কেমন লাগল লাদাখের প্রথম পর্ব? এরপরের পর্ব টা আমার আর পৃথ্বিজিৎ এর কাছে খুব খুব ভালো লাগার এক অভিজ্ঞতা, মঙ্গলবার দুপুর 2 টোর সময় রিলিজ হবে পরের পর্ব। ভালো থাকবেন সকলে, সঙ্গে থাকবেন এভাবেই।
অসাধারণ শিবাজী দা 👍👍আমরা 2014 সালে গিয়েছিলাম , দারুন আনন্দ করেছিলাম । আপনার ব্লগ দেখে ইচ্ছে করছে আপনাদের সাথে যদি আবার যেতে পারতাম !!!!! আরেকবার অবশ্যই যাবো 😊😊
Ohhh Finally LADAKH... ami apnar post tai Ladakh ei vote kore chilam ar bole chilam apnader chokh diye Ladakh ke dekhtey chai jak ebar oppekhai roilam khub valo romanchokor series aste choleche 🤗🤗
Shibaji Shibaji , Shibaji . . . Just Ladakh series dekha suru korechhi !! Ghorey boshey boshey apnar songay je showrgiyo bhromon korchhi manosh chokhhey tar jonno kono upohaar e jotheshto noy . . . Love you and love you two 😘 All the best and looking forward to more and more videos
শিবাজীবাবু, Delhi - Leh flight এ আপনার seat থেকে তোলা হিমালয়ের অসাধারণ দৃশ্য আমার দেখা অন্যতম সেরা দৃশ্য। বঙ্কিমচন্দ্রের ভাষায় বলি, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না! লাদাখ আমার একটি স্বপ্নের destination. খুবই excited feel করছি পুরো series দেখার জন্য। পৃথীজিৎবাবুর ready wits এবং আপনার নতুন সঙ্গীসহ এবারের এই স্বপ্নের trip দারুন সুন্দর হোক, এই কামনা রইল।
আহ্ প্লেন থেকে কি অপূর্ব দৃশ্য দেখাইলেন, ইহা জন্ম জন্মান্তরেও ভুলিব না। তার পরের দৃশ্য গুলো ও অসাধারণ। খুব ভালো লাগছে, অপেক্ষায় রইলাম পরের পর্বের জন্য।
আমার স্বপ্নের ভ্রমণ লাদাক। 2015 এ গিয়েছিলাম। তবে আপনাদের চোখে লাদাক ভ্রমন অবশ্যই এক বিশেষ অভিজ্ঞতা হবে। প্রথম পর্ব টাই তো চমক। নামই শুনিনি। তাই অপেক্ষায় থাকলাম। বুঝতেই পারছি দারুন হবে। যাই বলুন আমাদের দেশেও অনেক সুন্দর সব জায়গা আছে। ঠিকই বলেছেন মঙ্গল গ্রহ। সুস্থ শরীরে ট্যুর করুন।
অসাধারণ এক পর্বের মাধ্যমে শুরু হল লাদাখ সিরিজ । প্রতিটি মুহূর্ত ছিল অনবদ্য । উড়ান থেকে দৃশ্য অসাধারণ বললেও কম বলা হবে । এ ছাড়া গারকোন অবধি যাত্রাপথ অনবদ্য । এক অসাধারণ সিরিজ এর সূচনা ।
অধীর আগ্রহে অপেক্ষা করছি পরবর্তী পর্বের জন্য। অনবদ্য হয়েছে এই পর্বটি। শুভ নববর্ষ স্যার আপনাকে, পৃথ্বী স্যারকে, আপনাদের পরিবার ও সমগ্র ইউটিউব পরিবারকে। এমনই অসাধারণ পর্ব বছরের পর বছর উপহার দিতে থাকুন আর সুস্থ থাকুন। ❤
ওয়াও, এই লাদাখের অভিযান শুরু হয়ে গিয়েছে! সোহনা, হরিয়াণা থেকে মানালি যাওয়া দৃশ্য অসাধারণ। জীপ কম্পাস কীভাবে এই কঠিন প্রাকৃতিক অঞ্চলে চলতে পারে, তা দেখতে অপেক্ষা করছি! 🚙🏔️ #AdventureAwaits
সত্যিই দৃশ্যগুলো শ্বাসরুদ্ধকর। ধন্যবাদ আপনার প্রচেষ্টার জন্য একটি খুব ছোট শব্দ হবে. ভারত কল্পনাতীত বৈচিত্র্যময় এবং সুন্দর। তাপমাত্রা 40 ডিগ্রী থেকে 4 ডিগ্রী পর্যন্ত অসাধারণভাবে বৈচিত্র্যময়।
আরে কাকা কি করেছেন মাইরি, অসাধারণ সুন্দর। আপনার ভিডিও দেখে রাজস্থান, পুরুলিয়া ও থাইল্যান্ড গেছি, এই বছর ই লাদাখ যাওয়ার প্ল্যান করেছিলাম, ভাবছিলাম শিবাজী দার ভিডিও থাকলে কত না সুবিধা হতো. এই ভাবতে ভাবতেই আপনার লাদাখ সিরিজ শুরু। কি ভাষার আমার আনন্দের কথা জানাবো বুঝতে পারছি না। আমার জীবনের কতটা চাপ আপনি কমিয়ে দিলেন আপনি জানেন না। অনকে অনকে ধন্যবাদ ও শুভেচ্ছা
Shivaji babu amra 2023 te october month durga puja r somoy ghure elam.. Apnar sathe amader flight gulo porjonto match kore jachhe.. Amara ladakh leh kargil dras, nubra, pangong, psomori lake, dekhechi.. Apnar vlog amar sob memory fire pelam.amra o ei point e shindhu r jol touch korechi r photo shoot korechi. Just wow. Thank you🙏
আপনাদের ভিডিও দেখে প্রথমে তো সাবস্ক্রাইব করে দিলাম। তারপর একবারও চোখের পাতা না ফেলে শুধু দেখছি। মনে হচ্ছে আমিও যেন আপনাদের সঙ্গে ভ্রমণ করছি। আর শিবাজী বাবুর ভরাট কন্ঠের বিবরণী তো এক কথায় অনবদ্য। সব কটা ভিডিওই দেখব এবার। আমার আকাঙ্খিত লাদাখ ভ্রমণ পূর্ণ হবে।
Ei vlog tar jonnoi amra odhir agrohe opekhha korchilam........ Obosese protikhhar obosan......... Blockbuster series........ R Utpal babur sathei ami 2022 e Ladakh r 2023 e Off-beat Himachal korechi...... Ladakh trip er byapar e Utpal babu r moton knowledgeable person khub kom e ache r uni manush hisebe osadharon.....
2012 সালে মে মাসে শেষের দিকে লাদাখ গেছিলাম..প্রায় ষোল দিনের ট্রিপ ছিল আমাদের..প্লেনে যাওয়ায় সুযোগ পাইনি তবে ফেরা সময় ফিরেছিলাম..খুব খুব ভালো লেগেছিল লাদাখ ভ্রমন..আজ বারো বছর পরে আবার আপনাদের সঙ্গে লাদাখ দেখার সুযোগ পেলাম..খুব খুশি..অনেক ধন্যবাদ আপনাদের.. পরের ভিডিওর অপেক্ষায় রইলাম❤❤❤❤
তোমাদের চোখ দিয়ে আমি লাদাখ, প্রথম পর্ব ঘুরে দেখলাম। আমার পক্ষে ওখানে যাওয়া সম্ভব নয়। তোমাদের জন্য দেখতে পেলাম, সিন্ধু নদের জল পান করলাম। চোখ জুড়ানো দৃশ্য। আমার বয়স ৬২। ভালো থেকো তোমরা। অনেক অনেক আন্তরিক শুভকামনা রইল। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
নতুন স্থান নতুন সফর। আবার অপেক্ষা, নতুন রাস্তা,মানুষ আর প্রকৃতির রূপ দেখার পালা। আমার ভোট টা ছিলো যদিও লন্ডনের সফরের দিকে। কিন্তু তাও লাদাখের প্রতিটা ভিডিও মিস করতে চাইনা। ভালো থাকুন সুস্থ থাকুন।
🎉 শুভ নববর্ষের শুভেচ্ছা আপনাদের দুজন কে । আপনাদের সিরিজ শুরু, আর আমার মনের সিরিজ 2017 এ ঘুরতে যাওয়াও শুরু । আমার মনে হয় লাদাখ,লাহূল স্পতি ভ্রমন ভারতবর্ষের অন্য সব জায়গার থেকে সম্পূর্ণভাবে আলাদা। প্রাকৃতিক এই রূপ অন্যন্য । না দেখলে অনুভব করা যায় না , 🎉।
স্যার আমি আপনার চ্যানেলের একজন গুনমুগ্ধকর সাধারণ দর্শক।, আমারা অনেকেই অনেক সময় ইচ্ছা থাকলেও অনেক কারন বশত ভ্রমনে যেতে পারিনা , কিন্তু আপনার অসাধারণ পরিবেশনা আমার সেই কষ্ঠ অনেকটাই লাঘব করে।আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং শুভ নববর্ষের অনেক অনেক শুভকামনা।
আমরা 2011সালে নিজেদের গাড়ি নিয়ে মধ্যমগ্রাম থেকে 20 জন গিয়েছিলাম,মে মাসের 3 তারিখে , কাশ্মীর , দ্রাস কারগিল, হয়ে লাদাখে পৌঁছেছিলাম, অসাধারণ সুন্দর দৃশ্য,, তখন লাদাখে এতো ভ্রমণে যেতো না, এখন যতো বেশি যায়, স্বর্গ কোনোদিন দেখিনি ,মনে হয় স্বর্গের থেকে সুন্দর, আপনার চোখে আরো একবার দেখা হয়ে যবে ,
সেই সিন্ধু নদ দেখলাম, ওটা দেখেই আমার মন ভরে গিয়েছে। আর কি দেখলাম তার আমার কাছে গৌন, অজস্র ধন্যবাদ, শিবাজী দা ও পৃথ্বীজিৎ দা, আমি ও মনে মনে লে পৌঁছে গিয়েছি আপনাদের উপস্থাপনার গুনে, এখনও সেখানেই বিচরন করছি এবং আগামী কয়েক দিন করব। কাল বাংলা নববর্ষ, তাই আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম আপনাদের, ভাল থাকবেন।
Dada 1st episode fatafati.. Khub interesting hobe Ladakh trip seta prothom thekei bojha jaache. Valo kore ghurun aar amader ghoran. Part 2 er apekhay thaklam. Take care
আমরা গেছিলাম লাদাখ ২০২১ সে । ঠিক তখন pandemic চলছিলো বলা যায় september month । সে কি যে অপূর্ব দৃশ্য ছিলো বলে হয়তো বোঝাতে পারবো না । আজ তোমার video দেখে আবার সেই স্মৃতি উপভোগ করছি । বিশেষ করে plane এর টা আমাদের ভোর 5 টায় flight ছিলো delhi থেকে । sun rise সাথে himalaya
Ekdom thik bolechen.. jara gechen tara khub valo kore feel korte parbe ei anondo ta!! Apnake flight theke namte dekhe amar ladakh pouchanor smriti ta abaro mone pore gelo.. uff asadharon sei din guli ketechilo.. apnar ladakh er video er opekkhay chilam.. ebar khub anondo hochhe video ta dekhte...
আহা কি যে ভাল লাগল শিবাজী দা। 2014 তে গেছিলাম। নিজেরাই গেছিলাম, তাই ইচ্ছে মত যেখানে ইচ্ছে থেকেছি এবং ঘুরেছি। আজ আবার মনে হল সেই পথে আবার আপনাদের সঙ্গী হলাম 🙂❤️
দেরাদুনে থাকার সুবাদে, এই ওয়েদার টা আমার খুব চেনা, এই মেঘলা আবহাওয়া তে চারিদিকের রং যেনো এমনি ই বেরঙ লাগে। খুব একটা ভালো লাগে না এই মেঘলা ভাব টা। একটু সূর্য উঠলে সব রঙিন লাগতে লাগে আবার ❤
অসাধারণ শিবাজী দা। অপেক্ষা করছি পরের পর্বের জন্য। আপনি সাঙ্ঘাতিক একজন প্রকৃতি প্রেমিক। যে চোখ ও মন দিয়ে আপনি প্রকৃতিকে অনুভব করেন , সেভাবেই আমাদের মনকে নিয়ে ঘুরিয়ে বেড়ান। অদ্ভুত অনুভূতি। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আপনাদের দুই বন্ধুকে । খুব ভালো থাকবেন শিবাজী দা। ❤❤❤❤❤❤❤❤❤ অঞ্জনা দক্ষিণেশ্বর/শারজাহ
Durdanto...bolle o kom hobe......darun akta ladakh series pete cholechi ....apekhai roilam nxt parbo gulo r jonno ....tnx apnader....ato sundar video debar jonno ....mon chuye gelo
Shibaji da onek din dhorei apnar vlog dekhchi.. recently Bhutan series/ Ladakh series e dekhchi ekta different vibe.. besh relax korte korte ghurchen.. kokhono ekta day off .. ei approach ta darun legeche.. khub e relatable.. family niye travel kori ba with friends.. ghurte giye majhe ekta din ektu break pele besh bhalo e hoye! Ekta khub shundor relaxed tone e travel vlogs gulo ekhon.. sheta besh bhalo lagche!
খুব অসাধারণ লেগেছে শিবাজী দা আপনাদের ভিডিও যতবারই দেখি ততবারই নতুন নতুন কিছু জানতে পারি এবং নতুন জায়গার প্রতি অভিজ্ঞতাও হয়, খুব সুন্দর লেগেছে এই লাদাখের পর্বটি ❤🙏
অসাধারণ লাগলো আপ্রিকট ফুল। আর তার সঙ্গে লাদাখ থেকে আর্য গ্রাম যাবার রাস্তা। আমরাও লাদাখ গেছিলাম কিন্তু ওই দিকটা যাওয়া হয়নি। পরে যাবার ইচ্ছে রইলো। ভালো থেকো ❤️
Di darun laglo dada!!!just amazing😊😊😊Apnader chokhe Ladakh dakhbo ta puron hote suru korlo...darun bapar.R Prithwijit da pal pal dil k pas apnara sob samay achhen.😊😊😊 waiting for next video..
এত ভালো লাগছে যে প্রশংসা করার ভাষা খুঁজে পাচ্ছিনা। বহমান সিন্ধু নদীর সবুজ জলের ধারা দেখে আমাদের জাতীয় কবির লেখা একটা গানের লাইন মনে পড়ছে-" নুরজাহান নুরজাহান সিন্ধু নদীতে ভেসে এলে মেঘলামতির দেশে ইরনি গুলিস্তান। " আরোও আশ্চর্য জিনিস দেখার আপেক্ষায় আছি।অনেক অনেক শুভকামনা। ❤️❤️
Thanks Shivaji da. Khub bhalo laglo dekhe Ami oi lucky followers der ek jon je Ladakh vote korechilam, ar tumi Ladakh choose korle jawar jonno, er por England, Australia & New Zealand jeo, khub sabdhane, bhalo bhabe ghure eso tumi ar Pritthwi da❤️❤️🙏💐
Uffff ak jhak mukto bataser moto onubhuti holo.ei goromer dupure amon durdanto vdo dekhe mon ta juriye galo.✈️ er theke dekha paharer soundorjo bar bar dekhchi back kore kore.
Dada apnar video ato valo lage... Kokono mone hoy na video dkhchhi mone amio apnader sthe ghurchhi.... Ato sundor ami nijeo berate khub vlobasi baba ma ke nie berie pori... Koto you tuber ke dkhi.. Ghore ranna kore lakh lakh view banay.. Kiintu apnake salute... Sotty e apnar you tube sarthok.. Jekono mon kharap O vlo hoe jay apnar video dkhle.. Valo thakben apnara.. Aro sundor sundor video upohar die jan ❤❤❤❤
Apnader ladakh series er jonno sei purulia vlog theke wait korchilam and super coincidentally aj i march 2024 bhraman magazine e ei apricot village garkone nie porchilam....r aj eta niei vidro dilen....mane god gifted coincidence Next sprung e sure jabo
First a boli Subho Noboborsher suveccha neben apni r Prithwijit Babu.Last 2to vlog dekhe jhimiye porechilam Shibaji Babu. A bar thik achhe. Darun darun darun lagche. Thank you.
আগামী পর্বের জন্য অপেক্ষায় রইলাম দাদা। নাজানি আরো কত সুন্দর স্বর্গীয় দৃশ্য দেখতে পাব। আপনাদের অনেক ধন্যবাদ। কত না দেখা ভারতবর্ষের সৌন্দর্য আপনাদের জন্য দেখতে পারছি।
Khub sundor. Drisho Bises kore Himalayan rang. Onoboddo ❤ Ar tar sathe apnader hashi moja koutuk. Prithijit dar mojar kotha o Moitrai dir Durdanto dialogue. 😊 Jamai ador na pele. .... Ghorer chele. Ghore ferar... Moto. Misti kotha. Sob milie darun. Apricot bloosom tree Opurbo. Next Episod dekhar jonney Opekhay roilam. 👌👍
কেমন লাগল লাদাখের প্রথম পর্ব? এরপরের পর্ব টা আমার আর পৃথ্বিজিৎ এর কাছে খুব খুব ভালো লাগার এক অভিজ্ঞতা, মঙ্গলবার দুপুর 2 টোর সময় রিলিজ হবে পরের পর্ব। ভালো থাকবেন সকলে, সঙ্গে থাকবেন এভাবেই।
JUST AWESOME 👌
Daruuuun Shibaji da ....
Onobodyo ....
Food for life .....
আপনাদের দৌলতে আমাদের দর্শকদেরও অনবদ্য অভিজ্ঞতা হয়েছে এবং হতে থাকবে।
অসাধারণ শিবাজী দা 👍👍আমরা 2014 সালে গিয়েছিলাম , দারুন আনন্দ করেছিলাম । আপনার ব্লগ দেখে ইচ্ছে করছে আপনাদের সাথে যদি আবার যেতে পারতাম !!!!! আরেকবার অবশ্যই যাবো 😊😊
Durdanto, durdanto... next part er jonyo adhir apekhhay boshe achhi. Thank you Sonam Wangchuk ji r gram dekhamor jonyo❤❤🙏🙏
আমাদের দেশ এত সুন্দর আর বৈচিত্রময় পৃথিবীর আর কোনো দেশ না। ঈশ্বর নিজে বাস করবেন বলেই এত সুন্দর করে বানিয়ে ছিলেন। ভালো থাকবেন 🙏
Lol😂
Ohhh Finally LADAKH... ami apnar post tai Ladakh ei vote kore chilam ar bole chilam apnader chokh diye Ladakh ke dekhtey chai jak ebar oppekhai roilam khub valo romanchokor series aste choleche 🤗🤗
Shibaji Shibaji , Shibaji . . . Just Ladakh series dekha suru korechhi !! Ghorey boshey boshey apnar songay je showrgiyo bhromon korchhi manosh chokhhey tar jonno kono upohaar e jotheshto noy . . . Love you and love you two 😘 All the best and looking forward to more and more videos
কথাটা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলো এবার একটু সিন্ধুর জল ছবো ,ভাবা যায়! কি অসাধারণ❤❤❤❤
আকাশপথ থেকে চোখ ঝলসানো ঐ নৈসর্গিক দৃশ্য বারবার দেখলেও মনে হয় আরও বহুবার দেখি.......অসাধারণ
শিবাজীবাবু, Delhi - Leh flight এ আপনার seat থেকে তোলা হিমালয়ের অসাধারণ দৃশ্য আমার দেখা অন্যতম সেরা দৃশ্য। বঙ্কিমচন্দ্রের ভাষায় বলি, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না! লাদাখ আমার একটি স্বপ্নের destination. খুবই excited feel করছি পুরো series দেখার জন্য। পৃথীজিৎবাবুর ready wits এবং আপনার নতুন সঙ্গীসহ এবারের এই স্বপ্নের trip দারুন সুন্দর হোক, এই কামনা রইল।
আপনার ভ্লগ দেখে আমি নিজেকে লাদাখে থাকা মনে করছি! সুন্দর দৃশ্য, সুন্দর সফর! 🚁🌄
Modi ji r onupreroy apni okhane property kine niye parmanently theke Jan .. daily erkm sundor drissho dekhte paben
আহ্ প্লেন থেকে কি অপূর্ব দৃশ্য দেখাইলেন, ইহা জন্ম জন্মান্তরেও ভুলিব না। তার পরের দৃশ্য গুলো ও অসাধারণ। খুব ভালো লাগছে, অপেক্ষায় রইলাম পরের পর্বের জন্য।
এক কথায় অপূর্ব অতুলনীয়।সত্যি আমরা আপ্লুত ।লাদাখ দেখা ভাগ্যের ব্যাপার।আপনারা খুব ভালো থাকুন।ভীষণ ভালোবাসি আপনাদের।❤❤❤❤👌👌👌👌👍👍👍👍🙏
শুভ নববর্ষ দাদা.... aj jeno sotti apnar chokh diye Leh ei ek jolok dekhe mone bhore gelo... apurba chilo ajker vlog...sheerraaa 👌
Sir আপনি ভিয়েতনাম ঘুরে আসুন, খুব ভালো জায়গা।।
আমার স্বপ্নের ভ্রমণ লাদাক। 2015 এ গিয়েছিলাম। তবে আপনাদের চোখে লাদাক ভ্রমন অবশ্যই এক বিশেষ অভিজ্ঞতা হবে। প্রথম পর্ব টাই তো চমক। নামই শুনিনি। তাই অপেক্ষায় থাকলাম। বুঝতেই পারছি দারুন হবে। যাই বলুন আমাদের দেশেও অনেক সুন্দর সব জায়গা আছে। ঠিকই বলেছেন মঙ্গল গ্রহ। সুস্থ শরীরে ট্যুর করুন।
অসাধারণ এক পর্বের মাধ্যমে শুরু হল লাদাখ সিরিজ । প্রতিটি মুহূর্ত ছিল অনবদ্য । উড়ান থেকে দৃশ্য অসাধারণ বললেও কম বলা হবে । এ ছাড়া গারকোন অবধি যাত্রাপথ অনবদ্য । এক অসাধারণ সিরিজ এর সূচনা ।
অধীর আগ্রহে অপেক্ষা করছি পরবর্তী পর্বের জন্য। অনবদ্য হয়েছে এই পর্বটি। শুভ নববর্ষ স্যার আপনাকে, পৃথ্বী স্যারকে, আপনাদের পরিবার ও সমগ্র ইউটিউব পরিবারকে। এমনই অসাধারণ পর্ব বছরের পর বছর উপহার দিতে থাকুন আর সুস্থ থাকুন। ❤
ওয়াও, এই লাদাখের অভিযান শুরু হয়ে গিয়েছে! সোহনা, হরিয়াণা থেকে মানালি যাওয়া দৃশ্য অসাধারণ। জীপ কম্পাস কীভাবে এই কঠিন প্রাকৃতিক অঞ্চলে চলতে পারে, তা দেখতে অপেক্ষা করছি! 🚙🏔️ #AdventureAwaits
সত্যিই দৃশ্যগুলো শ্বাসরুদ্ধকর।
ধন্যবাদ আপনার প্রচেষ্টার জন্য একটি খুব ছোট শব্দ হবে.
ভারত কল্পনাতীত বৈচিত্র্যময় এবং সুন্দর। তাপমাত্রা 40 ডিগ্রী থেকে 4 ডিগ্রী পর্যন্ত অসাধারণভাবে বৈচিত্র্যময়।
আরে কাকা কি করেছেন মাইরি, অসাধারণ সুন্দর। আপনার ভিডিও দেখে রাজস্থান, পুরুলিয়া ও থাইল্যান্ড গেছি, এই বছর ই লাদাখ যাওয়ার প্ল্যান করেছিলাম, ভাবছিলাম শিবাজী দার ভিডিও থাকলে কত না সুবিধা হতো. এই ভাবতে ভাবতেই আপনার লাদাখ সিরিজ শুরু। কি ভাষার আমার আনন্দের কথা জানাবো বুঝতে পারছি না। আমার জীবনের কতটা চাপ আপনি কমিয়ে দিলেন আপনি জানেন না। অনকে অনকে ধন্যবাদ ও শুভেচ্ছা
Shivaji babu amra 2023 te october month durga puja r somoy ghure elam.. Apnar sathe amader flight gulo porjonto match kore jachhe.. Amara ladakh leh kargil dras, nubra, pangong, psomori lake, dekhechi.. Apnar vlog amar sob memory fire pelam.amra o ei point e shindhu r jol touch korechi r photo shoot korechi. Just wow. Thank you🙏
শিবাজী - পৃথ্বিজিৎ জুটি অমর রহে। দারুণ লাগছে "লাদাখ " পর্ব। ❤❤❤
অসাধারণ❤❤❤ এই সৌন্দর্যের সাথে হিমাচলের স্পিতি উপত্যকার অনেক মিল রয়েছে।
যাক ভোট দিয়েছিলাম অসীম ইচ্ছে নিয়ে,,,লাদাখ দর্শন করবো বলে তোমাদের মাধ্যমে,,,,স্বপ্ন সত্যি হলো❤❤,,,সাবধানে ঘুরো প্রাণের দাদারা,,,, শুভেচ্ছা রইলো,,রইলো শুভকামনা ❤❤❤
দাদা দুর্দান্ত।হা করে জাস্ট গিললাম।সামনের পুজোয় যাচ্ছি।তোমাদের ভিডিও খুব হেল্প করবে আমাদের।পরের পর্বের অপেক্ষায় রইলাম।
আপনাদের ভিডিও দেখে প্রথমে তো সাবস্ক্রাইব করে দিলাম। তারপর একবারও চোখের পাতা না ফেলে শুধু দেখছি। মনে হচ্ছে আমিও যেন আপনাদের সঙ্গে ভ্রমণ করছি।
আর শিবাজী বাবুর ভরাট কন্ঠের বিবরণী তো এক কথায় অনবদ্য। সব কটা ভিডিওই দেখব এবার।
আমার আকাঙ্খিত লাদাখ ভ্রমণ পূর্ণ হবে।
মন ভোরেছে চোখ ভরেছে। অপূর্ব শোভা। ধন্যবাদ শিবাজিআর পৃথ্বিজিৎ। ভালো থেকো সুস্থ থেকো।
Flight এর জানালা থেকে হিমালয়ের view.. Just mesmerizing.. ❤❤
কত স্মৃতি ভীড় করে আসছে!! দারুন দারুন লাদাখের সৌন্দর্য।।
অসাধারন অনবদ্য....কি দৃশ্য যে দেখালেন। এইজন্যই আপনাদের video র অপেক্ষায় থাকি। পরের video র জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।😊
প্রথম পর্বেই মুগ্ধ ❤ লাদাখের সৌন্দর্য তো সীমাহীন, প্রকৃতি এখানে অকৃতদার... বলাই বাহুল্য যে দুর্দান্ত একটা সিরিজ পেতে চলেছি আপনাদের হাত ধরে 🙏🏼
2019 গেছিলাম ladakh . মনে পরে যাচ্ছে সেই experience and its really a life time experience
Ei vlog tar jonnoi amra odhir agrohe opekhha korchilam........ Obosese protikhhar obosan......... Blockbuster series........ R Utpal babur sathei ami 2022 e Ladakh r 2023 e Off-beat Himachal korechi...... Ladakh trip er byapar e Utpal babu r moton knowledgeable person khub kom e ache r uni manush hisebe osadharon.....
2012 সালে মে মাসে শেষের দিকে লাদাখ গেছিলাম..প্রায় ষোল দিনের ট্রিপ ছিল আমাদের..প্লেনে যাওয়ায় সুযোগ পাইনি তবে ফেরা সময় ফিরেছিলাম..খুব খুব ভালো লেগেছিল লাদাখ ভ্রমন..আজ বারো বছর পরে আবার আপনাদের সঙ্গে লাদাখ দেখার সুযোগ পেলাম..খুব খুশি..অনেক ধন্যবাদ আপনাদের.. পরের ভিডিওর অপেক্ষায় রইলাম❤❤❤❤
Anuradha tkeee dekhte hvy lgchee D.P te ❤ uff
😂Tour programme দেখছি না সিনেমা দেখছি বুঝতে পারছি না। প্রথম episode-ই হিট্। পরের গুলোর জন্য ধৈর্য ধরা মুস্কিল।
তোমাদের চোখ দিয়ে আমি লাদাখ, প্রথম পর্ব ঘুরে দেখলাম। আমার পক্ষে ওখানে যাওয়া সম্ভব নয়। তোমাদের জন্য দেখতে পেলাম, সিন্ধু নদের জল পান করলাম। চোখ জুড়ানো দৃশ্য। আমার বয়স ৬২। ভালো থেকো তোমরা। অনেক অনেক আন্তরিক শুভকামনা রইল। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
মনে হলো ওখানে আমিও পৌঁছে গেছি,অপূর্ব সুন্দর যার বর্ননা করার কোনো ভাষা নেই, যেমন সুন্দর প্রকৃতি তার তেমন সুন্দর রূপ
Darjeeling,lava lolegaon,sonada,rishop ei jayega gulo eksathe cover korte chai, ektu jodi bolen kotodin samoy lagbe, 7/9 diner modhye hoye jabe ki
অপূর্ব দৃশ্য ফ্লাইট থেকে😍২০১৮ তে গিয়েছিলাম সত্যি অপূর্ব লাগে ,মনে হয় স্বর্গ একেই বলে❤
নতুন স্থান নতুন সফর। আবার অপেক্ষা, নতুন রাস্তা,মানুষ আর প্রকৃতির রূপ দেখার পালা। আমার ভোট টা ছিলো যদিও লন্ডনের সফরের দিকে। কিন্তু তাও লাদাখের প্রতিটা ভিডিও মিস করতে চাইনা। ভালো থাকুন সুস্থ থাকুন।
অসাধারণ অসাধারণ অসাধারণ এটা আমাদের দেশে।আপনাদের চোখে ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে। আন্তরিক অভিনন্দন।
পাল দত্ত দাদার সাথে আপনাদের লাদাখ এক্সপ্লোর মানে দারুন এক সিরিজ হবে।অপেক্ষায় রইলাম পরবর্তী পর্ব গুলির জন্য।
আবারও একটা দুর্ধর্ষ ভ্লগ শুরু হতে চলেছে। খুব এনজয় করলাম এই এপিসোড টি। অ্যাপ্রিকট দেখে মুগ্ধ হলাম। খুব ভাল লাগল ভিডিও টি। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
আকাশ পথ থেকে যে দৃশ্য দেখা গেল এক কথায় অনবদ্য,সিন্ধু নদী জল এর রঙ অসাধারণ, পরের পর্বের অপেক্ষায় থাকলাম 😊
We r sooooooo excited to see this series...ki darun j lagbe se amra jani...anek diner ichcha puron hote cholechhe.Anek anek dhonyobad apnader❤❤❤❤😊😊😊😊
By the way ami kintu Ladakh e dekhte cheye vote diyechhilam dada.Again a big thank you 😊😊😊
অপূর্ব দৃশ্য আহা মন জুড়িয়ে যায়
এখনই পরের ভ্লগটা দেখবো।
অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে 🙏🙏🙏
প্রথম পর্বেই আমি মুগ্ধ হয়ে গেলাম । পরের পর্বগুলো যে ফাটাফাটি হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ এবং অপেক্ষায় রইলাম।
🎉 শুভ নববর্ষের শুভেচ্ছা আপনাদের দুজন কে । আপনাদের সিরিজ শুরু, আর আমার মনের সিরিজ 2017 এ ঘুরতে যাওয়াও শুরু । আমার মনে হয় লাদাখ,লাহূল স্পতি ভ্রমন ভারতবর্ষের অন্য সব জায়গার থেকে সম্পূর্ণভাবে আলাদা। প্রাকৃতিক এই রূপ অন্যন্য । না দেখলে অনুভব করা যায় না , 🎉।
দারুন লাগলো আশা করছি পরবর্তী ব্লগগুলিও উপভোগ্য হবে।
স্যার আমি আপনার চ্যানেলের একজন গুনমুগ্ধকর সাধারণ দর্শক।, আমারা অনেকেই অনেক সময় ইচ্ছা থাকলেও অনেক কারন বশত ভ্রমনে যেতে পারিনা , কিন্তু আপনার অসাধারণ পরিবেশনা আমার সেই কষ্ঠ অনেকটাই লাঘব করে।আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং শুভ নববর্ষের অনেক অনেক শুভকামনা।
দারুণ দারুণ না বলে দুরন্ত দুর্দান্ত বল্লাম, কোনো অর্থ ব্যয় না করেই লাদাখ ভ্রমণ হয়ে যাচ্ছে।বাকি এপিসোড গুলোর অপেক্ষায় রইলাম। অনেক অনেক ধন্যবাদ।
আমরা 2011সালে নিজেদের গাড়ি নিয়ে মধ্যমগ্রাম থেকে 20 জন গিয়েছিলাম,মে মাসের 3 তারিখে , কাশ্মীর , দ্রাস কারগিল, হয়ে লাদাখে পৌঁছেছিলাম, অসাধারণ সুন্দর দৃশ্য,, তখন লাদাখে এতো ভ্রমণে যেতো না, এখন যতো বেশি যায়, স্বর্গ কোনোদিন দেখিনি ,মনে হয় স্বর্গের থেকে সুন্দর,
আপনার চোখে আরো একবার দেখা হয়ে যবে ,
সেই সিন্ধু নদ দেখলাম, ওটা দেখেই আমার মন ভরে গিয়েছে। আর কি দেখলাম তার আমার কাছে গৌন, অজস্র ধন্যবাদ, শিবাজী দা ও পৃথ্বীজিৎ দা, আমি ও মনে মনে লে পৌঁছে গিয়েছি আপনাদের উপস্থাপনার গুনে, এখনও সেখানেই বিচরন করছি এবং আগামী কয়েক দিন করব। কাল বাংলা নববর্ষ, তাই আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম আপনাদের, ভাল থাকবেন।
Seki...eta to incredible vlog hobei...hotei hobe... LADAKH tao abar Shibaji da r Prithijit da sathe jome kheer... ❤ super excited
Fast part ekdom fatafati.khub valo laglo, asha korchi porer porbogulo khub sundor hobe, next part dekhar jonno wait korchi❤❤.
লে- লাদাখ ঘুরেছি,তবু আপনার সঙ্গে আবার ঘুরছি- ঘুরব। এক নং NH ও সিন্ধু দেখে শি হরিত হয়ছি,জলের রঙে মোহিত হয়েছি এরকম জলের রঙ ইনটারলেকেনে সুইজারল্যান্ডেও দেখছি।কশ্মীরে টউলিপ দেখেছি এপ্রিকট ফু ও উৎসব দেখার অপক্ষায়....।ধন্যবাদ।
Dada 1st episode fatafati.. Khub interesting hobe Ladakh trip seta prothom thekei bojha jaache. Valo kore ghurun aar amader ghoran. Part 2 er apekhay thaklam. Take care
লাদাখ টা তোমাদের চোখে আমার খুব দেখার ইচ্ছে ছিল । যাক আমার সেই স্বপ্ন এবার পুরণ হবে। ধণ্যবাদ শিবাজী দা।
তোমাদের বদৌলতে অপূর্ব সুন্দর কিছু দৃশ্য ও অপরুপ কিছু যায়গা দেখার সৌভাগ্য হচ্ছে । ধন্যবাদ। ❤❤❤🇧🇩
আমরা গেছিলাম লাদাখ ২০২১ সে । ঠিক তখন pandemic চলছিলো বলা যায় september month । সে কি যে অপূর্ব দৃশ্য ছিলো বলে হয়তো বোঝাতে পারবো না । আজ তোমার video দেখে আবার সেই স্মৃতি উপভোগ করছি । বিশেষ করে plane এর টা আমাদের ভোর 5 টায় flight ছিলো delhi থেকে । sun rise সাথে himalaya
খুব ভালো স্নেহময় বন্ধু কি সুন্দর ভাবে তারিখ টা কারেকশন করে দিলো। আপনাদের দুজনের রিলেশন টা , মজা করাটা এই চ্যানেল টাকে আলাদা একটা মাত্রা যোগ করে।🙏
এর নাম জীবন❤❤❤sustho thakun enjoy korun, amrao kori,r apnar dekhano path dhore amrao Beria porechi r sob ghure enjoy korchi
😊❤
Kono kotha hobe na. Just mindblowing. Spell bound chilam ei 38 mins. Thanks both of you.
Ekdom thik bolechen.. jara gechen tara khub valo kore feel korte parbe ei anondo ta!! Apnake flight theke namte dekhe amar ladakh pouchanor smriti ta abaro mone pore gelo.. uff asadharon sei din guli ketechilo.. apnar ladakh er video er opekkhay chilam.. ebar khub anondo hochhe video ta dekhte...
আহা কি যে ভাল লাগল শিবাজী দা। 2014 তে গেছিলাম। নিজেরাই গেছিলাম, তাই ইচ্ছে মত যেখানে ইচ্ছে থেকেছি এবং ঘুরেছি। আজ আবার মনে হল সেই পথে আবার আপনাদের সঙ্গী হলাম 🙂❤️
দেরাদুনে থাকার সুবাদে, এই ওয়েদার টা আমার খুব চেনা, এই মেঘলা আবহাওয়া তে চারিদিকের রং যেনো এমনি ই বেরঙ লাগে। খুব একটা ভালো লাগে না এই মেঘলা ভাব টা। একটু সূর্য উঠলে সব রঙিন লাগতে লাগে আবার ❤
দারুন লাগলো। অধীর আগ্রহে আপনাদের সাথে লাদাখ ভ্রমণের পরবর্তী চিত্তাকর্ষক,মনোমুগ্ধকর পর্ব গুলোর জন্য অপেক্ষায় রইলাম 👍👍👍
আপনার ভিডিও দেখে আমার খুব ভালো লাগছে, আপনি এবং আপনার বন্ধু পৃথ্বী বাবু যেভাবে ভিডিও করেন সত্যি অসাধারণ সুন্দর, আপনাদের অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
😊❤
কাশ্মীর গেছিলাম আপনার ভ্লগের ৬-৭মাস পর … এ বছর পুজোতে ঠিক করছিলাম লাদাখের … আর আপনার ভিডিও সামনে এল ঠিক একই ভাবে 😊❤
প্রথমেই জানাই তোমাদের নব বর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আর এপিসোড টা দারুন। লাদাখ সিরিজ তাও দারুণ হতে চলেছে । অপেক্ষায় থাকলাম। ভালো কাটুক এই বছর টা।❤❤❤❤
দুর্দান্ত!!!! আমি আপনার Vote option এ লাদাখে ভোট দিয়েছিলাম। Love from বাঁকুড়া।
প্রথম ঝলকে যা দেখলাম বেশ বুঝতে পারা যাচ্ছে কি দুর্দান্ত সব পর্ব আসতে চলেছে। অপেক্ষায় রইলাম 😊
জলের রং দেখবেন কাকে বলে, যখন প্যাংগং লেক যাবেন। সে এক অভূতপূর্ব অভিজ্ঞতা হবে। চালিয়ে যান। সঙ্গে আছি।
অসাধারণ শিবাজী দা। অপেক্ষা করছি পরের পর্বের জন্য। আপনি সাঙ্ঘাতিক একজন প্রকৃতি প্রেমিক। যে চোখ ও মন দিয়ে আপনি প্রকৃতিকে অনুভব করেন , সেভাবেই আমাদের মনকে নিয়ে ঘুরিয়ে বেড়ান। অদ্ভুত অনুভূতি। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আপনাদের দুই বন্ধুকে । খুব ভালো থাকবেন শিবাজী দা। ❤❤❤❤❤❤❤❤❤
অঞ্জনা
দক্ষিণেশ্বর/শারজাহ
লাদাখেরপ্রথমপর্ব ভালোই লাগল, পরের ভিডিও জন্য অপেক্ষায় রইলাম। সিন্ধু নদীর জল টা সত্যিই খুব সুন্দর। আর এপ্রিকডগাছআরতারফুলদারুনদেখলাম।❤
Durdanto...bolle o kom hobe......darun akta ladakh series pete cholechi ....apekhai roilam nxt parbo gulo r jonno ....tnx apnader....ato sundar video debar jonno ....mon chuye gelo
Shibaji da onek din dhorei apnar vlog dekhchi.. recently Bhutan series/ Ladakh series e dekhchi ekta different vibe.. besh relax korte korte ghurchen.. kokhono ekta day off .. ei approach ta darun legeche.. khub e relatable.. family niye travel kori ba with friends.. ghurte giye majhe ekta din ektu break pele besh bhalo e hoye! Ekta khub shundor relaxed tone e travel vlogs gulo ekhon.. sheta besh bhalo lagche!
খুব অসাধারণ লেগেছে শিবাজী দা আপনাদের ভিডিও যতবারই দেখি ততবারই নতুন নতুন কিছু জানতে পারি এবং নতুন জায়গার প্রতি অভিজ্ঞতাও হয়, খুব সুন্দর লেগেছে এই লাদাখের পর্বটি ❤🙏
Wowww... finally. Apni katha rekhechhen. Thank you, thank you, thank you, thank you, thank you. Anek anek. 💐💐💐❤❤❤🙏🙏🙏🙏
অসাধারণ কথাটা কম বলা হবে।। আমার দেশ তোমারদের দেশ সর্বদাই ভালো❤❤❤❤🙏🙏🙏🙏🙏
Just fatafati....
ঘরে বসেই লাদাখ ঘুরছি.. thanks to you
Ohh.. Just undescribable .. দারুণ দারুণ .. !!
পরের পর episode গুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব।
অসাধারণ লাগলো আপ্রিকট ফুল। আর তার সঙ্গে লাদাখ থেকে আর্য গ্রাম যাবার রাস্তা। আমরাও লাদাখ গেছিলাম কিন্তু ওই দিকটা যাওয়া হয়নি। পরে যাবার ইচ্ছে রইলো। ভালো থেকো ❤️
দারুন একটা সিরিজ শুরু হলো 👍👍👍 দারুন হবে পুরোটা পরের পর্বের অপেক্ষা করলাম ❤️❤️❤️
Di darun laglo dada!!!just amazing😊😊😊Apnader chokhe Ladakh dakhbo ta puron hote suru korlo...darun bapar.R Prithwijit da pal pal dil k pas apnara sob samay achhen.😊😊😊 waiting for next video..
shubho noboborsher shubhechha... onekdin por abar paharer vlog dekhte pabo, series tar jonno khub excited
এত ভালো লাগছে যে প্রশংসা করার ভাষা খুঁজে পাচ্ছিনা। বহমান সিন্ধু নদীর সবুজ জলের ধারা দেখে আমাদের জাতীয় কবির লেখা একটা গানের লাইন মনে পড়ছে-" নুরজাহান নুরজাহান
সিন্ধু নদীতে ভেসে এলে মেঘলামতির দেশে ইরনি গুলিস্তান। " আরোও আশ্চর্য জিনিস দেখার আপেক্ষায় আছি।অনেক অনেক শুভকামনা। ❤️❤️
Thanks Shivaji da. Khub bhalo laglo dekhe Ami oi lucky followers der ek jon je Ladakh vote korechilam, ar tumi Ladakh choose korle jawar jonno, er por England, Australia & New Zealand jeo, khub sabdhane, bhalo bhabe ghure eso tumi ar Pritthwi da❤️❤️🙏💐
Uffff ak jhak mukto bataser moto onubhuti holo.ei goromer dupure amon durdanto vdo dekhe mon ta juriye galo.✈️ er theke dekha paharer soundorjo bar bar dekhchi back kore kore.
Just notification ta pelam r bose gelam ro ekta notun video dekhte 🎉🎉
Dada apnar video ato valo lage... Kokono mone hoy na video dkhchhi mone amio apnader sthe ghurchhi.... Ato sundor ami nijeo berate khub vlobasi baba ma ke nie berie pori... Koto you tuber ke dkhi.. Ghore ranna kore lakh lakh view banay.. Kiintu apnake salute... Sotty e apnar you tube sarthok.. Jekono mon kharap O vlo hoe jay apnar video dkhle.. Valo thakben apnara.. Aro sundor sundor video upohar die jan ❤❤❤❤
Kono kotha hobe na . darun darun darun . tomake selam.
😂❤wahh prithi ..pal pal Dil k pas ..outstanding instance 😂😂
Apnader ladakh series er jonno sei purulia vlog theke wait korchilam and super coincidentally aj i march 2024 bhraman magazine e ei apricot village garkone nie porchilam....r aj eta niei vidro dilen....mane god gifted coincidence
Next sprung e sure jabo
আর কিছু বলার নেই, অসাধারণ লেগেছে এই পর্বটি। পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
অপুর্ব। আপনার ভারত ভ্রমণ বরাবর আমার পছন্দের। ভারতে এত সুন্দর সুন্দর জায়গা আছে যা এক জীবনে দেখে শেষ করা সম্ভব নয়। আগামী পর্বগুলোর অপেক্ষায় রইলাম। ❤
ওহ: একটা কি দারুন যে ব্লগ দেখলাম।
হাটস অপ টু ইউ শিবাজী বাবু এন্ড পৃথ্বিজীৎ বাবু। কি অসাধারণ দৃশ্য আজ দেখলাম। সত্যিই ফাটাফাটি।
আরো অপেক্ষা তে রইলাম।...............................
Sandip Bose, Muzaffarpur.
প্রথম পর্ব তো চোখ ধাধানো উপহারের ডালি। অসাধারণ লাগলো ভিডিও। লাদাখে যেতে সুবিধা হবে এবার।
First a boli Subho Noboborsher suveccha neben apni r Prithwijit Babu.Last 2to vlog dekhe jhimiye porechilam Shibaji Babu. A bar thik achhe. Darun darun darun lagche. Thank you.
দারুন দারুন দাদা। সব এপিসোড দেখার অপেক্ষায় থাকলাম। ভীষণ প্রিয় জায়গা। দু'বার যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমাদের।
আগামী পর্বের জন্য অপেক্ষায় রইলাম দাদা। নাজানি আরো কত সুন্দর স্বর্গীয় দৃশ্য দেখতে পাব। আপনাদের অনেক ধন্যবাদ। কত না দেখা ভারতবর্ষের সৌন্দর্য আপনাদের জন্য দেখতে পারছি।
Khub sundor. Drisho Bises kore Himalayan rang. Onoboddo ❤
Ar tar sathe apnader hashi moja koutuk. Prithijit dar mojar kotha o
Moitrai dir Durdanto dialogue. 😊 Jamai ador na pele. .... Ghorer chele. Ghore ferar... Moto. Misti kotha.
Sob milie darun. Apricot bloosom tree Opurbo.
Next Episod dekhar jonney Opekhay roilam. 👌👍
অসম্ভব সুন্দর চোখ ফেরানো যায়না। প্রকৃতির কিঅপরূপ সৌন্দর্য,আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। অসাধারণ লাগছে ।নতুন বছরের শুভেচ্ছা রইলো।
অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে তোমাদের লাদাখ ভ্রমণ। সেই সঙ্গে আমার ও শুরু হয়ে গেল তোমাদের সাথে মানস ভ্রমণ। খুব আনন্দ নিয়ে থাকবো কটা দিন। ❤❤❤❤