আমার দোয়াও আল্লাহতালা কবুল করেছেন. যখন আমি সন্তানহীন ছিলাম, এমনভাবে কবুল করেছেন যে আমার চোখ জুড়িয়ে গেছে, আলহাদুললিহ এখন আমাকে আল্লাহ সুন্দর ১টি ছেলে ও ১টি মেয়ে দিয়েছেন.
একজন সাইক্রাটিস হয়ে, নিজের জায়গায় থেকে যেভাবে ইসলামকে রিপ্রেজেন্ড করছেন, সত্যিই অসাধারণ । মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে যথাযথ বরং তার চেয়েও বেশি প্রতিদান দান করুক। আমি আগে থেকেই আপনার লেকচার পছন্দ করি৷ এখন তো আরও করি। আল্লাহ আপনার কাজে বরকত দান করুক।
আমি মোবাইল ফোনে এপের মাধ্যমে কোরআন বাংলা অর্থ সহ পড়ছিলাম,অদ্ভুত ব্যাপার হচ্ছে আজকে যখন সুরা আল ইমরান পড়ছিলাম আজকের ভিডিও এর মুল টপিক সুরা আল ইমরানের বিশেষ আয়াতগুলো নিয়েই,আপনার ভিডিও এর মাধ্যমে এত সুন্দর ভাবে এই বিষয়টা বুঝতে পেরেছি😊😊 মানুষ এবং আল্লাহর মধ্যে সম্পর্ক এমন বিষয়গুলো নিয়ে বেশি বেশি ভিডিও বানাবেন স্যার।অনেক মানুষ আছে যারা আপনার ভিডিও এর কথাগুলোকে মেডিসিন মনে করে।অনেক হতাশায় থেকে শুধু আপনার ভিডিও গুলো দেখে মোটিভেট হই।প্লিজ স্যার আরো ভিডিও বানাবেন।আপনার জ্ঞানের পরিধি অনেক বেশি 🥰🥰❤️❤️ ভাল থাকবেন সবসময়
*যে কোন সমস্যা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে নিজের মধ্যে সেই কনফিডেন্স রাখতে হবে যে আমার দোয়া আল্লাহ কবুল করবেন। আজকের ক্লাসের মূলভাব এটাই।* দোয়া নিয়ে আলোচনা করতে গিয়ে সূরা মারিয়াম এর ঘটনা বর্ণনা করা হয়েছে যেটা আমাদের জন্য খুবই অনুপ্রেরণামূলক ছিল। এমন অনেক অবাস্তব কিংবা অকল্পনীয় বিষয় আছে যেগুলো নিয়ে আমরা কখনো ভাবি না, আল্লাহর কাছে কখনো চাই না, অজান্তে আমাদের কাছে মনে হয় যে হয়তো আল্লাহ এই দোয়া কবুল করবেন না! -কিন্তু না! আল্লাহ আমাদের সব বিষয়ে উনার কাছে দোয়া চাইতে বলেছেন। তাই আমরা সর্বদা সব বিষয়ে পূর্ন ভরসা রেখে আল্লাহর কাছে দোয়া চাইবো এবং ইন-শা-আল্লাহ্ আল্লাহ তাআলা সেই দোয়া অবশ্যই কবুল করবেন।
আল্লাহর জন্য স্যার আপনাকে অনেক ভালোবাসি। আপনি আমার আল্লাহকে অন্যরকম করে ভাবিয়েছেন। যা আমার ভিতর আত্মাকে প্রশান্ত করে দিয়েছে আলৌকিকভাবে। এতো প্রশান্তি আমি অন্য কিছুতে পাই না আলহামদুলিল্লাহ। আল্লাহ্ তায়ালাকে অনেক ভালোবাসি। যিনি আমাকে না চাইতেও এতো কিছু দিয়ে ভরে রেখেছেন। আলহামদুলিল্লাহ।❤❤
দোয়া মুমিনের হাতিয়ার আলহামদুলিল্লাহ 😊 দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা যায়। মুমিনের প্রত্যেক দোয়া কবুল হয় ভিবিন্ন ক্যাটাগরিতে। দোয়ার মাধ্যমে অসম্ভবকে ও সম্ভব করা যায়।উদাহরণ জাকারিয়া আ.এবং তার সহধর্মিণী যখন সন্তান জন্মদানে অক্ষম সেই সময়ে আল্লাহ তায়ালা তাদের দোয়া কবুল করে এবং তাদেরর কে সন্তান দান করে। আরেকটা শিক্ষা হচ্ছে জাকারিয়া (আ.)হাল ছেড়ে দেন নি।দোয়া করেই গেছেন এবং এমন এক মূহুর্ত পর্যন্ত উনি দোয়া করেছেন যে মুহুর্তে তারা সন্তান জন্ম দানে অক্ষম
জাযাকাল্লাহ খাইর 🤲🤲🤲🤲আল্লাহ যেন আপনাকে উত্তম প্রতিদান দান করেন। গতবছর আমার বড় আপু ফ্রাংকফুর্ট থেকে আমি চট্টগ্রাম হতে পিউরিফাই কোর্স করে ছিলাম একই পাসওয়ার্ড দিয়ে।আমাদের দৃষ্টিভঙ্গি ৩৬০°ঘুরে গেলো।কিভাবে পার্থিব স্বার্থ চরিতার্থ করা হতেও পরকালের উপর আস্থা রেখে সস্তি পাওয়া যায়,ভোগবাদী মানসিকতা হতে বের হওয়া যায় আবার ফলাফল আল্লাহর উপর ছেড়ে দিয়ে উচ্ছ্বাসী হওয়া যায় তাও শিখেছি।আল্লাহ যেন ইয়াহিয়া আমিন ভাইয়কে নেক হায়াত দেন আর দুনিয়া আখিরাতের সকল সুখ ও সম্মৃদ্ধি দান করেন। আমিন🤲🤲🤲🤲
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে বান্দাহ আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে আল্লাহ তার মাঝে এবং জাহান্নামের মাঝে ৭০ বছরের দূরত্ব তৈরি করেন। ~ সহীহ বুখারীঃ ১৮৯৪ 🌿
বর্তমান ওয়াজ মাহফিল হলো সার্কাসের জায়গা যেখানে ঈমান আমলের কথার চেয়ে কার নাম কত বদনাম করা যায় সেটা নিয়েই ব্যস্ত থাকে কাঠমোল্লাগুলো (তবে কিছু হুজুর বেতিক্রম আছেন ), তবে আপনার মতো এমন শিক্ষিত সাইকোলজিস্ট যখন ইসলাম, ঈমান ,কোরআন নিয়ে লজিক্যাল কথা বলেন তখন সাধারণ মানুষের এখান থেকে অনেক কিছু বুঝার এবং শিক্ষার ব্যাপার থাকে , আল্লাহ আপনাকে হেদায়াত দান করুক এবং যথেষ্ট ও উপযুক্ত ধারণা নিয়ে এমন ছোট ছোট খন্ডে ইসলামের বাণী প্রচার করুন , ধন্যবাদ।
সুবহানআল্লাহ, মহান আল্লাহ পাক সব কিছুই করতে পারেন আমার গভীর বিস্বাশ। আমার ছোট ভাই শরীফ খুব অসুস্থ আপনার মাধ্যমে সবার কাছে দোয়া চাই মহান আল্লাহ পাক যেন শরীফকে সুস্থতা ও নেক হায়াত দান করেন। আমীন, আমীন।
মা শা আল্লাহ খুবই শিক্ষণীয় পর্ব ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে নেক হায়াত দিক এবং কোরআন থেকে এমন শিক্ষনীয় বিষয়গুলো আমাদের কাছে তুলে ধরার তৌফিক দিন আমীন।
আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সব ইচ্ছা/ দুআই কবুল করেন অলৌকিকভাবে আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যাই । যাই হোক লাইফস্প্রিং এই আয়োজনটাও একটা সময় আমার ইচ্ছা ছিল , আজ সেটা সত্যি হতে দেখছি । অনেক আগে থেকেই চাইতাম যে ইয়াহিয়া বা কুশাল স্যার এই ধরনের ইসলামিক প্রোগ্রাম গুলোর আয়োজন করুন। আলহামদুলিল্লাহ এই ইচ্ছা টা পূরন হলো। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক।
আমাদের মুসলিমদের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হলো সুরাহ ইমরানের 26 নম্বর আয়াতের দোয়া, যেখানে বলা হয়েছে তুমি যাকে ইচ্ছা রাজত্ব দাও, যার কাছ থেকে রাজত্ব নিয়ে নাও।আমি হজের সময় এই দোয়াটি পড়ার সাথে সাথে সমস্ত শরীর কাঁপছিল ও ভীষণ কান্নায় আমার শরীর নুয়ে পড়ছিল, আমি বুঝতে পারলাম আল্লাহ্ সোবহানাল্লাহ তালাহ এই দোয়াটি পছন্দ করেন। কারন কোরআনে বার বার ফিরাউনের কথা বলা হয়েছে যে সবচেয়ে নিকৃষ্ট। মানুষ হত্যা তার কাছে খেলার মতো তারা দেশকে সব পর্যায়ে কলুষিত করে এবং ধর্মকেও কলুষিত করে, ইমামরা কখনো দুর্নীতি নিয়ে কথা বলে না, শুধু মাত্র পোশাক ও খাওয়া নিয়ে যতো কথা, আল্লাহ্ তালাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন
MashaAllah Alhamdulillah. I expected from you this type of video, MashaAllah . We have to trust in Allah always then our dua will be accepted. Alhamdulillah I have got lot of things from Allah by Dua. May Allah(SWT) grant all of the muslims Ummah Jannatul Ferdous .
That is, strong believe which leads a believer to pray more strongly as much as possible to want a particular thing... what ever they wish..thank u for this podcast .
আমার দোয়াও আল্লাহতালা কবুল করেছেন. যখন আমি সন্তানহীন ছিলাম, এমনভাবে কবুল করেছেন যে আমার চোখ জুড়িয়ে গেছে, আলহাদুললিহ এখন আমাকে আল্লাহ সুন্দর ১টি ছেলে ও ১টি মেয়ে দিয়েছেন.
Alhamdulillah Alhamdulillah Allah apnake r o uttom kisu dann korun
Sobai Amer jonno dowa koren 🙏 please Ami sontan hin
Alhamdulillah
Alhamdulillah
আলহামদুলিল্লাহ ❤❤❤❤❤❤
বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে চাইবো, হোক সেটা অসম্ভব। আল্লাহ আমাদের দোয়া এমন ভাবে কবুল করবেন যে আমরা নিজেরাই অবাক হয়ে যাবো।
আলহামদুলিল্লাহ ❤
এটাই এই ভিডিওর মুলভাব ।
সুন্দর করে গুছিয়ে লেখার জন্য ধন্যবাদ আপনাকে।।।
@Gautam Debnath Islam is not only based on Arab country dude...
In SHA Allah Amin
হাসবুনাল্লাহ অনিয়ামাল ওয়াকিল
একজন সাইক্রাটিস হয়ে, নিজের জায়গায় থেকে যেভাবে ইসলামকে রিপ্রেজেন্ড করছেন, সত্যিই অসাধারণ । মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে যথাযথ বরং তার চেয়েও বেশি প্রতিদান দান করুক। আমি আগে থেকেই আপনার লেকচার পছন্দ করি৷ এখন তো আরও করি। আল্লাহ আপনার কাজে বরকত দান করুক।
আমীন
Inshaallah Ameen
Yes brother also me i like to much Yahea sir ❤️❤️
@@jakiahsultana7098p LL pp l LL pp LP LL pplplp LL LP LL LP LL LL p LL pp😊
@@jakiahsultana7098ll😊
😊
"তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, তাহলে দোয়া করো। তুমি যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুন, তাহলে কোরআন পড়ো।" ❤
❤
আপনার এই অসাধারণ কথা গুলো শুনে বিশেষ করে কুরআন দিয়ে ব্যাখ্যা, দিন দিন আল্লার সাথে সম্পর্কটা আরো গভীর হচ্ছে আলহামদুলিল্লাহ
গতকালকের পর্বটা দেখে খুব ভালো বোধ করেছি!আজ ইফতার সেরে নামাজ পড়ে আপনার এই ভিডিওর অপেক্ষা করছিলাম!সিরিজটা খুবই উপকারী হবে!ধন্যবাদ ইয়াহিয়া আমিন স্যার!
Ami o...
Amio..agrohi ...onk
@Shahinur Islam I will recheck this !
In sha Allah bola ovyashe porinoto korun.
Gotokaler link ta ase
এত এত বিষাক্ত বিষয়ের মাঝে এগুলো নতুন করে অনুপ্রেরণা দেয়।আবারও সুন্দর জীবনের আশা ফিরে পাই❤️❤️
ভীষণ ভীষণ রিকুয়েষ্ট, রমজান শেষ হলেও এই সিরিজ টা বন্ধ করবেন না ❤
আমার সন্তানকে নিয়ে আমি খুবই চিন্তায় ছিলাম। আপনার বয়ান শুনে আমার মনটা শান্ত হয়ে গেছে।। আল্লাহপাক যেন আমাএ সন্তানকে সুপথে নিয়ে আসে
আমি মোবাইল ফোনে এপের মাধ্যমে
কোরআন বাংলা অর্থ সহ পড়ছিলাম,অদ্ভুত ব্যাপার হচ্ছে আজকে যখন সুরা আল ইমরান পড়ছিলাম আজকের ভিডিও এর মুল টপিক সুরা আল ইমরানের বিশেষ আয়াতগুলো নিয়েই,আপনার ভিডিও এর মাধ্যমে এত সুন্দর ভাবে এই বিষয়টা বুঝতে পেরেছি😊😊
মানুষ এবং আল্লাহর মধ্যে সম্পর্ক এমন বিষয়গুলো নিয়ে বেশি বেশি ভিডিও বানাবেন স্যার।অনেক মানুষ আছে যারা আপনার ভিডিও এর কথাগুলোকে মেডিসিন মনে করে।অনেক হতাশায় থেকে শুধু আপনার ভিডিও গুলো দেখে মোটিভেট হই।প্লিজ স্যার আরো ভিডিও বানাবেন।আপনার জ্ঞানের পরিধি অনেক বেশি 🥰🥰❤️❤️
ভাল থাকবেন সবসময়
বিশ্বাস করা,আত্মসমর্পণ করা,বেশি বেশি দোয়া করা। ❤️❤️
*যে কোন সমস্যা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে নিজের মধ্যে সেই কনফিডেন্স রাখতে হবে যে আমার দোয়া আল্লাহ কবুল করবেন। আজকের ক্লাসের মূলভাব এটাই।*
দোয়া নিয়ে আলোচনা করতে গিয়ে সূরা মারিয়াম এর ঘটনা বর্ণনা করা হয়েছে যেটা আমাদের জন্য খুবই অনুপ্রেরণামূলক ছিল। এমন অনেক অবাস্তব কিংবা অকল্পনীয় বিষয় আছে যেগুলো নিয়ে আমরা কখনো ভাবি না, আল্লাহর কাছে কখনো চাই না, অজান্তে আমাদের কাছে মনে হয় যে হয়তো আল্লাহ এই দোয়া কবুল করবেন না!
-কিন্তু না! আল্লাহ আমাদের সব বিষয়ে উনার কাছে দোয়া চাইতে বলেছেন। তাই আমরা সর্বদা সব বিষয়ে পূর্ন ভরসা রেখে আল্লাহর কাছে দোয়া চাইবো এবং ইন-শা-আল্লাহ্ আল্লাহ তাআলা সেই দোয়া অবশ্যই কবুল করবেন।
রমজান মাসে এরকম একটা সিরিজ উপহার পাবো কখনো ভেবে দেখি নাই...❤️
*গত পর্বটা এতো ভাল লেগেছে যে, আজকের পর্বের জন্য অধির আগ্রহে অপেক্ষা করছিলাম। আল্লাহ তা'আলা আপনার এই ব্যতিক্রমী ও উপযোগী উদ্যোগে বারাকাহ দান করুক* 🖤
গত পর্ব টা কিভাবে পাবো?
এত এত বিষাক্ত বিষয়ের মাঝে এগুলো নতুন করে অনুপ্রেরণা দেয়।আবারও সুন্দর জীবনের আশা ফিরে পাই
আল্লাহর কাছে একটা বিশেষ চাওয়া আমার... আল্লাহ যেন আমাকে একটা নেককার ফুটফুটে সন্তান দান করে...
Amin
Amin
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা করছেন,আল্লাহ তায়ালা আমাদের সকল নেক আশা বাসনা পূর্ণ করুক আমিন।
আল্লাহর জন্য স্যার আপনাকে অনেক ভালোবাসি। আপনি আমার আল্লাহকে অন্যরকম করে ভাবিয়েছেন। যা আমার ভিতর আত্মাকে প্রশান্ত করে দিয়েছে আলৌকিকভাবে। এতো প্রশান্তি আমি অন্য কিছুতে পাই না আলহামদুলিল্লাহ। আল্লাহ্ তায়ালাকে অনেক ভালোবাসি। যিনি আমাকে না চাইতেও এতো কিছু দিয়ে ভরে রেখেছেন। আলহামদুলিল্লাহ।❤❤
"ALHUM DULILLAH "
আপনার দ্বারা অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম ... আপনার বাড়ির সকলকে যেন "আল্লাহ্" হেদায়েত দান করেন আমিন ....
মানবজাতির এই সুবিশাল খেদমতের বিনিময় মহান আল্লাহ সুবহানাতায়ালা আপনাকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করুক।
আপনার জন্য অন্তর থেকে দোয়া রইল প্রিয় স্যার❤
আসসালামু আলাইকুম।
আপনার প্রতিটি বাক্য আমাকে ভীষণ ভাবে নাড়া দিচ্ছে। আল্লাহর উপর আমার পূর্ণ বিশ্বাস। আল্লাহ মহান!
আলহামদুলিল্লাহ আপনার আলোচনাগুলো আমাদের জন্য অমূল্য সম্পদ আল্লাহতালা আপনার হায়াতে তাইয়েবা দান করুক।
ইসলাম আমাকে মানসিক ভাবে শক্তিশালী করে।
দোয়া মুমিনের হাতিয়ার আলহামদুলিল্লাহ 😊 দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা যায়। মুমিনের প্রত্যেক দোয়া কবুল হয় ভিবিন্ন ক্যাটাগরিতে। দোয়ার মাধ্যমে অসম্ভবকে ও সম্ভব করা যায়।উদাহরণ জাকারিয়া আ.এবং তার সহধর্মিণী যখন সন্তান জন্মদানে অক্ষম সেই সময়ে আল্লাহ তায়ালা তাদের দোয়া কবুল করে এবং তাদেরর কে সন্তান দান করে। আরেকটা শিক্ষা হচ্ছে জাকারিয়া (আ.)হাল ছেড়ে দেন নি।দোয়া করেই গেছেন এবং এমন এক মূহুর্ত পর্যন্ত উনি দোয়া করেছেন যে মুহুর্তে তারা সন্তান জন্ম দানে অক্ষম
আপনি এত সুন্দর করে সহীহ শুদ্ধ করে কোরআন পড়েন ,,,শুনলে মনে হয় কওমি মাদ্রাসা পড়ুয়া কেউ কোরআন পড়ছে ❤❤❤ جزاك الله
ধন্যবাদ স্যার আপনার কথা গুলো সুনে খুব খুব ভালো লেগেছে।
সুবহান আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবর। আমিন।
রিসেন্ট সিচুয়েশনে এ এমন একটা জিনিস শোনার দরকার ছিলো.. আলহামদুলিল্লাহ..
এতো প্রশান্তি আসছে কথাগুলো শুনে.আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ! নিজের ভিতর একটা শক্তি পাচ্ছি ভিডিওটি শুনে! জাযাকাল্লাহু খাইরান ভাইজান! 😍❤️
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ. চাইতে থাকুন মহান রবের দরবারে দোয়া করার মাধ্যমে একদিন ঠিকই দেখবেন সেই চাওয়াগুলো এক এক করে পূর্ণতা পেয়ে গেছে। ইনশাআল্লাহ
আলহামদুলিল্লাহ
এতো সুন্দর বক্তব্য আগে কখনো শুনি নাই। ভিডিওটা ইমান বৃদ্ধির জন্য যথেষ্ট।
আল্লাহ ওনার হায়াত, জ্ঞান ও প্রজ্ঞা বাড়িয়ে দিক আমিন।
জাযাকাল্লাহ খাইর 🤲🤲🤲🤲আল্লাহ যেন আপনাকে উত্তম প্রতিদান দান করেন।
গতবছর আমার বড় আপু ফ্রাংকফুর্ট থেকে আমি চট্টগ্রাম হতে পিউরিফাই কোর্স করে ছিলাম একই পাসওয়ার্ড দিয়ে।আমাদের দৃষ্টিভঙ্গি ৩৬০°ঘুরে গেলো।কিভাবে পার্থিব স্বার্থ চরিতার্থ করা হতেও পরকালের উপর আস্থা রেখে সস্তি পাওয়া যায়,ভোগবাদী মানসিকতা হতে বের হওয়া যায় আবার ফলাফল আল্লাহর উপর ছেড়ে দিয়ে উচ্ছ্বাসী হওয়া যায় তাও শিখেছি।আল্লাহ যেন ইয়াহিয়া আমিন ভাইয়কে নেক হায়াত দেন আর দুনিয়া আখিরাতের সকল সুখ ও সম্মৃদ্ধি দান করেন। আমিন🤲🤲🤲🤲
অসম্ভব বলে কিছুই আল্লাহপাকের কাছে নেই।যত চাওয়া হয়,আল্লাহ ততই দিতে থাকেন তার অফুরন্ত নিয়ামাহ।
Amer..doya..kobol..hosca....na
আপনার কথাগুলো বেশ হৃদয়গ্রাহী ছিল।
বাস্তবতা তুলে ধরার পাশাপাশি আমাদের কর্তব্যও তুলে ধরেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে বান্দাহ আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে আল্লাহ তার মাঝে এবং জাহান্নামের মাঝে ৭০ বছরের দূরত্ব তৈরি করেন।
~ সহীহ বুখারীঃ ১৮৯৪ 🌿
আহ আমরা মানুষ
আমরা ভাবিনা কার জন্য ভাবা উচিত
কার জন্যে চোখে জল আসা উচিৎ।
খুব সুন্দর আলোচনা ইয়াহিয়া ভাই।
ফি আমানিল্লাহ। ❤️
বর্তমান ওয়াজ মাহফিল হলো সার্কাসের জায়গা যেখানে ঈমান আমলের কথার চেয়ে কার নাম কত বদনাম করা যায় সেটা নিয়েই ব্যস্ত থাকে কাঠমোল্লাগুলো (তবে কিছু হুজুর বেতিক্রম আছেন ), তবে আপনার মতো এমন শিক্ষিত সাইকোলজিস্ট যখন ইসলাম, ঈমান ,কোরআন নিয়ে লজিক্যাল কথা বলেন তখন সাধারণ মানুষের এখান থেকে অনেক কিছু বুঝার এবং শিক্ষার ব্যাপার থাকে , আল্লাহ আপনাকে হেদায়াত দান করুক এবং যথেষ্ট ও উপযুক্ত ধারণা নিয়ে এমন ছোট ছোট খন্ডে ইসলামের বাণী প্রচার করুন , ধন্যবাদ।
সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবর। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন।।
আল্লাহ আপনাকে আরো নেক হায়াত দান করুক
এই রমজানে ঠিক এরকম একটি সিরিজই আপনার কাছে আশা করেছিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার।
Please add English subtitles is this series so that our children who lives in abroad can also be benefited from these amazing videos.
আলহামদুলিল্লাহ, প্রশান্তি অনুভব করছি
সুবহানআল্লাহ, মহান আল্লাহ পাক সব কিছুই করতে পারেন আমার গভীর বিস্বাশ। আমার ছোট ভাই শরীফ খুব অসুস্থ আপনার মাধ্যমে সবার কাছে দোয়া চাই মহান আল্লাহ পাক যেন শরীফকে সুস্থতা ও নেক হায়াত দান করেন। আমীন, আমীন।
মা শা আল্লাহ
খুবই শিক্ষণীয় পর্ব ছিল আলহামদুলিল্লাহ,
আল্লাহ আপনাকে নেক হায়াত দিক এবং কোরআন থেকে এমন শিক্ষনীয় বিষয়গুলো আমাদের কাছে তুলে ধরার তৌফিক দিন আমীন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আমি আল্লাহ কে ভালোবাসতে শিক্ষতে পড়ে ছি... আর উনি যায় দেবেন আমার ভালোর জন্য ই এই বিশ্বাস আমার আছে...
MashaAllah , excellent topic.
আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সব ইচ্ছা/ দুআই কবুল করেন অলৌকিকভাবে আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যাই ।
যাই হোক লাইফস্প্রিং এই আয়োজনটাও একটা সময় আমার ইচ্ছা ছিল , আজ সেটা সত্যি হতে দেখছি । অনেক আগে থেকেই চাইতাম যে ইয়াহিয়া বা কুশাল স্যার এই ধরনের ইসলামিক প্রোগ্রাম গুলোর আয়োজন করুন। আলহামদুলিল্লাহ এই ইচ্ছা টা পূরন হলো। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক।
Ki special amol bolun
MasAllah.
আমাদের মুসলিমদের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হলো সুরাহ ইমরানের 26 নম্বর আয়াতের দোয়া, যেখানে বলা হয়েছে তুমি যাকে ইচ্ছা রাজত্ব দাও, যার কাছ থেকে রাজত্ব নিয়ে নাও।আমি হজের সময় এই দোয়াটি পড়ার সাথে সাথে সমস্ত শরীর কাঁপছিল ও ভীষণ কান্নায় আমার শরীর নুয়ে পড়ছিল, আমি বুঝতে পারলাম আল্লাহ্ সোবহানাল্লাহ তালাহ এই দোয়াটি পছন্দ করেন। কারন কোরআনে বার বার ফিরাউনের কথা বলা হয়েছে যে সবচেয়ে নিকৃষ্ট। মানুষ হত্যা তার কাছে খেলার মতো
তারা দেশকে সব পর্যায়ে কলুষিত করে এবং ধর্মকেও কলুষিত করে, ইমামরা কখনো দুর্নীতি নিয়ে কথা বলে না, শুধু মাত্র পোশাক ও খাওয়া নিয়ে যতো কথা, আল্লাহ্ তালাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন
Alhamdulliah .Apner speech amaky onek onuprarito korycy . Thank you.
Alhamdulillah... Just Impressive
আলহামদুলিল্লাহ্ আমার মহান আল্লাহ্ আমার সব দোআ কবুল করছেন এবং কবুল করবেন যা আমার জন্য কল্যানকর আলহামদুলিল্লাহ্
অসাধারণ কথা অনেক ভালো লাগল
SubhanAllahi-wa-bihamdihi
Mashallah nice video 💙💙🤲🤲
thanku so much.anek dua roilo apnar jnno.anek kichu shikhlam apnar theke.nishcoi allah paker chaoai.subhanallah
দোয়া সব পরিবর্তন করতে পারে ইন শা আল্লাহ্।
আলহামদুলিল্লাহ
আল্লাহ সুবহানাহুতায়ালা যাকারিয়া আলাইহি ওয়া সাল্লামকে যে সন্তানের সুসংবাদ দিয়েছিলেন তার নামের সাথে আপনার নামের মিল আছে।
তুমি যদি চাও আল্লাহকে কিছু বলবা তাহলে দোয়া করো।
তুমি যদি চাও আল্লাহ তোমাকে কিছু বলুক তাহলে কোরআন পড়ো।
আল্লাহ তা'আলা আপনার এই ব্যতিক্রমী ও উপযোগী উদ্যোগে বারাকাহ দান করুক 🖤
যথাযধ কথা আলহামদুলিল্লাহ
I am amazed of your lecture which is related QurAan nd science . I am highly impressed .Thanks.
আপনার আলোচনা উপকারী
Barakallah Barakallah Tabarakallah..❤
❤মাশাআল্লাহ ❤স্যার আপনাকে আল্লাহ আরো জ্ঞান বাড়িয়ে দিক। ❤আমিন❤
অসাধারন সুন্দর আলোচনা।
জাযাকাল্লাহু খইরন প্রিয় ভাইজান।
MashaAllah Alhamdulillah. I expected from you this type of video, MashaAllah . We have to trust in Allah always then our dua will be accepted. Alhamdulillah I have got lot of things from Allah by Dua. May Allah(SWT) grant all of the muslims Ummah Jannatul Ferdous .
আল্লাহ আপনার এ প্রচেষ্টা গুলির জন্য উত্তম জাঝা দিন।
Alhamdulillah, very important lecture.
Allah is Almighty.
We should think more and more creation of Allah.❤❤❤
Very very important ..thakingu
That is, strong believe which leads a believer to pray more strongly as much as possible to want a particular thing... what ever they wish..thank u for this podcast .
মাশাল্লাহ ,, সুন্দর আলোচনা। ❤
আপনার বোঝানোর ভঙ্গি আর কথার গভীরতা সত্যিই চমৎকার মা শা আল্লাহ।
আল্লাহ আপনার কাজে বারাকাহ দিক💝
আলহামদুলিল্লাহ ! অসাধারণ সুন্দর স্পীচ । জাযাকাল্লাহ খায়ের ।
Khub sundor alochona. Alhamdulillah.
আল্লাহ আপনাকে অনেক বড় করুক নেক হায়াড দিক এতও ভালো ভাবে বলেন।
Thanks a lot for your Right voice of al Quran
অসাধারণ ! এমন আরো আরো বিশ্লেষণ পরবর্তীতে শুনতে পারবো আশা করি , ধন্যবাদ আপনাকে !
May Allah bless you!
Zajakhallahu khoiron 🖤
Mashallah, amazing combination of psychology, science and religion!
সত্যি অসাধারণ ভাবে বুঝিয়েছেন।
এই সিরিজ টি পুরো রমাদ্বান জুড়ে চাই ইনশাআল্লাহ.. 🖤
khube shundor kore apni bolechen...jazak Allahu khairaan
Alhumdulillah khuboi upkari.. jajakallah khoiron
মাশা আল্লাহ আপনার লেকচার খুব ভালো লাগে।
thank you yahia amin sir.allah aponake dhirgho ayu dan korun.amader moto manusher upoker korar toufik dan korun.amin.
আসসালামু আলাইকুম। আপনার এই চেষ্টার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুক। দুনিয়াতে এবং অবশ্যই আখিরাতে।
From the first day I eagerly wait for your class. May Allah mercy on you and fill your life with wisdom. Enormous love and gratitude towards you.
আল্লাহ কাছে চাওয়া আর তার সাথে আমাদের আমল করার তৌফিক দিন। আমিন
অনেক ভালো লাগলো
আলহামদুলিল্লাহ!
এত সুন্দরভাবে বর্ণনা করার জন্য অসংখ্য ধন্যবাদ , স্যার।
অসাধারণ আলোচনা। জাযাকাল্লাহ খায়ের
Alhamdulillah for Everything 🥰💯 ..
মাশাল্লাহ খুব সুন্দর আয়োজন খুব সুন্দর পডকাস্ট আন্তরিক ধন্যবাদ ইয়াহিয়া আমিন স্যার।
Alhamdullila....vai kub valo laglo.....
মাশাল্লাহ.. বারাকাল্লাহু ফি হায়াতিক... ❣️ ওয়া ইলমিক...
Barak Allah 🙌🏼 Such beautiful topic to understand ❤️
❤ From CTG