Это видео недоступно.
Сожалеем об этом.

কোন পেপে চাষ করবো?পেপের সেরা জাত গুলো দেখুন।

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 мар 2022
  • #পেপে চাষ
    পেপে গাছে দ্রুত ফল আনার কৌশল হচ্ছে গাছকে পুষ্টিকর খাদ্য দিয়ে গাছের দ্রুত বৃদ্ধি ঘটাতে হবে।
    #রেডলেডি
    #গ্রীনলেডি
    #শাহিপেপে
    #হাইব্রিট পেপে
    দিয়ে #পেপেবাগান করতে হলে গাছে দ্রুত ফলন আনতে হবে। কারন এগুলো দ্রুত ফলন না অনলে দাম পাওয়া যাবেনা।
    তাই গাছের দ্রুত বৃদ্ধি করতে গাছে সারের ব্যবহার ঠিক রাখতে হবে। তাছাড়াও গাছে #ফুরাডান / দানাদার এবং #থিয়োভিটের / #সালফারের ব্যবহার করতে হবে।
    .
    .
    চারা উৎপাদন :
    পেপে চারা তৈরীর জন্যে নিদিষ্ট বীজ নিতে হবে । কারন হাইব্রিড বীজ দিয়ে পেপের চারা উৎপাদন করা ঠিক নয়। পেপে চারা পলি ব্যাগে করাই সুবিধাজনক। পলি ব্যাগে ট্রাইকোকম্পোস্ট সার, স্টাবল ব্লিচিং পাউডার, ছাই,বালি এবং মাটি (৪৯.৫০%-০.৫%- ৫%-৫%-৪০%) দিয়ে পলি ভর্তি করতে হবে। এবার ব্যগের উপরে বীজটি রাখতে হবে, বীজ যেন ১/২ ইঞ্চি এর কম পরিমার গভিরে থাকে।
    জাত নির্বাচন :
    বর্তমানে চার ধরনের পেপে প্রচলন লক্ষ করা যাচ্ছে, যেগুলো খাটো আকারের বেশি ফলনশীল এবং উন্নত ধরনের। এই ধরনের চারা থেকে সকল গাছ স্ত্রী গাছ হয়। নিচে আলচনা -
    রেড লেডি :
    ফল সুমিষ্টো এবং দেখতে চমৎকার লাল হওয়ার জন্যে এই জাতের পাকা পেপের প্রচুর চাহিদা রয়েছে। তবে এ জাতে ভাইরাসের আক্রমন ব্যপক। তবে ৩০ দিন পরপর ইমিডাক্লোরোপ্রিড ০.৫ml/L প্রয়োগ করলে সুফল পাওয়া যাবে। ৬০-৭৬ দিনে ফুল আসবে, ১২০ দিনের মধ্যে সবজি ফল পাওয়া যাবে।
    টপ লেডি:
    এই জাতে ভাইরাসের আক্রমন তুলনামুলক কম। ৬০-৭৬ দিনে ফুল আসবে, ১২০ দিনের মধ্যে সবজি ফল পাওয়া যাবে।
    গ্রীন লেডি :
    সব থেকে চাষ যোগ্য বলে বিবেচিত এ জাতটি। ভাইরাসের আক্রমন নাই বললেই চলে। ৬০-৭৬ দিনে ফুল আসবে, ১২০ দিনের মধ্যে সবজি ফল পাওয়া যাবে।
    শাহী পেপে :
    এটি বাংলাদেশে তৈরী জাত। ৮০-৯০ দিনে ফুল আসবে, ১৩০ দিনের মধ্যে সবজি ফল পাওয়া যাবে।
    পেপে চাষের সময় নির্বাচন :আসিন মাসের দিকে চারা লাগালে ভাল দাম পাওয়া যায়। তবে বর্ষা ছাড়া সকল মৌসুমে গাছ লাগানো যায়। শীতে গাছ কম বাড়ে।
    গর্ত তৈরী :
    ২ মি. / ৬ ফুট পর পর গর্ত তৈরী করতে হবে।
    গর্তের দৈর্ঘ - প্রস্থ ৬০ সে.মি. এবং গভিরতা -৪০ সে.মি.।উপরের ১৫ সে.মি. মাটির সাথে নিম্নে সার গুলে মিশ্রণ করে গর্ত ভরাট করে ১৫-২০ দিন রাখতে হবে।
    টিএসপি -৫০০ গ্রাম
    জিপসাম -২৫০ গ্রাম
    বোরন- ৫০গ্রাম
    জিংক -৫০ গ্রাম
    জৈব সার -৮/১০ কেজি
    কম্পোস্ট -২/৩ কেজি
    বালি-১/২ কেজি
    সার প্রয়োগ :
    গাছ লাগানোর প্রতি ৩০ দিন পরপর
    ইউরিয়া -৫০ গ্রাম।
    এমওপি - ৫০ গ্রাম।
    কম্পোস্ট- ২৫০ গ্রাম।
    ফুল আসার পর উক্ত সার গুলো দ্বীগুন করতে হবে।
    স্প্রে :
    ★ ৩০ দিন পরপর ইমিডাক্লোরোপ্রিড ০.৫ml/L প্রয়োগ করতে হবে।
    ★ ৩০ পর পর ভক্সল সুপার ১০ লিটার পানিতে ২-৩ মিলি মিশিয়ে স্প্রে করতে হবে।
    স্পে ২ টি যেন ১৫ দিন পরপর হয়।
    ★ ১মাস পরপর 150ml/L হারে পানিতে নিমতেল/ নিম খৈল / সাবান গোলা পানি স্প্রে করতে হবে।
    পরিচর্যা :
    সময় মত সেচ। পেপে গাছ খাদ্য ঘাটতি সহ্য করতে পারেনা। আগাছা দমন।কিটনাশক দিয়ে আগাছা দমন করা যাবে না। বর্ষায় যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কারন ২৪ ঘন্টার বেশি পানি জমে থাকলে গাছ মরে যাবে।
    আমাদের ফেসবুক লিংক - / rezuwan-rohmat-1017432...

Комментарии • 22

  • @sumonmhamud2589
    @sumonmhamud2589 Год назад +3

    দাদার কথা গুলো সঠিক ধন্যবাদ।।

  • @romzanali1068
    @romzanali1068 11 месяцев назад +1

    সুন্দর পরামর্শ

  • @sheikharianbipu77
    @sheikharianbipu77 2 года назад +1

    আপনি খুব সুন্দর ভাবে পেঁপের জাত এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয় তুলে ধরেছেন।
    Thank you very much for sharing this information 🎉🤗
    Stay well 😊

  • @krishifarms
    @krishifarms Год назад +1

    Awesome

  • @raselahamed5909
    @raselahamed5909 2 года назад +3

    ভাই কোন জাতের পেপে ভালো হবে গাছ টিকে বেশি ভাইরাস কম হবে

  • @MdismailSR
    @MdismailSR 3 месяца назад +1

    পানি হলেও পেপে গাছ মরে না এটা কোন জাতের পেপে.?

    • @rezuwanrohmat4562
      @rezuwanrohmat4562  3 месяца назад +1

      পানি জমলে গাছ মারা যাবে, তবে দেশি পেপে কিছুটা সহ্য করতে পারে।

  • @ffkhbh7004
    @ffkhbh7004 Год назад +1

    Nano

  • @PowerpointBD
    @PowerpointBD Год назад +3

    টপ লেডি ২ বছর থাকে না। এক বছর পড়ে গাছের ফলন একেবারে কমে যায়।

  • @babulbiswas4585-ql6mj
    @babulbiswas4585-ql6mj 11 месяцев назад +1

    ভাই,ফাস্টলেডি পেঁপে জাত কেমন

  • @MdismailSR
    @MdismailSR 3 месяца назад

    পানি হলেও পেপে গাছ মরে না এটা কোন জাতের পেপে.?

    • @rezuwanrohmat4562
      @rezuwanrohmat4562  3 месяца назад

      পানি হলে মরেনা, তবে পানি জমে থাকলে মরে।