Karna Kunti sambad / কর্ণ কুন্তী সংবাদ ~ আবৃত্তি ~ পার্থ ঘোষ ও গৌরী ঘোষ

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2015
  • Karna Kunti sambad (Rabindranath Tagore)
    Recitation by :
    Partha Ghosh and Gouri Ghosh
    রবীন্দ্রনাথ ঠাকুর রচিত "কর্ণ কুন্তি সংবাদ "
    আবৃত্তি ~ পার্থ ঘোষ ও গৌরী ঘোষ।
    Photo Credit : ("কর্ণ কুন্তি" ছবিখানি ) : Star Plus (TV Channel)
    ভিডিও রূপান্তর ~ Anil Mandal (05/07/2015)
    Copyright infringement not intended. Uploaded for listening the Great work of Nobel laureate Rabindranath Tagore.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 599

  • @rajatdasgupta7843
    @rajatdasgupta7843 2 года назад +28

    শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে
    জয়লোভে যশোলোভে রাজ্যলোভে, অয়ি,
    বীরের সদ্‌গতি হতে ভ্রষ্ট নাহি হই।

  • @ratnaray9617
    @ratnaray9617 2 года назад +14

    রবীন্দ্রনাথের অবিস্মরণীয় সৃস্টি এই শিল্পীদ্বয়ের কন্ঠে চিরন্তন হয়ে থাকবে।
    প্রণাম। 🙏🙏🙏🙏🙏

  • @shahroopjalal908
    @shahroopjalal908 3 года назад +36

    কবিতার পরতে পরতে অশ্রুবিন্দু। চিরকালের ট্র‍্যাজিক বীর কর্ণ! অসম্ভব সুন্দর আবৃত্তি। শুনে, না কেঁদে পারলাম না।

  • @user-mz3zg5ov9r
    @user-mz3zg5ov9r 4 года назад +22

    কবিগুরুর অমর সৃষ্টি। শিল্পীদ্বযের কণ্ঠে বাংলার সম্পদ হয়ে থাকবে। প্রণাম ।

  • @anil.m365
    @anil.m365  2 года назад +7

    গৌরী ঘোষের বিদেহী আত্মার শান্তি কামনা করি। তাঁর আবৃত্তিগুলো আমাদের মধ্যে অমর হয়ে থাকবে এবং তাঁর কথা বার বার মনে পড়বে এবং এইভাবেই তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন।

  • @fatimanasrin3031
    @fatimanasrin3031 3 года назад +17

    আমি কাঁদলাম, আমি অশান্ত হলাম, আমি প্রশান্ত হলাম।

  • @dipakkantisakar5031
    @dipakkantisakar5031 4 года назад +68

    মহাভারতের অপূর্ব চরিত্র কর্ণ। মহামুনি ব্যাসদেবের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করেও বলতে চাই তিনিও কর্ণের ত্যাগকে মহিমান্বিত করতে কলম ধরেন নি। কবিগুরুর অপূর্ব সৃষ্টি চমৎকারভাবে ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @tkbiswassocial5630
    @tkbiswassocial5630 Год назад +3

    কর্ণের জীবন মর্মান্তিক। এত বড় বীর, ধার্মিক, দানী তা ও সারা জীবন খালি ভুগেই গেল

  • @ratnaghosal4985
    @ratnaghosal4985 2 года назад +21

    এ আমার বাংলা র উজ্জ্বল সম্পদ। তুলনাহীন।
    কর্ণ চরিত্র তুলনাহীন
    কবিগুরুর লেখনি তুলনাহীন
    পার্থ ঘোষ ও গৌরি ঘোষের আবৃত্তি তুলনাহীন
    ❤️🙏

  • @meghach6753
    @meghach6753 4 года назад +37

    কর্ণ।পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যাসবিতার
    বন্দনায় আছি রত। কর্ণ নাম যার
    অধিরথসূতপুত্র, রাধাগর্ভজাত
    সেই আমি- কহো মোরে তুমি কে গো মাতঃ!কুন্তী।বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে
    পরিচয় করায়েছি তোরে বিশ্ব-সাথে
    সেই আমি, আসিয়াছি ছাড়ি সর্ব লাজ
    তোরে দিতে আপনার পরিচয় আজ।কর্ণ।দেবী, তব নতনেত্রকিরণসম্পাতে
    চিত্ত বিগলিত মোর, সূর্যকরঘাতে
    শৈলতুষারের মতো। তব কণ্ঠস্বর
    যেন পূর্বজন্ম হতে পশি কর্ণ-‘পর
    জাগাইছে অপূর্ব বেদনা। কহো মোরে
    জন্ম মোর বাঁধা আছে কী রহস্য-ডোরে
    তোমা সাথে হে অপরিচিতা!কুন্তী।ধৈর্য ধর্‌,
    ওরে বৎস, ক্ষণকাল। দেব দিবাকর
    আগে যাক অস্তাচলে। সন্ধ্যার তিমির
    আসুক নিবিড় হয়ে।- কহি তোরে বীর,
    কুন্তি আমি।কর্ণ।তুমি কুন্তী! অর্জুনজননী!কুন্তী।অর্জুনজননী বটে! তাই মনে গণি
    দ্বেষ করিয়ো না বৎস। আজো মনে পড়ে
    অস্ত্রপরীক্ষার দিন হস্তিনানগরে
    তুমি ধীরে প্রবেশিলে তরুণকুমার
    রঙ্গস্থলে, নক্ষত্রখচিত পূর্বাশার
    প্রান্তদেশে নবোদিত অরুণের মতো।
    যবনিকা-অন্তরালে নারী ছিল যত
    তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী
    অতৃপ্ত স্নেহক্ষুধার সহস্র নাগিনী
    জাগায়ে জর্জর বক্ষে- কাহার নয়ন
    তোমার সর্বাঙ্গে দিল আশিস্‌-চুম্বন।
    অর্জুনজননী সে যে। যবে কৃপ আসি
    তোমারে পিতার নাম শুধালেন হাসি,
    কহিলেন “রাজকুলে জন্ম নহে যার
    অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার’-
    আরক্ত আনত মুখে না রহিল বাণী,
    দাঁড়ায়ে রহিলে, সেই লজ্জা-আভাখানি
    দহিল যাহার বক্ষ অগ্নিসম তেজে
    কে সে অভাগিনী। অর্জুনজননী সে যে।
    পুত্র দুর্যোধন ধন্য, তখনি তোমারে
    অঙ্গরাজ্যে কৈল অভিষেক। ধন্য তারে।
    মোর দুই নেত্র হতে অশ্রুবারিরাশি
    উদ্দেশে তোমারি শিরে উচ্ছ্বসিল আসি
    অভিষেক-সাথে। হেনকালে করি পথ
    রঙ্গমাঝে পশিলেন সূত অধিরথ
    আনন্দবিহ্বল। তখনি সে রাজসাজে
    চারি দিকে কুতূহলী জনতার মাঝে
    অভিষেকসিক্ত শির লুটায়ে চরণে
    সূতবৃদ্ধে প্রণমিলে পিতৃসম্ভাষণে।
    ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে
    ধিক্কারিল; সেইক্ষণে পরম গরবে
    বীর বলি যে তোমারে ওগো বীরমণি
    আশিসিল, আমি সেই অর্জুনজননী।কর্ণ।প্রণমি তোমারে আর্যে। রাজমাতা তুমি,
    কেন হেথা একাকিনী। এ যে রণভূমি,
    আমি কুরুসেনাপতি।কুন্তী।পুত্র, ভিক্ষা আছে-
    বিফল না ফিরি যেন।কর্ণ।ভিক্ষা, মোর কাছে!
    আপন পৌরুষ ছাড়া, ধর্ম ছাড়া আর
    যাহা আজ্ঞা কর দিব চরণে তোমার।কুন্তী।এসেছি তোমারে নিতে।কর্ণ।কোথা লবে মোরে!কুন্তী।তৃষিত বক্ষের মাঝে- লব মাতৃক্রোড়ে।কর্ণ।পঞ্চপুত্রে ধন্য তুমি, তুমি ভাগ্যবতী,
    আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি-
    মোরে কোথা দিবে স্থান।কুন্তী।সর্ব-উচ্চভাগে
    তোমারে বসাব মোর সর্বপুত্র-আগে
    জ্যেষ্ঠ পুত্র তুমি।

    • @Rohan-Creativity
      @Rohan-Creativity 2 года назад +1

      এটা কি"কর্ণ কুন্তী সংবাদ " পদ্যের‌ পঙক্তি ??

    • @biswajitghoshchowdhury3248
      @biswajitghoshchowdhury3248 2 года назад +1

      @@Rohan-Creativity Yes.

  • @papiachakraborty6251
    @papiachakraborty6251 Год назад +3

    অপূর্ব সুন্দর নিবেদন। বারবার শুনলেও মনের খিদে মেটেনা
    কবি গুরুকে আমার প্রাণের প্রনাম 🙏🙏🙏🙏

  • @subratalahiri3068
    @subratalahiri3068 4 года назад +14

    অপূর্ব রচনা, অপূর্ব পাঠ, বার বার শুনতে ইচ্ছে করে

  • @baba1958
    @baba1958 5 лет назад +90

    মহাভারতের অবহেলিত নায়ক কর্ণ। কবিগুরুর অমর সৃষ্টি 'কর্ণ-কুন্তি সংবাদ' এর সঠিক পরিস্ফুটনের জন্য শিল্পীদ্বয়কে ধন্যবাদ।

  • @bijitkumarsinha3359
    @bijitkumarsinha3359 5 лет назад +32

    ------অপূর্ব; কি মাধুর্য৷

  • @susantadeb7666
    @susantadeb7666 2 года назад +4

    Karna Kunti sanglap, Ekalvya’s gurudakshina to Dronacharya.
    The lessons from Mahabharata make me feel proud Hindu, proud Indian, proud Human.

  • @tandramajumdar4143
    @tandramajumdar4143 3 года назад +4

    মহাভারতের কাহিনি যেন নতুন করে চোখে জল এনে দিতে পারে
    ধন্যবাদ আবৃত্তি কার দুজনকে 🙏🙏👍❤

  • @swamivivekatmananda4706
    @swamivivekatmananda4706 3 года назад +16

    Most perfect the dialouge.I have no words to express .

  • @mycrazyfamily5807
    @mycrazyfamily5807 5 лет назад +31

    কর্ণ সত্যিই মহান চরিত্র

  • @kalyanidebchowdhury7042
    @kalyanidebchowdhury7042 3 года назад +6

    অসাধারণ, কতো বার পড়তে পড়তে কেঁদেছি। আজ বার বার শুনছি। অনন্য আবৃত্তি।

  • @ashiskumarmukherjee1587
    @ashiskumarmukherjee1587 2 года назад +5

    অসাধারণ। গৌরী ঘোষ কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, পার্থ ঘোষ ও চলে গেলেন। একটা অধ্যায় শেষ হল।

  • @alokkumarmisra732
    @alokkumarmisra732 2 года назад +8

    অপূর্ব, অপূর্ব, mind-blowing. "তোমার সৃষ্টি কত সুন্দর, কত সে মহৎ পিতা" - মাতা

  • @devdasghosh5215
    @devdasghosh5215 3 года назад +6

    অপূর্ব ! গৌরী দেবীর আবৃত্তি খুব সুন্দর। মায়ের আকুতি অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন।

    • @shilpinandy590
      @shilpinandy590 Год назад

      Kunti deber upor khub raag hoy Sarbo sreathya KARNA

  • @sukeshdhali49
    @sukeshdhali49 4 года назад +15

    মহাভারতের কর্ণ মা বলে কুন্তীকে একবারও ডাকেননি কিন্তু রবীন্দ্রনাথের কর্ণ অনেকবার ডেকেছেন। Excellent presentation by Partha Ghosh & Gouri Ghosh.

  • @ashimabiswas6010
    @ashimabiswas6010 3 года назад +64

    কর্ণের জীবন কেনো এত কষ্টের!😔 কোনোদিন সে নিজের যোগ্যতার মর্যাদা পায় নি। যেখানেই শিক্ষার জন্য গেছে তাকে শুধু ফিরিয়ে দেওয়া হয়েছে সুত পুত্র বলে। সব সময় কেবল অপমান সহ্য করেছে। সত্যি খুব কষ্টের জীবন ছিল তার😔

    • @supratimpal7994
      @supratimpal7994 2 года назад

      সিরিয়াল মহাভারত না দেখে মহাভারত বই টা পড়ুন। কর্ণ দ্রোনাচার্য র ই ছাত্র ছিল প্রথমে। দ্রোনাচার্য কর্ণ কে সাধারণ ধনুরবিদ্যা শিখিয়েছিলো। কর্ণ ব্রহ্মাস্ত্র শিখতে চাইলে দ্রোনাচার্য বলেছিলো তিনি ব্রাহ্মণ বা ক্ষত্রিয় ব্যাতীত কাউকে ব্রহ্মাস্ত্র শিক্ষা দেবেন না। এজন্য ব্রহ্মাস্ত্র র জন্য কর্ণ পরশুরাম এর কাছে গেসলো। আর দ্রোনাচার্য র আশ্রম এ দুর্যোধন এর সাথে মিশে কর্ণ পান্ডব দের অপমান করতো। এগুলো গীতাপ্রেস এর মহাভারত, কালিপ্রসন্ন সিংহ র মহাভারত, নৃসিংহ প্রসাদ ভাদুড়ী র মহাভারত এই বইগুলো তে লেখা আছে। টিভি সিরিয়াল এ দেখায় কর্ণ কে দ্রোনাচার্য সুতপুত্র বলে শিক্ষা দেয়নি শুধু trp র জন্য এটা দেখায় ।বাস্তবে কর্ণ কে দ্রোনাচার্য ও শিক্ষা দিয়েছিলেন. বই মহাভারত পড়ুন। সিরিয়াল না।

    • @payel5112
      @payel5112 2 года назад

      😭

    • @santoshmodi1084
      @santoshmodi1084 2 года назад +2

      Open RUclips play the decidation of Partha Ghosh and Gauri Ghosh corner Kunti Sambad

    • @umadas6968
      @umadas6968 2 года назад

      Apurba

    • @rahulsinha623
      @rahulsinha623 Год назад +3

      জাত নিয়ে ঝগড়া তখন থেকে চলে আসছে। লজ্জা।

  • @prodyutsingha3584
    @prodyutsingha3584 5 лет назад +13

    অসাধারণ কণ্ঠ বার বার শুনেলেও শুনতে ইচ্ছে করে

  • @shawonbp7773
    @shawonbp7773 3 года назад +4

    আবৃত্তি হৃদয়স্পর্শী। বহুবার শুনলেও তৃষ্ণা মেটে না ।আহা কি সুন্দর আবৃত্তি!🙂🙂

  • @ranjansen4523
    @ranjansen4523 5 лет назад +17

    Karna-Kunti sangbad is my most favourite poem since my school life. "Ajo ammar choke diye jal berye ashe jakhone jekhane ei podya ta shuni"

  • @sanatanmanna1672
    @sanatanmanna1672 9 месяцев назад

    কি অপূর্ব সৃষ্টি । যতবার কবিতাখানি পড়ি, এবং পার্থ ঘোষ , গৌরী ঘোষ এর কন্ঠে কি সুমধুর। কবিতার পরতে পরতে অশ্রুবিন্দু ঝরে পড়ে।
    হে বিশ্ব কবি এই অধমের লহ প্রণাম ।

  • @relaxingmusic-lc7ee
    @relaxingmusic-lc7ee 6 лет назад +11

    Realy,"Karna and Kunti" charitra asadharan.Abriti khub sundar legechhe.

  • @sunilmondol6658
    @sunilmondol6658 Месяц назад

    অপূর্ব সৃষ্টি রবীন্দ্রনাথ ঠাকুরের❤

  • @swapanbagchi4719
    @swapanbagchi4719 Год назад +1

    অসাধারণ! প্রতিটা ছত্র খালি চোখ ভিজিয়ে তোলে!

  • @skmahir7215
    @skmahir7215 Год назад +1

    Partha Ghosh er moto eto monomugdhokor abriti kothau suni ni. I am addicted with his recitation.

  • @namitadutta2295
    @namitadutta2295 4 года назад +6

    অপূর্ব, শিল্পীদ্বয় কে আমার সশ্রদ্ধ প্রণাম,

  • @manimoydutta2588
    @manimoydutta2588 5 лет назад +12

    চমৎকার আবৃত্তি । এখনো হৃদয় স্পর্শ করে।

    • @sunilbose8689
      @sunilbose8689 3 года назад

      অপূর্ব, ধন্যবাদ।

  • @ranimishra3776
    @ranimishra3776 4 года назад +13

    Darun..... I am speechless....... Mind blowing.........

  • @chandanbhattacharjee2607
    @chandanbhattacharjee2607 4 года назад +8

    ধন্য তুমি কর্ণ।

  • @krishnacreation4131
    @krishnacreation4131 Год назад +1

    অপূর্ব অপূর্ব! কর্ণ চরিত্রের এমন বিশ্লেষণ মণ্ত্রমুগ্ধ

  • @manojnaskar221
    @manojnaskar221 6 лет назад +3

    কর্ণকুন্তী সংবাদ, একটি অসাধারণ প্রয়াস, উভয়ের সংলাপ সুন্দর উপস্থাপনা.....

  • @monosishkunti572
    @monosishkunti572 3 года назад +3

    কবিগুরুর অসাধারণ একটি সৃষ্টি। প্রতিটি লাইন কত তাত্পর্যপূর্ণ, কী সুন্দর লেখা।

  • @muktisengupta6681
    @muktisengupta6681 5 лет назад +26

    অপূর্ব, অসাধারণ কবিতা টি শোনাবার জন্য, আপনাকে অশেষ ধন্যবাদ।

    • @sekharsengupta5263
      @sekharsengupta5263 5 лет назад

      ওহ্ অসাধারণ।

    • @ShivamNandi2023
      @ShivamNandi2023 3 года назад +1

      যারা কবিতা আবৃত্তি অন্তর থেকে ভালো বাসো তারা একবার চ্যানেল টা ঘুরে এসো। #HRIDOYERKOBITA (Click it)

    • @ritapathak4244
      @ritapathak4244 3 года назад

      chey

  • @somnathbanerjee2534
    @somnathbanerjee2534 2 года назад +3

    জীবন মরন সীমানা ছাড়িয়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়িয়ে।

  • @bapibiswas4703
    @bapibiswas4703 4 года назад +3

    অসাধারণ, অপূর্ব এর কোনো তুলনা হয় না।

  • @parthasarothibid9785
    @parthasarothibid9785 5 лет назад +26

    অসাধারণ ......অনবদ্য।
    সুন্দর পরিবেশনা।

    • @joydevkarmakar8371
      @joydevkarmakar8371 2 года назад

      মহাভারতের

    • @joydevkarmakar8371
      @joydevkarmakar8371 2 года назад

      মহাভারতের উপেক্ষিত নায়ক, বঞ্চিতদের দলেই রয়ে গেলেন চিরকাল

  • @subhasghosh4117
    @subhasghosh4117 2 года назад +1

    অসাধারণ রচনার অসাধারণ রূপায়ণ। নমস্কার গৌরী ও পার্থ ঘোষ-কে।

  • @dr.goutamgoswami2046
    @dr.goutamgoswami2046 4 года назад +4

    যতবারই শুনি তবু আশা মিটে না ।

  • @milanmandal7883
    @milanmandal7883 5 лет назад +5

    শিল্পী দ্বয তোমাদের প্রণাম ।

  • @vishwamondal7385
    @vishwamondal7385 2 года назад +1

    আহা কী বাণী ,
    আর কী
    সু মধুর কন্ঠ ।
    ধন্যবাদ ।

  • @pratimaaich2327
    @pratimaaich2327 4 года назад +4

    অসাধারণ সৃষ্টি কবির আর সাথে অসাধারণ পাঠ..

  • @soumenray8770
    @soumenray8770 2 месяца назад

    অসাধারণ অনবদ্য হৃদয়স্পর্শী পরিবেশণ

  • @satyajitrajak1477
    @satyajitrajak1477 3 года назад +1

    রবি ঠাকুরের এক কালজয়ী কবিতা। অপূর্ব কবিতা আবৃতি প্রয়াস।

  • @ujjwalmahanta8245
    @ujjwalmahanta8245 7 лет назад +30

    প্রনমি তোমারে কবিকুলগুরু,
    এবং ধণ্যবাদ,অভিনন্দন।

  • @dipenduroy5275
    @dipenduroy5275 5 лет назад +18

    কোনো রকম মন্তব্য নয় ৷এক কথায় শ্রেয্ঠতম৷

    • @mintusaren895
      @mintusaren895 3 года назад

      Swargadopi-, all the fathers have to acquaint with it mother.it known to mother. even before earth quake.

  • @PrasadSen-gi4wk
    @PrasadSen-gi4wk Месяц назад

    অপূর্ব! শ্রদ্ধেয় বাচিক শিল্পীদ্বয় আমার সেজমামীমার দাদা-বৌদি।মামার বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে এদের দুজনকে দেখে অভিভূত হয়ে যেতাম।

  • @dattasandi
    @dattasandi 8 лет назад +46

    শেষ প্যারাটা আমার সব চেয়ে প্রিয়।

  • @taraknathmitra201
    @taraknathmitra201 3 года назад +5

    অপূর্ব! অসাধারণ! বললে খুব কম বলা হয়!

  • @miahmannan5235
    @miahmannan5235 3 года назад +6

    I never heard such an exciting recitation from the Tahoe’s great episodes.What a great sacrifice by Karna, the righteous way of life as a human being.

  • @Priyabratadeyofficial
    @Priyabratadeyofficial 3 месяца назад +2

    শ্রী কৃষ্ণের চেয়ে বেশি দুঃখ এই বিশ্বে আর কাউকে পেতে হয়নি, তবুও শ্রী কৃষ্ণ সর্বদা সমাজের কথা রাষ্ট্রের কথা ভাবতেন, মানুষের কথা সমগ্র জীবজগতের কথা ভাবতেন। আমাদের সকলের আদর্শ স্বয়ং শ্রী কৃষ্ণ হওয়া উচিৎ ❤

  • @ParthaChattopadhyay1955
    @ParthaChattopadhyay1955 5 лет назад +5

    EVER- EVER NEW----SUPERB! WHICH IS DERIVED FROM COUNTLESS DEVOTION....

  • @SomnathDutta034
    @SomnathDutta034 3 года назад +10

    চির ট্র্যাজিক সন্তান কর্ণ।
    চির ছলনাময়ী মাতা কুন্তী।
    যতবার এটা পড়ি চোখে জল আসে।

    • @aniketdeb9839
      @aniketdeb9839 2 года назад

      🙏না ফেরার দেশে কর্ণ

    • @kusadhwajrana1443
      @kusadhwajrana1443 2 месяца назад

      ভুলের বশবর্তী হযে কুন্তী অসহায়

  • @swarupmukherjee2351
    @swarupmukherjee2351 5 лет назад +33

    দানবীর কর্ণ মহাভারতের এক অসাধারণ চরিত্র। এখানে পার্থ ঘোষ ও গৌরি ঘোষের অনবদ্য প্রয়াসে তা আরোও সুন্দর হয়ে উঠেছে।

  • @debasispatra7524
    @debasispatra7524 5 лет назад +7

    অসাধারণ কবিতা একেই বলা হয়

  • @ankush908
    @ankush908 3 года назад +1

    সত্যিই কর্ণ মহান...।

  • @DilipKumar-wc5bk
    @DilipKumar-wc5bk 5 лет назад +4

    " Adbhut CHARITRA MAHA bhir joddha SREDHYEO Karna That Karna ninth sangbad " EXCILLENT Abrity that nice.I like so much" D.K.SIR---ASANSOL.

  • @captainblood8095
    @captainblood8095 4 года назад

    অসাধারণ অপূর্ব অনবদ্য ।আগেও শুনেছি।বারবার শুনতে ইচ্ছে হয় ।রবীন্দ্ররচনাবলী তে এটি বারবার পড়েও আশ মেটে না।খুব ভালো লাগে

  • @dhrubadutta930
    @dhrubadutta930 Год назад

    তুমি পাঠ করো হে কবি আমি মুগ্ধ হয়ে শুনি। অসাধারণ লাগলো।

  • @iyaminmolla7205
    @iyaminmolla7205 4 года назад +15

    অসাধারণ কবিতা (ইয়ামিন মোল্লা মথুরাপুরে পানাপুকুর গ্রাম)

    • @user-du2bu4zx6p
      @user-du2bu4zx6p 3 года назад

      মহাভারত পড়েছেন?

  • @amalpranati846
    @amalpranati846 4 года назад +32

    আবার, আবার শুনলে ও তৃষ্ণা মেটে না।
    জলে নয়ন আপনি ভেসে যায়

    • @malayroy9864
      @malayroy9864 3 года назад

      অসাধারন । তুলনাহীন ।

  • @soumenray8770
    @soumenray8770 2 месяца назад

    অপূর্ব অতুলনীয় কন্ঠস্বর দুই কিংবদন্তী শিল্পীর

  • @dilipkumarghosh5131
    @dilipkumarghosh5131 5 лет назад +14

    ক‌বিগুরুর এক অসাধারণ সৃ‌ষ্টি

  • @tarunbiswas1205
    @tarunbiswas1205 5 месяцев назад

    Asadharan ..amar khub sundar lage...koto bar suni ei ta...

  • @sumonborty7026
    @sumonborty7026 5 лет назад +2

    অসাধারণ কবিতা যেন মনে হয় বার বার শুনি

  • @Rinkusatpati
    @Rinkusatpati 4 года назад +1

    Khub sundor ...Karna is my favourite hero ..

  • @deburanichakraborty3028
    @deburanichakraborty3028 4 месяца назад

    Partho Babbu r o Gouri Debir Kanthe Robindranather lekha Kobita "Korno Kunti Sangbad" khub bhalo shunlam . Sotyoi Aponara dui jonei Kobitar Jogoter dui Ujjwal Nakshatro , Aponader Shree Chorone janai amar Praner Pronam ❤🙏🙏🙏🙏❤❤❤ .

  • @samarghosh7693
    @samarghosh7693 3 года назад +3

    বহু বার শোনার পর আরো শুনতে ভীষণ ভালো লাগবে। অসাধারণ।

  • @manimaladas1827
    @manimaladas1827 4 года назад +2

    My all time favourite poem with mindblowing recitation👍🏻👍🏻

  • @namitadutta2295
    @namitadutta2295 4 года назад +2

    অপূর্ব. আপনাদের আবৃত্তি আমার খুব খুব ভালো লাগে ।

    • @smritirekhagayen43
      @smritirekhagayen43 4 года назад

      Ora kaaj kore... Recitation... ruclips.net/video/kCIx85pepdc/видео.html

  • @somenathbanerjee4697
    @somenathbanerjee4697 3 года назад +2

    যত বার শুনি তত বার মনে হয় আবার শুনি

  • @tapanray1921
    @tapanray1921 5 лет назад +2

    Kobe theke suni ber ber sei ek e mughdhota niye.kobi gurur odvut sundor sristi sobder songite poribeshona korechhen chiro sresto aabritti ker kerini dompotti jeno ba suroloker dui mahan shilpi...

  • @mr.ajitchakraborty1596
    @mr.ajitchakraborty1596 5 лет назад +3

    খুবই সুন্দর । বেশ লাগলো । সার্থক প্রয়াস । আমি মনে করি ।

  • @gokulchandradas5153
    @gokulchandradas5153 Год назад

    আহা মহাবীর কণের্ বুকে কত যে কষ্ট।

  • @nikhilmandal3230
    @nikhilmandal3230 5 лет назад +9

    যেমন সৃষ্টি তেমনই পরিবেশন, অতূলনীয় ।

  • @nityaghosh8138
    @nityaghosh8138 5 лет назад +4

    Karna amar favourite character darun laglo

  • @manojkdutto7368
    @manojkdutto7368 3 года назад

    তৃষ্ণার্থ হৃদয়ে বারবার শুনি।
    অসাধারণ """!

  • @vivekanandakirtaniya9630
    @vivekanandakirtaniya9630 4 месяца назад

    অপূর্ব সুন্দর আবৃত্তি এতো সুন্দর আর হবে না।

  • @bibhassaha143
    @bibhassaha143 3 года назад +1

    অসাধারণ সৃষ্টি অসাধারণ পরিবেশন |

  • @sukanyabhattacharya6868
    @sukanyabhattacharya6868 4 года назад +2

    অসাধারণ একটি আবৃত্তি👌👌👌👌

  • @shibanisamanta5587
    @shibanisamanta5587 2 года назад

    অসাধারণ কবিতা অসাধারণ ভাবে পাঠ করলেন।পার্থ ঘোষ অসাধারণ।তবে মায়ের আকুতি মিনতি কুন্ঠা আবেগ এতদিন ছেড়ে থাকার কষ্ট ইত্যাদির আবেদন আরো গভীর হলে ভালো লাগতো।তবে এনারা কেউ আজ আর নেই।সদ্য প্রয়াত পার্থ ঘোষের আত্মার শান্তি কামনা করি।পরপারে ভালো থাকুন দুই কিংবদন্তি❤️❤️🙏🙏

  • @alpanasanyalbhattacharjee4693
    @alpanasanyalbhattacharjee4693 4 года назад +1

    শুনে মনটা ভারী হয়ে গেল।ক্লাস গুলর কথা খুব মনে পড়ছে ।আপনারা প্রণাম নেবেন ।

  • @user-yq6ej7nh7r
    @user-yq6ej7nh7r 5 лет назад +9

    Just mind blowing

  • @hridayroy299
    @hridayroy299 24 дня назад

    মহাভারতের কর্ণ💖🥀
    রামায়ণের মেঘনাদ 💖🥀
    দুই বড়ো যোদ্ধা।✅

  • @nandakumarroy3360
    @nandakumarroy3360 11 месяцев назад

    অপূর্ব কবিতা। আবৃত্তি ও অপূর্ব। ধন্যবাদ।

  • @somnathbanerjee2534
    @somnathbanerjee2534 Год назад +1

    সেই মহাভারতের যুগ থেকে আজও নিজ স্বার্থে কর্ণরা পথের ধুলায় তবুও মায়ের তুলনা হয় না
    মাতৃত্বের নয়।

    • @pranoydebnath4496
      @pranoydebnath4496 Год назад

      ঠিক বলেছেন দাদা আমার এই অবস্থা অবহেলিত আমাদের সংসারে

  • @aishikaduttaarnabdutta1408
    @aishikaduttaarnabdutta1408 Год назад

    অপূর্ব সৃষ্টি। অনবদ্য নিবেদন।

  • @khubbhalolaglobhairaftan5926
    @khubbhalolaglobhairaftan5926 4 года назад +3

    Kabiguruke pranam.

  • @learnvoiceart18
    @learnvoiceart18 2 года назад

    অসাধারণ শ্রুতি। অপুর্ব সুন্দর 🌹অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

  • @ghoshbk12
    @ghoshbk12 6 лет назад +7

    অসাধারণ সৃষ্টি, একেবার জীবন্ত হয়ে উঠেছে চরিত্রগুলো।‌

  • @hellgaming2797
    @hellgaming2797 Год назад

    আবার একবার শুনলাম। ভীষণ ভালো লাগলো।

  • @dinabandhubas5248
    @dinabandhubas5248 5 лет назад +8

    এদের কণ্ঠে শোনার পর আর কারো গলায় শুনতে ভাল লাগে না। অসাধারণ।

  • @artinpoetsoulnature
    @artinpoetsoulnature 2 года назад

    খুব সুন্দর কবিতা।
    বাচনভঙ্গি খুব সুন্দর।
    অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ🙏💕 🙏💕

  • @sathikasari6885
    @sathikasari6885 5 лет назад +4

    Kub valo lage jotobar suni aro sunte e66e hoy

    • @smritirekhagayen43
      @smritirekhagayen43 4 года назад

      Ora kaaj kore... Recitation... ruclips.net/video/kCIx85pepdc/видео.html.