অদ্ভুত ... সুন্দরর ।। কি মিষ্টি গলা, কি তার আওয়াজ ।। কি সুনিপুণ হাত এর কাজ ।। আপনি একজন উদীয়মান চাল-চিত্র নির্মাতা ।। ভ্রমণ বিষয়ক নির্মাণ এ আপনি শক্তিমান এক সত্তা
সিলেটের ৩ দিনের ভ্রমণ সত্যিই একটি অসাধারণ অভিজ্ঞতা! 🌄✨ সাদা পাথর, রতরগুল, বিছনাকান্দি, পন্টুমাই এবং জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে দেয়। 🏞💚 প্রতিটি স্থানেই রয়েছে নিজস্ব এক রূপ এবং শান্তি। এই যাত্রায় সবার সাথে স্মরণীয় মুহূর্তগুলো ভাগাভাগি করতে পারা খুবই আনন্দদায়ক। 🌟🏕 🥰🚗
দেখে খুবই ভালো লাগলো ❤ আমি যখন এখানকার কোন সুন্দর যায়গার ভিডিও করি, তখন মনটা একটু খারাপ হয়ে যায়। আর ভাবি, “এমন যদি হোতো, বিদেশিরা আমাদের দেশের বেড়াতে যেতে পছন্দ করবে, চিকিতশা নিতে যাবে। তারপর আমাদের প্রবাশিদের মতই, আমাদের দেশের অনেক সুন্দর যায়গা, ভালো নিয়ম, ভালো মানষি, আরো অনেক ভালো কিছু, ওরা বাইরের জগতে তুলে ধরবে🎉🎉🎉”
অসাধারণ কাজ! আপনার এই ভিডিওটি খুবই তথ্যবহুল এবং অনুপ্রেরণামূলক। আপনার পরিশ্রম এবং ক্রিয়েটিভিটির প্রশংসা না করে পারলাম না। সামনে আরও ভালো কন্টেন্ট আশা করছি! শুভ কামনা।"❤
আসসালামুআলাইকুম, ভাতিজা, তোমার ভিডিও এতোটাই উপভোগ্য এবং পরিচ্ছন্ন তা আমি ভাষায় বুঝাতে পারবোনা না। সিলেটের অনেক ভিডিও দেখেছি কিন্তু তোমার ভিডিও অনন্য । তোমার সুনিপুণ হাতে নির্মিত সেইন্ট মার্টিন এর উপর একটি সুন্দর এবং মনোরম ভিডিও আশাকরি। তোমার জন্য রইলো প্রাণ ভরা দোয়া ❤
Naturally these places resemble the paradise where people live in peace. Presumably, depending on seasons they alter their appearance which resemble in different ways. Therefore, resembling natural places extremely matters everywhere.
ভ্রমনের কিছুটা ইনফরমেশন নেওয়ার জন্য ভিডিও দেখে সবাই।এখানে ট্রেন বা বাসের কোন সিটের ভাড়া কেমন। অথবা কোন হোটের ভাড়া কেমন হয়। খাবারে দাম বা মান কেমন।তা জানতে পারলে আমাদের মতো অনেক আনাড়ি, অথবা ছাত্রছাত্রীদের জন্য খুবি উপকার হয়।ধন্যবাদ
ওই সময় যেতে পারেন, তবে সাদা পাথর, রাতারগুলে পানি অনেক কম থাকবে। আর ঝর্ণাগুলোতে পানি একেবারেই থাকবে না। তবে এই সময় ডিবির হাওড়,আর লালাখাল যাওয়ার সবচেয়ে ভালো সময়। ডিসেম্বরে গেলে অন্তত এই দুই জায়গা মিস দিবেন না। আর জাফলং গেলেও আশা করি ভালো লাগবে।
ভালো হয়েছে। ইনশাল্লাহ আরো ভালো হবে। তবে তবে নেটটিভ ভাবে নিয়েন না। প্রচুর বি,,রলের কাজ হয়েছে যদি একটু এ,,রুল এর কাজ করতেন আরও ফুটতো জিনিসটা। ভয়েস অনেক ভালো। ভিডিওগ্রাফিটা আরো ভালো করতে হবে। শুভকামনা রইল।
আসা-যাওয়া, থাকা খাওয়া, ঘোরাফেরা, সব মিলিয়ে আমার খরচ হয়েছিল প্রায় ২৭ হাজার টাকা। আর খরচ তো সবকিছু নিজের উপরে নির্ভর করে ভাই। আমাদের একটু বেশিইই খরচ হয়েছিল। আপনি যদি বাজেট হোটেলে থাকেন, আসা যাওয়া নন এসি বাসে করেন, আর খাওয়া-দাওয়ায় যদি একটু সতর্ক থাকেন , তাহলে বিশ এর মধ্যে খরচ নিয়ে আসতে পারবেন, আর যদি বন্ধুরা মিলে যান, তাহলে খরচ তো আরো কমে যাবে। ঘোরাফেরার ক্ষেত্রে নৌকা ভাড়া,,, সিএনজি ভাড়া,,, এগুলোর ক্ষেত্রে কমানোর কিছু নাই,, এগুলো মোটামুটি ফিক্সড। দামাদামি করলে হয়তো ১০০-২০০ টাকা কমতে পারে।
বছর দুয়েক আগে আমি ফেব্রুয়ারীতে গিয়েছিলাম। তখন বিছনাকান্দি, সাদা পাথর, রাতারগুলে পানি অনেএএএক কম ছিল। তবে আমার কাছে খারাপ লাগে নি। অন্য রকম সুন্দর ছিল। তবে ওই সময় গেলে, ডিবির হাওর আর লালাখাল মাস্ট যাওয়া উচিৎ। এই দুই স্পট শীতের সময়ইইই দেখার উপযুক্ত সময়। তবে জাফলং ভাল লাগবে।
@@sadiamitul5480 আমি তো শ্রীমঙ্গল কখনো যাইনি,, তাই এ ব্যাপারে কিছু বলতে পারছি না। শীতে রাতারগুল,,, সাদা পাথর যেতে পারেন,,তবে পানি কম থাকলেও ঘুরতে খারাপ লাগবে না। আমি বছরের দুয়েক আগে শীতের সময় গিয়েছিলাম। বিশেষ করে এই সময় রাতারগুলকে অন্যভাবে দেখতে পাবেন।
@@suraiyaislammedha4049 আমি তো মাস খানেক আগে গিয়েছিলাম, তখন রাতারগুলে বেশ পানি ছিল। আর শুক্রবারেও ট্যুরিস্ট স্পট খোলা থাকে। জাফলং এ আমরা শুক্রবারেই গিয়েছিলাম।
না,,,পানি এখন অনেক কম থাকবে। বরং এখন লালাখান আর ডিবির হাওড় ঘুরার উপযুক্ত সময়। এই দুই জায়গায় boat ride must । আর জাফলংও যেতে পারেন, পানি অনেক পরিষ্কার থাকবে। নৌকায় ঘুরে বেড়াতে ভালো লাগবে এখন।
ভাই,,,, একদিনের ট্যুরে যদি যেতে চান, তাহলে প্রথমে ডিবির হাওর যেতে পারেন। তখন হাওড়ে অনেক শাপলা ফুল থাকবে, নৌকা করে ঘুরতে বেশ ভালো লাগবে। সেখান থেকে পরে লালাখাল যেতে পারেন। শীতের সময় সিলেটে এই দুই জায়গায় ঘুরা must। বিশেষ করে লালাখালে শীতের সময়ের পানি একেবারেই অন্য রঙের হয়ে যায়। সাথে নৌকার মাঝিকে বলে জিরো পয়েন্টেও যেতে পারেন। এই দুই জায়গা শেষে, বিকালের দিকে জাফলং ঘুরে আসতে পারেন। এখানেও পানি শীতের এই সময় বেশ পরিষ্কার থাকবে, দেখতে ভালো লাগবে।
রাতারগুলে সব সময়ই কম-বেশি পানি থাকে, তবে পানি যখন কম থাকে, তখন ঘোলা হয়ে যায়। আর পানি বেশি কমে গেলে, যে সকল জায়গায় তুলনামূলক উচুঁ, সেখানে হাঁটাহাঁটিও করতে পারবেন।
শীতে সিলেটে ঘুরার বেস্ট ২টা জায়গা হচ্ছে ডিবির হাওড় আর লালাখাল। তবে সাদা পাথর, রাতারগুল, জাফলং ও যেতে পারেন। পানি কম থাকলেও ঘুরতে খারাপ লাগবে না। বিশেষ করে শীতের সময় রাতারগুলকে অন্যরকম ভাবে দেখতে পাবেন।
Husband wife duijon 2 rat 3 dine koto khoroch porbe vai? R November er sesh dike kon kon spot sb cheye besi valo? R duijon gele ki kono prblm hbe mane sintaikarir kono prblm hbe kina?
আসলে,, খরচ তো নিজেদের উপর নির্ভর করে। আপনি কিভাবে যাচ্ছেন, কেমন হোটেলে থাকছেন, খাওয়া-দাওয়া কোথায় করছেন, সবকিছুর উপরই নির্ভর করে। দুই রাত তিন দিনে, ঘুরা ফেরা সহ আশা করি ২৫০০০/- এর মধ্যে হয়ে যাবে। প্রথম দিন ডিবির হাওড়, লালাখাল আর জাফলং গেলেন,, দ্বিতীয় দিন সাদা পাথর আর রাতারগুল যেতে পারেন। বিছনাকান্দি যাওয়ার রাস্তা খুবই খারাপ। না যাওয়াই ভালো। আর আমি যতবার গিয়েছি, সিলেট খুবই নিরাপদ মনে হয়েছে আমার কাছে। কোন সমস্যা হওয়ার কথা নয়।
২ রাত ৩ দিনের জন্য গেলে,,, ১ম দিন ডিবির হাওড়, লালাখাল আর জাফলং যেতে পারেন। ২য় দিন সাদা পাথর আর রাতারগুল যেতে পারেন। এ সময় রাতারগুলের অন্যরকম সৌন্দর্য দেখতে পাবেন। আমিও বছর দুয়েক আগে ফেব্রুয়ারিতে গিয়েছিলাম। আরশীতে অবশ্যই সিলেট যাবেন ভাই। বিশেষ করে,, লালাখাল আর ডিবির হাওড় তো শীতের সময় সবচেয়ে বেশি সুন্দর। শীতের সময়ইই লালাখালের পানি যেরকম সবুজ বা নীলাভ হয়, তা বর্ষার সময় কখনই দেখতে পাবেন না। আর ডিবির হাওড়ে এই শীতের সময়ইই শাপলা ফুলের সমারোহ দেখতে পাবেন। এই দুই জায়গায় নৌকা করে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। ruclips.net/video/S_0v1bmo3U0/видео.htmlsi=5fK5cgpTUvjBMV-n এই ভিডিও দেখলে কিছুটা ধারণা পাবেন
ওয়ালাইকুম আসসালাম,,, নভেম্বরে শেষের দিকে গেলে, ডিবির হাওড় আর লালাখাল মাস্ট যাবেন। দুই জায়গাতেই নৌকায় ঘুরে বেড়াতে পারেন, খুব সুন্দর জায়গা । বিশেষ করে লালাখালে, শীতের সময় পানির রং একেবারেই অন্যরকম হয়ে যায়। আর জাফলংও যাবেন, তখন পানি অনেক ক্লিয়ার থাকে, নৌকায় ঘুরে বেড়াতে খুব ভালো লাগবে।
আমরা এই মাসেই গিয়েছিলাম। ৮ তারিখ রাতে। আর খরচ তো সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। তবে আমরা তুলনামূলক ভালো হোটেলে থেকে ছিলাম। তাই খরচ বেশিইই হয়েছে। সব মিলিয়ে আমাদের খরচ হয়েছিল প্রায় ২৭০০০/-
@@naimstravelvideo7219ভাইয়া এতো কমে কেমনে কি করছেন,,,, সত্যি কথা বলছেন তো আমরা গত মাসের ২১ তারিখ গিয়েছিলাম। আমি আমার হাসব্যান্ড,,,২মেয়ে,,, আমার ছোট বোন আর আমার আব্বু,,, এই ৬ জনের আমার দুই মেয়ে ছোট একজনের ১০ বছর আর একটার ৪। আমরদের সব মিলিয়ে ৫৭ হাজার টাকা গেছে,,, কেনাকাটার হিসাব ধরলে ৬৮ হাজার,,, আপনারা কেমনে মেইনটেইন করছেন 🙄🙄🙄
হোটেল ভাড়ার বিষয়টা ক্লিয়ার করবেন। ৩ রাত ৪ দিনের মোট ভাড়া সাড়ে ১২ হাজার টাকা, না-কি পার ডে ১২ হাজার টাকা? আর এই ভিডিওটি কবে ধারণ করেছেন? শীতকালে গেলে আমি কি এই ধরনের ভিউ উপভোগ করতে পারব?
৩ রাত, ৪ দিন মিলিয়ে ভাড়া ১২৫০০/-। আর,, এখন বা শীতের মধ্যে গেলে এরকম ভিউ পাবেন না। পানি অনেক কম থাকবে। তবে শীতে যদি সিলেট যেতে চান, তাহলে ডিবির হাওর আর লালাখাল ঘুরার তখনই উপযুক্ত সময়। তখন লালাখালির পানি একেবারেই অন্যরকম হয়ে যায়, যা বর্ষার সময় গেলে দেখা যাবে না। আর শীতের সময় ডিবির হাওর গেলে, শাপলা ফুলের সমারোহ দেখতে পারবেন, নৌকায়ও ঘুরতে পারবেন। আর জাফলং যেতে পারেন, তখন পানি অনেক পরিষ্কার থাকে। নৌকায় ঘুরলে ভালো লাগবে।
@@naimstravelvideo7219 ভাই, আরেকটা পরামর্শ চাই। পরিবার সহ যাব তো, একটা মাইক্রো ভাড়া করতে চাইলে সেক্ষেত্রে মাইক্রো ভাড়া ঠিক হবে, নাকি প্রতিদিন ডে ট্যুরের জন্য সি এনজি ভাড়া করলে ভালো হবে? আমাদের লোকসংখ্যা ৭ জন। আপনার সুপরামর্শ চাই।
ধন্যবাদ ভাই,,,, তিনদিনের জন্য গেলে ভালো,,, রিলাক্সে ঘুরতে পারবেন। ১ম দিন সাদা পাথর আর রাতারগুল যেতে পারেন। তবে,এখন রাতারগুলে পানি কম থাকবে,, কিন্তু আশা করি খারাপ লাগবে না। দ্বিতীয় দিন সকাল সকাল বের হয়ে, ডিবির হাওড়, লালা খাল আর জাফলং যেতে পারেন। এ সময় লালাখাল আর ডিবির হাওড় মিস না করাই ভাল হবে। লালাখাল নৌকা করে ঘুরে বেড়ানোর সময় অবশ্যই বলে নিবেন, যেন জিরো পয়েন্ট যায়। বেশ সুন্দর জায়গা। ৩য় দিন বিছনাকান্দি যেতে পারেন,, তবে রাস্তা খুবই খারাপ। সেখানে না গেলে,, কোন চা বাগানে গিয়ে সময় কাটাতে পারেন।
আপনার উপস্থাপনা স্বতঃস্ফূর্ত ও সাবলীল-সুন্দর। আপনার জন্য দুয়া ও শুভকামনা।
অনেক অনেক ধন্যবাদ ভাই,,
ভালো থাকবেন
অদ্ভুত ... সুন্দরর ।। কি মিষ্টি গলা, কি তার আওয়াজ ।। কি সুনিপুণ হাত এর কাজ ।। আপনি একজন উদীয়মান চাল-চিত্র নির্মাতা ।। ভ্রমণ বিষয়ক নির্মাণ এ আপনি শক্তিমান এক সত্তা
কতো সুন্দর উপস্থাপন, কিন্তু সাবসক্রাইবার এতো কম, আফসোস, মানুষ ভালো জিনিসের কদর করতে জানে না
অনেক ভাল লাগল।
সিলেটের ৩ দিনের ভ্রমণ সত্যিই একটি অসাধারণ অভিজ্ঞতা! 🌄✨ সাদা পাথর, রতরগুল, বিছনাকান্দি, পন্টুমাই এবং জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে দেয়। 🏞💚 প্রতিটি স্থানেই রয়েছে নিজস্ব এক রূপ এবং শান্তি। এই যাত্রায় সবার সাথে স্মরণীয় মুহূর্তগুলো ভাগাভাগি করতে পারা খুবই আনন্দদায়ক। 🌟🏕 🥰🚗
সিলেট ভ্রমন ভিডিও টা অনেক দারুন ছিলো।
@@themaskaraltd9235 ধন্যবাদ,,,
খুবই সুন্দর উপস্থাপনা। আপনার সাফল্য কামনা করছি ভাই।
অনেক অনেক ধন্যবাদ❤️❤️
অনেক সুন্দর হয়েছে ভাই
খুব সুন্দর লাগলো ভিডিওটা এবং অনেক কিছু জানতে পারলাম
@@mhporosh-75 thanks for your compliments ❤️
@@naimstravelvideo7219 আগামীতে অন্য দর্শনীয় স্থানগুলো নিয়ে ভিডিও দেখতে চাই
Vai apnar voice over shei rokom laglo 👌👌
ধন্যবাদ ভাই,,👍👍
অপূর্ব সুন্দর দৃশ্য
দেখে খুবই ভালো লাগলো ❤ আমি যখন এখানকার কোন সুন্দর যায়গার ভিডিও করি, তখন মনটা একটু খারাপ হয়ে যায়। আর ভাবি, “এমন যদি হোতো, বিদেশিরা আমাদের দেশের বেড়াতে যেতে পছন্দ করবে, চিকিতশা নিতে যাবে। তারপর আমাদের প্রবাশিদের মতই, আমাদের দেশের অনেক সুন্দর যায়গা, ভালো নিয়ম, ভালো মানষি, আরো অনেক ভালো কিছু, ওরা বাইরের জগতে তুলে ধরবে🎉🎉🎉”
সাধারণত আমি কমেন্ট তেমন একটা করি না। কিন্তুু আপনার কাজ অসাধারণ ❤
ধন্যবাদ,,,,❤️❤️
আজকে ঘুরে আসলাম,,,মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা😊
@@jesmin76539 আসলেই,,,অনেএএক সুন্দর জায়গা। বৃষ্টি হলে আরো ভালো লাগে।
এখন কোথায় কোথায় গেলে ভাল ভিউ দেখা যাবে
@@SabikunNahar-d9s
এখন পান্তুমাই না যাওয়াই ভালো।
বাকি স্পট গুলোতে ভাল ভিউ পাওয়া যাবে,,,,তবে পানি আগের থেকে কম পাবেন।
মাশাআল্লাহ অনেক সুন্দর উপস্থাপনা এবং ভিডিও ধারণ । সামনে এগিয়ে যান শুভকামনা রইল আপরার জন্য।
অনেক অনেক ধন্যবাদ...
সাবস্ক্রাইব করে দিলাম।
আপনার এই ভিডিওটা খুব ভালো লাগলো। সিলেট খোলার ক্ষেত্রে খুব উপকারী একটি ভিডিও।।
অনেক অনেক ধন্যবাদ,,,,❤️❤️
ভিডিও টা অপেন করেই আপনার উপস্থাপন টা ভালো লাগছে❤ 🌼
ধন্যবাদ,,,❤️
জামালপুর থেকে কোয়ালিটিফুল এগিয়ে যান।
অসাধারণ কাজ! আপনার এই ভিডিওটি খুবই তথ্যবহুল এবং অনুপ্রেরণামূলক। আপনার পরিশ্রম এবং ক্রিয়েটিভিটির প্রশংসা না করে পারলাম না। সামনে আরও ভালো কন্টেন্ট আশা করছি! শুভ কামনা।"❤
অনেক অনেক ধন্যবাদ ভাই ❤️❤️
উপস্থাপনা সুন্দর
ধন্যবাদ....
অনেক সুন্দর উপস্থাপনা ভাইয়া খুব ভালো লেগেছে আমার জীবনে যদি কখনো পারি সিলেট যাবো ইনশাল্লাহ 😊
অনেক অনেক ধন্যবাদ......
ইন শা আল্লাহ, অবশ্যই কোন এক সময় সিলেট ঘুরে আসবেন।
sylhet. the most beautiful place in bangladesh. nice video.
Thanks....
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানআল্লাহ ❤❤❤❤
কেউ বাইরে ময়লা ফেলবেন না দয়া করে অন্যকেও ময়লা ফেলতে দিবেন না। নিজের দেশকে সবাই সম্মান করুন ও ভালো বাসুন।🥹🙏
You are an amazing storyteller. Thanks a lot.
@@JDS76 Thanks❤️❤️
oshadharon keep it up brother
Thanks....
মাশাআল্লাহ অনেক সুন্দর আপনার ইনফরমেশন। আমিও কয়েক দিনের মধ্যে সিলেট যাবো ইনশাআল্লাহ। বিশেষ করে আপনার জন্য শুভকামনা রইল আরও সামনে এগিয়ে যান।
অনেক ধন্যবাদ আপনাকে,,,,
আর আমার হয়,,,,
কয়েকদিন পর সিলেট গেলে,,,পান্তুমাই ঝর্ণায় না যাওয়াই ভালো হবে।
Wonderful. Keep it up.
Thanks brother...
Presentation chilo osadharon ❤
অনেক অনেক ধন্যবাদ ভাই ❤️❤️
আসসালামুআলাইকুম, ভাতিজা, তোমার ভিডিও এতোটাই উপভোগ্য এবং পরিচ্ছন্ন তা আমি ভাষায় বুঝাতে পারবোনা না। সিলেটের অনেক ভিডিও দেখেছি কিন্তু তোমার ভিডিও অনন্য । তোমার সুনিপুণ হাতে নির্মিত সেইন্ট মার্টিন এর উপর একটি সুন্দর এবং মনোরম ভিডিও আশাকরি। তোমার জন্য রইলো প্রাণ ভরা দোয়া ❤
ওয়ালাইকুম আসসালাম,,
আপনাকে অনেক ধন্যবাদ ❤️
দোয়া করবেন
অসাধারণ ভাই। ❤
ধন্যবাদ,,,
Sundor chilo vai😊🖤
Thanks👍👍
Presentation just..... ❤❤❤
thanks brother... ❤️❤️
Naturally these places resemble the paradise where people live in peace. Presumably, depending on seasons they alter their appearance which resemble in different ways. Therefore, resembling natural places extremely matters everywhere.
Very nice
Thanks....
সুন্দর ❤
ধন্যবাদ....
Welcome to Kingdom of Sylot
ভ্রমনের কিছুটা ইনফরমেশন নেওয়ার জন্য ভিডিও দেখে সবাই।এখানে ট্রেন বা বাসের কোন সিটের ভাড়া কেমন। অথবা কোন হোটের ভাড়া কেমন হয়। খাবারে দাম বা মান কেমন।তা জানতে পারলে আমাদের মতো অনেক আনাড়ি, অথবা ছাত্রছাত্রীদের জন্য খুবি উপকার হয়।ধন্যবাদ
@@sheemaahmed3305 thanks for your suggestions...
Lalakhal khubi sundor bt keo e ota nia vdo deyna bujhlam na..... Ami sob gula jaygay gechi bt amr personally lalakhal ta valo lagche onnnk
ভাই,,,,লালাখাল শীতের সময়ইই সবচেয়ে সুন্দর। বৃষ্টির সময় গেলে পানি ঘোলা থাকে। তাই যাওয়া হয় নাই।
তবে, বছর দুয়েক আগে শীতে গিয়েছিলাম। তখন খুবইই সুন্দর ছিল
❤🎉❤🎉
❤️❤️👍👍
❤️❤️👍👍
Vaiya Amra December e jetey cacchi kmn hobe oi time gele
ওই সময় যেতে পারেন, তবে সাদা পাথর, রাতারগুলে পানি অনেক কম থাকবে। আর ঝর্ণাগুলোতে পানি একেবারেই থাকবে না। তবে এই সময় ডিবির হাওড়,আর লালাখাল যাওয়ার সবচেয়ে ভালো সময়। ডিসেম্বরে গেলে অন্তত এই দুই জায়গা মিস দিবেন না।
আর জাফলং গেলেও আশা করি ভালো লাগবে।
অনেক ভালো লাগলো, কোন সময়ের ভিডিও এটা
।
গত মাসে গিয়েছিলাম।
৯-১২ তারিখ পর্যন্ত ছিলাম
ভালো হয়েছে। ইনশাল্লাহ আরো ভালো হবে। তবে তবে নেটটিভ ভাবে নিয়েন না। প্রচুর বি,,রলের কাজ হয়েছে যদি একটু এ,,রুল এর কাজ করতেন আরও ফুটতো জিনিসটা। ভয়েস অনেক ভালো। ভিডিওগ্রাফিটা আরো ভালো করতে হবে। শুভকামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ❤️❤️
সামনে চেষ্টা থাকবে।
টোটাল খরচ এর একটা গাইড লাইন দিলে ভালো হতো
আসা-যাওয়া, থাকা খাওয়া, ঘোরাফেরা, সব মিলিয়ে আমার খরচ হয়েছিল প্রায় ২৭ হাজার টাকা।
আর খরচ তো সবকিছু নিজের উপরে নির্ভর করে ভাই। আমাদের একটু বেশিইই খরচ হয়েছিল।
আপনি যদি বাজেট হোটেলে থাকেন,
আসা যাওয়া নন এসি বাসে করেন,
আর খাওয়া-দাওয়ায় যদি একটু সতর্ক থাকেন , তাহলে বিশ এর মধ্যে খরচ নিয়ে আসতে পারবেন,
আর যদি বন্ধুরা মিলে যান, তাহলে খরচ তো আরো কমে যাবে।
ঘোরাফেরার ক্ষেত্রে নৌকা ভাড়া,,, সিএনজি ভাড়া,,, এগুলোর ক্ষেত্রে কমানোর কিছু নাই,, এগুলো মোটামুটি ফিক্সড। দামাদামি করলে হয়তো ১০০-২০০ টাকা কমতে পারে।
Vai january ba Fabruary ta shylet gele kamon hbe
বছর দুয়েক আগে আমি ফেব্রুয়ারীতে গিয়েছিলাম।
তখন বিছনাকান্দি, সাদা পাথর, রাতারগুলে পানি অনেএএএক কম ছিল। তবে আমার কাছে খারাপ লাগে নি। অন্য রকম সুন্দর ছিল।
তবে ওই সময় গেলে, ডিবির হাওর আর লালাখাল মাস্ট যাওয়া উচিৎ।
এই দুই স্পট শীতের সময়ইইই দেখার উপযুক্ত সময়। তবে জাফলং ভাল লাগবে।
শ্রিমংগল,রাতারগুল,সাদাপাথর, এগুলা কি এই মাসে ঘুরার জন্য ঠিক হবে?
@@sadiamitul5480 আমি তো শ্রীমঙ্গল কখনো যাইনি,, তাই এ ব্যাপারে কিছু বলতে পারছি না।
শীতে রাতারগুল,,, সাদা পাথর যেতে পারেন,,তবে পানি কম থাকলেও ঘুরতে খারাপ লাগবে না।
আমি বছরের দুয়েক আগে শীতের সময় গিয়েছিলাম। বিশেষ করে এই সময় রাতারগুলকে অন্যভাবে দেখতে পাবেন।
Vaiya, ekhn ki ratargul e pani thkbe? And friday ki tourist spot off thke?
@@suraiyaislammedha4049 আমি তো মাস খানেক আগে গিয়েছিলাম, তখন রাতারগুলে বেশ পানি ছিল।
আর শুক্রবারেও ট্যুরিস্ট স্পট খোলা থাকে। জাফলং এ আমরা শুক্রবারেই গিয়েছিলাম।
Next week e gele ki arokom nature pabo? Naki pani thakbe na
না,,,পানি এখন অনেক কম থাকবে।
বরং এখন লালাখান আর ডিবির হাওড় ঘুরার উপযুক্ত সময়। এই দুই জায়গায় boat ride must ।
আর জাফলংও যেতে পারেন, পানি অনেক পরিষ্কার থাকবে। নৌকায় ঘুরে বেড়াতে ভালো লাগবে এখন।
Vai, amra December a jete chai 7/8 jon 1 day tour. Kothay kothay jabo seuggest korben please!?
ভাই,,,,
একদিনের ট্যুরে যদি যেতে চান, তাহলে প্রথমে ডিবির হাওর যেতে পারেন। তখন হাওড়ে অনেক শাপলা ফুল থাকবে, নৌকা করে ঘুরতে বেশ ভালো লাগবে। সেখান থেকে পরে লালাখাল যেতে পারেন। শীতের সময় সিলেটে এই দুই জায়গায় ঘুরা must।
বিশেষ করে লালাখালে শীতের সময়ের পানি একেবারেই অন্য রঙের হয়ে যায়। সাথে নৌকার মাঝিকে বলে জিরো পয়েন্টেও যেতে পারেন।
এই দুই জায়গা শেষে, বিকালের দিকে জাফলং ঘুরে আসতে পারেন। এখানেও পানি শীতের এই সময় বেশ পরিষ্কার থাকবে, দেখতে ভালো লাগবে।
আগামি সপ্তাহে আমরা বন্ধুরা মিলে সিলেট ঘুরতে যাবো। রাতারগুল কি এখন পানি আছে?
রাতারগুলে সব সময়ই কম-বেশি পানি থাকে, তবে পানি যখন কম থাকে, তখন ঘোলা হয়ে যায়।
আর পানি বেশি কমে গেলে, যে সকল জায়গায় তুলনামূলক উচুঁ, সেখানে হাঁটাহাঁটিও করতে পারবেন।
সিলেট ভ্রমণের উপযোগী সময় কখন?
বর্ষাকাল সবচেয়ে ভাল,,,
ভাইয়া এই মাসের লাস্ট এর দিকে সিলেট গেলে কোন কোন জায়গা বেস্ট হবে ঘুরার জন্য??
শীতে সিলেটে ঘুরার বেস্ট ২টা জায়গা হচ্ছে ডিবির হাওড় আর লালাখাল।
তবে সাদা পাথর, রাতারগুল, জাফলং ও যেতে পারেন। পানি কম থাকলেও ঘুরতে খারাপ লাগবে না।
বিশেষ করে শীতের সময় রাতারগুলকে অন্যরকম ভাবে দেখতে পাবেন।
3din er total khoroc koto porbe sob miliye..??
আসা যাওয়া, খাওয়া দাওয়া, ঘুরা-ফেরা, হোটেল ভাড়া,,,
সব মিলিয়ে আমাদের ২৭ হাজার টাকা খরচ হয়েছিল
Husband wife duijon 2 rat 3 dine koto khoroch porbe vai? R November er sesh dike kon kon spot sb cheye besi valo? R duijon gele ki kono prblm hbe mane sintaikarir kono prblm hbe kina?
আসলে,, খরচ তো নিজেদের উপর নির্ভর করে। আপনি কিভাবে যাচ্ছেন, কেমন হোটেলে থাকছেন, খাওয়া-দাওয়া কোথায় করছেন, সবকিছুর উপরই নির্ভর করে।
দুই রাত তিন দিনে, ঘুরা ফেরা সহ আশা করি ২৫০০০/- এর মধ্যে হয়ে যাবে।
প্রথম দিন ডিবির হাওড়, লালাখাল আর জাফলং গেলেন,,
দ্বিতীয় দিন সাদা পাথর আর রাতারগুল যেতে পারেন। বিছনাকান্দি যাওয়ার রাস্তা খুবই খারাপ। না যাওয়াই ভালো।
আর আমি যতবার গিয়েছি, সিলেট খুবই নিরাপদ মনে হয়েছে আমার কাছে। কোন সমস্যা হওয়ার কথা নয়।
Bhaiya video ti kotodin age korechilen? 12-14 Nov porjonto ki Pani thakbe?
ভাই,,,আমি গত মাসের ৮ তারিখ রাতের রওনা দিয়েছিলাম।
এখনো পানি পাবেন,,, কিন্তু আগের তুলনায় হয়তো কম থাকবে।
Thanks vi for the information and your lovely video❤
ডিসেম্বরে ২রাত ৩ দিনের জন্য গেলে ট্যুর প্ল্যান কেমন হওয়া উচিত? শীতে কি যাওয়া উচিত হবে?
২ রাত ৩ দিনের জন্য গেলে,,,
১ম দিন ডিবির হাওড়, লালাখাল আর জাফলং যেতে পারেন।
২য় দিন সাদা পাথর আর রাতারগুল যেতে পারেন। এ সময় রাতারগুলের অন্যরকম সৌন্দর্য দেখতে পাবেন। আমিও বছর দুয়েক আগে ফেব্রুয়ারিতে গিয়েছিলাম।
আরশীতে অবশ্যই সিলেট যাবেন ভাই।
বিশেষ করে,, লালাখাল আর ডিবির হাওড় তো শীতের সময় সবচেয়ে বেশি সুন্দর। শীতের সময়ইই লালাখালের পানি যেরকম সবুজ বা নীলাভ হয়, তা বর্ষার সময় কখনই দেখতে পাবেন না।
আর ডিবির হাওড়ে এই শীতের সময়ইই শাপলা ফুলের সমারোহ দেখতে পাবেন। এই দুই জায়গায় নৌকা করে ঘুরে বেড়ানোর মজাই আলাদা।
ruclips.net/video/S_0v1bmo3U0/видео.htmlsi=5fK5cgpTUvjBMV-n
এই ভিডিও দেখলে কিছুটা ধারণা পাবেন
আসসালামু আলাইকুম। পরিবার নিয়ে নভেম্বর এর শেষ এর দিকে সিলেট যেতে চাচ্ছিলাম।এই সময় গেলে কি সিলেট এ চা বাগান,জাফলং এ ভালো লাগবে?
ওয়ালাইকুম আসসালাম,,,
নভেম্বরে শেষের দিকে গেলে, ডিবির হাওড় আর লালাখাল মাস্ট যাবেন।
দুই জায়গাতেই নৌকায় ঘুরে বেড়াতে পারেন, খুব সুন্দর জায়গা । বিশেষ করে লালাখালে, শীতের সময় পানির রং একেবারেই অন্যরকম হয়ে যায়।
আর জাফলংও যাবেন, তখন পানি অনেক ক্লিয়ার থাকে, নৌকায় ঘুরে বেড়াতে খুব ভালো লাগবে।
ভাই আপনি কয় তারিখে সিলেট গিয়েছিলেন।
২০২৪-অক্টোবর এর ৮ তারিখ গিয়েছিলাম।
কোন মাসে গেলে সাদা পাথর আর রাতারগুল ভ্রমণ করতে পারবো??
সবচেয়ে ভাল হয় বর্ষায় গেলে,
তখন অনেক পানি থাকে,
দেখতেও ভাল লাগে,
তবে এই শীতে গেলে ডিবির হাওড় আর লালাখাল মাস্ট যাওয়া উচিৎ।
ভালো কন্টেন্ট কে ভালো বলতেই হবে।।ভিউ দিয়ে কি হবে,কাজটা যদি ভালো না হয়।।
apnar ghurar cost kotoh gese vaiya?
আসা যাওয়া,,,খাওয়া,,,ঘুরাঘুরি,,,হোটেল এ থাকা,,,সব মিলিয়ে ২৭০০০/- খরচ হয়েছিল
Vai voice over ki dia dicchen.
Movo VXR10 Mike এ রেকর্ড করা হয়। পরে Adobe Audition এ edit করি।
ভাইয়া হোটেল ভারা কাপল রুম পার নাইট কতো ছিলো? আমরা সামনের মাসে যাচ্ছি
আমাদের রুম খরচ হয়েছিল ১২৫০০/-
তিন রাত,,, চার দিনের জন্য
ট্রেনের টিকেট কি আগে কাটা লাগে?
হ্যাঁ ভাই,,,
ট্রেনের টিকিট আগেই কেটে রাখতে হয়। রাতের ট্রেনে সিট পাওয়া মুশকিল
ভাই, নভেম্বর ২১ কি একই শিডিউল, এক ই স্পট যাওয়া সম্ভব
যেতে পারেন,,,
তবে স্পটগুলোতে পানি কম পাবেন,,
আর পান্তুমাই না যাওয়াই ভাল হবে
ভাইয়া আপনারা কতদিন আগে গিয়েছিলেন পরিবেশটা কেমন আমরা হাজব্যান্ড ওয়াইফ আর আমার একটা বাচ্চা নিয়ে যাব আনুমানিক কত খরচ পড়বে জানাবেন
আমরা এই মাসেই গিয়েছিলাম। ৮ তারিখ রাতে।
আর খরচ তো সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। তবে আমরা তুলনামূলক ভালো হোটেলে থেকে ছিলাম। তাই খরচ বেশিইই হয়েছে।
সব মিলিয়ে আমাদের খরচ হয়েছিল প্রায় ২৭০০০/-
কয়জনের ২৭ হাজার খরচ হয়েছে..??
আমরা দুই ফ্যামিলি গিয়েছিলাম,,,
এক ফ্যামিলির ২৭ হাজার খরচ হয়েছে।
@@naimstravelvideo7219ভাইয়া এতো কমে কেমনে কি করছেন,,,, সত্যি কথা বলছেন তো আমরা গত মাসের ২১ তারিখ গিয়েছিলাম। আমি আমার হাসব্যান্ড,,,২মেয়ে,,, আমার ছোট বোন আর আমার আব্বু,,, এই ৬ জনের আমার দুই মেয়ে ছোট একজনের ১০ বছর আর একটার ৪। আমরদের সব মিলিয়ে ৫৭ হাজার টাকা গেছে,,, কেনাকাটার হিসাব ধরলে ৬৮ হাজার,,, আপনারা কেমনে মেইনটেইন করছেন 🙄🙄🙄
ভাই রূম ভারা কতো
৩ রাত, ৪ দিনের জন্য রুম ভাড়া ছিল ১২৫০০/-
সাথে complementary breakfast.
ভাই দুই জনের কত খরচ হয়ছে
সব মিলিয়ে ২৭০০০/- খরচ হয়েছিল।
Hotel vara koto lagse vai?
৩ রাত, ৪ দিনের জন্য ১২৫০০/- লেগেছিল। হোটেল "নূরজাহান গ্র্যান্ড"
Vai apner camera ar price koto 😊
Camera Body: Sony A6000
Lens: Sony 18-105 F4
দুইটা মিলে প্রায় ৯৩০০০/-
আমি কিনেছিলাম ২০১৯ এ
@naimstravelvideo7219 Vai CNG mirror a jeta dekhay selan oytar kotha bolse
ওও আচ্ছা,,,
ওইটা DJI pocket 2
২৪,০০০/-
হোটেল ভাড়ার বিষয়টা ক্লিয়ার করবেন। ৩ রাত ৪ দিনের মোট ভাড়া সাড়ে ১২ হাজার টাকা, না-কি পার ডে ১২ হাজার টাকা?
আর এই ভিডিওটি কবে ধারণ করেছেন? শীতকালে গেলে আমি কি এই ধরনের ভিউ উপভোগ করতে পারব?
৩ রাত, ৪ দিন মিলিয়ে ভাড়া ১২৫০০/-।
আর,, এখন বা শীতের মধ্যে গেলে এরকম ভিউ পাবেন না। পানি অনেক কম থাকবে।
তবে শীতে যদি সিলেট যেতে চান, তাহলে ডিবির হাওর আর লালাখাল ঘুরার তখনই উপযুক্ত সময়। তখন লালাখালির পানি একেবারেই অন্যরকম হয়ে যায়, যা বর্ষার সময় গেলে দেখা যাবে না। আর শীতের সময় ডিবির হাওর গেলে, শাপলা ফুলের সমারোহ দেখতে পারবেন, নৌকায়ও ঘুরতে পারবেন।
আর জাফলং যেতে পারেন, তখন পানি অনেক পরিষ্কার থাকে। নৌকায় ঘুরলে ভালো লাগবে।
@@naimstravelvideo7219 ভাই, আরেকটা পরামর্শ চাই। পরিবার সহ যাব তো, একটা মাইক্রো ভাড়া করতে চাইলে সেক্ষেত্রে মাইক্রো ভাড়া ঠিক হবে, নাকি প্রতিদিন ডে ট্যুরের জন্য সি এনজি ভাড়া করলে ভালো হবে? আমাদের লোকসংখ্যা ৭ জন। আপনার সুপরামর্শ চাই।
ভাই যে হোটেলে আপনি ছিলেন হোটেল তার নাম দিবেন দয়া করে ?
হোটেল "নূরজাহান গ্র্যান্ড",,,, সিলেট
Hotel rent janaben
৩ রাত, ৪ দিনের জন্য আমাদের খরচ হয়েছিল ১২৫০০/-
ভাই ক্যামেরাটা ভালো ছিলও না
ভাই,,,,কোন ক্যামেরার কথা বলছেন??
কেন ভাল ছিল না,,,সেটা জানতে পারি?????
I am proud to be a sylheti
Thanks....
সুন্দর ছিল, তবে একটা কথা - ভিডিওর শুরুতে তারিখ টা বলবেন, এতে করে একটা অনুমান করা যায়, কোন মাষের ওয়েদার কেমন। ধন্যবাদ
অনেক ধন্যবাদ,
ভবিষ্যতের জন্য চেষ্টা থাকবে,,
আর, আমরা গত মাসের ৮ তারিখ রাতে রওনা দিয়েছিলাম।
ইনশাআল্লাহ ১৭ নভেম্বর তারিখ সকালে রওনা দিব রবিবার সকালে রওনা দিব তিন দিনের জন্য কোন কোন স্পটে গেলে ভালো হয় দয়া করে একটু জানালে খুবই উপকৃত হব
ধন্যবাদ ভাই,,,,
তিনদিনের জন্য গেলে ভালো,,, রিলাক্সে ঘুরতে পারবেন। ১ম দিন সাদা পাথর আর রাতারগুল যেতে পারেন। তবে,এখন রাতারগুলে পানি কম থাকবে,, কিন্তু আশা করি খারাপ লাগবে না।
দ্বিতীয় দিন সকাল সকাল বের হয়ে, ডিবির হাওড়, লালা খাল আর জাফলং যেতে পারেন। এ সময় লালাখাল আর ডিবির হাওড় মিস না করাই ভাল হবে। লালাখাল নৌকা করে ঘুরে বেড়ানোর সময় অবশ্যই বলে নিবেন, যেন জিরো পয়েন্ট যায়। বেশ সুন্দর জায়গা।
৩য় দিন বিছনাকান্দি যেতে পারেন,, তবে রাস্তা খুবই খারাপ।
সেখানে না গেলে,, কোন চা বাগানে গিয়ে সময় কাটাতে পারেন।