এই বিদ্রোহী কবিতাটা আমি যতবার শুনি ততবারই আমি পাগল হয়ে যাই। শিল্পীর কোনো জাত হয় না উনি স্বয়ং ভগবানের। ঈশ্বর এর সৃষ্টি আমি সমস্ত অন্তর দিয়ে উপলব্ধি করি। 🙏🙏🙏
এ তো কবিতা নয়,এ যেন কবিহৃদয়ের সর্বশ্রেষ্ট উপহার আমাদের সকলের জন্য ।এ কবিতা আজ ও যেমন অমলিন তেমনি আজ থেকে হাজার বছর পর ও অমলিন ই থাকবে।।হৃদস্পন্দন বাড়াবে প্রতিটা পাঠকের।💙
আমি যখন ২৪ পরগণা ক্যানিং এ কর্মরত ছিলাম তখন আমি কাজী সব্যসাচীকে দেখেছি এবং তাঁর কন্ঠে কাজী নজরুল ইসলামের কবিতা পাঠ শুনেছে আমার স্মৃতি তে চীরদিন কাজীর কবিতা এবং কাজী সব্যসাচীর আবৃতি অমলিন হয়ে বেঁচে থাকবে ধন্যবাদ উদ্যোক্তাদের তাদের জন্য আমার নমস্কার
'শব্দের অগ্নিস্ফুলিঙ্গ' - কথাটা সুন্দর বলেছেন। এই শব্দের যাদু নিয়ে এখানে, ঢাকায় - নজরুল ইন্সটিটিউটে শব্দ সম্ভার নিয়ে একটি বই আছে! কিন্তু, মানব মনে এই শব্দের প্রভাব নিয়ে কোন বিজ্ঞানভিত্তিক স্টাডি বোধ'য় এখনো হয়নি। আমি চাইছি, এ বিষয়টি নিয়ে প্রায়োগিক গবেষণা হোক। তাতেই মানবকূলের কল্যাণ নিহিত...
সবার কবিতা নিজের জন্য, প্রেম বিরহ আর কিছুটা ন্যাকামো। পরাধীন ভারতে তোমারি কবিতা আগুন জালিয়েছিলো, বিপ্লব এনেছিল। স্বাধীনতার যুদ্ধে তোমার অবদান অনেকখানি। হে বিপ্লবী কবি লহ মোর শতকোটি প্রনাম🙏🙏❤️❤️
বিদ্রোহী,,, শুধু ২১ বছর সাহিত্য রচনা করেছেন, তাতেই আপনি হয়েছেন মহান। সেই ব্রিটিশরা যদি আপনাকে ইনজেকশন পুশ না করত, যদি সুস্থই থাকতেন তাহলে জিবনের বাকি ২৬ টি বছর সাহিত্য কে এমন পর্যায় নিয়ে যেতেন,,, অন্য কনো সাহিত্যিক তা কল্পনাও করতে পারত না। অনেক মিস করি আপনাকে। দুয়া রইলো আল্লাহ যেনো আপনাকে জান্নাতুল ফেরদিউস নসিব করেন। আমিন।
সব আ্ল্লাহর ইচ্ছে, মানুষ ৪০ বৎসর বয়সের পর বুদ্ধিগুণ পরিপক্ব প্রখরতা হয়। ঠিক সেসময় যে উপায়ন্তে কবির লেখনশৈলী স্তব্ধ হয়। আমার একান্ত মতামত যে, যদি তা না হতো বা আর সময় পেত তা হলে তিনি মানুষের কাছে পূজারী হতেন। আল্লাহ তা চান নি। আল্লাহ উত্তম জানেন। কবি জান্নাত বাসি হোক।
আমাদের সশ্রদ্ধ সালাম। আজকে আমার বড্ড বেশী করে মনে পড়ছে তোমার কথা। উন্মত্ত বিশ্বের আজ খুব দরকার ছিল তোমাকে। তোমার লেখনীর কষাঘাত ই পারত আমাদেরকে সুঙযত কোরতে। আমাদের শ্বাসনের বড়ই অভাব।
বাংলার শ্রেষ্ঠ কবি আমাদের হৃদয়ের কবি কাজী নজরুল ইসলাম | বিদ্রোহী কবি ছিলেন তাই সেই মূল্য পেলেন না | শ্রেষ্ট কবি তোমাকে আমরা কোনদিন ভুলছি না আর ভুলবো না |
কি শোনালে ভায়া, কি শোনালে মোরে? আমৃত্যু মনে থাকবে এ অনুভূতি।রক্তের এই ভয়াল চাপ, প্রবলতা যা আমার এই তুচ্ছ দেহ সহ্য করিতে পারে না।আমি বিশ্বাস করতেই পারিনা কোনো কবি এহেন কবিতাও লিখতে পারে!এ যে চিরন্তন সত্য!!এ যে মহা পবিত্র!সবার চেয়ে, সবার উর্ধে!এখনতো সত্যিই মনে হচ্ছে যে ওই তপন ঠিকই বলেছিল, লেখক মাত্রই কোনো ভিনগ্রহী জীব।।
আমার মন যখন খুব ভরাক্রান্ত থাকে আমি বিদ্রোহী কবিতা টি শুনি বার বার, আর ধীরে ধীরে মন টা ঠিক জায়গায় ফিরে আসে, 🙏🏻🙏🏻🙏🏻প্রণাম নজরুল আপনাকে, এতো অসাধারণ গান কবিতা সৃষ্টি র জন্য 💞💞💞🌹🌹🌹
আমার মায়ের ভাষায় এমন একটি সাহিত্যকর্মের জন্য খুব গর্বিত বোধ করছি। কবিপুত্র কবির রক্তের প্রমাণ দিয়েছেন তাঁর বাবার অনুভূতি সুচারুভাবে কণ্ঠে ধারণ করে।বিধাতা তাঁর সৃষ্টিকে কত ক্ষমতা ও মমতা দিয়ে সৃষ্টি করেছেন তাঁর একটি প্রমাণ এই কবিতাটি। সৃষ্টিকর্তা, পৃথিবীকে প্রেমময় করো, কবিমনের বাসনা পূর্ণ করো।
What a voice! What a voice modulation! Deep sonorous, confident, daring, full of emotions, compassion....a complete n perfect voice for recitation 👌👌👌👌
কাজী নজরুল ইসলাম-- কেবল কবি হিসেবেই নয়, মানুষ হিসেবেও ছিলেন বিধাতার বিস্ময়কর সৃষ্টি। তাঁকে ধারণ করা , বিশ্লেষণ করা , উপস্থাপন করা দুঃসাধ্য ব্যাপার। আর তাঁর কবিতার শ্রেষ্ঠতম আবৃত্তিকার হচ্ছে তাঁরই সন্তান কাজী সব্যসাচী।
কবি সহজাত শক্তি নিয়েই পৃথিবীতে অবতীর্ণ হন । কাজী নজরুল সেই শক্তি আমাদের এই বাঙলায় জন্ম নিয়েছিলেন। কী অসাধারণ অবদান। তার জীবনটাই এক জ্বলন্ত দর্শন। শুধুই একান্ত ক্ষেদ জীবনের শেষদিকে তিনি নির্বাক হয়ে থাকলেন। কত কিছু থেকে আমরা বঞ্চিত হলাম।
কাজী নজরুল ইসলাম এর যোগ্য পুত্র কাজী সব্যসাচীর ।ওনার কন্ঠস্বর সত্যিই ঈশ্বর প্রদত্ত ।আমরা কাজী নজরুল ইসলাম এবং কাজী সব্যসাচী কে যোগ্য সম্মান দিতে পারিনি এটা নিঃসেন্দহে আমাদের ত্রুটি ।কাজী সব্যসাচী শুধু একজন ভালো আবৃত্তিকার নন উনি বাংলা বাচিকশিল্পের জনক ।উনি প্রথম ব্যক্তি যিনি আবৃত্তি শিল্প কে পেশা হিসেবে গ্রহণ করেন ।আজকের অনেক আবৃত্তিকার রা ওনাকে চেনে না বা ওনার কথা জানেন না এটা নিঃসেন্দহে খুব দুঃখজনক ঘটনা ।আজকের আবৃত্তিকাররা যে এত পয়সা উপার্জন করছে আবৃত্তি শিল্পের মাধ্যমে তার কৃতিত্ব এবং মূল কারিগর কাজী সব্যসাচী এটা দেবদুলাল বন্দোপাধ্যায় যিনি সব্যসাচীর সহকর্মী ছিলেন আকাশবাণী তে তিনি বলেছেন ।
এ এক চির অমলিন,চির নতুন সৃষ্টি ।সৃষ্টির শুরু থেকে চলে আসা উৎপীরিতদের ,বঞ্চিতদের বিদ্রোহের চিরকালীন অভিব্যক্তি এই কবিতা।আবৃত্তি করতে গেলেই হৃদয়ের অন্তস্থল থেকে কেমন এক বিদ্রোহী সত্বা জেগে ওঠে।বাংলা সাহিত্যের এক বিস্ময়কর সৃষ্টি এই কবিতা ।
আমি মুগ্ধ, আমি অভিভূত। সংগ্রামী চেতনার অতন্দ্র প্রহরী কাজী নজরুল ইসলাম, যিনি ছিলেন সুন্দরের পূজারী,তিনি অগ্নিবীণা হাতে নিয়ে বিষের বাঁশিতে ভাঙার গান গেয়েছেন। বাংলা সাহিত্যে তিনি আবির্ভূত হয়েছিলেন ধূমকেতুর মতো বিদ্রোহের নিশান উড়িয়ে।
হাজার হাজার সালাম নজরুল আপনাকে। আপনি আমাদের জন্য রেখে গেছেন বিদ্রোহী নামের এক মিছাল যা আমাদের পথ চলার এক প্রেরনার দিক । আপনি আছেন এবং থাকবেন প্রত্যেক বাঙালির অন্তরে ।
আমার মনে হয় কাজী সাহেব জানতেন ওনার পুত্র ভাল কন্ঠস্বরের অধিকারী হবেন এবং ওনার জন্য এই কবিতাগুলো লিখেছিলেন। এত কার্য-কারণের আর কোনও উদাহরন আমার কাছে আর নেই। এ এক অসাধারণ প্রাপ্তি আমাদের। ছেলেবেলা থেকে মাইকে পূজোতে শুনতাম।
I did listen to this recitation - When I was junior high . And I 'm listening to all over again . It's provide strength in my life . What a ! poetry & power of words . Poet Nazrul Islam's son did great job .
Aha....ki kontho....vetore agun dhorate emon kontho...pronam kaji sabyasachi ke...r amader priyo kobi ke nie r ki bolbo...amar shoto koti pronam kobi ke
Nazrul should have been the most read poet of subcontinent, for Urdu Hindi even for parsian. He's beyond this world's realm. Kudos to NAZRUL, the KAZI of divine poetry
এই কন্ঠস্বর ঈশ্বর প্রদত্ত গৌতম কুমার ঘোষ মহাশয় ।এই কন্ঠস্বর আমাকে অদ্ভুত আকৃষ্ট করে ।কাজী সব্যসাচী (সানি দা)র কাছে আমরা যারা বাংলা ভাষায় আবৃত্তিকার তারা চিরকৃতজ্ঞ ।আমার আবৃত্তি র শিক্ষক রবীন মজুমদার স্যার এর কাছে ওনার সম্পর্কে কতো কথা শুনতাম ।আর ওই কন্ঠস্বর নকল করার চেষ্টা করেছি অনেক অনুষ্ঠানে ।কিন্তু অনেক বর্ষীয়ান আবৃত্তিকার ও বিচারকেরা ধমক দিয়েছেন ।আমি ওনার কন্ঠে র আরবি ফার্সি উচ্চারণ গুলোকে শেখার চেষ্টা করি ।কিন্তু জানি সেটা ও একশো শতাংশ সঠিক সম্ভব হবে না
কাজী নজরুল ইসলামের কবিতা গান শুনলে শরীরের রক্ত টগবগ করে ফুটতে শুরু করে। অনুভব করি এই মুহুর্তে যদি আমার দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধ শুরু করতে হয় তার জন্যও প্রস্তুত, সত্যি এক অমূল্য রত্ন আমাদের কবি।
0:00 বল বীর - বল উন্নত মম শির! শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির! বল বীর - বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’ ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া খোদার আসন ‘আরশ’ ছেদিয়া, উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর! মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর! বল বীর - আমি চির উন্নত শির! আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস, মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস! আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার! আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল! আমি মানি না কো কোন আইন, আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন! আমি ধূর্জটি, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাতৃর! বল বীর - চির-উন্নত মম শির! আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির! আমি চির-দুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হর্দম হ্যায় হর্দম ভরপুর মদ। আমি হোম-শিখা, আমি সাগ্নিক জমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশাবসান। আমি ইন্দ্রাণী-সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর রণ-তূর্য; আমি কৃষ্ন-কন্ঠ, মন্থন-বিষ পিয়া ব্যথা-বারিধীর। আমি ব্যোমকেশ, ধরি বন্ধন-হারা ধারা গঙ্গোত্রীর। বল বীর - চির - উন্নত মম শির! (1/3)
Wonderful recitation the poem 'Bidruhi'. In fact Rabindranath and Nazrul are two legends of our Bengali literature who could never be replaced by anybody else at least not in our life time. Who knows about future?
সেই ছোটবেলা থেকে শুনছি ,আজো চির নতুন ,কোনো যন্ত্র সাহায্য ছাড়া শুধূ কণ্ঠ র ওঠা নামা যেনো আলাদা জগতে নিয়ে যায় ,ভোলা যায় না ------------------ ডক্টর বিমান মিত্র মালদা রাষ্ট্রীয় মহাবিদ্যালয়
বল বীর- বল উন্নত মম শির! শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির! বল বীর- বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিধাতৃর! মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর! বল বীর- আমি চির উন্নত শির! আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস, মহা-প্রলয়ের আমি নটরাজ,আমি সাইক্লোন,আমি ধ্বংস! আমি মহাভয়,আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার,আমি ভেঙে করি সব চুরমার! আমি অনিয়ম উচ্ছৃঙ্খল,আমি দ’লে যাই যত বন্ধন,যত নিয়ম কানুনশৃঙ্খল! আমি মানি না কো কোন আইন, আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো,আমি ভীম ভাসমান মাইন! আমি ধূর্জটি,আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর আমি বিদ্রোহী,আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাতৃর! বল বীর- চির-উন্নত মম শির! আমি ঝঞ্ঝা,আমি ঘূর্ণি, আমি পথ-সমুখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার,আমি ছায়ানট,আমি হিন্দোল আমি চল-চঞ্চল,ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল ; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ,আমি ঝঞ্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ণ চির-অধীর। বল বীর- আমি চির-উন্নত শির! আমি চিরদুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হর্দম্ হ্যায় হর্দম ভরপুর মদ। আমি হোমশিখা, আমি সাগ্নিক জমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান, আমি অবসান নিশাবসান। আমি ইন্দ্রাণীসুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য; আমি কৃষ্ণকন্ঠ, মন্থন-বিষ পিয়া ব্যথা-বারিধির। আমি ব্যোমকেশ, ধরি বন্ধন-হারা ধারা গঙ্গোত্রীর। বল বীর - চির-উন্নত মম শির! আমি সন্ন্যাসী, সুর-সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক। আমি বেদুঈন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ! আমি বজ্র আমি ঈশান-বিষাণে ওঙ্কার আমি ইস্রাফিলের শিঙ্গার মহা হুঙ্কার আমি পিণাক-পাণির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দন্ড আমি চক্র ও মহা শঙ্খ, আমি প্রণব-নাদ প্রচন্ড! আমি ক্ষ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য আমি দাবানল-দাহ, দাহন করিব বিশ্ব। আমি প্রাণ-খোলা হাসি উল্লাস- আমি সৃষ্টিবৈরী মহাত্রাস, আমি মহা প্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস! আমি কভূ প্রশান্ত-কভূ অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী! আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহা কল্লোল আমি উজ্জ্বল, আমি প্রোজ্জ্জ্বল, আমি উচ্ছল জল-ছল-ছল, চল-ঊর্মির হিন্দোল-দোল! আমি বন্ধনহারা কুমারীর বেণু, তন্বী-নয়নে বহ্ণি আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি! আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন-শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর। আমি বন্চিত ব্যথা পথবাসী চির গৃহহারাযত পথিকের আমি অবমানিতের মরম বেদনা, বিষ-জ্বালা, প্রিয় লান্চিত বুকে গতি ফের আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা সুনিবিড় চিত চুম্বন-চোর কম্পন আমি থর-থর-থর প্রথম প্রকাশ কুমারীর! আমি গোপন-প্রিয়ার চকিত চাহনি, ছল-ক’রে দেখা অনুখন আমি চপল মেয়ের ভালোবাসা তা’র কাঁকন-চুড়ির কন্-কন্! আমি চির-শিশু, চির-কিশোর আমি যৌবন-ভীতু পল্লীবালার আঁচড় কাঁচলি নিচোর! আমি উত্তর-বায়ু মলয়-অনিল উদাস পূরবী হাওয়া আমি পথিক-কবির গভীর রাগিণী, বেণু-বীণেগান গাওয়া। আমি আকুল নিদাঘ-তিয়াসা, আমি রৌদ্র-রুদ্র রবি আমি মরু-নির্ঝর ঝর ঝর, আমি শ্যামলিমা ছায়া-ছবি! আমি তুরীয়ানন্দে ছুটে চলি, এ কি উন্মাদ আমি উন্মাদ! আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ! আমি উথ্থান আমি পতন, আমি অচেতন-চিতে চেতন, আমি বিশ্ব-তোরণে বৈজয়ন্তী, মানব-বিজয়া-কেতন। ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত্য-করতলে তাজী বোররাক আর উচ্চৈঃশ্রবা বাহন আমার হিম্মত-হ্রেষা হেঁকে চলে! আমি বসুধা-বক্ষে আগ্নিয়াদ্রি, বাড়াব-বহ্ণি, কালানল আমি পাতালে মাতাল অগ্নি-পাথার-কলরোল-কল-কোলাহল! আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ, আমি ত্রাস সন্চারি ভুবনে সহসা সন্চারি ভূমিকম্প। ধরি বাসুকির ফণা জাপটি- ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনেরপাখা সাপটি। আমি দেব শিশু আমি চঞ্চল, আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব মায়ের অন্চল! আমি অর্ফিয়াসের বাঁশরী, মহা- সিন্ধু উতলা ঘুমঘুম ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝঝুম মম বাঁশরীর তানে পাশরি আমি শ্যামের হাতের বাঁশরী।
I had performed this poem in d last year of my school on d Independece day.It shall always b special for me. Kabi Sabyasachi has been an inspiration. Thank you sir.
Listen to the latest single "Moner Password" by Anupam Roy.
ruclips.net/video/VJftyTaCIio/видео.html
#monerpassword #anupamroy
Unparalleled recitation
❤❤❤❤❤
@@sabyasachichhatait604 ö
Darun
Sundar comment
Shudhu islamlist tai pae ni
এই বিদ্রোহী কবিতাটা আমি যতবার শুনি ততবারই আমি পাগল হয়ে যাই। শিল্পীর কোনো জাত হয় না উনি স্বয়ং ভগবানের। ঈশ্বর এর সৃষ্টি আমি সমস্ত অন্তর দিয়ে উপলব্ধি করি। 🙏🙏🙏
এ তো কবিতা নয়,এ যেন কবিহৃদয়ের সর্বশ্রেষ্ট উপহার আমাদের সকলের জন্য ।এ কবিতা আজ ও যেমন অমলিন তেমনি আজ থেকে হাজার বছর পর ও অমলিন ই থাকবে।।হৃদস্পন্দন বাড়াবে প্রতিটা পাঠকের।💙
আমি যখন ২৪ পরগণা ক্যানিং এ কর্মরত ছিলাম তখন আমি কাজী সব্যসাচীকে দেখেছি এবং তাঁর কন্ঠে কাজী নজরুল ইসলামের কবিতা পাঠ শুনেছে আমার স্মৃতি তে চীরদিন কাজীর কবিতা এবং কাজী সব্যসাচীর আবৃতি অমলিন হয়ে বেঁচে থাকবে ধন্যবাদ উদ্যোক্তাদের তাদের জন্য আমার নমস্কার
মা আপনি সত্যি সৌভাগ্য বতী।
হে কবি নজরুল তোমার সৃষ্টি অনবদ্য তোমার সৃষ্টি অতুলনীয়,,
ভাবতে অবাক লাগে।
এত শব্দের অগ্নিস্ফুলিঙ্গ তুমি কোথায় পেলে।
মারহাবা মারহাবা মারহাবা
'শব্দের অগ্নিস্ফুলিঙ্গ' - কথাটা সুন্দর বলেছেন। এই শব্দের যাদু নিয়ে এখানে, ঢাকায় - নজরুল ইন্সটিটিউটে শব্দ সম্ভার নিয়ে একটি বই আছে! কিন্তু, মানব মনে এই শব্দের প্রভাব নিয়ে কোন বিজ্ঞানভিত্তিক স্টাডি বোধ'য় এখনো হয়নি। আমি চাইছি, এ বিষয়টি নিয়ে প্রায়োগিক গবেষণা হোক। তাতেই মানবকূলের কল্যাণ নিহিত...
সবার কবিতা নিজের জন্য, প্রেম বিরহ আর কিছুটা ন্যাকামো। পরাধীন ভারতে তোমারি কবিতা আগুন জালিয়েছিলো, বিপ্লব এনেছিল। স্বাধীনতার যুদ্ধে তোমার অবদান অনেকখানি। হে বিপ্লবী কবি লহ মোর শতকোটি প্রনাম🙏🙏❤️❤️
একমাত্র কবি যিনি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে সমভাবে সমাদৃত। অসাধারণ প্রতিভা যার সামান্য ই অকাল অসুস্থতার দরুন আমার পেয়েছি। 🤔
সাম্প্রদায়িক শক্তির চরম শত্রু, সম্প্রীতির অহংকার, অবিভক্ত বাংলার ভালোবাসা ও গর্ব আমার আপনার সকলের প্রিয়
" কাজী নজরুল ইসলাম "
প্রণমি তোমায়..........
ভাই ঠিক বলেছেন।
আপনার মত যদি সবাই ভাবত
ruclips.net/video/LRHVPyfD6CE/видео.html Bidrohi | Recitation by Sudip De Sarkar
অসাধারণ লাগল।
Tai naki !! desh ta kano bhag holo !!
ruclips.net/video/KN-WRUu2ghg/видео.htmlsi=XfkWLXzSOIzeocLF
বিদ্রোহী,,,
শুধু ২১ বছর সাহিত্য রচনা করেছেন, তাতেই আপনি হয়েছেন মহান। সেই ব্রিটিশরা যদি আপনাকে ইনজেকশন পুশ না করত, যদি সুস্থই থাকতেন তাহলে জিবনের বাকি ২৬ টি বছর সাহিত্য কে এমন পর্যায় নিয়ে যেতেন,,, অন্য কনো সাহিত্যিক তা কল্পনাও করতে পারত না।
অনেক মিস করি আপনাকে।
দুয়া রইলো আল্লাহ যেনো আপনাকে জান্নাতুল ফেরদিউস নসিব করেন। আমিন।
Inshallah Ameen
সব আ্ল্লাহর ইচ্ছে, মানুষ ৪০ বৎসর বয়সের পর বুদ্ধিগুণ পরিপক্ব প্রখরতা হয়। ঠিক সেসময় যে উপায়ন্তে কবির লেখনশৈলী স্তব্ধ হয়। আমার একান্ত মতামত যে, যদি তা না হতো বা আর সময় পেত তা হলে তিনি মানুষের কাছে পূজারী হতেন। আল্লাহ তা চান নি। আল্লাহ উত্তম জানেন। কবি জান্নাত বাসি হোক।
😭😭😭
Injection pushed by British mane ? I heard nazrul died because syphilis.
হযরত মুহম্মদ (সা:) বলেছিলেন যে কেয়ামাতের যুগে ইলম উঠে যাবে... তাই মনে হয় মহান আল্লাহ নজরুলের জ্ঞান উঠিয়ে নিয়েছিলেন
রক্তে আগুন ধরানো কবিতা … শুধুই নজরুল পারে এই আগুন জ্বালতে………… কবি কে জানাই আমার সশ্রদ্ধ প্রনাম………
আমাদের সশ্রদ্ধ সালাম। আজকে আমার বড্ড বেশী করে মনে পড়ছে তোমার কথা। উন্মত্ত বিশ্বের আজ খুব দরকার ছিল তোমাকে। তোমার লেখনীর কষাঘাত ই পারত আমাদেরকে সুঙযত কোরতে। আমাদের শ্বাসনের বড়ই অভাব।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@phanibhusangupta2725bn hooKup p poo b
বিদ্রোহী শুনুন
ruclips.net/video/c3MWT8vgChk/видео.html
বিদ্রোহী কবিতা শোনার আমন্ত্রণ
ruclips.net/video/c3MWT8vgChk/видео.html
দুই বাংলায় এক বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম তোমার মত কবি আর জন্ম হবে না, সারা বিশ্ব কাঁপিয়ে তুমি আমাদের প্রিয় কবি।
কবি আজও তোমার বিদ্রোহী কবিতা শুনলে আমার হৃদয়ে সাইক্লোন ওঠে। আমার রক্তে মজ্জায় তোমার জীবন্ত অস্তিত্ব অনুভব করি।
@@madhumitamallick9178m
Lmooo00
@@madhumitamallick9178 গ্ট্গঘগগিিইিঘিইইঞৌওঔঔঔ
ruclips.net/video/LRHVPyfD6CE/видео.html Bidrohi | Recitation by Sudip De Sarkar
Tomakeajasropronam
গায়ে কাটা দেই...এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে গেলেই কবির কবরের সামনে দাড়ালে চৌখে পানি আসে...আল্লাহ মাফ করুন তাকে জান্নাত দান করুন।
আল হুম দূল্লিহা 😊
আমিন❤
দেবদূত পিতার বজ্রলেখনীর শব্দবিন্যাশে দেবপুত্রের বজ্রকন্ঠে সাজানো পৃথিবীর এক এবং অদ্বিতীয় বিস্ময়। আমার শতকোটি প্রণাম।
ruclips.net/video/aMwRFfPC1Hg/видео.html
বাংলার শ্রেষ্ঠ কবি আমাদের হৃদয়ের কবি কাজী নজরুল ইসলাম | বিদ্রোহী কবি ছিলেন তাই সেই মূল্য পেলেন না | শ্রেষ্ট কবি তোমাকে আমরা কোনদিন ভুলছি না আর ভুলবো না |
Thank you at post korar jonno
বার বার শুনতে ইচ্ছে করে।সেলাম তোমায় কবি কাজী নজরুল ইসলাম। সেলাম তোমায় কাজী সব্যসাচী।
কি শোনালে ভায়া, কি শোনালে মোরে? আমৃত্যু মনে থাকবে এ অনুভূতি।রক্তের এই ভয়াল চাপ, প্রবলতা যা আমার এই তুচ্ছ দেহ সহ্য করিতে পারে না।আমি বিশ্বাস করতেই পারিনা কোনো কবি এহেন কবিতাও লিখতে পারে!এ যে চিরন্তন সত্য!!এ যে মহা পবিত্র!সবার চেয়ে, সবার উর্ধে!এখনতো সত্যিই মনে হচ্ছে যে ওই তপন ঠিকই বলেছিল, লেখক মাত্রই কোনো ভিনগ্রহী জীব।।
কোনো দিন কোনো ভাষা দিয়ে মহাকবি নজরুল কে প্রকাশ করা যাবে না, উনি এত বিশাল, এত মহান, এত মহৎ। প্রয়োজন ছিল এখন ওনাকে সারা পৃথিবীতে...
❤️ পাঠ করেছেন যে তাকেও অনেক ধন্যবাদ,,, অনেক আবেগ প্রবন,,,❤️ মহাসৃষ্টি কে কন্ঠ দেওয়ার জন্য।❤️ নজরুল আজও অমর আমাদের মাঝে।
Kazi Sobbosachi , son of Kazi Nazrul Islam was the reciter of this poem.
ওনার পুত্র
Sobbosachi Kazi
@@younuskhan7762ওঁর পুত্র, কাজী সব্যসাচী। একসময় আকাশবাণীর প্রধান ঘোষক ছিলেন। কবির মৃত্যুর মাত্র চারবছর পর ১৯৮০ সালে অকাল প্রয়াত হন।
আমার মন যখন খুব ভরাক্রান্ত থাকে আমি বিদ্রোহী কবিতা টি শুনি বার বার, আর ধীরে ধীরে মন টা ঠিক জায়গায় ফিরে আসে, 🙏🏻🙏🏻🙏🏻প্রণাম নজরুল আপনাকে, এতো অসাধারণ গান কবিতা সৃষ্টি র জন্য 💞💞💞🌹🌹🌹
এক বিদ্রোহী কবিতার জন্যই নজরুলকে হাজার বার নোবেল দেয়া যায়❤❤❤
আমার মায়ের ভাষায় এমন একটি সাহিত্যকর্মের জন্য খুব গর্বিত বোধ করছি। কবিপুত্র কবির রক্তের প্রমাণ দিয়েছেন তাঁর বাবার অনুভূতি সুচারুভাবে কণ্ঠে ধারণ করে।বিধাতা তাঁর সৃষ্টিকে কত ক্ষমতা ও মমতা দিয়ে সৃষ্টি করেছেন তাঁর একটি প্রমাণ এই কবিতাটি। সৃষ্টিকর্তা, পৃথিবীকে প্রেমময় করো, কবিমনের বাসনা পূর্ণ করো।
পুএের কণ্ঠে পিতার কবিতা, মনটা ভরে গেলো, আর কেউ পারবে না এমন করে আবৃতি করতে,
অবশ্যই
Ahaaaa!!!! Ki sundor.ki osadharon....mon vore gelo
একদম
মন ভরে যায়। যেমন লেখনি ❤️।তেমন কণ্ঠস্বর 🌹
What a voice! What a voice modulation! Deep sonorous, confident, daring, full of emotions, compassion....a complete n perfect voice for recitation 👌👌👌👌
একটা বিদ্রোহী কবিতার জন্য নজরুল কে ১০ বার নোবেল দেয়া যায়🙏🙏🙏
ruclips.net/video/LRHVPyfD6CE/видео.html Bidrohi | Recitation by Sudip De Sarkar
Q
right
আপনার এই কমেন্টের জন্য আপনাকে একটা নোবেল দিতে ইচ্ছে করছে😁😁
একথা একশো ভাগ সত্য ও সঠিক। এই দুর্নীতির বিশ্বে যদু মধু কত নোবেল পেল। কিন্তু মহামানব নজরুল ইসলাম পাবেন না।
বহু বছর ধরে আমার ফোনে রয়েছে কবিতাটা।যতবার শুনি,ততবারই রক্তে শিহরণ জাগে।সালাম তোমায় প্রিয় কবি!
কাজী নজরুল ইসলাম-- কেবল কবি হিসেবেই নয়, মানুষ হিসেবেও ছিলেন বিধাতার বিস্ময়কর সৃষ্টি। তাঁকে ধারণ করা , বিশ্লেষণ করা , উপস্থাপন করা দুঃসাধ্য ব্যাপার। আর তাঁর কবিতার শ্রেষ্ঠতম আবৃত্তিকার হচ্ছে তাঁরই সন্তান কাজী সব্যসাচী।
Asadharan
একদম
Ekdom thik
কাজী নজরুল ইসলামের শশুড় বাড়ি আমাদের বাড়ির কাছে। নজরুল প্রমীলার ভালোবাসার স্মৃতি আমাদের তেওতা জমিদার বাড়িতে রয়েছে ।
Best wishes for kobi.
কবি সহজাত শক্তি নিয়েই পৃথিবীতে অবতীর্ণ হন
। কাজী নজরুল সেই শক্তি আমাদের এই বাঙলায় জন্ম নিয়েছিলেন। কী অসাধারণ অবদান। তার জীবনটাই এক জ্বলন্ত দর্শন। শুধুই একান্ত ক্ষেদ জীবনের শেষদিকে তিনি নির্বাক হয়ে থাকলেন। কত কিছু থেকে আমরা বঞ্চিত হলাম।
ruclips.net/video/aMwRFfPC1Hg/видео.html
কাজী নজরুল ইসলাম এর যোগ্য পুত্র কাজী সব্যসাচীর ।ওনার কন্ঠস্বর সত্যিই ঈশ্বর প্রদত্ত ।আমরা কাজী নজরুল ইসলাম এবং কাজী সব্যসাচী কে যোগ্য সম্মান দিতে পারিনি এটা নিঃসেন্দহে আমাদের ত্রুটি ।কাজী সব্যসাচী শুধু একজন ভালো আবৃত্তিকার নন উনি বাংলা বাচিকশিল্পের জনক ।উনি প্রথম ব্যক্তি যিনি আবৃত্তি শিল্প কে পেশা হিসেবে গ্রহণ করেন ।আজকের অনেক আবৃত্তিকার রা ওনাকে চেনে না বা ওনার কথা জানেন না এটা নিঃসেন্দহে খুব দুঃখজনক ঘটনা ।আজকের আবৃত্তিকাররা যে এত পয়সা উপার্জন করছে আবৃত্তি শিল্পের মাধ্যমে তার কৃতিত্ব এবং মূল কারিগর কাজী সব্যসাচী এটা দেবদুলাল বন্দোপাধ্যায় যিনি সব্যসাচীর সহকর্মী ছিলেন আকাশবাণী তে তিনি বলেছেন ।
Kabinajrulsalut}madhu
তুমি কবি তুমি কবি। তুমি বাংলার
তুমি বাংলার তুমি বাংলার শ্রেষ্ঠ কবি।
এমন পুরুষকন্ঠ এমন সাবলীল সুন্দর মধুর বাচিকতা নিয়ে আর কেউ আসবেনা!
ruclips.net/video/aMwRFfPC1Hg/видео.html
আহ আর লিখতে পারবে না কেউ এমন কবিতা , হাজার বছরেও ।
impossible
ruclips.net/video/LRHVPyfD6CE/видео.html Bidrohi | Recitation by Sudip De Sarkar
Akhon prithibita sei manus nei ,lovider charachari. Ar sai manushder amra pabana.
বাংলার যুবকদের যৌবনের কবি, তুমি চিরযুবরাজ।
1000... for you... this comment. 👍👍
Asadharon ......... ..darun .. .... .tulona nei ..... . Darun darun darun darun darun darun darun darun darun darun darun darun darun darun darun darun darun darun darun darun darun darun darun darun darun darun darun
এ এক চির অমলিন,চির নতুন সৃষ্টি ।সৃষ্টির শুরু থেকে চলে আসা উৎপীরিতদের ,বঞ্চিতদের বিদ্রোহের চিরকালীন অভিব্যক্তি এই কবিতা।আবৃত্তি করতে গেলেই হৃদয়ের অন্তস্থল থেকে কেমন এক বিদ্রোহী সত্বা জেগে ওঠে।বাংলা সাহিত্যের এক বিস্ময়কর সৃষ্টি এই কবিতা ।
আর কে লিখবে এমন কবিতা ---
আমার মাযের ভাষাদিয়ে এমন কবিতা লিখে কে দিবে আামদের উপহার।
আল্লাহ্ তোমাকে জান্নাত দানকরুক - প্রীয় কবি নজরুল ইসলাম।
Amin
Thank you
Durgomogerre kantar moru dustor parapar ohey jayrira husiar me
Lshok souksobar hoyl
Daiyttopkar
শুনছি আর গায়ে কাঁটা দিয়ে উঠছে, প্রণাম সেই সৃষ্টিকর্তাকে যিনি এমন বিদ্রোহী কবিকে এই ধরাধমে অবির্ভূত করেছিলেন
চমৎকার আবৃত্তি..এমন আবৃত্তি আমাকে সবসময় অনুপ্রেরণা যুগায়...বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের প্রিয় কবি, আমাদের জাতীয় কবি...কাজী নজরুল ইসলাম
কবিতাটি শুনলে এখনও গায়ে কাঁটা দেয়। কবি কে আমার প্রণাম। ⚘🌹🙏🙏🙏🙏
কাজী নজরুল ইসলাম সেরার সেরা, সবার সেরা।
বিদ্রোহী সর্বকালের সেরা বাংলা কবিতা এবং বিশ্বের সেরা দশটির একটি।
.....এবং সেরা একটির একটি ।
এমন সুন্দর কবিতা একমাত্র নজরুল ইসলামের হাতেই সম্ভব। চিরন্তন সত্য হয়ে থাকবে মানুষের হৃদয়ে বিরাজিত যুগে যুগে।
আমি মুগ্ধ, আমি অভিভূত। সংগ্রামী চেতনার অতন্দ্র প্রহরী কাজী নজরুল ইসলাম, যিনি ছিলেন সুন্দরের পূজারী,তিনি অগ্নিবীণা হাতে নিয়ে বিষের বাঁশিতে ভাঙার গান গেয়েছেন। বাংলা সাহিত্যে তিনি আবির্ভূত হয়েছিলেন ধূমকেতুর মতো বিদ্রোহের নিশান উড়িয়ে।
অসাধারণ! রক্তে আগুন ধরিয়ে দেয়!
l6
qaa
omor kobi
ruclips.net/video/LRHVPyfD6CE/видео.html Bidrohi | Recitation by Sudip De Sarkar
একদম
অসাধারণ। বিদ্রোহী কবিতার সম্ভবত সবচেয়ে ভাল অাবৃত্তি ।
কি অপূর্ব পাঠ। যেমন সুকন্ঠ ও উচ্চারনের গভীরতা। কবি পুত্র কাজী সব্যসাচীকে অভিনন্দন ও ধন্যবাদ।
অসাধারণ।।। হে মহান কবি লহো প্রনাম
ruclips.net/video/LRHVPyfD6CE/видео.html Bidrohi | Recitation by Sudip De Sarkar
যত শুনি ততই ভাল লাগে। এদের তুলনা হয়না।যত দিন পৃথিবী থাকবে ততদিন এরা থাকবেন।
হাজার হাজার সালাম নজরুল আপনাকে। আপনি আমাদের জন্য রেখে গেছেন বিদ্রোহী নামের এক মিছাল যা আমাদের পথ চলার এক প্রেরনার দিক ।
আপনি আছেন এবং থাকবেন প্রত্যেক বাঙালির অন্তরে ।
মধ্যে রাত থেকে ভোর রাত, এইটুকু সময়ের মধ্যে এই রকম একটা কবিতা লেখা কিভাবে সম্ভব!!! এতো দ্রুত কবিতা নজরুল ছাড়া বোধহয় কেউই পারবে না।
ruclips.net/video/LRHVPyfD6CE/видео.html Bidrohi | Recitation by Sudip De Sarkar
কাজী নজরুল ইসলামের কবিতাগুলো কাজী সব্যসাচীর মুখেই সবচেয়ে ভাল মানায়।
vanubandhapadhya
TutorialsBangla poàt
Thik
TutorialsBangla
tapati ghosh
তুমিই বাংলার বিশ্ব কবি | তোমাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম |
country is passing through the turmoil of case, creed, reservation, religion. this poem and creation of Nazrul are inspiration of living with spirit.
অনবদ্য, অসাধারণ অপূর্ব, অতুলনীয় কাজী সব্যসাচী, শতকোটি প্রণাম 🙏🙏🙏🙏🙏🙏
মন্তব্য করব তেমন ভাষা আমার জানা নেই ... তাই বার বার শুধু শুনি ... প্রতিদিন শুনি ... ঝংকার তোলে আমার মনে ----------------------
Correct!
বিদ্রোহী শুনুন
ruclips.net/video/c3MWT8vgChk/видео.html
মনের কথা বল্লেন ভাই
ruclips.net/video/LRHVPyfD6CE/видео.html Bidrohi | Recitation by Sudip De Sarkar
অসাধারণ কোনো প্রশংসাই যথেষ্ট নয়
আমার মনে হয় কাজী সাহেব জানতেন ওনার পুত্র ভাল কন্ঠস্বরের অধিকারী হবেন এবং ওনার জন্য এই কবিতাগুলো লিখেছিলেন।
এত কার্য-কারণের আর কোনও উদাহরন আমার কাছে আর নেই।
এ এক অসাধারণ প্রাপ্তি আমাদের। ছেলেবেলা থেকে মাইকে পূজোতে শুনতাম।
I did listen to this recitation - When I was junior high . And I 'm listening to all over again . It's provide strength in my life . What a ! poetry & power of words . Poet Nazrul Islam's son did great job .
হাজার বছরের শ্রেষ্ঠ কবিতা,, আল্লাহ আপনাকে জান্নাত বাসিন্দা করুক
Aha....ki kontho....vetore agun dhorate emon kontho...pronam kaji sabyasachi ke...r amader priyo kobi ke nie r ki bolbo...amar shoto koti pronam kobi ke
যখনি কাজী নজৰুলেৰ কথা মনে হয় তখনি এই সুৰ আৰ এই কবিতাৰ কথাই মনে হয় ...।
এত সুন্দৰ আবৃতি যাৰ কোনো তুলনা নেই....। যেমুন কবিতা তেমনে আবৃতিকাৰ....।
কয়েক মাস পরপর বার বার শুনি, কতটা ফিলেবল। Tribute to these two Legendary 💝🔥🇧🇩
Nazrul should have been the most read poet of subcontinent, for Urdu Hindi even for parsian. He's beyond this world's realm. Kudos to NAZRUL, the KAZI of divine poetry
এ কবিতা আমাদের জন্য কবি হৃদয়ের সর্বশ্রেষ্ঠ উপহার। যত শুনি ততই ভালো লাগে। বিদ্রোহী কবিকে আমার শতকোটি প্রণাম।
কাজী নজরুল ইসলামের কবিতা বারবার শুনতে খুব ভালো লাগে। মনে হয় এই পৃথিবীতে ওনার মত আর কি কবি জন্মগ্রহণ করবেন?
ঠিক বলেছেন
Na
বিদ্রোহী কবিতার আবৃত্তি কাজী সব্যসাচীর কণ্ঠে যতবার শুনি ততবারই মুগ্ধ হই ।আমিও যদি ওই রকম বলতে পারতাম !!!😊😊😊😊
এই কন্ঠস্বর ঈশ্বর প্রদত্ত গৌতম কুমার ঘোষ মহাশয় ।এই কন্ঠস্বর আমাকে অদ্ভুত আকৃষ্ট করে ।কাজী সব্যসাচী (সানি দা)র কাছে আমরা যারা বাংলা ভাষায় আবৃত্তিকার তারা চিরকৃতজ্ঞ ।আমার আবৃত্তি র শিক্ষক রবীন মজুমদার স্যার এর কাছে ওনার সম্পর্কে কতো কথা শুনতাম ।আর ওই কন্ঠস্বর নকল করার চেষ্টা করেছি অনেক অনুষ্ঠানে ।কিন্তু অনেক বর্ষীয়ান আবৃত্তিকার ও বিচারকেরা ধমক দিয়েছেন ।আমি ওনার কন্ঠে র আরবি ফার্সি উচ্চারণ গুলোকে শেখার চেষ্টা করি ।কিন্তু জানি সেটা ও একশো শতাংশ সঠিক সম্ভব হবে না
রক্তে আগুন লেগে যায় এমন কবিতা শুনে।
না বুজে জীবন, শুরু হয়,শূন্য
তে, কিন্তু জীবন, কিছুতেই,,,,,
চায় না,, শূন্য হাতে, ঐ,পারে
পিরে যেতে,, হয়তো আমি,
অসহায়, অবলা তবুও, কিছু না,কিছুই, লিখতে, পারলে,মন্টা হয়ে যায়, আমার
হাল্কা,আলহামদুলিল্লাহ,
khub bhalo lage, bidrohi kobita,
কাজী নজরুল ইসলামের কবিতা গান শুনলে শরীরের রক্ত টগবগ করে ফুটতে শুরু করে। অনুভব করি এই মুহুর্তে যদি আমার দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধ শুরু করতে হয় তার জন্যও প্রস্তুত, সত্যি এক অমূল্য রত্ন আমাদের কবি।
এক মহান কবির ❤অসাধারণ কবিতাগুলি ❤তারই পুত্রের কন্ঠে ❤আবৃত্ত হয়েছে.... এর থেকে ভালো আর কি হতে পারে ❤
Greatest creation of Kazi Nazrul Islam. Thanks for uploading...
ওরে বাবা কি অবাক করা সৃষ্টিশীল সৃষ্টি এই কবিতাটি। আপনি ধন্য স্যার'"" কাজী নজরুল ইসলাম"""
0:00 বল বীর -
বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
বল বীর -
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’
ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া
খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!
মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
বল বীর -
আমি চির উন্নত শির!
আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস,
মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস!
আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর,
আমি দুর্বার,
আমি ভেঙে করি সব চুরমার!
আমি অনিয়ম উচ্ছৃঙ্খল,
আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল!
আমি মানি না কো কোন আইন,
আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন!
আমি ধূর্জটি, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর
আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাতৃর!
বল বীর -
চির-উন্নত মম শির!
আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি,
আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’।
আমি নৃত্য-পাগল ছন্দ,
আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।
আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল,
আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’
পথে যেতে যেতে চকিতে চমকি’
ফিং দিয়া দিই তিন দোল;
আমি চপলা-চপল হিন্দোল।
আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা,
করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা,
আমি উন্মাদ, আমি ঝন্ঝা!
আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর;
আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর!
বল বীর -
আমি চির উন্নত শির!
আমি চির-দুরন্ত দুর্মদ,
আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হর্দম হ্যায় হর্দম ভরপুর মদ।
আমি হোম-শিখা, আমি সাগ্নিক জমদগ্নি,
আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি।
আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান,
আমি অবসান, নিশাবসান।
আমি ইন্দ্রাণী-সুত হাতে চাঁদ ভালে সূর্য
মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর রণ-তূর্য;
আমি কৃষ্ন-কন্ঠ, মন্থন-বিষ পিয়া ব্যথা-বারিধীর।
আমি ব্যোমকেশ, ধরি বন্ধন-হারা ধারা গঙ্গোত্রীর।
বল বীর -
চির - উন্নত মম শির! (1/3)
অসাধারণ আবৃত্তি। পিতা ও পুত্র ওপারে ভালো থাকুন।দোয়া নিরন্তর।
Wonderful recitation the poem 'Bidruhi'. In fact Rabindranath and Nazrul are two legends of our Bengali literature who could never be replaced by anybody else at least not in our life time. Who knows about future?
শরীরে বিদ্রোহের শিহরণ জেগে ওঠে। বিনম্র শ্রদ্ধা জানাই হে, চিরবিদ্রোহী কবি❤
A great Human being poet ever produced India, a Noble Prize nothing to him.
Haha... These r superhuman... A super energy... Nobel Prize would have been honoured if Nazrul ever got it... What a creator! Pronam Dukhu Mian ke.
Asadharan. Bidrohi Kobi Kaji Najrul tomai pranam.
অসাধারণ কবিতার অসাধারণ আবৃত্তি। অনেকেই চেষ্টা করেছেন, এর চেয়ে ভাল আবৃত্তি আমি কখনো শুনি নাই। @Saregama Bengali এবং কাজী সব্যসাচীকে ধন্যবাদ
অতি অসাধারণ, অতি মানবিক, অতি প্রেমিক, বিদ্রোহী এবং সাম্যবাদী নজরুল- পৃথিবীতে কেবল একজনই ! অশেষ বিনম্র শ্রদ্ধা এই মহামানব কে ..!
আমার মায়ের ভাষায় এমন তরুণ মনের কবিতা আর কে দেবে আমাদের? কবিকে আমার শতকোটি প্রণাম।
To laket panch kedar
Darun
Awesome
ruclips.net/video/LRHVPyfD6CE/видео.html Bidrohi | Recitation by Sudip De Sarkar
ভাগ্যিষ বাঙালী করেছেন ভগবান রে। নয়ত এই কবিতাগুলো শোনা হতনা।
মনের কথা বল্লেন ভাই
Each. And. Every. Bengali. Is. Blessed. That. He. Or. She. Is. Bengali..we. Are. The. Richest. In. From. All. Sides. Bengalees. Never. Made. Money. Made. This. Country. But. Somebody. Trying. To. Destroy. The. Golden. Culture. And literature. Of. Bengal..Thereare. Lots. Of. Poet novelist. So. We. Bowed. Allof. Them. Regards. To. Allof them.
ruclips.net/video/LRHVPyfD6CE/видео.html Bidrohi | Recitation by Sudip De Sarkar
উনি ভগবান নয়,ভগবানের সৃষ্টি
সেই ছোটবেলা থেকে শুনছি ,আজো চির নতুন ,কোনো যন্ত্র সাহায্য ছাড়া শুধূ কণ্ঠ র ওঠা নামা যেনো আলাদা জগতে নিয়ে যায় ,ভোলা যায় না ------------------
ডক্টর বিমান মিত্র
মালদা রাষ্ট্রীয় মহাবিদ্যালয়
Dr Biman Mitra
অসাধারন নজরুল একজন ই
ruclips.net/video/-ee-QbPpSlY/видео.html ei link er kobita sunben
আমি খুব খুশি আর ধন্য যে আমি নিজে কাজী সব্যসাচীর কাছেই আবৃত্তি শিখেছিলাম , আমি প্রণাম জানাই ।
মহান আল্লাহ পাকের বিশেষ সৃষ্টি ,মহা কবি কাজী নজরুল ইসলাম
I am impressed to listen that. This is fourth time I have listen this outstanding poem and recitation. Loved that a lot.
বল বীর-
বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
বল বীর-
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি
ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া
খোদার আসন আরশ ছেদিয়া,
উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিধাতৃর!
মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
বল বীর-
আমি চির উন্নত শির!
আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস,
মহা-প্রলয়ের আমি নটরাজ,আমি সাইক্লোন,আমি ধ্বংস!
আমি মহাভয়,আমি অভিশাপ পৃথ্বীর,
আমি দুর্বার,আমি ভেঙে করি সব চুরমার!
আমি অনিয়ম উচ্ছৃঙ্খল,আমি দ’লে যাই যত বন্ধন,যত নিয়ম কানুনশৃঙ্খল!
আমি মানি না কো কোন আইন,
আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো,আমি ভীম ভাসমান মাইন!
আমি ধূর্জটি,আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর
আমি বিদ্রোহী,আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাতৃর!
বল বীর-
চির-উন্নত মম শির!
আমি ঝঞ্ঝা,আমি ঘূর্ণি,
আমি পথ-সমুখে যাহা পাই যাই চূর্ণি’।
আমি নৃত্য-পাগল ছন্দ,
আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।
আমি হাম্বার,আমি ছায়ানট,আমি হিন্দোল
আমি চল-চঞ্চল,ঠমকি’ ছমকি’
পথে যেতে যেতে চকিতে চমকি’
ফিং দিয়া দিই তিন দোল ;
আমি চপলা-চপল হিন্দোল।
আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা
করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা
আমি উন্মাদ,আমি ঝঞ্ঝা!
আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর;
আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ণ চির-অধীর।
বল বীর-
আমি চির-উন্নত শির!
আমি চিরদুরন্ত দুর্মদ,
আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হর্দম্ হ্যায় হর্দম ভরপুর মদ।
আমি হোমশিখা, আমি সাগ্নিক জমদগ্নি,
আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি
আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান,
আমি অবসান নিশাবসান।
আমি ইন্দ্রাণীসুত হাতে চাঁদ ভালে সূর্য
মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য;
আমি কৃষ্ণকন্ঠ, মন্থন-বিষ পিয়া ব্যথা-বারিধির।
আমি ব্যোমকেশ, ধরি বন্ধন-হারা ধারা গঙ্গোত্রীর।
বল বীর -
চির-উন্নত মম শির!
আমি সন্ন্যাসী, সুর-সৈনিক,
আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক।
আমি বেদুঈন, আমি চেঙ্গিস
আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ!
আমি বজ্র আমি ঈশান-বিষাণে ওঙ্কার
আমি ইস্রাফিলের শিঙ্গার মহা হুঙ্কার
আমি পিণাক-পাণির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দন্ড
আমি চক্র ও মহা শঙ্খ, আমি প্রণব-নাদ প্রচন্ড!
আমি ক্ষ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য
আমি দাবানল-দাহ, দাহন করিব বিশ্ব।
আমি প্রাণ-খোলা হাসি উল্লাস- আমি সৃষ্টিবৈরী মহাত্রাস,
আমি মহা প্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস!
আমি কভূ প্রশান্ত-কভূ অশান্ত দারুণ স্বেচ্ছাচারী
আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী!
আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহা কল্লোল
আমি উজ্জ্বল, আমি প্রোজ্জ্জ্বল,
আমি উচ্ছল জল-ছল-ছল, চল-ঊর্মির হিন্দোল-দোল!
আমি বন্ধনহারা কুমারীর বেণু, তন্বী-নয়নে বহ্ণি
আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি!
আমি উন্মন মন উদাসীর,
আমি বিধবার বুকে ক্রন্দন-শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর।
আমি বন্চিত ব্যথা পথবাসী চির গৃহহারাযত পথিকের
আমি অবমানিতের মরম বেদনা, বিষ-জ্বালা, প্রিয় লান্চিত বুকে গতি ফের
আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা সুনিবিড়
চিত চুম্বন-চোর কম্পন আমি থর-থর-থর প্রথম প্রকাশ কুমারীর!
আমি গোপন-প্রিয়ার চকিত চাহনি, ছল-ক’রে দেখা অনুখন
আমি চপল মেয়ের ভালোবাসা তা’র কাঁকন-চুড়ির কন্-কন্!
আমি চির-শিশু, চির-কিশোর
আমি যৌবন-ভীতু পল্লীবালার আঁচড় কাঁচলি নিচোর!
আমি উত্তর-বায়ু মলয়-অনিল উদাস পূরবী হাওয়া
আমি পথিক-কবির গভীর রাগিণী, বেণু-বীণেগান গাওয়া।
আমি আকুল নিদাঘ-তিয়াসা, আমি রৌদ্র-রুদ্র রবি
আমি মরু-নির্ঝর ঝর ঝর, আমি শ্যামলিমা ছায়া-ছবি!
আমি তুরীয়ানন্দে ছুটে চলি, এ কি উন্মাদ আমি উন্মাদ!
আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ!
আমি উথ্থান আমি পতন,
আমি অচেতন-চিতে চেতন,
আমি বিশ্ব-তোরণে বৈজয়ন্তী, মানব-বিজয়া-কেতন।
ছুটি ঝড়ের মতন করতালি দিয়া
স্বর্গ মর্ত্য-করতলে
তাজী বোররাক আর উচ্চৈঃশ্রবা বাহন আমার
হিম্মত-হ্রেষা হেঁকে চলে!
আমি বসুধা-বক্ষে আগ্নিয়াদ্রি, বাড়াব-বহ্ণি, কালানল
আমি পাতালে মাতাল অগ্নি-পাথার-কলরোল-কল-কোলাহল!
আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ,
আমি ত্রাস সন্চারি ভুবনে সহসা সন্চারি ভূমিকম্প।
ধরি বাসুকির ফণা জাপটি-
ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনেরপাখা সাপটি।
আমি দেব শিশু আমি চঞ্চল,
আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব মায়ের অন্চল!
আমি অর্ফিয়াসের বাঁশরী,
মহা- সিন্ধু উতলা ঘুমঘুম
ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝঝুম
মম বাঁশরীর তানে পাশরি
আমি শ্যামের হাতের বাঁশরী।
Thanks.
ধন্যবাদ
মাশাআল্লাহ
Thank you vai
Thank you vaiya
নজরুল ছাড়া এই কলম কার হবে। শত কোটি প্রণাম তাঁকে।
অসাধারণ
অসাধারণ
অসাধারণ
হাজার বার বললেও
অসাধারণ
Ufff. Puro agun jole jay vitore. Darun..
Enlightened son of this world. Epic poet, writer, music composer, artist, actor, & he him-self !! Rest in peace mentor of our nation ^_^
অসামান্য উপস্থাপন ...... নজরুল ভাবনার যথার্থ 'বিদ্রোহী' আবেদন 🙏🙏🙏
কাজী নজরুল ইসলামের কবিতা শুনলে শরীরের লোম দাড়িয়ে যায়।
How beautiful is this recitation. It stirs my soul to hear the poets words dance alive!
this is a unique piece of heavenly creation.
আমার স্কুল জীবনে উনার কবিতা আবৃত্তি করতাম এবং কয়েকবার প্রথম পুরস্কার ও আমি পায়েছিলাম তাই উনি আমার প্রিয় কবি।
ruclips.net/video/aMwRFfPC1Hg/видео.html
🙏🙏🙏 আমার প্রিয় কবি কে শতকোটি প্রনাম জানাই ❤️❤️
অনবদ্য সৃষ্টি অনবদ্য কন্ঠ 👌👌👌💗❤️ জয় হোক কবির অমর তিনি ।
কলেজে এই কবিতাটা পাঠ করে প্রথম স্থান অধিকার করেছিলাম।
Congralution
kon poem
No no kadak
vlo
amio
Wonderful........... ! Great....... our Nobel Poet.. . Love & respect her beautiful creations.............
I had performed this poem in d last year of my school on d Independece day.It shall always b special for me. Kabi Sabyasachi has been an inspiration. Thank you sir.
Mohan kaviNazrilislam prams.
যেমন কবিতা তেমন পাঠ। অসাধারণ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
The greatest and best poem in Bengali literature and one of the best of world literature.
*Ekta manus koto tuko Brilliant hole emon Kobita likhte pare♥♥ Allah!!sotti jotoi shuni toto vabi eto medha chilo apnr KAJI NAZRUL ISLAM♥♥*
কাজী নজরুল ইসলামের ছেলে কাজী সব্যসাচীর কন্ঠেই আবৃত্তি খুব ভালো লাগছে।
Brototi not so good for Kaji Najrul recitation, Kaji sobyosachi r golaya khub Valo lagche bidrohi kobir kobita.
বিদ্রোহী শুনুন
ruclips.net/video/c3MWT8vgChk/видео.html
Good
Bap ka beta.
Excellent