হেমন্ত মুখোপাধ্যায় থেকে R D Burman, জীবনের অনেক অভিজ্ঞতার কথা শোনালেন গায়ক শিবাজী চট্টোপাধ্যায়

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июл 2023
  • #iambose #kunalbose #podcast #banglapodcast #iambose #Shibaji Chatterjee #HemantaMukherjee #RDBurman #bollywood #arijitsingh #kumarsanu #BengaliSong

Комментарии • 131

  • @IAMBOSE
    @IAMBOSE  Год назад +8

    Really sorry for the Chatterjee spelling. It's a typo. Mistake from the editor's Part. Really sorry for that but can't delete the entire video.

    • @chandanlahiri7648
      @chandanlahiri7648 Год назад +1

      "ভালোবাসা ভালোবাসা" ছবির অন্য অনেক খুঁটিনাটি খবর এই সাক্ষাৎকার নেওয়া সাংবাদিক ভদ্রলোক জানেন।অথচ এই ছবিটি র সঙ্গীত পরিচালক কে ছিলেন,তা জানেন না। আশ্চর্য জনক!

  • @niladridey1740
    @niladridey1740 Год назад +36

    অনেক দিন পর শিবাজী দা কে দেখে খুব ভালো লাগছে। আমি বিরাটীতে থাকি, উনি আমাদের বিরাটীর গর্ব। যে কথাটা বিশেষ ভাবে বলবো, বাংলায় অনেক শিল্পী আছেন বা ছিলেন কিন্তু শিবাজি চ্যাটার্জীর মতো ভালো মানুষ সত্যিই দুর্লভ। এতো জনপ্রিয় কিন্তু কখনো অহঙ্কার ওনাকে স্পর্শ করেনি, এবং পরিচিত মানুষদের প্রতি দাদা খুবই আন্তরিক। ঈশ্বরের কাছে প্রর্থণা করি, ভালো থাকুন।

    • @Soma-wu2fk
      @Soma-wu2fk Год назад

      Ami jokhhon Harekrishna mastermoshai( Mazumder) er kaachhe porte jetam Maths tokhon bondhura dyakhato Onader barita( Shibanidar)... Amader paray uni gaan gaite jeten thik e kintu oi sob func e amra jetam na...😔😌😔😌

    • @pinakibhattacharya9609
      @pinakibhattacharya9609 11 месяцев назад

      sotyi uni bhalo manush....onar katha ..body language..dekhlei bojha jae...pronam onake...matir manush uni

    • @sayanbhattacharya4372
      @sayanbhattacharya4372 11 месяцев назад

      হুম শিবাজীবাবু অবশ্যই অত্যন্ত ভালো মানুষ। তবে হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন মানুষ হিসাবে দুর্লভতম।

    • @swarnavabanerjee1991
      @swarnavabanerjee1991 6 месяцев назад

      Onar e show ekhun dekhchi...live

  • @Subhabrata
    @Subhabrata Год назад +11

    নতুন করে চিনলাম শিবাজী চট্টোপাধ্যায়কে। ওনাকে ১৯৯৬ সালে কলেজ সোশ্যালে দেখেছিলাম। খাঁটি সোনার হৃদয়-বিশিষ্ট মানুষ। 'এই পৃথিবীর কত কিছু বদলায়' গানটি আমার বুকের রক্তধারার সাথে বয়।

  • @sudipbasu4309
    @sudipbasu4309 Год назад +4

    খুব ভালো লাগলো অনুষ্ঠান দেখে.... খুব ছোটবেলা থেকেই ওনার গান শুনেছি, একসময়ে পাড়ার প্রায় অধিকাংশ জলসায় "শিবাজী চট্টোপাধ্যায়" একটা Common নাম ছিলো.... আমি "হেমন্ত মুখোপাধ্যায়ের" গানও সামনে থেকে শুনেছি, একবার "তাঁকে" প্রণামও করেছি.... নিজেও একটু-আধটু গান করতে চেষ্টা করি.....
    আমার আর একটা পরিচয়, সেটা আমার কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের.. সেটা হলো আমার এবং আমাদের সবার প্রিয়, পূজনীয় "সুভাষচন্দ্র বসু" আমার জ্ঞাতি..... ধন্যবাদ........ 💐🙏🙏💐

  • @souravroy6634
    @souravroy6634 Год назад +9

    হেমন্ত মুখোপাধ্যায় মানুষ হিসাবে খুব ভালো ছিলেন।

  • @ranju56
    @ranju56 Год назад +2

    খুব ভালো লাগলো। হেমন্ত মুখোপাধ্যায় এবং রাহুল দেব বর্মণ কিন্ত এখনও এবং ভবিষ্যতেও অম্লান বরঞ্চ তারা আরো বেশি আজ জনপ্রিয়তার তুঙ্গে। শিবাজী চট্টোপাধ্যায়ের খুব আন্তরিকতার সঙ্গে আলাপচারিতা করেছেন

  • @soumitraroy361
    @soumitraroy361 Год назад +6

    আরও এরকম পুরোনো দিনের গায়কদের কথা শুনতে চাই।
    দারুন লাগলো এই আত্ম কথা।
    ধন্যবাদ।

  • @anupkumarroy177
    @anupkumarroy177 Год назад +3

    অনেকদিন পর একটা মনের মত ইন্টারভিউ দেখে আবার এই বুড়ো বয়সে ভরসা পেলাম ও গুণী শিল্পীর প্রাণের ও মনের কথা গুলো সহজ ভাবে পরিবেশন জন্য কৃতজ্ঞতা জানাই।সঞ্চালক মহাশয়ের উপস্থাপনাও খুবই প্রাণবন্ত।

  • @rathinghose4402
    @rathinghose4402 Год назад +8

    Sivaji Chatterjee is a wonderful singer, person and human being. Lot of people didn’t realize his actual talent and use him properly in films both in Bengali and Hindi. Excellent interview.

  • @shyamalbanerjee4635
    @shyamalbanerjee4635 Год назад +3

    শিবাজীদার সাথে আমার পরিচয় 70 দশকের প্রথম দিকে, অনেক কথা হোতো, কিন্তু তার জীবনের অনেক কথা জানতাম না, এই সাক্ষাৎকার য়ের মাধ্যমে বেশ কিছু অজানা তথ্য জানতে পারলাম, খুব ভালো লাগলো

  • @amitbasu5866
    @amitbasu5866 Год назад +11

    যতটুকু দেখেছি শিবাজী দা শুধু ভালো শিল্পীই নন। অত্যন্ত ভদ্র, সজ্জন ও ভালো মনের মানুষ।

  • @pabitramukhopadhyay902
    @pabitramukhopadhyay902 Год назад +1

    অনেক অনেক ধন্যবাদ এই রকম ইন্টারভিউ তুলে ধরার জন্য যেখানে শ্রদ্ধেয় শিবাজী চট্টোপাধ্যায়ের জীবনের অনেক অজানা কথা জানতে পারলাম,সঙ্গীত জগতের আরও অনেক নক্ষত্রের জীবনের বহু তথ্যও জানতে পারলাম।
    প্রণাম জানাই শ্রদ্ধেয় শিবাজী চট্টোপাধ্যায়কে।

  • @sabarnog1
    @sabarnog1 Год назад +1

    excellent..... amar khub priyo shilpi. koto norom manush

  • @rajibdas1614
    @rajibdas1614 Год назад +1

    খুব ভাল লাগল দারুণ শিল্পী উনি ওনার ফানশান শুনেছি অসাধারণ লেগেছিল সেদিন আমাদের সকলের।

  • @sivajichatterjee6668
    @sivajichatterjee6668 Год назад +1

    আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই।কুনাল কে অনেক শুভেচ্ছা। ঈশ্বর মঙ্গল করুন।

  • @sayangupta4402
    @sayangupta4402 Год назад +2

    অসাধারণ একটা কথোপকথন শুনলাম। শিবাজী চট্টোপাধ্যায় খুব পছন্দের শিল্পী ও ব্যক্তিত্ব। অনেক অজানা কথা শুনলাম। খুব ভালো থাকবেন, প্রণাম🙏... চ্যানেলের কাছে কিংবদন্তীদের নিয়ে আরো অনেক এরকম অনুষ্টানের আশায় রইলাম।

  • @subirkumarchatterjee1596
    @subirkumarchatterjee1596 Год назад +1

    খুব ভালো লাগলো এই interview টা দেখে, কুণাল তুমি বিভিন্ন শিল্পী দের নিয়ে এইরকম programme করো Thank you.

  • @pinakichatterjee1851
    @pinakichatterjee1851 Год назад +6

    ,Shivaji Chattopadhyay -The ultimate gentleman and great human being.Thanks a lot Kunal Bose for this great episode.🙏❤️🙏

  • @kalpanasinharoy5947
    @kalpanasinharoy5947 Год назад +4

    ১৯৮৬ সালে আমাদের শ্রীরামপুর কলেজের সোস্যালে এসেছিলেন।তখন খোঁপার ওই গোলাপ দিয়ে গানটা খুব জনপ্রিয় ভালবাসা ভালবাসা সিনেমার গান।

    • @Soma-wu2fk
      @Soma-wu2fk 11 месяцев назад

      Hmm... Biye barite bajchhilo mone achhe ..Ak deshe ak chhilo/ khopar oi golap diye ..tokhon onek chhoto...film niye agroho e chhilona...tobe ganguli khub bhalo legechhilo .. 1986 r hit film... Kintu pore dekhe amon kichhu bhalo lageni...

  • @piano8519
    @piano8519 Год назад +1

    শিবাজী চট্টোপাধ্যায় - অরুন্ধতী হোম চৌধুরী অন্যতম সেরা জুটি , গানে & বাস্তব জীবনেও , রবীন্দ্র সংগীত গুলো এখনো নিত্য দিনের সঙ্গী

  • @AnjanMukherjee-gv8nb
    @AnjanMukherjee-gv8nb Год назад +1

    Khub bhalo laglo. Onek kotha amrao jantam na. Khub sundor presentation. Anjan Mukherjee Birati.

  • @AnupamRoy-sk9er
    @AnupamRoy-sk9er 9 месяцев назад +1

    Bhalobasa Bhalobasa film er Climax er oi 10 minutes er gaan ta Ami vabtam Hemanta Babur gaowa...
    Sotti obak lagchhe...!!!

  • @sudiptokarati4148
    @sudiptokarati4148 Год назад +1

    খুব সুন্দর কথা বলেন শিবাজী chattterjee বাবু

  • @moumitacmusic
    @moumitacmusic Год назад +1

    খুব ভালো লাগলো অনুষ্ঠান l উনার গান কতো শুনেছি l উনাকে প্রণাম জানাই

  • @amlankumardasgupta998
    @amlankumardasgupta998 Год назад +1

    Excellent a singer with music director like Hemonto Mukherjee & R D Burman for creating fundamental wave of sound in the form of song with musical assistant.

  • @subhasisdas8021
    @subhasisdas8021 Год назад

    অনেক পুরান কথা শুনতে পেলাম, অনেক ভাল লাগল। ।

  • @dipakbandyopadhyay7729
    @dipakbandyopadhyay7729 Год назад +1

    Singer Shibaji Chattopadhyay is outstanding in this interview, very practical, clean outlook of present music and Singers. Very nice gentleman. May God bless his all wishes. Thank you and regards Shibaji Da.

  • @sumanadasgupta1999
    @sumanadasgupta1999 Год назад +2

    শিবাজী বাবুর ইন্টারভিউটা খুব ভালো লাগলো। এটা কি সামনাসামনি বসে নেওয়া হয়েছে?? মনে হচ্ছে দুজনে দুই জায়গায় বসে আছেন।

  • @srabonsware2024
    @srabonsware2024 Год назад +1

    Bahhhhh,daruuunnn,anek kichu janlam🙏🙏💐💐🌹🌹🙏❤️

  • @sanjoybhattacharjee8261
    @sanjoybhattacharjee8261 Год назад

    Khub bhalo laglo shune. Onek kichu jana gelo, ja proyojon o chilo. Osesh dhyonyobad interview ti newa ebong share korar jonyo. Wish u all the best.

  • @kakalimitra5414
    @kakalimitra5414 Год назад +1

    Bhari Sundor Lagche... Oner Galpo Shunte ❤

  • @pradipkundu5919
    @pradipkundu5919 Год назад

    Ak jon prakrita silpir moner katha sune khub ee anupranito holam,
    Thank you kunal Da,r Thank you so much sibaji Da,

  • @suvrasengupta2840
    @suvrasengupta2840 Год назад +1

    মানুষ টা ত খুব সুন্দর। কি স্বচ্ছন্দ , সাবলীল মানুষ। প্রকৃত শিল্পি রা বোধহয় এরকমই হয়। মানূষ টি কে প্রথম দেখেছিলাম আমাদের পাড়ায় , গড়িয়াতে । সাথে অরুন্ধতিদি ছিলেন। পাড়ায় একটি ছেলে ছিল কি বোর্ড বাদক, তার পিতৃবিয়োগের দিন।

  • @tapashghosh7459
    @tapashghosh7459 Год назад +2

    দারুণ লাগল স্মৃতি কথন

  • @kakalimitra5414
    @kakalimitra5414 Год назад +2

    Sonar Diner Sonar Gaan... Nostalgia ❤

  • @swagatadattaroy6959
    @swagatadattaroy6959 Год назад +1

    Khub bhalo lagche bhalo thakhun abar kobe dekte pelam.apner ganer khub bhokto.

  • @soumenmukherjee9038
    @soumenmukherjee9038 Год назад +1

    খুব ভাল লাগল এরকম অকপট খোলামেলা আলোচনা শুনে। এরকম অনুষ্ঠান আরো হোক এটাই চাই। সন্চালককে ধন্যবাদ সঙ্গে শিবাজী চট্টোপাধ্যায়কেও।

  • @sandipancreationssc6909
    @sandipancreationssc6909 Год назад

    Khub Valo laglo video ta. Dada Aponar sob video Khub Valo hoy. Dhonnobad Emn video korar Jonno. Aponar sathe Dekha korar Ichhe roilo

  • @rambhattacharjee1850
    @rambhattacharjee1850 Год назад

    Thank you Kunal, for this interview of Shibaji da,❤❤❤❤ Love you brother,,
    Ek jon gem, mukto ❤❤❤❤❤

  • @arupchaterjee5720
    @arupchaterjee5720 Год назад

    বহু বছর আগে খুব সম্ভবত ১৯৭৯/৮০সাল নাগাদ বিরাটীতে বনিকমোড় বলে একটা জায়গা আছে। সেইখানে কোন এক পুজোর সময় ফাংশানে শিবাজীদার গান শুনেছিলাম।তখনই বিরাটী,মধ্যমগ্রাম মানে দমদম অঞ্চলে হেমন্তকন্ঠের গায়ক হিসেবে ওনার যথেষ্ট নাম ছিলো। আমি আমার মামাবাড়ি বিরাটীতে থাকার কারনে আমরা ওই ফাংশান কলকাতা থেকে দেখতে গেছিলাম আর ওনার গান প্রথম শুনেছিলাম। আজ অনেক বছর পর ওনাকে দেখে খুব ভালো লাগছে। ভালো আর সুস্থ থাকবেন দাদা।প্রনাম নেবেন।

  • @linachakrabarti7029
    @linachakrabarti7029 Год назад +1

    ভীষণ ভালো লাগলো!

  • @somshubhrapurkayastha1803
    @somshubhrapurkayastha1803 Год назад

    Darun ekjon manusher songey alap koranor jonno dhonnobad ❤

  • @sampadas4823
    @sampadas4823 Год назад +1

    Onar kotha sune khub valo laglo

  • @rambhattacharjee1850
    @rambhattacharjee1850 Год назад

    You really doing a great job, Kunal, may the God bless you brother 🎉🎉🎉🎉❤❤

  • @tathagatac1992
    @tathagatac1992 Год назад +2

    Sivaji da khub valo laglo apnar interview amr guru Rd burman r kotha sune khub e kharap laglo pancham da benche thakbn

  • @bhaskardhar2361
    @bhaskardhar2361 Год назад +2

    Pranam Shivaji Babu.

  • @tamonashadhikari9731
    @tamonashadhikari9731 Год назад

    Khub valo laglo...Sibaji Babu r sustho jibon kamona kori..

  • @asishroy-hi8qb
    @asishroy-hi8qb Год назад

    Khub khub bastabsanmata kotha bolechen. Pranam apnake

  • @newsstardom3579
    @newsstardom3579 Год назад +2

    খুব ভালো লাগলো।

  • @SSS-ys4uj
    @SSS-ys4uj Год назад +1

    Spasta Baktitto, Memory Recollect for 1942 A Love Story. Bhalo thakben

  • @explorershubhusworld9911
    @explorershubhusworld9911 Год назад +3

    Shibajida ke dekhe bhishon bhalo laglo. Dadar saathe aakhkhorik arthe aamar porichiti nei but alpo holeo ekti connection aache.Seta holocaust SFI ( student federation of India) tarofe state level e ek Robindrasangeet er competition chilo Birati te n aamar saathe tatkalin kono tabolchi chilo na. N ei crisis er somoy suddenly ekjon tabolchi Dada egiye aamar gaaner saathe sangot korechilen. Tokhon etota mathay aaseni onar naamta Anbar,but uni etai porichoy diyechilen j uni Shibaji Chatterjeeedar permanent tabolchi .And trust me, eventually onar sangote aami competition e 2nd winner hoi. Really it's an amazing experience n NOSTALGIA. And after d competition session n announcement of winner oi tabolchi Dada besh kata competition er offer diyechilen. But eventually seguli r kore otha hoyni. But it's really an amazing experience ki Shibajidar tabolchi Dada chilen aamar gaaner tabolchi sangotkar. Great respect for Shibaji Chatterjeeda 😍

  • @swapankumarbose3514
    @swapankumarbose3514 Год назад

    Asadharon katha balar bhangima. Akristo kore rakhe.

  • @musiccreation5810
    @musiccreation5810 Год назад

    Khub valo laglo Tripura thake❤❤❤❤❤🎉🎉🎉

  • @moumitasathekobita2199
    @moumitasathekobita2199 Год назад +3

    অসাধারণ মানুষ 🙏

  • @amarendrabhattacharya8616
    @amarendrabhattacharya8616 Год назад

    Khub bhalo laglo 🙏

  • @tkdas9048
    @tkdas9048 Год назад +4

    পরিকল্পনাহীন জীবন অনেক সময় ঘাতক হয়ে উঠতে পারে। রাহুল দেব বর্মন শেষ জীবনে বেশ কষ্টে ছিলেন এটা তার পরিকল্পনা হীন জীবন গঠনের একটা পরিনাম।

  • @satyajitdas1526
    @satyajitdas1526 Год назад

    অসাধারণ লাগলো l ❤️❤️❤️

  • @linachakrabarti7029
    @linachakrabarti7029 Год назад +1

    The variation in your video contents makes you unique.

  • @dipakghosh6488
    @dipakghosh6488 Год назад

    অপূর্ব লাগছে খুব সুন্দর

  • @debasishchakraborty8485
    @debasishchakraborty8485 Год назад

    Very beautiful program ❤❤

  • @arupaseth5427
    @arupaseth5427 Год назад

    Khub bhalo laglo

  • @rabindranath.bahdarunjinis1525

    Khub bhalo laglo.anek sammridhya holam.aaro dekhte chaai

    • @parthapratimlahiri6623
      @parthapratimlahiri6623 Год назад

      দাদা আমার খুব প্রিয় সেটা দাদা কে আমার নাম বললে নিদারুন ভাবে খুশি হবে। আমি ও বিরাটির বাসিন্দা আমাকে দাদা নিজে লিখেছে " ইন্টারভিউ টা দেখিস পার্থ" এটা কত বড় পাওনা আমার কাছে সেটা আমি নিজেও জানি না। ওনার সম্বন্ধে এটা তথ্য জানতে পারলাম এতে আমার এতো আনন্দ হলো যে ব্যাক্ত করতে পারছি না। দাদা আমার কাছে ভগবান তুল্য বা আমার সংগীতের ভগবান। আমি দাদার সল্টলেকের বাড়িতে অনেকবার গেছি। উনি যে আমাকে কি স্নেহ করেন তা আমি বলে বোঝাতে পারবো না। দাদার করা ৯০% গান আমার ইতিহাস জানা আমার মতো দাদা কে কাছ থেকে কেউ দেখেনি।

  • @sayanbanerjee6315
    @sayanbanerjee6315 Месяц назад

    অরুন্ধতী হোম চৌধুরী কে নিয়ে একটা সাক্ষাৎকার হোক

  • @anuproy8093
    @anuproy8093 Год назад +1

    Good discussion.

  • @krishnabasu6158
    @krishnabasu6158 Год назад +3

    মানুষ গুলো সব হারিয়ে যাচ্ছে - অনেক ছোট তখন -" রবীন্দ্র সদনে " "হেমন্ত মুখোপাধ্যায়" আমাকে কোলে নিয়ে আদর করেছিল - নাচ করে ছিলাম আমি - এখন এধরনের শিল্পী আর কোথায় - সব কেমন আত্মো অহংকারী অত‍্যাধীক

  • @suspotful
    @suspotful Год назад +1

    Bhari Sundar laglo. But sound ta ektu better korben...

  • @kakalimitra5414
    @kakalimitra5414 Год назад +1

    🙏🙏🙏

  • @FromKitchenUSA
    @FromKitchenUSA Год назад

    খুব ভাল লাগল

  • @sankarsinha901
    @sankarsinha901 Год назад

    Great

  • @dr.somnathmondal9716
    @dr.somnathmondal9716 10 месяцев назад

    Keep it up Brother.......

  • @arupchakraborty6341
    @arupchakraborty6341 Год назад

    Khub bhalo Gayak tar sathe atyonto bhalo manush.

  • @silabhattacharya1071
    @silabhattacharya1071 Год назад

    👍👍👍♥️♥️♥️

  • @silabhattacharya1071
    @silabhattacharya1071 Год назад

    👍👍♥️♥️

  • @alokebhowmick1792
    @alokebhowmick1792 Год назад

    DAROON DADA

  • @anjanganguly936
    @anjanganguly936 9 месяцев назад

    পূরণো দিনকে নূতন দিনের আলোয় আনা দরকার । আগামী কাল যেন‌ আজকের দিনটাকে মনে রেখে তাকে সমমান করে ।

  • @sanjaychakraborty5998
    @sanjaychakraborty5998 Год назад

    Apurba Sibajida❤

  • @Sanskritik24
    @Sanskritik24 Год назад

    With respect and love from Birati

  • @CricKid_
    @CricKid_ Год назад +1

    Pls do episode with Amit Kumar sir.

  • @Arrihant_Halder
    @Arrihant_Halder Год назад +1

    😔 আমার কাছে খুবই লজ্জার ব্যাপার যে, আমার এই চল্লিশ বছর বয়সে আমি হেমন্তকণ্ঠী "শিবাজী চট্টোপাধ্যায়"-এর নামই শুধু শুনেছি, 🥺 তাঁকে কখনো দেখিনি.. !!
    🥰 আজ "I am bose"-এর সুবাদে তাঁকে দেখার সৌভাগ্য হলো, তাঁকে কিছুটা জানার-বোঝার সুযোগ হলো.. অসংখ্য ধন্যবাদ.. . 💗💐
    ঈশ্বরের কাছে আপনাদের ও আপনাদের পরিবারের সকলের সুস্থ ও সুন্দর জীবন কামনা করি . .
    🙏🕉️💗💐

  • @basudebdasgupta9072
    @basudebdasgupta9072 Год назад

    Sibaji da ....?...
    ...Amar Baba amay pujate jamakapor er badale gramaphon record kine diechilo ..r ekti Record.Bhalobasa Bhalobasa Tapas paler chhobi deoa..ekhono Bartoman.DaDa bhalo thakben🙏🙏🙏🙏♥️

  • @ranabirsamaddar5633
    @ranabirsamaddar5633 Год назад

    Interview of kutun da/ lndranath Mukherjee is needed to know Pancham da and manna Dey and hemanta mukherjee.
    Kutun da stayed at Pancham da house more than two years.
    That will be continuation of interview of shibaji babu.

  • @panchamsen9102
    @panchamsen9102 Год назад +1

    অসাধারণ 🙏

  • @rudranilbhattarjee4463
    @rudranilbhattarjee4463 11 месяцев назад

    Asadaran

  • @sujoydas908
    @sujoydas908 Год назад

    প্রথম ভিউস লাইক

  • @jaybrahma4183
    @jaybrahma4183 Год назад

    KHUB BHALO VLOG.

  • @tridibkumarmahal1536
    @tridibkumarmahal1536 Год назад

    Excellent Singer.......Aj Amon Singer Banglate Nei. Pronam

  • @user-mf9wd2ki8p
    @user-mf9wd2ki8p Год назад +1

    একটা সময় হেমন্ত কন্ঠে শিবাজী চট্টপাধ্যায় এবং মানবেনদ্র কন্ঠে অসীম চৌধুরী ছিল খুব জনপ্রিয়

    • @satyakiize
      @satyakiize Год назад

      Thik

    • @user-mf9wd2ki8p
      @user-mf9wd2ki8p Год назад

      @@satyakiize হেমন্ত মুখাপাধ্যায় এবং মানবেনদ্র মুখোপাধ্যায়ের জীবিত কালেই ওরা দুজনে হেমন্ত কন্ঠি এবং মানবেনদ্র কন্ঠি বলে পরিচিত ছিল। ফলে local program গুলোতে ওরা দুজনে খুব ডাক পেত। একজন দমদম কেন্টনমেন্টের আরেকজন বিরাটির। একদম অবিকল গাইতো। অসীম চৌধুরির মেটেরিয়া মেডিকা কাব্য ছিল বিখ্যাত।

  • @chayandasgupta3804
    @chayandasgupta3804 Год назад

    Kunal it is my request whenever you arrange for any programme it should be noise less from outside surrounding

    • @IAMBOSE
      @IAMBOSE  Год назад

      I can understand. But sometimes it's difficult.

  • @sudeshnasengupta1751
    @sudeshnasengupta1751 Год назад

    Bhishon bhishon valo laglo

  • @maitreyeesentgupta2248
    @maitreyeesentgupta2248 Год назад

    খুব ভালো লাগলো।আমার বয়স73

  • @arindammitra9403
    @arindammitra9403 Год назад

    Dada aalo movie niye kono golpo sunlam naa

  • @ALPANAGIRI7689
    @ALPANAGIRI7689 Год назад

    Videor sound quality khub kharap

  • @latikanatta5809
    @latikanatta5809 Год назад +2

    আমিও বিরাটি র বাসিন্দা , অনেক বছর আগের কথা, শিবাজী দা কে প্রত্যেকদিন বাজারে দেখতাম উনি বাজার করতেন

  • @thetigerwill8748
    @thetigerwill8748 Год назад

    pls remove background noise of your content

  • @PurnendukumarBose
    @PurnendukumarBose Год назад

    Ashaji r sathe somporko chilo na???

  • @debasishmitra9282
    @debasishmitra9282 Год назад +1

    শিবাজী চট্টোপাধ্যায়কে অনেক শ্রদ্ধা জানাই। কিন্তু কয়েকটা জায়গায় ফিডব্যাক হয়েছে।

  • @sumanbanerjee2254
    @sumanbanerjee2254 Год назад +1

    3:19 Chatterjee spelling

    • @Subhabrata
      @Subhabrata Год назад

      ইশ! এইরকম ভুল কীভাবে হয়...?

    • @IAMBOSE
      @IAMBOSE  Год назад

      It's a typo. Mistake from the editor's Part. Really sorry for that but can't delete the entire video.

    • @IAMBOSE
      @IAMBOSE  Год назад

      ভুল আপনার এই বাংলাতেও অনেক আছে। ইচ্ছাকৃত নয়। ভুল হয়ে যায়। যেমন আপনারটা ইশ হবে। আর কিভাবে নয় কীভাবে!

    • @Subhabrata
      @Subhabrata Год назад +1

      @@IAMBOSE ভুল ধরানোর জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ। অবশ্যই বিবেচনা করবো।
      বি: দ্র: ভুল শুধরে নিয়েছি। ☝️

  • @supriyabiswas8844
    @supriyabiswas8844 Год назад

    Sarbo kshetre Bangali Aaj aunek aunekta pichhiye porchhe dinke din----- ki Sahitye, ki Sangeete, ki Auvinaye, ki Biggyane, ki Rajniti-te ak kathay Sarbokshetrey audhopatan..Kintu Hingsa,Maramari, Aakher gochhano ba kayemi Swartho charitartho ai sabe Bangalir augro- gati Prithibite sarbo Shreshtho abong jodi Novel Prize-a ai bishoy guli thakto tabe ni-sandehe Bangalira auboshyoi Novel prize petoi ate kono dandeher aubokash nei.

  • @Tanmoysmelodies
    @Tanmoysmelodies Год назад

    Ekdin kumar sanu ke niye interview koro

  • @aniruddhagangopadhyay8170
    @aniruddhagangopadhyay8170 Год назад

    হঠাৎ অরিজিৎ সিংকে নিয়ে পড়লেন কেন ?