ভাই, আমি গত ২৬ বছর ধরে আমেরিকাতে আছি। সারা পৃথিবীর মানুষের বসবাস এখানে এবং একটি হিংসার জগত। প্রতিটা ছোট খাট বিষয় নিয়ে যে মানুষ হিংসা করতে পারে তা আমার অজানা ছিল আমেরিকায় আসার পূর্বে। আমার দৃষ্টিতে বাংলাদেশর মানুষ অনেক কম হিংসুটে এবং অনেক loving caring comparatively other countries.
কাউকে হিংসা করার কোন কারণ খুঁজে পাই না, আল্লাহ কাউকে আমার চেয়ে ভালো রাখেন নি, সবাইকেই কিছু না কিছু পেরেশানিতে রেখেছেন। আমরা আসলে যাদের হিংসা করি তাদের ভিতরটা জানলে আল্লাহকে ধন্যবাদ দিতে থাকব।
আমার মন এতো বেশি খারাপ ছিল যা বলার বাইরে৷ আমি সারারাত ঘুমাতে পর্যন্ত পারি নাই। আপনার কথা গুলো শুনে খুব খুব হালকা লাগতেছে। মন ভালো হয়ে গেছে। আল্লাহ আপনাকে অনেক অনেক ভালো রাখুক।
আলহামদুলিল্লাহ।খুব গুরুত্বপূর্ণ বিষয় খুব সুন্দরভাবে ,সাবলীল ভাষায় পরিবেশন করার জন্য। হিংসা তৈরি হয় inferiority complex থেকে,যোগ্যতা ও আত্ববিশ্বাস এর অভাব থেকে। আল্লাহ আমাকে যৌবন কাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত হেফাজত করেছেন এবং প্রয়োজনের চেয়ে বেশী হল রিযক দান করেছেন,করে চলেছেন অবিরাম।আলহামদুলিল্লাহ।
অনেক ভাল বিশ্লেষণ মাশাল্লাহ। ড আকরাম নদভীর একটা পরামর্শ এড করতে পারেন। যাকে যে ব্যাপারে হিংসা করছেন, দুআ করা আল্লাহর কাছে যে তাকে ঐ জিনিস আল্লাহ তাকে যেন আরও বাড়িয়ে দেয়।
Solutions: 1. Being genuinely grateful to Allah for what YOU have 2. Always seeking Allah's forgiveness 3. Heal and try to overcome your insecurities 4. How do you know what you desire is not harmful for you? Indeed Allah is all-knowing, the best of planners, have patience and trust Allah's planning. May Allah protect and guide us, ameen.
@@paglafahad3495 আমি কখনো বাসা থেকে বের হতে পারিনা।কারণ, আমার পুরো শরীর অক্ষম। আমার নিজের কোনো মোবাইল বা নাম্বার নেই। আর যেহেতু আমি মেয়ে মানুষ, এবং বাহিরের পৃথিবী সম্পর্কে ধারণা কম। তাই আপনার মতো একজন অচেনা মানুষের সাথে কথা বলতে, আমার পরিবার অনুমতি দিবে না। ➤➤ কিন্তু আমি যেহেতু হাত পা দিয়ে কোনো কাজ করতে পারিনা, এমনকি খাতা কলমে লিখতেও পারি না,মোবাইলে নোটবুকে লিখি, তাই জীবনে লেখক হওয়ার খুব ইচ্ছে। আর আমার লেখালেখি করার পরিকল্পনা এসেছে, ইসলামের অনুরাগের কারণে। আমার ইচ্ছা, আমাদের সমাজে যেসব অনিয়ম আর মানুষের জীবনে যেসব সমস্যা আছে, এগুলোকে ইসলামি ব্যাখা দিয়ে আমার প্রতিটি গল্প লিখতে চাই। আমি যখন কারো কষ্ট দেখি, কাউকে ভুল করতে দেখি, অথবা গুরুতর অপরাধ করতে দেখি।তখন নিজের মনে করে ভাবতে চেষ্টা করি যে- এরকম তো আমার জীবনেও হতে পারতো।কারণ, আমি মনে করি,সমাজের একজন যদি ভুল করে, পুরো সমাজের তাতে দায় থাকে। এমনকি আমি নিজেও দায়ী। তাই তাদেরকে জানতে চাই। যেহেতু ইসলামি ব্যাখা দিতে হবে, তাই মানুষের মনস্তত্ব বিষয়ে বুঝতে হবে। সেজন্য আপনার ঘটনা জানতে চাচ্ছি। ➤➤ আপনার গোপনীয়তা নষ্ট হওয়ার ভয় থাকলে, আপনি যে ঘটনা লিখবেন, সেটা আমি পড়ার পরে রিপ্লাই করে আপনাকে জানাবো - যে আমি পড়েছি। আপনি তখন কমেন্ট টা ডিলিট করে দিবেন। আর দোয়া করবো,এর মধ্যে যেন অন্য কেউ কমেন্ট না পড়ে। ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করবে।
হিংসা থেকে বেচে থাকার উপায় : ১.আল্লাহর নেয়ামতের শুকরিয়া করা ২.বেশি বেশি তওবা করা ৩.নিজের ইনসিকিউরিটি থেকে ওভারকাম করার চেষ্টা করা ৪.আল্লাহর উপর ভরসা রাখা আল্লাহ সবাইকে কবুল করুক
আপনার প্রতিটি লেকচার বা ডিসকাশন আমার জিবনে অসাধারণ কাজে লেগেছে। আপনার সংকোচহীন খোলামেলা আলোচনার প্রতি বাক্যেই আমাদের সমাজের জন্য অতি গুরুত্বপূর্ণ। মে আল্লাহ ব্লেস ইউ।
আসসালামুয়ালাইকুম। আলহামদুলিল্লাহ আসসালামুয়ালাইকুম। আলহামদুলিল্লাহ,আপনার ইসলামিক আলোচনায় আমি উপকৃত হয়েছি।জরুরী বা অত্যাবশ্যকীয় বা নিরুপায় ছাড়া কোন মুসলমানের ছবি তোলা ইসলাম সাপোর্ট্ করেনা। অক্টোপাসের প্রশ্নটা ইতিবাচক হতেও পারে। না জেনে কারো সম্পর্কে নেতিবাচক ধারনা করা ইসলাম নিষেধ করে।মাফ করবেন, আপনাকে কষ্ট দিত চাইনি।
এতটা সুন্দর করে বিষয়টি বুঝিয়েছেন যা বলে বুঝাতে পারবো না।আমি আমার আশেপাশে এই হিংসার বিষয়টি অনেকবার অনুধাবন করেছি এবং আমরা এমন ভাবে বেড়ে উঠছি যে নিজেরাই বুঝতে পারি না আমরা হিংসা নামক ভয়ানক ব্যধিতে আক্রান্ত।ভিডিওতে বলা চারটি উপায় আমি অবশ্যই সর্বোচ্চ পালন করার চেষ্টা করবো।🌺❤️
ধন্যবাদ স্যর আপনি মনের কথা বললেন।হিংসা এখন চরম পর্যায়ে রুপ ধারণ করেছে। আমরা বাঙালিরা একজনের ভালো দেখলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো মুখে আসে না। শুধু হিংসা আল্লাহ হেদায়েত করুক সবাইকে আমীন ।।
আমিও অনেক হিংসুটে,,যখন শুনি মুনোমুধদকর কুরআন তেলাওয়াত,,আর আপনাদের মত মেধা চিন্তাশীল কথা শুনে,, আমার মনে হয় আপনারই আসল মুসলিম,, ইনশাআল্লাহ,, আল্লাহ পাক আমার পরিবারের উপর রহমত ও বরকত দান করুন,, আমীন
ভাই আপনাকে সালাম আপানার সবগুলো কথাই গুরুত্ব পূরন্য এবং আপনি মানুষের মনের ভাবটা বুজতে পারেন এবং উচিত কথাই বলেছেন আপনার এই আলোচনা শুনে অনেকের উপকার হবে আশা করি যদি সে মন দিয়ে শুনে অনেক ধন্যবাদ
Assalamu alaikum My heart is soothed by the thought that, ☞ What I did not get, is never for me and what I get, will never be lost from me ☜ I am the happiest person in the world (Al Hamdu Lillah). May Allah grant all people and animals a happy life like mine (Ameen).
আসলে,,,,সব,,, কিছুই স্বাভাবিক ভাবেই মেনে,, নেয়া,,, যায়,,, কিন্তু, একটি,,,, বিষয়ে,,মেনে নেয়া যায় না,,,সেটা,,,,,, হচ্ছে,,, জীবনের, গুরুত্ব পূর্ণ একটি বিষয়ে মেনে নেওয়া,, একেবারেই,,,,, সম্ভব,,বলে, মনে হয় না,, তবু ও,,,, বলতে,,হবে,,,ইন্নাল্লাহা,,,মায়াছ,,,, ছবিরিন,,,নিচ্চয়,, আল্লাহ,,দর্যশীলদের সাথে,, অফুরন্ত নিয়ামত,,দান করেন, আমীন,,,,, সুবহানআল্লাহ,,, আলহামদুলিল্লাহ,,,, আল্লাহু,,,, আকবার
ইয়াহিয়া আমিনের কাছে আমার একটি প্রশ্ন আছে। আমাদের জেলায় একটি ভাল মানের অর্থোপেডিক্স ডাক্তার আছে, উনি রোগীর ভিজিট রাখে ৫০০/- টাকা। কিন্ত বর্তমানে বেশির ভাগ ডাক্তাররা ভিজিট রাখে ৭০০-৮০০/ টাকা। আমার প্রশ্ন হলো, উনার এই মানবিক কাজের জন্য আল্লাহ কি উনার আমলনামায় অনেক সওয়াব দান করবেন? ধন্যবাদ
আলহামদুলিল্লাহ! আসতাগফেরুল্লাহ!! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসলে আমরা কেউ হাসদের মত বদগুণের উর্ধে নই। আমাদের উচিত এই বদগুণ সর্বাত্মক ভাবে পরিহার করে চলা, এব্যাপারে আল্লাহর সাহায্য কামনা করা এবং আল্লাহ যা দিয়েছেন তাতে খুশি থাকা ও শোকর আদায় করা।
ভাই, আমি গত ২৬ বছর ধরে আমেরিকাতে আছি। সারা পৃথিবীর মানুষের বসবাস এখানে এবং একটি হিংসার জগত। প্রতিটা ছোট খাট বিষয় নিয়ে যে মানুষ হিংসা করতে পারে তা আমার অজানা ছিল আমেরিকায় আসার পূর্বে। আমার দৃষ্টিতে বাংলাদেশর মানুষ অনেক কম হিংসুটে এবং অনেক loving caring comparatively other countries.
😳
আপনার বাংগালী সম্পর্কে ধারনা নাই, আপনি তো বড় লোক তাই বড় লোক দের সাথে থাকেন তো বুঝতে পারেন না, কারণ বড় লোকরা স-অফ করে বেশি।
Apni Bengali/asian lokder avoid Koren, erae hingsha kore. Original american ra onek valo manush, seta america na asle konodino jantam na.
seriously man???
সেটা হয়তো 26 বছর আগে ছিলোনা। এখন প্রচুর, আল্লাহুমাগফিরলি
হিংসা থেকে বেচে থাকার উপায়:
১.আল্লাহর নেয়ামতের শুকরিয়া
২.বেশি বেশি তওবা করা
৩.নিজের ইনসিকিউরিটি থেকে ওভারকাম করার চেষ্টা করা
৪.আল্লাহর উপর ভরসা রাখা
❤
তিন নাম্বারটা বুঝিয়ে দিলে ভালো হতো।
@@nazneensultana6803নিজের কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা ৩ নাম্বার টা র মানে
@@nazneensultana6803 যারা hinomonotai ভোগে
হে আল্লাহ, আপনি আমাদের মনকে হিংসা মুক্ত করুন।
ওনার লেকচারগুলো শুনলে মনে হয়, জ্বলন্ত কোরআন শুনছি আমি। ওনার প্রত্যেকটা লেকচারগুলো আমার কাছে মনে হয় সোনা। আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। 🤲❣️🤲
amin
বাঘ তার 🎉🎉🎉😢😢😢😢😢😢বব
@@ヌールナハルアクタル খুব সুন্দর, অসাধারণ,,, আলোচনা,,,, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার
আপনি হচ্ছেন আমাদের জাতির জন্য একটি অমুল্য রত্ন ভাইয়া।
একটার পর একটা চোখের পর্দা সরিয়ে দিচ্ছেন।
আল্লাহ সোবহানু ওয়া তায়ালা আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন।
আমাকে হিংসা থেকে মুক্ত করুন।
হিংসা মানুষকে ধ্বংস করে। আল্লাহ্ আমাদের সবাইকে হিংসা মুক্ত জীবন দান করুন। আমিন
আমীন
আমিন।❤❤❤
আল্লাহ্ আমাদের হিংসা থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন।
আমীন, ইয়া রাব্বুল আলামীন ❤
আমিন।
অসাধারণ বিশ্লেষণ, ❤️আমিও নিজেকে ভালো বাসতে পারি না 😢সব সময় নিজেকে অযোগ্য লাগে 🥲আত্মীয় পরিজন এভাবেই ভাবতে বাধ্য করেছে
কাউকে হিংসা করার কোন কারণ খুঁজে পাই না, আল্লাহ কাউকে আমার চেয়ে ভালো রাখেন নি, সবাইকেই কিছু না কিছু পেরেশানিতে রেখেছেন। আমরা আসলে যাদের হিংসা করি তাদের ভিতরটা জানলে আল্লাহকে ধন্যবাদ দিতে থাকব।
একদম ঠিক কথা।
কত চমৎকার কথা,,মহান আল্লাহ আমাকে ও সকল মুসলিম কে হিংসা ও অহংকার মুক্ত অন্তর দান করুক,আমিন।
সকল মানুষকে । শুধুমাত্র মুসলিমদের নয
কর্মক্ষেত্রে হিংসার স্বীকার হয়ে চাকরি ছাড়তে বাধ্য হইছি। এতোবেশি টর্চার হচ্ছিলাম তার চেয়ে চাকরি ছাড়া ভালো মনে হয়েছে। পারছিলাম এতো টর্চার নিতে। যদিও জবটা আমার প্রিয় ছিলো।প্রভাষক হিসেবে ছিলাম। এখন স্কুলে জব করছি তবুও মানসিক শান্তি আছে। কর্মক্ষেত্রের টর্চার টা নেই আর।
ইয়াহিয়া ভাই, আপনার কথা গুলো
প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে পাঠ্য পুস্থকে অন্তর্ভুক্ত করা উচিৎ।
আমার মন এতো বেশি খারাপ ছিল যা বলার বাইরে৷ আমি সারারাত ঘুমাতে পর্যন্ত পারি নাই। আপনার কথা গুলো শুনে খুব খুব হালকা লাগতেছে। মন ভালো হয়ে গেছে। আল্লাহ আপনাকে অনেক অনেক ভালো রাখুক।
আলহামদুলিল্লাহ।খুব গুরুত্বপূর্ণ বিষয় খুব সুন্দরভাবে ,সাবলীল ভাষায় পরিবেশন করার জন্য।
হিংসা তৈরি হয় inferiority complex থেকে,যোগ্যতা ও আত্ববিশ্বাস এর অভাব থেকে।
আল্লাহ আমাকে যৌবন কাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত হেফাজত করেছেন এবং প্রয়োজনের চেয়ে বেশী হল রিযক দান করেছেন,করে চলেছেন অবিরাম।আলহামদুলিল্লাহ।
অনেক ভাল বিশ্লেষণ মাশাল্লাহ। ড আকরাম নদভীর একটা পরামর্শ এড করতে পারেন। যাকে যে ব্যাপারে হিংসা করছেন, দুআ করা আল্লাহর কাছে যে তাকে ঐ জিনিস আল্লাহ তাকে যেন আরও বাড়িয়ে দেয়।
Solutions:
1. Being genuinely grateful to Allah for what YOU have
2. Always seeking Allah's forgiveness
3. Heal and try to overcome your insecurities
4. How do you know what you desire is not harmful for you? Indeed Allah is all-knowing, the best of planners, have patience and trust Allah's planning.
May Allah protect and guide us, ameen.
স্যার আপনার কথা অনেক ভাল লাগে। আল্লাহ্ আপনাকে নেক হায়ত দান করুন।
ভাই আপনি এতো মাজা করে উদাহরণ দেন যে হাসতে হাসতে প্রান যায়।😊অক্টোপাসের উদাহরণটা জোস ছিল।
যারা হিংসা করে তারা সব সময় নিচেই পড়ে থাকে। আল্লাহ তায়ালা আমাদের হিংসা থেকে রক্ষা করুক, আমিন।
আমিন।
আসসালামু আলাইকুম। ভাই হিংসার আগুনে আমি এখন ঋণগ্রস্ত। আমাদের জন্য দোয়া করবেন যেন দ্রুত সব কিছু ঠিক হয়ে যায়।
হিংসার আগুনে ঋণগ্রস্ত কিভাবে?
কিভাবে হলো এরকম?
একটু বুঝিয়ে বলবেন?
এটা জানতে হলে আপনার সাথে আমার দেখা করতে হবে অতবা আপনি সময় করে আমাকে ফোন দিলেই বলব।
@@paglafahad3495 আমি কখনো বাসা থেকে বের হতে পারিনা।কারণ, আমার পুরো শরীর অক্ষম। আমার নিজের কোনো মোবাইল বা নাম্বার নেই। আর যেহেতু আমি মেয়ে মানুষ, এবং বাহিরের পৃথিবী সম্পর্কে ধারণা কম। তাই আপনার মতো একজন অচেনা মানুষের সাথে কথা বলতে, আমার পরিবার অনুমতি দিবে না।
➤➤ কিন্তু আমি যেহেতু হাত পা দিয়ে কোনো কাজ করতে পারিনা, এমনকি খাতা কলমে লিখতেও পারি না,মোবাইলে নোটবুকে লিখি, তাই জীবনে লেখক হওয়ার খুব ইচ্ছে। আর আমার লেখালেখি করার পরিকল্পনা এসেছে, ইসলামের অনুরাগের কারণে। আমার ইচ্ছা, আমাদের সমাজে যেসব অনিয়ম আর মানুষের জীবনে যেসব সমস্যা আছে, এগুলোকে ইসলামি ব্যাখা দিয়ে আমার প্রতিটি গল্প লিখতে চাই। আমি যখন কারো কষ্ট দেখি, কাউকে ভুল করতে দেখি, অথবা গুরুতর অপরাধ করতে দেখি।তখন নিজের মনে করে ভাবতে চেষ্টা করি যে- এরকম তো আমার জীবনেও হতে পারতো।কারণ, আমি মনে করি,সমাজের একজন যদি ভুল করে, পুরো সমাজের তাতে দায় থাকে। এমনকি আমি নিজেও দায়ী। তাই তাদেরকে জানতে চাই। যেহেতু ইসলামি ব্যাখা দিতে হবে, তাই মানুষের মনস্তত্ব বিষয়ে বুঝতে হবে। সেজন্য আপনার ঘটনা জানতে চাচ্ছি।
➤➤ আপনার গোপনীয়তা নষ্ট হওয়ার ভয় থাকলে, আপনি যে ঘটনা লিখবেন, সেটা আমি পড়ার পরে রিপ্লাই করে আপনাকে জানাবো - যে আমি পড়েছি। আপনি তখন কমেন্ট টা ডিলিট করে দিবেন। আর দোয়া করবো,এর মধ্যে যেন অন্য কেউ কমেন্ট না পড়ে। ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করবে।
ওকে চেষ্টা করবো।
আসসালামু আলাইকুম। আপু আপনি বুঝতে মনে হয় ভুল করেছেন। আমার অন্য মানুষের হিংসার শিকার হয়ে এখন একটা critical সময় পার করছি।
আল্লাহ আমাদের সবাইকে হিংসা থেকে হেফাজত করুন। আমীন
একদম,,, সত্য কথা 👍
হিংসা থেকে বেচে থাকার উপায় :
১.আল্লাহর নেয়ামতের শুকরিয়া করা
২.বেশি বেশি তওবা করা
৩.নিজের ইনসিকিউরিটি থেকে ওভারকাম করার চেষ্টা করা
৪.আল্লাহর উপর ভরসা রাখা
আল্লাহ সবাইকে কবুল করুক
ইয়াহইয়া আমিন স্যার মানেই অসাধারণ একজন ব্যাক্তিত্ব ❤❤❤❤
আপনার প্রতিটি লেকচার বা ডিসকাশন
আমার জিবনে অসাধারণ কাজে লেগেছে।
আপনার সংকোচহীন খোলামেলা আলোচনার প্রতি বাক্যেই আমাদের সমাজের জন্য অতি গুরুত্বপূর্ণ।
মে আল্লাহ ব্লেস ইউ।
রাইট।
আসসালামুয়ালাইকুম। আলহামদুলিল্লাহ আসসালামুয়ালাইকুম। আলহামদুলিল্লাহ,আপনার ইসলামিক আলোচনায় আমি উপকৃত হয়েছি।জরুরী বা অত্যাবশ্যকীয় বা নিরুপায় ছাড়া কোন মুসলমানের ছবি তোলা ইসলাম সাপোর্ট্ করেনা। অক্টোপাসের প্রশ্নটা ইতিবাচক হতেও পারে। না জেনে কারো সম্পর্কে নেতিবাচক ধারনা করা ইসলাম নিষেধ করে।মাফ করবেন, আপনাকে কষ্ট দিত চাইনি।
আসসালামু আলাইকুম। আপনি এতো সুনদর বলেন। খুব ভালো এবং খুব সত্যি
আমার যখন নিজেকে রিলেক্স করার দরকার পড়ে, তখনই আপনার ঠান্ডা ভয়েজের মাধ্যমে নিজে অনেক কিছু বুঝি এবং সাথে রিলেক্স ও হই...ধন্যবাদ আপনাকে..
কথা গুলো খুব ভালো লেগেছে, মেনে চলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ।❤❤❤
প্রতিটি কথা বাস্তব যা আমাদের মাঝে বিদ্যমান
অসাধারন কথা। আল্লাহ আমাকে, একং সকলকে হিংসার গোনাহ থেকে হেফাজত করেন আমিন
আমিন ইয়া রাব্বুল আলামিন।
ভালো কাজের দৃষ্টান্ত ও উৎসাহ যত কম, খারাপ কাজের বিস্তার তত বেশি।
এতটা সুন্দর করে বিষয়টি বুঝিয়েছেন যা বলে বুঝাতে পারবো না।আমি আমার আশেপাশে এই হিংসার বিষয়টি অনেকবার অনুধাবন করেছি এবং আমরা এমন ভাবে বেড়ে উঠছি যে নিজেরাই বুঝতে পারি না আমরা হিংসা নামক ভয়ানক ব্যধিতে আক্রান্ত।ভিডিওতে বলা চারটি উপায় আমি অবশ্যই সর্বোচ্চ পালন করার চেষ্টা করবো।🌺❤️
রাসুল ﷺ বলেছেন, যে ব্যক্তি সিয়াম পালন অবস্থায় মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে!❤️
~ সহিহ আল-জামে,হা/৬২২৪🌼🌿
রাসুলুল্লাহ সাঃ জান্নাত নিয়া বইসা আছেন তুমি রোজা রাইখা মইরা যাও
মহান আল্লাহর কাছে হিংসা মুক্ত জীবন যাপন করার তাওফিক চাই সব সময়। সত্যি সত্যিই ত হিংসা আমাদের ভালো আমল গুলো নস্ট করে দেয়। আমার জীবনে কিছু
ধন্যবাদ স্যর আপনি মনের কথা বললেন।হিংসা এখন চরম পর্যায়ে রুপ ধারণ করেছে। আমরা বাঙালিরা একজনের ভালো দেখলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো মুখে আসে না। শুধু হিংসা আল্লাহ হেদায়েত করুক সবাইকে আমীন ।।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ , আমি হিংসা পরিহার করি , হিংসা হওয়ার সুযোগ দিতে চায় না ,নিজেকে
আল্লাহ আমাদের হিংসা করা থেকে হেফাজত করুক।
আল্লাহ যেন আমাদের সকলকে হিংসা থেকে বিরত রাখুন আমিন
আমিন।
সুন্দর আলোচনার বিষয়। আমার উপলব্ধির বিষয়। আপনার প্রতি অনেক শ্রদ্ধা।হিংসা করে আমরা নিজেরা নিজেদের ক্ষতি করছি।
আল্লাহ তা'আলার পক্ষ থেকে আপনি আমাদের জন্য অনেক বড় এক নিয়ামত আপনার দীর্ঘায়ু কামনা নেক হায়াত কামনা করি সুস্থতা কামনা করি
Ma shaa Allah khuub sundor alochona! Barakallah..Allahumma inni Aujubika min sharre hachedin eja hasad, Ameen!!!
শেষের কথাটা খুবই গুরুত্বপূর্ণ
হিংসা মানুষের অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়।
আমিও অনেক হিংসুটে,,যখন শুনি মুনোমুধদকর কুরআন তেলাওয়াত,,আর আপনাদের মত মেধা চিন্তাশীল কথা শুনে,, আমার মনে হয় আপনারই আসল মুসলিম,, ইনশাআল্লাহ,, আল্লাহ পাক আমার পরিবারের উপর রহমত ও বরকত দান করুন,, আমীন
আপনার হিংসা উন্নত।
আসসালামু আলাইকুম,
আপনার অসাধারণ আলোচনায় অনেক উপকৃত হলাম। জাযাকাল্লাহু খাইর।
Absolutely right Dear DR. Saheb dhonnobad
ভাই আপনাকে সালাম আপানার সবগুলো কথাই গুরুত্ব পূরন্য এবং আপনি মানুষের মনের ভাবটা বুজতে পারেন এবং উচিত কথাই বলেছেন আপনার এই আলোচনা শুনে অনেকের উপকার হবে আশা করি যদি সে মন দিয়ে শুনে অনেক ধন্যবাদ
আপনার সাথে একমত ভাইয়া। আমি শুধু মাত্র এই কারনে ফেসবুক চালাইনা হিংসার কারনে।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমীন
আমিন ইয়া রাব্বুল আলামিন।
সত্যিই অসাধারণ আলোচনা
Alhamdulillah alhamdulillah alhamdulillah
Ya Allah!🌻
.
আমাদের হৃদয়কে তোমার নুর দ্বারা আলোকিত করে দাও!🌸🖤
❤
আল্লাহর জন্য আপনাকে অনেক ভালবাসি আল্লাহ আপনার নেক হায়াত দান করুন
আলহামদুলিল্লাহ্ খুব ভালো লাগলো কথাগুলো, ধন্যবাদ স্যার।
👍👍👍
first time apnar vedio dekhlam.
Alhamdulillah..
বিষয়টা খুব প্রয়োজনীয় ও জরুরী ছিল ।
আপনার সুন্দর কাজগুলোর জন্য ধন্যবাদ
অসাধারণ আলোচনা, মাশাআল্লাহ।
Amazing discussion and suggestions.
Sari apnar kota golo oneek sondur... R oneek balo lage
Mashallah onek sundor Kore bolen
মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা।
আল্লাহ আমাদের যা গুনলাম সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।
Amin
Amin
জাজাকাল্লাহু খইরন আহসানাল জাজা ফিদ দুনিয়া ওয়া আখিরাহ।
জাযাকাল্লাহু খায়রান স্যার। এই টপিকে ভিডিও আমার জন্য অতীব জরুরি ছিল🥺
Khub valo lage, khub valo lage.. Apnar ei Islamic lecture gulo amar pran
Khob shundor aluchona MasaAllah
প্রতিটা কথা খুবই বাস্তবসম্মত
Assalamu alaikum
My heart is soothed by the thought that,
☞ What I did not get, is never for me and what I get, will never be lost from me ☜
I am the happiest person in the world (Al Hamdu Lillah).
May Allah grant all people and animals a happy life like mine (Ameen).
আল্লাহ আপনার ভালো করুক, আমিন!❤
Yes sir....ami ekjon Advocate....amio face korsi..... senior advocate r tika..... jodio bole diya thik hoinai......
আপনার আলোচনা খুব ভাল লাগল, কিন্ত উদাহরণ দিতে গিয়ে
Generalized গীবত করে ফেলেছেন ।ভবিষ্যতে আরও ভাল আলোচনা শুনতে চাই।
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤মহান আললাহ যেন আমাদেৰ হেফাজত কৰে
Amin.
শ্রদ্ধা জানাই ভাই আপনাকে এতো সুন্দরভাবে কথাগুলো বলার জন্য। হিংসা যে কি ভয়ঙ্কর ক্ষতিকর!
আল্লাহ্ রহম করুন আমাদের সবার ওপর...
আমীন।
আল্লাহ আমাদের হিংসা থেকে হেফাজত করুন হেফাজতে রাখুন
অসাধারণ। জাজাকাল্লাহ খাইরান।
মাশাআল্লাহ খুব ভালো বার্তা ❤❤❤
👍👍👍
এতো সুন্দর কথা গুলা☺️
আল্লাহ মাফ করুক।
❤সুন্দর কথা ❤
আপনার কথা গুলো অনেক সুন্দর ও গুরুত্বপূর্ণ ❤
Right.
নিজে হিংসুক না হয়েও , যদি প্রতিনিয়ত অন্যের হিংসার শিকার হই তাহলে করনীয় কি?
খুবই কাছের মানুষের হিংসা থেকে বাচাঁর উপায় কি?
আসলে,,,,সব,,, কিছুই স্বাভাবিক ভাবেই
মেনে,, নেয়া,,, যায়,,, কিন্তু, একটি,,,,
বিষয়ে,,মেনে নেয়া যায় না,,,সেটা,,,,,,
হচ্ছে,,, জীবনের, গুরুত্ব পূর্ণ একটি
বিষয়ে মেনে নেওয়া,, একেবারেই,,,,,
সম্ভব,,বলে, মনে হয় না,, তবু ও,,,,
বলতে,,হবে,,,ইন্নাল্লাহা,,,মায়াছ,,,,
ছবিরিন,,,নিচ্চয়,, আল্লাহ,,দর্যশীলদের
সাথে,, অফুরন্ত নিয়ামত,,দান করেন, আমীন,,,,, সুবহানআল্লাহ,,, আলহামদুলিল্লাহ,,,, আল্লাহু,,,, আকবার
@@chyafrin নিশ্চয়ই আল্লাহ ধৈর্য্যশীলদের অফুরন্ত নিয়ামত দান করেন!! আমিন।
@@tahminashahrin4387আমিন।
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা
Ameen...❤... Khub khub khub valo laglo... A Perfect Video on Perfect time... Alhumdulilallah... ❤
আলহামদুলিল্লাহ।
Amar to haranor kichu nai..amr shathe Allahr shomporko ase.
Ai line ta.....❤
জাজাকাল্লাহু খাইরান 💖
Alhamdulillah very nice video
Amin summa amin ahlla ho akbor
অত্যন্ত গুরুত্ত পূর্ন আলোচনা ,ভাইকে আল্লাহ রহমত করুন ।আমিন
Assalamualaikum. Perfect said ❤️ Thank you so much. Jajak Allahu khairaan. May Allah bless you 🤲
ইয়াহিয়া আমিনের কাছে আমার একটি প্রশ্ন আছে। আমাদের জেলায় একটি ভাল মানের অর্থোপেডিক্স ডাক্তার আছে, উনি রোগীর ভিজিট রাখে ৫০০/- টাকা। কিন্ত বর্তমানে বেশির ভাগ ডাক্তাররা ভিজিট রাখে ৭০০-৮০০/ টাকা। আমার প্রশ্ন হলো, উনার এই মানবিক কাজের জন্য আল্লাহ কি উনার আমলনামায় অনেক সওয়াব দান করবেন? ধন্যবাদ
SubhanAllah! Really utmost important issue much ignored ! Eye opener !
আলহামদুলিল্লাহ!
আসতাগফেরুল্লাহ!!
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আসলে আমরা কেউ হাসদের মত বদগুণের উর্ধে নই।
আমাদের উচিত এই বদগুণ সর্বাত্মক ভাবে পরিহার করে চলা, এব্যাপারে আল্লাহর সাহায্য কামনা করা এবং আল্লাহ যা দিয়েছেন তাতে খুশি থাকা ও শোকর আদায় করা।
অসাধারণ বিশ্লেষণ ইয়াহিয়া ভাই ।
জাজাকাল্লাহ খাইরান প্রিয় স্যার।
Assalaualikum bhaiya.Apnar video gular shobchaite best bepar hoccche nijer vul gula diagnosed kora jai ,,Thank you bhaiya'
মাশ'আল্লাহ
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা
জাজাক আল্লাহ খায়ের ভাই ❤
সমৃদ্ধ হলাম।
.....🙏🏼....
খুব সত্যি কথা বলেছেন ধন্যবাদ আপনাকে আমার মনের কথা গুলো এর সাথে একেবারে মিলে যায় হিংসা করা খুব খারাপ আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমীন
ছোটবেলায় আমরা রামাদান বলতাম না আমরা রমজান বলতাম এই বাংলার ভিতরে আরবি মিক্সড করা বন্ধ করেন❤❤❤❤❤❤❤❤ প্লিজ ভাই
মাশা-আল্লাহ খুব সুন্দর লাগলো
আল্লাহ আপনাকে ভালো রাখুক। নিরাপদ রাখুক।
Amin.