Darun darun dada..aj sakalei reel ba video dekhte cheye chhilam r rate video peye gelam..darun laglo.akhn 2nd time dekhchhi😊😊 jotobar j kono video dekhi natun lage..valo thakben apnara..ghurun r amader ghoran😊😊
96 world Cup তখন আমি ক্লাস 6 পড়ি। শ্রীলঙ্কার ক্রিকেট বিশ্বকাপ জয় আমাকে ওই দেশটা সম্পর্কে জানিয়ে ছিল।তোমরা সেই দেশটাকে আমাদের সামনে আনলে যা এককথায় অসাধারণ।ভালো অভিজ্ঞতার অপেক্ষায় রইলাম তোমাদের চোখে শ্রীলঙ্কা দেখে।
দাদারা শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবেন, আজকের ছবি এইচডি লেভেলের কোন কথা হবে না রোজগার যাই হোক দুজন বাঙালি মানুষ সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াচ্ছে এটাই সবচেয়ে বড় কথা ধন্যবাদ দাদা আপনারা অনেকেরই idol. ব্যারাকপুর থেকে শংকর।
আফ্রিকার মতো আবার শ্রীলঙ্কার নতুন সিরিজ শুরু হলো । অপেক্ষায় থাকলাম নতুন নতুন ভিডিওর জন্য । আর পৃথ্বীবাবুকে বলবেন শ্রীলঙ্কায় আবার বাংলা গান গায় । বেশ মজা হবে ।
চেন্নাই বহুবার গিয়েছি কিন্তু শ্রী লঙ্কা কখনও যাই নি।একবার যাবার খুব ইচ্ছে আছে তবে অবশ্যই ঈশ্বরের কৃপা হলে।আপনাদের এই সিরিজটা খুব মন দিয়ে ফলো করতে হবে।ভালো থাকবেন। পৃথ্বী জিত বাবু কিন্তু sarvana bhabane অন্য কিছু আইটেম নিতে পারতেন।ওখানকার dhosa খুবই সুস্বাদু।ফেরার সময়ে খেতে পারেন।
দেরীতে হলেও সময় করে শেষ পর্যন্ত দেখে নিলাম। কলকাতা থেকে চেন্নাই হয়ে কলম্বো পর্যন্ত বেশ ভালো লাগলো। জাতীয় ও আন্তর্জাতিক টার্মিনাল গুলি খুব সুন্দর করে সাজানো। মনে হচ্ছিল বাইরের কোনো দেশ এটা। সঙ্গে আপনার সুমিষ্ট হাস্য ধারাভাষ্য পর্বটিকে মধুর করে তুলেছে। এগিয়ে চলুন সঙ্গে আছি।
You are 100% correct. At least I loved to watch mostly uncut/raw videos, as I can get the real filling of the travel details. All the best for your journey and will wait for the series eagerly, same as your African / Egypt tour.
Last time, I went to Chennai in 2018 for treatment purpose with my family. And yes, there is problem regarding language. Local people can't understand and speak Hindi or English.🙂 But Chennai's roads are too clean! I absolutely loved it. Shibaji Sir, erpore Chennai soho South India er Bibhinno jayga explore korar video chaiiii.✊✊🌸
@@souvikm100 Listen I am not telling them to speak Hindi and I am none to tell this. Shibaji Sir was saying about the problem of understanding language that's why I also shared my experience. Don't misinterpret my comment.
😢 শুধু কলকাতা থেকে কলম্বো পর্যন্ত যেতেই একটা ভিডিও বানিয়ে ফেললেন !! চেন্নাই দেখানোর যদি থাকতো ই তো ওই বুড়ি ছোঁয়ার কি দরকার ছিল ? Airport এর ডিটেইল তো এর আগেই বহুবার দেখিয়েছেন। কলম্বোর ওই হোটেলের বাথরুমটা কি খুব দরকার ছিল ? আসলে আপনারা " Likes " এর লোভ টা কিছুতেই ছাড়তে পারেন না😢
@partho59 আলবাত আমরা likes এর লোভ ছাড়তে পারি না, আরও একটা লোভ আছে, ভালো ভিডিও বানিয়ে আপনাদের মত কিছু পাবলিক কে তেলে বেগুনে হিংসার আগুনে জ্বালিয়ে দেওয়ার লোভ, তাতেও দেখুন আমরা সফল 🤣 । আপনাকে জ্বালানোর জন্য আরও সব ভিডিও আসছে, থামছি না, উৎসাহিত বোধ করছি।ভালো থাকবেন
Shubho Vijaya again. I am sure you will enjoy your trip to Srilanka. It has close ties ethnically with India. Sinhalese have a common bond with Bengali and Srilankan tamils have their bonding with Tamilian. You will appreciate Tamil Nadu more and more as you spend longer time there. Very hard working and committed to their work. You may be aware that Tamil is official language in five countries. Many complain about their lack of knowledge of Hindi. It is a boon in disguise. The Tamil films are able to do brisk business at par with Hindi films and have world wide market. Saravana restaurant chains are very popular. They serve quality food in hygienic environment.
I have been to several metros across the nation and unfortunately-Kolkata metro; my hometown - is a pain! Worried regarding what impression it leaves for the tourists and the outsiders when they board India's oldest metro network.
It is very true. But all of us fail to recognise the bittermost fact about the Kolkata metro, that is, it is the absurdly cheap metro among all the metro systems in India. It is cheaper by a large margin. Run by Indian Railways for political considerations. Petty politics of cheap populism has made it the worst metro of the country in terms of services and passenger comfort.
Prithi Da humble request not to be disrespectful towards other regions local food ..as a traveler please learn to be more accommodating towards food even if it's vegetarian and not being served lots of fishes as in West Bengal. 🙏
ওই সিন্ধুর টিপ সিংহল দ্বীপ কাঞ্চনময় দেশ ওই চন্দন যার অঙ্গের বাস তাম্বুলঘল কেশ। কিশোর বয়সে স্কুলে এই কবিতাটা পড়ে শুধু কল্পনাই করেছি। আজ সেই কল্পনা আপনারা বাস্তবে রূপ দিতে চলেছেন। প্রথম পর্ব থেকেই জমে উঠেছে। বেশ কিছুদিন আনন্দে কাটবে। দেখি আফ্রিকাকে ছাড়িয়ে যেতে পারে কিনা। ধন্যবাদ। ❤❤❤❤
আজকের শুরু থেকে শেষ ব্লগ ভালো লাগলো।আর সব চেয়ে ভালো লাগলো আপনারা রামায়ণের পূর্ণ ভুমি শ্রী লঙ্কা গেছেন। যেখানে সয়ৎ শ্রী রামচন্দ্র,মাতা সীতা লক্ষ্যন সহ, মহাবীর বজরৎ বালীর পাদ স্পর্শ এ ধন্য। আশা করি আপনারা রামায়ণের যতটুকু সম্ভব দেখাবেন। আমার তীর্থ যাত্রা দেখতে ভীষণ ভালো লাগে।আর রামায়ণ সেতো আমাদের শুধু মহাকাব্য নয়, প্রতিটি হিন্দু সম্প্রদায়ের ভারত বাসীর রক্ত কনিকায় মিশে আছে। আপনাদের দুজনের যাত্রা শুভ রাত্রি, এই কামনা নিয়ে, বলবো,জয় শ্রী রাম।
Chennai has two distinct monsoon seasons, the south west monsoon and the north east monsoon Now it's the north east monsoon season. This phase is more intense than the first phase. Chennai has three seasons Hot, hotter and hottest Now it's the Hotter part😂
অনেকদিনের ইচ্ছে ছিলো আপনাদের ভিডিওর মাধ্যমে আমি শ্রীলঙ্কা পর্ব দেখবো আগেই আমি আপনার পোস্ট এ ভোট দিয়ে ছিলাম শ্রীলঙ্কার পক্ষে সবাই শ্রীলঙ্কা পর্ব গুলো দেখতে চেয়ে বেশি ভোট দিয়েছে ফাইনালি আমার শ্রীলঙ্কা দেখার স্বপ্ন পূরণ হতে চলেছে শিবাজি দার মাধ্যমে অসংখ্য ধন্যবাদ শিবাজি দা কে আমাদের সবার কথা রাখার জন্য ❤❤❤
Chennai তে ইংলিশে কথা বলতে কোনো প্রব্লেম হয় না আর এখন ওরা হিন্দি ও বলে। আপনি এক ঘণ্টায় একটা stereotype opinion দিয়ে দিলেন। আর আপনি সাউথ ইন্ডিয়া যান নি কখনো আর এক্সপ্লোরার বলেন নিজেকে ? Foreign tour করছেন? অবাক হলাম।
Ami jodio ekhon desh e thakina tao Bangalore e 10 bochor katanor dorun south India ta amar o weakness! ShibajiDa ke koekta jaega suggest korar chilo jodi southern part of India explore korar kotha bhaben. 1) Annapoorneshwari Temple, Horanadu 2) Mayura River View, Shrirangapatna 3) Golden Temple, Bylakuppe, Kodava Aro ache hidden treasures…jemon jemon mone porbe ami post korbo comment e…
Shibaji da r prithwijit da apnara darun blen . Apnader chokh diei amra dekhi. Hats off... Best wishes. Ekbar apnara Japan Jan eta dekhar asha amar. Sunechi Japan darun jaiga.
খুবই ভাল লাগছে ,আপনাদের জন্যই শ্রীলঙ্কা দেখতে পাব। কলকাতা থেকে শ্রীলঙ্কার আজকের জার্নিটা দারুন লাগলো। খুব ভাল থাকবেন আপনারা। পরবর্তী ব্লগের অপেক্ষায় রইলাম।
Uff Prithijit da always hit 😂😂 Pitti rokhha to south Indian Bharote eshe ilish mach khawano durdanto jobab nei 😂😂❤❤ Hashte gie pete khil dhore gelo 😅😅❤❤ valo thakben apnara
খুব ভালো লাগছে আবার একটা নতুন পর্ব শুরু হলো।তোমাদের চোখে শ্রীলংকা ঘুরে দেখার মজাই আলাদা।আমি কিছুদিন আগে চেন্নাই গেছিলাম।তোমাদের প্রত্যেক টা homestay দুর্দান্ত।
দারুন লাগলো চেন্নাই থেকে শ্রী লঙ্কা পৌঁছানো পর্যন্ত। এবার আবার নতুন দেশ দেখবো তোমার চোখ দিয়ে এটাই আনন্দের ব্যাপার। ভালো ভাবে ঘুরে বেড়িয়ে আসবে এটাই শুভ কামনা রইলো।
চেয়েছিলাম মায়ানমার, পেলাম শ্রীলঙ্কা। যদিও অনেকের VDO বা Vlog এ দেখেছি তবে এটা নিশ্চিত Explorer Shibaji Channel always different হবে এবং আরো অনেক Better Explore হবে শ্রীলঙ্কা কে সে বিষয়ে কোনো সন্দেহ নেই । ভালো থাকুন, সুস্থ থাকুন শিবাজী দা, পৃথ্বীজিৎ দা দুজনেই
আমার খুব ইচ্ছে ছিল, তোমরা শ্রীলঙ্কা যাও। কারণ, বাংলায় কোন ট্রাভেল ব্লগ শ্রীলঙ্কা কে নিয়ে আজ পর্যন্ত হয়নি। অনেক ধন্যবাদ শিবাজী দা আমার অনুরোধ রাখার জন্য।❤❤❤ Explorer Shibaji zindabad.. (from Belgharia, Nimta, N 24 pgs)
বরাবরের মতোই ভালো ....নিজে ভ্রমণের আগে আপনাদের চোখ দিয়ে একঝলক দেখে নেওয়ার জেনে নেওয়ার মজাই আলাদা...আরো ঘুরুন এরম ...দক্ষিণ আর দক্ষিণ-পূর্ব এশিয়ার সব দেশ এভাবেই আপনাদের চোখে দেখতে চাই ❤
দারুণ । এই ভাবেই চালিয়ে যান । ক্রিকেটে ওদের কাত করেছি । আপনারা শ্রীলঙ্কা ঘুরে এমন ভিডিও করুন যা দেখে লঙ্কা বাসী কেও বলতে হয় বাহ্ আমরা তো এমন করে দেশ টা কে এত দিন আবিষ্কার করিনি ।
ইসস, কি যে ভালো লাগছে!! আপনাদের এই ভ্রমণগুলো আমাদের কি যে ভালো লাগে। সবাই একসঙ্গে বসে ভিডিওগুলো যখন দেখি তখন মনে হয় আমরাও যাচ্ছি আপনাদের সাথে। আর শ্রীলঙ্কা আমার একটি প্রিয় দেশ। খুব ইচ্ছে যাওয়ার। এমনভাবেই ঘুরতে থাকুন আর আমাদের ঘোরার আনন্দ দিন। খুব ভালো থাকবেন। ধন্যবাদ।
কখনো তিব্বত যাবেন প্লিস।মনাস্ট্রি গুলো দেখতে ইচ্ছে করে। ওখানকার মানুষ জন ,প্রকৃতি,পাহাড়ি রাস্তাঘাট,খাওয়া দাওয়া দেখতে ইচ্ছে করে। আপনাদের ব্লগ ভীষন ই ভালো হয়। এটাও খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাদের জন্য বাড়ি বসে অনেক কিছু জানতে পারছি। ভালো থাকবেন।
Daroon.....apner video Tey eto engrossed hoye thaki.....jey kaajta kortey Hobe bhule Jai....Tobey.eber excited Thakbo video er jonno...AR dadagiri 4th November mone ache
Welcome to Sri Lanka, as a Bangladeshi student in Sri Lanka I can say Sri Lanka is a best county to travel.. hope you will enjoy on this trip.
Apni srilanka te kno study korcen ektu bolben plzz
@@RajmoniTanchangya-p8l vai Bangladesh theke kivhabe sri lankay jbo aktu bolben plzz koroch kamon hobe.
Darun darun dada..aj sakalei reel ba video dekhte cheye chhilam r rate video peye gelam..darun laglo.akhn 2nd time dekhchhi😊😊 jotobar j kono video dekhi natun lage..valo thakben apnara..ghurun r amader ghoran😊😊
96 world Cup তখন আমি ক্লাস 6 পড়ি। শ্রীলঙ্কার ক্রিকেট বিশ্বকাপ জয় আমাকে ওই দেশটা সম্পর্কে জানিয়ে ছিল।তোমরা সেই দেশটাকে আমাদের সামনে আনলে যা এককথায় অসাধারণ।ভালো অভিজ্ঞতার অপেক্ষায় রইলাম তোমাদের চোখে শ্রীলঙ্কা দেখে।
Family এর সাথে বসে, TV তে আপনাদের video দেখার মজাই আলাদা । ভালো থাকবেন । সুস্থ থাকবেন। শুভ বিজয়া ।
ইচ্ছে পূরণ হল। আবার শ্রীলংকা 😊😊।দারুন খুশি। নতুন পর্ব অনবদ্য লাগলো। এখনো তো পুরো সফর বাকি।
দুর্দান্ত অভিজ্ঞতা দিয়ে শুরু হল আরেকটি অসাধারণ সিরিজ। প্রতিটি মুহুর্ত উপভোগ করব এইসিরিজে।
Chennai airport আমার খুব ক্লোজ । বহুবার গিয়েছি। আপনাদের ভিডিওর wait করছিলাম। মায়ানমার টা আমারও পছন্দ ছিল।
অসাধারণ । আরো কিন্তু সম্পূর্ণ তথ্য চাই আমি আপনার ভিডিও দেখে উৎসাহিত এবং ভবিষ্যতে যেতে চাই। অসংখ্য ধন্যবাদ।
দাদারা শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবেন, আজকের ছবি এইচডি লেভেলের কোন কথা হবে না রোজগার যাই হোক দুজন বাঙালি মানুষ সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াচ্ছে এটাই সবচেয়ে বড় কথা ধন্যবাদ দাদা আপনারা অনেকেরই idol. ব্যারাকপুর থেকে শংকর।
❤🙏
Ki moja abar notun tour...khub valo chilo ajker journey... daryn homestay
আফ্রিকার মতো আবার শ্রীলঙ্কার নতুন সিরিজ শুরু হলো ।
অপেক্ষায় থাকলাম নতুন নতুন ভিডিওর জন্য ।
আর পৃথ্বীবাবুকে বলবেন শ্রীলঙ্কায় আবার বাংলা গান গায় । বেশ মজা হবে ।
চেন্নাই বহুবার গিয়েছি কিন্তু শ্রী লঙ্কা কখনও যাই নি।একবার যাবার খুব ইচ্ছে আছে তবে অবশ্যই ঈশ্বরের কৃপা হলে।আপনাদের এই সিরিজটা খুব মন দিয়ে ফলো করতে হবে।ভালো থাকবেন।
পৃথ্বী জিত বাবু কিন্তু sarvana bhabane অন্য কিছু আইটেম নিতে পারতেন।ওখানকার dhosa খুবই সুস্বাদু।ফেরার সময়ে খেতে পারেন।
আরে সেটাই তো চেয়েছিলাম কিন্তু পেলাম না।😊
স্যার শ্রীলংকা অবশ্যই দারুন একটা গল্প আসতে চলেছে। কিন্তু মায়ানমার আশা করেছিলাম,মানে একটু নতুন কিছু।
যাই হোক আগামীতে দেখতে পাব আশা করি ❤
দেরীতে হলেও সময় করে শেষ পর্যন্ত দেখে নিলাম। কলকাতা থেকে চেন্নাই হয়ে কলম্বো পর্যন্ত বেশ ভালো লাগলো। জাতীয় ও আন্তর্জাতিক টার্মিনাল গুলি খুব সুন্দর করে সাজানো। মনে হচ্ছিল বাইরের কোনো দেশ এটা। সঙ্গে আপনার সুমিষ্ট হাস্য ধারাভাষ্য পর্বটিকে মধুর করে তুলেছে। এগিয়ে চলুন সঙ্গে আছি।
বললে বিশ্বাস করবেন কিনা জানি না, লাস্ট কদিন ধরে খুব শ্রীলঙ্কার ভিডিও দেখছিল আর আজকে থেকে আপনাদের সিসিজ শুরু হয়ে গেল। আর কী চাই। দারুন দারুন❤
খুব ভালো লাগলো ভিডিও টা 👍
অপেক্ষায় রইলাম । খুব আনন্দ হচ্ছে নতুন জায়গা ঘুরে দেখব বলে 👍👍😊
You are 100% correct. At least I loved to watch mostly uncut/raw videos, as I can get the real filling of the travel details.
All the best for your journey and will wait for the series eagerly, same as your African / Egypt tour.
খুব ভাল ঘুরুন, নতুন নতুন ভিডিওর অপেক্ষায় রইলাম, আজকের ভিডিও দারুণ।
আপনাদের যাত্রা শুভ হোক, আর ভালো করে ঘুরুন আর আমাদের ভালো করে শ্রীলঙ্কা দেখান, শুভেচ্ছা রইলো ❤❤
Khub khub bhalo laglo r Chennai theke Colombo 😊immigration er golpo ta khub bhalo laglo, happy journey
I love your videos, Shibaji da. You always show us new places and cultures. Sri Lanka looks amazing. Can’t wait for the next part.
অপূর্ব । পৃথ্বিজীৎ বাবু এক কথায় অসাধারণ । অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম ।
😊🙏
Last time, I went to Chennai in 2018 for treatment purpose with my family. And yes, there is problem regarding language. Local people can't understand and speak Hindi or English.🙂 But Chennai's roads are too clean! I absolutely loved it. Shibaji Sir, erpore Chennai soho South India er Bibhinno jayga explore korar video chaiiii.✊✊🌸
Why some non hindi speaker will speak hindi?
@@souvikm100 Listen I am not telling them to speak Hindi and I am none to tell this. Shibaji Sir was saying about the problem of understanding language that's why I also shared my experience. Don't misinterpret my comment.
😢 শুধু কলকাতা থেকে কলম্বো পর্যন্ত যেতেই একটা ভিডিও বানিয়ে ফেললেন !! চেন্নাই দেখানোর যদি থাকতো ই তো ওই বুড়ি ছোঁয়ার কি দরকার ছিল ? Airport এর ডিটেইল তো এর আগেই বহুবার দেখিয়েছেন। কলম্বোর ওই হোটেলের বাথরুমটা কি খুব দরকার ছিল ? আসলে আপনারা " Likes " এর লোভ টা কিছুতেই ছাড়তে পারেন না😢
@partho59 আলবাত আমরা likes এর লোভ ছাড়তে পারি না, আরও একটা লোভ আছে, ভালো ভিডিও বানিয়ে আপনাদের মত কিছু পাবলিক কে তেলে বেগুনে হিংসার আগুনে জ্বালিয়ে দেওয়ার লোভ, তাতেও দেখুন আমরা সফল 🤣 ।
আপনাকে জ্বালানোর জন্য আরও সব ভিডিও আসছে, থামছি না, উৎসাহিত বোধ করছি।ভালো থাকবেন
@@souvikm100 Tahole eibar theke Apnar moton bangali der uchit Chennai gele treatment ba ghurte gele Tamil sikhe jaoar... 😂😂...
দারুণ দারুণ দারুণ খুব ভালো লাগছে, বাকি কথা পুরো video দেখবার পর😊😊😊👋👋👍🙏🙏
Shubho Vijaya again. I am sure you will enjoy your trip to Srilanka. It has close ties ethnically with India. Sinhalese have a common bond with Bengali and Srilankan tamils have their bonding with Tamilian. You will appreciate Tamil Nadu more and more as you spend longer time there. Very hard working and committed to their work. You may be aware that Tamil is official language in five countries. Many complain about their lack of knowledge of Hindi. It is a boon in disguise. The Tamil films are able to do brisk business at par with Hindi films and have world wide market. Saravana restaurant chains are very popular. They serve quality food in hygienic environment.
Your blog is amazing awesome continue from your end I have been enjoying your blogging since long❤
OK for first night Srilanka
Wow....darun moja hocche ebar apnader sathe Srilanka ghurbo bole....next vlog er opekkhay roilam Shibaji da.
I have been to several metros across the nation and unfortunately-Kolkata metro; my hometown - is a pain! Worried regarding what impression it leaves for the tourists and the outsiders when they board India's oldest metro network.
It is very true. But all of us fail to recognise the bittermost fact about the Kolkata metro, that is, it is the absurdly cheap metro among all the metro systems in India.
It is cheaper by a large margin.
Run by Indian Railways for political considerations.
Petty politics of cheap populism has made it the worst metro of the country in terms of services and passenger comfort.
Kolkata metro is the only metro in our nation that entirely holds by Govt of India i.e Indian Railways.
Osadharon laglo…apnar video dekhe amrao plan korechi 2024 er march e
Prithi Da humble request not to be disrespectful towards other regions local food ..as a traveler please learn to be more accommodating towards food even if it's vegetarian and not being served lots of fishes as in West Bengal. 🙏
আমি মজা করেই বলেছি এতো সিরিয়াসলি নেবেন না🙏
Khub valolaglo dada jeta amader jara hyeuthena seikajta apnar doulte korteparchi, jekai boluk sotii apnader iswar soubhago korediyechen r amadero bhagoban .Thanks again for your works.
ওই সিন্ধুর টিপ সিংহল দ্বীপ কাঞ্চনময় দেশ
ওই চন্দন যার অঙ্গের বাস তাম্বুলঘল কেশ।
কিশোর বয়সে স্কুলে এই কবিতাটা পড়ে শুধু কল্পনাই করেছি। আজ সেই কল্পনা আপনারা বাস্তবে রূপ দিতে চলেছেন। প্রথম পর্ব থেকেই জমে উঠেছে। বেশ কিছুদিন আনন্দে কাটবে। দেখি আফ্রিকাকে ছাড়িয়ে যেতে পারে কিনা। ধন্যবাদ। ❤❤❤❤
আজকের শুরু থেকে শেষ ব্লগ ভালো লাগলো।আর সব চেয়ে ভালো লাগলো আপনারা রামায়ণের পূর্ণ ভুমি শ্রী লঙ্কা গেছেন। যেখানে সয়ৎ শ্রী রামচন্দ্র,মাতা সীতা লক্ষ্যন সহ, মহাবীর বজরৎ বালীর পাদ স্পর্শ এ ধন্য। আশা করি আপনারা রামায়ণের যতটুকু সম্ভব দেখাবেন। আমার তীর্থ যাত্রা দেখতে ভীষণ ভালো লাগে।আর রামায়ণ সেতো আমাদের শুধু মহাকাব্য নয়, প্রতিটি হিন্দু সম্প্রদায়ের ভারত বাসীর রক্ত কনিকায় মিশে আছে। আপনাদের দুজনের যাত্রা শুভ রাত্রি, এই কামনা নিয়ে, বলবো,জয় শ্রী রাম।
🙏🙏
Chennai has two distinct monsoon seasons, the south west monsoon and the north east monsoon
Now it's the north east monsoon season. This phase is more intense than the first phase.
Chennai has three seasons
Hot, hotter and hottest
Now it's the Hotter part😂
অনেকদিনের ইচ্ছে ছিলো আপনাদের ভিডিওর মাধ্যমে আমি শ্রীলঙ্কা পর্ব দেখবো
আগেই আমি আপনার পোস্ট এ ভোট দিয়ে ছিলাম শ্রীলঙ্কার পক্ষে
সবাই শ্রীলঙ্কা পর্ব গুলো দেখতে চেয়ে বেশি ভোট দিয়েছে ফাইনালি আমার শ্রীলঙ্কা দেখার স্বপ্ন পূরণ হতে চলেছে শিবাজি দার মাধ্যমে অসংখ্য ধন্যবাদ শিবাজি দা কে আমাদের সবার কথা রাখার জন্য ❤❤❤
Chennai তে ইংলিশে কথা বলতে কোনো প্রব্লেম হয় না আর এখন ওরা হিন্দি ও বলে। আপনি এক ঘণ্টায় একটা stereotype opinion দিয়ে দিলেন। আর আপনি সাউথ ইন্ডিয়া যান নি কখনো আর এক্সপ্লোরার বলেন নিজেকে ? Foreign tour করছেন? অবাক হলাম।
Ami jodio ekhon desh e thakina tao Bangalore e 10 bochor katanor dorun south India ta amar o weakness! ShibajiDa ke koekta jaega suggest korar chilo jodi southern part of India explore korar kotha bhaben.
1) Annapoorneshwari Temple, Horanadu
2) Mayura River View, Shrirangapatna
3) Golden Temple, Bylakuppe, Kodava
Aro ache hidden treasures…jemon jemon mone porbe ami post korbo comment e…
South India janni bole foreign tour kora jabena? Bhishon boka boka laglo kotha ta
আপনি কিছু জানেন না। মেট্রো এলাকায় শহরের আশপাশের গ্রামের বহু নতুন লোক প্রতিদিন পেশাগত কারণে আসে। তারা ইংরাজী জানবে না সেটা খুবই স্বাভাবিক!
Apnar kno joggota ache j somalochona krchen? Age kichu korun loke apnake chinuk januk then onner somalochona krben. Ha jodio apni ei comment kre bikhato honni hoechen kukhato. Ble na olpo bidya voyonkori temon e hoeche...
Shibaji da r prithwijit da apnara darun blen . Apnader chokh diei amra dekhi. Hats off... Best wishes. Ekbar apnara Japan Jan eta dekhar asha amar. Sunechi Japan darun jaiga.
Darun bapar. Khub sundor jaega sunechi aj dekhbo.
খুবই ভাল লাগছে ,আপনাদের জন্যই শ্রীলঙ্কা দেখতে পাব। কলকাতা থেকে শ্রীলঙ্কার আজকের জার্নিটা দারুন লাগলো। খুব ভাল থাকবেন আপনারা। পরবর্তী ব্লগের অপেক্ষায় রইলাম।
Khub valo laglo video ta ❤
Ar baki video gulo taratari niye asun 😊
Uff Prithijit da always hit 😂😂
Pitti rokhha to south Indian Bharote eshe ilish mach khawano durdanto jobab nei 😂😂❤❤
Hashte gie pete khil dhore gelo 😅😅❤❤ valo thakben apnara
😀🙏
আজ আপনার দাদাগিরি দেখলাম।অসাধারণ লাগলো।অভিনন্দন চ্যাম্পিয়ন ।
বেশ ভালো লাগলো। আগামী ভিডিওর অপেক্ষায় রইলাম।
খুব ভালো লাগছে আবার একটা নতুন পর্ব শুরু হলো।তোমাদের চোখে শ্রীলংকা ঘুরে দেখার মজাই আলাদা।আমি কিছুদিন আগে চেন্নাই গেছিলাম।তোমাদের প্রত্যেক টা homestay দুর্দান্ত।
দারুণ লাগলো ভিডিও টা। শুভ বিজয়ার প্রনাম জানাই আপনাদের। শুভ রাত্রি। 👍👍
খুব ভালো লাগলো। আপনাদের ধন্যবাদ এই রকম একটি ভিডিও দেখানোর জন্য।
আপনাদের মাধ্যমে শ্রীলঙ্কা দেখার ইচ্ছে ছিল খুব। ধন্যবাদ আপনাদের।
Suru holo notun sereis...... khub i sundor laglooo..... Porer porbo gulor opekkhay roilam..... ❤❤
দারুন লাগলো চেন্নাই থেকে শ্রী লঙ্কা পৌঁছানো পর্যন্ত। এবার আবার নতুন দেশ দেখবো তোমার চোখ দিয়ে এটাই আনন্দের ব্যাপার। ভালো ভাবে ঘুরে বেড়িয়ে আসবে এটাই শুভ কামনা রইলো।
শিবাজী দা এই ভাবে চালিয়ে যাও আর আমরা এই ভাবে দেখতে থাকবো
খুব ভালো লাগল আপনাদের ভিডিওটি। ভ্রমণ শুভ হোক।
চেয়েছিলাম মায়ানমার, পেলাম শ্রীলঙ্কা। যদিও অনেকের VDO বা Vlog এ দেখেছি তবে এটা নিশ্চিত Explorer Shibaji Channel always different হবে এবং আরো অনেক Better Explore হবে শ্রীলঙ্কা কে সে বিষয়ে কোনো সন্দেহ নেই । ভালো থাকুন, সুস্থ থাকুন শিবাজী দা, পৃথ্বীজিৎ দা দুজনেই
আমার খুব ইচ্ছে ছিল, তোমরা শ্রীলঙ্কা যাও। কারণ, বাংলায় কোন ট্রাভেল ব্লগ শ্রীলঙ্কা কে নিয়ে আজ পর্যন্ত হয়নি। অনেক ধন্যবাদ শিবাজী দা আমার অনুরোধ রাখার জন্য।❤❤❤ Explorer Shibaji zindabad.. (from Belgharia, Nimta, N 24 pgs)
খুবই সুন্দর এবং আকর্ষণীয় স্থান দেখে আমার খুব ভালো লাগলো, আপনাদের অসংখ্য ধন্যবাদ।
বরাবরের মতোই ভালো ....নিজে ভ্রমণের আগে আপনাদের চোখ দিয়ে একঝলক দেখে নেওয়ার জেনে নেওয়ার মজাই আলাদা...আরো ঘুরুন এরম ...দক্ষিণ আর দক্ষিণ-পূর্ব এশিয়ার সব দেশ এভাবেই আপনাদের চোখে দেখতে চাই ❤
Bahhhhhh
Khub valo lagce
Abar o natun adventure
আরো একটা দুর্দান্ত ট্যুর দেখতে চলেছি। শুরুটা বেশ ভালোই হোলো বাকি টা দেখার অপেক্ষায় রইলাম।
Aj Srilanka vs India WC match dekhte dekhte dekhlam video ta..darun laglo...asha kori ei tour ta o khub valo hobe...
শ্রীলঙ্কা সফরের আগে এই vdo তে যা পেলাম সেটাও দেখতে বা জানতে বেশ লাগল। ধন্যবাদ তার জন্য।
শিবাজীদার শার্টটা আমার খুব পছন্দ হয়েছে। ঠিক একই রকমের আমারও একটা শার্ট আছে। শ্রীলংকা পর্বগুলো দেখার অপেক্ষায় রইলাম। শুভ কামনা দুজনের জন্য।
Khuub sundoor apner sigiria vlog d2khar jonne utsuktoo khubb
Khub oi bhalo, amar mone ekhon oi khub utsaho Sri Lanka dekhar Janya, specially apnar video r madhyam a, happy journey
Darun Laglo sir Khub Sundor puro video ta deklam khub valo ❤❤❤❤❤❤❤
Happy new journey khub utsuk hoye achi new video dekhar jannya valo theko susthya theko ❤
অপূর্ব দৃশ্য স্পেইনের কথা মনে পড়ে যায়
Ohooo darunnn..ami srilanka te vote diyechilm..khub iche chilo des ta dkhar..finally explorer shibaji dar chokh diye dkhbo..uffff darunnnnn❤️😍🥰
Khub bhalo laga ....ak jon bengaly person Hoya...we ful proud 👏 🎉 for you
Joy hok Explorer Shivajir.
Khub sundor lagchee apnar songe Sri Lanka tour korar. Carry on......
ধন্যবাদ শ্রীলঙ্কা সফরের জন্য। আমার বর শ্রীলঙ্কায় চাকুরী করেছেন, তাই অনেক গল্প শুনেছি এবার আপনার চোখে দেখবো!শুভকামনা রইলো।
দারুণ ।
এই ভাবেই চালিয়ে যান ।
ক্রিকেটে ওদের কাত করেছি ।
আপনারা শ্রীলঙ্কা ঘুরে এমন ভিডিও করুন
যা দেখে লঙ্কা বাসী কেও বলতে হয়
বাহ্ আমরা তো এমন করে দেশ টা কে এত দিন আবিষ্কার করিনি ।
Subho bijoya. Prithvijit babu ebong shibaji babu dujoner poribarer jonnoi roilo amader poribarer torof theke suvechha ebong abhinandan.Srilanka tei vote diye chhilam. Aj sri Lanka r 1st episode dekhe khubi bhalo lagchhe. Best of luck. Asha rakhchhi ebhabei egiye jaben agami dine amader moto darshakder bhalobasha sathe niye. 🙏
অনেক ভালো লাগলো , অপেক্ষায় ছিলাম আপনার মাধ্যমে শ্রীলংকাকে দেখবো , ভালো থাকবেন , দোয়া করবেন, BD থেকে
খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের ❤
Khubi valo laglo tomader journey ta, next videor apekkae thaklam.
খুব ভালো লাগলো, আজকের ভিডিওটা আগামী ভিডিওর অপেক্ষায় রইলাম। ❤❤
খুব ভালো লাগলো ভিডিও টা ধন্যবাদ....... From Rajshahi Bangladesh
শিবাজী আপনার চোখ দিয়ে কলম্বো দেখলাম।waiting for yr next video
Audience der iccha motamot er eto respect koren ei jonnei apnar video eto ta valo lage... God bless you dada ❤
Love from Bangladesh ❤❤
দাদা তোমরা খুব সুন্দর ভাবে সব কিছুর পরিচয় করাও।
তার জন্য অসংখ্য ধন্যবাদ
শুভেচ্ছা ও শুভকামনা রইল।চেন্নাই এয়ারপোর্ট এর সাথে চমতকার মেট্ররেলের এর যোগাযোগ দেখে ভাল লাগল।ঢাকা থেকে দেখছি। কলম্ব এর হোমষ্টে এর রুমটা আসলেই চমতকার।
দারুণ লাগবে....... অপেক্ষায় থাকলাম।
পিত্তরক্ষা হাঃ হাঃ হাঃ হাঃ। দারুণ। পৃথ্বিজিৎ পৃথ্বিজিতেই আছে।
😀🙏
অভিনন্দন জানাই।আমরা আরও ভালো ভিডিও র অপেক্ষায় থাকবো।
অসাধারন লেগেছ। Keep moving
আপনার চ্যানেল খুব আগ্রহ সহকারে দেখি দাদা!!ভালো থাকুন সবাই।
Khub bhalo laglo. .way of talking khub sundar.
Darun lagche...2nd episode wait korchi
ইসস, কি যে ভালো লাগছে!! আপনাদের এই ভ্রমণগুলো আমাদের কি যে ভালো লাগে। সবাই একসঙ্গে বসে ভিডিওগুলো যখন দেখি তখন মনে হয় আমরাও যাচ্ছি আপনাদের সাথে। আর শ্রীলঙ্কা আমার একটি প্রিয় দেশ। খুব ইচ্ছে যাওয়ার। এমনভাবেই ঘুরতে থাকুন আর আমাদের ঘোরার আনন্দ দিন। খুব ভালো থাকবেন। ধন্যবাদ।
আপনার ভি ডি ও ভীষণ ভালো লাগছে আমি ও যুক্ত হোলাম মন টা ওভীষণ ভালো হয়ে যাচ্ছে।খুব ভালো।ভালো থাকবেন দুজনে❤👌👍🙏
আপনারা ও ভালো থাকুন , সুস্থ থাকুন দারুন লাগলো এই ভিডিও পরের পর্বে কলম্বো দেখবো ঐটা ভেবেই খুব আনন্দ পাচ্ছি
কখনো তিব্বত যাবেন প্লিস।মনাস্ট্রি গুলো দেখতে ইচ্ছে করে। ওখানকার মানুষ জন ,প্রকৃতি,পাহাড়ি রাস্তাঘাট,খাওয়া দাওয়া দেখতে ইচ্ছে করে। আপনাদের ব্লগ ভীষন ই ভালো হয়। এটাও খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাদের জন্য বাড়ি বসে অনেক কিছু জানতে পারছি। ভালো থাকবেন।
Khub sundar video dada.. Next video r apekkhay roilam 😊. Amio srilanka tei vote diyechilam dada.
Vromon gulo khub sundor 👌👌👍
Khub sundar marina beach,khabar,chenni airport colombo airport, hotel dekhiyachen.
Darun khub bhalo laglo,ar prithibi dada to darun majar.manus,😊🙏
Ki je ananda hocche bole bojhate parchi na,thank you so much, best of luck, sustho vabe ghure asun iswar er kache prarthona kori 👍
Subho bijayar subhechaa roilo. Darun.
asadharan bhalo video dheklam.
স্যার, আমি বাংলাদেশ থেকে নিয়মিত দেখি আপনাদের ভিডিও। খুব ভালো লাগে। শুভকামনা আপনাদের জন্য।
Ashandharon laglo shibaji babu o prithwijit babu.. evabei cholte thakun bhromon episode. Sob kichu eto shundar manage kore presentable kore tulechen. Bangla erokom ekta channel ghorar jonno anobodyo hoye utheche. Amra jara baire kom ghurte jai tader kache guiding light er motoi.. cholte thakuk evabei. 🙏
স্কিপ করার কোনো দরকার ই পড়ছে না। এত সুন্দর ভিডিও। সব টা খুভি সুন্দর।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Daroon.....apner video Tey eto engrossed hoye thaki.....jey kaajta kortey Hobe bhule Jai....Tobey.eber excited Thakbo video er jonno...AR dadagiri 4th November mone ache