মাশাল্লাহ্ খুব সুন্দর করে কোরআনের আয়াত দিয়ে, হেদয়াহ ও তাকওয়ার বিষয় পরিষ্কার পর্যালোচনা করেছেন হেযবুত তওহীদের মাননীয় এমাম, যাদের ভাগ্য ভালো তারা আপনার কথার সাথে একমত হয়ে পার্থক্য বুঝতে সক্ষম হবে, আল্লাহ যাদের হৃদয় কর্ণ মোহর করে দিয়েছেন, তারা কখনো সঠিক পথ হেদায়াহ পাবেনা, আপনার সাথে সম্পুর্ন একমত পোষণ করছি ইনশাআল্লাহ।
অনেক জনের কাছ থেকে অনেক বক্তব্য শুনেছি কিন্তু আপনার এরকম হৃদয় ছোয়া শুনি নায়, এই বক্তব্য এমন ভাবে বুঝিয়ে বলেছেন এমব বক্তব্য আরও হয়ে না,মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই রকম একটা বক্তব্য, পেয়ে খুব ভালো লাগলো
মাশা-আল্লাহ কোরআনের আয়াত থেকে খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করে হেদায়া ও তাকওয়া সম্পর্কে আলোচনা করেছেন আপনি, আপনার এসব ব্যাখ্যা সমূহ আলোচনা আমার খুবই ভালো লাগে, এমন সুন্দর আলোচনা আমি আগে কোথাও শুনিনি,, আপনার আলোচনার মাধ্যমেই হেদায়াহ ও তাকওয়া সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার বক্তব্যের মাধ্যমে সুস্পষ্টভাবে হেদায়াহ ও তাকওয়া বিষয়টি আলাদা ভাবে জানতে পেরেছি। এর আগে এই দুটি বিষয় সম্পর্কে কিছুই জানতাম না।
হেদায়া ও তাকওয়া সম্পর্কে এত সুন্দর ভাবে বুঝিয়েছেন যে কোন সাধারণ মানুষ বুঝতে সক্ষম হবে ইনশাআল্লাহ যদি মানুষ একটু হৃদয় দিয়ে আপনার কথাগুলো শোনার চেষ্টা করে তাহলে তারা বুঝতে পারবে হেদায়াতি ও তাকওয়া কি।
আমরা সারাজিবন ইবাদত করতে পারি স্রষ্টার সন্তুষ্টি লাভের আশায়, কিন্তু স্রষ্টা যেভাবে বলেছেন তার উল্টো তা যেনে পালন করা তা নিশ্চিত বোকামি, তাই সঠিক টা জানার প্রয়োজন সবচাইতে আগে, আর সেই সঠিক জ্ঞান টাই হেদায়াহ, যা আমি আপনার কথা শুনে উপলব্ধি করতে পেরেছি।। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা আপনার সাথে আছি আল্লাহর রাহে জিবন সম্পদ দেয়ার সংগ্রামে।
হেদায়া ও তাকওয়া দুটো সম্পূর্ণ আলাদা বিষয়, কিন্তু বর্তমানে আকিদা বিকৃতির কারণে দুটোকে এক করে ফেলা হয়েছে, যারা আপনার আলোচনা মনোযোগ সহকারে শুনবে আশা করছি তারা হেদায়া ও তাকওয়া সম্পর্কে সঠিক ধারণা পাবে।
তাকওয়া এবং হেদায়াহ না বুঝার কারণে আজকের সমাজে কেউ পাচ ওয়াক্ত নামাজ পড়লে তাকে হেদায়াতে আছে এটা ধরে নেওয়া হয়। কিন্তু আপনার বক্তব্যের মাধ্যমে পরিস্কার বুঝলাম। কোনটা হেদায়াহ এবং কোনটা তাকওয়া। আর হেদায়াহ বিহীন তাকওয়ার কোন মূল্য নেই। খুব সুন্দর আলোচনা।
মাশাআল্লাহ। খুব সুন্দর সহজেই হেদায়া এবং তাক ওয়া সম্পর্কে তাৎপর্যপূর্ণ একটি আলোচনা করেছেন। অথচ আমাদের আলেম সমাজ এত গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে ছোট ছোট আমল নিয়ে ব্যাখ্যা বিশ্লেষনে ব্যস্ত।
তাকওয়া ও হেদায়াহ্ নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন! আপনার আলোচনা থেকে পরিষ্কার - হেদায়াহ্ এবং তাকওয়া সম্পূর্ণ দুটো ভিন্ন বিষয়। হেদায়াহ্ মানে হচ্ছে সঠিক পথ, সঠিক দিক-নির্দেশনা। এবং তাকওয়া হচ্ছে সচেতনতা অর্থাৎ সর্বদা আল্লাহর আদেশ নিষেধের ব্যাপারে সতর্কতা অবলম্বন করে চলা।
মাশাল্লাহ, অসাধারণ সুন্দর করে বুঝিয়েছেন৷ হেদায়াহ ও তাকওয়া দুইটি বিষয় সম্পূর্ণ আলাদা৷ হেদায়াহ মানে সঠিক পথনির্দেশনা, আর তাকওয়া মানে আল্লাহ ভীতি বা জীবনে চলার পথে ন্যায় অন্যায়, ভালো মন্দ বিচার করে পথ চলা৷
হেদায়াহ ও তাকওয়ার মধ্যকার পার্থক্য সম্পর্কে খুব সুন্দর আলোচনা করেছেন। আপনার বক্তব্য থেকে অজানা অনেক কিছুই জানতে পারলাম।অসংখ্য জাজাকাল্লাহ আপনাকে মাননীয় এমাম।
হেদায়াহ ও তাকওয়া সম্পূর্ণ আলাদা বিষয়, কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টি আজ পর্যন্ত কোন আলেম এর সঠিক ব্যাখ্যা দিতে পারে নাই,আপনি অনেক সুন্দর ভাবে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
হেদায়াহ এবং তাকওয়া সম্পর্কে এই প্রথম বার সঠিক জ্ঞান অর্জন করলাম আপনার বক্তব্যের মাধ্যমে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও সালাম জানাই মূল্যবান কথা বলার জন্য।
হেদায়াহ এবং তাকওয়া এক বিষয় নয়। কিন্তু এখন সবাই এই বিষয় দুটিকে এক করে ফেলেছে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে ভালোভাবে হেদায়াহ ও তাকওয়া সম্পর্কে সম্মুখ ধারনা দেওয়ার জন্য।
খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারলাম। ইসলামের প্রকৃত শিক্ষা জাতির সামনে তুলে ধরছেন আপনি সবাইকে উপলব্ধি করতে হবে। বর্তমান মুসলিম জাতি অনেক তাকওয়াবান কিন্তু তারা কিতা বিকৃতির কারণে হেদায়েতের পথ থেকে সরে গেছে, তাদেরকে আবারও হেদায়েতের পথে আহবান করছেন আপনি। তাদেরকে বাঁচতে হলে ঐক্যবদ্ধ হতে হবে তওহীদের উপর।
খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন চিরন্তন সত্য, আজকে মুসলিম জাতি হেদায়া বিহীন আমল করে যাচ্ছে তাদের এই আমল অর্থহীন।হেদায়া ছাড়া তাকওয়া কোন মুল্য নাই এই মানব জাতি কে আল্লাহর হুকুমের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে তাহলে হেদায়া তের পরিপূর্ণ হবেই হবে ইনশাআল্লাহ।
আপনি খুব সহজেই সুন্দর ভাবে উপস্থাপনা করে বুঝিয়ে দিলেন হেযবুত তওহীদের মাননীয় এমাম, আশাকরি সবাই খুব সহজেই বুঝতে পারবে আপনার কথাগুলো, তার সাথে সাথে সবাই এটাও বুঝতে পারবে যে হেদায়াহ এবং তাকওয়া দুইটার ভিতরে কতটা ব্যবধান রয়েছে।
হেদায়াহ ও তাকওয়া দুইটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। হেদায়াহ অর্থ সঠিক পথে চলা আর তাকওয়া অর্থ সাবধানে পথ চলা। পথ যদি সঠিক না হয়ে থাকে অর্থাৎ হেদায়াতে না থাকে তবে আপনার শত সাবধানে পথ চলা অর্থাৎ শত তাকওয়া সম্পুর্ন বিফল, কারণ আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছাবেন না। আর যদি সঠিক পথে হেদায়াতে থাকেন ও চলেন তবে তাকওয়া না করেও গায়ে কাপড়ে কাদামাটি লাগিয়েও আপনি আপনার গন্তব্যস্থানে পৌছে যাবেন আপনি সফলকাম হবেন।
হেদায়া ও তাকওয়া সম্পর্কে এত সুন্দর ভাবে বুঝিয়েছেন যে কোন সাধারণ মানুষ বুঝতে সক্ষম হবে ইনশাআল্লাহ যদি মানুষ একটু হৃদয় দিয়ে আপনার কথাগুলো শোনার চেষ্টা করে তাহলে তারা বুঝতে পারবে হেদায়াতি ও তাকওয়া কি
হেদায়া হলো সঠিক পথনির্দেশনা ।কালেমা বা তৌহিদ তথা ধর্মের সঠিক পথে সামিল হলেই শুভফল নিশ্চিত । সঠিক পথে চলতে গিয়ে সাবধানতা বা সর্তকতা অবলম্বন করাই হলো তাকাওয়া । তবে অন্যথা হলেও শুভফল না পাওয়ার কারণ নেই । মাননীয় এমাম বিষয়টি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করলেন । জাযাকাল্লাহ ।
যথার্থই বলেছেন আপনি, হেদায়াহ্ বিহীন তাকওয়ার কোনো মূল্যই নেই। আগে ঈমান তারপর আমল। যত সাবধানেই পথ চলুক না কেনো! পথ যদি ভুল হয় তবে কাঙ্খিত গন্তব্য স্থানে কখনও পৌছানো যাবেনা। তাই আগে সঠিক পথ অর্থাৎ হেদায়াতে প্রতিষ্ঠিত হতে হবে।
হেদায়াহ ও তাকওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। আজ ইসলামের প্রকৃত আকিদা বিকৃতর কারণে হেদায়াহ ও তাকওয়াকে এক করে ফেলছে৷ আজ আপনার মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে আমরা সত্যটা জানতে পারলাম ।
হেদায়া হচ্ছে সঠিক পথে চলা তাকওয়া হচ্ছে সাবধানে পথ চলা। বতর্মানে মুসলমান জাতি খুব সতর্কতার সঙ্গে আমল করে যাচ্ছে কিন্তু তাদের মধ্যে হেদায়া নেই। আল্লাহ্ সবাইকে সত্য বুঝার তৌফিক দান করুক।
প্রত্যেক নবী রাসুলের আগমন হয়েছে হেদায়াহ নিয়ে। হেদায়াহ মানে হলো সঠিক পথনির্দেশনা । হেদায়াহ বিহীন তাকওয়া অর্থহীন। আগে হেদায়াহ আসতে হবে তারপর তাকওয়া। হেদায়াহ এবং তাকওয়া নিয়ে খুব সুন্দর আলোচনা করলেন মাননীয় এমাম
জীবনে যে রাস্তাটিকে সঠিক বলে ধারণা করা হয় সেখানে আল্লাহর দেয়া যাবতীয় বিধান জীবনে প্রয়োগ করাটাই হলো তাকওয়া । রাস্তা ভুল হতেই পারে তবে আল্লাহর বিধান ভুল রাস্তাতেও মানা যায় যেমনটা আজকের প্রায় মুসলিম জাতি মানছে। তবে সঠিক রাস্তা গ্রহণ করলে সেখানে অতি সাবধানে পথ না চললেও একসময় না একসময় কাঙ্ক্ষিত গন্তব্যে পৌছাবেই। বর্তমানের এই মুসলিম জাতিকে পুনরায় সেই সঠিক রাস্তার সন্ধান দিতে হবে।
হেদায়াহ এবং তাকওয়া দুটি আলাদা এইটা আসলে আগে জানতাম না আজকে আপনার ভিডিও দেখে বুঝতে পারলাম আসলে হেদায়াহ এবং তাকওয়া এই বিষয়টির গোলমাল এর কারণে হেদায়হ থেকে সত্যদিন সহজ সরল পথ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি।
হেদায়াহ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হেদায়াহ না থাকলে সব অর্থহীন হয়ে যাবে। আগে হেদায়েত হতে হবে। তারপর তো তাকওয়া। আগে যদি তাকওয়া অবলম্বন করে কোনো লাভ হবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো হেদায়াহ।
হেদায়া আর তাকওয়া সম্পুণ আলাদা বিষয়। আপনার আলোচনায় স্পষ্ট ফুটে উঠেছে। কিন্তু এক শ্রেণীর মানুষের অতি বিশ্লেষণের কারণে, সাধারণ মানুষ আজ হেদায় আর তাকওয়ার মানদণ্ড করতে পারছেন না। আসা করি আপনার কথা সকলেই বুঝতে সঙ্খম হবে।
হেদায়াহ ও তাকওয়া দুটো পৃথক বিষয় হলেও একে অপরের সঙ্গে গভীর সম্পর্কযুক্ত। ফলে এই দুটো বিষয়কে ভুল করে একই বিষয় মনে করা হয়। কোনো দুষ্কৃতকারীকে যদি বুঝিয়ে নামাজি ও রোজাদার বানানো যায় তাহলে আমরা বলি যে লোকটি ‘হেদায়াত’ হয়েছে। এটা ভুল। প্রকৃত সত্য হলো, লোকটি তাকওয়া অর্জন করেছে। হেদায়াহ ও তাকওয়া এই শব্দদুটির আসল অর্থ এই ভিডিওতে সুস্পষ্ট করার চেষ্টা করেছেন হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম।
হেদায়া ও তাকওয়া দুটো আলাদা বিষয় তা অনেকেই জানেনা, সবাই যদি আপনার আলোচনা মনোযোগ সহকারে শুনে ইনশাআল্লাহ তারা বুঝতে পারবে হেদায়া ও তাকওয়ার মধ্যে পার্থক্য কোথায়।
হেদায়া ও তাকওয়া নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন মাননীয় এমাম।
হেদায়াহ ও তাকওয়া কি, এতো সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য জাযাকাল্লাহ,💗
এই গুরুত্বপূর্ণ বিষয়টি কোনো আলেমের কাছে পরিষ্কার ব্যাখ্যা পাইনি। আপনার কাছে থেকে জানতে পারলাম। অশেষ ধন্যবাদ আপনাকে।
মাশাআল্লাহ অতন্ত্য সুন্দর ভাবে আলোচনা করেছেন হেদায়াহ ও তাকওয়া সম্পর্কে।আপনাকে অসংখ্য জাজাকাল্লাহ।
মাশাল্লাহ্ খুব সুন্দর করে কোরআনের আয়াত দিয়ে, হেদয়াহ ও তাকওয়ার বিষয় পরিষ্কার পর্যালোচনা করেছেন হেযবুত তওহীদের মাননীয় এমাম, যাদের ভাগ্য ভালো তারা আপনার কথার সাথে একমত হয়ে পার্থক্য বুঝতে সক্ষম হবে, আল্লাহ যাদের হৃদয় কর্ণ মোহর করে দিয়েছেন, তারা কখনো সঠিক পথ হেদায়াহ পাবেনা, আপনার সাথে সম্পুর্ন একমত পোষণ করছি ইনশাআল্লাহ।
অনেক জনের কাছ থেকে অনেক বক্তব্য শুনেছি কিন্তু আপনার এরকম হৃদয়
ছোয়া শুনি নায়, এই বক্তব্য এমন ভাবে বুঝিয়ে বলেছেন এমব বক্তব্য আরও হয়ে না,মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই রকম একটা বক্তব্য, পেয়ে খুব ভালো লাগলো
খুব সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাননীয় ইমাম। দুইটা বিষয় সম্পর্কে আগে আমাদের জানতে হবে, তাহলেই আল্লাহর দেওয়া সত্য ও সঠিক পথে চলা সহজ হবে,।
খুব সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন মাশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ ও জাজাকাল্লাহ খাইরান মাননীয় এমাম।
মাশা-আল্লাহ কোরআনের আয়াত থেকে খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করে হেদায়া ও তাকওয়া সম্পর্কে আলোচনা করেছেন আপনি, আপনার এসব ব্যাখ্যা সমূহ আলোচনা আমার খুবই ভালো লাগে, এমন সুন্দর আলোচনা আমি আগে কোথাও শুনিনি,, আপনার আলোচনার মাধ্যমেই হেদায়াহ ও তাকওয়া সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আল্লাহ রাসূলে প্রকৃত ইসলাম হারিয়ে গেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে, আল্লাহ রাসূলে প্রকৃত ইসলাম বুঝিয়ে দেওয়ার জন্য।
আপনি ইসলামের টার্মগুলোর সঠিক ব্যাখ্যা তুলে ধরেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ।
হেদায়াহ আল্লাহ প্রদত্ত বিশাল এক নেয়ামত। আলহামদুলিল্লাহ, আল্লাহরকাছেঅশেষশুকরিয়।
ইসলামের গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন মাননীয় এমাম। অসংখ্য জাজাকাল্লাহ আপনাকে।
মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার বক্তব্যের মাধ্যমে সুস্পষ্টভাবে হেদায়াহ ও তাকওয়া বিষয়টি আলাদা ভাবে জানতে পেরেছি। এর আগে এই দুটি বিষয় সম্পর্কে কিছুই জানতাম না।
হেদায়া ও তাকওয়া সম্পর্কে এত সুন্দর ভাবে বুঝিয়েছেন যে কোন সাধারণ মানুষ বুঝতে সক্ষম হবে ইনশাআল্লাহ যদি মানুষ একটু হৃদয় দিয়ে আপনার কথাগুলো শোনার চেষ্টা করে তাহলে তারা বুঝতে পারবে হেদায়াতি ও তাকওয়া কি।
মাশাআল্লাহ আপনার বিষয়ভিত্তিক লেকচার গুলো ভালোই লাগে
একদমই সঠিক ও যুক্তিসংগত বিষয় নিয়ে আলোচনা করেছেন আপনি।
খুব সুন্দর আলোচনা
হেদায়াহ ও তাকওয়া যে দুটি সম্পূর্ন আলাদা তা খুবই সহজ করে বুঝিয়ে দিয়েছেন।
মাশাআল্লাহ অত্যন্ত যৌক্তিক এবং দলিল ভিত্তিক আলোচনা করেছেন আপনি, আপনার আলোচনার মাধ্যমে পরিষ্কার বুঝতে পারলাম হেদায়াহ বিহীন তাকওয়ার কোন মূল্য নেই।
আমরা সারাজিবন ইবাদত করতে পারি স্রষ্টার সন্তুষ্টি লাভের আশায়, কিন্তু স্রষ্টা যেভাবে বলেছেন তার উল্টো তা যেনে পালন করা তা নিশ্চিত বোকামি, তাই সঠিক টা জানার প্রয়োজন সবচাইতে আগে, আর সেই সঠিক জ্ঞান টাই হেদায়াহ, যা আমি আপনার কথা শুনে উপলব্ধি করতে পেরেছি।।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা আপনার সাথে আছি আল্লাহর রাহে জিবন সম্পদ দেয়ার সংগ্রামে।
হেদায়া ও তাকওয়া দুটো সম্পূর্ণ আলাদা বিষয়, কিন্তু বর্তমানে আকিদা বিকৃতির কারণে দুটোকে এক করে ফেলা হয়েছে, যারা আপনার আলোচনা মনোযোগ সহকারে শুনবে আশা করছি তারা হেদায়া ও তাকওয়া সম্পর্কে সঠিক ধারণা পাবে।
হেদায়াহ ও তাকওয়া সম্পর্কে এত সুন্দর ধারণা আগে কেউ দিতে পারে নাই। আপনার বক্তব্য খুবই স্পষ্ট এবং যৌক্তিক।
তাকওয়া এবং হেদায়াহ না বুঝার কারণে আজকের সমাজে কেউ পাচ ওয়াক্ত নামাজ পড়লে তাকে হেদায়াতে আছে এটা ধরে নেওয়া হয়। কিন্তু আপনার বক্তব্যের মাধ্যমে পরিস্কার বুঝলাম। কোনটা হেদায়াহ এবং কোনটা তাকওয়া। আর হেদায়াহ বিহীন তাকওয়ার কোন মূল্য নেই। খুব সুন্দর আলোচনা।
হেদায়াহ ও তাকওয়া ইসলামের মূল একটি বিষয় নিয়ে খুবই যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মাশাআল্লাহ। খুব সুন্দর সহজেই হেদায়া এবং তাক ওয়া সম্পর্কে তাৎপর্যপূর্ণ একটি আলোচনা করেছেন। অথচ আমাদের আলেম সমাজ এত গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে ছোট ছোট আমল নিয়ে ব্যাখ্যা বিশ্লেষনে ব্যস্ত।
তাকওয়া ও হেদায়াহ্ নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন! আপনার আলোচনা থেকে পরিষ্কার - হেদায়াহ্ এবং তাকওয়া সম্পূর্ণ দুটো ভিন্ন বিষয়।
হেদায়াহ্ মানে হচ্ছে সঠিক পথ, সঠিক দিক-নির্দেশনা। এবং তাকওয়া হচ্ছে সচেতনতা অর্থাৎ সর্বদা আল্লাহর আদেশ নিষেধের ব্যাপারে সতর্কতা অবলম্বন করে চলা।
মাশাল্লাহ, অসাধারণ সুন্দর করে বুঝিয়েছেন৷
হেদায়াহ ও তাকওয়া দুইটি বিষয় সম্পূর্ণ আলাদা৷ হেদায়াহ মানে সঠিক পথনির্দেশনা, আর তাকওয়া মানে আল্লাহ ভীতি বা জীবনে চলার পথে ন্যায় অন্যায়, ভালো মন্দ বিচার করে পথ চলা৷
মাশাআল্লাহ অনেক সুন্দর করে হেদায়াহ এবং তাক ওয়া যে দুইটি ভিন্ন বিষয় তা তুলে ধরেছেন।
মাশাল্লাহ অনেক সুন্দর করে হেদায়াহ এবং তাকওয়া যে দুইটি ভিন্ন বিষয় তা তুলে ধরেছেন
খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন মননীয় এমাম ইসলাম সম্পর্কে যদি মানুষের আকিদা ক্লিয়ার না থাকে তাহলে সে সঠিক পথে চলতে পারবে না।
আলহামদুলিল্লাহ হেদায়াহ ও তাকওয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আমরা আকিদা পরিস্কার হয়ে গেছে, সুন্দর চমৎকার আলোচনা করেছেন।
হেদায়া এবং তাকওয়া সম্পর্কে খুবই যুক্তিক আলোচনা করেছেন আপনি মাননীয় ইমাম।হেদায়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
হেদায়াহ ও তাকওয়ার মধ্যকার পার্থক্য সম্পর্কে খুব সুন্দর আলোচনা করেছেন। আপনার বক্তব্য থেকে অজানা অনেক কিছুই জানতে পারলাম।অসংখ্য জাজাকাল্লাহ আপনাকে মাননীয় এমাম।
এটা এত কঠিন সত্য যে মানুষ খুব তাড়াতাড়ি গ্রহন করতে পারবে না। কারন তাদের বিশ্বাস বা অভ্যাসের সাথে এটা সাংঘর্ষিক
হেদায়া ও তাকওয়ার মধ্যে অনেকেরই গোলমাল লেগে যায়। ধন্যবাদ ২টি বিষয়কে সুন্দর ভাবে বুঝানোর জন্য।
হেদায়াহ আর তাকওয়া সর্মপূণ আলাদা বিষয়।কিন্তু আজ আকিদা বিকৃতির কারণে দুটোকেই এক করে ফেলা হয়েছে।
দুইটি বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাননীয় এমাম।
হেদায়াহ ও তাকওয়া সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেলাম এই ভিডিও দেখে। ধন্যবাদ আপনাকে
হেদায়াহ ও তাকওয়া পার্থক্য খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন।
মাশাআল্লাহ অনেক সুন্দর উপস্থাপনা জাজাকাল্লাহ মাননীয় এমাম
মাশাল্লাহ্ অনেক গুরুক্তের সাথে হেদায়াহ এবং তাকওয়া সম্পর্কে আলোচনা করেছেন মাননীয় এমাম।
অনেক অসাধারণ একটি আলোচনা করেছেন মাননীয় এমাম। হেদায়েহ এবং তাকওয়া দুটি ভিন্ন বিষয়।
হেদায়াহ ও তাকওয়া সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। হেদায়াহ অর্থ সঠিক পথ এবং তাকওয়া অর্থ হলো সতর্ক ভাবে পথ চলা।
হেদায়াহ ও তাকওয়া সম্পূর্ণ আলাদা বিষয়, কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টি আজ পর্যন্ত কোন আলেম এর সঠিক ব্যাখ্যা দিতে পারে নাই,আপনি অনেক সুন্দর ভাবে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
হেদায়াহ ও তাকওয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মাশাআল্লাহ অনেক সুন্দর করে বুঝিয়ে বলার জন্য মাননীয় এমাম অসংখ্য জাজাকাল্লাহ
সবাইকে এমামের কথা মনে দিয়ে শুনার জন্য ধন্যবাদ
হেদায়াহ এবং তাকওয়া সম্পর্কে এই প্রথম বার সঠিক জ্ঞান অর্জন করলাম আপনার বক্তব্যের মাধ্যমে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও সালাম জানাই মূল্যবান কথা বলার জন্য।
হেদাযাহ্ এবং তাকওয়া মাঝে এতটাই গুরুত্বপূর্ণ পার্থক্য তা জানা ছিলনা।
অনেক কিছুই জানতে পারলাম আপনার বক্তব্য থেকে।
আমিও হেদায়েত ও তাকওয়া এর পার্থক্য টা এতো ভালোভাবে বুঝতাম না। এখন অল্প অল্প বুঝতেছি।
অসংখ্য গুরুত্বপূর্ণ একটি আলোচনা
হেদায়াহ এবং তাকওয়া এক বিষয় নয়। কিন্তু এখন সবাই এই বিষয় দুটিকে এক করে ফেলেছে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে ভালোভাবে হেদায়াহ ও তাকওয়া সম্পর্কে সম্মুখ ধারনা দেওয়ার জন্য।
খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারলাম। ইসলামের প্রকৃত শিক্ষা জাতির সামনে তুলে ধরছেন আপনি সবাইকে উপলব্ধি করতে হবে। বর্তমান মুসলিম জাতি অনেক তাকওয়াবান কিন্তু তারা কিতা বিকৃতির কারণে হেদায়েতের পথ থেকে সরে গেছে, তাদেরকে আবারও হেদায়েতের পথে আহবান করছেন আপনি। তাদেরকে বাঁচতে হলে ঐক্যবদ্ধ হতে হবে তওহীদের উপর।
খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন চিরন্তন সত্য, আজকে মুসলিম জাতি হেদায়া বিহীন আমল করে যাচ্ছে তাদের এই আমল অর্থহীন।হেদায়া ছাড়া তাকওয়া কোন মুল্য নাই এই মানব জাতি কে আল্লাহর হুকুমের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে তাহলে হেদায়া তের পরিপূর্ণ হবেই হবে ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ হেদায়াহ ও তাকওয়া যে ভিন্ন জিনিস তা সুন্দর করে বুজিয়ে দিয়েছেন ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ ?
আপনি খুব সহজেই সুন্দর ভাবে উপস্থাপনা করে বুঝিয়ে দিলেন হেযবুত তওহীদের মাননীয় এমাম, আশাকরি সবাই খুব সহজেই বুঝতে পারবে আপনার কথাগুলো, তার সাথে সাথে সবাই এটাও বুঝতে পারবে যে হেদায়াহ এবং তাকওয়া দুইটার ভিতরে কতটা ব্যবধান রয়েছে।
হেদায়াহ ও তাকওয়া দুটি বিষয় এক নয়, আলাদা আলাদা আপনাকে অসংখ্য জাযাকাল্লাহ মাননীয় এমাম অতন্ত্য সুন্দর করে বুঝিয়ে দিলেন।
মাশআল্লাহ খুবই সুন্দর করে বুঝিয়েছেন জাযাকআল্লাহ।
আপনার আলোচনায় হেদায়া ও তাকওয়ার পার্থক্য পরিষ্কারভাবে বুঝতে পারলাম।
খুব সুন্দর ভাবে হেদায়াহ ও তাকওয়া সম্পর্কে বোঝালেন।এই প্রথম সঠিক জানতে পারলাম।আপনাকে অসংখ ধন্যবাদ।
আমরা অনেকই হেদায়াহ ও তাকওয়া দুই টা কে একসাথে গুলিয়ে ফেলি।আজকে আপনার মাধ্যমে তা জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।
হেদায়াহ ও তাকওয়া দুটি আলাদা আলাদা বিষয়।হেদায়াহ হচ্ছে সঠিক পথ।তাকওয়া হচ্ছে সতর্ক ভাবে পথ চলা।
হেদায়া ও তাকওয়ার পার্থক্য খুব সুন্দরভাবে বুঝিয়েছেন।
হেদায়াহ এবং তাকওয়া সম্পর্কে যে সুন্দর সাবলীল ভাষায় বক্তব্য উপস্থাপন করেছেন তা শুনে সত্যিই। আসল সত্য মিথ্যা পার্থক্য করতে পারছি।
হেদায়াত হলো right direction. জীবন পরিচালনার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পথই হলো হেদায়াত। তাকওয়া হলো সতর্কতার সাথে পথচলা।
হেদায়াহ ও তাকওয়া দুইটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। হেদায়াহ অর্থ সঠিক পথে চলা আর তাকওয়া অর্থ সাবধানে পথ চলা।
পথ যদি সঠিক না হয়ে থাকে অর্থাৎ হেদায়াতে না থাকে তবে আপনার শত সাবধানে পথ চলা অর্থাৎ শত তাকওয়া সম্পুর্ন বিফল, কারণ আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছাবেন না। আর যদি সঠিক পথে হেদায়াতে থাকেন ও চলেন তবে তাকওয়া না করেও গায়ে কাপড়ে কাদামাটি লাগিয়েও আপনি আপনার গন্তব্যস্থানে পৌছে যাবেন আপনি সফলকাম হবেন।
এক্কেবারে জবরদস্ত হক কথা বলেছেন মাননীয় এমাম। কথাগুলো হৃদয় দিয়ে অনুভব করতে হবে। তাহলেই এর মর্মবাণী বোঝা যাবে।
হেদায়া ও তাকওয়া সম্পর্কে এত সুন্দর ভাবে বুঝিয়েছেন যে কোন সাধারণ মানুষ বুঝতে সক্ষম হবে ইনশাআল্লাহ যদি মানুষ একটু হৃদয় দিয়ে আপনার কথাগুলো শোনার চেষ্টা করে তাহলে তারা বুঝতে পারবে হেদায়াতি ও তাকওয়া কি
হেদায়া হলো সঠিক পথনির্দেশনা ।কালেমা বা তৌহিদ তথা ধর্মের সঠিক পথে সামিল হলেই শুভফল নিশ্চিত । সঠিক পথে চলতে গিয়ে সাবধানতা বা সর্তকতা অবলম্বন করাই হলো তাকাওয়া । তবে অন্যথা হলেও শুভফল না পাওয়ার কারণ নেই ।
মাননীয় এমাম বিষয়টি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করলেন । জাযাকাল্লাহ ।
হেদায়া ছাড়া তাকওয়া অর্থহীন। গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন।
মাশাআল্লাহ! আপনাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন হেদায়া এবং তাকওয়া কি।
যথার্থই বলেছেন আপনি, হেদায়াহ্ বিহীন তাকওয়ার কোনো মূল্যই নেই। আগে ঈমান তারপর আমল। যত সাবধানেই পথ চলুক না কেনো! পথ যদি ভুল হয় তবে কাঙ্খিত গন্তব্য স্থানে কখনও পৌছানো যাবেনা। তাই আগে সঠিক পথ অর্থাৎ হেদায়াতে প্রতিষ্ঠিত হতে হবে।
হেদায়াহ ও তাকওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। আজ ইসলামের প্রকৃত আকিদা বিকৃতর কারণে হেদায়াহ ও তাকওয়াকে এক করে ফেলছে৷ আজ আপনার মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে আমরা সত্যটা জানতে পারলাম ।
অনেক সুন্দর আলো চনা, হেদায়া ও তাকওয়ার বিষয়ে সঠিক গ্যান লাভ করলাম, চিন্তা শিল দের জন্য শিক্ষা নীও।
হেযবুত তওহীদ একমাত্র প্রকৃত ইসলামের কথা বলে,,,,,
হেদায়া হচ্ছে সঠিক পথে চলা তাকওয়া হচ্ছে সাবধানে পথ চলা। বতর্মানে মুসলমান জাতি খুব সতর্কতার সঙ্গে আমল করে যাচ্ছে কিন্তু তাদের মধ্যে হেদায়া নেই। আল্লাহ্ সবাইকে সত্য বুঝার তৌফিক দান করুক।
হেদায়া হলো সঠিক পথ নির্দেশনা। তাকওয়া হলো সাবধানে পথ চলা। দুটি আলাদা বিষয়।
প্রত্যেক নবী রাসুলের আগমন হয়েছে হেদায়াহ নিয়ে। হেদায়াহ মানে হলো সঠিক পথনির্দেশনা ।
হেদায়াহ বিহীন তাকওয়া অর্থহীন। আগে হেদায়াহ আসতে হবে তারপর তাকওয়া। হেদায়াহ এবং তাকওয়া নিয়ে খুব সুন্দর আলোচনা করলেন মাননীয় এমাম
জীবনে যে রাস্তাটিকে সঠিক বলে ধারণা করা হয় সেখানে আল্লাহর দেয়া যাবতীয় বিধান জীবনে প্রয়োগ করাটাই হলো তাকওয়া । রাস্তা ভুল হতেই পারে তবে আল্লাহর বিধান ভুল রাস্তাতেও মানা যায় যেমনটা আজকের প্রায় মুসলিম জাতি মানছে। তবে সঠিক রাস্তা গ্রহণ করলে সেখানে অতি সাবধানে পথ না চললেও একসময় না একসময় কাঙ্ক্ষিত গন্তব্যে পৌছাবেই।
বর্তমানের এই মুসলিম জাতিকে পুনরায় সেই সঠিক রাস্তার সন্ধান দিতে হবে।
আজ আমরা ইসলামের প্রকৃত আকিদা ভোলে বিকৃত আকিদায় হাবুডুবু খাচ্ছি তায় আজ আমাদের এই অবস্থা।
মাননীয় এমাম মহাগুরুত্বপূর্ণ আলো চোনা করলেন, আমাদের জন্য শিক্ষার
হেদায়াহ এবং তাকওয়া দুটি আলাদা এইটা আসলে আগে জানতাম না আজকে আপনার ভিডিও দেখে বুঝতে পারলাম আসলে হেদায়াহ এবং তাকওয়া এই বিষয়টির গোলমাল এর কারণে হেদায়হ থেকে সত্যদিন সহজ সরল পথ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি।
হেদায়া শব্দের অর্থ হলো সঠিক পথ। সর্বপ্রথম মানব জাতিকে হেদায়েতের উপর আসতে হবে,তার পর তাকওয়া অবলম্বন করতে হবে।
তাকওয়া এবং হেদায়াহ দুটি ভিন্ন জিনিষ হলেও বর্তমানে একে এক করে ফেলা হয়েছে। এ দু'টির পার্থক্য বুঝতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে।
আপনি সঠিক কথাগুলো তুলে ধরেছেন।
হেদায়েহ হল সহজ সরল পথ। তাকওয়া হল সাবধানতার সঙ্গে পথে চলা।
Wow❤️❤️❤️
হেদায়াহ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হেদায়াহ না থাকলে সব অর্থহীন হয়ে যাবে। আগে হেদায়েত হতে হবে। তারপর তো তাকওয়া। আগে যদি তাকওয়া অবলম্বন করে কোনো লাভ হবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো হেদায়াহ।
হেদায়াহ ও তাকওয়া সম্পর্কে সঠিক ধারণা দিয়েছেন হেযবুত তাওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম।
হেদায়া আর তাকওয়া সম্পুণ আলাদা বিষয়। আপনার আলোচনায় স্পষ্ট ফুটে উঠেছে।
কিন্তু এক শ্রেণীর মানুষের অতি বিশ্লেষণের কারণে, সাধারণ মানুষ আজ হেদায় আর তাকওয়ার মানদণ্ড করতে পারছেন না।
আসা করি আপনার কথা সকলেই বুঝতে সঙ্খম হবে।
আপনার এই বক্তব্যের মাঝে স্পষ্ট ভাবে ফুটে উঠেছে যে প্রকৃত সত্য কোনটা।
আমরা যে অর্থ এতদিন জেনে তা যে সত্য ছিলনা তা আপনার কথায় প্রমানিত।
হেদায়াহ ও তাকওয়া দুটো পৃথক বিষয় হলেও একে অপরের সঙ্গে গভীর সম্পর্কযুক্ত। ফলে এই দুটো বিষয়কে ভুল করে একই বিষয় মনে করা হয়। কোনো দুষ্কৃতকারীকে যদি বুঝিয়ে নামাজি ও রোজাদার বানানো যায় তাহলে আমরা বলি যে লোকটি ‘হেদায়াত’ হয়েছে। এটা ভুল। প্রকৃত সত্য হলো, লোকটি তাকওয়া অর্জন করেছে। হেদায়াহ ও তাকওয়া এই শব্দদুটির আসল অর্থ এই ভিডিওতে সুস্পষ্ট করার চেষ্টা করেছেন হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম।
হেদায়াহ ও তাকওয়া দুটি সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু বেশিরভাগ মানুষ এই দুটি বিষয়কে এক মনেকরেন
হেদায়াহ ও তাকওয়ার মধ্যে পার্থক্য কি বুঝতে পেরেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ
Wow
হেদায়া ও তাকওয়া দুটো আলাদা বিষয় তা অনেকেই জানেনা, সবাই যদি আপনার আলোচনা মনোযোগ সহকারে শুনে ইনশাআল্লাহ তারা বুঝতে পারবে হেদায়া ও তাকওয়ার মধ্যে পার্থক্য কোথায়।
হেদায়াহ আর তাকওয়া সম্পূর্ণ দুটি ভিন্ন জিনিস।হেদায়াহ হচ্ছে সঠিক পথ আর তাকওয়া হচ্ছে সেই পথে সাবধানে অর্থাৎ দেখে শুনে পথ চলা।
অনেক কিছু জানতে পারলাম হেদায়াহ ও তাকওয়ার মধ্যের পার্থক্য বুঝতে পারলাম।