মাত্র ১০০ কিলোমিটার রেঞ্জে এই গাড়ি চালিয়ে কোনই লাভ হবে না কারণ পিক আপ দূর দুরান্তে যায় ট্রিপ নিয়ে।রাস্তায় চারজ শেষ হয়ে গেলে বসে থাকা লাগবে।মিনিমাম তিন থেকে চারশ কিলো রেঞ্জ থাকতে হবে ও হায়েস্ট গতি থাকতে হবে ১০০/১২০ কিলোমিটার প্রতি ঘন্টায়।দাম বাড়িয়ে হলেও রেঞ্জ ও গতি বাড়ানো হোক।যেহেতু পিক আপ সেহেতু বাড়তি ব্যাটারি বসিয়ে রেঞ্জ বাড়ানোর সুজোগ আছে।সেই সাথে হুইল বেইজ বড় করা হোক।ছোট চাকায় বাণিজ্যিক গাড়ি চালিয়ে ফায়দা হয় না।ত্রিশ বছর ধরে ট্রাক,বাস ও লং কাভার্ড ভ্যানের ব্যবসায় জড়িত থাকার সুবাদে অভিজ্ঞতার আলোকে মতামত দিলাম।পাল্কির জন্য শুভ কামনা ও সাফল্য কামনা করছি
ধন্যবাদ স্যার। আপনি যেই সমস্যা বললেন, সেই সমস্যা দূর করার জন্য আমরা প্রতি জেলায় ডিলার দিচ্ছি যেখান থেকে আপনি ব্যাটারি সোয়াপ করতে পারবেন। মানে আপনার চার্জ শেষ এমন ব্যাটারি পরিবর্তন করে ফুল চার্জ একটা ব্যাটারি নিয়ে নিতে পারবেন। আর আমরা এখন চাকার সাইজ বড় করেছি।
@@MdSajalMia-h9z জেলায় জেলায় ডিলার দিয়েও কোনো লাভ হবে না তেমন কারণ অনেক জেলা সদর থেকে উপজেলা শহরের দূরত্বও ৫০/৬০/৭০/৯০ কিলোমিটার আছে।জেলায় জেলায় ডিলার ও প্রতিটি উপজেলায় চারজিং পয়েন্ট+ ব্যাটারি সোয়াপিং প্লেস+সার্ভিসিং সেন্টার আস্তে আস্তে এভেইলেভল করলে ভালো সাড়া পাওয়া যাবে।সবচেয়ে ভালো হয় বাই ডিফল্ট ব্যাটারির রেঞ্জ+গতি বেশি হলে।আশা করি আস্তেধীরে আপনারা এইসব অসুবিধা কাটিয়ে উঠতে পারবেন।যেহেতু আপনাদের হাতেই ইলেক্ট্রিক ভ্যাহিকেলের যাত্রা শুরু তাই আপনারাই হবেন অগ্রদূত।সিডান কারের ক্ষেত্রেও ইনবিল্ট কোয়ালিটি,স্পিড লিমিট ও রেঞ্জ বাড়ানো খুবই জরুরী। মাত্র ৪৫/৭০ কিলোমিটার গতিতে সিডান কার চালানো মোটেই স্বস্তিদায়ক নয় এবং মিনিমাম রেঞ্জ থাকা উচিত ৩০০ কিলো।
আমি একজন অটো মোবাইল মেকানিক কর্মজীবন প্রায় ৩০ বছর কাজ করি তবে আপনাদের কথা শুনে প্রথম অবস্থায় ভালোই লাগছিল যখন শুনলাম গাড়ির দাম তখনই আগ্রহ শেষ হয়ে গেছে।
স্যার আমি পালকির একজন এমপ্লয়ি। ব্যাটারি এবং মোটর এর কোয়ালিটি এন্সিওর করতেই দাম একটু বেশি হয়েছে। তবে যেহেতু তেল বা পেট্রোল এর খরচ নেই, প্রাথমিক খরচ বেশি মনে হলেও এটা আল্টিমেটলি আপনার খরচ বাচাবে।
@@MdShohag-mf7bt বিদ্যুৎ খরচ তো কিছুটা যাবে ই। তবে সেটা অনেক কম। যেমন ধরেন তেলে যদি ১০০০ খরচ হয়, তাহলে সেম দূরত্ব যেতে বিদ্যুৎ খরচ হবে ৯০ থেকে ১০০ টাকা। অনেক কম না এটা? আর টায়ার খরচ আসলে দুই ধরনের গাড়িতেই সেম হবে।
বর্তমান বাজার অনুযায়ী গাড়ির মূল্য তুলনামূলক অনেক বেশি,, আর সামান্য কিছু ইনভেস্ট করে ডিজেল দিয়ে পিকআপ কেনাটা আমি মনে করি বেস্ট,,, একটা ইলেকট্রিক্যাল ভাইকেল যদি এত টাকা দাম হয় তাহলে কিভাবে সম্ভব সাধারণ মানুষের ব্যবহার,, পণ্য সরবরাহ ক্ষেত্রে উঁচু কালভার্টে গেলে গাড়ি অটোমেটিক থেমে যাবে কেননা ইলেকট্রিক্যাল ভাইকেল সেই পরিমাণ শক্তি থাকে না😂
চার্জ ছাড়াই ডায়নামোর মধ্যমে রিচার্জের ব্যবস্তা করুন। সাধারণ গাড়ির মত যেমন ব্যাটারি ডায়ানামোর মাধ্যমে চার্জ করে, ঠিক তেমনি ইলেকট্রিক গাড়িত এই সিস্টেম তৈরি করতে হবে।
ভাই, আপনাদের কোম্পানিতে কি এরকম সুন্দর ইলেক্ট্রিক মাইক্রোবাস তৈরি করে দেয়া যাবে? যদি যায়, তাহলে খরচ কেমন হবে এবং অন্যান্য বিষয়াদি কিরূপ তা অবশ্যই রিপ্লাই তে জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি
এই গাড়ির দাম 10 থেকে 12 লাখ টাকা এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না কারণ হচ্ছে এই গাড়িটার মধ্যে নাই কোন ইঞ্জিন তাহলে তাহলে এই গাড়ির দাম এত বেশি কেন 5 থেকে 6 লাখ টাকা হলে ঠিক আছিল কারণ এখানে তো তেমন কোন কোম্পানির খরচ নেই তাহলেই গাড়ির দাম এত বেশি ধরা হয়েছে কেন আমি যেরকম বুঝি এই গাড়িটা বাজার যাতে তেমন চল বে না
ইলেকট্রনিক্স গাড়ির হিসেবে মুল্য টা অনেক বেশি যেহেতু বাংলাদেশের তৈরি সেই হিসেবে মুল্য সর্ব উচ্চ 6 থেকে 7 লাখ টাকার মধ্যে রাখা উচিৎ বলে মনে হয় ভালো হতো
@@ManirHossain-p6q ভাই কথা একটু ভেবে বলার চেষ্টা করবেন প্লীজ। একটা লো গ্রেডের অটো রিক্সা কিনতে ২৩০০০০টাকা লেগে যায়। একটা ভালো আধুনিক অটো কিনতে ৪০০০০০টাকার উপরে লাগে। তাহলে একটা পিকাপ ভ্যান কিভাবে এই দামে আশা করেন
@@itzjilany1021 ভাই আরাই লক্ষ টাকার ইজি বাইক দিয়ে পঁচিশ মনের অধিক লোড নিতে পারি, আপনার কথায় মনে হয় এটা হেলিকপ্টার বানাচ্ছেন,লাভ একটু কম করলে ভালো হয় না।
স্যার আমি পালকির এমপ্লয়ি। সেই সুবাদে বলছি। আমাদের গাড়ি যেকোনো জায়গায় চার্জ দিতে পারবেন। আর প্রতি জেলায় আমাদের ব্যাটারি সোয়াপ এর সিস্টেম করছি। মানে আপনার চার্জ শেষ এমন ব্যাটারি পরিবর্তন করে ফুল চার্জ একটা ব্যাটারি নিয়ে নিতে পারবেন।
সবজি বা কাচা মাল জাতীয় নিতে গেলে টাইম মত বাজার ধরাতে পারবে না। দুর্গম জায়গার থেকে যেহেতু বেশি মাল নিয়ে যেতে হয় সমস্যার শেষ নাই পচে যাবে মাল পত্র। গাড়ি জারা রোডে চালাই তাদের থেকে পরামর্শ নিয়ে সেটা মাথায় রেখে এগোতে হবে তাহলে সমস্যা কোথাই বুঝবেন।
পালকি মটরসকে ধন্যবাদ তাদের এই প্রয়াসের জন্য, পাশাপাশি জানতে চাই এই গাড়ির দাম ৩ - ৩.৫ লাখ টাকার বেশি হয় কিভাবে?? ১ টনের অটো দেড় লাখ টাকায় বানানো যায়, এখানে এমন কোন ফিচার নাই যে ১০ লাখ টাকায় কিনতে হবে।
স্যার আমি পালকির একজন এমপ্লয়ি। ব্যাটারি এবং মোটর এর কোয়ালিটি এন্সিওর করতেই দাম একটু বেশি হয়েছে। তবে যেহেতু তেল বা পেট্রোল এর খরচ নেই, প্রাথমিক খরচ বেশি মনে হলেও এটা আল্টিমেটলি আপনার খরচ বাচাবে।
@@MdSajalMia-h9zভাইয়া আপনাদের সবকিছুই ভালো লাগছে, কিন্তু একটা কথা মাথায় রাইখেন,পিকাপ ভেন কোন ধনি মানুষ চালাবেনা,মদ্ধবিত্ত অথবা গরিব মানুষ চালাবে,তো' তাদের কারো সামর্থ্য হবেনা এটা কিনার,,তা ছারা এটার দামটা, অতিরিক্ত কোন ভাবেই মানা জায়না,আপনাদের বেপসার পাসা পাসি জদি মানুষের ভালো চান তাহলে,দমটা কমানোর বেবস্তাকরেন....!
আসসালামু আলাইকুম গাড়িটির দাম অত্যাধিক বেশি হয় গাড়িটিতে আপনারা ডায়নামা সেট করুন যাতে গাড়ি চলবে চার্জ হবে সিস্টে দাম কমানোর-জন্য চেষ্টা করুন আপনাদের ভিডিওটি বহুৎ সময় লেগেছে আমাকে বুঝতে এবং দেখতে
স্যার আমাদের ব্যাটারি সোয়াপ এর সিস্টেম ও হচ্ছে। এতে আপনি ৫ মিনিটের মধ্যে ব্যাটারি পরিবর্তন করে ফুল চার্জ একটা ব্যাটারি দিয়ে আপনার লোকেশন এ চলে যেতে পারবেন। আর আপনি চাইলে ৩ টি ব্যাটারি ও নিতে পারেন। সেক্ষেত্রে ৩০০ থেকে ৩৫০ কিলোমিটার রেঞ্জ পাবেন।
সাড়ে সাড়ে তিন থেকে চার লাখ লাখ টাকার গাড়ি হলে সবাই নেবে তাহলে কেউ এই গাড়ির নিবেন না এটা হল সর্বোচ্চ রেট পূর্বের রেট হলে এর দাম আড়াই লক্ষ টাকা তার বেশি না।।।
আমি একজন ইঞ্জিন মেকানিক বলছি । দামটা অনেক বেশী আপনারা নিচ্ছেন । কয়টা ব্যাটারী সমন্বয় করেছেন এবং একটা মটর । এগুলোর দাম কত ? প্লাস পুরো বডি কত হবে ? সবকিছু মিলিয়ে 5 এর উপরে নিলে আপনারা মার্কেট ধরতে পারবেন না ।
আলহামদুলিল্লাহ মেডিন বাংলাদেশ তৈরি গাড়ি ❤❤❤
মাত্র ১০০ কিলোমিটার রেঞ্জে এই গাড়ি চালিয়ে কোনই লাভ হবে না কারণ পিক আপ দূর দুরান্তে যায় ট্রিপ নিয়ে।রাস্তায় চারজ শেষ হয়ে গেলে বসে থাকা লাগবে।মিনিমাম তিন থেকে চারশ কিলো রেঞ্জ থাকতে হবে ও হায়েস্ট গতি থাকতে হবে ১০০/১২০ কিলোমিটার প্রতি ঘন্টায়।দাম বাড়িয়ে হলেও রেঞ্জ ও গতি বাড়ানো হোক।যেহেতু পিক আপ সেহেতু বাড়তি ব্যাটারি বসিয়ে রেঞ্জ বাড়ানোর সুজোগ আছে।সেই সাথে হুইল বেইজ বড় করা হোক।ছোট চাকায় বাণিজ্যিক গাড়ি চালিয়ে ফায়দা হয় না।ত্রিশ বছর ধরে ট্রাক,বাস ও লং কাভার্ড ভ্যানের ব্যবসায় জড়িত থাকার সুবাদে অভিজ্ঞতার আলোকে মতামত দিলাম।পাল্কির জন্য শুভ কামনা ও সাফল্য কামনা করছি
ধন্যবাদ স্যার। আপনি যেই সমস্যা বললেন, সেই সমস্যা দূর করার জন্য আমরা প্রতি জেলায় ডিলার দিচ্ছি যেখান থেকে আপনি ব্যাটারি সোয়াপ করতে পারবেন। মানে আপনার চার্জ শেষ এমন ব্যাটারি পরিবর্তন করে ফুল চার্জ একটা ব্যাটারি নিয়ে নিতে পারবেন। আর আমরা এখন চাকার সাইজ বড় করেছি।
গাড়ির ক্ষমতা ৫০০ কিলোমিটার থাকা দরকার ১০০ কিলোমিটার হইলে কোন লাভ নাই
আবার গতিও মিনিমাম ৭০ থেকে ৮০ স্পিড দরকার
@@MdSajalMia-h9z জেলায় জেলায় ডিলার দিয়েও কোনো লাভ হবে না তেমন কারণ অনেক জেলা সদর থেকে উপজেলা শহরের দূরত্বও ৫০/৬০/৭০/৯০ কিলোমিটার আছে।জেলায় জেলায় ডিলার ও প্রতিটি উপজেলায় চারজিং পয়েন্ট+ ব্যাটারি সোয়াপিং প্লেস+সার্ভিসিং সেন্টার আস্তে আস্তে এভেইলেভল করলে ভালো সাড়া পাওয়া যাবে।সবচেয়ে ভালো হয় বাই ডিফল্ট ব্যাটারির রেঞ্জ+গতি বেশি হলে।আশা করি আস্তেধীরে আপনারা এইসব অসুবিধা কাটিয়ে উঠতে পারবেন।যেহেতু আপনাদের হাতেই ইলেক্ট্রিক ভ্যাহিকেলের যাত্রা শুরু তাই আপনারাই হবেন অগ্রদূত।সিডান কারের ক্ষেত্রেও ইনবিল্ট কোয়ালিটি,স্পিড লিমিট ও রেঞ্জ বাড়ানো খুবই জরুরী। মাত্র ৪৫/৭০ কিলোমিটার গতিতে সিডান কার চালানো মোটেই স্বস্তিদায়ক নয় এবং মিনিমাম রেঞ্জ থাকা উচিত ৩০০ কিলো।
ছোট ট্রাক সমস্যা নাই
Congratulation Bangladeshi Engineer for your Electronic pickup van in Bangladesh. Sylhet.
ইলেকট্রিক মাইক্রোবাস হাই এক্স ১২ থেকে ১৪ সিট। পালকি তাহলে খুবই জনপ্রিয় হবে
খুব ভালো উদ্দ্যোগ ভালো লেগেছে
মাশাআল্লাহ, অনেক শুভকামনা!
দাম ৭-৮ লক্ষ হইলে ভালো হবে। পালকি এর জন্য অনেক শুভ কামনা।
1.5 lack e beshi 😂
আমি একজন অটো মোবাইল মেকানিক কর্মজীবন প্রায় ৩০ বছর কাজ করি তবে আপনাদের কথা শুনে প্রথম অবস্থায় ভালোই লাগছিল যখন শুনলাম গাড়ির দাম তখনই আগ্রহ শেষ হয়ে গেছে।
স্যার আমি পালকির একজন এমপ্লয়ি। ব্যাটারি এবং মোটর এর কোয়ালিটি এন্সিওর করতেই দাম একটু বেশি হয়েছে। তবে যেহেতু তেল বা পেট্রোল এর খরচ নেই, প্রাথমিক খরচ বেশি মনে হলেও এটা আল্টিমেটলি আপনার খরচ বাচাবে।
@@MdSajalMia-h9z তেল খরচ নেই তবে বিদ্যুৎ খরচ তো আছে বিদ্যুৎ খরচ কেমন যাবে সাথে সাথে গাড়ির টায়ার এর খরচ আছে না
প্রাইসটা অনেক বেশি
@@MdShohag-mf7bt বিদ্যুৎ খরচ তো কিছুটা যাবে ই। তবে সেটা অনেক কম। যেমন ধরেন তেলে যদি ১০০০ খরচ হয়, তাহলে সেম দূরত্ব যেতে বিদ্যুৎ খরচ হবে ৯০ থেকে ১০০ টাকা। অনেক কম না এটা?
আর টায়ার খরচ আসলে দুই ধরনের গাড়িতেই সেম হবে।
মানুষ তো গাঞ্জা খাইছে
Gas er bottle niya overbridge er upor uthte parbe? 1800 kg load niya?
আলহামদুলিল্লাহ। দেশীয় পন্য
এটা একটি ভালো উদ্যোগ কিন্তু ব্যাটারির পাশাপাশি ফুয়েল সংযুক্ত করতে হবে যাতে ইমারজেন্সি অবস্থায় নির্দিষ্ট স্থানে গিয়ে চার্জ করা যায়।
ভাইয়া চট্টগ্রাম কোন ব্রান্স থাকলে ভালো হত। আর প্রথম কিস্তি কত টাকা দিতে হবে?
আলহামদুলিল্লাহ ❤❤❤❤❤।
মধ্যবিত্তের জন্য সুবিধাজনক।❤
Aponar dharona asey...?
Egulo kod kodi
অসাধারণ এক কথায়
বর্তমান বাজার অনুযায়ী গাড়ির মূল্য তুলনামূলক অনেক বেশি,, আর সামান্য কিছু ইনভেস্ট করে ডিজেল দিয়ে পিকআপ কেনাটা আমি মনে করি বেস্ট,,, একটা ইলেকট্রিক্যাল ভাইকেল যদি এত টাকা দাম হয় তাহলে কিভাবে সম্ভব সাধারণ মানুষের ব্যবহার,, পণ্য সরবরাহ ক্ষেত্রে উঁচু কালভার্টে গেলে গাড়ি অটোমেটিক থেমে যাবে কেননা ইলেকট্রিক্যাল ভাইকেল সেই পরিমাণ শক্তি থাকে না😂
Valoi holo Battery charging system hole Jono priota Abong market Valo hoto.
চার্জ ছাড়াই ডায়নামোর মধ্যমে রিচার্জের ব্যবস্তা করুন। সাধারণ গাড়ির মত যেমন ব্যাটারি ডায়ানামোর মাধ্যমে চার্জ করে, ঠিক তেমনি ইলেকট্রিক গাড়িত এই সিস্টেম তৈরি করতে হবে।
স্যার আমাদের গাড়িতে এমন সিস্টেম আছে।
ডায়নামা থাকলে চার্জ কেন শেষ হয়ে যাবে
ভাই, আপনাদের কোম্পানিতে কি এরকম সুন্দর ইলেক্ট্রিক মাইক্রোবাস তৈরি করে দেয়া যাবে?
যদি যায়, তাহলে খরচ কেমন হবে এবং অন্যান্য বিষয়াদি কিরূপ তা অবশ্যই রিপ্লাই তে জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি
এই গাড়ির দাম 10 থেকে 12 লাখ টাকা এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না কারণ হচ্ছে এই গাড়িটার মধ্যে নাই কোন ইঞ্জিন তাহলে তাহলে এই গাড়ির দাম এত বেশি কেন 5 থেকে 6 লাখ টাকা হলে ঠিক আছিল কারণ এখানে তো তেমন কোন কোম্পানির খরচ নেই তাহলেই গাড়ির দাম এত বেশি ধরা হয়েছে কেন আমি যেরকম বুঝি এই গাড়িটা বাজার যাতে তেমন চল বে না
রাইট
সহমত
দাম বেশি
এই গাড়ি ৭ বা ৮ লাখ হলে অনেক ভালো মারর্কেট পাবে
আপনাদের কোম্পানিতে কী প্রাইভেট কার আছে।
পুরো ভিডিওর শেষে এসে হতাশ হলাম। এতো দাম কি করে হয়৷? ম্যানুফ্যাক্চারিং কষ্ট + প্রফিট কত % যোগ করলেন? ভোক্তা অধিকারে মামলা হয়ে যায় কি না!
ডাইভিং লাইসেন্স লাগবে কি
অনেক অনেক শুভকামনা রইল, তবে দামের বিষয়টা অনেক হাই হয়ে যায়, সে বিষয়ক মাথায় রেখে যদি এগিয়ে যেতে পারেন তাহলে ভালো কিছু হবে ইনশাল্লাহ?
পালকি গন পরিবহন বাইক কি কিস্তিতে বিক্রয় হয় ?
হেন কেশ্য এ কত দাম পড়বে গাড়ির দাম জানাবেন প্লিজ আমাদের
Battery koto kw? Per km koto khoroch?
ভাই,আমার লাগবে।আমি আপনাদের সাথে কি ভাবে যোগাযোগ করবো।
অনেক বেশি দাম। কেনা অসম্ভব।
ভাই গাড়ীটি কি হাইওয়ে তে চলার পারমিট দেবে বা নাম্বার প্লেট এড করা যাবে কি?একটু জানাবেন।
ইলেকট্রনিক্স গাড়ির হিসেবে মুল্য টা অনেক বেশি যেহেতু বাংলাদেশের তৈরি সেই হিসেবে মুল্য সর্ব উচ্চ 6 থেকে 7 লাখ টাকার মধ্যে রাখা উচিৎ বলে মনে হয় ভালো হতো
@@ManirHossain-p6q ভাই কথা একটু ভেবে বলার চেষ্টা করবেন প্লীজ। একটা লো গ্রেডের অটো রিক্সা কিনতে ২৩০০০০টাকা লেগে যায়। একটা ভালো আধুনিক অটো কিনতে ৪০০০০০টাকার উপরে লাগে। তাহলে একটা পিকাপ ভ্যান কিভাবে এই দামে আশা করেন
@@itzjilany1021 ভাই আরাই লক্ষ টাকার ইজি বাইক দিয়ে পঁচিশ মনের অধিক লোড নিতে পারি, আপনার কথায় মনে হয় এটা হেলিকপ্টার বানাচ্ছেন,লাভ একটু কম করলে ভালো হয় না।
এই টা আরো কাজ আছে,,, চারটে ডায়নামো লাগায় দেন,, আরো বেশি চলবে,,
ধরেন সাভার থেকে সিরাজগন্জ গেলাম ১২০কিলো,এখন কথা হলো আসার সময় চার্জ দেবো কোথায়??
স্যার আমি পালকির এমপ্লয়ি। সেই সুবাদে বলছি। আমাদের গাড়ি যেকোনো জায়গায় চার্জ দিতে পারবেন। আর প্রতি জেলায় আমাদের ব্যাটারি সোয়াপ এর সিস্টেম করছি। মানে আপনার চার্জ শেষ এমন ব্যাটারি পরিবর্তন করে ফুল চার্জ একটা ব্যাটারি নিয়ে নিতে পারবেন।
1000000000000000 tam daiy apnakey shala
বাংলাদেশ এগিয়ে যাও বাংলাদেশ জিন্দাবাদ
কিস্তি করে কেনা যাবে কি না..?
Sundar vdio
Lithiyam battery valo ta lagan.minimam 300 ki mi.
অনেক বেশি দাম। সাদ্যের মধ্যে রাখলে ভালো হতো। একটা নিতাম
ভাই আমার মিনিমাম ৩০০ কিলোমিটার লাগবে,দাম কত টাকা হবে জানাবেন।
সবকিছু ভালই লাগলো কিন্তু কত কিলো আওয়ার অথবা কত এম্পিয়ার এর ব্যাটারি ইউজ হয়েছে গাড়িতে এটা বললে গাড়ি সম্পর্কে আরো ভালো ধারণা পাওয়া যেত।
আমি একটা নিতে চাই
একমিনিটের ভিডিও করলে ভালো হয়
সবজি বা কাচা মাল জাতীয় নিতে গেলে টাইম মত বাজার ধরাতে পারবে না। দুর্গম জায়গার থেকে যেহেতু বেশি মাল নিয়ে যেতে হয় সমস্যার শেষ নাই পচে যাবে মাল পত্র।
গাড়ি জারা রোডে চালাই তাদের থেকে পরামর্শ নিয়ে সেটা মাথায় রেখে এগোতে হবে তাহলে সমস্যা কোথাই বুঝবেন।
আসসালামু আলাইকুম, ভাই আমি গাড়ি নিতে চাই
আসসালামুয়ালাইকুম ভাই এইটা লেগুনা রুপে পাওয়া যাবে কিনা একটু বলবেন।
হ্যা স্যার। লেগুনা হিসেবে সম্ভব।
বড় ভিডিও দেয়া সম্ভব না এক মিনিটের ভিডিও করলে ভালো হয়
ভাই আসসালামু আলাইকুম অপেশাদার লাইসেন্স ওভারের রেজিস্ট্রেশন করা যাবে কিনা আমার নিজের পার্সোনাল কার প্লিজ জানাবেন?
G possible
Akhon pickup o electric. 😮😮😮
আমি পেশায় একজন ড্রাইভার । আমার মতে এই গাড়ির দাম অনেক বেশি হয়ে গেছে । তা ছাড়া কিছু দিন পর অথ্যাত ৬ মাস পর ব্যাটারি পালটানো লাগবে তখন কি হবে
Gramen bank asey na....!!! Taka niben
পিকআপের চেয়ে যাত্রীবাহী গাড়ি ভালো হবে যদি ১২ সিটের বানান
প্রথম অবস্থায় ভাল তবে রেঞ্জ এবং ফাস্ট চার্জিং স্টেশন স্থাপন করতে হবে
এগুলোতে কি এসি হবে!
বিরাট ব্যাপার বাংলাদেশ এ এই প্রথম গাড়ি সে তুলনায় ১০/১২ লক্ষ টাকা কিছুই না ২০/২৫ লক্ষ হলে ভালো হতো।
ব্যাটারি কয়টা
রোড পারমিশন কে দেবে
wow it's nice
খুব ভালো
১/২টন গাড়ির দাম কত
পালকি মটরসকে ধন্যবাদ তাদের এই প্রয়াসের জন্য, পাশাপাশি জানতে চাই এই গাড়ির দাম ৩ - ৩.৫ লাখ টাকার বেশি হয় কিভাবে??
১ টনের অটো দেড় লাখ টাকায় বানানো যায়, এখানে এমন কোন ফিচার নাই যে ১০ লাখ টাকায় কিনতে হবে।
@@muzahidulislam323 Kotha theke banano jabe?
@@PolashAhmed2025 মিরপুরে কিছু ওয়ার্কশপ আছে অথবা টঙ্গী চেরাগআলীতে খোঁজ নিতে পারেন
120 কিঃমিঃ গেলে,আসার সময় আরেক টি গাড়ী দিয়ে টানিয়ে আনতে হবে।
কিস্তিতে কি গাড়ি পাওয়া যাবে
দাম বেশি হচ্ছে নগত দাম কতো পরবে।
দাম কত
এত টাকা দিয়ে এই ধরনের গারি না কিনা ই ভালো হবে।
স্যার আমি পালকির একজন এমপ্লয়ি। ব্যাটারি এবং মোটর এর কোয়ালিটি এন্সিওর করতেই দাম একটু বেশি হয়েছে। তবে যেহেতু তেল বা পেট্রোল এর খরচ নেই, প্রাথমিক খরচ বেশি মনে হলেও এটা আল্টিমেটলি আপনার খরচ বাচাবে।
@@MdSajalMia-h9z apnar kase 10/12 luck tk aktu besi mone hosse !!! ak jon bekar sele apnader ai gari nebar moto samortho rakhe na .
@@MdSajalMia-h9zভাইয়া আপনাদের সবকিছুই ভালো লাগছে, কিন্তু একটা কথা মাথায় রাইখেন,পিকাপ ভেন কোন ধনি মানুষ চালাবেনা,মদ্ধবিত্ত অথবা গরিব মানুষ চালাবে,তো' তাদের কারো সামর্থ্য হবেনা এটা কিনার,,তা ছারা এটার দামটা, অতিরিক্ত কোন ভাবেই মানা জায়না,আপনাদের বেপসার পাসা পাসি জদি মানুষের ভালো চান তাহলে,দমটা কমানোর বেবস্তাকরেন....!
টাকা গাছে ধরে মিয়া??
১০ লাখ টাকায় এই গাড়ি😃😃😃
@@hasifkhanblogs914আসল কথা হলো চারবিচ টা কেমন হবে
দাম শুনে আমি পুরোই হতাশ
আর কিছু ইনভেস্ট করলে ইঞ্জিনের গাড়ি হয়ে যাবে😅
অটোরিকশা 2 লক্ষ 50 হাজার টাকা
নিঃসন্দেহে ভালো উদ্যোগ কিছুটা দাম কমাতে হবে
আমরা দাম কমানোর চেষ্টা করছি।
আমার দৃষ্টিতে বড় বড় ট্রাকবাস নিষিদ্ধ করা উচিত
ছোট গাড়িগুলা বেশি থাকলে কর্মজীবী লোক বেশি থাকবে বেকার লোকের সংখ্যা কমবে।
এত দাম??
সিংগেল চার্জে ৫০০ কিলো যায় এরকম পিকাপ বের করেন।
আসসালামু আলাইকুম গাড়িটির দাম অত্যাধিক বেশি হয় গাড়িটিতে আপনারা ডায়নামা সেট করুন যাতে গাড়ি চলবে চার্জ হবে সিস্টে দাম কমানোর-জন্য চেষ্টা করুন আপনাদের ভিডিওটি বহুৎ সময় লেগেছে আমাকে বুঝতে এবং দেখতে
এটা কি লেগুনা সিস্টেম গাড়ি আছে কি না??
৫-৬ লাখ টাকার মধ্যে হলে একটা আমি পালকি গাড়ি নিতাম
চার পাচ ঘন্টা চাজ দিতে সময় লাগলে সে কয়দিনে মালামাল পৌঁছে দিবে।
স্যার আমাদের ব্যাটারি সোয়াপ এর সিস্টেম ও হচ্ছে। এতে আপনি ৫ মিনিটের মধ্যে ব্যাটারি পরিবর্তন করে ফুল চার্জ একটা ব্যাটারি দিয়ে আপনার লোকেশন এ চলে যেতে পারবেন। আর আপনি চাইলে ৩ টি ব্যাটারি ও নিতে পারেন। সেক্ষেত্রে ৩০০ থেকে ৩৫০ কিলোমিটার রেঞ্জ পাবেন।
ভাই আমি চারটা গাড়ি নিব
😅😅😅😅
বিদ্যুতের ঘাটতি না থাকলে একটা কিনবো
২০ তেকে ৫০ লাক টাকা দাম নিতেন
দামটা তো অনেক বেশি ভাই 6 থেকে 7 লাখ টাকা হলে ঠিক আছে
আমার হিসাবে এর মুলোও বিশ লাখ টাকা হ য়া উচিত
যেই দাম নির্ধারন করা হয়েছে এই দাম কোনো ভাবেই এই গাড়ির সাথে যায় না।,,,,
ডিফিইনসিয়াল মটর কত ওয়ার্ড
স্যার এক টনের জন্য ৭৫০০ ওয়াট, ২ টনের জন্য ১৮,০০০ ওয়াট।
এতো টাকা দিয়ে এই গাড়ি কেউ কিনবেনা।
@@CollegeofKnowledge চার-পাঁচ লাখ টাকা হলে ঠিক ছিল
@@bismillahplastic6076 এই টাকা দিয়ে টাটা ট্রাক পাওয়া যায়।
R8
toder jonno free hoile valo sala choto lok
5 লাখে নিবে কিনা সন্দেহ আছে। বিক্রির সময় ওজনে বিক্রি করা লাগবে।
এই গাড়ির প্রাইজটা বেশি হয়ে গেছে আমার ধারণা অনুযায়ী এই গাড়িটার দাম চার থেকে পাঁচ লাখ টাকা হলে ভালো হতো
এর দাম ৪-৫ লাখের বেশি হলে, সেল করতে কষ্টকর হবে।
সাড়ে সাড়ে তিন থেকে চার লাখ লাখ টাকার গাড়ি হলে সবাই নেবে তাহলে কেউ এই গাড়ির নিবেন না এটা হল সর্বোচ্চ রেট পূর্বের রেট হলে এর দাম আড়াই লক্ষ টাকা তার বেশি না।।।
Cyber truck model er sedan car banan
দুই থেকে তিন লাখ টাকা হলে
5/6 holea cholthea parea
tata valo
ভাই ইলেকট্রিক বাইক আপনি বৃষ্টি তো বাংলাদেশে অনেকেই হয় বৃষ্টিতে তো গাড়ি চালাতে হবে সে ক্ষেত্রে ইলেকট্রিকের অনেক ঝামেলা হতে পারে এটা নিয়ে কিছু বলেন
Jode pane pore to somossa hobena motore
দাম ১০/১২লাখ কেন আরও বাড়ানো উচিত 😁😁
😂 1.5 lacks e beshi 😂
গাড়ি দাম অনেক বেশি । দেখতে ভালো হয় নাই । বডি সাথে কেবিন লেগে গেছে কেন ?
RUclips a Ha Ha React cai 😂😂
দামটা অনেক বেশি হয়ে গেল 7 থেকে 8 লক্ষ টাকা হলে গাড়ির দামটা ঠিক হতো
❤❤❤
আমি একজন ইঞ্জিন মেকানিক বলছি । দামটা অনেক বেশী আপনারা নিচ্ছেন ।
কয়টা ব্যাটারী সমন্বয় করেছেন এবং একটা মটর । এগুলোর দাম কত ? প্লাস পুরো বডি কত হবে ?
সবকিছু মিলিয়ে 5 এর উপরে নিলে আপনারা মার্কেট ধরতে পারবেন না ।
কিআছে এই গাড়িতে এতোটাকা দাম + ৬/থেকে /৭ লাক টাকা
হোলে ঠিকআচে।..
১০ লাখে অনেক বেশি
ম্যাক্সিমাম 500 কিলোমিটার চওড়া দরখাস্ত