এমন গান গুলিই বেঁচে থাকে প্রজন্মের পর প্রজন্ম। কে জি মোস্তফার লেখা গানটির মূল শিল্পী তালাত মাহমুদ কিন্ত তিমির নন্দীর কন্ঠে অন্যরকম একটা আবেশ জড়ানো ভালোলাগা অনুভূত হয়। ধন্যবাদ তিমির নন্দী।
অসাধারণ গানের কণ্ঠ!! আমার প্রিয় শিল্পীর একজন। প্রবাসের যান্ত্রিক জীবনের আবসরে যখন এই মহান শিল্পীর গান শুনি তখন মনে হয় এখনও যন্ত্র হইনি। মাহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘজীবী হউন।
বাংলা আধুনিক গানের স্বর্ণযুগের শ্রেষ্ঠ রোমান্টিক কন্ঠ বললে যে শ্যামল মিত্রের কন্ঠ ...সেকথা অস্বীকার করার উপায় নেই ...তাঁর প্রায় সমস্ত গানই শুনেছি... সত্তর বছর অতীত, এখনও তাঁর গান আমাদের মত অতীতচারীর মনে দোলা দিয়ে যায়...! সত্যি, আপনার গান শুনে আবার হারানো দিন ফিরে এল ! ফিরে এল সেই পুরনো সুগন্ধ.. আপনি ভাল থাকুন ...সুস্থ থাকুন...
Mr Badhan Chaudhuri, আপনাকে অনেক ধন্যবাদ এত নিখুঁত মন্তব্য করার জন্য! আমার জন্য আশির্বাদ করবেন।তবে এই মূল গানটি তালাত মাহমুদ সাহেবের গাওয়া। ভালো থাকুন আপনিও।
RUclips এই পর্যন্ত অনেকের গান শুনেছি। কোথাও আজ পর্যন্ত মন্তব্য করিনি। কিন্তু এই প্রথম মন্তব্য করতে বাধ্য হলাম। সত্যিই অসাধারণ গানের কন্ঠ। শুনেই যেতে ইচ্ছে করে। শেষ হওয়ার পরেও যার রেশ রয়ে যায়। তিমির দাদা আপনাকে ধন্যবাদ আপনার প্রতিভা আমাদের সাথে ভাগ করার জন্য। আপনার সুসাস্থ্য ও সুন্দর জীবন কামনা করি।
তখন ক্লাস ৭ কি ৮ এ পড়ি। বিটিভিতে এই গান শুনে কি এক অদ্ভুত ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। কি অদ্ভুত সুন্দর সুর আর কি অসাধারণ কথা। আহা! আফসোস তখন ইউটিউব বা ইন্টারনেট ছিল না। ২০০৬ এ ফোন কেনার পর থেকে এই গান আমার ফোনের প্লে লিস্টে এখনো বেজে যায়। আমার কৈশোর আর এই গান এক সুরে গাথা। কৈশোরের প্রেমের বাধভাঙ্গা আবেগের সাথে এই গানের আবেগ মনে পড়লে এখনো নস্টালজিক হয়ে যাই। প্রেমিক মাত্রই এই গান শুনে অভিভূত হবে। এই গান দিয়েই আপনার গানের প্রেমে পড়া। কেউ পারেননি, কেউ পারবেন না আপনার মত গাইতে। আরও সমৃদ্ধ করবেন আপনার গানের মাধ্যমে এই কামনা।
Zillur Rahman, প্রথমত: আমার এই গান শুনে আপনার খুব ভালো লেগেছে জেনে আমি সত্যিই আপ্লুত হলাম! দ্বিতীয়ত: আপনি যে ভাবে আমার মূল্যায়ন করলেন, তা ভালো লাগলেও কথাটির সাথে একমত হতে পারলাম না। কেননা, আপনি আমার কন্ঠে এই গান শুনে বলা যায় বড় হয়েছেন। আপনার কথায়- “কৈশোরের প্রেমের বাধভাঙ্গা আবেগের সাথে এই গানের আবেগ মনে পড়লে এখনো নস্টালজিক হয়ে যাই। প্রেমিক মাত্রই এই গান শুনে অভিভূত হবে। এই গান দিয়েই আপনার গানের প্রেমে পড়া।” তাই এতো নস্টালজিক হয়ে পড়েছেন। আরও অনেকেই এই গান নিশ্চয়ই আমার থেকেও ভালো গাইতে পারবেন। দোয়া করবেন আমার জন্য। আপনি অনেক অনেক ভালো থাকবেন। অশেষ ধন্যবাদ আপনাকে!
@@MegaTimir ভালোর কোন শেষ নেই দাদা। আলমগীর সাহেবের কন্ঠেও কিন্তু আমার কাছে দুর্দান্ত লাগে শুনতে। কিন্তু আপনার কন্ঠের মায়াবী গায়কী সেটা ডাক্তার না হয়ে যদি সাহিত্যিক হতাম তাহলে হয়ত গুছিয়ে বলতে পারতাম। এ আমার ব্যার্থতা। তবে শুভ কামনা নিরন্তর।
গায়নভঙ্গি বেশ ভালো লেগেছে। মূল সুর রক্ষিত হয়েছে। সেইসাথে আপনার নিজস্ব কণ্ঠপ্রক্ষেপণের ধাঁচে তা আরও প্রাণ পেয়েছে। অনেক ধন্যবাদ। এ গান বাংলা সুরের ঐশ্বর্যকে ধারণ করে আছে। এ গান চিরায়ত বাংলা আর বাঙালির গান। আমাদের হৃদয়কে ছুঁয়ে থাকবে চিরকাল।
Mr Nandy, this song has a special spot in my heart and it relates to a part of my childhood memories. I distinctly remember how I felt when I first listened to this song, on the screen of a National brand, 20" Black and White television. This song had a haunting call for me, and I sensed it even as a child. Some say, a good song does not belong to the singer, it belongs to the world. Same way, your performance so long ago created an impression on me, which had become entirely mine. It always gives me a complex feeling: a feeling that I left something behind long ago in a forgotten field, a field that I knew, or a feeling that I am trying to reach out to something in a dream but still cannot. Thank you for the posting and I am happy to have been able to send you this note.
EPF PENSION for EPF Pensioners all MonthlyEPF Rs 6500 the same to you soon best wishes to the next day delivery to your account can the best way to Transaction ID for EPF Pensioners Monthly Pension Payments Accordingto to his declared Pensionable Salary Rs 6500 by AnitaBhadel Rajasthan legislative assembly Shaktikantodas to Transaction ID for EPF Pensioners all MonthlyEPF Rs 6500/- says"
দাদা, আমি জানি আপনি সব ধরনের গান গেয়ে থাকেন তবে হারানো দিনের গানে আপনার মোহময় কন্ঠের জুড়ি নেই। কালজয়ী এই গানটি অসাধারন গেয়েছেন দাদা, বার বার শুনতে করে। দোয়া করি তিমির 'দা আপনি সুস্থ থাকুন এবং দীর্ঘজীবী হউন...!!
এই গানটি আরো অনেকের কন্ঠে শুনেছি কিন্তু তিমির নন্দীর মত এত সুন্দর করে কেউ গায় নাই । দাদার কন্ঠ আমার কাছে খুব ভালো লাগে ,কত শুদ্ব উচ্চারন ।তালাত মাহমুদ ও তার প্রশংসা না করে পারবে না।
আসসালমুয়ালাইকুম স্যার। আপনি জানেন না আপনার এই গান শুনে আমার বাবা ( যে এত সুন্দর গান গাইতে পারতেন এক সময় কিন্তু এখন আর গান করেন না ) দীর্ঘ ৫০ বছর পর ( উনি এখন ৬৫ বছর) গান টি এই মুহুর্তে গাইছেন ।
প্রিয় Aisha Habib, ওয়ালাইকুমআস্সালাম। অনেক ধন্যবাদ! বিষয়টি জেনে আমার খুব ভালো লাগলো! খুবই খুশি হলাম যে, যিনি একসময় গান গাইলেও দীর্ঘ ৫০ বছর আর গান করেননি এবং এই গানটি শুনে আবারও গাওয়া শুরু করেছেন, এটা সবার জন্য যেমন আনন্দের তেমনই আশীর্বাদ ছাড়া আর কি বলা যায়? উনাকে আমার সালাম রইলো। আশাকরি এখন থেকে উনি আবারও নিয়মিত গাইবেন। সবার জন্য শুভ কামনা রইলো।
আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমার মেসেজের রিপ্লাই দেয়ার জন্য , আজ বাবার কারণেই হয়তো এত সুন্দর একটি গান আপনার কণ্ঠে শুনতে পারলাম ।ধন্যবাদ স্যার এত অপূর্ব একটু গান আমাদের উপহার দেয়ার জন্য ।
স্যার!!😍😍😍 এই গান টা দিয়েই আপনাকে চেনা। সেই শৈশব থেকে আজ অবধি এই গানটা মন দিয়ে গেয়ে যাচ্ছি আর আমরা গ্রুপ বেধে গানটা করি। প্রতিটা রাতের খোড়াক, যেন ক্লান্তি দূরের মায়াবি মাধ্যম। আপনার এই গানটি থাকে আমাদের রেওয়াজে ও নতুন দিনের সংগীত চর্চায়! এগুলো না থাকলে আমরা হারিয়ে যেতাম। বাংলা গান ও আমাদের প্রজন্মের জন্য এই অবদান সত্যিই!! অনেক বেশী কৃতজ্ঞ। আমাদেরকে বাংলা গানে টিকিয়ে রেখেছেন। আসলে আবেগে আপ্লুত তাই কিছু বলতে পারছিনা। অনেক প্রীতি রইল আর আপনার দীর্ঘায়ু কামনা করি আর আমাদের এমন আরোও অনবদ্য কিছু সৃষ্টি দিয়ে যান। ভালোবাসা অবিরাম।
@Hasan Md. Ziaul, ভাই, আপনার কমেন্ট পড়ে আপ্লুত হয়ে গেলাম! অত দূরে বসেও যে আপনি আমার গান শুনছেন, আমার গান আপনার যান্ত্রিক জীবনে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে, তা জেনে আমি আনন্দিত! আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো থাকুন। সবার জন্য শুভ কামনা রইলো।
Moon knows how much I admire you she drag me at night to make her soulmate at her bridal chamber and the moon aware of it Affinity stars in the night bestowed me melody of lyrics how much do I hope in the name of you I lit up a light ardent bumble bee whispered that word to bokul flower and the moon aware of it As much close as I wanted to see you and as many love as you offered to me how shall I endure of this receiving in the lonely silent dark night passionate nightingale whispered that word to wind and the moon aware of it...
এ গান টা একটা মানুষের জীবনের সবচেয়ে মধুর প্রাপ্তির একটি রাত। তা কোনদিন ভুলা যায়না। বিঃদ্রঃ একটি সফল গানের গীতিকার, সুরকার যান্ত্রিকদের অলংকারে একটু স্বীকৃতি দেওয়া উচিৎ। উনারা তো আর কিছুই চায়না।
Dear Sir I am very much fond of your song. But I can't tell you, because I think you are very angry man. I often listen your music with my Mom. Your student Anika Mahmud Class lll section : Dove Summer field International School
Mr Nandy, this song has a special spot in my heart and it relates to a part of my childhood memories. I distinctly remember how I felt when I first listened to this song, on the screen of a National brand, 20" Black and White television. This song had a haunting call for me, and I sensed it even as a child. Some say, a good song does not belong to the singer, it belongs to the world. Same way, your performance so long ago created an impression on me, which had become entirely mine. It always gives me a complex feeling: a feeling that I left something behind long ago in a forgotten field, a field that I knew, or a feeling that I am trying to reach out to something in a dream but still cannot. Thank you for the posting and I am happy to have been able to send you this note.
এমন গান গুলিই বেঁচে থাকে প্রজন্মের পর প্রজন্ম। কে জি মোস্তফার লেখা গানটির মূল শিল্পী তালাত মাহমুদ কিন্ত তিমির নন্দীর কন্ঠে অন্যরকম একটা আবেশ জড়ানো ভালোলাগা অনুভূত হয়।
ধন্যবাদ তিমির নন্দী।
Nayeem, অনেক ধন্যবাদ আপনাকে!
অনেক ছোটকালে গানটা শুনতাম,বুঝতাম না গান,তবুও অনেক ভালো লাগতো, অনেক দিন পর আবার আপনার কনঠে খুঁজে পেলাম, ধন্যবাদ নন্দী কাকু
@Hamida Banu, অনেক ধন্যবাদ! 🌹
অসাধারণ গানের কণ্ঠ!! আমার প্রিয় শিল্পীর একজন। প্রবাসের যান্ত্রিক জীবনের আবসরে যখন এই মহান শিল্পীর গান শুনি তখন মনে হয় এখনও যন্ত্র হইনি। মাহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘজীবী হউন।
Sunle Mon Juriye Jay Joto Suni Totoi Valo Lage Apni Asadharon Dada 👌👌👌. . .
Rishi Mhanta, Onek dhonyobad apnake! Bhalo thakben.
এ গানটি যতই শুনি ততই ভাল লাগে। কিছু গান আছে যেগুলো কখনই মন থেকে মুছে যাবার নয়। এটি তেমনই একটি গান। তিমিরদা, আপনাকে ধন্যবাদ এটি শেয়ার করার জন্য।
One request timir Bhai, plz do not remove the song. It's excellent
বাংলা আধুনিক গানের স্বর্ণযুগের শ্রেষ্ঠ রোমান্টিক কন্ঠ বললে যে শ্যামল মিত্রের
কন্ঠ ...সেকথা অস্বীকার করার উপায় নেই ...তাঁর প্রায় সমস্ত গানই শুনেছি...
সত্তর বছর অতীত, এখনও তাঁর গান
আমাদের মত অতীতচারীর মনে দোলা
দিয়ে যায়...! সত্যি, আপনার গান শুনে
আবার হারানো দিন ফিরে এল !
ফিরে এল সেই পুরনো সুগন্ধ..
আপনি ভাল থাকুন ...সুস্থ থাকুন...
Mr Badhan Chaudhuri, আপনাকে অনেক ধন্যবাদ এত নিখুঁত মন্তব্য করার জন্য! আমার জন্য আশির্বাদ করবেন।তবে এই মূল গানটি তালাত মাহমুদ সাহেবের গাওয়া। ভালো থাকুন আপনিও।
RUclips এই পর্যন্ত অনেকের গান শুনেছি। কোথাও আজ পর্যন্ত মন্তব্য করিনি। কিন্তু এই প্রথম মন্তব্য করতে বাধ্য হলাম। সত্যিই অসাধারণ গানের কন্ঠ। শুনেই যেতে ইচ্ছে করে। শেষ হওয়ার পরেও যার রেশ রয়ে যায়। তিমির দাদা আপনাকে ধন্যবাদ আপনার প্রতিভা আমাদের সাথে ভাগ করার জন্য। আপনার সুসাস্থ্য ও সুন্দর জীবন কামনা করি।
Shibbir Khan, অনেক ধন্যবাদ আপনাকে! আপনার মন্তব্য পড়ে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি! দোয়া করবেন। ভালো থাকুন আপনিও।
তখন ক্লাস ৭ কি ৮ এ পড়ি। বিটিভিতে এই গান শুনে কি এক অদ্ভুত ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। কি অদ্ভুত সুন্দর সুর আর কি অসাধারণ কথা। আহা! আফসোস তখন ইউটিউব বা ইন্টারনেট ছিল না। ২০০৬ এ ফোন কেনার পর থেকে এই গান আমার ফোনের প্লে লিস্টে এখনো বেজে যায়।
আমার কৈশোর আর এই গান এক সুরে গাথা। কৈশোরের প্রেমের বাধভাঙ্গা আবেগের সাথে এই গানের আবেগ মনে পড়লে এখনো নস্টালজিক হয়ে যাই। প্রেমিক মাত্রই এই গান শুনে অভিভূত হবে। এই গান দিয়েই আপনার গানের প্রেমে পড়া।
কেউ পারেননি, কেউ পারবেন না আপনার মত গাইতে। আরও সমৃদ্ধ করবেন আপনার গানের মাধ্যমে এই কামনা।
Zillur Rahman, প্রথমত: আমার এই গান শুনে আপনার খুব ভালো লেগেছে জেনে আমি সত্যিই আপ্লুত হলাম! দ্বিতীয়ত: আপনি যে ভাবে আমার মূল্যায়ন করলেন, তা ভালো লাগলেও কথাটির সাথে একমত হতে পারলাম না। কেননা, আপনি আমার কন্ঠে এই গান শুনে বলা যায় বড় হয়েছেন। আপনার কথায়- “কৈশোরের প্রেমের বাধভাঙ্গা আবেগের সাথে এই গানের আবেগ মনে পড়লে এখনো নস্টালজিক হয়ে যাই। প্রেমিক মাত্রই এই গান শুনে অভিভূত হবে। এই গান দিয়েই আপনার গানের প্রেমে পড়া।” তাই এতো নস্টালজিক হয়ে পড়েছেন। আরও অনেকেই এই গান নিশ্চয়ই আমার থেকেও ভালো গাইতে পারবেন। দোয়া করবেন আমার জন্য। আপনি অনেক অনেক ভালো থাকবেন। অশেষ ধন্যবাদ আপনাকে!
@@MegaTimir ভালোর কোন শেষ নেই দাদা। আলমগীর সাহেবের কন্ঠেও কিন্তু আমার কাছে দুর্দান্ত লাগে শুনতে। কিন্তু আপনার কন্ঠের মায়াবী গায়কী সেটা ডাক্তার না হয়ে যদি সাহিত্যিক হতাম তাহলে হয়ত গুছিয়ে বলতে পারতাম। এ আমার ব্যার্থতা।
তবে শুভ কামনা নিরন্তর।
গায়নভঙ্গি বেশ ভালো লেগেছে। মূল সুর রক্ষিত হয়েছে। সেইসাথে আপনার নিজস্ব কণ্ঠপ্রক্ষেপণের ধাঁচে তা আরও প্রাণ পেয়েছে। অনেক ধন্যবাদ। এ গান বাংলা সুরের ঐশ্বর্যকে ধারণ করে আছে। এ গান চিরায়ত বাংলা আর বাঙালির গান। আমাদের হৃদয়কে ছুঁয়ে থাকবে চিরকাল।
@ Oniket Soore, কৃতজ্ঞতা। 🙏
বহুশ্রুত তালাত মাহমুদের গাওয়া এই গানটি আপনার কন্ঠে অনেক বার আমি মুগ্ধ হয়ে শুনেছি। ভিডিও টি বেশ মনোগ্রাহী। সুস্থ থাকুন।
@Manoj Kumar Gharami, জেনে অনেক প্রীত হলাম। আপনিও ভালো থাকুন নিরন্তর। 🙏
ছোট বেলায় দেখেছিলাম বিটিভিতে গানটি শুনে সেই হারানো দিনে চলে গিয়েছিলাম,ধন্যবাদ প্রিয় শিল্পীকে।
@ahmed hussain uzzal, ধন্যবাদ! 🌹
Mr Nandy, this song has a special spot in my heart and it relates to a part of my childhood memories. I distinctly remember how I felt when I first listened to this song, on the screen of a National brand, 20" Black and White television. This song had a haunting call for me, and I sensed it even as a child. Some say, a good song does not belong to the singer, it belongs to the world. Same way, your performance so long ago created an impression on me, which had become entirely mine. It always gives me a complex feeling: a feeling that I left something behind long ago in a forgotten field, a field that I knew, or a feeling that I am trying to reach out to something in a dream but still cannot. Thank you for the posting and I am happy to have been able to send you this note.
EPF PENSION for EPF Pensioners all MonthlyEPF Rs 6500 the same to you soon best wishes to the next day delivery to your account can the best way to Transaction ID for EPF Pensioners Monthly Pension Payments Accordingto to his declared Pensionable Salary Rs 6500 by AnitaBhadel Rajasthan legislative assembly Shaktikantodas to Transaction ID for EPF Pensioners all MonthlyEPF Rs 6500/- says"
ধন্যবাদ আপনাকে।আপনার এই গান টাই খুজতেছিলাম 💓💓
মন খারাপ থাকলে মন ভাল হওয়ার উপলক্ষ এই গানগুলো ....আমি সবসময় অতীতের গান, নাটক শুনি ও দেখি একটা অন্যরকম ভাল লাগা কাজ করে।
@Al Razi, অনেক ধন্যবাদ আপনাকে! 🌹
আপনার গায়কি অপূর্ব কন্ঠস্বর মনপ্রাণ ভরে যায়,কি সুন্দর করে গাইলেন,বড় মন কাড়ল🙏🙏🙏
Ruma Banerjee, আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ভালো থাকবেন। 🌹
ক্ষনিকের জন্যে কোথায় যেনো হারিয়ে যাই। অসাধারন এক কথায় অসাধারণ 😍😍
Mirja Toukir, আপনাকে অনেক ধন্যবাদ! আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম!
দাদা, আমি জানি আপনি সব ধরনের গান গেয়ে থাকেন তবে হারানো দিনের গানে আপনার মোহময় কন্ঠের জুড়ি নেই। কালজয়ী এই গানটি অসাধারন গেয়েছেন দাদা, বার বার শুনতে করে। দোয়া করি তিমির 'দা আপনি সুস্থ থাকুন এবং দীর্ঘজীবী হউন...!!
এক কথাতেই অসাধারণ!
আমার খুুব প্র্রিয় একটি গান।
আমার প্র্রিয় বড় ভাই শ্রদ্ধেয় #তিমির দাদার প্রতিটা গান শুনতে আমার খুবই ভালো লাগে। আমি ছোটবেলা থেকেই দাদার সব গান শুনি।
Bishwajit ctg, জেনে খুব ভালো লাগলো, অনেক খুশী হলাম! ধন্যবাদ আপনাকে!
হারিয়ে যাওয়া সোনালি দিনের গান ! কি এক সময়ই না পার হয়ে গেছে :(
সে জন্যই পুরোনো দিনের গান। ধন্যবাদ আপনাকে, সজীব দাস!
এই গানটি আরো অনেকের কন্ঠে শুনেছি কিন্তু তিমির নন্দীর মত এত সুন্দর করে কেউ গায় নাই । দাদার কন্ঠ আমার কাছে খুব ভালো লাগে ,কত শুদ্ব উচ্চারন ।তালাত মাহমুদ ও তার প্রশংসা না করে পারবে না।
@mahbub momin, আপনার প্রশংসার জন্য শুধুই কৃতজ্ঞতা! দোয়া করবেন। ভালো থাকুন। 🌹🙏
Oshadharon....
Guru salute, Really Awesome 👍👍👌👌
Thanks a lot, Mirja Taukir, Shafique Babu, Porosh dmd, Sabbir Ahmed, Khaleda Begum Mohammad Tajuddin and Salim Chowdhury!
One of the best Bangla songs of all time. This particular version is just special.
Timir babu, you are a torch bearer of Bengali modern songs of golden era! Hope you will be presenting such songs with romantic flavor in future also.
@Gautam Tarafder Babu, thank you very much for your remarkable comments. I always try my best. Please, pray for me! ❤️🙏
আমার জন্মের ২৭ বছর আগের গান। সেই ছোট্টবেলা থেকে গান গুলো শুনে আসছি।
এখনো শুনি....কিন্তুু এখন গানগুলো আরো বেশি ভালো লাগে.....
@litanchatarjee3980, জেনে খুশি হলাম। ধন্যবাদ! 🌹
পুরানো দিনের কথাগুলো মনে পড়ে গেলো"""♥♥
শিল্পী তিমির বাবুর কন্ঠে যাদুর ছোঁয়া আছে।
আসসালমুয়ালাইকুম স্যার। আপনি জানেন না আপনার এই গান শুনে আমার বাবা ( যে এত সুন্দর গান গাইতে পারতেন এক সময় কিন্তু এখন আর গান করেন না ) দীর্ঘ ৫০ বছর পর ( উনি এখন ৬৫ বছর) গান টি এই মুহুর্তে গাইছেন ।
প্রিয় Aisha Habib, ওয়ালাইকুমআস্সালাম।
অনেক ধন্যবাদ! বিষয়টি জেনে আমার খুব ভালো লাগলো! খুবই খুশি হলাম যে, যিনি একসময় গান গাইলেও দীর্ঘ ৫০ বছর আর গান করেননি এবং এই গানটি শুনে আবারও গাওয়া শুরু করেছেন, এটা সবার জন্য যেমন আনন্দের তেমনই আশীর্বাদ ছাড়া আর কি বলা যায়? উনাকে আমার সালাম রইলো। আশাকরি এখন থেকে উনি আবারও নিয়মিত গাইবেন।
সবার জন্য শুভ কামনা রইলো।
আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমার মেসেজের রিপ্লাই দেয়ার জন্য , আজ বাবার কারণেই হয়তো এত সুন্দর একটি গান আপনার কণ্ঠে শুনতে পারলাম ।ধন্যবাদ স্যার এত অপূর্ব একটু গান আমাদের উপহার দেয়ার জন্য ।
@@aishahabib8146 , দোয়া করবেন।
@@MegaTimir স্যার আপনিও দোয়া রাখবেন।
অপূর্ব ❤
স্যার!!😍😍😍 এই গান টা দিয়েই আপনাকে চেনা। সেই শৈশব থেকে আজ অবধি এই গানটা মন দিয়ে গেয়ে যাচ্ছি আর আমরা গ্রুপ বেধে গানটা করি। প্রতিটা রাতের খোড়াক, যেন ক্লান্তি দূরের মায়াবি মাধ্যম। আপনার এই গানটি থাকে আমাদের রেওয়াজে ও নতুন দিনের সংগীত চর্চায়! এগুলো না থাকলে আমরা হারিয়ে যেতাম। বাংলা গান ও আমাদের প্রজন্মের জন্য এই অবদান সত্যিই!! অনেক বেশী কৃতজ্ঞ। আমাদেরকে বাংলা গানে টিকিয়ে রেখেছেন। আসলে আবেগে আপ্লুত তাই কিছু বলতে পারছিনা। অনেক প্রীতি রইল আর আপনার দীর্ঘায়ু কামনা করি আর আমাদের এমন আরোও অনবদ্য কিছু সৃষ্টি দিয়ে যান। ভালোবাসা অবিরাম।
অনেক অনেক খুশী হলাম আপনার সুন্দর কমেন্টস্ পড়ে! ভালো থাকুন, ভালো গানের চর্চা করুন এবং আমার জন্য দোয়া করবেন- Takir Shah
Timir Nandy আপনাকেও অনেক ধন্যবাদ ও দোয়া সব সময়। 😆😍
অসাধারণ 👌
@Salimchy Chowdhury, অনেক ধন্যবাদ! 🌹
Evergreen singer and song as well...
অসাধারন যতোবার শুনি!
Sir is is my school's music teacher. And fun fact sir and my grandfather new each other their parents were friends so l can invite sir to my house
Beautiful song.... no phrase enough to express ❤❤❤❤❤
@Hasan Md. Ziaul, ভাই, আপনার কমেন্ট পড়ে আপ্লুত হয়ে গেলাম! অত দূরে বসেও যে আপনি আমার গান শুনছেন, আমার গান আপনার যান্ত্রিক জীবনে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে, তা জেনে আমি আনন্দিত! আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো থাকুন। সবার জন্য শুভ কামনা রইলো।
Timir Nandy prio shipi bhalo thakun. god bless you
বুকাটা খালি খালি লাগছে।।।অসাধারণ।
@@sadequerahman6041 ভাই, অশেষ ধন্যবাদ আপনাকে! আপনিও ভালো থাকুন সবসময়।
@@praddutmridha9902, ধন্যবাদ আপনাকে! কিন্তু আমি আপনার বুকটা খালি করে দিয়ে অপরাধ করে ফেলেছি। মার্জনা করবেন!
না দাদা,এটা রবীন্দ্রনাথের সুখের মতো ব্যাথা।আপনার জন্য শুভকামনা রইল।
So wonderful 👏 👌evergreen song 🎵 😍
@Nadia Farooque, thank you! 🌹
মনটা কিছুক্ষনের জন্য ভালো হয়ে যায়।
@Blien Blazo, অনেক ধন্যবাদ আপনাকে! 🌹
Many many thanks to Kafi Kfishna for your heart touching comments and also thanks to Fakhrul Munir!!!
দারুণ দাদা, অনেক ভালো লেগেছে ধন্যবাদ
@Shyamal Palma, অনেক ধন্যবাদ আপনাকে!
@ Mega Timir The way you sang this iconic song is truly mesmerizing. I just love your soothing voice.🥰🥰
@tarikurzim4860, thank you so much! 🌹🙏
God bless you
এ গান শুধুই অনুভূতির বিষয়, যা নিজ আত্নাকে পরিতৃপ্ত করে, পরিশুদ্ধ করে, জীবনকে ভরে দেয় পুনতার আলোকে।
SAJJDUL PARVEZ, আপনার মূল্যবান কমেন্টের জন্য অনেক ধন্যবাদ!
Mind blowing
There is nothing else a part from these music which still gives the flavors of my existence of early days!
Sibbir Khan, আপনার মন্তব্য পড়ে ভীষণভাবে আপ্লুত হলাম! দোয়া করবেন আমার জন্য। আপনিও ভালো থাকবেন নিরন্তর। অশেষ ধন্যবাদ আপনাকে! 🌷
Razu Ahammed, আপনাকে অনেক অনেক ধন্যবাদ! খুবই ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে! আমার জন্য দোয়া করবেন। আপনিও ভালো থাকবেন!
গানের চিত্রায়ন টা মনোমুগ্ধকর
@Abir 78769 ধন্যবাদ! 🌹
Asadharon 👌👌👌. . .
Nice .
From Kolkata .
#dharsgreen50, thanks! 🌹
SmartSoftware Inc., আপনাকে অনেক ধন্যবাদ! জেনে ভালো লাগলো!
প্রতি জোস্না রাতে আমি গানটি শুনি !
সোনালী অতিতের সোনালী নিদর্শন
Bishwajit ctg, অনেক ধন্যবাদ, ভাই আপনাকে! খুব ভালো লাগলো! শুভকামনা রইলো।
Iqbal Hosain, অনেক ধন্যবাদ আপনাকে!
always green this song and timir nandi
Thank you!
Apnake onek onek dhonnobad, @rowshon ara!
I really don’t know how many times...... but still watching this masterpiece.
@Mahammad Ahmed, I'm really glad to know. Thank you so much! 🌹
kubiee ekta chonddoymoy romantic gan
ishak abu, onek dhonyobad!
@Mohammad Tajuddin, thanks a lot!
Moon knows
how much I admire you
she drag me at night
to make her soulmate
at her bridal chamber
and the moon aware of it
Affinity stars in the night
bestowed me melody of lyrics
how much do I hope
in the name of you
I lit up a light
ardent bumble bee
whispered that word to bokul flower
and the moon aware of it
As much close as I wanted to see you
and as many love as you offered to me
how shall I endure of this receiving
in the lonely silent dark night
passionate nightingale
whispered that word to wind
and the moon aware of it...
আপনি আমার মায়ের খুব প্রিয় ছিলেন।
প্রণাম নিবেন।
@user-yx6sd3gu2s, জেনে খুশি হলাম! 🙏
অসাধারন
অনেক ধন্যবাদ আপনাকে, Sabbir Ahmed!
gorgeous sir
Shafique Babu, thnak you!
বেস্ট ভার্সন
after talat mahmud timir da is the best for this song................
Fakhrul Munir bhai, apnake onek dhonnobad! :)
nostalgic moments
Thanks, Khaleda Begum! :0
এ গান টা একটা মানুষের জীবনের সবচেয়ে মধুর প্রাপ্তির একটি রাত। তা কোনদিন ভুলা যায়না।
বিঃদ্রঃ একটি সফল গানের গীতিকার, সুরকার যান্ত্রিকদের অলংকারে একটু স্বীকৃতি দেওয়া উচিৎ। উনারা তো আর কিছুই চায়না।
এভার গ্রীন 💝
@suma arefin, ধন্যবাদ! 🙏
nice❤🎉
@GrohoRotno, thanks! 🌹❤️
Onek dhonyobad, HR SUMON!
Mohin bhuyan, অনেক ধন্যবাদ আপনাকে!
Dhonyobad!
আমার প্রিয় গান।
❤❤nice
It is not only song, its painkiller
Rakib Uddin, thik bolechen. Sohomot! :)
tomare vulte pari na
ishak abu, dhonyobad apnake! 🙂
Nostalgia
TofaelChowdjury Chowdhury, dhonyobad!
Apnadar k to Shona laga
👍✅
এ গানের সময় আমি কিশোর বয়সের শেষপ্রান্তে, অথবা যুবক।নষ্টালজিক।
@Meraj M. Pathan, ধন্যবাদ আপনাকে! 🌹
Dear Sir
I am very much fond of your song. But I can't tell you, because I think you are very angry man. I often listen your music with my Mom.
Your student
Anika Mahmud
Class lll section : Dove
Summer field International School
Mr Nandy, this song has a special spot in my heart and it relates to a part of my childhood memories. I distinctly remember how I felt when I first listened to this song, on the screen of a National brand, 20" Black and White television. This song had a haunting call for me, and I sensed it even as a child. Some say, a good song does not belong to the singer, it belongs to the world. Same way, your performance so long ago created an impression on me, which had become entirely mine. It always gives me a complex feeling: a feeling that I left something behind long ago in a forgotten field, a field that I knew, or a feeling that I am trying to reach out to something in a dream but still cannot. Thank you for the posting and I am happy to have been able to send you this note.