Sraboner meghgulo jaro holo akashe | শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে | Different touch

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Sraboner meghgulo jaro holo akashe | শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে
    Best band song of Bangladesh
    most popular band song in Bangladesh by Different touch, singer mejbah rahman
    Lyrics
    শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে
    অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে
    আজ কেন মন উদাসী হয়ে
    দূর অজানায় চায় হারাতে(২)
    শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে
    অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে
    কবিতার বই সবে খুলেছি
    হিমেল হাওয়ায় মন ভিজেছে
    জানালার পাশে চাঁপা মাধবী
    বাগান বিলাসী হেনা দুলেছে (২)
    আজ কেন মন উদাসী হয়ে
    দূর অজানায় চায় হারাতে
    মেঘেদের যুদ্ধ শুনেছি
    সিক্ত আকাশ কেঁদে চলেছে
    থেমেছে হাঁসের জলকেলী
    পথিকের পায়ে হাঁটা থেমেছে (২)
    আজ কেন মন উদাসী হয়ে
    দূর অজানায় চায় হারাতে(২)
    শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে
    অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে...

Комментарии • 4,9 тыс.

  • @shohaghalderstenly6262
    @shohaghalderstenly6262 8 месяцев назад +621

    বর্তমানের হাজার হাজার গানের ভিতর এই গান শুনতে আসা মানুষ গুলো বিশেষ শ্রেনীর মানুষ! এদের রুচি প্রশংসার যোগ্য ❤

  • @monayemhossain2641
    @monayemhossain2641 2 года назад +875

    যাদের রুচিবোধ অত্যন্ত ভালো,,তারাই গানটি সার্চ করেছে❤️

  • @TheRabi008
    @TheRabi008 5 лет назад +2625

    যে যাই বলুক, যতই যুক্তি দেক
    আমাদের ৯০’ই সেরা।
    নব্বই ই আমাদের সোনালী শৈশব
    নব্বইয়ের তরুণ সৈনিক আমরা।
    Proud of Generation 90's

    • @faiazwasi5882
      @faiazwasi5882 5 лет назад +24

      90 th hero

    • @md.anichgazy7266
      @md.anichgazy7266 5 лет назад +104

      ভাই অই দিন গুলা
      সুধু আমাদের না।।।
      সারা বাংলার সেরা
      জা আর প্রিথিবিতে
      কখনই আসবে না।।
      সেই নতুন কোন কেসেট
      বের হলেই কস্টে জমানো
      টাকা দিয়ে সবার আগে কেনা।
      সেই গান মুখস্ত করে নদির পার
      বা ধান খেতের পাসে বসে
      গলা ছেরে গাওয়ার মধ্যে যে
      সুখ খুজে পেতাম।।
      তা আজ কালকার জেনারেসন
      সপ্নেও ভাবতে পারবে না।
      এদের জন্য কস্ট হয়।।।
      আহারে কি দিন এলোরে
      ভালোবাসা গেলোরে।।।।।।

    • @rashedmahamud1853
      @rashedmahamud1853 5 лет назад +14

      Right

    • @rashedmahamud1853
      @rashedmahamud1853 5 лет назад +16

      Mone pore say Sonali dengulo

    • @nildip4533
      @nildip4533 5 лет назад +47

      আমার যারা ৯০ দেখেছি কৈশোরে তাদের কাছে নব্বইয়ের সেরা এখন যারা 2000 দেখছে কৈশোরে তাদের কাছে 2000 সেরা এটাই নিয়ম এটাই বাস্তবতা

  • @anandasathi815
    @anandasathi815 Год назад +127

    আমার হাসবেন্ড এর জন্ম ৮৫ তে, আমার ৯৭ এ, আমার ছেলে হয়েছে ২০১৫তে। মজার ব্যাপার হলো আমরা তিনজনই গানটি খুব পছন্দ করি। যেদিন গান শুনি প্লে লিস্ট এ গানটি থাকবেই।😊

    • @kazichapal
      @kazichapal  Год назад +3

      Thanks

    • @azizrahman5794
      @azizrahman5794 6 месяцев назад +2

      Thanks

    • @JulyAugust2024
      @JulyAugust2024 6 месяцев назад +4

      This singer was one of my classmates, St Joseph's High School, Khulna.

    • @AnowarHossain-l1k
      @AnowarHossain-l1k 5 месяцев назад +1

      এই গানটি আমার পছন্দের গান

    • @AnowarHossain-l1k
      @AnowarHossain-l1k 5 месяцев назад

      আমার পছন্দের গান

  • @mostafizurrahman453
    @mostafizurrahman453 3 года назад +2891

    ৯০ দশকের বাচ্চা গুলো আজ বুড়ো হয়ে গেছে কিন্ত গানটা আর বুড়ো হবে না। গানটি চির সবুজ হয়ে থাকবে💚

  • @bangladeshivloggernila4902
    @bangladeshivloggernila4902 2 года назад +519

    বাচ্চা কাল থেকে গানটা শুনে আসছি এখন মা হয়ে গেছি... আমি দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি কিন্তু গান টা আর বুড়ো হলো না..... বেচে থাকুক গানটা হাজার হাজার বছর 😅👌💜❤️💙

    • @mahmudbingaffarkhan6894
      @mahmudbingaffarkhan6894 Год назад +3

      Were

    • @mdsaroaremorsahednipu3494
      @mdsaroaremorsahednipu3494 Год назад +4

      নিজেকে বুড় ভাববেন না ,

    • @Black.diamond342
      @Black.diamond342 Год назад +5

      ভালবাসা অবিরাম আপনার জন্য ❤️

    • @ashrafiemdad3739
      @ashrafiemdad3739 Год назад +1

      আমার ও একই কথা । কিযে ভাল লাগে

    • @mdkamalhossain431
      @mdkamalhossain431 Год назад +3

      এখন যারা এই পৃথিবী নতুন আসছে তারা কখনো পিঁছেনে দিনে কথা গুলো জানতে চাই না কারন তাদের মান সম্মান চলে যাবে বলে তাই,,তবে এটা বুঝে না যে তারা হয়েতো এখন নেই কিন্ত তাদের কথা গুলো আজোও আছে

  • @muhammadrafiqulislam3040
    @muhammadrafiqulislam3040 Год назад +271

    শিল্পী মেজবাহ রহমানের গাওয়া ,আশরাফ বাবুর লেখা ও সুর করা আজ থেকে ৩২ বছর আগের গান আজও অম্লান,কালোর্ত্তীর্ণ। চিরদিন থাকবে হৃদয়ে।

    • @faysalkhanfaysal5127
      @faysalkhanfaysal5127 Год назад +12

      ক্ষমা করবেন গানটির প্রথম গায়ক আলী আহম্মেদ বাবু যে ছিল অরবিটের ভোকালিস্ট এখন কানাডাপ্রবাসী

    • @anayetkabir5445
      @anayetkabir5445 Год назад

      I'm ccccccccccccchgcccccuv and

    • @anayetkabir5445
      @anayetkabir5445 Год назад

      ​@@faysalkhanfaysal5127UHC cccc VIII cc co çuc Ch ccchccv
      Vm

    • @kohinurbegum4991
      @kohinurbegum4991 9 месяцев назад +3

      একমত

    • @Terror95
      @Terror95 7 месяцев назад +1

      Yes you are right. 👍

  • @fagunmeyesumona
    @fagunmeyesumona Год назад +80

    বাইরে শ্রাবনের অঝোর বৃষ্টি, হাতে এক কাপ চা☕....শুনছি.....
    কিছু কিছু গান কখনোই পুরোনো হবার নয়....
    ২০ শে শ্রাবন,১৪৩০....
    04/08/2023❤

    • @THEALLEXDESIGN
      @THEALLEXDESIGN 6 дней назад

      11/10/24 ,,bahire bristy , locatian. banani

  • @Apu_Hasan
    @Apu_Hasan Год назад +186

    আমরা যারা ৯০ দশকের প্রজন্ম তারা আসলেই অত্যন্ত অত্যন্ত ভাগ্যবান! এই মাস্টারপিস গানগুলো আমাদের সময়ের ❤️

  • @atiqzaman8371
    @atiqzaman8371 6 лет назад +541

    গানগুলি শুনলে মনটা কেমন যেন হয়ে যায়। এই গানটি এখনো এক ধাক্কায় আমার মতো অনেককে ৯০ এর দশকে নিয়ে যায়। এই গানগুলি বাংলাদেশ ব্যান্ড-মিউজিক এর একেকটি মাইলফলক। আমাদের আগের জেনারেশন এই গান শুনেছে,আমাদের জেনারেশন শুনছে,আমাদের পরবর্তী জেনারেশন ও শুনবে। মেজবা ভাই ও তার ব্যান্ড different touch এর সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম কালজয়ী গান আমাদেরকে উপহার দেবার জন্য।অসাধারন ভালো লাগার একটি গান আমার। অসম্ভব ভালো লাগায় ভরে উঠে মনটা গানটা শুনলে। সেই সাথে কোথায় জানি নিজেকে হারিয়ে খুজিঁ!!!

  • @kawsarhamid3599
    @kawsarhamid3599 2 года назад +476

    ২০২২ সালে এসে গানটি আবারও শুনছি,, ছোটো বেলার অনেক কিছু মনে পরছে,, সেই ফিতার ক্যাসেটে গান শুনতাম আজ খুব মনে পড়ে।।।। ❤️❤️

    • @shahadulalam5805
      @shahadulalam5805 2 года назад

      একদম ঠিক

    • @shahadulalam5805
      @shahadulalam5805 2 года назад

      আমি আমার সেঝ মামাকে খুব মিস্ করতেছি জানি না মামা কোথায় তুমি হারিয়ে গেছো😢

    • @ahsanahsan7615
      @ahsanahsan7615 2 года назад

      ভাই আপনি আমার মনের কথা বলেছেন।

    • @ShirinFoodandFashion
      @ShirinFoodandFashion 2 года назад

      সত্যি তাই।আবার যদি সেই দিন গুলো ফিরে পেতাম।

    • @masudachoudhury2620
      @masudachoudhury2620 2 года назад

      Our golden days 😢

  • @QuickKick_QuickHit
    @QuickKick_QuickHit 4 месяца назад +58

    হায়রে কলেজ জীবনে কতইনা শুনেছি, যাদের ঘরে অল্প বয়সের ছেলে ছিলো সে ঘরে এই গান গুলো প্রতিনিয়তই বাজতো, পয়সার জন্য কেসেট কিনতে পারতাম না, বন্ধুদের থেকে কেসেট ধার নিতাম, কয়দিন রেখে দিয়ে আসতাম, আবার অন্যগুলো আনতাম । কতই না ছিলো আনন্দ, আর সেই বন্ধুদের সাথে বৎসরে একবারও দেখা হয়না । বড়ই আফসোস । সেই দিন আর আসবেনা ।

  • @fairytale1623
    @fairytale1623 2 года назад +238

    আহা ৯০দশক, সোনালী সব দিন, কত কত অনুভূতি কত ভালো লাগা ছিলো এইসব গানগুলো ঘিরে। এখন সবাই দিন দিন কেমন যেন যান্ত্রিক হয়ে যাচ্ছে সবাই ডিপ্রেশনের কাছে হেরে যাচ্ছে।

  • @md.milonmahamud6499
    @md.milonmahamud6499 2 года назад +80

    আমার জন্ম ৯৫, আমি সবকিছু বুঝতে শিখেছি ২০০০ থেকে,, এই সময়েও ৯০ এর ছোয়া লেগে ছিলো,,,,আমি মনে করি ৯০ পৃথিবীর শ্রেষ্ঠ সময়।।। যা আর কোন দিন পৃথিবীতে ফিরে আসবে না।।। ৯০ পৃথিবীর স্বর্নালি যুগ।

    • @Coolmelodysong
      @Coolmelodysong 2 года назад

      ৫ বছর বয়সে কথা বলতে পারতেন ভাই। 😀😀😀

    • @mosammatdaliaakter523
      @mosammatdaliaakter523 2 года назад

      তুমি ঠিকই বলেছ আমাদের সেই দিনের কথা মনে পড়ে অনেক সুন্দর ছিল

    • @md.milonmahamud6499
      @md.milonmahamud6499 Год назад

      @@Coolmelodysong কেনো আপনি পারতেন না?? কত বছর বয়সে আপনি কথা বলতে শিখেছেন ৬ বছরে নাকি?? ৬ বছরে কিন্তু আমি ক্লাস ওয়ানে পড়ি।

    • @humayunkabir3852
      @humayunkabir3852 Год назад

      এই গানটা বলতে গেলে বিশেষ করে যারা ৯০ দশকের তাদের হৃদয় ছুঁয়ে যাওয়া গান ।আজীবন বেঁচে থাকুক আমার এই হৃদয় ছোঁয়া গান গুলো ।

  • @mohammadmamunuzzaman3773
    @mohammadmamunuzzaman3773 3 года назад +536

    ৯০, দশম শ্রেণিতে পড়তাম, এরশাদ পতনের আন্দোলন, হরতাল, হঠাৎ স্কুল না হওয়া, হলরুমে গিয়ে টেবিল বাজিয়ে গান গাওয়া, অদ্ভুত সময় পার করেছি..... বাবু, এবং সবাই খুব ভালো গান করতো

  • @SwaponBhadra-x7h
    @SwaponBhadra-x7h 7 месяцев назад +9

    আমি ৯০ দশকের এক বুড়ো। কিন্তু এই গানটা যখনই শুনি তখনই মনে হয় আমি সেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জীবনে ফিরে গেছি।একেই বলে নষ্ঠালজিয়া।

  • @Dr.MdAsadul
    @Dr.MdAsadul 4 года назад +161

    শৈশব,
    কৈশোর,
    যৌবন,
    এমন কি বার্ধক্য,
    জীবনের সকল সময়েই,
    দূর অজানায় মন চাইবে হারাতে!
    এই গান চির অম্লান!.........

  • @mahfuzelahe7984
    @mahfuzelahe7984 5 лет назад +232

    সন্তান দের একদিন এসব গান শোনাব!!!
    আমাদের সময় কতই না ভালো ছিলো!!!
    লাভ ইউ ডিফরেন্ট টাচ

    • @jahanaranasir2281
      @jahanaranasir2281 4 года назад +7

      আমার ছেলেরা মাঝেমধ্যে এটা আমাকে শোনায়।ওরা
      জানে এটা আমার প্রিয় গান।

    • @wazedkhan3342
      @wazedkhan3342 3 года назад

      💞💞💞

  • @shahidarahmanmunney3079
    @shahidarahmanmunney3079 5 лет назад +125

    কালজয়ী সৃষ্টি,,,,, ব্যান্ড জগতে চির অমর হয়ে থাকবে এই গান গুলো,,,,

  • @JuwelAli-w2l
    @JuwelAli-w2l 2 месяца назад +13

    ৯০ দশকের সেইসব বাচ্ছারা এখন হয়তো অনেকেই বুড়ো হয়ে গেছে কিন্তু ৯০ দশকের রিদয় নিংড়ানো গানটি আজও চির সবুজ রয়ে আছে হয়তো যুগযুগই চির সবুজ হয়েই থাকবে ❤

    • @titosteinsgaming9340
      @titosteinsgaming9340 2 месяца назад

      ধুর মিয়া কি কন আমি মিড এইটিজ কিড আমি বিয়াই করলাম না কন বুইরা!!!!!!!!!????????????

    • @AkhiBhuyian
      @AkhiBhuyian 26 дней назад

      হুম একদম ঠিক ❤❤

    • @selimmollah2870
      @selimmollah2870 25 дней назад

      ৫২ এখনো বুড়ো নই!

  • @skranaofficial
    @skranaofficial 3 года назад +101

    সেই প্রিয় ৯০ দশকের ছেলে-মেয়ে আমরা। আমাদের চির স্মৃতি হয়ে থাকা গান এটি। পরবর্তী প্রজন্মকে দেওয়া উপহার। আমার এই কমেন্টটিও স্মৃতি হয়ে থাকুক। সবাই ভালো থাকবেন।

    • @masudachoudhury2620
      @masudachoudhury2620 2 года назад +1

      Wish ei din gula abar fere ase

    • @mdtahsanislam8523
      @mdtahsanislam8523 Год назад +2

      Hmmm..same

    • @taranasworld9859
      @taranasworld9859 Месяц назад +1

      কাসেটএর ষুগ ভালো ছিল❤😢

    • @skranaofficial
      @skranaofficial Месяц назад

      @@masudachoudhury2620 আশা রইলো

    • @skranaofficial
      @skranaofficial Месяц назад

      @@taranasworld9859 জ্বি, সেই সময়গুলো আসলেই অনেক অনেক ভালো ছিলো।

  • @medharahman8107
    @medharahman8107 3 года назад +163

    কে কে শুনছো আর কমেন্ট পড়ছো?আমায় লাইক করে সঙ্গ দাও।অসাধারন গান।

  • @jahangirmollh6053
    @jahangirmollh6053 4 года назад +453

    ৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত হলো বাংলা গানের সেরা সময়।

  • @uzzaldas2321
    @uzzaldas2321 8 месяцев назад +6

    ঈশ্বরের আশির্বাদ আছে বলেই এমন সুমধুর সুর দিয়ে কোটি কোটি মানুষের মন জুরে আছেন, থাকবেন।

  • @ashrafulislamrahat4682
    @ashrafulislamrahat4682 2 года назад +182

    ৯০ দশকের বাচ্চা গুলো আজ বুড়ো হয়ে গেছে কিন্তু গানটা আর বুড়ো হবে না। গানটি চির সবুজ হয়ে থাকবে লিজেন্ডদের মাঝে। ❤️

    • @saymakabir5887
      @saymakabir5887 Год назад +2

      Right

    • @delwaraahmed8860
      @delwaraahmed8860 Год назад +3

      True 🤩🤩

    • @mddolal8958
      @mddolal8958 Год назад +2

      রাইট

    • @SharminAkter-uz8ty
      @SharminAkter-uz8ty Год назад +1

      Fine akono. Syi. Ager. Moty. Lagsy. Viya. Osombomb. Sunder hoaysy

    • @samirHeadbeang
      @samirHeadbeang 9 месяцев назад

      ১৬ বছর বয়সে আমি এসেছি ৯০ দশকের গান শুনতে!

  • @user-vg4bg5te8v
    @user-vg4bg5te8v 5 лет назад +216

    বাংলার ইতিহাসে এতো সুন্দরতম সাহিত্য ও প্রকৃতি প্রেম মিশ্রিত মৌলিক গান বিশেষ করে ব্যান্ড সংগীত জগতে আছে কিনা আমার জানা নেই,স্রেফ অসাধারন! আরো অসাধারন যিনি বা যারা দলে গান করেছেন তাঁদের সাদামাটা পোশাক ও দেহ ভংগিমা,সাধারনই করেছে অসাধারন! অসাধারন মেধা বাংলাদেশের ছেলে মেয়েদের,আফসোস তাঁদের জন্য নেই সঠিক দিকনির্দেশনা!

  • @jahidhasan-fu7uk
    @jahidhasan-fu7uk 3 года назад +730

    ৯০ দশকে যারা এই গান গুলো শুনেছে
    শ্রদ্ধা জানাই তাদের রুচিবোধ কে❤

  • @iffatmou7223
    @iffatmou7223 6 месяцев назад +15

    ইস কতো শত স্মৃতির এই গান গুলো। ৯০ এর দশকের আমরা ভাগ্যবান।❤

  • @toukirahmed9850
    @toukirahmed9850 3 года назад +17

    এইখানে কমেন্টস দেখতে আসছিলাম,,,, ৯০ দশকের গান যেমন সুন্দর, মনোরম, মন ছুয়ে যায়,,, ঠিক তেমনি ৯০ দশকের মানুষের চিন্তাভাবনা,,, খুবই ভালো 🥰

  • @ismailraihan2887
    @ismailraihan2887 5 лет назад +302

    University তে, ছেলেরা ব্যন্ডের গান যখনconcert করত , তখন যে গান গুলি must be গাইত ,তার মধ্যে শ্রাবণের মেঘ অন্যতম..।

    • @1A_B_C1
      @1A_B_C1 5 лет назад +1

      Akhono

    • @MahabubAlam-fm3rc
      @MahabubAlam-fm3rc 5 лет назад +1

      বহু অতিতের গান। য়ার মাঝে অনেক কিছু খুজে পাওয়া যায় ।

    • @salahuddinsunny3675
      @salahuddinsunny3675 5 лет назад +2

      এখনো, ইউভার্সিটি হলের রাত এসব গানে কাটে

    • @sadiyasadi2234
      @sadiyasadi2234 4 года назад

      😮😮😮

    • @6.9spider24
      @6.9spider24 4 года назад +1

      basce thik korta ai gan lagbeei...

  • @shobuzmia1343
    @shobuzmia1343 2 года назад +112

    বাংলা গানের ইতিহাসে ৯০ দশক ছিলো সোনালী যুগ,,,, আমরা যারা ৯০ দশকের তারা অনেক ভাগ্য সুপ্রসন্ন,,, কারন আমাদের মত কোন কিছু এখনকার জেনারেশন পায় না,,,আর পাবেও না

  • @sagorkhan7219
    @sagorkhan7219 7 месяцев назад +223

    ২০২৪ সালে কে কে শুনছেন??

  • @ffgamingtk7781
    @ffgamingtk7781 2 года назад +92

    আহ কি গান!! কি সুর!! সহস্রবার শুনেছি, তবুও এই গানের প্রতি বিন্দুমাত্র পরিমান আবেদন কখনোই কমেনি😍

  • @shaminyeasar4740
    @shaminyeasar4740 4 года назад +43

    কালজয়ী সৃষ্টি (শ্রাবনের মেঘ)।
    ব্যান্ড জগতে চিরকাল অমর হয়ে থাকবে গান টি। সব চাইতে পছন্দের এই গান টি অনেক ছোটো বেলায় শুনেছিলাম... আজো তততাই ভালো লাগে... ডিফরেন্ট টাচ ' এর প্রতি ভালোবাসা রইলো।
    শাফি!

  • @tarunjoarder6048
    @tarunjoarder6048 7 лет назад +352

    এই গানগুলি বাংলাদেশ ব্যান্ড-মিউজিক এর একেকটি মাইলফলক। আমাদের আগের জেনারেশন এই গান শুনেছে,আমাদের জেনারেশন শুনছে,আমাদের পরবর্তী জেনারেশন ও শুনবে। মেজবা ভাই ও তার ব্যান্ড এর সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম কালজয়ী গান আমাদেরকে উপহার দেবার জন্য।

  • @NazrulIslam-uo9ib
    @NazrulIslam-uo9ib 4 месяца назад +4

    গানটি আমার ভীষন প্রিয়। ধন্যবাদ মিসবাহ ভাই সুন্দর একটি গান উপহার দেয়ার জন্য

  • @missshamoli347
    @missshamoli347 Год назад +59

    রুচিসম্পন্ন মানুষদের জন্য এই গান অনন্ত কালের।।🎉🎉❤❤

  • @Ovi0097
    @Ovi0097 5 лет назад +129

    "শ্রাবণের মেঘগুলো" ছোট বেলার গান।
    "শ্রাবণের মেঘগুলো " বড় বেলার গান।
    ❤❤❤

  • @alomgirhossenhossen3956
    @alomgirhossenhossen3956 3 года назад +103

    সত্যিই সোনালী অতীত আর হয়তো কোন দিন পাবো না শুধুই স্মৃতি হয়ে থাকবে ।

  • @shopnonill9685
    @shopnonill9685 4 месяца назад +7

    ফেরে দেখা,,,,,,,,
    হয়তো কয়েক প্রজন্ম পর আবার আমাদের মত এক প্রজন্ম এই গান টি খুজে বেড়াবে

  • @dr.shahnazpervin4469
    @dr.shahnazpervin4469 3 года назад +93

    আমার অসম্ভব প্রিয় একটি গান🌹❣️

  • @Aungshu21
    @Aungshu21 Год назад +48

    ২০২২ এ এসেও শুনছি সেই গান। এসব গান কখনও পুরনো না হোক। বেজে যাক প্রতিটি মানুষের কানে। Old is gold বলা যায় অনায়াসেই ❤️

  • @MHJUWEL-ey2hk
    @MHJUWEL-ey2hk 5 месяцев назад +216

    ২৪ সালে কে কে আছেন??

  • @pradeepmalik4028
    @pradeepmalik4028 3 года назад +32

    নব্বইয়ের বাংলাদেশী ব্যান্ড গলা অন্যরকম ছিল মন বলে ফিরে যাই সেই ফেলে আসা দিনগুলো তে, বাংলাদেশী ব্যান্ডের গান পৃথিবীতে এমন কোন বাঙালি নেই যে শুনেনি,

  • @kanakbikashchakma9192
    @kanakbikashchakma9192 2 года назад +36

    হঠাৎ করে ১৯৯৯ সালের স্মৃতিগুলো মনে পড়ে গেলো।আরকি ফিরে পাবো, সেই ফেলে আসা সোনালি দিনগুলো? 4/9/22

  • @ranjansutradhar6629
    @ranjansutradhar6629 22 дня назад +4

    ২৪-০৯-২৪ জেলখানা ঘাট, সিরাজগঞ্জ দাঁড়িয়ে নতুন করে অতীত কে স্মরণ করছি ।

  • @kamranhussen5205
    @kamranhussen5205 3 года назад +44

    জীবনে পুরোনো হবে না এই গান, এই গানের সাথে সবচেয়ে বেশি ইমোশন রয়েছে।😍😍

  • @supamchakma5096
    @supamchakma5096 2 года назад +1046

    2022 সালে কে কে শুনছেন লাইক দিয়ে যাবেন,,,🥰

  • @babuatghoriaup2467
    @babuatghoriaup2467 6 лет назад +247

    এই গানের সাথে অনেক স্মৃতি,,, বয়স এখন 35 এর কোঠায়,,,, তবুও নস্টালজিয়ায় মনে হয় তরুন হয়ে যাই, কিন্তু যাকে ঘিরে রোমান্চ, তার কোন ভ্রুক্ষেপ নেই,,,, সব ভুলে সে তার দায়িত্ব পালনে ব্যাস্ত। শুধু গান টা রয়ে যাবে অাবহমান কাল ধরে,,,,

  • @francisbayen5410
    @francisbayen5410 7 месяцев назад +3

    শরীরটা ঝাড়া দিয়ে উঠল!! আহ কী গান ❤❤

  • @dabobratodas2616
    @dabobratodas2616 3 года назад +22

    যারা সারা দিন বলিউড আর ইংরেজি গানে মেতে থাকেন,, তাদের বাংলা ব্যান্ড এ স্বাগত জানাই😍

  • @aronyakumar8786
    @aronyakumar8786 2 года назад +29

    বর্তমানের আধুনিক যুগের মানুষ হয়েও ৯০ দশকের গান শুনতে বেশি ভালোবাসি ❤️

  • @videosbazaarbd
    @videosbazaarbd 5 лет назад +424

    আমার খুব পছন্দের একটি গান এটি😍😍😍 আর কার কার এই গানটি খুব পছন্দ?

    • @ishratnasreen7693
      @ishratnasreen7693 5 лет назад +5

      Videos Bazaar BD আমার অসম্ভব প্রিয় গান এটা ... সেই কবে এদের লাইভ কনসার্ট দেখেছিলাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিউশন এ ... তখন ডিফরেন্ট টাচ মানেই একরাশ ভালোবাসা .. একরাশ উন্মাদনা ...:)

    • @jahangiralom7990
      @jahangiralom7990 5 лет назад +1

      Amarkob faratsoog

    • @nahibakhaise6348
      @nahibakhaise6348 5 лет назад +2

      yes

    • @ummahupsha6882
      @ummahupsha6882 5 лет назад +1

      💕

    • @ABDULMANNAN-zd6un
      @ABDULMANNAN-zd6un 5 лет назад

      সুন্দর একট‌িগিান

  • @mdMasudrana-er6xu
    @mdMasudrana-er6xu Год назад +5

    ৯০ দশকের ছেলে না 😅 তার পরেও গান টা বার বার শুনি আনেক ভালো লাগে ,, গান টি,, শতো বছর গান টি টিকে থাকবে লোক সমাজ এ❤❤❤

  • @pradeepmalik4028
    @pradeepmalik4028 3 года назад +38

    এমন নিখুঁত গান শুধু বাংলাদেশে সম্ভব, বাংলা গান মানে বাংলাদেশ ভাষা মানে বাংলাদেশ,

  • @sazzadhossen1410
    @sazzadhossen1410 2 года назад +44

    এই গানগুলো স্টেইনলেস স্টীলের মতো কখনোই মরিচা ধরবে না।

  • @Akm.minhazul
    @Akm.minhazul 5 лет назад +497

    এখনো মনে আছে, ক্লাস ৩ তে এই গানটি গেয়ে ফাস্ট প্রাইজ পেয়েছিলাম💘

  • @jamilachowdhury7278
    @jamilachowdhury7278 5 месяцев назад +4

    শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে
    অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে
    আজ কেন মন উদাসী হয়ে
    দূর অজানায় চায় হারাতে(২)
    শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে
    অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে
    কবিতার বই সবে খুলেছি
    হিমেল হাওয়ায় মন ভিজেছে
    জানালার পাশে চাঁপা মাধবী
    বাগান বিলাসী হেনা দুলেছে (২)
    আজ কেন মন উদাসী হয়ে
    দূর অজানায় চায় হারাতে
    মেঘেদের যুদ্ধ শুনেছি
    সিক্ত আকাশ কেঁদে চলেছে
    থেমেছে হাঁসের জলকেলী
    পথিকের পায়ে হাঁটা থেমেছে (২)
    আজ কেন মন উদাসী হয়ে
    দূর অজানায় চায় হারাতে(২)
    শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে
    অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে...

  • @babulakhter6014
    @babulakhter6014 3 года назад +45

    ৯০ দশকের গান গুলো শুনে খুব আবেগ তাড়িত হয়ে যাই। সময় গুলো কতই না সুন্দর ছিল!

  • @rafiqekhan2535
    @rafiqekhan2535 2 года назад +22

    ৯০ সনে আমার বয়স পাঁচ। কিছুই বুঝতামনা কিন্তু এই গান গুলো কিছু কিছু শুনতাম। আজ বুঝি কতো দামী এ-ই কালজয়ী গা।

  • @IqbalHossain-gn8td
    @IqbalHossain-gn8td 18 дней назад

    এতদিন পরেও একই রকম আবেদন
    অসাধারণ লিরিকস

  • @abfaisal3507
    @abfaisal3507 Год назад +26

    ৯০- ৯১ সালের দিকে ভার্সিটিতে পড়াকালীন বিকালে বন্ধুরা দল বেঁধে এই গান গেয়ে বেড়াতাম। তখনকার অনুভূতি ছিল অনন্য অসাধারণ।

  • @NoorMohammad-tk4eu
    @NoorMohammad-tk4eu 2 года назад +28

    খুব মনে পরছে সেদিনের কথাগুলো। তখন ছিলাম তরুন, এখন বুড়ো কিন্ত গানগুলো তরুনই আছে এবং থাকবে।

    • @NajminNahar-u5j
      @NajminNahar-u5j 8 месяцев назад

      তাই তো অনেক সুন্দর

  • @tanvirahmed2325
    @tanvirahmed2325 Год назад +22

    এই ধরণের গান গুলোতে অনেক সৃতি ও আবেগ লুকিয়ে আছে অনেকেরই ♥️🥰

  • @NurulAmin-ys6zm
    @NurulAmin-ys6zm 4 месяца назад +109

    ২০২৪ সালে এসে ও কে কে শুনছেন লাইক করে জানান

    • @MdBayzid-ri9kj
      @MdBayzid-ri9kj 3 месяца назад

      Ami

    • @mdjabir6130
      @mdjabir6130 3 месяца назад

      Ame jokhon suni 1993,1994 hobe, tokhon amer age hobe 6 ki 7 years hobe

    • @milibarua291
      @milibarua291 3 месяца назад

      আমি❤❤

    • @lne_Life
      @lne_Life 2 месяца назад

      🤟

    • @mdjabir6130
      @mdjabir6130 2 месяца назад

      @@lne_Life tomer porichoy dao apu

  • @mdronjumolla6949
    @mdronjumolla6949 5 лет назад +36

    এমন কিছু কালজয়ী গান আছে যুগ যুগ ধরে বিজয়ী থাকবে! মেজবাহ্ রহমান ভাই কে ধন্যবাদ 💗old is gold ✌️

  • @jfshuvo1328
    @jfshuvo1328 Год назад +7

    আহ কি গান,,,, খুব ভাগ্যবান তারা যারা এই গানগুলো শুনে বড় হয়েছে,,,! 🌺😊

  • @mdrabby1259
    @mdrabby1259 Год назад +306

    ২০২৩ সালে এসে কে কে পুরোনো সেই শৈশবের স্মৃতিচারণ করেছেন তারা লাইক দিন ❤

  • @arrohoman3610
    @arrohoman3610 3 года назад +973

    ২০২১ সালে কে কে শুনছেন লাইক দিয়ে যাবেন🇧🇩🇧🇩🇧🇩✅✅

  • @protimaghosh6242
    @protimaghosh6242 6 лет назад +18

    Dada aey ganta valobasto. Tokhon ami visson choto kintu moner moddhe tokhone eay ganta valo lagar jayga kore neachelo. Ato din por ganta pelam. Dadar jonnoe aey gantake eto valobaste perechi.

  • @allahpleaseforgiveme
    @allahpleaseforgiveme Год назад +14

    আহা ৯০দশক, সোনালী সব দিন, কত কত অনুভূতি কত ভালো লাগা ছিলো এইসব গানগুলো ঘিরে।

  • @HussainMilon
    @HussainMilon 6 дней назад

    জীবন্ত গান বলতে যা বোঝায় এই গানটি তাই,,গ্রাম বাংলাকে খুঁজে পাওয়া যায় এই গানটিতে,,দারুণ,,

  • @সৈয়দনোমান
    @সৈয়দনোমান 3 года назад +17

    নীরব ঘাতক মেজবা ভাই। যে কিনা মনের গভীরে আজ ও স্পর্শ করে যায়।

  • @ovellhaq7780
    @ovellhaq7780 4 года назад +159

    প্রথম শুনি সেই ১৯৯১ সালে, এখন শুনছি ২৬-০৯-২০২০ সালে, সেই একই অনুভূতি ❤️❤️❤️🎧🎧🎧❤️❤️❤️

    • @md.saikutali.2096
      @md.saikutali.2096 3 года назад

      Thik

    • @hasinaakter3184
      @hasinaakter3184 3 года назад +1

      আমি ও ১৯৯১ তে শুনেছি....
      কি যে ভালো লাগে গানটা।।।

    • @uthaimongmong2839
      @uthaimongmong2839 2 года назад +2

      Wow

    • @shariful6367
      @shariful6367 2 года назад +1

      গানটি আমার কাছেও খুবই ভালো লাগে অথচ আমার জন্ম 1992 সালে

  • @IstieakAhmedShanto
    @IstieakAhmedShanto Год назад +7

    সেই ২০০৫-২০০৬ সালে প্রথমবার গানটি শুনেছিলাম ক্যাসেটে। সেই থেকে এই গানের প্রতি ভালবাসা কাজ করছে আজ অবদি। আমার জীবনে অনেক গুলো গানের মধ্যে শোনা সেরা ৫ টি গানের অন্যতম একটি গান। বাংলা ব্যান্ডের কালজয়ী সৃষ্টি এই গান❤❤

  • @MdRasel-qi8ne
    @MdRasel-qi8ne 7 месяцев назад +4

    হাজার বছরেও এই গান পুরনো হবে না। ৩০ বছর ধরে শুনতেছি ।

  • @kimaxce7347
    @kimaxce7347 2 года назад +12

    কিছু কিছু গান কখনোই পুরনো হয় না। সব সময়ই নতুন। মন ছুয়ে যায়। খুব পছন্দের একটা গান

  • @আমারকথাটুডে
    @আমারকথাটুডে 2 года назад +5

    একবছর পর আবার শুনলাম ।অনেক ভাল লাগল। পরবর্তী সময়ে ছেলেমেয়েদের জন্য কমেন্ট টি করে গেলাম।ওরা দেখলে বুঝবে কতটা গান গুলো ভাল ছিল।আর এখন কার কি সের গান ।

  • @rahnumaahmad4416
    @rahnumaahmad4416 Год назад +10

    হ্যাঁ । 90's kid .... মধ্য বয়সে এসে ও আজ ও এই গানে মোহমুগ্ধ.... এখনকার ছেলেমেয়ে রা বুঝবে না কখনও.... এসব গানের মর্ম 💓💓

  • @shafiqulislam8770
    @shafiqulislam8770 6 дней назад

    ৯০ এর দশকের প্রথম দিকের যে গানগুলো অত্যন্ত জনপ্রিয় ছিল তার মধ্যে এই গানটি অনন্য। তখন আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এর দ্বিতীয় বর্ষের ছাত্র। ছাত্র-ছাত্রীদের মুখে মুখে এই গানটি মুখরিত ছিল। সে সময়ের স্মৃতি ভুলবার নয়। ❤❤❤

  • @tufayelahmed7981
    @tufayelahmed7981 Год назад +29

    গানটা শুনে মেঘে ঢাকা মন রঙ্গিন হয়ে গেল। যেমন কথা তেমন সুর!

  • @saymaakter8774
    @saymaakter8774 2 года назад +19

    কিছু কিছু গান কখনও পুরোনো হয় না 🌺
    মাঝে মাঝে গান গুলো শোনার জন্য মন ছটফট করে উঠে 🥰

  • @sahidulislam114
    @sahidulislam114 7 лет назад +38

    গানের প্রতিটি কথা খুবেই মমর্মস্পর্শী। অনেক দিন ধরে বেঁচে থাকুক আমাদের হৃদয় এর গহীনে।

  • @thekingofempair
    @thekingofempair Год назад +2

    অসম্ভব সুন্দর একটা গান 🎯 আমার খুব প্রিয় একটা গান ✓

  • @rabinmitra7541
    @rabinmitra7541 2 года назад +6

    এইসব গানের জন্য পাগল ছিলাম।স্কুল শেষ করে তারাতারি বাড়ি ফিরে টেপ চালিয়ে খেতে বসতাম।

  • @skshohan1155
    @skshohan1155 3 года назад +15

    চিরদিনের ভালোলাগা ও ভালোবাসার গান। এখনও বৃষ্টি হলেই গানটি হৃদয় ছুঁয়ে যায়। কথা, সুর ও মেসবাহ ভাইয়ের কন্ঠের জাদু অতুলনীয়। আহারে সোনালী দিনগুলো যদি ফিরে আসত, কতইনা মধুর হত।

  • @samsunnahar4323
    @samsunnahar4323 3 года назад +32

    ক্যাম্পাসের কোন কন্সার্টে এই গান ছাড়া জমে না😍😍

  • @juthiahamed3372
    @juthiahamed3372 3 месяца назад

    সত্যিই সাবলীল ভাষায় একটি অনবদ্য গান। যা শুধুমাত্র ৯০দশক এই সম্ভব।😍😍😍

  • @rahmanmoti
    @rahmanmoti 4 года назад +15

    সারাজীবন শুনলেও মেটে না তৃষ্ণা...♥♪
    লাভ ইউ মেজবাহ ভাই...♥

  • @mahe9077
    @mahe9077 2 года назад +8

    মনে হয় ৯০ এর কোন এক বর্ষা দিনে গান টা শুনছি! আহ সেই মেলোডি! আর কি কথা!!!!

  • @SabbirRahman-nt7dk
    @SabbirRahman-nt7dk 8 лет назад +30

    আমার অনেক অনেক প্রিয় গানটা যত বার শুনি ততবার ই মনে হয় আবার শুনি এখনও সব বন্ধুরা এক হলেই গানটা গাওয়া হয় থানক্স বস এত সুন্দর একটা গান উপহার দেয়ার জন‍্য।

  • @RafiTheBitikbaj
    @RafiTheBitikbaj 2 месяца назад +2

    বর্তমানের হাজার হাজার গানের ভিতর এই গান শুনতে আসা মানুষ গুলো বিশেষ শ্রেনীর মানুষ! এদের রুচি প্রশংসার যোগ্য

  • @payelratna7858
    @payelratna7858 2 года назад +75

    This song gives me chills, after 30 years it still seems new to me! Wish I can meet the singers & tell them how their songs saved me growing up! Nothing beats the feeling of the songs from different touch ♥️Much respect !

    • @hk.hanifkhan443
      @hk.hanifkhan443 Год назад +2

      Yes veri good songs

    • @md.almamun594
      @md.almamun594 Год назад +2

      ছোট বেলা গানটি রেডিওতে শুনতেন বুঝি রত্না আনটি💝

  • @mohammadtanvir4241
    @mohammadtanvir4241 8 лет назад +48

    আমার খুব প্রিয় এই গান টি যখনই শুনি খুবই Excited হয়ে যাই

  • @MrShatadruPoddar
    @MrShatadruPoddar 3 года назад +5

    ২০২১ এ এসে ও এই গানটি আমার খুব প্রিয়। প্রথম শোনার সুযোগ হয়েছিল ১৯৯৬ সালে কাটোয়ার মামার বাড়িতে। তখন আমি ক্লাস টুয়ের ছাত্র ছিলাম।

  • @BipulDas-vx4zu
    @BipulDas-vx4zu 7 месяцев назад

    শৈশব-কৈশোর-যৌবন-বার্ধক্য জীবনের সকল সময়েই দূর অজানায় মন চাইবে হারাতে। চির অম্লান❤

  • @kazihifthi1551
    @kazihifthi1551 2 года назад +18

    কেউ নতুন কিছু খোঁজে আবার কেউ নতুনের মধ্যে পুরনো খোজে, আমি সেই, কারণ শৈশব টা নব্বই দশক(৯০) ছিলো।
    নব্বই দশক মানেই সোনালী অধ্যায়, যা বর্তমানে জ্যানারেশন বুঝবে না।

  • @mostafakamal415
    @mostafakamal415 2 года назад +10

    সেই পুরনো অনুভূতিগুলো নাড়া দিয়ে যায় আজও একইভাবে। ৩ দশক পরেও গানগুলো এখনও সতেজ। দুর্দান্ত সব লিরিকের যুগ থেকে এখন কোথায় এসে পড়েছি! আহা.....

  • @sujanmahmud7824
    @sujanmahmud7824 Год назад +12

    ২০৫০ সালের জন্য রেখে গেলাম 🥰🥰🥰

  • @mahimohammed6425
    @mahimohammed6425 5 месяцев назад +3

    যদি ফিরে যেতে পারতাম সেই দিনগুলোতে.... আহা❤️❤️❤️😭