সাজেকে কম খরচে সেরা ৫ হোটেল ও রিসোর্ট। Sajek Hotel,Resort ।Dhaka to Sajek। Sajek Vally Travel Guide

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 381

  • @HasifHasan-wp6cp
    @HasifHasan-wp6cp Год назад +9

    ভাই সাজেক যাওয়ার পথে ক্যাম্পের কি চেক হয় সেটার উপর একটা ভিডিও সবাই তো আর বান্ধবী নিয়ে যায় না কেউ কেউ তো আছে গার্লফ্রেন্ড নিয়া তোর যদি চেকের মাধ্যমে ধরা পড়ে না তো কি হবে ভাই তাই চেকিং এর উপর একটা ভিডিও

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад +18

      যেকোনো জায়গায় এই বিষয়টি নিয়ে ধরা খেলে চরম হিউমিলেশনের শিকার হবেন।
      তাই পারত পক্ষে এ সমস্ত বিষয়ে এড়িয়ে চলাই উত্তম।
      যদি কাউকে নিয়ে যেতেই হয়, বিয়ে করে নিয়ে যান, এটাই উত্তম।
      তবে হ্যাঁ, রিসক নিলে দুনিয়ার যে কোন জায়গায় খারাপ কাজ করা সম্ভব,,
      তেমনি ভাবে একটু গভীর চিন্তা করে,, বুদ্ধি খাটিয়ে হারাম কাজকেও হালাল করে ফেলা যায়।
      সেটা দুনিয়া এবং আখিরাত উভয়ের ক্ষেত্রে উত্তম।
      আমি কি বলতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছেন।
      আপনার জন্য শুভকামনা ভাই।

    • @borbow5929
      @borbow5929 Год назад +7

      @@dr.salmanmahiruhulkowser9812 Masallah onk sundor vabe buziye diyecen onake.Allah apnake valo rakhuk,sustho rakhuk....

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад +5

      ধন্যবাদ

    • @anthubarua2275
      @anthubarua2275 Год назад +1

      যদি গার্লফ্রেন্ড নিয়ে যেতে চান তাহলে কাপল ট্যুর না করে, গ্রুপ ট্যুর করুন তাহলে আর চেক করলেও ধরা খাবেন না।

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад +1

      খুব ভাল কুবুদ্ধি দিচ্ছেন ভাই,,,বাসায় জানে এসব???😁

  • @NigarSultana-mb5kr
    @NigarSultana-mb5kr 2 года назад +7

    ধন্যবাদ ভাইয়া।। এবার যাবো সাজেক।। আপনাট ভিডিও দেখে অনেক কিছু খুঁটিনাটি বিষয় জানলাম।। আমার কাছে অবশ্য মেঘপুঞ্জি,, আর মেঘমাচাং টা বেশি ভালো লেগেছে।।

  • @sharifahmedshaikot953
    @sharifahmedshaikot953 2 года назад +3

    Ami specially apnar, Sayem saheb, Swapon saheb etc er video guli dekhe etota enjoy kori mone hoy ami samne asi.... thanks

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад

      আসসালামু আলাইকুম ভাই।
      অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।
      আসলে আপনাদের উৎসাহেই ভিডিও বানাই।তাই আপনাদের কাছ থেকেই ভাল মন্দ জানতে পারলে ভাল লাগে।
      আপনার জন্য অনেক শুভকামনা রইল

  • @taimurkhan9367
    @taimurkhan9367 2 года назад +5

    Assalamualaikum salaman vi vabtac sajek jabo prokiti ar view khub shundor laglo..❤️

  • @md.shahriarriman9497
    @md.shahriarriman9497 Месяц назад +2

    খুব ভালো এবং ইনফরমেটিভ ভিডিও। কন্টিনিউ করে যান।

  • @ক্লান্তপথিক-ণ৯দ

    সেরা সেরা ডাক্তার সাব,, এমন একটা ভিডিওর অপেক্ষায় ছিলাম 💗

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад

      অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য

    • @naziazaman3283
      @naziazaman3283 2 года назад

      Meghpungi ta beshi valo laglo

  • @alexshaon8211
    @alexshaon8211 2 года назад +3

    2020 এ সাজেক গিয়েছি মানু গুলো অসাধারণ । তাদের সাথে অনেক কথা বলছি তখন অনেক রিসোর্ট কাজ চলতেছিলো।

  • @rizvi00789
    @rizvi00789 2 года назад +7

    Such a nice video 👍🏼
    I always watch your video 😊

  • @MdMehedi-yx4wl
    @MdMehedi-yx4wl 2 года назад +2

    বাংলাদেশী বেস্ট ট্যাবলার আপনি. ভিডিও গুলো খুবই ইনফেকশন পাওয়া যায় এবং একটা জায়গায় যাওয়ার ইন্টারেস্ট জাগে ।

  • @rafiquechowdhury2654
    @rafiquechowdhury2654 2 года назад +1

    আসসালামু আলাইকুম । সালমান ভাই ধন্যবাদ আপনাকে চমৎকার উপস্থাপনার জন্য। দীর্ঘ বছর ধরে দেশের বাহিরে থাকি তবে মোটামুটি প্রতি বছর নাড়ির টানে পরিবার নিয়ে দেশে আসি আর দেশে আশার 2টি কারন একটি হচ্ছে পরিবার ও বন্ধুদের সাথে আড্ডা মারা আর আমার মেয়েদেরকে দেশের মাটি, মানুষ এবং প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেয়া । যতবারই দেশে এসেছি ততবারই দেশের বিভিন্ন স্থানে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছি কিন্তু এই বেড়াতে গিয়ে যা অভিজ্ঞতা হয়েছে তাতে তোওবা করেছি জীবনে আর কোন দিন বাংলাদেশের কোথাও ভ্রমণ করতে জাবো না এমন কি আমার পরিচিতি দেশি বিদেশি বন্ধু বান্ধবদেরকেও বাংলাদেশের কোথাও ভ্রমণ করতে নিষেধ করবো কারন বাংলাদেশের টুরিস্ট কোম্পানি বা হোটেল মটেল মালিক গুলির কথার কোন মূল্য নাই বলে একটা করে একটা.... বেশী ভাগই বেঈমান । পরিবেশ খুবই নুংরা করে রাখে... বাংলাদেশের মানুষ যেখানে খায় সেখানেই মোয়লা আবর্জনা ফেলে দেয়। যাতায়াত ব্যাবস্থা খুবই খারাপ ও ব্যয়বহুল । সবাই চায় একবারে কোটি পতি হয়ে যেতে ভালো সার্ভিস দেবার মনমানোসিকতা নাই। ধন্যবাদ আপনাকে চমৎকার উপস্থাপনার জন্য।

  • @bh.roni.13
    @bh.roni.13 2 года назад +4

    সত্যি ভাই আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে🤩🥰🌺💓

  • @naturalbdview7815
    @naturalbdview7815 2 года назад +6

    আমরা "গরবা রিসোর্টে " ছিলাম। সেখান থেকেও অসাধারণ দৃশ্য দেখা যায়।

  • @mostafizurrahmanjhalak8629
    @mostafizurrahmanjhalak8629 2 года назад +5

    মাশাআল্লাহ জীবনে কখনো যেতে পারবো কিনা জানিনা শুধু আল্লাহই জানে বাট ভাই আপনার ভিডিও দেখে অলরেডি একবার ঘুরে আসলাম অসাধারণ হয়েছে ভিডিওটা।

  • @mohammadmonjurulislam3627
    @mohammadmonjurulislam3627 2 года назад +4

    মহান আল্লাহর সৃষ্টি আহহহহহহহহহহ কি অপরূপ সৌন্দর্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

  • @sumayaislam9187
    @sumayaislam9187 2 года назад +2

    মাশাআল্লাহ, আপনার ভিডিও মানেই অসাধারণ

  • @sheparrahim9687
    @sheparrahim9687 2 года назад +2

    Oneek valo laghche vai ato kore amader ke ato shondor vew dekhalen

  • @Saif886
    @Saif886 Год назад +1

    স❤ত্যি ভাই আপনার ভিডিও দেখে মনে হয় যেন এখনি চলে যাই সাজেক। আপনার উপস্খাপনা অনেক সুন্দর । আমি আপনার ভিডিওগুলি নিয়মিত দেখি। শুভকামনা রইল আপনার জন্য।

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад +1

      অনেক অনেক ধন্যবাদ সাইফ ভাই,,,
      আসলে আমি তো খুবই কম পরিমাণে ভিডিও বানাই,, কোয়ালিটির কথা চিন্তা করে দেখা যায় বছরে ছয়টা ভিডিও আমি দিতে পারছি না,,,
      তাই আসলে ইউটিউব বা ফেসবুকে সেভাবে রিচ করার কথাও না,,, শত সহস্র হাজার কনটেন্টের ভিড়ে।
      তারপর আপনার মত কিছু মানুষ আমার কন্টেন্ট দেখেন, মনে করেন এটা আমার সৌভাগ্য।
      আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।

  • @syedsiam1177
    @syedsiam1177 2 года назад +6

    খুব সুন্দর হয়েছে সালমান ভিডিওটা ❤️❤️❤️❤️
    মাশাল্লাহ

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад +2

      অনেক অনেক ধন্যবাদ ভাই।
      থাম্বনেইল ক্রেডিট আপনার ভাই।
      ডেস্ক্রিপশনে ও দিয়ে দিয়েছি।
      সাথে আপনি থাকার কারনেই সাজেক সফর টা অনেক ইঞ্জয় করতে পেরেছিলাম।😁😁😁😁

    • @syedsiam1177
      @syedsiam1177 2 года назад +1

      ❤️❤️

  • @parbeshasan9905
    @parbeshasan9905 2 года назад +1

    Inshaa Allah 2 mash r baki ashtechi sajek ❤️❤️❤️

  • @rejaulkorimvlogs
    @rejaulkorimvlogs 2 года назад +5

    খুব সুন্দর জায়গা সাজেক

  • @irfanwahid573
    @irfanwahid573 2 года назад +2

    Nice content bhaiya. Make more video please.🇧🇩

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад

      অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য

  • @Skruhul885
    @Skruhul885 Год назад

    One of the best RUclipsr you are.
    Bhai amra samer mashe megh machang e thakbo and booking dite chai pure booking nmbr ta manage kore dite parle onk helpful hotam bhaia❤️

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад

      Thanks a lot.
      I have mentioned all the facebook page and phone number in the video.
      You can find Meghmachang phone number at 4:29 of my video.
      Thanks for watching.

  • @mdabumurshalinrahin3131
    @mdabumurshalinrahin3131 Год назад +2

    Love From Rajshahi ❤

  • @shorts-ef7iy
    @shorts-ef7iy 2 года назад +16

    কে কে আল্লাহকে ভালোবাসো তারা একটা লাইক দেও👍

  • @tamzidblackberry3449
    @tamzidblackberry3449 2 года назад +1

    পর্যটকদের জন্য খুবই ভালো একটা ভিডিও।

  • @kawchar_mahmud_travel
    @kawchar_mahmud_travel Год назад +2

    অসাধারণ হইছে ভাই

  • @FarjanaBinteFarhad31
    @FarjanaBinteFarhad31 2 года назад +2

    মাশা আল্লাহ, অসাধারণ!

  • @ashrafulabdullah8501
    @ashrafulabdullah8501 Год назад +1

    আপনার সাথে আমার পছন্দ মিলে যায় ভাই। 😛

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад

      ভাই😃😃😃😃😃😃।
      আলহামদুলিল্লাহ। তোমার কমেন্ট পেয়ে ভাল লাগলো।
      ইনশা আল্লাহ দুই ভাই মিলে ঘুরে আসব কোথাও থেকে,,,,,

  • @mohosinhossain1245
    @mohosinhossain1245 2 года назад +10

    মাঝে মধ্যে টিম বানিয়ে ঘুরতে গেলে,আমরাও যাওয়ার সুযোগ পেতাম।

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад +1

      অনেক ধন্যবাদ ভাই।
      আসলে আমি সম্পুর্ণ ভিন্ন প্রফেশনের মানুষ। তাই আমার পক্ষে বিষয়টি কঠিন।
      তবে আমি চাই,, এমন টিম বা নিজেরা ঘুরার সমস্ত টিপস আপনাদের দেখিয়ে দিতে যেম আপনারা নিজেরাই টিম করে ঘুরে আসতে পারেন।
      ধন্যবাদ।

    • @khurshedjahan9503
      @khurshedjahan9503 2 года назад

      Q1

  • @EmonKhan-eb9wl
    @EmonKhan-eb9wl Год назад +1

    RUclips bro bhai Full Video dew bhai nice video

  • @Golpoস্রোতে
    @Golpoস্রোতে Год назад +2

    চাচ্চু আপনি কেন ভিডিও সপ্তাহে একদিন হলেও দেন না আমি আপনার ভিডিওর জন্য অপেক্ষায় থাকি সবসময় 💝

  • @bipulahmed5984
    @bipulahmed5984 2 года назад +1

    vlo laglo vhi

  • @HosnaIslam-q6u
    @HosnaIslam-q6u Год назад +1

    বিয়ের বয়স সাড়ে ১৫ বছর।কোথাও বেড়ানো হয়নি।আপনার ভিডিও দেখে ইচ্ছে করছে।ইনশাল্লাহ কোন দিন বেড়াব।

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад

      অনেক ধন্যবাদ।
      আপনার কথা গুলো খুব ভাল লাগলো

  • @abirbinferozjitu4679
    @abirbinferozjitu4679 2 года назад +3

    Shampari best
    Oder 4ta cottage e josh ❤️

  • @nuru-uddin4902
    @nuru-uddin4902 2 года назад +1

    Vai apnr kothai kothai Mashallah Alhamdulillah eta valo laglo sob theke

  • @yasirhamim9300
    @yasirhamim9300 2 года назад +3

    Shangrai resort er upor kono resort nai shobcheye shundor and lonely view

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад +1

      ভাড়া বেশি + ইকো ফ্রেন্ডলি না + ভাল ভিউ নেই।যদিও অনেক উঁচুতে তাদের অবস্থান।
      বিশাল জায়গা নিয়ে করা,সব সুযোগ সুবিধা আছে।
      তবে সাজেক এলে ইকো রিসোর্টে না থাকলে মজাই বৃথা আমার মতে।

  • @sujonsaha8939
    @sujonsaha8939 2 года назад +7

    মেঘ মাচাং এর পাশে অবস্থিত ডিংদি রিসোর্ট টি আমার মতে সেরা। তাদের রুম ডেকোরেশন, মেঘমাচাং এর মতই ভিউ, কিন্নর কটেজের মত সেইম ওয়াশরুম, মেঘপুঞ্জির মত সুবিশাল বারান্দা সব এই ডিংদি তে পাবেন। আর এটার বেলিকনি থেকে সকালের সুর্য্যদয় ও সন্ধ্যায় সূর্য্যাস্ত দুটিই দেখতে পাওয়া যায়। কিন্তু তাদের একটি মাত্র রুম আছে। তবে আমি যতদুর জানি কিন্নর কটেজ, মেঘমাচাং ও ডিংদি রিসোর্ট এর মালিকানা বাবা ও ছেলের বলা যায় একি মালিকানার।

    • @KMZahidurRahman
      @KMZahidurRahman 2 года назад

      Jogajoger kono number ase vi??

    • @zannatulferdouse5053
      @zannatulferdouse5053 2 года назад

      রিসোর্টের ফেসবুক পেজের লিংক দিবেন

    • @mdmominur9159
      @mdmominur9159 10 месяцев назад

      Vara koto 1 night er

  • @tofayelrony
    @tofayelrony 2 года назад +1

    Thanks for Information

  • @BohemianIshti
    @BohemianIshti 2 года назад +4

    20:30 - ঝামেলাটা হলো - উল্টো টি-শার্ট 😜😝

  • @mahbubayeasmin1382
    @mahbubayeasmin1382 Год назад +1

    Vhiea Please kindly resturent style sokal ar sobji receip ta share korban

  • @muslimakhatunety4291
    @muslimakhatunety4291 Год назад +2

    মেঘ পুঞ্জি বেস্ট😊😊

  • @rifathassan806
    @rifathassan806 2 года назад +15

    ভাই দয়া করে নিয়মিত ভিডিও দিবেন

    • @bh.roni.13
      @bh.roni.13 2 года назад +3

      Love you bro🤩🥰

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад +2

      অনেক ধন্যবাদ

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад +2

      অনেক ধন্যবাদ ভাই

    • @rifathassan806
      @rifathassan806 2 года назад +2

      @@dr.salmanmahiruhulkowser9812 ধন্যবাদ রিপ্লে দেওয়ার জন্য

    • @rifathassan806
      @rifathassan806 2 года назад +2

      ভাই আপনার উপস্থাপন অনেক ভালো লাগে

  • @mdhridoy3783
    @mdhridoy3783 2 года назад +3

    mashallah

  • @mdabulhossain8737
    @mdabulhossain8737 2 года назад +1

    আমি মনে করি সবচেয়ে সেরা রিসোর্ট মেঘ পুঞ্জি

  • @Muhtasim_M_Niloy
    @Muhtasim_M_Niloy 2 года назад +4

    উল্টো দিকে টি-শার্ট পরেছেন এটাই ঝামেলা।😅

  • @thinktank-dhkbd.4314
    @thinktank-dhkbd.4314 Год назад +2

    good vlog. can u plz give the list of your devices? sound is very sharp; so is the video quality. gimbal work, drone shooting, camera/mobile work very skilfully done. great job! found your channel just today… keep it up bro!

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад +2

      অনেক ধন্যবাদ।
      আমি ডিভাইস লিস্ট দিচ্ছি।
      ক্যামেরা:
      Sony@7iii
      SonyZV1
      MI 9T
      গিম্বল : Crane M3
      Sound:
      Rode Wirless GO ii &
      Professional studio setup.
      এ ছাড়াও হাবিজাবি আরো বেশ কিছু ছিল।
      ধন্যবাদ

  • @minhazulislam7871
    @minhazulislam7871 2 года назад +4

    💖🙂😌🔥

  • @farhadrahman1653
    @farhadrahman1653 Год назад +1

    রিসোর্টের ফেইসবুক পেইজের লিঙ্ক গুলো দিয়ে দিলে ভালো হতো। কারণ ফেসবুক চেক করতে গিয়ে কোনটা রিয়েল কোনটা ফেক বুঝা খুবই মুশকিল

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад +1

      বিষয়টি আসলে চাইলেই করা যায়,,,
      কিন্তু আসলে এই ভিডিওটি একেবারেই অবাণিজ্যিক একটা ভিডিও, এবং এখানে কোন স্পন্সর শিপ কারো কাছ থেকে আমি নেইনি,,
      তাই হয়তো দেখা গেল,, আমি কারো ফেসবুক পেইজ এর লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম,,,কোন কারণে সেই লিংক থেকে আপনারা হয়তো হোটেল বুকিং করলেন,,, এবং কোন কারণে হয়তো বা তারা সার্ভিস খারাপ দিলো।
      তখন দেখা যাবে মানুষজন আমাকে বলবে আমি টাকা খেয়ে এই ভিডিও বানিয়েছি এবং পছন্দের পেজ গুলোর লিংক শেয়ার করে সেখান থেকে ইনকাম করছি।
      তাই সত্যিকার অর্থে একেবারে বিতর্কের সাথে না থাকার জন্যই আমি কারো ফেসবুক পেইজ লিংক সরাসরি দিয়ে দেইনি।
      আমি চাই,,,, শুধু আমার দেখানো পথ না,,, আপনারা নিজেরাও একটু হালকা পাতলা ঘাটাঘাটি বা গবেষণা করে দেখুন কোনটি আসলে ভালো কোনটি আসলে মন্দ। এটি সত্য কথা অনেকগুলো পেইজ আসল নকল আছে,,
      তবে তারপর একটু ঘাটাঘাটি করে দেখলে আপনারা বুঝতে পারবেন।
      আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক আছে সেটা আপনারা দেখে নিলে বিষয়টা সহজ হয়ে যাবে।
      সত্যিকার অর্থে ভালো-মন্দ মিলিয়ে একটি সঠিক সিদ্ধান্ত আপনি হয়তো নিতে পারবেন।
      প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ।
      আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
      ধন্যবাদ।

  • @koushikbarman9485
    @koushikbarman9485 6 месяцев назад +3

    আর এই বাংলাদেশী ১০০০০-১৫০০০ টাকা দিয়ে ৩-৪দিন দার্জিলিং থাকে সুন্দর ভাবে ঘুরা যায়😊😊

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  6 месяцев назад +6

      হয়তোবা যায়,, কিন্তু সাজেক কি দার্জিলিং থেকে কম সুন্দর ভাই?
      দার্জিলিং তার জায়গায় যেমন সুন্দর ,, সাজেক ও তার জায়গায় সুন্দর

    • @koushikbarman9485
      @koushikbarman9485 6 месяцев назад +1

      @@dr.salmanmahiruhulkowser9812 ভাই আমি দুই জায়গাতেই গেছি😊 সাজেক সৌন্দর্যের দিক থেকে দার্জিলিং এর কাছেও যেতে পারবে না❤❤

    • @UzzolHosain-w3i
      @UzzolHosain-w3i Месяц назад +1

      উনার নাম টা দেখেন বুঝে যাবেন, উনার নিকট বাংলাদেশের সৌন্দর্য্য রিন্ডিয়ার ধারের কাছেও নয় কেনো?
      আলহামদুলিল্লাহ আমার বাংলা অনেক অনেক সুন্দর, এ বাংলা কে ভালবাসি

    • @mohammadalamin8828
      @mohammadalamin8828 9 дней назад

      Tui shuor

    • @koushikbarman9485
      @koushikbarman9485 9 дней назад

      @@UzzolHosain-w3i আপনার নাম দেখেই বোঝা যায় আপনি যে পুটকি-স্থানের জারজ ছেলে🤣
      আপনি নিজেই আগে দুই জায়গায় ঘুরে আসুন, তারপর নিজেই বলবেন কোনটা বেশি সুন্দর🥰

  • @user-fq1ub8gq4j
    @user-fq1ub8gq4j 2 года назад +2

    গেঞ্জি উল্টা পড়ছেন😁।।এখনো সাজেক যাওয়া হয় নাই।।আশা আছে একদিন যাব।।মেঘের দেশে

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад

      হা,,হা,,হা,,,সঠিক ধরেছেন।
      সঠিক সময়ে প্লান করে ঘুরে আসবেন।
      ইনশাআল্লাহ ভাল লাগবে

  • @zery1920
    @zery1920 29 дней назад +2

    December e ki scene ddkha jabe kichu?

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  29 дней назад

      না,,ডিসেম্বরের সম্ভাবনা নেই বললেই চলে।
      তাদেরকে যদি বৃষ্টি না থাকে সাজেক একেবারেই ফ্ল্যাট

  • @AsadullahTVBD
    @AsadullahTVBD Год назад +3

    স্যার,sampari রিসোর্টটা কেমন??

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад +1

      শম্পারি রিসোর্ট টাও ভালো, তবে আমার মতে এখান থেকে কাছ থেকে ভালো মেঘ দেখা যায় না।
      ভালো দিকের মধ্যে বলতে হয়, সাজেকে রুই লুই পাড়ায় নিজেদের সবচেয়ে বেশি জায়গা ওয়ালা রিসোর্ট এটাই।

    • @AsadullahTVBD
      @AsadullahTVBD Год назад

      @@dr.salmanmahiruhulkowser9812 জ্বী স্যার,ধন্যবাদ

  • @abdulkaium9989
    @abdulkaium9989 2 года назад +3

    ভাই আপনার দেয়া পরামর্শ অনুযায়ী এর পরের বার মেঘপুঞ্জ অথবা মেঘ মাচাং এ থাকব ইং শা আল্লাহ।
    আব্দুল কাইউম

  • @mustakahmed0058
    @mustakahmed0058 2 года назад +3

    Assalamualaikum mahi vaiya Allah kamon rakse

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад

      ওয়া আলাইকুম আসসালাম ভাই।
      আলহামদুলিল্লাহ

  • @ebdtop1045
    @ebdtop1045 2 года назад +6

    Assalamu Alaikum Shalman vai ami apnar theke kichu jante cai kichu ta help ar moto amak help korben plz

  • @MdSumon-xl8ts
    @MdSumon-xl8ts 2 года назад +4

    ঝামেলাটা হলো
    টি শার্ট উল্টো ছিলো ভাই ,,, 😜😜

  • @ক্লান্তপথিক-ণ৯দ

    "প্রকৃতির ডাকে সাড়া দিতে দিতে প্রকৃতি দেখা যাবে"😂

  • @arifhassan5477
    @arifhassan5477 Год назад +2

    Bhaia March e ki sajek jawa thik hbe?
    Onk gorom thkbe?
    Arekhta question,
    Meghpunji ora new resort korse ,ager ta off new ta kmn hbe thakar jonno?kindly ans dibhen

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад +1

      ধন্যবাদ ভাই।
      আমি ব্যক্তিগতভাবে মার্চ মাসে সাজেকে যাওয়া খুব একটা সাপোর্ট করব না। গরম এখানে আমার মতে খুব বড় ইসু না,,,ইসু হচ্ছে ভিউ।
      মার্চ মাসের শীত এবং গরমের একটা মিকচার সাজেক আপনি হয়তো বা পাবেন।
      আবহাওয়া ভ্রমণের জন্য পারফেক্ট। কিন্তু এই সময়ে খুব একটা মেঘ হয় না।
      তাই এত খরচ করে এই সময়ে সাজেকে যাওয়াটা আমার হিসেবে লস প্রজেক্ট।
      তবে যদি কারো খুব বেশি ইচ্ছা থাকে,বা প্রথমবার সাজেকে দেওয়া হয় তবে যেতে পারেন।
      নইলে হতাশ হবার একটা সম্ভাবনা আছে ।
      মেঘপুঞ্জের নতুন রিসোর্ট মেঘ পল্লীর কথা যদি বলে থাকেন,,, আমি ব্যক্তিগতভাবে এটাকে খুব একটা পছন্দ করছি না।
      হয়তো তাদের খুব সুন্দর কটেজ রয়েছে।
      তারা বেশ অনেকটা আড়ালেই নিরিবিলি অবস্থান করছে, কিন্তু কাছ থেকে মেঘ দেখার ফিলিংসটা এখানে পাওয়া যায় না।
      বাকিটা আপনার মর্জি।
      আপনি youtube এবং facebook এর নিরপেক্ষ কনটেন্ট ক্রিয়েটরদের (ব্যবসায়ী ইউটিউবার অথবা ফুল টাইম ইউটিউবার /যারা পেইড কোলাবারেশন করে তারা নয়)
      তাদের ভিডিও দেখতে থাকুন।
      আশা করি একটা সমাধান পেয়ে যাবেন।

  • @sharifaakter715
    @sharifaakter715 Год назад +1

    ❤❤

  • @adnankindofrabita9150
    @adnankindofrabita9150 Год назад +2

    কতদূর থেকে সাজেক দেখতে এসেছেন। আমার কপাল দেখেন, আমি সাজেকের এত কাছে তবু সাজেক দেখতে পাচ্ছি না। যাওয়ার প্ল্যান হচ্ছে বাট যাওয়া হয়নি

  • @AbulKalam-dh8pd
    @AbulKalam-dh8pd Год назад +1

    আচ্ছাআমাদের ফ্যামিলির সংখ্যা তিনজন কিভাবে গেলে ভালো হবে থাকার যায়গা টা কমের মধ্যে কিভাবে পাবো জানালে উপকার হতো

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад

      এই ভিডিওর মধ্যেই আমি বিস্তারিত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি।
      এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে বাজে ভ্রমণের পূর্ণাঙ্গ একটা ভিডিও দেওয়া আছে।
      সেটা দেখলে অবশ্যই আপনি কম খরচে সাজেকে কিভাবে সবচেয়ে ভালোভাবে ঘোরা যায় তার একটা বিস্তারিত আইডিয়া পাবেন।
      ধন্যবাদ

  • @rofik20driving8
    @rofik20driving8 Год назад +1

    আমি মেঘের ঘর রিসোর্স এ ছিলাম।

  • @mdaminurrahman7192
    @mdaminurrahman7192 2 года назад +4

    ভাইয়া ঝামেলা তো একটা করে ফেলছেন
    লারং রিসোর্টে যখন গেলেন
    তখন দেখলাম গেঞ্জি উল্টা😅

  • @hasiburrahman4613
    @hasiburrahman4613 2 года назад +2

    ভাইয়া আপনি একটা সুন্দর রিসোর্ট মিস করে গেছেন সেটা সামপারি রিসোর্ট

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад +1

      ওতটা ভাল লাগেনি ব্যক্তিগত ভাবে আমার।
      আমি গিয়েছিলাম সেখানে।

    • @hasiburrahman4613
      @hasiburrahman4613 2 года назад +1

      @@dr.salmanmahiruhulkowser9812 ভাইয়া আমি আর আমার ওয়াইফ যাবো আমরা কি কোন গ্রুপ এর সাথে এড হতে পারবো?

  • @killman9441
    @killman9441 2 года назад +3

    মেঘ পিয়নের বুকিং দেওয়ার জন্য কি করতে হবে, তাদের কোন ফেসবুক পেজ নেই তো

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад

      ধন্যবাদ। তাদের ফেসবুক পেইজ আছে।
      আপনি ভিডিওর 18:00 থেকে আবার দেখুন।
      সেখানে তাদের পেইজের স্ক্রিন শট আমি দিয়ে রেখেছি।
      সেটা দেখে চাইলে যোগাযোগ করতে পারেন।
      ধন্যবাদ

  • @mdarifmahmud8848
    @mdarifmahmud8848 Год назад +1

    মেঘপিয়ন আর মেঘ মাচাং দুইটা রিসোর্টের মাঝে বেস্ট ভিউ কোনটায় পাওয়া যাবে...??

  • @mdkawsarahmed3517
    @mdkawsarahmed3517 5 месяцев назад +1

    মেঘপুঞ্জি রিসোর্টটা বেশী ভাল্লাগছে

  • @ajoychowdhury5938
    @ajoychowdhury5938 2 года назад +2

    ছাউনি ইকো রিসোর্ট কেমন ভাইয়া? মেঘ কেমন দেখা যাবে?

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад

      এভারেজ।
      তবে তার ডান পাশের সাইড ব্লক।
      তাই মোটামুটি ভাল ভিউ পেলেও ফুল ভিউ পাওয়া যায় না।

  • @rifathassan806
    @rifathassan806 2 года назад +5

    না হলে সপ্তাহে একবার

  • @kawchar_mahmud_travel
    @kawchar_mahmud_travel Год назад +2

    ভাই এই ছোট ভাই টা কে একটু সাপোর্ট করুন
    সব সময় আপনার পাসে আছি ❤️

  • @unleashedunity
    @unleashedunity Год назад +2

    Apne video kobe diben emne to ar hoy na
    Sei 4yr ager fan
    Emne emne ekta valo manus gele kubhi kosto lage New video chai😢😢

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад

      অনেক ধন্যবাদ ভাই আমাকে মনে রাখার জন্য।
      আসলে সত্যি কথা বলতে কি, আপনাদের জন্য আপনাদের ভালোবাসার কারণেই আমি ভিডিও বানাই।
      ভিডিও বানাতে যে পরিমাণ ইনভেস্ট আমার করা লাগে, ( ইনভেস্ট বলতে এখানে শুধু টাকা পয়সা না সময় +মানসিক পরিশ্রম +গবেষনা) কখনোই উঠে আসে না,,,, শুধু যেটা উঠে আসে সেটা হচ্ছে মানুষের ভালোবাসা।
      নতুন ভিডিও শুটিং শেষ।
      স্ক্রিপ্ট লেখা এবং এডিটিং এর কাজ চলছে। আশা করি এক মাসের মধ্যেই মুক্তি দিতে পারব।
      এখন আমি ভিডিও বানানোর ক্ষেত্রে একটা বিষয়টি লক্ষ্য করি,, সেটা হচ্ছে আমি এমন ভিডিও বানাবো যেটা মানুষের কাজে লাগবে।
      পুরা বছরে একটা মাত্র ভিডিও বানাবো,,, তাও সেটা যেন মানুষের উপকারে লাগে বা মানুষের জন্য উপভোগ্য সত্যি কার অর্থে হয়।
      রুচির দুর্ভিক্ষের যুগে সময়ের সাথে গা ভাসাতে চাই না,, শুধুমাত্র ভাল কাজ করতে চাই,,,তাই আসলে এতটা দেরি লাগে আমার ভিডিও আসতে।
      আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাই।
      আমাকে মনে করার জন্য আবারো ধন্যবাদ।

    • @unleashedunity
      @unleashedunity Год назад +1

      ​@@dr.salmanmahiruhulkowser9812sotti apne ze koto valo manus ❤
      ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @elmaahsanchowdhury377
    @elmaahsanchowdhury377 Год назад +1

    Ji Bhaiya
    Ami mone kori megh machang
    Shobchaite Shera Resort

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад

      অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

  • @hasiburrahman4613
    @hasiburrahman4613 2 года назад +2

    ভাইয়া সাজেকে যাওয়ার পারফেক্ট সময় কোনটা
    মানে এক সাথে মেঘ বৃষ্টির খেলা দেখা যাবে কোন মাসে গেলে?

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад

      ruclips.net/video/sFoJBWkDnO8/видео.html এই ভিডিওটার 37:45 থেকে না টেনে দেখুন।
      আশা করি আপনার প্রয়োজন অনুযায়ী সমাধান পেয়ে যাবেন।
      ধন্যবাদ।

  • @mohtasimtanvir6402
    @mohtasimtanvir6402 4 месяца назад +1

    Megh Machang eco Cottage

  • @kotha9781
    @kotha9781 Год назад +2

    ভাই আপনি বলেছেন একটা ভুল করেছিলেন তা হলো উল্টো টিসার্ট গায়ে দিয়েছিলেন 😁😁😁😁 এখন কি আমি পাস করছি🤪

  • @mazbaulkarimmazo4980
    @mazbaulkarimmazo4980 Год назад +1

    উল্টো টিশার্ট পড়ে আছেন ভাই😄

  • @sorojini0708
    @sorojini0708 2 года назад

    Nice

  • @TopShowGamers
    @TopShowGamers Год назад +2

    Salman Bhi Aponar Sate Kibabe Contact korte pari 'Kisu Personal kota Bolbo 👍

  • @agrkabir1087
    @agrkabir1087 2 года назад +2

    মেঘ মাচাং এর মধ্যে কোন রোমটা সবচেয়ে পারফেক্ট এবং তার নামটা যদি বলেন?

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад +2

      তাদের ৫ টা রুমের ঠিক মাঝের রুমটা বেস্ট হবে।
      সেটা না পেলে কিন্নর কটেজ থেকে ২ নাম্বার রুম।
      আর ৫ নাম্বার রুম ( কিন্নর কটেজ থেকে) এড়িয়ে চলবেন

    • @agrkabir1087
      @agrkabir1087 2 года назад +1

      Thank you so much for the information

  • @SheikhAzmiAlZami
    @SheikhAzmiAlZami 8 месяцев назад +1

    Vai meghpunji naki megh pion konta best hobe
    Pls aktu kindly reply diben pls

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  8 месяцев назад

      অবস্থানগত হিসেবে এবং অন্যান্য সুযোগ-সুবিধা জন্য মেঘপুঞ্জি সেরা।
      একটু পাহাড় বাইতে পারলে আর একটু নিরিবিলি থাকতে চাইলে মেঘ পিয়ন ও বেশ ভাল।
      বাকিটা আপনার ইচ্ছা

    • @SheikhAzmiAlZami
      @SheikhAzmiAlZami 8 месяцев назад +1

      @@dr.salmanmahiruhulkowser9812 vai apni to confusion a felai dilen
      Pahar tracking kono bepar na sudhu matro view ar jonno konta best hobe
      Pls dada ar akbar reply diyen ❤️

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  8 месяцев назад

      তাহলে ভাই মেঘ পিওনে যান, ইনশা আল্লাহ খারাপ লাগবে না। তবে শর্ত হল, গেলে অবশ্যই সেপ্টেম্বর অক্টোবর মাসেই যাবেন, এবং যখন বৃষ্টি হয়, তখন ভাল ভিউ পাবেন।

    • @SheikhAzmiAlZami
      @SheikhAzmiAlZami 8 месяцев назад +1

      @@dr.salmanmahiruhulkowser9812 অনেক ধন্যবাদ বড় ভাই।
      সময় সুযোগের কারনে ইদ এর ১৫ দিন পর যাচ্ছি।

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  8 месяцев назад

      আল্লাহ ভরসা ভাই,, ঘুরে আসেন,,,তবে এই সময় আসলে সাজেকের আসল সৌন্দর্য পাবার সম্ভাবনা ৫০/৫০। যদি খুব ভাল বৃষ্টি হয়,তবেই হয়তোবা মেঘের কিছু খেলে পেতে পারেন।
      নতুবা মধ্য আগস্ট থেকে মধ্য অক্টোবর মাসে যাওয়াই উত্তম

  • @yasinsumon6107
    @yasinsumon6107 Год назад +1

    ভাই ফ্যামেলি নিয়ে যেতে ইচ্ছে করছে নিরাপত্তা কেমন একটু যদি জানাতেন??

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад

      ১০০ ভাগ নিরাপদ আমার হিসেবে।
      নিশ্চিন্তে ফ্যামিলি নিয়ে যেতে পারেন

    • @mdlafijkhan2373
      @mdlafijkhan2373 Год назад +1

      Vai niyomito video den na kno..
      Amra apnar videor jonno wait kori😊

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад

      বছরে,,দুই তিনটা ভিডিও বানাতে চাই ভাই,,তবে ভাল ভিডিও বানাব,, টাকার বা স্পন্সর এর লোভে অসত্য তথ্য দিবনা,,,
      একজন ভ্রমণ ব্যবসায়ী হিসেবে নয়,, একজন সত্যিকারের ভ্রমণকারী হিসেবে যেই চোখে ভিডিও বানানো দরকার সেভাবেই ভিডিও বানাবো ইনশাআল্লাহ।
      এই কারণেই আসলে কম ভিডিও দেওয়া হয়।
      আমাকে মনে রেখেছেন।
      অনেক অনেক ধন্যবাদ

  • @Baundulsframe
    @Baundulsframe 8 месяцев назад +1

    সাদা ঘন যে মেঘ টা হয় সেটা দেখার জন্য কোন মাস সবথেকে বেস্ট হবে?

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  8 месяцев назад

      আগস্ট- এর মাঝামাঝি থেকে অক্টোবর এর মাঝামাঝি পর্যন্ত।
      বৃষ্টি বিষয়টা ও খুব জরুরি।
      বৃষ্টি হলে তার আগে পরে এমন সুন্দর মেঘ হয়

  • @MissLayla-o6l
    @MissLayla-o6l Год назад +1

    শেরা ভাই

  • @mdrofikulislamroni3118
    @mdrofikulislamroni3118 2 года назад +1

    আসসালামু আলাইকুম ভাই
    নতুন নতুম ভ্রমণ এর ভিডিও চাই

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад

      অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদের ভিডিওটা দেখার জন্য

  • @safianjanroj7382
    @safianjanroj7382 Год назад +2

    ভাই আমি আগামী বৃহস্পতিবার ১/২/২৩ ইং তারিখ যাইতে চাই কিন্তু কোন রিসোর্ট বুকিং করি নাই। দয়া করে কোন রিসোর্টের।ফোন নাম্বার থাকলে দিবেন প্লিজ। আর কোন টায় উঠলে ভালো হয় জানাবেল।

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад

      আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।
      সাজেক বিষয়ে আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও আছে,( ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে) সেই ভিডিওটা আমি আপনাকে না টেনে দেখার সাজেস্ট করব,,,, তাহলে আপনি আপনার সম্ভাব্য অনেক প্রশ্ন এবং তার উত্তর আশা করি পেয়ে যাবেন।
      বৃহস্পতি শুক্র এবং শনিবারে সাজেকে এখন প্রচণ্ড রকম চাপ, তাই ভালো কোন রিসোর্ট পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য।
      যে সমস্ত রিসোর্ট পাবেন তাদের একে তো দাম বেশি হবে তার ওপর রিভিউ ভালো হবার সম্ভাবনাও কম।
      তাই খরচ হবে অনেক বেশি।
      তারপরও যদি আপনি এই সিজনে এখন এত অল্প সময়ের মাঝে বুক করে সাজেক যেতে চান, আমি আপনাকে আমার ভিডিওতে দেখানো রিসোর্ট গুলোর কথাই সাজেস্ট করব।
      প্রথম দুটি রিসোর্টে বুকিং পাবার সম্ভাবনা প্রায় শূন্য।
      তবে মেঘ পিয়ন,কিন্নর কটেজ, পাহাড় পুঞ্জি, লারং রিসোর্টে আপনি ট্রাই করতে পারেন। তাদের সাথে যোগাযোগের মাধ্যম কিন্তু আমি আমার ভিডিওর সাইড স্ক্রিনে দেখিয়ে রেখেছি।
      আপনি ভিডিও সেই অংশগুলো থেকে তাদের ফেসবুক পেইজের নাম এবং ফোন নাম্বারও কিন্তু দেখতে পাবেন।
      ধন্যবাদ

  • @travelwithrakibul
    @travelwithrakibul 2 года назад +1

    সেরা ৫ এ সাম্পারি বা মেঘরাজ রিসোর্ট দেখলাম না। আমার মতে মিজোরাম ভিউ এর জন্য মেঘপুঞ্জি,সাম্পারি বেষ্ট।আর বাংলাদেশ ভিউ এর জন্য মেঘরাজ খুবই ভালো।

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад

      ধন্যবাদ ভাই।সাম্পারির এরিয়া বড় হলেও তাদের ভিউ আমার কাছে অবস্ট্রাক্টেড লাগে।
      মেঘরাজ সম্পর্কে কারো কাছে কখনো শুনিনি,আমার নিজের ও তাই সেখানে যাওয়া হয়নি।
      ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

  • @rakibrehman6726
    @rakibrehman6726 5 месяцев назад +1

    megh machang er pase 3tola hotel tar bepare detls bolben pls

  • @eteaching-ict9873
    @eteaching-ict9873 Год назад +1

    কিভাবে এতো সুন্দর করে কথা বলেন?

  • @parthosaha6334
    @parthosaha6334 2 года назад +2

    জামা টা উল্টা করে পড়ছেন ভাই❤🤣

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад +1

      হা,,হা,,হা,,ধন্যবাদ।
      বিষয়টা ধরতে পেরেছেন

  • @aoyonhassanrudro2859
    @aoyonhassanrudro2859 2 года назад +1

    'পাখির বাসা' রিসোর্ট সম্পর্কে কোন ধারনা আছে ভাইয়া? আর সিএনজি কি আগে থেকে বুক করতে হবে না কি ইনস্ট্যান্ট পাওয়া যায় ওখানে? ধন্যবাদ।

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад +1

      পাখির বাসাও বেশ ভাল রিসোর্ট।
      আমার সেরা দশ লিস্ট হলে এটি ৬/৭ নাম্বারে আসত।
      সি এন জি সাধারণত ইন্সটান্ট ই পাবেন।
      তবে সি এন জির মত বাজাজ মেক্সিমা করে জাওয়া রিকমেনডেট।আগে বুক করার প্র‍য়োজন নেই।
      ধন্যবাদ
      ধন্যবাদ

    • @aoyonhassanrudro2859
      @aoyonhassanrudro2859 2 года назад

      @@dr.salmanmahiruhulkowser9812 অনেক ধন্যবাদ।

  • @ukhringchaimarma5874
    @ukhringchaimarma5874 2 года назад +1

    Sopner place kokhn j jete parbo

  • @fatehabhuiyan7788
    @fatehabhuiyan7788 Год назад +1

    Assalamu alaikum vaia apni ar videos den na keno😊

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад +1

      ভিডিও শিঘ্রিই দিব।
      এডিটিং এর কাজ প্রায় শেষ।
      আমার মত ক্ষুদ্র মানুষ এর কথা মনে রাখার জন্য অনেক ধন্যবাদ

  • @nadimkhandakar8368
    @nadimkhandakar8368 Год назад +1

    ভাইয়া, কখন গেলে পরিপূর্ণ মেঘের দেখা পাবো? একটু জানাবেন plz........……….

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад +1

      সেপ্টেম্বর বা অক্টোবর।
      তবে চেষ্টা করবেন কমপক্ষে দু রাত থাকার।
      একদিন মিস হলে আরেকদিন পাবেন ইনশাআল্লাহ।

    • @nadimkhandakar8368
      @nadimkhandakar8368 Год назад +1

      @@dr.salmanmahiruhulkowser9812 ধন্যবাদ।

  • @MdEmranHossain-cs7gh
    @MdEmranHossain-cs7gh Год назад +1

    কোন মাসে গেলে ভালো মেঘের ভিউ পাওয়া যায় ভাই.?

  • @mrsazid
    @mrsazid Год назад +1

    Vaiya ami vaptaci family nea jabo, aktu jodi boltam safety ta kmn sajek,

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад

      ruclips.net/video/sFoJBWkDnO8/видео.html
      এই ভিডিওটা না টেনে দেখুন।
      আশা করি আপনার প্রশ্নের উত্তর সহ সম্ভাব্য সকল উত্তর পেয়ে যাবেন।

  • @travelpassword
    @travelpassword Год назад +1

    ভাই মেঘ মাচাং রিসোর্ট এর নাম্বারটা কোনভাবেই পাচ্ছিনা যদি একটু অ্যারেঞ্জ করে দেয়া যায় খুব উপকৃত হতাম

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад +1

      মেঘমাচাং এর নাম্বার ও ফেসবুক পেইজ আমি ভিডিওতে স্ক্রিন প্লে করেছি।
      একটু কষ্ট করে না টেনে আবার দেখুন,পেয়ে যাবেন।
      ধন্যবাদ

  • @sharifshishir6636
    @sharifshishir6636 Год назад +2

    Vai megh machang a ki 4jon allow kore..?

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад

      এইটা নিয়ে তাদের পলিসি চেঞ্জ হয়।
      আপনি কখন যাবেন তার উপর নির্ভর করে,,তাই আগে ফোন দিয়ে কথা বলে নিন

  • @fatemazaman-fp6hf
    @fatemazaman-fp6hf Год назад +1

    তারাশা রিসোর্ট কিভাবে বুকিং দিব?? Plz janaben

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад +1

      আপনি www.meghpunji.com এই ওয়েব সাইট থেকে বুক করতে পারবেন।
      তবে বুক করার আগে অবশ্যই আপনার বাজেটের সাথে সামঞ্জস্য পূর্ণ অন্য কোন রিসোরট ও তার তুলনা করে নিতে ভুলবেন না।
      ধন্যবাদ

  • @mohonazaman9920
    @mohonazaman9920 Год назад +1

    মেঘ মাচাং এর অফিসিয়াল ফেসবুক পেজ কোনটা লিংক দেওয়া যাবে???

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад

      ভিডিওতে মেঘ মাচাং অংশে তাদের পেইজের স্ক্রিন শট দেওয়া আছে।
      সে ফেসবুক পেইজে গিয়ে তাদের নাম্বারে কল দিতে পারেন।
      তবে ২০২১ সালের পর মেঘমাচাং এর মালিকানা নিয়ে জটিলতা শুরু হয়,,এর পর থেকেই এই রিসোর্ট তার সারভিস হারাতে শুরু করে,,,,
      কিন্তু এর লোকেশন আর ভিউ আন প্যারালাল হবার কারনে আসলে ভ্রমন পিয়াসীরা এত সব মেনে নেন,,, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।
      ধন্যবাদ

  • @abdullahalsakib2270
    @abdullahalsakib2270 Год назад +1

    meghmachan eco cotage 4 jon takha jabe ki ? price koto kore porbe ?

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад

      বিষয়টি সঠিক আমার জানা নেই।
      অনুগ্রহ করে তাদের পেইজে নক দিয়ে জিজ্ঞেস করতে পারেন।
      ধন্যবাদ