আন্দামানে বসবাসকারী প্রতিটি উদ্বাস্তু settler বা তাদের পরিবারের বর্তমান প্রজন্মের আজকের অবস্থা দেখলে বোঝা যায় না, প্রত্যেকের জীবনে একটি মর্মান্তিক অতীত আছে। যে পৈশাচিক অত্যাচারে জর্জরিত হয়ে তারা তাদের প্রাণের চেয়ে প্রিয় জন্মভুমি এবং ভিটেমাটি ছেড়ে আসতে বাধ্য হয়েছিল, তা যেন আমরা কোনদিন বিস্মৃত না হই।
আপনি তাহলে খুলনা জেলা থেকে আন্দামানে গিয়ে আজ স্বচ্ছল এবং প্রতিষ্ঠিত হয়ে সুখে শান্তিতে বসবাস করছেন। খুব ভালো লাগলো। আমি ও খুলনা জেলা বাগেরহাট মহকুমার মোল্লাহাট থানার জয়ডিহি বাস করতাম। আমি ১৯৭৭ সালে এদিকে এসে নদীয়া জেলার চাকদহ ব্লকের দেউলি গ্ৰাম পঞ্চায়েতের চিনিলি গ্ৰামে বসবাস করছি।❤❤❤
হ্যাঁ হরিবাবু আপনি প্রস্তুত থাকুন, আগামী পনেরো কুড়ি বছরের মধ্যে আপনাকে সব কিছু ছেড়ে প্রান নিয়ে ওই আন্দামানে যেতে হবে বা ছত্রিশগড়, ঝাড়খণ্ডেও যেতে পারেন। অবশ্য আপনার এসব অভ্যাস আছে।
@@trueknowledge4176India 3.3 million Square km population 1400 Bangladesh 147000 population 200 million India Bangladesh theke 23 times boro population matro 7 times besi shudhu hindu na Muslim der desh charte hobe 2010 theke desher baire ekhon 2024 Bangladesh gele manush ar manush jinis potrer dum India theke double triple house rent , bill , medical , transportation sob besi India te royechen valo royechen deshe ekhon Muslim ra nirapod noi amar cousin ra bup dadar vita jomi dokhol royeche mone hoi sathe nia kobore dhukbe
🎉 খুব খুব ভাল লাগল আপনার এই পোস্ট। আমার বাবা মা চট্টগ্রামের, কলকাতায় সেটেল করেন । আপনাদের আন্দামান সিরিজ নিঃসন্দেহে খুব ভাল একটা প্রচেষ্টা, আমাদের অজানা দলিল ,কত কিছু জানতে পারি এই দেখে । ভালো থাকবেন 🎉🎉
কাকু ,আমার বাড়ি খুলনা জেলার বাগেরহাট।খুবই ভাল লাগল আপনাদের কথা শুনে ও জায়গাটা দেখে।আমারা ছ বছর আগে গিয়েছিলাম। খুবই ভাল লেগেছে।আর একবার যাবার ইচ্ছা আছে।
সত্যি কথা বলেছেন। আসলে আন্দামান। নামে এত বড় এত সুন্দর একটা আছে। সেটা নেট দুনিয়া না হলে আমরা কখনো জানতাম কিনা বলতে পারছি না। এখন যেনিছি আবার যতোই দোখি অনেক ভালো লাগে। মনে হয় অনেক দিনের চেনা কোন এলাকায়।
আমি ২০১৬ সালে আন্দামানের কয়েকটি দ্বীপ ভ্রমণ করেছি। দ্বীপ গুলি যেন একেকটি বাঙালিষ্ঠান। ভ্রমণের পর পরই টাইমলাইনে কাহিনী লিখেছি। ৯৫% এর বেশিই পূর্ব বঙ্গ থেকে পুনর্বাসিত মানুষ জন। পয়ত্রিশ পঞ্চাশ বর্গ কিলোমিটারের কয়েকটা দ্বীপের মানুষরা অনেক ভালো আছেন। বার মাসে তেরো পার্বন লেকেই আছেন। রাজনৈতিক মারামারি হানাহানি একদমই নাই। ছোট দ্বীপের অধিবাসীরা দুর্গা পূজার কয়দিন একই মণ্ডপে খাওয়া দাওয়া করেন। মাত্র একটি বাড়িতে ঢুকেই চমকৃতি হলাম। কর্তা গিন্নি দুইজনই দেশের বাড়িতে আমার প্রতিবেশী। বেশী আর বলার নাই। বুঝে নিন ।অধিবাসিরা লোকসভা আর পঞ্চায়েতে ভোটার। পঞ্চায়েত ভোটের সন্ধ্যায় জয়ী বিজয়ী সন্ধ্যায় একসাথে চা পান করেন। আরো বহুকিছু জেনেছি। চমৎকার লেগেছে।
চম্পাদি, আপনার ব্লগ দেখে আন্দামানবাসী সম্বন্ধে অনেক কিছু জানছি। ধন্যবাদ। আমি বাংলাদেশের একজন অধ্যাপক, দুমাস পর অবসরে যাব। সুযোগ হলে একবার আন্দামান আসার ইচ্ছে আছে।
তোমার উপস্থাপনা ও উদ্দেশ্য বেশ সুন্দর।তোমার কাছে কয়েকটা অনুরোধ আছে। প্রথমতঃ আন্দামানের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে এবং স্বল্প ব্যযে আন্দামান ভ্রমনসূচী সম্পর্কে একটি ভিডিও বানাও,প্লিজ।
Little andaman e giyechilam 2018 te khub sundor jaiga.r Mazumder dadar resort e chilam 3 te spot o ghurechilam.darun jaiga amar r ekbar jawar icche ache wife ke niye
আমি খুলনা থেকেই দেখছি। অত দূর থেকে ভাষা টা কানে আসা মাত্রই অচেনা লোকটাকে আর অচেনা মনে হচ্ছেনা ।মনে হচ্ছে সে আমার অতি কাছের মানুষ, আপনজন। ২০০৮ এর বাংলাদেশ আর ২০২৪ এর বাংলাদেশ অনেক পরিবর্তন হয়েছে। বাংলাদেশে তথা খুলনাতে আবার নিজের জন্মভিটাটা আবার দেখতে আসেন।
ভাল লাগল আর এক আন্দামান এ পুনর্বাসন ও সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠিত হওয়া। আজ যাঁরা এই পুনর্বাসন প্রক্রিয়া করিয়়েছিলেন হয়ত তাঁদের কেউ বেঁচেই নেই বা অতি বৃদ্ধ হয়েছেন। আজ তাঁরা দেখলে খুবই খুশি হতেন। আপনি ভাল থাকবেন আর সুস্থ থাকবেন
চম্পা দিদি কেমন আছেন এখন ? ভিডিওটা দেখলাম। প্রাকৃতিক পরিবেশে খুবই চমৎকার। প্রত্যেকেই বিশাল সম্পত্তির মালিক। খুলনায় থাকলে হয়তো এত সম্পত্তির মালিক হতে পারতেন না। আসলে প্রথম জীবনে কষ্ট হলেও এখন শাপে বর হয়েছে। চম্পা দিদি থাকার ঘরগুলো যেন কিরকম। আলাদা রুম না। হলঘরের মতো। বুঝলাম না। চট্টগ্রাম থেকে।
দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏❤️ আমাদের এখানে বাড়িগুলো খুব আধুনিক ধরনের বানানো হয়, কিন্তু কেউ কেউ আছেন ওনারা দেশ বাড়ির মতন বাড়ি বানাতে খুবই পছন্দ করেন। বাড়িটা পুরোটা দেখায়নি, হল ঘরে বসেই কথাবার্তা হচ্ছিল, আন্দামানের বাড়িঘর গুলো একটা সময় শেয়ার করব 🙏 ভালো থাকবেন সুস্থ থাকবেন ❤️
আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর নিজের জেলার মানুষ দেখে খুব ভালো লাগলো। ওনাদের ওই জায়গা আমি চিনি। নদীর এপার চক্রাখালির পরই আমার জায়গা। গেটে উপাসনালয় লেখা। ওখানেই আমার জমি। বর্তমান আন্দামান জমি জমা অনেক দাম। একসময়ের কালাপানি এখন সোনা পানি। ওই দাদার পুকুর ও নারকেল সুপারির বাগিচা সত্যিই বেশ সুন্দর। আমার চোখের অবস্থা এখন অনেক ভালো তবে ঔষধ নিতে হয় রোজ। তোমরা সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ চম্পা।
কাকাবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি বলেছেন এক সময় কালাপানি বলে কেউ আসতে চাইত না বর্তমানের সোনা পানি বলে সবাই একবার করে ঘুরতে আসতে চাইছে। আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, শরীরের প্রতি লক্ষ্য রাখবেন। ❤️❤️🙏🙏
কাকুকে আমার প্রণাম দিবেন। আমার বাড়ি খুলনা জেলার পাইকগাছা উপজেলা/থানাতে। বটিয়াঘাটা আমাদের পাশের উপজেলা/থানা।.১৯৭১ এ যুদ্ধের সময় আমার বাবা দাদুরাও গেছিলো ভারতে। দেশের টানে যুদ্ধের পরে আবার সবাই ফিরে এসেছিলো মাতৃভূমিতে। আমি আন্দামান হান্টারস চ্যানেলটা নিয়মিত ফলো করি। ওদের ভিডিও দেখতে দেখতে ৬,৭ মাস আগে আপনাদের চ্যানেলের খোঁজ পাই। আন্দামান খুব সুন্দর জায়গা। তার থেকে বেশি ভালো লাগে নিজেদের দেশের (জেলার) লোকদের যখন ভিডিওতে দেখি। ভালো থাকবেন। নমস্কার
দিদিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকুকে জানিয়ে দিয়েছি আর খুব ভালো লাগলো যে আন্দামানের প্রতি আপনাদের এত ভালোবাসা আজ আমরা ভাবি যে একসঙ্গে যদি আপনারাও এখানে এসে থাকতে পারতেন তাহলে আমরা অনেক সুখে থাকতে পারতাম , এখন আপনাদের দেশের কি পরিস্থিতি মিডিয়াতে অনেক কিছু দেখেছি যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়াতে যদি বারবার আপনি আসেন তাহলে অবশ্যই আন্দামানে বেড়াতে আসতে পারবেন কোন অসুবিধা নেই কলকাতা থেকে এক ঘন্টা ১৫ মিনিটের প্লেনে লাগে আর জাহাজে চার দিন আসার আগে ফেসবুক মেসেঞ্জারে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন 🙏❤️
আমি বাংলাদেশের শেরপুর (ময়মনসিংহ) থেকে দেখছি। রবি নিয়োগী নামে একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা যিনি আন্দামান দ্বিপে নির্বাসিত ছিলেন।আমার খুব ইচ্ছে একবার এ ঐতিহাসিক জায়গায় বেড়াতে যাবো।ওখানে থাকা খাবার এর বিষয়ে যদি জানাতেন।
দাদা ভাই অবশ্যই আসবেন আন্দামানে বেড়াতে। ভারতের ইতিহাসের একটি অধ্যায় ও এই আন্দামানের কালাপানিতে। আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আন্দামানের মাটিতে পা রাখবার জন্য। 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️ আপনি ভারতে বেড়াতে আসতে চাইলে প্রথমে পাসপোর্ট ভিসা নিয়ে নেবেন আর ভারতে কলকাতায় আসার পরে কলকাতা থেকে ফ্লাইটে ২ ঘন্টা ১৫ মিনিট লাগে আন্দামানে আসতে। আপনারা ভালো থাকবেন আর যদি এর থেকেও বেশি কিছু জানতে ইচ্ছা হয় তাহলে 24:32 এই ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো থাকবেন 🙏
দেখে ভালো লাগছে আমার পূর্ব পুরুষ ও বাংলা দেশে ছিল।। আমার বয়স যখন ৩বৎসর বয়স তখন কলকাতা চলে আসি।এখন আমার ৭৯বছর পড়াশুনা বিকম।সরকারি চাকুরি। ২ টা বাড়ি একটা ২তালা১টা ১তালা। । ৪৯বছর বয়সে বিদেশ পাড়ি দেয় আমেরিকায়।২৬ বছর পর আবার দেশে ফিরে আসি।
Ei Dadar name o Batiaghata r gramer nam ki gramer nam bujhte parini.ami to Little Andaman Jai ni, kintu bakita -diglipur,kadamtala,limbudera o limbuderar 5 kmdurer (nam mone porchhe na)saho Havlock gechhi.sabjaiga bhalo lagleo weader sab theke Havlock mone hoyechhe.tabe Port Blair saha kothao hotel e thakini,sudhu Havlock e A&N er hotel e chhilam.bhalo theko ma Champa o poribar.(weather upore bhul banan).
আমার এক জ্যাঠা মশাই,,তার যৌবন বয়েসে,,দাদুর উপর রাগ করে আন্দামানে চলে আসেন। আমাদের পৈতৃক ভিটা নাজির পুর থানার, ঢোলা হাট,সিংখালি গ্রাম। মিস্ত্রী বাড়ি। দাদুর নাম ছিল,অশ্বিনী কুমার মিস্ত্রী।কেউ আমার জ্যাঠার সন্তানদের খবর পেলে,,দয়াকরে জানাবেন।
Champa, Ami next time Andaman galay little Andaman jabo, jhantu Babur sathey dekha korbo kichu trips nebo.tumi bhalo theko, sustho thako, iswar tomay bhalo rakhun.❤❤❤ Om Sai Ram.❤
আন্দামান কে বিস্তারিত জানতে হলে ব্লগের প্রত্যেকটা ভিডিও আপনি ওয়াজ করুন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং দেখতেও পারবেন। আর আমার সঙ্গে কথা বলতে হলে চম্পা ব্লক ফেসবুক মেসেঞ্জার ফলো করুন।
যার ইন্টারভিউ নেওয়া হচ্ছে তাকেও একটা মাইক্রোফোন দিলে ওনার কথাও পরিষ্কার শোনা যাবে। তাতে আপনার ভিডিওর ভিউ আরও অনেকগুণ বাড়বে, কারণ কষ্ট করে অনেকেই শুনতে চায় না।
নিজের দেশের জন্য ভিডিও ছেড়ে আন্দামানে চলে এসছে সুখে আছে। কাকু একটা কথা সত্যি কথা বলেছেন তারা খুবই সুখে আছেন। তোমার সঙ্গে আছেন আমরা পশ্চিমবাংলায় নরকে আছে।
I Curse those left politicians of West Bengal who prevented us going to Andaman. Now we are languishing in Waste Bengal living in jhupris beside rail way tracks !
🌾সান্ধ্যকালীন নমস্কার দিদিভাই 🙏, আশা করি ঈশ্বরানুগ্রহে ভালো আছেন। মনে হয় আমি আপনাকে বিরক্তি করি বলিয়া আমার উপর রাগ করে আছেন! কি করবো বলুন,কেউ একটু ভালো ব্যবহার করলে তাকেই আপন ভেবে সবকিছু বলি। উত্তর দিন বা নাই-ই দিন আপনার ভিডিও যতদিন পাবো কমেন্ট করে যাবো। আপনাদের আন্দামানের ভূ-প্রকৃতি,সহজ-সরল জীবন যাপন সবকিছু নিত্য নতুন যতই দেখছি - আন্দামানে থাকার ইচ্ছা ততোধিক বেড়েই চলেছে। জানিনা বিধাতা ভাগ্যে কি লিখে রেখেছেন! আপনার সংকেতের অপেক্ষায় পথ চেয়ে রইলাম💐👏! আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি🌺🙏‼️
দাদা আমি কোলকাতা থেকে দেখছি একটা উপকার করবেন নরেন পাল আন্দামান আছে তার সাথে অনেক দিন যোগাযোগ নেই নেরনের মা খুলনাতে থাকে মা ছেলের জন্য কান্না কাটি করে নরেন পাল দাদা নাম পরিতোষ পাল যদি খোঁজ পান তবে জানাবেন নরেন পাল দিদি কোলকাতা থাকে
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পূর্ব পাকিস্তান থেকে যারাই প্রথম প্রথম আন্দামানে পুনর্বাসন নিয়ে এসেছেন সত্যিই তারা খুবই কষ্ট করে আজকে এই জায়গায় পৌঁছেছেনা। আপনি যেকোনো পূর্ব পাকিস্তানের ভিডিও দেখবেন আমার ব্লগে সেগুলোতে একটা কষ্টকর জীবনের পর্ব পেয়েই যাবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন। 🙏🙏❤️❤️
আন্দামানে বসবাসকারী প্রতিটি উদ্বাস্তু settler বা তাদের পরিবারের বর্তমান প্রজন্মের আজকের অবস্থা দেখলে বোঝা যায় না, প্রত্যেকের জীবনে একটি মর্মান্তিক অতীত আছে। যে পৈশাচিক অত্যাচারে জর্জরিত হয়ে তারা তাদের প্রাণের চেয়ে প্রিয় জন্মভুমি এবং ভিটেমাটি ছেড়ে আসতে বাধ্য হয়েছিল, তা যেন আমরা কোনদিন বিস্মৃত না হই।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই ভালো থাকুন সুস্থ থাকুন 🙏❤️❤️
কারা অত্যাচার করেছিল সেটাও যেনো আমরা কখনও ভুলে না যাই, এবং আমাদের বাচ্চাদের ও কোনোদিন ভুলতে না দেই।
@@Shoutouts11 সঠিক।
@@champadas-cr1ve আপনারও সুস্থতা কামনা করি।
হিন্দু রা ইতিহাস মোনে রাখেনা
বাংলাদেশ থেকে আন্দামান গিয়ে কতো সুন্দর সূখী জীবন-যাপন করছে।
👏👏🙏🙏❤️❤️
আপনি তাহলে খুলনা জেলা থেকে আন্দামানে গিয়ে আজ স্বচ্ছল এবং প্রতিষ্ঠিত হয়ে সুখে শান্তিতে বসবাস করছেন। খুব ভালো লাগলো। আমি ও খুলনা জেলা বাগেরহাট মহকুমার মোল্লাহাট থানার জয়ডিহি বাস করতাম। আমি ১৯৭৭ সালে এদিকে এসে নদীয়া জেলার চাকদহ ব্লকের দেউলি গ্ৰাম পঞ্চায়েতের চিনিলি গ্ৰামে বসবাস করছি।❤❤❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে একবার আন্দোলনে অবশ্যই বেড়াতে আসবেন 🙏❤️
হ্যাঁ হরিবাবু আপনি প্রস্তুত থাকুন, আগামী পনেরো কুড়ি বছরের মধ্যে আপনাকে সব কিছু ছেড়ে প্রান নিয়ে ওই আন্দামানে যেতে হবে বা ছত্রিশগড়, ঝাড়খণ্ডেও যেতে পারেন। অবশ্য আপনার এসব অভ্যাস আছে।
@@trueknowledge4176আপনি সংশোধন করে নিন৷ এখানকার মুসলিম মৌলবাদীদের আমরা বাংলাদেশে খেদাব খুব শিগগিরই। দশ বছর ওয়েট করুন৷
@@trueknowledge4176India 3.3 million Square km population 1400 Bangladesh 147000 population 200 million India Bangladesh theke 23 times boro population matro 7 times besi shudhu hindu na Muslim der desh charte hobe 2010 theke desher baire ekhon 2024 Bangladesh gele manush ar manush jinis potrer dum India theke double triple house rent , bill , medical , transportation sob besi India te royechen valo royechen deshe ekhon Muslim ra nirapod noi amar cousin ra bup dadar vita jomi dokhol royeche mone hoi sathe nia kobore dhukbe
আমি স্বচোখে দেখে এসেছি। ওনারা চমৎকার আছেন। এবিষয়ে টাইমলাইনে আলেখ্য পঠিতব্য।
আসসালামু আলাইকুম। ভিডিও গুলো ভালো লাগে।১৫ মিনিট বাংলা শেখার আসর। সিঙ্গাপুর থেকে দেখছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেন আমিও আপনার ব্লগের একজন সাবস্ক্রাইবার হয়ে গেলাম। ❤️❤️🙏🙏
খুলনা থেকে আগত আন্দামান এর লিটিল আনদামানে বসবাস দেখে খুব ভালো লাগলো। চম্পা সুস্থ থেকো। 🌹❤️🇧🇩
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🙏🙏❤️❤️
কিভাবে আন্দামানে যাওয়া যাবে স্থায়ীভাবে বসবাস করার জন্য বাংলাদেশ থেকে @@champadas-cr1ve
🎉 খুব খুব ভাল লাগল আপনার এই পোস্ট। আমার বাবা মা চট্টগ্রামের, কলকাতায়
সেটেল করেন । আপনাদের আন্দামান সিরিজ নিঃসন্দেহে খুব ভাল একটা প্রচেষ্টা, আমাদের অজানা দলিল ,কত কিছু জানতে পারি এই দেখে । ভালো থাকবেন 🎉🎉
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
খুব ভালো লাগলো, আমিও মুর্শিদাবাদ থেকে আন্দামানে সপরিবারে শিপ্ট হতে চাই। আজ আমি যাবো, আগামীতে আপনরা যেতে বাধ্য হবেন।
কোথাও পার পাবে না
0:02
পালিয়ে বাঁচা যায় না। যে মারে সে জেতে আর যে মার খায় সে হারে।
পালিয়ে নয় প্রতিরোধের রাস্তা খুঁজতে হবে আমাদের বাংলার হিন্দুদের আগামী প্রজন্ম কে বাঁচাতে হলে।
@@HUNTER-uq2gv দাঙ্গার প্রস্তুতি নিন
কাকু ,আমার বাড়ি খুলনা জেলার বাগেরহাট।খুবই ভাল লাগল আপনাদের কথা শুনে ও জায়গাটা দেখে।আমারা ছ বছর আগে গিয়েছিলাম। খুবই ভাল লেগেছে।আর একবার যাবার ইচ্ছা আছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️ অবশ্যই আসবেন আন্দামানে আমাদের খুব ভালো লাগবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
খুলনা জেলার বাগেরহাট মানে কি?
Shunesilm Poscim Bongo theke onek lok Andaman jai. Money shongshoi silo. Apnar video ta dekhe dharona paltey galo.
আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🙏🙏❤️❤️
জিন্না , ভাসানী, ফজলুল হকদের কৃপায় নিজের দেশ হয়ে গেল বিদেশ।
আন্দামানে এসে অন্তত জীবনটা বেঁচেছে।
পশ্চিমবঙ্গের বাঙালী ভুলে গেছে সব। সেকুলার নামক গিরগিটি গুলো এব্যাপারে অগ্রনী ভুমিকা নিয়েছে।
সত্যি কথা বলেছেন। আসলে আন্দামান। নামে এত বড় এত সুন্দর একটা আছে। সেটা নেট দুনিয়া না হলে
আমরা কখনো জানতাম কিনা বলতে পারছি না। এখন যেনিছি আবার যতোই
দোখি অনেক ভালো লাগে। মনে হয় অনেক দিনের চেনা কোন এলাকায়।
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🙏🙏❤️❤️
আমি ২০১৬ সালে আন্দামানের কয়েকটি দ্বীপ ভ্রমণ করেছি। দ্বীপ গুলি যেন একেকটি বাঙালিষ্ঠান। ভ্রমণের পর পরই টাইমলাইনে কাহিনী লিখেছি। ৯৫% এর বেশিই পূর্ব বঙ্গ থেকে পুনর্বাসিত মানুষ জন। পয়ত্রিশ পঞ্চাশ বর্গ কিলোমিটারের কয়েকটা দ্বীপের মানুষরা অনেক ভালো আছেন। বার মাসে তেরো পার্বন লেকেই আছেন। রাজনৈতিক মারামারি হানাহানি একদমই নাই। ছোট দ্বীপের অধিবাসীরা দুর্গা পূজার কয়দিন একই মণ্ডপে খাওয়া দাওয়া করেন। মাত্র একটি বাড়িতে ঢুকেই চমকৃতি হলাম। কর্তা গিন্নি দুইজনই দেশের বাড়িতে আমার প্রতিবেশী। বেশী আর বলার নাই। বুঝে নিন ।অধিবাসিরা লোকসভা আর পঞ্চায়েতে ভোটার। পঞ্চায়েত ভোটের সন্ধ্যায় জয়ী বিজয়ী সন্ধ্যায় একসাথে চা পান করেন। আরো বহুকিছু জেনেছি। চমৎকার লেগেছে।
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️ খুব ভালো লাগলো আপনার মুখে আমাদের আন্দামানের প্রশংসা শুনে ❤️পারলে আর একবার আন্দামানে অবশ্যই বেড়াতে আসবেন আমাদের খুব ভালো লাগবে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন। 🙏❤️
দিদি বটিয়াঘাটা, খুলনা, বাংলাদেশ থেকে । আপনি খুব ভালো। ইচ্ছে আছে আসবো।
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আন্দামান থেকে এসে অবশ্যই একবার ঘুরে যাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏🙏❤️❤️
চম্পাদি, আপনার ব্লগ দেখে আন্দামানবাসী সম্বন্ধে অনেক কিছু জানছি। ধন্যবাদ। আমি বাংলাদেশের একজন অধ্যাপক, দুমাস পর অবসরে যাব। সুযোগ হলে একবার আন্দামান আসার ইচ্ছে আছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️ অবশ্যই আসবেন আমরা সকলে আছি কোন অসুবিধা হবে না ভালো থাকবেন 🙏
তোমার উপস্থাপনা ও উদ্দেশ্য বেশ সুন্দর।তোমার কাছে কয়েকটা অনুরোধ আছে। প্রথমতঃ আন্দামানের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে এবং স্বল্প ব্যযে আন্দামান ভ্রমনসূচী সম্পর্কে একটি ভিডিও বানাও,প্লিজ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️ অবশ্যই চেষ্টা করবো ❤️ ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏
আন্দামানে এসে,,,তখন প্রচুর খালি জমি ছিল।বাংলাদেশ থেকে এসে। কষ্ট হয়তো করেছেন,,তারপর সুখ ও তো এসেছে
❤দিদি ❤আমাদের বাংলাদেশের অনেক মানুষ তোমাদের সেখানে সুখে বসবাস করছেন শুনে ভালো লাগছে তোমরা আরো বেশি বেশি আনন্দে থাকো ভালো থাকো এই আমনা করি 🎉🎉🙏🙏🇧🇩
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🙏🙏❤️❤️
Little andaman e giyechilam 2018 te khub sundor jaiga.r Mazumder dadar resort e chilam 3 te spot o ghurechilam.darun jaiga amar r ekbar jawar icche ache wife ke niye
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ওই মজুমদার আমার হাজবেন্ডের ছোটবেলার বন্ধু এবং ওর মায়ের একটা ভিডিও দেওয়া আছে। অবশ্যই দেখবেন। 🙏🙏❤️❤️
গ্রেট নিকোবর ও লিটল আন্দামানের কিছু অংশ নিয়ে আধুনিক শহর হবে। কাজ কত দূর এগুলো?
(বাংলাদেশ থেকে)
এখনো অনেক দেরি কোন কিছুই শুরু হয়নি, সবে সার্ভে চলছে।
আমি চট্টগ্রাম থেকে দেখছি
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন 🙏❤️
We should not forget the religious prosecution. Neither should our next generation.
Thank you so much sir 🙏❤️
দিদি নমস্কার কেমন আছেন। আপনার প্রতি টি ভিডিও দেখি খুব ভাল লাগে এবং জায়গা টা অনেক সুন্দর।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🙏🙏
আমিও বাংলাদেশ খুলনা থেকে দেখছি আমি
অসংখ্য ধন্যবাদ
আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️
দিদি বেড়াতে যাব। আমাদের খুলনার মানুষ আছে। তাদের সাথে দেখা করার ইচ্ছা আছে, সেই সাথে তোমার সাথে ও দেখা করবো।
অবশ্যই দেখা হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🙏🙏❤️❤️
আমি খুলনা থেকেই দেখছি। অত দূর থেকে ভাষা টা কানে আসা মাত্রই অচেনা লোকটাকে আর অচেনা মনে হচ্ছেনা ।মনে হচ্ছে সে আমার অতি কাছের মানুষ, আপনজন। ২০০৮ এর বাংলাদেশ আর ২০২৪ এর বাংলাদেশ অনেক পরিবর্তন হয়েছে। বাংলাদেশে তথা খুলনাতে আবার নিজের জন্মভিটাটা আবার দেখতে আসেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আবার আসার ইচ্ছা আছে। ❤️❤️🙏🙏
ভাল লাগল আর এক আন্দামান এ পুনর্বাসন ও সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠিত হওয়া। আজ যাঁরা এই পুনর্বাসন প্রক্রিয়া করিয়়েছিলেন হয়ত তাঁদের কেউ বেঁচেই নেই বা অতি বৃদ্ধ হয়েছেন। আজ তাঁরা দেখলে খুবই খুশি হতেন।
আপনি ভাল থাকবেন আর সুস্থ থাকবেন
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন।🙏🙏❤️❤️
বাংলাদেশের খুলনা জেলা থেকে দেখছি। একটি পরিছন্ন দ্বিপ হচ্ছে আন্দামান।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏 ভালো থাকবেন
চম্পা দিদি কেমন আছেন এখন ? ভিডিওটা দেখলাম। প্রাকৃতিক পরিবেশে খুবই চমৎকার। প্রত্যেকেই বিশাল সম্পত্তির মালিক। খুলনায় থাকলে হয়তো এত সম্পত্তির মালিক হতে পারতেন না। আসলে প্রথম জীবনে কষ্ট হলেও এখন শাপে বর হয়েছে। চম্পা দিদি থাকার ঘরগুলো যেন কিরকম। আলাদা রুম না। হলঘরের মতো। বুঝলাম না। চট্টগ্রাম থেকে।
দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏❤️ আমাদের এখানে বাড়িগুলো খুব আধুনিক ধরনের বানানো হয়, কিন্তু কেউ কেউ আছেন ওনারা দেশ বাড়ির মতন বাড়ি বানাতে খুবই পছন্দ করেন। বাড়িটা পুরোটা দেখায়নি, হল ঘরে বসেই কথাবার্তা হচ্ছিল, আন্দামানের বাড়িঘর গুলো একটা সময় শেয়ার করব 🙏 ভালো থাকবেন সুস্থ থাকবেন ❤️
Khub bhalo laglo
আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏
আন্দামানের বন্যপ্রাণী ও পাখি নিয়ে এককটা ভিডিও দেখতে চাই।
আপনাকে অনেক ধন্যবাদ 🙏🏿 okay
আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর নিজের জেলার মানুষ দেখে খুব ভালো লাগলো। ওনাদের ওই জায়গা আমি চিনি। নদীর এপার চক্রাখালির পরই আমার জায়গা। গেটে উপাসনালয় লেখা। ওখানেই আমার জমি।
বর্তমান আন্দামান জমি জমা অনেক দাম। একসময়ের কালাপানি এখন সোনা পানি।
ওই দাদার পুকুর ও নারকেল সুপারির বাগিচা সত্যিই বেশ সুন্দর। আমার চোখের অবস্থা এখন অনেক ভালো তবে ঔষধ নিতে হয় রোজ। তোমরা সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ চম্পা।
কাকাবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি বলেছেন এক সময় কালাপানি বলে কেউ আসতে চাইত না বর্তমানের সোনা পানি বলে সবাই একবার করে ঘুরতে আসতে চাইছে। আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, শরীরের প্রতি লক্ষ্য রাখবেন। ❤️❤️🙏🙏
আমার মামা বাড়ী ওনার গ্রাম দেবীতলা। আমার বাড়ী দেবীতলার পাশে সুখদাড়া গ্রাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ শুনে খুব ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন। 🙏❤️
🚩 সম্মানিত দিদিভাই,
দাদাভাইয়ের নিকট থেকে আমার কমেন্টের এখনও কোনো রিপ্লাই পাইনি!
ঈশ্বরের নিকট আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি🌺👏🚩
কাকুকে আমার প্রণাম দিবেন। আমার বাড়ি খুলনা জেলার পাইকগাছা উপজেলা/থানাতে। বটিয়াঘাটা আমাদের পাশের উপজেলা/থানা।.১৯৭১ এ যুদ্ধের সময় আমার বাবা দাদুরাও গেছিলো ভারতে। দেশের টানে যুদ্ধের পরে আবার সবাই ফিরে এসেছিলো মাতৃভূমিতে। আমি আন্দামান হান্টারস চ্যানেলটা নিয়মিত ফলো করি। ওদের ভিডিও দেখতে দেখতে ৬,৭ মাস আগে আপনাদের চ্যানেলের খোঁজ পাই। আন্দামান খুব সুন্দর জায়গা। তার থেকে বেশি ভালো লাগে নিজেদের দেশের (জেলার) লোকদের যখন ভিডিওতে দেখি। ভালো থাকবেন। নমস্কার
দিদিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকুকে জানিয়ে দিয়েছি আর খুব ভালো লাগলো যে আন্দামানের প্রতি আপনাদের এত ভালোবাসা আজ আমরা ভাবি যে একসঙ্গে যদি আপনারাও এখানে এসে থাকতে পারতেন তাহলে আমরা অনেক সুখে থাকতে পারতাম , এখন আপনাদের দেশের কি পরিস্থিতি মিডিয়াতে অনেক কিছু দেখেছি যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
সুখে থাকো বাংগালী হিন্দুরা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
আরে কাকু তো আমার এলাকার লোক। আমার বাড়িও বটিয়াঘাটা। দেবীতলা আমাদের গ্রাম থেকে বেশ কাছে, ভালভাবেই চিনি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো যে একই জেলার আপনি ভালো থাকবেন। 🙏❤️
So so . Thank you. 🎉
Thank you so much ❤️🙏
আমি বাংলাদেশ থেকে লিখছি। খুলনা জেলার, কয়রা থানার, চরামুখা গ্রাম থেকে আমার এক কাকু গিয়েছিলেন আন্দামানে। তার নাম পুরাঞ্জন মণ্ডল। চেনা থাকলে জানাবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ চেষ্টা করব আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏🙏
বাংলাদেশ থেকে দেখছি। তোমার ভিডিও গুলো ভালো লাগে। আন্দামান যাবার ইচ্ছা আছে। আমার বছরে ২/৩ বার ভারত যাওয়া পড়ে। তোমার সাথে যোগাযোগ করি কিভাবে, বলতো?
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়াতে যদি বারবার আপনি আসেন তাহলে অবশ্যই আন্দামানে বেড়াতে আসতে পারবেন কোন অসুবিধা নেই কলকাতা থেকে এক ঘন্টা ১৫ মিনিটের প্লেনে লাগে আর জাহাজে চার দিন আসার আগে ফেসবুক মেসেঞ্জারে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন 🙏❤️
আমি বাংলাদেশের শেরপুর (ময়মনসিংহ) থেকে দেখছি। রবি নিয়োগী নামে একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা যিনি আন্দামান দ্বিপে নির্বাসিত ছিলেন।আমার খুব ইচ্ছে একবার এ ঐতিহাসিক জায়গায় বেড়াতে যাবো।ওখানে থাকা খাবার এর বিষয়ে যদি জানাতেন।
দাদা ভাই অবশ্যই আসবেন আন্দামানে বেড়াতে। ভারতের ইতিহাসের একটি অধ্যায় ও এই আন্দামানের কালাপানিতে। আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আন্দামানের মাটিতে পা রাখবার জন্য। 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
যদি খুলনা জেলার দাকোপ উপজেলার কেউ থাকে তবে তাদের পরিচয় দিবেন। দিদি অনুরোধ রইলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমরা দেব চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
দিদি কেমন আছ? বাংলাদেশ থেকে বলছি।অমরাও অসতে চাই কিন্তু কিভাবে 5:24
আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️ আপনি ভারতে বেড়াতে আসতে চাইলে প্রথমে পাসপোর্ট ভিসা নিয়ে নেবেন আর ভারতে কলকাতায় আসার পরে কলকাতা থেকে ফ্লাইটে ২ ঘন্টা ১৫ মিনিট লাগে আন্দামানে আসতে। আপনারা ভালো থাকবেন আর যদি এর থেকেও বেশি কিছু জানতে ইচ্ছা হয় তাহলে 24:32 এই ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো থাকবেন 🙏
I want to see Andaman , but I have no time .
,🤗👏👏🙏🙏❤️❤️❤️🤗
আমার বাড়ি খুলনা জেলা। দাকোপ থানা।
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকুর বাড়ি আর আপনার বাড়ি বলতে গেলে একই জেলায় অবস্থিত। ভালো থাকবেন সুস্থ থাকবেন। 🙏🙏❤️❤️
দেখে ভালো লাগছে আমার পূর্ব পুরুষ ও বাংলা দেশে ছিল।। আমার বয়স যখন ৩বৎসর বয়স তখন কলকাতা চলে আসি।এখন আমার ৭৯বছর পড়াশুনা বিকম।সরকারি চাকুরি। ২ টা বাড়ি একটা ২তালা১টা ১তালা। । ৪৯বছর বয়সে বিদেশ পাড়ি দেয় আমেরিকায়।২৬ বছর পর আবার দেশে ফিরে আসি।
বাংলাদেশের খুলনা বিভাগের খুলনা জেলার ২ টি হিন্দু majority উপজেলা হলো দাকোপ ও বটিয়াঘাটা। এই দুই উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনের সাংসদও (MP) একজন হিন্দু।
Ei Dadar name o Batiaghata r gramer nam ki gramer nam bujhte parini.ami to Little Andaman Jai ni, kintu bakita -diglipur,kadamtala,limbudera o limbuderar 5 kmdurer (nam mone porchhe na)saho Havlock gechhi.sabjaiga bhalo lagleo weader sab theke Havlock mone hoyechhe.tabe Port Blair saha kothao hotel e thakini,sudhu Havlock e A&N er hotel e chhilam.bhalo theko ma Champa o poribar.(weather upore bhul banan).
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🙏🙏🙏
আমি ময়মনসিংহ থেকে দেখছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🙏🙏
খুবই সুন্দর জায়গা
বাংলাদেশ থেকে ঘুরতে যাওয়া যাবে কি? জানাবেন দিদি নমস্কার🙏।
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ঘুরতে আসতে পারেন বাংলাদেশের অনেকে বেড়াতে আসে আর আমাদের খুব ভালো লাগবে আপনারা আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
@champadas-cr1ve দিদি
নমস্কার ভালোবাসা নিবেন 💝🙏।
দাদা ভাই আমার প্রণাম ভাই ফোটার শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন 🙏❤️
Good and documentary type video.
Thank you so much 🙏❤️
আমার গেলে সেখানে থাকতে পারবো।
অবশ্যই থাকা যাবে। 🙏🙏❤️❤️
God bless you , escape to happiness.
Thank you so much God bless you 🙏❤️
Botiaghata debitola amer barir pashe chilo
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো শুনে খুব ভালো থাকবেন 🙏❤️
Khulna thaka dekci.
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ❤️❤️🙏🙏
আমার মামার বাড়ি খুলনা জেলার থুকড়া বাজারের পাশে রুপরামপূর।এই জেঠূ ভালো চিনবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনারাই জেঠুকে খবরটা জানিয়ে দেবো।🙏🙏👍👍
আমার বাড়ি রূপরামপুর জোদ্দার বাড়ি।
@@rajotjodder6748দাদা আমার বাড়ি হাসানপুর খেয়াঘাট ডুমুরিয়া খুলনা। আপনি এখন কোথায় থাকেন
আমার এক জ্যাঠা মশাই,,তার যৌবন বয়েসে,,দাদুর উপর রাগ করে আন্দামানে চলে আসেন। আমাদের পৈতৃক ভিটা নাজির পুর থানার, ঢোলা হাট,সিংখালি গ্রাম। মিস্ত্রী বাড়ি। দাদুর নাম ছিল,অশ্বিনী কুমার মিস্ত্রী।কেউ আমার জ্যাঠার সন্তানদের খবর পেলে,,দয়াকরে জানাবেন।
এখন কি জমি কেনার সুযোগ আছে
না দাদা ভাই জমি কেনার সুযোগ তেমন নেই। ❤️❤️🙏🙏
Beautiful explore!
Thank you so much 🙏🙏🇮🇳🇮🇳
Champa, Ami next time Andaman galay little Andaman jabo, jhantu Babur sathey dekha korbo kichu trips nebo.tumi bhalo theko, sustho thako, iswar tomay bhalo rakhun.❤❤❤ Om Sai Ram.❤
দাদাভাই অবশ্যই আসবেন। মোস্ট ওয়েলকাম। ওম সাইরাম 🙏🙏❤️❤️
দিদি আমি আন্দামান সম্পর্কে বিস্তারিত জানতে চায়। আমি একজন বাংলাদেশী হিন্দু আমেরিকা থাকি আমি আপনার সাথে কথা বলতে চাই।
আন্দামান কে বিস্তারিত জানতে হলে ব্লগের প্রত্যেকটা ভিডিও আপনি ওয়াজ করুন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং দেখতেও পারবেন। আর আমার সঙ্গে কথা বলতে হলে চম্পা ব্লক ফেসবুক মেসেঞ্জার ফলো করুন।
Khub sundor videos
দাদাভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য।🙏🙏❤️❤️
যার ইন্টারভিউ নেওয়া হচ্ছে তাকেও একটা মাইক্রোফোন দিলে ওনার কথাও পরিষ্কার শোনা যাবে। তাতে আপনার ভিডিওর ভিউ আরও অনেকগুণ বাড়বে, কারণ কষ্ট করে অনেকেই শুনতে চায় না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যি বলেছেন আমার একটু ভুল হয়েছে, আসলে আমি বুঝতে পারিনি। 🙏🙏🙏❤️❤️❤️
দেবিতলা আমি চিনি।
দেবিতলা কোন পাড়ায় দাদুর বাড়ি
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ❤️❤️🙏🙏
Ami to jabo tomader okhane,sudhu akta bari ভাড়া করে দেবেন pls, প্রতিমার কাজ করবো, পরে জমি কিনে বাড়ি করবো।
এখানে পাঁচ সাতটা প্রতিমার কারখানা রয়েছে। ওই ব্যাপারে আমি কিছু বলতে পারব না।❤️❤️
আন্দামানের সুপারী চারা বা চারা করার জন্য সুপারী কি ভাবে পেতে পারি ?
Saber sustha kamana karchhi! Jay Bharat Mata, Jay Swami Bibekananda!🇳🇪🌏🪐🙏
একটা বিয়ে বাড়ির বা অন্নপ্রাসন এর অনুষ্ঠান দেখতে চাই আন্দামানের।
আপনাকে অসংখ্য ধন্যবাদ চেষ্টা করব 🙏 ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
খুব ভাল লাগল
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ❤️❤️🙏🙏
আরেকটা মাইক ব্যবহার করা যেত !
🙏🙏♥️♥️
নিজের দেশের জন্য ভিডিও ছেড়ে আন্দামানে চলে এসছে সুখে আছে। কাকু একটা কথা সত্যি কথা বলেছেন তারা খুবই সুখে আছেন। তোমার সঙ্গে আছেন আমরা পশ্চিমবাংলায় নরকে আছে।
I Curse those left politicians of West Bengal who prevented us going to Andaman. Now we are languishing in Waste Bengal living in jhupris beside rail way tracks !
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সব কথা এখন বলে কোনো লাভ আছে বলুন l❤️❤️🙏🙏
Those who wanted to relocate to Andaman did so. Nobody could stop them. Were you/your forefathers serious about moving to Andaman?
লেফ্টরা হিন্দু বাঙালিদের অপুরনিয় ক্ষতি করেছে ।
নমস্কার আমি আপনার দেবীতলা গ্রামের পাশের গ্রাম বলাবুনিয়া গ্রামে থাকি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
বাঙলাদেশ থেকে এখন আসলে কেমন হবে? টিকে থাকতে পারবো?
সেটা তো আমি বলতে পারব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🙏🙏
happy happy
অসংখ্য ধন্যবাদ আপনাকে🙏❤️❤️
আমি খুলনা থেকে বলছি, উনার গ্রাম আমি চিনি।
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ❤️❤️🙏🙏
❤❤👍👍👍
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
দিদি আমি বাংলাদেশি, আমি একটি ব্যাক্তিগত প্রশ্ন করি, আজ হোক কাল হোক আমি ইন্ডিয়াতে আসবো এবং থাকবো,,,আমার কোথায় যাওয়া উচিত হবে। সুপরামর্শ আশা করছি
❤️❤️❤️🙏🙏🙏
দিদি আমি যদি ঐ খানে আসি কোন পাবলিক কাজ পাব কি
ভাই তুমি কোথা থেকে বলছো। ❤️❤️
দিদি আমি ত্রিপুরা থেকে বলছি। উত্তর পূর্ব ভারত
Kaka babur prote amar salam o nomoskar.Bangladesh hote.
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🙏🙏
আমাকে একটা কাজ দিলে আন্দামান যাবো?
🙏
🙏❤️❤️
AMIO KHULANAR
KOLKATA PS PO NIMTA
KOLKATA 700049
NORTH DOM DOM
লিটিল আন্দামানে যেতে চাই, এখানে জমির দাম কেমন, পশ্চিমবঙ্গ থেকে, জানাবেন ম্যাডাম দেবে,,,,
আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏 এখন আর আগের মতন জমি জায়গা বিক্রি হয় না, যদি বিক্রি হয় তাহলে আপনাকে জানাবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। 🙏❤️
🌾সান্ধ্যকালীন নমস্কার দিদিভাই 🙏,
আশা করি ঈশ্বরানুগ্রহে ভালো আছেন। মনে হয় আমি আপনাকে বিরক্তি করি বলিয়া আমার উপর রাগ করে আছেন! কি করবো বলুন,কেউ একটু ভালো ব্যবহার করলে তাকেই আপন ভেবে সবকিছু বলি। উত্তর দিন বা নাই-ই দিন আপনার ভিডিও যতদিন পাবো কমেন্ট করে যাবো। আপনাদের আন্দামানের ভূ-প্রকৃতি,সহজ-সরল জীবন যাপন সবকিছু নিত্য নতুন যতই দেখছি - আন্দামানে থাকার ইচ্ছা ততোধিক বেড়েই চলেছে। জানিনা বিধাতা ভাগ্যে কি লিখে রেখেছেন! আপনার সংকেতের অপেক্ষায় পথ চেয়ে রইলাম💐👏!
আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি🌺🙏‼️
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইদানিং আমার শরীরটা খুব বেশি ভালো যাচ্ছে না। এজন্য কমেন্টের রিপ্লাই গুলো আমার হাজবেন্ডের দিয়ে দিচ্ছে। 🙏🙏
ওখানে কী ওই জাতি আছে?
দাদাভাই কোন জাতির কথা বলছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🙏🙏❤️❤️
দিদি কেমন আছো
তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো আছি আমরা তোমরা কেমন আছো? 🙏❤️❤️
Andaman Netaji er Den,🙏🙏🙏
🙏🙏
Dada bol chilam check kar boys vartman Katha please share me
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏❤️❤️❤️
❤❤❤🇩🇪🇧🇩👍
❤️❤️❤️🙏🙏🙏
লিটল আন্দামান এ থাকার জায়গা কি আছে ? সে সব নিয়ে কিছুই বললে ভালো হোত!
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🙏🙏
দিদি তোমার সব ভিডিও আমি দেখি। আমি তোমার বাংলাদেশের একজন ক্ষুদ্র দর্শক।
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দাদাভাই ক্ষুদ্র দর্শক বলে কিছু হয় না আমার কাছে সব দর্শক ই খুবই মূল্যবান। ভালো থাকবেন। ❤️❤️🙏🙏
দিদি নমস্কার গেীরনদী বরিশাল থেকে , দিদি আপনাদের লিটিল আন্দামান কি সমতল ভূমি???
আপনাকে অসংখ্য ধন্যবাদ। লিটিল আন্দামানে সমতল ভূমি ও আছে এবং পাহাড়ি এলাকাও আছে। 🙏🙏❤️❤️
@buleGorami আমাদের বাড়ি ছিল মাহিলাড়া।
@@pdas4611 আমার বাড়ি কলা বাড়ীয়া মিশনারী স্কুলে পাশে গেীরনদী বরিশাল
@@pdas4611 মাহিলাড়া হাইস্কুলে আসে পাশে কি
@@BuleGoramiবাবার মুখে শুনেছি মাহিলাড়া মঠের কাছে। আমার ঠাকুরদার নাম রাই চরন দাস।
Amar mama bari alaka
আপনাকে অসংখ্য ধন্যবাদ।❤️❤️🙏🙏
ধর্মিয় বিভেদ আর রাজনীতির বিষ মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়, বাপ দাদার ভীটা নাড়ি ছিড়ে মনে কি শান্তি পাওয়া যায়।
আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন🙏🙏🙏
দাদা আমি কোলকাতা থেকে দেখছি একটা উপকার করবেন নরেন পাল আন্দামান আছে তার সাথে অনেক দিন যোগাযোগ নেই নেরনের মা খুলনাতে থাকে মা ছেলের জন্য কান্না কাটি করে নরেন পাল দাদা নাম পরিতোষ পাল যদি খোঁজ পান তবে জানাবেন নরেন পাল দিদি কোলকাতা থাকে
যার সাক্ষাৎকার নেয়া হয়েছে তাঁর কথা বেশীর ভাগই শুনতে পেলাম না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন 🙏❤️
Sasurbari Banabo akta mera den
ভাই তুমি পারলে বাঙালি মেট্রো মনিতে সার্চ কর।
চম্পা দিদি কেমন আছেন ❤❤❤❤ খুলনা থেকে গিয়ে কতটা কস্ট সয়েছে দুঃখের গল্প শুনতে চাই
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পূর্ব পাকিস্তান থেকে যারাই প্রথম প্রথম আন্দামানে পুনর্বাসন নিয়ে এসেছেন সত্যিই তারা খুবই কষ্ট করে আজকে এই জায়গায় পৌঁছেছেনা। আপনি যেকোনো পূর্ব পাকিস্তানের ভিডিও দেখবেন আমার ব্লগে সেগুলোতে একটা কষ্টকর জীবনের পর্ব পেয়েই যাবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন। 🙏🙏❤️❤️
সাউন্ড সিস্টেম ভালো না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সাউন্ডটা একটু কম আছে। ভালো থাকবেন 🙏❤️
Nijer desh charte halo kno?hindu musalman tarpor o bhai Bhai..kno muslim country te sonkhalugura nirapod noy....er jobab musalman ra dite parben????
A mar sonar tukra ader modhe kono khad nei
এই মানুষ গুলো এখনো কি বাংলাদেশকে ভালো বাসে? না ভারত কে ভালো বাসে?
JARA KAFIR HOWAR OPORADHAY BANGLADESHIDER DARA NIJEDER 14 PURUSHER BHITAY MATI THEKAY UCHCHHED HOYE ANDAMANAY BOSOTI STHAPON KORECHHAY TARA BORBOR O HINGSRO BANGLADESHIDER KI KORAY BHALO BASBAY ?
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ শত হলেও নিজের জন্মভূমি কোনদিন কেউ সেটা ভুলতে পারে না। এবং ভারতবর্ষকে কেন ভালোবাসবে না! সেটা হল অন্নদাতা।❤️❤️🙏🙏
ভারত কে ভালো বাসে, কারণ এই দেশ তাদের আশ্রয় দিয়েছে l
আমরা এখন ভারতীয়
আন্দামানে কি কোন মুসলমান নাই
আছে আছে। ❤️❤️🙏🙏
❤❤❤❤❤
🙏🙏🙏❤️❤️❤️