সিকুইরিটি গার্ড থেকে বিসিএস অফিসার ! Branding Bangladesh I Episode:58 I Studio of Creative Arts I

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • This is Mihir's life story who struggle hard to change his fate. Born into poorest family achieve high honored job in Bangladesh govt. How he did it the story is all about.

Комментарии • 405

  • @mihirsgk2219
    @mihirsgk2219 4 месяца назад +219

    আসসালামু আলাইকুম, Thank you so much ভাইয়া। আপনার সাথে শো করতে পারা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার ছিল। I am a top fan of you. আমি নিয়মিত আপনার কথা শুনতাম, কোন দিন ভাবিনি নিজের গল্প বলার সুযোগ পাবো।ফলে ক্যাডার হওয়ার পাশাপাশি আপনার শো তে গল্প বলার স্বপ্ন পূরণ হলো।আপনার অতিথি পারায়ণতা, সুমিষ্ট ব্যবহার, বিনয় আমাকে মুগ্ধ করেছে। অনেক গোছানো উপস্থাপন যে কোন শ্রোতার হৃদয় ছুঁয়ে যাবে। আমার জীবনের গল্প শোনে সামান্য কারো জীবনে প্রভাব পড়লে, কেউ সংগ্রাম করে দিন শেষে বাবা-মায়ের মুখে হাসি ফুটাতে পারলে নিজেকে ধন্য মনে করবো। Again bhaiya Thank you so much.

    • @mariashimu3548
      @mariashimu3548 4 месяца назад +8

      আপনি হিরো স্যার! আমার জন্য দোয়া করবেন।

    • @tohatoha2324
      @tohatoha2324 4 месяца назад

      @mihirsgkবিদেশ থেকে দেখছি আর শুনছি । আল্লাহ্ আপনার সততার উপর মেধার নেয়ামত দান করেছেন মাশাল্লাহ্। আল্লাহ্ আপনাকে সারাজীবন সৎ থাকার তৌফিক দান করুন। আমিন।

    • @md.abuhanifhanif9910
      @md.abuhanifhanif9910 3 месяца назад +6

      আপনার মতো আমরা যারা নিম্ন -মধ্যবৃত্তের ছেলে মেয়ে আছি তাদের অনেকেরই গল্প এরকম। আল্লাহ পাক সহায় হোক আপনার জন্য।

    • @chefrobiulsarker8512
      @chefrobiulsarker8512 3 месяца назад +5

      আপনি ডক্টরেট ডিগ্রী অর্জন করুন, এটা আমার প্রতাশ্যা!
      আপনার মত আমার জীবনটাও স্ট্রাগলে ভরা!!
      আলহামদুলিল্লাহ সফলতার মাঝপথে আছি!!!

    • @jaenabrahaman3071
      @jaenabrahaman3071 3 месяца назад +4

      আল্লাহ আপনাকে ভালো রাখুক❤

  • @mohammadyounus7067
    @mohammadyounus7067 3 месяца назад +8

    আলহামদুলিল্লাহ। কোভিদ সংগ্রামী জীবন। তবে আমিতো 1984 বিসিএস প্রশাসন ক্যাডার। ওর মত এত অবস্থা খারাপ ছিল না। তবে সমস্ত ক্লাসে ফার্স্ট বলেছিলাম তো বিসিএস এর জন্য এত পড়াশোনা করি নাই। না পড়ে পরীক্ষা দিয়ে মেধাতালিকা চাকরি পেয়েছিলাম।

  • @chumkimba8134
    @chumkimba8134 4 месяца назад +5

    ঘড়ির গল্প টা শুনিয়ে ছিলো স্যার,

  • @emdadulhaque7807
    @emdadulhaque7807 2 месяца назад

    শ্রমের মর্যাদার ফল আল্লাহ পাক দেয়।

  • @mortuzaalammortuzaalam6783
    @mortuzaalammortuzaalam6783 3 месяца назад

    Onek valo thaken.. Mihir sir

  • @DelightfulCoffee-hu3nw
    @DelightfulCoffee-hu3nw 2 месяца назад

    বাবা তুমি কথা বলতে বলতে আমার চোখে পানি চলে এসেছে আমি বুরা মানুস আমি নামাজ পড়ে তোমার জন্যে অনেক দোয়া করবো তুমি আরো অনেক বরো হও এই দোয়া রইল
    কথা বলতে বলতে আমার চোখে পানি এসে গেছে আমি বুরা মানুস

  • @TarazAhmed-ew7gc
    @TarazAhmed-ew7gc 3 месяца назад

    Thak you vai.daser junnu kisu koru kintu banjir banu na a sumustu manusher eijjut nai tho tho.

  • @6T9_Bro
    @6T9_Bro 3 месяца назад

    One day inshaallah

  • @sadmanshakib358
    @sadmanshakib358 3 месяца назад

    শুনেছি, বৃটিশ আমলে ক্লাস ওয়ান কর্মকর্তা নিয়োগে প্রার্থীর পরিবারের বিভিন্ন তথ্যাবলী যাচাই-বাছাই করে ভালো বঙ্গীয় প্রার্থীকে নিয়োগ দেয়া হতো। সেকারনে ঐ সমস্ত অফিসারেরা দূর্নীতি মুক্ত অবস্থায় চাকরির দায়িত্ব পালন করেছেন।

  • @mdzasimuddin1989
    @mdzasimuddin1989 4 месяца назад +2

    অ‌ভিনন্দন

  • @mariashimu3548
    @mariashimu3548 4 месяца назад +1

    আর কিছুদিন পর এডমিশন,, তখন এই বই গুলে খাওয়া লাগবে🤧

  • @shahinit
    @shahinit 4 месяца назад

    Salute boss

  • @mdabdussobur2873
    @mdabdussobur2873 3 месяца назад

    ❤🎉❤🎉❤যারাআপনারছাএ,হবেতাহারাঅবশই,,,,,,,,,,,,,।

  • @abdulmojid808
    @abdulmojid808 4 месяца назад +130

    যারা ই আপনার পিছনে শ্রম এবং উৎসাহ দিয়েছে তাদের নাম ধরে ধরে স্বরন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ
    আল্লাহ্ তোমাকে সফল মানুষ করুন

  • @syedmohammad1605
    @syedmohammad1605 3 месяца назад +10

    পুরা কাহিনী স্কুল কলেজের পাঠ্য বইতে আনা দরকার।

  • @IrinAkter-mu4du
    @IrinAkter-mu4du 4 месяца назад +22

    ব্যানডিং বাংলাদেশের গল্প গুলো আমার ছেলেকে শুনাইতে চাই কিন্তু পারি না আবার মনে হয় নতুন করে জীবন শুরু করি কিন্তু সময় নাই।

    • @HabebaAkter-k9i
      @HabebaAkter-k9i 4 месяца назад +3

      সময় নেই না বলে নিজের ইচ্ছে শক্তি কে কাজে লাগান মন কে তো শান্তনা দিতে পারবেন আপনার মনের ইচ্ছেতো পুরন ইচ্ছে যতটুকু পারেন এগিয়ে জান দোয়া রইল

    • @kartickghosh2308
      @kartickghosh2308 2 месяца назад

      11:56 11:57 ​@@HabebaAkter-k9i

  • @SiamPiyash
    @SiamPiyash 4 месяца назад +62

    এডমিশনে আপনার ৫-৬ টা ক্লাস করেছি ও আপনার বই পড়েছি। অনেক উৎসাহিত হয়েছি।
    আপনার বিসিএস রেজাল্ট যেদিন হলো ঐ দিন আমাদের ক্লাস নিয়ে ই ফিরছিলেন, ময়মনসিংহ uuc থেকে। আপনার সাথে কথা বলে ভালো লেগেছে। সফলতা কামনা করি

  • @mdobaydulislamgraphics
    @mdobaydulislamgraphics 4 месяца назад +47

    স্যারের "মিহিরস জিকে" দারুন একটা বই ❤
    আমার এডমিশন টেস্টে দারুন সাহায্য করেছে। ধন্যবাদ মিহির স্যার।❤

  • @muslimabegum5815
    @muslimabegum5815 3 месяца назад +20

    মেধা, শ্রম আর আল্লাহর প্রতি অটুল বিশ্বাস আপনাকে সফলতার চূড়ায় পৌঁছিয়েছে আলহামদুলিল্লাহ। কিবরিয়া ভাইয়ের মতো করেই বলি, আপনার ছাত্ররা অনেক কিছু শিখবে আপনার কাছে ইন শা আল্লাহ। শুভকামনা রইলো।

  • @enamulhaqbali8977
    @enamulhaqbali8977 2 месяца назад +5

    অসংখ্য ধন্যবাদ এই প্রতিভা বাংলাদেশের গর্ব জাতির গর্ব।
    কিবরিয়া স্যারকে ধন্যবাদ এই এত সুন্দর শিক্ষনিয় সাক্ষাৎকার আমাদের কাছে তুলে ধরবার জন্য 1

  • @urmifashionbd7846
    @urmifashionbd7846 4 месяца назад +13

    ঠিক এভাবেই এসেছিলাম ঢাকায় , জব করেছি , এরপর আবার পড়ালেখা শুরু ,ইন্টার শেষ করেই আবার ড্রপ , আজ একটি বায়িং হাউজের মালিক, ৫ টি দেশে গার্মেন্টস যাচ্ছে , পড়ালেখা ছাড়ার ১০ বছর পর আবার গ্রাজুয়েশন শেষ করেছি , এখন রিটায়ার্ড। আজ আমার আমি কে পেলাম , আমিও ধানমন্ডি তে গার্ড ছিলাম এক অত্যাচারি এর বাসায়। এবার ওই জমিটা কিনে বাড়িটা নেয়ার পথে আছি।
    এখানে উনার আর আমার মাঝে তফাৎ ছিল একটা আমি সুইচ করেছি অনেক আগেই ,উনি দীর্ঘদিন গার্র্ড থেকেছেন। উনি জানতেন ই না উনার দ্বারা কিকি সম্ভব। মনের সাহস ই সব কিছু

  • @tasminparichita
    @tasminparichita 4 месяца назад +3

    বিজ্ঞাপনের মান ভালো হয়নি।শুনতে বিরক্তিকর।

  • @washimahmed5738
    @washimahmed5738 4 месяца назад +5

    ভালো পোশাক ভালো চাকরি বিসিএস ক্যাডার সরকারি জব হলেই আরজি কিবরিয়া ভাইয়ের অনুষ্ঠান এসে জীবনের গল্প বলা যায় 😮 এখন পর্যন্ত দেখতে পারি নাই খুবই দরিদ্র উনার জীবনের গল্প অথবা গার্মেন্টস কর্মী রিকশা চালক অথবা একজন কৃষক তাদের কি জীবনের গল্প নেই তাদের জীবনে কি কোন স্ট্রাগল নেই সবাই তো বিসিএস ক্যাডার সরকারি জব করতে পারে না 😢

    • @joyahaldar
      @joyahaldar 4 месяца назад +3

      অসফলদের গল্প শুনে কি লাভ হবে?

    • @AyubAliCIC
      @AyubAliCIC 2 месяца назад

      😊

    • @uzzalrobidas-y7g
      @uzzalrobidas-y7g 2 месяца назад

      আমরা কেন শুধু বড় বড় আমলাদের প্রাধান্য দেই? কেন প্রতিষ্ঠিত ব্যক্তিদের গুরুত্ব দেই।আমরা কি জানি, জানার চেষ্টা করি অনেক মেধাবীরা অনেক কারণে হেরে গেছে। প্রত্যককে সম্মান করুন কারণ সবাই সমান, সুযোগ পেলে সবাই ভালো করতে পারতো।

  • @sulotaislam2580
    @sulotaislam2580 4 месяца назад +8

    আসসালামুয়ালাইকুম, স্যালুট মিহির স্যার কে।গল্প শুনতে শুনতে মনে হচ্ছিলো ইন্ডিয়া র মুভি টুয়েভথ ফেইল এর মতো বা এর থেকেও বেশি জীবনযোদ্ধা। স্যালুট

  • @sinbad8392
    @sinbad8392 4 месяца назад +4

    ai pora sona koira ki habe, akon to sob aboido vabe kamaben dunia akerat sob danso habe, agula na add kaira islami sucsess dekan manush kisu sikbo

  • @----gj4iu
    @----gj4iu 3 месяца назад +3

    সবারই বড়ো হওয়ার পিছনে অনেক গল্প থাকে যা অমানবিক,যেগুলো জনসম্মুখে বলা যায় না বা বলা হয়ে উঠে না,আমার নিজের জীবনের বড়ো হওয়ার গল্প আরও মর্মান্তিক,যা বলি না

  • @NusratJahanLia17
    @NusratJahanLia17 4 месяца назад +41

    সামনে থেকে মিহির ভাই এর ক্লাশ করার সুযোগ হইছে ২০২৩ সালে আলহামদুলিল্লাহ।

    • @Md.ZillurRahman-eo7rl
      @Md.ZillurRahman-eo7rl 4 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Md.ZillurRahman-eo7rl
      @Md.ZillurRahman-eo7rl 4 месяца назад

      😊😊😊😊😊P😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😔😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Md.ZillurRahman-eo7rl
      @Md.ZillurRahman-eo7rl 4 месяца назад

      😊😊😭😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    • @yesminjahan7150
      @yesminjahan7150 2 месяца назад

      কোথায়

    • @NusratJahanLia17
      @NusratJahanLia17 2 месяца назад

      @@yesminjahan7150 UCC তে ফার্মগেট শাখায়

  • @MRM573M
    @MRM573M 4 месяца назад +8

    কিবরিয়া স্যার আপনাকে ধন্যবাদ কখনো যদি হয় আপনাকে একটু সালাম দিব সরাসরি

  • @msr3715
    @msr3715 4 месяца назад +15

    বিজ্ঞাপন টির স্টান্ডার্ড আপনার প্রোগ্রাম এর সাথে ম্যাচ করেনি। বিজ্ঞাপন তো থাকতেই পারে সেটা সমস্যা নয়, কিন্তু এই বিজ্ঞাপনটি র কোয়ালিটি খুবই নিম্নমানের, মনে হচ্ছে কোন ডিস লাইনের বিজ্ঞাপন, আপনার প্রোগ্রামএর স্ট্যান্ডার্ডের সাথে যাচ্ছে না। দয়া করে বিষয়গুলো খেয়াল করবেন। ভালোবাসা নিবেন, ধন্যবাদ।

    • @mitadas2387
      @mitadas2387 3 месяца назад +1

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅ছোটোবেলার ডাক নাম "নুরু"।
      অনেকে খ্যাপা' বলেও ডাকতো৷ বর্ধমান বীরভূম বাঁকুড়ায় মাটি গেরুয়া৷ প্রখর গরমে সে মৃত্তিকা হয়ে ওঠে লাল৷ ঐ অঞ্চলে ভাদু-টুসু গানের পাশাপাশি আছে "লেটো গান"৷
      বহু বছর আগে এক সদ্য কিশোর সেই তপ্ত লাল মাটির ঢেলা পায়ে ধুলো উড়িয়ে লেটো গান গাইতেন বাড়ি বাড়ি বাড়ি ঘুরে৷ ছন্দ-সুরের প্রতি সহজাত আকর্ষণে তিনি প্রথমে যোগ দেন নিজ এলাকার লেটো দলে, পরে নিজের দল৷ প্রথাগত ধর্মবোধের পাশাপাশি রামায়ণ-মহাভারতের পৌরাণিক ঘটনার অংশ বিশেষে সুরারোপ উপস্থাপনে চমক আনেন তিনি৷ নিজের এলাকায় বিনোদন হিসাবে লেটোর তুমুল জনপ্রিয়তায় নুরুকেও তখন থেকেই পরিচিতি এনে দেয়
      "ভালো নাম"নজরুল ইসলাম ।
      তারপর
      লেটোগান ,আরবী ফারসি শেখার দিনগুলো পিছনে ফেলে নজরুল - সবার তিনি হয়ে উঠলেন
      "কাজীদা!"
      সারাদিন অনেক জায়গায় অনুষ্ঠান থাকে গান গাওয়ার৷ সারা বাংলার অসহযোগ আন্দোলনে দু'টি মুখ মানুষের তখন বড় প্রিয়৷ বাঙালীর ভালবাসার 'নেতাজী' !
      তিনি তাঁর ভাষণ শুরু করেন৷
      "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব!.."
      জনতা মন্ত্রমুগ্ধ হয়ে শোনে-
      তার আগে শুরু হয় কাজীদার গান ।
      " ঝাঁকড়া চুলের বাবড়ি দোলানো মহান পুরুষ-
      সৃষ্টি সুখের উল্লাসে" হারমোনিয়াম বাজিয়ে গান ধরেন৷ মাঝে মাঝে সামলে নেন পানের রক্তাভ সিক্ততা৷
      তাঁর গানের জন্যে উদ্বেলিত জনতা মুখিয়ে থাকে-এতো তাদের মনের কথা ! গমকে ধমকে ইংরেজদের টুঁটি ছিঁড়ে নিতে চান গায়ক।
      জয়ধ্বনিতে উদ্বেলিত হয়ে ওঠে বহুদূর৷ক্রমাগত গর্জন ওঠে আর একটা, আরও একটা ......!
      কলকাতা শহরে ঘর আছে- সংসারও।কোনো কোনো দিন সেখানে ফিরতে রাত হয়ে যায়৷
      বাড়িতে ফিরেও বিশ্রাম হয় না৷ অসুস্থ স্ত্রী৷তাঁর খোঁজ নেওয়া৷ পুত্র সব্যসাচি এসে হাঁটু জড়িয়ে ধরে বলে -
      "কাজীদা এসে গেছে"।
      হেসে ওঠে অপত্য স্নেহ !
      কোলে তুলে নেন তাকে৷ আবার নামিয়ে দিয়ে ইস্কুল বেলার বন্ধু শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সাথে লেখার ব্যাপারে আলাপচারিতায় মগ্ন হন৷ কোনোদিন মুজাফফর আহমেদ, মোহিতলাল মজুমদার বা সত্যেন্দ্রনাথ দত্ত আসেন৷
      প্রথম বিবাহের কথা মনে পড়ে যায় অবসরে।
      দৌলতপুর নামের এক গাঁয়ে সৈয়দা খাতুনের সাথে ।
      সেই ষোড়শীর সৌন্দর্যের মুগ্ধতায় নতুন নাম দিয়েছিলেন "নার্গিস৷" জ্যৈষ্ঠ মাসের তিন তারিখের সেই বিবাহে কোলকাতার বন্ধুরা কেউই যেতে পারেন নি৷ হরতালে রেল বন্ধ ছিল৷
      নার্গিসের খোঁজ জানেন না৷ গভীর রাতে তবু তাঁকে মনে করে গান লেখেন -
      " যারে হাত দিয়ে মালা দিতে পার নাই,
      কেন মনে রাখ তারে!"
      ভোর বেলায় ঘুম ভাঙে৷ সঙ্গীতের সুর ঘনিয়ে ওঠে অন্তরে৷
      হা হা হাসেন কখোনো -
      বদনাম দেবার লোকেরও অভাব নেই..., তাদের কথা মনে করে।
      অবশ্য এ সবে তাঁর পরোয়া নেই কোনো৷
      ভাল মানুষও যে আছে অনেক,ভালোবাসারও৷
      শরীর একদিন বেহিসাবের পাওনা বুঝে নিতে চায়৷ প্রায়ই অসুস্থ মনে হয় নিজেকে৷ এতগান এতসুর যার হৃদয়ে স্বরে ।ভয় হয়-এমন দিন হয়ত আসবে,
      যেদিন "ফুলের জলসায়,
      নীরব কবি!
      কিছু মানুষের জীবনটাই অর্ধেক। সুখ - শান্তি - স্বস্তি সেখানে ক্ষনস্থায়ী৷ লেটোর গান, মক্তবের কিশোর শিক্ষক. করাচিতে সৈনিক বা সঙ্গীত সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র হিসাবে প্রতিভাত হওয়া৷ কোনোটাতেই মিটিল না সাধ৷ শুধু নিকুঞ্জবনে হারানো হিয়ায় ফুল কুড়িয়ে যাওয়া৷
      তারপর পাতায় পাতায় জমে বিন্দু বিন্দু জল।
      যুগের পরে যুগ চলে যায়, অজস্র অনুরাগী পাঠক-গায়ক-শ্রোতারা আজও মনে রেখেছে প্রিয়তম কবিকে৷শুভ জন্মদিনে তাঁদের অনুরাগের ছোঁয়ায় সিক্ত হয়ে ওঠে স্মৃতিচারণ৷
      কবির অধরা অর্ধেক জীবন তখন আর অর্ধেক নয়-
      গর্বিত এক কবির পরম পাওয়ায় পূর্ণ হয়ে ওঠে
      পরম শ্রদ্ধা।
      কৃতজ্ঞতা-তপতী বসু😮

    • @CarmelGomes
      @CarmelGomes 3 месяца назад

      ❤😮😮😮

  • @shondaislam1750
    @shondaislam1750 2 месяца назад +3

    ইনিও প্রশ্ন কিনে বিসিএস 🙄

  • @naiyarsultanatazin9818
    @naiyarsultanatazin9818 4 месяца назад +43

    মিহির ভাইয়াকে ২০১৯সাল থেকে ফলো করি আসলেই উনি জিনিয়াস ❤

  • @tasmiahtahsin1345
    @tasmiahtahsin1345 4 месяца назад +8

    আল্লাহ কাকে কখন কি দিবেন তিনি ই ভালো জানেন।

  • @MonirKhan-nx1cx
    @MonirKhan-nx1cx 3 месяца назад +2

    আল্লাহ আপনাকে সাহায্য করুন নিয়মিত নামাজ আদায় করবেন আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবে আপনার জীবনের ঘটনা অনুসরণযোগ্য অনুকরণযোগ্য

  • @MahbubAlom-ds8ev
    @MahbubAlom-ds8ev 4 месяца назад +21

    মাশাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়েন শুনে অসংখ্য ২ ধন্যবাদ এগিয়ে জান

  • @ismailhossain-kn8mp
    @ismailhossain-kn8mp 2 месяца назад +26

    ❤❤সংগ্রামী এই মানুষটার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই যোদ্ধাকে সম্মানের সাথে স্যালুট জানাই।❤❤

  • @NheedShahedulla
    @NheedShahedulla 4 месяца назад +7

    মিহির ভাইয়াকে আগামী দিন গলোর জন্য সব কামনা ♥️♥️🇧🇩🇶🇦

  • @mohibulalam5724
    @mohibulalam5724 4 месяца назад +9

    পরিশ্রম সার্থক। পরিশ্রমে ধনানে পুন্যে আনে।আলস্যে দরিদ্রতা আনে, পাপে আনে দুখ। ওয়াও,ওয়াও।হাজারও সালাম আপনাকে।

  • @sonyhandicrafts5010
    @sonyhandicrafts5010 4 месяца назад +4

    এখনো অনেক মানুষ এরকম কষ্ট করে যাচ্ছে। কেউ খবর নিচ্ছে না।সফলতা পেলে সবাই পোগ্রামে আনবে।

  • @onunowrin9241
    @onunowrin9241 4 месяца назад +10

    Proved ' Allah help those who help themselves.' ' Allah is the ultimate decider '

  • @alamgirlohani2376
    @alamgirlohani2376 4 месяца назад +4

    খুব ভালো লাগলো জীবনের বাস্তব গল্প গুলো তুলে ধরলেন মানুষের জীবন খুব কঠিন আমরা যারা মধ্যবিত্ত ঘরের নিম্নবিত্ত ঘরের সন্তান তাদের এইভাবে যুদ্ধ করেই বাঁচতে হয় যাক আপনি সফলতা অর্জন করেছেন আলহামদুলিল্লাহ এটা ধরে রাখবেন মানুষকে মানুষ মনে করবেন কখনো যেন টাকার অহংকারে অতীতকে ভুলে যাবেন না আল্লাহ আপনার মঙ্গল করুন আমীন

  • @kanizfatema124
    @kanizfatema124 4 месяца назад +6

    কথা গুলো ভালো লাগলো।,তবে আল্লাহ বলাটাই শ্রেয়।

  • @safadamn17
    @safadamn17 3 месяца назад +4

    সিকিউরিটি কাজ বা সেই মানুষ ছোট না ছোট কিছু মানুষের মন মানসিকতা

  • @attackontitan4068
    @attackontitan4068 4 месяца назад +5

    পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার মিহিরবানি মিহিরের জন্য। মিহির আলো ছড়াক পার্থিবে এবং অপার্থিবেও ইনশাআল্লাহ।

  • @ShumitKhan-q9v
    @ShumitKhan-q9v 3 месяца назад +3

    Vudar add na dile ki hoy na

  • @johnjohn7795
    @johnjohn7795 4 месяца назад +6

    পরিশ্রম পরিশ্রম আর পরিশ্রম দ্যাটস ইট..❤❤❤

  • @-NAHID-SYLHET322
    @-NAHID-SYLHET322 4 месяца назад +21

    মিহির ভাই কি বলব আপনি একজন দেশের যুদ্ধা,সেলুট ভাই আপনাকে।
    মন দিয়ে পুরো ভিডিও টা শুনলাম।

  • @kashemfeni1136
    @kashemfeni1136 4 месяца назад +3

    KASHEM FENI KUWAIT

  • @ismatara2246
    @ismatara2246 4 месяца назад +20

    অনেক ভালো লাগছে, কস্টের পরে সফলতার গল্প শুনতে কার না ভলো লাগে! কিবরীয়ার বেস্ট অনুস্ঠান আমার কাছে ব্র্যান্ডিং বাংলাদেশ। প্রতিটি গল্প নিয়ে একটা করে মুভি বানানো যায়।

  • @MRM573M
    @MRM573M 4 месяца назад +7

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহী ওয়াবারকাতুহ

    • @Sufiatoki
      @Sufiatoki 4 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @crazygril29
    @crazygril29 4 месяца назад +3

    মিহির জিকে আমিও পড়ছি।আজকে লেখকের জীবনকাহিনী শুনলাম। 😢

  • @sayemaali2388
    @sayemaali2388 4 месяца назад +8

    আলহামদুলিল্লাহ্
    মিহিন জীবন হোক উজ্জল ।
    দোয়া ও শুভকামনা রইল।

    • @sayemaali2388
      @sayemaali2388 4 месяца назад

      মিহির তোমার জীবন হোক উজ্জল ।

  • @hajimaksed2625
    @hajimaksed2625 4 месяца назад +5

    কিবরিয়া সাহেব এখন কথা শুনা নিয়ে বিজি

  • @hasinaakter9272
    @hasinaakter9272 4 месяца назад +2

    স্যারের মিহির স জিকে এই বই টা কি ভাবে পাব,আমি নিতে চাই

  • @md.abulkhair3850
    @md.abulkhair3850 4 месяца назад +2

    আমি Eurovizil security company তে রিক্রুটিং অফিসার হিসেবে চাকরী করেছি।

  • @chumkimba8134
    @chumkimba8134 4 месяца назад +3

    উনি ইউ সিসি তে পড়িয়েছে না? ক্লাস পেয়েছিলাম,

  • @jannatulprapti
    @jannatulprapti 2 месяца назад +1

    ২০১০ এর শুরু করা সংগ্রাম ২০২৩ এ এসে সফলতায় পূর্ণ হল।ধৈর্য্য সহকারে লেগে থাকলে সত্যি পরিশ্রম বৃথা যায় না।💞💞

  • @shahinফানি
    @shahinফানি 9 дней назад

    এমন মেয়ে কোথায় পাবো অসহায় ও একা একা দিন পার করতেছে,আপন করার কেউ নেই,আমি আপন করে নিতে চাই আমার বয়স ২৫,টাকা পয়সা আছে আলহামদুলিল্লাহ, ভাল মনের মেয়ে চাই

  • @ShahanaC-jw7wy
    @ShahanaC-jw7wy 3 месяца назад +5

    আল্লাহ তোমার মনের আশা পূরণ করূক।

  • @MonirulIslam-th5eb
    @MonirulIslam-th5eb 3 месяца назад +1

    এমন কষ্ট আমিও করেছি,কিন্তু তেমন শাইন করতে পারিনি।এখন "সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক"।

  • @ittarek5870
    @ittarek5870 3 месяца назад +1

    বাংলাদেশের গ্রামে গ্রামে প্রতিটা নিম্ন বিত্ত মধ্যবিত্ত ছেলেদের জীবন। তার মধ্য আমিও আছি। স্ট্রাগল করে যাচ্ছি এখনো।

  • @mdfahimmolla5821
    @mdfahimmolla5821 3 месяца назад +2

    বাহ কতো সংগ্রাম জিবনটার💔😭😀

  • @sakibhosen7180
    @sakibhosen7180 4 месяца назад +3

    মনের অজানতে ককনজে চোখে পানি চলে আসছে।আল্লাহ আপনার ভালো করুক এভাবেই আল্লাহ সবার মনের আসা পুরন করুক আমিন

  • @samairahasan14
    @samairahasan14 2 месяца назад +1

    Bhaiya coaching e teacher chilen amar. I'm really happy for him that he received what he always wanted to achieve.

  • @zibaruddinjibon8860
    @zibaruddinjibon8860 4 месяца назад +6

    মিহির ভাইয়ের শুভ কামনা রইলো।

  • @simplesimple2260
    @simplesimple2260 4 месяца назад +4

    Ekhon ei angul fule kola gach hoa lok jonogon ke chakor er motor treat korbe r gush khabe.

  • @ahmedxakeer3675
    @ahmedxakeer3675 3 месяца назад +2

    সফল হয়ে গেলে এরকম প্যাথেটিক গল্প বহু বলা যায়

  • @HasinurRashid
    @HasinurRashid 3 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MdMohasin-n5z
    @MdMohasin-n5z Месяц назад

    আসসালামু আলাইকুম আপনার কাছ থেকে আমাদের নতুন প্রজন্মের তবে এগিয়ে যাবেন নতুন প্রজন্মকে দেখো মানুষ মানুষের মতো মানুষ হতে গেলে অনেক শ্রম দিতে হয় পড়ালেখা করতে হয় ❤❤❤❤❤❤

  • @robiulhrihab7730
    @robiulhrihab7730 4 месяца назад +3

    খুব অনুপেরণা ফেলাম

  • @MdFaruk-ns5il
    @MdFaruk-ns5il 2 месяца назад

    প্রথম শুরু টা সেইম আমার মত । অংক আমার ও মুখস্ত ছিলো 3 মাস এ ।
    স্যার কে বলতাম স্যার লিখতে সময় লাগে মুখস্ত নেন। আমি ও অনেক খারাপ ছিলাম অংক এ প্রাইভেট এ সেইম পরিক্ষায় প্রথম হওয়ার কারণে এক ফ্রেন্ড ঐ সময় রাগ/লজ্জা কথা বলে নাই কারণ ওর থেকে নাম্বার বেশি পেলাম।
    আমার ফ্রেন্ড টা মারা গেছে কিন্তু এখন ও শরণ করি ।

  • @noone..123
    @noone..123 4 месяца назад +2

    Bhaiya take niye kotha kamal sir o onekbar boleche.. He is such an inspiration🫶🏻 shamne theke apnar class korar shujog o hoyeche Alhamdulillah. Such a pure soul ❤

  • @mdmilon-tb6zw
    @mdmilon-tb6zw 4 месяца назад +2

    vaiya,English sub title den na kno ai video gulai?

  • @tuli9240
    @tuli9240 4 месяца назад +2

    শেষটা মধুর। শ্রম কখনো বৃথা যায় না।।

  • @Shihab26669
    @Shihab26669 4 месяца назад +12

    মাশাল্লাহ
    জানা যাবে সফলতার অনেক অজানা বিষয়।
    যা প্রেরণা হবে অনেকেরই

  • @AnmonaAnmona
    @AnmonaAnmona 2 месяца назад

    একেই করলে মিষ্টি মিলে।তবে আপনার নিকট অনুরোধ,আপনার সার্ভিস জীবন সৎ রাখবেন।আপনার নিকট আমাদের আশা।

  • @ibrahimkhalil7178
    @ibrahimkhalil7178 4 месяца назад +5

    প্রোগ্রামের মধ্যে এই ধরনের বিজ্ঞাপন খুবই বিরক্তিকর

  • @ittarek5870
    @ittarek5870 3 месяца назад

    আচ্ছা একটা বিষয় বোজিনা আপনাদের মত মানুষ যদি সরকারি চাকরি করে তাহলে ত দেশে দুরনীতি হওয়ার কতা না । আসলে সবাইত আপনাদের মত এভাবে আসেনা।

  • @AbdulJalil-ve9cp
    @AbdulJalil-ve9cp 2 месяца назад +3

    অসাধারন লাগল। ধন্যবাদ।

  • @Sajia9943
    @Sajia9943 2 месяца назад

    আপনি অনেক ভালো লেখাপড়া করেন ভাইয়া❤❤❤❤ অনেক কষ্ট করেছেন জীবনে😂😂😢🎉
    এত এত

  • @sanizakir4864
    @sanizakir4864 2 месяца назад

    আমরা জেনে গেছি আবেদ আলীর প্রশ্ন ফাঁস এই কাহিনী অতএব আপনি কতো নং ব্যাচ থেকে বিসিএস উন্নতি করেছেন

  • @shafiqislam5038
    @shafiqislam5038 4 месяца назад +5

    মাশাল্লাহ আলহামদুলিল্লাহ

  • @rabiulislampt1980
    @rabiulislampt1980 3 месяца назад +1

    আমি পুরো ভিডিও টা দেখলাম। পরিশ্রম এর পর্যায় অনুযায়ী আল্লাহ ফলাফল দেন। এখানে সেটা আল্লাহ দিয়েছেন। দোয়া রইল।

  • @hafizurmoyen9228
    @hafizurmoyen9228 4 месяца назад +6

    অপেক্ষায় ছিলাম

  • @jarinakhatun6504
    @jarinakhatun6504 4 месяца назад +8

    Alhamdulillah Alhamdulillah Alhamdulillah masha ALLAH Very impressive true Nice moment and care and love and stay safe ❤❤❤❤❤😊😊😊😊😊

  • @Sufiatoki
    @Sufiatoki 4 месяца назад +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @panchugopalghosh9860
    @panchugopalghosh9860 Месяц назад

    Good morning. Thanks for the deligence and Success achieved. However,the story as told here today is related to Bopedev, and not related to Kalida. Thanks from such an achievement.

  • @mohammedhussain1708
    @mohammedhussain1708 4 месяца назад +2

    MaaShaAllah! It’s incredible story! Despite so much adversity and obstacles you remained steadfast on your journey to achieve your goals and you have done ✔️ it! Congratulations!!

  • @begumshahnaz3538
    @begumshahnaz3538 3 месяца назад +1

    মহান আল্লাহ প্রতিটি শ্রমের উপযুক্ত মূল্য দেন, কোন শ্রমই বৃথা যেতে দেন না।

  • @MasudIslam-zz6wi
    @MasudIslam-zz6wi 3 месяца назад

    মানুষ চেষ্টা করলে ভাইয়া সবকিছু সম্ভব আজকে তাদেরকে জানিয়ে দাও

  • @afrojabegum8720
    @afrojabegum8720 4 месяца назад +2

    অনেক দোয়া ও ভালবাসা বাবা ।সত্যিই জীবন নাটকের চেয়েও নাটকিও !

  • @ferdouskeka2053
    @ferdouskeka2053 2 месяца назад

    ভাইয়া একটু ভয়েই বলছি।
    দাড়িটা আপনাকে ভালো লাগেনা। একটু বাদ দেওয়া যায়না।

  • @EDITbk9wg
    @EDITbk9wg 4 месяца назад +3

    🗿🗿🗿sigma
    👇

  • @asaduzzamanbappy7626
    @asaduzzamanbappy7626 4 месяца назад +3

    টুপি খোলা অভিবাদন

  • @MdAzadkhan-ls8gs
    @MdAzadkhan-ls8gs 4 месяца назад +3

    আলহামদুলিল্লাহ আল্লাহ সফলতা দিয়েছেন।

  • @mysimplevlog1409
    @mysimplevlog1409 4 месяца назад +147

    বাজখাই গলায় মাঝে মাঝে অ্যাড গুলো না দিলে হয় না?

    • @bmdhakimsk4325
      @bmdhakimsk4325 4 месяца назад +30

      Add na dile ki kore cholbe bhai mission. Aktu kosto koren plz

    • @mysimplevlog1409
      @mysimplevlog1409 4 месяца назад

      @@bmdhakimsk4325 একান্তই দিতে হলে শ্রুতিমধুর কোনো ভয়েসে দিতো। বলার স্টাইলটাও কেমন যেনো।

    • @-NAHID-SYLHET322
      @-NAHID-SYLHET322 4 месяца назад +12

      ভাই এই কোম্পানি টা স্পনসর করছে এই ভিডিও টা।
      এগুলা না হলে উনার করচ টা কে দিবে??

    • @1muhammadhasan115
      @1muhammadhasan115 4 месяца назад

      ​@@-NAHID-SYLHET322 যে কোম্পানির এড দেয় সে কোম্পানির ওনার আসছিল show তে

    • @ovikhan5157
      @ovikhan5157 4 месяца назад +4

      Ki comment korli morkhi kisoi boji na

  • @rahatshahrear1476
    @rahatshahrear1476 4 месяца назад +2

    রাখলে আল্লাহ মারে কে!

  • @mohammadkibria5614
    @mohammadkibria5614 2 месяца назад

    দোয়া করবেন আপনার কম্পনির ছোট একটা শোরুমে খুলছে আমার ছেলে

  • @MdMilon-bq8ks
    @MdMilon-bq8ks 2 месяца назад +1

    অনেক ধন্যবাদ ❤❤❤

  • @rubiakter8641
    @rubiakter8641 3 месяца назад +3

    Alhamdulillah...

  • @tofazzalhossain4733
    @tofazzalhossain4733 Месяц назад +1

    ছোট ছোট বালু কনা