আজকে যখন এই ভিডিও রিলিজ হলো তখন আমরা সিয়াচেন এ। আজ ফিরে রাতে আবার পরের পর্ব এডিট করতে বসব। এত ঠান্ডায় রাতে কাজ করা খুব মুস্কিল, তাও চেষ্টা করব পরের পর্ব শুক্র বার দিতে। Description box টা একবার চেক করে নেবেন। Instagram এ সিয়াচেন থেকে একটা লাইভ করেছি, দেখে নিতে পারেন। ভালো থাকবেন সকলে। ❤❤❤
বিশেষণের পর বিশেষণ যোগ করলেও আজকের পর্ব কে তারিফ করা যাবে নে । সত্যি এক অনবদ্য অভিজ্ঞতা র সাক্ষী হতে রইলাম । পল বাবুকে অজস্র ধন্যবাদ ও দুই মহারথীদের সেলাম ।
আমার ভোট টা লন্ডনের জন্য ছিল। কিন্তু আমার দেশ যে বিদেশের থেকে হাজার গুণে সুন্দর তা আজকের ভিডিও দেখলেই বোঝা যায়। এত সুন্দর ও অনবদ্য অভিজ্ঞতা আপনার চোখ দিয়ে দেখেও যে উপভোগ্যতা পেয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। পরের ভিডিও -এর অপেক্ষায় রইলাম।
সব জায়গাই unique, সব জায়গাই তার নিজস্ব স্বাতন্ত্র্যে, নিজস্ব মৌলিকত্বে, নিজস্ব সৌন্দর্য্যে, নিজস্ব সংস্কৃতিতে সুন্দর। একটার সঙ্গে অন্যটার তুলনা করার কোনো মানেই হয় না। হিমালয়ের সৌন্দর্য্য, অ্যামাজনের জঙ্গল বা অরোরা- সব কিছুই Explorer_Shibaji এর ক্যামেরায় তথ্যসমৃদ্ধ হয়ে উঠে আসুক, এই আশা রাখি।
অপূর্ব! বৃদ্ধ বয়সে, অশক্ত শরীরে আপনার ও আপনার সহযোগীদের তোলা ভিডিওটি দেখে মুগ্ধ হয়েছি। নৈসর্গিক প্রকৃতির সৌন্দর্য ও সামাজিক অনুষ্ঠানের ছবিতে এই ভিডিওটি আপনাদের সবচেয়ে ভালোর মধ্যে একটি।
আমি গর্বিত আমি ভারতীয়। আগামী জন্মেও যেন এই ভারতভূমিতে আসতে পারি। অপূর্ব লাদাখ। খুব ভালো লাগছে। এই উৎসবটা দেখে মনপ্রাণ ভরে গেল শিবাজী দা ও পৃথ্বীজিৎ দা।❤❤ (from Belgharia, Nimta)
We are extremely enjoying your videos. ❤ We are interested to visit Apricot Festival and other places in Ladakh next year with you. Please consider us for next Ladakh trip as a extended family of Shibaji Explorer. 😊❤
আহা কি অসাধারণ করে শুরু করল্রে! শিক্ষার সঙ্গে সংস্কৃতির মেলবন্ধনে তোমাদের ভ্লগিং একটা অন্য উচ্চতা লাভ করেছে। লাদাখ গেলেও এভাবে দেখা সবার পক্ষে তো সম্ভব নয়। সেখানে তোমাদের চোখ দিয়ে দেখে আমরা আপ্লুত হই..❤❤
*_বাহ, এই ভিডিওটি লাদাখের প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সারাংশ তুলে ধরেছে! এপ্রিকট ব্লসম ফেস্টিভ্যালটি একটি অবিশ্বাস্য উদযাপনের মতো দেখাচ্ছে এবং আমি তুষার-ঢাকা চূড়ার পরিপূরক প্রাণবন্ত এপ্রিকট গাছ দেখে অবাক হয়েছি। 🌸🏔️ বাগানের মধ্য দিয়ে ইন্টারঅ্যাকটিভ প্রদর্শনী, ঐতিহ্যবাহী সঙ্গীত এবং নির্দেশিত পদচারণা এটিকে আরও বিশেষ করে তোলে। এই মনোমুগ্ধকর অভিজ্ঞতা শেয়ার করার জন্য এক্সপ্লোরার শিবাজিকে ধন্যবাদ! 🙌🎥 _**_#garkone_**_ _**_#apricotblossom_**_ _**_#ladakh_**_ _**_#ladakhtourism_**_ _**_#explorershibaji_*
শিবাজী,পৃথ্বিজিতকে ধন্যবাদ,এই বৃদ্ধিতে ব্রেণষ্ট্রোক আক্রান্ত শল্য চিকিৎসার পর অধিকাংশ সময় বিছানায় শুয়ে বসে দেশ দেশান্তরে ঘুরছে,আমার যৌবনেও কল্পনাতেও ছিলনা। আবার ধন্যবাদ।
জানা ছিল ওদিকে নির্ভেজাল আর্যদের বসবাস আছে, যারা অপরূপ দেখতে। কিন্তু এই প্রথম তাদের দেখতে পেলাম আপনাদের জন্য। কি ভয়ংকর সুন্দর প্রকৃতি, কি কঠিন জীবন আর দেবশিশুদের মত সুন্দর মানুষজন ... সবচেয়ে যেটা ভাল লাগছে যে প্রকৃতি বা এদের জীবন যাত্রায় এখনও কৃত্রিমতার ছোঁয়া লাগেনি। পৃথ্বীজিতকে এত উচ্ছ্বল ও আনন্দিত আগে কখনও দেখিনি। শিবাজী আপনাকে সত্যিই 'রাজার জামাইয়ের ' মত লাগছিল 😊 শিবাজী, পৃথ্বীজী ও পলজী অসংখ্য ধন্যবাদ অনবদ্য পর্বটির জন্য এবং নববর্ষের শুভেচ্ছা।
লাদাখের আর্য গ্রাম ভ্রমণ এবং Apricot Blossom Festival সহ গ্রামের বাসিন্দাদের বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহনের মাধ্যমে ওখানকার সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য্যের সাথে পরিচিত হওয়া সত্যি আপনাদের কাছে এক life time experience। আর আপনাদের সৌজন্যে আমরাও এই অনন্য অভিজ্ঞতার সাক্ষী হলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ। keep it up brothers.
না, এই পর্ব টি সম্পর্কে কোন মন্তব্য করার ভাষা খুঁজে পাচ্ছিনা। অসম্ভব সুন্দর দৃশ্য সব। উৎসব, বিয়ে বাড়ী দারুন দারুন সব অভিজ্ঞতা। ভিডিও টি শুরুই হল একটা অসাধারণ ভূমিকা দিয়ে। দারুন দারুন। ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ পল ভাই কে এমন একটা খুব খুব সুন্দর ভিডিও দেখতে পেলাম তার জন্য। এটাও অনেক দিন মনে থাকবে। দুজনের নাচ বেশ ভালো লাগলো। লাদাখ যাবার জন্য অপেক্ষায় থাকবো। সবাই ভালো থাকবেন 💐
আপনাদের এই পুরো পর্ব টা দেখলাম খুবই অসাধারণ লেগেছে। শিবাজী দা কে ট্রেডিশনাল টুপিটাতে যা লাগছিল এবং সিন্ধু নদ ও এপ্রিকট ফুলের দৃশ্যটা অতুলনীয় জীবনে কখনো ভুলার মত না। এপ্রিকট ব্লসোম ফেস্টিভাল এক আলাদাই সুন্দর উপলব্ধি। খুব খুব ধন্যবাদ শিবাজীদা ও পৃথ্বীজিৎদা 🙏🙏
Darun sundar. Ladakher protiti jaigai bhayankar sundar. 10 bachor aage ghurechi Ladakh. Kintu ei festival ta natun... Asadharan. Take care of your health. Thanks.
প্রকৃতি আর ওখানকার মানুষের মধ্যের মিলন অসাধারণ। শিবাজীর যথাসাধ্য প্রয়াস সত্বেও আমার ধারণা নিজের চোখে না দেখলে এই সৌন্দর্যের স্বাদ আর অনুভূতির ভাগ দেয়া প্রায় অসম্ভব। স্থানীয় বিয়ের আর এপ্রিকট উৎসব খুব ভাল লাগল। পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম।
অপূর্ব ,সুন্দর বললেও কম বলা হবে পর্বটি সম্পর্কে। আমার ভোট টা লাদাখেই ছিল এই প্রকৃতিকে দেখার জন্যে। ওখানকার সংস্কৃতিকে বড্ড কাছে থেকে দেখলাম।বারবার দেখতে ইচ্ছে হবে এমন পর্ব।খুব ভালো স্যার। ভালো থাকবেন।
আমি গত বছর উৎপলদার সাথে লাদাখ গেছিলাম।দারুণ অভিঞ্জতা।আমি এখনই বুক করলাম আগামী বছর আমি আপনাদের সাথে আবার যাবো।আর যদি পৃথ্বিজীৎ দা ঐ সময় বিয়েটা করেন,তাহলে লাদাখী বিয়েটাও দেখা হয়ে যাবে এই আশায় রইলাম।
পৃথিবী এত সুন্দর, মানুষের আধিপত্যবাদ ও সন্ত্রাস পৃথিবীর অপার সৌন্দর্যের স্থাপনাকে কলুসিত করে চলেছে।অজানা লাদাখি কালচারে উপস্থিত হয়েছি মনে হচ্ছে।অপূর্ব।
ভ্লগিং,প্রচার,অর্থকড়ি সব জীবনের একটা দিকে থাকবে।কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে স্থানীয়দের সঙ্গে মিলেমিশে যে অসাধারণ কিছু মুহূর্তের সাক্ষী হচ্ছেন,সেগুলো অমূল্য।সারাজীবনের সম্পদ।লাদাখ ট্যুরের ভিডিও খুব ভাল লাগছে।সাবধানে থাকবেন।
ভারত আমার ভারতবর্ষ, ভারত আমার স্বপ্ন রে, এই ভারতে জন্মে মোরা হয়েছি সবাই ধন্য রে। এই বিশাল দেশ লে থেকে কন্যাকুমারী ও মেঘালয় থেকে মরুরাজ্য এই নিয়ে আমাদের গর্বের ভারত। ❤❤। আপনাদের অসংখ্য ধন্যবাদ না জানিয়ে পারছি না। এই ভারত ভ্রমণের জন্য। WE❤ U.
পবিত্র কোরআনে বলা আছে জান্নাত এত সুন্দর যে চোখ কখন ও দেখেনি আর যে মন কখনও চিন্তা করেনি, আল্লাহতালা পৃথিবীকে এত সুন্দর করে তৈরি করেছে তাহলে জান্নাতে আমাদের জন্য কি তৈরি করে রেখেছে...এটা চিন্তা করেই আমার চোখে পানি চলে আসছে....অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে...❤
সত্যিই এক কথায়, অপূর্ব,অসাধারণ, মনোমুগ্ধকর, অবর্ণনীয়, ইত্যাদি ইত্যাদি,, শিবাজী দা কে অসংখ্য ধন্যবাদ,, এমন video কম ই দেখেছি,,এক কথায় সেরা বলা যায়,, এই ভিডিও দেখার পর নিশ্চিতভাবে পর্যটক সংখ্যা বাড়বে,, শুধু ভয় ফুল ছিঁড়ে কানে গুঁজে সেলফি তোলা সেই সব পর্যটক কে নিয়ে,, এত সুন্দর প্রকৃতিকে যেন কারুর ভুলের মাশুল গুনতে না হয়,, আমাদের দেশ এত টাই সমৃদ্ধ যে এক জীবনে সবটা দেখা হবে বলে মনে হয় না,,
এত সুন্দর জায়গা পৃথিবীতে আছে! আহ,আমার পৃথিবী। অথচ এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে?এত সুন্দর ভিডিও দেখতে দেখতে চোখে পানি চলে এসেছে। যদি কোনদিন সুযোগ পাই নিশ্চয়ই দেখতে যাব।অনেক ভালোবাসা নিবেন বাংলাদেশ থেকে। ❤
This video is exclusive awesome, specially like this "Arya Gram" Aprikot Blossom Festival. মন ভরে গেলো আশপাশের মনরোম দৃশ্য দেখে। সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। 👍🙏
অপূর্ব অসাধারণ দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। বলার মতো কোন ভাষা নেই। বয়স হয়ে গেছে যেতে পারবোনা তাই তোমাদের চোখ দিয়ে দেখছি। সব ভিডিও দেখার চেষ্টা করি। খুব ভালো থেকো তোমরা। ভীষণ ভীষণ ভালো লেগেছে। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
এতো সুন্দর লাদাখ এর আগে কখনো দেখেনি দাদা ।আপনাদের চোখ দিয়ে আজ দেখলাম 👌❤️ যদি আগামী বছর আপনার এই পরিবারদের নিয়ে লাদাখ grup tour করেন তাহলে যাওয়ার ইচ্ছে রইলো। আপনার কাশ্মীর ভিডিও দেখে এই বছর কাশ্মীর ঘুরে আসলাম ।
তিন দিনে এই ভিডিওটি অনেক বার দেখলাম সত্যিই নীল আকাশ উপরে, নীচে সবুজ সিন্ধু নদ আর মাঝে সাদা ফুলের সমারোহ অদ্ভুত সুন্দর। ড্রোন থেকে পাহাড় আর পাহাড় এর গায়ে রং আর গ্রামের ছবি মুগ্ধ করে দিল। প্রথম দেখে মন্তব্য করেছিলাম কিন্তু আবার ও এই অসাধারণ পর্ব টি সম্পর্কে জানতে ইচ্ছা করছিল। অনেক শুভেচ্ছা রইল।
সত্যিই এপ্রিকট ব্লুজম ফেস্টিভ্যাল অসাধারণ লাগলো।আমরাও লাদাখ গেছিলাম একটি টুর কোম্পানির সঙ্গে কিন্তু অ্যার্য গ্রাম সম্পর্কে কোনো ধারণা ছিলনা। তোমরা যদি সত্যিই সামনের বৎসরে যাও তোমাদের সাথেই যাবার ইচ্ছে রইলো। ❤
শিবাজী বাবু,ঐ আনন্দ ছবির ঐ dialogue এই পরিপ্রেক্ষিতে আপনার মত আমাকেও চোখের কোণে জল এনে দিল এই ৬৬ বছর বয়সে। প্রকৃতি অব্যক্ত ভাবে আমাদের অনেকেরই মনে ছাপ ফেলে দেয়। খুবই সুন্দর শুরু করলেন। ভালো থাকবেন।
খুব সুন্দর ভিডিওটা। গতবছর আগস্টে আমাদের যাওয়ার কথা ছিল। কোন এক বিশেষ কারণে যাওয়া হয়নি। তবে আপনার ভিডিওতে আর্য গ্রামের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম।
অপূর্ব সুন্দর । আপনারা যে সব অসাধারণ অবর্ণনীয় সৌন্দর্য দেখালেন তা সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না ।তবে খুব লোভ হচ্ছে একবার নিজের চোখে সামনে থেকে দেখতে ।জানি না সুযোগ পাব কিনা ।ভালো থাকবেন ।ফাটিয়ে মজা করুন ।😊
লাদাকের আর্যগ্রাম অসাধারণ আর ও একটি ব্লগ। যেতেই হবে এখানে , অবশ্যই 9 থেকে 14 ই এপ্রিলের মধ্যে। ওখানকার জনজীবন র মধ্যে যে আন্তরিকতা, আতিথিয়তা আপনারা তুলে ধরেছেন তা অতুলনীয়। অপেক্ষায় থাকলাম পরবর্তী ব্লগে জন্য।
আমি নিজেও খুব অন্যরকম ঘুড়তে ভালোবাসি এবং ঘুড়ি ও, আপনার বেশির ভাগ ট্রাভেল ভ্লগ ই দেখি, সব সময় হয়তো কমেন্ট করা হয় না, কিন্তু আজকের এই ব্লগটি একদম অন্য লেভেল এর হয়েছে সব দিক থেকে, ভাগ্য যেমন আপনাকে সাহায্য করেছে, আপনিও তার যথাযত মর্যাদা দিয়ে তাকে ধরতে পেরেছেন আপনার কথায় আর ছবিতে। ভালো করে বেড়ান, সুস্থ থাকুন, সব এপিসোড ই দেখব , আমি জাস্ট গত বছর ই লাদাখ গেছিলাম। তাই আরো ভালো লাগছে বোধহয়। কিন্তু আবারো বলছি এই ব্লগ টি একদম ইন্টারন্যাশনাল লেভেল এর হয়েছে।
আজকে যখন এই ভিডিও রিলিজ হলো তখন আমরা সিয়াচেন এ। আজ ফিরে রাতে আবার পরের পর্ব এডিট করতে বসব। এত ঠান্ডায় রাতে কাজ করা খুব মুস্কিল, তাও চেষ্টা করব পরের পর্ব শুক্র বার দিতে। Description box টা একবার চেক করে নেবেন। Instagram এ সিয়াচেন থেকে একটা লাইভ করেছি, দেখে নিতে পারেন। ভালো থাকবেন সকলে। ❤❤❤
Oo woww.
Nischoi dekhbo.. thank you 😊💐🙏❤
শিবাজী দা, বাংলায় মারাত্মক গরম।
@@avikmajumder7034 হ্যাঁ, ফেরার পর কি হবে তাই ভাবছি।
@@explorershibaji বেলা ১২ টার পর বাইরে বেরোনো যাচ্ছে না। লু বইছে ও খুব রোদের তেজ।
Ki apurbo chokh juriye gelo
এপ্রিকট ব্লসম উৎসব অপূর্ব লাগল, দারুণ উপভোগ করলাম। এর সৌন্দর্য গ্রামটির শোভা বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে পাশ দিয়ে বয়ে চলা সিন্ধু নদ দেখে মুগ্ধ।সত্যিই ভিডিওটি দুর্দান্ত, ভাল লাগল 👌👌👌
লাদাখের ভিডিও তো কম দেখিনি , সেসব ছোটগল্পের মতো ভালো লেগেছে.... কিন্তু আপনার ভ্লগ??এ তো পুরো উপন্যাস হয়ে গেল ❤
জীবন সার্থক শিবাজি বাবু আপনার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার হয়ে। ভালো থাকবেন, আপনার চোখ দিয়েই এই অদেখা পৃথিবীর রূপ দেখতে পাই....❤
বিশেষণের পর বিশেষণ যোগ করলেও আজকের পর্ব কে তারিফ করা যাবে নে । সত্যি এক অনবদ্য অভিজ্ঞতা র সাক্ষী হতে রইলাম । পল বাবুকে অজস্র ধন্যবাদ ও দুই মহারথীদের সেলাম ।
😊❤
অসাধারণ
কমেন্ট করার ভাষা নেই শুধু বলবো স্বর্গ দর্শন আর স্বর্গীয় অনুভুতি লাভ করলাম। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏🙏🙏
আমার ভোট টা লন্ডনের জন্য ছিল। কিন্তু আমার দেশ যে বিদেশের থেকে হাজার গুণে সুন্দর তা আজকের ভিডিও দেখলেই বোঝা যায়। এত সুন্দর ও অনবদ্য অভিজ্ঞতা আপনার চোখ দিয়ে দেখেও যে উপভোগ্যতা পেয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। পরের ভিডিও -এর অপেক্ষায় রইলাম।
সব জায়গাই unique, সব জায়গাই তার নিজস্ব স্বাতন্ত্র্যে, নিজস্ব মৌলিকত্বে, নিজস্ব সৌন্দর্য্যে, নিজস্ব সংস্কৃতিতে সুন্দর। একটার সঙ্গে অন্যটার তুলনা করার কোনো মানেই হয় না। হিমালয়ের সৌন্দর্য্য, অ্যামাজনের জঙ্গল বা অরোরা- সব কিছুই Explorer_Shibaji এর ক্যামেরায় তথ্যসমৃদ্ধ হয়ে উঠে আসুক, এই আশা রাখি।
Jaygata Bangladeshi blogger er bhasay ASTHIR sundor...
Aryan marriage festival with a cap in ur head excellent.thanks.
অপূর্ব! বৃদ্ধ বয়সে, অশক্ত শরীরে আপনার ও আপনার সহযোগীদের তোলা ভিডিওটি দেখে মুগ্ধ হয়েছি। নৈসর্গিক প্রকৃতির সৌন্দর্য ও সামাজিক অনুষ্ঠানের ছবিতে এই ভিডিওটি আপনাদের সবচেয়ে ভালোর মধ্যে একটি।
আমি গর্বিত আমি ভারতীয়। আগামী জন্মেও যেন এই ভারতভূমিতে আসতে পারি। অপূর্ব লাদাখ। খুব ভালো লাগছে। এই উৎসবটা দেখে মনপ্রাণ ভরে গেল শিবাজী দা ও পৃথ্বীজিৎ দা।❤❤ (from Belgharia, Nimta)
অপূর্ব অপূর্ব লাদাখের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম।তোমাদের জন্য লাদাখ দেখা হল।সব কিছু খুব সুন্দর ।❤❤
Ja pap korechen agami 1000 bochore o akhane aste parben na 😅
Dada thikei bolecho
We are extremely enjoying your videos. ❤ We are interested to visit Apricot Festival and other places in Ladakh next year with you. Please consider us for next Ladakh trip as a extended family of Shibaji Explorer. 😊❤
Shibajida cap ta vloi lgchilo.prithijit da k porate parten
আহা কি অসাধারণ করে শুরু করল্রে! শিক্ষার সঙ্গে সংস্কৃতির মেলবন্ধনে তোমাদের ভ্লগিং একটা অন্য উচ্চতা লাভ করেছে। লাদাখ গেলেও এভাবে দেখা সবার পক্ষে তো সম্ভব নয়। সেখানে তোমাদের চোখ দিয়ে দেখে আমরা আপ্লুত হই..❤❤
বিবাহিত আর অবিবাহিত নিয়ে খুন শুটি টা দারুণ লাগে।পৃথ্বীজিৎ দা দারুণ দারুণ উদাহরণ দেন।
Prithwijit Babu eto ardek age er blue eyed person. tabey Tai hok amra o sibaji babur sathey sahamat
দারুন , দুরন্ত , অসাধারণ, অসম্ভব সুন্দর । আমিতো কোন দিন যেতে পারব না আপনার চোখ দিয়েই উপলব্ধি করলাম। ভাই আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন ।
আপনার এক একটা ভিডিওর শুরুটা দেখলে আর কথাগুলো শুনলে নতুন করে বাঁচার ইচ্ছা জাগায়, অনেক শুভেচ্ছা আপনাদের জন্য
শুরুতেই তো ফাটিয়ে দিয়েছেন। ওই কথার পর বিশ্বাস করুন আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সত্যি জীবন তো এমনিই চাই।
এক কথায় অসাধারণ। লাদাখের এই রূপ আগে কখনও দেখেনি। আপনাদের অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন। ও হ্যাঁ ওদের টুপিটা সত্যি খুব সুন্দর।
লাদাখের আর্য গ্রামের অপ্রিকোট গাছের সমারোহ দেখে মনে হচ্ছে বিদেশের কোনো গ্রাম, বা জায়গা, অপূর্ব সুন্দর, লাল শার্ট এ আপনাকে ভারী সুন্দর দেখাচ্ছে।
অসাধারণ আমি সৌদি আরব থেকে দেখেছি আমি যা কিছু দেখেছি যা জীবনেও কোনদিন দেখেনি সবকিছু অদ্ভুত মনে হলো।
আমি তো স্বপ্নেও ভাবিনি যে এই রকম দৃশ্য দেখব, সবাই আপনাদের কৃপায়। ভালো থাকবেন। আপনাদের সফর দীর্ঘজীবী হোক।
এক কথায় অসাধারণ একটা পর্ব , কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না , ওঃ কি দৃশ্য দেখালেন , উপরি পাওনা আর্য গ্রামের উৎসব , ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ , পরের পর্বের অপেক্ষায় রইলাম ।
*_বাহ, এই ভিডিওটি লাদাখের প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সারাংশ তুলে ধরেছে! এপ্রিকট ব্লসম ফেস্টিভ্যালটি একটি অবিশ্বাস্য উদযাপনের মতো দেখাচ্ছে এবং আমি তুষার-ঢাকা চূড়ার পরিপূরক প্রাণবন্ত এপ্রিকট গাছ দেখে অবাক হয়েছি। 🌸🏔️ বাগানের মধ্য দিয়ে ইন্টারঅ্যাকটিভ প্রদর্শনী, ঐতিহ্যবাহী সঙ্গীত এবং নির্দেশিত পদচারণা এটিকে আরও বিশেষ করে তোলে। এই মনোমুগ্ধকর অভিজ্ঞতা শেয়ার করার জন্য এক্সপ্লোরার শিবাজিকে ধন্যবাদ! 🙌🎥 _**_#garkone_**_ _**_#apricotblossom_**_ _**_#ladakh_**_ _**_#ladakhtourism_**_ _**_#explorershibaji_*
শিবাজী,পৃথ্বিজিতকে ধন্যবাদ,এই বৃদ্ধিতে ব্রেণষ্ট্রোক আক্রান্ত শল্য চিকিৎসার পর অধিকাংশ সময় বিছানায় শুয়ে বসে দেশ দেশান্তরে ঘুরছে,আমার যৌবনেও কল্পনাতেও ছিলনা। আবার ধন্যবাদ।
লাদাখের সৌন্দর্য তো অপূর্ব বটেই তার সঙ্গে সঙ্গে ওখানকার কালচার এবং বিয়ের অনুষ্ঠানটি দেখে মন ভরে গেল❤❤❤❤❤❤❤
পৃথিবীর প্রতিটি মানুষ যেনো "আনন্দ"র আনন্দে সবসময় আনন্দিত থাকতে পারে।আবার অসাধারন উপস্থাপনা।মনোমুগ্ধকর প্রকৃতি❤
জানা ছিল ওদিকে নির্ভেজাল আর্যদের বসবাস আছে, যারা অপরূপ দেখতে। কিন্তু এই প্রথম তাদের দেখতে পেলাম আপনাদের জন্য। কি ভয়ংকর সুন্দর প্রকৃতি, কি কঠিন জীবন আর দেবশিশুদের মত সুন্দর মানুষজন ... সবচেয়ে যেটা ভাল লাগছে যে প্রকৃতি বা এদের জীবন যাত্রায় এখনও কৃত্রিমতার ছোঁয়া লাগেনি।
পৃথ্বীজিতকে এত উচ্ছ্বল ও আনন্দিত আগে কখনও দেখিনি।
শিবাজী আপনাকে সত্যিই 'রাজার জামাইয়ের ' মত লাগছিল 😊
শিবাজী, পৃথ্বীজী ও পলজী অসংখ্য ধন্যবাদ অনবদ্য পর্বটির জন্য এবং নববর্ষের শুভেচ্ছা।
দারুণ দারুণ শিবাজি দা পৃথ্বীজিত দা পলজী দা তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ তোমাদের জন্যই এতো সুন্দর কিছু দেখতে পাচ্ছি।
আমি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা সদর দেখছি।
শিবাজি দা তুমি কি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলাতে বেড়াতে আসবে!, আসলে অনেক অনেক খুশি হবো
আমি বিজয় সরকার বাংলাদেশ থেকে
অপূর্ব দৃশ্য।। মন ছুঁয়ে গেলো।। লাদাখ অবশ্যই যাব।। অনেক ধন্যবাদ আপনাদের🙏❤️
এইভাবে কেউ লেঃ লাদাখ দেখায়নি কখনো। অপূর্ব ❤️
লাদাখের আর্য গ্রাম ভ্রমণ এবং Apricot Blossom Festival সহ গ্রামের বাসিন্দাদের বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহনের মাধ্যমে ওখানকার সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য্যের সাথে পরিচিত হওয়া সত্যি আপনাদের কাছে এক life time experience। আর আপনাদের সৌজন্যে আমরাও এই অনন্য অভিজ্ঞতার সাক্ষী হলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ। keep it up brothers.
না, এই পর্ব টি সম্পর্কে কোন মন্তব্য করার ভাষা খুঁজে পাচ্ছিনা। অসম্ভব সুন্দর দৃশ্য সব। উৎসব, বিয়ে বাড়ী দারুন দারুন সব অভিজ্ঞতা। ভিডিও টি শুরুই হল একটা অসাধারণ ভূমিকা দিয়ে। দারুন দারুন। ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক আনেক ধন্যবাদ। লাদাখের সুন্দর গ্রাম ও গ্রাম বাসীর জীবন ব্যবস্থা। শুকরিয়া জানাই সৃষ্টি কর্তার। তিনিই সাজিয়ে ছেন সুন্দর করে।
ধন্যবাদ পল ভাই কে এমন একটা খুব খুব সুন্দর ভিডিও দেখতে পেলাম তার জন্য। এটাও অনেক দিন মনে থাকবে। দুজনের নাচ বেশ ভালো লাগলো। লাদাখ যাবার জন্য অপেক্ষায় থাকবো। সবাই ভালো থাকবেন 💐
যতই দেখছি ততই মুগ্ধ হয়েছি ।আর মনে মনে একটা কথাই ভেবেছি ।সবার ভাগে সবকিছু হয় নাই ।নমস্কার দাদা ভাল থাকুন আর দেশ বিদেশে ঘুরতে থাকুন
আপনাদের এই পুরো পর্ব টা দেখলাম খুবই অসাধারণ লেগেছে। শিবাজী দা কে ট্রেডিশনাল টুপিটাতে যা লাগছিল এবং সিন্ধু নদ ও এপ্রিকট ফুলের দৃশ্যটা অতুলনীয় জীবনে কখনো ভুলার মত না। এপ্রিকট ব্লসোম ফেস্টিভাল এক আলাদাই সুন্দর উপলব্ধি। খুব খুব ধন্যবাদ শিবাজীদা ও পৃথ্বীজিৎদা 🙏🙏
খুব ভালো লাগলো আর্য গ্রাম তার সাথে ক্যাপ্রিকট গাছ ভালো লাগলো শিবাজী দা কে টুপিটা পড়ে ভালই লাগছিল ভালো থাকবেন সবাই❤
এরা মোসল মান দের থেকে ভালো এদের মন-মানসিকতা কত সুন্দর
খুব সুন্দর। বেড়াতে গিয়েও এই রকম দৃশ্য দেখতে পাবনা যা আপনি ভিডিও র মাধ্যমে দেখালেন।
Sonskriti bohutto bader des amader khub valo thakban
লাদাখ এর ভিডিও অনেক দেখেছি কিন্তু আপনি যে লাদাখ দেখালেন তা সত্যিই অভূতপূর্ব।এক অচেনা অদেখা লাদাখ দেখতে পেলাম আপনার জন্যই।
আনন্দ ঘন পরিবেশ, জীবনে এমন কখনো দেখিনাই, কখনো শুনি নাই।
Darun sundar. Ladakher protiti jaigai bhayankar sundar. 10 bachor aage ghurechi Ladakh. Kintu ei festival ta natun... Asadharan. Take care of your health. Thanks.
ভাসা হারিয়ে ফেলেছি আমি, One of the best video in Explorer Shibaji channel, apnara ei vabei egiye jan ❣️
😊❤
লাদাখের আর্য গ্ৰাম , এপ্রিকট ব্লসম আর এপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল অপূর্ব লাগলো, আপনাদের অসংখ্য ধন্যবাদ।
প্রকৃতি আর ওখানকার মানুষের মধ্যের মিলন অসাধারণ। শিবাজীর যথাসাধ্য প্রয়াস সত্বেও আমার ধারণা নিজের চোখে না দেখলে এই সৌন্দর্যের স্বাদ আর অনুভূতির ভাগ দেয়া প্রায় অসম্ভব। স্থানীয় বিয়ের আর এপ্রিকট উৎসব খুব ভাল লাগল। পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম।
অপূর্ব ,সুন্দর বললেও কম বলা হবে পর্বটি সম্পর্কে। আমার ভোট টা লাদাখেই ছিল এই প্রকৃতিকে দেখার জন্যে। ওখানকার সংস্কৃতিকে বড্ড কাছে থেকে দেখলাম।বারবার দেখতে ইচ্ছে হবে এমন পর্ব।খুব ভালো স্যার।
ভালো থাকবেন।
আমার ভারত সব দেশের চেয়ে ভালো। অনেক পূণ্যর ফলে এই ভারতে জন্ম হয়েছে। অনেক ভালো গ্রাম। কি পেয়েছি বড়ো কথা নয় ভারত আমাদের মায়ের মতো। এটা আমাদের গর্ব।
অবশ্যই।
Very good 😊😊☺️ বহুত ভালো লাগিছে । আরও আপোনের ভিডিও সদায় চাবোন।আমার ঘরে অসমের নলবারী জিলের টিহু র হয়। আরও আপোনেষ রংঙালি বিহুর শুভেচ্ছা দিলাম। ধন্যবাদ 😊😊😊
আমি গত বছর উৎপলদার সাথে লাদাখ গেছিলাম।দারুণ অভিঞ্জতা।আমি এখনই বুক করলাম আগামী বছর আমি আপনাদের সাথে আবার যাবো।আর যদি পৃথ্বিজীৎ দা ঐ সময় বিয়েটা করেন,তাহলে লাদাখী বিয়েটাও দেখা হয়ে যাবে এই আশায় রইলাম।
আপনাদের চোখ মন ও ক্যামেরার মাধ্যমেই কতো সুন্দর আমার দেশ ও বিদেশ ঘুরে বেড়ানোর অপূর্ব অনুভূতি হয়ে চলেছে । আপনাদের মানিকজোড় কে ধন্যবাদ
পৃথিবী এত সুন্দর, মানুষের আধিপত্যবাদ ও সন্ত্রাস পৃথিবীর অপার সৌন্দর্যের স্থাপনাকে কলুসিত করে চলেছে।অজানা লাদাখি কালচারে উপস্থিত হয়েছি মনে হচ্ছে।অপূর্ব।
অসাধারণ অপূর্ব সুন্দর লাগলো । আবারো একটি সুন্দর জায়গা দেখার সুযোগ হলো তোমাদের চোখ দিয়ে । থ্যাংকু ❤❤❤❤🇧🇩
😊❤
আমার গর্ব,আমার অহংকার,আমার শ্রদ্ধা,আমার ভালবাসা,আমার দেশ -🎉🎉 ভারতবর্ষ 🎉🎉-❤❤❤❤❤
ভ্লগিং,প্রচার,অর্থকড়ি সব জীবনের একটা দিকে থাকবে।কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে স্থানীয়দের সঙ্গে মিলেমিশে যে অসাধারণ কিছু মুহূর্তের সাক্ষী হচ্ছেন,সেগুলো অমূল্য।সারাজীবনের সম্পদ।লাদাখ ট্যুরের ভিডিও খুব ভাল লাগছে।সাবধানে থাকবেন।
ভারত আমার ভারতবর্ষ, ভারত আমার স্বপ্ন রে, এই ভারতে জন্মে মোরা হয়েছি সবাই ধন্য রে। এই বিশাল দেশ লে থেকে কন্যাকুমারী ও মেঘালয় থেকে মরুরাজ্য এই নিয়ে আমাদের গর্বের ভারত। ❤❤। আপনাদের অসংখ্য ধন্যবাদ না জানিয়ে পারছি না। এই ভারত ভ্রমণের জন্য।
WE❤ U.
পবিত্র কোরআনে বলা আছে জান্নাত এত সুন্দর যে চোখ কখন ও দেখেনি আর যে মন কখনও চিন্তা করেনি, আল্লাহতালা পৃথিবীকে এত সুন্দর করে তৈরি করেছে তাহলে জান্নাতে আমাদের জন্য কি তৈরি করে রেখেছে...এটা চিন্তা করেই আমার চোখে পানি চলে আসছে....অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে...❤
সত্যিই এক কথায়, অপূর্ব,অসাধারণ, মনোমুগ্ধকর, অবর্ণনীয়, ইত্যাদি ইত্যাদি,, শিবাজী দা কে অসংখ্য ধন্যবাদ,, এমন video কম ই দেখেছি,,এক কথায় সেরা বলা যায়,, এই ভিডিও দেখার পর নিশ্চিতভাবে পর্যটক সংখ্যা বাড়বে,, শুধু ভয় ফুল ছিঁড়ে কানে গুঁজে সেলফি তোলা সেই সব পর্যটক কে নিয়ে,, এত সুন্দর প্রকৃতিকে যেন কারুর ভুলের মাশুল গুনতে না হয়,, আমাদের দেশ এত টাই সমৃদ্ধ যে এক জীবনে সবটা দেখা হবে বলে মনে হয় না,,
অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, অনাবিল সুন্দর নানা সংস্কৃতির মেলবন্ধন❤❤❤❤
আহা, কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না, সত্যি কথা বলতে কি, এক সময় মনে হচ্ছিলো আমি ওই অনুষ্ঠানে উপস্থিত আছি, ধন্যবাদ
অসাধারণ লাগলো apricot flower গুলো দেখতে।
দারুন দারুন দারুন লাগল,আর কিছু বলতে পারছিনা,কথা শেষ……💐💐
এত সুন্দর জায়গা পৃথিবীতে আছে! আহ,আমার পৃথিবী। অথচ এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে?এত সুন্দর ভিডিও দেখতে দেখতে চোখে পানি চলে এসেছে। যদি কোনদিন সুযোগ পাই নিশ্চয়ই দেখতে যাব।অনেক ভালোবাসা নিবেন বাংলাদেশ থেকে। ❤
😊❤
This video is exclusive awesome, specially like this "Arya Gram" Aprikot Blossom Festival. মন ভরে গেলো আশপাশের মনরোম দৃশ্য দেখে। সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। 👍🙏
❤অসাধারণ ❤অপূর্ব ❤অনবদ্য❤ অভুতপূর্ব ❤দারুন দারুন ❤খুব সুন্দর ❤ দেখে চোখ জুড়িয়ে গেল ❤
অপূর্ব অসাধারণ দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। বলার মতো কোন ভাষা নেই। বয়স হয়ে গেছে যেতে পারবোনা তাই তোমাদের চোখ দিয়ে দেখছি। সব ভিডিও দেখার চেষ্টা করি। খুব ভালো থেকো তোমরা। ভীষণ ভীষণ ভালো লেগেছে। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Osadharon coverage dada. you are great ,truly and exceptional explorer and khub bhalo team... Bhalo thakun
এতো সুন্দর লাদাখ এর আগে কখনো দেখেনি দাদা ।আপনাদের চোখ দিয়ে আজ দেখলাম 👌❤️ যদি আগামী বছর আপনার এই পরিবারদের নিয়ে লাদাখ grup tour করেন তাহলে যাওয়ার ইচ্ছে রইলো। আপনার কাশ্মীর ভিডিও দেখে এই বছর কাশ্মীর ঘুরে আসলাম ।
শিবাজী দা পৃথিজিৎ দা দুজন কে ধন্যবাদ দারুন সুন্দর উপহার দিয়েছেন,,কতটা ভালো লাগলো ভাষায় প্রকাশ করা যাবে না,,❤❤❤
মায়াবী এক উপত্যকা ♥️💖যদি কখনো যেতে পারি এ জীবনে, আপনার কথাটা মনে রাখব, বাবুমশাই জিন্দেগি লম্বি নেহি বড়ি হোনা চাহায়ে, স্যালুট স্যার 🙏
অপূর্ব সুন্দর মনোরম লাদাখের গ্রামটা মনটাকে ছুঁয়ে গেল
অপুর্ব দৃ শ্য দেখলাম।এত অনন্দ পেলাম ভাষায় প্রকাশ করতে পারব না।অনেক অভিনন্দন।
দারুণ একটা ভিডিও দেখলাম।নুতন অভিজ্ঞতা, খুব উপভোগ করলাম বাংলাদেশের ঢাকা থেকে। নূতন ভিডিওর অপেক্ষায় থাকলাম।
তিন দিনে এই ভিডিওটি অনেক বার দেখলাম সত্যিই নীল আকাশ উপরে, নীচে সবুজ সিন্ধু নদ আর মাঝে সাদা ফুলের সমারোহ অদ্ভুত সুন্দর। ড্রোন থেকে পাহাড় আর পাহাড় এর গায়ে রং আর গ্রামের ছবি মুগ্ধ করে দিল। প্রথম দেখে মন্তব্য করেছিলাম কিন্তু আবার ও এই অসাধারণ পর্ব টি সম্পর্কে জানতে ইচ্ছা করছিল। অনেক শুভেচ্ছা রইল।
লাদাখের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার চোখ জোড়া সার্থক।❤❤❤
খুব ভালো অভিজ্ঞতা। আপনাদের চোখে লাদাখ.... অসাধারণ 🙏🙏
অপূর্ব লাগলো অ্যাপ এপ্রিকড ব্লসম ফেস্টিবল দেখে মন প্রাণ ভরে গেল
সত্যিই এপ্রিকট ব্লুজম ফেস্টিভ্যাল অসাধারণ লাগলো।আমরাও লাদাখ গেছিলাম একটি টুর কোম্পানির সঙ্গে কিন্তু অ্যার্য গ্রাম সম্পর্কে কোনো ধারণা ছিলনা। তোমরা যদি সত্যিই সামনের বৎসরে যাও তোমাদের সাথেই যাবার ইচ্ছে রইলো। ❤
লাদাখ যাওয়ার plan ছিলো কিন্তু কিছু সমস্যার কারণে যাওয়া হলো না এখন আপনাদের চোখ দিয়ে ই দেখছি খুবই ভালো লাগছে । সাবধানে থাকবেন ।
আমি একজন বাংলাদেশি। সৌদি আরব থেকে দেখছি। অনেক ভাল লাগলো। এক কথায় অসাধারণ
অপুর্ব, এ এক স্বর্গীয় অনুভূতি। মনের মধ্যে গেথে রাখলাম।
A gem of a situation. এই ভাবে লাদাখ আগে কোন ভিডিওতে দেখিনি।
সত্যি খুব সুন্দর জায়গা ভালো লাগলো এবং খুব সুন্দর গ্রাম, উৎসবটা খুব ভালো ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম
দারুন সুন্দর একটা ভিডিও দেখলাম। এপ্রিকট ব্লসমস , উনাদের বিবাহ উৎসবসহ সবকিছু অসম্ভব সুন্দর।
সত্যিই আর্য্য গ্রাম টা চোখের মনি কোঠায় ধরে রাখলাম, তার সঙ্গে এপ্রিকড ফুল গুলো দেখে মন মুগ্ধ হয়ে গেল, সিন্ধু নদের অসাধারণ দৃশ্য।ধন্যবাদ ❤
অতুলনীয়, হৃদয় ছুঁয়ে গেলো আর্য্য গ্রামের দৃশ্য দেখে।
aj ke ei video ta dekhlam khub sundor legeche. apricot festival ek kothai osadharon. ar apnake biyer topor e khub nice legeche.
শিবাজী বাবু,ঐ আনন্দ ছবির ঐ dialogue এই পরিপ্রেক্ষিতে আপনার মত আমাকেও চোখের কোণে জল এনে দিল এই ৬৬ বছর বয়সে। প্রকৃতি অব্যক্ত ভাবে আমাদের অনেকেরই মনে ছাপ ফেলে দেয়। খুবই সুন্দর শুরু করলেন। ভালো থাকবেন।
অসম্ভব সুন্দর এই গ্রামের দৃশ্য
আর আপনাদের নাচ অনবদ্য ❤
আন্ত্বহারা,আপ্লুত হয়ে পড়েছি এই নৈসর্গিক সৌন্দর্য দেখে।❤
কী অপূর্ব প্রকৃতি র শোভা দেখে প্রান ভরে গেলো।।
Ato apurbo jaegae moner manush k niei jaoa uchit chilo kintu....khub sundor vdo
ওখানকার লোকাল ড্রিঙ্ক chang আর আমাদের এখানে ভাং,,,, খুব খুব খুব ভালো লাগলো।
মুগ্ধ
Simply stunning
R Prithwijit chaaliye jaan..apnar sense of humor is 101/100🤭🤭🤭
সত্যিই অপূর্ব .....সম্পূর্ণ আলাদা এক লাদাখ দেখলাম
অপূর্ব, চমৎকার, অসাধারণ, WOW, দারুন, AWESOME ! ! ! ! ! !
খুব সুন্দর ভিডিওটা। গতবছর আগস্টে আমাদের যাওয়ার কথা ছিল। কোন এক বিশেষ কারণে যাওয়া হয়নি। তবে আপনার ভিডিওতে আর্য গ্রামের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম।
পৃথ্বিজীৎ বাবুর মন উতলা হওয়ার যথেষ্ট কারণ আছে বটে.. ভিডিওর এপার থেকেই আমাদের মন উতলা হয়ে যাচ্ছে
অপূর্ব সুন্দর । আপনারা যে সব অসাধারণ অবর্ণনীয় সৌন্দর্য দেখালেন তা সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না ।তবে খুব লোভ হচ্ছে একবার নিজের চোখে সামনে থেকে দেখতে ।জানি না সুযোগ পাব কিনা ।ভালো থাকবেন ।ফাটিয়ে মজা করুন ।😊
Apurba.Ja dekhlam bhulbo na. Ashadharon.🙏
darun laglo sir apnara jaa sundor vabe represent koren mon valo hoye jay..aro agiye jann
লাদাকের আর্যগ্রাম অসাধারণ আর ও একটি ব্লগ। যেতেই হবে এখানে , অবশ্যই 9 থেকে 14 ই এপ্রিলের মধ্যে। ওখানকার জনজীবন র মধ্যে যে আন্তরিকতা, আতিথিয়তা আপনারা তুলে ধরেছেন তা অতুলনীয়। অপেক্ষায় থাকলাম পরবর্তী ব্লগে জন্য।
আর্য্য গ্রাম ই শুধু সুন্দর নয়, মানুষ গুলো প্রকৃত অর্থেই সুন্দর। বড্ড ভালো লাগলো
Khub valo legeche video ta amra barite bose ato sundor location ato sundor poribes ph dekhe upovoge korlam .
আমি নিজেও খুব অন্যরকম ঘুড়তে ভালোবাসি এবং ঘুড়ি ও, আপনার বেশির ভাগ ট্রাভেল ভ্লগ ই দেখি, সব সময় হয়তো কমেন্ট করা হয় না, কিন্তু আজকের এই ব্লগটি একদম অন্য লেভেল এর হয়েছে সব দিক থেকে, ভাগ্য যেমন আপনাকে সাহায্য করেছে, আপনিও তার যথাযত মর্যাদা দিয়ে তাকে ধরতে পেরেছেন আপনার কথায় আর ছবিতে।
ভালো করে বেড়ান, সুস্থ থাকুন, সব এপিসোড ই দেখব , আমি জাস্ট গত বছর ই লাদাখ গেছিলাম। তাই আরো ভালো লাগছে বোধহয়। কিন্তু আবারো বলছি এই ব্লগ টি একদম ইন্টারন্যাশনাল লেভেল এর হয়েছে।