Ella - পাহাড়ের ভিতরে রাবনের পুকুর | রাবন গুহা | Ravana Falls | Little Adams Peak | Srilanka Part 9

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2023
  • #ella #nildiyapokuna #ravana #ellarock #littleadamspeak #explorershibaji #srilankatourism #srilanka #srilankatravel #bengalivlog #tour #srilankatravelvlog
    WhatsApp number of Ajith for Car: 0778911101
    Use country code +94
    Complete Srilanka Playlist: • Srilanka 2023
    For online travel card: eservices.immigration.gov.lk/...
    For travel card you will need to mention passport number, date of entry, address where you will stay in Srilanka ( no verification), purpose (tourism , Holiday)
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @explorershibaji
    -------------------------------------------------------------------------------------------------------------------
    For any query: shibaji.explorer@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Instagram: bit.ly/explorer_shibaji (Preferable)
    Facebook: bit.ly/explorershibajiFB
    Facebook group: bit.ly/bhromon_helpline
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Music from Epidemic Sound, get one month free using the following referral link:
    www.epidemicsound.com/referra...
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Popular Playlists of Explorer Shibaji:
    👉 Explorer Shibaji Train 🚅 Journeys: • Explorer Shibaji Train...
    👉 Explorer Shibaji Vaishno Devi & Kashmir: • Explorer Shibaji in Ja...
    👉 Explorer Shibaji Kedarnath: • Explorer Shibaji Kedar...
    👉 Explorer Shibaji Thailand: • Explorer Shibaji in Th...
    👉 Explorer Shibaji Bangladesh 2022 : • Explorer Shibaji Bangl...
    👉 Explorer Shibaji Bangladesh Sundarbans 2023: • Bangladesh Sundarbans ...
    👉 Explorer Shibaji Nepal 2023: • Explorer Shibaji Nepal...
    👉 Explorer Shibaji Meghalaya: • Explorer Shibaji Megha...
    👉 Explorer Shibaji Purulia: • Purulia Ajodhya Pahar ...
    👉 Explorer Shibaji Garpanchakot: • Garhpanchakot Aug 2020...
    👉 Explorer Shibaji Caravan Tour: • Purulia By Caravan
    👉 Explorer Shibaji Uttarakhand 2021: • Uttarakhand July 2021
    👉 Explorer Shibaji Kumaon 2021: • Kumaon 2021
    👉 Explorer Shibaji Maharastra 2022: • Explorer Shibaji Mahar...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Products that I use, following are Amazon affiliate links, when you purchase a product using the following link I get small commission from your purchase, although that does not cost you extra.
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    My Vlogging camera:
    I use two GoPro cameras, GoPro Hero 9 and Hero 10:
    GoPro Hero 10 : amzn.to/3UjSFft
    GoPro Hero 9: amzn.to/3KD7BlP
    For live sound recording, I use Rode Wireless Go II, although bit costly,
    but this is the best without doubt:
    Here is the link: amzn.to/3nKWIoW
    Mic that I use for voice over: amzn.to/411NkeN
    Micro SD Card for my camera: amzn.to/3nQH7nD
    I have an alternative mic as well and that is Rode Videomicro: amzn.to/3Ujo0Py
    GoPro Battery: amzn.to/3Kb5GmR
    GoPro Charger: amzn.to/414fk1C
    2TB External Hard Disk that I Use: amzn.to/3Ms0Cgy
    My Macbook: amzn.to/43cPyu2

Комментарии • 1,3 тыс.

  • @explorershibaji
    @explorershibaji  6 месяцев назад +273

    এই ভিডিওতে "নীল দিয়া পকুনা" তে যাবার adventure টা extreame ছিল, আবারও বলছি, আপনারা কেউ try করার আগে অনেকবার ভাববেন। এটা আমাদের জীবনের অন্যতম সেরা adventure অবশ্যই। আমরা সব সময় চেষ্টা করি adventure tourism প্রমোট করতে, এর আগে খালিয়া টপ, ইয়েলবং, কেদারনাথ ট্রেক বা পিরামিডের পেটের ভিতরে অভিযান দেখিয়েছি, এবার সুড়ঙ্গ বেয়ে নিচে নেমে পাহাড়ের ভিতরে হাজার বছরের পুকুর নীল দিয়া পোকুনা, কেমন লাগল জানাবেন অবশ্যই। ভালো থাকবেন সকলে। পরের ভিডিও আসতে একটু দেরি হবে হয়ত, পরের সপ্তাহের শেষে।

    • @arpanpal6166
      @arpanpal6166 6 месяцев назад +1

      খুব সুন্দর লাগছে অনেক কিছু জানতে পারলাম

    • @kanakdas4905
      @kanakdas4905 6 месяцев назад

      🎉🎉

    • @jayantasarkar3166
      @jayantasarkar3166 6 месяцев назад +2

      এটা কি সেই গুহা যেটাতে nomadic Indian ঢুকেছিল

    • @mohammadaminulhoque807
      @mohammadaminulhoque807 6 месяцев назад +2

      খুব উপভোগ করি দাদা আপনার ভ্লগ। সামনে আরো ভালো কিছুর আশায় থাকলাম। Love from Bangladesh❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

    • @hujjatulislam6304
      @hujjatulislam6304 6 месяцев назад +2

      দাদা আদম পাহাড়ের একটা পর্ব বানানোর জন্য বিশেষ অনুরোধ রইল

  • @niladryranjandas132
    @niladryranjandas132 6 месяцев назад +23

    পুরো এপিসোডটাতে আপনাদের তূরীয় মনোভাব(পৃথী দার ভাষায়) দেখলাম নয়তো এইরকম বিপদ সঙ্কুল জায়গা এক্সপ্লোর করা সম্ভব নয় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের এতো সুন্দর একটা জায়গা দেখানোর জন্য ধন্যবাদ 🙏🙏🙏

  • @Vloggerkartick
    @Vloggerkartick 6 месяцев назад +13

    দারুন দৃশ্য, শ্রীলঙ্কা দেশটার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করলো❤👍 সবুজে সবুজে ঘেরা সবদিক ❤

  • @sekharroy7878
    @sekharroy7878 6 месяцев назад +11

    নীল দিয়া পুকুনার যাত্রার অভিজ্ঞতা অসাধারন। এই পর্বটাও খুব উপভোগ করলাম। আমাদের সৌভাগ্য মাইকেল মধুসূদন এবং আরো অনেক প্রাতঃ স্মরণীয় ব্যক্তিদের জন্ম বৃটিশ আমলে ছিল। তখন দেশটা পরাধীন হলেও মতামত প্রকাশের স্বাধীনতা ছিল। আজকে আমরা 'স্বাধীন' কিন্তু মতামত প্রকাশের স্বাধীনতা হারাচ্ছি। এই প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা এই সময় জন্মালে তাদের মধ্যে অনেকেই খল-নায়ক হয়ে যেতেন। মাইকেল মধুসূদন অতি অবশ্যই তাদের মধ্যে একজন হতেন। তবে যেভাবে ইতিহাসের বদল হচ্ছে, এখনো তার পুরো সম্ভাবনা আছে।

    • @sayandeepkar7839
      @sayandeepkar7839 2 месяца назад

      Dada akta tour vlog dekhchen shanti moto dekhun na sob jaygay ki rajniti dhokate hobe naki? Ajob sob manush mairi

  • @user-ji6nm6hv5g
    @user-ji6nm6hv5g 6 месяцев назад +5

    সত্যি অসাধারণ লাগলো ভিডিও টা,,আর তার থেকে বেশি যেটা আপনারা দুজন এত রিস্ক নিয়ে আমাদের রামায়ণ এর ইতিহাস কে তুলে ধরলেন। বইতে পড়া সেই রাবণ এর গুহা, পুকুর, অন্য পর্বে রাবণ এর লঙ্কা রাজ্য সব মিলিয়ে অসাধারণ। আপনাদের তুলনা নেই । 👌

  • @tanusreebhattachatjee8601
    @tanusreebhattachatjee8601 6 месяцев назад +5

    কি ভাবে কষ্ট করে নিজেরা আনন্দ উপভোগ করছেন এবং আমাদের করাচ্ছেন। এ এক অসাধারণ অনুভূতি। সব সময় ভালো থাকবেন। ❤❤

  • @lipikadas5745
    @lipikadas5745 6 месяцев назад +13

    রাবন নিঃসন্দেহে প্রকৃত বীর। এযুগে মাইকেল তাকে বীরের সন্মান দিলে যাবজ্জীবন সাজা হত সে আর বলার অপেক্ষা রাখে না।
    শ্রীলঙ্কাকে যত এক্সপ্লোর করছি তত ই মুগ্ধ বিস্মিত হচ্ছি।

    • @Koushik254
      @Koushik254 6 месяцев назад

      রাবন একজন ধর্ষক, কামলোলুপ, অহংকারী রাক্ষস👹

    • @swarnadeepsarkar6760
      @swarnadeepsarkar6760 6 месяцев назад

      কেন বীর ?

    • @bestsri1
      @bestsri1 6 месяцев назад

      ​@@swarnadeepsarkar6760He was.

    • @sayandeepkar7839
      @sayandeepkar7839 2 месяца назад

      Bah bah onner bou opohoron Kari k Bir bola hocche!! Bangali Jati r odhopoton ta dekchi

  • @niharendudas5330
    @niharendudas5330 6 месяцев назад +16

    শিবাজী বাবু আমার বিশ্বাস হয় না,যে এই ভাবে কষ্ট করে মা সীতা এই গুহার পুকুরে স্নান করতে যাবে। এটা একটা প্রকৃতির লীলা এবং সৃষ্টি। এবং আমি প্রথম থেকেই সব পর্ব দেখছি। আমার খুব খুব ভালো এবং সুন্দর লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    • @subrata0911
      @subrata0911 6 месяцев назад

      "ভাবা যায়!"

    • @samudrikapal2928
      @samudrikapal2928 6 месяцев назад +3

      তখন হয়তো এইরকম ছিল না।

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 6 месяцев назад +5

    সত্যি সুন্দর অবিশ্বাস্য অকল্পনীয় শ্রীলঙ্কা দেখছি। প্রত্যেকটা জায়গা দুর্দান্ত। ভালো থাকবেন দাদারা ❤️🙏

  • @debasishmandal4754
    @debasishmandal4754 6 месяцев назад +4

    আপনাদের বেড়ানোর ভিডিও গুলো র তো তুলনা নেই,সঙ্গে বাড়তি পাওনা শিবাজিদা ও পৃথ্বীজিতদা দুজনের অসাধারণ কণ্ঠ ও পরিষ্কার উচ্চারণ।এগিয়ে যান ।

  • @sikhakumar5074
    @sikhakumar5074 6 месяцев назад +2

    পৃত্থির গান শুধু নয় আবৃত্তি ও প্রশংসার দাবি রাখে।

  • @nivasarkar1234
    @nivasarkar1234 6 месяцев назад +3

    আমি তো ভাষাই খুজে পাচ্ছিনা কিভাবে বর্ননা করবো । অসাধারণ অনবদ্য অভিজ্ঞতা।

  • @nibeditabasu8146
    @nibeditabasu8146 6 месяцев назад +2

    এটাই সত্যিকারের অ্যাডভেঞ্চার । তোমাদের জন্যই আমরা ঘরে বসে মানস ভ্রমণ করে নিতে পারছি

  • @purnimabanerjee1524
    @purnimabanerjee1524 6 месяцев назад +3

    অপূর্ব একটা travel vlog দেখলাম ।আপনাদের দুজনকেই salute । অদম্য সাহস আর ইচ্ছা শক্তি থাকলে তবেই এই রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করা যায় ।

  • @pallabshaikhrezafarid922
    @pallabshaikhrezafarid922 6 месяцев назад +2

    শ্রীলঙ্কা যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। আমার কাছে
    দক্ষিণ এশিয়ায় তে শ্রীলঙ্কা বেস্ট। যত দেখছি তত মুগ্ধ হচ্ছি আর নিজের দেশ আর নিজের শহর নিয়ে দীর্ঘ শ্বাস ছাড়ছি।
    পল্লব ঢাকা থেকে।

  • @avikmajumder7034
    @avikmajumder7034 6 месяцев назад +2

    রাবণ ও সীতা কি লাফ মেরে এত গভীরে গুহার ভেতরে স্নান করতে যেত? সত্যি তোমরা যেভাবে গুহার ভেতরে অভিযান করলে, তোমাদের স্যালুট ❤❤

  • @bananeemukherjee5850
    @bananeemukherjee5850 6 месяцев назад +4

    আজকের শ্রীলঙ্কা ভ্রমণের ভিডিও অসাধারণ, কিন্তু ভয়ংকর ভয় লাগছিলো। শিবাজী আর পৃথ্বজীৎ..... দুজনকেই বলছি... এরকম ভয়ংকর পিচ্ছিল রাস্তা তে যাওয়ার সময় অন্য জুতো পোরো। যখন তোমরা নামছিলে, আমার পুরো দমবন্ধ লাগছিলো। আমার এমনিতেই পোকা মাকড়ে খুব ঘেন্না লাগে। তাই আরও অস্বস্তি হচ্ছিল। তবে পৃথ্বজীৎ আজ তোমার আবৃত্তি.... মনটা একেবারে নাড়িয়ে
    দিয়েছে ।আরও আবৃত্তি শোনালে ভালো লাগবে। অসাধারণ অসাধারণ অসাধারণ একটা ব্লগ দেখালে শিবাজী ভাই। খুব খুব ভালো থেকো তোমরা ।❤❤❤❤❤

  • @arinrc
    @arinrc 6 месяцев назад +4

    এই পর্ব টা খুবই Unique, কোথা থেকে যে সময় টা কেটে গেলো, বোঝাই গেলো না। খুব সুন্দর।❤

  • @nibeditabasu8146
    @nibeditabasu8146 6 месяцев назад +2

    আমার মনে হয় শ্রীলঙ্কাকে এই ভাবে আগে কোনো বাঙালি ঘুরে দেখেনি।hatsoff

  • @kuhudas6604
    @kuhudas6604 6 месяцев назад +3

    দশ বার নয় অন্ততঃ হাজার বার ভাবতে হবে এই গুহায় নামার আগে, কি ভয়ঙ্কর পথ।
    আপনাদের অনেক ধন্যবাদ এই সব জায়গায় স্যুট করে দেখানোর জন্য।❤❤❤❤❤❤

  • @sagnikroymuhury201
    @sagnikroymuhury201 6 месяцев назад +24

    Salute to you Shibajida and Prithwijitda. The moment when you came out of that blue pond (34:00-35:00), it was visible from your face the pain you take to record such videos for your viewers. Thank you. My 4 yrs old son does not understand bengali, yet loves to watch you and prithwijit da.

  • @bhaswatibhattacharya7285
    @bhaswatibhattacharya7285 6 месяцев назад +3

    কী অনবদ্য একটি জায়গা দেখালেন, " "নীল দিয়া পুকনা"।অভিভূত হয়ে গেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের।Ravana cave আর falls dutoi mind blowing ❤❤❤

  • @jitudey7454
    @jitudey7454 6 месяцев назад +1

    দারুণ সাহসী আপনারা মধ্য বয়সে এসেও এইরকম এডভেঞ্চার করা সত্যিই জবাব নেই ♥️🙏🙏🙏🙏

  • @jayantasikdar6253
    @jayantasikdar6253 6 месяцев назад +2

    নীল দিয়া পুকুনা অসাধারণ অ্যাডভেঞ্চার দেখে খুব ভালো লাগলো। আমাদের পক্ষে যাওয়া অসম্ভব । তাই তোমার চোখ দিয়ে দেখেই খুশি থাকতে হলো। ❤️

  • @kalyanibanerjee1948
    @kalyanibanerjee1948 6 месяцев назад +2

    তোমাদের ভিডিও দেখি আর ভাবি, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি। প্রবীণ বয়সে সাধ হলেও সাধ্য নেই। বই সঙ্গী হলেও চাক্ষুষ দেখার আনন্দ ই আলাদা। উপযুক্ত প্রেক্ষাপটে মধুসূদনের কবিতা মনকে আপ্লূত করেছে। নিজেদের সাথে সাথে আমাদের ও সমৃদ্ধ কর এইভাবে। ❤❤

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus 6 месяцев назад

      😊🙏

    • @kamaluddinbhuiyan3955
      @kamaluddinbhuiyan3955 4 месяца назад +1

      খুব কষ্টসাধ্য ছিলো এই অভিযান, শুভকামনা দুইজনের jonya👌।

  • @milansen3503
    @milansen3503 6 месяцев назад +3

    ভীষণ ভয়ংকর একটা ভিডিও দেখলাম রাবনের পুকুর নিয়ে। নামার সময় আপনাদের অবস্থা দেখে আমার খুব কষ্ট হয়েছে। মনে মনে বলছিলাম কেন এত কষ্ট করছেন। দু'জনে খুব ভালো থাকবেন।
    অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল।

  • @jabaghosh7787
    @jabaghosh7787 6 месяцев назад +1

    আমি ৬৩ বছরের বৃদ্ধা । ভ্রমণ বৃত্তান্ত অনেক ভিডিও দেখেছি । তবে আপনাদের ভিডিও আমার কাছে সেরা মনে হয়েছে । এতো বিভিন্ন জায়গার উপর ভিডিও দেখিনি । এই ভিডিওটা দেখতে দেখতে বুক কাঁপছিল । আমি মনে প্রাণে আপনাদের দুজনের মঙ্গল কামনা করি । আরো এমন অসাধ্য সাধন করুন । ভারতের সেরার সেরা শিরোপা জয় করুন । শুভ কামনা জানাই ভাই দ্বয় 🙏🙏

  • @sudeshnabanerjee1613
    @sudeshnabanerjee1613 6 месяцев назад +1

    কি অপূর্ব দেখলাম, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আর পৃথ্বীজিৎ দা আপনি মেঘনাদবধ কাব্যের যে অংশ পাঠ করলেন সেটা এক কথায় অনবদ্য।

  • @arunkumarnath5010
    @arunkumarnath5010 6 месяцев назад +5

    রাবনের পুকুরে যাওয়ার রাস্তাটা ভয়ংকর সুন্দর , যাওয়াটা খুবই টাফ , আপনারা যেতে পেরেছেন , সেটা দেখে আমরা ধন্য , রাবন ওয়াটার ফলসটা দারুন ।

    • @ipsitacreations7266
      @ipsitacreations7266 6 месяцев назад

      সহমত

    • @akibulmollik300
      @akibulmollik300 6 месяцев назад

      রাবণে ওখানে কি করতে গিয়েছিলো বলবেন

  • @gharoaranna4553
    @gharoaranna4553 6 месяцев назад +2

    অসাধারণ লাগল ভিডিও টি। কি অপূর্ব শ্রীলঙ্কার প্রাকৃতিক দৃশ্য। রাবণের গুহায় দাঁড়িয়ে মেঘনাদ বধ কাব্য থেকে আবৃত্তি। যাস্ট ফাটিফাটি।

  • @sarojmajhi8874
    @sarojmajhi8874 4 месяца назад +1

    দাদা লাস্ট কথা যেটা বললেন যে আগের আদিম মানুষ গুলোই প্রকৃত মানুষ এটা আশাধারন সত্য কথা । আমি তোমার সাথে এক মত । 🙏🙏

  • @sikhakumar5074
    @sikhakumar5074 6 месяцев назад +1

    এতো দূর্গম গুহার মধ্যে ভিডিও করা খুব খুব কষ্টকর,আমাদের জন্য এতো কষ্ট করার জন্য শুধু ধন্যবাদ যথেষ্ট নয়,পুরস্কৃত করা উচিত।ভালো ভাই তোমরা অনেক শুভকামনা রইল।

  • @avikmajumder7034
    @avikmajumder7034 6 месяцев назад +7

    যাই বলো শিবাজী দা, রাবণ যত ই ভিলেন হোক, I think he was the real boss and king also of Sri Lanka 🇱🇰. আর তোমাদের জন্য ই আমরা ঘরে বসে শ্রীলঙ্কা explore করছি। তোমাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা ❤❤❤। যতদিন এনার্জি আছে, ট্রাভেল ব্লগ একদম ছেড়ো না প্লিজ। Love you Shibaji da prithvi da❤❤. কিন্তু তুমি সোদপুরে থাকো, আর আমি বেলঘরিয়া থাকি। বাড়ির সামনে। এখনো অবধি তোমাদের সাথে আমার দেখা হল না 😢😢

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus 6 месяцев назад +1

      ❤🙏হবে নিশ্চয়।

    • @avikmajumder7034
      @avikmajumder7034 6 месяцев назад +1

      @@PrithwijitOMonerManus অবশ্যই পৃথ্বীজিৎ দা ❤️❤️

    • @kuhudas6604
      @kuhudas6604 6 месяцев назад +1

      রাবণ ছিলেন সবুজ দ্বীপের রাজা

  • @pinakiranjanpatra5617
    @pinakiranjanpatra5617 6 месяцев назад +2

    প্রত্যাশা মতোই দারুন একটা পর্ব। অসংখ্য ধন্যবাদ সুন্দর শ্রীলঙ্কাকে আমাদের সামনে সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য।

  • @sudipmanna4359
    @sudipmanna4359 6 месяцев назад +2

    অসাধারণ লাগছে শ্রীলঙ্কা সিরিজ ❤। দারুণ enjoy করছি......

  • @subratamidya5682
    @subratamidya5682 6 месяцев назад +2

    আপনার ভিডিও গুলো খুব ভালোলাগে। আপনার দর্শক হিসেবে একটা আর্জি রইলো, সুইজারল্যান্ড ভ্রমন দেখতে চাই। আশাকরি আমার মত সকল দর্শক সুইজারল্যান্ড ভ্রমন দেখতে চাইবে।।। যারা যারা সুইজারল্যান্ড ভ্রমন দেখতে চান লাইক, কমেন্ট করুন।।

  • @triptighosh5470
    @triptighosh5470 6 месяцев назад +3

    "নীল দিয়া পুকনা "সাংঘাতিক ব্যাপার। জলপ্রপাত টা দারুন সুন্দর। সব মিলিয়ে অসাধারণ একটি ভিডিও। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।👍👍

  • @BRoyFlute
    @BRoyFlute 6 месяцев назад +2

    অসাধারণ ❤ পুকুরের নামার গুহার ভিতর টা দেখে আমরাই নিশ্বাস ঘন হয়ে আসছিল।

  • @purnimaz9166
    @purnimaz9166 6 месяцев назад +1

    সত্যি কখনও হাজার ফুট নিচে নামছেন আবার কখনও হাজার ফুট ওপরে শিড়ি চরছেন সত্যিই অসাধারণ যারনি অসাধারণ ভিডিও

  • @sudiptabhattacharjee1641
    @sudiptabhattacharjee1641 6 месяцев назад +1

    Kobiguru likhechilen "kothau amar hariye jawar nei mana mone mone"sei jaiga theke mon bolte chaiche sotti kothau amr hariye jawar nei mana explr shibajir sathe sathe❤....Osadharon lagche,feelings ta thik vasai prokash korte parbo na..a sudhu chokher aram noy,tar sathe mon,gyan,hassoros sorbopori anonder aram..onek onek Dhonnobad Shibaji da & Pritthida k koto kothin poristithir majheo ato sundor kore amader samne protita vlog gift korar jonno,valo theko alwz🥰🥰🙋🏻‍♂️🙋🏻‍♂️

  • @shyamalpaul4844
    @shyamalpaul4844 6 месяцев назад +3

    দারুন একটা অভিজ্ঞতা হল 👍 প্রকৃতির অসাধারণ সৌন্দর্য উপভোগ করলাম। সবশেষে পৃথ্বীজিৎ বাবুর মেঘনাদবধ কাব্য থেকে খুব সুন্দর আবৃত্তি পরিবেশ টি কে আরো গাম্ভীর্য ঘন করে দিলো 👍❤️🇮🇳

  • @santanumandal1729
    @santanumandal1729 6 месяцев назад +4

    দারুন, আমাদের প্রত্যেকে একবার শ্রীলংকা যাওয়া উচিত ❤️❤️

  • @kaushikmukherjee1481
    @kaushikmukherjee1481 6 месяцев назад +1

    কোনো ফেভরিট ডিশ শেষ হয়ে গেলে যেমন মন খারাপ হয়ে যায় ..... Sivaji দার ভিডিও শেষ হয়ে গেলেও ঠিক তেমনি মন খারাপ হয়ে যাই....মনে হয় শেষ কেন হলো .....যেমন চলছিল ... তেমন চলতেই তো পারতো ..... খুব সুন্দর উপস্থাপনা .......বাস আর কিছু বলছিনা........

  • @asikulbaki5349
    @asikulbaki5349 6 месяцев назад +2

    Subscriber aro besi howa uchit ..agiye cholun shibaji and pritthi babu ..we love you ❤

  • @aditisaha7287
    @aditisaha7287 6 месяцев назад +3

    Say hi to Ajith.....very nice human being

  • @user-es4eg2nx3f
    @user-es4eg2nx3f 6 месяцев назад +6

    East or West both of u r the best.. after watching this video i am speechless..feeling proud to be a bengali....long live bengalis...long live explorer shibaji so we can view such outstanding videos ....hats of to both of u .....JOY BANGLA..❤

  • @tapasanaofficil
    @tapasanaofficil 6 месяцев назад +1

    যখনি আমি আমার ফোনে প্রথম হাত রাখি, সবার আগে আমিyou tube টা খুলি, দেখি আপনার কোন নতুন ভিডিওএলো কিনা। খুব ভালো লাগে আপনাদের ভিডিও।❤❤

  • @tanmoybanerjee8088
    @tanmoybanerjee8088 6 месяцев назад +1

    আমি তো দেখে শুধু চিন্তা করছি তোমরা ওখানে গেলে কি ভাবে 😮 সাংঘাতিক পথ !
    আর adventureটা শুরু থেকেই আমি বাবলু দার কথাই ভাবছিলাম, seriously... আর দেখলাম তোমরা একই কথা বললে ।😊
    Great Achievement শিবাজী দা ও পৃথ্বীজিত দা 🙏🏼🙏🏼🙏🏼

  • @asheshchoudhury548
    @asheshchoudhury548 6 месяцев назад +5

    Astonished by the beauty and diversity of Sri Lanka. Big thanks to Shibaji and Prithwijit kaku for showing it to us. Will try to visit very soon.

  • @pcgamersayan
    @pcgamersayan 6 месяцев назад +3

    Hats off to prithwi and shibaji uncle for that adventure👌❤️ video tao bhalo hoyeche❤️

  • @topurahman4521
    @topurahman4521 6 месяцев назад +1

    অপূর্ব ভিডিও হয়েছে শিবাজী একদম ফাটাফাটি। বিশেষ করে পুকুরের ওই গুহায় নামা সাংঘাতিক ছিল। রাবণের গুহায় পৃথিজিত যা বলল মানুষ নিয়ে তার কোন তুলনা হয় না। একেবারে আমার মনের কথাগুলো বলেছেন। আমার ওকে খুশিতে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল। আশা করে রইলাম কোন একদিন দিল্লিতে আমার বাসায় বসে আপনাদের দুজনের সাথে জমজমাট আড্ডা দেয়ার জন্য।

  • @BhaskarDascomp
    @BhaskarDascomp 6 месяцев назад +1

    দারুণ ... দারুণ .. পৃথ্বী বাবু -- মেঘনাদ বধ এর সরস্বতী বন্দনা দারুণ বললেন ।
    মধুসূদন দত্ত, আজকের দিনে মেঘনাদ বধ লিখলে, সে মহাকাব্য print এ হত না ।
    আপনারা ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

  • @bonni_the_wondering_soul
    @bonni_the_wondering_soul 6 месяцев назад +12

    Beyond explanation. The Nile Diya Pakuna adventure is out of the world. Thanks for such amazing picturesque. God bless of both. Proud to be your neighbour.
    Lots of love and respect from B Basak, Durganagar, Kolkata

  • @spc3461
    @spc3461 6 месяцев назад +6

    Embarking on an awe-inspiring journey into the heart of the mountains! Such breathtaking views of Ravana Falls and Little Adams Peak captured beautifully. Loved every moment of this exploration!

  • @sanjitmondal1474
    @sanjitmondal1474 4 месяца назад +1

    খুব সুন্দর লাগলো। আমরা তো যেতে পারবো না তাই চোখ জুড়িয়ে নেই।। (বাংলাদেশ)

  • @Rsuranjana
    @Rsuranjana 6 месяцев назад +1

    দুজনকে কুর্নিশ.. কি adventure রে বাবা.. দেখতে খুব ভালো লেগেছে কিন্তু বেশ ভয়াবহ..

  • @tanushreemurmu3384
    @tanushreemurmu3384 6 месяцев назад +2

    Excellent video 🙏🙏♥️♥️👌👌

  • @pradiptapradhan1054
    @pradiptapradhan1054 6 месяцев назад +5

    Simply awesome...it takes determination and dedication per excellence to tread upon such difficult terrains and go live on vedio...hats off to you both...some day your venture will get you Oscar...Best explorers..
    Enjoyed every bit of it..
    Must chalk out all adventurous trips before you enter the autumn of age.....thanx a million..godbless ...
    Stay Happy and Healthy...
    Prithwijit.'s recitation 🎉❤

  • @mukulnamata1308
    @mukulnamata1308 6 месяцев назад +2

    যা অসাধারণ, যা স্বপ্ন, যা একল্পনীয় তাই আপনারা বাস্তবে উপহার দিয়েযাচ্ছেন । অনেক অনেক ধন্যবাদ আপনাদের ।Best of Luck .

  • @tapanjoardar9129
    @tapanjoardar9129 6 месяцев назад +1

    অপুরব আবৃত্তি পৃথিজিৎ বাবুর। খুব ভালো লাগলো।

  • @ruchiritaroy7446
    @ruchiritaroy7446 6 месяцев назад +4

    এই সুন্দর পৃথিবী যেদিন ধর্মের নামে ভাগ হয়ে গেল 🌎🌍🌏 ✝️☪️🕉☸️✡️🔯⚛️🔱 ➗⚫⚫⚫⚫ সেদিন ই মানবজাতির কপালে দুখ্য কষ্ট লেখা হয়ে গেল। খুব ভালো থেকো তোমরা। ❤❤

  • @Sonurock89
    @Sonurock89 6 месяцев назад +3

    Hats off Both of you dada....U both are amazing...and Srilanka is just fabulous 🤩

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus 6 месяцев назад +1

      😊🙏

    • @Sonurock89
      @Sonurock89 6 месяцев назад

      @@PrithwijitOMonerManus Dada tomar weight ta ektu komeche mone hochhe 😜

  • @Rajib_titli
    @Rajib_titli 6 месяцев назад +1

    বাংলা কেনো কোনো ভাষাতেই এই জায়গা টা দেখিনি,,, অপূর্ব ❤

  • @shuvrachatterjee9016
    @shuvrachatterjee9016 6 месяцев назад +2

    খুব ভালো !! মধুবাবুকে তোতাপাখিরা তাড়া করতো !! বুঝেছো মিশ্চয়ই !!

  • @krishnahome3048
    @krishnahome3048 6 месяцев назад +3

    Hats off to you both. "Nil Diya Pokuna" Daring experience.
    You don't have to tell me more than once, I forgot about ten times 😂
    20 years back, I would have definitely taken the challenge. At present your experience was satisfying enough for my eyes 🙏
    B
    Clear blue water deep below was amazing.
    I enjoyed Ajit"'s. singing. A very down to earth person he is.
    The caves are very beautiful.
    Pritthijeet's recitation in the cave of Meghnad Bodh was really great. Climbing up and down the slippery slopes..... great adventure. Ravana Falls is gorgeous. Thanks for sharing your experiences.
    Waiting for the next video.😊

  • @tarifaziz437
    @tarifaziz437 6 месяцев назад +3

    No words...u r the best...such a big hearted humans u guys are...truly commendable...lots of respect from my side...hope to meet with you guys someday..

  • @sukladutta8886
    @sukladutta8886 6 месяцев назад +1

    অসাধারণ নীল দিয়া পকুনা।আপনাদের এই অভিযান মনের মনিকোঠায় থেকে যাবে।

  • @sudeshnaroy6512
    @sudeshnaroy6512 6 месяцев назад +1

    Ki bhison thrilled hoyechi j bole bojhate parbona..... uff.....ki Durdharsho jaiga......just fafati.....❤👌👍

  • @somnathdey2304
    @somnathdey2304 6 месяцев назад +3

    Somehow, Prithwijit Da has been a fascinating character or person for me since i started watching your videos. He has been like a companion for Shibaji da like anything else. A very loveable person. His comment on the religions is what i echo. Bhalo theko, Anonde theko Prithwijit da.

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus 6 месяцев назад

      অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমাদের তরফ থেকে ❤🙏

  • @tapashduttachoudhury4904
    @tapashduttachoudhury4904 6 месяцев назад +4

    Mr Shibaji+ Mr Prithweejit>>It was very rough & tough and courageous & adventurous journey for you. Be careful for such type of video recording-It's a very dangerous. Many many thanks to you. I think Srilankan Peoples & Govt. take care & preserve their beautiful nature(some/few exception will be stay in). Ravana cave + Mandir & "NEEL DIA PAKUNA" is amazing. We wait for next video. Bangladesh. 25/Nov/2023. BST-03.59pm.

  • @rinapatra2828
    @rinapatra2828 6 месяцев назад +1

    শিবাজী দা আপনার শ্রীলঙ্কা ভ্রমন আপনার আর পৃথিরাজদার চোখ দিয়ে দেখে আমি ও আমার স্বামী মুগ্ধ হয়ে গেছি। আমরা plane করে নিয়েছি শ্রীলঙ্কা আমরা যাব ই সময় করে। আমাদের দুটো মেয়ে আছে, আমরা সবাই মিলে আপনার প্রতি টা video দেখি খুব ভালো লাগে। খুব enjoy করি, আর পৃথিরাজদার গান ও,,, আসাধারন। কালো জলে কুজলা,,,,,, তলে, কোন কথা হবে না ।ইচ্ছা আছে কোন সময় আপনারদের সাথে ঘুরতে যাবো আমরা সবাই।

  • @ashokghosh1203
    @ashokghosh1203 6 месяцев назад +1

    অসাধারন প্রেজেন্টেশন। অন্য রকমের ভিডিও ❤ পাহাড়ের অভ্যন্তরের জলাশয়ে যেতে গিতে হাজার হাজার পোকা খেতে হোলো তোমাদের..….......
    সত্যি কতরকম কষ্ট করতে হয় তোমাদের।
    ❤খুব ভালো থেকো❤

  • @parimalbose1394
    @parimalbose1394 6 месяцев назад +5

    Hats off to Prithwijeet. In Bengal there was resistance to views of Michael but Tamilians supported it. You may be aware he spent a few years in Madras and learnt Tamil.

    • @sayandeepkar7839
      @sayandeepkar7839 2 месяца назад

      Bangali ra ki niye Michael er birodhita korechilo?

  • @shiulidas9731
    @shiulidas9731 6 месяцев назад +3

    ❤beautiful video though but I was holding my breathe shivaji and prithi 😂so scarry indeed..
    After the uttarakhand tunnel tragedy recently ..seeing you two I was becoming numb ..Anyways wonderful chivalry video ..
    God bless you both ...

  • @Bideshe_mahua
    @Bideshe_mahua 6 месяцев назад +1

    Nil diya pukuna adventure is the best. Thanks again Shibaji and Prithwijit.

  • @kekapaul9315
    @kekapaul9315 6 месяцев назад +1

    পৃথ্বী ফাটাফাটি। দারুন বলেছো রাবন গুহা তে।

  • @RohitGeologyRailways
    @RohitGeologyRailways 6 месяцев назад +10

    Sir, As a geology student the formation of Nil Diya pokuna is quite interesting....because the cave where it is situated is surrounded by earthy materials that are porous in nature...when it rains, the rain water flows down towards and a portion of water is soaked to the soil.....soaked water seeps through the ground due to gravity....and it is dropped to the void from the roof...this accumulation of water created a pool....the process is so long......this is my opinion..any geologists are in comment section....please correct me if I made a mistake somewhere

  • @parimalbose1394
    @parimalbose1394 6 месяцев назад +3

    The phenomenon is known as die back. The roots of the tree has encounterd impenetrable rock.

  • @milighosh9489
    @milighosh9489 6 месяцев назад +1

    পৃথ্বীজীৎ-এর performance অসাধারণ আজকে । দারুন এপিসোড এটি।

  • @madhabipaul7867
    @madhabipaul7867 6 месяцев назад +1

    অত্যন্ত বিপজ্জনক, কিন্ত অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর এই জলাধার দেখে চোখ সার্থক হল। অনেক, অনেক ধন্যবাদ।

  • @PampaDas-ug6jq
    @PampaDas-ug6jq 6 месяцев назад +2

    Voye amar gaye kanta diye uthechilo, apnader hat's off. 🙏🙏🙏🙏❤❤❤❤

  • @moumitachattopadhyay8422
    @moumitachattopadhyay8422 6 месяцев назад +1

    কি সাংঘাতিক গুহা , নিঃশ্বাস বন্ধ করে দেখছিলাম, অসাধারণ

  • @sadhanakhan6465
    @sadhanakhan6465 6 месяцев назад +1

    যে পুকুর টা দেখালেন সেই খানে আমার অন্তত যাওয়ার ইচ্ছে নেই। আপনার ভিডিও দেখে মন ভরে গেল জায়গা টা খুব সুন্দর কিন্ত আবার বিপদজ্জনক।মেঘ, বৃষ্টি, আর কুয়াশা, পাহাড় এগুলো দেখতে বেশি সুন্দর এগুলো দেখানোর জন্য ধন্যবাদ খুব ভালো থাকবেন।

  • @sudipchowdhury7812
    @sudipchowdhury7812 6 месяцев назад +1

    দুঃসাহ‌সিক !অসামান‌্য ভয়ংকর সুন্দর ! ধন‌্যবাদ।

  • @AnujKumar-oe5cw
    @AnujKumar-oe5cw 6 месяцев назад +1

    মাইকেল মধুসূদন দত্ত ✅✅✅ শেষ কবিতা টা অসাধারন

  • @ARNABCHANDA-yg4pg
    @ARNABCHANDA-yg4pg 6 месяцев назад

    দারুন, সুন্দর, রোমাঞ্চকর।যা দেখলাম তা ভাষায় প্রকাশ করা যাবে না। Superhit Blog হয়েছে।

  • @utpalbiswas1698
    @utpalbiswas1698 6 месяцев назад

    শ্রীলঙ্কা ভ্রমণে দারুন রোমাঞ্চ সহ আনন্দ উপভোগ করছি। ধন্যবাদ।

  • @subhasisray006
    @subhasisray006 6 месяцев назад +1

    অসাধারণ এপিসোড.... এমন সুন্দর ভাবে দেখানোর জন্য ধন্যবাদ

  • @swapnabhattacharjee7347
    @swapnabhattacharjee7347 6 месяцев назад +1

    অপূর্ব অনবদ্য খুব সুন্দর দারুণ দারুণ দারুণ তোমাদের চোখ দিয়ে দেখে খুশি হলাম অতুলনীয়।

  • @rumkipaul1321
    @rumkipaul1321 6 месяцев назад +1

    দারুণ একটা পর্ব। নীল দিয়া পুকুনা অভিযান নিঃসন্দেহে একটা ঝুঁকিপূর্ণ অভিযান। আপনাদের মাধ্যমে এই ভয়ংকর সুন্দরের স্বাদ পেলাম । ধন্যবাদ আপনাদের।

  • @anantadebpal943
    @anantadebpal943 6 месяцев назад +1

    Explorer shibaji ও আমাদের কাছে একটা view point.👍

  • @MorningtoNightkitchenrecipes
    @MorningtoNightkitchenrecipes 6 месяцев назад

    Ashadharon. barite boshe eto adventurous experience khub bhalo laglo.looking forward to more such thrilling experiences.

  • @sajalbiswas4709
    @sajalbiswas4709 6 месяцев назад +1

    দাদা এটা খুব ভালো লেগেছে তোমরা দুজনে হাতে হাত তালি দিয়ে অন্য এক জাগায় আসলে এটাই বয়স ভালো ছিলো ,,,, গুপী গাইন বাঘা গাইন,, ভালো থেকো দাদা তোমরা,,,

  • @kausikbanerjee967
    @kausikbanerjee967 6 месяцев назад +1

    Vishon bhalo laglo ghore bose ei video dekhe

  • @ratnadas9250
    @ratnadas9250 6 месяцев назад +1

    আপনাদের গুহা ও রাবনের পুকুর পারবো অসাধারণ লাগলো।

  • @modhumitaghosh3945
    @modhumitaghosh3945 6 месяцев назад

    আপনারা এতো কষ্ট করে, দুঃসাহসিক অভিযান ঠিক নয়, হয়তো এমন কিছু দেখালেন যা অকল্পনীয়। কিন্তু নিজেদের জীবন এর ঝুঁকি নেওয়া সত্যিই ভয় ধরে যায়। ভালো মতো ফিরে এসেছেন এটাই ভগবানের আশির্বাদ।টেক কেয়ার, একটা সিন দারুন লাগলো,গুপী বাঘার হাততালি,,,,,,

  • @alokebarua
    @alokebarua 6 месяцев назад +1

    আমার দেখার পুর্নতা পেল এই এপিসোডটি দেখে। আপনাদের ধন্যবাদ, অদেখাকে দেখানোর জন্য।

  • @asitbanerjee125
    @asitbanerjee125 6 месяцев назад +1

    আমি আমার ৭১বৎসর বয়সে মোট ৯৭২২৭ কিঃমিঃ ভ্রমণ করিয়াছি। আপনি শ্রীলংকা সিরিজে যে দুঃসাহসিক অভিযান দেখালেন ঐ অভিযান বহু দিন মনের কোণায় থেকে যাবে , আপনারা সুস্থ থাকুন

  • @user-sujata007
    @user-sujata007 6 месяцев назад

    রোমাঞ্চকর অভিজ্ঞতা...... অসাধারণ লাগলো👌👌

  • @AjitSarkar-cc5zj
    @AjitSarkar-cc5zj 6 месяцев назад +1

    ঐতিহাসিক দারুণ একটা জায়গা দেখালেন শিবাজি দাদা। এর আগে কেহ দেখায়নি। আপনাদের ধন্যবাদ । ❤💗👍🇧🇩