আমিও উনার মত একজন স্বপ্নবাজ তরুণ স্বপ্ন আমাকে রাতে ঘুমাতে দেয় না । আমি আগামী এক বছরের মধ্যে দেশে চলে আসতেছি। আমার স্বপ্নের প্রকল্প বাস্তবায়ন করার জন্য। যদি বেঁচে থাকি নিজে এবং উভয়ই ইনশাআল্লাহ আগামী 10 বছর পর দেখা হবে সফলতার গল্প নিয়ে ইনশাআল্লাহ❤
আমার কাছে হযরত ভাইয়ের উল্লেখযোগ্য ৬ টি গুণ হচ্ছে.... ১. নেক নিয়তে কাজ করা ২. যেকোনো কাজ মাসোহারা করে করা। যেমন : মাল্টা প্রোজেক্ট শুরু করার আগে তার পরিবারের সাথে আলোচনা করে নিয়েছে। ৩. ইখলাসের সহিত কাজ করা। অর্থাৎ কোন কাজ করতে নিলে জেনেবুঝে সর্বোচ্চ উত্তম ভাবে কাজ সম্পন্ন করা। ৪. আমানদারিতা । যেমন : যথা সময়ে ঋণ পরিশোধ করেছেন। ৫. মা বাবার প্রতি তার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। তাদের দোয়ার বরকতে উনি সফল হয়েছেন। ৬. আল্লাহর প্রতি তাওয়াককুল ও কৃতজ্ঞতা।
প্রতিটি Branding Bangladesh episode হচ্ছে একটা করে ইতিহাস। আমি কখনও এই অসম্ভ বিনয়ী বিখ্যাত ভাইয়ের কথা শুনিনি। ধন্যবাদ কিবরীয়াকে এসব বিখ্যাত ভালো মানুষের সাথে আমাদের মত ক্ষুদ্র মানুষের পরিচয় করিয়ে দেয়ার জন্য। মা বাবার দোয়ার বরকতে আল্লাহ সুবহানুতায়ালা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে হজরত আলির জীবন তা আরেক বার প্রমান করল। এই অনুস্ঠানটি দেখার পরে আমি আবার সাইখ সিরাজ স্যারের অনুস্ঠানটি দেখলাম, কি অসাধারন শিষ্ঠতা, শ্রদ্ধাবোধ, বিনয়ী ব্যাক্তীত্ব।প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও যে মানুষ শিক্ষিত হতে পারে তার জলয্যন্ত উদাহরন এই হজরত আলি। অনেক দোয়া আর ধন্যবাদ।
পুরো ১ঘন্টা ১৩মিনিট এর মধ্যে একটা কথা বেস্ট। . দেশের জন্য মানুষের জন্য কিছু করলে নিজের জন্য অটো হয়। কিন্তু নিজের জন্য কিছু করলে সেটা হয়তো ভালো কিছু পাবোনা।
আমি অনেক কাছে থেকে চিনি অনি অনেক ভালো মানুষ অনার কথা কোনো মিথ্যা নেই অনি সব সত্যি কোথা বলতাছে অনেক এতো বড় মানুষ অনার ভিতরে কোনো অহংকার নেই মাশাল্লাহ আমি এই জিনিস টা দেখে অবাক হই সব সময় মানুষ টাকা পয়সা থাকলে মানুষ চেঞ্জ হয় অনার বিতরে এই চেঞ্জ নেই। অনার জীবনে গল্প আমার বাবা কাছেও শুনি। আমার নাম মনির। 😢
আলহামদুলিল্লাহ,দুঃখ ভুলানিয়া একটা গল্প শনলাম। আজকের গল্প শুনে কিছু দুঃখ কমেছে,কিছু দুঃখ বেড়েছে। অনেক গল্প২০১৯থেকেই শুনেছি। অনেক অনেক গল্প শুনে মোবাইল বন্ধ করে অনেক কেঁদে ছি। আজো কান্না করছি, লিখতে গিয়ে চোখ ঝাপসা হয়ে আসছে বার বার চোখ মুছে মুছে লিখার চেষ্টা করছি।সপ্ন আমিও দেখতাম, এখনও দেখি, রাতের পর রাত জেগে জেগেই সপ্ন দেখছি। কোনো সপ্নের বয়স ৪০ বছর, কোনো টার বয়স ৩০,বছর ও ২০ বছর। এই ভাইটা আমার চেয়ে মাত্র ১৩ বছরের ছোট। ভাই টার গল্প শুনে , তকদীর ও তদবির কথাটা বেশি বেশি মনে পড়ছে। সত্যি বলতে ভাগ্য টা যদি ভালো না হয়, বিধাতার যদি ইচ্ছা না থাকে, মানুষের সপ্ন পূরণ হয় না। সুখী হওয়া যায় না। কথায় বলে, বারো বছরে ১৩ পার্ব। ১৩ পার্বণে ১৩ রকম ফল হয়। বিশ্বের মধ্যে আমি ও আমার একমাত্র কন্যা ই আছি যে বাহিরে কিছু ফল কখনও চোখে পড়লেও বাসায় দেখি না।কেলেন্ডারের পাতায় দেখি মধু মাস আসে,মধু মাস চলেও যায়। বাস্তবে চোখে পড়ে নাই কোনো ফল। ২০ বছর সংসার জীবনে এমন অনেক মধু মাসের চিত্র জীবনের সাথে মিশে আছে। ছোট বেলায় কোদাল দিয়ে কুপিয়ে কৃষি কাজ করতাম,ধান করতাম পাট করতাম পেঁয়াজ রসূন করতাম,ফুলের বাগান করতাম। বিয়ের পর হুবু বর সপ্ন দেখিয়ে ছিল, তার অনেক জমি,সেই জমিতে চিংড়ি চাষ পাশে পুকুরে মাছের চাষ, পুকুর পারে শাক সব্জির চাষ করবো।খুশি খুশি দিন চলে যাবে। চাকরির টাকা সবই থেকে যাবে।অনেক লোকের কর্ম সংস্থানের ব্যবস্থা করবো। কৃষি বিজ্ঞান পড়ে পড়ে কৃষি নিয়ে অনেক সপ্নই দেখতাম। খুশির ব্যাপার হলো হুবু বর যখন পার্মানেন্ট বর হলেন,তখন বললেন পুরাতন না হলে শশুর বাড়ির কিছু ভোগ করা যায় না।আজ ২০ বছর অতিবাহিত হয়ে গেলো আজো পুরাতন ই হতে পারলাম না। সুতরাং সপ্নগুলো নিয়ে উপরে যাওয়ার সময় এসেগেছে। হলুদ কার্ড হাতে ধরা,লাল কার্ড দেখার অপেক্ষা। শুধু যেতে যেতে এটাই বলে যাবো আমার ও আমার মেয়ের মতো ভাগ্য যেনো আর কারো না হয়। সবাই সুখে থাকুক, সবার ভালো হোক। এখন একটা সপ্ন দেখছি, তা হলো হজরত ভাইয়ের বাগানে গিয়ে আমার মেয়ে কে নিয়ে ফল খাবো। জানি না পূরণ হবে কি না, আমাকেও ছোট বেলায় সবাই টেপরেকর্ড বলেই ডাকতো। কারণ আমি কোথাও গান শুনলে হুবহু গানটা শুনিয়ে দিতে পারতাম , তেমনি ভাবে নাচ,আবৃত্তি, অভিনয়, সব। এখন সময় রাত ৩:৩০মিঃ আল্লাহ তাআলা আপনাদের দুজন কেই ভালো রাখুন। আমিন।
আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইলে নিজে সৎ পথে থাকলে কোথায় উঠেয়ে দিতে পারেন তারই দৃষ্টান্ত হাজী মোঃ হজরত আলী সাহেব। আরো বেশি এই কৃষিতে সাফল্য বয়ে আনুক সে কামনা করি।
আস সালামু আলাইকুম হজরত আলির দোকান এই কথাটা অনেক শুনতাম উনার দোকানের পাশে চাকরি করেছি 4 বছর কিন্তু আমি জানতাম না উনি এত বড় বাগানের মালিক উনার মেজু ভাইটাও খুব ভাল উনার সাথে প্রায় সময় কথা হয়ত উনাদের দোকানে ভাঙতি টাকার জন্য যাইতাম কোন সময় না করেনি ভাল লাগল দোয়া ও শুভ কামনা রইল
আমি এই হযরত আলী আকন্দ ভাই কে অনেক আগে থেকে ছিনি ওনি,অনেক বড় ফল গার্ডেন এর মালিক সায়েখ সিরাজ সার ওনার এখানে গিয়ে অনেক কিচুই দেখিয়েছেন আর ওনার মন মানশিক্তা অনেক ভালো দোয়া করি আল্লাহ ভাই কে অনেক ভালো রাখুক আমিন 🤲🤲🤲
সময় করে উঠতে পারি নাই বলে এপিসোড টি দেখতে দেরি হল। ভেবেছিলাম সবটুকু একসাথে দেখার সম্ভব হবে না কিন্তু দেখা শুরু করার পর কাজ টাজ সব শিকেয় তুলে টানা দেখে নিলাম। মাশা আললাহ আলহামদুলিললাহ। ভীষণ ভালো একটি পর্ব। হজরত ভাই এর জন্য দোয়া রইলো আললাহ তার ভালো কাজ গুলোর সহায় হোন। কিবরিয়া ভাই ও সংশ্লিষ্ট সবাই কে ধন্যবাদ। এখন ই শেয়ার দিয়ে রাখছি ।
আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা এপিসোড দেখলাম। কিবরিয়া ভাইকে ধন্যবাদ সেই সাথে হযরত ভাইয়ের জন্য দোয়া ও শুভকামনা রইল। মহান আল্লাহ ওনার সকল আশা পূর্ণ করে দিক। হযরত ভাইয়ের বাগানটি দেখার খুব ইচ্ছে রয়েছে। জানিনা আল্লাহ সে আশা পূরণ করবেন কিনা। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নেমাল মাওলা অনিমান নাসির। ফি আমানিল্লাহ।
আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দিক এবং উচ্চ মোকামে পৌঁছে দিক সবচাইতে বড় বিষয় আপনার নাম শুনে আমি অবাক হয়েছিলাম হজরত আলী কিন্তু আপনার ব্যবহারের মধ্যে তা তুলে ধরেছেন
চেষ্টা করতে হবে জাষ্ট হলে আলহামদুলিল্লাহ, না হলে ও আলহামদুলিল্লাহ,, এতো শপ্ন দেখতে গিয়ে অসুস্থ হলে কি লাব,, দুনিয়া নিয়ে কম ভাবি আখেরাত নিয়ে বেশি ভাবি ❤
একটা মানুষ এর খারাপ দিক এবং ভালো দিক দুইটা থাকে। কিবরিয়া ভাই তো উনার ভালো দিক টা তুলে ধরলেন। হজরতের খারাপ দিক গুলো আমরা দেখতে চাই। খারাপ দিক গুলো নিয়ে একটা প্রতিবেদন দেখতে চাই
হযরত আলী ভাই (কালু ভাই) এর সাথে ২০১২ সাল থেকে প্রায় ৫ বছর একসাথে ছিলাম। ভাইয়ের সাথে অনেক ঘুরেছি ভাইয়ের মায়ের হাতের, ভাবীর হাতের রান্না অনেক খেয়েছি। ভাই অনেক ভালো মানুষ ❤❤❤❤
আসসালামু আলাইকুম কিবরিযা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ,,আপনি এত সুন্দর একটি নিয়েছেন। হযরত আলী ভাইকে অনেক আগে থেকেই চিনি । কেননা তার অনেকগুলা সাক্ষাত কার দেখেছি। শা ইখ সিরাজ ভাই এবং আরো আরো অনেকের। ধন্যবাদ, আমি মাহমুদ কবির , ঢাকা মিরপুর 11 থেকে।
ভাই আমি ভারত বর্ষ থেকে বলছি আপনি আমার অন্তরের অন্তস্থল থেকে প্রণাম গ্রহণ করুন👋👋👋👋❤🌹🌹🌹👋👋👋🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 এইভাবে আপনি উপরওয়ালার সংসারে কাজ করে যান উপরওয়ালা আমাকে আপনাকে সুস্থ সবল রাখুন এবং উপর আল্লাহ আপনার মঙ্গল করুন সদাসর্বদা শুদ্ধ বুদ্ধি দান করে উপর আল্লাহ আপনাকে পরিচালিত করুন ধন্যবাদ আবার আমার প্রণাম নেবেন
আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইলে নিজে সৎ পথে থাকলে কোথায় উঠেয়ে দিতে পারেন তারই দৃষ্টান্ত হাজী মোঃ হজরত আলী সাহেব। আরো বেশি এই কৃষিতে সাফল্য বয়ে আনুক সে কামনা করি। ** তার এই ফলজ বাগানের দৃশ্য ভিডিও আগামীতে দেখালে অনেকে নুতন কৃষি উদ্দোক্তা আগ্রাহ প্রকাশ করবেন।
আছছালামু আলাইকুম অরহমাতুললাহ জাযাকুমুললাহু খাইরান ভাই আল্লাহর কাছে আপনাদের জন্য অনেক দোয়া রইলো। পেটে ভাত না থাকলে গায়ে কাপর না থাকলে কেমন লাগে? এ ডায়লগ শুনে চোখে পানি চলে এলো। আমার ছোট ভাইয়ের নাম হযরত আলী। দোয়া চাই সনিরভর বাংলাদেশের জন্য ও সকল মানুষের জন্য। আল্লাহ হাফেজ।
সত্যি ভাই আমার একটা প্রজেক্ট করার সুযোগ যদি পেতাম আমিওকরতাম সৎ সাহস ও সৎ নিয়ত আমার মাঝে যদি আল্লাহর রহম করেন সকলেই দোয়া করবেন এমন সুযোগের অপেক্ষায় রইলাম
হযরত আলী আকন্দ ভাই অনেক ভালো এবং বড় মনের মানুষ। তার উপর আল্লাহর খাস রহমত রয়েছে। তার উসিলায় একদিন বাংলাদেশসহ সারা বিশ্বের অসংখ্য মানুষ উপকৃত হবেন। ভাই আমি আপনার সাথে দেখা করে আপনার পরামর্শ নিয়ে কাজ করতে চাই। আপনার ফোন নাম্বার পেলে ভালো হতো। আপনাকে ও কিবরিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ।
আমরা যারা শিক্ষিত নামধারী স্মার্ট, তারা মা বাবা- ভাইবোন নিয়ে একসাথে থাকতে পারিনা। দেশের অনেক ছেলেরাই পারছেনা। ভেতর থেকে মারা যাচ্ছে। বাবা- ভাইবোন নিয়ে একসাথে থাকলে আল্লাহ সবাইকে এই সুখ দেবেন ইনশাল্লাহ। আল্লাহ সবার মা বাবাকে ভালো রাখুন। হজরত ভাই ও কিবরিয়া ভাইয়ের জন্য শুভকামনা।
হযরত আলী ভাই ভালো মনের মানুষ ও জীবন সংগ্রামের একজন সফল উদ্যোক্তা ও ফলবাগান ব্যবসায়ীদের আইকন ভাইয়ের জন্য ও তার পরিবারের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা সবসময়ের জন্য আমার ভাইয়ের সাথে ভাইয়ের বাগান দেখার অনেক ইচ্ছা আছে আল্লাহ যদি ভাগ্যে রাখে তবে যাব ইনশাআল্লাহ শুভকামনায় আহসান হাবিব তালুকদার সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনাপাড়ের দেশপ্রেমিক নাগরিক ও বাস্তব অভিজ্ঞ অর্শ পাইলস চিকিৎসক
আমিও উনার মত একজন স্বপ্নবাজ তরুণ স্বপ্ন আমাকে রাতে ঘুমাতে দেয় না । আমি আগামী এক বছরের মধ্যে দেশে চলে আসতেছি। আমার স্বপ্নের প্রকল্প বাস্তবায়ন করার জন্য। যদি বেঁচে থাকি নিজে এবং উভয়ই ইনশাআল্লাহ আগামী 10 বছর পর দেখা হবে সফলতার গল্প নিয়ে ইনশাআল্লাহ❤
inshaallah
আমিও অনেক স্বপ্নবাজ ছিলা কিন্তু হয়নাই😢
শুভকামনা রইল। ফী আমানিল্লাহ।
ইনশাআল্লাহ
আল্লাহ আপনার প্রতিষ্ঠানের আরও উন্মতি করুণ।
আল্লাহ এই ভাইয়ের ভালো করুন, এবং অসহায় মানুষের পাশে থাকার তৌফিক দান করুন, আমিন
ইয়া রব আপনি সবাইকে এভাবে ব্যবসা-বাণিজ্য করার তৌফিক দান করেন
Amin
আমিন
আমিন
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনার প্রজেক্ট অপূর্ব। উনি একজন সৎ এবং উদার তাই আল্লাহ উনাকে আরো দীর্ঘ আয়ু দান করুন।
অসাধারণ একটি এপিসোড
হজরত আলী ভাই এর ব্যাবসায় আল্লাহ্ আরো ও বরকত দান করুন
ধন্যবাদ কিবরিয়া ভাই
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিন আমিন আমিন
সব চাইতে বেশি খুশি হলাম এটা শুনে যে আমরা তিন ভাই এখনো এক পাতিলে রান্না হয়
আলহামদুলিল্লাহ আমার বাবা চাচারা ৫ ভাই এখনো একসাথে ❤
আর আমরা চাই যেনো আলাদা করে খাই তাহলে অনেক পয়সা সেইভ হবে পরে বুরজ খলিফা বানাবো
এটাতে আলহামদুলিল্লাহ বলার কিছু নাই। এতে শুধুই পর্দার খেলাফ।
🎉N😂❤😂😊p0@@faysaluddin
আপনি জানেন ? পর্দা করে কি যৌথ ফ্যামিলি তে থাকা যায় না@@thaminanasrin4293
আমার কাছে হযরত ভাইয়ের উল্লেখযোগ্য ৬ টি গুণ হচ্ছে....
১. নেক নিয়তে কাজ করা
২. যেকোনো কাজ মাসোহারা করে করা।
যেমন : মাল্টা প্রোজেক্ট শুরু করার আগে তার পরিবারের সাথে আলোচনা করে নিয়েছে।
৩. ইখলাসের সহিত কাজ করা। অর্থাৎ কোন কাজ করতে নিলে জেনেবুঝে সর্বোচ্চ উত্তম ভাবে কাজ সম্পন্ন করা।
৪. আমানদারিতা । যেমন : যথা সময়ে ঋণ পরিশোধ করেছেন।
৫. মা বাবার প্রতি তার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা।
তাদের দোয়ার বরকতে উনি সফল হয়েছেন।
৬. আল্লাহর প্রতি তাওয়াককুল ও কৃতজ্ঞতা।
❤❤❤❤
Tnx
ঙঘ
ঙ
গরীব বলে কাওকে হেয় করে দেখওনা, সেও কিন্তু একদিন তুমার চেয়ে বড় হতে পারে।আল হামদুলিল্লাহ
প্রতিটি Branding Bangladesh episode হচ্ছে একটা করে ইতিহাস। আমি কখনও এই অসম্ভ বিনয়ী বিখ্যাত ভাইয়ের কথা শুনিনি। ধন্যবাদ কিবরীয়াকে এসব বিখ্যাত ভালো মানুষের সাথে আমাদের মত ক্ষুদ্র মানুষের পরিচয় করিয়ে দেয়ার জন্য। মা বাবার দোয়ার বরকতে আল্লাহ সুবহানুতায়ালা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে হজরত আলির জীবন তা আরেক বার প্রমান করল। এই অনুস্ঠানটি দেখার পরে আমি আবার সাইখ সিরাজ স্যারের অনুস্ঠানটি দেখলাম, কি অসাধারন শিষ্ঠতা, শ্রদ্ধাবোধ, বিনয়ী ব্যাক্তীত্ব।প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও যে মানুষ শিক্ষিত হতে পারে তার জলয্যন্ত উদাহরন এই হজরত আলি। অনেক দোয়া আর ধন্যবাদ।
পুরো ১ঘন্টা ১৩মিনিট এর মধ্যে একটা কথা বেস্ট।
.
দেশের জন্য মানুষের জন্য কিছু করলে নিজের জন্য অটো হয়। কিন্তু নিজের জন্য কিছু করলে সেটা হয়তো ভালো কিছু পাবোনা।
আমি কিছু করতে চাই
আমি অনেক কাছে থেকে চিনি অনি অনেক ভালো মানুষ অনার কথা কোনো মিথ্যা নেই অনি সব সত্যি কোথা বলতাছে অনেক এতো বড় মানুষ অনার ভিতরে কোনো অহংকার নেই মাশাল্লাহ আমি এই জিনিস টা দেখে অবাক হই সব সময় মানুষ টাকা পয়সা থাকলে মানুষ চেঞ্জ হয় অনার বিতরে এই চেঞ্জ নেই। অনার জীবনে গল্প আমার বাবা কাছেও শুনি। আমার নাম মনির। 😢
উনার সাথে কিভাবে যোগাযোগ করবো একটু জানাবেন
Amio jogajog korte chai plz aktu janaben
এটাই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার রাহমাত।
সততা,নিষ্ঠা আর লেগে থাকার ফলাফল। তরুণদের জন্য একটা শিক্ষণীয় এপিসোড।
আলহামদুলিল্লাহ,দুঃখ ভুলানিয়া একটা গল্প শনলাম। আজকের গল্প শুনে কিছু দুঃখ কমেছে,কিছু দুঃখ বেড়েছে। অনেক গল্প২০১৯থেকেই শুনেছি। অনেক অনেক গল্প শুনে মোবাইল বন্ধ করে অনেক কেঁদে ছি।
আজো কান্না করছি, লিখতে গিয়ে চোখ ঝাপসা হয়ে আসছে বার বার চোখ মুছে মুছে লিখার চেষ্টা করছি।সপ্ন আমিও দেখতাম, এখনও দেখি, রাতের পর রাত জেগে জেগেই সপ্ন দেখছি। কোনো সপ্নের বয়স ৪০ বছর, কোনো টার বয়স ৩০,বছর ও ২০ বছর।
এই ভাইটা আমার চেয়ে মাত্র ১৩ বছরের ছোট। ভাই টার গল্প শুনে , তকদীর ও তদবির কথাটা বেশি বেশি মনে পড়ছে।
সত্যি বলতে ভাগ্য টা যদি ভালো না হয়, বিধাতার যদি ইচ্ছা না থাকে, মানুষের সপ্ন পূরণ হয় না। সুখী হওয়া যায় না।
কথায় বলে, বারো বছরে ১৩ পার্ব। ১৩ পার্বণে ১৩ রকম ফল হয়।
বিশ্বের মধ্যে আমি ও আমার একমাত্র কন্যা ই আছি যে বাহিরে কিছু ফল কখনও চোখে পড়লেও বাসায় দেখি না।কেলেন্ডারের পাতায় দেখি মধু মাস আসে,মধু মাস চলেও যায়। বাস্তবে চোখে পড়ে নাই কোনো ফল। ২০ বছর সংসার জীবনে এমন অনেক মধু মাসের চিত্র জীবনের সাথে মিশে আছে।
ছোট বেলায় কোদাল দিয়ে কুপিয়ে কৃষি কাজ করতাম,ধান করতাম পাট করতাম পেঁয়াজ রসূন করতাম,ফুলের বাগান করতাম।
বিয়ের পর হুবু বর সপ্ন দেখিয়ে ছিল, তার অনেক জমি,সেই জমিতে চিংড়ি চাষ পাশে পুকুরে মাছের চাষ, পুকুর পারে শাক সব্জির চাষ করবো।খুশি খুশি দিন চলে যাবে। চাকরির টাকা সবই থেকে যাবে।অনেক লোকের কর্ম সংস্থানের ব্যবস্থা করবো।
কৃষি বিজ্ঞান পড়ে পড়ে কৃষি নিয়ে অনেক সপ্নই দেখতাম।
খুশির ব্যাপার হলো হুবু বর যখন পার্মানেন্ট বর হলেন,তখন বললেন পুরাতন না হলে শশুর বাড়ির কিছু ভোগ করা যায় না।আজ ২০ বছর অতিবাহিত হয়ে গেলো আজো পুরাতন ই হতে পারলাম না।
সুতরাং সপ্নগুলো নিয়ে উপরে যাওয়ার সময় এসেগেছে। হলুদ কার্ড হাতে ধরা,লাল কার্ড দেখার অপেক্ষা।
শুধু যেতে যেতে এটাই বলে যাবো আমার ও আমার মেয়ের মতো ভাগ্য যেনো আর কারো না হয়। সবাই সুখে থাকুক, সবার ভালো হোক।
এখন একটা সপ্ন দেখছি, তা হলো হজরত ভাইয়ের বাগানে গিয়ে আমার মেয়ে কে নিয়ে ফল খাবো। জানি না পূরণ হবে কি না,
আমাকেও ছোট বেলায় সবাই টেপরেকর্ড বলেই ডাকতো।
কারণ আমি কোথাও গান শুনলে হুবহু গানটা শুনিয়ে দিতে পারতাম , তেমনি ভাবে নাচ,আবৃত্তি, অভিনয়, সব।
এখন সময় রাত ৩:৩০মিঃ আল্লাহ তাআলা আপনাদের দুজন কেই ভালো রাখুন। আমিন।
আপু আমার সাথে বন্ধুত করুন আমার ও একটা মেয়ে আপনার সাথে আমার মিল আছে। বিয়ের ৩৫ বছর পরে শশুর বাড়ি ঘর করতেছি।
হযরত আলী ভাইয়ের প্রতি হাজার কোটি সালাম ও শুভকামনা রইল।
সৎ এবং পরিশ্রমী মানুষকে আল্লাহ পাকও ভালোবাসে মানুষও ভালোবাসে। আল্লাহ পাক আপনাকে আরো সমৃদ্ধি দান করুন।
এক কথায় উনি বাংলাদেশের সম্পদ। আমাদের অহংকার।
আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইলে নিজে সৎ পথে থাকলে কোথায় উঠেয়ে দিতে পারেন তারই দৃষ্টান্ত হাজী মোঃ হজরত আলী সাহেব। আরো বেশি এই কৃষিতে সাফল্য বয়ে আনুক সে কামনা করি।
কাউকে কখনো ছোট করে দেখা উচিত নয় একদিন আল্লাহ আপনার চাইতে অনেক বড় করে তুলবেন এটাই তার প্রমান।
খুব মনোযোগ দিয়ে শুনলাম।
জীবন পরিবর্তনের নতুন সূচনা হক সবার।
ভাই চোখের পানি ধরতে পারলাম না। অনেক কিছু শিখলাম। ফিআমানিল্লাহ।
হযরত আলী ভাই আমাদের শেরপুরের গর্ব❤
হুজুর ra নীরবে দেশের জন্যই কাজ করে। আলহামদুলিল্লাহ
সবাই আমার জন্য দোয়া করবেন! আমার নিরাপত্তা একমাত্র মহান আল্লাহর কাছে! চুনারুঘাট ও মাধবপুরের মানুষ আমার বডিগার্ড! সারাদেশের মানুষ আমার ভালোবাসা!
Fe amanillah shumon Vai
Ami gaibandha theke aponar akjon vokto ami aponake khub valobasi doa kori allah aponake valo rakben,allahar feresta aponar bodi gurd
@@refaakter9729 কি করেন আপনি
রিয়েলেই কি সুমন ভাইয়া এই যে। আমি সুমন ভাইয়ার বিরাট বড় ফ্যান মাগুরা জেলা থেকে বলছি। লাভ ইউ সুমন ভাই
amin
আস সালামু আলাইকুম হজরত আলির দোকান এই কথাটা অনেক শুনতাম উনার দোকানের পাশে চাকরি করেছি 4 বছর কিন্তু আমি জানতাম না উনি এত বড় বাগানের মালিক উনার মেজু ভাইটাও খুব ভাল উনার সাথে প্রায় সময় কথা হয়ত উনাদের দোকানে ভাঙতি টাকার জন্য যাইতাম কোন সময় না করেনি ভাল লাগল দোয়া ও শুভ কামনা রইল
আমি এই হযরত আলী আকন্দ ভাই কে অনেক আগে থেকে ছিনি ওনি,অনেক বড় ফল গার্ডেন এর মালিক সায়েখ সিরাজ সার ওনার এখানে গিয়ে অনেক কিচুই দেখিয়েছেন আর ওনার মন মানশিক্তা অনেক ভালো দোয়া করি আল্লাহ ভাই কে অনেক ভালো রাখুক আমিন 🤲🤲🤲
কোন ইস্কুলে পড়,, এত বানান ভুল
@@MehediHasan-v4t4i জি ভাই আপনার খুব শুদ্ধ ইস্কুল নয় স্কুল আর পড়াশুনা আমার বেশি নেই ক্লাস ৪,,
ভাই ওনার সাথে যোগাযোগ করার কোন নাম্বার আছে
@@mdbabu-yj9dv জি
Assalamu alaikum
Bhaiya,onar number ta dite parben?😊
হযরত আলী ভাই তুমি আমার আরাফাতের সাথী। আল্লাহ তোমার সব মনের আশা পূরণ করুক। আমিন
সময় করে উঠতে পারি নাই বলে এপিসোড টি দেখতে দেরি হল। ভেবেছিলাম সবটুকু একসাথে দেখার সম্ভব হবে না কিন্তু দেখা শুরু করার পর কাজ টাজ সব শিকেয় তুলে টানা দেখে নিলাম। মাশা আললাহ আলহামদুলিললাহ।
ভীষণ ভালো একটি পর্ব। হজরত ভাই এর জন্য দোয়া রইলো আললাহ তার ভালো কাজ গুলোর সহায় হোন। কিবরিয়া ভাই ও সংশ্লিষ্ট সবাই কে ধন্যবাদ। এখন ই শেয়ার দিয়ে রাখছি ।
Salute হজরত ভাই। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।
ভীষণ ভালো লাগলো। হজরত ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।
মাশাআল্লাহ আমার ছেলের বয়স এখন সারে চার বছর তারও সব কিছু মনে থাকে দোয়া করবেন সবাই ❤❤
ইনশাআল্লাহ, আমি মালয়েশিয়া থেকে দেখছি, যদি আল্লাহ তা আলা আমাকে সুস্থ ভাবে দেশে নেন,তাহলে ওনার বাগানে আমি যাবো ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা এপিসোড দেখলাম। কিবরিয়া ভাইকে ধন্যবাদ সেই সাথে হযরত ভাইয়ের জন্য দোয়া ও শুভকামনা রইল। মহান আল্লাহ ওনার সকল আশা পূর্ণ করে দিক। হযরত ভাইয়ের বাগানটি দেখার খুব ইচ্ছে রয়েছে। জানিনা আল্লাহ সে আশা পূরণ করবেন কিনা। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নেমাল মাওলা অনিমান নাসির। ফি আমানিল্লাহ।
হজরত আলী ভাই বাংলাদেশের মডেল।
"বাংলাদেশ এর" কি কথা ভাই?
বাংলাদেশের লিখুন!!!
সরকারের নজর তোমার উপর আসবে।তোমার মা-বাবার দোয়া তুমি আরো এগিয়ে যাবে। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দিক এবং উচ্চ মোকামে পৌঁছে দিক সবচাইতে বড় বিষয় আপনার নাম শুনে আমি অবাক হয়েছিলাম হজরত আলী কিন্তু আপনার ব্যবহারের মধ্যে তা তুলে ধরেছেন
আপনারা দুজনই ভাল মানুষ। দুজনকেই আল্লাহ ভালো করুন।
চেষ্টা করতে হবে জাষ্ট হলে আলহামদুলিল্লাহ,
না হলে ও আলহামদুলিল্লাহ,,
এতো শপ্ন দেখতে গিয়ে অসুস্থ হলে কি লাব,,
দুনিয়া নিয়ে কম ভাবি আখেরাত নিয়ে বেশি ভাবি ❤
হজরত ভাই আমাকো hallp করেন জমি আমি দিবো
হযরত ভাই আসলেই একজন ভালো মানুষ।
একটা মানুষ এর খারাপ দিক এবং ভালো দিক দুইটা থাকে। কিবরিয়া ভাই তো উনার ভালো দিক টা তুলে ধরলেন। হজরতের খারাপ দিক গুলো আমরা দেখতে চাই। খারাপ দিক গুলো নিয়ে একটা প্রতিবেদন দেখতে চাই
আল্লাহু আকবার! He's the best, bro...
হজরত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জীবনের গল্পঃ বলায়।
ভাইয়ের শেষের আবেগময় কথা চোখে পানি চলে আসলো, ভাইয়ের আশা আল্লাহ কবুল করুন
কিছু বলার ভাশা নেই, অসাধারন। আর লোকটার কথার মধেই দেখা যায় যে উনি অনেক ইনসেন্ট। আল্লাহ ই জানেন কখন কাকে কি দিবেন। 😢
আল্লাহ সবাইকে সব কিছু দেন না,কালে কালে এমন হযরত ভাই একটাই জন্ম নেয়,খুব ভালো লাগলো
কিবরিয়া ভাই আপনি অনেক গুনী এক জন মানুষে কথা শুনতে সবাই কে সুযোগ করে দিয়েছে আপনার জন্য দোয়া রইলো
অসম্ভব মোটিভেটেড একটা গল্প শোনলাম ❤❤
হযরত আলী ভাই (কালু ভাই) এর সাথে ২০১২ সাল থেকে প্রায় ৫ বছর একসাথে ছিলাম। ভাইয়ের সাথে অনেক ঘুরেছি ভাইয়ের মায়ের হাতের, ভাবীর হাতের রান্না অনেক খেয়েছি।
ভাই অনেক ভালো মানুষ ❤❤❤❤
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সর্ব পরিকল্পনা কারি সর্বশক্তিমান । ভালো থাকবেন সবসময় দোয়া করি ধন্যবাদ জানাই আপনাকে
He is a very Positive Person , we are bound for Salute him .
Thanks God for give us him .
কৃষি নিয়ে অনেক সপ্ন দেখি এখন মালাইশিয়া আছি ইনশাআল্লাহ একদিন সপ্ন কে বাস্তবে রুপ নিবে ইনশাআল্লাহ
আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুক
এরকম গল্পগুলো নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।❤
আল্লাহ্ ওনাকে আরও বরকত দিন। ওনার মাধ্যমে আরও মানুষের কর্ম সংস্থান হোক অন্তর থেকে দোয়া করি, আমিন।
কিবরিয়া ভাই আপনার অনেক ভালো ভিডিওর মাঝে এই ভিডিওটি অত্যান্ত ভালো একটি । মহান আল্লাহ্ আপনার এবং হযরত আলী ভাইয়ের নেক হায়াৎ দান করুন । আমিন ।
হযরত ভাইয়ের জীবনের গল্পটা শুনে কান্না চলে আসলো। আসলেই সৎ মানুষের মূল্য সব জায়গাতেই আছে।
শেরপুর কাজের সুবাদে তার মাল্টা বাগান ভিজিট করার সুযোগ হয়েছে। খুব ভালো মনের একজন নিরহঙ্কারী মানুষ। দোয়া রইলো ভাই আরো এগিয়ে যান 🌹🌹🌹
আপনার মিল এখন কোথায় হয়েছে ভাই???
আপনার মিল কোথায় হয়েছে ভাই???
45:20
আসসালামু আলাইকুম কিবরিযা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ,,আপনি এত সুন্দর একটি নিয়েছেন। হযরত আলী ভাইকে অনেক আগে থেকেই চিনি । কেননা তার অনেকগুলা সাক্ষাত কার দেখেছি। শা ইখ সিরাজ ভাই এবং আরো আরো অনেকের। ধন্যবাদ, আমি মাহমুদ কবির , ঢাকা মিরপুর 11 থেকে।
অতীত মনে থাকাটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, সপলের পথমধ্য দাপ
আমিও ২০২০ সালে শুরু করে অনেক লশ খাইছি এখনও বাগান আছে আপনার বাগানে আমার ছোট ভাই গিয়ে ছিল ধন্যবাদ ভাই নেক হায়াত কামনা করি
আমি সৌদিআরবে আছি, দেশে গিয়ে আমারও কিছু করার আশা আছে, কৃষি নিয়ে বড় কিছু করার আশা আছে, সবাই আমার জন্য দোয়া করবেন সাবার কাছে দোয়া চাই🙏🙏🙏
ধন্যবাদ এত সুন্দর আলোচনা আমাদের মাঝে রাখার জন্য ভাইটাকে সবাইকে ধন্যবাদ আল্লাহ সবার মনের আশা পুরা করে দিক আমিন
অসাধারণ কিছু দেখলাম
পরিশ্রমের ফল হাতে হাতেই পাওয়া যায়।
পুরো বিশ্বর কাছে একটা রোল মডেল হয়ে থাকবে হযরত আলী ভাই ইনশাল্লাহ
ভাই আমি ভারত বর্ষ থেকে বলছি আপনি আমার অন্তরের অন্তস্থল থেকে প্রণাম গ্রহণ করুন👋👋👋👋❤🌹🌹🌹👋👋👋🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 এইভাবে আপনি উপরওয়ালার সংসারে কাজ করে যান উপরওয়ালা আমাকে আপনাকে সুস্থ সবল রাখুন এবং উপর আল্লাহ আপনার মঙ্গল করুন সদাসর্বদা শুদ্ধ বুদ্ধি দান করে উপর আল্লাহ আপনাকে পরিচালিত করুন ধন্যবাদ আবার আমার প্রণাম নেবেন
১ঘন্টা ১৩ মিনিট কিভাবে চলে গেলো,,,,খুব ভালো লাগলো,আল্লাহ সবাইকে নেক কাজ করার সামর্থ দান করুক। আমিন
সত্যি আপনার গল্প অনুপ্রেরণা যোগ্য আল্লাহতালা আপনাকে আগায়ে নিয়ে গেছেন বেশি বেশি শুকরিয়া আদায় করবেন আল্লাহর হুকুমটা আপনি মানেন সবাইকে আল্লাহর হুকুম মানার জন্য চেষ্টা করবেন
আমি তায়েবে চাকরী রত আছি আমি আপনার ভিডিও দেখতেছি খুব ভাল লাগলো ধন্যবাদ
অসাধারণ প্রেরনার অনুষ্ঠান ধন্যবাদ কিবরিয়া ভাইকে
ভাই জীবনে অনেক গল্প শুনেছি। তবে আপনার টার মতো না।
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।
আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক চাইলে নিজে
সৎ পথে থাকলে কোথায়
উঠেয়ে দিতে পারেন তারই
দৃষ্টান্ত হাজী মোঃ হজরত আলী
সাহেব। আরো বেশি এই কৃষিতে
সাফল্য বয়ে আনুক সে কামনা করি। ** তার এই ফলজ বাগানের
দৃশ্য ভিডিও আগামীতে দেখালে
অনেকে নুতন কৃষি উদ্দোক্তা
আগ্রাহ প্রকাশ করবেন।
সাইখ সিরাজ স্যার এর আইডিতে আছে ওনার বাগানের ভিডিও ❤
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ইয়া রব আল্লাহ সব উম্মতকে হেদায়েত দেন ও অফুরন্ত বরকত দেন। এমন, হালাল রুজি দেন। আমিন সুম্মা আমীন
মাশা-আল্লাহ আল্লাহ্ চাইলে অনেক কিছুই হয় যদি সৎ ইচ্ছা থাকে ❤
ভাইয়ার বাগানের ভিডিও আমি অনেক আগে থেকে দেখি ভাইয়ার জীবন কাহিনী জানতাম না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আছছালামু আলাইকুম অরহমাতুললাহ
জাযাকুমুললাহু খাইরান
ভাই আল্লাহর কাছে আপনাদের জন্য অনেক দোয়া রইলো। পেটে ভাত না থাকলে গায়ে কাপর না থাকলে কেমন লাগে? এ ডায়লগ শুনে চোখে পানি চলে এলো। আমার ছোট ভাইয়ের নাম হযরত আলী। দোয়া চাই সনিরভর বাংলাদেশের জন্য ও সকল মানুষের জন্য। আল্লাহ হাফেজ।
আমিও কম না তবে উনার জন্য আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন রহিল।
আল্লাহ পাক তার মনের নেক আশা পূরণ করুক
সত্যি ভাই আমার একটা প্রজেক্ট করার সুযোগ যদি পেতাম আমিওকরতাম সৎ সাহস ও সৎ নিয়ত আমার মাঝে যদি আল্লাহর রহম করেন সকলেই দোয়া করবেন এমন সুযোগের অপেক্ষায় রইলাম
আল্লাহ হজরত আলি ভাইকে নেক হায়াত দান করুক
আসসালামু আলাইকুম।
হে পাক পরওয়ার দেগার হযরত আলী ভাইয়ের মনের আশা দিলের আশা পূরণ করে দিন।
আমিন। আমিন।
হজরত ভাইকে আল্লাহ ভালো রাখুক
আসসালামু আলাইকুম ব্র্যান্ডিং বাংলাদেশ টি শোনার জন্য সব সময় অপেক্ষায় থাকি ধন্যবাদ কিবরিয়া ভাইকে
❤
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর নগর সহ সকল সরকারি খালি জমি৷ গুলো৷ ফলের গাছ লাগিয়ে৷ দিন
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অফুরন্ত বার। খুব সুন্দর বলেছেন ধন্যবাদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আল্লাহ সবার জন্য বরকত দেন। আমিন সুম্মা আমীন
😊@@mdibrahim8137
এই রকম মানুষদের জীবন কাহিনী চ্যানেলে দেওয়া দরকার, উলঙ্গ বেহায়া শরীর ব্যাবসা করা ব্যক্তিদের নয়।
তোমার ভাগ্য ভাল ছিলো , ভাই আল্লা তোমাকে সাহায্য করছে আলহামদুলিলা 🤲 আল্লা তোমাকে আরো সফল করুন 🤲🤲
অসাধারণ একটা ভিডিও উপহার দিলেন আপনারা
কি বলবো বুঝতে পারতেছিনা,ধন্যবাদ কিবরিয়া ভাই কে❤️
সৎ এবং সততা নিয়ে চাইলে আল্লাহ কি না দেন , সুবহানাল্লাহ 💜💜💜💜
❤ আমি ভাগ্য বিশ্বাস করি ❤
ইনশাআল্লাহ এক দিন জাবো বাগানে হযরত ভাই
মাশাল্লাহ, সব ই মা বাবার দোযা
Ami 2/3 bochor age ee Shykh Siraj sir er report a dekhechi. Ami o onar moto try kortasi Allah pak jodi sohay thake.
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারকাতুহ। অসাধারণ বিনয়ী আলী ভাই আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে আরো বরকত দান করবে ইনশাআল্লাহ।
কষ্টের কথা গুলো শুনতে কষ্ট হচ্ছে।
আমি লোকটাকে শায়েখ সিরাজ সাবের ওখান থেকে চিনি হযরত ভাই যথেষ্ট ভদ্র মানুষ এবং নিজের অতীতকে ভুলে না
হযরত আলী আকন্দ ভাই অনেক ভালো এবং বড় মনের মানুষ। তার উপর আল্লাহর খাস রহমত রয়েছে। তার উসিলায় একদিন বাংলাদেশসহ সারা বিশ্বের অসংখ্য মানুষ উপকৃত হবেন। ভাই আমি আপনার সাথে দেখা করে আপনার পরামর্শ নিয়ে কাজ করতে চাই। আপনার ফোন নাম্বার পেলে ভালো হতো। আপনাকে ও কিবরিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ।
Amio bhai
ধন্যবাদ ভাই। সম্ভাবনার একটা দুয়ার খুলে দিলেন
আমরা যারা শিক্ষিত নামধারী স্মার্ট, তারা মা বাবা- ভাইবোন নিয়ে একসাথে থাকতে পারিনা। দেশের অনেক ছেলেরাই পারছেনা। ভেতর থেকে মারা যাচ্ছে।
বাবা- ভাইবোন নিয়ে একসাথে থাকলে আল্লাহ সবাইকে এই সুখ দেবেন ইনশাল্লাহ। আল্লাহ সবার মা বাবাকে ভালো রাখুন। হজরত ভাই ও কিবরিয়া ভাইয়ের জন্য শুভকামনা।
বাবা মা ও ভাই বোনদেরকেও তেমন হওয়া লাগবে । সবাই সবাইকে বুঝতে হবে এবং সন্মান করতে হবে - এই শর্ত ন্যচারেলী মেনে চললে সবই সম্ভব ।
আল্লাহ হযরত আলীকে নেক হায়াত দান করুন
হযরত আলী ভাই ভালো মনের মানুষ ও জীবন সংগ্রামের একজন সফল উদ্যোক্তা ও ফলবাগান ব্যবসায়ীদের আইকন ভাইয়ের জন্য ও তার পরিবারের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা সবসময়ের জন্য আমার ভাইয়ের সাথে ভাইয়ের বাগান দেখার অনেক ইচ্ছা আছে আল্লাহ যদি ভাগ্যে রাখে তবে যাব ইনশাআল্লাহ শুভকামনায় আহসান হাবিব তালুকদার সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনাপাড়ের দেশপ্রেমিক নাগরিক ও বাস্তব অভিজ্ঞ অর্শ পাইলস চিকিৎসক
উনি আমাদের শেরপুরের গর্ব❤❤
কস্ট আল্লাহর পরীক্ষা এই পরীক্ষায় পাশ করতে পারলেই আল্লাহ্ সুখ দেয় এতো টা যে এটা ইতিহাস হয়ে যায়
আলহামদুলিল্লাহ কিবরিয়া ভাই ভালো থাকেন আপনার জন্য সব সময় আমাদের দোয়া থাকবে ইনশাল্লাহ
আপনার চিন্তা ধারা অনেক ভালো। আল্লাহ সহায় হোক
MashaAllah.. Really you are real hero of Bangladesh.... my dear.