Colombo Srilanka | ভারত মহাসাগরের পাড় দিয়ে ট্রেন | কলম্বোর বাজার ও দর্শনীয় স্থান | Srilanka Part 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @explorershibaji
    @explorershibaji  Год назад +79

    Currency conversion rate is wrong in the video, I just wrote reverse, thanks to the work load ha ha!! I was working late night after a long day of tour. Inconvenience is regretted.
    1 INR = 3.95 LKR and 1 BD Taka = 2.97 LKR.

    • @dipalibadyakar4938
      @dipalibadyakar4938 Год назад +9

      কলম্বোকে তো ভালোবেসে ফেললাম দাদা।ধন্যবাদ। 👍

    • @sagarsadhukhan855
      @sagarsadhukhan855 Год назад +1

      Dada, Darjeeling jawar plan korchi,,kono travel agency niye jawa budget friendly naki self arrange Kora better... Pls dada ektu bolle valo hoto

    • @mrnonsenseju
      @mrnonsenseju Год назад

      I was thinking the same. Thanks for this awesome vlog.

    • @subhauit
      @subhauit Год назад +2

      apnara try korun ferry service e India asar. TN theke Jaffna chalu hoyeche .
      3 hours er journey. R ekta info niye asben pls CCU theke direct flight kobe chalu hochhe Lankan Airlines er?

    • @upbeatpenguin5488
      @upbeatpenguin5488 Год назад +7

      কলম্বো একটি পর্যটন শহর, পর্যটনই এই শহরের ইনকামের একটি অন্যতম রাস্তা। তাই পর্যটকদের আকর্ষণ করার জন্য শহর কে পরিষ্কার রাখতেই হয়।
      অন্যদিকে আমাদের কলকাতা একটি বাণিজ্যিক শহর, যেখানে নান্দনিকতার দিকটি প্রায় অবহেলিত হয়। তবে কলম্বোর মতো সৌন্দর্য সবাই আশা করে।
      আপনাদের চোখে কলম্বো ভ্রমণ করে মন ভরে গেল।

  • @DipankarBala-d4e
    @DipankarBala-d4e Год назад +29

    ভারতের শহর গুলোর থেকে কলম্বো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর।

  • @myselfchandan8275
    @myselfchandan8275 Год назад +22

    I'm speaking from Japan, I'm your fan, I've been to Colombo, I've traveled to Colombo, far ahead of Kolkata, Colombo is really beautiful.

  • @sandeepatharinda6205
    @sandeepatharinda6205 9 месяцев назад +8

    I am Sri Lankan and I truly enjoyed your videos and how you explain the details about my country. Your insights in the video about my country are inspiring. You are a wonderful person and I appreciate your detailed explanations. They are calm and easy to understand. (I watched this video with subtitles. :-) )❤

  • @ullahrahmat1967
    @ullahrahmat1967 Год назад +21

    ২০০৪ সালে গেলাম শ্রীলংকা, কত সুন্দর ও পরিছন্ন দেশ,চমৎকার। আপনাদেরও ভালো লাগবে দাদা শ্রীলংকা ট্যুর।

  • @modhumitaghosh3945
    @modhumitaghosh3945 Год назад +8

    পুরানকাল থেকে শুনে আসছি সোনার লঙ্কা,আর কথাই আছে, সোনার আংটি আবার বেকা,,,, তাই হয়তো, অর্থনৈতিক ভাবে টালমাটাল হয়ে ও শ্রী লঙ্কা স্বমহিমায় উজ্জ্বল হয়ে দাঁড়িয়ে আছে। সত্যি খুব সুন্দর লোকেশন, ভালো লাগছে,আর সুস্থ শরীরে ভালো থেকে আমাদের পুরো রামায়ণ এর এপিসোড এ যে স্থান গুলো আছে আশা করি দেখাবেন, ভালো থাকবেন। দুপুরে শুধু ডাবের জল,শাষ খেলে হবে, সকালে ভারি ব্রেকফাস্ট সেরে বেরোবেন, বিদেশে বিভুয়ে না হলে শরীর খারাপ হবে,আগে পেট শান্ত, তার পর আমাদের জন্য ব্লগ তৈরি।টেক কেয়ার, নিজেদের খেয়াল নিজেদের রাখতে হবে,,,বেষ্ট অফ লাক,,,,,

  • @bumbachakraborty-iy6bl
    @bumbachakraborty-iy6bl Год назад +10

    ইতিহাসের রাবণের দেশ, বর্তমানের "বুদ্ধং স্মরনং গচ্ছামি "....
    উপভোগ্য ভিডিও, এককথায় দুজন আপাদমস্তক ভদ্র নম্র মানুষের প্রতিবেদন, হৃদয় ছুঁয়ে যায় ...
    বুম্বা চক্রবর্তী
    বরানগর

  • @MsGitalakshmi
    @MsGitalakshmi Год назад +17

    Your comments on clean atmosphere is hundred percent true for any civilized nation.
    It's your specialty that both of you realized and expressed it.

  • @gopalkundu9900
    @gopalkundu9900 Год назад +58

    ভীষণ সুন্দর কলম্বো শহর। দেখে মন ভরে গেলো। মানুষ ইচ্ছে করলে এমন ভাবে শহরকে পরিস্কার পরিচ্ছন্ন করে রাখা যায়। মানসিকতার প্রয়োজন। ভিডিওটি দারুণ লাগলো।

    • @somadhar8167
      @somadhar8167 Год назад

      Sri Lanka r aro vlogging dekhte chaile
      "Sharmila's Home and Travel" ei channel ta dekhte paren.Bangla vlogger Sri Lankai thake.

    • @rachelandmilan
      @rachelandmilan Год назад +5

      ශ්‍රී ලංකාව ලෝකයේ හොඳම රටවලින් එකකි, මම එයට කැමතියි. දැනට සෑම දිනකම සංචාරය කරමින් සහ ව්ලොග් කරමින්! අපි ඊයේ අලි පිටේ යන වීඩියෝ එකක් අප්ලෝඩ් කරලා ඒක ඇදහිය නොහැකි තරම්. කරුණාකර ආදරය පෙන්වන්න ❤️ 🇱🇰

  • @devindajay9103
    @devindajay9103 Год назад +9

    thankyou for visting here brother. love from srilanka 🇱🇰

  • @bontymondal5945
    @bontymondal5945 Год назад +11

    কলম্ব শহর যে এতো সুন্দর সেটা দেখে খুবই ভালো লাগলো। ❤️❤️❤️

  • @indraneelsen3188
    @indraneelsen3188 Год назад +12

    খুবই ভালো লাগলো .. !! 👌👍❤..
    Colombo এত পরিচ্ছন্ন গোছানো আর সুন্দর .. ভাবতে পারিনি!

  • @w.bclassmate5184
    @w.bclassmate5184 Год назад +14

    একটা গোছানো শহর মনে হল❤ভিডিওর অনেক কিছু দেখে চোখটা জুড়িয়ে গেল ভালো লাগলো... একটা সত্যি কথাই আপনারা প্রথমেই বলেছেন যেমন কলম্বোতে না গিয়ে আপনারা বুঝতে পারতেন না কলম্বো কত সুন্দর, ঠিক অনুরূপভাবে এই ভিডিওটা না দেখলে আমাদের মত দর্শকরাও হয়তো বুঝতে পারত না কলম্বো সত্যিই কত সুন্দর❤Thanks to Explorer Shibaji... Be healthy be happy😊❤

  • @ishanmaduranga6026
    @ishanmaduranga6026 Год назад +11

    Sri Lanka Buddhist country. Very beautiful ❤❤❤

  • @patralikadeb5000
    @patralikadeb5000 Год назад +52

    আমাদের কলকাতাকে এত সুন্দর পরিষ্কার,পরিছন্ন রাখা অসম্ভব,কারণ প্রত্যেকটা মানুষ যতদিন না সচেতন হবে ততদিন কিছু করা অসম্ভব👌👍

    • @kishorepramanik211
      @kishorepramanik211 Год назад

      Absolutely right kintu tar songe amader political neta dear o sochetan Hoya proyojon 😢😡🤔

    • @patralikadeb5000
      @patralikadeb5000 Год назад +1

      হ্যাঁ সেটা তো অবশ্যই

    • @amitavoroy489
      @amitavoroy489 Год назад

      Ekdam thick kotha

    • @rachelandmilan
      @rachelandmilan Год назад +2

      ශ්‍රී ලංකාව ලෝකයේ හොඳම රටවලින් එකකි, මම එයට කැමතියි. දැනට සෑම දිනකම සංචාරය කරමින් සහ ව්ලොග් කරමින්! අපි ඊයේ අලි පිටේ යන වීඩියෝ එකක් අප්ලෝඩ් කරලා ඒක ඇදහිය නොහැකි තරම්. කරුණාකර ආදරය පෙන්වන්න ❤️ 🇱🇰

    • @AmitTalukder58
      @AmitTalukder58 Год назад

      it will never happen.

  • @JayantaGuchait-cn4zp
    @JayantaGuchait-cn4zp Год назад +10

    সত্যি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো এতো সুন্দর জায়গা ভাবাই যায় না। তোমাদের চোখে দেশটাকে দেখে খুব ভালো লাগলো। অসাধারণ লেগেছে ভিডিও।

  • @santabhattacharya4764
    @santabhattacharya4764 Год назад +13

    দুর্দান্ত লাগলো কলম্বো শহর।এত অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেও এত সুন্দভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না দেখলে বোঝাই যেত না।লোটাস মিনার থেকে পুরো শহর এর ভিউ খুব সুন্দর।ভারত মহাসাগর এর কোল ঘেঁসে ট্রেন জার্নি ভীষণ মন মুগ্ধকর।

    • @skipper2594
      @skipper2594 Год назад +2

      Its possible to understand.the people are educated , well deciplined , love to be westernized(I dont see this as a good thing btw) invest on social infrastruture.give main prior to the education and healthcare...

    • @vinodhrajkumar2789
      @vinodhrajkumar2789 2 месяца назад

      Less population

    • @NuwanNammuniarachchi
      @NuwanNammuniarachchi 2 месяца назад

      @@vinodhrajkumar2789 😂😂😂

  • @triptighosh5470
    @triptighosh5470 Год назад +8

    ভীষণ ভীষণ সুন্দর একটা শহর, মন্দির টি ও দারুন 👌👌, সুমদ্রের পাশে ট্রেনে ভ্রমণ ও খুব সুন্দর। খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ।

  • @subhro1976
    @subhro1976 Год назад +5

    অসাধারণ ...খুব ভাল লাগলো। আপনাদের দুজনকে দেখলে গুপি, বাঘার কথা খুব মনে পরে। আপনারাও যেন তালি মেরে সারা বিশ্ব ঘরে বেড়াতে পারেন সেই আশা রাখি।

  • @md.abdulmotaleb3453
    @md.abdulmotaleb3453 Год назад +16

    দাদা, শ্রিলংকার ভারত মহাসাগরের কোল ঘেঁষে রেলওয়ের লাইন এবং স্টেশন ও সীবিচ সত্যিই অসাধারণ নৈসর্গিক দৃশ্য। ধন্যবাদ।

  • @nabakumarghosh8477
    @nabakumarghosh8477 Год назад +8

    Dada its a real beautiful city in the world

  • @sukantasamanta6268
    @sukantasamanta6268 Год назад +5

    আমি মায়ানমার চেয়েছিলাম। শ্রীলঙ্কার অনেক ভিডিও দেখেছি তাই। তবে তোমরা জমিয়ে দিয়েছো। দারুণ লাগছে শ্রীলঙ্কার ভিডিও। অনেক ধন্যবাদ। ❤

  • @rchowdhury1151
    @rchowdhury1151 Год назад +5

    কারেন্সির মূল্য টা সারা ভিডিও তেই জানার জন্য মুখিয়ে ছিলাম। বিশেষ করে ডাব খাওয়ার সময়।সুন্দর সাজানো শহর।মন্দির মিউজিয়াম সব খুব ভাল লাগল। আর সমুদ্র নিয়ে তো কোন কথা হবে না।যেখানে সমুদ্র বা পাহাড় নেই সেখানের সৌন্দর্য্য বড় একটা টানে না আমায়। ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল টা আর একটু দেখতে পেলে ভাল লাগত,খুব সুন্দর লাগল। বুদ্ধের এত সুন্দর এত মূর্তি আগে কোথাও দেখি নি।

  • @swapanganguly676
    @swapanganguly676 Год назад +5

    আপনাদের সৌজন্যে আমার শ্রীলঙ্কা ভ্রমণ দারুণ উপভোগ করে ভালো লাগছে, যাবার ক্ষমতা নেই , অর্থ ও নেই, আপনার ভিডিও ওই ভরসা, ভালো থাকুম আর দেশ বিদেশ গিয়ে আমাদের চোখ সার্থক করুন। ধন্যবাদ

  • @ShapanGhosh-tt1yc
    @ShapanGhosh-tt1yc Год назад +20

    অনেক ভালো লাগলো দাদা।কে বলবে এইতো সেদিন বয়ে গিয়েছিলো অর্থনৈতিক ও মুল্যস্ফিতির সুণামী,আসলে একান্ত দেশপ্রিয় ও বিবেকবান নাগরিক হলেই একটা দেশকে এতো সুন্দর রাখা যায়।এবং তার দায়িত্ব প্রত্যেক নাগরিকের।

    • @skipper2594
      @skipper2594 Год назад +4

      sri lanka september inflation was just 0.8%

    • @rachelandmilan
      @rachelandmilan Год назад +4

      ශ්‍රී ලංකාව ලෝකයේ හොඳම රටවලින් එකකි, මම එයට කැමතියි. දැනට සෑම දිනකම සංචාරය කරමින් සහ ව්ලොග් කරමින්! අපි ඊයේ අලි පිටේ යන වීඩියෝ එකක් අප්ලෝඩ් කරලා ඒක ඇදහිය නොහැකි තරම්. කරුණාකර ආදරය පෙන්වන්න ❤️ 🇱🇰

    • @skipper2594
      @skipper2594 Год назад

      subscribed❤@@rachelandmilan

    • @ShapanGhosh-tt1yc
      @ShapanGhosh-tt1yc Год назад +1

      শ্রীলঙ্কান ভাষায় কি লিখেছেন তা তো বুঝতে পারছিনা,তবে এটা বুঝতে পারছি উনি পজিটিভ কিছুই বলেছেন।

  • @binda007banerjee6
    @binda007banerjee6 Год назад +9

    What a beautiful and clean Capital of Srilanka COLOMBO. আপনাদের সাথে ভ্রমন করার মজা আলাদা। ভালো থাকবেন।

  • @avishekm1985
    @avishekm1985 Год назад +44

    It all depends on the citizens of a certain place. Cleanliness doesnt cost much. Its an attitude and I think it reflects patriotism and nationality. Its how much you value and love your country. And really I never knew Srilanka is so beautiful. Its breathtaking. Its better in cleanliness than Norwich, where I stay. Khub sundor laglo

    • @mahindagunawardana6641
      @mahindagunawardana6641 9 месяцев назад

      My born city and living city.... been to India..but more cleaner city among South Asia ..no doubt it;s COLOMBO....LOVE MY CITY

    • @aritramaitra3341
      @aritramaitra3341 3 месяца назад

      I think there are two ways of thinking. You can think that because something is public property, it is not your responsibility. Or you can think that because something is public property, it is *also* your responsibility. Unfortunately we Indians mostly follow the first way. It looks like Sri Lankans follow the second

  • @arundatta2423
    @arundatta2423 Год назад +27

    সত্যিই অপূর্ব লাগল। এত পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো শহর আমাদের দেশে নেই বললেই চলে,এই সরল স্বীকারোক্তি তে লজ্জার কোন কারণ নেই। একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র, যেটা এক বছর আগেই দেউলিয়া হয়ে পরে ছিল, তার ঠিক এক বছরের মধ্যেই এই ভাবে পুনর্গঠিত হতে পারে এটা ভাবলেই অবাক হতে হয়।এর মূল কারন মনে হয় সমগ্র জাতির দেশ প্রেম এবং শৃঙ্খলাপরায়নতা, যেটা আমাদের মধ্যে নেই বললেই চলে।যাই হোক আপনাদের কুশল কামণা করি এবং পরবর্তি আরও ভাল ভাল ভিডিও ফুটেজ দেখার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।

    • @prosenjitde3450
      @prosenjitde3450 Год назад

      Tomra khub sundar dhaku

    • @muazunais2378
      @muazunais2378 4 дня назад

      Correction it was clean and organised even before the 2022 recession

  • @TapanDas-ei3lw
    @TapanDas-ei3lw Год назад +2

    শিবাজী যা বলেন বা যা ইনফরমেশন দেন তা সত‍্যিই সবই অথেনটিক ও ডেসক্রিপটিভ সুবিধা অসুবিধা ভালো মন্দ সবই জানিয়ে দেন যা আমাদের প্রত‍্যেকের খুব ভালো লাগে ও সমস্ত বিষয়টি জানতে পারি ও ট‍্যুরের সাথে সরাসরি আমরা যুক্ত হয়ে যাই।ভালো থাকবেন সবাই।

  • @sandipdas5815
    @sandipdas5815 Год назад +9

    খুব সুন্দর কলম্বো শহর । ভাল থাকবেন শিবাজী মহারাজ আর শ্রীমান পৃত্থিরাজ দাদারা । পরের পর্ব দেখার অপেক্ষায় থাকলাম।

  • @kakalikoley3769
    @kakalikoley3769 Год назад +21

    এতো সুন্দর কলম্বো শহর!অনবদ‍্য! মনে আছে 2004 এ সুনামী তে এই ট্রেন লাইন টি পুরো ধ্বংস হয়ে গেছিল, এমন কি যাত্রী বোঝাই ট্রেন ভেসে গেছিল।ধ্বংসের পর মানুষ মনের জোরে অনেক বেশি করে ফিরে আসে।

    • @fazeemf
      @fazeemf Год назад +1

      Not in Colombo, its further south of the country a city called Hikkaduwa. 1700 people lost there lives. This is a city commuter train between the cities along Colombo shoreline.

    • @ellenbiswas6827
      @ellenbiswas6827 Месяц назад

  • @kuhudas6604
    @kuhudas6604 Год назад +11

    সাজানো, গোছানো পরিচ্ছন্ন একটা শহর, দেখে ভীষণ ভালো লাগলো ।❤❤❤

  • @isuruthushan7107
    @isuruthushan7107 Год назад +11

    Very beautiful Buddhist country ❤️❤️❤️❤️

  • @amitavagupta3403
    @amitavagupta3403 Год назад +6

    কলম্বো বেশ সুন্দর লাগলো। কি পরিচ্ছন্ন।আমাদের দেশের শহরগুলো অপরিচ্ছননতা দেখে খুব দুঃখ হয়।ট্রেন যাত্রা তো এক কথায় অসাধারণ।আর কোথাও রেল লাইনের ধারে বসতি নেই।
    যতদূর মনে হলো ওখানে ভাষা নিয়ে এখনও আপনাদের কোনো সমস্যা হয় নি।

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz Год назад

      অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নর দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলক্ষা দ্বিতীয় অবস্থানে আছে।
      প্রথম হচ্ছে মালদ্বীপ।

    • @skipper2594
      @skipper2594 Год назад

      in income field maldives at first , but by human development sri lanka at first@@MasudRana-dd6hz

  • @adrijabanerjee1732
    @adrijabanerjee1732 Год назад +5

    খুব সুন্দর তবে সবচেয়ে ভালো লাগলো coastal train থেকে ভারত মহাসাগরের দৃশ্য।

  • @pallabshaikhrezafarid922
    @pallabshaikhrezafarid922 Год назад +18

    ঢাকা থেকে দেখছি আর নিজের শহরের কথা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ছি।

  • @ruchiritaroy7446
    @ruchiritaroy7446 Год назад +15

    খুব ভালো লাগলো সত্যি কথা বলতে এভাবে কলম্বো কোন দিন ই দেখিনি। সম্রাট অশোকের মেয়ে সঙঘমিত্রা সিঙ্গহলে বৌদ্ধ ধর্ম প্রচার করতে গেছিলেন।বাঙালি অতীশ দীপঙ্কর। তোমাদের জন্য ই সম্ভব হলো ভালো থেকো ❤❤

    • @sanjayaperera4040
      @sanjayaperera4040 Год назад +5

      Not only daughter of Emperor Ashok. Both son and daughter. Son Prince Mahendra , daughter Sangamithra were sent to Sri Lanka with thousands of royal families with their culture. Since then Sri Lanka is a Buddhist country

  • @swapandey6429
    @swapandey6429 Год назад +15

    দুর্ভাগ্য আমাদের।স্বাধীনতা র এত বছর পরে আমরা ওই স্তরে পৌঁছাতে পারলাম না।

  • @TheNityanandGayen
    @TheNityanandGayen Год назад +20

    So clean and Beautiful City Colombo. There is no Plastic Bag anywhere on the any of the road side. you are right that it is all about practice and education and awareness among the Srilankan people. another notable thing is Buddhisam Reached in Srilanka and elsewhere from India but In India what left? only one place that is Boddhgaya. and sanchi stupa. at present I'm in suburban of Kolkata after spending almost 35 years out of Bengal. Nice Vlog. Thank you both.

    • @mahindagunawardana6641
      @mahindagunawardana6641 9 месяцев назад

      Yes agree as Sri Lankan Buddhist...all we got from Buddhism... other thing is our attitude and education...been to India buddhist pilgrim covered all sights in uttar and madhya (Bodhgaya and other) but we couldnt see any clean place in india except rural area...but others full with plastics and garbage,..anyway respect India cz the Buddhism which arrival to Sri Lanka from India...

    • @Cat-c2e
      @Cat-c2e 7 месяцев назад +1

      Actually i think the real reason for that , it was same like india people use to throw garbage every where, but that generation is getting old now , new generation is quite concerned ,
      Another thing is former president gotabaya also pioneer for the development of the colombo city, even though he took wrong decisions as a president ,
      But if you take remote areas they still doing trash in the roads and jungles, we need strict rules and punishment for them

  • @RabinGuharoy
    @RabinGuharoy Год назад +8

    শীবাজি প্রীথিজিত বাবু মনেহলো collomdoরকিছু যায়গা বাদ দিলে ইউরোপের কোন শহরে ঘুরছেন। অসাধারন। পরের ভিডিও জন্য অপেক্ষায় রইলাম। নমস্কার।

  • @jayantasikdar6253
    @jayantasikdar6253 Год назад +7

    তোমার এই বিদেশ ভ্রমণের জন্য আমারও বিদেশ ভ্রমণ হয়ে যাচ্ছে। এত সুন্দর করে দেখাচ্ছো যে মন ভরে গেলো। শ্রী লঙ্কা একটা ছোট দেশ তারাও তাদের দেশটাকে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে দেখে খুব ভালো লাগলো। কলম্বো শহরটা সত্যি দারুন ভালো লাগলো। তুমি এই ভাবেই দেখাতে থাকো আর আমি দেখতে থাকবো। ❤️

    • @newandold-l8r
      @newandold-l8r 3 месяца назад

      Sri lanka is normal sized country like our sun is normal sized star ... India is like UY SCUTY

  • @bonksayan4510
    @bonksayan4510 Год назад +6

    কলম্বো শহর খুব সুন্দর লাগল ...খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ ❤

  • @dhanonjaymajhi1420
    @dhanonjaymajhi1420 Месяц назад

    Khub Khub bhalo laglo video khana ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @snmukherjee53
    @snmukherjee53 Год назад +5

    কলম্বো শহর দেখে খুব ভাল লাগল। আরও অনেকের শ্রীলঙ্কার ওপর ভিডিও দেখেছি তবে আপনাদেরটাই সেরা মনে হল। পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম।😊

  • @moumitabhattacharya6608
    @moumitabhattacharya6608 Год назад +2

    Wow....just oshadharon laaglo Colombo shohor...next vlog er opekkhay roilam.

  • @Sarbottompatra
    @Sarbottompatra Год назад +7

    শ্রীলঙ্কা নিয়ে অনেক ব্লগ দেখেছিস শিবাজী দা কিন্তু আপনার চ্যানেল্ বাকি ছিল সেই আশাটা ও পূর্ণ হয়ে গেল, এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন আপনি এবং পৃথীজিৎ সুস্থ ভাবে বাড়ি ফিরে আসেন

  • @pralaybasu7
    @pralaybasu7 3 месяца назад

    স্বল্প কথায় গুছিয়ে এত সুন্দর ভ্রমণ বৃত্তান্ত সাথে ঝকঝকে পরিষ্কার ভিডিওগ্রাফি অত্যন্ত মনোগ্রাহী। যাঁরা শ্রীলংকা বেড়াতে যেতে চান তাদের জন্য এই ভিডিও একপ্রকার তথ্য ভান্ডার।
    ❤❤❤❤

  • @shuklamajumder7232
    @shuklamajumder7232 Год назад +6

    Viewing with lot of interest as we are planning to visit Srilanka next year.

  • @simachakraborti8985
    @simachakraborti8985 Год назад +1

    দুর্দান্ত ভিডিও, ভিডিও দেখে আপ্লুত, দুর্ধর্ষ লাগল 👌👌👍👍

  • @pradip.adhikari1964
    @pradip.adhikari1964 Год назад +3

    খুব ভালো লাগলো,কলম্বো ভ্রমণের আকাঙ্ক্ষা জন্মালো ।

  • @mohiuddinahmad1792
    @mohiuddinahmad1792 Год назад

    আপনার চোখে কলম্ব দেখছি।যেরকম প্রচার হয় তার চেয়ে অনেক সুন্দর কলম্ব।

  • @kishorepramanik211
    @kishorepramanik211 Год назад +10

    Absolutely beautiful and marvelous City Capital Colombo Sri Lanka and thanks to the Explorer Shivaji da and Prittijit da 💐💖💌🤗🙏🏻

  • @rimabhattacharjee1038
    @rimabhattacharjee1038 Год назад +1

    Asadharon, apurbo, mon bhore gelo dekhe,jhak jhake shahor ekta darun darun,aro mugdha hawa baki roilo,majhe majhe prithijiter katha sune khub maja lagche,apnara amar bhaer boysi tai nam dhorei katha bolchi,valo thakben,sustho thakben.

  • @kartickpal8195
    @kartickpal8195 Год назад +1

    দারুণ সুন্দর কলম্বোর এই ব্লগটা। এর আগে কলম্বোর এই রকম কোন ব্লগ দেখিনি অসংখ্য ধন্যবাদ জানাই

  • @rashidasultana7982
    @rashidasultana7982 Год назад +4

    আপনার ভ্রমণের ভিডিও গুলোর দেখে অনেক কিছু শিখতে ও জানতে পারলাম। Sri Lanka খুব সুন্দর একটা দেশ। পরিস্কার পরিবেশ দেখে খুবই ভালো লাগছে। সহমত পোষণ করলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন।আছি এবং থাকবো। 💙💙🙏🙏

  • @jay42754
    @jay42754 Год назад +2

    সবার প্রথমে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই দাদাগিরি পর্বে জয়ী হবার জন্য।
    লঙ্কা জিন্দাবাদ।

  • @ARNABCHANDA-yg4pg
    @ARNABCHANDA-yg4pg Год назад +4

    খুব সুন্দরভাবে উপস্থাপন হয়েছে। লোকাল ট্রেন journey ছোটো হলেও ভালো লাগলো।😊😊

  • @pintudoyari6213
    @pintudoyari6213 Год назад +1

    Asadharon sundor ekta episode dekhlam. Mon vore gelo. Dadagiri r episode ta obosoi dekhbo. Khub khub valo thakben.

  • @nadunanjana3147
    @nadunanjana3147 Год назад +22

    Colombo city is the cleanest city in South Asia. The city council is big to keep it clean compared to the cities of other countries. They are working with dedication and you too come and experience the beauty of Sri Lanka.. A country with a nation full of hospitality with guaranteed safety and security.. To all of you Indian nationals. Come and understand that there is no other country in the world like Sri Lanka to have a beautiful trip at a very low cost

    • @sankaumayanga8615
      @sankaumayanga8615 Год назад

      @@swarnadeepsarkar6760 dude singapore is not a south asian country

    • @swarnadeepsarkar6760
      @swarnadeepsarkar6760 Год назад

      @@sankaumayanga8615 thanks to rectify me

    • @techlab6243
      @techlab6243 10 месяцев назад

      Not just Colombo galle kandy also

    • @Cat-c2e
      @Cat-c2e 7 месяцев назад +3

      ඉවරයි ඉතින් නම්බුව

    • @techlab6243
      @techlab6243 7 месяцев назад

      @@Cat-c2e ???

  • @animadebdas5151
    @animadebdas5151 Год назад +1

    Apurba temple and museum. Apnadee dujaner dristi te sri Lanka dekhlam. Anek abhinandan.

  • @rksports4
    @rksports4 Год назад +12

    এই দেউলিয়ার দেশ আমাদের আউলিয়ার দেশের (ভারত) থেকে অনেক সুন্দর , পরিষ্কার ও দুর্নীতি মুক্ত

  • @sajeebahmed392
    @sajeebahmed392 Год назад +1

    দাদা বাংলাদেশ থেকে বলছি। আজকে আপনার দাদাগিরি এপিসোডটা জি বাংলায় প্রিমিয়ার হলো। মাত্র আপনার দাদাগিরি এপিসোড টা দেখা শেষ করে কমেন্ট করলাম।অনেক এনজয় করলাম দাদা। ৮৩ পয়েন্টের পর অনেক এক্সাটেট ছিলাম হান্ড্রেড দেখবো কিন্তু হয়তো হয়ে উঠেনি কিন্তু বিজয়ী হয়ে ফিরেছেন তো। ইউটিউব এর পর জি বাংলায়ও দাদাগিরি দেখিয়ে এপিসোড বিজয়ী হওয়ায় দাদা কে হাজারো ফুলেল শুভেচছা ও অভিনন্দন🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ঐবং অবিরাম ভালোবাসা রইলো দাদা❤❤❤❤❤❤❤❤বাংলাদেশে আবার আসলে একবার দেখা করার অনেক ইচ্ছে 😍😍😍😍😍😍

  • @sikhadutta9374
    @sikhadutta9374 Год назад +4

    খুব ভালো।যদি আমরা যেতে পারতাম আরও ভালো লাগতো। সুস্থ থাকুন আর এমনি সুন্দর নানা দেশের পরিচয় করিয়ে দিন আমাদের।

  • @debdulalbhattacharyya8600
    @debdulalbhattacharyya8600 Год назад +2

    আপনাদের উপস্থাপনা সুন্দর তা বলার অপেক্ষা রাখেনা । কলম্বো দেখছি দারুন ।

  • @subhankarpaul8885
    @subhankarpaul8885 Год назад +127

    জনসংখ্যা আর নাগরিক সচেতনতাই একটা নগরীকে সুন্দর রাখার মূল চাবিকাঠি। কলকাতা বা ভারতের অন্যান্য শহরের মতন কলম্বোতে কি পান গুটখার দোকান দেখলে কোথাও? তোমাদের ভিডিওতে তো তেমন কিছু দেখলাম না।❤ ❤❤

    • @explorershibaji
      @explorershibaji  Год назад +72

      পান গুটখা তো দূরের কথা, কেউ রাস্তায় সিগারেট ও খায় না

    • @Dilshara-qo5zf
      @Dilshara-qo5zf Год назад +26

      @@explorershibaji i think sinhalese very decipclined

    • @chiranjitchatterjee4816
      @chiranjitchatterjee4816 Год назад

      ​@@explorershibajiভারতের কলকাতা হচ্ছে সবথেকে নোংরা শহরের মধ্যে একটি বিহারে পরের স্থান কলকাতা

    • @ritabhattacharya8440
      @ritabhattacharya8440 Год назад +14

      ​@@explorershibaji কবে আমরা ওই gutka free age এ যাব

    • @krishnendughosh619
      @krishnendughosh619 Год назад

      ​@@ritabhattacharya8440jedin SRK,AJAY, AKSHAY, KAPIL DEV, SUNIL GAVASKAR etc etc etc egulo endorse kora bondho korben sedin

  • @manirmahammad3225
    @manirmahammad3225 Год назад +1

    Khub bhalo laglo ami jeno ghure berachi apnader sange. Parer vidio er janney apekhay railam

  • @amitghosh5170
    @amitghosh5170 Год назад +10

    মনোমুগ্ধকর পরিবেশনা করছেন, শ্রীলঙ্কার রাস্তা গুলো খুব পরিস্কার, দারুণ লাগলো শিবাজী দা ❤❤❤ চালিয়ে যাও ❤❤

  • @anjanamukherjee1534
    @anjanamukherjee1534 Год назад +1

    Khub sundor dekhlam. Sri Lanka samparke dharona ta ekdom alada chilo.

  • @jayadasgupta1138
    @jayadasgupta1138 Год назад +4

    খুবই সুন্দর শহর ও সমুদ্র তট, দেখেই মন ভালো হয়ে যায়। পৃথ্বিজীৎ এর টিপ্পনি বড়ই উপভোগ্য 😀 আর শিবাজী, আপনার খাদ্য গ্রহন ও তার অভিব্যক্তি আমার আর এক ভীষন পচ্ছন্দের খাদ্য ব্লগার Mark Wing এর সাথে ভীষন রকমের মিল পাই।👍👍❤

    • @shravanamuhuri9514
      @shravanamuhuri9514 Год назад

      MarkWeins pratham gras ta newar sangei je bhabe matha ta ghoran r chokh ta abeshey bujey felen.. Khabar er swad amrai jeno virtually peye jai....onar Iran ghorar r KPK Pakistan ghorar video gulo amar khub priyo....

  • @anupghosal5047
    @anupghosal5047 Год назад +1

    Sibaji DA dadagiri champion congratulations

  • @samitchattopadhyay3480
    @samitchattopadhyay3480 Год назад +8

    বিশ্রী গিজগিজ করা ভীড় নেই
    সমানে থুথু ফেলা অথবা লাল গুটকা ফেলা জনসাধারণ নেই
    শৃঙ্খলাপরায়ণ সাধারণ মানুষ
    খুব ভালো লাগলো

  • @somnathbanerjee-iq4rq
    @somnathbanerjee-iq4rq Год назад +1

    Asadharon uposthapona kono katha hobe na 😊❤👌👌👌🌹

  • @omprakashchakrabarti
    @omprakashchakrabarti 2 месяца назад

    খুব ভালো লাগছে দেখতে। দারুণ হচ্ছে। কথন, দৃশায়ন এবং প্রদর্শন, তথ্য-প্রদান ও উপযোগী মন্তব্য/টিপ্পনী সহযোগে উপভোগ্য একটি ভিডিও। অভিনন্দন ও নমস্কার। ডঃ ওমপ্রকাশ চক্রবর্তী, কসবা, কলকাতা।

  • @RajmoniTanchangya-p8l
    @RajmoniTanchangya-p8l Год назад +12

    In the future you can see more beautiful places like Galle port, Nuwara, Nuwara Eliya, Ella..

  • @sandipsardar1476
    @sandipsardar1476 Год назад +1

    খুব সুন্দর লাগলো আজকের ভিডিও ❤❤👌👌

  • @priyabratachoudhury6364
    @priyabratachoudhury6364 Год назад +50

    Colombo is a highly clean city.Everything here building road is clean and well maintained. Surprisingly this country had an economic crisis few months back.

    • @skipper2594
      @skipper2594 Год назад +9

      also the most developed city in south asia until 2022 ,now colombo is 2 ,mumbai is 1 after the crisis

    • @gihan.u2001
      @gihan.u2001 Год назад +9

      Actually their economy now recoverd

  • @SanjayDas-wi5kd
    @SanjayDas-wi5kd Год назад +1

    আপনাকে অভিনন্দন কাল আপনার দাদাগিরি তে বাজিমাত করার এপিসোড টা দেখলাম। আমার শুভেচ্ছা আপনি সব জায়গাতে বাজিমাত করবেন। কলম্বো খুব সুন্দর লাগলো। আমরা খুব ভাগ্যবান আপনি আমাদের অচেনা দেশ গুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। জয় হো

  • @budhadityadas_babu
    @budhadityadas_babu Год назад +4

    খুব সুন্দর লাগলো কলোম্বো ভ্রমন। ভালো থাকবেন দাদারা ❤️🙏

  • @anjanasarkar7239
    @anjanasarkar7239 Год назад +2

    স্বর্ণ লঙকা র সৌন্দর্য দেখে রাবণকে নতুন করে ভালো লাগছে। 😍

  • @sabyasachisen698
    @sabyasachisen698 Год назад +3

    Congrats!
    GREAT PERFORMANCE IN
    DADAGIRI.
    YOU ARE A REAL CHAMPION.

  • @jayantachattopadhyay5016
    @jayantachattopadhyay5016 Год назад +1

    কি সুন্দর ঝকঝকে একা ভিডিও দেখলাম। খুব ভাল লাগল। সত্যি কি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা কলম্বো। তবে শ্রীলঙ্কা তো ছোটো জায়গা, আর জনসংখ্যা ও কম।
    তবে মানতে হবে মানুষ জনের সচেতনতা বোধ আছে। ❤
    Waiting for the next video.

    • @nimanthaathisvara6446
      @nimanthaathisvara6446 Год назад

      Indians always take excuses with their high population for not clean environment
      I kindly ask you to see tokyo japan most populated city in the world with nearly 40 million population
      But can you see even a pice of paper in their city
      Because it's depen on education and self deceplene
      Sadly I would say india has a long way for it's people to be educated and self deceplne

  • @skipper2594
    @skipper2594 Год назад +14

    REMEMBER ALL THESE DEVELOPMENTS HAPPENED BY JUST 10 YEARS after the 30 years of Sri Lankan civil w@r which was ended in 2009

    • @fazeemf
      @fazeemf Год назад +4

      Not really Colombo and Sri Lanka has always been clean and the citizens civic minded. After the end if the war a few high rises and investments in infrastructure may have come in but the general outlook and layout of the city has always been what it is today.

    • @skipper2594
      @skipper2594 Год назад +5

      yes mate , what I called as developments is skycrapers , highrises , infrastructure development.also economic and human social development
      not the mindset of the people or cleanliness, it was always unchanged and civilized❤@@fazeemf

  • @SankarKundu-vm5fk
    @SankarKundu-vm5fk Год назад +1

    ট্রেন জার্নিটা খুবই ভালো লাগলো সঙ্গে সমুদ্র এবং হাতির দাঁতের জিনিস ধন্যবাদ দাদারা, ব্যারাকপুর থেকে শংকর।

  • @manabendrabhattacharya2983
    @manabendrabhattacharya2983 Год назад +14

    Train journey beside the indian ocean in Colombo is just mind boggling. Thanks for your wonderful videography.

  • @tanmoykheto8754
    @tanmoykheto8754 Год назад +1

    Congratulations dada...ajj tomay dadagiri te dekhlam... khub valo laglo

  • @Crop682
    @Crop682 Год назад +14

    বুদ্ধিস্টারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাই এত সুন্দর

    • @LionKing-md5km
      @LionKing-md5km Год назад +1

      But majority in colombo city are not budhists😊

    • @hdesh9
      @hdesh9 Год назад +11

      ​@@LionKing-md5kmno majority is Sinhalese Buddhists and Sri Lanka is a Sinhalese Buddhist country.

    • @hdesh9
      @hdesh9 Год назад +2

      Others are less than 25%

    • @LionKing-md5km
      @LionKing-md5km Год назад +2

      @@hdesh9 in colombo budhists are not majority. And by sinhalese you have sinhalese christians and sinjalese muslims too. So Sinhalese community is majority but religionwise muslims and hindus are majority in Colombo

    • @LionKing-md5km
      @LionKing-md5km Год назад +2

      @@hdesh9 We are talking about Colombo. Budhists are 30% and muslims 32% Hindus 29% and the rest are christians in colombo

  • @gitabarman934
    @gitabarman934 Год назад +1

    দাদা দাদাগিরি মঞ্চে ব্যপক উত্তর দিয়েছেন আমাদের সকলের এপিসোড খুব খুব ভালো লাগলো

  • @uttamkumardey7622
    @uttamkumardey7622 Год назад +3

    Congratulations for winning of dadagiri, I am from Guwahati Assam, today I have seen the episode just now.

  • @aparnanath5478
    @aparnanath5478 Год назад +1

    খুব সুন্দর সাজানো গোছানো পরিষ্কার শহর।।।সব থেকে সুন্দর ট্রেন জার্নি টা।।।

  • @swapandatta9106
    @swapandatta9106 Год назад +7

    I am following it minutely. In near future I have a plan to visit Sri Lanka. Please mention the accomodation you two are staying with cost and address.

  • @ruwanpiyathilake
    @ruwanpiyathilake 11 месяцев назад +1

    thanks for visiting sri lanka. i love India too❤

  • @somnathghosh2525
    @somnathghosh2525 Год назад +9

    Dada Yes mind-blowing places and especially the roads and the environment is outstanding. Your comparing Kolkata with Colombo is extremely true words. We felt sorry for our native place. Hope in future everything will become good.

  • @chanditagupta3466
    @chanditagupta3466 Год назад +1

    খুব ভাল লাগছে,অনেক দেশ আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি।

  • @subirbose2527
    @subirbose2527 Год назад +7

    এত কঠিন আর্থিক অবস্থা।একসময় এদেশ ভারতে থেকে অনেক ভাল ছিল।যাই হোক কোন ফুটপাথ আমাদের দেশের মতন দখল করা নয়।

  • @manasibiswas4993
    @manasibiswas4993 Год назад +1

    Vishan vishan sundar👌 Darun blog upohar dilen👍 lots of love 🙏🙏

  • @MeridaAesthetica
    @MeridaAesthetica Год назад +5

    Thank you for visiting sri lanka 🇱🇰 i truly miss my mother land😢❤

  • @taranginiroy251
    @taranginiroy251 5 месяцев назад

    কি সুন্দর পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন ।সাথে আমরা ও ।খুব ভালো লাগছে ।

  • @prosantabanerjee4612
    @prosantabanerjee4612 Год назад +3

    শ্রীলঙ্কা যাওয়া হবে কিনা জানিনা, তবে Explorer Shibaji-র সৌজন্যে মানস ভ্রমন হচ্ছে।অসংখ্য ধন্যবাদ। পৃথ্বীজিৎ বাবু খাওদাওয়ার ব্যাপারে একটু অর্থোডক্স (nothing wrong in it), তবে শিবাজিবাবু আপনার local cuisine টেস্ট করবার আগ্রহের কারণে আমরা বিভিন্ন জায়গার আঞ্চলিক খাবার সম্বন্ধে একটা ধারণা পাচ্ছি।

  • @IAMSANDIPANBASU
    @IAMSANDIPANBASU Год назад +2

    Osadharon akta video❤
    Mon taa just bhore gelo.
    Bhalo thakben apnara r ebhabei notun notun desh dekhate thakben❤

  • @dhruvghosh8142
    @dhruvghosh8142 Год назад +3

    Just came back from my yearly Kolkata trip, and this is what I think is needed to be done to uplift the beauty and cleanliness. Hawkers corners across streets in Kolkata is a real eyeshore with its untidy construction and structures. Calcutta can change by rehabilitation of these hawkers in a nicer construction or better-looking structures. Our beautiful Rashbehari avenue can look outstanding if we dare to drive this initiatives.