বাঙালির ইতিহাস | History of The Bengalis

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 2,8 тыс.

  • @Anirban_das
    @Anirban_das  Год назад +110

    এই পর্বটি কেন্দ্র করে সবথেকে বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে আর্যদের ‘আগমন তত্ত্ব’ aka AIT, এই AIT এবং OIT দুটোই বিতর্কিত। তবে আড়াই হাজার আগের বাঙালির এর সঙ্গে কোনো লেনদেন নেই। বঙ্গদেশে আর্যবর্তের ধর্মসকলের অনুপ্রবেশ আড়াই হাজার বছর আগে থেকে। তারপরই তথাকথিত আর্য রক্তের সঙ্গে বাঙালির ব্যাপক মিশ্রণ, একাধিক সংস্কৃতির আত্তীকরণ। ‘বিশ্বাস’, ‘গোঁড়ামি’ ইত্যাদি ব্যক্তির, তার সঙ্গে ইতিহাসের সম্পর্ক নেই। মুক্তচিন্তা স্বাগত। Description-এ কিছু তথ্যসূত্র দেওয়া রইল। বই, রিসার্চ পেপারের সঙ্গে ভারত সরকারের ওয়েবসাইটও আছে, অনুসন্ধিৎসুরা দেখবেন, ঠুলি পরে যাঁরা চোলাই করা ইতিহাস দেখতে, বুঝতে এবং পরিচালিত করতে চান, তাঁরা নিজের মত পোষণ করুন, সংক্রমণের চেষ্টা করবেন না। ধন্যবাদ 🙏🏻
    ১। “American Journal of Physical Anthropology”, ‘Gene differentiation among ten endogamous groups of West Bengal, India’ by R Chakraborty, H Walter, B N Mukherjee, K C Malhotra, P Sauber, S Banerjee, M Roy
    ২। www.academia.edu/5696976/Bishnupriya_Basak
    ৩। ‘Racial Elements in The Population’, B.S. Guha
    ৪। ‘World History: The Human Experience’ Mounir A. Farah, Andrea Berens Karls
    ৫। ‘ভারত ইতিহাসের সন্ধানে’, দিলীপকুমার গঙ্গোপাধ্যায়
    ৬। ‘বাঙ্গালীর ইতিহাস’, নীহাররঞ্জন রায়
    ৭। www.cell.com/cell/pdf/S0092-86741930967-5.pdf
    ৮। হিড়িম্বর পূর্বভারতীয় সূত্র : www.thehindu.com/society/history-and-culture/dimapur-memories-of-a-brick-city/article37002014.ece
    ৯। The Chronology of Puranic Kings and Rigvedic Rishis in Comparison with the Phases of the Sindhu-Sarasvati Civilization by Giacomo Benedetti
    ১০। www.indianembassytehran.gov.in/eoithr_pages/MTc,

    • @mithun5899
      @mithun5899 Год назад +12

      আপনি বলতে চান, তথাকথিত আর্য যারা ভারতে বাইরের দেশ থেকে এসেছিল, তারা উত্তর ভারতে পঞ্চ নদী সমৃদ্ধ ভূমি তে বসবাস করল, গঙ্গা তীরবর্তী ভূমি তে বসবাস করল। কিন্তু গাঙ্গেয় ব দ্বীপ এর উর্বর ভূমি অস্ট্রেলয়েড রাক্ষস দের জন্য ছেড়ে দিল? নাকি যাযাবর আর্য রা আড়াই হাজার বছর আগে গরু চড়াতে চড়াতে ভারতে এসেছিল, আর অস্ট্রেলয়েড জাতি তারও অনেক আগে থেকে এখানে ধান দুর্ব দিয়ে ঠাকুর পুজো করছিল? বলতেই হবে, আপনার বচন ভঙ্গী আর উপস্থাপনা খুব আকর্ষণীয়, তবে কি সব অযৌক্তিক তত্ত্ব সুন্দর করে প্রেজেন্ট করছেন বলুন তো?

    • @smilingCherry
      @smilingCherry Год назад

      ​@@mithun5899যাই হোক, আপনি আগে চড়ানো আর চরানোর মধ্যে পার্থক্য করতে শিখুন 🤗

    • @niloyroy550
      @niloyroy550 Год назад

      @@mithun5899,,, এদের কথা বলে লাভ নাই। একজনের লেখা পড়েই নিজেকে অনেক বড় হনুলুলু মনে করে,,, এদের নিরপেক্ষ কোনো পড়ালেখা নাই আর কিছু মানুষ অন্ধের মতো follow করে।

    • @manofculture3103
      @manofculture3103 Год назад +9

      Since R1a/M17 and its subsequent lineages are found frequently in India as well as Eurasia, it was considered to support the Aryan invasion/migration 3-4000 years ago into India. M17/R1a was initially thought of a marker of “male Aryan invasion”
      However R1a is most diverse in India, which shows India is at the base.
      All R clades originate in India are more diverse
      - R1/M173
      -R1a/M420/M17
      -R1a1a/M459
      -R1b1a1/M269
      -R1b1/L278
      Presence of M17 widely across India and its long continuity in India disproves Aryan invasion/migration theories
      Continuity of Human groups from Paleolithic period onwards is established by the presence of this Genome: 80-30% of Indian possess this gene spread across the nation regardless of caste, tribe or geographical location
      The genome research supports the spread of R1a from India.

    • @manofculture3103
      @manofculture3103 Год назад +5

      India is the only place where R1a1 haplogroup's various cousins like R2, R1b are found. Indeed, its parents P & K2B2are found in eastern India and SE Asia.Indian populations are genetically unique and harbor the second highest genetic diversity after Africans.What does it mean? It came from outside?
      Recent DNA evidence shows that Europe experienced a massive population influx from the east, beginning around 4,500 years from the present. Several haplogroups were involved in this demic expansion, including the Indian-origin R1a1a. This was almost a total replacement event, which indicates that Indo-Aryans, among others, expanded westward into Europe and to a large extent replaced indigenous European males and their Y-chromosome strata.

  • @banglaobangalii
    @banglaobangalii Год назад +182

    বাংলার বর্তমান পরিস্থিতিতে খুব প্রয়োজনীয় একটি ভিডিও। দেখে ভালো লাগলো কেউ তো আছে বাঙালিকে বাঙালির কথা বলার জন্য। অনেক অনেক শুভেচ্ছা রইলো। জয় বাংলা।

    • @Anirban_das
      @Anirban_das  Год назад +12

      শেয়ার করবেন, সঙ্গে থাকবেন ❤️

    • @h.k.banerjee4400
      @h.k.banerjee4400 Год назад

      বাঙালির সুনাম হল "একটি আত্ম বিস্মৃত জাতি । আজ মনযোগ দিয়ে শুনে কাল যে ভুলে যাবেনা এর নিশ্চয়তা কোথায়? তাছাড়া নব্য বাঙালির ভাষা বলা/লেখা/ ব্যবহারিক প্রয়োগ তো একটি লবণবিহীন জগাখিচুড়ি

    • @apurbadebnath3929
      @apurbadebnath3929 Год назад

      তথাকথিত বুদ্ধিজীবীদের বুদ্ধি বেচার ফাঁপরে সাধারণ বাঙালির বুদ্ধিভ্রষ্ট হবার উপক্রম। তেলেগোলে গোলমাল পাঁকিয়ে পদ্মগোঁখড়ো সাপ হয়ে বাঙালির মগজে পাঁক মেরে বসা এই বুদ্ধিজীবীদের বুদ্ধি ধার করতে গিয়ে সাধারণ বাঙালি না শেষে নিজের বাঙ্গালিয়ানা খুইয়ে বসে। ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের দল ভারত তথা ভারতে বসবাসকারী পাগান হিন্দু জনগোষ্ঠীর ওপর রাজত্বের ফর্মুলা হিসেবে ডিভাইড এন্ড রুল অর্থাৎ ভাগ কর এবং রাজত্ব কর নীতির অংশ হিসেবে তিন ধরণের পদক্ষেপ নিয়েছিল- প্রথমত ভারতের পাগান হিন্দুদেরকে তাদের ইতিহাস সভ্যতা থেকে বিচ্ছিন্ন করে দেয়া, দ্বিতীয়ত এক হিন্দু জনগোষ্ঠীর এক অংশকে অপর অংশের সাথে এই বলে দন্দ্বে লিপ্ত করা যে- হিন্দু ইতিহাস ভারতের নহে এটা তথাকথিত আর্যদের ধর্ম এবং তোরা সব আর্য, ব্রাহ্মণ আর আমরা অনার্য, তৃতীয়ত সাম্রাজ্যবাদীদের আরেকটি মোক্ষম অস্ত্র ছিল দ্বিধাবিভক্ত পাগান হিন্দুদের দ্বারা বর্জিত তাদেরই সভ্যতা সংস্কৃতিতে উদ্ভাবিত জীবনদর্শন বিজ্ঞান ইত্যাদি তাদের মাঝেই উলটো সাম্রাজ্যবাদের ফসল হিসেবে বিক্রয়। এই কাজটি সাম্রাজ্যবাদীরা সফলভাবে বাস্তবায়নের জন্য একটি কাজ করেছিল সেটি হল ব্রিটিশ প্রোপাগান্ডা ইতিহাসবিদ ম্যাকোলের বাদামী সন্তান প্রসবনকার্য যারা রঙে তো ভারতীয় বাঙালি হিন্দু পাগানদের মত দেখতে হবে কিন্তু চেতনায় তারা সাম্রাজ্যবাদের আলোক মশাল হয়ে বিকৃত ইতিহাস বন্টন ও বিকৃত ইতিহাস রচনায় অংশগ্রহণ করবে। ইতিহাস বিকৃতির যে কালো ধারা ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা শুরু করেছিল সাম্রাজ্যবাদের শেষ লগ্নে ইতিহাস বিকৃতির সেই দায়ভার নিজেদের কাধে তুলে নেই কমিউনিস্ট রা কারণ তারাও যে নিজেদের তথাকথিত সমাজবাদী সাম্রাজ্য স্থাপন করতে চায় এবং সাম্রাজ্যবাদ স্থাপনের মূল অন্তরায় হচ্ছে একতা। তাই যা ব্রিটিশরা করেছিল ভারতীয় পাগান হিন্দু সমাজকে ভাঙ্গার জন্য, তাদেরকে তাদের নিজেদের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করার জন্য পরবর্তীতে সেই কার্যভার টাই কমিউনিস্ট রা নিজেদের কাধে তুলে নেই যার প্রমাণ এখন ইউটিউব ফেসবুক এ হরহামেশাই দেখা যাচ্ছে। সারা পৃথিবীর সকল আদিবাসী সভ্যতা আজ বিলুপ্ত একমাত্র সনাতন হিন্দু সভ্যতা বাদে কিন্তু আমাদের আদিবাসী বলতে তাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেই কারণ আমরা বেচে আছি, কারণ আমরা এখনো সেই ৫০০০ বছর বা তারো আগের আমাদের পূর্বপুরুষদের মত প্রকৃতি, পশু-পাখি, নদী, সূর্য পুজা করি। তাই তো আমরা অপরাধী। আমাদের অপরাধ আমরা বেচে আছি। আমরা যদি স্বধর্ম ত্যাগ করে তাদের একেশ্বরের পুজো করতাম তাহলে আজ আমরাও আদিবাসী বলে গন্য হতাম। আমাদের মধ্যে আর্য-অনার্যের কৃত্রিম বিভেদ তৈরি করারও প্রয়োজন পড়তনা। বাংলা ভাষা এই জনপদে আগে থেকে ছিলনা, বাংলা অনেক বিবর্তন এর ফসল, যখন বাংলা ছিলনা, বাঙালি ছিলনা তখন ও মানুষ ছিল এই জনপদে, তাইতো উয়ারি-বটেশ্বরে প্রায় ২০০০০ বছর পুরোনো বিষ্ণুর মূর্তির দেখা মেলে একটু খুড়লেই। আর লিঙ্গপুজো, সে তো প্রথম করা হয়ে সিন্ধু-সভ্যতার মানুষদের দ্বারা যারা ঋগ্বেদ রচনা করেছিলেন স্বরস্বতি নদীর তটে বসে, আরে বেদ তো নাকি আর্যরা লিখেছিল শুনলাম, তাহলে স্বরস্বতি নদীও কি নরডিক দেশে বইত নাকি কিন্তু এদিন যে তাহলে হরিয়ানা প্রদেশসহ রাজস্থান গুজ্রাটে স্বরস্বতি নদীর তীর গুলো খুজে পেলেন প্রত্নতত্ত্ববিদেরা। হায়রে বুদ্ধিজীবীদের বুদ্ধি পাকানোর তালে কে আর্য কে যে অনার্য তাই যে পাকিয়ে যাচ্ছে। ভগবান তুমি ই ভরসা, কিন্তু তুমি কি বৈদিক ভগবান নাকি লিঙ্গ তুমি যে কে তা বলে যেও একটু। উফফ বুদ্ধি বেশী পাকিয়ে গেছে। এত বুদ্ধি পাকাতে শেষে না ৪৭ এর মত আবারো বাঙলা কে হারিয়ে না বসি।

    • @debalgarh
      @debalgarh 9 месяцев назад +1

      আমাদের ইতিহাস প্রত্নতত্ত্ব সম্পর্কিত পোস্ট গুলো দেখতে পারেন। মতামত কাম্য।

    • @HrishiLizard265
      @HrishiLizard265 8 месяцев назад

      বাঙলা ৪ দেশ হতে ১ দেশ হবে একদিন।
      এই বাঙলায় গ্যাঙ্গারিডায়,কালিদাস,শশাঙ্ক, গপাল,আলওয়াল,লালন ফকিরের দল,তিতুমীর, রবি ঠাকুর,নজরুল,শেখ মুজিব,প্রতুল মুখোপাধ্যায়, অমর্ত্য সেন এই বাঙলার।

  • @md.almamun2265
    @md.almamun2265 Год назад +42

    খুবই ভালো লাগলো । আপনার বক্তব্যে কোন গালগপ্প আর কাল্পনিক কিছু নেই বলে । ইতিহাসের পাতা থেকে সত্য উপস্থাপনের জন্য অসংখ্য ধন্যবাদ।

    • @Anirban_das
      @Anirban_das  Год назад +1

      ❤️

    • @tojodeysarkar3561
      @tojodeysarkar3561 11 месяцев назад +2

      Kintu tumi to bangali musalmaan

    • @md.almamun2265
      @md.almamun2265 11 месяцев назад

      @@tojodeysarkar3561 ha dada

    • @AlvinKairan45_
      @AlvinKairan45_ 5 месяцев назад

      আজব কথা তো ভাই তাহলে কি উনি বাঙালি না? ধর্ম এবং যাক দুটি ভিন্ন জিনিস​@@tojodeysarkar3561

    • @indranilsanyal1935
      @indranilsanyal1935 4 месяца назад +4

      There is no genetic differences between Bengali Hindus and Bengali Muslims. We all are Bengali.

  • @swarnadipbandyopadhyay1727
    @swarnadipbandyopadhyay1727 Год назад +15

    ভীষণ ভীষণ ভালো। ইতিহাস বিষয়টি এখন প্রত্যেক দিন নিগৃহীত হয়। যাদের কোনো অধিকার নেই এ-নিয়ে কথা বলার, তাদের গলার জোর সবচেয়ে বেশি। বিদগ্ধ স্বরগুলো সেই চিৎকারে চাপা পড়ে যাচ্ছে। আপনার বাংলা সাহিত্য ও ইতিহাসের প্রতি ভালোবাসা দর্শকদের মধ্যেও ছড়িয়ে পড়ুক। আপনি আরও বেশি করে ভিডিও বানান, এমন ভিডিও যত ছড়িয়ে পড়ে ততই বাঙালির মঙ্গল।

    • @Anirban_das
      @Anirban_das  Год назад +1

      শেয়ার করবেন। ছড়িয়ে দিতে আপনারাই পারেন ❤️

  • @debabratanandi3440
    @debabratanandi3440 40 минут назад

    খুব ভালো লাগলো। অনেক অজানার সন্ধান দিলেন আপনি।
    আপনি আরেকটি পর্ব করুন। অল্প সময়ের মধ্যে সবকিছু ধরতে গিয়ে অনেক কিছু অধরা থেকে গিয়েছে। কিছু কিছু জায়গা আমার কাছে জট পাকিয়ে গেছে। আগাম ধন্যবাদ জানিয়ে রাখলাম পরবর্তী পর্বের জন্য।

  • @suvrodatta1424
    @suvrodatta1424 7 месяцев назад +8

    বেশ চমৎকার লাগলো বাঙ্গালির আদি ইতিহাস জেনে ।

    • @Anirban_das
      @Anirban_das  7 месяцев назад

      ধন্যবাদ, সঙ্গে থাকবেন 🙏🏻

  • @kironmukherjee7386
    @kironmukherjee7386 Год назад +10

    আমি পুরুলিয়া তে থাকি , আমাদের পুরুলিয়া সম্মন্ধে শেখার ও জানার অনেক বিষয় আছে , আমি যত টা পড়েছি পুরুলিয়া সম্মন্ধে ততটাই কম , অনেক রহস্য মূলক ব্যাপার আছে এখানে ।❤❤❤খুব ভালো কাজ করছ দাদা , এগিয়ে যাও ❤❤ সঙ্গে আছি

  • @rajnath9134
    @rajnath9134 Год назад +12

    খুব ভালো লাগলো, বাঙালি আমিও নিজেদের ইতিহাস সম্পর্কে শুনে ভালো লাগলো, ❤👍

    • @apurbadebnath3929
      @apurbadebnath3929 Год назад

      তথাকথিত বুদ্ধিজীবীদের বুদ্ধি বেচার ফাঁপরে সাধারণ বাঙালির বুদ্ধিভ্রষ্ট হবার উপক্রম। তেলেগোলে গোলমাল পাঁকিয়ে পদ্মগোঁখড়ো সাপ হয়ে বাঙালির মগজে পাঁক মেরে বসা এই বুদ্ধিজীবীদের বুদ্ধি ধার করতে গিয়ে সাধারণ বাঙালি না শেষে নিজের বাঙ্গালিয়ানা খুইয়ে বসে। ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের দল ভারত তথা ভারতে বসবাসকারী পাগান হিন্দু জনগোষ্ঠীর ওপর রাজত্বের ফর্মুলা হিসেবে ডিভাইড এন্ড রুল অর্থাৎ ভাগ কর এবং রাজত্ব কর নীতির অংশ হিসেবে তিন ধরণের পদক্ষেপ নিয়েছিল- প্রথমত ভারতের পাগান হিন্দুদেরকে তাদের ইতিহাস সভ্যতা থেকে বিচ্ছিন্ন করে দেয়া, দ্বিতীয়ত এক হিন্দু জনগোষ্ঠীর এক অংশকে অপর অংশের সাথে এই বলে দন্দ্বে লিপ্ত করা যে- হিন্দু ইতিহাস ভারতের নহে এটা তথাকথিত আর্যদের ধর্ম এবং তোরা সব আর্য, ব্রাহ্মণ আর আমরা অনার্য, তৃতীয়ত সাম্রাজ্যবাদীদের আরেকটি মোক্ষম অস্ত্র ছিল দ্বিধাবিভক্ত পাগান হিন্দুদের দ্বারা বর্জিত তাদেরই সভ্যতা সংস্কৃতিতে উদ্ভাবিত জীবনদর্শন বিজ্ঞান ইত্যাদি তাদের মাঝেই উলটো সাম্রাজ্যবাদের ফসল হিসেবে বিক্রয়। এই কাজটি সাম্রাজ্যবাদীরা সফলভাবে বাস্তবায়নের জন্য একটি কাজ করেছিল সেটি হল ব্রিটিশ প্রোপাগান্ডা ইতিহাসবিদ ম্যাকোলের বাদামী সন্তান প্রসবনকার্য যারা রঙে তো ভারতীয় বাঙালি হিন্দু পাগানদের মত দেখতে হবে কিন্তু চেতনায় তারা সাম্রাজ্যবাদের আলোক মশাল হয়ে বিকৃত ইতিহাস বন্টন ও বিকৃত ইতিহাস রচনায় অংশগ্রহণ করবে। ইতিহাস বিকৃতির যে কালো ধারা ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা শুরু করেছিল সাম্রাজ্যবাদের শেষ লগ্নে ইতিহাস বিকৃতির সেই দায়ভার নিজেদের কাধে তুলে নেই কমিউনিস্ট রা কারণ তারাও যে নিজেদের তথাকথিত সমাজবাদী সাম্রাজ্য স্থাপন করতে চায় এবং সাম্রাজ্যবাদ স্থাপনের মূল অন্তরায় হচ্ছে একতা। তাই যা ব্রিটিশরা করেছিল ভারতীয় পাগান হিন্দু সমাজকে ভাঙ্গার জন্য, তাদেরকে তাদের নিজেদের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করার জন্য পরবর্তীতে সেই কার্যভার টাই কমিউনিস্ট রা নিজেদের কাধে তুলে নেই যার প্রমাণ এখন ইউটিউব ফেসবুক এ হরহামেশাই দেখা যাচ্ছে। সারা পৃথিবীর সকল আদিবাসী সভ্যতা আজ বিলুপ্ত একমাত্র সনাতন হিন্দু সভ্যতা বাদে কিন্তু আমাদের আদিবাসী বলতে তাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেই কারণ আমরা বেচে আছি, কারণ আমরা এখনো সেই ৫০০০ বছর বা তারো আগের আমাদের পূর্বপুরুষদের মত প্রকৃতি, পশু-পাখি, নদী, সূর্য পুজা করি। তাই তো আমরা অপরাধী। আমাদের অপরাধ আমরা বেচে আছি। আমরা যদি স্বধর্ম ত্যাগ করে তাদের একেশ্বরের পুজো করতাম তাহলে আজ আমরাও আদিবাসী বলে গন্য হতাম। আমাদের মধ্যে আর্য-অনার্যের কৃত্রিম বিভেদ তৈরি করারও প্রয়োজন পড়তনা। বাংলা ভাষা এই জনপদে আগে থেকে ছিলনা, বাংলা অনেক বিবর্তন এর ফসল, যখন বাংলা ছিলনা, বাঙালি ছিলনা তখন ও মানুষ ছিল এই জনপদে, তাইতো উয়ারি-বটেশ্বরে প্রায় ২০০০০ বছর পুরোনো বিষ্ণুর মূর্তির দেখা মেলে একটু খুড়লেই। আর লিঙ্গপুজো, সে তো প্রথম করা হয়ে সিন্ধু-সভ্যতার মানুষদের দ্বারা যারা ঋগ্বেদ রচনা করেছিলেন স্বরস্বতি নদীর তটে বসে, আরে বেদ তো নাকি আর্যরা লিখেছিল শুনলাম, তাহলে স্বরস্বতি নদীও কি নরডিক দেশে বইত নাকি কিন্তু এদিন যে তাহলে হরিয়ানা প্রদেশসহ রাজস্থান গুজ্রাটে স্বরস্বতি নদীর তীর গুলো খুজে পেলেন প্রত্নতত্ত্ববিদেরা। হায়রে বুদ্ধিজীবীদের বুদ্ধি পাকানোর তালে কে আর্য কে যে অনার্য তাই যে পাকিয়ে যাচ্ছে। ভগবান তুমি ই ভরসা, কিন্তু তুমি কি বৈদিক ভগবান নাকি লিঙ্গ তুমি যে কে তা বলে যেও একটু। উফফ বুদ্ধি বেশী পাকিয়ে গেছে। এত বুদ্ধি পাকাতে শেষে না ৪৭ এর মত আবারো বাঙলা কে হারিয়ে না বসি।

  • @rajdeepghosh9943
    @rajdeepghosh9943 7 месяцев назад +7

    অসাধারন। আপনার ভিডিওগুলো মত দেখছি ততো মুগ্ধ হয়ে যাচ্ছি। তার মুখ্য কারণ আপনার একেবারে অন্য ধাঁচের উপস্থাপন। বাঙালি জাতির উদ্ভব সম্বন্ধে আমার কিছু ধারনা ছিল, প্রায় ৭৫% সমর্থন পেলাম আপনার তথ্য গুলো থেকে। আরও এমন সব ভিডিওর আশায় থাকলাম।🙏🏽

  • @sibanandamukhopadhyay1791
    @sibanandamukhopadhyay1791 Год назад +5

    আপনার এই আলোচনা খুবই প্রাসঙ্গিক এবং বিজ্ঞানভিত্তিক।
    এই আলোচনাটা যত বেশী সম্ভব করে যান। এর দ্বারা বাঙ্গালীর শিকড়ে পৌঁছানো গেলে অন্তত বোঝা যাবে আমাদের অতীত অবস্থান এবং অনেক ভ্রান্ত ধারণার অবসান হবে।

  • @lramakshmisoren7339
    @lramakshmisoren7339 Год назад +40

    ঠিক বলেছেন
    আদি অস্ত্রাল জনগোষ্ঠীর প্রভাব বেশি।
    এই নৃগোষ্ঠীর মধ্যে সাঁওতালি জাতি একটি।
    আমার গর্ব হচ্ছে যে আমি সাঁওতালি বাঙ্গালী ❤❤❤❤

    • @apurbadebnath3929
      @apurbadebnath3929 Год назад

      অস্ত্রাল জাতি কি আর্য নাকি। না মানে অস্ত্রালরা তো দক্ষিন-পূর্ব এশিয়ার অধিবাসী, তাই না। বিদেশি রা তো আর্য। বেদ যারা লিখেছিলেন তারা তো স্বরস্বতি নদীর তীরে বসে লিখেছিলেন আর স্বরস্বতি নদীর তো অস্তিত্ব মিলেছে হরিয়ানা গুজরাট ও রাজস্থানে, তাহলে বেদ তো অনার্য রা লিখেছেন। হায় ভগবান কে যে আর্য কে যে অনার্য সব বুদ্ধি তো পাকিয়ে যাচ্ছে।

    • @NawalBangali
      @NawalBangali 4 месяца назад +1

      💖💖🙏🙏

    • @jagatpatimajhi3188
      @jagatpatimajhi3188 4 месяца назад +1

      আমিও সাঁওতাল বাঙ্গালী তবে আমারা দেশওয়ালী আমাদের কাছে সাঁওতাল অলচিকি লুপ্ত ❤❤❤

    • @TarunanadaTimAdem-ls2hy
      @TarunanadaTimAdem-ls2hy 4 месяца назад +2

      ​@@NawalBangali
      Before 100-200 years ago many indigenous tribes were not having any religion in Bangla , they were not of any particular religion , in ancient times many did not had such religion and also Buddhist and Hindu . Buddhist Hindu are listed from 19 th century , before they were not one or two specific religions , all were known As Hindu as alike from 1369 Turks were calling those were not Muslim or Christian or Parsian Zoroastrianism etc. Indian people Hindu , because they didn't had one religion but many religion many types many cultures many Things Many Animals Many Gurus Many Rishi Many Idols in many tribes many places , Now Hindu rituals and ritualistic scriptures were unitized on last like 18to 19 centuries .

    • @faroquehossain9100
      @faroquehossain9100 4 месяца назад

      ঠিক বলছেন বাঙালির আদি পুরুষ কূল, বিল সাঁওতাল

  • @sakshigopaldeb9545
    @sakshigopaldeb9545 Год назад +37

    অসাধারণ। এইসব শুনে বাঙালী জাতি একদিন ঘুরে দাঁড়াবে। নিজের জাতি সত্তাকে চিনতে শিখবে। আপনার এই প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই।

    • @Noah0057
      @Noah0057 Год назад

      Age manush na age bangali ??? K prithibi te age esechilo ?

    • @apurbadebnath3929
      @apurbadebnath3929 Год назад

      তথাকথিত বুদ্ধিজীবীদের বুদ্ধি বেচার ফাঁপরে সাধারণ বাঙালির বুদ্ধিভ্রষ্ট হবার উপক্রম। তেলেগোলে গোলমাল পাঁকিয়ে পদ্মগোঁখড়ো সাপ হয়ে বাঙালির মগজে পাঁক মেরে বসা এই বুদ্ধিজীবীদের বুদ্ধি ধার করতে গিয়ে সাধারণ বাঙালি না শেষে নিজের বাঙ্গালিয়ানা খুইয়ে বসে। ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের দল ভারত তথা ভারতে বসবাসকারী পাগান হিন্দু জনগোষ্ঠীর ওপর রাজত্বের ফর্মুলা হিসেবে ডিভাইড এন্ড রুল অর্থাৎ ভাগ কর এবং রাজত্ব কর নীতির অংশ হিসেবে তিন ধরণের পদক্ষেপ নিয়েছিল- প্রথমত ভারতের পাগান হিন্দুদেরকে তাদের ইতিহাস সভ্যতা থেকে বিচ্ছিন্ন করে দেয়া, দ্বিতীয়ত এক হিন্দু জনগোষ্ঠীর এক অংশকে অপর অংশের সাথে এই বলে দন্দ্বে লিপ্ত করা যে- হিন্দু ইতিহাস ভারতের নহে এটা তথাকথিত আর্যদের ধর্ম এবং তোরা সব আর্য, ব্রাহ্মণ আর আমরা অনার্য, তৃতীয়ত সাম্রাজ্যবাদীদের আরেকটি মোক্ষম অস্ত্র ছিল দ্বিধাবিভক্ত পাগান হিন্দুদের দ্বারা বর্জিত তাদেরই সভ্যতা সংস্কৃতিতে উদ্ভাবিত জীবনদর্শন বিজ্ঞান ইত্যাদি তাদের মাঝেই উলটো সাম্রাজ্যবাদের ফসল হিসেবে বিক্রয়। এই কাজটি সাম্রাজ্যবাদীরা সফলভাবে বাস্তবায়নের জন্য একটি কাজ করেছিল সেটি হল ব্রিটিশ প্রোপাগান্ডা ইতিহাসবিদ ম্যাকোলের বাদামী সন্তান প্রসবনকার্য যারা রঙে তো ভারতীয় বাঙালি হিন্দু পাগানদের মত দেখতে হবে কিন্তু চেতনায় তারা সাম্রাজ্যবাদের আলোক মশাল হয়ে বিকৃত ইতিহাস বন্টন ও বিকৃত ইতিহাস রচনায় অংশগ্রহণ করবে। ইতিহাস বিকৃতির যে কালো ধারা ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা শুরু করেছিল সাম্রাজ্যবাদের শেষ লগ্নে ইতিহাস বিকৃতির সেই দায়ভার নিজেদের কাধে তুলে নেই কমিউনিস্ট রা কারণ তারাও যে নিজেদের তথাকথিত সমাজবাদী সাম্রাজ্য স্থাপন করতে চায় এবং সাম্রাজ্যবাদ স্থাপনের মূল অন্তরায় হচ্ছে একতা। তাই যা ব্রিটিশরা করেছিল ভারতীয় পাগান হিন্দু সমাজকে ভাঙ্গার জন্য, তাদেরকে তাদের নিজেদের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করার জন্য পরবর্তীতে সেই কার্যভার টাই কমিউনিস্ট রা নিজেদের কাধে তুলে নেই যার প্রমাণ এখন ইউটিউব ফেসবুক এ হরহামেশাই দেখা যাচ্ছে। সারা পৃথিবীর সকল আদিবাসী সভ্যতা আজ বিলুপ্ত একমাত্র সনাতন হিন্দু সভ্যতা বাদে কিন্তু আমাদের আদিবাসী বলতে তাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেই কারণ আমরা বেচে আছি, কারণ আমরা এখনো সেই ৫০০০ বছর বা তারো আগের আমাদের পূর্বপুরুষদের মত প্রকৃতি, পশু-পাখি, নদী, সূর্য পুজা করি। তাই তো আমরা অপরাধী। আমাদের অপরাধ আমরা বেচে আছি। আমরা যদি স্বধর্ম ত্যাগ করে তাদের একেশ্বরের পুজো করতাম তাহলে আজ আমরাও আদিবাসী বলে গন্য হতাম। আমাদের মধ্যে আর্য-অনার্যের কৃত্রিম বিভেদ তৈরি করারও প্রয়োজন পড়তনা। বাংলা ভাষা এই জনপদে আগে থেকে ছিলনা, বাংলা অনেক বিবর্তন এর ফসল, যখন বাংলা ছিলনা, বাঙালি ছিলনা তখন ও মানুষ ছিল এই জনপদে, তাইতো উয়ারি-বটেশ্বরে প্রায় ২০০০০ বছর পুরোনো বিষ্ণুর মূর্তির দেখা মেলে একটু খুড়লেই। আর লিঙ্গপুজো, সে তো প্রথম করা হয়ে সিন্ধু-সভ্যতার মানুষদের দ্বারা যারা ঋগ্বেদ রচনা করেছিলেন স্বরস্বতি নদীর তটে বসে, আরে বেদ তো নাকি আর্যরা লিখেছিল শুনলাম, তাহলে স্বরস্বতি নদীও কি নরডিক দেশে বইত নাকি কিন্তু এদিন যে তাহলে হরিয়ানা প্রদেশসহ রাজস্থান গুজ্রাটে স্বরস্বতি নদীর তীর গুলো খুজে পেলেন প্রত্নতত্ত্ববিদেরা। হায়রে বুদ্ধিজীবীদের বুদ্ধি পাকানোর তালে কে আর্য কে যে অনার্য তাই যে পাকিয়ে যাচ্ছে। ভগবান তুমি ই ভরসা, কিন্তু তুমি কি বৈদিক ভগবান নাকি লিঙ্গ তুমি যে কে তা বলে যেও একটু। উফফ বুদ্ধি বেশী পাকিয়ে গেছে। এত বুদ্ধি পাকাতে শেষে না ৪৭ এর মত আবারো বাঙলা কে হারিয়ে না বসি।

    • @ItsukixJapan86
      @ItsukixJapan86 6 месяцев назад +1

      কারো অধীনে থেকে কি ঘুরে দাড়ানো যায় বলুন ?

    • @arghyaray9992
      @arghyaray9992 6 месяцев назад

      নিশ্চই দাঁড়াতে পারতো.... মধ্যিখানে তোলা ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গে চোর, জোচ্চোর গুলো মসনদে বসলো..
      ব্যাস... রাজ্যটা কে ১০০০ বছর পিছিয়ে দিলো

    • @shayaneelnath5637
      @shayaneelnath5637 5 месяцев назад

      @@ItsukixJapan86 ঠিক,ইসলামের অধীনতা থেকে বেরিয়ে আসুন,জঙ্গিপনা বর্জন করুন

  • @theghoshsisters.3007
    @theghoshsisters.3007 Год назад +40

    আপনার বাঙালি কন্ঠস্বর ও এই বাংলার ইতিহাস সত্যি দুটির যুগলবন্দী অনবদ্য। অপেক্ষায় রইলাম আরও অজানা যুগলবন্দীর। ☺️👍

    • @Anirban_das
      @Anirban_das  Год назад

      নিশ্চই ❤️

    • @apurbadebnath3929
      @apurbadebnath3929 Год назад

      তথাকথিত বুদ্ধিজীবীদের বুদ্ধি বেচার ফাঁপরে সাধারণ বাঙালির বুদ্ধিভ্রষ্ট হবার উপক্রম। তেলেগোলে গোলমাল পাঁকিয়ে পদ্মগোঁখড়ো সাপ হয়ে বাঙালির মগজে পাঁক মেরে বসা এই বুদ্ধিজীবীদের বুদ্ধি ধার করতে গিয়ে সাধারণ বাঙালি না শেষে নিজের বাঙ্গালিয়ানা খুইয়ে বসে। ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের দল ভারত তথা ভারতে বসবাসকারী পাগান হিন্দু জনগোষ্ঠীর ওপর রাজত্বের ফর্মুলা হিসেবে ডিভাইড এন্ড রুল অর্থাৎ ভাগ কর এবং রাজত্ব কর নীতির অংশ হিসেবে তিন ধরণের পদক্ষেপ নিয়েছিল- প্রথমত ভারতের পাগান হিন্দুদেরকে তাদের ইতিহাস সভ্যতা থেকে বিচ্ছিন্ন করে দেয়া, দ্বিতীয়ত এক হিন্দু জনগোষ্ঠীর এক অংশকে অপর অংশের সাথে এই বলে দন্দ্বে লিপ্ত করা যে- হিন্দু ইতিহাস ভারতের নহে এটা তথাকথিত আর্যদের ধর্ম এবং তোরা সব আর্য, ব্রাহ্মণ আর আমরা অনার্য, তৃতীয়ত সাম্রাজ্যবাদীদের আরেকটি মোক্ষম অস্ত্র ছিল দ্বিধাবিভক্ত পাগান হিন্দুদের দ্বারা বর্জিত তাদেরই সভ্যতা সংস্কৃতিতে উদ্ভাবিত জীবনদর্শন বিজ্ঞান ইত্যাদি তাদের মাঝেই উলটো সাম্রাজ্যবাদের ফসল হিসেবে বিক্রয়। এই কাজটি সাম্রাজ্যবাদীরা সফলভাবে বাস্তবায়নের জন্য একটি কাজ করেছিল সেটি হল ব্রিটিশ প্রোপাগান্ডা ইতিহাসবিদ ম্যাকোলের বাদামী সন্তান প্রসবনকার্য যারা রঙে তো ভারতীয় বাঙালি হিন্দু পাগানদের মত দেখতে হবে কিন্তু চেতনায় তারা সাম্রাজ্যবাদের আলোক মশাল হয়ে বিকৃত ইতিহাস বন্টন ও বিকৃত ইতিহাস রচনায় অংশগ্রহণ করবে। ইতিহাস বিকৃতির যে কালো ধারা ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা শুরু করেছিল সাম্রাজ্যবাদের শেষ লগ্নে ইতিহাস বিকৃতির সেই দায়ভার নিজেদের কাধে তুলে নেই কমিউনিস্ট রা কারণ তারাও যে নিজেদের তথাকথিত সমাজবাদী সাম্রাজ্য স্থাপন করতে চায় এবং সাম্রাজ্যবাদ স্থাপনের মূল অন্তরায় হচ্ছে একতা। তাই যা ব্রিটিশরা করেছিল ভারতীয় পাগান হিন্দু সমাজকে ভাঙ্গার জন্য, তাদেরকে তাদের নিজেদের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করার জন্য পরবর্তীতে সেই কার্যভার টাই কমিউনিস্ট রা নিজেদের কাধে তুলে নেই যার প্রমাণ এখন ইউটিউব ফেসবুক এ হরহামেশাই দেখা যাচ্ছে। সারা পৃথিবীর সকল আদিবাসী সভ্যতা আজ বিলুপ্ত একমাত্র সনাতন হিন্দু সভ্যতা বাদে কিন্তু আমাদের আদিবাসী বলতে তাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেই কারণ আমরা বেচে আছি, কারণ আমরা এখনো সেই ৫০০০ বছর বা তারো আগের আমাদের পূর্বপুরুষদের মত প্রকৃতি, পশু-পাখি, নদী, সূর্য পুজা করি। তাই তো আমরা অপরাধী। আমাদের অপরাধ আমরা বেচে আছি। আমরা যদি স্বধর্ম ত্যাগ করে তাদের একেশ্বরের পুজো করতাম তাহলে আজ আমরাও আদিবাসী বলে গন্য হতাম। আমাদের মধ্যে আর্য-অনার্যের কৃত্রিম বিভেদ তৈরি করারও প্রয়োজন পড়তনা। বাংলা ভাষা এই জনপদে আগে থেকে ছিলনা, বাংলা অনেক বিবর্তন এর ফসল, যখন বাংলা ছিলনা, বাঙালি ছিলনা তখন ও মানুষ ছিল এই জনপদে, তাইতো উয়ারি-বটেশ্বরে প্রায় ২০০০০ বছর পুরোনো বিষ্ণুর মূর্তির দেখা মেলে একটু খুড়লেই। আর লিঙ্গপুজো, সে তো প্রথম করা হয়ে সিন্ধু-সভ্যতার মানুষদের দ্বারা যারা ঋগ্বেদ রচনা করেছিলেন স্বরস্বতি নদীর তটে বসে, আরে বেদ তো নাকি আর্যরা লিখেছিল শুনলাম, তাহলে স্বরস্বতি নদীও কি নরডিক দেশে বইত নাকি কিন্তু এদিন যে তাহলে হরিয়ানা প্রদেশসহ রাজস্থান গুজ্রাটে স্বরস্বতি নদীর তীর গুলো খুজে পেলেন প্রত্নতত্ত্ববিদেরা। হায়রে বুদ্ধিজীবীদের বুদ্ধি পাকানোর তালে কে আর্য কে যে অনার্য তাই যে পাকিয়ে যাচ্ছে। ভগবান তুমি ই ভরসা, কিন্তু তুমি কি বৈদিক ভগবান নাকি লিঙ্গ তুমি যে কে তা বলে যেও একটু। উফফ বুদ্ধি বেশী পাকিয়ে গেছে। এত বুদ্ধি পাকাতে শেষে না ৪৭ এর মত আবারো বাঙলা কে হারিয়ে না বসি।

  • @rinabala3187
    @rinabala3187 Год назад +23

    নিজেদের অজানা পরিচয়টা জানতে পেরে সত্যি ভালো লাগছে। তোমাকে অনেক ধন্যবাদ দাদা🙏🙏

  • @gdn174
    @gdn174 6 дней назад

    খুব ভালো লাগল, চালিয়ে যান

  • @subratabanerjee4221
    @subratabanerjee4221 Год назад +1

    দারুন লাগলো,খুব গুরুত্ব পূর্ণ তথ্য জেনে সমৃদ্ধ হলাম

  • @Sotinath
    @Sotinath Год назад +41

    কিছু ইতিহাস, কিছু ন্যারেশ্যান বিল্ড-আপ, কিছু আবেগ, কিছু ভালোবাসা সবকিছু মিলিয়ে পরিবেশনা মনোগ্রাহী। 🙏

    • @Anirban_das
      @Anirban_das  Год назад +5

      মনগড়া তথ্য বা ইতিহাস বিকৃতি নেই, বাঙালিত্ব নিয়ে আবেগ আছে

  • @aniket327
    @aniket327 Год назад +36

    বাঙালির পূর্বপুরুষদের সম্মন্ধে আরো জানাতে চাই ❤️❤️ এই সম্মন্ধে আরও কিছু video বানানোর অনুরোধ রইলো 🥺🙏

    • @Anirban_das
      @Anirban_das  Год назад +3

      বেশ

    • @DEEPADHIKARY
      @DEEPADHIKARY Год назад +1

      আরও ভিডিও আসুক তাতে এই বিষয়গুলি উদাহরন সহযোগে আলোচিত হউক❤

    • @apurbadebnath3929
      @apurbadebnath3929 Год назад

      তথাকথিত বুদ্ধিজীবীদের বুদ্ধি বেচার ফাঁপরে সাধারণ বাঙালির বুদ্ধিভ্রষ্ট হবার উপক্রম। তেলেগোলে গোলমাল পাঁকিয়ে পদ্মগোঁখড়ো সাপ হয়ে বাঙালির মগজে পাঁক মেরে বসা এই বুদ্ধিজীবীদের বুদ্ধি ধার করতে গিয়ে সাধারণ বাঙালি না শেষে নিজের বাঙ্গালিয়ানা খুইয়ে বসে। ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের দল ভারত তথা ভারতে বসবাসকারী পাগান হিন্দু জনগোষ্ঠীর ওপর রাজত্বের ফর্মুলা হিসেবে ডিভাইড এন্ড রুল অর্থাৎ ভাগ কর এবং রাজত্ব কর নীতির অংশ হিসেবে তিন ধরণের পদক্ষেপ নিয়েছিল- প্রথমত ভারতের পাগান হিন্দুদেরকে তাদের ইতিহাস সভ্যতা থেকে বিচ্ছিন্ন করে দেয়া, দ্বিতীয়ত এক হিন্দু জনগোষ্ঠীর এক অংশকে অপর অংশের সাথে এই বলে দন্দ্বে লিপ্ত করা যে- হিন্দু ইতিহাস ভারতের নহে এটা তথাকথিত আর্যদের ধর্ম এবং তোরা সব আর্য, ব্রাহ্মণ আর আমরা অনার্য, তৃতীয়ত সাম্রাজ্যবাদীদের আরেকটি মোক্ষম অস্ত্র ছিল দ্বিধাবিভক্ত পাগান হিন্দুদের দ্বারা বর্জিত তাদেরই সভ্যতা সংস্কৃতিতে উদ্ভাবিত জীবনদর্শন বিজ্ঞান ইত্যাদি তাদের মাঝেই উলটো সাম্রাজ্যবাদের ফসল হিসেবে বিক্রয়। এই কাজটি সাম্রাজ্যবাদীরা সফলভাবে বাস্তবায়নের জন্য একটি কাজ করেছিল সেটি হল ব্রিটিশ প্রোপাগান্ডা ইতিহাসবিদ ম্যাকোলের বাদামী সন্তান প্রসবনকার্য যারা রঙে তো ভারতীয় বাঙালি হিন্দু পাগানদের মত দেখতে হবে কিন্তু চেতনায় তারা সাম্রাজ্যবাদের আলোক মশাল হয়ে বিকৃত ইতিহাস বন্টন ও বিকৃত ইতিহাস রচনায় অংশগ্রহণ করবে। ইতিহাস বিকৃতির যে কালো ধারা ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা শুরু করেছিল সাম্রাজ্যবাদের শেষ লগ্নে ইতিহাস বিকৃতির সেই দায়ভার নিজেদের কাধে তুলে নেই কমিউনিস্ট রা কারণ তারাও যে নিজেদের তথাকথিত সমাজবাদী সাম্রাজ্য স্থাপন করতে চায় এবং সাম্রাজ্যবাদ স্থাপনের মূল অন্তরায় হচ্ছে একতা। তাই যা ব্রিটিশরা করেছিল ভারতীয় পাগান হিন্দু সমাজকে ভাঙ্গার জন্য, তাদেরকে তাদের নিজেদের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করার জন্য পরবর্তীতে সেই কার্যভার টাই কমিউনিস্ট রা নিজেদের কাধে তুলে নেই যার প্রমাণ এখন ইউটিউব ফেসবুক এ হরহামেশাই দেখা যাচ্ছে। সারা পৃথিবীর সকল আদিবাসী সভ্যতা আজ বিলুপ্ত একমাত্র সনাতন হিন্দু সভ্যতা বাদে কিন্তু আমাদের আদিবাসী বলতে তাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেই কারণ আমরা বেচে আছি, কারণ আমরা এখনো সেই ৫০০০ বছর বা তারো আগের আমাদের পূর্বপুরুষদের মত প্রকৃতি, পশু-পাখি, নদী, সূর্য পুজা করি। তাই তো আমরা অপরাধী। আমাদের অপরাধ আমরা বেচে আছি। আমরা যদি স্বধর্ম ত্যাগ করে তাদের একেশ্বরের পুজো করতাম তাহলে আজ আমরাও আদিবাসী বলে গন্য হতাম। আমাদের মধ্যে আর্য-অনার্যের কৃত্রিম বিভেদ তৈরি করারও প্রয়োজন পড়তনা। বাংলা ভাষা এই জনপদে আগে থেকে ছিলনা, বাংলা অনেক বিবর্তন এর ফসল, যখন বাংলা ছিলনা, বাঙালি ছিলনা তখন ও মানুষ ছিল এই জনপদে, তাইতো উয়ারি-বটেশ্বরে প্রায় ২০০০০ বছর পুরোনো বিষ্ণুর মূর্তির দেখা মেলে একটু খুড়লেই। আর লিঙ্গপুজো, সে তো প্রথম করা হয়ে সিন্ধু-সভ্যতার মানুষদের দ্বারা যারা ঋগ্বেদ রচনা করেছিলেন স্বরস্বতি নদীর তটে বসে, আরে বেদ তো নাকি আর্যরা লিখেছিল শুনলাম, তাহলে স্বরস্বতি নদীও কি নরডিক দেশে বইত নাকি কিন্তু এদিন যে তাহলে হরিয়ানা প্রদেশসহ রাজস্থান গুজ্রাটে স্বরস্বতি নদীর তীর গুলো খুজে পেলেন প্রত্নতত্ত্ববিদেরা। হায়রে বুদ্ধিজীবীদের বুদ্ধি পাকানোর তালে কে আর্য কে যে অনার্য তাই যে পাকিয়ে যাচ্ছে। ভগবান তুমি ই ভরসা, কিন্তু তুমি কি বৈদিক ভগবান নাকি লিঙ্গ তুমি যে কে তা বলে যেও একটু। উফফ বুদ্ধি বেশী পাকিয়ে গেছে। এত বুদ্ধি পাকাতে শেষে না ৪৭ এর মত আবারো বাঙলা কে হারিয়ে না বসি।

  • @shubhankarsaha6377
    @shubhankarsaha6377 Год назад +252

    দাদা তোমার এই বাংলা ভাষার প্রতি ভালোবাসা এবং এর ইতিহাস দর্শকের কাছে উপস্থাপন করার ধারণা খুব ভালো লাগে। এগিয়ে যাও, পাশে আছি ❤️👍

    • @Anirban_das
      @Anirban_das  Год назад +9

      ধন্যবাদ 😊

    • @shubhankarsaha6377
      @shubhankarsaha6377 Год назад +3

      তোমার নিবাস কোথায়, দাদা?

    • @pappaguha2067
      @pappaguha2067 Год назад

      ​@@nabilhossainosama5923চল ভাগ কাটুয়া মিসকিন আরবি দাস

    • @Natu108.
      @Natu108. Год назад

      @@nabilhossainosama5923 তুই একবার এক্স মুসলিম চেনাল এর থেকে ঘুরে আই সব ভুল ধারণা মুছে যাবে (তোর বাপ দাদা বোকা ছিল তাই আজ তুই বাংলী হয়ে নয় মুসলিম হয়ে গর্ববোধ করিস)বিদেশি নয় দেশি সংকৃতি নিয়ে বাঁচতে শিখ আফগান,ইরান এর মতো সময় আসতে বেশি সময় লাগে না.🙏🙏

    • @rudraghosh10
      @rudraghosh10 Год назад +14

      ​@@nabilhossainosama5923 তোমার সব কথার বিশ্লেষণ করে উত্তর দিতে পারি , কিন্তু দেবনা কেন ?
      প্রথমে বাংলা দেশের মুক্তমনাদের সাথে বিতর্কে জয়ী হয়ে এসো এবং সর্বপরি বলি MUFASSIL ISLAMER প্রশ্নের উত্তর দিয়ে আগে নিজের যোগ্যতা প্রমাণ করে এসো OK BYE BYE

  • @ronniehossain7500
    @ronniehossain7500 Год назад +47

    Bengali people look different than other parts of India and Pakistan. Proud to be a Bengali.

    • @ashishbiswas3452
      @ashishbiswas3452 Год назад +6

      Sir apni bhul daorona ache banglai holo allur moto sob jaygay nijer osthito bania ache

    • @SurajSingh-vz7xn
      @SurajSingh-vz7xn Год назад +13

      There is nothing to be proud off, Just Mach bhaat adda politics and Araam that's it.

    • @utsabgangopadhyaya4274
      @utsabgangopadhyaya4274 Год назад +2

      Ekdomi noy! Indiar koto ta jayga apni dekhechen suni? Are pakistan ay koto bar gechen?

    • @ronniehossain7500
      @ronniehossain7500 Год назад +5

      @@utsabgangopadhyaya4274 Bidesh E Shob Pakistani Er Indian Dekha Jai Babu. LOL

    • @utsabgangopadhyaya4274
      @utsabgangopadhyaya4274 Год назад +3

      @@ronniehossain7500 dadu khub choto ekta percentage dekha jay. Eta toh apnar Bangladesh noy bishal boro ekta desh. Tai bolchi etoh boro deshe toh apnar thakar obhesh nei Tai thik apni bujhben na.

  • @user-vn4jj5yg1w
    @user-vn4jj5yg1w 3 месяца назад +2

    বাংলার বেস্ট চ্যানেল ❤.... আর বাকি সব চ্যানেল e গেলার , boudir সাথে prank aro কত কি video 😅......ei channel tai এখনকার বাজারে সবথেকে বেস্ট ❤ তাই বলছি je, এই চ্যানেলটা কে সবাই কে share করুন ❤

    • @Anirban_das
      @Anirban_das  3 месяца назад

      সঙ্গে থাকবেন। আপনাদের সাপোর্ট চাই বেশি করে 😊

  • @swarnaligupta7255
    @swarnaligupta7255 Год назад +15

    প্রকৃতির রান্নাঘরে বাঙালির রেসিপিটা দারুণ। ভাগ্যিস, বাঙালি হয়ে জন্মে ছিলাম,এমন বৈচিত্র্যময় জাতি আর কয়টাইবা আছে দাদা......।

    • @Anirban_das
      @Anirban_das  Год назад

      একদম 😊

    • @nabilhossainosama5923
      @nabilhossainosama5923 Год назад

      আপনি বাঙালি হয়ে জন্মেছেন এর আপনি নিজেকে ভাগ্যবান ভাবছেন কিন্তু আপনি জানেন না আপনি ক্ষতির মধ্যে আছেন?

    • @soumyajitguhathakurta7878
      @soumyajitguhathakurta7878 10 месяцев назад

      ​@@nabilhossainosama5923khotir modhe tora achish amra noi nijer ashol porichoy chere ek mithabadi shishukami dhorshoker pothe cholchish

    • @soumenbalti4870
      @soumenbalti4870 13 дней назад

      ​@@nabilhossainosama5923 মুসলমান আবার বাঙালি হলো কবে 🙄🙄

  • @user-fs5sb8tr4k
    @user-fs5sb8tr4k Год назад +29

    আপনার বাঙালী জনগোষ্ঠীর ঐতিহাসিক উপস্হাপনা অতি সুন্দর। এরপর কেউ আর জাতি নিয়ে বড়াই করার সাহস পাবে না। ধন্যবাদ আপনাকে ।

  • @Asad_Noor
    @Asad_Noor Год назад +12

    তথ্য, উপস্থাপনা অসাধারণ ❤
    ব্যাগ্রাউন্ড, এনিমেশন খুব সুন্দর হয়েছে।

    • @Anirban_das
      @Anirban_das  Год назад +4

      আরে! অনেকদিন পর! ❤️❤️

    • @Asad_Noor
      @Asad_Noor Год назад +8

      আমি সব সময় তোমাকে দেখি, শিখি।

    • @bigbull6740
      @bigbull6740 Год назад

      আসাদ নুর🥰🥰🥰
      দারুণ।

    • @anirbanghosh1670
      @anirbanghosh1670 Год назад +3

      @@Asad_Noor ar ami dekhi apnar video. Kono din kono dharmo manini. Kintu borabor apnar moto manus ke shraddha korechi, sikhte chesta korechi apnader kach theke.

    • @nabilhossainosama5923
      @nabilhossainosama5923 Год назад

      @@Asad_Noor আমি জানি তোমার ইসলাম নিয়ে চুলকানি আছে সমস্যা নাই ইসলাম কে ঠেকাবার চেষ্টা মক্কার মুশরিকরাও করেছে কিন্তু তারা পারেনি তুমি ভাবছো ইসলাম কে ঠেকাবা মানে ইসলাম কে পৃথিবী থেকে শেষ করে দিতে চাইছো মনে রেখো এই দুনিয়া তোমাকে একদিন ছাড়তে হবে কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না তুমিও না তোমার মতো কয়েকটা ইসলাম বিদদেশিরা ইসলামের একটা কণাও ধংষ করতে পারবা না ইসলামের ক্ষতি করে কেউই পৃথিবীতে টিকতে পারেনি তুমিও পারবা না ইংশা আল্লাহ।

  • @Mll21
    @Mll21 27 дней назад

    Lovely history.

  • @muhammadraiyan7763
    @muhammadraiyan7763 13 дней назад

    দূর্দান্ত একটা ভিডিও !
    অনেক ধন্যবাদ।

  • @susritakhatua2538
    @susritakhatua2538 Год назад +8

    দাদা তোমার এত্ত সুন্দর করে এই অজানা ইতিহাস জানানো আর তার সাথে তোমার কণ্ঠস্বর সত্যিই অনবদ্য ❤
    অপেক্ষা রইলাম পরের পর্বের জন্য 😊

  • @dipmandal2924
    @dipmandal2924 Год назад +7

    নিজেদের শিকড়ের কথা উপভোগ করে খুব ভালো লাগলো। তোমার সাথে দেখা করার আশা রাখলাম দাদা। Love from Jalpaiguri ❣️

    • @Anirban_das
      @Anirban_das  Год назад +3

      নিশ্চই দেখা হবে। njp আমাদের হাওড়া শিয়ালদা

    • @dipmandal2924
      @dipmandal2924 Год назад +1

      @@Anirban_das 🥰🥰 দাদা তুমি থাকো কোথায় ?

  • @pijuspradhan7030
    @pijuspradhan7030 Год назад +5

    খুব ভালো লাগলো দাদা এগিয়ে যাও❤
    আর কথা বলার সময় তোমার মুখের হাসি টা বেশ লাগে 😊হারিয়ে যেতে দিওনা ধরে রেখো চিরকাল 🤗🤗
    জয় বাংলা ❤️❤️

  • @Mr.Later_ZX
    @Mr.Later_ZX 9 дней назад

    মজাদার ও জ্ঞান বর্ধনকারী। এতদিন তোমাকে খুঁজে পাইনি কেনো! যেমনি প্রতিক্রযা আসুক না কেনো তুমি তোমার কাজ চালিয়ে যাও, সঙ্গে আছি। এই আমি আমার কোমর বেধে নিলাম।

  • @jolly_ghosh
    @jolly_ghosh 2 месяца назад

    খুব সুন্দর উপস্থাপনা, বেশ ভালো লাগলো। আরো অনেক কিছু জানবার আগ্ৰহ রইলো।

  • @swagataswati6292
    @swagataswati6292 Год назад +5

    স্যার আপনার কল্যানে বাংলা সাহিত্যের অনেক তথ্য জানতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন।🙏🏼

  • @beautyqueen4731
    @beautyqueen4731 Год назад +4

    এই তথ্যগুলো জেনে খুব ভালো লাগলো স্যার☺আমি বাঙালি আমি গর্বিত❤

  • @manikmaity9456
    @manikmaity9456 Год назад +7

    স্যার, আপনার ভিডিও থেকে নিজের শিকড়ের সন্ধান পাই, খুব ভালো লাগে।❤❤❤

  • @kac9p334
    @kac9p334 Год назад

    Keep it up. খুব খুব খুব ভালো লাগলো। ইতিহাস আর শিকড়ের দারুণ মেলবন্ধন।

  • @123shuvra
    @123shuvra 2 месяца назад +1

    Khub bhalo laglo

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад

      সঙ্গে থাকবেন ❤️

  • @direct.skc.2
    @direct.skc.2 Год назад +20

    I am not a history scholar but a big anthropology buff, I did my research back in the day and figured all these things out.
    We are kind of a bridge race between South East Asians and Indo Aryans, with a base of aboriginal tribal gene pool.
    Even now also, depending on the percentage of one's lineage you can still see resemblance of very light skinned Indo-aryan features as well as dark skinned tribal + mongoloid features.
    Shiv linga niye aar bollam na.
    Eshob knowledge sobai nite paare na, tere fure ashe. 😅
    Bhalo video, bangla teo aajkal erom content hocche dekheo bhalo lagche, Good job Anirban, best wishes! 👍

    • @Anirban_das
      @Anirban_das  Год назад

      সঙ্গে থাকবেন। AIT OIT দুইই একদেশদর্শিতা দোষে দুষ্ট। আমিও কিছু গবেষণাপত্রে এই বিষয়টি লক্ষ করেছি। আপনি কোনো লিঙ্ক বা গ্রন্থনাম দিতে পারেন? মেইল করতে পারেন বা ইন্সটাগ্রাম noisshobdik@gmail.com

  • @samratsarkar1257
    @samratsarkar1257 Год назад +13

    বাংলা ও বাঙালির জয় যাত্রা এভাবেই চলতে থাকুক।❤

    • @Anirban_das
      @Anirban_das  Год назад

      ❤️😊

    • @manofculture4937
      @manofculture4937 Год назад +1

      @@Anirban_das Dada Aryan invasion theory to fake ,so apnar north dik north dik o thik noy. R bengali Der ami juto toku sonachi sob ekhon jara thaka sob barie thaka hi asacha.

    • @samratsarkar1257
      @samratsarkar1257 Год назад

      @@manofculture4937 ভাই ওটা নর্থ দিক না 🤦🏻 ওটা নর্ডিক(nordic)। নৃতত্ত্ব মতে এখনকার ইউরোপিয়ান দের পূর্ব পুরুষ তারা।ওটা একটা প্রাচীন জন গোষ্ঠী। আর ওটা যে ফেক থিওরি সেটা তো প্রমাণিত নয়।কজন বিশেষ মতবাদ অনুসারী influencer ওটা বললেই সত্যি হয়ে যায় না।তার জন্য সোসিয়াল মিডিয়ার বাইরে গভীর অধ্যয়ন ও গবেষনা করতে হয়🙏🏻

  • @nemaichatterjee1457
    @nemaichatterjee1457 Год назад +84

    Very good and relevant presentation. Bengali (especially Hindu) culture owes much to Proto- Australoid rites, rituals. Interested readers can study "Bangla o Bangalir Bibartan" by Atul Sur and "Bangalir Itihas" by Niharranjan Roy. Besides, every ethnic group (except a limited few), in its present form is a result of 'assimilation' of course through some dissociation. There can be no word like 'unmixed' in the histories of Anthropology and Culture and Sociology.

    • @shoumyadeeptalukder6149
      @shoumyadeeptalukder6149 Год назад +5

      thanks for the recommendations !

    • @utsabgangopadhyaya4274
      @utsabgangopadhyaya4274 Год назад

      The world has moved on, the present understanding is light years away from what is mentioned in the books mentioned by you. Socialogy, cultural study cannot say anything definite about a group of people. For definite answer you need genetic study. If anatropological interpretation cannot interpret the genetics of a perticular group it is as good as bs.

    • @bidishabosebanerjee7769
      @bidishabosebanerjee7769 Год назад +1

      thank you for the references ! It would be a great experience indeed,to know about our culture and ethnicity

    • @krishnaroy327
      @krishnaroy327 11 месяцев назад +1

      প্রচন্ড ভাল লাগল। আলোচনা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। সময়টা খুব মূল্যবান কারণে কেটে গেল।
      আরো এ জাতীয় তথ্য জানতে চাই।
      ধন্যবাদ। ।

  • @sanjoyganguly1507
    @sanjoyganguly1507 Год назад +1

    আরো অনেক কিছু জানার অপেক্ষায় রইলাম

  • @subratomashid6305
    @subratomashid6305 4 месяца назад +2

    বাংলা বা বাঙালি নিয়ে রিসার্চ, একান্ত প্রয়োজনীয় ব্যাপার। সারা বিশ্বে ছড়ানো বাঙ্গালীদের নিয়ে কথা।
    যেহেতু আমিও প্রবাসী বাঙালি, আমিও জানতে চাই আমাদের মূল কোথায়। মহারাষ্ট্র থেকে আমি - সুব্রত। 🙏

    • @Anirban_das
      @Anirban_das  4 месяца назад +1

      সঙ্গে থাকবেন স্যার! আপনাদেরই পাশে চাই ❤️

  • @supriyadasbera3188
    @supriyadasbera3188 4 месяца назад +8

    উত্তর ভারত থেকেই বাংলায় ব্রাহ্মণ এসেছিল। আর তাঁর সঙ্গে এসেছিল তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হয়ে কায়স্থ। পুরাণ মতে যারা রাখ্ষশ বা নিচু কুল তারা আজকের বাঙালি না।তারা ছিল অস্ট্রিক শ্রেণী গোষ্ঠী বা আদিবাসী সম্প্রদায় ভুক্ত।

    • @debabratanandi3440
      @debabratanandi3440 26 минут назад

      একদম ঠিক। আমরা ঠাকুরদার সংকলিত আমাদের পরিবারের ইতিহাস থেকে জানি আমরা এসেছিলাম কনৌজ থেকে।

  • @rishithalder2740
    @rishithalder2740 Год назад +4

    পুরোনো ইতিহাস জানার সৌভাগ্য হলো, That's a good Bengali contact 😊

  • @mr.indiantourguide6626
    @mr.indiantourguide6626 Год назад +10

    নিজেকে গর্বিত বোধ হচ্ছে। আমি গর্বিত আমি বাঙালি 😍😍

    • @Anirban_das
      @Anirban_das  Год назад

      ❤️

    • @sarkaralihaider3212
      @sarkaralihaider3212 11 месяцев назад

      সত্তি.... বার্বিত গঙ্গালী থুক্কু গর্বিত বাঙ্গালী...... ইংরেজি বা লেটিন দিয়ে বাংলা লিখলেন না কেন?

  • @pranabkumarsen5713
    @pranabkumarsen5713 19 дней назад

    সমৃদ্ধ হলাম

  • @souravbiswas-8282
    @souravbiswas-8282 2 дня назад

    Nice video ❤

  • @RAJDEEP.SARKAR.
    @RAJDEEP.SARKAR. Год назад +8

    দাদা আমাদের জন্য এই বাঙালী সিরিজ ত চালিয়ে যান 🙏🥺❤️❤️ জয় বাঙালি

  • @dr.r.chowdhury6539
    @dr.r.chowdhury6539 Год назад +8

    Namashkar! Thank you for such an enlightening presentation on the origin of Bengalis. It is educational.

    • @apurbadebnath3929
      @apurbadebnath3929 Год назад

      তথাকথিত বুদ্ধিজীবীদের বুদ্ধি বেচার ফাঁপরে সাধারণ বাঙালির বুদ্ধিভ্রষ্ট হবার উপক্রম। তেলেগোলে গোলমাল পাঁকিয়ে পদ্মগোঁখড়ো সাপ হয়ে বাঙালির মগজে পাঁক মেরে বসা এই বুদ্ধিজীবীদের বুদ্ধি ধার করতে গিয়ে সাধারণ বাঙালি না শেষে নিজের বাঙ্গালিয়ানা খুইয়ে বসে। ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের দল ভারত তথা ভারতে বসবাসকারী পাগান হিন্দু জনগোষ্ঠীর ওপর রাজত্বের ফর্মুলা হিসেবে ডিভাইড এন্ড রুল অর্থাৎ ভাগ কর এবং রাজত্ব কর নীতির অংশ হিসেবে তিন ধরণের পদক্ষেপ নিয়েছিল- প্রথমত ভারতের পাগান হিন্দুদেরকে তাদের ইতিহাস সভ্যতা থেকে বিচ্ছিন্ন করে দেয়া, দ্বিতীয়ত এক হিন্দু জনগোষ্ঠীর এক অংশকে অপর অংশের সাথে এই বলে দন্দ্বে লিপ্ত করা যে- হিন্দু ইতিহাস ভারতের নহে এটা তথাকথিত আর্যদের ধর্ম এবং তোরা সব আর্য, ব্রাহ্মণ আর আমরা অনার্য, তৃতীয়ত সাম্রাজ্যবাদীদের আরেকটি মোক্ষম অস্ত্র ছিল দ্বিধাবিভক্ত পাগান হিন্দুদের দ্বারা বর্জিত তাদেরই সভ্যতা সংস্কৃতিতে উদ্ভাবিত জীবনদর্শন বিজ্ঞান ইত্যাদি তাদের মাঝেই উলটো সাম্রাজ্যবাদের ফসল হিসেবে বিক্রয়। এই কাজটি সাম্রাজ্যবাদীরা সফলভাবে বাস্তবায়নের জন্য একটি কাজ করেছিল সেটি হল ব্রিটিশ প্রোপাগান্ডা ইতিহাসবিদ ম্যাকোলের বাদামী সন্তান প্রসবনকার্য যারা রঙে তো ভারতীয় বাঙালি হিন্দু পাগানদের মত দেখতে হবে কিন্তু চেতনায় তারা সাম্রাজ্যবাদের আলোক মশাল হয়ে বিকৃত ইতিহাস বন্টন ও বিকৃত ইতিহাস রচনায় অংশগ্রহণ করবে। ইতিহাস বিকৃতির যে কালো ধারা ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা শুরু করেছিল সাম্রাজ্যবাদের শেষ লগ্নে ইতিহাস বিকৃতির সেই দায়ভার নিজেদের কাধে তুলে নেই কমিউনিস্ট রা কারণ তারাও যে নিজেদের তথাকথিত সমাজবাদী সাম্রাজ্য স্থাপন করতে চায় এবং সাম্রাজ্যবাদ স্থাপনের মূল অন্তরায় হচ্ছে একতা। তাই যা ব্রিটিশরা করেছিল ভারতীয় পাগান হিন্দু সমাজকে ভাঙ্গার জন্য, তাদেরকে তাদের নিজেদের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করার জন্য পরবর্তীতে সেই কার্যভার টাই কমিউনিস্ট রা নিজেদের কাধে তুলে নেই যার প্রমাণ এখন ইউটিউব ফেসবুক এ হরহামেশাই দেখা যাচ্ছে। সারা পৃথিবীর সকল আদিবাসী সভ্যতা আজ বিলুপ্ত একমাত্র সনাতন হিন্দু সভ্যতা বাদে কিন্তু আমাদের আদিবাসী বলতে তাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেই কারণ আমরা বেচে আছি, কারণ আমরা এখনো সেই ৫০০০ বছর বা তারো আগের আমাদের পূর্বপুরুষদের মত প্রকৃতি, পশু-পাখি, নদী, সূর্য পুজা করি। তাই তো আমরা অপরাধী। আমাদের অপরাধ আমরা বেচে আছি। আমরা যদি স্বধর্ম ত্যাগ করে তাদের একেশ্বরের পুজো করতাম তাহলে আজ আমরাও আদিবাসী বলে গন্য হতাম। আমাদের মধ্যে আর্য-অনার্যের কৃত্রিম বিভেদ তৈরি করারও প্রয়োজন পড়তনা। বাংলা ভাষা এই জনপদে আগে থেকে ছিলনা, বাংলা অনেক বিবর্তন এর ফসল, যখন বাংলা ছিলনা, বাঙালি ছিলনা তখন ও মানুষ ছিল এই জনপদে, তাইতো উয়ারি-বটেশ্বরে প্রায় ২০০০০ বছর পুরোনো বিষ্ণুর মূর্তির দেখা মেলে একটু খুড়লেই। আর লিঙ্গপুজো, সে তো প্রথম করা হয়ে সিন্ধু-সভ্যতার মানুষদের দ্বারা যারা ঋগ্বেদ রচনা করেছিলেন স্বরস্বতি নদীর তটে বসে, আরে বেদ তো নাকি আর্যরা লিখেছিল শুনলাম, তাহলে স্বরস্বতি নদীও কি নরডিক দেশে বইত নাকি কিন্তু এদিন যে তাহলে হরিয়ানা প্রদেশসহ রাজস্থান গুজ্রাটে স্বরস্বতি নদীর তীর গুলো খুজে পেলেন প্রত্নতত্ত্ববিদেরা। হায়রে বুদ্ধিজীবীদের বুদ্ধি পাকানোর তালে কে আর্য কে যে অনার্য তাই যে পাকিয়ে যাচ্ছে। ভগবান তুমি ই ভরসা, কিন্তু তুমি কি বৈদিক ভগবান নাকি লিঙ্গ তুমি যে কে তা বলে যেও একটু। উফফ বুদ্ধি বেশী পাকিয়ে গেছে। এত বুদ্ধি পাকাতে শেষে না ৪৭ এর মত আবারো বাঙলা কে হারিয়ে না বসি।

  • @deepaknaskar1037
    @deepaknaskar1037 Месяц назад

    খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো এগিয়ে যাও ভাই এগিয়ে যাও

  • @mrashokpaul2371
    @mrashokpaul2371 9 месяцев назад

    Bha chamatkar onek ajana tothyo jante parlam.❤

  • @manishasarkar5008
    @manishasarkar5008 Год назад +8

    Great information ☺️... thank you... We need more videos about our roots ...🙏

    • @Anirban_das
      @Anirban_das  Год назад +3

      Sure 😊

    • @apurbadebnath3929
      @apurbadebnath3929 Год назад

      তথাকথিত বুদ্ধিজীবীদের বুদ্ধি বেচার ফাঁপরে সাধারণ বাঙালির বুদ্ধিভ্রষ্ট হবার উপক্রম। তেলেগোলে গোলমাল পাঁকিয়ে পদ্মগোঁখড়ো সাপ হয়ে বাঙালির মগজে পাঁক মেরে বসা এই বুদ্ধিজীবীদের বুদ্ধি ধার করতে গিয়ে সাধারণ বাঙালি না শেষে নিজের বাঙ্গালিয়ানা খুইয়ে বসে। ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের দল ভারত তথা ভারতে বসবাসকারী পাগান হিন্দু জনগোষ্ঠীর ওপর রাজত্বের ফর্মুলা হিসেবে ডিভাইড এন্ড রুল অর্থাৎ ভাগ কর এবং রাজত্ব কর নীতির অংশ হিসেবে তিন ধরণের পদক্ষেপ নিয়েছিল- প্রথমত ভারতের পাগান হিন্দুদেরকে তাদের ইতিহাস সভ্যতা থেকে বিচ্ছিন্ন করে দেয়া, দ্বিতীয়ত এক হিন্দু জনগোষ্ঠীর এক অংশকে অপর অংশের সাথে এই বলে দন্দ্বে লিপ্ত করা যে- হিন্দু ইতিহাস ভারতের নহে এটা তথাকথিত আর্যদের ধর্ম এবং তোরা সব আর্য, ব্রাহ্মণ আর আমরা অনার্য, তৃতীয়ত সাম্রাজ্যবাদীদের আরেকটি মোক্ষম অস্ত্র ছিল দ্বিধাবিভক্ত পাগান হিন্দুদের দ্বারা বর্জিত তাদেরই সভ্যতা সংস্কৃতিতে উদ্ভাবিত জীবনদর্শন বিজ্ঞান ইত্যাদি তাদের মাঝেই উলটো সাম্রাজ্যবাদের ফসল হিসেবে বিক্রয়। এই কাজটি সাম্রাজ্যবাদীরা সফলভাবে বাস্তবায়নের জন্য একটি কাজ করেছিল সেটি হল ব্রিটিশ প্রোপাগান্ডা ইতিহাসবিদ ম্যাকোলের বাদামী সন্তান প্রসবনকার্য যারা রঙে তো ভারতীয় বাঙালি হিন্দু পাগানদের মত দেখতে হবে কিন্তু চেতনায় তারা সাম্রাজ্যবাদের আলোক মশাল হয়ে বিকৃত ইতিহাস বন্টন ও বিকৃত ইতিহাস রচনায় অংশগ্রহণ করবে। ইতিহাস বিকৃতির যে কালো ধারা ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা শুরু করেছিল সাম্রাজ্যবাদের শেষ লগ্নে ইতিহাস বিকৃতির সেই দায়ভার নিজেদের কাধে তুলে নেই কমিউনিস্ট রা কারণ তারাও যে নিজেদের তথাকথিত সমাজবাদী সাম্রাজ্য স্থাপন করতে চায় এবং সাম্রাজ্যবাদ স্থাপনের মূল অন্তরায় হচ্ছে একতা। তাই যা ব্রিটিশরা করেছিল ভারতীয় পাগান হিন্দু সমাজকে ভাঙ্গার জন্য, তাদেরকে তাদের নিজেদের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করার জন্য পরবর্তীতে সেই কার্যভার টাই কমিউনিস্ট রা নিজেদের কাধে তুলে নেই যার প্রমাণ এখন ইউটিউব ফেসবুক এ হরহামেশাই দেখা যাচ্ছে। সারা পৃথিবীর সকল আদিবাসী সভ্যতা আজ বিলুপ্ত একমাত্র সনাতন হিন্দু সভ্যতা বাদে কিন্তু আমাদের আদিবাসী বলতে তাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেই কারণ আমরা বেচে আছি, কারণ আমরা এখনো সেই ৫০০০ বছর বা তারো আগের আমাদের পূর্বপুরুষদের মত প্রকৃতি, পশু-পাখি, নদী, সূর্য পুজা করি। তাই তো আমরা অপরাধী। আমাদের অপরাধ আমরা বেচে আছি। আমরা যদি স্বধর্ম ত্যাগ করে তাদের একেশ্বরের পুজো করতাম তাহলে আজ আমরাও আদিবাসী বলে গন্য হতাম। আমাদের মধ্যে আর্য-অনার্যের কৃত্রিম বিভেদ তৈরি করারও প্রয়োজন পড়তনা। বাংলা ভাষা এই জনপদে আগে থেকে ছিলনা, বাংলা অনেক বিবর্তন এর ফসল, যখন বাংলা ছিলনা, বাঙালি ছিলনা তখন ও মানুষ ছিল এই জনপদে, তাইতো উয়ারি-বটেশ্বরে প্রায় ২০০০০ বছর পুরোনো বিষ্ণুর মূর্তির দেখা মেলে একটু খুড়লেই। আর লিঙ্গপুজো, সে তো প্রথম করা হয়ে সিন্ধু-সভ্যতার মানুষদের দ্বারা যারা ঋগ্বেদ রচনা করেছিলেন স্বরস্বতি নদীর তটে বসে, আরে বেদ তো নাকি আর্যরা লিখেছিল শুনলাম, তাহলে স্বরস্বতি নদীও কি নরডিক দেশে বইত নাকি কিন্তু এদিন যে তাহলে হরিয়ানা প্রদেশসহ রাজস্থান গুজ্রাটে স্বরস্বতি নদীর তীর গুলো খুজে পেলেন প্রত্নতত্ত্ববিদেরা। হায়রে বুদ্ধিজীবীদের বুদ্ধি পাকানোর তালে কে আর্য কে যে অনার্য তাই যে পাকিয়ে যাচ্ছে। ভগবান তুমি ই ভরসা, কিন্তু তুমি কি বৈদিক ভগবান নাকি লিঙ্গ তুমি যে কে তা বলে যেও একটু। উফফ বুদ্ধি বেশী পাকিয়ে গেছে। এত বুদ্ধি পাকাতে শেষে না ৪৭ এর মত আবারো বাঙলা কে হারিয়ে না বসি।

  • @akmrafiqueuddin355
    @akmrafiqueuddin355 Год назад +4

    অনেক ৠদ্ধ হলাম। কৃতজ্ঞতা , শ্রদ্ধা, ভালোবাসা নিরন্তর ..❤️❤️❤️
    বাংলাদেশের ( ভাগের) বাংঙ্গালী।

    • @rezwan_ahmedd
      @rezwan_ahmedd Год назад

      কিন্তু,এই ভিডিও অনুসারে বাংলাদেশের মানুষ তো বাঙালির ইতিহাসের অংশ নয়।এই ভিডিও অনুসারে বিশ্বে বাঙালির সংখ্যা ৭-৮কোটি মাত্র।২২-২৩কোটি বাঙালী তো আলোচনা থেকেই বাদ পড়ে গিয়েছে!

    • @nabilhossainosama5923
      @nabilhossainosama5923 Год назад

      @@rezwan_ahmedd তারা বাঙালি হয়ে নিজেদের গর্ববোধ করে কিন্তু আমি নিজেকে মুসলিম বলে গর্ববোধ করি

    • @rezwan_ahmedd
      @rezwan_ahmedd Год назад

      @@nabilhossainosama5923 এভাবে নিজের জাতিসত্তাকে বিলিয়ে দিলে আল্লাহও মাফ করবেনা!আল্লাহই তো আমাদেরকে বাঙালি হিসেবে পাঠিয়েছেন যেটা কিনা তিনি পবিত্র কুরআনে সুস্পষ্টভাবেই স্বীকৃতি দিয়েছেন।সুতরাং,নিজের জাতিসত্বার প্রতি ঘৃণা পোষণ করা বা খাটো করে দেখা একজন প্রকৃত ইমানদারের পরিচয় নয়!

    • @rajsarkar3865
      @rajsarkar3865 Год назад +1

      ​@@nabilhossainosama5923 Bengali Hindu na thakle toder jonmoi htona ....Bengali hinduder Arab ra rape kre6lo trpr tdr jnmo hoye6e r tora sei rapist der e culture k nijer culture vbe joriye dhorea6is ....1st Bengali literature charyapad Hindu grontho .....tr nijer deshe je dhrmo jnme6lo ( Hinduism ) setai tdr purbopurus o 1205ad obdi follow kre6e tarpr khilji ase ki kre6e seta hoyto r bllmna sbai jne tui na janle google e check krenis....amr mone hoy toder purbopurus nijer desh k besi vlobsto tai nijer desher dhrmo palon kre6lo ...jibon bachate Islam e convert hye6lo vbe6lo era cholegle abr Hindu hyejbe kintu tader jete 500yr lgeglo r tra nijer oshtitto vulegli jara kelalo toder tader e culture niyenili ....etoi kharap lagle hinduder nijer purbopurus der o gaal de r ha Hindu bangalider Bengali vasa use na kre Arabic use kr ....

    • @rajsarkar3865
      @rajsarkar3865 Год назад +1

      ​@@rezwan_ahmedd karn toder 22cr er purbopurus 1205AD er aage Hindu 6ilo r ekhane centuries er aage bl6e tkhn sbai Bengal er Hindu 6ilo ...pore bakhtiyar er voye hindura convert hoye6lo jara aaj bangladesher part ...tai toder o cover hoyeg6e....bissas na hle google e check kreneben

  • @swapanroy1276
    @swapanroy1276 Год назад +4

    আপনাকে শতকোটি প্রনাম জানাই।
    আপনার এই রিসার্চ ও এই ভিডিওটি আজকের সময় সত্যিই খুবই প্রয়জনীয়।
    বাঙালি নিজেদেরকে আর্য ভাবতে শুরু করেছে। এবং এই ভাবনাই যে বাঙালির সর্বনাশের কারণ হয়ে দ্বারাচ্ছে, তা বাঙালি নিজেরাই বুঝতে পারছে না।
    আর্যদের তৈরী করা চক্রান্ত বা মায়াজালে বাঙালি নিজেদের আসল অস্তিত্বই ভুলে গেছে।
    আর্যরা অর্থাৎ বিজেপি বা RSS তাদের সাফল্যের দোরগোড়ায় এসে গেছে। এখনো যদি বাঙালি না জাগে , তবে কিন্তু বাঙালি সর্বনাশ অনিবার্য।

    • @Anirban_das
      @Anirban_das  Год назад

      ❤️

    • @soumyajitguhathakurta7878
      @soumyajitguhathakurta7878 10 месяцев назад +2

      Sorbonash toh apnader moto lokeder jonne hoche age desher ekta bhag hath chara hoyeche ebar bakitao chole jabe age rss r BJP fullformta bhalo kore pore asun apnader moto secumakuder jonne j bangali sanatani hindu jati seti sesh hote choleche

  • @knowledge15134
    @knowledge15134 Год назад +1

    আমি নিজে বাংলা সাহিত্যের ছাত্র। পাশাপাশি ইতিহাসেও খুব আগ্রহ আছে। খুব ভাল লাগল দাদা। 👌🙏🌿🌺

  • @societyforsocialhealthserv7687

    Daru khub valo akta uposthapona sunlam.

  • @shantanudasgupta7935
    @shantanudasgupta7935 Год назад +23

    Proud of being a student of Archeology Department of Calcutta University.

    • @apurbadebnath3929
      @apurbadebnath3929 Год назад

      তথাকথিত বুদ্ধিজীবীদের বুদ্ধি বেচার ফাঁপরে সাধারণ বাঙালির বুদ্ধিভ্রষ্ট হবার উপক্রম। তেলেগোলে গোলমাল পাঁকিয়ে পদ্মগোঁখড়ো সাপ হয়ে বাঙালির মগজে পাঁক মেরে বসা এই বুদ্ধিজীবীদের বুদ্ধি ধার করতে গিয়ে সাধারণ বাঙালি না শেষে নিজের বাঙ্গালিয়ানা খুইয়ে বসে। ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের দল ভারত তথা ভারতে বসবাসকারী পাগান হিন্দু জনগোষ্ঠীর ওপর রাজত্বের ফর্মুলা হিসেবে ডিভাইড এন্ড রুল অর্থাৎ ভাগ কর এবং রাজত্ব কর নীতির অংশ হিসেবে তিন ধরণের পদক্ষেপ নিয়েছিল- প্রথমত ভারতের পাগান হিন্দুদেরকে তাদের ইতিহাস সভ্যতা থেকে বিচ্ছিন্ন করে দেয়া, দ্বিতীয়ত এক হিন্দু জনগোষ্ঠীর এক অংশকে অপর অংশের সাথে এই বলে দন্দ্বে লিপ্ত করা যে- হিন্দু ইতিহাস ভারতের নহে এটা তথাকথিত আর্যদের ধর্ম এবং তোরা সব আর্য, ব্রাহ্মণ আর আমরা অনার্য, তৃতীয়ত সাম্রাজ্যবাদীদের আরেকটি মোক্ষম অস্ত্র ছিল দ্বিধাবিভক্ত পাগান হিন্দুদের দ্বারা বর্জিত তাদেরই সভ্যতা সংস্কৃতিতে উদ্ভাবিত জীবনদর্শন বিজ্ঞান ইত্যাদি তাদের মাঝেই উলটো সাম্রাজ্যবাদের ফসল হিসেবে বিক্রয়। এই কাজটি সাম্রাজ্যবাদীরা সফলভাবে বাস্তবায়নের জন্য একটি কাজ করেছিল সেটি হল ব্রিটিশ প্রোপাগান্ডা ইতিহাসবিদ ম্যাকোলের বাদামী সন্তান প্রসবনকার্য যারা রঙে তো ভারতীয় বাঙালি হিন্দু পাগানদের মত দেখতে হবে কিন্তু চেতনায় তারা সাম্রাজ্যবাদের আলোক মশাল হয়ে বিকৃত ইতিহাস বন্টন ও বিকৃত ইতিহাস রচনায় অংশগ্রহণ করবে। ইতিহাস বিকৃতির যে কালো ধারা ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা শুরু করেছিল সাম্রাজ্যবাদের শেষ লগ্নে ইতিহাস বিকৃতির সেই দায়ভার নিজেদের কাধে তুলে নেই কমিউনিস্ট রা কারণ তারাও যে নিজেদের তথাকথিত সমাজবাদী সাম্রাজ্য স্থাপন করতে চায় এবং সাম্রাজ্যবাদ স্থাপনের মূল অন্তরায় হচ্ছে একতা। তাই যা ব্রিটিশরা করেছিল ভারতীয় পাগান হিন্দু সমাজকে ভাঙ্গার জন্য, তাদেরকে তাদের নিজেদের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করার জন্য পরবর্তীতে সেই কার্যভার টাই কমিউনিস্ট রা নিজেদের কাধে তুলে নেই যার প্রমাণ এখন ইউটিউব ফেসবুক এ হরহামেশাই দেখা যাচ্ছে। সারা পৃথিবীর সকল আদিবাসী সভ্যতা আজ বিলুপ্ত একমাত্র সনাতন হিন্দু সভ্যতা বাদে কিন্তু আমাদের আদিবাসী বলতে তাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেই কারণ আমরা বেচে আছি, কারণ আমরা এখনো সেই ৫০০০ বছর বা তারো আগের আমাদের পূর্বপুরুষদের মত প্রকৃতি, পশু-পাখি, নদী, সূর্য পুজা করি। তাই তো আমরা অপরাধী। আমাদের অপরাধ আমরা বেচে আছি। আমরা যদি স্বধর্ম ত্যাগ করে তাদের একেশ্বরের পুজো করতাম তাহলে আজ আমরাও আদিবাসী বলে গন্য হতাম। আমাদের মধ্যে আর্য-অনার্যের কৃত্রিম বিভেদ তৈরি করারও প্রয়োজন পড়তনা। বাংলা ভাষা এই জনপদে আগে থেকে ছিলনা, বাংলা অনেক বিবর্তন এর ফসল, যখন বাংলা ছিলনা, বাঙালি ছিলনা তখন ও মানুষ ছিল এই জনপদে, তাইতো উয়ারি-বটেশ্বরে প্রায় ২০০০০ বছর পুরোনো বিষ্ণুর মূর্তির দেখা মেলে একটু খুড়লেই। আর লিঙ্গপুজো, সে তো প্রথম করা হয়ে সিন্ধু-সভ্যতার মানুষদের দ্বারা যারা ঋগ্বেদ রচনা করেছিলেন স্বরস্বতি নদীর তটে বসে, আরে বেদ তো নাকি আর্যরা লিখেছিল শুনলাম, তাহলে স্বরস্বতি নদীও কি নরডিক দেশে বইত নাকি কিন্তু এদিন যে তাহলে হরিয়ানা প্রদেশসহ রাজস্থান গুজ্রাটে স্বরস্বতি নদীর তীর গুলো খুজে পেলেন প্রত্নতত্ত্ববিদেরা। হায়রে বুদ্ধিজীবীদের বুদ্ধি পাকানোর তালে কে আর্য কে যে অনার্য তাই যে পাকিয়ে যাচ্ছে। ভগবান তুমি ই ভরসা, কিন্তু তুমি কি বৈদিক ভগবান নাকি লিঙ্গ তুমি যে কে তা বলে যেও একটু। উফফ বুদ্ধি বেশী পাকিয়ে গেছে। এত বুদ্ধি পাকাতে শেষে না ৪৭ এর মত আবারো বাঙলা কে হারিয়ে না বসি।

  • @birdseye9944
    @birdseye9944 Год назад +6

    Please make the videos of those stories related to Mahabharata and related to bengal ..

  • @mallinathmanna3611
    @mallinathmanna3611 Год назад +6

    আরো একটু বড় করে বাঙালির জন্ম ইতিহাস জানতে চাই । ভালো থাকবেন ।

  • @azadrahman1069
    @azadrahman1069 Год назад

    বেশ ভালো লাগলো তথ্য গুলো জানতে পেরে

  • @mainakbiswas2584
    @mainakbiswas2584 Год назад +1

    Ashadharon!!❤

  • @mithun5899
    @mithun5899 Год назад +3

    বাঙালির ইতিহাস শুনে বেশ এক্সাইটেড ছিলাম। কিন্তু শেষ মেষ ডিসাপয়েন্টেড হলাম। বিশেষত লিঙ্গ পূজা যোনী পূজা শুনে তো মোটেই নয়। আমাদের থেকে বৈদিক ভারতীয় দের তো একেবারেই আলাদা করে দিলেন। যেন কিছু আদিম মানুষ এদেশ ওদেশ থেকে এই বাংলা ভূমিতে এসে সহ বাস করতে করতে মিক্সাপ হয় আজকের যগা খিচুড়ি বাঙালি জাতির উদ্ভব হয়েছে যারা মোটেও বৈদিক আর্য নয়, বরং এরা মূলত যাযাবর এবং খুচরো রাক্ষস। এটা মেনে নিতে পারলাম না যে হাজার হাজার বছরের পুরনো বৈদিক সভ্যতার সাথে বাঙালী জাতির তেমন কোনো কানেকশনই নেই। আর ভালো করে রিসার্চ করুন আর শিব ঠাকুরের চিহ্ন কে তুচ্ছ লিঙ্গ বলা বন্ধ করুন। পেনিস কে সংস্কৃতে শিশ্ন বলে। যোনীও দেবী সতীর মানব শরীরের এক অঙ্গ বই অন্য কিছু নয়। সুদর্শন চক্রে সতী দেবীর পার্থিব শরীরের অন্য সব অংশ যা যা যেখানে যেখানে পড়েছে বলে মনে করা হয়, সব জায়গাই শক্তিপীঠ হিসেবে পূজিত হয়। যেমন তৃতীয় নয়ন আমাদের তারাপীঠ এ পড়েছিল, তাই তারাপীঠ এক শক্তিপীঠ। এরম মুখ পড়েছিল কালীঘাটে। হৃদয় খন্ড বদ্রিনাথে। সারা ভারত জুড়ে, নেপাল, ভুটান, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান জুড়ে এরম বিভিন্ন জায়গায় 51 টি বডি পার্ট, যার মধ্যে ব্রেস্ট, হিপ্স, লিপ্স, লেগস, স্টমাক ইত্যাদি সব খণ্ডই শক্তিপীঠ রূপে হিন্দু তথা ভারতবাসী দের দ্বারা পূজিত হয়। আলাদা করে ভ্যাজাইনা পূজা করা হয়না।

    • @soumodippaul1235
      @soumodippaul1235 5 месяцев назад

      আদৌ তথাকথিত দেবদেবী বলে কেউ ছিলেন কি ?? একটা উদাহরণ দেই রামায়ণে বলা আছে সূর্যদেব কে হনুমান বগলদাবা করেছিলেন। আর সূর্যদেব তার রথেচরে ঘুরে বেড়াতেন। আসলে কি আমাদেরকে রোজ সকালে আলো দেওয়া সূর্য কি কোনো দেবতা, অত একটা আগুনের গোলা যে প্রকৃতির নিয়মে জ্বলে আসছে, তাহলে আর যাই হোক 100% গ্রহণযোগ্য নয় কোনো পুরানই। যাই হোক পূরণ পড়া উচিৎ তার মর্মার্থ বোঝার জন্য, জীবন দর্শনের জন্য বাকিটা না হয় ইতিহাস আর বিজ্ঞানীরা করুন। আর হ্যাঁ এটা প্রমাণিত সত্য পূরণ খানিকটা সত্য আর অনেক টাই কল্পনা মিশিয়ে তৈরি। তাই পুরানকে চোখ বুজে না পরে তাকে দিয়ে ইতিহাসের মিসিং লিংক গুলোই খোজার চেষ্টা হোক।

  • @Royal_Subah
    @Royal_Subah Год назад +10

    My grand father is Turk but i am Bangladeshi 🇹🇷🤝🇧🇩

  • @nabinbairagi
    @nabinbairagi Год назад +5

    আপনি সময় নিয়ে একদম ভাববেন না, আপনার বিষয়বস্তু এতো ভালো তাই ভিডিও বড়ো এবং বিস্তারিত হলেও মনে হয় সবার কোনো অসুবিধা হবেনা.

  • @deep8813
    @deep8813 Год назад

    Darun

  • @santanuchoudhury8549
    @santanuchoudhury8549 10 месяцев назад

    Thank You Dada
    KhubValo laglo.
    pronam neben.
    🙏🙏🙏

  • @khokon2000
    @khokon2000 Год назад +13

    সত্যিকার অর্থে বড় দুঃখের বিষয় বাঙালি খুজে আমি আর পায়না, একদল বলে আমি মুসলিম, আর এক দল বলে আমি হিন্দু, দুই বাংলায় বাঙালি এখন খুবই সংখ্যালঘু। তার পরেও শিকড়ের সন্ধানে আমিও ছিলাম। বাংলাদেশের সীমান্তে একটি বাঙালি পরিবারে আমার জন্ম। ধর্ম পরিচয় আমার কাছে একেবারেই নগণ্য, তবু সামাজিক কারণে মুসলিম ধর্ম থেকে একেবারে ছিন্ন হতে পারিনি। বাঙালি মুসলমান দের উদ্দেশ্যে বলছি, তারা বেশ গর্ব করে বলে, তাদের পূর্বপুরুষ নাকি ইরান তুরান মধ্য এশিয়া থেকে আসছে। সম্প্রতি 150 ডলার খরচ করে, আমার ডিএনএ টেস্ট করলাম। তার রিপোর্ট এইরকম ভৌগোলিকভাবে আমি ৬০% বাংলার
    আর ৪০% দক্ষিণ ভারতীয়। তাই মুসলমান বাঙালি দের উদ্দেশ্যে বলছি। আমরা সবাই এই ভারতের বাসী। পূর্বপুরুষ ইরান-ইরাক তুরস্ক চিন্তা বাদ দেন।

    • @ayandas9748
      @ayandas9748 Год назад

      বাংলার মুসলমানদের ৯৮% শতাংশই এই বাংলার, বা বলা ভালো এই নিম্নভূমির অস্ট্রিক আর মঙ্গোলয়েডদের উত্তরপুরুষ। এদেশের উষ্ণ আর্দ্র আবহাওয়ায় কোনোদিনও তৃণভূমির তুর্কিরা বা উচ্চ পার্বত্য অঞ্চলের ইরানিরা খাপ খাওয়াতে পারেনি। ফলে এই পূর্বদেশে তাঁদের প্রসারের কোনো উপায় ছিল না। ধর্ম আর জনগোষ্ঠী দুটো সম্পূর্ণ আলাদা জিনিস

    • @soulin8520
      @soulin8520 Год назад +3

      অসাধারণ । কিন্তু মগজ ধোলাই বলে একটা জিনিস আছে , খুব শক্তিশালী , তবে আমাদের চেষ্টা করতে হবে ।

    • @subhashdasadhikary5263
      @subhashdasadhikary5263 Год назад

      Sathe. Achi

    • @sohelkhandoker6224
      @sohelkhandoker6224 5 месяцев назад +1

      বিনয়ের সংগে বলছি, কিছু মনে করবেন না। আমি আপনার সমস্যাটা ধরতে পারিনি। আমি বাঙালী হলে মুসলিম হতে সমস্যা কোথায়? একটি জাতির নৃতাত্তিক পরিচয়ের সাথে তার ধর্ম বিশ্বাস এর দ্বন্দ্ব কেন হবে? জাতিসত্তা হাজার বছরের নির্যাস এবং নিয়ত পরিবর্তনশীল । এখানে পরিবেশ পরিস্থিতি এবং বিশ্বাস নানান কিছু যোগ এবং বিয়োগ করে। এটাই স্বাভাবিক এবং নিজের পরিচয় জেনে নিজের মানুষের প্রতি ভালবাসাটাই আসল। ইসলাম এটাই শেখায়। আপনি হয়ত গভীর ভাবে ভেবে দেখেন নি।

    • @JahangirAlam-km6yr
      @JahangirAlam-km6yr 4 месяца назад

      আরব রা এখানে আসার আগে ও বাঙ্গালীরা ছিলো। তাই নিজেকে বাঙ্গালী ভাবতে গর্ববোধ করি।

  • @arindamsunshine
    @arindamsunshine Год назад +8

    ভারতীয় তথা বাঙালি সমাজে মাতৃতান্ত্রিক সভ্যতা থেকে পিতৃতন্ত্রের দিকে পরিবর্তন নিয়ে যদি কোনো ভিডিও করেন, খুব ভালো হয়।

  • @hr936
    @hr936 Год назад +9

    বারবার এটাই ভাবছি যে অত্যান্ত সংক্ষিপ্ত হয়ে গেলো না!!
    আর কারো যদি মনে হয় যে এই বিষয়ে এক ঘন্টার এপিসোড ও ছোট হয়ে যায়, তাহলে এই ভদ্রলোক কে বেশি করে খোঁচাতে থাকুন। আমাদের ক্ষুধা যত বাড়বে আমরা উনাকে দিয়ে ততটা খাটিয়ে নিতে পারবো।😅 কি বলেন আপনারা? ক্ষুধার্থ সবাই কে স্বাগতম।😍

    • @AmanAman-bg8bl
      @AmanAman-bg8bl Год назад +2

      অবশ্যই অনেক ছোট হয়ে গেল। কি যেন একটা ওশুর বলে গাল মন্দর কথা বলছিলেন, সেদিকে যাওয়া দরকার ছিল। ওখানের জলটা কেমন যেন ঘোলা মনে হল!

    • @rajuroy8631
      @rajuroy8631 Год назад

      😅😅😅

    • @titirmunshi6779
      @titirmunshi6779 Год назад

      Ha.. Aro sunte i66e jor6ilo..

    • @smilingCherry
      @smilingCherry Год назад

      ​@@AmanAman-bg8blওটার জন্য এনার বাঙালির ধর্ম ভিডিওটা দেখুন।

    • @mdrakibhossain9997
      @mdrakibhossain9997 Год назад

  • @babaighosh4808
    @babaighosh4808 6 месяцев назад

    Darun , jato dakhchi tato janchi.

  • @ranaamir5882
    @ranaamir5882 Год назад

    অসাধারণ! শিখছি এবং উপভোগ করছি।

  • @mehadihasan5741
    @mehadihasan5741 Год назад +5

    এটাই তো পড়ানো হয় আমাদের
    Love from Bangladesh

    • @Anirban_das
      @Anirban_das  Год назад

      শেয়ার করবেন ❤️

  • @sangitachowdhury-cj2bk
    @sangitachowdhury-cj2bk Год назад +6

    Something very different from my understanding or studies about Human Evolution in Entire Indian Sub Continent...Nordic part was quite challenging along with the Aryan Concept...

    • @anindochowdhury
      @anindochowdhury Год назад

      This guy did Max wrong analysis mixed with communist venom !!
      This chutiya mentioned Ghatokoch. He doesn't know " Khattu Shyam " is Ghatokoch only and very common diety in North India.
      2) recent genealogy shows vedics culture is indegenious to Indian subcontinent.
      3) there are 2 oldest halploid DNA group one of them is Indian.
      4) from Africa migration happened to Indian subcontinent due to climate and fertile land after that there is a huge migration out side India.
      Don't fall in the false propaganda of these kind of communist bast***rized brains.

    • @utsabgangopadhyaya4274
      @utsabgangopadhyaya4274 Год назад +3

      Era ekhane bhul bhal kotha boley poisa kamabe. West Bengal ay toh chakri nei tai pet toh chalate hobe tai ei channel. Era kono topic ay in-depth research korbe na.

    • @apurbadebnath3929
      @apurbadebnath3929 Год назад

      তথাকথিত বুদ্ধিজীবীদের বুদ্ধি বেচার ফাঁপরে সাধারণ বাঙালির বুদ্ধিভ্রষ্ট হবার উপক্রম। তেলেগোলে গোলমাল পাঁকিয়ে পদ্মগোঁখড়ো সাপ হয়ে বাঙালির মগজে পাঁক মেরে বসা এই বুদ্ধিজীবীদের বুদ্ধি ধার করতে গিয়ে সাধারণ বাঙালি না শেষে নিজের বাঙ্গালিয়ানা খুইয়ে বসে। ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের দল ভারত তথা ভারতে বসবাসকারী পাগান হিন্দু জনগোষ্ঠীর ওপর রাজত্বের ফর্মুলা হিসেবে ডিভাইড এন্ড রুল অর্থাৎ ভাগ কর এবং রাজত্ব কর নীতির অংশ হিসেবে তিন ধরণের পদক্ষেপ নিয়েছিল- প্রথমত ভারতের পাগান হিন্দুদেরকে তাদের ইতিহাস সভ্যতা থেকে বিচ্ছিন্ন করে দেয়া, দ্বিতীয়ত এক হিন্দু জনগোষ্ঠীর এক অংশকে অপর অংশের সাথে এই বলে দন্দ্বে লিপ্ত করা যে- হিন্দু ইতিহাস ভারতের নহে এটা তথাকথিত আর্যদের ধর্ম এবং তোরা সব আর্য, ব্রাহ্মণ আর আমরা অনার্য, তৃতীয়ত সাম্রাজ্যবাদীদের আরেকটি মোক্ষম অস্ত্র ছিল দ্বিধাবিভক্ত পাগান হিন্দুদের দ্বারা বর্জিত তাদেরই সভ্যতা সংস্কৃতিতে উদ্ভাবিত জীবনদর্শন বিজ্ঞান ইত্যাদি তাদের মাঝেই উলটো সাম্রাজ্যবাদের ফসল হিসেবে বিক্রয়। এই কাজটি সাম্রাজ্যবাদীরা সফলভাবে বাস্তবায়নের জন্য একটি কাজ করেছিল সেটি হল ব্রিটিশ প্রোপাগান্ডা ইতিহাসবিদ ম্যাকোলের বাদামী সন্তান প্রসবনকার্য যারা রঙে তো ভারতীয় বাঙালি হিন্দু পাগানদের মত দেখতে হবে কিন্তু চেতনায় তারা সাম্রাজ্যবাদের আলোক মশাল হয়ে বিকৃত ইতিহাস বন্টন ও বিকৃত ইতিহাস রচনায় অংশগ্রহণ করবে। ইতিহাস বিকৃতির যে কালো ধারা ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা শুরু করেছিল সাম্রাজ্যবাদের শেষ লগ্নে ইতিহাস বিকৃতির সেই দায়ভার নিজেদের কাধে তুলে নেই কমিউনিস্ট রা কারণ তারাও যে নিজেদের তথাকথিত সমাজবাদী সাম্রাজ্য স্থাপন করতে চায় এবং সাম্রাজ্যবাদ স্থাপনের মূল অন্তরায় হচ্ছে একতা। তাই যা ব্রিটিশরা করেছিল ভারতীয় পাগান হিন্দু সমাজকে ভাঙ্গার জন্য, তাদেরকে তাদের নিজেদের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করার জন্য পরবর্তীতে সেই কার্যভার টাই কমিউনিস্ট রা নিজেদের কাধে তুলে নেই যার প্রমাণ এখন ইউটিউব ফেসবুক এ হরহামেশাই দেখা যাচ্ছে। সারা পৃথিবীর সকল আদিবাসী সভ্যতা আজ বিলুপ্ত একমাত্র সনাতন হিন্দু সভ্যতা বাদে কিন্তু আমাদের আদিবাসী বলতে তাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেই কারণ আমরা বেচে আছি, কারণ আমরা এখনো সেই ৫০০০ বছর বা তারো আগের আমাদের পূর্বপুরুষদের মত প্রকৃতি, পশু-পাখি, নদী, সূর্য পুজা করি। তাই তো আমরা অপরাধী। আমাদের অপরাধ আমরা বেচে আছি। আমরা যদি স্বধর্ম ত্যাগ করে তাদের একেশ্বরের পুজো করতাম তাহলে আজ আমরাও আদিবাসী বলে গন্য হতাম। আমাদের মধ্যে আর্য-অনার্যের কৃত্রিম বিভেদ তৈরি করারও প্রয়োজন পড়তনা। বাংলা ভাষা এই জনপদে আগে থেকে ছিলনা, বাংলা অনেক বিবর্তন এর ফসল, যখন বাংলা ছিলনা, বাঙালি ছিলনা তখন ও মানুষ ছিল এই জনপদে, তাইতো উয়ারি-বটেশ্বরে প্রায় ২০০০০ বছর পুরোনো বিষ্ণুর মূর্তির দেখা মেলে একটু খুড়লেই। আর লিঙ্গপুজো, সে তো প্রথম করা হয়ে সিন্ধু-সভ্যতার মানুষদের দ্বারা যারা ঋগ্বেদ রচনা করেছিলেন স্বরস্বতি নদীর তটে বসে, আরে বেদ তো নাকি আর্যরা লিখেছিল শুনলাম, তাহলে স্বরস্বতি নদীও কি নরডিক দেশে বইত নাকি কিন্তু এদিন যে তাহলে হরিয়ানা প্রদেশসহ রাজস্থান গুজ্রাটে স্বরস্বতি নদীর তীর গুলো খুজে পেলেন প্রত্নতত্ত্ববিদেরা। হায়রে বুদ্ধিজীবীদের বুদ্ধি পাকানোর তালে কে আর্য কে যে অনার্য তাই যে পাকিয়ে যাচ্ছে। ভগবান তুমি ই ভরসা, কিন্তু তুমি কি বৈদিক ভগবান নাকি লিঙ্গ তুমি যে কে তা বলে যেও একটু। উফফ বুদ্ধি বেশী পাকিয়ে গেছে। এত বুদ্ধি পাকাতে শেষে না ৪৭ এর মত আবারো বাঙলা কে হারিয়ে না বসি।

    • @noone-zl2di
      @noone-zl2di 11 месяцев назад

      It's propganda,he cherry picked concepts.
      Just to prove legitimacy and prove difference.
      Modern states and people are looking just for absolutes .

  • @souravmandal3601
    @souravmandal3601 Год назад +30

    There is a temple in Manali in Himachal Pradesh dedicated to the worship of Hidimbaa. According to the legend, Hidimbaa stayed back in the forest to perform penance and attain the status of a Goddess.

    • @VikramChatterjee123
      @VikramChatterjee123 Год назад +6

      Thik bolechen, panchal sombobata himachol pradesh e chilo ar mahabharate bola a6e panchal er pase hrimbar abas ba bon ta chilo.

    • @shayandutta2295
      @shayandutta2295 6 месяцев назад

      @@VikramChatterjee123 exactly

  • @sadhanbasu383
    @sadhanbasu383 Год назад +1

    Anirban, you are simply great. Pl. continue.

  • @mitulsamajik3244
    @mitulsamajik3244 2 месяца назад

    ভালো হয়েছে। তবে আরোও বিস্তারিত ভাবে বললে আরোও একটু সমৃদ্ধ হতাম। লেগে থাকুন। আর নৃতত্বের রেফারেন্স গুলোও জানাবেন। শুভেচ্ছা রইলো!👍

  • @SoulzIndiabyDevlina
    @SoulzIndiabyDevlina Год назад +5

    Great Vedic dynasties like Pushya Mitra Sungà and Vedic Guptas ruled , these are very ancient dynasties, deep Vedic roots are inculcated for thousands years ancient Vanga/Banga 👏🌞🔥
    5th century gaudas ( tribes south western coast)and Alchon huns invaded , great resistance was given by Great Emperor Skanda Gupta , eastern part was captured by them, western part was still under Guptas..
    The Africo mexican Huns , time to time in 9-10 centuries..
    Last was the African slaves which were brought by Arabs and Portugese ( as moors) in thousands of numbers, got released in 19 th century, escaped inside all coastal forests of entire India... Thatswhy Aztec and Africa mix continental, people can be found here..along with causacian aborigines

  • @sottiki
    @sottiki Год назад +30

    Most Bengalis have 45%+ ASI (Ancient South Indian) component, that way you are right. However, some Bengalis have 15-20% North European mix as per the Harappa project....mediterranean contribution seems odd! Also what about the migrations during glacial & interglacial periods ?

  • @shubhankarsaha6377
    @shubhankarsaha6377 Год назад +20

    আমি গর্বিত আমি বাঙালি ❤

    • @Anirban_das
      @Anirban_das  Год назад +3

      ❤️

    • @swapankumarpatra1088
      @swapankumarpatra1088 Год назад

      বাঙালি হচ্ছে খিচুরি জাতি, গ্রেট চুতিয়া। বাঙালি কেমন জাতি ভিড় লোকাল ট্রেনে চাপলে আর ইলেকশন এলে বোঝা যায়।

    • @nabilhossainosama5923
      @nabilhossainosama5923 Год назад

      আপনারা যে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কে বাদ দিয়ে বিভিন্ন মূর্তির পূজা করছেন এটার প্রমাণ আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা দিতে বলছেন [২১:২৪] আল আম্বিয়া
      أَمِ اتَّخَذوا مِن دونِهِ آلِهَةً قُل هاتوا بُرهانَكُم هذا ذِكرُ مَن مَعِيَ وَذِكرُ مَن قَبلي بَل أَكثَرُهُم لا يَعلَمونَ الحَقَّ فَهُم مُعرِضونَ
      কুরআন মাজীদ
      তারা কি আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য গ্রহণ করেছে? বলুন, তোমরা তোমাদের প্রমাণ আন। এটাই আমার সঙ্গীদের কথা এবং এটাই আমার পুর্ববর্তীদের কথা। বরং তাদের অধিকাংশই সত্য জানে না; অতএব তারা টালবাহানা করে।

    • @bhashashikkhakendro
      @bhashashikkhakendro Год назад

      ​​@@nabilhossainosama5923 আল্লাহ একটা কাল্পনিক শব্দ
      আল্লাহর কোনো অস্তিত্ব নেই
      😅😂😂😂😂😂😂😜
      তোরা ধর্মান্ধ
      ইসলামিক কুইজ
      আল্লাহ্ র ভালো নাম কি ?
      ::: হযরত নবী মহাউন্মাদ 😂
      কারণ আল্লাহ হচ্ছে নবী মহা উন্মাদের ফেক আইডি
      😂
      ইসলাম অধর্মের বয়স কত ?
      মাত্র ১৪০০ বছর
      😅
      পৃথিবীর সর্বপ্রথম উন্মাদ কে ?
      নবী মহা উন্মাদ 😂

    • @pritam1167
      @pritam1167 8 месяцев назад +1

      We are proud to be Sanatani, and happy with it.

  • @user-fu4wi3xd2y
    @user-fu4wi3xd2y 10 месяцев назад

    Asadharan,anek kichu ajana tathya janlam ebong parer apekshay railam.

  • @KalipadaBiswas-tl2vp
    @KalipadaBiswas-tl2vp 7 месяцев назад

    ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে ভিডিওর জন্য

  • @pinakighosh8552
    @pinakighosh8552 Год назад +10

    বঙ্গ অঞ্চলে বসবাসকারী অস্ট্রিক জাতির সাথে ইন্দো- ইরানীয় শাখার ভারতীয় আর্যদের মেলবন্ধনের ফলেই আজকের এই বাঙালি জাতির উদ্ভব। এক মাস্টারমশাই -এর মাধ্যমে এই রকমটাই জানা ছিল।

    • @Anirban_das
      @Anirban_das  Год назад +4

      আর্য থিয়োরিটা ভুলভাবে ব্যাখ্যাত

    • @sandipandasgupta7599
      @sandipandasgupta7599 Год назад

      আমার মতে প্রোটো অসট্রালয়েড দের সাথে মঙ্গলয়েড দের সংমিশ্রণ ই বাঙালি জাতির মুল রসায়ন। তবে ককেশিয়ান, দ্রাভিডিয়ান এবং পরবর্তিতে আরও বেশকিছু জাতি উপজাতির সংমিশ্রণে আজকের এই শংকর বাঙালি জাতি।
      তবে আমরা মুলত অস্ট্রোমঙ্গলয়েড জনগোষ্ঠী ভুক্ত জাতি।

    • @diptimishra4470
      @diptimishra4470 Год назад

      Dr অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, কিংবা সুকুমার সেনের মতো ভাষাবিদরা তাহলে ভুল। বাঙালির জিনোম সিকোয়েন্স দেখেছেন?

    • @rafalodeaogo3032
      @rafalodeaogo3032 Год назад

      সর্বৈব মিথ্যা এই তথ্য ম্যাক্সমুলার এবং মেকলে এর মন গড়া বানানো তথ্য ভারতে ইংরেজদের অধিপত্য কায়েম করার জন্য এই তথ্য বানানো হয়েছিল এই তত্ত্বে বলা হয়েছিল যে উন্নত জাতিরা সর্বদাই ভারত কে শাসন করবে তাই ভারতের উপরে ইংরেজদের শাসন বৈধ এটা প্রমাণ করার জন্যই এরা আর্যদের বহিরাগত বলেছিল।
      কিন্তু যে যে ধরনের জাতির কথা এরা বলেছিল শেষে ধরনের জাতিদের সঙ্গে ভারতীয়দের ডিএনএর কোনরূপ মিল পাওয়া যায় না। প্রথমে এরা বলল মধ্য এশিয়া তারপরে বলল দক্ষিণ এশিয়া তারপরে বলল উত্তর এশিয়া যাদের সঙ্গে আর্যদের ডি এন এর কোন মিল পাওয়া যায়, আর্য একটা ভাষা আর্য শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ অর্থাৎ সে যে জাতির লোক হোক শ্রেষ্ঠ হলেই তাকে আর্য বলা হত। এই আর্যদের সময়কালে ব্যবসা-বাণিজ্য খুব উন্নত ছিল এবং এরা বিভিন্ন দেশ বিদেশে ধর্ম প্রচারের জন্য গিয়েছিল এবং সেসব দেশে এদের সাথে বৈবাহিক সম্পর্ক ও স্থাপিত হয়েছিল সেটা ভাবলেও কোন আশ্চর্য হয় না এইজন্যই আজকে এই যে ডিএনএ অন্য জাতির মধ্যে দেখা যায় আর্যদের তা আসলে ভারতের আর্যদের সাথে অন্যান্য দেশের লোকেদের বৈবাহিক সম্পর্কের কারণে তাদের সন্তান-সন্ততিদের মধ্যে প্রবাহিত হয়েছিল।xx o xy এটা তো সকলেরই জানা। কিছু বছর আগে ডিএনএ এক্সপার্টদের একটা সম্মেলন হয়েছিল যাতে বলা হয়েছিল যে আর্যরা যে বাইরে থেকে এসেছে এই ধারণা সম্পূর্ণরূপে মিথ্যা আর্যরা প্রকৃতপক্ষে ভারতের নিবাসী এবং সিন্ধু সভ্যতার বিবর্তন এর ফলে তারা আর্যতে পরিণত হয়েছে।

    • @soulin8520
      @soulin8520 Год назад +3

      The "Aryan Invasion theory" is an outdated version . In the 1850s, Max Müller introduced the notion of two Aryan races, a western and an eastern one, who migrated from the Caucasus into Europe and India respectively.
      The much-awaited DNA study of the skeletal remains found at the Harappan site of Rakhigarhi, Haryana, shows no Central Asian trace, indicating the Aryan invasion theory was flawed and Vedic evolution was through indigenous people.
      The lead researchers of this soon-tobe published study - Vasant Shinde and Neeraj Rai - told ETthat this establishes the knowledge ecosystem in the Vedic era was guided by “fully indigenous” people with limited “external contact”.

  • @BkD.04
    @BkD.04 Год назад +5

    আমি গর্বিত, আমি অনার্য।❤

    • @Anirban_das
      @Anirban_das  Год назад +5

      আমি বাঙালি বলুন ❤️

    • @kushalmukhopadhayayuhi3314
      @kushalmukhopadhayayuhi3314 Год назад +1

      Bangla is an Aryan language, dear. English too. Please, don't try these again.

    • @soulin8520
      @soulin8520 Год назад

      আর্য নামে কোনো জাতি দুনিয়ায় কোনোকালেই ছিলো না। ১৭৮৬ সালের দিকে এই তথাকথিত "আর্য"দের উদ্ভব। ব্রিটিশদের শয়তানী মস্তিষ্ক থেকেই "আর্য", "প্রোটো ইন্দো-ইউরোপিয়ান", "সংস্কৃত", এসবের সৃষ্টি হয়েছিলো ।
      আর্য (সং. √ঋ+য) হচ্ছে, একজন শ্রদ্ধেয় বা সম্মানিত বা বিশ্বস্ত মানুষ

  • @sayakpatra7223
    @sayakpatra7223 Год назад +5

    দাদা , animation দিয়ে বিষয়টা বোঝালে আরো ভালো হতো , যেমনটা epic channel দেখায়।
    আর হিন্দি মাধ্যমে এই ভিডিও প্রকাশ করার অনুরোধ জানাই।
    গোটা ভারত জানুক , আসল বীর করা।

    • @Anirban_das
      @Anirban_das  Год назад +5

      ইংরেজিতে করবো সারা বিশ্বের জন্য। এডিটিং এর বাজেট নেই ভাই। চ্যানেল বড় হোক, নিশ্চই করবো

  • @nasiruddinmullick7564
    @nasiruddinmullick7564 2 месяца назад

    Khub valo laglo sir

  • @ArmanAli-nh8dx
    @ArmanAli-nh8dx Год назад

    উপকৃত হলাম ৷ অনেক অজানা বিষয় জানতে পেলাম ৷ ধন্যবাদ আপনাকে ৷

  • @kallolrudra15498
    @kallolrudra15498 Год назад +13

    সত্যিই নিজেকে গর্ব বোধ করি, বাঙালি হিসেবে ❤️❤️❤️

  • @the.old.tantrik
    @the.old.tantrik Год назад +4

    স্যার, আপনার মতো মানুষ কে বাংলা পক্ষে দরকার

    • @Anirban_das
      @Anirban_das  Год назад

      আপনাদের ছাড়া আমি বা আমরা শূন্য

  • @shubhradeepdas6443
    @shubhradeepdas6443 Год назад +6

    দাদা দয়া করে জরাষন্ধ পৌন্ড্রক আর হিড়ীম্বা কে নিয়ে পরের Video তে আলোচনা করুন🙏🙏🙏🥺

    • @Anirban_das
      @Anirban_das  Год назад +2

      পরে কিছু শিডিউল আছে। তবে করবো নিশ্চই

    • @nabilhossainosama5923
      @nabilhossainosama5923 Год назад

      এক আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ছাড়া আর কোনো সৃষ্টি কর্তা ঈশ্বর ভগবান প্রভূ নেই কুরআন মাজীদ পড়ুন [১২:৩৯] ইউসুফ
      يا صاحِبَيِ السِّجنِ أَأَربابٌ مُتَفَرِّقونَ خَيرٌ أَمِ اللَّهُ الواحِدُ القَهّارُ
      কুরআন মাজীদ
      হে কারাগারের সঙ্গীরা! পৃথক পৃথক অনেক উপাস্য ভাল, না পরাক্রমশালী এক আল্লাহ?[১২:৪০] ইউসুফ
      ما تَعبُدونَ مِن دونِهِ إِلّا أَسماءً سَمَّيتُموها أَنتُم وَآباؤُكُم ما أَنزَلَ اللَّهُ بِها مِن سُلطانٍ إِنِ الحُكمُ إِلّا لِلَّهِ أَمَرَ أَلّا تَعبُدوا إِلّا إِيّاهُ ذلِكَ الدّينُ القَيِّمُ وَلكِنَّ أَكثَرَ النّاسِ لا يَعلَمونَ
      কুরআন মাজীদ
      তোমরা আল্লাহকে ছেড়ে নিছক কতগুলো নামের এবাদত কর, সেগুলো তোমরা এবং তোমাদের বাপ-দাদারা সাব্যস্ত করে নিয়েছে। আল্লাহ এদের কোন প্রমাণ অবতীর্ণ করেননি। আল্লাহ ছাড়া কারও বিধান দেবার ক্ষমতা নেই। তিনি আদেশ দিয়েছেন যে, তিনি ব্যতীত অন্য কারও এবাদত করো না। এটাই সরল পথ। কিন্তু অধিকাংশ লোক তা জানে না। আপনি কিছু বলতে চান?

    • @shubhradeepdas6443
      @shubhradeepdas6443 Год назад

      @@nabilhossainosama5923 ভাই দেখ তোমার ধর্মে কি বলেছে তা আমি জানি না,আর জানতেও চাই না। কেন উপযাজক হয়ে জ্ঞান দিতে আসছো?আল্লাহ যে সত‍্যি তা তোমাদের ধর্মে বলা। তোমরা আল্লাহ কে মানো তাতেই হবে। আমারা আমাদের ধর্ম নিয়েই খুশি।

    • @nabilhossainosama5923
      @nabilhossainosama5923 Год назад

      @@shubhradeepdas6443 আপনি বললেন কেনো আপনাকে আমি জ্ঞান দিতে এলাম। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে সেটা হলো আপনাদের ধর্মের নাম কী এবং ধর্ম গ্রন্থ দিয়ে প্রমাণ দিবেন? এরপর বললেন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যে সত্য তা আমাদের ধর্মে বলা কিন্তু আপনাদের ধর্ম গ্রন্থে বলা আছে যে ঈশ্বর একজনই তার কোনো প্রতিমা বা ছবি নেই এটা আপনি জানেন? তাহলে এখান থেকে কী প্রমাণ হয় আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার ইবাদত করি তিনিও একজন এবং তার কোনো প্রতিমা বা ছবি নেই।হয়তো বা আপনাদের ধর্ম গ্রন্থে আল্লাহ শব্দ টা নেই কিন্তু মিল কিন্তু একই তাহলে এখন বলবেন আপনাদের ধর্ম গ্রন্থে যেটা আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা না বরং অন্য কেউ যদি অন্য কেউ হয় তাহলে আপনি বলুন সে কে?

    • @nabilhossainosama5923
      @nabilhossainosama5923 Год назад

      @@shubhradeepdas6443 [২০:১৪] ত্বোয়াহ
      إِنَّني أَنَا اللَّهُ لا إِلهَ إِلّا أَنا فَاعبُدني وَأَقِمِ الصَّلاةَ لِذِكري
      কুরআন মাজীদ
      আমি আল্লাহ! আমি ছাড়া কোন ইলাহ্ নেই; অতএব আমার ইবাদাত কর এবং আমার স্মরণার্থে সালাত কায়েম কর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলছেন তিনিই আল্লাহ্ তিনি ছাড়া আর কোনো ইলাহ্ নেই।ইলাহ্ আরবী শব্দ এর অর্থ হলো সৃষ্টি কর্তা, ঈশ্বর, ভগবান, প্রভূ,তাহলে তিনি আমাদের আদেশ করছেন যে একমাত্র তারই ইবাদত করতে। ইবাদত আরবী শব্দ এর অর্থ হলো প্রারথনা করা পূজা করা। এখন আমি আমার ধর্ম গ্রন্থ দিয়ে প্রমাণ করলাম যে একমাত্র তারই প্রারথনা করা। এখন আপনি আপনার ধর্ম গ্রন্থ দিয়ে প্রমাণ দিন যে এই মূর্তি পূজার দলিল কোথায় পেলেন? ব্রহ্মা,শিব,বিষনু,শ্রী কৃষ্ণ, শ্রী রাম,গণেশ, কার্তিক, মা দূর্গা,মা সরস্বতী, মা লক্ষ্মী,মা কালী,মা ভগবতী, মা মনসা আরো কতো কী আছে আপনাদের এরা কী সত্যিই মূর্তি বানিয়ে পূজা করতে বলেছে আপনাদের ধর্ম গ্রন্থে? দেখুন আমি কিন্তু আমাদের ধর্ম গ্রন্থ দিয়ে প্রমাণ করেছি যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার ইবাদত করতে হবে। এখন প্রমাণ দিন ধর্ম গ্রন্থ দিয়ে? নিজে থেকে কিছু বলবেন না? আমি নিজে নিজে বলিনি।আমি কুরআন মাজীদ দিয়ে দলিল দিয়েছি। এখন আপনি যদি না পারেন তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কে মেনে নিতে হবে?

  • @mahmudsumon1291
    @mahmudsumon1291 4 месяца назад +1

    এগিয়ে যাও ভাই। 👌

  • @ShibjiGhosh-rj6xh
    @ShibjiGhosh-rj6xh 5 месяцев назад

    বাংলার ইতিহাস জানানোর জন্য ধন্যবাদ ❤❤

  • @sumitdey3358
    @sumitdey3358 6 месяцев назад +6

    But converted Muslim who never accepted by original muslim ARABS think third class muslim now bangladesh...i Tourcher our ancestors but they loss their land but not left our pure religion🙏🙏 proud to b sanaatan

    • @shahnazparvin7285
      @shahnazparvin7285 4 месяца назад +1

      Lol man.. but you're untouchable..

    • @darthvader6110
      @darthvader6110 3 месяца назад

      ধর্মের সাথে জাতির কোন সম্পর্ক নেই। বাংগালি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই আস্ট্রালয়েড দের বংশধর। ধর্ম আর জাতি আলাদা জিনিশ। এটা বুঝার মত মাথা অনেকের নেই

    • @soumenbalti4870
      @soumenbalti4870 13 дней назад

      ​@@shahnazparvin7285 you too 😂😂
      Untouchable to both Hindus and upper class muslims 🤣🤣

  • @sandeepmukherjee8789
    @sandeepmukherjee8789 Год назад +9

    Bhalo laglo apnar ei initiative ta 👌 I think Bengalis have very much mixed culture and open culture and its adaptation of British and European culture thru settlement of French, Danes and Portuguese and Mongols and Muslim all have contributed to the formation of this mixed culture, many of our non-Bengali friends and colleagues don't treat Bengalis as proper Hindus as normally Bengalis are not that traditional and religious minded people...
    Average Bengalis der religious place visit is relatively less as compared to hill stations and other places, which seems to establish the thought of Bengalis are not Hindus in terms of Hindi speaking population...
    This is purely my opinion, though.

    • @sagnikchatterjee2946
      @sagnikchatterjee2946 Год назад +4

      I agree with you Assamese and South Indians and North Indians don't consider us as Hindu anymore and it's not their fault it's our fault .

    • @apurbadebnath3929
      @apurbadebnath3929 Год назад

      হুম বাঙালি হিন্দুরা হিন্দু না। বাঙালি অহিন্দুরা সবাই প্রপার বাঙালি অহিন্দু। জয় বাঙালি অহিন্দুদের জয়। বাঙালি হিন্দু নিপাত যাক। একশান একশান ডাইরেক্ট একশান। গোপাল পাঠার ইতিহাস পড়। গোপাল মুখার্জি।

    • @subhrabhai
      @subhrabhai 10 месяцев назад

      I think this is because of invasion of communism theory and as a result gradual departure from past otherwise sanatan is a thought process and belief system with subbranches and vast history of evolution to which we all subscribe to.

    • @alluanik8503
      @alluanik8503 8 месяцев назад +1

      It's because of communism corrupted west Bengal. In Bangladesh, we always are Devoted Hindu and fight for Dharma

    • @melg6834
      @melg6834 8 месяцев назад

      😂😂😂

  • @surajitsingha6739
    @surajitsingha6739 Год назад +18

    আমি ভারতীয় আমি গর্বিত।

    • @DudewithaGoodMood
      @DudewithaGoodMood Год назад +5

      @@AmitrajitMukherjee বাংলা ভারতেরই অংশ

    • @Noah0057
      @Noah0057 Год назад +5

      Ekdom nation first 🇮🇳 Jai Hind 🇮🇳

    • @natarajishm
      @natarajishm Год назад +1

      @@AmitrajitMukherjee apnar ki tate problem ? ভারত আমার ভারতবর্ষ
      স্বদেশ আমার স্বপ্ন গো
      তোমাতে আমরা লভিয়া জন্ম
      ধন্য হয়েছি ধন্য গো

    • @Noah0057
      @Noah0057 Год назад +1

      @@AmitrajitMukherjee k doshi Manipur r incident r jonno ??? Explain na kore vulval kotha comment kore budhhijibi hote chaiche re 🌝

    • @Noah0057
      @Noah0057 Год назад

      Caste based discrimination reservation system joto din ei deshe thakbe totodin ei jinis cholte thakbe age egulo k dur kora hok

  • @indranilsengupta5214
    @indranilsengupta5214 Месяц назад

    Darun Bhai...
    Sen bonghso r opor ekta episode toiri korben?

  • @AbarSuru-ww3bq
    @AbarSuru-ww3bq 5 месяцев назад

    Great video. Loved it. But cc should also be in English. I believe we are like the jews of this subcontinent(not the money part) so the world needs to know us now. Consider the ratio of Bengali nobel laureates to the rest of India. অনেকদিন পর নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিতে ভাল লাগলো। আমাদের মনে করা দরকার আমরা কারা।

  • @dibakarkhan3449
    @dibakarkhan3449 Год назад +6

    Great information
    By the way you may observe that there is similarity in Assamese script and Bengali script, it's history is unknown. You may kindly research and find there which one is older script and why both are similar in fonitics. It seems to be very intresting topic , kindly pursue the same.

    • @dibakarkhan3449
      @dibakarkhan3449 Год назад +1

      I like your videos very much, it contains lots of unknown information. I know to make such videos lots of hard works is required . God bless you keep it up

    • @sourabhmookherjee4218
      @sourabhmookherjee4218 Год назад

      The history is not unknown. They are variations of the Eastern Nagri script which evolved from the Bramhi script.

    • @noone-zl2di
      @noone-zl2di 11 месяцев назад

      Nothing is unknown,the script is derived from siddha script,which in turn was derived from Gupta script.
      The script did not originate from modern day bengal .

    • @dibakarkhan3449
      @dibakarkhan3449 11 месяцев назад

      @@noone-zl2di good then kindly tell me which script is oldest Assamese or Bangla. In Assam few scholars claim that Assamese script is the oldest and Bangla script is borrowed from Assamese.

  • @shaswatasengupta
    @shaswatasengupta Год назад +4

    Bengalis dont have any connections with Aryans. Ramprasad chanda was the first who introduced Aryan theory on Bengalis to counter Risley. Brahmins and Kayasthas are the natives of Bengal along with all Bengali castes expect some few. Although there could be some aryan genes in them but the numbers are very few.

  • @sujitpatra6108
    @sujitpatra6108 Год назад +4

    কিন্তু দাদা হাওয়াতে না বলে যা বললেন তার প্রমান গুলো দিলে ভালো হত। কারণ নাহলে আপনার যে আর্য দের উপর ভীষন রাগ সেটাও বোঝা যাচ্ছে।

    • @Anirban_das
      @Anirban_das  Год назад +6

      কারোর উপর রাগ নেই। অন্ধত্বের উপর রাগ। অস্বীকারের উপর রাগ। বাঙালি হয়ে তথাকথিত ‘নীচু জাত’কে অপমান করা হয় বলে রাগ। please follow description for sources.

    • @anirbanghosh1670
      @anirbanghosh1670 Год назад +2

      Bhai.. Andho holen apni. Bangali ke uttar bharoter loke ra kokhno asol hindu mone kore na. Tai ora bangali meye biye kore na kintu bangali chele jamai kore na. You tube search korun "amit singh rajput bengali insult". Dekhben akti bihari chele kibhabe bolche je " Mujhe bangali ladkiyo ka ra*e krna hy kyuki woh sab ra**i hy sonagachi ka"

    • @anirbanghosh1670
      @anirbanghosh1670 Год назад +2

      ​@@Anirban_dassera reply

    • @sujitpatra6108
      @sujitpatra6108 Год назад +4

      ​@@anirbanghosh1670দাদা এখানে ইতিহাস নিয়ে কথা হচ্ছে, ইউটিউব নিয়ে নয় তাই কে কোন চ্যানেলে বাঙালি কে বলেছে সেটা নিয়ে আমরা ইতিহাস বর্ণনা করবো তা তো ঠিক না।

    • @sujitpatra6108
      @sujitpatra6108 Год назад +4

      ​@@Anirban_dasদাদা ধন্যবাদ উপদেশ দেবার জন্য। কিন্তু আপনি মনে হয় বুঝতে পারেননি আমার কথাটা, যদি আপনি আপনার ভিডিওতে ডেসক্রিপশন এ দেওয়া বই গুলোর লিংক দিতেন বা ভিডিও তে সোর্স ফাইলের কথা বলতেন তাহলে আমি বলতাম না। আর তা নাহলে যে অন্ধত্বের কথা বলছেন সেই অন্ধ সকলেই যারা তথ্য না যাচাই করে আপনার কথা স্বীকার করেছে।

  • @deepmalyasarkar2407
    @deepmalyasarkar2407 Год назад

    Khub sundor dada khub vlo lglo

  • @palashranjanbhaumick5583
    @palashranjanbhaumick5583 Год назад

    অসাধারণ উপস্থাপনা ও রচনা!
    ঋদ্ধ হলাম।
    💐💐💐