আমারও ইচ্ছা আছে পড়ালেখা শেষ করে বিজনেস করব,কিন্তু আমি একদিন আমার আম্মুকে বললাম," আম্মু আমি বড় হয়ে বিজনেসম্যান হতে চাই।"এই কথা শুনে আম্মু আমাকে কিছু কথা শুনিয়ে দিলেও আমি মনে মনে বললাম,-দেখ আম্মু আমি একদিন বড় বিজনেসম্যান হব,তখন তুমি তোমার ভুল বুঝতে পারবে। আল্লাহ ভরসা
আকিজ উদ্দীন ও তার সন্তানদের জন্য মন থেকে দোয়া করি। আদ-দ্বীন হাসপাতালের কথা কি আর বলবো পরিবেশ, ডাক্তারদের আচরণ, চিকিৎসা মাশাল্লাহ। আমার ছেলের চিকিৎসার জন্য ৫ দিন ছিলাম ৫ দিনে সর্বমোট খরচ হয়েছিলো ১২০০ টাকা (শুধু ঔষধের দাম)। সরকারি হাসপাতাল গুলো যদি এমন হতো😰😰
ধন্যবাদ শেখ আকিজ উদ্দীনকে। দেশের ক্যান্সারের বিস্তারের জন্য। এই বিড়ি ও তামাক শ্রমিকরাও ভুক্তভোগী। আর লাখ লাখ মানুষ যারা ফুসফুসের রোগে আক্রান্ত। অথচ ভিডিওতে উনাকে মহান বলা হচ্ছে।।
@@crazyvlog320 তাই নাকি তো আপনিও গাজার ব্যবসা করেন আপনিও সাকসেস হতে পারবেন অনেক অনেক টাকা লাভ হবে সিগারেটকে সরকার পারমিশন দিয়েছেন কারন এটা থেকে সরকার অনেক টাকা কর পায় আর এটা হারাম এখন ইসলামি আইন থাকলে এটার কাছেও যেতে পারত না আর ব্যবসা তো দুরের কথা
দীর্ঘ হলেও অত্যন্ত তথ্যবহুল হয়েছে ভিডিওটি। মানুষের অদম্য প্রচেষ্টা, শক্ত মনোবল, সততা,পরিশ্রম আর দূরদর্শী চিন্তা যে একটি মানুষের সফলতার মূল নিয়ামক তা উঠে এসেছে রিপোর্টটিতে। অনেক কৃতজ্ঞতা ভাইজান। বাংলাদেশের ব্যবসায়িক আইকনদের নিয়ে এমন আরো ভিডিও'র প্রত্যাশায় থাকলাম।
আলহামদুলিল্লাহ, দোকানে অন্য কোম্পানি থেকে সবচেয়ে বেশি রাখা হয় আকিজের পন্য আসলে ওনাদের পণ্যের দাম অন্য কোম্পানি থেকে কিছুটা কম হলেও কোয়ালিটি অনেক ভালো। এইতো রোজা আসতেছে আকিজের পাম্প ফ্রেশ দুধ ও আফি মুড়ি বিক্রি শুরু হবে ইনশাআল্লাহ
অবশ্যই এটি একটি নিন্দনীয় কাজ কিন্তু বিশ্বাস করেন জীবিত অবস্থায় তিনি আপ্রাণ চেষ্টা করেছেন তামাক ব্যবসা থেকে সরে এসে এমন ব্যবসা করবেন যা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো, যার কারনে এই লাভজনক প্রতিষ্ঠানটি তিনি অনেকবার বিক্রি করার কথা ভেবেছেন, তার অবদান চিকিৎসা খাতে অনেক ভালো এখান থেকে অনেক মানুষ উপকৃত হয়ে আসছে এবং অনেক মেয়ে এক্ষেত্রে চাকরি পাচ্ছে সম্মানজনকভাবে এ ব্যাপারটি লক্ষ্য করলে আমরা তার জন্য দোয়া করতে পারি আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন.
To watch our new content on "ফেয়ার অ্যান্ড লাভলী কেন গ্লো অ্যান্ড লাভলী? | Why Fair & Lovely Became Glow & Lovely?" >>> ruclips.net/video/USH37QXafsA/видео.html
I feel honored to have met this legendary person at the chamber of my father-in-law Advocate Syed Shamsur Raman of Jessore town In January, 1971. I wonder, if I have ever met a simple, sober and soft spoken man like Sk. Akij Uddin. I pray to Allah swt for his magfirat, Ameen.
আমার ছোটবেলা থেকেই আমি যখনি ডিসকেভারী/ন্যাট জিও চ্যানেল দেখতাম তখনই মনে হতো ইসস বাংলাদেশে যদি এরকম একটি আন্তর্জাতিক মানের চ্যানেল থাকতো! এখন আপনাদের এই চ্যানেল দেখে সেই আশার কিছুটাও পূরন হয়েছে মনে হচ্ছে। আপনারা লেগে থাকুন ভাই। আপনাদের সামনে অনেক ভালো দিন আসবে। আপনাদের ভবিষ্যতে একটি টিভি চ্যানেলে দেখলে অবাক হবোনা! শুভ কামনা রইল!☺️
@Phoenix Ltd , it not about what they did. It’s about how they did. There are lot of corrupted businessman’s. only few of them thinks about their country. Speaking of Samson h chowdhory he was good person. He did a lot of thinks for pabna and for the people of pabna. Do know about others before saying anything
@@majumder.821 সিগারেটকে শাসন করার জন্য কোন শব্দটি ব্যবহার করা হয় তা নিয়ে সারা বিশ্বের উলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন এটি একেবারে হারাম কারণ এটি আত্মহত্যার একটি ধীর পদ্ধতি এবং ইসলামে আত্মহত্যা হারাম। কিছু এটি নিম্নলিখিত উপর ভিত্তি করে: 1) স্বাস্থ্যের জন্য বিপদ 2) পরিবেশ 3) আশেপাশের লোকজনকে বিরক্ত করা 4) আসক্তি 5) বাজে গন্ধ 6) অর্থের অপচয় 7) কেউ কেউ এমনকি বলে যে এটি শরীরকে নেশা করে ধূমপান সম্পর্কে সর্বোত্তম মতামত হল মাকরূহ আত-তাহরিমি কারণ উপরের সমস্ত পয়েন্টে ধূমপানকে হারাম বলার যথেষ্ট শক্তি নেই। মাকরূহ আত-তাহরিমি হারামের খুব কাছাকাছি একটি অপছন্দনীয় কাজ। উপরোক্ত বিষয়গুলোর অধিকাংশই ইসলামের পাশাপাশি হারামেও অপছন্দনীয় কাজ। যেমন দুর্গন্ধ অপছন্দ অথচ অন্য মুসলমানদের ক্ষতি করা হারাম। অবশ্যই আমি ধূমপান করা সমর্থন করি না কারণ ধূমপান থেকেই সমস্ত নেশার শুরু কিন্তু হারাম বলাটা একটু বেশি হয়ে যায়।
আমার ও ছোট বেলা থেকে ব্যবসায়িক মন-মানসিকতা আছে , সেই সুবাদে অনেকগুলো ব্যবসায় এ পর্যন্ত করে ফেলেছি, লাভবান হতে পারিনি বেঁচে থাকলে আরো কিছুদিন পরে আরও একটা ব্যবসা শুরু করব ইনশাআল্লাহ ❤❤
He is good citizen of Bangladesh. His company's products good guilty.First life i was did job in Akiz group. I got to his company many needy education . I got love and suitable money in that big financial crisis movement. I proud of his guality company in all times.I never forget to Akiz groups. Almighty -ALLAH bless/forgave /pity/Rahmoth on him. ALLAH ALLAH ALLAH. .....
বাংলায় এমন কোয়ালিটি কনটেন্ট খুব কম খুঁজে পাওয়া যায়। এভাবেই এগিয়ে যান এবং নিয়মিত ভিডিও চাই এই চ্যানেলে। এছাড়া আপনারা কিভাবে এমন সুন্দর কোয়ালিটি ভিডিও কনটেন্টগুলো তৈরি করেন - সে বিষয়ে ভবিষ্যতে একটি ভিডিও আশা করি। অনেক শুভকামনা রইল।
আপনাদের কনটেন্ট সিলেকশন, গ্রাফিক্স, ডিজাইন, এনিমেশন, প্রেজেন্টেশন, সাউন্ড কোয়ালিটি,এডিটিং সত্যিই অসাধারণ। খুবই সুন্দর। আপনাদের এই চ্যানেল থেকে অনেক কিছু নতুন তথ্য জানা সম্ভব হয়েছে।অনেক কিছুর ই নতুন ধারণা পেলাম।দুঃখ লাগে এরকম ভাল মানসম্মত, ক্লাসিক একটা চ্যানেলের সাবস্ক্রাইবার এত কম! মানুষ আসলে রুচি বলতে কিছু বুঝেনা! ইনশাআল্লাহ আপনাদের চ্যানেল আশা করি ১ মিলিয়ন সাবস্ক্রাইব এ যাবে কম সময়ের মধ্যে।
মহান আল্লাহ আকিজ সাহেবের সকল ভূল ত্রুটি গুলো ক্ষমা করে দিয়ে তার কবরটাকা জান্নাতের বাগান বানিয়ে দিন,। আকিজ উদ্দিন একজন সৎ মানুষ এবং সৎ ব্যাবসায়ী ছিলেন। আকিজের প্রত্যেকটি পণ্য গুনগত মানে সেরা,,
আপনাদেরকে ধন্যবাদ এ ধরনের ভিডিওর জন্য তবে যার যার কর্ম যেমন তার ফলও তেমন তবে মনে রাখতে হবে মানুষকে ওই জিনিসটাই করতে হবে যেটা মানুষের দুনিয়া আখেরাতে উপকারে আসে
ক্যারিয়ার গড়তে কী শুধু একাডেমিক সার্টিফিকেটই যথেষ্ঠ?
ruclips.net/video/GUEmRopavd0/видео.html
একটু ও না টেনে দেখি । এরকমভাবে ভালো কনটেন্ট দিবেন একদিন দেখবেন আকিজের মত আপনার চ্যানেলটাও অনেক জনপ্রিয় হবে।
Thank you for your appreciation & support. Keep supporting us like this.
Hmmm
আমারও ইচ্ছা আছে পড়ালেখা শেষ করে বিজনেস করব,কিন্তু আমি একদিন আমার আম্মুকে বললাম," আম্মু আমি বড় হয়ে বিজনেসম্যান হতে চাই।"এই কথা শুনে আম্মু আমাকে কিছু কথা শুনিয়ে দিলেও আমি মনে মনে বললাম,-দেখ আম্মু আমি একদিন বড় বিজনেসম্যান হব,তখন তুমি তোমার ভুল বুঝতে পারবে।
আল্লাহ ভরসা
বিজনেস মাস্টার মাইন্ড 🙌
এত অল্প বয়সে ভাল একাডেমিক শিক্ষা ছাড়াও তিনি আজ সাকসেসফুল ❤️
এরকম বড় ব্যাবসায়ী তাদের কারই একাডেমিক শিক্ষা নেই।
হ্যা আমার কাছেও তাই মনে হয় যে ব্যবসা করার জন্য বিশাল শিক্ষার দরকার নাই।।
আকিজ উদ্দীন ও তার সন্তানদের জন্য মন থেকে দোয়া করি।
আদ-দ্বীন হাসপাতালের কথা কি আর বলবো পরিবেশ, ডাক্তারদের আচরণ, চিকিৎসা মাশাল্লাহ।
আমার ছেলের চিকিৎসার জন্য ৫ দিন ছিলাম ৫ দিনে সর্বমোট খরচ হয়েছিলো ১২০০ টাকা (শুধু ঔষধের দাম)।
সরকারি হাসপাতাল গুলো যদি এমন হতো😰😰
এটা কোথায় অবস্থিত
মগবাজার, ঢাকা
আপনি মিথ্যা বলেছেন আমার ভাতিজা ৫দিনে খরচ হয়েছে ৬৯৮৭০টাকা এমনকি মারা যাওয়ার অনেক পরে আমরা খবর পাই
@@sagorrahman6445সব রোগীর কী একি খরচ?
আদ দ্বিন হসপিটাল আমাদের এলাকায় থেকে বেশি দূর না,
ভাই আপনাদের ভিডিও গুলো আন্তর্জাতিক মানের হয়,,,,তাই বিদেশ থেকে যেনো সবাই দেখতে পারে তার জন্য English subtitle দিলে ভালো হতো!!
Thank you for your feedbacks. Your feedbacks are much appreciated. We will be mindful of your feedbacks.
Appreciate
আমিও একমত ভাই এর সাথে। বাংলাদেশে এরকম চমৎকার ভিডিও হতে পারে ভাবতেই পারি নি। English subtitle add করুন ভাই।❤️❤️❤️❤️❤️
I agree with Yusuf vai!
Please add English subtitles & continue providing English video title!
সেম অভিমত। এত মানসম্মত ভিডিও পাই নি কখনো
এই হলো ইতিহাস। অথচ আমরা অল্পতে ভেঙ্গে পড়ি। আকিজ সাহেব আমাদের পথপ্রদর্শক
❤
আকিজ উদ্দিন স্যার এর মতন আরো বাংলাদেশি উদ্দগতাদের জীবন কাহিনি দেখতে চাই💖
ভাই অনেক কষ্ট করেই ডকুমেন্টারি গুলো বানান। সেজন্য আপনাকে স্যালুট জানাই।
Thank you for your appreciation & support. Keep supporting us like this.
দশ ঞোঝো
ধন্যবাদ শেখ আকিজ উদ্দীনকে। দেশের ক্যান্সারের বিস্তারের জন্য। এই বিড়ি ও তামাক শ্রমিকরাও ভুক্তভোগী। আর লাখ লাখ মানুষ যারা ফুসফুসের রোগে আক্রান্ত। অথচ ভিডিওতে উনাকে মহান বলা হচ্ছে।।
সাকসেসফুল হওয়া টা বড় বিষয় আর সে কোন ক্রাইম করেনি
ভাই উনি বিড়ি বানায় সে তার ব্যবসা করছে এটা ঠিক কিন্তু দোষ তো ওই শ্রমিকদের যারা তার থেকে বিড়ি কিনে খায় ক্যান্সার হওয়ার জন্য
আর কোন প্রোডাক্ট নাই
Joggotahin manusjon argument kore besi🤣🤣🤣
@@crazyvlog320 তাই নাকি তো আপনিও গাজার ব্যবসা করেন আপনিও সাকসেস হতে পারবেন অনেক অনেক টাকা লাভ হবে সিগারেটকে সরকার পারমিশন দিয়েছেন কারন এটা থেকে সরকার অনেক টাকা কর পায় আর এটা হারাম এখন ইসলামি আইন থাকলে এটার কাছেও যেতে পারত না আর ব্যবসা তো দুরের কথা
উনি যেমন ছিলেন, উনার ছেলেদের কেও তেমনি কর্মঠ করে তৈরি করে গেছেন👍
ধন্যবাদ এমন তথ্যবল্হল ভিডিও দেওয়ার জন্য 🤝
Thank you for your appreciation & support. Keep supporting us like this.
সঠিক। তারা আসলেই মানুষের মত মানুষ আদ-দ্বীন হাসপাতালে গেলে বোঝা যায়...
ঠিক বলেছেন
Akij famly hoiche Aamar dekhe Bangladesher seera family❤❤❤❤❤
Ak dik desh a cancer corayse.abr private hospital... 😂😂
ফ্ল্যাট কিনে নিজে থাকবেন নাকি ভাড়া দিবেন >>> ruclips.net/video/93W9DQ7PBUw/видео.html
55
Mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁@@rejhonali2343
Add dvddgt ttgvv tgtggggggggvgvggvgvgvdggggyggdgtgggtggvggtgtvtvt😅5fdd hai ffcg😅 tgtggggggggvgvggvgvgvdggggyggdgtgggtggvggtgtvtvt5 to tgTG 😅hi tgdxtdgttxxt😅t
দীর্ঘ হলেও অত্যন্ত তথ্যবহুল হয়েছে ভিডিওটি। মানুষের অদম্য প্রচেষ্টা, শক্ত মনোবল, সততা,পরিশ্রম আর দূরদর্শী চিন্তা যে একটি মানুষের সফলতার মূল নিয়ামক তা উঠে এসেছে রিপোর্টটিতে। অনেক কৃতজ্ঞতা ভাইজান। বাংলাদেশের ব্যবসায়িক আইকনদের নিয়ে এমন আরো ভিডিও'র প্রত্যাশায় থাকলাম।
৩ বছর আকিজে ছিলাম। জাপান টোব্যাকো র কাছে বিক্রির আগ পর্যন্ত মালবোরো তে ছিলাম ❣️
মিস করি কোম্পানি টা কে 🥺
Chere dilen kno vai? mane ora ki production off kore dichilo?
Bhai marlboro bd tte kara banay ?
😅😅🤣🤣🤣🤣🤣 চাকরি চলে গেসে 😂😂😂😂
@@ФредекКозлов mane?
হারাম কাজে আরাম নাই
আলহামদুলিল্লাহ, দোকানে অন্য কোম্পানি থেকে সবচেয়ে বেশি রাখা হয় আকিজের পন্য আসলে ওনাদের পণ্যের দাম অন্য কোম্পানি থেকে কিছুটা কম হলেও কোয়ালিটি অনেক ভালো। এইতো রোজা আসতেছে আকিজের পাম্প ফ্রেশ দুধ ও আফি মুড়ি বিক্রি শুরু হবে ইনশাআল্লাহ
One of the best channel in BD.
Thank you for your appreciation & support. Keep supporting us like this.
channels*
একটা দূর্দান্ত ওয়েব সিরিজ বানানো সম্ভব উনার জীবন এর আলোকে
তামাকের মাধ্যমে তিনি কোটি কোটি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। এজন্য আল্লাহ তাকে কঠোর শাস্তির মুখোমুখী করবেন।
manus khay k no tini ki manus k jor koren khete
অবশ্যই এটি একটি নিন্দনীয় কাজ কিন্তু বিশ্বাস করেন জীবিত অবস্থায় তিনি আপ্রাণ চেষ্টা করেছেন তামাক ব্যবসা থেকে সরে এসে এমন ব্যবসা করবেন যা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো, যার কারনে এই লাভজনক প্রতিষ্ঠানটি তিনি অনেকবার বিক্রি করার কথা ভেবেছেন, তার অবদান চিকিৎসা খাতে অনেক ভালো এখান থেকে অনেক মানুষ উপকৃত হয়ে আসছে এবং অনেক মেয়ে এক্ষেত্রে চাকরি পাচ্ছে সম্মানজনকভাবে এ ব্যাপারটি লক্ষ্য করলে আমরা তার জন্য দোয়া করতে পারি আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন.
বাংলাদেশে ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি কেন আসতে চায়না >>> ruclips.net/video/4SpZNiwYc_E/видео.html
বাংলাদেশের ড্রিংকস ও বেভারেজ মার্কেটের উত্থান >>> ruclips.net/video/LA9-94ssBt8/видео.html
বাংলাদেশে কোরিয়ান কালচারের এডপশন কেন বাড়ছে? >>> ruclips.net/video/EJTpxzf_Wvs/видео.html
দেশের ১ নম্বর কোলা ব্র্যান্ড ভার্জিন কোলা কেন হারিয়ে গেল? >>> ruclips.net/video/LyxW8zLBJM8/видео.html
বাংলাদেশের ড্রিংকস ও বেভারেজ মার্কেটের উত্থান >>> ruclips.net/video/LA9-94ssBt8/видео.html
. . .
X cables
ব্যবসা জগতের আরো কিংবদন্তীদের সম্পর্কে জানতে দেখুনঃ-
মুহাম্মদ ইউনুস - মাইক্রোক্রেডিট ও সোশ্যাল বিজনেসের জনক - ruclips.net/video/fxxRA-ESeLI/видео.html
প্রিন্স মুসা বিন শমসের কিভাবে বিলিয়নেয়ার হলেন - ruclips.net/video/jZ14FeCGP6Q/видео.html
ইলন মাস্ক - Zip-2 থেকে PayPal - ruclips.net/video/CZyXaLowmjo/видео.html
ইলন মাস্কের SpaceX প্রতিষ্ঠা - ruclips.net/video/zr4CYl37bEk/видео.html
গৌতম আদানি - বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনীর উত্থান - ruclips.net/video/NgP8W0mpmLg/видео.html
এমন একটা বৃহৎ কম্পানিতে কর্মরত অাছি বলে
আমি গর্বিত ❤️
Vai akta job ar babusta kora Dita parben.. Khub vlo hoito vai
Gaibandha Thaka bolce vai
Vai Ami korbo
Vai, reply pls...
ভাইয়া এই কোম্পানিতে কি মেয়েদের ভালো কোন পোস্ট আছে।
ভাইয়া আপনার নাম্বার টা দেয়া জাবে সিমেন্ট নিতাম 1400 বস্তা
কোনো কেলেঙ্কারি ছাড়া দেশের একমাত্র বিলিয়নিয়ার। কোনো ট্যাক্স ফাকি দেওয়া নাই, রাজনৈতিক কোনো ঝামেলা নাই। সাহসী এবং সফল উদ্দোক্তা। ❤️
হে আল্লাহ সুবহানাতায়ালা, আকিজ গ্রুপ কে তুমি আরো বেশি বেশি হেদায়েত দান করো। আমিন
To watch our new content on "ফেয়ার অ্যান্ড লাভলী কেন গ্লো অ্যান্ড লাভলী? | Why Fair & Lovely Became Glow & Lovely?" >>> ruclips.net/video/USH37QXafsA/видео.html
I feel honored to have met this legendary person at the chamber of my father-in-law Advocate Syed Shamsur Raman of Jessore town In January, 1971. I wonder, if I have ever met a simple, sober and soft spoken man like Sk. Akij Uddin.
I pray to Allah swt for his magfirat, Ameen.
বাংলাদেশ কি ইলেক্ট্রিক গাড়ির জন্য প্রস্তুত? | Future of Electric Vehicle in Bangladesh >>> ruclips.net/video/H8oK1kZCDLU/видео.html
গর্বিত বোধ করি আকিজ গ্রুপের একজন সদস্য হিসাবে...!!
Bhai sujog subida kmn??
Ami job nite chaitesi..
Please help 😀😀
@@ABDULLAH.238 Sujog subidha onno Company er chaite onek gun vlo..!!
হাজার সালাম ও শ্রদ্ধা বাংলাদেশের একজন সত ও সফল শ্রেষ্ঠ ব্যবসাহী আকিজ স্যার করে🙋♂️
আমার ছোটবেলা থেকেই আমি যখনি ডিসকেভারী/ন্যাট জিও চ্যানেল দেখতাম তখনই মনে হতো ইসস বাংলাদেশে যদি এরকম একটি আন্তর্জাতিক মানের চ্যানেল থাকতো!
এখন আপনাদের এই চ্যানেল দেখে সেই আশার কিছুটাও পূরন হয়েছে মনে হচ্ছে। আপনারা লেগে থাকুন ভাই। আপনাদের সামনে অনেক ভালো দিন আসবে। আপনাদের ভবিষ্যতে একটি টিভি চ্যানেলে দেখলে অবাক হবোনা!
শুভ কামনা রইল!☺️
Thank you for your appreciation & support. Keep supporting us like this.
আকিজ উদ্দিন স্যার এর মতন আরো বাংলাদেশি উদ্দগতাদের জীবন কাহিনি দেখতে চাই................❤️❤️❤️
Watch our new video on "ব্যবসায়ের জন্য সুবিধাজনক এশিয়ার ৭টি দেশ | Top 7 Countries in Asia for Business" >>> ruclips.net/video/aSA1-xgMHOY/видео.html
অসাধারণ, এতো ডিটেলস ভিডিও খুব কমই পাওয়া যায়। আকিজ গ্রুপকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিৎ। ধৈর্য এবং সততা থাকলে সফলতা আসবেই সেটা হোক আজ কিংবা কাল।
আমি ভিডিওটি দেখছিলাম আর ভাবছিলাম এতো সফল ব্যক্তির সফলতার পেছনের সেই পরিশ্রম আর মনোবল যাতে আল্লাহ আমাকে দান করেন।
Amin
আমি শুনেছি আকিজ উদ্দিন আমাদের গ্রামের অনেক কষ্ট করে ভাতের ফ্যান খেয়ে জিবন যাপন ও করেছিল
কোন গ্রামের?
2 honest business I know
Sekh akij uddin And Samson h chowdhury (square group). Both proved that people can do business with honesty. Salute 😃
@Phoenix Ltd , it not about what they did. It’s about how they did. There are lot of corrupted businessman’s. only few of them thinks about their country. Speaking of Samson h chowdhory he was good person. He did a lot of thinks for pabna and for the people of pabna. Do know about others before saying anything
আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।ওনার দ্বারা আমার মতো হাজারো অকেজো মানুষ মানুষের স্বাধ পেয়েছে।
বিড়ি তো হারাম
ও তো হারামের ব্যবসা করেছিল। জান্নাত কি করে পাবে? ও তো হাজার হাজার মানুষের স্বাস্থ্যের ক্ষতি করছে।
@@majumder.821 সিগারেটকে শাসন করার জন্য কোন শব্দটি ব্যবহার করা হয় তা নিয়ে সারা বিশ্বের উলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন এটি একেবারে হারাম কারণ এটি আত্মহত্যার একটি ধীর পদ্ধতি এবং ইসলামে আত্মহত্যা হারাম। কিছু এটি নিম্নলিখিত উপর ভিত্তি করে:
1) স্বাস্থ্যের জন্য বিপদ
2) পরিবেশ
3) আশেপাশের লোকজনকে বিরক্ত করা
4) আসক্তি
5) বাজে গন্ধ
6) অর্থের অপচয়
7) কেউ কেউ এমনকি বলে যে এটি শরীরকে নেশা করে
ধূমপান সম্পর্কে সর্বোত্তম মতামত হল মাকরূহ আত-তাহরিমি কারণ উপরের সমস্ত পয়েন্টে ধূমপানকে হারাম বলার যথেষ্ট শক্তি নেই। মাকরূহ আত-তাহরিমি হারামের খুব কাছাকাছি একটি অপছন্দনীয় কাজ। উপরোক্ত বিষয়গুলোর অধিকাংশই ইসলামের পাশাপাশি হারামেও অপছন্দনীয় কাজ। যেমন দুর্গন্ধ অপছন্দ অথচ অন্য মুসলমানদের ক্ষতি করা হারাম। অবশ্যই আমি ধূমপান করা সমর্থন করি না কারণ ধূমপান থেকেই সমস্ত নেশার শুরু কিন্তু হারাম বলাটা একটু বেশি হয়ে যায়।
বিড়ি খোরগুলোই জাহান্নামে যাবে।
যদি বিড়ি খাওয়া বাদ দিয়ে তাওবা করে আল্লাহর পথে ফিরে না এসে মৃত্যুবরণ করে। আর সেতো বিড়ির ফ্যাক্টরি তৈরি করে গেছেন। 😢
Watch our new content on "ওয়াইন কেন এত দামী | Why Wine Is So Expensive?" >>> ruclips.net/video/uclGijK7Pyw/видео.html
আসলেই জনাব আকিজ একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন, ভিডিওটা আমার অনেক ভালো লেগেছে, আশা করি সামনের দিকে এ ধরনের ভিডিও আরো অনেক পাবো💖🇧🇩💖
Thank you for your appreciation & support. Keep supporting us like this.
আমার ও ছোট বেলা থেকে ব্যবসায়িক মন-মানসিকতা আছে , সেই সুবাদে অনেকগুলো ব্যবসায় এ পর্যন্ত করে ফেলেছি, লাভবান হতে পারিনি বেঁচে থাকলে আরো কিছুদিন পরে আরও একটা ব্যবসা শুরু করব ইনশাআল্লাহ ❤❤
Your content editing & animation quality is world class as like as Bright Side & The Infographic Show.
Thank you for your appreciation & support. Keep supporting us like this.
TfZKFhjshUXOgx djd
@@BusinessInspectionBD e854
ভিডিও ও টা এত মনোযোগ দিয়ে শুনেছি, খুব ভাল লেগেছে, ধন্যবাদ আকিজ গ্রুপ কে, সততাই ব্যাপসার মুল ধন
একজন মানুষ কিভাবে মাত্র 17 টাকা ও নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এত সফল উদ্যক্তা হতে পারে, তা ভেবে আমি নিজেই অবাক।
তখনকার ১৭ টাকা বর্তমানের প্রায় ১৭,০০০ টাকার সমান
কর্ম চারি দের প্রতি তার ভালোবাসা অনেক। ইয়া আল্লাহ তার পরিবারের উপর আপনার রহমত দান করুন। আমিন।
আমাদের ফুলতলার গর্ব। এলাকার কত শত মানুষ যে আকিজে কাজ করে। ❤
@@tuhinhasan7642 I know his house
আমার বাড়ির পাশেই
উনার বাড়ি নোয়াখালীর চাটখিলে?
শত নয়,হাজার হাজার লোক কাজ করে
Bangladesh er gorbo
ধন্যবাদ চমৎকার একটা ভিডিও উপহার দেয়ার জন্য কাতার থেকে আছি সব সময় ✈️
মরহুম শেখ আজিজ সাহেবের জিবনীতে যে সব পতিকুলতা বলে জানালেন , তাতে উদ্যোক্তা হিসেবে তাহাকে সর্নপূরুষ বলতে বাধা নেই , ওনার প্রচেষ্টায় আজ লক্ষ মানুষের কর্মসংস্হান হয়েছে , দোয়া করি আল্লাহ ওনাকে বেহেশত নছিব করুক , পরিশেষে তাহার সন্তানদের কাছে আহবান ও অনুরোধ করছি আপনারা বাবার কষ্টার্জিত সম্পদ মানবতার সেবায় লাগাবেন ।
সততা দিয়ে সব করা যায়, এর উজ্জ্বল দৃষ্টান্ত শেখ আকিজ উদ্দীন!
Content with quality
Content with full of analysis
This channel deserve million subscribers 🖤
Thank you for your appreciation & support. Keep supporting us like this.
He is good citizen of Bangladesh. His company's products good guilty.First life i was did job in Akiz group. I got to his company many needy education . I got love and suitable money in that big financial crisis movement. I proud of his guality company in all times.I never forget to Akiz groups. Almighty -ALLAH bless/forgave /pity/Rahmoth on him.
ALLAH
ALLAH
ALLAH. .....
অসাধারন ভিডিও ♥️♥️♥️
সফলতা আল্লাহ যেন সবাইকে দেয়
আমাদের জেলায় হওয়ায় আমারা গর্বিত তার ছেলে শেখ আফিল উদ্দিন বর্তমান এমপি
অনেক ভালো লাগলো এবং অনেক কিছু জানতে পারলাম একজন সফল হওয়ার কথা
হেরে গেলে চলবে না, তুমাকে এগিয়ে যেতে হবে,
লিজেন্ড ওনার মতো একদিন অনেক বড় মাপের উদেক্তা হবো😊ইনশাঅল্লাহ
আমার বাসার পাশে ওনার বাসা❣️
থ্যাংকস বাংলার মানুষ দের ঘরে ঘরে নেশা শিখানোর জন্য
বাংলায় এমন কোয়ালিটি কনটেন্ট খুব কম খুঁজে পাওয়া যায়। এভাবেই এগিয়ে যান এবং নিয়মিত ভিডিও চাই এই চ্যানেলে। এছাড়া আপনারা কিভাবে এমন সুন্দর কোয়ালিটি ভিডিও কনটেন্টগুলো তৈরি করেন - সে বিষয়ে ভবিষ্যতে একটি ভিডিও আশা করি। অনেক শুভকামনা রইল।
Thank you for your appreciation & support. Keep supporting us like this.
আপনাদের কনটেন্ট সিলেকশন, গ্রাফিক্স, ডিজাইন, এনিমেশন, প্রেজেন্টেশন, সাউন্ড কোয়ালিটি,এডিটিং সত্যিই অসাধারণ। খুবই সুন্দর। আপনাদের এই চ্যানেল থেকে অনেক কিছু নতুন তথ্য জানা সম্ভব হয়েছে।অনেক কিছুর ই নতুন ধারণা পেলাম।দুঃখ লাগে এরকম ভাল মানসম্মত, ক্লাসিক একটা চ্যানেলের সাবস্ক্রাইবার এত কম!
মানুষ আসলে রুচি বলতে কিছু বুঝেনা!
ইনশাআল্লাহ আপনাদের চ্যানেল আশা করি ১ মিলিয়ন সাবস্ক্রাইব এ যাবে কম সময়ের মধ্যে।
Thank you for your appreciation & support. Keep supporting us like this.
0:55
এই দৃশ্যটা না থাকলে হয়ত দরবেশ বাবারা আজকে মাথাচাড়া দিয়ে উঠতে পারত না। শেখ আকিজ উদ্দীনের সম্পর্কে কখনও খারাপ মন্তব্য কাউকে করতে শুনি নি।
এই কথাটা সত্যি
আমি ছোট বেলা থেকে আমার বাবার কাছ থেকে আকিজ উদ্দিনের সফলতার গল্প শুনতাম এবং তার মতো একজন হওয়ার আশা ছিল তবে তার আর পুরন হয় নাই।
Content, Presentation, Video quality, Sound quality.......Love this channel.
Thank you for your appreciation & support. Keep supporting us like this.
Eneche
Watch our new video "বাংলাদেশের ইকোনোমিক গ্রোথ | Why Bangladesh's Economy Is Growing Rapidly?" >>> ruclips.net/video/Ff2uk8TIxxs/видео.html
অনেক সুন্দর হয়েছে 😍😍 😍😍
@@MdNadim-or6yr q miu
ড়ৃৃদদদদদ
@@samsungbd5914 ধদঙদৃদৃদদৃদদদদ
Hossbn@####
এরকম সততার, জীবনি গল্প মানুষের কাজে আসবে
now, i am pretty much inspired to start a business
অপেক্ষায় ছিলাম আকিজ কোম্পানি নিয়ে তথ্য বহুল ভিডিও দেখার জন্য। ধন্যবাদ ভাই আপনাকে।
Thank you for your appreciation & support. Keep supporting us like this.
love your content so much.there is so many things to learn from this channel
Thank you for your appreciation & support. Keep supporting us like this.
আজ বিকেলে ভারি বৃষ্টিপাতের কারণে আকিজ গ্রুপের একটি হেলিকপ্টার পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের মিয়াপুর বিলের পাশে জরুরি অবতরণ করে।
বিভিন্ন সূত্রে জানতে পারলাম আকিজ গ্রুপের চেয়ারম্যান সাহেব
নিজেই ছিলেন। আল্লাহ তায়ালা রব্বুল আলামীন সহিসালামতে তার গন্তব্যস্থলে পৌঁছার তৌফিক নাযিল করে দিয়েছেন, আমিন।
৪/১০/২০২৪
Super 🙂
অনেক অনেক সুন্দর আর সেই সাথে এনিমেশন টাও,,
এমম ভিডিও আৱো চাই 🙂🙂🙂
অনেক ভালো লেগেছে ভাই এমন ভিডিও আৱো চাই 😍😍
Thank you for your appreciation & support. Keep supporting us like this.
জনাব আকিজ গ্রুপের প্রিষ্টাতা তার সাফল্য থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে শুভকামনা রইল আকিজ গ্রুপের জন্য
I enjoyed this video no video I ever did before.Thank for this wonderful gift.Keep up this good work.😃😃😃
Glad you enjoyed it!
পরিশ্রম মানুষের ভাগ্য পরিবর্তন করে আল্লাহ
প্রাণ-আরএফএল নিয়ে একটা ভিডিও করুন।
Your request has been duly noted. We will explore this topic in the future. Till then keep patience and continue supporting us like this.
মহান আল্লাহ আকিজ সাহেবের সকল ভূল ত্রুটি গুলো ক্ষমা করে দিয়ে তার কবরটাকা জান্নাতের বাগান বানিয়ে দিন,।
আকিজ উদ্দিন একজন সৎ মানুষ এবং সৎ ব্যাবসায়ী ছিলেন। আকিজের প্রত্যেকটি পণ্য গুনগত মানে সেরা,,
বাংলাদেশী উদ্যোগতা এবং ব্যাবসায়ীদের নিয়ে আরো বেশি ভিডিও নির্মাণ করেন।
সবাই দেশের সফল মানুষদের কে চিনতে এবং জানতে পারবে
Your request has been duly noted. We will explore this topic in the future. Till then keep patience and continue supporting us like this.
@@BusinessInspectionBD 🤗🤗🤗🤗
তরুন উদ্যেক্তাদের জন্য অনুপ্রেরণা ❤❤
Khub valo information selo always eer moto
Thank you for your appreciation & support. Keep supporting us like this.
আপনাদেরকে ধন্যবাদ এ ধরনের ভিডিওর জন্য
তবে যার যার কর্ম যেমন তার ফলও তেমন
তবে মনে রাখতে হবে
মানুষকে ওই জিনিসটাই করতে হবে যেটা মানুষের দুনিয়া আখেরাতে উপকারে আসে
মুকেশ আম্বানি এবং রতন টাটার জীবনের গল্প শুনতে চাই?
ইয়া রাব্বুল আলামিন আকিজ গ্রুপ কে তুমি তোমার দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করুন
চমৎকার আলোচনা ও উপস্থাপনা
Thank you for your appreciation & support. Keep supporting us like this.
আকিজ গ্রুপ আমার খুব পছন্দ,
এক কথায় ভক্ত,,
অসাধারণ একটা বিডিও
আপনাদের বিডিওর জন্য সবসময় অপেক্ষা করি
দেশের মাঝে আন্তর্জাতিক মানের ইউটিউব চ্যানেল
Thank you for your appreciation & support. Keep supporting us like this.
উদ্যোমী এবং উদ্যোগী হওয়ার একটি উৎকৃষ্ট উদাহরণ আকিজউদ্দীন ।
আপনাদের এই Channel এর অনেক বড় ফেন Content quality just awesome love you brother ❣️❣️
For thia Awesome Video Quality ❣️❣️
Thank you for your appreciation & support. Keep supporting us like this.
গভীর শ্রদ্ধা ও অভিনন্দন আকিজ উদ্দিন কে❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍
অনেক কিছুই জানতে পারলাম, ধন্যবাদ আপনাদের
Thank you for your appreciation & support. Keep supporting us like this.
আমার দেখা বড়ো বড়ো কোম্পানি বাংলাদেশের মধ্যে আকিজ গ্রুপ ই সেরা!!!!!
আমি গর্বিত আকিজ গ্রুপের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে
আপনার চ্যানেল থেকে বাংলাদেশের ব্যবসায় বানিজ্য সম্পর্কে অনেক তথ্য জানতে পারি,যা আমার পড়াশুনার কাজে অনেক হেল্পফুল।ধন্যবাদ♥
Thank you for your appreciation & support. Keep supporting us like this.
আকিজ বিড়ির জন্যই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিড়িখোর হইছে সব বিড়িখোরের পক্ষ থেকে আকিজ কোম্পানিকে ধন্যবাদ
😅😅😅😅😅
আকিজ গ্রুপ এমনেতেই আমার অনেক প্রিয়ো ❤❤
ইচ্ছা থাকলে সব সম্ভব 🥰🔥
👇👇
👇
বেস্ট চ্যানেল। ইন্সপাইয়ারিং।
Thank you for your appreciation & support. Keep supporting us like this.
আমি ৫ বছর আকিজের এক শিক্ষা প্রতিষ্ঠানেই পড়ছি।
কোন টায় ভাই?
আমি আকিজ আইডিয়াল স্কুলের স্টুডেন্ট 🥰
@@shariftanvirzaman আকিজ কলেজিয়েট স্কুল
বাংলাদেশের অন্যতম বিজনেজ গ্রুপ আবুল খায়ের নিয়েও এরকম বিডিও চাই❤
Love From Cox's Bazar
ধিক্কার জানাই এসব মানুষদের যারা মাদক দ্রব্য তৈরি করে, মানুষের ক্ষতি করে ধ্বংস করে মানব জাতিকে
Vhaiyah,, apner vedio gulo onek vhalo lage 🖤
So valuable content. Really appreciate your works guys🥰
Thank you for your appreciation & support. Keep supporting us like this.
একটা ইন্টারন্যাশনাল মানের ইনফরমেটিভ কমার্শিয়াল চ্যানেল
Thank you for your appreciation & support. Keep supporting us like this.