১০টি সমস্যা যা মানসিক অসুস্থতার লক্ষণ | Dr. Kushal |

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 755

  • @IamDr.Kushal
    @IamDr.Kushal  7 месяцев назад +25

    Join my telegram channel to get regular posts on mental well being :
    t.me/+ucd1OY68eEU5YjY9

    • @fattahsikder2169
      @fattahsikder2169 5 месяцев назад +2

      Fffgddddfffffff

    • @AlfazriponSadik
      @AlfazriponSadik 3 месяца назад

      আসসালামুয়ালাইকুম স্যার। স্যার একটা কথা আপনাকে জিজ্ঞেস করার আছে আমার প্লিজ স্যার আপনার যদি একটু সময় থাকে তাহলে আমি একটা কথা আপনাকে বলব কাউনসেলিং এর মানে কি স্যার আমাকে একটু বলেন। আমি এটার মানে বুঝতে পারছিনা ,,, ,, স্যার আমার মনে হয় আমার মানসিক রোগ হয়েছে কারণ স্যার। আমি স্যার একটা বড় আঘাতে মনের মধ্যে পেয়েছিলাম সারাদিন সারারাত চিন্তা করে করে আমার এই রোগটি সৃষ্টি হয়েছে ,,, কিন্তু স্যার আল্লাহর রহমতে অনেকটা আমি এখন ভালো আছি আমার একটাই এখন সমস্যা ঘুম হচ্ছে না এটা মনে হচ্ছে স্যার ,, OCD চিন্তার কারণে ঘুম হচ্ছে না ,,,স্যার প্লিজ স্যার এটা রিপ্লাই দিয়েন প্লিজ আপনার যদি সময় থাকে হেল্প মি স্যার

    • @rafihaider-n5v
      @rafihaider-n5v 2 месяца назад

      Sir plz telegram e sby msg dewar option ta on korun

    • @asmaakter1879
      @asmaakter1879 2 месяца назад

      আসসালামু আলাইকুম আপনার চেম্বার কোথায়?

    • @niluferchowdhury1744
      @niluferchowdhury1744 2 месяца назад

      Amar friends sudden or big disease hoicha after treatment r pore sha ajhka ekhta kotha boltecha kalka arekta kotha.meaning same bishoy niya..I explained properly that Like he is telling me today I will do this tomorrow he is telling himself I won't do this

  • @realeyesbd
    @realeyesbd Год назад +161

    আমার অনেক সমস্যাই ছিলো খুবই খারাপ অবস্থা হয়েগিছিলো সে সময় আমি ইউটিউবে কোরআনে একটি সূরার বাংলা অর্থসহ শুনছিলাম তখন থেকে আমি প্রতিদিন শুনছি আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি।

    • @SMU12-99
      @SMU12-99 Год назад +1

      কোন সূরা ভাই

    • @realeyesbd
      @realeyesbd Год назад +10

      @@SMU12-99 সূরা আর রহমান

    • @Mimi_film1415
      @Mimi_film1415 5 месяцев назад +1

      মা শা আল্লাহ ❤

    • @ziauddin-o8b
      @ziauddin-o8b 3 месяца назад +1

      @@realeyesbd Hea Eta Kaj Kore Alhamdulillah ❤️

    • @MamoniKhan-r1n
      @MamoniKhan-r1n 3 месяца назад

      Ki sura

  • @raisa9256
    @raisa9256 11 месяцев назад +88

    ব্যক্তিগতভাবে মনেকরি আমরা প্রত্যেকেই কমবেশি জটিল মানসিক সমস্যায় জর্জরিত।

  • @knowtherealislam9318
    @knowtherealislam9318 Год назад +54

    জীবনে সমস্যা থাকবেই কিন্তু সমস্যা হচ্ছে খারাপ সময়কে আমরা অনেকেই সহ্য করে নিতে পারিনা।
    যা পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ আর যা পাইনি তার জন্য সবর 🎉

    • @Bismillah8096
      @Bismillah8096 9 месяцев назад

      আলহামদু লিল্লাহ

  • @nakibulcht
    @nakibulcht 2 года назад +414

    স্যার উপরোক্ত ১০ টা সাইন আমার ১৬ বছর ধরে আছে। কিন্তু আমি সাভাবিক জীবন যাপন করছি কারণ আমার আর্থিক সমস্যা প্রকট। এমনকি এই দেশের বেশিরভাগ মানুষের এই সমস্যা। কিছু করার নাই, এই খরচের যুগে এসব মেনে নিয়ে যাওয়া ছাড়া। একটা ভরশা আমাকে সাহস যোগায় আর তা হলো আল্লাহ এর প্রতি বিশ্বাস আর উনি এর থেকে একটা পরিত্রাণ দিবেন। এসবের কারণে আমার লেখাপড়া, কেরিয়ার কোন কিছু স্ট্যাবল না। এমনকি আমি বিয়ে করেছি, একটা বাচ্চাও আছে ১০ মাসের। গত ৫ মাস ধরে বেকার। এদিক ওদিক করে দিন মজুরের মত কাজ কর্ম করে কিছু উপার্জন করছি। হাল ছেড়ে দিচ্ছি নাহ এতো সিম্পটম সিভিয়ার লেভেল থাকার পরেও। পরিত্রাণ আল্লাহ দিবেন। ইন শা আল্লাহ।

  • @bitcoinanalysis5570
    @bitcoinanalysis5570 10 месяцев назад +22

    Timestamp:
    00:14- ঘুমের প্যাটার্ন
    02:07- Mood Swing
    03:09- Overwhelming Anxiety বা অতিরিক্ত দুশ্চিন্তা
    03:55- অতিরিক্ত মন খারাপ
    05:15- অসহনীয় মানসিক চাপ
    06:10- প্রচণ্ড রাগ
    07:00- Delusion or Hallucination
    08:29- আত্মহত্যার প্রবণতা
    ai sob somossa amar vai ar ache akhon ki kora jai @IamDr.Kushal

  • @RaselAhmed-n7d
    @RaselAhmed-n7d 3 месяца назад +7

    মানুষেই,, মানুষের সুখ আর মানুষেই মানুষের অসুখ

  • @FB-tn2ve
    @FB-tn2ve 2 года назад +10

    I had sleeping problems and suicidal thoughts which i came over after prayers, Allah saved me

  • @syedaammatunnur2008
    @syedaammatunnur2008 Месяц назад +1

    সবাই কে বলছি সার কিছু করতে পারবেনা খুব অসুবিধা হলে ডা দেখান। সময় পেলেই মুসতাকুননবী হুজুরের ওয়াজ শুনেন। আমার ওছিল।আল্লাহ পাক আমাকে ভীষণ ভাল রেখেছেন। আল হামদুলিললাহ।

  • @m3636.
    @m3636. 2 года назад +23

    Doctor,
    I was going through a lot before I met you. You helped me sooo much.
    you’re an amazing person :)

    • @IamDr.Kushal
      @IamDr.Kushal  2 года назад +4

      Thank you, so r u

    • @m3636.
      @m3636. 2 года назад

      @@IamDr.Kushal you’re welcome =)

    • @shanjidahimu2853
      @shanjidahimu2853 9 месяцев назад

      ​@@IamDr.Kushal how can I get your appointment???? Doctor please help me.....

  • @mehedi3719
    @mehedi3719 2 года назад +24

    কোন একটি competitive exam এর preperation নেওয়ার সময় নিজেকে isolated রাখাটা কি অসুস্থতা? Advance thanks to you doctor Kushal

    • @IamDr.Kushal
      @IamDr.Kushal  2 года назад +4

      No, it's fine if it works for you

    • @TITHIIslam-kg7fl
      @TITHIIslam-kg7fl 6 месяцев назад

      ​@@IamDr.Kushalস্যার আপনার সাথে আমি যোগাযোগ করতে চাই আপনার নাম্বার টা কীভাবে পাবো অনেক সমস্যা আমার প্লিজ হেল্প মি😢

    • @soniyaakter3393
      @soniyaakter3393 29 дней назад

      আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই

  • @asimbillah7770
    @asimbillah7770 2 года назад +7

    একদম সঠিক স্যার

  • @mohammeda.bashar2697
    @mohammeda.bashar2697 2 месяца назад

    জীবনের স্বাভাবিক পক্রিয়ায় বাধাগ্রস্ত হলে এই সমস্যাগুলো দেখা দেয়। অধিকাংশ সময় আমরা প্রকৃতি ও সময়ের সাথে মিলেমিশে জীবনকে পরিচালনা করতে পারি না। অলসতা সহ নানাবিধ ব্যক্তিগত আবেগ, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় কারণে সচেতন হয়ে হ্যাঁ-না বলতে যেয়ে ভুল করি। তারপর ভুলের খেসারত দিতে হয় ব্যক্তির নিজেকে। মোটামুটি এসব সমস্যা থেকেই মানসিক সুত্রপাত হয়। আর কিছু অসুস্থতা আছেই। ধন্যবাদ

  • @neotymariagomes7895
    @neotymariagomes7895 2 года назад +3

    Thank you so much Onek onek upkrito hoye thaki God bless you

  • @shahieenhossain1422
    @shahieenhossain1422 Год назад +5

    Masha Allah প্রিয় স্যার Keep up the good work

  • @esamamyamy7077
    @esamamyamy7077 Год назад +6

    আমার সাথে সব মিলে গেলো

  • @sumiIslam-i7q
    @sumiIslam-i7q 17 дней назад +2

    আসসালামু আলাইকুম স্যার আমি কিছু খাইতে পারি না মাঝে মধ্যে মনে হয় কারো বাসায় মনে হয় বেরাতে যাই কিন্তুু যাওয়ার পর সেই যায়গায় ১০ মিনিট থাকতে পারি না আবার বাসায় চলে আসি। আবার হঠাৎ করে মন টা অনেক ভালো কিছু খন পর আবার মন খারাপ হয়ে যাই। কান্না করতে মন চাই নিজের খতি না করা পযন্ত শান্তি পাই না। মাঝে মধ্যে ব্রেলেট দিয়ে হাত কাটি কয়েল হাত পুরি আবার মাঝে মধ্যে গরম পানি হাতে ঢেলে দেই। এই গুলা করার পর অনেক শান্তি লাগে মন টা ভালো হয়ে যাই।

    • @MdSazzad-v9m
      @MdSazzad-v9m 4 дня назад

      আপনি একটু কষ্ট করে মানসিক হাসপাতালে যান, তাতে আপনার মঙ্গল হবে

  • @shagorseg4793
    @shagorseg4793 7 месяцев назад

    I think that your excellent advice is enchanting, for whose are patients.

  • @mou93
    @mou93 Год назад

    Ami India ❤theke moumita.ami Jadavpur University, kolkatar psychology r student.samnei amar exm .apnar vdo gulo dekhi r vison practical hoi .anek kichu Jani bujhte chesta kori . Bangla amar matri vasa.vison valo lage,tbe ami likhte janina oto taw pH a .jate anuvuti valo ebong nijer 💯 dite parbo ,nijer vetorer geyan k ujar kore exm er khatai dhele Debo setai pai apnar ei vdo gulo te .thank you so much sir ❤

  • @tahsinabegum8119
    @tahsinabegum8119 2 месяца назад

    Mashallah, your way of talking so nice. Allah bless you Inshallah always

  • @cookryshow2389
    @cookryshow2389 10 месяцев назад +12

    আমার বয়স ৪৪ আমি কোন কিছু নিয়ে ভাবতে পারি না।কোন আফসোস বা খারাপ লাগা নেই। মনে হয় যেটা হচ্ছে এটা হবার ছিল।

    • @sgf-eo2zq
      @sgf-eo2zq 10 месяцев назад +1

      তাহলে ত ভালো

    • @sabanayasmin8093
      @sabanayasmin8093 5 месяцев назад

      আপনি খুব souvhaggo ban

    • @akla-qf5sx
      @akla-qf5sx 4 месяца назад +2

      আপনি খুব ভাগ্যবান।এদিকে আমি ৭ বছর একটি বিষয় মেনে নিতে পারছিনা,পাগল হয়ে যাচ্ছি

    • @muminul_
      @muminul_ 2 месяца назад

      কিছু টিপস আছে লাগলে জানাবেন কাজে আসতে পারে আমার ও এরকম সমস্যা

  • @milysvlog7894
    @milysvlog7894 2 года назад +6

    ৯০% লক্ষণ আমার মাঝে আছে।
    রাতে ঘুম আসে না।
    ঘুমালেও বার বার ঘুম ভেঙ্গে যায়।
    ঘনঘন মুড সুইং হয়।
    খাবারের একদম রুচি নাই।
    খেতে ইচ্ছে করে না।
    আবার মাঝে মাঝে ভীষণ খিদে পায়।
    কিন্তু কিচ্ছু খাই না তখন।
    কখনো হুট করে মন খুব বেশি ভালো হয়ে যায়।
    আবার কখনো ভীষণ খারাপ থাকে।
    নেশা করিনা কিছুই।
    কিন্তু মাঝে মাঝে আমি অনেক কিছু আগে থেকে নোটিশ করে কিংবা স্বপ্ন দেখি যা পড়ে বাস্তবে ঘটে থাকে।
    রাস্তা পার হতে গিয়ে ভাবি,যদি চোখ বন্ধ করে হাঠি তাহলে কেমন হবে।
    চোখ।বন্ধ করে রাস্তা পার হতে ইচ্ছে করে।
    আবার মাঝে মাঝে সিলিং ফ্যান এর দিকে তাকিয়ে মানুষ কিভাবে গলায় দড়ি দেয় সেটা এক্সপেরিমেন্ট করতে ইচ্ছে করে।
    তবে সন্দেহ করতে পারি না কিছুই।
    আমার ভীষণ দুশ্চিন্তা হয় যে কোনো কিছু নিয়ে।
    সোশ্যাল ফুবিয়া আছে আমার।

    • @IamDr.Kushal
      @IamDr.Kushal  2 года назад

      Please seek help
      Asap from a psychiatrist near you

    • @kohinurbegum4991
      @kohinurbegum4991 2 года назад +5

      দাদা আপনি দয়া চিন্তা ভাবনা কম করুন সব কিছু উপর ওয়ালার হাতে ছেড়ে দিন রাত নয়টা র আগে ঘুমিয়ে পড়েন ভোর তিনটায় উঠুন আল্লাহ কে ডাকবেন

    • @saimsheikh277
      @saimsheikh277 4 месяца назад +1

      Same 😢😢

    • @DalimHossain-e5e
      @DalimHossain-e5e 29 дней назад +1

      আমার ও এই সমস্যা

    • @AkhiIslam-d3e
      @AkhiIslam-d3e 11 дней назад

      এই সমস্যায় আমি ভুগছি আমার অস্থির লাগে বেশি কোনো কিছু ভালো লাগে না 😭😭😭

  • @DiptiMahato-nu1vq
    @DiptiMahato-nu1vq Год назад +4

    স্যার এই ধরনের রুগীর কোথায় বা কি ধরনের চিকিৎসা করা উচিত দয়াকরে আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন আমার বাড়িতে একজন পেসেন আছে আপনি যা যা বললেন একদম সঠিক

  • @oyshimoni2813
    @oyshimoni2813 2 года назад +5

    নেশা জাতীয় দ্রব্য গ্রহণ আর হ্যালুসেনেশন ছাড়া এগুলো সবই আছে। 🙂🙂

  • @sumitrasaha5266
    @sumitrasaha5266 Год назад +4

    Thank you doctor. .I'm a 2nd timer medical admission candidate. ..sometimes I feel so anxiety and down...thank u for your information. ..keep pray for my up coming medical exam

    • @JOHORASULTANASMRITY
      @JOHORASULTANASMRITY Год назад

      Same.. I'm also a 2nd timer 😓..and sometimes suicidal thoughts are comes in my mind

    • @SOHANEETIAN
      @SOHANEETIAN 11 месяцев назад

      ​My 1 St drop..

  • @mdmurshed5008
    @mdmurshed5008 10 месяцев назад +1

    Most of the mental health problems are nothing but by product or side effects of modern competitive and complex life style and relationships. Get ride of this you will be absolutely happy.

  • @mdsakilrana7403
    @mdsakilrana7403 3 месяца назад

    আসসালামু আলাইকুম স্যার আশা করি ভালো আছেন আমি আজ থেকে প্রায় 7 মাস আগে একটি অপারেশন করেছি স্পাইনাল এবিএফ ফিস্টুলা অপারেশন অপারেশনের 15 দিন পর্যন্ত ভালোই ছিলাম খাওয়া-দাওয়া সবকিছু ঠিক ঠাক ভালই চলছিল

  • @me_rsq
    @me_rsq 2 года назад +4

    Doctor thankyou so much in bangladesh the talk of mental health is so stigmatised and looked dwon upon. Even among medical doctors. Once i went to physician and he saw iam struggling and infront of my parent my mother who thinks mental illness is something to look down upon like iam special crazy. There is labelling of person who is susceptible of mental health issues. When you are both suffering with physical and mental distess it becomes difficult for you and your family and parents who thinks you are crazy and they dont trust you. Iam just holding things up. Please pray for me.

  • @webprogrammingtutorials-alo69
    @webprogrammingtutorials-alo69 Год назад +2

    Thanks for good topic discussion

  • @mdmanid8076
    @mdmanid8076 Год назад +3

    অসংখ্য ধন্যবাদ স্যার

  • @amishasnal1369
    @amishasnal1369 Месяц назад +5

    sir,আমি হাসতে ভুলে গেছি
    আমার ঘুম হয়না ঠিকমতো, প্রতিদিন আমি আমার মৃত্যু কামনা করি। জানিনা আমি জীবনে কি খুঁজে পাচ্ছি না,মন always sad থাকে

  • @kazimasumbillah8444
    @kazimasumbillah8444 2 года назад +2

    ১০ টি লক্ষ্মণের মধ্য ৯ টি লক্ষ্মণের আমার সাথে সম্পৃক্ত
    মাঝে মাঝে আত্নহত্যা প্রবনতা বৃদ্ধি পায়

  • @TuliIslam-t4p
    @TuliIslam-t4p 5 месяцев назад +1

    এর সব গুলো আমার মাঝে মওজুদ আছে,, আজ কাল খুবি বারতেছে, বেশি প্রবলেম হচ্ছে রাগ কনট্রোল করতে পারছি না একা থাকতে পছন্দ হৈচৈ পছন্দ করতে পারছি না আর কিছু একটা সৃতিচারণ হলে মাথায় অদ্ভুত একটা পেইন হচ্ছে, 🙂

  • @dilrubasmit2738
    @dilrubasmit2738 2 года назад +7

    Hello Dr,
    Thank you for your important explanations. Surely many can get your help. Therefore, I would like to ask you to translate in Bengli, most of the English words that you use. Because most people can't understand English. Hope you understand me. Thanks for Your kindness. 🙏

  • @md.abdulmannan8130
    @md.abdulmannan8130 27 дней назад

    I'm 16year old and i also have all this symptoms

  • @shshihan2052
    @shshihan2052 Год назад +14

    আমি ও ৩ + বছর ধরে মানষিক রুগে ভোগছি, বিশেষ করে ( যেকোনো কারনে ভয়ে শরীর কাপতে থাকে, মিত্যুর ভয় চলে আসে) ঔষধ যতক্ষণ খাই ততক্ষণ সুস্থ থাকি।
    ইনশাআল্লাহ আমার আল্লাহ অতি দ্রুত আমায় সুস্থ করে দিবেন।

    • @sumiyaakter666
      @sumiyaakter666 Год назад

      Vai amaro same problem

    • @dewanbillal4344
      @dewanbillal4344 Год назад

      হুম সেম সমস্যা আমার ও😢😢

    • @mehidihasanhasan5662
      @mehidihasanhasan5662 Год назад

      Ki Osudh khan vaiii

    • @SAMIA____FF700
      @SAMIA____FF700 Год назад +1

      Vaiyaa amro same prblm shb smy mone hoy more jabo aigula matay ashe😢😢😢😢

    • @dewanbillal4344
      @dewanbillal4344 Год назад

      @@SAMIA____FF700 সেম সমস্যা আমার ও

  • @sadiaafrin929
    @sadiaafrin929 Год назад +6

    স্যার আমার ভয়াবহ একটা ব্যাপার নিয়ে এই একমাস ধরে প্রচন্ড দুশ্চিন্তা হচ্ছে সবসময় আর সেইসাথে ভয় কাজ করছে সারা দিন রাত এটা আমার রক্ত মাংসে মিশে গেছে এরকম। সবকিছুতে এখন ওই ব্যাপারটা নিয়ে আমার ভয় কাজ করে। আমার জীবনযাপন খুব অস্বস্তি আর কষ্টদায়ক হচ্ছে সবসময় ওটা নিয়ে দুশ্চিন্তা ভয় হয় । আমি নেক্সিটাল ওষুধ খাচ্ছি

    • @mirzamimimirzamimi
      @mirzamimimirzamimi 2 месяца назад

      কুন বেনিফিট পাইছেন কি

  • @NiruSaha-cv6dq
    @NiruSaha-cv6dq 6 месяцев назад +17

    রোগীকে কিছুতেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাচ্ছে না । সে মনে করে তার কোন অসুখ হয় নাই । এ অবস্থায় কি করা যায় স্যার ?

    • @madhusrinaskar440
      @madhusrinaskar440 Месяц назад +1

      বেশিরভাগ মানসিক রোগিই ডক্টর দেখাতে চায় না, সেক্ষেত্রে বাড়ির লোককে সচেতন হতে হবে বা তার চিকিৎসা অন্যভাবে চালিয়ে যেতে হবে।

  • @3beescooking
    @3beescooking 2 года назад +5

    মাশাআল্লাহ ভাইয়া অসাধারণ গুরুত্বপূর্ণ একটা আলোচনা করলেন ভাইয়া ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন

  • @RakhaKhatun-i8u
    @RakhaKhatun-i8u 12 дней назад

    ধন্যবাদ

  • @simabarman2759
    @simabarman2759 5 месяцев назад +4

    আমি মানুষকে এখন আর বিশ্বাস করতে পারি না। কিছু মানুষের মুখের উপর বলে দিয়ে তাদের শএু হয়ে যাই আর এটা আমার মানসিক শান্তি নষ্ট করে। আগে কম কথা বলতাম এখন বেশি কথা বলি টেনশন থাকলে ফলে গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাই। তবে মানুষের চালাকি এখন বুঝতে পারি আর এসব ভেবে চরম রাগ হয় কারণ চুপ থাকতে পারি না

  • @mahomudulhasansaker2890
    @mahomudulhasansaker2890 2 года назад +1

    Amr sob savabik,Alhamdulillah kono somossa nai.❤

  • @MahmudaBegumLucky-s1b
    @MahmudaBegumLucky-s1b 2 месяца назад

    Thank you so much 😊

  • @ehsanjamiljumma2632
    @ehsanjamiljumma2632 4 месяца назад

    I have all symptoms except few for years. I even visited you, but the counseling you suggested is costly, that's why stepped back. My life is now hell.

  • @RohisoddinMallick
    @RohisoddinMallick 4 месяца назад

    এই সমস্যা গুলো আমার 3বছব ধরে হচ্ছে সবাই দুয়া করবেন যাতে আমি ঠিক হয়ে যায়😢😢😢

  • @LakhiIslam-f7x
    @LakhiIslam-f7x 3 месяца назад +3

    ডক্টর আমি এই সমস্যায় প্রায় এক বছর ধরে ভুগতেছি একন দিন দিন। আমার ক্ষতি হয়ে যাচ্ছি শারীরিক সমস্যা হয়ে যাচ্ছে রাতে ঘুম নাই
    কেউ যদি আমার বিরুদ্ধে কথা বলে খারাপ কিছু বলে তা নিয়ে সারাক্ষণ কল্পনা হয়
    আমি ভালো‌ নেই কি করবো এখন

  • @saddamhossain6270
    @saddamhossain6270 2 месяца назад

    I am facing all of this issues.

  • @zobaidaaktar4260
    @zobaidaaktar4260 2 месяца назад +1

    শারীরিক সমস্যার জন্য ডাক্তার দেখাতে পারিনা। মানসিক সমস্যা তো অনেক দূরের ব্যাপার। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন নিজের কোন ক্ষতি না করে ফেলি। আমার ছোট দুইটা বাচ্চা আছে, যাদের আমি ছাড়া দেখার কেউ নেই। 😢

  • @shigyu69
    @shigyu69 9 месяцев назад

    অসাধারণ ✨

  • @BPKohinurVlogs
    @BPKohinurVlogs 5 месяцев назад

    ভাইরে ভাই, এই রোগ যে এত খারাপ, বলার মত না, এই রোগ থেকে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছে

  • @bushraanam-g2s
    @bushraanam-g2s 11 месяцев назад +1

    Ami jekono normal bishoy niyei prochur rege jai, r otirito chinta kori j karone nije nije kotha boli same topic niye same issue niye , ami nijei biorkto same topic niye evabe chinta krte krte, pls give me any suggestion

  • @MehediMim-r5s
    @MehediMim-r5s 9 месяцев назад

    Allah rohomote amar sob gulo. ...rog e ase .

  • @RajlaxmiChakraborty-hu5xi
    @RajlaxmiChakraborty-hu5xi 10 месяцев назад +2

    ডাঃ সাহেব আপনার কোথায় এবং কোন হাসপাতালে চিকিৎসা দিয়ে থাকেন জানালে উপকৃত হবে। যদি ইচ্ছে হয় জানাতে হয়তো কোন আপত্তি নেই। সৃষ্টিকর্তা আপনার সহায় হউন। শুভকামনা।

    • @nilufayeasmin4903
      @nilufayeasmin4903 Месяц назад

      Sir ameo apnr apinment ci plc
      .amr vi ar jibon nosto hoi jassaa mucik rog ar jonno .sir ki korbo plc ianabn.

  • @sampabarai3650
    @sampabarai3650 Год назад +7

    Sir আমি ও একজন মানুষিক রোগী ডক্টর দেখায়ছি ২ বার ঠিক ও হয়ে গেছিলাম , মেডিসেন খাওয়া বন্ধ করে দেই, আবার আমার মধ্যে এই মানুষিক সমস্যা দেখা দিচ্ছে কোনো কারণ ছাড়াই মন খারাপ থাকে, কান্না পাই, ভগবান কে দোষারোপ করি,sir আমার কি সব সময় মেডিসেন খেয়েই যেতে হবে, মেডিসেন ছাড়া আমি সুস্থ ভাবে জীবন যাপন করতে পারবো না 😭দয়াকরে বলেন স্যার।

    • @miltondas7922
      @miltondas7922 2 месяца назад

      আপনার নিজেকে কে নিজে ঠিক করতে হবে। মোটিভেশনাল ভিডিও দেখেন। নিজের মধ্যে চেতনা আনেন। কারো সাথে নিজেকে তুলনা করবেন না। ভগবত গীতা পাঠ করেন আর বোঝার চেষ্টা করেন। সবার সাথে মিশর চেষ্টা করেন। বিভিন্ন কাজে অংশগ্রহণ করেন।

    • @Ayryijvfdaacbga
      @Ayryijvfdaacbga Месяц назад +1

      Medicine continue korte hbe, regular doctor check up korte hbe

  • @ASKabbo111
    @ASKabbo111 2 месяца назад +1

    বেশ কিছুদিন ধরে আমার সমস্যা হচ্ছে আমি অন্ধকার দেখতে পারি না, বদ্ধঘরে থাকতে পারি না দম বন্ধ হয়ে যায় খালি ছটফট করতে থাকি ।।আস্তে আস্তে এটা অনেক বেশি হয়ে গেছে এখনতো আমার এমন হয়েছে যে রাত হলে যে কোনো ভাবেই হোক দিনের আলো দেখতে হবে না হলে দম বন্ধ হয়ে মরে যাবো।।।।এখন আমি কি করতে পারি দয়া করে যদি একটু বলে সাহায্য করতেন।

  • @mostlipy7359
    @mostlipy7359 3 месяца назад

    স্যার সমস্যাগুলোর যদি একটু সমাধান দিতেন খুব ভালো হতো

  • @shuchow4336
    @shuchow4336 5 месяцев назад

    Can you make a video about anger-ness in English please. I’m from outside of Bangladesh. I like your advices. My son, he’s in early 20’s, but too much angry young man 😢. If you give some solutions in english, I can share with him.
    Thank you

  • @sikdervai4575
    @sikdervai4575 10 месяцев назад +32

    এই ভিডিওগুলো কি শুধু শিক্ষিত মানুষদের জন্য করা হয়। ভিডিও গুলোতে বাংলায় কথা বললে সবাই বুঝতে পারবে। ভুল হলে ক্ষমা করবেন।

    • @piyaliSengupta-ku8fi
      @piyaliSengupta-ku8fi 3 месяца назад

      যারা ইংরেজি জানে তাদেরকে শিক্ষিত ভাবা আপনার অশিক্ষিতের প্রমাণ,
      নিজের মাতৃভাষার অপমান করা

    • @OniTravelsTour
      @OniTravelsTour 3 месяца назад

      এই খানে গেলে বাংলাই কথা কম বলে আমি গেছিলাম

  • @SopnaAktaar
    @SopnaAktaar Месяц назад

    আমি মানুসিক রোগি আমার খারাপ লাগে দোয়া পরি তখন ভালো লাগে আল্লাহামদুলিল্লা 😢😢😢😢

  • @aamal540
    @aamal540 2 года назад +2

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার অনেকগুলোই আছে নিজের মধ্যে। সবচাইতে বেশি আছে ১০ নম্বরের টা। আর শুধু অতিরিক্ত চিন্তা। ঘুম মাঝে মাঝে নাই আবার মাঝে মাঝে অনেক। এভাবে আছি লাস্ট কয়েক বছর, তবে লাস্ট একবছর জীবনে এমন কিছু ঘটে গিয়েছে যে মনে হয় মৃত্যু ছাড়া মুক্তি নেই।

  • @rifatriya4813
    @rifatriya4813 7 месяцев назад +1

    Amazing 😢

  • @fishwings7421
    @fishwings7421 4 месяца назад

    আমি কোনো নেশা করিনা কিন্তু প্রায় সব উপসর্গ আছে
    আমি বুঝি আমি মানসিক রোগে ভুগছি
    জানিনা কবে সুস্থ হবো
    আল্লাহ্ সহায় হোন
    আমীন

  • @jannatulislam8468
    @jannatulislam8468 9 месяцев назад +1

    স্যার আমি কোনো একটা কাজ কিংবা কথা বলার পর সেই কথা আমার মাথায় ঘুরতেই ঘুরতেই থাকে আমি কোনো ভাবেই নিয়ন্ত্রণে আনতে পারি না মনে হয় যে কেন বললাম না বললে ভালো ছিলো।তাই আমি কথা বলা কমিয়েছি কিন্তু এখন আমার আগের কথা মাথায় আসে আমি কোনো ভাবেই আমার পড়াশোনায় মনযোগ দিতে পারছি না। এই চিন্তা কমানোর জন্য আমি খাতায় লিখি তা ও কমে না একটু পরই আবার চিন্তাগুলো এসে হাজির😢😢😢

    • @IamDr.Kushal
      @IamDr.Kushal  8 месяцев назад

      U have anxiety and overthinking issues

    • @MahmodaBegum-po8en
      @MahmodaBegum-po8en Месяц назад

      আপনি মনে মনে আল্লাহর জিকির করবেন তাহলে কোনোকিছু মনে আসবে না

  • @sorikki7177
    @sorikki7177 2 года назад

    স্যার আমি দেখেছি আপনি প্রায় সবার কমেন্টের রিপ্লে দেন এটা দেখে খুব ভালো লাগলো এবং এটা দেখে আপনাকে একটা প্রশ্ন করতে মন চাইলো। প্রশ্নটা হচ্চে আমি অসুস্থ বয়স ১৮। ৫ বছর+ হচ্চে আমার চুল পাকা শুরু হয়েছে, ৫-৬ বছর+ হচ্চে আমার নাকে সমস্যা এলার্জি, হাড্ডি ব্যাকা।গত ৩ মাস থেকে আমার গলায় সমস্যা শুরি হয়েছে ঢোক গিলতে সমস্যা, ডাক্তার বলে এলার্জি,টন্সিলাইসিস।এছাড়াও আমার শরিরে আরও কিছু সমস্যা আছে। আমি মানষিক ভাবে খুবই দুর্ভল যা টেক্সট দিয়ে বা কমেন্ট করে বুঝানো যাবে নাহ😥

    • @IamDr.Kushal
      @IamDr.Kushal  2 года назад +1

      Take proper treatment vaia. Follow the instructions of your doctor.

  • @ইসলামিকজীবন-ঘ৬ড
    @ইসলামিকজীবন-ঘ৬ড 7 месяцев назад +9

    গত ৪ মাস ধরে মানসিক সমস্যায়,আজ বাধ্য হয়ে মা কে সব বলে দিলাম,, এক মাত্র ছেলে আমি,, মা খুব কান্নাকাটি করছে,,এটা ভেবেই আজো বলিনি,,৯ বছর আগেও মানসিক সমস্যায় ভুগেছিলাম দিনের পর দিন এর পর সুস্থ হয়ে যায়,, ৯ বছর পর আবার এই সমস্যা শুরু হয়েছে,,এর আগে পড়াশোনার অনেক ক্ষতি করেছি,,আবার এবারো করলাম, BCS এর খুব ভাল প্রস্তুতি ছিল,, কিন্তু ৪ মাস পড়িনা,,আমি একজন ডাক্তার,,মাঝেমাঝে এই অভিশপ্ত জীবন নিয়ে আর বাচতে ইচ্ছা হয়না,,আমি কেন এমন হলাম,, নিজের জন্য আর নিজের পরিবারের জন্য ও অভিশাপ,,আমার মন খুব নরম,, সব চেয়ে বড় সমস্যা এটায়,, এর কারনেই আজ মানসিক রোগী আমি,,আল্লাহ মাফ কর,, তুমি সব জানো,,আগে ভাবতাম আমি একাই এমন,, এখন বুঝতে পারি আমার মত এমন আরো অনেকেই আছে,,এ যে কত বড় অভিশাপ,, এই মানসিক রোগ,, যার হয় সেই জানে,,শরোরের রোগ এর কাছে কিছুই না,,ক্যান্সার ও না,,অথচ আমি নিজেই একজন ইন্টারনি ডাক্তার,, হায় রে আফসোস,,আল্লাহ গ সুস্থ করে দিও সবাইকে,,আর কারো জীবন যেন আমার মত না হয়,সারাজীবন কষ্ট করলাম পড়াশীনা করলাম বাপ মা নিয়ে সুখে থাকব,, হায় রে আফসোস

    • @NafizaTul-ti9hc
      @NafizaTul-ti9hc 7 месяцев назад +1

      আমি ও আপনার মত

    • @rupkotharrajputro3686
      @rupkotharrajputro3686 7 месяцев назад

      Amio mone hoi manosik rogi hoye jabo din din.. depression r manosik Kosto ro akhre dhorbe amake

    • @noorjahi2462
      @noorjahi2462 7 месяцев назад

      Same.Ajk honours result 3.33 .Ami jibone kohono second hoy ni inter porjonto.OCD , negative thinking e shesh

    • @DeyShanto-m8u
      @DeyShanto-m8u 6 месяцев назад

      ভাই আমি ও আপনার মতো খুব কারাপ অবস্থায় আচি সব সময় ইচ্ছে করতাচে এই জীবন রাকার তেকে মরে যাওয়া বালো

    • @RohulAkondo
      @RohulAkondo 4 месяца назад

      ভাই আমি ও আপনার মত সেম সমস্যায় আছি

  • @rowshanarakhan1468
    @rowshanarakhan1468 9 месяцев назад +1

    Assalamu alaikum Dr. Kushal. I hope you are doing good! Dr. Kushal, ami USA te achi akhon.Amar apnar appointment dorkar.How can I get you from here? Let me know please.
    Apnar help amar immediate dorkar.Please help me.

    • @IamDr.Kushal
      @IamDr.Kushal  8 месяцев назад +1

      Kindly call 09638505505 to seek my appointment at panthapath, uttara or chittagong.
      Only face to face appointment available everyday from 3 pm to 5 pm during ramadhan days.

  • @nilufayeasmin4903
    @nilufayeasmin4903 Месяц назад

    Sir plc help me. Amr ak matro vi ar jibon nosto hoia jassa mansik tog ar karona ki korbo plc janabn.

  • @ShoshiMita
    @ShoshiMita Месяц назад

    প্রচ্ড দুশ্চিন্তা কারনে খাওয়ার রুচি নাই। এমন কি মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে। ধর্য্যহারা হয়ে অনেক কান্না করি। আর অল্পতেই রেগে যাই

  • @fauziaakterrifa2963
    @fauziaakterrifa2963 10 месяцев назад

    সব আছে। আর মরার জন্য তো এই চিন্তা সব সময় মনে হয় এই বুঝি কিছু করেই ফেললাম ই শরীর কেটে আঘাত করে শেষ করে দেই কোনো অনুভূতি হয়না

  • @md.mahafuskhan8145
    @md.mahafuskhan8145 Месяц назад

    Oushod chara ki ei dhoroner treatment somvob?

  • @pikupagalpan
    @pikupagalpan Месяц назад

    আমার অবস্থা খুবই খারাপ। 😭😭 depressed. I need counselling

  • @জেরিন-ঢ৯র
    @জেরিন-ঢ৯র 2 дня назад

    স্যার আসসালামু আলাইকুম
    স্যার আসলে আমার মানসিক সমস্যা আছে কি না জানি না। তবে আমার মধ্যে কিছু সমস্যা দেখা দিচ্ছে স্যার সমস্যা গুলো হলো আমি খুব খিটখিটে মেজাজের । সাথে নখ কামরানো সমস্যা তারপর ব্রেন ঠান্ডা থাকছে না। অতিরক্ত কথা বলচি। খাবারের চাহিদা বারছে।
    তবে আমি ইচ্ছে করে দেরি করে ঘুম থেকে উঠি এবং ঘুমাই। ও আমার হঠাৎ হঠাৎ আউলিয়ে যাই একটা করতে যায়ে আরেটা করে ফেলি। কোনো কিছু মনে থাকছেনা। আমার স্যার আসলে আপনি যদি এটার বিষয় কিছু বলতেন ❤️

  • @TanishaIslam-j4d
    @TanishaIslam-j4d 24 дня назад

    Hello sir. I'm hurting myself for a long time and i allso have 9 sing can you help me

    • @TanishaIslam-j4d
      @TanishaIslam-j4d 24 дня назад

      I hope you will help me....I can't communicate with my family about this.

  • @FoysalNoyon-g5h
    @FoysalNoyon-g5h Месяц назад

    এনডেপ ৫০ & জোলাক্স ০.৫ রেগুলার প্রায় ১২ বছর ধরে খাচ্ছি,, সমাধান কি,,আমি কি সুস্থ হবো না,,বর্তমান বয়স ৩২

  • @incrediblemaheem470
    @incrediblemaheem470 Месяц назад

    সবগুলো আছে

  • @mamunfarazi799
    @mamunfarazi799 2 месяца назад

    আজ রাতেই আমার এই সমস্যা হয়েছে এবং ভোর রাতে আমি নিরবে কেঁদেছি।এতো মানসিক সমস্যায় ভগতেছি বোলে বুঝাতে পারবো না। কোনো কিছুই সাভাবিক ভাবে নিতে পারিনা খুব অল্প তেই এতো রেগে যাই কিছুই বিচার করতে পারিনা

  • @khadijaislam2132
    @khadijaislam2132 6 месяцев назад +1

    আমি ইদানীং খুব বেশি Soft drink খাই কিন্তু ঘরের খাবার ধরেই দেখছি না 😢 খেতে ইচ্ছে করে না। অনেক খিদে পেলে তখন একটু খেলেই আর খেতে ইচ্ছে করে না। আমি আগে অনেক মনোযোগ দিয়ে কাজ করতাম এখন তাও করতে ইচ্ছে করে না। কারো সাথে থিক মত কথা বলতে পারি না। হঠাৎ হঠাৎ কান্না করি 😢 একটু তেই কেদে ফেলি। অনেক সময় মাথা বেথা করে। আত্নহত্যার চেষ্টা করি আর মরার কথা ভেবেও আবার বেচে থাকতে চাই 😅 আগে খুব মোবাইল আসক্ত ছিলাম এখন মোবাইল হাতে নিয়েও ভাবি যে কি করব। নিজেকে খুব আঘাত করার ইচ্ছে করে। অতিরিক্ত ঘুমাই আবার রাতে ঘুম পেলেও ঘুমাতে চাই না। নিজেকে খুব ঘ্রিনা করি নিজেকে খুব অসহ্য কর মনে হয়। হঠাৎ হঠাৎ রেগে যাই। মানুষের কথা সেটা যদি আমার ভালোর জন্যও বলে থাকে তা নিতে পারি না। আর এমন ও কিছু কিছু জিনিস আছে যা বলে প্রকাশ করতে পারছি না। আমার বয়স ১৬। আমার বয়সে নাকি এইসব হয়ই। আমি কিভাবে বুঝবো যে আমি সত্যিই মানসিক রোগে ভুগছি না? আমি আগে এমন ছিলাম না। আমি কি করব কিছুই বুঝতে পারছি না 😭😭😭😭

    • @IamDr.Kushal
      @IamDr.Kushal  6 месяцев назад

      Seek help asap

    • @khadijaislam2132
      @khadijaislam2132 6 месяцев назад

      ​@@IamDr.Kushalআমি কি করতে পারি?

  • @SHOKHERRANNAGHOR102
    @SHOKHERRANNAGHOR102 9 месяцев назад

    স‍্যার.......আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আমার আপনার সাথে খুব তারাতারি দেখা করা প্রয়োজন............ এর জন্য কি করতে হবে দয়া করে একটু বলবেন

  • @MujahidAhmned
    @MujahidAhmned 5 месяцев назад +1

    Sir amar to manusik somossa prai 8 bosor dore kintu amar maje maje morew jete isse kore abar moner sate joddo korar moto sesta kore ami abar ektu saba ik hoi akon amar ki koro nio please reaply

  • @MdPorosh-r7v
    @MdPorosh-r7v 2 месяца назад

    E ace... Amr ektu online e ektu কাউন্সিলং গ্রহণ করতে চাই

  • @sadiaLk321
    @sadiaLk321 2 года назад

    স্যার আমি একজন ডিভোর্স মেয়ে আমার ডিভোর্স হওয়ার পর কয়েক মাস পর আমি একটা রিলেশন করি তাকে আমি এতো এতো পরি মান ভালোবাসি যে বলে বুঝাতে পারবো না আমি আপনাকে কিছু তাকে আমি চেয়ে দিছি আমি শুনতে পারছি যে তার আম্মু আব্বু আমার মতো মেয়ে কে তারা মেনে নিতে পারবেনা
    এগুলো চিন্তা করতে করতে আপনি যে ১০ টা সমস্যা কথা বলছেন সব গুলো সমস্যা আমার মধ্যে আছে আরও একটা সমস্যাও আছে আমার আমার মুখে দিয়ে রক্ত পড়ে

  • @cheems1830
    @cheems1830 2 года назад +2

    What it I have 5-7 out of them ?

  • @RexonaKhatun-f6c
    @RexonaKhatun-f6c 4 месяца назад

    Sir , akhettre kon department e doctor dekhanor dorker ??

  • @HumairaIslam-d3z
    @HumairaIslam-d3z 2 месяца назад

    আমার রিসেন্ট খুব সুইসাইড করতে মন চাচ্ছে। খুব কান্না করছি একা একা। আশেপাশের মানুষকে একদম বুঝতে দিচ্ছি না। জানি না কখন কোন ভুল সিদ্ধান্ত নিয়ে নেই😅

  • @mstmaftahuljannat1146
    @mstmaftahuljannat1146 10 месяцев назад

    আমি দশম শ্রেণিতে পড়ি।আমার সমস্যা হচ্ছে- রাতে কখনো তাড়াতাড়ি ঘুম আসে কখনো ২টার আগে/পরে ঘুম আসে তো স্বাভাবিক ভাবেই সকালে দেরিতে ঘুম ভাঙ্গবে। আমার ক্ষেএে এমনটা হয় কিন্তু একটু ভিন্ন ভাবে , সকাল ৬/৭/৮ টায় হুট করে ঘুম ভাঙ্গে আবার ঐখানেই ঘুম আসে । এমনভাবে ঘুম আসে মনে হয় আমি গভীর ঘুমে কিন্তু বাহিরে কোন কথা হলে বেশির ভাগ কথায় আমার কানে আসে আর মনে হয় আমি এমনি শুয়ে আছি কিন্তু চোখ ২টা গভীর ঘুম আসলে যেমন চাইলেও চোখ খোলা রাখতে বা খুলতে পারি না ঠিক তেমন চাইলেও চোখ খুলতেই পাই না ‌ । আর ৬/৭/৮ টায় ঘুম ভাঙ্গে ঐসময় যদি ঘুম থেকে জোর করে উঠি তখন আবার সারাদিন চোখে ঘুম আর মাথা ভারী ভারী হয়ে থাকে ।আমার খাওয়া দাওয়া পড়শুনা কিছুই হয় না। বেশি ক্ষুধা লাগে না।
    এটি কী কোনো মানসিক সমস্যা???? আর স্বাভাবিক হওয়ার উপায় কী ???

  • @jcsarin437
    @jcsarin437 Месяц назад

    I have all of the signs for Last 6 months. I can hear my ex voice like he calls me by my name 'sarin' but I live alone at my house. How can i hear his voice.
    Suicidal thoughts are really high. R kante kante dom atkay ashe chocking type.
    I can't sleep at all like 2 hrs in 24 hrs.

  • @tishakhanom5291
    @tishakhanom5291 5 месяцев назад

    Sir...ami majhe majhe vule jai.ki bolbo taw o guliye jai...ei koydin jabot ata upolobdhi kortachi.. ata ki otirikto chintar karone hocche.aktu bolben

  • @rashed1001
    @rashed1001 2 года назад +1

    হ্যালো স্যার
    উল্লেখ্য ১০টি লক্ষণের মধ্যে প্রায় সবগুলোই আমার মধ্যে লক্ষ্য করি
    দিন দিন আমার মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে
    গত দুই মাসে ৩-৪ বার গলায় ফাঁস নেবার চেষ্টা করছি
    আমি কিভাবে চিকিৎসা নিতে পারি

    • @IamDr.Kushal
      @IamDr.Kushal  2 года назад

      Sob gulo thakar kotha na vaia.
      Plz seek help asap

    • @AzadKhan-rw4vv
      @AzadKhan-rw4vv 2 года назад

      @@IamDr.Kushal স্যারআপনিকোথায়চেম্বারকরেন

  • @TanjinTresha
    @TanjinTresha Год назад +13

    স্যার ১০ টার মধ্যে ৯ টা সমস্যা আমার আছে,,,,আমি আপনার চেম্বার এ আসতে চাই,,,,,ঠিকানা যদি দিতেন অনেক উপকার হতো,,,

  • @রাজুরআদরেরবোনমীনা

    স্যার আপনি যে পরামর্শ গুলো দিছেন এর প্রতিটা আমার হাজব্যান্ড আছে আমি তাকে নিয়ে আপনার সাথে দেখা করতে চাই এবং ভালো চিকিৎসা করাতে চাই

  • @mdforhad-yj9gc
    @mdforhad-yj9gc 4 месяца назад

    Sir conversion disorder Dia akta Vdo dan

  • @RexonaKhatun-f6c
    @RexonaKhatun-f6c 4 месяца назад

    Sir , please give me a proper solution for excessively anger 🤬

  • @debosrighosh
    @debosrighosh Год назад +3

    স্যার, আমার বয়স ২২ বছর৷ আমার ইদানীং শুধু মনে হয় আমি মরে যাব৷ এই চিন্তা যখন আসে তখন আমার কিছুই ভালো লাগে না এবং হার্টবিট বেড়ে যায় ও মাথা গরম হয়ে যায়। স্যার আমার কী করা উচিত??? please help me sir🙏🙏🙏

    • @realeyesbd
      @realeyesbd Год назад +1

      আমার মনে হয় ভাই আপনি মুসলিম না তবুও একটা সমাধান দিতে পারি এই একই সমস্যা আমারও ছিলো ঠিক সে সময় আমি ইউটিউবে কোরআনে একটি সূরার বাংলা অর্থসহ শুনছিলাম তখন থেকে আমি প্রতিদিন শুনছি আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। আপনি কোরআনকে একটি বই হিসেবে বাংলা অর্থসহ শুনুন

    • @jannatulmariya7998
      @jannatulmariya7998 Год назад

      Same amaro hoy

    • @jannatulmariya7998
      @jannatulmariya7998 Год назад

      ​@@realeyesbd Kun sura

    • @realeyesbd
      @realeyesbd Год назад

      @@jannatulmariya7998 সূরা আর রাহমান

  • @MrinmoyeeMajumder-f2h
    @MrinmoyeeMajumder-f2h 9 месяцев назад

    Sir amar shudhu ulto palta chinta mathai ghore komena ki upay ar

  • @TasnimHasan-cv3iv
    @TasnimHasan-cv3iv 24 дня назад

    Sir online a apner appointment naoya jabe ki?

  • @newbegin1583
    @newbegin1583 3 месяца назад

    Ekta Meyer Sathe breakup hower por Amar brain Kemon dull hoye geche. Ager moto r kaaj korena. Oushod kheyeo kaaj hocchena. Ekhon Ami ki korbo?

  • @meghabarman5659
    @meghabarman5659 10 месяцев назад

    No 2,3,4,5,7,8, 🙂sob guloi ache

  • @Itachi_a05
    @Itachi_a05 4 месяца назад

    Prai 4 year dhore ai rog niye beche achi..onek chesta koreo kichutei ai rog thake mukti pacchi na..aro din din ata berei choleche..🙂

  • @vallagena176
    @vallagena176 6 месяцев назад +2

    Assalamualaikum,,sir
    দয়া করে আমার কমেন্ট এর রিপ্লাই দিয়ে জানাবেন এটা কোনো মানসিক রোগ কিনা!?
    আমার প্রবলেম হচ্ছে আমি যাদের সাথে নরমালি তেমন কথাবার্তা বলি না বা যাদের সাথে খুব একটা close না মানে আমার ফ্যামিলি মেম্বার ছাড়া হাতে গোনা কয়েকটা মানুষ ছাড়া আমি কারো সাথে কথা বলতে গেলে হাত পা কাপে,কথা বলতে পারি না অর্থাৎ নিজেকে জোর করে অনেক কষ্টে দু একটা কথা মুখ দিয়ে বের করতে পারি,হার্ট বিট বেড়ে যায় এবং ওই মোমেন্ট এ আমার অপোজিটে থাকা মানুষটা যা কিছু বলে তার কিছুই আমি মনে রাখতে পারি না,একটা ওয়ার্ড ও না,একদম সাথে সাথে ভুলে যাই।আবার আমিও যদি তাকে কিছু বলার কথা ভেবে তার সাথে কথা বলা শুরু করি তাহলে আমি সেটাও ভুলে যে আমি তাকে কি বলতে গেছি।একারণে কলেজে, প্রাইভেটে টিচারদের কাছে কোনো ম্যাথ প্রবলেম নিয়ে গেলে আমি বলতেই পারি না আমার কোথায় প্রবলেম সাথে হাত পা কাপে।খুব বাজে একটা পরিস্থিতিতে পরে যাই।
    আবার এক্সাম এর সময় যদি আমি দেখি আমার সময় কম কাছে কিন্তু আমার কয়েকটা কোশ্চেন ans করা বাকি তাহলে আমার হাত পা কাপা শুরু হয়ে যায়।আমি সব পারা জিনিস গুলো ভুলে যায় যেগুলো কখনো আমার ভোলার কথা না লাইক পাই এর value,G এর value (স্টুডেন্ট খারাপ নই যে এই মানগুলো ও ভুলে যাবো,,,তবে এই প্রবলেম এর কারণে এক্সাম খারাপ হচ্ছে।খুব টেনশন এ আছি সামনে আমার অ্যাডমিশন টেস্ট।)
    ইভেন পরীক্ষার হলে পর্যাপ্ত সময় থাকলেও মাঝে মধ্যে এমন হয়।

  • @AmarolKais
    @AmarolKais 11 месяцев назад

    আমি ভালোই ছিলাম কিন্তু এই ৩-৪ মাস ধরে আমি একটা problem face করতেছি আমার মাঝে মাঝে অযথা ভয় লাগে কেন ভায় পাই এটা আমি নিয়েও যানি না বুক আনেক ব্যথা করে ভয়ে এটা কোনো সাধারণ ব্যথার মত না এটা একটা অন্যরকম ব্যথা এবং মাঝে মাঝে panic করে এবং অচেয়া লোকের সাথে কথা বলতে নার্ভাস হয়ে যাই কাথা বলার আওয়াজ কমে যায় এবং কি বলবো এটাই খুজে পাইনা বা আমার কি বলা উচিৎ