বাম্পার ফলনের জন্য পেঁপের জাত নির্বাচন, রোপণ কৌশল ও ফল সংগ্রহ।
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- পেঁপে একটি বহুমাত্রিক ফসল। কাঁচা পেপে সবজি হিসেবে অধিক পরিচিত এবং সকল মানুষের জন্য উপযোগী। পথ্য হিসেবে কাঁচা ও পাকা পেঁপে অত্যন্ত উপাদেয়।
আমাদের দেশের একমাত্র উচ্চ ফলনশীল পেঁপের জাত শাহী পেঁপে। তবে মানসম্মত বীজ না পাওয়ায় দেশে হাইব্রিড পেঁপের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের সব এলাকায় পেঁপের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। তবে সকল জাতের পেঁপে সব মাটিতে ভালো হয় না। এজন্য স্থানীয় এলাকার উপযোগী জাত নির্বাচন করে চারা উৎপাদন বা চারা সংগ্রহ করতে হবে।
৬০ ঘন সেমি গর্তে সাধারণত ৩-৭কেজি জৈব সার মিশিয়ে মাদা তৈরি করা উত্তম। তবে পরিমিত রাসায়নিক সার ব্যবহারে ভালো ফলন পাওয়া যায়। মাদায় পানি সহকারে ১০-১৫দিন রেখে দিতে হবে। এর পর উন্নতমানের চারা ৪৫° কোনে লাগাতে হবে।
প্রাথমিক ভাবে
পরিপক্ক হলেই কাঁচা পেপে সবজি হিসেবে সংগ্রহ করতে হবে। যতবেশি কাঁচা পেঁপে সংগ্রহ করা যাবে ফলন ততই বেশি হবে। উৎপাদন মৌসুমের শেষ দিকে সীমিত পরিমাণ পেঁপে পাকানো যেতে পারে। তবে গাছ যেন অতিরিক্ত লম্বা না হয় সে জন্য সীমিত নাইট্রোজেন জাতীয় সার প্রয়োগ করতে হবে। ঝরের পূর্বেই গাছে খুটি দিতে হবে।
মোঃ আব্দুর রহিম
উপসহকারী কৃষি কর্মকর্তা
বগুড়া সদর, বগুড়া।
০১৭১৪৫১২৩৭০
Many many gratitude for ur precious advice unlike others.
Thank you sir.
ভিডিওটি খুব ভালো লাগল জনাব।👍👍
ধন্যবাদ।
স্যার অনেক ধন্যবাদ
দোয়া করবেন।
ধন্যবাদ স্যার আপনার কথাগুলা এপষ্ট ও চমৎকার দোয়া রহিলো।
ইনশাআল্লাহ।
😮@@krishokersateagamirpothay😮 ❤
ধন্যবাদ।
ভিডিওটি দেখে খুবই ভালো লাগলো । উপকৃত হচ্ছি।
ধন্যবাদ ভাই।
সুন্দর আলোচনা
ধন্যবাদ।
Good information
Thanks
ধন্যবাদ স্যার আপনাকে অনেক কিছু শিখলাম
ধন্যবাদ ভাই।
ভাই আপনার কথা গুলো ভালো
লাগে।
ধন্যবাদ ভাই।
Asadaron alocona
ধন্যবাদ।
bogura kothai ai cara paoya jabe
জার্মপ্লাজম সেন্টার, গোকুল, বগুড়া।
Good Post ❤❤❤
ধন্যবাদ।
আপনি অত্যন্ত সাবলীল ভাবে পেঁপে চাষের একটি স্বচ্ছ ধারণা দিয়েছেন।
ধন্যবাদ
ভালো থাকবেন ভাই।
পুকুর পাড়ের বেলে-দোঁয়াশ মাটিতে ফল হিসেবে চাষ করার জন্য পেঁপের কোন জাতটি অতি উত্তম হবে ভাইয়া?
আমার জেলা কুমিল্লা।
অগ্রীম ধন্যবাদ।
@jewel81 আপনি শাহী পেঁপে লাগাতে পারেন।
শাহী পেঁপের বীজ কি কোন কোম্পানি বাজারজাত করে থাকে?
অনুগ্রহপূর্বক যদি এর প্রাপ্তিস্থান উল্লেখ করেন, কৃতজ্ঞ হবো।
আপনার নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ আপনাকে
জাজাকাল্লাহ খাইরান।
VERY NICE. THANK YOU.
ধন্যবাদ ভাই।
Ma sha Allah.khub valo laglo
ধন্যবাদ।
@@krishokersateagamirpothay amr kichu shahi pepper Chara lagbe.?
Dea jabe?
১ মাস পর পাবেন।
১মাস পর।
এগিয়ে জান
Thank you so much.
Khub valo
ধন্যবাদ দাদা।
ধন্যবাদ স্যার পেঁপে চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য,,, পরীক্ষামুলকভাবে ১০ শতক জমিতে পেঁপে চাষ করতে চাচ্ছি, কোন জাত গুলো ভালো হবে যেটা সবজি ও ফল হিসবে পাওয়া যাবে,
আপনাকে ধন্যবাদ।
আপনি সুইট লেডি /টপ লেডি/গ্রীন লেডি লাগাতে পারেন।
@@krishokersateagamirpothay ধন্যবাদ স্যার,,,এখন কি চারা তৈরি করে রোপন করা ঠিক হবে
@@mdwasimakram3819 করতে পারেন।
সুইট লেডি, টপ লেডি, গ্রীন লেডি চারা কি ভারতের কলকাতায় পাঠাতে পারবেন
আমার চারা লাগে পাওয়া যাবে কি ।
স্যার আপনার প্রতি টা কথা মুগ্ধ হয়েছি ইনশাআল্লাহ 🤲
ধন্যবাদ ভাই।
ধন্যবাদ আপনাকে, গাছের নিচে কি সার ও ঔষধ দেব বিস্তারিত জানতে চাই
২০ গ্রাম ডিএপি+১০গ্রাম ইউরিয়া+১৫ গ্রাম এমওপি+ ১০গ্রাম জিপসাম একত্রে মিশিয়ে গাছ হতে ৬-৮ইন্চি দুরে বৃত্তাকারে প্রয়োগ করুন। এরপর সেচ দিন।
খুব ভালো লাগলো ভিডিও টা দেখে
ধন্যবাদ।
খুব মজা
তাই, না।
❤❤❤❤❤❤❤❤❤❤
ধন্যবাদ।
Assalamuolikume vai sahi papar cara paua jabe ke ???
ধন্যবাদ ভাই।
Assalamualaikum sir ..ami grin sahi pepecara khujtechi kothay pete pari janale uporito hobo sir..
ধন্যবাদ।
sem2u.
বর্তমানে আমার খোঁজে নেই।
Nice
ধন্যবাদ।
Amr basa natore.natore ki cara patano jabe?
নাটোর হর্টিকালচার সেন্টারে যোগাযোগ করুন।
প্রতি গর্তে গোরব সার দিলে কতটুকু দিতে হবে এর সাথে কি পরিমাণে রাসায়নিক সার দেওয়া যাবে প্রতি গর্তে। আর সার পরে কি গর্তে পানি দিয়ে রাখতে হবে ৭/৮ দিন।ছত্রাক নাকশ চাড়া রোপনের পর দিতে হবে।
গর্তে গোবরের পরিবর্তে ৫-১০ কেজি জৈব সার প্রয়োগ করা উত্তম। গাছ লাগানোর সময় রাসায়নিক সার প্রয়োগ না করা উত্তম। ৭-১০ দিনপর ছত্রাকনাশক ব্যবহার করা যাবে।
Tnx new Friday rifly 🎈🍈🍎
ধন্যবাদ।
ভালো লাগল জেদ্দা থেকে
ধন্যবাদ ভাই।
mashlla
জাজাকাল্লাহ খাইরান।
আসসালামুয়ালাইকুম ভাই কেমন আছেন আমি ওমান থেকে দেখতেছি
ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ ভাই।
খুব সুন্দর একটা পোস্ট পাশে আছি আমি
Thanks vai.
অসংখ্য ধন্যবাদ
❤️❤️❤️
Thank you
❤️🩹❤️🩹❤️🩹
আসসালামুয়ালাইকুম আশা রাখি আপনারা সবাই ভাল আছেন আপনার উদ্দেশ্যে বলতে চাচ্ছি ইউটিউব এর প্রোগ্রাম ভারতের গুলো দেখি আবার বাংলাদেশের গুলো দেখি আপনাদের সবার কথাই খুব ভালো লাগে কিন্তু বাংলাদেশের কোন কৃষিবিদ পাইলাম না পাইলাম শুধু কৃষি অফিসার যারা কোনদিন মাঠে কাজ করে নাই করবি বা কেমন করে অফিসার তো অফিসে থাকবে কৃষকের সাথে তাদের সম্পর্ক কি ধন্যবাদ আল্লাহ হাফেজ
ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ স্যার আপনাকে
জাজাকাল্লাহ খাইরান।
thx u sir💛💛💛
ধন্যবাদ ভাই।
Vai apnar narsari bogurar kothai? Ami jete chai r Chara kinte chai.amar basa sirajgonj
ভাই, আমার কোন নার্সারি নেই।
গতানুগতিক কথা।
জি ভাই।
Sir salam,
Good to see u & finally decided, i have to meet with u cause ur valuabe advice & knowledge.
Accutally, i have to know where is available chara of SHAHI JAT with good quality.
Thanks,
Rayhan
Thanks.
Please visit near your horticultural centre.
আরেকটা বিষয় আমি মুরগীর শুকনো লিটার+ গরুর গোবর দিছি আজকে মাত্র গর্তে - আমাদের পাহাড়ি এলাকা। এখন কি গর্তে সার দিতে হবে? আর কি সার দিব যদি দিতে হয় দয়া করে জানালে অনেক উপক্রিত হবো।
গর্তে আর কোন কিছু প্রয়োগ করার প্রয়োজন নেই।
আসসালামু আলাইকুম ভাই ! রেড লেডি পেপে ভালো নাকি সুইট লেডি /টপ লেডি/গ্রীন লেডি ভালো ?
বিশ্বস্ত উৎস থেকে পেলে সবই ভালো।
ধন্যবাদ !@@krishokersateagamirpothay
সময় ও বীজের উৎসভেদে সবই ভালো।
আসসালামু আলাইকুম আব্দুর রহিম ভাই বলছেন ভাই আমি পেঁপে চাষ করতে চাই কিন্তু আমার জমিন নাই আপনার সাথে যে গাছটা দেখলাম এটা কোন জাতের গাছ আর এই গাছের পিস কত করে বিক্রি করছেন আমাকে জানাবেন প্লিজ ❤❤❤
ধন্যবাদ। এটি রেড গান ২ জাতের পেঁপে। প্রতিটি চারার মূল্য ২৫-৩০/-
ভাই, আমি পেঁপে কাছ লাগাতে চাচ্চি। কি ধরনের পেঁপে চারা লাগাতে পারি?
প্লিজ নাম জানাবেন যাতে করে কম সময়ে ভালো ফসল পাই
ভাই এখন বর্তমান সময়, ডিসেম্বর মাসে কি আমি পেপের বীজ রুপন করতে পারবো? একটু আর্জেন্ট জানালে ভালো হতো।
পারবেন।
Location Kon jaigay
বগুড়া।
স্যার আমি কলা বাগানে কলা চাষ করতে চাই।সবে কলা গাছ মাত্র চারা।চার হাত স্কয়ার মাপ,ভিতরে পর্যাপ্ত ফাক আলো বাতাস আছে।এখানে কি পেপে চাষ সম্ভব??
না করা উত্তম।
Kon dik diye 45 digree dite hoy abong kimase rowa bhalo
বর্ষার শেষে লাগাতে পারেন। বেডের বাহির দিকে ৪৫ ডিগ্রি কোনে লাগাতে হবে।
ভালো
ধন্যবাদ।
চারা কোন মাসে রোপন করা উচিত?
সারাবছর রোপণ করা যায়।
আসসালামুআলাইকুম,,কলার সাথে মিশ্র ভাবে পেপে চাষ করা যাবে কি?
না করাই উত্তম।
Sir, Pahari matite peper kon jat lagaile valo folon hobe?
আপনি পাহাড়ি স্থানীয় জাত লাগাতে পারেন। এতে গাছ বেশিদিন টিকবে।
@@krishokersateagamirpothay amar bari tangail, sakhipur e, elakar kono jat somporke idea nei. Ki korbo?
আপনি শাহী পেঁপে লাগাতে পারেন।
হাইব্রিড লাগাতে চাইলে লালতীর এর বাবু লাগাতে পারেন।
Paka peper jonno konta best hobe?
শাহী পেঁপে।
মাশাআল্লাহ্। জাযাকাল্লাহ্।
সুবহানাল্লাহ।
ছায়া জাগায় পেঁপে চাষ করা যাবে কি না
না,করা যাবেনা।
বগুড়ায় সদরের কোন জায়গায়?
গোকুল, বগুড়া।
আসসালামু আলাইকুম, আপনার এখানে লাউ এর উন্নত জাতের চারা পাওয়া যাবে কি?
না ভাই।
এটা কোন জায়গায় একটু বলবেন ভাই
জার্ম প্লাজম সেন্টার।
সুন্দর পরামর্শ।
ধন্যবাদ ভাই।
চমৎকার
ধন্যবাদ ভাই।
কোন জায়গায় একটু ঠিকানা বলেন সরাসরি বাগান চারা আনতে চাই
আপনি নিম্নক্ত প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন-
১. জার্মপ্লাজম সেন্টার, গোকুল, বগুড়া;
২, ম্যাকজিম এগ্রো, গোকুল, বগুড়া ;
৩. এগ্রো ওয়ান, মহিষবাথান, বগুড়া ;
৪, নাশিক প্লান্ট এন্ড পট, মিঠাপুকুর, রংপুর।
ভাই আমাদের এলাকায় অনেকেই পেপে চাষ করে সবাই টপ লেডি চাষ করে।
আমিও চিন্তা করতেছি এবার পেপে চাষ করবো। পেপে চাষের উপযুক্ত মাস কোনটি?
পেঁপে সারাবছর চাষ করা যায়।
আমি পলাশবাড়ী, গাইবান্ধা থেকে দেখছি। আপনি যেখান থেকে বলছেন সে নার্সারির অবস্থান কোথায়।
জার্মপ্লাজম সেন্টার, গোকুল, বগুড়া।
@@krishokersateagamirpothayvi chara daleveri den na
গোকুল উত্তরপাড়া
নিতে পারবেন।
@@krishokersateagamirpothay dam koto
আসসালামুআলাইকুম, স্যার বীজ পাঠানো যাবে কি?
না ভাই।
স্যার অসংখ্য ধন্যবাদ। নতুন কিছু শিক্ষালাভ করলাম।
ইনশাআল্লাহ, দোয়া করবেন।
@@krishokersateagamirpothayvaiya amr 150 ps pape chara lagbe
ধন্যবাদ।
স্যার - লাল মাটিতে কি পেপে চাষ করবো?
আরেকটা বিষয় আমি মুরগীর শুকনো লিটার+ গরুর গোবর দিছি আজকে মাত্র গর্তে - আমাদের পাহাড়ি এলাকা। এখন কি গর্তে সার দিতে হবে? আর কি সার দিব যদি দিতে হয় দয়া করে জানালে অনেক উপক্রিত হবো।
যে কোন হাইব্রিড জাত চাষ করতে পারেন।
আরেকটা বিষয় আমি মুরগীর শুকনো লিটার+ গরুর গোবর দিছি আজকে মাত্র গর্তে - আমাদের পাহাড়ি এলাকা। এখন কি গর্তে সার দিতে হবে? আর কি সার দিব যদি দিতে হয় দয়া করে জানালে অনেক উপক্রিত হবো।
শুধু জৈব সার ব্যবহার করবেন।
@@krishokersateagamirpothay আমি যে মুরগীর লিকার দিয়ে দিছি ৭ দিন পর গাছ রোপন করলে কি কোনো সমস্যা হবে?
চারার বয়স কত দিন
অনুযায়ী পিস কত টাকা জানাবেন প্লিজ।
১।সুইটবল
২।রেটকিং
৩।টপলেডি
৩০/-
বালুর উপরে কি পেপের চাষ করা যাবে
জৈব সার ব্যবহার করে লাগাতে পারবেন।
কোন মাসে চারা লাগানো সবচাইতে উত্তম একটু জানাবেন,,,
বর্ষাকালে ছাড়া সারাবছর লাগানো যাবে।
নোয়াখালিতে কিভাবে পেতে পারি!?
বাসে নিতে পারবেন।
❤❤❤❤❤❤❤❤❤
ধন্যবাদ।
নাটোর সদর উপজেলায় চারা পাঠাতে পারবেন,,, দাম কত টাকা পিছ,,, জানাবেন প্লিজ
পাঠানো যাবে।
৩০/-
আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার এলাকায় বেলে মাটির হার বেশি, এখন কি চারা লাগাতে পারি, এখানে বর সমস্যা যতক্ষণ পানি দেয়া হয় ততক্ষণ পানি থাকে, এরপর পানি শুকিয়ে যায়।
উত্তর দিলে খুবই উপকৃত হব, ধন্যবাদ।
আপনি দেশি পেঁপে লাগাতে পারেন। গোড়ায় খড়ের মালচিং করতে পারেন।
দেশি পেপে ফলন কম না, হাইব্রিড জাতের কোনটি লাগালে ভালো হবে?
আপনি টপলেডি লাগাতে পারেন।
ফরিদপুর, ভাঙ্গা থেকে বলছি,,,ভালো মানের উচ্চ ফলনশীল জাতের পেপে কোনটি? এর বীজ কোথা থেকে কীভাবে পাবো?
সময় ভেদে আলাদা আলাদা জাত রয়েছে। আপনার নিকটস্থ বীজ ডিলারদের সাথে যোগাযোগ করুন।
অনেক কিছু জ্ঞান অর্জন করলাম স্যারকে ধন্যবাদ
জাজাকাল্লাহ খাইরান।
@@krishokersateagamirpothay স্যার পেপেঁর চারা কোন মাসে করতে হয় আর কোন মাসের রোপন করতে হয় দয়া করে যদি একটু বলে দিতেন খুব উপকৃত হতাম
সারা বছর পেঁপে চাষ করা যায়। দেড় থেকে দুমাস বয়সের চারা লাগাতে হয়। তবে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চারা লাগালে ভালো হয়। চারা লাগানোর ৪৫-৬০দিন পূর্বে বীজ বপন করতে হয়।
ছাদ বাগানে কি পেপে চাষ করা সম্ভব
অবশ্যই সম্ভব। আপনি ড্রামে/বস্তায় পেঁপে চাষ করতে পারেন।
আগস্টে বীজ দিতে চাচ্ছি,,,
এখন কি বীজ দিলে ভালো হবে?
মানিকগঞ্জ সদর
টপ লেডি খুঁজুন।
ভাই যশোর জেলার জন্য কোন জাতের পেঁপে ভালো হবে জানাবেন প্লিজ ❤ 😊
যে কোন জাত লাগাতে পারেন।
Bogura kon jaiga ami gas nite chai
পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া।
বগুড়া কথাই এটা আমার কিছু চারা লাগবে এখন কি পাওয়া যাবে
১৫ দিন পর পাবেন।
শাহী পেপে কি আমাদের দেশের নাকি বা কোন কম্পানির বীজটা ভালো হবে আমি লাগাতে চাই দয়া করে জানাবেন
শাহী পেঁপে আমাদের দেশের। এর বীজ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে সংগ্রহ করতে পারেন।
আসসালামুআলাইকুম,
আমি বরিশাল সদর থেকে বলছি, আমি লম্বা এবং যে পেঁপের ভিতর ফাফা কম থাকে অর্থাৎ ওজন বেশি হয়। এই ধরনের জাতের নাম কি এবং কি ভাবে সংগ্রহ করতে পারব ? প্লিজ জানাবেন। ভাইরাসের সংক্রমণ এবং রোগ বালাই প্রতিরোধ করতে পারে। ধন্যবাদ
আপনি যে বৈশিষ্ট্যের কথা বলছেন এটি পুরুষ পেঁপে। এর বীজ পাওয়া যায় না।
@@krishokersateagamirpothay তাহলে যে পেঁপের জাত লাগালে ভাল হবে সেটা বলেন ভাই।
ভিডিও করার সময়
দিন , তারীখ বললে মানুষ উপকার হবে।
কারন ভিডিও টি মানুষ সারাবছর শুনতে চেষ্টা করে।
ধন্যবাদ ভাই। মনে রাখবো।
আমি একটি পেঁপে বাগান করতে আগ্রহী, এখন আপনি বলুন আমি কোন জাত নিয়ে কাজ শুরু করবো। আমার বাসা পাবনা
আপনি ঈশ্বরদীর পেঁপে বাদশা ভাইয়ের সাথে যোগাযোগ করে শাহী পেঁপে লাগান।
Hibrid papa tree chanar upoi ki
বিশ্বস্ত উৎস হতে চারা সংগ্রহ করতে হবে।
টপ লেডি চারা আছে কী ?
১ মাস পর
৪৫° কোণ করে রোপন করলে চারার নীচের অংশের কোকোপিট মাটির নীচে পড়ে যাবে এতে চারা মারা যাবে কি না?
মারা যাবে না।
Sir ami apnar papita chara nita chi kothay gala pabo per pis dam kato
আপনাকে ধন্যবাদ। ভাই আমি চারা উৎপাদন করি না। চাইলে পেতে সহযোগিতা করতে পারি। চারার দাম ২৫-৩০/-
সাভার আশুলিয়া একশত চারা দেওয়া যাবে
দেয়া যাবে।
ধন্যবাদ
জাজাকাল্লাহ খাইরান।
চমৎকার পরামর্শ,ভাই।অনেক নতুন বিষয় জানতে পারলাম।আমার পেপে গাছের পাতা হলুদ হচ্ছে এবং ফুল ও ফল ঝরে যাচ্ছে,এর জন্য কী করতে পারি?
আপনাকে ধন্যবাদ। বর্ষার কারণে এ সমস্যা হয়ে থাকে। খুব তাড়াতাড়ি সমাধান হবে।
টাংগাইল মধুপুর থেকে বলছি কোন জাতের পেঁপে লাগাবো
টপ লেডি পেলে লাগাতে পারেন।
@@krishokersateagamirpothayভাই আপনার কাছে টপ লেডি চারা পাওয়া যাবে কি
যাবে।
আমি নিজে রুপন করেছি ৫টি গাছ আলহামদুলিল্লাহ ফল কাছা এবং পাকা দুটিই খাইতেছি
ধন্যবাদ।
কি জাতের পেঁপে??
@@mosaifsheikh8212 জাত আমি জানিনা তবে খুব বেশি পরিমানে ফল আইছে
ধন্যবাদ।
ভাই পেপে গাছে পানি দেয়ার নিয়ম কি।মাদা তে মগ দিয়েপানি দিলে কি চলবে।অনেক বেশি পানি দিতে হবে কিনা।কত দিন পর পর দিতে হয় পানি
মাদা তৈরির সময় মাদায় মগ দিয়ে পানি দেয়া উত্তম। চারা লেগে উঠার পর ১৫-২০ দিন পরপর প্রয়োজনে হালকা সেচ দিতে হবে।
চারা কিবাবে পাব জানাবেন
আপনার ঠিকানা পাঠাবেন। আমি চারা পাঠিয়ে দিব।
স্যার এই গাছ গুলো কিভাবে পেতে পারি
বগুড়া এসে নিতে পারবেন।
@@krishokersateagamirpothayগাছের দাম কত পার পিস।
আপনার চারা রেডি আছে জানাবেন
আছে।
আমার পেঁপের ওজন ১/ ১.৫ কেজি কিন্তু গাছে থাকা অবস্থায় পেঁপের বোঁটা শুকিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না। এর প্রতিকার কি
কিছু ছবি পাঠালে ভালো হবে।
ধন্যবাদ আপনাকে
জাজাকাল্লাহ খাইরান।
Apnar number dile onk opokar hoy❤❤
01714512370
স্যার পুকুরের ধারে আমি পেপে গাছ লাগাতে চাচ্ছি এবং অল্প খালি জমিতেও লাগাতে চাচ্ছি।
কোন জাতের টা ভালো হবে স্যার? আমি একদম নতুন। এ ব্যাপারে তেমন জ্ঞান নেই৷ আপনার ভিডিও টা দেখে মোটামুটি অনেকটা বুঝতে পেরেছি।
যদি অধিক যত্ন করতে পারেন, তাহলে হাইব্রিড জাতের টপলেডি/গ্রীণলেডি লাগাতে পারেন। যত্ন কম করতে পারলে শাহী পেঁপে লাগান।
Vai top lady paper chara niyta cai 3biga jomi jonoo kmn price porba
৩ বিঘা জমিতে চারা লাগবে ১১০০-১২০০ পিস। চারা দেয়া যাবে।