বেদুইন বাঙালীর এতদিনের দীর্ঘ ছুটির জন্য আমরা গভীরভাবে ক্ষমাপ্রার্থী 🙏। ফিরে এসেছি আমাদের এই গোয়েচালা সিরিজের ফিনালে অর্থাৎ ভিউপয়েন্ট ওয়ান সামিটের রোমঞ্চকর ক্লাইম্যাক্স মুহূর্তকে সঙ্গে করে। আশা করি সকলের ভালো লাগবে। সিরিজের গত পর্বের লিঙ্ক এবং সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক নীচে দেওয়া রইলো। চ্যানেলে নতুন হলে একবার দেখে নিতেই পারেন, তাতে বুঝতে সুবিধে হবে। ধন্যবাদ। 🥰❤😍👇 ***Previous Episode*** 👉 ruclips.net/video/DfTy1nUDS7Q/видео.html ***Gochala Series Playlist*** 👉 ruclips.net/video/xhm5FRZeic4/видео.html ***EPIOLGUE by SUROJIT*** 👇👇👇 লামুনে পৌঁছে সন্ধ্যা ৭ টায় ঘুমাতে যেতে হয়েছে কারণ মাঝরাতে যাত্রা শুরু করতে হবে। সেই মতো গরম খিচুরী আর ডিমকারি খেয়ে শুয়ে পরলাম। সন্ধ্যা ৬টায় যেন গভীররাত পুরো লামুনেকে গ্রাস করেছে। পাশে কে দাঁড়িয়ে রয়েছে সেটা বোঝার উপায় নেই। এ যেন এক স্বপ্নের রাত। শুয়ে আছি মাউন্ট পান্ডিমের চরণ স্পর্শ করে। মাঝে মধ্যে একটা করে দমকা হিমেল হাওয়া যেন টেন্ট সমেত আমাদের উড়িয়ে নিয়ে যেতে চাইছে। রাতে আর ঘুৃম এলো না, প্রায় সবাই জেগেই ছিলো। রাত ১:৪৫ এ আমাদের গাইড ডাকলো উঠে রেডি হতে। বাইরে তখন -৮ ডিগ্রি চলছে, এমন ঠান্ডা এই জীবনে কখনো অনুভব করার সুযোগ হয়নি। হাড়ে কাপুনি ধরিয়ে দিচ্ছে চারখানা লেয়ার পরেও। টেন্টের বাইরে রাখা আমাদের স্টিকগুলোতে বরফ জমে গেছে। ঠান্ডা যেন সূঁচের মতো এসে চোখে মুখে ফুটছে। কাঁপতে কাঁপতে গেলাম রান্নাঘরে কফি খেতে। দস্তানা জোরা খুলে ফুটন্ত গরম কফির কাপ হাতে কোনো অনূভুতি আনতে পারছে না। হাতের আঙুলগুলো যেন আর শরীরে নেই, ওই গরম কফিও ঠান্ডা লাগছে খেতে। এই অবস্থাতে শরীর গরম রাখাটা খুব জরুরী। রাত ২:২৫ এ শুরু করলাম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা। প্রথম ১৫ মিনিটেই বিপদ, নদীর জলে বিভিন্ন নালা এসে মিশেছে তাদের জল ইতিমধ্যেই জমে স্বচ্ছ বরফ হয়ে গেছে আর তাতেই পিছলে গিয়ে জিতেন্দ্রর বাঁ হাতটা চোট পেলো, পরে যদিও কোলকাতায় ফিরে জানতে পেরেছিলাম ওর হাতটা ভেঙেছে। তাতেও ওই যন্ত্রণা সহ্য করে পুরোটা শেষ করেছে আমাদের ভাই। অন্ধকারে হেড টর্চ জ্বেলে চলেছি খাঁড়া চড়াই চড়তে চড়তে। এই চড়াইয়ের শেষ যেন আর হচ্ছে না। অবশেষে ৫:৫০ নাগাদ পৌঁছালাম ভিউ পয়েন্টে সবাই মিলে একসাথে। সূর্যোদয় হতে আরও কিছুটা সময় বাকি তখনও, আকাশ ধীরে ধীরে আলোকিত হচ্ছে। চোখের সামনে দাঁড়িয়ে মায়াবী কাঞ্চনজঙ্ঘা আর আমাদের মাঝে কেউ নেই। ইচ্ছে করছে ছুটে গিয়ে চরণটা একবার স্পর্শ করি। জীবনের সেরা প্রাপ্তি এটা আমার। যাকে দার্জিলিং বা সিকিম থেকে অনেক দূরে দেখেছি আজকে আমার একদম কাছে। মনে হচ্ছে তিনি আমাদের আশীর্বাদ দিচ্ছেন সমস্ত বাঁধা অতিক্রম করে এখানে আসার জন্য। তাঁর রূপ মেলে ধরেছেন আমাদের সামনে। অপরূপ সৌন্দর্য্যের কাঞ্চনজঙ্ঘা যেন আরও এবং আরও বেশি সুন্দরী হয়ে উঠেছেন। এই দৃশ্য চোখে বন্দী করে রেখেছি সারাজীবনের জন্য। আমরা অর্জন করেছি এই প্রাপ্তিটা। এবারও বেদুইন বাঙালী সফল হলো। এরপর শুরু হলো নামার পালা, নামতে নামতে এসে পৌঁছালাম এই ট্রেকের আরও এক স্বপ্নের জায়গা সামিতি লেক। চারিদিকে পাহাড় ঘেরা সামিতি লেক আর তাঁর ঘন নীল জল আালাদাই আমেজ এনেছে। যা মনের মণিকোঠায় থেকে যাবে আজীবন।
Obosese opekhha obosan hoyche, video ta darun proti barer moto, editing level top, apnar kache A-Z complete guideline video jonno opekkhai roilam, r amra 2024 april a jachi tai kivabe plan korle khoroch ta kom hobe sei idea deoyar opekkhai roilam❤
Thank you so much for liking this video. Apnader appreciation gulo khub matter kore. Obossoi apnar onurodh rakhar chesta korbo A-Z Complete Guide a. Valo thakben. ❤️🥰🙏
এটা RUclips algorithm এর জন্য হয়ে থাকে। বর্তমানে ব্যক্তিগত কর্মব্যস্ততার জন্য রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হয়না। তাই রিচ কমিয়ে দেওয়া হয়। এছাড়াও বর্তমান যুগে মানুষের রুচি ও চাহিদা ভিন্ন। সেটার কারণেও অনেকেই এই ধরণের কন্টেন্ট এড়িয়ে যান। তার জন্যেও রিচ ডাউন হয়। তাই আমরা Underrated 🥰 । তবে অদূর ভবিষ্যতে হয়তো আর পরিশ্রম করে যেতে হবে তবেই হয়তো একটা পরিচিতর মধ্যে আমরা আসতে পারা সম্ভব হবে। এটাই আমাদের বিশ্বাস। কারণ, Sabka time ata hai. আপনাদের appreciation ও support পেলেই আমরা উদ্বুদ্ধ হই, তা নয় underrated-ই থাকলাম। তাতে দুঃখ নেই। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। 🥰❤️😍🙏
এদের নিয়ে অনেকের অভিযোগ আছে, যার কোনো প্রুফ আমারা পাইনি। তবে আমাদের সার্ভিস খারাপ দেয়নি। আরো কিছু জায়গা থেকে ভেরিফাই করে নিতে পারেন। ধন্যবাদ কমেন্ট করবার জন্য। 🙏
@@prasantabarat1825 Ok I understand. Yuksom ar por Sachen ar akta spot a khanikta pawa jay. tobe khub valo na. Kintu Tshoka te valo network pawa jay. Internet o chalano jay majhe majhe. ar Dzongri te akta secret loction a network pawa jay jeta Guide ra jane. jiggesh korben bole deb. tarpor ar network paben na. Thanks. Wish you a safe and happy journey. 🥰🥰❤❤🙏🙏
ব্লগার'স দের ক্ষেত্রে চার্জিং এর কি ব্যবস্থা আছে? ক্যামেরা ব্যাটারী, মোবাইল, ড্রোনে, সব কিছু চার্জ দেবার কিছু Option পাবো?নাকি পাওয়ার ব্যাঙ্ক নিতে হবে- হলে কতগুলো আর কতো পাওয়ার এর? আর কতগুলো টোটাল কত GB'র মেমরি কার্ড লাগতে পারে এই পুরো ট্রিপ তা কভার করার জন্য? ল্যাপটপ সাথে রাখা সম্ভব? আর ভিউ পয়েন্ট ২ অথবা ৩ কি যাওয়া সম্ভব এই ২০২৪ এ?
আপনার কাছে সম্পূর্ণ সিরিজটা দেখার অনুরোধ রইলো, তাহলে আপনি মোটামুটি সব তথ্যই পেয়ে যাবেন। যদি হাতে সময় একান্তই কম থাকে তাহলে এই ভিডিওটা দেখুন 👇 এখানে বলা আছে পাওয়ার-এর ব্যাপারে। তবে ওখানে ইয়াকসামের পর আর কোন পাওয়ার-এর অপশন নেই। সোলার চার্জার নিতে পারেন। Memory card is up to you according to your content coverage. আমার ৫০০+ জিবি খরচ হয়েছে। হাই অল্টটিউড ট্রেকে ল্যাপটপের অতিরিক্ত বোঝা বওয়ার কোন মানে নেই, দ্বিতিয়ত যেখানে চার্জিং অপশন লিমিটেড। ভিউপয়েন্ট ৩ অলরেডি ওপেন। গাইডের সাথে কথা বলে ফাইনাল করে নিতে পারেন। Good Luck. Happy Trekking. 🙏❤😊👇 ruclips.net/video/DfTy1nUDS7Q/видео.html
বেদুইন বাঙালীর এতদিনের দীর্ঘ ছুটির জন্য আমরা গভীরভাবে ক্ষমাপ্রার্থী 🙏। ফিরে এসেছি আমাদের এই গোয়েচালা সিরিজের ফিনালে অর্থাৎ ভিউপয়েন্ট ওয়ান সামিটের রোমঞ্চকর ক্লাইম্যাক্স মুহূর্তকে সঙ্গে করে। আশা করি সকলের ভালো লাগবে। সিরিজের গত পর্বের লিঙ্ক এবং সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক নীচে দেওয়া রইলো। চ্যানেলে নতুন হলে একবার দেখে নিতেই পারেন, তাতে বুঝতে সুবিধে হবে। ধন্যবাদ। 🥰❤😍👇
***Previous Episode*** 👉 ruclips.net/video/DfTy1nUDS7Q/видео.html
***Gochala Series Playlist*** 👉 ruclips.net/video/xhm5FRZeic4/видео.html
***EPIOLGUE by SUROJIT*** 👇👇👇
লামুনে পৌঁছে সন্ধ্যা ৭ টায় ঘুমাতে যেতে হয়েছে কারণ মাঝরাতে যাত্রা শুরু করতে হবে। সেই মতো গরম খিচুরী আর ডিমকারি খেয়ে শুয়ে পরলাম। সন্ধ্যা ৬টায় যেন গভীররাত পুরো লামুনেকে গ্রাস করেছে। পাশে কে দাঁড়িয়ে রয়েছে সেটা বোঝার উপায় নেই। এ যেন এক স্বপ্নের রাত। শুয়ে আছি মাউন্ট পান্ডিমের চরণ স্পর্শ করে। মাঝে মধ্যে একটা করে দমকা হিমেল হাওয়া যেন টেন্ট সমেত আমাদের উড়িয়ে নিয়ে যেতে চাইছে। রাতে আর ঘুৃম এলো না, প্রায় সবাই জেগেই ছিলো। রাত ১:৪৫ এ আমাদের গাইড ডাকলো উঠে রেডি হতে। বাইরে তখন -৮ ডিগ্রি চলছে, এমন ঠান্ডা এই জীবনে কখনো অনুভব করার সুযোগ হয়নি। হাড়ে কাপুনি ধরিয়ে দিচ্ছে চারখানা লেয়ার পরেও। টেন্টের বাইরে রাখা আমাদের স্টিকগুলোতে বরফ জমে গেছে। ঠান্ডা যেন সূঁচের মতো এসে চোখে মুখে ফুটছে। কাঁপতে কাঁপতে গেলাম রান্নাঘরে কফি খেতে। দস্তানা জোরা খুলে ফুটন্ত গরম কফির কাপ হাতে কোনো অনূভুতি আনতে পারছে না। হাতের আঙুলগুলো যেন আর শরীরে নেই, ওই গরম কফিও ঠান্ডা লাগছে খেতে। এই অবস্থাতে শরীর গরম রাখাটা খুব জরুরী। রাত ২:২৫ এ শুরু করলাম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা। প্রথম ১৫ মিনিটেই বিপদ, নদীর জলে বিভিন্ন নালা এসে মিশেছে তাদের জল ইতিমধ্যেই জমে স্বচ্ছ বরফ হয়ে গেছে আর তাতেই পিছলে গিয়ে জিতেন্দ্রর বাঁ হাতটা চোট পেলো, পরে যদিও কোলকাতায় ফিরে জানতে পেরেছিলাম ওর হাতটা ভেঙেছে। তাতেও ওই যন্ত্রণা সহ্য করে পুরোটা শেষ করেছে আমাদের ভাই। অন্ধকারে হেড টর্চ জ্বেলে চলেছি খাঁড়া চড়াই চড়তে চড়তে। এই চড়াইয়ের শেষ যেন আর হচ্ছে না। অবশেষে ৫:৫০ নাগাদ পৌঁছালাম ভিউ পয়েন্টে সবাই মিলে একসাথে। সূর্যোদয় হতে আরও কিছুটা সময় বাকি তখনও, আকাশ ধীরে ধীরে আলোকিত হচ্ছে। চোখের সামনে দাঁড়িয়ে মায়াবী কাঞ্চনজঙ্ঘা আর আমাদের মাঝে কেউ নেই। ইচ্ছে করছে ছুটে গিয়ে চরণটা একবার স্পর্শ করি। জীবনের সেরা প্রাপ্তি এটা আমার। যাকে দার্জিলিং বা সিকিম থেকে অনেক দূরে দেখেছি আজকে আমার একদম কাছে। মনে হচ্ছে তিনি আমাদের আশীর্বাদ দিচ্ছেন সমস্ত বাঁধা অতিক্রম করে এখানে আসার জন্য। তাঁর রূপ মেলে ধরেছেন আমাদের সামনে। অপরূপ সৌন্দর্য্যের কাঞ্চনজঙ্ঘা যেন আরও এবং আরও বেশি সুন্দরী হয়ে উঠেছেন। এই দৃশ্য চোখে বন্দী করে রেখেছি সারাজীবনের জন্য। আমরা অর্জন করেছি এই প্রাপ্তিটা। এবারও বেদুইন বাঙালী সফল হলো। এরপর শুরু হলো নামার পালা, নামতে নামতে এসে পৌঁছালাম এই ট্রেকের আরও এক স্বপ্নের জায়গা সামিতি লেক। চারিদিকে পাহাড় ঘেরা সামিতি লেক আর তাঁর ঘন নীল জল আালাদাই আমেজ এনেছে। যা মনের মণিকোঠায় থেকে যাবে আজীবন।
Osadharon dada... Inspired holam 2024 winter trekking er jonno
Thank you so much. All the best for your upcoming life changing event. 🥰❤️🙏
দারুন! আমি আজ পর্যন্ত যতগুলো গোচালা ট্রেক এর ভিডিও দেখেছি, এই ভিডিওটা অন্যতম. আমার কিছু প্রশ্ন আছে, যদি আপনি একটু সাজেস্ট করেন তো সুবিধে হয়.
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আপ্লুত আপনার কমেন্ট পেয়ে। বিশদে কিছু জানার থাকলে আমাদের ইন্সটাগ্রাম কিংবা ফেসবুকে মেসেজ করতে পারেন। ভালো থাকবনে। 😊🙏❤
Absolutely breathtaking view! ❤😍
Your storytelling and presentation makes these journeys even more remarkable..✨
Just made my day/night haha.. ❤
Thank you so so much for encouraging me and supporting me as always. ❤️😍🥰🤗
Obosese opekhha obosan hoyche, video ta darun proti barer moto, editing level top, apnar kache A-Z complete guideline video jonno opekkhai roilam, r amra 2024 april a jachi tai kivabe plan korle khoroch ta kom hobe sei idea deoyar opekkhai roilam❤
Thank you so much for liking this video. Apnader appreciation gulo khub matter kore. Obossoi apnar onurodh rakhar chesta korbo A-Z Complete Guide a. Valo thakben. ❤️🥰🙏
Simply oshadharon dada❤️❤️
অসংখ্য ধন্যবাদ দ্বীপায়ন। ভালো থেকো। 🥰❤️
Wow amazing 😊
Thank you so much. ❤️🥰🙏
Puri view point 3.
Amr to mathai dukhche na ei channel eto underrated ki vbe.. sob kichui top class tao ki vbe..
এটা RUclips algorithm এর জন্য হয়ে থাকে। বর্তমানে ব্যক্তিগত কর্মব্যস্ততার জন্য রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হয়না। তাই রিচ কমিয়ে দেওয়া হয়। এছাড়াও বর্তমান যুগে মানুষের রুচি ও চাহিদা ভিন্ন। সেটার কারণেও অনেকেই এই ধরণের কন্টেন্ট এড়িয়ে যান। তার জন্যেও রিচ ডাউন হয়। তাই আমরা Underrated 🥰 । তবে অদূর ভবিষ্যতে হয়তো আর পরিশ্রম করে যেতে হবে তবেই হয়তো একটা পরিচিতর মধ্যে আমরা আসতে পারা সম্ভব হবে। এটাই আমাদের বিশ্বাস। কারণ, Sabka time ata hai. আপনাদের appreciation ও support পেলেই আমরা উদ্বুদ্ধ হই, তা নয় underrated-ই থাকলাম। তাতে দুঃখ নেই। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। 🥰❤️😍🙏
Dada apni jader sathe trek korechen tader service kmn
এদের নিয়ে অনেকের অভিযোগ আছে, যার কোনো প্রুফ আমারা পাইনি। তবে আমাদের সার্ভিস খারাপ দেয়নি। আরো কিছু জায়গা থেকে ভেরিফাই করে নিতে পারেন। ধন্যবাদ কমেন্ট করবার জন্য। 🙏
Amra jbo 2025 March.
কমেন্ট করার জন্য ধন্যবাদ। অগ্রীম শুভেচ্ছা রইলো। 🥰❤️🙏
@@BedouinBangali তোমার চ্যানেলের মারফত বলছি যদি কেউ যেতে চায় তো যেতে পারে কারণ আমাদের লোক বেশি দরকার তাহলে খরচটা কম হয়।।
@@kaushikkhan33 আপনার Itinerary এবং Contact এখানে শেয়ার করতে পারেন। তাহলে বাকিদের আপনার সাথে যোগাযোগ করতে সুবিধে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। 🥰❤️🙏
Any news on permit for viewpoint 3
Thanks for your comment. Yes it is opened now. Ask your tour operator.
@@BedouinBangali Did talk to my tour operator but they are saying that viewpoint 3 is still not accessible
Dada, blchi tmra ki kono tour operator er sthe giye chile trek e ??
জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমাদের ট্রেক অ্যারেঞ্জ করেছিল লোকাল গাইড মিলন সুতলুঙ্গ পারাংদেন। Check Description for details. 🥰❤️
Mobile network kothay kothay pawa jabe??? Yoksam er pore r kotodur pawa jabe ektu janiyo
Ai byapare jabotiyo tothyo khub shiggiri akta A-Z Goechala Guide a bolbo. Songe thakar onurodh roilo. Dhonnyobad 🙏🥰❤️
Actually amader jawar plan 19.10.23.....tai ektu age bolle subidha hoto
@@prasantabarat1825 Ok I understand. Yuksom ar por Sachen ar akta spot a khanikta pawa jay. tobe khub valo na. Kintu Tshoka te valo network pawa jay. Internet o chalano jay majhe majhe. ar Dzongri te akta secret loction a network pawa jay jeta Guide ra jane. jiggesh korben bole deb. tarpor ar network paben na. Thanks. Wish you a safe and happy journey. 🥰🥰❤❤🙏🙏
@@BedouinBangali onek dhonyobad ❤️❤️❤️
ব্লগার'স দের ক্ষেত্রে চার্জিং এর কি ব্যবস্থা আছে? ক্যামেরা ব্যাটারী, মোবাইল, ড্রোনে, সব কিছু চার্জ দেবার কিছু Option পাবো?নাকি পাওয়ার ব্যাঙ্ক নিতে হবে- হলে কতগুলো আর কতো পাওয়ার এর? আর কতগুলো টোটাল কত GB'র মেমরি কার্ড লাগতে পারে এই পুরো ট্রিপ তা কভার করার জন্য? ল্যাপটপ সাথে রাখা সম্ভব? আর ভিউ পয়েন্ট ২ অথবা ৩ কি যাওয়া সম্ভব এই ২০২৪ এ?
আপনার কাছে সম্পূর্ণ সিরিজটা দেখার অনুরোধ রইলো, তাহলে আপনি মোটামুটি সব তথ্যই পেয়ে যাবেন। যদি হাতে সময় একান্তই কম থাকে তাহলে এই ভিডিওটা দেখুন 👇 এখানে বলা আছে পাওয়ার-এর ব্যাপারে। তবে ওখানে ইয়াকসামের পর আর কোন পাওয়ার-এর অপশন নেই। সোলার চার্জার নিতে পারেন। Memory card is up to you according to your content coverage. আমার ৫০০+ জিবি খরচ হয়েছে। হাই অল্টটিউড ট্রেকে ল্যাপটপের অতিরিক্ত বোঝা বওয়ার কোন মানে নেই, দ্বিতিয়ত যেখানে চার্জিং অপশন লিমিটেড। ভিউপয়েন্ট ৩ অলরেডি ওপেন। গাইডের সাথে কথা বলে ফাইনাল করে নিতে পারেন। Good Luck. Happy Trekking. 🙏❤😊👇
ruclips.net/video/DfTy1nUDS7Q/видео.html
@@BedouinBangali Thank you Bhai, Ha Puro Series tai dekhbo.
okhane biryani pawa jabe? namaz pora jabe? masjid aache
হ্যাঁ অবশ্যই, সঙ্গে পাঁচতারা হোটেল সহ পাব, শপিং মল সবই রয়েছে।
@BedouinBangali nice reply