পেপে চাষের সঠিক পদ্ধতি। কিভাবে পেপে চাষ করতে হয়?

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • পেপে গাছে দ্রুত ফল আনার কৌশল হচ্ছে গাছকে পুষ্টিকর খাদ্য দিয়ে গাছের দ্রুত বৃদ্ধি ঘটাতে হবে।
    #রেডলেডি
    #গ্রীনলেডি
    #শাহিপেপে
    #হাইব্রিট পেপে
    দিয়ে #পেপেবাগান করতে হলে গাছে দ্রুত ফলন আনতে হবে। কারন এগুলো দ্রুত ফলন না অনলে দাম পাওয়া যাবেনা।
    তাই গাছের দ্রুত বৃদ্ধি করতে গাছে সারের ব্যবহার ঠিক রাখতে হবে। তাছাড়াও গাছে #ফুরাডান / দানাদার এবং #থিয়োভিটের / #সালফারের ব্যবহার করতে হবে।
    .
    .
    চারা উৎপাদন :
    পেপে চারা তৈরীর জন্যে নিদিষ্ট বীজ নিতে হবে । কারন হাইব্রিড বীজ দিয়ে পেপের চারা উৎপাদন করা ঠিক নয়। পেপে চারা পলি ব্যাগে করাই সুবিধাজনক। পলি ব্যাগে ট্রাইকোকম্পোস্ট সার, স্টাবল ব্লিচিং পাউডার, ছাই,বালি এবং মাটি (৪৯.৫০%-০.৫%- ৫%-৫%-৪০%) দিয়ে পলি ভর্তি করতে হবে। এবার ব্যগের উপরে বীজটি রাখতে হবে, বীজ যেন ১/২ ইঞ্চি এর কম পরিমার গভিরে থাকে।
    জাত নির্বাচন :
    বর্তমানে চার ধরনের পেপে প্রচলন লক্ষ করা যাচ্ছে, যেগুলো খাটো আকারের বেশি ফলনশীল এবং উন্নত ধরনের। এই ধরনের চারা থেকে সকল গাছ স্ত্রী গাছ হয়। নিচে আলচনা -
    রেড লেডি :
    ফল সুমিষ্টো এবং দেখতে চমৎকার লাল হওয়ার জন্যে এই জাতের পাকা পেপের প্রচুর চাহিদা রয়েছে। তবে এ জাতে ভাইরাসের আক্রমন ব্যপক। তবে ৩০ দিন পরপর ইমিডাক্লোরোপ্রিড ০.৫ml/L প্রয়োগ করলে সুফল পাওয়া যাবে। ৬০-৭৬ দিনে ফুল আসবে, ১২০ দিনের মধ্যে সবজি ফল পাওয়া যাবে।
    টপ লেডি:
    এই জাতে ভাইরাসের আক্রমন তুলনামুলক কম। ৬০-৭৬ দিনে ফুল আসবে, ১২০ দিনের মধ্যে সবজি ফল পাওয়া যাবে।
    গ্রীন লেডি :
    সব থেকে চাষ যোগ্য বলে বিবেচিত এ জাতটি। ভাইরাসের আক্রমন নাই বললেই চলে। ৬০-৭৬ দিনে ফুল আসবে, ১২০ দিনের মধ্যে সবজি ফল পাওয়া যাবে।
    শাহী পেপে :
    এটি বাংলাদেশে তৈরী জাত। ৮০-৯০ দিনে ফুল আসবে, ১৩০ দিনের মধ্যে সবজি ফল পাওয়া যাবে।
    পেপে চাষের সময় নির্বাচন :আসিন মাসের দিকে চারা লাগালে ভাল দাম পাওয়া যায়। তবে বর্ষা ছাড়া সকল মৌসুমে গাছ লাগানো যায়। শীতে গাছ কম বাড়ে।
    গর্ত তৈরী :
    ২ মি. / ৬ ফুট পর পর গর্ত তৈরী করতে হবে।
    গর্তের দৈর্ঘ - প্রস্থ ৬০ সে.মি. এবং গভিরতা -৪০ সে.মি.।উপরের ১৫ সে.মি. মাটির সাথে নিম্নে সার গুলে মিশ্রণ করে গর্ত ভরাট করে ১৫-২০ দিন রাখতে হবে।
    টিএসপি -৫০০ গ্রাম
    জিপসাম -২৫০ গ্রাম
    বোরন- ৫০গ্রাম
    জিংক -৫০ গ্রাম
    জৈব সার -৮/১০ কেজি
    কম্পোস্ট -২/৩ কেজি
    বালি-১/২ কেজি
    সার প্রয়োগ :
    গাছ লাগানোর প্রতি ৩০ দিন পরপর
    ইউরিয়া -৫০ গ্রাম।
    এমওপি - ৫০ গ্রাম।
    কম্পোস্ট- ২৫০ গ্রাম।
    ফুল আসার পর উক্ত সার গুলো দ্বীগুন করতে হবে।
    স্প্রে :
    ★ ৩০ দিন পরপর ইমিডাক্লোরোপ্রিড ০.৫ml/L প্রয়োগ করতে হবে।
    ★ ৩০ পর পর ভক্সল সুপার ১০ লিটার পানিতে ২-৩ মিলি মিশিয়ে স্প্রে করতে হবে।
    স্পে ২ টি যেন ১৫ দিন পরপর হয়।
    ★ ১মাস পরপর 150ml/L হারে পানিতে নিমতেল/ নিম খৈল / সাবান গোলা পানি স্প্রে করতে হবে।
    পরিচর্যা :
    সময় মত সেচ। পেপে গাছ খাদ্য ঘাটতি সহ্য করতে পারেনা। আগাছা দমন।কিটনাশক দিয়ে আগাছা দমন করা যাবে না। বর্ষায় যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কারন ২৪ ঘন্টার বেশি পানি জমে থাকলে গাছ মরে যাবে।

Комментарии • 17

  • @MdKawsar-lh5ys
    @MdKawsar-lh5ys 7 месяцев назад +1

    Khub sundor vedio

    • @rezuwanrohmat4562
      @rezuwanrohmat4562  7 месяцев назад

      ধন্যবাদ

    • @rezuwanrohmat4562
      @rezuwanrohmat4562  7 месяцев назад +1

      ধন্যবাদ

    • @Nasir.71-
      @Nasir.71- 7 месяцев назад +1

      ভাই আমার গাছে ও এ রকম হইছিল। কিন্তু সেখানে তো ভেজা জায়গা ছিলো। তবে প্রখর রোদে এই সমস্যা বেশি হয়।

    • @rezuwanrohmat4562
      @rezuwanrohmat4562  7 месяцев назад

      @@Nasir.71- ধন্যবাদ। মাটিতে অতিরিক্ত বা অতি শূন্য আদর্তা হলে গাছ খাদ্য তৈরী করতে পারেনা। তাই এমন হয়।

  • @krishiayojonbd7336
    @krishiayojonbd7336 7 месяцев назад +1

    ধন্যবাদ ভাই।

  • @MdgolammostofaIslam
    @MdgolammostofaIslam 6 месяцев назад +1

    ছোট পেপে গাছ পাতায় কালো পোকা পড়তেছে
    তার জন্য আমি কি ব্যবহার করবো

  • @dibyakritichakma6015
    @dibyakritichakma6015 5 месяцев назад +1

    পেপে গাছের বয়স ২ মাস কিন্তু গাছ বড় হইতেছে না, এখন ও বসে আছে,লাগানোর সময় ও সার দিসি ও ১ মাস পরেও দিলাম কিন্তু তেমন কোন উন্নতি নাই এখন কি করা যায় পরার্মশ দিলে উপকার হয়

    • @rezuwanrohmat4562
      @rezuwanrohmat4562  4 месяца назад

      গাছের পরিচর্যা ঠিক থাকলে হঠাৎ বড় হতে শুরু করবে । রোদ পেতে হবে।

  • @SRlifestyle402
    @SRlifestyle402 6 месяцев назад +1

    Vai amar apnar nmbr lagby...আমিও পেপে গাছ রপন করছি19 দিন হয় কিন্তু কন পরিবরতন আসেনাই😢

  • @MDMamun-ih1ub
    @MDMamun-ih1ub 6 месяцев назад +1

    ভাই আমার পেঁপে খেতে পানি দেওয়ার পর গাছ মরে যাচ্ছে কেন 😢

    • @rezuwanrohmat4562
      @rezuwanrohmat4562  6 месяцев назад +1

      পেপে অতিরিক্ত পানি সহ্য করতে পারেনা, ৬ ঘন্টার বেশি পানি জমে থাকলে গাছ মারা যাবে

  • @prosenjitdeydas5986
    @prosenjitdeydas5986 3 месяца назад +1

    Bhai amner video editing kore nijer video set kore diyechhen