লাখ টাকার তেলে সাবান।Made In Bangladesh।Bangladeshi Factory Tour।IKEBANA। Soap Making। How It's made

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 фев 2022
  • Made in Bangladesh,,,,
    এই লেখাটি কোন পণ্যের গায়ে লেখা থাকলে আমরা অনেকেই গর্ববোধ করি।
    তবে সবচেয়ে ভালো লাগে এই "Made in Bangladesh" লেখাটি বিদেশের মাটিতে কোন পণ্যের মধ্যে দেখি , আর সে পণ্যটি যদি প্রিমিয়াম কোন পণ্য হয়,তাহলে তো কথাই নেই।
    লাখ টাকা কেজি দামের জাফরানের সাবান বা কমলার স্বচ্ছ ট্রান্সপারেন্ট সাবান কিভাবে তৈরী হয়,,, আপনি কি তা জানেন????
    ল্যাভেন্ডার, গোলাপ, জারুল আর এসেন্সিয়াল অয়েলের তৈরী পৃথিবীর সেরা প্রিমিয়াম কিছু হ্যান্ড মেইড সোপ এই বাংলাদেশেই তৈরী হয় আর রপ্তানী হয়ে যায় জাপান ফ্রান্সের মত দেশে।
    Made in Bangladesh লেখা এমন পন্যগুলো গুলো পৃথিবীর নানান প্রান্তে গর্বে আমাদের বুক ভরিয়ে দেয়।
    ঘুরি ফরি খাই দাই এর আমাদের আজকের এপিসোডে আমরা ঘুরে দেখব ছোট্ট এক প্রিমিয়াম হ্যান্ড মেইড সোপ ফ্যাক্টরি।
    ফ্যাক্টরি কর্তৃপক্ষ আমাদের তাদের এমন একটি প্রিমিয়াম হ্যান্ডমেইড সোপ মেকিং রাখ ঢাক ছাড়াই দেখিয়েছেন, সোপ মেকিং আর্ট শিখিয়েছেন।
    "ইকেবানা" নামের বর্ণ ইন জাপান মেইড ইন বাংলাদেশ কোম্পানির গল্প শুনিয়েছেন।
    ঘুরি ফিরি খাই দাই এর আজকের এপিসোডে আমরা প্রথম কোন কারখানা ঘুরে আপনাদের দেখাব।
    " ইকেবানা " নামের "Born in Japan Made in Bangladesh " শ্লোগানের একটা প্রিমিয়াম সাবান ও বিউটি প্রোডাক্টের কারখানায় ঘুরার সূযোগ আমাদের হয়।
    সেখানে হ্যান্ড মেইড সোপ, এসেনশিয়াল ওয়েল সহ নানান প্রডাক্ট তৈরী আমরা দেখেছি এবং আপনাদের সামনে আমাদের এই Made in Bangladesh নামের ভিডিওতে তুলে ধরেছি।
    জাপান ফেরত প্রবাসী এক তরুণ উদ্যোক্তা নিজ প্রচেষ্টায় এই কারখানা দেশে গড়ে তুলেছেন।তিনি রাখ ঢাক ছাড়াই প্রিমিয়াম হ্যান্ড মেড আমাদেরকে দেখিয়েছেন, সোপ মেকিং আর্ট সহ আরো অনেক বিষয়ে কথা বলেছেন।
    জাপান ফ্রান্সের মত দেশ ছাড়াও এই বাংলাদেশের মাটিতেও কেন তারা পণ্য বিক্রি করছেন??
    সেটাও আমাদের জানিয়েছেন।
    আশা করি বাংলাদেশের প্রিমিয়াম লাইফ স্টাইল পণ্য রপ্তানির বাজারের উত্থানের গল্প আপনাদের ভাল লাগবে।
    বাকি সব কিছু থাকছে এই ভিডিওতে।
    Bangladesh is world's second-biggest apparel exporter after China. Garments including knit wear and hosiery account for 80% of exports revenue. others include jute goods, home textile, footwear and frozen shrimps and fish.These products with Made in Bangladesh tags inspire us to do more.
    Recently some brave entrepreneur and emigrant step forward for exporting premium Lifestyle goods around the world.We visited a premium Hand Made soap factory. They made soap with Made in Bangladesh tags but the original company born in Japan.
    We really enjoyed our soap factory tour and learned a lot about Hand made premium goods.
    All the best "Ikebana".
    ★★★★★
    To know more about IKEBANA and Soap Making
    anisbangla@gmail.com
    ★★★★★
    আমাদের পেইজের লিংক, যেখানে সমস্ত আপডেট আপনারা পাবেন এবং সহজে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন
    / drsalmanmahi
    ★★★★★
    আমার ফেসবুক প্রোফাইল লিনকঃ
    / salmankowser
    ★★★★★
    ★★★★★
    For Collaboration and Sponsorship inquiries contact with me:
    samarukasalman10@gmail.com
    #Made_in_Bangladesh
    #Probashi
    #প্রবাসী
    #bangladeshi
    #drsalman

Комментарии • 2,9 тыс.

  • @komolkanto9821
    @komolkanto9821 2 года назад +335

    এই ভিডিও না দেখলে আমরা বুঝতেই পারতাম না। স্যালুট এমন উদ্যোক্তাকে যারা এখনো বাংলাদেশকে নিয়ে ভাবেন,বুক ভরা ভালোবাসা তার জন্য।

  • @arifulislamadil4295
    @arifulislamadil4295 Год назад +50

    এরাই মূলত দেশের সোনার সন্তান ❤️ 🇧🇩

    • @mashiatmostazim6024
      @mashiatmostazim6024 9 месяцев назад +1

      যদি কম টাকায় ভালো কিছু দিতে পারতো তাহলে সোনার সন্তান বলা যেত।

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Месяц назад

      ধন্যবাদ

    • @mmkr0000
      @mmkr0000 13 дней назад

      ​@@mashiatmostazim6024 কম টাকায় দিবে কিভাবে? কিডনি বেচে? বাঙালির মাগনা চাওয়ার খাসলত গেলনা।

  • @md.mujiburrahman3639
    @md.mujiburrahman3639 Год назад +16

    বাংলাদেশে এত উন্নত মানের সাবান তৈরি হচ্ছে জেনে খুব ভালো লাগছে। সম্মানিত উদ্যোক্তাকে আন্তরিক অভিনন্দন। আপনার এই প্রয়াস আরো গতিশীল হোক আর সাবানের সুগন্ধ ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে।

  • @filings1591
    @filings1591 6 месяцев назад +18

    দেশের খাঁটি রত্ন এই বড় ভাইয়েরা ❤ অনেক অনেক শুভেচ্ছা জানাই❤

  • @prc6499
    @prc6499 2 года назад +35

    খু্ব ভালো লাগলো। এমন অথেন্টিক জিনিস বাংলাদেশে আশা করা যায় না। অনেক দামী উপাদান ব্যবহার করা হয়। আমরা কিন্তু অনেক বেশি দাম দিয়ে বিদেশি পণ্য কিনি। আমাদের দেশের মানুষ তাই ওনাকে প্রমোট করা উচিত।

  • @TheNoushadAhmed
    @TheNoushadAhmed 2 года назад +320

    আনিস ভাইয়ের কথা শুনে বোঝা যায় উনি একজন ভদ্র ও বিনয়ী লোক! ওনার জন্য দোয়া ও শুভকামনা রইলো!

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад +6

      ধন্যবাদ

    • @muhammadkabir7889
      @muhammadkabir7889 2 года назад +1

      Salman vhai can I have his details please I need to talk to him regarding exporting the soaps in sha Allah

    • @syedfahim1091
      @syedfahim1091 2 года назад +1

      Right 👍

    • @Sifat2.01
      @Sifat2.01 Год назад +1

      আনিস ভাইয়া কি ট্রেনিং দেন সাবান তৈরির?

    • @fahimaaktermitu8462
      @fahimaaktermitu8462 Год назад

      Ai soap kinbo ke vaabe

  • @allinonebd.2777
    @allinonebd.2777 2 года назад +7

    মূলত দেশ প্রেমিক তাদের মতো মানুষ গুলোই সালাম ❤️

  • @KamrulHasan-mi8fq
    @KamrulHasan-mi8fq 2 года назад +14

    আলহামদুলিল্লাহ
    খুব খুশি হলাম। আমাদের দেশে এই রকম ভালো পণ্য উৎপাদিত হয়।

  • @sparvej71
    @sparvej71 2 года назад +266

    বাংলাদেশ সরকারের উচিত উনাকে যাবতীয় সহযোগীতার মাধ্যমে এই শিল্পের বৃহত্তর করণে পৃষ্ঠপোষকতা করা।

    • @TariqueMahmud313
      @TariqueMahmud313 2 года назад +5

      বাল করবে উনারা... বেগম পাড়া তৈরীতে তারা পটু।

    • @showkotkabir1408
      @showkotkabir1408 2 года назад +2

      Bd gov parla unake bippppppp kora dito..

    • @rajibulislam1252
      @rajibulislam1252 2 года назад

      জি না ভাই সরি , বাংলাদেশ সরকার এই শিল্পে হাত দিলেই সাবান শিল্প ধ্বংস হয়ে যাবে কারণ এরা দুর্নীতির চরম শিখরে

    • @imranhossen624
      @imranhossen624 2 года назад

      আপনার মাথা খারাপ নাকি।
      দেশি জিনিস তৈরি করলে।
      আওয়ামীলীগ এজেন্সি নষ্ট হবে
      যশোর থেকে।

    • @RakibulHasan-jh5xg
      @RakibulHasan-jh5xg Год назад +1

      Ha ha ha....ekhane onara bam hat dhukalei onar babsa ses

  • @MostafiZone
    @MostafiZone 2 года назад +88

    জনাব আনিস সাহেবের মতো লোক থাকলে এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবে জাতি। অভিনন্দন ও শুভকামনা ব্যাতিক্রম এই উদ্যোক্তাকে ❣️🥀

  • @abumortakaiummondol623
    @abumortakaiummondol623 2 года назад +6

    দেখিতে গিয়াছি পর্বতমালা
    দেখিতে গিয়াছি সিন্ধু ।
    দেখা হয় নি চক্ষু মেলিয়া
    ঘর হতে যে দুপা ফেলিয়া
    একটি ধানের শীষের উপর
    একটি শিশির বিন্দু ।
    অসাধারণ অনেক অনেক ধন্যবাদ।
    (আল্লাহ্ হাফেজ )

  • @habibrahman3978
    @habibrahman3978 2 года назад +109

    এ অনুষ্ঠান দেখে মুগ্ধ হলাম। উদ্যোক্তা জনাব আনিস সাহেব ও আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরিবেশন অত্যন্ত সুন্দর।

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад +1

      ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।

    • @ayshasiddiqua1983
      @ayshasiddiqua1983 2 года назад +1

      আসসালামু আলাইকুম স্যার আমি আপনার থেকে সাবান নিতে চাই।আমি নিব কোথায় পাব স্যার।ঠিকানা দিলে ভালো হত।

    • @a2mechanics145
      @a2mechanics145 10 месяцев назад

      @@dr.salmanmahiruhulkowser9812
      Thanks for presenting this amazing entrepreneur.
      Could you please send me the entrepreneur contact?

  • @worldeducation6987
    @worldeducation6987 2 года назад +10

    মন যদি এতো ভালো হয়, আল্লাহ তাকে উপরে উঠাবেন ই 🥰

  • @shoumili6409
    @shoumili6409 Год назад +29

    আমি অবাক হয়ে শুধু দেখছিলাম সাবান গুলো এতো এতো সুন্দর ❤️
    আর লোক টা সব ফ্রি মাইন্ডে বলতাছিলো দারুণ লাগছে ভাইয়া ❤️❤️❤️❤️

  • @rekhaseverydayvlogriyadh8149
    @rekhaseverydayvlogriyadh8149 2 года назад +6

    মাসাআললাহ ভালো লাগ লো সুন্দ র ব্লগ পুরো টা দেখে চমৎকার উপস্থনা।

  • @mahabubalammahi1859
    @mahabubalammahi1859 2 года назад +42

    ভাই আপনি এভাবেই বাংলাদেশ বিভিন্ন ফ্যাক্টরিকে উপস্থাপন করতে থাকুন।

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад +1

      ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
      আমাকে কি ঢুক্তে দিবে ভাই ক্যামেরা সেটাপ নিয়ে,,,,যদি দেওয়া হয়,আর সব কিছু মিলে,, আমি অবশ্যই যাব।

  • @rabeyabegum7867
    @rabeyabegum7867 7 месяцев назад +4

    বাংলাদেশ এগিয়ে যাও। এই পন্য তৈরির ব্যপারে জানতে পেরে খুব ই গর্ব বোধ করছি। উদ্যোক্তা কে সালাম।সৎ ও পরিশ্রমী মানুষের সব চেয়ে বেশী অভাব আমাদের।

  • @md.shamsulhaquesardar8502
    @md.shamsulhaquesardar8502 6 месяцев назад +3

    অনেক অনেক ধন্যবাদ, এরাই মূলত দেশের সোনার সন্তান ।

  • @mdmohiuddun145
    @mdmohiuddun145 2 года назад +15

    বাংলা দেশের এক একটা মানুষ লিজেন্ড।

  • @sabrinaaktersadia97
    @sabrinaaktersadia97 2 года назад +1319

    কি অদ্ভুত ব্যাপার 🙄 আমাদের দেশের ভালো মানের প্রোডাক্টগুলো আমরা চোখেও দেখিনা আর সেগুলো বিদেশে প্রশংসিত😒 আবার ভালো প্রোডাক্ট ব্যবহারের আশায় আমরাই আবার বাইরের দেশের পণ্যের প্রতি ঝুকে পরি☹️

    • @videowithsabbu731
      @videowithsabbu731 2 года назад +46

      লাক্স, ডেটল, স্যাভলন, ড্যাভ ইত্যাদি এগুলো ব্রান্ড, এসব মাথার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
      তাই আমরা দেশিও প্রোডাক্ট ব্যবহার করি না।
      আমরা ব্রান্ডে বিশ্বাসী।

    • @worldhistoriyknowledge1350
      @worldhistoriyknowledge1350 2 года назад +9

      Hmm

    • @tomalahmed2702
      @tomalahmed2702 2 года назад +2

      @@videowithsabbu731 ঔফ

    • @fazlerabby5175
      @fazlerabby5175 2 года назад +41

      নিজের দেশ দেখি না। তাজমহল দেখতে যাই।

    • @mijarchowdhury3483
      @mijarchowdhury3483 2 года назад +11

      আরে ভাই বাংলাদেশের মানুষ নকলে নোবেলপুরস্কার পাওয়া জনগন এইজন্য৷ ভেজালমুক্ত জিনিস চায় তাই বিদেশি পন্য খুজে

  • @ShakhawatHossain-hg1eg
    @ShakhawatHossain-hg1eg 6 дней назад

    অনেক ভালো লেগেছে ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ বিদেশ থেকে একটা জিনিস শিখে নিজের দেশে এসে তৈরি করার জন্য।

  • @khairulhdmedia889
    @khairulhdmedia889 2 года назад +3

    অনেক ভালো লাগলো,, আর-ও ভালো লাগলো,, মেড ইন বাংলাদেশ লিখাটা দেখে।

  • @hasanarnob3402
    @hasanarnob3402 2 года назад +37

    উনি দারাজে ১২ পিচ সাবান সেল করে ঐটার লিন্ক বা কিভাবে আমরা কিনতে পারবো ভিডিও দেখালে ভালো হতো...... আজকের ভিডিও অনেক ভালো লাগছে

  • @basherbhy7963
    @basherbhy7963 2 года назад +8

    খুবই সুন্দর অনন্য উদ্ধবাভনী মূলক পণ্যের প্রস্তুতির ভিডিওটি সকলের পছন্দ হবে।

  • @harunrashid7975
    @harunrashid7975 Год назад +3

    দোয়া রইলো ইকেবানার সংশ্লিষ্টদের সবাইকে। সাথে কাওসার ভাইকে।

  • @mdshahadathossen9933
    @mdshahadathossen9933 2 года назад +3

    ভাই অসাধারণ
    আমাদের দেশে এত ভালো মানের প্রোডাক তৈরী হয় অথচ আমরা জানিনা
    আপনার মাধ্যমে জানতে পারলাম
    খুব খুব ভালো লাগল

  • @AkbarAli-cb6ic
    @AkbarAli-cb6ic 2 года назад +23

    অসাধারণ! দেশের দিকে দেখে দেখে মনটা বিচ্ছ্রি হয়ে গেছিল। হঠাৎ এই রকম একটা কিছু দেখে হতাশা কেটে গেল। বুঝলাম, যা কিছু ভাল করা সম্ভব এগুলোর বেশীটাই ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। দরকার আনিস ভাইদের হাতের স্পর্শ।

  • @nasrinnitu8783
    @nasrinnitu8783 2 года назад +191

    অরেঞ্জ কালার সাবান টা দেখে সত্যিই খেয়ে ফেলতে ইচ্ছে হইছে🔥আনিস ভাই ভেজাল বিহীন ভাবে আপনার উদ্যোগ চালিয়ে যান।ইন-শা-আল্লাহ দেশ বাসী কে আপনার পাশে পাবেন❤️

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад +6

      ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য।

    • @rethechowdhury6039
      @rethechowdhury6039 2 года назад +4

      @@dr.salmanmahiruhulkowser9812 Bangladesh a ei saban gula ki name porichito? And kothay pawa jabe?

    • @banglalion8379
      @banglalion8379 2 года назад

      @@rethechowdhury6039 ভাই জানলে আমক বইলেন

    • @harekrishnacottage1981
      @harekrishnacottage1981 2 года назад

      ।আপনাদের খাই খাই স্বভাব পরিবর্তন করুন🤔।🙋‍♂️

    • @jashimmubarak607
      @jashimmubarak607 2 года назад +1

      আমারো

  • @dilwarhussain2319
    @dilwarhussain2319 7 месяцев назад +2

    অসাধারণ ভিডিও। ভিডিওটা দেখা মাত্র একটানা দেখে শেষ করলাম এবং তৎক্ষনাৎ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করলাম!

  • @nurjahanakter3576
    @nurjahanakter3576 7 месяцев назад +2

    অভিনন্দন ও সুস্বাগতম উদ্যোগতাকে।

  • @tvcivision
    @tvcivision 2 года назад +11

    আনিস ভাইকে ধন্যবাদ

  • @zannatunifatushba4245
    @zannatunifatushba4245 2 года назад +15

    সাবানটা দেখতে আমসত্ত্বের মতো।🥰🥰🥰🥰🥰🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @shahinbiswas3369
    @shahinbiswas3369 Год назад +2

    আপনার কথা শুনে মনে হলো আপনি ভালো একজন মানুষ,, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুন,, আমিন

  • @rhnewstv8029
    @rhnewstv8029 7 месяцев назад +2

    সত্যিই অসাধারন।
    আমাদের দেশেও হাই কোয়ালিটি ফুল সোপ তৈরি হচ্ছে।
    জাপান আমেরিকার মত দেশে রপ্তানি হয়। একদম ন্যাচারালি তৈরি হয়। কোনো ভেজাল নাই।
    WOW. AS A Bangladeshi I really Proud of you Bhai

  • @shimanaprachir6860
    @shimanaprachir6860 2 года назад +22

    আমার খুব পছন্দ হইছে সাবান গুলো,নিতে মন চাইছে

  • @aksmusic1170
    @aksmusic1170 2 года назад +30

    আমরা বাঙালি এড না দিলে ব্যবহার করিনা, অথচ বাংলাদেশে এড দেয় না
    এই রকম অনেক কোম্পানি আছে খুবই ভালো মানের পণ্য তারা তৈরি করে।

  • @reshmaaktar4139
    @reshmaaktar4139 9 месяцев назад +2

    এত সুন্দর ও দারুন প্রোডাক্ট তৈরি হয় বাংলাদেশে,,,
    তা আমি জানতাম না।
    মাসাআল্লাহ ❤

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  9 месяцев назад

      ধন্যবাদ

    • @jahidhaque3757
      @jahidhaque3757 7 месяцев назад

      সাবান পাবো কি ভাবে কুরিয়ার এর ব্যাবথা আছে কি ? জানাবেন।

  • @ashiqurrahman6567
    @ashiqurrahman6567 Год назад +1

    অসাধারণ বাংলাদেশে এমন প্রোডাক্ট আছে তা সত্যিই আমাদের জন্য খুশির সংবাদ

  • @SmartLifestyle
    @SmartLifestyle 2 года назад +4

    অনেক ভালো লেগেছে। এমন কিছু ভিডিও আরো চাই।

  • @sultanmahmudazim1918
    @sultanmahmudazim1918 2 года назад +61

    অসাধারণ, মন ভরে যাবার মতো, খুব খোলা মেলা দেখালেন, সেই সাথে আপনাদের খোলা মনের পরিচয় দিলেন, আপনাদের জন্য গর্ববোধ করছি, শুভকামনা রইল

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад

      ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।

    • @abuhamzamostafa6716
      @abuhamzamostafa6716 11 месяцев назад

      ​@@dr.salmanmahiruhulkowser9812ওনার ঠিকানাটা কিভাবে পাবে দরকার ছিলো

  • @mdsajibhossaine2761
    @mdsajibhossaine2761 11 месяцев назад +3

    দারুণ,ভালো লাগলো

  • @Guying2yu
    @Guying2yu Год назад +8

    পূরাই অবাক হয়ে গেলাম 😮
    শুভ কামনা রইল

  • @hshasnat3709
    @hshasnat3709 2 года назад +22

    অনেক আগে থেকেই সাবান বানানোর প্রক্রিয়া সম্পর্কে intrested ছিলাম.
    ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад

      অনেক অনেক ধন্যবাদ

    • @nazninakter5506
      @nazninakter5506 2 года назад

      @@dr.salmanmahiruhulkowser9812 nijer Bangladesh e koto Vejal jinis use Kori amra

    • @averageperson4368
      @averageperson4368 2 года назад

      আপনি কি সাবান বানাইতে পারেন জানাবেন

  • @usmanmani4921
    @usmanmani4921 2 года назад +16

    ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই রকম সুন্দর একটা ভিডিও বানিয়েছেন⭐⭐⭐

  • @babuahmed-tn2if
    @babuahmed-tn2if 5 месяцев назад +1

    চমৎকার দৃষ্টান্ত।
    ❤❤

  • @Ecotopia1710
    @Ecotopia1710 Год назад +2

    Mashallah! Definitely one of the best topics. Thanks to Mr. Anis for his sincere and best efforts. !!Go Bangladesh GO!!

  • @mohammadalibintaher.1340
    @mohammadalibintaher.1340 2 года назад +138

    কি আশ্চর্য বিষয় বাংলাদেশের তৈরি পণ্য, বাংলাদেশের মানুষ পাচ্ছে না খুবই দুঃখজনক! ধন্যবাদ ভাই জাতির উদ্দেশ্য তুলে ধরার জন্য।

    • @momenamaya2544
      @momenamaya2544 2 года назад +3

      amra petam, kintu oigula bajare charle amra kinte parbo na, onek daam porbe.. company onnodike loss khabe, tai bd er bajare khub bedhi porimane egula bikri hoy na,. tao paoa jay kichu kichu jaygay..

    • @Emonmp3
      @Emonmp3 Год назад +3

      আপনি কি এত দাম দিয়ে কিনবেন.?

    • @sharminsfashionworld6629
      @sharminsfashionworld6629 9 месяцев назад

      এই পন্যগুলি কিভাবে কিনতে পারি

  • @hafizajahan9693
    @hafizajahan9693 2 года назад +6

    চমৎকার, এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাই, খাবারের ভিডিও এর চেয়ে এসব ইনফোরমেটিক ভিডিও ভাল লাগে। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরী হয়।

  • @12minuteschool37
    @12minuteschool37 2 года назад +7

    আমরা সাবানগুলি নিতে চাইলে কিভাবে পাবো, এইটা উল্লেখ করলে খুব ভালো হইত। আনিস ভাইকে অসংখ্য ধন্যবাদ, দেশের মাটিতেই উদ্যোক্তা হওয়ার জন্য।

    • @mychannel8743
      @mychannel8743 2 года назад +4

      ভিডিওটি কি কান বন্ধ করে দেখেছেন নাকি? দেশে ওনার সাবান কোথায় পাওয়া যাবে বা যাচ্ছে ভিডিওতে সেটা বলেছে!

  • @rizwanmutawa9753
    @rizwanmutawa9753 2 года назад +1

    Subhanaallah Allaho yeah fajoka osom marvelous

  • @shemanto-shimu665
    @shemanto-shimu665 2 года назад +10

    আমি এই ভিডিওর প্রতিটা মুহুর্ত উপভোগ করেছি 💜

  • @sheikh.prince
    @sheikh.prince 2 года назад +37

    এটা দেখার পর আমাই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। জীবনে কী জানলাম? বাংলাদেশেই এতো ভালো মানের সাবান তৈরি হয় তা জানতামও না।

  • @somonnitokrishi
    @somonnitokrishi Год назад +1

    সাবান তৈরির প্রক্রিয়াটি আমার কাছে এক প্রকার রহস্যই ছিলো আজ কিছুটা জানতে পারলাম। খুবই ভালো লাগলো, আমরা চাই অল্প দামে এমন ন্যাচারাল পণ্য যা মানব জাতীর জন্য স্বাস্থ্যসম্মত হবে। ভাই আপনার কাছে অনুরোধ থাকবে অল্প দামের মধ্যে বাংলাদেশকে এমন ভালো মানের পণ্য ব্যবহারের সুযোগ করে দেবেন। ধন্যবাদ

  • @sumonmogol6338
    @sumonmogol6338 5 месяцев назад +2

    ভিডিও টা দেখে খুব ভালো লাগলো নতুন কিছু দেখলাম ।।

  • @atikurrahmansohagstudent5794
    @atikurrahmansohagstudent5794 2 года назад +14

    দারুণ লাগলো।সরকারের উচিৎ এমন উদ্যোগতার পাশে দারানো

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад

      ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।

    • @sheikhasmika6868
      @sheikhasmika6868 2 года назад

      @@dr.salmanmahiruhulkowser9812 vaia unar number ba jogajog korar kichu thakle plz bolun ami onk upokrito hotam r ato sundor akti vedio amader sokoler samne tule dhorar jonno onk onk dhonnobad vaia

  • @AlZainMediaofficial
    @AlZainMediaofficial 2 года назад +71

    পবিত্র কুরআন প্রেমিক দের কে মনোমুগ্ধকর কন্ঠে পবিত্র কুরআন এর সম্পুর্ন সুরা গুলো বাংলা অর্থ সহ শুনতে দাওয়াত রইলো

  • @shahidanaz5956
    @shahidanaz5956 10 месяцев назад +1

    আনিস একজন খাঁটি বাংলাদেশী।
    সাবানগুলো আরো ছোট আকারে ও বাজারজাত করা যেতে পারে।
    অনেক, অনেক শুভকামনা রইলো!

  • @thepathofjannah2224
    @thepathofjannah2224 Год назад +4

    ভিডিও টা অসাধারন, এবং খুব মজার বিষয় সাবানের বার গুলো দেখতে কেকের মত লোভনীয় লাগছিল আর আমার খেতে ইচ্ছে করছিল 🤭🤗🥰❣️

  • @mejobourannaghar
    @mejobourannaghar 2 года назад +13

    খুব সুন্দর একটা ভিডিও দেশ সম্পর্কে কিছু জানা গেলো।।

  • @user-id7yv3jq3u
    @user-id7yv3jq3u 2 года назад +52

    আমি আশা করি এই প্রোডাক্ট গুলো যেন বাংলাদেশে availalbe হয়।

    • @nishatneel353
      @nishatneel353 2 года назад +2

      এই প্রোডাক্ট গুলো বাংলাদেশ এ ও এভেইলেবল আছে..

    • @zubairalmahmud171
      @zubairalmahmud171 2 года назад

      দারাজে কিনতে পাওয়া যায়

    • @rojahmmed3146
      @rojahmmed3146 2 года назад

      @@zubairalmahmud171 kon store ?? Ki likhe search dibo??

    • @zubairalmahmud171
      @zubairalmahmud171 2 года назад +2

      @@rojahmmed3146 ikabena handmade soap likhe search korlei paben

    • @rojahmmed3146
      @rojahmmed3146 2 года назад

      @@zubairalmahmud171 thanks ami peyechi,,,order o korechi একটি ikebana mist spray 🙂

  • @alaminhossain-cv1ts
    @alaminhossain-cv1ts 2 года назад +1

    অসাধারণ লাগলো চালিয়ে যান এরকম আরো ভিডিও দেখতে চাই♥️♥️♥️♥️

  • @knight91066
    @knight91066 2 года назад +4

    সাবান তো নয় যেনো নেসেস্তার হলুয়া। আমার খুবই খেতে ইচ্ছা করছে। সাবাস বাংলাদেশ।

  • @mehedihasansanto9883
    @mehedihasansanto9883 2 года назад +17

    আমি পুরো ভিডিও টা দেখলাম খুবই অসাধারণ লাগছে। আমরা জাপানি সোপ নিজেদের দেশেই তৌরিকরা হচ্ছে এবং আমরা ব্যবহার করতে পারছি এইটা আমাদের গর্বের বিষয়, কিন্তু আনিস ভাই আমার মনটা খুব খারাপ লাগছে যখন বলছেন খাওয়া যাবে না 😂😂😂

  • @asifexplorebd
    @asifexplorebd 2 года назад +5

    অসাধারণ একটা ভিডিও দেখলাম, সত্যিই গর্বে বুক ভরে গেল। 👍👍

  • @hmkabir6122
    @hmkabir6122 Год назад +1

    দোয়া রইল আরো এগিয়ে যান তার পাশাপাশি বাংলাদেশের মানুষের জন্য সাহায্যে এগিয়ে আসুন ♥️

  • @bangla-camp
    @bangla-camp 2 года назад +1

    ইনফরমেটিভ এবং সুন্দর ও সাবলীল উপস্থাপনা। liked and subscribed. ধন্যবাদ। :)

  • @ChineseDeshiivai
    @ChineseDeshiivai 2 года назад +27

    বাহ্ ভালো লাগলো এত বিষয় গুলো জানতে পেরে। বাংলাদেশ সম্পর্কে আমরা এমন অনেক বিষয় গুলো জানিই না। ভালোবাসা ও শুভকামনা আপনাদের জন্য ।

    • @omeiislam5397
      @omeiislam5397 2 года назад

      তোরে জবাই দিব স্প্যামারের বাচ্চা চাইনিজ

    • @mixtube3605
      @mixtube3605 2 года назад +2

      @@omeiislam5397 ভাই ওনাকে এগুলা কেনো বললেন ওনার কি দুস

    • @storm-si1et
      @storm-si1et 2 года назад +1

      @@omeiislam5397 তুই ওনাকে হত্যার হুমকি কেনো দিলি?আর তুই তো মুসলিম না। তুই ভুয়া আইডি ব্যাবহার করছিস কেন?তুই শতভাগ ইন্ডিয়ান,তাই তাকে মানে চাইনিজ ব্যাক্তি কে হত্যার হুমকি দিলি

  • @ashrafulislam8354
    @ashrafulislam8354 2 года назад +5

    আসসালামু আলাইকুম, সালমান ভাই
    অনেক সুন্দর একটা ভিডিও দেখানোর জন্য।আনিস ভাইকে স্যালুট জানাই।আমি আনিস ভাইয়ের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই সারা বাংলাদেশে।সম্ভব হলে আমাকে সাহায্য করবেন।

  • @IsratJahan-ek7wq
    @IsratJahan-ek7wq Год назад +3

    নিজ দেশে এতো ভালো পন্য তৈরি হচ্ছে অথচ আমাদের হাতের নাগালে নেই, কি অদ্ভুত ব্যাপার!!

  • @RuhulOfficialRk
    @RuhulOfficialRk 2 года назад

    MashaAllah Onek Sunor video

  • @Optimist_Eminent
    @Optimist_Eminent 2 года назад +41

    এরকম সুন্দর ভিডিও চাই, খাবারের চেয়ে এসব ইনফো ভাল লাগে। ❤️

  • @galibjahan8509
    @galibjahan8509 2 года назад +4

    খুবই ভালো লেগেছে ধন্যবাদ ভাই। খুবই ভালো Soap. 💝👍👍👍💚❤💚💐💐💐💐💝💝💝💖👌👏

  • @nurullahbinsayed8976
    @nurullahbinsayed8976 2 года назад +2

    জাজাকাল্লাহ ভাই আপনাকে অনেক দন্যবাদ

  • @deeptwo6167
    @deeptwo6167 Год назад

    অবশ্যই অনেক তথ্যসমৃদ্ধ ভিডিও!
    এমন স্বদেশে তৈরি সুন্দর প্রোডাক্টের রিভিউমূলক ভিডিও চাই

  • @RatanHira-rhk
    @RatanHira-rhk 2 года назад +4

    না টেনে পুরা দেখেছি ♥♥♥♥

  • @ShouravHossain
    @ShouravHossain 2 года назад +3

    সত্যি খুব গর্ববোধ করি যখন এমন উদ্যোগ দেখি।

  • @mohammadrafiHCF
    @mohammadrafiHCF Год назад +2

    অদ্ভুত মার্কেটিং

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  Год назад

      ধন্যবাদ

    • @monalisarahman304
      @monalisarahman304 19 дней назад

      ​@@dr.salmanmahiruhulkowser9812
      আসসালামু আলাইকুম ভাইয়া,
      আমি এই মহৎ উদ্যােক্তার সাথে কি ভাবে যোগাযোগ করতে পারি? প্লিজ আমাকে সাহায্য করেন।

  • @khairulhdmedia889
    @khairulhdmedia889 2 года назад +1

    এত সুন্দর ভিডিও দেখে সাবস্ক্রাইব না করে পারলাম না।

  • @mdeunuseunus3145
    @mdeunuseunus3145 2 года назад +3

    মাসললাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে দোয়া রইলো আমাদের

  • @aliimam5704
    @aliimam5704 2 года назад +8

    অনেক সুন্দর উপস্থাপনা। ধন্যবাদ

  • @nisaahmed1255
    @nisaahmed1255 Год назад +1

    ভালো লাগলো মানে অবশ্যই ভালো লাগবে ভাইয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং সে যেন বাংলাদেশ থেকেই ফুল প্যাকেজিং ব্র্যান্ড করতে পারে সেটা কামনা করছি

  • @asalam5234
    @asalam5234 6 месяцев назад

    ধন্যবাদ বাংলাদেশী এই উদ্যোক্তা ভাইকে

  • @bangladeshibarcelonablogge5911
    @bangladeshibarcelonablogge5911 2 года назад +7

    মাসা আল্লাহ আমাদের সোনার বাংলাদেশে।

  • @bdsmartphone1551
    @bdsmartphone1551 2 года назад +5

    ধন্যবাদ ভালো কিছু করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে

  • @malekakhatun192
    @malekakhatun192 7 месяцев назад +1

    ধন্যবাদ খুব সুন্দর. ভিডিও দেখানো র জন্য

  • @vendora01
    @vendora01 2 года назад +1

    এককথায় অসাধারন ভিডিও😇

  • @mastulmedia3209
    @mastulmedia3209 2 года назад +4

    শুভেচ্ছা থাকলো। জয় হোক বাংলাদেশের পন্যের।

  • @AbulKalam-vv8uy
    @AbulKalam-vv8uy 2 года назад +6

    এক কথায় অসাধারণ শেয়ারিং ভাইয়া❤️❤️❤️

  • @Islamic90tv
    @Islamic90tv 7 месяцев назад +1

    আলহামদুলিল্লাহ। সত্যি অসাধারণ লাগছে❤❤

  • @mdjamal-wy3hl
    @mdjamal-wy3hl 2 года назад +1

    মাশাল্লাহ্ এগিয়ে চলেন

  • @projectnature1990
    @projectnature1990 2 года назад +5

    ভালো উদ্দেশ্য বুঝা যাচ্ছে। দোয়া রইলো

  • @rianrafi2944
    @rianrafi2944 2 года назад +9

    we all need to dream big of our motherland.

  • @nmhumayun5238
    @nmhumayun5238 Год назад +1

    ভাই ফাটাইয়া দিছেন,
    স্যালুট আপনাকে ।

  • @AnisurRahman-ss4qz
    @AnisurRahman-ss4qz 2 года назад

    অনেক সুন্দর একটা প্রতিবেদন দেখলাম

  • @taharatahara5803
    @taharatahara5803 2 года назад +95

    অরেন্জ কালার সাবানটা দেখে মনে হচ্ছে মেঙ্গবার। খেতে ইচ্ছে করছে।

  • @joyeetaskitchen
    @joyeetaskitchen 2 года назад +15

    অসাধারণ! ধন্যবাদ এই উদ্যোগটি আমাদের কাছে পৌছে দেওয়ার জন্য।
    আনিস ভাইকে সাধুবাদ জানাই তিনি এধরণের একটি অপ্রচলিত উদ্যোগ নিয়েছেন বলে, বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরছেন তাঁর সৃষ্ট পণ্যের মাধ্যমে। আমার খুব ইচ্ছে করছে তাঁর এই কর্মযজ্ঞ দেখে আসতে। অনেক অনেক শুভকামনা 🙏

  • @golamsoroar9851
    @golamsoroar9851 Год назад +1

    Thankyou এমন একটা news এর জোন

  • @shiuliakter9046
    @shiuliakter9046 2 года назад +1

    ওয়ালাইকুমুস সালাম।অসাধারন লাগলো ভাইয়া।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

  • @nusratvictoria6265
    @nusratvictoria6265 2 года назад +3

    আনিস সাহেবের জন্য অনেক শুভকামনা

  • @kanijfarhana8414
    @kanijfarhana8414 2 года назад +41

    দেশেই এমন ভালো কিছু পাওয়া যায় জানাছিলো না অথচ আমরা বিদেশী পন্যের জন্য হামাগুড়ি দিয়ে পরি....
    আল্লাহ ওনাকে বরকত দান করুক

    • @jannatulfaria5023
      @jannatulfaria5023 2 года назад

      আপনাদের এই সাবান গুুলো ঢাকায় কোথায় পাবো??

    • @dr.salmanmahiruhulkowser9812
      @dr.salmanmahiruhulkowser9812  2 года назад

      ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।