কি সুন্দর কথা-বার্তা,আচরন।এককথায় মনোমুগ্ধকর,আসলে এখনকার ইয়োং জেনারেশন ব্লগার দের শরিরে কেমন যেনো একটা ভাব থাকে,তারা নিজেদেরকে অনেক বড় ভাবে,কিন্তু মেচুরেটি পাওয়া দায়,আপনার ভিতরে মেচুরেটি সুস্পষ্ট,সত্যি এমন একটা ব্লগার দেশের গর্ব,ভালোবাসা রইল বাংলাদেশ থেকে❤
আমি বাংলাদেশে অনেক ভ্রমণ ইউটিউবার এর ভিডিও দেখেছি আপনারটা আমার কতটা ভালো লেগেছে বলতে পারব না। অনুভূতি দিয়ে প্রকাশ করা ছাড়া, মুখের ভাষা নেই। ভিডিওগ্রাফি অসাধারণ সাথে বাংলা ভাষার উপরে দক্ষতা আমাদের ভারতীয় ইউটিউবারে কিছু অল্প সংখ্যকরি আছে আপনারটাও খুব সুন্দর এক কথা শুধু একটাই দারুন।
আপনি বাংলাদেশের গর্ব। বাংলাদেশ অনেক ব্লগার আছে কিন্তু আপনার মত আর একটিও নেই। আপনার ভিডিও পুরোটাই তথ্যবহুল যেটা দেখার পাশাপাশি অনেক কিছু জানাও হয়। এভাবেই এগিয়ে যান। আমরা আপনার পাশে আছি ❤️
ভিডিও তে ৩ দিনের ভ্রমণ গল্প ছিল, এইদিকটা আমার ভালো লেগেছে বেশি। কারণ আমাদের দেশের বেশির ভাগ ইউটিউবার ভিডিও বেশি আপ দিতে গিয়ে এক এক দিনের ভ্রমণ গল্প শেয়ার করে, সেখানে দর্শকদের কি দেখাতে পারছে তা মনে হয় ভাবে না তারা। ধন্যবাদ ভালো লেগেছে আজকের ভিডিও টা।
No unnecessary trash No personal trash Just pure travel vlog with lots of information… i love how you describe a place with its history and culture…. You are a gem brother! Keep shining 💯
Yes brother for the first time. But the vlogs may start with Namaskar, Namaste, Sat Sri Akal also along with Assalamu aleikum as this are the সম্ভাষণ of the land. Other bloggers are too much busy with 'Halaal' foods, flying drones (absolutely illegal), little historical geographical knowledge and poor demonstration. I love this guy.
For a muslim it's must to aware every muslim about halal foods, and a muslim can't greet another religions people by saying namaste, namaskar etc.. I haven't any personal intention to hurt anyones religious believe.. Sorry for that❤️
এত সুন্দর করে intro দিলে ভিডিও না দেখে কি পারা যায়!!💜💜 সত্যি চমৎকার দার্জিলিং এর সৌন্দর্য আর ভাইয়ার উপস্থাপনায় আরো প্রানবন্ত হয়ে গেছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই যাবো আমি। অনেক অনেক শুভকামনা আর ভালবাসা রইল ভাইয়ার জন্য। 😻❤️
সেই গিয়েছিলাম ২০১৬ সালে। দেখেছি, দেখা হয়নাই অনেককিছু । আপনার ভিডিওর মাধ্যামে নতুন কিছু জানতে ও বুঝতে পারলাম। আপনার অসাধারণ উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে।ভাল থাকবেন
মাশাল্লাহ ভাই, আপনার ভিডিও গুলা এতো প্রাণবন্ত হয়ে থাকে যে প্রতিটি সেকেন্ডে মনে হচ্ছে আমিই ঘুরে দেখতেছি এই দার্জিলিং। ইনশাআল্লাহ দার্জিলিং যাবার আশা যেন আমার আল্লাহ তায়ালা কবুল করেন। দেখে যেন আসতে পারি আল্লাহর এই অপরুপ নিদর্শন। দোয়া ও ভালোবাসা অবিরাম ভাই💓
আসসালামুআলাইকুম ভাইয়া, আপনার দার্জিলিং এর সিরিজ টা আমাকে এতটাই মুগ্ধ করেছিলো ২০২৩ সালে যখন প্রথমবার দেখি তারপর থেকেই আমি যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিলো না গেলেই নয়। আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছেন এই নভেম্বর এ আমি এবং আমার হাজবেন্ড দার্জিলিং এর সৌন্দর্য নিজেদের চোখে দেখে এসেছি আলহামদুলিল্লাহ। আপনার এই ভিডিও গুলো কম করে হলেও আমরা ১০/১৫বার দেখে ফেলেছি। অনেক ধন্যবাদ ভাইয়া।
ভাই আমি অনেক travel blogger দেখেছি, কিনতু ভাই আপনার করা ভিডিও গুলো সত্যি বলতে অনেক আলাদা হয়,দেখলে শুধু দেখতেই মন চায়,এত সুন্দর উপস্থাপন এত সুন্দর কথাবার্তা, কি বলবো ভাই এক কথায় অসাধারণ 😊🔥🔥
খুব সুন্দর নিবেদন। তবে দার্জিলিঙে আরও বেশ কিছু জায়গা আছে যেগুলো কিঞ্চিৎ মূল ধারার বাইরে। দার্জিলিং বাস স্ট্যান্ড এর নিচেই আছে বোটানিক্যাল গার্ডেন,পাইন গাছের ছায়ায় এমন স্নিগ্ধ জায়গা আর পাবেন না। দার্জিলিং থেকে কাছাকাছি প্রচুর পাহাড়ি হ্যামলেট আছে তাগদা তিনচুলে যোগীঘাট ইত্যাদি। সেগুলোর নিশ্চয়ই দেখবেন। আর ডুয়ার্সেও আসবেন। সৌন্দর্য দেখে মন ভরে যাবে।
I had my first-ever Darjeeling trip last month and I loved it. Your vlog feels like I'm reliving my visit. Absolutely beautiful. Very nicely made. Much appreciated :D
পুরো ভিডিও খুবই অসাধারণ,, তবে ট্রেন দিয়ে উপরে উঠার সময় যে দৃশ্য তা মনোমুগ্ধকর।। বরাবরের মতো এই ভিডিও তেও আপনার যে উপস্থাপনা যে কারো কাছে ভালো লাগবেই,,, 🍁🍁🌺🌺🌷🌷
Best thing about your vlog ...you show us the scenery more than your faces ..which makes us happy that we can see the scenery as many other bd youtuber just unnecessary talk and show their faces what they are doing along with trying to be funny but not funny and trash talk ....thanks for visiting our india ....pls do come again next time to visit different other places ...love from india
ভাই স্বাধ আছে সাধ্য নাই,,😔 তবে আপনাকে ধন্যবাদ এত সুন্দর ভাবে দেখানোর জন্য,,❤️ দেখে মনে প্রশান্তি এসে গেল,,, লাখ লাখ শুক্রিয়া আল্লাহ তা'আলার কাছে,, ,কত সুন্দর করে তৈরী করেছেন আমাদের এই পৃথীবীকে,,😌
অসাধারণ লাগে আপনার উপস্থাপনা, একেবারেই ছন্দে ছন্দে, মনের আনন্দে প্রকৃতি কে খুব কাছে থেকেও দেখা সম্ভব না হলেও, অনেক কিছুও জানতে পারি আপনারই মাধ্যমে ঘরে থেকেও
Wow ! ভাইয়া আপনার ভিডিওর কোনো তুলনা হয় না । দুর্দান্ত এডিটিং , উপস্থাপনা । সিনেমাটিক শট গুলো পুরাই মাখন। তবে ভাইয়া ৬০ fps এ ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তাহলে দেখতে আরো ভালো লাগবে । ,💝
এতো অসাধারণ ব্লগ এতো অসাধারন ভিডিও এডিটিং এতো দারুন মেগাপিক্সেল ক্যমেরা তো অসাধারন আর এতো সুন্দর করে সাবলীল ভাষায় উপস্থাপনা। মাশাল্লাহ সেরা সেরা সেরা।। বাংলাদেশে এতো সুন্দর ট্রাভেল ভ্লগ চ্যনেল আর হয়তো নেই।। একটা রিকুয়েষ্ট ছিল। আপমার এলিমেন্ট গুলোর একটু ডিটেইলস আর প্রাইজ যদি এখানে লিখে দিতেন অনেক খুশি হতাম প্লিজ। আর সব সময় সব ভিডিও তেই সব কিছুর কস্ট টা বলে দিবেন তাতে করে আমাদের অনেক সুবিধে হবে ঠিক যেমন ভাবে এই ভিডিও তে বলেছেন। ।। আমার ইচ্ছে আছে মা ভাই বোন স্ত্রী সন্তান সবাই কে নিয়ে যাওয়ার। দোয়া করবেন। সত্যিই এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করবেন সব সময় যে আল্লাহ আপনাকে এতো সুন্দর একটা লাইফ গিফট করেছেন। যেই জীবনে পুরো দুনিয়া এভাবে ঘুরার সুযোগ পাচ্ছেন। তাই ভাই হিসেবে বলব নবীর সুন্নাত দাড়িটা রাখবেন ভাই। আরোও রহমত বরকত আল্লাহর পাবেন।। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেগুলার আপনার ভিডিও আশা করছি।। ধন্যবাদ❤❤
You just carry on brother. My big salute to you. পুরো বিষয়টাকে অন্য একটা লেভেলে নিয়ে যাচ্ছেন আপনি। যেটা সিগনেচার। এতো বেশি ইনফরমেটিভ আর গুছিয়ে এতো সুন্দর করে কথা এর আগে কাউকে বলতে দেখি নি। অবশ্য বিপদে পরে গেছি, বাকি অনেকের ভিডিও আর খুব একটা ভালো লাগে না। লাদাখ নিয়ে একটা সিরিজ চাই
@@MrMixersWorld গতকালই আমি ও আমার পুরো পরিবার আপনার মালদ্বীপ সিরিজের ১ম পর্ব দেখেছি। আমার বাবা মা ও ছোট বোন সবাইকে নিয়ে দেখি। সবাই রীতিমতো আপনার বিশাল ফ্যান হয়ে গেছেন। আমাদেরকে আপনার দোয়ায় সামিল রাখবেন। আপনি ও আপনার পরিবারের জন্য দোয়া থাকলো।
আপনার ভিডিও গুলো আপনার শব্দতরঙ্গের মতোই সুন্দর। অনেক তথ্য বহুল কিন্তু আপনি তো ডেইলি ব্লগ আপ করেন না তাই আমার একটা রিকুয়েষ্ট আপনার ভ্রমনের দিন তারিখটা উল্লেখ করলে কাশ্মীরা এর মতো বা দার্জিলিং এর সৌন্দর্য দেখতে সেই সময়ে যেতে পারতাম।( কারন সময় অনুযায়ী এই স্থানগুলো তার রুপ পরিবর্তন করে) ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। সিরিজের শুরু ২৮ আগস্ট ঢাকা কলকাতা দিয়ে, গত পর্বে বলা ছিলো। তাই এরপর থেকে দিন তারিখের হিসাব আশা করি মেলানো যাবে। আমি এই সিরিজে দিন তারিখ তুলে না ধরে মৌসুমকে উপস্থাপন করেছি।
Your description, and video recordings are 10 times better than all other videos in youtube!!!! Can you share the information about the season /month u have visited and the promo information of the resort?
Like other travel videos, this video was really amazing. Do you travel to Sikkim after Darjeeling tour?Because at the end of this month I will go to Darjeeling and Sikkim so I will follow your travel Itinerary.
Best as always🥰😍.. I don’t know how should I express my words for this beautiful vlog..You're so so talented. Always proud that we have a travel vlogger like you..
ভাইয়া,তোমার প্রথম দুটো ব্লগ দেখে খুবই ভালো লাগলো... ❣️❣️অনেক সুন্দর ভাবে কথা বলতে জানো ভাইয়া তুমি অসংখ্য ধন্যবাদ এভাবে আরো ব্লগ তৈরি করো। আশা করি আমি বা আমরা আরো দেখবো, আমাদের আরও ভালো লাগবে... 😊😊
ভাই আপনি তও কোন সাধারণ মানুষ না আপনি তও একজন কবি আমার মনে হয়। কারণ আপনি এত সুন্দর করে কথা বলে Just wow আপনার কথাগুলোর কারণে ভ্রমণ টা আরও বশি আনন্দময় হয়ছে 👌👌
You are my inspiration for travelling though I've not much ability for travelling.. In Sha Allah, one day I will travel like you through this beautiful world.
onek desh travel korar shujug hoise.. r I live in USA now.. etu je mesmerizing Amader neighboring country India’s Darjeeling.. ja apnar ei video ta na dekle bujte partam na… AO-SHADHARON… ❤ and ONEK ONEK DHANYABAD APNAKE..🙏
আপনার ভিডিওগুলো দেখে ভাইয়া সব সময় অনুভব হয় আমার, আমি শুধু একটা সুন্দর ভিডিও উপহার পাচ্ছিনা, সাথে আরও পাচ্ছি একটা সুন্দর শিক্ষা সফর। অনেক সুন্দর সুন্দর তথ্য দিয়ে সমৃদ্ধ হয়ে থাকে আপনার প্রতিটি ভিডিও। যেটা আসলে বলে শেষ করা যাবেনা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া এভাবেই এগিয়ে যান আর আপনারই তথ্যভান্ডার বিশিষ্ট ভিডিওগুলো আমাদেরকে উপহার দিতে থাকুন এই এই শুভকামনা আর অনেক অনেক দোয়া রইল আপনার জন্য।
আজকের পর্বে দেখানো কোন জায়গাটি সবচেয়ে বেশী ভালো লাগলো? জানাবেন...
ভাই ডাউনলোড অপশন টা দেন
Orange valley 🤩
Orange valley
সবগুলো জায়গাই অসাধারণ তবে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন টা অন্যরকম, স্বপ্নের মতো!!!!!অনেক ধন্যবাদ ভাইয়া।
@Rex gamer ইনশাআল্লাহ
কি সুন্দর কথা-বার্তা,আচরন।এককথায় মনোমুগ্ধকর,আসলে এখনকার ইয়োং জেনারেশন ব্লগার দের শরিরে কেমন যেনো একটা ভাব থাকে,তারা নিজেদেরকে অনেক বড় ভাবে,কিন্তু মেচুরেটি পাওয়া দায়,আপনার ভিতরে মেচুরেটি সুস্পষ্ট,সত্যি এমন একটা ব্লগার দেশের গর্ব,ভালোবাসা রইল বাংলাদেশ থেকে❤
একদম ঠিক।উনার অডিয়েন্সও তেমন লোকজনই।
আমি বাংলাদেশে অনেক ভ্রমণ ইউটিউবার এর ভিডিও দেখেছি আপনারটা আমার কতটা ভালো লেগেছে বলতে পারব না। অনুভূতি দিয়ে প্রকাশ করা ছাড়া, মুখের ভাষা নেই। ভিডিওগ্রাফি অসাধারণ সাথে বাংলা ভাষার উপরে দক্ষতা আমাদের ভারতীয় ইউটিউবারে কিছু অল্প সংখ্যকরি আছে আপনারটাও খুব সুন্দর এক কথা শুধু একটাই দারুন।
ধন্যবাদ আপনাকে
@@MrMixersWorld ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Oh my god পৃথিবীটা যে এত সুন্দর হাজার বছর বাঁচতে ইচ্ছে করে। যাবো দার্জিলিং। ধন্যবাদ সুন্দর ভিডিও তুলে ধরার জন্য
আপনি বাংলাদেশের গর্ব। বাংলাদেশ অনেক ব্লগার আছে কিন্তু আপনার মত আর একটিও নেই। আপনার ভিডিও পুরোটাই তথ্যবহুল যেটা দেখার পাশাপাশি অনেক কিছু জানাও হয়। এভাবেই এগিয়ে যান। আমরা আপনার পাশে আছি ❤️
Nadir on the go check koiren
ঘুরতে চেয়ে ছিলাম শুধু কলকাতা কিন্তু এই ভিডিওর প্রথম আড়াই মিনিট দেখার পর সিদ্ধান্ত নিয়েই ফেললাম দার্জিলিং যেতেই হবে
দার্জিলিং সেই দেখতে
Kulu manali kalpa nako tabo dekhle ki bolben... Tai kolkata thekei shuru korun.
খুব ভালো লেগেছে। ধারাভাষ্য টা অনেক চমৎকার। দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য আসলে পৃথিবীতে অতুলনীয়।
আহা কি অপর্ব উপস্থাপন বাংলা ভাষার আসল স্বাদ আপনার কাছ থেকেই পাই🥰
ধন্যবাদ আপনাকে
প্রকৃতি কতটা যে অভাবনীয় সুন্দর , তার সামান্য কিছু দেখেই আমি মুগ্ধ 🥰 হারিয়ে যেতে চাই সেই অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে ....💖
আপনি ই হচ্ছেন এই দেশের একমাত্র সিনেমেটিক ব্লগার।
Also Nadir On the go
একদম ভাই মোন জুড়ানো ভিডিও।
agree
Right
Nadir on the go also exist
ভিডিও তে ৩ দিনের ভ্রমণ গল্প ছিল, এইদিকটা আমার ভালো লেগেছে বেশি। কারণ আমাদের দেশের বেশির ভাগ ইউটিউবার ভিডিও বেশি আপ দিতে গিয়ে এক এক দিনের ভ্রমণ গল্প শেয়ার করে, সেখানে দর্শকদের কি দেখাতে পারছে তা মনে হয় ভাবে না তারা। ধন্যবাদ ভালো লেগেছে আজকের ভিডিও টা।
No unnecessary trash
No personal trash
Just pure travel vlog with lots of information… i love how you describe a place with its history and culture….
You are a gem brother!
Keep shining 💯
Yes brother for the first time. But the vlogs may start with Namaskar, Namaste, Sat Sri Akal also along with Assalamu aleikum as this are the সম্ভাষণ of the land.
Other bloggers are too much busy with 'Halaal' foods, flying drones (absolutely illegal), little historical geographical knowledge and poor demonstration. I love this guy.
For a muslim it's must to aware every muslim about halal foods, and a muslim can't greet another religions people by saying namaste, namaskar etc.. I haven't any personal intention to hurt anyones religious believe.. Sorry for that❤️
আপনার কথার মাধুর্যে মুগ্ধ হয়ে আপনার কথার প্রেমে পড়ে যাই ❤️ এতো সুন্দর করে কিভাবে একটা মানুষ কথা বলে 🥺
চোখ জুড়িয়ে গেল vlog টা দেখে, আল্লাহ তায়ালার সৃষ্টি এত বেশী সুন্দর ❤️ মাশাল্লাহ।
সিলেটে আসার আমন্ত্রণ রইল। আশা করি আপনার ট্রাভেল এনজয় করবেন।👍
@@jassloveandlife slyhet assam arr part ... Mohd ali jinnah dhoka diye niye geche ..
মনোুগ্ধকর সব দৃশ্য দেখে দার্জিলিং এর প্রেমে পড়ে গেছি😍🥰😘
বাংলাদেশ এর সেরা ট্রাভেল ভ্লগার ভাই আপনি ই।আপনার কথা গুলো দার্জিলিং এর পাহার এর মতই সুন্দর ❤️
এত সুন্দর করে intro দিলে ভিডিও না দেখে কি পারা যায়!!💜💜
সত্যি চমৎকার দার্জিলিং এর সৌন্দর্য আর ভাইয়ার উপস্থাপনায় আরো প্রানবন্ত হয়ে গেছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই যাবো আমি।
অনেক অনেক শুভকামনা আর ভালবাসা রইল ভাইয়ার জন্য। 😻❤️
সিলেট আসার আমন্ত্রণ রইল।আশা করি ভালো লাগবে।😊
অনেক ধন্যবাদ আপনাকে
This is surely the best intro of any travel vlog I have seen. Totally blown away.
First 90 seconds - i have watched it over and over again.
ধন্যবাদ আপনাকে।
আমার কাছে মনে হলো যেন আমিই ঘুরতেছি।বরাবরের মত অসম্ভব সুন্দর উপস্থাপনা।💝
Kashmir লিখে সার্চ দিয়ে randomly পাওয়া channel টা আমার দেখা best vlog channel হয়ে গেলো...
উপস্থাপন নিয়ে কিছু না-ই বলি! just awesome 🖤🤍✨
ধন্যবাদ
সেই গিয়েছিলাম ২০১৬ সালে। দেখেছি, দেখা হয়নাই অনেককিছু । আপনার ভিডিওর মাধ্যামে নতুন কিছু জানতে ও বুঝতে পারলাম। আপনার অসাধারণ উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে।ভাল থাকবেন
মাশাল্লাহ ভাই,
আপনার ভিডিও গুলা এতো প্রাণবন্ত হয়ে থাকে যে প্রতিটি সেকেন্ডে মনে হচ্ছে আমিই ঘুরে দেখতেছি এই দার্জিলিং।
ইনশাআল্লাহ দার্জিলিং যাবার আশা যেন আমার আল্লাহ তায়ালা কবুল করেন। দেখে যেন আসতে পারি আল্লাহর এই অপরুপ নিদর্শন।
দোয়া ও ভালোবাসা অবিরাম ভাই💓
ধন্যবাদ। ইনশাআল্লাহ।
দোয়া রইলো
আসসালামুআলাইকুম ভাইয়া, আপনার দার্জিলিং এর সিরিজ টা আমাকে এতটাই মুগ্ধ করেছিলো ২০২৩ সালে যখন প্রথমবার দেখি তারপর থেকেই আমি যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিলো না গেলেই নয়। আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছেন এই নভেম্বর এ আমি এবং আমার হাজবেন্ড দার্জিলিং এর সৌন্দর্য নিজেদের চোখে দেখে এসেছি আলহামদুলিল্লাহ। আপনার এই ভিডিও গুলো কম করে হলেও আমরা ১০/১৫বার দেখে ফেলেছি। অনেক ধন্যবাদ ভাইয়া।
দার্জিলিং কে নিয়ে তৈরী করা আমার দেখা সেরা ট্রাভেল ভিডিওর মধ্যে একটি ❤️
ধন্যবাদ ভাইয়া আপনাকে
অসম্ভব সুন্দর করে দেখালেন দার্জিলিং! যাবার ইচ্ছে আরও গারো হলো! অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে ভিডিওতে সব ধারণ করার জন্য!
শুরুটাই এতো সুন্দর কথা যে মন ভালো হয়ে যায়। পুরো ভিডিওটার মুড সেট করে দেয়। ধন্যবাদ
i Love darjeeling ইনশাআল্লাহ দেখা হচ্ছে ❤️
কত গল্পে পড়েছি তেমার কথা ❤️
ভাই আমি অনেক travel blogger দেখেছি,
কিনতু ভাই আপনার করা ভিডিও গুলো সত্যি বলতে অনেক আলাদা হয়,দেখলে শুধু দেখতেই মন চায়,এত সুন্দর উপস্থাপন এত সুন্দর কথাবার্তা, কি বলবো ভাই এক কথায় অসাধারণ 😊🔥🔥
❤
এত বড় ট্রাভেল ভ্লগ অথচ নিমিশেই শুরু অার শেষ এর দেখা পেলাম,বুঝতেই পারলাম নাহ্❤️❤️❤️
অাসাধারণ অসাধারণ
এই পর্বের জন্য অপেক্ষায় ছিলাম রীতিমতো। কি অপূর্ব সুন্দর, সুবহানাল্লাহ 😍
খুবই সুন্দর, গোছানো ভিডিওটি। ভালো লাগলো খুব।
ধন্যবাদ আপনাকে
এমনিতেই দার্জিলিং অনেক সুন্দর তার উপর আপনার উপস্থাপনা,,,,অনবদ্য 💗💗💗
ধন্যবাদ আপনাকে ♥️
@@MrMixersWorldভাইয়া বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে নিজেদের ড্রোন নিয়ে ট্যুর করার জন্যে কি আলাদা কোনো নিয়ম আছে? প্লিজ জানাবেন
এক কথায় অসাধারন একটি ভ্রমন vlog দেখলাম, পিস pagodar অংশের ব্যাকগ্রাউন্ড মিউজিক অপূর্ব, আর কি বলবো! এগিয়ে যাও ভাই..
Bangladesh's most organized RUclips channel. Elegant form of speech. In a word, amazing🥰
মহান সৃষ্টিকর্তার সৃষ্টি টা সত্যি খুবি অসাধারণ ALMIGHTY ALLAHU AKBAR.....
আহা কি সুন্দর শুরুটা
মন জুড়িয়ে গেল কথাগুলো শুনে ❤️
❤
I am travelling Darjeeling by your eyes, Mind- blowing. Thanks
খুব সুন্দর নিবেদন। তবে দার্জিলিঙে আরও বেশ কিছু জায়গা আছে যেগুলো কিঞ্চিৎ মূল ধারার বাইরে। দার্জিলিং বাস স্ট্যান্ড এর নিচেই আছে বোটানিক্যাল গার্ডেন,পাইন গাছের ছায়ায় এমন স্নিগ্ধ জায়গা আর পাবেন না। দার্জিলিং থেকে কাছাকাছি প্রচুর পাহাড়ি হ্যামলেট আছে তাগদা তিনচুলে যোগীঘাট ইত্যাদি। সেগুলোর নিশ্চয়ই দেখবেন। আর ডুয়ার্সেও আসবেন। সৌন্দর্য দেখে মন ভরে যাবে।
ধন্যবাদ আপনাকে। ওই জায়গায় অত কিছু দেখা সম্ভব হয়নি। তবে লামাহাট্টা, ডুয়ার্সের মতন চমৎকার কিছু জায়গায় গিয়েছি।
@@MrMixersWorld দারুন। দুর্দান্ত ডুয়ার্সে বারবার স্বাগত।
@@anubhabarko একটু ভুল করে ফেললাম যে দাদা! আমি ডিওলো হিলসের সাথে ডুয়ার্সকে মিলিয়ে ফেলেছিলাম। ডুয়ার্সের নাম অনেক শুনেছি এবং সামনে যাওয়ার ইচ্ছা আছে।
@@MrMixersWorld নিশ্চয়ই আসবেন। আমি জলপাইগুড়ি থাকি প্রয়োজনে সমস্ত রকম সাহায্য করবো। আপনার ফেসবুক ইনবক্সে ভিন্ন বিষয়ক তথ্য দিয়ে মেসেজ করেছি
দারিদ্রতার কারনে হয়তো কখনোই যেতে পারবোনা। ফোনের স্ক্রিনে দেখেই তুষ্টি। কি অপরুপ আল্লাহ পাকের সৃষ্টি।
আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর যায়গা দেখানোর জন্য। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক, আমিন।
ধন্যবাদ আপনাকে। আমিন
@@MrMixersWorld আর এপিসোড গুলো কবে আসবে ?
I had my first-ever Darjeeling trip last month and I loved it. Your vlog feels like I'm reliving my visit. Absolutely beautiful. Very nicely made. Much appreciated :D
ধন্যবাদ আপনাকে
পুরো ভিডিও খুবই অসাধারণ,, তবে ট্রেন দিয়ে উপরে উঠার সময় যে দৃশ্য তা মনোমুগ্ধকর।। বরাবরের মতো এই ভিডিও তেও আপনার যে উপস্থাপনা যে কারো কাছে ভালো লাগবেই,,, 🍁🍁🌺🌺🌷🌷
ধন্যবাদ 😊
এতো সুন্দর আল্লাহর দুনিয়া যা দেখলাম ভাই আপনার উছিলায় মাশা আল্লাহ 😍🥰💝
Ata Alha dunia na ata amader Bharat borsho vogoban desh.just sudu hindu ar desh.ok ata holo hindustan bujtay parlay
এটা আল্লাহর দুনিয়া না এটা ভগবানের দুনিয়া, কারণ এখানকার 90% লোক হিন্দু গোর্খা।
এটা ভারতবর্ষ তো আল্লাহর দুনিয়া নয় আসলে এটা।আল্লাহ র territory এদিকে বাংলাদেশ ওদিকে পাকিস্তান 🥱
@@Arnab_Adhikary ওহ ভাই দারুন দিলেন। 🇮🇳🇮🇳
@@Arnab_Adhikary ভারত তোর বাপের না ভারত ২৫০০০০০০০ কোটি মুসলিমেরো 😠😠😠😡😡😡
আপনার ব্লগ দেখা মানে চোখের শান্তি এত সুন্দর উপস্থাপনা সাথে সিনেমাটোগ্রাফিক ব্লগ
Sandakfu ভ্রমণ দেখতে পারলে আরও ভালো লাগতো৷ দার্জিলিং থেকে sandakfu ভ্রমণ শুনেছি অনক সুন্দর আর বরাবর আপনার video দেখতে অনেক ভালো লাগে৷ ধন্যবাদ৷
Best thing about your vlog ...you show us the scenery more than your faces ..which makes us happy that we can see the scenery as many other bd youtuber just unnecessary talk and show their faces what they are doing along with trying to be funny but not funny and trash talk ....thanks for visiting our india ....pls do come again next time to visit different other places ...love from india
ভাই স্বাধ আছে সাধ্য নাই,,😔
তবে আপনাকে ধন্যবাদ এত সুন্দর ভাবে দেখানোর জন্য,,❤️
দেখে মনে প্রশান্তি এসে গেল,,,
লাখ লাখ শুক্রিয়া আল্লাহ তা'আলার কাছে,,
,কত সুন্দর করে তৈরী করেছেন আমাদের এই পৃথীবীকে,,😌
❤❤
কতো যে ইচ্ছা এই জায়গাটায় জীবনকালে অন্তত একবার হলেও পা রাখার।ইচ্ছাকে আরো কয়েকগুন বাড়িয়ে দেয়ার জন্য তোমাকে ধন্যবাদ, ইনশাআল্লাহ একদিন যাবই❤️
Thaken kothay??
@@souvikdutta7717 Dhaka cantonment
@@Zuzu21 apnar aste to passport r visa lagbe
অনেক সুন্দর জায়গা দার্জিলিং অনেক ভালো হইছে ভিডিও
অসাধারণ লাগে আপনার উপস্থাপনা, একেবারেই ছন্দে ছন্দে, মনের আনন্দে
প্রকৃতি কে খুব কাছে থেকেও দেখা সম্ভব না হলেও,
অনেক কিছুও জানতে পারি আপনারই মাধ্যমে ঘরে থেকেও
The best darjeeling travel vlog i have seen so far,no doubt....waiting for more to come
আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। বাই দা ওয়ে, আপনার উপস্থাপনার জবাব নাই, ভাই ❤️
ভারতবর্ষের সবচেয়ে সুন্দর ৫টা স্থানের তালিকা তৈরি করলে দার্জিলিংকে তার মধ্যে অবশ্যই রাখতে হবে। 💕
১.কাশ্মীর ভ্যালি
২.সিমলা-কুলু-মানালি
৩.গোয়ার সী-বীচ
৪.রাজস্থানের কেল্লা
৫.কেরালার ব্যাক ওয়াটার
৬.মধ্যপ্রদেশের জঙ্গল
৭.পশ্চিমবঙ্গের ডুয়ার্স-দার্জিলিং
৮.সিকিমের বরফে ঢাকা পাহাড়
৯.আন্দামানের সী-বীচ
১০.কুমায়ুন উপত্যকা
@@gaurabsinha5416
Thank you Dada.
ইন্ডিয়া ট্যুর প্ল্যান আছে। ❤️
@@SMMahmud ধন্যবাদ,আর কোনো কিছু জানতে চাইলে বলবেন, এগুলো প্রায় সবই আমার ঘোরা, ইউটিউবেও অনেক ভিডিও আছে প্রতিটা জায়গার।
@@gaurabsinha5416 😮
৫টা? সম্ভব নয়। মানে ভারতের ট্যুরিস্ট স্পটগুলোকে ৫টার মধ্যে এঁটে ফেলা অসম্ভব।
Wow !
ভাইয়া আপনার ভিডিওর কোনো তুলনা হয় না । দুর্দান্ত এডিটিং , উপস্থাপনা । সিনেমাটিক শট গুলো পুরাই মাখন। তবে
ভাইয়া ৬০ fps এ ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তাহলে দেখতে আরো ভালো লাগবে । ,💝
পর্ব টা খুব ভালো হইছে , কিন্ত ভিডিও টা বেশি বড় হয়ে গেছে , আর একটু ছোট ভিডিও দিবেন 😍
আল্লাহর সৃষ্টি এতো সুন্দর .........
ভাই এতো সুন্দর যায়গা...........
আমি এর আগে কোথায়ও কখনো দেখি নাই...........
একথায় অসাদারণ.......
আপনার ধারা বর্ণনা আমার কাছে চমৎকার লেগেছে!!!
ধন্যবাদ
শুরু টা বড্ড সুন্দর। কি সুন্দর কাব্যিক উপস্থাপনা! মুগ্ধ হয়ে যাই বরাবরের মতো ❣
উপস্থাপনা এক কথায় অনবদ্য 👌
বিশুদ্ধ বাংলা আর দুর্দান্ত ভিডিওগ্রাফি সাথে চমৎকার সিনেমাটিক শট ও এডিটিং এক অতিরিক্ত মাত্রা যোগ করেছে 😍🥳
ধন্যবাদ আপনাকে
এতো অসাধারণ ব্লগ এতো অসাধারন ভিডিও এডিটিং এতো দারুন মেগাপিক্সেল ক্যমেরা তো অসাধারন আর এতো সুন্দর করে সাবলীল ভাষায় উপস্থাপনা। মাশাল্লাহ সেরা সেরা সেরা।।
বাংলাদেশে এতো সুন্দর ট্রাভেল ভ্লগ চ্যনেল আর হয়তো নেই।।
একটা রিকুয়েষ্ট ছিল।
আপমার এলিমেন্ট গুলোর একটু ডিটেইলস আর প্রাইজ যদি এখানে লিখে দিতেন অনেক খুশি হতাম প্লিজ।
আর সব সময় সব ভিডিও তেই সব কিছুর কস্ট টা বলে দিবেন তাতে করে আমাদের অনেক সুবিধে হবে ঠিক যেমন ভাবে এই ভিডিও তে বলেছেন। ।।
আমার ইচ্ছে আছে মা ভাই বোন স্ত্রী সন্তান সবাই কে নিয়ে যাওয়ার। দোয়া করবেন।
সত্যিই এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করবেন সব সময় যে আল্লাহ আপনাকে এতো সুন্দর একটা লাইফ গিফট করেছেন। যেই জীবনে পুরো দুনিয়া এভাবে ঘুরার সুযোগ পাচ্ছেন।
তাই ভাই হিসেবে বলব নবীর সুন্নাত দাড়িটা রাখবেন ভাই। আরোও রহমত বরকত আল্লাহর পাবেন।।
ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেগুলার আপনার ভিডিও আশা করছি।।
ধন্যবাদ❤❤
I am from West Bengal but not visited darjiling, today it seems to be i am visiting ❤️from🇮🇳
❤
আহা...!!!চোখ জুড়িয়ে গেলো.... দারুন উপস্থাপনা,সুন্দর মিউজিক কম্বিনেশন❣️
You just carry on brother. My big salute to you. পুরো বিষয়টাকে অন্য একটা লেভেলে নিয়ে যাচ্ছেন আপনি। যেটা সিগনেচার। এতো বেশি ইনফরমেটিভ আর গুছিয়ে এতো সুন্দর করে কথা এর আগে কাউকে বলতে দেখি নি। অবশ্য বিপদে পরে গেছি, বাকি অনেকের ভিডিও আর খুব একটা ভালো লাগে না। লাদাখ নিয়ে একটা সিরিজ চাই
ধন্যবাদ আপনাকে। দোয়া রাখবেন সর্বদাই। লাদাখে যাওয়ার যথেষ্ট ইচ্ছা আছে।
@@MrMixersWorld গতকালই আমি ও আমার পুরো পরিবার আপনার মালদ্বীপ সিরিজের ১ম পর্ব দেখেছি। আমার বাবা মা ও ছোট বোন সবাইকে নিয়ে দেখি। সবাই রীতিমতো আপনার বিশাল ফ্যান হয়ে গেছেন। আমাদেরকে আপনার দোয়ায় সামিল রাখবেন। আপনি ও আপনার পরিবারের জন্য দোয়া থাকলো।
আপনার উপস্থাপনা ই একেকটা সিরিজ কে আরো বেশি সুন্দর করে তোলে🥰🥰
Love you bhai এইভাবেই সবসময় আপনার সাথে আমাদের দেখার সুযোগ করে দিন❤️❤️
A Fabulous Presentation :: Go Ahead Bhaiya
Ai vlog tate ami atotai connected hoagachilam je 1second o video ti skip korini , most beautiful vlog I have ever seen in my life ♥️ .
ধন্যবাদ আপনাকে
আপনার ভিডিও গুলো আপনার শব্দতরঙ্গের মতোই সুন্দর। অনেক তথ্য বহুল কিন্তু আপনি তো ডেইলি ব্লগ আপ করেন না তাই আমার একটা রিকুয়েষ্ট আপনার ভ্রমনের দিন তারিখটা উল্লেখ করলে কাশ্মীরা এর মতো বা দার্জিলিং এর সৌন্দর্য দেখতে সেই সময়ে যেতে পারতাম।( কারন সময় অনুযায়ী এই স্থানগুলো তার রুপ পরিবর্তন করে) ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। সিরিজের শুরু ২৮ আগস্ট ঢাকা কলকাতা দিয়ে, গত পর্বে বলা ছিলো। তাই এরপর থেকে দিন তারিখের হিসাব আশা করি মেলানো যাবে। আমি এই সিরিজে দিন তারিখ তুলে না ধরে মৌসুমকে উপস্থাপন করেছি।
Your description, and video recordings are 10 times better than all other videos in youtube!!!!
Can you share the information about the season /month u have visited and the promo information of the resort?
আপনার উপস্থাপনা খুব চমৎকার
মাশা আল্লাহ 🇧🇩
Man trust me you won our hearts!! Just loving your work!!1s o skip korar way nei.Keeo working keep traveling
সম্মানিত অতিথিবৃন্দ, দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার ভ্রমণে আপনাকে স্বাগতম ।
Khub sundor poribeson...saal ta chilo 2015 ...DARJEELING giachi .. kintu apnar jonno DARJEELING sohor k notun vabe chinte prlm...khub vlo laglo..
কি আর বলবো যতোই দেখি,তোতোই ভালো লাগে!💜ভালোবাসা অবিরাম প্রিয় ভাই😊
অসাধারন এক প্রামান্য চিত্র। বর্ণনা, চিত্রধারণ, সম্পাদনা একাবারে অসাধারণ ছিল।
ফরেন কোন চ্যানেল হলে এতদিন এ সাবস্ক্রাইবার মিলিয়ন হয়ে যেত !! আপনার উপস্থাপনা, সিনেমাটোগ্রাফি অসাধারণ ভাই
ধন্যবাদ
অসাধারণ উপস্থাপনা।আপনার ভিডিও দেখে মুগ্ধ হয়ে দার্জিলিং যাচ্ছি......
Jst wow thanks for showing us such a magical shots with ur vlogs bhaiya. Good wishes for u always....
অনেক ভাল উপস্থাপনা+আপনার চোখেই দেখে নিলাম পুরো দার্জিলিং। আপাতত আর ওখানে না গেলেও চলবে।🙂
ভাই আপনার অসম্ভব সুন্দর উপস্থাপন আমার অনেক ভালো লাগে।ভালোবাসা রইলো প্রিয় ভাই।
♥️
Darjeeling je eto sundor apnar vlog na dekhle janai hoto na. mon tai shanto hoye gelo.. Thank you for making this beautiful pure travel vlog.
Like other travel videos, this video was really amazing. Do you travel to Sikkim after Darjeeling tour?Because at the end of this month I will go to Darjeeling and Sikkim so I will follow your travel Itinerary.
মনোুগ্ধকর সব দৃশ্য দেখে দার্জিলিং এর প্রেমে পড়ে গেছি
Videography & description both are amazing! 👏🏼
যেমন সুরেলা কন্ঠে কবিতা তেমনি প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা দৃশ্য সব মিলিয়ে অনন্যা🫡
আপনার প্রতিটি কথাই হচ্ছে এক একটা কবিতার লাইন আহ্ কি সুন্দর কন্ঠ দিয়ে আল্লাহ তায়ালা আপনাকে 💚💚💚 মাশাল্লাহ
ধন্যবাদ ♥️
কত সুন্দর সাজানো গুছানো পাহাড়ি অঞ্চল অন্যদিকে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলা একদম অগুছালো।
Best as always🥰😍.. I don’t know how should I express my words for this beautiful vlog..You're so so talented. Always proud that we have a travel vlogger like you..
ধন্যবাদ ♥️
দারুণ একটা ট্র্যাভেল ব্লগ হয়েছে। অসাধারণ ভিডিও, অডিও আর এডিটিং। তিনবার আগে গেলেও আমার আবার যেতে ইচ্ছা করছে।
ধন্যবাদ আপনাকে
যারা প্রকৃতির প্রেমে পরেছে তারাই বুঝবে কবিতাস্বরূপ লাইনগুলো ❤
ভাইয়া,তোমার প্রথম দুটো ব্লগ দেখে খুবই ভালো লাগলো... ❣️❣️অনেক সুন্দর ভাবে কথা বলতে জানো ভাইয়া তুমি অসংখ্য ধন্যবাদ এভাবে আরো ব্লগ তৈরি করো। আশা করি আমি বা আমরা আরো দেখবো, আমাদের আরও ভালো লাগবে... 😊😊
Just awesome.go ahead brother ♥️ 🇧🇩
ভাই আপনি তও কোন সাধারণ মানুষ না আপনি তও একজন কবি আমার মনে হয়। কারণ আপনি এত সুন্দর করে কথা বলে Just wow আপনার কথাগুলোর কারণে ভ্রমণ টা আরও বশি আনন্দময় হয়ছে 👌👌
Excellent vlog. Very professionally made. Much better than recent Darjeelling vlogs by Adventure Tube 21.
সবুজে ঘেরা প্রকৃতির মাঝে শুভ্র মেঘেদের খেলা দারুন ভাবে এঞ্জয় করেছি। আপনার ব্লগের প্রশংসা করতেই হবে।💙
ইনশাআল্লাহ
আমিও একদিন ছুটে বেড়াবো প্রকৃতির মায়ায় দেশ হতে দেশান্তরের।
Next level video অনেক অনেক সুন্দর 👌👌 from West Bengal Murshidabad 🇮🇳...
আপনার এতো সুন্দর উপস্থাপনার জন্য আপনার ভিডিও দেখতে আগ্রহী থাকি,
You are my inspiration for travelling though I've not much ability for travelling.. In Sha Allah, one day I will travel like you through this beautiful world.
ধন্যবাদ। আপনাক মনের ইচ্ছা পূরণ হোক। দোয়া রইলো
onek desh travel korar shujug hoise.. r I live in USA now.. etu je mesmerizing Amader neighboring country India’s Darjeeling.. ja apnar ei video ta na dekle bujte partam na… AO-SHADHARON… ❤ and ONEK ONEK DHANYABAD APNAKE..🙏
আপনার ভিডিওগুলো দেখে ভাইয়া সব সময় অনুভব হয় আমার, আমি শুধু একটা সুন্দর ভিডিও উপহার পাচ্ছিনা, সাথে আরও পাচ্ছি একটা সুন্দর শিক্ষা সফর। অনেক সুন্দর সুন্দর তথ্য দিয়ে সমৃদ্ধ হয়ে থাকে আপনার প্রতিটি ভিডিও। যেটা আসলে বলে শেষ করা যাবেনা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া এভাবেই এগিয়ে যান আর আপনারই তথ্যভান্ডার বিশিষ্ট ভিডিওগুলো আমাদেরকে উপহার দিতে থাকুন এই এই শুভকামনা আর অনেক অনেক দোয়া রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে। দোয়া রাখবেন নিরন্তর।
Vaiyer jonno dowa o balobasa roilo
এই নিয়ে তিন বার ভিডিওটি দেখলাম ভাই 💙 অসাধারণ ভিডিও 🤍