আপনাকে লক্ষ কুর্নিশ। এইরকম কঠিন পরিশ্রম করে এই জায়গার খবর পৌঁছানোর জন্য। সঠিক wild journalism। খুব সুন্দর পরিবেশন। আপনার আরোও উন্নতির জন্য প্রার্থনা করি।
একটা জিনিস খুব ভালো লাগলো যে এত বেশি শিক্ষিত না হয়েও মানুষ গুলো সবাই খুব ভালো মনের মানুষ । কিন্তু আমারা শিক্ষিত হয়েও এতো কিছু পেয়েও লড়াই করি। যাই হোক আপনার vdo ta khub valo laglo skip korar chance e pelam na...আপনার কথা তেই মাধুর্য আছে ।।।।সংগে আছি আর থাকব।
এই জনবহুল দেশে এমন একটি সবুজে ঘেরা দ্বীপের দর্শন করালেন তা সত্যিই অসধারণ।অনেক কষ্টের মধ্যে এমন শান্তির জায়গা দেখা সত্যিই অভাবনীয়। অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে এমন একটি সবুজময় প্রায় পরিত্যক্ত স্থান দেখানোর জন্য।মানুষগুলির জীবনে মধ্যে অনাবিল এক প্রশান্তির ছায়া।
অপরূপ নৈসর্গিক অনাবিল নয়নাভিরাম সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি জায়গা দেখালেন আপনার ভিডিও এর মাধ্যমে। তার সাথে ওখানকার মানুষের সরলতা,আপনার সরল সুন্দর ভাষায় উপস্থাপন শব্দ চয়ন ও বাচনভঙ্গি,ওখানকার দৃশ্যপট গুলোর প্রদর্শন আমাকে মুগ্ধ করেছে।ভালো থেকো ভাই।
তোমার এই একক চর-অভিযান খুব এনজয় করলাম। আমারও এরকম নেশা ছিল। এখন বয়সের কারণে আর পেরে উঠিনা। তোমার আগের ছেনা-চরের ভিডিওটা দেখেছি। চালিয়ে যাও তবে সাবধানে। আর সঙ্গে জল ও শুকনো খাবার রেখো। ভালো থেকো।
দাদা ভাই খুব সুন্দর একটি পরিবেশ তোমার জন্য আমাদের দেখার সুযোগ হলো , ওনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ❤ সব কথার এক খুব ভালো লাগলো অসাধারণ 🌹 ওনাদের আগামীতে ভালো হক ঠাকুরের আশীর্বাদে।
আমি বনগাঁ লাইনের ঠাকুরনগরের মেয়ে এখন থাকি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে, খুব মনে পরে সেই ছোটবেলার গ্রামবাংলার কথা, খুব ভালো লাগলো এদের জীবনযাত্রা দেখে এরা কতো খুশি অল্পতেই।
দিদিভাই আপনাকে নিয়ে গর্ব আপনি বাঙালি হয়ে ও অস্ট্রেলিয়া আছেন এটা আমাদের গর্ব। দিদি আমাদের স্বপ্ন আছে কিন্তু যাওয়ার সৌভাগ্য কোনদিন হবে না । ভালো থাকুন সুস্থ থাকুন প্রার্থনা করি
পরিশ্রম করে তৈরি করা আপনার এই ভিডিওটা খুব ভালো লাগল। শহুরে কূটকচালে থেকে দূরে শান্তিতে বসবাসকারী মানুষদের সাদাসিধে জীবনযাত্রার গল্প দেখে ভালো লাগল। পরিশ রম করে যে ভিডিওটি তৈরি করেছেন , এজন্য সাধুবাদ জানাই।
ম্যাপে চর গুলো দেখে ভাবতাম ওখানে কারা থাকে, কিভাবে থাকে.... দেখা হলো। বেশ লাগল। নয়া চরের আবাদ নিয়ে কত লেখাই তো পড়েছি.....কি কঠিন কি কঠিন সেই জীবন। তবে ঐ ব্রীজটা কমপ্লিট করা জরুরী। পরিশ্রমের বিকল্প নেই কথাটা খুব সত্যি। তুমিও সাবধানে চলাফেরা করো ভাই। অনেক শুভকামনা রইল। 💛❤️💛🙏
অনেক ধন্যবাদ দাদা আপনার ভিডিওর মাধ্যমে এরকম প্রাকৃতিক সৌন্দর্য চরাঞ্চল দেখতে পারলাম আমি বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছি সবার জন্য দোয়া ও শুভকামনায় আহসান হাবীব তালুকদার সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনাপাড়ের দেশপ্রেমিক নাগরিক
একটা কথা বলছি ভাই, ভিডিও দেখে ভালো লাগছে যতটা, ঠিক তোমাকে দেখে ততটাই কষ্ট হচ্ছে।ভাই ,পয়সা অন্যভাবে কাজ করে উপায় করো। এভাবে নয়। তুমি তোমার মায়ের কথা একবার ভেবে দেখেছো,তুমি এভাবে বিপদের ঝুঁকি নিয়ে জঙ্গলে র মধ্যে দিয়ে যাচ্ছো,মায়ের কত কষ্ট হচ্ছে, হচ্ছে তোমার সঙ্গী নির।কি লাভ সারা দুনিয়া য় হাজার হাজার মানুষ আছেন এইভাবে। তুমি ভাই নিজের পরিবারের এবং নিজের কথা ভাবো। এ পথে উপায় করা মোটেই ভালো নয়। শুভাকাঙ্ক্ষী মনে করে বললাম।
খুব ভালো লাগলো , এই চরটা সম্বন্ধে আমার কোনো ধারনাই ছিল না। যদিও আমি বারাসাত থাকি। তবুও তো সোদপুর হয়ে কোন্নগর অনেকবারই গেছি জানতাম না ব্যাপারটা, বাহ খুব সুন্দর ভিডিও।
হ্যলো, উপস্থাপক, আপনি অনেক কষ্ট করে এমন জরাজীর্ন জংল এলাকায় যেখানে মাএ কয়েকটা পরিবার বসবাস করে, ছবিতে দেখতে ভাল লাগছে, খোলা জায়গা কিন্তু বসবাসকারী সবাই খুবই কষ্ট করে দিনযাপন করে, সরকারের সাহায্য করা উচিত, সবাই হাসি মুখে খোলা মনে কথা বলেছেন, কেউ কারও সাথে হানাহানি নাই, মিলে আছে, যেখানে শহরে মানুষের হানাহানি, । আপনাকে ধন্যবাদ, ওখানকার সবাইকে আমার শ্রদ্ধা ও ভালবাসা। আমি জিনাত কানাডা🇨🇦থেকে দেখলাম। ১ জুলাই ২৪।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি ছাড়ছি আর জোট সামান্যটুকু হেল্প করি সেটা ভিডিওতে এখন আনছিনা । যখন একটু বেশি কিছু করব তখন সেগুলোকেই ভিডিওতে আনবো। না হলে সামান্য কিছু হেল্প করার পর যদি ভিডিওতে আনি তাহলে অনেকে কমেন্ট করবে যে তুমি দুই ৩০০ টাকা দিয়ে ভিউস এর আশায় এসব দেখাচ্ছে ভিডিওতে। 🙏 আমার সমস্যাটা একটু বুঝবেন
দাদা বাংলাদেশ থেকে দেখছি। আজকের ভিডিওতে আপনাকে সবাই আপ্যায়ন করতেছে এটা দেখে আমার অনেক ভালো লাগছে। ছেলেটা আপনাকে ঠান্ডা লেবুর শরবত খাওয়াইলো। আবার লাস্টের কাকিমাটা বলল রান্না শেষে খেয়ে যেতে। ওনাকে আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। উনার বড় মেয়েটা দেখতে অনেক মিষ্টি। কি যে মায়া লাগে মন চায় উনাদের কাছে যেতে।। কিছু করতে। কাকিমা❤❤❤❤❤❤❤❤❤
ধন্যবাদ ভাইয়া আপনাকে এরকম জায়গা আমাদের দেখানোর জন্য আমার মতে ওরা এখন সবচাইতে শান্তিতে আছে শহরের জীবনযাপন এদের চেয়েও অনেক কঠোর হয়তো কেউ বলতে পারে না ওরাই মূলত শান্তিতে আছে না আছে কোন এজাল ভেজাল না আছে কোন ঝগড়া না আছে কোন রাজনীতি ওরাই শান্তিতে আছে
এইসব দ্বীপে উনারা একদিকে খুব ভালো আছেন। সেখানে নেই জনবহুল পরিবেশের কুটনৈতিক জীবন, ঠকবাজ, চিটিংবাজ এর সমাজ। এপিসোডটি ভালো লিগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
Absolutely
Right
সঠিক কথা
ঠিক কথা
আপনাকে লক্ষ কুর্নিশ। এইরকম কঠিন পরিশ্রম করে এই জায়গার খবর পৌঁছানোর জন্য। সঠিক wild journalism। খুব সুন্দর পরিবেশন। আপনার আরোও উন্নতির জন্য প্রার্থনা করি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
আমি বাংলাদেশ থেকে বলছি এই পরিবার গুলো এখানে সারা জীবন থাকতে পারে।সবার প্রতি আমার আশির্বাদ রইলো।
আপনার এই ভিডিওটা খুব ভালো লেগেছে এবং যারা ওখানে বসবাস করে তাদের মনটা খুব ভালো আমি বাংলাদেশ থেকে দেখছি
সহজ সরল মানুষ , মাটি পানির গন্ধ মাখা জীবন।শহর থেকে তোমরা অনেক অনেক শান্তিতে আছো লক্ষী!
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো স্যার
একটা জিনিস খুব ভালো লাগলো যে এত বেশি শিক্ষিত না হয়েও মানুষ গুলো সবাই খুব ভালো মনের মানুষ । কিন্তু আমারা শিক্ষিত হয়েও এতো কিছু পেয়েও লড়াই করি। যাই হোক আপনার vdo ta khub valo laglo skip korar chance e pelam na...আপনার কথা তেই মাধুর্য আছে ।।।।সংগে আছি আর থাকব।
এই জনবহুল দেশে এমন একটি সবুজে ঘেরা দ্বীপের দর্শন করালেন তা সত্যিই অসধারণ।অনেক কষ্টের মধ্যে এমন শান্তির জায়গা দেখা সত্যিই অভাবনীয়। অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে এমন একটি সবুজময় প্রায় পরিত্যক্ত স্থান দেখানোর জন্য।মানুষগুলির জীবনে মধ্যে অনাবিল এক প্রশান্তির ছায়া।
খুব ভালো লাগলো ।এখানকার মানুষের হাসিমুখ দেখে মন ভোরে গেলো ।কত সহজ সরল অল্পে খুশি এনারা সত্যি খুব ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
খুব ভালো লাগলো।
খুব ভালো লাগলো আপনার ভিডিও টি দেখে। খুব সুন্দর জায়গা। মানুষ গুলো ভীষণ সুন্দর ও সরল ও নির্লোভ। শান্ত পরিবেশ।
অজানাকে জানা
অচেনাকে চেনার আনন্দই আলাদা। আমি সেটাই উপভোগ করলাম। ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
খুব ভাল লাগল। অজানা অনেক কিছু জানতে পারলাম। তোমার কথার ভঙ্গিটা খুব ভাল। আমার বয়স ৭২। নাহলে খোঁজ খবর নিয়ে ঠিক চলে যেতাম ওদের কাছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো ও শ্রদ্ধা ভরা প্রণাম 🙏🙏🙏
খুব ভালো লাগলো এই সংগ্রামী মানুষ গুলার জীবনচিত্র দেখে. কত অল্পতেই তারা সুখী আর আমারা একটু সমস্যাতেই হাপিয়ে উঠি.
জায়গাটা আমরা এত ভালো লাগছে এত নিরিবিলি আবার ভয়ও লেগেছে এরকম জায়গা দেখে ভালোই লাগলো ভাইয়া থ্যাঙ্ক ইউ আমি বাংলাদেশ থেকে দেখছিলাম
এমন ভয়ানক জায়গা খুবই দুর্গম নির্জন এলাকা খুবই সুন্দর একটা adventute। দুর্গাপূজার সময় তো কাশ ফুলে ভরে থাকে এই দ্বীপ ❤❤❤
Lpp
Darun.Like cinema
Ekdom thik 🙏
😂😂
খুব ভালো লাগল
অপরূপ নৈসর্গিক অনাবিল নয়নাভিরাম সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি জায়গা দেখালেন আপনার ভিডিও এর মাধ্যমে। তার সাথে ওখানকার মানুষের সরলতা,আপনার সরল সুন্দর ভাষায় উপস্থাপন শব্দ চয়ন ও বাচনভঙ্গি,ওখানকার দৃশ্যপট গুলোর প্রদর্শন আমাকে মুগ্ধ করেছে।ভালো থেকো ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
আর যাই বলেন,আমার কাছে কিন্তু খুব অ্যাডভেঞ্চার লেগেছে।ওখানেই রয়েছে জীবন উপভোগের সত্যিকারের উপকরন❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
খুব ভালো লাগলো '।আবার তৈরি করবেন ।
Pore kichu help kore jabo
সত্যিই ভিডিওটি খুব ভাল লাগলো। অপুর্ব্ব দৃশ্যপট। মন জুরিয়ে যায়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল 💌🙏🙏
অনেক ব্লগ দেখেছি আপনার মত প্রাণবন্ত পরিবেশন কার মধ্যে দেখিনি। হৃদয় ছুঁয়ে গেল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
তোমার এই একক চর-অভিযান খুব এনজয় করলাম। আমারও এরকম নেশা ছিল। এখন বয়সের কারণে আর পেরে উঠিনা। তোমার আগের ছেনা-চরের ভিডিওটা দেখেছি।
চালিয়ে যাও তবে সাবধানে। আর সঙ্গে জল ও শুকনো খাবার রেখো। ভালো থেকো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
😮
আমি বাংলাদেশের লোক, ইংল্যান্ড থেকে দেখছি। ঐ মহিলারা এতো মিষ্টি করে কথা বলে wow. ধন্যবাদ এই ভিডিওর জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 💌🙏
আরেক টা চরের ভিডিও উপভোগ করলাম । আপনাকে অনেক ধন্যবাদ দুর্গম এলাকায় ভিডিও করে উপস্থাপন করেন ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
অসামান্য ধন্যবাদ ভাই
আমিও গ্রামের ছেলে তবে সেদিনকার সেই দিন আর নেই আমার গ্রামের
তবে তোমার ভিডিও তে নিজের ছোটবেলার কিছু স্মৃতি যেন ফিরে পেলাম
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল 💌🙏🙏
এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে "বন্দর" হলে।
দারুণ ❤সুন্দর ❤ পরিবেশ ❤।
এমনটাই থাকুক চিরকাল ❤।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
qq
অনেক ভালো লাগছে এভাবে আরো কিছু অজানা কিছু থাকলে দেখাবেন ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল 💌🙏🙏
এক অভিনব
সংগ্রামী জীবনযাত্রার কথা জানতে পেরে সমৃদ্ধ হলাম
দাদা ভাই খুব সুন্দর একটি পরিবেশ তোমার জন্য আমাদের দেখার সুযোগ হলো , ওনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ❤ সব কথার এক খুব ভালো লাগলো অসাধারণ 🌹 ওনাদের আগামীতে ভালো হক ঠাকুরের আশীর্বাদে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো
বাবু সোনা, তোমাকে অনেক ধন্যবাদ, নিখাদ, সুন্দর, সরল, কুতিলতাহীন গ্রাম্য জীবনের কথা তুলে ধারার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো
আমি বনগাঁ লাইনের ঠাকুরনগরের মেয়ে এখন থাকি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে, খুব মনে পরে সেই ছোটবেলার গ্রামবাংলার কথা, খুব ভালো লাগলো এদের জীবনযাত্রা দেখে এরা কতো খুশি অল্পতেই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
প্রিয় দিদিভাই এই কথাটা আপনি ঠিকই বলেছেন শান্তি,, শান্তি গ্রাম বাংলার পরিবেশ
দিদিভাই আপনাকে নিয়ে গর্ব আপনি বাঙালি হয়ে ও অস্ট্রেলিয়া আছেন এটা আমাদের গর্ব। দিদি আমাদের স্বপ্ন আছে কিন্তু যাওয়ার সৌভাগ্য কোনদিন হবে না । ভালো থাকুন সুস্থ থাকুন প্রার্থনা করি
হাই
কিভাবে কাটছে আপনার দিন। বাংলা ছেড়ে আমরা তো থাকতে পারবো না ওখানে আমি থাকি দিল্লিতে তাও মাঝে মাঝে আসতে হয়। দুর্গা পুজো মিস করেন না
সত্যি দ্বীপের মানুষজন কতো সহজ সরল
অচেনাকে চেনার আনন্দই আলাদা।আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
আপনাকে ধন্যবাদ।এত দুর্গম এলাকায় গিয়ে সুন্দর একটি ভিডিও দেবার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
অসাধারণ লাগলো। ধন্যবাদ জানাই আপনাকে। এমন অপরূপ পরিবেশ, জীবনে প্রতিমুহূর্তে অনিশ্চয়তা থাকলেও জীবনটা উপভোগ করা যায়। আপনি সাবধানে থাকবেন সবসময়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
আমি গেছি ওখানে খুব সুন্দর পরিবেশ এবং অসাধারণ জায়গা
এই রকম আরো নতুন দ্বীপের ভিডিও দাও দেখতে খুব ভালো লাগে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
প্রেমের সার্থকতা,মিষ্টি খুশির jano লাইক দিয়ে দিলাম।
অসাধারণ অসম্ভব ভালো মানুষ,,, ❤❤❤❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
পরিশ্রম করে তৈরি করা আপনার এই ভিডিওটা খুব ভালো লাগল। শহুরে কূটকচালে থেকে দূরে শান্তিতে বসবাসকারী মানুষদের সাদাসিধে জীবনযাত্রার গল্প দেখে ভালো লাগল। পরিশ
রম করে যে ভিডিওটি তৈরি করেছেন , এজন্য সাধুবাদ জানাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
খুব ভালো ভিডিও করেছো। অনেক কিছু জানতে পারলাম। খুব কষ্টকর জীবন এদের।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
এই জমি চাষের আওতায় আনা হলে অনেক ফসল উৎপাদন হবে।গরু ছাগল পালনের চমৎকার জায়গা।
Chas Koren to Jara Thaken
Jomi dekhlei dekhol korte ichhe kore , kangladeshi
উপস্থাপনা,বাচনভঙ্গি ,বর্ণনা সব খুব সুন্দর। কত অজানা জিনিস জানলাম
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
অসাধারণ একটি ভিডিও দেখলাম অনেক কষ্ট করে আমাদের সামনে ভিডিওটা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ বাবু👋🏾👍🏻👍🏻👍🏻🎉🎉🎉
আপনাকে আমার শ্রদ্ধা ভরা প্রণাম ও অসংখ্য ধন্যবাদ রইল। 🙏🙏🙏
সবুজে ঘেরা গাছপালায় ভরা দৃশ্য দেখে খুব ভালো লাগলো। নির্জন পরিবেশে মুক্ত বাতাস দারুণ লাগে। ধন্যবাদ তোমার চ্যানেল কে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
খুব ভালো লাগলো । ধন্যবাদ জানাই ওখানকার বেঁচে থাকার লড়াই কে। 👍👍
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ এনাদের জীবন কাহিনী এত করুন। না দেখলে বোঝা যেত না
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
খুব অদ্ভূত অসাধারণ বিষয় দেখালেন।
মানুষের কি বিচিত্র জীবন, অতিবাহন!
সত্যি বলতে কি সামনে থেকে দেখতে ইচ্ছে করছে।
সম্ভব নয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
ম্যাপে চর গুলো দেখে ভাবতাম ওখানে কারা থাকে, কিভাবে থাকে.... দেখা হলো। বেশ লাগল।
নয়া চরের আবাদ নিয়ে কত লেখাই তো পড়েছি.....কি কঠিন কি কঠিন সেই জীবন। তবে ঐ ব্রীজটা কমপ্লিট করা জরুরী।
পরিশ্রমের বিকল্প নেই কথাটা খুব সত্যি। তুমিও সাবধানে চলাফেরা করো ভাই। অনেক শুভকামনা রইল। 💛❤️💛🙏
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল
খুব ভালো লাগছে, আপনার ভিডিও, সাবধানে থাকবেন, শুভেচ্ছা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
খুব সুন্দর এ্যাডভেঞ্চার এর ভিডিও টি। ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
Thanks.
সত্যিই দাদা আমি বাংলাদেশ থেকে দেখছি খুব ভালো লাগছে দ্বীপের মানুষগুলোকে
খুব সুন্দর হয়েছে ভিডিওটা । খুব ভাল থাকবেন
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
ভিডিটা অনেক সুন্দর হয়েছ,পুরো পাঠটা দেখে নিলাম,ধন্যবাদ
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
দাদা আমি আপনার ভিডিও দেখার অপেক্ষায় থাকি। বাংলাদেশ থেকে শুভকামনা রইলো,♥️🌹🥀🇧🇩✅
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো স্যার 🙏🙏
অনেক ধন্যবাদ দাদা আপনার ভিডিওর মাধ্যমে এরকম প্রাকৃতিক সৌন্দর্য চরাঞ্চল দেখতে পারলাম আমি বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছি সবার জন্য দোয়া ও শুভকামনায় আহসান হাবীব তালুকদার সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনাপাড়ের দেশপ্রেমিক নাগরিক
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
একটা কথা বলছি ভাই, ভিডিও দেখে ভালো লাগছে যতটা, ঠিক তোমাকে দেখে ততটাই কষ্ট হচ্ছে।ভাই ,পয়সা অন্যভাবে কাজ করে উপায় করো। এভাবে নয়। তুমি তোমার মায়ের কথা একবার ভেবে দেখেছো,তুমি এভাবে বিপদের ঝুঁকি নিয়ে জঙ্গলে র মধ্যে দিয়ে যাচ্ছো,মায়ের কত কষ্ট হচ্ছে, হচ্ছে তোমার সঙ্গী নির।কি লাভ সারা দুনিয়া য় হাজার হাজার মানুষ আছেন এইভাবে। তুমি ভাই নিজের পরিবারের এবং নিজের কথা ভাবো। এ পথে উপায় করা মোটেই ভালো নয়। শুভাকাঙ্ক্ষী মনে করে বললাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো ম্যাডাম 🙏
আরে বাহ
Ki kon eta o valo laga theke kore
6 yed 66yyyy 😊😊😊😅😊
ওহ দারুন সুন্দর। যেমনি সুন্দর জায়গা। তেমন সুন্দর সরল মানুষ জন। সর্বোপরি চমৎকার উপস্থাপনা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
অনেক বেশি জাইগা তাই হিংসা নেই, কিন্ত ঘনবসতি গ্রাম হলে একটু জমির জন্য মার মারি হতো
খুব ভালো একটা বিষয় তুলে রেখেছে তুমি গল্প ভিডিওটা আমি দেখলাম খুব ভালো লাগলো❤🎉
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো স্যার
আমরা ও ভাবছি ওখানে চলে যাবো...
ওখানে হয় তো একটু কষ্ট হবে but মানসিক দিক থেকে ভালো থাকা যাবে...❤❤❤❤❤❤❤❤
এমন একটা ভয়ঙ্কর জায়গা নির্জন এলাকায় তারা বসবাস করে এই দ্বীপকে মানিয়ে নিয়েছে তাঁদের কে আমি ধন্যবাদ জানাই
খুব ভালো ভিডিও। কিন্তু কষ্টের জীবন যাপন দেখে খারাপ লাগলো
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সত্যি বলতে কি এই দরনের ভিডিও খোব একটা দেখা হয় না
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
@@minturoyvlog ❤️❤️❤️
খুব ভালো লাগলো ধন্যবাদ ভাই ভালো থাকবেন ভিডিও খুব সুন্দর।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
দাদা এ ধরনের পরিবেশ খুব ভালো লাগে
😊 খুবভালো আছেন ওনারা,কোনো ঝামেলা নেই,কষ্টেরমদ্ধেওসুখী
আছে,
ওরা খুব ভালো আছেন। কোন ঝামেলা নেই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
অনেক ভাল লাগলো ভিডিও দেখে। অনেক সুন্দর প্রেজেন্টেশন আপনার দাদা
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
ভীষন সুন্দর কথা বলা,চমৎকার উপস্হাপনা !! সাউন্ড কোয়ালিটি স্টান্ডার্ড ৷ সব মিলে মাইন্ড ব্লোইং !!!
আপনাকে ধন্যবাদ রইল 🙏🙏🙏
@@minturoyvlog সফল হোন !!
খুব ভালো লাগলো , এই চরটা সম্বন্ধে আমার কোনো ধারনাই ছিল না। যদিও আমি বারাসাত থাকি। তবুও তো সোদপুর হয়ে কোন্নগর অনেকবারই গেছি জানতাম না ব্যাপারটা, বাহ খুব সুন্দর ভিডিও।
এককথায় অসাধারণ ভিডিও। অনেক পরিশ্রম করে করেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
দুৱ থেকে দেখে ছিলাম
আজ কাছে কৱে দিলেন ।
অনেক অনেক শুভকামনা ও ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল স্যার
হ্যলো, উপস্থাপক, আপনি অনেক কষ্ট করে এমন জরাজীর্ন জংল এলাকায় যেখানে মাএ কয়েকটা পরিবার বসবাস করে, ছবিতে দেখতে ভাল লাগছে, খোলা জায়গা কিন্তু বসবাসকারী সবাই খুবই কষ্ট করে দিনযাপন করে, সরকারের সাহায্য করা উচিত, সবাই হাসি মুখে খোলা মনে কথা বলেছেন, কেউ কারও সাথে হানাহানি নাই, মিলে আছে, যেখানে শহরে মানুষের হানাহানি, । আপনাকে ধন্যবাদ, ওখানকার সবাইকে আমার শ্রদ্ধা ও ভালবাসা। আমি জিনাত কানাডা🇨🇦থেকে দেখলাম। ১ জুলাই ২৪।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি ছাড়ছি আর জোট সামান্যটুকু হেল্প করি সেটা ভিডিওতে এখন আনছিনা । যখন একটু বেশি কিছু করব তখন সেগুলোকেই ভিডিওতে আনবো। না হলে সামান্য কিছু হেল্প করার পর যদি ভিডিওতে আনি তাহলে অনেকে কমেন্ট করবে যে তুমি দুই ৩০০ টাকা দিয়ে ভিউস এর আশায় এসব দেখাচ্ছে ভিডিওতে। 🙏 আমার সমস্যাটা একটু বুঝবেন
👍দারুন লাগলো।
পিঠে একটা ব্যাগ থাকলে ভালো লাগতো।❤
ভাই❤ তোমাকে বেয়ার গ্রিল ❤ মনে হচ্ছিল।❤
💌🙏🤣 আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো
ভিডিও টা খুব খুব সুন্দর গায়ের মানুষরা খুব ভালো
Nice Video. Enjoyed the interior village life.
তোমার ভীডিও দেখি খুব ভালো লাগে। আরও এগিয়ে যাও পাশে আছি। ভালো থেক বাংলাদেশ ❤❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
Darun bhalo laglo apnar ai ghotona ba jaygata bhalo sandhan dilen
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
আসলে মানুষ গুলো খুব ভালো মনের মানুষ খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
আমি সরকারের কাছে অনুরোধ করবো তাদের কে সরকারি ভাবে সহজুগিতা করা হোক একটি বাজারের কাছাকাছি নিয়ে বাড়ি করে দেওয়ার ব্যবসতা নেওয়া দরকার।
দাদা বাংলাদেশ থেকে দেখছি।
আজকের ভিডিওতে আপনাকে সবাই আপ্যায়ন করতেছে এটা দেখে আমার অনেক ভালো লাগছে।
ছেলেটা আপনাকে ঠান্ডা লেবুর শরবত খাওয়াইলো। আবার লাস্টের কাকিমাটা বলল রান্না শেষে খেয়ে যেতে। ওনাকে আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। উনার বড় মেয়েটা দেখতে অনেক মিষ্টি। কি যে মায়া লাগে মন চায় উনাদের কাছে যেতে।। কিছু করতে।
কাকিমা❤❤❤❤❤❤❤❤❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল 💌🙏🙏
পুরোটাই দেখলাম ভালোই লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
চমৎকার উপস্থাপন, ভিডিও টা করতে অনেক কষ্ট করতে হয়েছে আপনাকে, পুরো ভিডিও টা দেখলাম। ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল 💌🙏🙏
Darun,khub enjoy korlum.
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো স্যার
আপনার দৃশ্যগুলো দেখি অনেক ভালো লেগেছে
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
খুবই সুন্দর জীবন। ওরাই সুখী
চাঁদ এ যাওয়ার থেকে এই যায়গা বসবাস পক্ষে খুব ভালো।
সব শেষে বলবো সরকার যেনো ওদের কে জরুরি সাহায্য করে জয় শ্রী কৃষ্ণ জয় রাধে
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
They are poor people but not greedy, pure human being!! ❤ from Sylhet.
রোমাঞ্চকর অভিজ্ঞতা।। অনেক ভালোলাগা।।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
ধন্যবাদ ভাইয়া আপনাকে এরকম জায়গা আমাদের দেখানোর জন্য আমার মতে ওরা এখন সবচাইতে শান্তিতে আছে শহরের জীবনযাপন এদের চেয়েও অনেক কঠোর হয়তো কেউ বলতে পারে না ওরাই মূলত শান্তিতে আছে না আছে কোন এজাল ভেজাল না আছে কোন ঝগড়া না আছে কোন রাজনীতি ওরাই শান্তিতে আছে
খুবই ভালো লাগলো আপনার এই ভিডিও
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
Anyway Mintu... I am totally impressed with your dedication and honest hard work. Beautiful. Do lots of progress in the future life.
স্যার আশীর্বাদ করবেন আপনাদের মনের মত উপস্থাপনা যেন করতে পারি । আমার শ্রদ্ধা ভরা প্রণাম রইল 🙏🙏
You are always welcomed my dearest Mintu... Blessings for you. ❤
Thank You Sir 🙏🙏🙏🙏🙏🙏
খুব সুন্দর খুব ভালো লেগেছে, তুমি ভালো থেকো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🥰💌🙏🙏🙏
Very good. Keep it up👍👍👍
দারুণ একটা উপস্হাপনা
খুব ভালো লাগলো,ভিডিওটা
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
ভিডিও টা দেখে যেমন ভালো লেগেছে তেমনে একটু কষ্ট ও লেগেছে
Ekdom sathik bolechen
Ami USA hoitey deklam . Dektey valoe laglo. Onek ovak holam . Ki jibon re baba
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো 🙏🙏🙏
Very interesting description the happy life they lead njce video thank you
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল 💌🙏🙏
ভিডিওটা দারুন ভালো লাগলো