আজ দুপুর থেকেই HS পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়ায় ভীষণ নিরাশ হয়ে গেছিলাম, কিন্তু শিবাজী uncle তোমাদের দেখানো এতো সুন্দর সুন্দর প্রকৃতির অপূর্ব দৃশ্য দেখে মন আবার নতুন ছন্দে যেন ফিরে এলো, Apricot এর ফুলের মতোন জীবন যেন আবার ফুটে উঠল,আমাদের এভাবে সবসময় অসাধারণ উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ........... আর অনেকদিন ধরে একটা কথা বলব ভাবছি- এতো দারুন স্থানে পৃথ্বী uncle এর গান শুনতে পেলাম না,কেমন যেন যাত্রাটা অসম্পূর্ণ লাগছে, আর এতোদিনের লাদাখ ভ্রমণে পৃথ্বী uncle কে কেমন উদাস উদাস লাগছে,তাই পরবর্তী destination এ পৃথ্বী uncle এর সুমধুর গান চাইইইইইই চাই আপনাদের জন্য অনেকটা ভালোবাসা ❤
দাদা আপনি যে সব ভ্রমণ ভিডিও দেখাছেন এই জায়গা গুলি কেলেন্ডার এবং কোন ও বই ছবিতে না হলে কোন দিন রাতের ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি কিন্তূ আপনাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমারা চোখের সামনে দেখতে পাচ্ছি ভগবানে কাছে প্রার্থনা করি আপনারা এগিয়ে চলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 40:41 র
অপূর্ব প্রকৃতি, অনবদ্য আপনার উপস্থাপনা । আমি ৭০ বছরের বৃদ্ধা। আগেও বলেছি আমি কোনোদিনও ওখানে যেতে পারবোনা। কিন্তু আপনাদের চোখ দিয়ে আমার বহুদিনের ইচ্ছাপূরণ হচ্ছে । সিয়াচেন দেখার অপেক্ষায় থাকলাম। সুস্থ থাকবেন।
এত সুন্দর মুখবন্ধ গল্পের বইতে থাকে আমি মন্ত্রমুগ্ধের মত শুনলাম, অসামান্য প্রাকৃতিক দৃশ্য দেখলাম, অপূর্ব এক ঐতিহাসিক পরিবারের বর্তমান রাজাকে দেখলাম এবং সেই রাজপরিবারের বর্ণনা আপনার অনবদ্য বাচনভঙ্গিতে শুনলাম, আমি অভিভূত।
Ami apnar extended family r besh old member, tao bolchi ei Utpal da r sathe Ladakh trio ta best ever.. evabe Leh Ladakh keu kakhon o dakhai ni.. Thank you so much entire Team
অপরূপা তুরতুকের এই ভিডিওটি দেখে আমি মুগ্ধ! থাং গ্রাম থেকে LOC এর ওপর দেখানো দৃশ্যগুলি অসাধারণ। এই সিরিজের প্রতিটি পর্বের সাথে আপনার প্রতিবেদনের গভীরতা ও বিস্তারিত তথ্য আমাদের লাদাখের সৌন্দর্য ও ইতিহাসের সাথে পরিচিত করে তোলে। যাবগো রাজবংশের রয়্যাল হাউস সম্পর্কে জানার জন্য ধন্যবাদ। আপনার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলির জন্য আমি উত্তেজিত।
এই ভিডিওটি দেখে আমি যেন স্বয়ং তুরতুকের সৌন্দর্য উপভোগ করলাম। আপনার চোখ দিয়ে এলওসির অপূর্ব দৃশ্য এবং যাবগো রাজবংশের ঐতিহাসিক রয়্যাল হাউসের গল্প শুনে মনে হলো আমি নিজেই সেখানে আছি। আপনার প্রতিটি ভিডিও এক একটি অভিজ্ঞতা। আপনার পরবর্তী লাদাখ সিরিজের ভিডিওগুলির জন্য অপেক্ষা করছি।
অপরূপা তুর্তুক.....সত্যি অপরূপা...ভিডিও চলাকালীন নিজের অজান্তেই মন চলে যাচ্ছিল প্রকৃতির সেই কোণায় কোণায়।আমি বরাবর পাহাড় প্রেমী। তাই মন আটকেই থাকলো তুরতুক আর থান এ।শিবাজী অনেক অনেক ধন্যবাদ এত পুরোনো একটা ইতিহাস তুলে ধরার জন্য।তোমরা যে আমাদের কি দৃশ্য দেখাচ্ছে তা তোমারাও জানো না।এক অসীম তৃপ্তি।
বর্ণনা করার কোন ভাষা নেই। দেখলাম জানলাম ইতিহাস। ধন্যবাদ প্রাপ্তি হলো তিন জনের । আরো আরো আরো আরো আরো আরো লাদাখের ভিডিও চাই । সবাই সুস্থ থাকুন এবং আমাদের এই সমস্ত দৃশ্য দেখিয়ে সুস্থ রাখুন ।
আবারও একটা দুর্দান্ত সফর করলাম আপনার সঙ্গে । আপনার চোখে দেখলাম পৃথিবীর অনবদ্য সৃষ্টি রূপ রং । আর ভাবছি এর সৃষ্টি কর্তাকে , যিনি তার এই অপরূপ প্রকৃতি সৃষ্টি করেছেন । ধন্যবাদ ।
এক কোথায় onnoboddo. কোনো ভাষা নেই বলার. মুগ্ধ হলাম প্রকৃতি এই রূপ দেখে. ধন্যবাদ আপনাকে র বিশেষ করে আপনার বন্ধু কে যার জন্যে এই অজানা এই jaiga দেখে. ভালো থাকবেন
তুরতুক সত্যিই অপূর্ব সুন্দর ... যদিও আপনাদের ভিডিও সম্পর্কে নতুন করে বলার কিছু নেই , অসাধারণ এক একটা সুন্দর এবং যথেষ্ঠ তথ্য সম্বৃদ্ধ ভিডিও আমাদের উপহার দিচ্ছেন । 🙏
খুব সুন্দর মনোরম দৃশ্য মনটা ভরে গেল ।আপনি এত সুন্দর করে বলেন যেন লাদাখে পৌঁছে যাই।আপনার প্রতি টা ভিডিও খুব ভালো ।ভালো থাকবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও আমাদের দেখা বেন।❤❤
ভিডিও র শুরু টা ই অসাধারণ ছিল।কথা গুলো যেন গায়ে কাঁটা দিল।আর তুর্তুকের সৌন্দর্য্য,আর থাং এর মানুষদের স্বজন বিচ্ছেদের যন্ত্রণা, অন্য দিকে ভারতীয় সেনার অপরিসীম দেশ সেবার সাক্ষী হওয়ার দৃশ্য সবটাই ছিল ভীষণ মন ছোয়া।মনের মধ্যে গেঁথে থাকবে, কখনো যাওয়া হলে এই তথ্য সঙ্গে করে নিয়ে যাবো।❤ ধন্যবাদ আপনাদের।
মন ছুয়ে গেলো আজকের ভিডিও....একটা আলাদাই অনুভুতি আনুভব করলাম..... এতো সুন্দর স্নিগ্ধ ভিডিও কখন যে শেষ হওয়া গেলো বুঝতেই পারলাম না...... ভোলা যাবে না এই লাদাখ সিরিজের ভিডিও গুলো👍👍 অনেক ধন্যবাদ আপনাদের সবাই কে এই তথ্য সমৃদ্ধ ভিডিও উপস্থাপনার জন্য 🙏💐
এতক্ষণ দেখলাম ভারতের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম আর ঈশ্বরের আশীর্বাদ অনুভব করলাম। এই ভাবেই আপনারা আমাদের বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জায়গা দেখার সুযোগ করেদিন,অফুরন্ত ভালোবাসা আর নমস্কার জানাই ।ভাল সুস্থ সমৃদ্ধ থাকুন ।🙏🪷
এইভাবে সম্পূর্ণ অন্যরকম রূপে লাদাখ আমি অন্তত কোন RUclips vlogএ দেখিনি। আপনারা সত্যিই দারুণ ভাবে এক অন্য লাদাখ তুলে ধরছেন। এভাবেই ঘুরতে থাকুন ভালোবাসা বিতরণ করতে থাকুন। Love from Bankura ❤
আপনার ভিডিও আমার খুবই ভালো লাগে। ভিডিও দেখলে মনে হয় যে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি ঘরে বসে। আমার অনুরোধ যে ইন্দোনেশিয়ায় গেলে একবার বালির রাজ্য ঘোরাবেন।
একজন ভূগোল প্রেমীর জন্য জায়গা টা সত্যিই স্বর্গীয়।যেমন Geomorphology,তেমনই rock structure,soil,socio economic situation,human realation ।প্রতিটি বিষয়ে কাজ করার মত একটা আর্দশ জায়গা।ভূপ্রাকৃতিক সৌন্দর্য চোখ ছুঁয়ে মনের গহীনে চিরস্থায়ী জায়গা করে নেয়।
আপনার উপস্থাপনা এবং বর্ণনার বিস্তারিত উপস্থাপনা মনমুগ্ধকর। লাদাখের নামটা মনে হলেই যাবার বাসনা প্রবল হয়ে ওঠে। সময় এবং সুযোগ পেলেই যাওয়ার খুব ইচ্ছা আছে লাদাকে।
এমন সব জায়গা দেখালেন যার বিষয়ে কিছু বেশি জানতাম না। আপনাদের less known destination গুলি cover করবার আইডিয়া খুব ভালো। আপনাদের চোখ দিয়ে সুন্দর ভারত কে নতুন করে চিনছি। অশেষ ধন্যবাদ।
ভূগোল আর ইতিহাসের সঙ্গে এই পর্বটা অসাধারণ লাগল। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, প্রাসাদের ইতিহাসের সঙ্গে শিবাজীর অসাধারণ ধারাভাষ্য এই পর্বটাকে অনবদ্য করে তুলেছে। আপনাদের চারজনকেই প্রচুর ধন্যবাদ। পরের পর্বের অপেক্ষায় থাকলাম আরো একটা অসাধারণ পর্ব দেখার জন্য।
অপূর্ব দৃশ্য দেখে অভিভূত, লাডাক যাওয়া হয় নি, দেখে উজ্জীবিত হলাম, ওখানে গেলে এই উপস্থাপনা দারুন কাজে লাগবে, শুভেচ্ছা রইলো,আপনার ভিডিও দেখে বিজন বাড়ী চেতনা ফার্ম হাউজে ৩ দিন কাটিয়ে এলাম ,দারুন ,রবি প্রধান মহাশয়ের অতিথি সেবা অতুলনীয়।।ভালো থাকবেন।।
সত্যিই অসাধারণ লাগলো আপনাদের লাদাক। বেশ বেশ exclusive. এছাড়াও অনেক তথ্যসমৃদ্ধ ও আকর্ষক। সবচেয়ে বড়ো কথা শারীরিক ভাবে না যেতে পারলেও আফশোস অল্প বিস্তর কম হবে। ধন্যবাদ তিন জনকেই।
তুর্তুক এর অসাধারণ সৌন্দর্য দেখে খুব মুগ্ধ হলাম। এর সঙ্গে যাবগো রাজবংশের ইতিহাস ও ঐতিহ্য সমন্ধে অনেক কিছু জানলাম। তুর্তুকে এই রকম রাজবংশের ইতিহাস অনেকেই জানেন না। এই ইতিহাস জানানোর জন্য আপনাদের শুভেচ্ছা জানালাম।
অসাধারণ লাগলো তোমাদের হাত ধরে অপরূপা তুর্তুকগ্ৰাম বেড়াতে। একদিকে পাহাড় আর অন্য দিকে গমের চারার সবুজ ক্ষেত, দুর্দান্ত। রাজবাড়ীতে ও ঘুরে বেড়ালাম তোমাদের সৌজন্যে। সবমিলিয়ে অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্য, তার সঙ্গে তোমাদের দৃশ্য বর্ণনা। খুব, খুব, খুব ভালো লাগলো। ভালো থেকো তোমরা। সবথেকে মজার বিষয় হলো আমার সকাল, সকাল বেড়িয়ে পরার সমস্যা নেই।যখন ফ্রি থাকিস তখন ই বেড়িয়ে পড়ি। কী মজা । তাই না?
তুরতুক গ্রামের সৌন্দর্য যেন স্বর্গীয়, আর আপনার বাচনভঙ্গি তো অসাধারণ, কতো কিছু জানলাম। গ্রামের রাজা মশাই কে প্রথমে ভেবেছিলাম স্ট্যাচু, পরে ভুল ভাংলো। পাকিস্তানের বর্ডার তার সাথে ব্যাঙ্কার শিহরিত করলো। আপনারা দুজনেই এতো সুন্দর করে ও মজা করে কথা বলেন যে, ভারি ভালো লাগে আপনাদের কথাবার্তা ও খুনশুটি দেখতে।
খুব সুন্দর তথ্যবহুল ভিডিও দিয়েছেন। একটা অজানা ইতিহাস জানতে পারলাম। সাথে এতো সুন্দর পরিবেশ ও দৃশ্য দেখে মুগ্ধ হয়েছি। মনে হচ্ছে লাদাখ আমায় ডাকছে। ভালো থাকবেন।
আমি সাধারণত আপনার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে থাকি..এবার একটু দেরি করে ফেললাম.. তূর্তুক আমার দেখা তবে আপনাদের সঙ্গে আবার দেখে মন ভরে গেল..নস্টালজিক হয়ে গেলাম...অনেক ধন্যবাদ আপনাদের..খুব খুব ভালো থাকুন আপনারা ❤❤❤❤❤
অপূর্ব বললেও অনেক অনেক সামান্য বলা হবে শিবাজিদা। যা যা দেখছি সেই সব সত্যি ভাবছি আপনি ওখানে গিয়ে যে ভাবে বোঝাচ্ছেন তার কথা আর কি প্রশংসা করবো তাও কম বলা হবে আর সৌন্দ্যর্যের কথা লিখতে গিয়ে কি লিখবো ভেবেই পাচ্ছি না এতোটাই সুন্দর। আর আপনাদের কথা তাও এতো সুন্দর ওদের সৌন্দর্জের সাথে মিলে গেছে। যা যা দেখলাম তাতে চুপ করে ভাবছি কি দেখলাম সবকিছুই তো খুব খুব সুন্দর।
লাডাকের অনেক ভিডিও দেখেছি কিন্ত এভাবে কেউ দেখায় নি। আমাদের শারীরিক অবস্থার জন্য হয়তো কোনদিন যাওয়া হবেনা কিন্ত সত্যিই বলছি এতো চমৎকার ভিডিও যে আমাদের কোনো আফসোস রইল না ঘোরা হয়ে গেল । খুব আনন্দ করে দেখি । পরের ভিডিও র অপেক্ষায় অধীর আগ্রহে বসে থাকি ।
অপূর্ব লাগলো তুর্তুক এর মিউজিয়াম সবথেকে ভালো লাগলো।
আজ দুপুর থেকেই HS পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়ায় ভীষণ নিরাশ হয়ে গেছিলাম, কিন্তু শিবাজী uncle তোমাদের দেখানো এতো সুন্দর সুন্দর প্রকৃতির অপূর্ব দৃশ্য দেখে মন আবার নতুন ছন্দে যেন ফিরে এলো, Apricot এর ফুলের মতোন জীবন যেন আবার ফুটে উঠল,আমাদের এভাবে সবসময় অসাধারণ উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ...........
আর অনেকদিন ধরে একটা কথা বলব ভাবছি- এতো দারুন স্থানে পৃথ্বী uncle এর গান শুনতে পেলাম না,কেমন যেন যাত্রাটা অসম্পূর্ণ লাগছে, আর এতোদিনের লাদাখ ভ্রমণে পৃথ্বী uncle কে কেমন উদাস উদাস লাগছে,তাই পরবর্তী destination এ পৃথ্বী uncle এর সুমধুর গান চাইইইইইই চাই
আপনাদের জন্য অনেকটা ভালোবাসা ❤
❤
দাদা আপনি যে সব ভ্রমণ ভিডিও দেখাছেন এই জায়গা গুলি কেলেন্ডার এবং কোন ও বই ছবিতে না হলে কোন দিন রাতের ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি কিন্তূ আপনাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমারা চোখের সামনে দেখতে পাচ্ছি ভগবানে কাছে প্রার্থনা করি আপনারা এগিয়ে চলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 40:41 র
অপূর্ব প্রকৃতি, অনবদ্য আপনার উপস্থাপনা । আমি ৭০ বছরের বৃদ্ধা। আগেও বলেছি আমি কোনোদিনও ওখানে যেতে পারবোনা। কিন্তু আপনাদের চোখ দিয়ে আমার বহুদিনের ইচ্ছাপূরণ হচ্ছে । সিয়াচেন দেখার অপেক্ষায় থাকলাম। সুস্থ থাকবেন।
এত সুন্দর মুখবন্ধ গল্পের বইতে থাকে আমি মন্ত্রমুগ্ধের মত শুনলাম, অসামান্য প্রাকৃতিক দৃশ্য দেখলাম, অপূর্ব এক ঐতিহাসিক পরিবারের বর্তমান রাজাকে দেখলাম এবং সেই রাজপরিবারের বর্ণনা আপনার অনবদ্য বাচনভঙ্গিতে শুনলাম, আমি অভিভূত।
কী হেরিলাম?এক অনাস্বাদিতভ্রমন অভিজ্ঞতা।তুরতুক গ্রাম আর এখানকার অ্যাপ্রিকট ফুলের মেলা অনবদ্য।এমনকি গ্রামের মধ্য দিয়ে বয়ে চলা জলধারাটি পযর্ন্ত মন ছুঁয়ে গেল। আর তুরতুকের অজানা ইতিহাস জেনে সমৃদ্ধ হলাম।ধন্যবাদ তোমাদের।
Ami apnar extended family r besh old member, tao bolchi ei Utpal da r sathe Ladakh trio ta best ever.. evabe Leh Ladakh keu kakhon o dakhai ni.. Thank you so much entire Team
দুর্দান্ত presentation....কিন্তু দুঃখ একটাই, ওই অতো সুন্দর shyok নদী, তাকে একটুও স্পর্শ করলেন না....তার-ও তো কিচ্ছু দাবি থাকতে পারে 😊
@@SukanyaMandal-m6j 🚑🚑🚑
অপরূপা তুরতুকের এই ভিডিওটি দেখে আমি মুগ্ধ! থাং গ্রাম থেকে LOC এর ওপর দেখানো দৃশ্যগুলি অসাধারণ। এই সিরিজের প্রতিটি পর্বের সাথে আপনার প্রতিবেদনের গভীরতা ও বিস্তারিত তথ্য আমাদের লাদাখের সৌন্দর্য ও ইতিহাসের সাথে পরিচিত করে তোলে। যাবগো রাজবংশের রয়্যাল হাউস সম্পর্কে জানার জন্য ধন্যবাদ। আপনার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলির জন্য আমি উত্তেজিত।
Thrtuk tour is really I am enjoying pl continue. Your your we. Will so.we will can, see different places thank you
.
।
ষষষষ
যা দেখাচ্ছো তা এজীবনে দেখা হবেনা।লাদাখ থাকবে মনের মনিকোঠায়। এগিয়ে চলো অনেক পথচলা বাকি।ভালোবাসা রইলো।
প্রাসাদ ও তার ইতিহাস খুব ভালো লাগলো। DaruuuuuuuuuuN লাগলো তুরতুক গ্রামে walk.... ❤❤
এই ভিডিওটি দেখে আমি যেন স্বয়ং তুরতুকের সৌন্দর্য উপভোগ করলাম। আপনার চোখ দিয়ে এলওসির অপূর্ব দৃশ্য এবং যাবগো রাজবংশের ঐতিহাসিক রয়্যাল হাউসের গল্প শুনে মনে হলো আমি নিজেই সেখানে আছি। আপনার প্রতিটি ভিডিও এক একটি অভিজ্ঞতা। আপনার পরবর্তী লাদাখ সিরিজের ভিডিওগুলির জন্য অপেক্ষা করছি।
আমি সৌদি আরব থেকে দেখছি। আমি এক জন বাংলাদেশি। অনেক সুন্দর একটা ভিডিও দেখলাম ভালো লাগছে। আপনাদের কে অনেক ধন্যবাদ
অপূর্ব ভূপ্রকৃতি সাথে আপনার অপূর্ব বাচনভঙ্গি এবং অপূর্ব কথা। আপনার অনুভবের অনুরণণে আমরা সত্যিই অনুরনিত।।
অপরূপা তুর্তুক.....সত্যি অপরূপা...ভিডিও চলাকালীন নিজের অজান্তেই মন চলে যাচ্ছিল প্রকৃতির সেই কোণায় কোণায়।আমি বরাবর পাহাড় প্রেমী। তাই মন আটকেই থাকলো তুরতুক আর থান এ।শিবাজী অনেক অনেক ধন্যবাদ এত পুরোনো একটা ইতিহাস তুলে ধরার জন্য।তোমরা যে আমাদের কি দৃশ্য দেখাচ্ছে তা তোমারাও জানো না।এক অসীম তৃপ্তি।
দাদা আপনার সাবলীল উপস্থাপনা, সেই সাথে অপরূপা সৌন্দর্যের ভিডিও, সত্যিই অনবদ্য।
বর্ণনা করার কোন ভাষা নেই। দেখলাম জানলাম ইতিহাস।
ধন্যবাদ প্রাপ্তি হলো তিন জনের । আরো আরো আরো আরো আরো আরো লাদাখের ভিডিও চাই ।
সবাই সুস্থ থাকুন এবং আমাদের এই সমস্ত দৃশ্য দেখিয়ে সুস্থ রাখুন ।
আবারও একটা দুর্দান্ত সফর করলাম আপনার সঙ্গে । আপনার চোখে দেখলাম পৃথিবীর অনবদ্য সৃষ্টি রূপ রং । আর ভাবছি এর সৃষ্টি কর্তাকে , যিনি তার এই অপরূপ প্রকৃতি সৃষ্টি করেছেন । ধন্যবাদ ।
কি অপূর্ব লাগল কি যে বলি.. তুরতুক আর থাং গ্রাম, LOC দেখতে গিয়ে বেশ গায়ে কাঁটা আর মাথা গরম হয়.. সুন্দর... আপনাদের জন্য এই ধরণের জায়গা দেখতে পাই
পরজন্মের বেড়ানোর listing শুরু করে দিলাম। অনেক কিছুই অদেখা রয়ে গেল। এ ঝাঁকি দর্শন নয়, true exploration - হৃদয় দর্শন।
Age is just a number...kakima moner jore berie porun...ei jibone purno kore jaan
দারুন সুন্দর তুরতুক এবং থাঙ। আপনাদের করা এই ভিডিও দেখে খুবই ভালো লাগলো, আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
সত্যি তুর্তুক আর থাঙ্গ ভিলেজ দেখে অভিভূত হলাম। তুমি খুব তাড়াতাড়ি লাদাখের ট্রিপ করো সবাই যাবো। ❤❤❤❤❤❤
আমি অভিভূত, শিবাজী'দা নিজেকে হারিয়ে ফেলেছি এই প্রকৃতির মাঝে। অনেক কৃতজ্ঞতা, ভালবাসা।
কি যে বলি ভাষা হারিয়ে গেছে আপনাদের চোখ দিয়ে তুর্তুক গ্রাম r loc deakhlam খুব খুব ভালো লাগলো
অপুর্ব বৈচিত্র্যময় প্রকৃতি। খুব ভালো আর সুন্দরও লাগলো । ভালো থেকো ।
এক কোথায় onnoboddo. কোনো ভাষা নেই বলার. মুগ্ধ হলাম প্রকৃতি এই রূপ দেখে. ধন্যবাদ আপনাকে র বিশেষ করে আপনার বন্ধু কে যার জন্যে এই অজানা এই jaiga দেখে. ভালো থাকবেন
দারুণ লাগল, কিছু কিছু জায়গা দেখে মনে হল কেউ তুলি দিয়ে ছবি এঁকে রেখেছে, অসাধারণ
সত্যিই দারুণ। উপভোগ করলাম প্রাণ ভরে । আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।
তুরতুক সত্যিই অপূর্ব সুন্দর ... যদিও আপনাদের ভিডিও সম্পর্কে নতুন করে বলার কিছু নেই , অসাধারণ এক একটা সুন্দর এবং যথেষ্ঠ তথ্য সম্বৃদ্ধ ভিডিও আমাদের উপহার দিচ্ছেন । 🙏
ভিডিও -এর শেষে আপনার দুজন যেভাবে সাবস্ক্রাইব করার কথা বলেন খুব ভাললাগে। ভালবাসা বাংলাদেশ থেকে।
শিবাজিদা পৃথ্বীদা যুগ যুগ জিও, দুই দাদা জিন্দাবাদ, আরও আরও ঘুরে বেরাও আর আমাদের মনোরঞ্জন করে যাও, ভালবাসা নিও, সর্বদা পাশে আছি তোমার আর পৃথ্বীদার।
আপনাদের লাদাখ সিরিজের সবগুলো পর্বই দেখছি।অসাধারন লাগছে, এত্তো ভালো যে ভাষায় প্রকাশ করা মুশকিল!
খুব সুন্দর মনোরম দৃশ্য মনটা ভরে গেল ।আপনি এত সুন্দর করে বলেন যেন লাদাখে পৌঁছে যাই।আপনার প্রতি টা ভিডিও খুব ভালো ।ভালো থাকবেন
আর এমন সুন্দর সুন্দর ভিডিও আমাদের দেখা বেন।❤❤
asadharon Shyok nodir rup, apurbo Willow gachguli, Sabuj Khet r Apricot phooler bahare susajjito Turtuk gram, Rajparibarer sangrohoshalatio darun
আজ ২৫শে বৈশাখ। বিশ্বকবির শুভ আবির্ভাব ঘটেছিল আজ। বিশ্বকবি কে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। লাদাখের এই অপরূপ সৌন্দর্য্য দু'নয়ন ভরে উপভোগ করলাম। কবিকে উদ্ধৃত করে বলি, লাদাখ যেন আমায় বলছে-" তুমি মোর পাও নাই পাও নাই পরিচয়...."। তোমাদের অসংখ্য ধন্যবাদ। অনুভব করছিলাম যেন তোমাদের সঙ্গে আমিও আছি ওখানে, যদিও সেটা সত্যিই যেন একটা স্বপ্নের মতো। আরও একবার কবিকে উদ্ধৃত করে বলি-" স্বপন যদি মধুর এমন, হোক সে মিছে কল্পনা; জাগিও না আমায়..."। আরও একবার ধন্যবাদ জানাই তোমাদের। সবশেষে কবিকে প্রণাম জানিয়ে বলি-" আমার ভিতরে ও বাহিরে, অন্তরে অন্তরে; আছো তুমি হৃদয় জুড়ে...."। শুভেচ্ছা রইলো আগামীর জন্য।❤❤❤❤❤
ভিডিও র শুরু টা ই অসাধারণ ছিল।কথা গুলো যেন গায়ে কাঁটা দিল।আর তুর্তুকের সৌন্দর্য্য,আর থাং এর মানুষদের স্বজন বিচ্ছেদের যন্ত্রণা, অন্য দিকে ভারতীয় সেনার অপরিসীম দেশ সেবার সাক্ষী হওয়ার দৃশ্য সবটাই ছিল ভীষণ মন ছোয়া।মনের মধ্যে গেঁথে থাকবে, কখনো যাওয়া হলে এই তথ্য সঙ্গে করে নিয়ে যাবো।❤
ধন্যবাদ আপনাদের।
অসম্ভব সুন্দর তুরতুক গ্ৰাম দেখে মুগ্ধ হয়ে গেলাম, খুব ভালো লাগলো।
মন ছুয়ে গেলো আজকের ভিডিও....একটা আলাদাই অনুভুতি আনুভব করলাম.....
এতো সুন্দর স্নিগ্ধ ভিডিও কখন যে শেষ হওয়া গেলো বুঝতেই পারলাম না......
ভোলা যাবে না এই লাদাখ সিরিজের ভিডিও গুলো👍👍
অনেক ধন্যবাদ আপনাদের সবাই কে এই তথ্য সমৃদ্ধ ভিডিও উপস্থাপনার জন্য 🙏💐
Turtuk village er palace ta apurvo...thank you for exploring..
Asadharn video ...excellent presentation..Shivaji and Prithijit Yug Yug jio❤
খুব সুন্দর ভিডিও অসাধারণ উপস্থাপনা সাথে অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য।
অসাধারণ প্র্যাকিতিক সৌন্দর্য।বলার ভাষা নেই। ধন্যবাদ শিবাজী দা, পৃথ্বীজীৎ দা, উৎপল দা
দারুণ লাগলো অনেক কিছু অজানাা জিনিস জানতে পারলাম। আপনারা সুস্থ ও সবল থাকুন এই প্রার্থনা করি
আমরা কি কখনো যেতে পারবো এইসব জায়গায় মনে হয় না, পৃথিবীর সৌন্দর্য না হয় আপনাদের মাধ্যমে দেখলাম, আপনাদের প্রতি রইল ভালোবাসা অবিরাম।
কি অদ্ভুত সুন্দর- আপনার চোখ দিয়ে আমরাও ঘুরলাম জীবন্ত হয়ে।
এতক্ষণ দেখলাম ভারতের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম আর ঈশ্বরের আশীর্বাদ অনুভব করলাম। এই ভাবেই আপনারা আমাদের বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জায়গা দেখার সুযোগ করেদিন,অফুরন্ত ভালোবাসা আর নমস্কার জানাই ।ভাল সুস্থ সমৃদ্ধ থাকুন ।🙏🪷
আমার যত না দেখতে ভালো লাগে, তার থেকেও বেশী ভালো লাগে আপনার মুখে অনেক অজানা তথ্য জানতে শুনতে। খুব ভালো লাগলো।
এইভাবে সম্পূর্ণ অন্যরকম রূপে লাদাখ আমি অন্তত কোন RUclips vlogএ দেখিনি। আপনারা সত্যিই দারুণ ভাবে এক অন্য লাদাখ তুলে ধরছেন।
এভাবেই ঘুরতে থাকুন ভালোবাসা বিতরণ করতে থাকুন। Love from Bankura ❤
আপনার ভিডিও আমার খুবই ভালো লাগে। ভিডিও দেখলে মনে হয় যে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি ঘরে বসে। আমার অনুরোধ যে ইন্দোনেশিয়ায় গেলে একবার বালির রাজ্য ঘোরাবেন।
একজন ভূগোল প্রেমীর জন্য জায়গা টা সত্যিই স্বর্গীয়।যেমন Geomorphology,তেমনই rock structure,soil,socio economic situation,human realation ।প্রতিটি বিষয়ে কাজ করার মত একটা আর্দশ জায়গা।ভূপ্রাকৃতিক সৌন্দর্য চোখ ছুঁয়ে মনের গহীনে চিরস্থায়ী জায়গা করে নেয়।
Apurba sundor prakritik soundorjo,mon chuye gelo
দুর্দান্ত। পাগল করা সুন্দর। উফ কী যে দেখলাম। ভালো থাকুন gupi bagha.❤❤
আপনার উপস্থাপনা এবং বর্ণনার বিস্তারিত উপস্থাপনা মনমুগ্ধকর। লাদাখের নামটা মনে হলেই যাবার বাসনা প্রবল হয়ে ওঠে। সময় এবং সুযোগ পেলেই যাওয়ার খুব ইচ্ছা আছে লাদাকে।
Apurbo apurbo, etokhon nijer modhye chilam na,sab kichur modhye hariye gechilam,ki bolbo vasa nei,asadharon
শুরুতে "দেয়া-নেয়া" দিয়ে আজকের ভূমিকাটা অসাধারণ ছিলো...
শুরু থেকে শেষ সবটাই মন ছুঁয়ে গেল, অসাধারণ পর্ব, আপনারা এই ভাবে এগিয়ে যান। আপনার এই নিরন্তর উপস্থাপনা আমাদের ভালো থাকার অক্সিজেন যোগায়।
এমন সব জায়গা দেখালেন যার বিষয়ে কিছু বেশি জানতাম না। আপনাদের less known destination গুলি cover করবার আইডিয়া খুব ভালো।
আপনাদের চোখ দিয়ে সুন্দর ভারত কে নতুন করে চিনছি।
অশেষ ধন্যবাদ।
Asadharon video. Asadharon Turtuk. Baro screen e dekhlam daruuun laglo. Leh, Ladakh ei series er pratiti parboi daruuun lagchhe.
ভূগোল আর ইতিহাসের সঙ্গে এই পর্বটা অসাধারণ লাগল। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, প্রাসাদের ইতিহাসের সঙ্গে শিবাজীর অসাধারণ ধারাভাষ্য এই পর্বটাকে অনবদ্য করে তুলেছে। আপনাদের চারজনকেই প্রচুর ধন্যবাদ। পরের পর্বের অপেক্ষায় থাকলাম আরো একটা অসাধারণ পর্ব দেখার জন্য।
সত্যিই কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সৃষ্টিকর্তা যেন সবকিছু এখানেই ঢেলে দিয়েছেন , কোন খামতি রাখে নাই।
দু চোখ ভরে শুধু দেখেই গেলাম।
আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
অপূর্ব দৃশ্য দেখে অভিভূত, লাডাক যাওয়া হয় নি, দেখে উজ্জীবিত হলাম, ওখানে গেলে এই উপস্থাপনা দারুন কাজে লাগবে, শুভেচ্ছা রইলো,আপনার ভিডিও দেখে বিজন বাড়ী চেতনা ফার্ম হাউজে ৩ দিন কাটিয়ে এলাম ,দারুন ,রবি প্রধান মহাশয়ের অতিথি সেবা অতুলনীয়।।ভালো থাকবেন।।
সত্যিই অসাধারণ লাগলো আপনাদের লাদাক। বেশ বেশ exclusive. এছাড়াও অনেক তথ্যসমৃদ্ধ ও আকর্ষক। সবচেয়ে বড়ো কথা শারীরিক ভাবে না যেতে পারলেও আফশোস অল্প বিস্তর কম হবে। ধন্যবাদ তিন জনকেই।
তুর্তুক এর অসাধারণ সৌন্দর্য দেখে খুব মুগ্ধ হলাম। এর সঙ্গে যাবগো রাজবংশের ইতিহাস ও ঐতিহ্য সমন্ধে অনেক কিছু জানলাম। তুর্তুকে এই রকম রাজবংশের ইতিহাস অনেকেই জানেন না। এই ইতিহাস জানানোর জন্য আপনাদের শুভেচ্ছা জানালাম।
অসাধারণ লাগলো তোমাদের হাত ধরে অপরূপা তুর্তুকগ্ৰাম বেড়াতে। একদিকে পাহাড় আর অন্য দিকে গমের চারার সবুজ ক্ষেত, দুর্দান্ত। রাজবাড়ীতে ও ঘুরে বেড়ালাম তোমাদের সৌজন্যে। সবমিলিয়ে অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্য, তার সঙ্গে তোমাদের দৃশ্য বর্ণনা। খুব, খুব, খুব ভালো লাগলো। ভালো থেকো তোমরা। সবথেকে মজার বিষয় হলো আমার সকাল, সকাল বেড়িয়ে পরার সমস্যা নেই।যখন ফ্রি থাকিস তখন ই বেড়িয়ে পড়ি। কী মজা । তাই না?
মুগ্ধ হলাম !!!! এত সুন্দর উপস্থাপনা যাকে বলে presentation straight from heart ---- অনেক কিছু জানলাম আর আপনাদের সঙ্গে আমারও ভ্রমণ করলাম
Protita vdo chokh ar mon jurono....oshombhob bhalo lagche,bhashai prokash korte arbo na... thank you so much,ato shundor upohar deoar jonno...bhalo thakben❤
😊👌❤️❤️❤️ অসাধারণ সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য হোলো আপনাদের দুজনের সাথে । সিয়াচেন পর্বের অপেক্ষায় রইলাম
তুরতুক গ্রামের সৌন্দর্য যেন স্বর্গীয়, আর আপনার বাচনভঙ্গি তো অসাধারণ, কতো কিছু জানলাম। গ্রামের রাজা মশাই কে প্রথমে ভেবেছিলাম স্ট্যাচু, পরে ভুল ভাংলো। পাকিস্তানের বর্ডার তার সাথে ব্যাঙ্কার শিহরিত করলো। আপনারা দুজনেই এতো সুন্দর করে ও মজা করে কথা বলেন যে, ভারি ভালো লাগে আপনাদের কথাবার্তা ও খুনশুটি দেখতে।
কী যে ভালো লাগলো! মন্ত্রমুগ্ধের মতো দেখলাম। ধন্যবাদ আপনাদের।
ek kothy darun , tomader chok diye sorgo dekchi, ei rakm j poribes ei prithibite ache , satti darun , thank you so much,,, love u ....
amader shottikarer itihash unmochon korar jonno onek dhonnobad.. Aponader videogulo onoboddo
কি ভাবে বলবো ভাষা খুঁজে পাচ্ছিনা। আরও একটা সুন্দর ভিডিও দেখলাম। অনেক অনেক ধন্যবাদ দাদারা।
Aami Mugdho...anek Itihas ganlam...Khub Sundor
Apurbo osadharon.. Aapnader jonoi prakritik sundar drisho dekha sombhov hoche.. Khub khub bhalo thakben aapnara❤❤
মন প্রাণ হৃদয় ভরপুর আনন্দ উপভোগ আমি এবং আমরাও করছি ... তুরতুক অবশ্যই অনন্য সৌন্দর্যময় .... আরও বেশি পরিণত সুন্দর শিবাজী বাবু, পৃথ্বীজিৎ বাবু এবং উৎপল বাবুর পরিবেশনায় ...
বুম্বা চক্রবর্তী
বরানগর
সত্যি এ এক অনবদ্য অনুভূতি আপনাদের লাদাখ ভ্রমন সার্থক এবং আমরাও এই মানস ভ্রমন করে অভিভূত।
খুব সুন্দর তথ্যবহুল ভিডিও দিয়েছেন। একটা অজানা ইতিহাস জানতে পারলাম। সাথে এতো সুন্দর পরিবেশ ও দৃশ্য দেখে মুগ্ধ হয়েছি। মনে হচ্ছে লাদাখ আমায় ডাকছে। ভালো থাকবেন।
আর কোন কথা নাই অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ভালো লাগলো
Onek information pelam apnar video r madhyome khub valo laglo mugdho hoye gelam. Valo thakun.
এক কথায় দারুন। কবে যেতে পারবো জানি না তবে দেখে চোখ, মন, প্রাণ সব একসাথে জুড়িয়ে গেলো।।।
Pritheejet dada and Shibaji da are really two good friends.Best!Vest!Best!❤❤❤❤❤❤❤❤❤❤❤
আমি সাধারণত আপনার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে থাকি..এবার একটু দেরি করে ফেললাম.. তূর্তুক আমার দেখা তবে আপনাদের সঙ্গে আবার দেখে মন ভরে গেল..নস্টালজিক হয়ে গেলাম...অনেক ধন্যবাদ আপনাদের..খুব খুব ভালো থাকুন আপনারা ❤❤❤❤❤
ei series er episodes gulo ekbar dekhe pran bhorchena.. ahaaa!!
উপলব্ধির কোনো সীমা নেই। জীবন দর্শনে এই অপরূপ প্রাকৃতিক শোভা শুধুই অনুভূতিতে নয়, হৃদয়ে বিজরিত। ভালোবাসা আর কুর্নিশ অহর্নিশ। ভালো থেকো। ❤❤❤❤❤❤
Sottiee... Durdantto ekta Experience holo, aapnar video er maddhome ShibajiDa, enjoyed throughout.
অপূর্ব ! লাদাখ গেছি ,কিন্তু এভাবে দেখিনি । আফসোস হচ্ছে এ জীবনে আর হবে না ।
যাইহোক তোমাদের সাথেই খুব ভালো করে ঘুরে নিলাম ।
ভালো থেকো তোমরা ।
লাদাখ পর্ব অসাধারণ লাগছে, প্রেমে পড়ে গেছি লাদাখের। সম্ভবত এবছরই আগস্ট মাসে চলেছি এই অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য দর্শনে।
অপূর্ব বললেও অনেক অনেক সামান্য বলা হবে শিবাজিদা। যা যা দেখছি সেই সব সত্যি ভাবছি আপনি ওখানে গিয়ে যে ভাবে বোঝাচ্ছেন তার কথা আর কি প্রশংসা করবো তাও কম বলা হবে আর সৌন্দ্যর্যের কথা লিখতে গিয়ে কি লিখবো ভেবেই পাচ্ছি না এতোটাই সুন্দর। আর আপনাদের কথা তাও এতো সুন্দর ওদের সৌন্দর্জের সাথে মিলে গেছে। যা যা দেখলাম তাতে চুপ করে ভাবছি কি দেখলাম সবকিছুই তো খুব খুব সুন্দর।
দারুন দারুন লাগছে, এতো সুন্দর জায়গা, নিজের চোখে দেখতে ইচ্ছে করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবে ঘুরে বেড়িয়ে আনন্দে থাকবেন।👍👍👍
ভিডিও দেখে মন ভরে গেল । অপূর্ব দৃশ্য দেখলাম ।।
চোখ জুড়ানো মনমুগ্ধকর দূশ্য দাদা
দাদা আপনাদের ব্লগ গুলো দেখি বাংলাদেশ থেকে খুব ভালো লাগে আমার।
আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।
শুধু সুন্দরকে ছোঁয়া ও উপলব্ধি করা। কিছু বলার নেই। কোনো ভাষা নেই।❤❤❤
Journey ta to osadharon.... place ta Darun... history jante Amer khub bhalo lage....khub sundor bolechen....👌👌
অসাধারণ।বলার ভাষা খুঁজে পাচ্ছিনা। অনেক ধন্যবাদ। অভিনন্দন।
এই মুহূর্তটা এখন দেখছি আর গায়ে কাঁটা দিচ্ছে । সত্যি অসাধারণ ❤️
Network er baire thakai comment korte deri hoe galo. Osadharon laglo video ta...
লাডাকের অনেক ভিডিও দেখেছি কিন্ত এভাবে কেউ দেখায় নি। আমাদের শারীরিক অবস্থার জন্য হয়তো কোনদিন যাওয়া হবেনা কিন্ত সত্যিই বলছি এতো চমৎকার ভিডিও যে আমাদের কোনো আফসোস রইল না ঘোরা হয়ে গেল । খুব আনন্দ করে দেখি । পরের ভিডিও র অপেক্ষায় অধীর আগ্রহে বসে থাকি ।
খুব সুন্দর লাগলো, পরের অংশ দেখার জন্য অপেক্ষায় রইলাম
অসাধারণ লাগলো। এতো সুন্দর প্রকৃতি , অপূর্ব। আমরা জুনের প্রথম সপ্তাহে যাচ্ছি এই জায়গায়। তখন এই জায়গাটা কেমন থাকে সেটাই ভাবছি।
অসামান্য প্রাকৃতিক দৃশ্য দেখলাম ,অপূর্ব লাদাখ থাকবে মনের মণিকোঠোয়। কি অদ্ভুত সুন্দর ,আপনার চোখ দিয়ে আমরাও ঘুরলাম। অনেক অনেক ধন্যবাদ। ❤❤
ভাষা নেই আপনাদের,, feeling jealous... thanks