyachowdhury1850 Месяц назад +1

    এইটার নাম বর্ষায় ঢাকা বন্দর. সিটি করপোরেশন উচিত বর্ষায় নৌকার ব্যাবস্তা করা. আর আপনার সংগে আমি ভীষণ ভাবে একমত নিজের জন্য টাকা,সময় উপভোগ করার মনোবল থাকাটা ভীষন জরুরি. আপনার জন্য সবসময়ই ভালো কামনা.

  • @wasimabir
    @wasimabir 29 дней назад +1

    ভালো লাগলো দেখে । আমিও আপনার মতো এক প্রবাসী

  • @md.nazmussakibsagor7581
    @md.nazmussakibsagor7581 Месяц назад +17

    জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের উদাসীনতা দায়ী । 😢

    • @bdmoin5375
      @bdmoin5375 Месяц назад

      Amader odasinota..age nijeder dosta dekhen amra jehane sekhane moyla falaichi khal voroth kore gor banscchi..khale r drene otho poli r botol ase kotha Theke..amra jono gon valo hole sob thik hoye jabe

    • @AdventureTube21
      @AdventureTube21  29 дней назад

      💕

  • @km99999
    @km99999 Месяц назад +4

    Just like Hollywood film 🎥 watarworld ! An unique vedio.!

  • @janefoster536
    @janefoster536 Месяц назад +1

    কাকা আপনার এই মনের সুখের কথা গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনার এক বুক ভরা সুখ গুলো কে স্বাগত জানাই আপনি এখন মুক্ত পাখি

  • @Venus_19786
    @Venus_19786 29 дней назад +2

    Your Bangladesh village videos are more interesting than North America or western Europe videos.

  • @nigarsultana5083
    @nigarsultana5083 Месяц назад +4

    ঠিক এই রকম একটা জীবন আমি চাই, স্বাধীন, মুক্ত...খুব করে চাই

  • @zakirzakir9069
    @zakirzakir9069 29 дней назад

    আপনার ভিডিও দেখে নবাব সিরাজউদ্দৌলা সেই শেষ কথাটি আমার বারবার মনে পড়ছে, আর সেই শেষ কথাটি ছিল "হায়রে অভাগা দেশ, হায়রে অভাগা জাতি"।
    এ দৃশ্য দেখেই বোঝা যায় আমাদের দেশে উন্নয়নের বন্যা বইছে।

  • @mubarakhussain4796
    @mubarakhussain4796 Месяц назад +1

    Salam bhi. Super and very nice idea.... Wow Faroque bhi

  • @Raziakumkum
    @Raziakumkum Месяц назад +1

    আপনার ভিডিও আমরা অনেক আগে থেকেই দেখি।আজও দেখছি, আপনি বৃষ্টিতে ভিজে ভিজে সারা শহর ঘুরে বেড়াচ্ছেন।আমিও এইসব দিনগুলি অনেক মিস করি।
    আপনার কাছে আমরা অনেক কৃতজ্ঞ, আপনার কারণে অনেক কিছু দেখতে পারি দেশ থেকে অনেক ধুরে থাকেও। এই প্রথম আপনাকে কোন কমেন্ট করলাম, জানিনা আপনার চোখে পড়বে কিনা। কখনও অস্ট্রেলিয়া আসলে আমাদের বাড়ীতে আপনার দাওয়াত রইলো।আমরা মেলবার্ন এ আছি।ভালো থাকবেন, যতদিন বেঁচে থাকবো আপনার মঙ্গল কামনা করবো।♥️

    • @AdventureTube21
      @AdventureTube21  Месяц назад

      আপনার ভাল লেগেছে জেনে খুশী হয়েছি। ইনশাল্লাহ আসব। ধন্যবাদ। 🥰💕

    • @Raziakumkum
      @Raziakumkum Месяц назад +1

      @@AdventureTube21 💝

  • @kamrulhassan7352
    @kamrulhassan7352 29 дней назад +1

    ফারুক ভাই ! জিন্দাবাদ ! Just stay safe ! that's what I want !

  • @MMHRonyshorts
    @MMHRonyshorts 29 дней назад +1

    আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভাইজান আমি আপনাকে খিলগাও ঘোড়ার ৯ নাম্বার রোড থেকে দেখছি আপনাকে অসংখ্য ভালবাসা এবং ধন্যবাদ খিলগাঁও এর বৃষ্টি চিত্রটা তুলে ধরার জন্য ধন্যবাদ ভাইজান ❤

    • @AdventureTube21
      @AdventureTube21  29 дней назад +1

      Waalaikum Assalam. My pleasure bhai. Thank you.

    • @MMHRonyshorts
      @MMHRonyshorts 29 дней назад

      আপনাকেও ধন্যবাদ প্রিয় ভাই

  • @AbdulKarim-hg4yg
    @AbdulKarim-hg4yg Месяц назад +1

    Excellant information about Dhaka, very very important advice, thanks ❤❤❤❤🎉

  • @jafarullahkhan2019
    @jafarullahkhan2019 29 дней назад +1

    Thik bolechen vai Thank you.

  • @sonyurang9590
    @sonyurang9590 Месяц назад +1

    আপনার মতো সুখী মানুষ খুব কমই হয় ❤❤❤

  • @user-nb9ob9tg7g
    @user-nb9ob9tg7g 29 дней назад +1

    আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে ।

  • @mdshafiqulislamakash7558
    @mdshafiqulislamakash7558 Месяц назад +2

    এই তো আমার সোনার বাংলা ❤❤

  • @mohammadnoor1996
    @mohammadnoor1996 Месяц назад +2

    আপনি অনেক বড় মনমানসিকতার মানুষ বর্তমান যুগে খুব কম দেখা যায়

  • @shafiananahid4835
    @shafiananahid4835 Месяц назад +1

    প্রাণের শহর ঢাকা মাঝে মাঝে জলে ঢাকা শহর হয়ে যায়। শহুরে বিড়ম্বনা 🙂💚

  • @annesharrannaghor9172
    @annesharrannaghor9172 Месяц назад +1

    Aage apnar video roj saradin dekhtam akhon god amar jibon puro puri plate dilo. Tai apnar video dekha khub Miss kori. Tabe aajker ai bristi te veja video ta khub khub enjoy korlam. Karon amio bristi te veja ba vije ghure berano khub valo lage. Dhannobad Faruk vai.

  • @hanifbhuiyan7684
    @hanifbhuiyan7684 Месяц назад +1

    Bhi ajker video dekhe osthir lagtachilo.

  • @awalgazi7672
    @awalgazi7672 29 дней назад +1

    এই অবস্থা থাকলে ঢাকা শহরের মানুষ অচিরেই দরিদ্র হয়ে যাবে।

  • @abdullahfahim7530
    @abdullahfahim7530 29 дней назад +1

    Thanks!

    • @AdventureTube21
      @AdventureTube21  29 дней назад

      My pleasure dear. Thank you for your support 🥰🥰

  • @naorozmuna3757
    @naorozmuna3757 29 дней назад +1

    আসসালামুয়ালাইকুম ফারুক ভাই কেমন আছেন। এবারের ঈদের আপনার সিরাজগঞ্জের টুরটা অসাধারণ লেগেছে। আমাদের পরিবারের সবাই অ্যাডভেঞ্চার টিউবের খুব ভক্ত। যেদিন আপনার কোন ভিডিও আসে না সেদিন আমাদের ইউটিউব এ আর কিছুই দেখার থাকে না

    • @AdventureTube21
      @AdventureTube21  29 дней назад

      Waalaikum Assalam. Appreciate your kind words & continued support. 🥰💕

  • @mohammedkabir8132
    @mohammedkabir8132 Месяц назад +1

    You absolutely right. I spent 26 yrs in this star spangles country, but I lost all moment of happiness. Now I am serious about take step like you. Bravo keep moving.

  • @md.monzurhossain6092
    @md.monzurhossain6092 Месяц назад +2

    You r a really happy man

  • @mahirkitchenvlog2126
    @mahirkitchenvlog2126 29 дней назад +1

    Apnar video golo kub balo lage

  • @f4him00
    @f4him00 Месяц назад +1

    Aha!Pollima r rasta!khub miss kori khilgaon area k.Vdo dekhe mone hochse ami hatsi pani te

  • @jalaluddin1203
    @jalaluddin1203 Месяц назад +1

    ha ha ha ha ha ha............true. u r happy & suceessed

  • @sofiaahmed2755
    @sofiaahmed2755 29 дней назад

    At first thanks for the video/ congratulation for your success

  • @israilmunshi2049
    @israilmunshi2049 Месяц назад +2

    আমার সালাম নিবেন। বৃষ্টি বন্যায় কেমন আছেন। আমি ভাল। ঢাকা এখন পানির নিচে।‌নিউ মার্কেটের অবস্থা শোচনীয়। ব্যাবসায়ীদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অনেক বাসা বাড়িতে নীচ তলায় পানি অনেক কিছুই ক্ষতি হয়েছে। ভাল থাকবেন। ধন্যবাদ ভাই।

  • @sonali2610
    @sonali2610 29 дней назад +1

    আমার খুব কৌতূহল হতো আপনাকে জিজ্ঞেস করি, জীবনের এই পর্যায়ে এসে আসলে কি ম্যাটার করে বা গুরুত্ব বহন করে... এই ভিডিওতে উত্তরটা পেয়ে গেছি! অনেক ধন্যবাদ! অনেক অনেক ভালো থাকুন 🙂

  • @BlueBerry-dq8bo
    @BlueBerry-dq8bo Месяц назад +1

    Rain is always fun 😊. Flooding just add to it. I love this city, I love it ❤😊

  • @bodrulhok3325
    @bodrulhok3325 29 дней назад +1

    Not bed quite entertaining and informative 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rusaileechowdhury
    @rusaileechowdhury Месяц назад +1

    We wish you all the best! 🤲🏼👍🏼😘

  • @uwurakin5785
    @uwurakin5785 Месяц назад +1

    Uncle er kotha guli khubi valo lage❤

  • @Ramjanuddin-gz5ox
    @Ramjanuddin-gz5ox Месяц назад

    এক সময় ঢাকা ভেনিসের থেকে সুন্দর ছিল শত বছর পর সেটা দেখতে পেলাম ধন্যবাদ আপনাকে ❤

  • @NigarSultana-bu3yb
    @NigarSultana-bu3yb Месяц назад +1

    Thanks a lot

  • @JourneyofmyLifeJahid
    @JourneyofmyLifeJahid 29 дней назад +1

    Thanks for telling the truth.

  • @shaminazparveen9700
    @shaminazparveen9700 Месяц назад +1

    Yr speeches are valuable

  • @manikamukhopadhyay9176
    @manikamukhopadhyay9176 12 дней назад

    Darun laglo dada ei video ta, erokom chelemanusir moto video keu koren na, vison enjoy korlam, jeno amio rikshaw kore brishtir din ta upovog korchi, awesome video dada.

  • @JACKSON44515
    @JACKSON44515 Месяц назад +1

    Salam neben bhaiya apnar niomito viewer amra apnar video khub bhalo lagey nouka ti dekhey amar choto belar kotha money porey gelo , apni bhalo thakben abong erokom chomottkar video gulo uppohar diya jaben apnar jonno doya roilo eti apnar protibesi

  • @SaddamHossan-z5x
    @SaddamHossan-z5x Месяц назад +1

    অনেক সুন্দর হয়েছে

  • @mozammelhaque2515
    @mozammelhaque2515 Месяц назад +1

    You are correct Borobhai, now I am living in Jamaica newyork. I am also missing this life.

  • @NusratIslam-w6z
    @NusratIslam-w6z Месяц назад +1

    আপনার মতো এমন মুক্তো জীবন যদি আমিও পেতাম। ভালো থাকবেন।

  • @azizurrahman925
    @azizurrahman925 29 дней назад +1

    Heavy Rain. Water Logging at Dhaka City. Yes, This is The Chetona of 🛶🛶🛶🛶🛶🛶🛶🛶🛶🛶🛶🛶🛶🛶🛶🛶🛶🛶🛶🛶🛶🛶

  • @raalaa121
    @raalaa121 Месяц назад +1

    Excellent citizen journalism here ... love the raw photos and videos of Bangladesh submerged by extreme weather. I was there during the floods in June 2022, captured nice content myself but don't have a huge platform like yours to share it with the world :-)

  • @muhammadhossain7346
    @muhammadhossain7346 Месяц назад +1

    I salute your decision...

  • @ceciliagomes2076
    @ceciliagomes2076 Месяц назад +1

    Thank you

  • @ulfatalam2311
    @ulfatalam2311 Месяц назад +1

    Nice Vlog, you are really enjoying your time.

  • @IshratJahan-ie2hi
    @IshratJahan-ie2hi Месяц назад +2

    You are right.

  • @abidurrahman1014
    @abidurrahman1014 Месяц назад +1

    klk bistir jono bsy baire jete pari nai kintu apni amader pura khilgao /shajanpur /taltola gure dekhaiya dilen onek tnx apnake unkel☺

  • @user-ub5wb2ng2j
    @user-ub5wb2ng2j Месяц назад +1

    আমি নর্থ জার্সিতে থাকি। দিন দশ বারো আগেই একদিন ঝুম বৃষ্টিতে অনেকক্ষণ ভিজলাম। অবশ্য আমি আমার বাড়ির সীমানায় ভিজেছি। আজকেও এখানে মেঘাচ্ছন্ন দিন।

  • @rajibulhaque8154
    @rajibulhaque8154 Месяц назад +1

    ঈদের ছুটিতে গ্রামে গিয়ে এবার বন্ধুরা সবাই মিলে বৃষ্টিতে ভিজেছিলাম,,,

  • @NazmulIslam-rj3bo
    @NazmulIslam-rj3bo Месяц назад +2

    রিস্কায় ঘোরাঘুরি তো অনেক উপভোগ করলাম। কিন্তু এখন জানতে ইচ্ছা করছে রিক্সা ভাড়া কত লেগেছে😊😊

    • @AdventureTube21
      @AdventureTube21  Месяц назад +1

      সে যা পেয়ে খুশী হয়েছে তাই দিয়েছি। ধন্যবাদ।

  • @mohammadturankhan9971
    @mohammadturankhan9971 Месяц назад +3

    সব থেকে বৃষ্টি আমাদের সিলেটে হয়🌧️

  • @pannaahmed3282
    @pannaahmed3282 Месяц назад +2

    Videor shesher kotha guli shune valo laglo. Shotti nijeke valo rakhar dorkar ache. Valo thakben.

  • @shirinakther7462
    @shirinakther7462 29 дней назад +1

    Enjoy your day nice

  • @faruqsports8851
    @faruqsports8851 Месяц назад +1

    Wonderful experience for yourself

  • @muhammedkhan5520
    @muhammedkhan5520 Месяц назад

    Development has thrived here to ultimate proportion.

  • @picklesplanet6592
    @picklesplanet6592 Месяц назад +1

    ভাইয়া আমার বাসা ও খিলগাও তালতলা। আমি আপনার ভিডিও সব সময় দেখি। অনেক ভাল লাগে। অনেক শুভ কামনা। ভাল থাকুন সব সময়।

  • @azizaskitchen9258
    @azizaskitchen9258 Месяц назад +2

    Ha vi eie jonnoi gaaner ekta koli ache,, jodi tor daak sune kew nae ase tobe ekla colo re..amra achi apnar sathe...❤❤❤

  • @emdadkhan9649
    @emdadkhan9649 Месяц назад +1

    Assalamualikum Faruk bhai. Alhamdulilla I enjoy ur clips on Dhaka from North America at my 70+. I am grateful to you for describing real Dhaka. I hope you will stay longer time there as u planed. I recall the saying in our culture " babara here gea sontander jitie dey. Stay safe and healthy. May Allah SWT bless you. Ameen.

    • @AdventureTube21
      @AdventureTube21  Месяц назад

      Waalaikum Assalam. Many thanks bhai. May Allah bless us all.

  • @nilufarrahman4562
    @nilufarrahman4562 Месяц назад +1

    Apner vaggo valo.

  • @khanmonoara2599
    @khanmonoara2599 29 дней назад +1

    বাংলাদেশের উন্নয়ন 🫣

  • @srbanunz
    @srbanunz Месяц назад +1

    ১৯৮০ সালের মার্চে BUET থেকে Civil Engineering এ 1st Class পেয়ে ১৯৮১ সালে বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ সরকারী Engineering প্রতিষ্ঠানে (PWD তে) প্রকৌশলী হিসাবে কাজ শুরু করে, সেখানে ৫/৬ বছর গতানুগতিক কাজ করার পরে -
    প্রায় ১০ বছর নিউজিল্যেন্ড এবং ১৫ বছর ওমানে এই সম্পর্কিত সরকারী ও বেসরকারী Engineering প্রতিষ্ঠানে, বিভাগে প্রকৌশলী, Senior এবং উপদেষ্টা প্রকৌশলী হিসাবে কাজ করার অভিজ্ঞতা থেকেই আমার এই পর্যবেক্ষণ এবং মন্তব্য!

  • @aamtariquddin8347
    @aamtariquddin8347 Месяц назад +1

    You echoed my thoughts....it is true, I dream of life that you are managing to live at the moment ! I am Tariq Uddin, I follow you for quite awhile, through your content, we see true United States. Thank you for that. Hope to meet you at your home town at New Jersey !

  • @BR_Hridoy
    @BR_Hridoy Месяц назад +1

    Hello bhaia, Assalamu alaikum. I was there in the afternoon and it was heavily flooded.
    Thanks. Do visit to bangladesh more often.