আপনার শিষ্য এ্যত বড়োমাপের কৃষক, তবু সবকিছুই নিজের হাতে করছে, খুবই methodical👍। পুরোটা ছবির মতন সুন্দর লাগলো। ভেবেছিলাম ৪-৫টা বেগুন গাছ টবে লাগাবো, কিন্তু এ্যতকিছু তো জোগাড় করতে পেরে উঠবো না। চাষীভাই দের জন্য খুবই উপকারী ভিডিও🙏
আপনার মনের ইচ্ছা আছে এটাই যথেষ্ট আনন্দদায়ক ।ঠিক আছে আস্তে আস্তে করবেন আপনাকে তো অনেক চাপ নিতে হয় অনেক কাজের মধ্যে থাকেন আপনি। আপনাকে আবার ধন্যবাদ জানাই।
Good evening sir, apni amar inspiration, advance farming ropto korar chesta korchi,darun interest lagche jodio ami chasi noi amar line puro alada, ami technical person. But truely chasir chele😊. @ctually farming system tao technology dependent, apnar kache puro farming technique gulo sikhchi, thank you very much sir.
অনাথবাবু, প্রশ্ন উত্তর পর্ব ৯ এ একটা জিনিস , অবশ্যই কৃষি সংক্রান্ত , জানতে চেয়েছি। উত্তর পেলে , অনেকেই উপকৃত হবেন। আর , আপনার কথা মতো , শীতের অনাজের অল্প কিছু বীজ বুনেছি। প্রায় ১ মাস লাগবে ছয় পাতার হতে। কিন্তু বৌবাজারের বৈঠকখানা বাজার থেকে যে ভার্মিকম্পোস্ট , ২৫ কিলো কিনে এনেছিলাম , তা জলে ভেজা ছিলো। এখন , মাত্র ১ কিলো মতন আছে । যাই হোক , ১ মাস সময় এর মধ্যে জোগাড় করতে হবে। এই ভিডিও অনেক কাজে আসবে , কারন, বেগুনের বীজ ও বুনেছি। ধন্যবাদ নেবেন।
@@farmingadviseranathhalder7579 গাছের ডাক্তার বাবু , কোনো কিছু ছেড়ে কিছুতে আসা খুবই মুস্কিল। ফুল চাষীরা কি কৃষক নয় ? আজ থেকে বেশ কিছু দিন বা বছর আগে থেকেই , তা , ধরুন না , ১৯৭০ - ৭১ থেকেই , সামান্য পরিসরে , এ , দুটোতেই আছি । তার পরে , ১৯৮৪ র পর থেকে সি এ জির সিভিল অডিটে আমাদের অনেক জেলার প্রিন্সিপ্যাল এগ্রিকালচার এর অধীনে বহু দফতর এ হিসাব পরীক্ষার কাজ করে , সামান্য জ্ঞান অর্জন হয়েছে। ঠেস , শহরে বাস করি । যে কিছু কারিকুরি ছাদেই। আপনার মতো , জমি থাকলে , নাঃ , সেই ভাগ্য হয়নি। হ্যাঁ , খানিকটা বলতে পারেন , অনুপ্রানিত , তো হয়েই ছি , সেই টা স্বীকার করতে দ্বিধা নেই। মাস্টার মশাই এর কাছে আর বেশী মুখ খুলে লাভ নেই । সাধারন এর থেকে , সামান্য এগিয়ে আছি , এই টুকু । ধন্যবাদ জানাই আপনাকে। বাড়ীতে , এখন মায়ের পুজোর ব্যস্ততা তুঙ্গে।
দাদা নমস্কার, আমি বাংলাদেশের নিলফামারী থেকে।আমি গত বছর কার্তিক মাসে আলু খেতে এক সাথে বেগুন লাগিয়ে, ভারী শীতের কারণে ভাল ফলন পাইনি। জাত ছিল লাল তীরের পার্পল কিং।সিজেন শেষের দিকে মানে চৈত্র মাসের ১৫ থেকে বৈশাখে অবিসস্ব্য প্রচুর ফলন পেয়ে থাকি।৩৫ শতক জমিতে টানা ২০ দিন বিক্রি করেছি ১২০ মন।লকডাউনের মার্কেট ৫/৬ টাকা কেজি দরে। আমি এ বার দীর্ঘদিন পরিচর্যা না করে।এক মাসের চারা তুলে মূল জমিতে না নিয়ে ৯ " দুরে দুরে চারা লাগাতে চাই।আলু ৭০ দিন পর উঠে গেলে, ততদিনে হয়ত ফুল ওদুএটি বেগুন ধরে যেতে পারে। তখন ঐ চারা তুলে মূল জমিতে লাগালে সুবিধে অসুবিধে আপনার পরামর্শ চাই।
রঙ্গিলার মধ্যে লেদা পোকার কিছু কাজ করবে আবার শোষক পোকার কাজ করবে এইজন্য আমি বলি এইটা গরীব দের ভালো বিষ । সব গাছে ব্যবহার করা যাবে। যদি খুব পোকা লাগে তিন দিন ছাড়া ব্যাবহার করবে বিকেল বেলায়
দাদা নমস্কার 🙏🙏🙏। আপনার ভিডিও খুব ভালো লাগে । তাই subscribe করলাম । আপনার যেটা খুব ভালো লাগল সেটা হল আপনি সবার প্রশ্নের উত্তর দেন। আমি দশ টা বেগুন গাছ লাগিয়েছি। খুব সুন্দর এবং ডাল পাতা বেশ বড় হয়েছে । দুই একটা করে বেগুন ও হচ্ছে । কিন্তু অনেক ফুল ও বেগুন সমেত আসতে আসতে দুই টা মরে গেল। বাকি গাছ গুলোর পাতা ডগার দিকে খারাপ হয়ে যাচ্ছে । কি করব একটু জানাবেন দাদা 🙏🙏🙏
Sir, Punorae oi sada beguner chara 30.09.20 te eibar chara ses hoe jaoate adha bigha te lagate perechi. Akhon ki kholpocha jal dite parbo ? 30"by 2' kore phaka dia lagiachi. er modhy ki ki gacher chara akhon lagano jete pare (mishro chas).jemon ekhane dekhlam fulcofi lagiache.
10 লিটার জলে 25 গ্রাম কোসাইড পাউডার সেই সঙ্গে একপাতা স্ট্রেপটো সাইক্লিন 6 গ্রাম জলের মধ্যে মিশিয়ে সমস্ত গাছের গোড়ায় ঢালুন 300ml করে আর পাতাতে নেটিভ ( বায়ার কোম্পানির) 1 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করুন। যদি এই ওষুধে কাজ না হয় আর খরচা করতে যাবেন না এইটাই শেষ ওষুধ। এই ওষুধগুলো 5 দিন ছাড়া মোট দুবার ব্যবহার করবেন।
Sir, সাথী চাষ সম্পর্কে একটি video করার অনুরোধ করছি । কোন গাছের সঙ্গে কোন গাছ লাগানো উচিত আর কোন গাছ লাগানো উচিত নয়, যাতে গাছ গুলো পরস্পর পরস্পরের উপকারী হবে ও মাটির maximum utilisation হবে ।
Sir, broccoli, cauliflower cabbage একসঙ্গে (distance 18" × 15" ) লাগিয়েছি। এর মধ্যে ( প্রতি চারটি গাছের কোনাকুনি মাঝে) বিট বা মূলা লাগানো যাবে? কিংবা লাল শাক / পালং শাক দেওয়া যাবে?
যখন গাছ ঝিমিয়ে পড়ে বা ঢলে পড়ে আস্তে আস্তে এটা জানবেন ব্যাকটেরিয়া এবং ছত্রাক দুজনের আক্রমণে এই বিপদটা হয়েছে তখন ছত্রাকনাশক কোসাইড না আর স্ট্রেপটোসাই ক্লিন হলো ব্যাকটেরিয়া নাশক এইজন্য দুটো মিশিয়ে গোড়ায় ঢেলে দিতে বলি।
ছত্রাকের আক্রমণে হতে পারে খাবারের অভাবে হতে পারে যাইহোক আপনি প্রতি লিটার জলে আড়াই গ্রাম সাফ পাউডার মিশিয়ে বিকালে স্প্রে করুন 3 দিন ছাড়া দুবার দেখুন কেমন হয়।
Sir bolchhi Amar Begun gachh laganor 1mas holo ami rasayanik sar o proyog korechhi sat din age kintu gachher pata gulo kukre jachhe ami kon kitnashok use korle valo result pabo plz ektu Bolben🙏
নমস্কার স্যার আপনি কেমন আছেন?। আপনি ভালো থাকুন। সত্যি স্যার আপনি আমাদের মতো ছেলেদের রাস্তা দেখানোর ভগবান। আপনাকে ভগবান ভালো রাখুন । স্যার আপনাকে প্রনাম ও ধন্যবাদ জানাই।স্যার আমি তো জানি না ছোট জায়গার মধ্যে অনেক গুলো ফুল কফির বীজ বুনে দিয়েছি চারা গুলি বেরিয়েছে কিন্তু বড়ো হচ্ছে না । স্যার কী দিলে চারা গুলি বড়ো হবে।চারা গুলি বয়স তিরিশ দিন হয়ে গেছে । চারা সরু হয়ে আছে। তাই কি করবো কিছুই ভেবে পারছি না স্যার।
কি বলবো এখনকার অফিসাররা চাকরি করতে এসেছেন। অথচ আপনাদের দেওয়া করের টাকায় অফিসারদের মাহিনা বা টাকা পান। এটাই ওনারা ভুলে যান। আজ সত্যি কথা বলি আমি চাকরি থেকে অবসর নেওয়ার সময় হিন্দু +মুসলমান সমস্ত চাষীরা চাঁদা তুলে আমাকে সেনকো গোল্ড থেকে সোনার হার উপহার হিসেবে দিয়েছেন । শুধু বলবো এখনকার অফিসারদের এই সম্মান আদায় করতে বলুন। দেখা যাক ওরা কি করে।
Sir ami paschim medinipur kharagpur 2 no block thake bolchi.apnar kotha moto aaj amar fulkopi o bandhakopi te gach proti sorisa khol 50g, 10:26:26 -30g, 28:28:0-50g diyechi.Jol aaj deini . Sir gach more jabe naki voy pachi. plz reply me sir
গাছের গোড়ায় সরিষার খোল পচানো জল সেই সঙ্গে DAP সার ও তিন দিন ঐ জলে পচিয়ে ব্যবহার করতে হবে চার দিন ছাড়া ছাড়া তিন বার। প্রতি গাছের গোড়ায় 400 মিলি জল ব্যবহার করবেন। সাত দিনের মধ্যে বেগুনের রঙ সুন্দর হয়ে যাবে। পাতায় প্রতি লিটার জলে দুই মিলি বায়োভিটা এক্স ও NPK 20 20 20 তিন গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া তিন বার।গাছে ফুল ভর্তি হয়ে যাবে।
@farmingadviseranathhalde যারা বাংলা ভাষী ইউটুবার ভাই আছেন কৃষি সম্পর্কে আলোচনা করেন, আমি এমন কাউকেই পাইনি যারা আপনার মতো, সবাই যে যার মতো করে বলে যাচ্ছে, একমাত্র শুধু আপনার কথা মতো যে চাষি চাষ করবে সে সফল হবে, তবে প্রাকৃতিক সমস্যা হলে সেখানে আলাদা কথা, আমি ২০ টি কৃষি ভিডিও দেখলে তার ভিতরে ১৯ টা আপনার ভিডিও দেখি, আপনার মতো এরকম কেউই নেই, বাংলা দেশ অথবা ইন্ডিয়া হোক, আমি কাউকে ছোট করে দেখছি না, যেটা সত্য সেটা না বল্লেই নয়, নমস্কার 🙏🙏কাকু আপনার দির্ঘ আয়ু কামনা করছি, বাংলা দেশ থেকে
Urgent. Sir Amar barir chade pray 200 pics tob a na na ful O fol gach ache otirikto bristyir por bar bar Amar akta duto kore gach mar gache. Ar protikar ta jodi bolen khub upokar hobe. Agam dhonobad janalam.
ওষুধের পরিমাণটা কি বেশি পড়েছিলো বা দুপুরবেলা দিয়েছিলেন ?ওটা বিকালবেলা দিতে হয় আপনি প্রতি লিটার জলে 1 মিলি করে দিয়েছিলেন তো? আপনাকে এক্ষুনি সাফ পাউডার প্রতি লিটার জলে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে 5দিন ছাড়া মোট দু বার।
আপনার শিষ্য
এ্যত বড়োমাপের কৃষক, তবু সবকিছুই নিজের হাতে করছে, খুবই methodical👍। পুরোটা ছবির মতন সুন্দর লাগলো। ভেবেছিলাম ৪-৫টা বেগুন গাছ টবে লাগাবো, কিন্তু এ্যতকিছু তো জোগাড় করতে পেরে উঠবো না। চাষীভাই দের জন্য খুবই উপকারী ভিডিও🙏
আপনার মনের ইচ্ছা আছে এটাই যথেষ্ট আনন্দদায়ক ।ঠিক আছে আস্তে আস্তে করবেন আপনাকে তো অনেক চাপ নিতে হয় অনেক কাজের মধ্যে থাকেন আপনি। আপনাকে আবার ধন্যবাদ জানাই।
খুব ভালো লাগলো আমার অনেক গুলো বেগুন চারা বেরিয়েছে।আমার চারা গুলো বসাতে সুবিধা হবে।ভালো থাকুন সুস্থ থাকুন ।আর এই ভাবেই আমাদের শিখাতে থাকুন ।
খুব ভালো লাগলোsair আপনার কথামতো গাছে খোলজল দিয়েছি দারুণ রিজাল পেয়েছি
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
দাদু খুব ভালো আইডিয়া পেলাম আপনি ভালো থাকুন এবং সবসময় আমাদের পাশেই থাকুন এটাই কামনা করি সবাই
ধন্যবাদ জানাই সেইসঙ্গে অনুরোধ করব আমার ভিডিওগুলো দেখতে থাকো চাষবাসের বিষয়ে ভালো ধারণা তৈরি হবে।
You are really genius and tellent thanks
Many thanks to you for watching my video.
May God bless you.
Bolchi sir amader ei khane 28.28.0 sar ta paoya jache na.Thahole ki sar use korbo please bolben sir.
You are awesome. Sir Apnake dekhle ebang sunle mone hoy ananda pachchhi. Coronar ei dam bandha kara abahe apnar video jeno ek mukta batasher bahak ...
ধন্যবাদ ভালো থেকো
ভাইয়া বাংলাদেশ থেকে দেখতে ছি
আপনাকে অনেক ধন্যবাদ
সোনার বাংলার মানুষ কে
অসংখ্য,অসংখ্য ধন্যবাদ জানাই।
সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন এই কামনা করবো।
সুন্দর করে সাজিয়ে পরিবেশন করার জন্য আপনাকে ধন্যবাদ
আপনি ফুলকপি বাঁধাকপি ওবীট চাষ নিয়ে video করুন। আপনার guidance এ খুব উপকৃত হচ্ছি। খুব ভালো থাকবেন।
uncle... আমি খুলনা,বাংলাদেশ থেকে আছি,, আপনার জন্য রইলো শুভকামনা,,
তোমরাও সপরিবারে ভালো থাকো এই কামনা করব আল্লাহ তোমাদের মঙ্গল করুন।
স্যার আপনি অসাধারণ।
ধন্যবাদ জানাই ভাল থাকুন।
Sakalei mon ta kushi te bhore gelo
Darun darun
চারা গুলি কিন্তু দারুণ।
Good evening sir, apni amar inspiration, advance farming ropto korar chesta korchi,darun interest lagche jodio ami chasi noi amar line puro alada, ami technical person. But truely chasir chele😊. @ctually farming system tao technology dependent, apnar kache puro farming technique gulo sikhchi, thank you very much sir.
ধন্যবাদ স্যার,,, এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য। বেগুন ধরা কালিন সার ব্যবস্হা সম্পর্কে আরও জানতে চাই। স্যার।
Agriculture is my passion.
কাকু আমি আপনাকে গুরু বলে মানি আপনি ভালো থাকেন সুথতো থাকেন আপনা কথা খুব ভালো লাগে
খুব সুন্দর হয়েছে
ধন্যবাদ জানাই।ভালো থাকুন।
বিভিন্ন ফসল চাষ করে এগিয়ে চলুন।
আল্লাহ আপনার মঙ্গল করুন।
Sar Ami bagun are lonka are Pati labur gach lageya Che a 3te gach ta godi poka Asha tahola ki (kaka osud) ta Dela chalby. Please sir bolun
হ্যাঁ ওইটা একটা কিনে রাখ । ওই কাকা ওষুধ প্রতি লিটার জলে দু মিলি মিশিয়ে স্প্রে করবে চার থেকে পাঁচ দিন ছাড়া ছাড়া।
Thik you sr bagun gasar dala betora puka jerokom ky kerompuka sorita hy sr
অনাথবাবু,
প্রশ্ন উত্তর পর্ব ৯ এ একটা জিনিস , অবশ্যই কৃষি সংক্রান্ত , জানতে চেয়েছি।
উত্তর পেলে , অনেকেই উপকৃত হবেন।
আর , আপনার কথা মতো , শীতের অনাজের অল্প কিছু বীজ বুনেছি। প্রায় ১ মাস লাগবে ছয় পাতার হতে। কিন্তু বৌবাজারের বৈঠকখানা বাজার থেকে যে ভার্মিকম্পোস্ট , ২৫ কিলো কিনে এনেছিলাম , তা জলে ভেজা ছিলো। এখন , মাত্র ১ কিলো মতন আছে । যাই হোক , ১ মাস সময় এর মধ্যে জোগাড় করতে হবে।
এই ভিডিও অনেক কাজে আসবে , কারন, বেগুনের বীজ ও বুনেছি।
ধন্যবাদ নেবেন।
যাক আপনি ফুল ছেড়ে আবার সবজিতে এসেছেন ধন্যবাদ জানাই।
@@farmingadviseranathhalder7579
গাছের ডাক্তার বাবু , কোনো কিছু ছেড়ে কিছুতে আসা খুবই মুস্কিল। ফুল চাষীরা কি কৃষক নয় ?
আজ থেকে বেশ কিছু দিন বা বছর আগে থেকেই , তা , ধরুন না , ১৯৭০ - ৭১ থেকেই , সামান্য পরিসরে , এ , দুটোতেই আছি ।
তার পরে , ১৯৮৪ র পর থেকে সি এ জির সিভিল অডিটে আমাদের অনেক জেলার প্রিন্সিপ্যাল এগ্রিকালচার এর অধীনে বহু দফতর এ হিসাব পরীক্ষার কাজ করে , সামান্য জ্ঞান অর্জন হয়েছে।
ঠেস , শহরে বাস করি । যে কিছু কারিকুরি ছাদেই।
আপনার মতো , জমি থাকলে , নাঃ , সেই ভাগ্য হয়নি।
হ্যাঁ , খানিকটা বলতে পারেন , অনুপ্রানিত , তো হয়েই ছি , সেই টা স্বীকার করতে দ্বিধা নেই।
মাস্টার মশাই এর কাছে আর বেশী মুখ খুলে লাভ নেই । সাধারন এর থেকে , সামান্য এগিয়ে আছি , এই টুকু ।
ধন্যবাদ জানাই আপনাকে।
বাড়ীতে , এখন মায়ের পুজোর ব্যস্ততা তুঙ্গে।
Nice information 👍👍👍
Thanks
দাদা নমস্কার, আমি বাংলাদেশের নিলফামারী থেকে।আমি গত বছর কার্তিক মাসে আলু খেতে এক সাথে বেগুন লাগিয়ে, ভারী শীতের কারণে ভাল ফলন পাইনি। জাত ছিল লাল তীরের পার্পল কিং।সিজেন শেষের দিকে মানে চৈত্র মাসের ১৫ থেকে বৈশাখে অবিসস্ব্য প্রচুর ফলন পেয়ে থাকি।৩৫ শতক জমিতে টানা ২০ দিন বিক্রি করেছি ১২০ মন।লকডাউনের মার্কেট ৫/৬ টাকা কেজি দরে।
আমি এ বার দীর্ঘদিন পরিচর্যা না করে।এক মাসের চারা তুলে মূল জমিতে না নিয়ে ৯ " দুরে দুরে চারা লাগাতে চাই।আলু ৭০ দিন পর উঠে গেলে, ততদিনে হয়ত ফুল ওদুএটি বেগুন ধরে যেতে পারে। তখন ঐ চারা তুলে মূল জমিতে লাগালে সুবিধে অসুবিধে আপনার পরামর্শ চাই।
Dite prbe na
OKy sar osud sob meeting e bole r o ugre Dai personal ask korun o ki6u jne na
Apnar sob Video Gulo Bhalo lage are ja kechou bolen sob sob right Kotha bolen
ভিডিও গুলো ভাল লাগার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর চলুন চাষবাস করে এগিয়ে চলি।
স্যার,,,,আমি ত্রিপুরা থেকে,,
Kaku apnar vedio gulo khub sundor r apnar kothao. Amar 1ta prosno chilo rongila ki sob problem solv korbe r sob gache deoa jabe. Plz ektu bolun na.
রঙ্গিলার মধ্যে লেদা পোকার কিছু কাজ করবে আবার শোষক পোকার কাজ করবে এইজন্য আমি বলি এইটা গরীব দের ভালো বিষ । সব গাছে ব্যবহার করা যাবে।
যদি খুব পোকা লাগে তিন দিন ছাড়া ব্যাবহার করবে বিকেল বেলায়
Thank you kaku
Kaku ganda ful gache r begun gache rongila deoa jabe?
দাদা নমস্কার 🙏🙏🙏। আপনার ভিডিও খুব ভালো লাগে । তাই subscribe করলাম । আপনার যেটা খুব ভালো লাগল সেটা হল আপনি সবার প্রশ্নের উত্তর দেন। আমি দশ টা বেগুন গাছ লাগিয়েছি। খুব সুন্দর এবং ডাল পাতা বেশ বড় হয়েছে । দুই একটা করে বেগুন ও হচ্ছে । কিন্তু অনেক ফুল ও বেগুন সমেত আসতে আসতে দুই টা মরে গেল। বাকি গাছ গুলোর পাতা ডগার দিকে খারাপ হয়ে যাচ্ছে । কি করব একটু জানাবেন দাদা 🙏🙏🙏
Nice video
❤❤
ধন্যবাদ জানাই।
12dismel jomite purano matir bari deyaler mari felano hoye che oi jomite akhon ki chas korbo o ki vabe korbo jodi poramorso den.
Sir,apnar sanga dakhakorta parla amar valo hoy
কি সমস্যা হচ্ছে জানাবেন আমি চেষ্টা করবো উত্তর দিতে।
আশাকরি আপনার উপকার হবে।
সার আখ মোটা ও বড় করবো কি ভাবে আর আখ পেটে যায় কেনো জানাবেন কি সার দেওয়া লাগবে
Kaku Citronella gach er jonno ki sar debo jate taratari bare.
Sir,
Punorae oi sada beguner chara 30.09.20 te eibar chara ses hoe jaoate adha bigha te lagate perechi. Akhon ki kholpocha jal dite parbo ? 30"by 2' kore phaka dia lagiachi. er modhy ki ki gacher chara akhon lagano jete pare (mishro chas).jemon ekhane dekhlam fulcofi lagiache.
Dada ami topy bygun gach lsgiyci.kintu pata gulo nytiy jacchy ki korbo bolbyn
Khb valo laglo.... Pronam neben
Sir sitkalin begun lagaici kintu beguner kando ba gora ta bhalo ase kintu aga patagulo zimiya poce jacce pl. Upay bolun
More jacce
10 লিটার জলে 25 গ্রাম কোসাইড পাউডার সেই সঙ্গে একপাতা স্ট্রেপটো সাইক্লিন 6 গ্রাম জলের মধ্যে মিশিয়ে সমস্ত গাছের গোড়ায় ঢালুন 300ml করে আর পাতাতে নেটিভ ( বায়ার কোম্পানির) 1 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করুন। যদি এই ওষুধে কাজ না হয় আর খরচা করতে যাবেন না এইটাই শেষ ওষুধ। এই ওষুধগুলো 5 দিন ছাড়া মোট দুবার ব্যবহার করবেন।
Sir kintu gaser gora r sikhor gulo thik ase aga pata somet poce jacce pl.upay bolun
স্যার, আমি আন্তরিকভাবে আপনার কাছে জানতে চাই -- বিটি বেগুন কি স্বাস্থ্যের জন্য মারাত্নক ক্ষতিকর????
টবে বারোমাসি ফল গাছের সার জল কি ভাবে পরিচর্চা করবো ভিডিও বানান, নমস্কার রানাঘাট
Sir January te ki gas ropon kora jabe ...ar kon mase fol asbe sir
Bhalo laglo bhalothakun thanks for you
স্যার আপনি বর্ষাকালের বেগুন চাষ নিয়ে ভিডিও বানান 🙏🙏🙏
আমার চ্যানেলে ভিডিও করা আছে ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে।
Apnak invite korlam... Amr begun khet dekhar jonno.....
কিভাবে যাব ? আমি তো ভীষণ কাজের মধ্যে জড়িয়ে আছি ।
কি করে যাই বলুন? কিছু মনে করবেন না।
Sir, সাথী চাষ সম্পর্কে একটি video করার অনুরোধ করছি ।
কোন গাছের সঙ্গে কোন গাছ লাগানো উচিত আর কোন গাছ লাগানো উচিত নয়, যাতে গাছ গুলো পরস্পর পরস্পরের উপকারী হবে ও মাটির maximum utilisation হবে ।
Sir,
broccoli, cauliflower cabbage একসঙ্গে (distance 18" × 15" ) লাগিয়েছি। এর মধ্যে ( প্রতি চারটি গাছের কোনাকুনি মাঝে) বিট বা মূলা লাগানো যাবে? কিংবা লাল শাক / পালং শাক দেওয়া যাবে?
sir apni sitkalin begune uga pocar janno goray cosite r stepto ciclen dite bolcen r patai netivo .... kintu cosider songay backtinass diaci asubida hobe naki karon stepto ciclin paini
যখন গাছ ঝিমিয়ে পড়ে বা ঢলে পড়ে আস্তে আস্তে এটা জানবেন ব্যাকটেরিয়া এবং ছত্রাক দুজনের আক্রমণে এই বিপদটা হয়েছে তখন ছত্রাকনাশক কোসাইড না আর স্ট্রেপটোসাই ক্লিন হলো ব্যাকটেরিয়া নাশক এইজন্য দুটো মিশিয়ে গোড়ায় ঢেলে দিতে বলি।
Dada amon kichhu sobji chas niye video korun jate aamar moto gachh lovira tobe chhate alpo porisor jaygate akadhik sobji aki tobe korte pari
খুব সুন্দর
#SokherBagan
Amar kasmiri apel kuler baganer video korte chai apni ki asben ? Hasnabade
এখন কাজের চাপ এর মধ্যে পড়ে গেছি। পরে অবশ্যই চেষ্টা করবো। কিছু মনে করবেন না ।
ওদিকে যাওয়ার আমার খুব ইচ্ছা আছে।
Apnar video gulu deke anuprerona pai sir...thanks you..
Sir amar barir bagane kichu begun gachh lagiyechi.gachhe ful asche kintu sob ful jore jachhe.amar ki koronio janale upokrito hobo.
ছত্রাকের আক্রমণে হতে পারে খাবারের অভাবে হতে পারে যাইহোক আপনি প্রতি লিটার জলে আড়াই গ্রাম সাফ পাউডার মিশিয়ে বিকালে স্প্রে করুন 3 দিন ছাড়া দুবার দেখুন কেমন হয়।
Thank you sir
খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
Sir bolchhi Amar Begun gachh laganor 1mas holo ami rasayanik sar o proyog korechhi sat din age kintu gachher pata gulo kukre jachhe ami kon kitnashok use korle valo result pabo plz ektu Bolben🙏
সোলেমান প্রতি লিটার জলে দেড় মিলি মিশিয়ে বিকালবেলা এসে করুন 5 দিন ছাড়া দুবার
@@farmingadviseranathhalder7579 sir bollam safex er Naag dile ki Hobe....?
দারূন বোঝালেন দেখালেন দাদা ভাই 👌👌👌🙏🙏🙏
F1 hybrid ksp 1072 gargi kalash ar f1 hybrid bij ta kamon ami lagiye chi bolben please jethu
আসলে কলসের বীজ খুব ভালো নয়।
মাঝারি মানের ফলন হয়।
@@farmingadviseranathhalder7579 oo akhn ar ki kora jaba lagiye diyechi jhokon
নমস্কার স্যার আপনি কেমন আছেন?। আপনি ভালো থাকুন। সত্যি স্যার আপনি আমাদের মতো ছেলেদের রাস্তা দেখানোর ভগবান। আপনাকে ভগবান ভালো রাখুন । স্যার আপনাকে প্রনাম ও ধন্যবাদ জানাই।স্যার আমি তো জানি না ছোট জায়গার মধ্যে অনেক গুলো ফুল কফির বীজ বুনে দিয়েছি চারা গুলি বেরিয়েছে কিন্তু বড়ো হচ্ছে না । স্যার কী দিলে চারা গুলি বড়ো হবে।চারা গুলি বয়স তিরিশ দিন হয়ে গেছে । চারা সরু হয়ে আছে। তাই কি করবো কিছুই ভেবে পারছি না স্যার।
Nice sir 🙏♥️
আপনার মত অফিসার আমার ব্লকে পেলে আমরা খুব উন্নত হতাম
কি বলবো এখনকার অফিসাররা চাকরি করতে এসেছেন।
অথচ আপনাদের দেওয়া করের টাকায়
অফিসারদের মাহিনা বা টাকা পান।
এটাই ওনারা ভুলে যান।
আজ সত্যি কথা বলি আমি চাকরি থেকে অবসর নেওয়ার সময় হিন্দু +মুসলমান সমস্ত চাষীরা চাঁদা তুলে আমাকে সেনকো
গোল্ড থেকে সোনার হার উপহার হিসেবে
দিয়েছেন ।
শুধু বলবো এখনকার অফিসারদের এই সম্মান আদায় করতে বলুন।
দেখা যাক ওরা কি করে।
Prothom porjaye koto ta porimane saar debo . Je mishron ta dekhalen.
বষাঁ কালিন Bhangar bagun chassis ta seeds abng podhotti tab bolun
আমি শীঘ্রই বীজ বোনার চেষ্টা করছি। অবশ্যই ভিডিও করে জানাবো।
Kaku ami bol chilam j amar begun gacher chara gora poche jacche ki korte hobe ektu bolben please 🙏🙏
Amister Top প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন একবার ।
ভালো কাজ পাবেন।
Sir, Rangeela ঔষুধ কি সব গাছে দেওয়া যাবে? আর গাছের বয়স কত হলে insecticide প্রয়োগ করবো? ধন্যবাদ ❤️
Sir ami paschim medinipur kharagpur 2 no block thake bolchi.apnar kotha moto aaj amar fulkopi o bandhakopi te gach proti sorisa khol 50g, 10:26:26 -30g, 28:28:0-50g diyechi.Jol aaj deini . Sir gach more jabe naki voy pachi. plz reply me sir
Bangladesh theke bolchi,danadar kit nasok ki poriman dite hobe janaben.
Sir sosa gach yellow hoye jachhe and kukre jachhe ki korbo pls bolun
Ki asud deo jbe bolun
Khub Valo.
খুব ভালো লাগলো 🙂
Kul o peyarar Chara kivabe sodhon Kore matiti bosate hobe please aktu dekhaben
আচ্ছা পরে চেষ্টা করবো ।আপাতত আপনি যে সব বসানো গাছ আছে ছত্রাক নাশক ওষুধ স্প্রে করুন 8/9 দিন ছাড়া ছাড়া কারণ এখন কুয়াশা পড়ছে পাতায় দাগ আসবে।
Dhan gache suru theke ses porjonto kotobar sprey korte hobe?? R kokhon.33 sotok er upor
aromatic ginger ba একাঙ্গি চাষ সম্পর্ক একটি video din sir এবং aromatic ginger এর পচা রোগ রোধে উপায় সম্পর্কে বিস্তারিত জানালে উপকৃত হতাম স্যার
Khub valo laglo.....
Sir madai zodi sorosha sokna khol diya pani na diaye 4/5 din por tomator chara lagago no jabe, amr sir 8000 hazar chara preaparation.
স্যার🙏🙏🙏, ধানের 120 দিনে কি করতে হবে ? ভিডিওটা তাড়াতাড়ি দিন , অপেক্ষায় আছি।
Kaku hasnahana gach er jonno mati ki bhabe toiri korbo?
Sir bagun chara bosanor somai vermicom poster badola gobar sar use kora jabe?
purono gobar . 6-7 mas purono
Good morning sir bhindi gaser pata kukra hath se ektara Masi atma Masi kono kam husena ki bhalo osud please comment Jana Ben
Half gram proti litar jole ulala misiye sprey korun
Lebu gacher pata kukre jache r pata jal hoye jache. Ki debo ektu janaben.
Sir 4051 mocher pata jola jachha. Ke vaba potikar korbo jodi bolan
Dada akdom thik somoy video ta pelam.thank you. Dada amar begun gachher doga badami rong hoye gechhe ar barchhena ki korbo?
স্যার আপনাকে ধন্যবাদ জানাই
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সেইসঙ্গে পরিবারের সকলে ভালো থাকুক এই কামনা করব চলুন সকলে এগিয়ে চলি।
amar tabe er begun gacher anek ful asche kintu jhore jache. Ki korle ful theke begun hobe? Gach kintu sustha r bhalo ache.
যে কোন ছত্রাক নাশক ওষুধ তিনদিন ছাড়া দুবার স্প্রে করুন বিকাল বেলায়।
@@farmingadviseranathhalder7579 kintu ekhon to bristi hoche. Ekhon spray korle to fungicide dhuye jabe bristi te. Ki je kori.
Sir valo thaken ai kamona, begun er colour ki korle Kalo hobe noton gas onek begun dorse sai sathe colour fekase. Please sir early reaply
গাছের গোড়ায় সরিষার খোল পচানো জল সেই সঙ্গে DAP সার ও তিন দিন ঐ জলে পচিয়ে ব্যবহার করতে হবে চার দিন ছাড়া ছাড়া তিন বার। প্রতি গাছের গোড়ায় 400 মিলি জল ব্যবহার করবেন।
সাত দিনের মধ্যে বেগুনের রঙ সুন্দর হয়ে যাবে।
পাতায় প্রতি লিটার জলে দুই মিলি বায়োভিটা এক্স ও NPK 20 20 20
তিন গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া তিন বার।গাছে ফুল ভর্তি হয়ে যাবে।
Thanks for helpfull reaply.
Sir per litter panite DAP / khol koto toko misabo
Dada aita kon jayga balla khub vhalo hoto
Very nic video sir
আমি আপনার চ্যানেলে নুতন জয়েন্ট করেছি , আমি বলছি এই সময়ে ওল কপি চাষ করার পদ্ধতি টা যদি একটু বলেছেন,
ধন্যবাদ স্যার ।আপনি গাঁদা ফুল নিয়ে কিছু বলুন স্যার।
হ্যাঁ এবার আমি বলব।
Ser apni ai begun baretate 15din Antar video korben tahale Valo hay. Valothakben🙏🙏🙏🙏🙏
Sir ditya bar matidebar somay koto poriman khol r 28.28.0 debo
প্রতি গাছের গোড়ায় সরিষার খোল ৬০ গ্রাম আর ২৮ ২৮ ০ এই সার পঞ্চাশ গ্রাম দিয়ে মাটি চাপা দেবেন।
Good sajeson
Sir bolchi trycayconazol 75% +step twomaisin+zink21%salpar10%+0.0.50aksate deya jabe ki?
অবশ্যই একসঙ্গে মিশিয়ে বিকেল তিনটের পরে স্প্রে করবেন।
Kaku oshudh gulo pabo kothai Amar bari chakdaha. Akhane payable jachhe na .bole dile khub upkrito hotam. Daga Marche khub
ধর্মতলা থেকে এক ঘণ্টার পথ ডায়মন্ড হারবার গামী যেকোনো বাসে আমতলা বাজার নামূন। ওখানে সব পাবেন সকালের দিকে আসতে হবে।
কাকু , তরমুজ চাষ সম্পর্কে বিস্তারিত জানাবেন । আমার মতো অনেক চাষী উপকৃত হবে ।
কাকু বেগুন ছিদ্র কারি পকার ভালো একটি অউশদ বলবেন plz,
চৈত্র মাসে বেগুন চাষ।কোন কোন জাত লাগানো যাবে।আর চারা কখন তৈরি করতে হবে
যদি Blue starজাত না পাওয়া যায়
তাহলে হাইব্রিড কুলী জাত ভালো হবে।
ধন্যবাদ
Agromin gold lau gachhe deoa jabe?? Jodi deoa jay ki bhabe proyog korte hobe?? Sir🙏
Chun bolte ghore dewale j chun dey se chun hole hobe to?
হ্যাঁ হবে।
কাকু নমস্কার 🙏🙏রাসায়নিক সার এবং খৈল কি এক সাথে মিশিয়ে দেওয়া যাবে??
হ্যাঁ
একসাথে মিশিয়ে ব্যবহার করবেন।
@farmingadviseranathhalde যারা বাংলা ভাষী ইউটুবার ভাই আছেন কৃষি সম্পর্কে আলোচনা করেন, আমি এমন কাউকেই পাইনি যারা আপনার মতো, সবাই যে যার মতো করে বলে যাচ্ছে, একমাত্র শুধু আপনার কথা মতো যে চাষি চাষ করবে সে সফল হবে, তবে প্রাকৃতিক সমস্যা হলে সেখানে আলাদা কথা, আমি ২০ টি কৃষি ভিডিও দেখলে তার ভিতরে ১৯ টা আপনার ভিডিও দেখি, আপনার মতো এরকম কেউই নেই, বাংলা দেশ অথবা ইন্ডিয়া হোক, আমি কাউকে ছোট করে দেখছি না, যেটা সত্য সেটা না বল্লেই নয়, নমস্কার 🙏🙏কাকু আপনার দির্ঘ আয়ু কামনা করছি, বাংলা দেশ থেকে
@farmingadviseranathhalder7579 কাকু আমাদের ৩৩ শতকের বিঘা, তাহলে বিঘা প্রতি কতো কেজি খৈল এবং কতো বার দিতে হবে? যে কোনো সবজির জন্য,
Bolchi sir ditiya bar mati debar somay ki ki sar r ki poriman sar dibo kindly bolben.
সরিষার খোল ও ২৮-২৮ -০ এই দুটো ব্যবহার করবেন।
Sir ki poriman dibo
Urgent. Sir Amar barir chade pray 200 pics tob a na na ful O fol gach ache otirikto bristyir por bar bar Amar akta duto kore gach mar gache. Ar protikar ta jodi bolen khub upokar hobe. Agam dhonobad janalam.
সরষেরখোল আর নিমখোল
না ভিজিয়ে দাওয়া যাবে?
স্যার, শীতকালীন পিঁয়াজ চাষ নিয়ে ভিডিও করবেন প্লিজ, বীজতলা তৈরি করা এবং তার পরবর্তী পরিচর্চা নিয়ে জানাবেন, ভালো থাকুন সুস্থ থাকুন,
Sir miraculan dabar por kumro gach ta sukia jacha boro hoccha na ke korbo bolun plz
ওষুধের পরিমাণটা কি বেশি পড়েছিলো বা দুপুরবেলা দিয়েছিলেন ?ওটা বিকালবেলা দিতে হয় আপনি প্রতি লিটার জলে 1 মিলি করে দিয়েছিলেন তো? আপনাকে এক্ষুনি সাফ পাউডার প্রতি লিটার জলে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে 5দিন ছাড়া মোট দু বার।
খুব ভালো লাগলো স্যার।একটা প্রশ্ন ছিল-টবের মাটিতে কত ভাগ #গোবর ব্যবহার করা যাবে?আমার এখানে 20 টাকা বস্তা পাওয়া যায়
আমি উত্তর দিয়েছি তোমার এক কেজি মাটি 500 গ্রাম গোবর সার মেশালে ভালো হয়।