সাজেকে ৭৫০০ টাকায় লাক্সারি ট্যুর সম্ভব 😳। Sajek Travel Guide । Dhaka to Sajek। Saintmartin Hyundai

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2022
  • মাত্র ৪ জন মিলে নিজেরাই মাত্র ৪১০০ টাকা থেকে শুরু করে সবচে লাক্সারিয়াস ভাবে মাত্র ৭৫০০ টাকায় প্রিমিয়াম ভাবে কিভাবে সাজেকে ঘুরা যায় তার খরচ সহ বিস্তারিত হাতে কলমে এই ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি, যা ফলো করে যে কেউ নিজেরাই সাজেকে ঘুরে আসতে পারবেন।
    সাজেকের সেরা ৫ রিসোর্ট এবং এই ভিডিওর ২য় পর্বঃ
    • সাজেকে কম খরচে সেরা ৫ ...
    ★সাজেক দেখতে অনেক বড় গ্রুপ লাগে,,,,
    ★সাজেক ঘুরতে অনেক খরচ,,,,
    ★সাজেকে নিজেরা নিজেরা যাওয়া যায় না,,,,
    এমন অনেক গুজব বা অসত্য তথ্য কে মিথ্যা প্রমাণ করে, সহজে সাজেকে ঘুরার প্রতিটা স্টেপ আমরা এই ভিডিওতে দেখিয়েছি,,,
    অথচ এমন ট্যুর জন প্রতি বিভিন্ন ফেসবুক গ্রুপ বা ট্যুর অপারেটর ৬৯৯৯ টাকা থেকে ১৫০০০ টাকা পর্যন্ত নিয়ে থাকেন।তাই অর্থনৈতিক কারনে বা নানান সংশয়ে অনেকেই সাজেকে যেতে সাহস করতেন না।
    বাংলাদেশের মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে বিদেশে গিয়ে ঘুরে আসছেন, অথচ নিজের দেশে এত সুন্দর পাহাড় মেঘ বৃষ্টির খেলা দেখা যায়, তা অনেকেই জানেন না। হালাকা পাতলা সাজেক নিয়ে অনেকে শুনলেও, এত সৌন্দর্য সাজেকে রয়েছে এই কথাটা অনেকেই বিশ্বাস করতে পারতেন না,,,,,,
    সঠিকভাবে সাজেকের ব্র্যান্ডিং সবার সামনে না হবার কারণে সাজেকের সৌন্দর্য থেকে অনেকেই বঞ্চিত।দেশে এত সুন্দর একটি ঘুরার জায়গা আছে, অনেকেই জানেন না। তাই এ ব্যর্থতার আমার, এ ব্যর্থতা আমাদের।
    বছরের সঠিক সময়ে সঠিক প্ল্যান করে কেউ যদি সাজেকে আসতে পারেন, নিঃসন্দেহে তিনি বিমোহিত হবেন, প্রতিবছর সময় পেলেই ছুটে যাবেন মেঘ-বৃষ্টির অপরূপ খেলা দেখতে সাজেক ভ্যালিতে। আজকের ভিডিওতে আমরা সাজেক ভ্যালির বিভিন্ন রূপ আপনাদের সামনে একেবারে বিস্তারিতভাবে উপস্থাপন করেছি।
    বিভিন্ন ট্যুর অপারেটর সাজেকে ৬৯৯৯ টাকা থেকে ১৫০০০ টাকায় তিন রাত দুই দিনের যে প্যাকেজ মানুষকে দেয়, ঠিক তারই অনুকরণে সমস্ত খরচ হিসাব আমরা ভিডিওতে দেখিয়েছি।
    সবচেয়ে লাক্সারিয়াস ভাবে বিজনেস ক্লাস এসি বাসে আমরা সাজেক গিয়েছে, সাজেকের সবচেয়ে চাহিদাসম্পন্ন ভালো রিসোর্ট মেঘপুঞ্জিতে থেকেছি,সাজেকে সমস্ত মজার খাবার দাবার এক্সপ্লোর করেছি,এবং আরামদায়ক ভাবে সম্পন্ন সাজেকে ঘুরেছি,,,আমাদের মত এমন লাক্সারিয়াস একটা ট্যুর কিভাবে ৭৫০০ টাকার মধ্যে কমপ্লিট করতে হবে তার উপায়ও আমরা ভিডিওতে দেখিয়ে দিয়েছি।
    বাকি বিষয়গুলো বিস্তারিতভাবে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন।
    ভিডিওতে দেখানো খরচের একটা সংক্ষিপ্ত হিসাব তারপরও আমি ভিডিওর ডেসক্রিপশন এ দিয়ে রাখছি,,আশা করি সবার কাজে লাগবে। ধন্যবাদ।
    ★★ প্রিমিয়াম ক্যাটাগরি, মোট সম্ভাব্য খরচ ৭৫০০ টাকা।★★
    ১/ বাস ( বিজনেস ক্লাস এসি বাস) ১৬০০×২= ৩২০০ টাকা।
    ২/প্রিমিয়াম রিসোর্ট ( মেঘপুঞ্জি/মেঘ মাচাং /মেঘপিয়ন বা সমমান) ৪৫০০÷২ = ২২৫০ টাকা।
    ৩/ খাবারের প্যাকেজ তিন বেলা (সাজেক চিলেকোঠা বা সমমান) = ৫০০ টাকা।৪/মাহেন্দ্র /বাজাজ ম্যাক্সিমা ভাড়া ৫৭০০÷৪=১৪২৫ টাকা।
    ৫/খাগড়াছড়ি শহরের নাস্তা এবং অন্যান্য খরচ ১২৫ টাকা।
    ------------------------------------------------------------------------
    অর্থাৎ সর্বমোট মোট খরচ = ৭৫০০ টাকা।
    ★★ গুড ক্যাটাগরি, মোট সম্ভাব্য খরচ ৫০০০ টাকা।★★
    ১/ বাস ( নন এসি বাস) ৭৫০×২= ১৫০০ টাকা।
    ২/ প্রিমিয়াম কাপল রিসোর্ট ( মেঘ পুঞ্জি /মেঘ মাচাং /মেঘপিয়ন বা সমমান) ৫৫০০÷৪ = ১৩৭৫ টাকা।
    ৩/ খাবারের প্যাকেজ তিন বেলা (সাজেক চিলেকোঠা বা সমমান) = ৫০০ টাকা।৪/মাহেন্দ্র /বাজাজ ম্যাক্সিমা ভাড়া ৫৭০০÷৪=১৪২৫ টাকা।
    ৫/খাগড়াছড়ি শহরের নাস্তা এবং অন্যান্য খরচ ২০০ টাকা।
    ------------------------------------------------------------------------
    অর্থাৎ সর্বমোট মোট খরচ = ৫০০০ টাকা।
    ★★ বাজেট ক্যাটাগরি, মোট সম্ভাব্য খরচ ৪১০০ টাকা।★★
    ১/ বাস ( নন এসি বাস) ৭৫০×২= ১৫০০ টাকা।
    ২/ বেসিক রিসোর্ট ২০০০÷৪ = ৫০০ টাকা।
    ৩/ খাবারের প্যাকেজ তিন বেলা (সাজেক চিলেকোঠা বা সমমান) = ৫০০ টাকা।৪/মাহেন্দ্র /বাজাজ ম্যাক্সিমা ভাড়া ৫৭০০÷৪=১৪২৫ টাকা।
    ৫/খাগড়াছড়ি শহরের নাস্তা এবং অন্যান্য খরচ ১৭৫ টাকা।
    ------------------------------------------------------------------------
    অর্থাৎ সর্বমোট মোট খরচ = ৪১০০ টাকা।
    আমার ফেসবুক প্রোফাইল লিনকঃ
    / salmankowser
    ★★★★★
    For Business inquiries contact with me
    samarukasalman10@gmail.com
    2:16সাজেকের বাসের ভাড়া কত? কোথায় কাউন্টার?
    5:45সাজেকে যাবার গাড়ি ভাড়া ও বিস্তারিত
    7:01ওয়াশরুম ও নাস্তার ভাল উপায়
    11:31সাজেকের সবচে সুন্দর রিসোর্ট
    18:01সাজেকের তারাভরা রাত আর মেঘের সকাল
    23:14সাজেকের খাবার দাবার
    29:41৭০০ টাকার খাবার ৫০০ টাকায় খাবার উপায়
    37:44সাজেকে ঘুরার খরচের মোট হিসাব
    Sajek is one of the most beautiful place in Bangladesh. Every year many people visit Sajek (সাজেক) for having recreation and vacation.
    In this video we would like to explore Sajek in different angle. The street food market and local food store in Sajek is very rich and having various kinds of food . Before coming to Sajek we made a plan for explore it and taste different food.
    We were very lucky. We found most beautiful view of Sajek.
    After watching the dance of rain and clouds
    I was very pleased to see this beauty. It's green, It's blue it's colour everything is gorgeous.
    We also explore different resort in sajek like Meghpunji, Meghmachang, Kinnor cottage to know details about them.
    I think this video will help people to choose the best tour plan before going to Sajek
    I tried to detail almost everything . This video is a tour guide for Dhaka to Sajek.
    Thanks.
    #Sajek
    #Made_in_bangladesh
    #সেন্টমার্টিন
    #Dr_Salman
    #সাজেক

Комментарии • 2,5 тыс.

  • @MrMixersWorld
    @MrMixersWorld Год назад +369

    খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাই। সাজেকের এই দৃশ্য দেখে ভালো লাগলো

    • @romanrahman6650
      @romanrahman6650 Год назад +18

      আপনিও অসাধারণ এবং দুর্দান্ত উপস্থাপনা করেন❤️❤️❤️

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад +25

      আসসালামু আলাইকুম ভাই।
      অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আপনার ভিডিও গুলা থেকে ভাই প্রায় সময় অনেক ইনস্পিরেশন পাই।
      বিশেষ করে মালদ্বীপের ভিডিওগুলো আমার কাছে অসাধারণ লাগছে। আপনার সাথে সামনাসামনি দেখা করার খুব ইচ্ছা ভাই।
      ইনশাল্লাহ দেখা হবে।। ভালো থাকবেন।।
      আসসালামু আলাইকুম।

    • @MrMixersWorld
      @MrMixersWorld Год назад +30

      @@dr.salmanmahiruhulkowser9812 ওয়ালাইকুম আসসালাম বড় ভাই। দেখা হবে ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আপনাকে যোগাযোগ করবো শীঘ্রই। আর এভাবেই চালিয়ে যান ভাই। সাজেকের পর্বটা আমার অনেক ভালো লেগেছে। দোয়া করি এবং দোয়া রাখবেন। ♥️

    • @BBlog6520
      @BBlog6520 Год назад

      সবকিছু মিলে অসাধারণ ছিল।

    • @omarok2141
      @omarok2141 Год назад +1

      Assalamu oalaikum bro

  • @mdrubelahmed7451
    @mdrubelahmed7451 Год назад +202

    পুরো ভিডিওর মধ্যে আমার কাছে একটি জিনিস ভালো লেগেছে যেটা হচ্ছে আল্লার প্রশংসায় মেতে থাকা আলহামদুলিল্লাহ শব্দটুকু যেন আমার কলিজার টান করে ছুঁয়ে যাচ্ছে আবারও বলি আলহামদুলিল্লাহ

    • @Pieceoflife786
      @Pieceoflife786 Год назад

    • @rahimakhatun6287
      @rahimakhatun6287 Год назад +2

      কথায় কথায় আলহামদুলিল্লাহ বলা খুব ভাল লেগেছে সেই সাথে ভিডিওটাও

    • @KamrulHasan-qw9er
      @KamrulHasan-qw9er Год назад +2

      আলহামদুলিল্লাহ ❤

    • @jahidulpolash4747
      @jahidulpolash4747 7 месяцев назад

      Amar birokto legese.. Dhormo k nijer modde rakhai valo.. Extremism is a cancer

    • @Mercurypolish
      @Mercurypolish 7 месяцев назад

      ❤🎉

  • @airenakter2063
    @airenakter2063 Год назад +16

    আমি ২০১৯ সালে গিয়েছিলাম ডিসেম্বর এ আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর। আমরা সেন মার্টিন হুনডায় গিয়েছিলাম এটার সার্ভিস অনেক ভালো ছিলো।আমরা ইট এন্ড ট্রিট এ ডিনার কোরেছিলাম খুবই ভালো ছিলো খাবার।আর পেঁপে তো অসম্ভব মিষ্টি ছিলো এবং কলা,ডাব,মিষ্টি লেবু,পাহাড়ি মরিচ😋😋 সব মিলে বেষ্ট টুর ছিলো।আলহামদুলিল্লাহ

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 месяца назад

      অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো

  • @sajimahmed5384
    @sajimahmed5384 Год назад +12

    আপনি ঘুরা ঘুরি পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন।, জাজাকাল্লাহ খাইরান

  • @Visitors.Tour.
    @Visitors.Tour. Год назад +20

    বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি স্থান সাজেক এবং আপনার উপস্থাপনা ও সাজেকের সৌন্দর্য নিয়ে এক ধরনের আলোড়ন সৃষ্টি করেছে।

  • @SayemsWorld
    @SayemsWorld Год назад +96

    থামনেইল দেখেই মন ভরে যায় সালমান ভাই। এতো বড় ভিডিও, তবু ভিউ কিন্তু কম না - এতেই বোঝা যায় আপনি কতোটা পপুলার, আলহামদুলিল্লাহ

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад +10

      আসসালামু আলাইকুম ভাই।
      অনেক অনেক ভালো লাগল আপনার কমেন্ট পেয়ে,,,,
      আসলে এই ভিডিওটা আমি আমার নিজের মনের শান্তির জন্য বানিয়েছি,,,
      ,বিয়ের পর একাধিক বার ঘুরতে বের হয়েছিলাম,,,,
      কিন্তু বারবার কোন না কোন ঝামেলায় পড়েছিলাম,,🤣🤣
      তাই সত্যিকার অর্থে নিজের জন্য কোন ট্রাভেল স্টোরি ছিল না,, তাই চিন্তা করলাম এবার একটা নিজের মতো করে ট্রাভেল স্টোরি বানাই,,,,
      যেটা বুড়া হইলে বসে দেখতে পারবো,,,,,,
      ভিউ হলে আলহামদুলিল্লাহ না হলেও প্রবলেম নাই,,,,
      কারণ প্রায় এক বছর পর আমি আবার দীর্ঘ গ্যাপ দিয়ে প্রপার ট্রাভেল ভিডিও নিয়ে ফেরত আসলাম,,,
      তাই লেন্থ নিয়ে চিন্তা করিনি,,
      যদিও মাঝখানে বাণিজ্য মেলা নিয়ে বা বাংলাদেশের সবচেয়ে বড় হাঁড়ি নিয়ে ভিডিও বানিয়েছিলাম,, কিন্তু সেগুলো আসলে প্রপার ট্রাভেল ভিডিও না,, মিক্স ক্যাটাগরি।
      এটা চিরন্তন সত্য বাংলাদেশের মানুষ বড় লম্বা ভিডিও কম দেখে,, তারপরও এটা এক পদের এক্সপেরিমেন্ট বলতে পারেন।
      দেখা যাক শেষ পর্যন্ত ফলাফল কেমন আসে।।
      ভালো থাকবেন ভাই।
      ভাবিকে আমার সালাম জানাবেন।
      আসসালামু আলাইকুম।

    • @sushantsinghrajput8522
      @sushantsinghrajput8522 Год назад +2

      @@dr.salmanmahiruhulkowser9812 kkk

    • @sushantsinghrajput8522
      @sushantsinghrajput8522 Год назад +2

      @@dr.salmanmahiruhulkowser9812 hj

    • @hozoraelahy6102
      @hozoraelahy6102 Год назад +3

      @@dr.salmanmahiruhulkowser9812 এখানে একটু রাগ হচ্ছে... কারন এক্সপেরিমেন্ট করার জন্য উপযুক্ত উস্তাদ লাগে যেমন কলেজে প্রাকটিক্যাল টিচার থাকে!
      ... নো, নো।। ভিডিও লেন্থ ২৫ মিনিটের নিচে থাকতে হবে।

    • @Ussdeesdf
      @Ussdeesdf Год назад

      Sayem vai je...😉

  • @ArifulIslam-pp7yl
    @ArifulIslam-pp7yl Год назад +12

    এই ভিডিওতে আপনার উপস্থাপনায় বার বার আলহামদুলিল্লাহ বলাটা বেশ ভালো লেগেছে। সকল ক্ষেত্রেই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করা উচিৎ

  • @mohammadmonjurulislam3627
    @mohammadmonjurulislam3627 Год назад +5

    আল্লাহ রব্বুল আলামীনের কাছে লাখ কোটি শুকরিয়া এই কথাটা বলার জন্য আপনাকে অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
    খুব ভালো লাগলো আপনার এই কথাটা💝💖💖💖💖💖💖
    এভাবে সব সময় প্রত্যেকটি মুসলমানের উচিত আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করা❤️

  • @raserhari
    @raserhari Год назад +75

    ভ্রমণের ক্ষেত্রে আপনার ভিডিও গুলো যথেষ্ট সাহায্যকারী, সবচেয়ে ভাল লেগেছে, আল্লাহর প্রতি আপনার শুকরিয়া জ্ঞাপন, তাই আমি বলি আলহামদুলিল্লাহ!!

  • @sadikhossain8769
    @sadikhossain8769 Год назад +12

    কি বলবো ভাষা খুঁজে পাই নাই, এক ভিডিও তে সকল কিছু খাওয়া থাকা ঘুরাঘুরি ঘুমানো, সাথে গানটাও বেস্ট ছিলো লাস্ট চমক ছিলো, এক কথায় চমৎকার লাগছে🇶🇦🇧🇩কাতার থেকে দেখছি দোয়া রইলো

  • @hasnainrabby8231
    @hasnainrabby8231 Год назад +13

    মাশা আল্লাহ। ৪৮ মিনিটের ভিডিওতে আপনার উপস্থাপনা ,বাচনভঙ্গি এবং ভিডিও ধারণের কোয়ালিটি একটা বারের জন্য বিরক্তির কারণ হয় নি। সত্যিই অসাধারণ। আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। 💚

  • @Zuzu21
    @Zuzu21 Год назад +5

    তোমার কণ্ঠটা পুরাই Sunday suspens এর মীরদার মতো হয়েছে,সাথে ফেলুদার theme music টাও দিয়েছ!তোমাকে আসলেই কুর্ণিশ জানতে হয়, যখন Sunday suspens এর ফেলুদার বই গুলো শুনতাম খালি মনেহতো এভাবে কেও ট্রাভেল ব্লগ গুলোয় অডিও অ্যাড করলে শুনতে বেশ লাগতো.. তুমি রীতিমত আমার সেই সাধ পূরণ করেদিলে।❤️

  • @cheerwithfarid9553
    @cheerwithfarid9553 Год назад +20

    পুরো ভিডিও টা দেখলাম ভাইয়া। মনে হচ্ছে সাজেকেই ছিলাম। ধন্যবাদ অনেক তথ্যবহুল ভিডিও ছিলো সব সময়ের মতই

  • @anasfarhan2736
    @anasfarhan2736 Год назад +5

    ভাইজান, কৃতজ্ঞতা এবং ভালোবাসা নিবেন, এতো সুন্দর উপস্থাপন এবং প্রকৃতি প্রদর্শন সত্যিই প্রশংসনীয়, মা শা আল্লাহ,
    জাযাকাল্লাহ ভাইজান,
    বারাকাল্লাহ...

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад

      আলহামদুলিল্লাহ।
      আপনাকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য

  • @shehaburrahmansojib4939
    @shehaburrahmansojib4939 Год назад +20

    আলহামদুলিল্লাহ -ইনশাআল্লাহ -
    আহ!
    স্রষ্টার কতই না শুকরিয়া ❤️
    আপনার কথা বলার বাচন ভঙ্গি অসাধারণ!
    দোয়া রইলো ভাইয়া, এগিয়ে যান ❤️❤️

  • @bh.roni.13
    @bh.roni.13 Год назад +6

    সত্যিই ভাইয়া অসাধারণ আপনার ব্লগ ভিডিও গুলো অনেক অনেক শুভ কামনা রইল🥰🌺💓💓💓

  • @FarjanaBinteFarhad31
    @FarjanaBinteFarhad31 Год назад +12

    মাশা আল্লাহ! আমার দেখা সাজেক ভ্রমণের সবচেয়ে সুন্দর ভিডিও এটি। আপনার উপস্থাপনা, দৃশ্যধারণ সবকিছুই ছিল মনোমুগ্ধকর। সাজেক না গিয়েও সাজেক ভ্রমণের স্বাদ পেয়েছি।
    জাযাকাল্লাহু খাইরান।

  • @noor_ahmad3
    @noor_ahmad3 Год назад +6

    একটা প্রতিবেদন শুরু থেকে শেষ পর্যন্ত এতোটা সুন্দর হতে পারে, খুব সুন্দর শুরু এবং খুব সুন্দর শেষ, ভিডিও কোয়ালিটি, উপস্থাপনা বুঝিয়ে বলা সব কিছুতেই ১০ এ ১০, আশা করি পরের ভিডিও গুলো এই ভিডিওটার মতই সুন্দর হবে এবং ভিডিও লেন্থ যাতে একটু বড় হয়

  • @lokman6163
    @lokman6163 Год назад +7

    ৪৮ মিনিট নয় সেকেন্ড কখন শেষ হয়ে গেল বুঝতেই পারি নাই
    বরাবরই আপনার ভিডিও তথ্যবহুল থাকে
    তবে এটা ছিল আমার কাছে এক অসাধারণ অনুভূতি
    মনে হচ্ছে আমি নিজেই আছি সাজেকে🤪
    আরো ভালো লেগেছে প্রতিনিয়ত রবের শুকরিয়া আদায় করা দেখে
    আলহামদুলিল্লাহ।

  • @tinyworldwithasma3626
    @tinyworldwithasma3626 Год назад +7

    আপনার ভাষা জাস্ট মুগ্ধ করল, মাশা আল্লাহ ভাই আমার..
    আপনার জন্য শুভকামনা রইল

  • @mdkawsarahmed3517
    @mdkawsarahmed3517 Год назад +7

    এক কথায় অসাধারণ ভিডিও
    খুব ইচ্ছে করছেরে আমার ভবিষ্যৎ বউ কে খুঁজে বের করে তাকে নিয়ে একটা ট্যাুর দিতে 🥰🥰

  • @rslshohag2463
    @rslshohag2463 Год назад +6

    আপনার উপস্থাপন অনেক চমৎকার। ইসপষ্ট এবং গুচিয়ে কথা বলেন। কথার মাঝে মাঝে শুকরিয়া আদায় করাটাও ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর পরিবেশের মধ্যে ভিডিও ধারণ করে আমাদের দেখার সুযোগ করে দেয়ার জন্য💖💖💖

  • @mdalaminkhan1807
    @mdalaminkhan1807 4 месяца назад +2

    ভাইয়া আপনার উপস্থাপনা সত্যি অসাধারণ,
    (আল্লাহর প্রশংসা করা )
    শুধু ভিডিও দেখি যাওয়ার জন্য কপাল নেই।❤❤❤

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  3 месяца назад

      ধন্যবাদ,, ইনশা আল্লাহ,, আল্লাহ কপালে রাখলে ঘুরে আসতে পারবেন

  • @suponbarua2487
    @suponbarua2487 Год назад +7

    দাদা, আপনার মুখের ব্যবহার টা খুবই ভালো।

  • @rakibhozaifah8301
    @rakibhozaifah8301 Год назад +6

    মনোমুগ্ধকর একটি ভিডিও। অনেক সুন্দর একটি জায়গা

  • @cric_newsbd
    @cric_newsbd Год назад +2

    একদম হাতে ধরে সবকিছু শিখিয়ে দেন আপনি এই কারণে আপনার ভিডিওগুলো এত ভালো লাগে ধন্যবাদ এত সুন্দর করে বুঝানোর জন্য।

  • @afiyaakter3258
    @afiyaakter3258 Год назад +4

    অনেক গল্পতে পরছি সাজেকের মনোরম সুন্দয্য।আজ ভিডিতে দেখলাম।অনেক ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад

      আমাদের ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ

  • @hozoraelahy6102
    @hozoraelahy6102 Год назад +6

    আলহামদুলিল্লাহ্ । আমি বিশ্বাস করতে পারছি না যে কী করে তোমার ভিতরে এত এত কোয়ালিটি বাসা বাধলো?? সাবাস প্রিয়, সাবাস।
    ভ্রমণ করতে গিয়ে অনেক তিক্ত অভিজ্ঞতা হয়, সে গুলো অকপটে স্বীকার করতে হবে।

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад +1

      আলহামদুলিল্লাহ।
      আমি ভাল মন্দ সব ই বলেছিম

    • @hozoraelahy6102
      @hozoraelahy6102 Год назад +1

      @@dr.salmanmahiruhulkowser9812 একটা দৃষ্টি আকর্ষণ! আলীকদম এর ঐ দিকে একটা পাহাড় আছে যার চূড়ায় মেঘের ভেলা ভেসে যায়, ওটা নিয়ে একটা ভিডিও করতে হবে। (পাহাড়ের নাম টা মনে পড়ছে না) আর ভিডিওর গ্রাফিক্স 4K মানের করতে হবে। এজন্য Sony আলফা সিরিজ কেমেরার বিকল্প নাই!.... দাড়িয়ে চা পান করা টা মোটেও পছন্দ হয় নাই!

  • @AkashOp1
    @AkashOp1 Год назад +6

    ফেলুদা’র থিমটা শুনলেই আলাদা একটা ফিলিং চলে আসে। ❣️

  • @mithundas2638
    @mithundas2638 Год назад +3

    অসাধারণ দৃশ্য প্রায় সপ্নের মতো অবাক করা দৃশ্য যেন মন প্রান ভরে দিয়ে যায়

  • @smritisonaghosh122
    @smritisonaghosh122 Год назад +5

    ভাই উপস্থাপনা দূর দান্ত।
    কেনও জানি আমি রেডিওমির্চি কোলকাতার অগ্নি সৌমকদের সাথে আপনাকে গুলিয়ে ফেলেছি।
    অসাধারণ ভাই।ভালোবাসা নিবেন।
    শুভকামনা নিরন্তর ❤️❤️❤️

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад

      অনেক অনেক ধন্যবাদ দাদা।
      আমি নিজেও রেডিও মিরচি, ফেলুদা,সানডে সাস্পেন্স এর ভক্ত।
      আপনার জন্য অনেক শুভকামনা

  • @evahoque1362
    @evahoque1362 Год назад +36

    আপনার মাধ্যমে বিনাপয়সায় সাজেক ঘুরে এলাম আলহামদুলিল্লাহ

  • @Laksamonlineshop
    @Laksamonlineshop Год назад +6

    অসাধারণ, একটা পরিপূর্ণ তথ্যবহুল গুরুত্বপূর্ণ ভ্রমণ গাইড ভিডিও দেখলাম। সাজেক ভ্রমণে প্রস্তুতি হিসাবে যথেষ্ট উপকার হলো। ধন্যবাদ আপনাকে ♥

  • @raindrops8093
    @raindrops8093 Год назад +4

    ইশ্! কি৷ সুন্দর জায়গা টা!! মনে হল আপনার সাথে ঘুরে আসলাম। আপনার ভিডিও কোয়ালিটি সব মিলিয়ে বেশ ভালো। আমার তো অবাক লাগছে, আমি এত ট্রাভেল ভ্লগ দেখি, আপনার টা কিভাবে আগে দেখা হয় নি!! এর পর আর হয়ত মিস করবো না 🙂

  • @siddiqueshanto4087
    @siddiqueshanto4087 Год назад +3

    আপনার চ্যানেলে দেখা সেরা ভিডিও এটি। কিপ ইট আপ ভাই 💝

  • @MdTanvir-id7ce
    @MdTanvir-id7ce Год назад +12

    আপনার মতো এইভাবে বিস্তারিত ইনফরমেশন আর কেউ দেয়নি কোনো ভিডিওতে।

  • @kazishohag
    @kazishohag Год назад +10

    ekta manus eto sundor kore kivabe video banate pare...??? kono boringness nai.. MasahAllah...

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад +1

      আসসালামু আলাইকুম ওস্তাদজী।
      কেমন আছেন?
      খুব ভাল লাগলো আপনার কমেন্ট পেয়ে।
      আপনার ভারত ভ্রমনের ভিডিও রিলিজের মত চিন্তা করে একটানা লম্বা ভিডিও বানায় ফেললাম।
      আমি জানি, এইটায় রিস্ক থাকে,লম্বা ভিডিও মানুষ ইঞ্জয় কম করে,,বাট তারপরো নিজের স্যাটিসফেকশন এর জন্য বানান,,,বুড়া বয়সে আল্লাহ বাচায় রাখলে একটানা ইন্টারেপশন ছাড়া দেখব। ভাল থাকবেন ওস্তাদজী।
      আসসালামু আলাইকুম।

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад +1

      @kazi shohag ভাই এর ইউটিউব চ্যানেল সবাই ঘুরে দেখতে পারেন। বাংলাদেশের সবচে পুরাতন ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাঝে উনার চ্যানেল একটি।
      তাই আমরা অনেকেই উনাকে ওস্তাদ মানি।

  • @mohammadmonjurulislam3627
    @mohammadmonjurulislam3627 Год назад +3

    this video is too much informative in description box.....
    এইভাবে ভিডিও মেকিংও যুক্তিখণ্ডন করে ডেসক্রিপশন বক্সে ইনফরমেশন দিতে থাকলে আপনি বাংলাদেশের এক নম্বর ইউটিউবার হতে সময় বেশি দিন লাগবে না 💝💖💖💖💖💝💝💝

  • @user-og5cu1og1w
    @user-og5cu1og1w Год назад +7

    আল্লাহর কাছে শুক্রিয়া টা অনেক অনেক ভালো লাগছে ভাইয়া। আলহামদুলিল্লাহ

  • @AbRoufSarker
    @AbRoufSarker Год назад +4

    আলহামদুলিল্লাহ,
    মমন্ত্রমুগ্ধের মত আপনার ভিডিও দেখলাম।
    আল্লাহর অপরুপ সৃষ্টি আর মনমুগ্ধকর ও উপস্থাপনা, আমি বিমোহিত।
    আপনার সুবাদে সুন্দর জিনিস দেখতে পেলাম। অশেষ ধন্যবাদ আপনাকে।

  • @Abdullah0353
    @Abdullah0353 Год назад +7

    Storytelling style is just mind-blowing .

  • @rakibhossain7017
    @rakibhossain7017 Год назад +6

    অসাধারণ!!!!
    আল্লাহ যদি জীবনে কোনো দিন সুযোগ দেন তাহলে অবশ্যই ফ্যামিলি নিয়ে যাবো

  • @Random-tq1lp
    @Random-tq1lp Год назад +22

    বিশেষ বিশেষ কথায় আলহামদুলিল্লাহ বলাটা খুবই ভালো লাগছে বড় ভাই। সবকিছুই অসাধারণ ছিল। ধন্যবাদ,,,,, আলহামদুলিল্লাহ..... 💗💗💗

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад

      আলহামদুলিল্লাহ।
      ধন্যবাদ

    • @user-mg5uf9cb1i
      @user-mg5uf9cb1i 15 дней назад

      সত্যি বলতে আলহামদুলিল্লাহ বলার কারনে আপনার ভিডিও অনেক ভালো লাগলো।

  • @mosarofahmedparvez9824
    @mosarofahmedparvez9824 Год назад +22

    কিছুক্ষণ এর জন্য মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি 🥰🥰
    কারন আমি সৌদি প্রবাসি মাশা আল্লাহ অনেক সুন্দর উপস্থাপন 💝

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад +2

      অনেক অনেক ধন্যবাদ ভাই ভিডিওটা দেখার জন্য

    • @mosarofahmedparvez9824
      @mosarofahmedparvez9824 Год назад +1

      Most wellcome 💝

    • @fathergod4692
      @fathergod4692 Год назад

      স্হানীয় পর্যটক কেন যাবে,বাংলাদেশের কোন দর্শনীয় স্থানে স্হানীয় পর্যটকদের জন্য তৃপ্তি দায়ক খাবারের ব্যবস্থা নেই।যে খাবার হোটেলে বা খেতে যান ১০০টাকার জিনিস ৫০০নিবে কিন্তু এতো গুলো টাকার বিনিময়ে খাবার গুলো এসওয়ার উপযোগী নয়।
      সীতাকুণ্ড,পতেঙ্গা সী বলে চ,কক্সবাজার,সাজেক,সিলেট, কুয়াকাটা সব জায়গাই একই অবস্থা? আপনি আমি গুরতে গেল হয়ে উপোস থাকবোনা।কোন স্থানে একবার গেলে প্রতারণা এই ভোগান্তি ও খাবারের কষ্টে দ্বিতীয় বার যাবো বা কেউ যাচ্ছে মনে হলে গান ছম করে উঠে।।।

    • @Mercurypolish
      @Mercurypolish 7 месяцев назад

      রিয়াদে আছেন নাকি?

  • @mahsinali7269
    @mahsinali7269 Год назад +1

    আমি গত ০৫-১০-২০২২থেকে ০৯-১০-২০২২ তাং ৫ দিন সাগরকন্যা,কুয়াকাটা ভ্রমন করে এসেছি। আজকে ১০-১০-২০২২ আপনার ভিডিওটা দেখলাম আর সাথে সাথে পন করলাম আগামী ট্যুরটা সাজেকেই দিব ইনশাআল্লাহ। সত্যি মনোমুগ্ধকর আপনার বাচনভঙ্গি।আর ভিডিও উফ্ মাইন্ড ব্লোয়িং।মন থেকে আপনার জন্য দোয়া রইল।

  • @MehediHasan-ss6rc
    @MehediHasan-ss6rc Год назад +4

    আমি সৌদি প্রবাসী অনেকদিন ধরে ভাবতেছিলাম ছুটিতে গেলে সাজেক যাব তারপরে আপনার ভিডিওটা আসে আমার সামনে 48 মিনিটে ভিডিও প্রথমে ভাবছিলাম 2 , 4 মিনিট দেখে পুরা ভিডিওর মজা নিব 😆 কিন্তু কখন যে পুরা 48 মিনিট পুরো শেষ হয়ে গেল 😍 অসাধারণ ছিল ভাই

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 месяца назад

      অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।
      আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণার কারণেই দিনশেষে আমার ভিডিও বানানো হয়

  • @rsrakib7955
    @rsrakib7955 Год назад +9

    ধন্যবাদ ভাইয়া আমাদের সাজেক কে এমন সুন্দর করে দেখানোর জন্য🥰🥰

  • @MostafiZone
    @MostafiZone Год назад +2

    আপনার ভিডিও কোয়ালিটি জাস্ট অসাধারণ! উপস্থাপনা 👌♥️

  • @CarbonChanchol
    @CarbonChanchol Год назад +2

    এত সুন্দর উপস্থাপন বলতেই হবে অসাধারণ। আপনার ভিডিও মিস করি না। আপনার কাছ থেকে অনেক ভিডিও আশা করি সালমান ভাই। আল্লাহ আপনাদের সুস্থ এবং সুখী রাখুক।

  • @mituakter5732
    @mituakter5732 Год назад +3

    Khub khub issha Sahek jayar but amder moto moddhobitto der jonno hoito sudu vedio dakhe jaya Sara upai nai...😥😥
    Tobuo Allah sobar nek issha poron koruk Amin.... 🙂

  • @nahidparvez_yt
    @nahidparvez_yt Год назад +10

    মাশাআল্লাহ,
    সাজেকের এমন ভিউ আগে কখনো কারো ভিডিওতে দেখিনি ধন্যবাদ ভাইয়া আপনাকে ♥

  • @mdmoniruzzaman8427
    @mdmoniruzzaman8427 Год назад +25

    ভাইয়া আপনারা যারা সাজেক ভ্যালিতে চান না কেন এক বয়ান চকলেট নিয়ে যাবেন সঙ্গে করে কারণ আপনি যখন গাড়িতে করে যাবেন তখন দেখবেন আপনার দিকে আপনার গাড়ির সঙ্গে সঙ্গে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা ছোট ছোট করবে তাদেরকে কত মানুষ টাকা দেয় চকলেট দেয় আপনারা চাইলে চকলেট দিতে পারবেন ছোট ছোট ছেলেমেয়েরা খুশি হবে আপনারাও খুশি হবেন আপনি খুশি থাকুন সবাইকে খুশি রাখুন।

    • @ArifHossain-122
      @ArifHossain-122 3 месяца назад +4

      আমিও যাওয়ার সময় এইটা ফিল করেছিলাম। তাই ফেরার সময় কিছু চকলেট সাথে করে নিয়েছিলাম। ওদের হাত নাড়ানো আর ইনোসেন্ট চেহারা অবজ্ঞা করার উপায় নেই।

  • @TourwithRejwan
    @TourwithRejwan Год назад +5

    অনেক সুন্দর একটা প্লেস। আমিও ট্যুর খুব পছন্দ করি। মন চায় পৃথিবীকে ঘুরে জয় করে ফেলি।

  • @user-yq1kn2tl9i
    @user-yq1kn2tl9i Год назад +4

    Vai er information khul khub i vlo laglo

  • @mehnoormomskitchen5653
    @mehnoormomskitchen5653 Год назад +5

    Baiyea Ami ow geselm really onk shondor akta jaiga

  • @nazifatasniya3898
    @nazifatasniya3898 Год назад +3

    আপনার উপস্থাপনা খুবই সুন্দর।

  • @saifvlogs6159
    @saifvlogs6159 Год назад +2

    অসাধারণ উপস্থাপনা ভাই খুবই ভালো লাগলো

  • @tinaahsan3581
    @tinaahsan3581 Год назад +4

    sajek ta j ato sundor vaia apnar video na dekle bujtei partam na onk sundor kore sob tule dhorar jnno dhonnobad vaia❤ alhamdulilla amader bangladesh koto sundor ❤

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад

      অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের ভিডিওটা দেখার জন্য

  • @shinabublee2189
    @shinabublee2189 Год назад +3

    আসসালামু ওয়ালাইকুম ভাইয়া, আজ থেকে আমি আপনার একজন সাবস্ক্রাইবার।আলহামদুলিল্লাহ এমুন সুন্দর উপস্থাপনা আমি দেখিনি।মনের অন্তরস্থল থেকে আপনার সাফল্য কামনা করছি।খুব ☺ খুশি হয়েছি আপনার বলা আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ ব্যবহার,অসংখ্য দোয়া রইল আপনার জন্য সাথে আন্টির জন্যও যে কিনা উত্তম আচরন শিক্ষা দিয়ে সন্তান বড় করারজন্য।উনার মধ্যেও আমি সরলতার আবাস পেয়েছি বারবিকিউর ব্লগ ভিডিও তে।আল্লাহ আপনাদের নেক হায়াত দিন আমিন।

  • @dr.salmanmahiruhulkowser9812
    @dr.salmanmahiruhulkowser9812  10 месяцев назад +6

    বাংলাদেশের পতাকার টি শার্ট ৩৩ ভাগ ছাড় ও সাথে আরো ৪০ টাকা ডিসকাউন্টে কিনতে আমার কুপন Salman10 ব্যবহার করতে পারেন।
    লিংক নিচে দেওয়া হল:
    in2travels.com/shop/bangladesh-originals/

  • @shamimanasrinfariha5096
    @shamimanasrinfariha5096 Год назад +3

    অনেক ধন্যবাদ আপনাকে,এতো সুন্দরভাবে তথ্য জানালেন।

  • @Nusrathassan-es7xk
    @Nusrathassan-es7xk Год назад

    মাশাআল্লাহ খুব সুন্দর উপস্থাপনা ও একদম সত্য তথ্য যা ভ্রমণপিপাসুদের জন্য খুব সাহায্য করবে।
    আর যেটা না বললেই নয় আপনার বাচনভঙ্গি খুব চমৎকার

  • @riazaltimesfunnymode5254
    @riazaltimesfunnymode5254 Год назад +2

    ভাই এমন মনে হয়েছে যে আমি এ সাজেক যাইতেছি ধন্যবাদ ভাই এমন ভিডিও দেওয়ার জন্য

  • @mizbaurrahman1592
    @mizbaurrahman1592 Год назад +6

    ২০১৫ সালের সাজেক আর এই সাজেকের অনেক পার্থক্য। সেনাবাহিনীর রিসোর্ট ছাড়া তখন থাকার হোটেল বলতে ছিলো শুধু আলো রিসোর্ট আর মারুতি রিসোর্ট। রাস্তার যেকোন জায়গা থেকে দুপাশই দেখা যেতো। এর এখন রাস্তার দুপাশের প্রকৃতি দেখতে গলাকাটা দামে রিসোর্ট ভাড়া করতে হয় 😐
    এখন আর সাজেক নামক বস্তি দেখতেও মন চায়না 😢

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад +2

      আপনার কথার সাথে আমি একমত।
      ২০১২ সালের সাজেকে যে মায়া আমি প্রথম পেয়েছিলাম তা আর পাইনি।
      এর পর ২০১৩ সালে দেখলাম আরেক রুপ।
      নতুন অনেক কিছু তৈরী হচ্ছে।
      ২০১৫/২০১৬ সালে সাজেক আমার হিসাবে বেস্ট ছিল।
      পর্যটন বান্ধব+ সহজ ছিল।
      কিন্তু এর পর নানান কারনে সাজেক দিন দিন নষ্ট হচ্ছে।

    • @tatechnologyofficial1868
      @tatechnologyofficial1868 11 месяцев назад

      ​@@dr.salmanmahiruhulkowser9812😅

  • @mrinaldas13
    @mrinaldas13 Год назад +1

    সাজেক হয়তো কোনদিন আসবোনা। কজনই বা নিজের দুই পায়ে হেটে দুই চোখ দিয়ে পৃথিবী দেখার সামর্থ্য রাখে! আপনাদের ক্যামেরা আর কথার স্রোতে পাল তুলি। তবে আপনার দৃষ্টি যেন প্রায় অন্ধকার ভেদি। আপনাকে অশেষ ধন্যবাদ আপনার পুঙ্খানুপুঙ্খ অনুভূতি ভাগ করার জন্য। আলহামদুলিল্লাহ শব্দটি অনেক, অনেক বার উচ্চারণ করেছেন, যার প্রকৃত মানে জানিনা কিন্তু বুঝতে পারি স্রষ্টার কাছে মনের উচ্ছাস প্রকাশ করছেন। দর্শক যেহেতু আপনার কথার মাধ্যমে অনুভব করে, তাই সব অনুভূতি একত্র করে কেবল আলহামদুলিল্লাহ উচ্চারণ করে দায় শেষ করবেন না। আপনি খুব শিক্ষিত ব্যক্তি। যেকোন ভাষার বিকাশ আপনাদের মত মানুষের প্রয়োজন মিটানোর মধ্যে দিয়েই সমৃদ্ধ হয়, এগিয়ে যায়। আবেগে বোবা হয়ে আমরা সবাই কমবেশি মাগো, বাবাগো, আল্লাহ, খোদা, ঈশ্বর, ভগবান, Oh my God প্রভৃতি ডাকের মধ্যে দিয়ে আবেগ সামলাই। আশা রাখি পরের রেকর্ডিং গুলোতো প্রকৃতির সাথে আমাদের আবেগ, মনন আর চিন্তন সবকিছুর যোগ পাবো।🙏🙏🙏

    • @tahmidislam4920
      @tahmidislam4920 4 месяца назад

      আলহামদুলিল্লাহ মানে "সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।"

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 месяца назад

      অনেক অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য।
      আসলে আপনাদের মত দর্শকদের জন্যই আমি শত কষ্ট হলেও ভিডিও বানাই।
      কনটেন্ট ক্রিয়েশন আমার পেশা না, শুধুমাত্র মানুষের উপকার হয় এমন ভিডিও গুলোই আমি বছরে দুই তিনটা করে বানাই।
      আর যখন আপনাদের মত মানুষদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই তখন ভিডিও বানানোর আগ্রহ আরো অনেক বেড়ে যায়।
      আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

  • @phpiashofficialaccount7143
    @phpiashofficialaccount7143 Год назад +7

    আলহামদুলিল্লাহ গেছি,, কিন্তু আপসোস এই রিসোর্টে থাকতে পারলাম না,,,রুম সব বুকিং হয়ে গেছে,,, 💔🌺
    খুব সুন্দর একটা জায়গা, 🌺💝

  • @iftakharahamed3715
    @iftakharahamed3715 Год назад +269

    বাংলাদেশের পর্যটন কেন্দ্র গুলো হচ্ছে কসাইখানার মতন। সাজেকে আসা-যাওয়া, খাবার ও ৩ রাত্রিযাপনে যা খরচ পরবে। ঐটা দিয়ে ভারতে ৮-১০ দিন ঘুরে আসতে পারবেন।

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад +10

      ধন্যবাদ

    • @marufhasan2218
      @marufhasan2218 Год назад +17

      একদম সত্য কথা বলছেন..আমরাও কিছুদিন আগে সাজেক থেকে ঘুরে আসছি..

    • @mehedimithu7140
      @mehedimithu7140 Год назад +1

      Karon india gorib tai khoros kom Bangladesh expensive gdp per capita Bangladesh ar bashi

    • @klrahul1498
      @klrahul1498 Год назад

      @@mehedimithu7140 Abal er heda

    • @tanvirmahmud8460
      @tanvirmahmud8460 Год назад

      @@marufhasan2218kmn lagce per person

  • @farukAhmed-cl2cs
    @farukAhmed-cl2cs Год назад +6

    আলহামদুলিল্লাহ,
    আমি সাজেক ঝর্ণা পর্যন্ত গিয়েছিলাম🖐️

  • @Ridoykhan-cq4cx
    @Ridoykhan-cq4cx Год назад +3

    সব চেয়ে ভালো লাগে কি জানেন ভাই,
    আপনার প্রতি কথায় আল্লাহ কথা , অনেক অনেক সুন্দর হয়েছে বড় ভাই,

  • @chowdhuryshahariar
    @chowdhuryshahariar Год назад +4

    thank you bhaiya! apnar sylhet er video dekhe ami sylhet a geiyechilam onnk bhalo lagechilo! thanks again! keep making videos like this it really helps! hope someday we will travel together..

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад

      অনেক অনেক ধন্যবাদ ভাই,,আমাদের মনে করার জন্য।
      আপনার জন্য অনেক শুভকামনা

  • @tymurridoy3550
    @tymurridoy3550 Год назад +5

    খুবই দারুণ হয়েছে ভাইয়া। এমন আরও ভিডিও দিয়ে আমাদের ভ্রমণকে আরো উপভোগ্য করতে সহযোগিতা করবেন। আপনার মত করে খুটিনাটি বিষয়গুলো আগে কেউ উপস্থাপন করেছে কি-না আমি দেখিনি। ধন্যবাদ। 🌹

  • @NigarSultana-mb5kr
    @NigarSultana-mb5kr Год назад +4

    এই পর্যন্ত আমার দেখা সাজেকের বেস্ট ভিডিও ছিলো এটি।। সৌন্দর্য +খরচ সব মিলিয়ে একদম পারফেক্ট।।৷ আপনাকে অনেক অনেক ধন্যবাদ।।।।।

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад

      অনেক অনেক ধন্যবাদ

    • @NigarSultana-mb5kr
      @NigarSultana-mb5kr Год назад

      ভাইয়া একটা প্রশ্ন ছিলো সিএনজি ভাড়া কি দিন হিসেবে ভাড়া করা হয় মানে ২ দিনের জন্য ভাড়া করলে ওই ২ দিন সিএনজি কি আমাদের ইচ্ছামতো জায়গায় নিয়ে যায়।। প্লিজ জানাবেন।।।

  • @abdulkaderhalder5632
    @abdulkaderhalder5632 4 месяца назад +2

    খুব ভালো লেগেছে আমি ইন্ডিয়া থেকে বলছি সত্যিই আপনার ভিডিও অসাধারণ একটা ডিটেইলস আপনি খুবই ভালো করে বলছেন

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  4 месяца назад

      অনেক অনেক ধন্যবাদ ভাই।
      আপনার কমেন্ট পেয়ে অনেক ভাল লাগলো।
      আপনার জন্য অনেক শুভ কামনা।

  • @beohsbeohs2589
    @beohsbeohs2589 Год назад +1

    Speechless and mind blowing presentation.. Mone hocchilo ami sajek thekei video ta dekhchi

  • @fatimatuzzahra5628
    @fatimatuzzahra5628 Год назад +5

    Darun hoyeche vaia..apni one of the best in this field...apnar video sob somoy e khub valo lage totthoboho bole..dhonnobad apnake apnar guruttopurno somoy theke kichu somoy amader sathe vag korar jonne

  • @zahidparvez2898
    @zahidparvez2898 Год назад +4

    এত্তো ভালো এবং ইনফর্মেটিভ ভিডিও আর নাই।ধন্যবাদ ভাই

  • @anikmiazi741
    @anikmiazi741 Год назад +3

    খুব সুন্দর উপস্থাপনা করলেন ভাই।

  • @md.atikurrahmanrasel2418
    @md.atikurrahmanrasel2418 Год назад +1

    খুব সুন্দর ও বাস্তব জীবনের রুপ দেখলাম আপনার ভিডিওর মাধ্যমে

  • @rejaulkorimvlogs
    @rejaulkorimvlogs Год назад +3

    খুব সুন্দর লাগলো ভিডিওটি

  • @mstjesmin2507
    @mstjesmin2507 Год назад +4

    আলহামদুলিল্লাহ! অনেক সুন্দর, সুন্দর আপনার উপস্থাপনা

  • @arifbillah5913
    @arifbillah5913 Год назад +2

    ভাই অসংখ্য ধন্যবাদ আপনার ক্রিয়েটি ভ অনেক ভালো ছিল

  • @mdmalek7195
    @mdmalek7195 Год назад +27

    সাজেক দেখে আমার মুখে শুধু একটাই শব্দ আসে খুশিতে "মা শা আল্লাহ মা শা আল্লাহ!" আমাদের দেশে ও এত্ত সুন্দর একটা জায়গা আছে,,আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর,,,সুবহানাল্লাহ ❤❤❤❤

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 месяца назад

      অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

  • @sammythewarrior
    @sammythewarrior Год назад +6

    Bangladesh is the hidden beautiful and precious gem of SE Asia…. Don’t tell anyone…..⚔️🇧🇩⚔️ also guys try having a light meal when traveling like soup and a sandwich with salad…. It will help…. Believe me

  • @saibuddinarif1304
    @saibuddinarif1304 Год назад +5

    যদিও অনেক লম্বা,,, তবে, উপস্থাপনা সুন্দর

  • @Saki.Shakil
    @Saki.Shakil Год назад +3

    মাশা আল্লাহ খুব সুন্দর উপস্থাপনা এবং বার বার আল্লাহর প্রতি শুকরিয়া আদায় আরো ভালো লেগেছে।

  • @shakilmhamud8377
    @shakilmhamud8377 Год назад +3

    অত্যন্ত চমৎকার উপস্থাপনা এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ❤❤

  • @lipilipi3898
    @lipilipi3898 Год назад +3

    খাগড়াছড়ির রাস্তাগুলো দেখে ভয় পাইছি কান ধরছি আর জিবনে যাবোনা,ভাইরে ভাই এতো উচু নিচু রাস্তা মনে হয় গাড়ি উল্টে যাবে,ভাবছিলাম শেষ আর বেচেঁ ফিরবোনা।
    যাইহোক আপনার ভিডিও দেখে খুব ভালো লাগছে

  • @alvee74
    @alvee74 Год назад +5

    Video & Voice Over Quality 🔥🥂
    Best Wishes bro ❤️

  • @mdabdulaziz6639
    @mdabdulaziz6639 Год назад +8

    ভাইয়ের একটা জিনিস আমার অনেক ভালো লাগছে সেটা হোলো আল্লাহর নাম আর প্রসংশা করা, কথার আগে,ধন্যবাদ ❤️👍

  • @nadimhasan6150
    @nadimhasan6150 Год назад +3

    দারুন লাগলো। উপস্থাপনা ও ক্যামেরার কাজ অসাধারণ। 👍

  • @user-yl9kv5im3g
    @user-yl9kv5im3g Год назад +4

    ভাই খুবই সুন্দর উপস্থাপন করেছেন। আমারও যেতে খুব ইচ্ছে হচ্ছে।

  • @shahinahmed73912
    @shahinahmed73912 Год назад +1

    আলহামদুলিল্লাহ পুরো ভিডিওটা দেখলাম, সাজেক সম্পর্কে অনেক অজানা তথ্য জানলাম। আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে গাইড করার জন্য

  • @eliassomrat2311
    @eliassomrat2311 Год назад +2

    সত্যিই ভাই আপনার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আ্ল্লাহর সৃষ্টির অপরূপ সুন্দর্য আরো বেরে গেল, আলহামদুলিল্লাহ

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад

      অনেক ধন্যবাদ ভাই আমাদের ভিডিও দেখার জন্য

  • @MontasirPervege
    @MontasirPervege Год назад +5

    অসাধারণ একটা ভিডিও 🥰 সাজেকের এই দৃশ্য দেখে ভালো লাগলো

  • @Zuzu21
    @Zuzu21 Год назад +5

    Hats off to you 🙇🏾‍♀️ আজ থেকে তুমি fav। অনেক ধন্যবাদ তোমাকে!!💗

  • @AshiqurRahman
    @AshiqurRahman Год назад +1

    আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক choice খুব ই ভাল ছিল...

  • @Peter_Griffin_xxl
    @Peter_Griffin_xxl Год назад +15

    ৪৮ মিনিটের পূর্ণদৈর্ঘ্য ট্রাভেল ভ্লগ🧡

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад +1

      ধন্যবাদ। এইটা ট্রাভেল ডডকুমেন্টারি বলতে পারেন

  • @mdemu1095
    @mdemu1095 Год назад +5

    Vaiya Darjeeling and shikkim tour cai

  • @md.mehedihasan7830
    @md.mehedihasan7830 Год назад +7

    আমাদের Dr.Siam sir...😊
    ভালো লাগললো ভিডিওটা

  • @ziauddintarek2112
    @ziauddintarek2112 Год назад +1

    সেরা একটা ভিডিও হয়েছে অলওভার...