আজ তো মানুষ প্রয়োজনে একদেশ থেকে অন্য দেশ বা জায়গাতে যাচ্ছেন কিন্ত ঐ দেশভাগের সময় বা তার দুঃখের স্মৃতির কথা ভোলার নয়। বেশ ভাল লাগল পুরোন দিনের কথা শুনে। আপনি ভাল থাকবেন আর সুস্থ থাকবেন
নমস্কার আমার বাড়ি বাংলাদেশে। স্যার আপনার পূর্ব পুরুষের ভিটা বটিয়াঘাটায়। আমিও আপনার মত ভয়ের ভাঙ্গা স্কুলের ছাত্র। শলুয়া গ্রাম আমার থেকে তিন তিন কিলোমিটার দূরে । ধন্যবাদ চম্পা দিদি। আপনাদের নিমন্ত্রণ রইল আমাদের দেশে
চমৎকার ব্লগ। ইতিহাস উন্মোচন হচ্ছে। আমার দুইজন মাসিমা আন্দামানে থাকেন। জানি না কোথায় কেমন আছেন। খুব ছেলেবেলায় তাদের দেখেছি। একজনের নাম সুষমা, অন্যজনের নাম টুলু। তাদের পিতার নাম ছিল অরুণ রায়। বাড়ি ছিল খুলনার পাইকগাছা থানার লতা ইউনিয়নের পানারাবাদ গ্রামে। আপনি কখনও খোঁজ পেলে একটু জানাবেন।
লড়াই করো ভাই এক হও , এবার শুধু একা আসবে না , এবার খুলনা ডিভিশন ভেঙে নিয়ে আসবে নিজের মাটি সঙ্গে নিয়ে আসবে কেউ যাতে খোটা দিতে না পারে,যোগেন মন্ডল খুলনায ডিভিশন টা তৎকালীন পাকিস্থান কে দিয়ে ছিল পদের লোভে।
এরকম আরও ভিডিও দিও। আমার খুব ভালো লাগে। পুরানো লোকদের কথা শুনতে ভালো লাগে। ওই স্যারের গ্রাম আমি চিনি। শোলুয়া গ্রাম, বটিয়াঘাটা ওনাদের মেইন টাউন। ওনার গ্রাম থেকে আমার জমি বেশি দূরে নয়। আমার জমি জলমায়, তার এ পাশে ছাচিবুনিয়া গ্রাম। স্যার চলে যাবার যে কারণ বলেছেন তা ঠিক। মাসিমার বাড়ি কুমিল্লা জেলা। ঢাকা থেকে দুই আড়াই ঘণ্টা লাগে যেতে। কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাই খুব নামকরা, বিদেশেও এর সুনাম রয়েছে। এ সমস্ত পুরানো লোক দেখলে মনে বেশ কষ্ট লাগে। যাহোক তোমরা সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।
বাংলাদেশের খুলনা জেলার বটিয়াঘাটা এখনও একটি থানা। আপনার গ্রাম আছে, নিশ্চয়ই অনেকে আছেন, যাদের আপনি চিনবেন। বয়ারভাঙা স্কুল এখনও রয়েছে। ঐ গ্রামে এখন একটি গার্লস কলেজও হয়েছে। একবার বাংলাদেশে আসুন। ভালো লাগবে।
দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো আমি নিশ্চয়ই মাস্টারমশাই কে জানাবো আপনার এই কথাগুলো কারণ আমরা তো আর বুঝতে পারব না মাস্টার মশাই বুঝতে পারবে ভালো থাকবেন🙏❤️❤️
নতুন বন্ধু এলাম । আমার খুব প্রিয় জায়গা নীল দ্বীপ।গত ২০২২ সালে গিয়েছিলাম। ওখানে কুমার& পিঙ্কির May flower hotel and restaurant এ যেতাম।এত ভালো লেগেছিল যেন নিজের বাড়ির মতো আন্তরিক।যদি সম্ভব হয় একবার ওদের দেখাবেন আপনার ভিডিওতে।
আপনি আমার বন্ধু হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন সাপোর্ট করবেন 🙏🙏🙏 এবার শহীদ দ্বীপে গেলে অবশ্যই ওনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেব ❤️❤️ আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️❤️❤️
রৌদ্রউজজল সকালে চায়ের চুমুকে লন্ডন থেকে দেখছি । ভাষা এই মহিলাকে কত কাছে নিয়ে এল আমার। কি সুন্দর সাবলীল কথোপকথন। মানুষ সব সময়ই এক দেশ থেকে অন্য দেশে আবাস গড়ে অপেক্ষাকৃত ভাল জীবনের আশায়, যেমনটি আমাদের বেলায়ও ঘটল ময়মনসিংহ - ঢাকার পর লন্ডন। নিজের জন্মস্থান কি কখনও ভুলা যায়। সব বাঙ্গালী ভালো থাকুন পৃথিবীর যে কোন প্রান্তেই হউক তার আবাস।
Many many thanks. There are mostly English Hindi Bengali Tamil Telugu preferred hair. Andaman Nicobar is not a university but so many colleges are available. Like that medical College engineering College etc 🙏
আপনাদের সবার জীবন কাহিনী শুনতে পেলাম❤, ❤🌹🇧🇩, বাংলাদেশ তথা বঙ্গ ভাগ হয়েছিল❤, 🌎! কিন্তু বাঙালিত্ব তো কখনো ভাগ হতে পারে না❤? আমার বাড়ি ঢাকায় টঙ্গীতে❤,৭১' এর মুক্তিযুদ্ধ আমি দেখেছি❤, গুলিতে আহত হয়ে ছিলাম❤। সবই মনে আছে❤।
Hi Champa, Originally I am from Bangladesh . Currently I live in USA since 1995. When I was little some of our relatives migrated to Andaman. I believe their children are living still in Andaman. I like you presentation and natural scenery that your husband is showing. Keep going@@champadas-cr1ve
Champa, I was there in Neil Island for about 15 days in 2007 in a integration program of Nehru Yuva Kendra. It was a home stay program, so I was lodged in the house of Jogesh Das.
Thank you so much brother 🙏❤️❤️brother Jogesh Das now lives in rangat after selling his lands. He settled in rangat. Brother if u come again in Andaman then I would be so happy.
প্রথমে দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏 দাদাভাই আপনাদের সবার কাছে আমি হাতজোড় করে অনুরোধ করছি আমার কোন ভিডিওর মাধ্যমে কোন বিবাদ শুরু করবেন না 🙏🙏🙏 যারা আমার ব্লগে কথা বলে তাদের পুরনো কথাগুলো ঠিকই বলে কিন্তু তারাও চায় না যে আবার পুরনো দিনটা ফিরে আসুক😌 পুরনো দিনের কথাগুলো মনে করে চলতে গেলে কোনদিনও শান্তিতে কেউই থাকতে পারবে না, আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️❤️❤️
দিদি আমি সেই সব ভাই বোনদের উদ্দেশে বলেছি , যারা এখনো অত্যাচারিত হচ্ছে ,, দুর্গা পূজা করতে দেওয়া হয় না , মন্দির ভেঙে ফেলা হয় , ওনারা হয় তো ভুলে গেছেন কিন্তু বর্তমানে বাংলাদেশে হিন্দু দের কি অবস্থা তার পরিপেক্ষিতে কথা গুলো বলেছি , সুভাষ বংশধর আমরা , অধিকার কেউ দেয়না , ছিনিয়ে নিতে হয় ,, আপনিও ভালো থাকবেন ,, আমরা কলকাতা য় ঠান্ডা ঘরে বসে থাকবো , আর আমার ভাইদের রক্ত গঙ্গা বইবে ,, সেটা মুখ বুঝে সহ্য করা যায় না ,, আরেক টা কথা social মিডিয়া আমি আমার মনের ইচ্ছা প্রকাশ করতেই পারি , আপনার যদি খুব সমস্যা হয় ব্লক করে দিতে পারেন দিদি ভাই,, আমার দেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে কথা বলার , যাই হোক মনে নেবেন না।
দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আসলে আমাদের জন্ম তো ওখানে না। আমার শ্বশুরবাড়ি পূর্বপুরুষদের ভিটাবাড়ি ওখানে ছিল। আপনার কাছ থেকে জানতে পারলাম খুব ভালো লাগলো।🙏🙏
বোন চম্পা। আমি বাংলাদেশী মুসলিম। তোমার ভিডিও গুলি দেখছি আর চোখ অশ্রুসজল হয়। এই লোকগুলোকে কত আপন মনে হয়! উনার ভিটা আমার বাড়ি কুলিয়ারচরের কাছাকাছি। উনার মুখের ভাষা এখনো আমাদের এলাকার আঞ্চলিক ভাষার একদম হুবহু। উনার ইন্টারভিউয়ের এক জায়গায় কুলিয়ারচরের উল্লেখ এসেছে। আমার পরলোকগত আব্বার কাছে শুনেছি, আমাদের গ্রামে চাঁড়াল পাড়া ছিলো। তারা ছিলো হিন্দু। আব্বার অনেক হিন্দু চাঁড়াল বন্ধু ছিলো। পরে তারা দেশ ভাগ অথবা মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়া চলে যায়। আব্বার সাথে অনেকদিন অথবা কিছুদিন তাদের পত্র যোগাযোগ ছিলো। তাদের কিছু জমিও মনে হয় আমার দাদারা (grandfather) স্বল্প মূলে্য কিনে রেখে ছিলেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মুখের এই কথাগুলো শুনে খুব ভালো লাগলো আসলে আমাদের আন্দামানে যত বাঙালি আছে সবার কোন না কোন ভাবে পূর্ব পাকিস্তান মানে এখন বাংলাদেশ সকলের সঙ্গে একটা লিংক রয়েছে, যার জন্য এখানে খুলনা বরিশাল ফরিদপুর কুমিল্লা সব জায়গার লোকজনরা রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
দাদাভাই প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏 দাদাভাই এনারা পূর্ব বাংলা থেকে এসেছেন যখন বাংলাদেশ আলাদা হয়নি আর বাংলাদেশ আলাদা হওয়ার পরে কতই না চেঞ্জ হয়েছে সেটা এনারা জানেন না আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন🙏❤️
The then Bangladesh ( East Pakistan) was like a flower garden comprising various breeds.But unfortunately that febric broken after partition.No one particular community was not responsible for that black episode.It was created by British ( divide and rule tactics).In this process those British rulers played religious cards and some of the people took active part for their vested interst like occupying property of minorities.Mostly Non Bengali ( Behari ) community took the leading part to execute that plan.Yes some Zaminders of East Pakistan who treated poor farmers ( both communities) like slaves.That sentiment works behind those riots and innocent Hindu community has to pay price for this.That was a horrible pathetic episode.Yes few numbers of Muslims also migrated but number was negligible.Mostly Hindu Buddhist and Shikh ( west Pakistan) has to suffered a lot.Lacks of innocent people killed due to their religious identity.History repeats itself.Now those Behari community paying the price ( Geneva camp and in Karachi).Pakistani Punjabi also have to feel the consequences and that situation already created in Pakistan.It is over due for Muslim Punjabi community of Pakistan.Because this community was instrumental behind genocide in West Pakistan and 1971 Bangladesh freedom struggle).Yes there are thousands of instances that Muslim people helped their Hindu neighbours during that time ans saved so many lives in both part of Pakistan.Those refuge now restublished in India ( majority ).But the then Indian govt did not provided adequate support to Bengali refugees but Shikh community Sindri community got emple support in nothern oart of India.There are some political issues behind that discriminatory treatment.More or less that tradition is still continuing in India.
Yes, history will repeat itself. Those hindus in bangladesh left their properties and fled to India i, bengali MusMuslims are enjoying their properties unethically . now no biharis are not doing so. I do believe in the days to come the new generation will claim for own properties and prestige. The politicians have given enough security to bengali muslims in west bengal, assam and tripura. That is why number of muslims have been increased and distabilising the hindu culture in West bengal. About eighty years hindu bengal is are leaderless and all are just singing secular secular with their rotten panjabi. Such a coward. This type of ciw cowardism is not seen in world history. .
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই বয়সে আপনি আন্দামানে কেন সেটেল হতে চান। আপনি কয়েকদিনের জন্য বেড়াতে আসতে চাইলে সেটা পারেন কিন্তু এখানে স্থায়ীভাবে বসবাস করতে গেলে একটু অসুবিধা হবে কারণ এখানে জিনিসপত্র ভীষণ দাম তারপরে সবাই ব্যস্ত ব্যস্ততার মধ্যে আছে। 🙏🙏
আমি কলকাতা থেকে আপনাদের অনুষ্ঠান দেখি। অনেক কিছু জানতে পারি। কিন্তু কেন আপনারা আপনাদের নিজ ভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন সেগুলো আমার মতো বয়স্ক যারা তারা হয়তো জানি। কিন্তু এখনকার জেনারেশন তারা অনেকেই জানে না। যদি অসুবিধা না থাকে তাহলে সেগুলি বিস্তারিত জানালে এই জেনারেশন ও অনেক কিছু জানতে পারবে।
দাদা আপনার পূর্বপুরুষের বাড়ি কুমিল্লা আর আমার বাড়ি হচ্ছে ফেনী কুমিল্লা থেকে ফেনী আপনার এক ঘন্টা সময় লাগে যেতে।একবার আসেন বাংলাদেশে পূর্ব পুরুষের ভিটামাটি দেখে যান ❤❤❤
He says wrong or I may say about his memory issue ..in 1945 no Bengali refugee arrived ..During this year (1945) Japanese forces surrendered and British reoccupation began
@@champadas-cr1ve During March 1949, the first batch arrived in which my grandfather Late Rajani Ranjan Sarkar arrived. He was the man to play key role in bringing all other refugee batches from Bangladeshi migrants then camped at various places in West Bengal and adjacent areas. It began during the tenure of Ajoy Kumar Ghosh, the then CC. . ..My grandfather later became the first Bengali settler to become the member of Chief Commissioner's and then Home Minister's Advisory Council in 1960s during the stint of B N Maheshwari. Those days were very struggling days for the refugees in the islands, but they stood in unity and helping each other in house making. Most of them were actually not the cultivators and but their callus were examined while selecting them as eligible to come here. Loan conditions and deserted land were two major issues to deal with.
নিজেকে অপরাধী মনে হয় একজন মানুষ আমার ধর্মীয় পরিচয় কারণে আমি অত্যাচারিত হব এটা আমি ভাবতে পারিনা মানুষ হয়ে মানুষকে কিভাবে অত্যাচার করি যে যার মত বাঁচতে চায় তাকে তার মত বাঁচতে দেয়া উচিত ছিল কেন তাদের তাড়াতে হবে
দাদাভাই সত্যিকারে আপনার কথাগুলো শুনে অনেক কষ্ট পেলাম যে এসব কষ্টগুলো আপনারা নিজের চোখে দেখেছেন আর নিজেরা সহ্য করেছেন তার জন্যই কেউ ওই কষ্টের কথা ভুলতে পারে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন🙏❤️
Erokom aaro blog dekhar aasay roilaam, amar mamabari chilo gopalganj , study aar service kolkata te tai they manage to settle in west bbengal aar migration kore sobai esechilen, jodio property sale korte paaren ni aar lukiye maa aar maasider niye aasa hoichilo ek kopore taader aaste hoichilo otherwise (musalmaanra ) they not spare , sobjaygate era ki erokom , esob bhule jabar noy, nijeder alert thakte hobe, specially paroshi jodi hoi, its actual fact, be aware of them
বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী ও বাংলাদেশ থেকে আসা একজন বাংলাদেশী কেও তাড়িয়ে দেবেন না এইদেশ থেকে। বাংলাদেশের হিন্দুদের জন্য ও একটা ব্যবস্থা করবেন ভবিষ্যতে। কিছুটা সময় লাগবে। আন্তর্জাতিক নিয়ম মেনে ই করবেন।
আমি একজন মুসলিম, বাংলাদেশের চট্টগ্রামের, সত্যি আমি তাদের জন্য মর্মাহত, প্রিয় বাংলার হারিয়ে যাওয়া মনুষেরা, তোমরা ভালো থেকো।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো যে আপনি আমাদের জন্য অনেকটা চিন্তা করেছেন। 🙏🙏
শিখরের গল্পগুলো শুনলে চোখে জল আসে। নিজের দেশ থেকেও পরবাসি হতে হয়েছে। কঠিন সংগ্রাম করে প্রতিষ্ঠা পেয়েছেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।
সত্যিই খুব মর্মান্তিক ঘটনা ছিল। কিন্তু আজ আর সেই সব দিনগুলো ভুলে গিয়ে আমরা এখানে খুব ভালোই আছি। 🙏🙏🙏
আজ তো মানুষ প্রয়োজনে একদেশ থেকে অন্য দেশ বা জায়গাতে যাচ্ছেন কিন্ত ঐ দেশভাগের সময় বা তার দুঃখের স্মৃতির কথা ভোলার নয়। বেশ ভাল লাগল পুরোন দিনের কথা শুনে।
আপনি ভাল থাকবেন আর সুস্থ থাকবেন
দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমি আরো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব।🙏🙏
অনেক তথ্যবহুল ব্লগ, ধন্যবাদ জানাই।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 🙏
সেই একই বাংলাদেশি ভাষা ভদ্র মহিলার কন্ঠে, যে যেখানেই থাকুক নিজের জন্মভূমি ভুলে যাওয়া কঠিন। বাঙ্গালীরা যেখানেই থাকুক ভাল থাকুন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏♥️♥️
নমস্কার আমার বাড়ি বাংলাদেশে। স্যার আপনার পূর্ব পুরুষের ভিটা বটিয়াঘাটায়। আমিও আপনার মত ভয়ের ভাঙ্গা স্কুলের ছাত্র। শলুয়া গ্রাম আমার থেকে তিন তিন কিলোমিটার দূরে । ধন্যবাদ চম্পা দিদি। আপনাদের নিমন্ত্রণ রইল আমাদের দেশে
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার কথাগুলো মাস্টারমশাই পর্যন্ত পৌঁছে দেব। তোমার সাথে শহীদ দ্বীপে থাকেন। 🙏🙏❤️
চমৎকার ব্লগ। ইতিহাস উন্মোচন হচ্ছে। আমার দুইজন মাসিমা আন্দামানে থাকেন। জানি না কোথায় কেমন আছেন। খুব ছেলেবেলায় তাদের দেখেছি। একজনের নাম সুষমা, অন্যজনের নাম টুলু। তাদের পিতার নাম ছিল অরুণ রায়। বাড়ি ছিল খুলনার পাইকগাছা থানার লতা ইউনিয়নের পানারাবাদ গ্রামে। আপনি কখনও খোঁজ পেলে একটু জানাবেন।
প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏 আপনার দুই মাসিমাকে অবশ্যই খোঁজার চেষ্টা করব ❤️ ভালো থাকবেন🙏
এক কথায় বলা যায় আন্দামান দ্বীপপুঞ্জ অসাধারণ অপূর্ব সুন্দর ভাষায় প্রকাশ করা যায় না । চম্পা তোমার ভিডিও অসাধারণ লাগে। সুস্থ থেকো। 🌹❤️🇧🇩
দাদাভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। 🙏🙏
তোমার মাধ্যমে আন্দামানের অজানা, অদেখা অনেক তথ্য ও সৌন্দর্য্য দেখতে পাচ্ছি, ধন্যবাদ
দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে ব্লগে চোখ রাখবেন তাহলে আরো নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। 🙏🙏❤️❤️
এখনো সেই ভয় আছে আমাদের। দিদিভাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো 🎉🎉🙏🙏🇧🇩
দাদা ভাই শুনে অনেক খারাপ লাগে।
😊😊😊😊😊😊😊😊😊😊😊@@champadas-cr1ve
লড়াই করো ভাই এক হও , এবার শুধু একা আসবে না , এবার খুলনা ডিভিশন ভেঙে নিয়ে আসবে নিজের মাটি সঙ্গে নিয়ে আসবে কেউ যাতে খোটা দিতে না পারে,যোগেন মন্ডল খুলনায ডিভিশন টা তৎকালীন পাকিস্থান কে দিয়ে ছিল পদের লোভে।
Vai aita ke bollan. Amra ke aponader satha kharap acoron kore. Bangladesh mane to hindu Muslim ❤❤
@@abdullahmamunmamun2429এটা ফেইসবুক আর ইউটিউব এর কমেন্টে কিন্তু বাস্তবতা ভিন্ন।
এরকম আরও ভিডিও দিও। আমার খুব ভালো লাগে। পুরানো লোকদের কথা শুনতে ভালো লাগে। ওই স্যারের গ্রাম আমি চিনি। শোলুয়া গ্রাম, বটিয়াঘাটা ওনাদের মেইন টাউন। ওনার গ্রাম থেকে আমার জমি বেশি দূরে নয়। আমার জমি জলমায়, তার এ পাশে ছাচিবুনিয়া গ্রাম। স্যার চলে যাবার যে কারণ বলেছেন তা ঠিক। মাসিমার বাড়ি কুমিল্লা জেলা। ঢাকা থেকে দুই আড়াই ঘণ্টা লাগে যেতে। কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাই খুব নামকরা, বিদেশেও এর সুনাম রয়েছে। এ সমস্ত পুরানো লোক দেখলে মনে বেশ কষ্ট লাগে। যাহোক তোমরা সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।
কাকাবাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কাকাবাবু আপনাদের কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাই খেতে অবশ্যই আসবো। এই আসাটা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন।🙏🙏
আন্দামানবাসী সকলকে শ্রীকৃষ্ণ সুখে ও শান্তিতে রাখুন এই কামনা করছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভাল থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি 🙏❤️❤️❤️ পারলে একবার আন্দামানে অবশ্যই বেড়াতে আসবেন ❤️
She is very nice lady and really socially educated pronam janai.
Thank you so much 🙏🙏
Banglar. Matir. Gun. Je. Kato alada. Sab Matir MahilaO. Dekhechhe dunia Kintu Amar DidimaOterma. Dhaka. Thakurmayera. Borisaler. Jeno. Kato. Smart chhilen. Purba banglar mati. Biswer. Sreshta mati pranam Masimake dhanyabad tomader
Pasandera. katoi. Rakhsas.order. O. Pasander hate portehabe
Very nice, informative and historical video. Nice historical discussion.
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন 🙏❤️
বাংলাদেশের খুলনা জেলার বটিয়াঘাটা এখনও একটি থানা। আপনার গ্রাম আছে, নিশ্চয়ই অনেকে আছেন, যাদের আপনি চিনবেন। বয়ারভাঙা স্কুল এখনও রয়েছে। ঐ গ্রামে এখন একটি গার্লস কলেজও হয়েছে। একবার বাংলাদেশে আসুন। ভালো লাগবে।
দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো আমি নিশ্চয়ই মাস্টারমশাই কে জানাবো আপনার এই কথাগুলো কারণ আমরা তো আর বুঝতে পারব না মাস্টার মশাই বুঝতে পারবে ভালো থাকবেন🙏❤️❤️
বাংলাদেশ থেকে দেখছি
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন 🙏❤️❤️
ধন্যবাদ ভাই বাংলাদেশ থেকে
দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাল থাকবেন ♥️🙏🙏
Khub sundor 👍👍👍🙏
অনেক অনেক ধন্যবাদ। ❤️❤️🙏🙏
Gharoa blog,bhaloi laglo.bhalo thako, sustho thako, iswar tomay bhalo rakhun.❤❤❤❤❤
দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। 🙏🙏
নতুন বন্ধু এলাম । আমার খুব প্রিয় জায়গা নীল দ্বীপ।গত ২০২২ সালে গিয়েছিলাম। ওখানে কুমার& পিঙ্কির May flower hotel and restaurant এ যেতাম।এত ভালো লেগেছিল যেন নিজের বাড়ির মতো আন্তরিক।যদি সম্ভব হয় একবার ওদের দেখাবেন আপনার ভিডিওতে।
আপনি আমার বন্ধু হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন সাপোর্ট করবেন 🙏🙏🙏 এবার শহীদ দ্বীপে গেলে অবশ্যই ওনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেব ❤️❤️ আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️❤️❤️
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন বন্ধু
রৌদ্রউজজল সকালে চায়ের চুমুকে লন্ডন থেকে দেখছি ।
ভাষা এই মহিলাকে কত কাছে নিয়ে এল আমার। কি সুন্দর সাবলীল কথোপকথন।
মানুষ সব সময়ই এক দেশ থেকে অন্য দেশে আবাস গড়ে অপেক্ষাকৃত ভাল জীবনের আশায়, যেমনটি আমাদের বেলায়ও ঘটল ময়মনসিংহ - ঢাকার পর লন্ডন। নিজের জন্মস্থান কি কখনও ভুলা যায়।
সব বাঙ্গালী ভালো থাকুন পৃথিবীর যে কোন প্রান্তেই হউক তার আবাস।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সত্যি কথাটাই বলেছেন। 🙏🙏💗💗
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ।
ভালো লাগলো
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন 🙏❤️
অনেক অতীত ইতিহাস জানতে পারলাম । মানুষ কিভাবে একদেশ থেকে অন্য দেশে চলে অনেক কষ্টের কারনে । ভালো থাকুন সুস্থ থাকুন সবাই অনেক শুভকামনা ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। ❤️❤️🙏🙏
ময়মনসিংহ থেকে দেখছি
আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏❤️? ভালো থাকবেন সুস্থ থাকবেন ❤️)
পৃথিবীতে যেখানেই বাঙালি আছে,, ভালো থাকুক এই দোয়া করি,,,
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ❤️❤️🙏🙏
Apnara Akhone Kothay thaken apni to Dekhchi Bangladesher Loke Thanks You
🙏🙏
আনদামানের ভাষা কি বাংলা? What is the medium of education? How many universities are there in Andaman?
Many many thanks. There are mostly English Hindi Bengali Tamil Telugu preferred hair. Andaman Nicobar is not a university but so many colleges are available. Like that medical College engineering College etc 🙏
দাসকান্দি, নবীনগর উপজিলা,
ব্রাহ্মণবাড়িয়া জেলা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
আপনাদের সবার জীবন কাহিনী শুনতে পেলাম❤, ❤🌹🇧🇩, বাংলাদেশ তথা বঙ্গ ভাগ হয়েছিল❤, 🌎! কিন্তু বাঙালিত্ব তো কখনো ভাগ হতে পারে না❤? আমার বাড়ি ঢাকায় টঙ্গীতে❤,৭১' এর মুক্তিযুদ্ধ আমি দেখেছি❤, গুলিতে আহত হয়ে ছিলাম❤। সবই মনে আছে❤।
আপনার কথাগুলো শুনে মনে হল আপনি খুবই সাহসী, আপনি একজন মহান বীর শপুত। জয় হিন্দ জয় ভারত। জয় বাংলার জয় 🙏🙏
Your presentation is excellent. Thanks to Champa
Thank you so much brother 🙏♥️♥️
Hi Champa, Originally I am from Bangladesh . Currently I live in USA since 1995. When I was little some of our relatives migrated to Andaman. I believe their children are living still in Andaman. I like you presentation and natural scenery that your husband is showing. Keep going@@champadas-cr1ve
ভূল ত্রুটির মাঝেও ভাল লাগলো।
দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 🙏🙏❤️❤️
Champa, I was there in Neil Island for about 15 days in 2007 in a integration program of Nehru Yuva Kendra. It was a home stay program, so I was lodged in the house of Jogesh Das.
Thank you so much brother 🙏❤️❤️brother Jogesh Das now lives in rangat after selling his lands. He settled in rangat. Brother if u come again in Andaman then I would be so happy.
Khub bhalo laglo
থ্যাংক ইউ সো মাচ। 🙏🙏
সকল হিন্দু বাঙালি এক হও , এবার শুধু খালি হাতে না খুলনা ডিভিশন সঙ্গে নিয়ে আসতে হবে , বঙ্গভূমি আন্দোলন শুরু করার দরকার তাই হবে।
প্রথমে দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏 দাদাভাই আপনাদের সবার কাছে আমি হাতজোড় করে অনুরোধ করছি আমার কোন ভিডিওর মাধ্যমে কোন বিবাদ শুরু করবেন না 🙏🙏🙏 যারা আমার ব্লগে কথা বলে তাদের পুরনো কথাগুলো ঠিকই বলে কিন্তু তারাও চায় না যে আবার পুরনো দিনটা ফিরে আসুক😌 পুরনো দিনের কথাগুলো মনে করে চলতে গেলে কোনদিনও শান্তিতে কেউই থাকতে পারবে না, আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️❤️❤️
দিদি আমি সেই সব ভাই বোনদের উদ্দেশে বলেছি , যারা এখনো অত্যাচারিত হচ্ছে ,, দুর্গা পূজা করতে দেওয়া হয় না , মন্দির ভেঙে ফেলা হয় , ওনারা হয় তো ভুলে গেছেন কিন্তু বর্তমানে বাংলাদেশে হিন্দু দের কি অবস্থা তার পরিপেক্ষিতে কথা গুলো বলেছি , সুভাষ বংশধর আমরা , অধিকার কেউ দেয়না , ছিনিয়ে নিতে হয় ,, আপনিও ভালো থাকবেন ,, আমরা কলকাতা য় ঠান্ডা ঘরে বসে থাকবো , আর আমার ভাইদের রক্ত গঙ্গা বইবে ,, সেটা মুখ বুঝে সহ্য করা যায় না ,, আরেক টা কথা social মিডিয়া আমি আমার মনের ইচ্ছা প্রকাশ করতেই পারি , আপনার যদি খুব সমস্যা হয় ব্লক করে দিতে পারেন দিদি ভাই,, আমার দেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে কথা বলার , যাই হোক মনে নেবেন না।
Who divided Bengal and responsible. Do you know Sadar bollav Patel, RSS panda sama prasad mukurjee and so on.
We need maldagh, murshidabad, karimgonj at Assam
Amra akhanda Bangladesh chai. Alada desh hishebe. Shyma prrashader Bongo vanga amra chai na.
দাসকান্দি, ব্রাহ্মণবাড়িয়া জেলা
বাংলাদেশ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন 🙏❤️
Cumilla brahmanpara amader bari. brahmanbaria amader pashe. agortola amader borderer pore. valo laglo dekhe.
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। 🙏🙏
এই দাদীর কথা গুলো ,, কি মধুর ,, এক্কেবারে আমার এলাকার মানুষের মতো,, ময়মনসিংহ থেকে দেখছি,, দোয়া ও শুভকামনা রইল
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই দিদার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার বাংলাদেশ। ❤️❤️🙏🙏
দাস কান্দী ও দাউদ কান্দী কুমিল্লা জেলার অন্তর্গত।
দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আসলে আমাদের জন্ম তো ওখানে না। আমার শ্বশুরবাড়ি পূর্বপুরুষদের ভিটাবাড়ি ওখানে ছিল। আপনার কাছ থেকে জানতে পারলাম খুব ভালো লাগলো।🙏🙏
বোন চম্পা। আমি বাংলাদেশী মুসলিম। তোমার ভিডিও গুলি দেখছি আর চোখ অশ্রুসজল হয়। এই লোকগুলোকে কত আপন মনে হয়! উনার ভিটা আমার বাড়ি কুলিয়ারচরের কাছাকাছি। উনার মুখের ভাষা এখনো আমাদের এলাকার আঞ্চলিক ভাষার একদম হুবহু। উনার ইন্টারভিউয়ের এক জায়গায় কুলিয়ারচরের উল্লেখ এসেছে।
আমার পরলোকগত আব্বার কাছে শুনেছি, আমাদের গ্রামে চাঁড়াল পাড়া ছিলো। তারা ছিলো হিন্দু। আব্বার অনেক হিন্দু চাঁড়াল বন্ধু ছিলো। পরে তারা দেশ ভাগ অথবা মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়া চলে যায়। আব্বার সাথে অনেকদিন অথবা কিছুদিন তাদের পত্র যোগাযোগ ছিলো। তাদের কিছু জমিও মনে হয় আমার দাদারা (grandfather) স্বল্প মূলে্য কিনে রেখে ছিলেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মুখের এই কথাগুলো শুনে খুব ভালো লাগলো আসলে আমাদের আন্দামানে যত বাঙালি আছে সবার কোন না কোন ভাবে পূর্ব পাকিস্তান মানে এখন বাংলাদেশ সকলের সঙ্গে একটা লিংক রয়েছে, যার জন্য এখানে খুলনা বরিশাল ফরিদপুর কুমিল্লা সব জায়গার লোকজনরা রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
বাংলাদেশ থেকে আন্দামান কিভাবে যাওয়া যায় আর কত ঘন্টা লাগে??
প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏 আপনি পাসপোর্ট আর ভিসা বানিয়ে কলকাতা পর্যন্ত আসার পরে ওখান থেকে আন্দামানে আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
বাংলাদেশের মুসলিমদের হিন্দুদের নারী,আর জমির উপর নজর
She is from my district Comilla, Comilla peoples are smart.
Thank you so much. ❤️🙏🙏
মাসী মা বেঁচে থাকুক ❤
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 🙏🙏
আমি উত্তর প্রদেশ থাকি 22 বছর ধরে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ♥️
বটিয়াঘাটা খুলনা থেকে দেখছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏 শুভ নববর্ষ ভালো থাকবেন ♥️
নড়াইল জেলার থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম দিদিকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🙏🙏❤️❤️
নাসিরনগর আমাদের বাড়ি। খোঁজ খবর নিলে দেখা যাবে হয়তো আমাদেরই কেউ এই মাসিমা!
আপনাকে অসংখ্য ধন্যবাদ।🙏🙏❤️❤️
Sobai amader alakar lok .Dumuria, Botiaghata ,sholua, Boyarbhanga, Hajibunia .Amra akhono a alakai thaki
দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ❤️❤️🙏🙏
Suport by only Indiraji
Khub sundor
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন 🙏❤️❤️
আমি ওনার এলাকার থেকে দেখছি। বটিয়াঘাটা, খুলনা, বাংলাদেশ থেকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল লাগল যে আপনি ওই জায়গায়ই ভালো থাকবেন সুস্থ থাকবেন। 🙏❤️
@champadas-cr1ve আপনার সাথে আমি কি অডিও কলে কথা বলতে পারি।
@@udaysankarmondal9984 আপনি ফেসবুক ম্যাসেঞ্জার ফলো করুন ওখানে আপনার নাম্বারটা দিয়ে দিন আমি ফোন করতে পারব আপনাকে
বুড়ী মার কথা শুনে খুব কষ্ট লাগছে কারন উনি আমার এলাকার আসেপাশে এলাকার কথাই বলছে।ভালো থেকো।🙏♥️
আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন 🙏
ভাই দাসকান্দি কি দাউদকান্দির মাঝে, কারন আমার বাড়ি হাড়াইকান্দি।
দাদাভাই প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏 দাদাভাই এনারা পূর্ব বাংলা থেকে এসেছেন যখন বাংলাদেশ আলাদা হয়নি আর বাংলাদেশ আলাদা হওয়ার পরে কতই না চেঞ্জ হয়েছে সেটা এনারা জানেন না আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন🙏❤️
@@champadas-cr1ve আপনারা যেই গ্রাম থেকে এসেছেন সেই গ্রামের পাশেই আমাদের গ্রাম।
Who believe 3rd law of Newton!!! So some should prepared for it
সুন্দর
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 🙏🙏❤️❤️
আমার বাড়ী বি বাড়ীয়া শহরে
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন 🙏❤️❤️❤️
jai bolun desh bhag nijer bari root shob chere asha shotti koshtokor,
Apnake onek onek dhonnobad 🙏❤️
আমার বাড়ি খুলনার ডুমুরিয়ার হাজিবুনিয়া গ্রাম
আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️ ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏
ঢাকা জেলার দোহার থানার কেউ আছেন কি আন্দামানে বাস করছেন।
দাদাভাই এইভাবে তো বলতে পারা যাবে না। 🙏🙏
@@champadas-cr1ve অসুবিধা নেই, অন্য কেউ হয়তো বলতে পারবেন
Mana camp ta kon state e chilo ?
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, মানা ক্যাম্পটা উত্তরপ্রদেশে ছিল।🙏🙏❤️❤️
আল্লাহ আপনাদের হেফাজত করুক
আমাদের নিজেদের সনাতনী আরাধ্য ঈশ্বর থাকতে, আল্লা আমাদের হেফাজত করতে যাবে কোন দুঃখে?
তোরা হিন্দুদের অত্যাচার করে সুখে থাক।
সঠিক বলেছেন@@sugatomitra6391
Hinduder taraia ekhon lecture marchis ?
আল্লাহ তোদের ধ্বংস করুক । তোদের ভিখারী করুক । তোদের এত কষ্ট দিক যেন তোরা না খেয়ে সবাই মারা যাস ।
কুলিয়ারচর ভৈরব আশুগঞ্জ, সরাইল, নাছিরনগর, ব্রাহ্মনবাড়িয়া একসাথে
অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🙏
এখন কি ওখানে জমি কেনার সুযোগ আছে। তাহলে একটু জানাবেন। বাংলাদেশ থেকে দেখছি।
না এখানে তেমন জমি কেন সুযোগ নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🙏🙏❤️❤️
The then Bangladesh ( East Pakistan) was like a flower garden comprising various breeds.But unfortunately that febric broken after partition.No one particular community was not responsible for that black episode.It was created by British ( divide and rule tactics).In this process those British rulers played religious cards and some of the people took active part for their vested interst like occupying property of minorities.Mostly Non Bengali ( Behari ) community took the leading part to execute that plan.Yes some Zaminders of East Pakistan who treated poor farmers ( both communities) like slaves.That sentiment works behind those riots and innocent Hindu community has to pay price for this.That was a horrible pathetic episode.Yes few numbers of Muslims also migrated but number was negligible.Mostly Hindu Buddhist and Shikh ( west Pakistan) has to suffered a lot.Lacks of innocent people killed due to their religious identity.History repeats itself.Now those Behari community paying the price ( Geneva camp and in Karachi).Pakistani Punjabi also have to feel the consequences and that situation already created in Pakistan.It is over due for Muslim Punjabi community of Pakistan.Because this community was instrumental behind genocide in West Pakistan and 1971 Bangladesh freedom struggle).Yes there are thousands of instances that Muslim people helped their Hindu neighbours during that time ans saved so many lives in both part of Pakistan.Those refuge now restublished in India ( majority ).But the then Indian govt did not provided adequate support to Bengali refugees but Shikh community Sindri community got emple support in nothern oart of India.There are some political issues behind that discriminatory treatment.More or less that tradition is still continuing in India.
Yes, history will repeat itself. Those hindus in bangladesh left their properties and fled to India i, bengali MusMuslims are enjoying their properties unethically . now no biharis are not doing so. I do believe in the days to come the new generation will claim for own properties and prestige. The politicians have given enough security to bengali muslims in west bengal, assam and tripura. That is why number of muslims have been increased and distabilising the hindu culture in West bengal. About eighty years hindu bengal is are leaderless and all are just singing secular secular with their rotten panjabi. Such a coward. This type of ciw cowardism is not seen in world history. .
দিদি আপনার বাসা কোথায় আন্দা মানে কি
আমার জন্ম এখানে এবং আমি আন্দামানের রাজধানী শ্রী বিজয়পুরাম (পোর্ট ব্লেয়ার)থাকি, ভালো থাকবেন
আমি বিপত্নীক ৬২+ বয়স। আন্দামানে বসবাস করার ইচ্ছা। প্রকৃত বন্ধু চাই।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই বয়সে আপনি আন্দামানে কেন সেটেল হতে চান। আপনি কয়েকদিনের জন্য বেড়াতে আসতে চাইলে সেটা পারেন কিন্তু এখানে স্থায়ীভাবে বসবাস করতে গেলে একটু অসুবিধা হবে কারণ এখানে জিনিসপত্র ভীষণ দাম তারপরে সবাই ব্যস্ত ব্যস্ততার মধ্যে আছে। 🙏🙏
❤❤❤❤
10:39
❤️❤️❤️
আমি ঢাকা বাংলাদেশ থেকে দেখছি ,আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা। উনার বাড়ি কুতাই একটু জানতে চাই.
এই মাসিমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া য়। আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏🙏🚩🚩
❤❤
🙏🙏
আমি কলকাতা থেকে আপনাদের অনুষ্ঠান দেখি। অনেক কিছু জানতে পারি। কিন্তু কেন আপনারা আপনাদের নিজ ভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন সেগুলো আমার মতো বয়স্ক যারা তারা হয়তো জানি। কিন্তু এখনকার জেনারেশন তারা অনেকেই জানে না। যদি অসুবিধা না থাকে তাহলে সেগুলি বিস্তারিত জানালে এই জেনারেশন ও অনেক কিছু জানতে পারবে।
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏 সেরকম সুযোগ হলে দাদা ভাই অবশ্যই সেই ধরনের ভিডিও করব আপনারা সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন 🙏
মুসলিম রা,1লাখ 1একটা, ভালো,,1971দেশ, ছেরে, ভারতের এসেছিলেন অনেক লোক
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।🙏🙏
Muslimra manusher moddhe podeina. Rakto chosha joke er bachcch.😮😮😮
Ek lakhe ek tao bhalo na
প্রতিটি মুসলমান খুব ভালো। হিন্দুরা জাত শয়তান। একটা হিন্দু ভাল না
প্রতিটি মুসলমান খুব ভালো। একটা হিন্দু ভাল না। প্রতিটা হিন্দু শয়তানের বাচ্চা
খুব ভাল লাগলো যে এরা বাংগালী।।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
Aner gram ami chini
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 🙏🙏
Mastar metha Kotha bolecen.1971 er pare mana camp hoyacilo.
আন্দামানে সাতক্ষীরার কেউ কি আছেন? খুব কষ্ট লাগে আপনাদের আমার মায়ের ভাষায় কথা শুনে। অধিকাংশ আপনারা বোধহয় খুলনা বিভাগের!
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই এখানে সব জায়গার লোকজনের কম বেশি আছে।🙏🙏❤️❤️
Boyer bhanga gour babur bari
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 🙏🙏
জয় সনাতন ❤🙏🙏🙏
🙏❤️❤️ জয় সনাতন
দাদা বাংলাদেশে আসেন।
অবশ্যই আসবে একবার। তোমরা সবাই আন্দামানে আসবে।🙏🙏
মরতে আসবে?
চির সবুজ এলকা খুব সুন্দর লাগছে,,, ১০০ হিন্দুদের মাঝে ১ জন মুসলিম নিরাপদ কিন্তু ১০০ জন মুসলিমদের মধ্যে ১ জন অমুসলিম নিরাপদ নয়। সূখে থাকেন আপনারা 👍
দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন 🙏♥️
ঠিক
কোনো বাঙ্গালী বন্ধুর মোবাইল নাম্বার কিভাবে পেতে পারি?
🙏🙏
দাদা আপনার পূর্বপুরুষের বাড়ি কুমিল্লা আর আমার বাড়ি হচ্ছে ফেনী কুমিল্লা থেকে ফেনী আপনার এক ঘন্টা সময় লাগে যেতে।একবার আসেন বাংলাদেশে পূর্ব পুরুষের ভিটামাটি দেখে যান ❤❤❤
15:59
আশা আছে একবার পূর্ব পুরুষের ভিটা বাড়িতে ঘুরে যাব আপনারাও একবার আন্দামানে এসে ঘুরে যাবেন। 🙏🙏❤️❤️
@@champadas-cr1ve আমি বাংলাদেশ থেকে আমি আন্দামান আসতে চাই
😢🙏👍. Kolkata
🙏🙏❤️❤️
He says wrong or I may say about his memory issue ..in 1945 no Bengali refugee arrived ..During this year (1945) Japanese forces surrendered and British reoccupation began
Right, you are absolutely correct. Actually the first Bengali settlement batch came in Andaman 1949🙏🙏
@@champadas-cr1ve During March 1949, the first batch arrived in which my grandfather Late Rajani Ranjan Sarkar arrived. He was the man to play key role in bringing all other refugee batches from Bangladeshi migrants then camped at various places in West Bengal and adjacent areas. It began during the tenure of Ajoy Kumar Ghosh, the then CC. . ..My grandfather later became the first Bengali settler to become the member of Chief Commissioner's and then Home Minister's Advisory Council in 1960s during the stint of B N Maheshwari. Those days were very struggling days for the refugees in the islands, but they stood in unity and helping each other in house making. Most of them were actually not the cultivators and but their callus were examined while selecting them as eligible to come here. Loan conditions and deserted land were two major issues to deal with.
The mass displaced from Bangladesh and their next generation should not forget the tragic history and not support TMC
for obvious reason
Thank you so much 🙏
❤😢❤
❤️😊🙏🙏
খুলনা থেকে সাতক্ষীরা হয়ে এ পারে বসিরহাট কাছে হত, কিন্তু ওনারা টাকি হয়ে হাসনাবাদ ছিলেন
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু অন্য কে ও শেয়ার করে দেবেন।🙏🙏
Noisy sound that is harmful for mankind
Indian muslim bangladesh jao
দেশ ছেড়ে পালিয়ে যাওয়া মানুষের গল্প শুনতে ঘিন লাগে।
এর পরিবর্তে লজ্জা লাগা উচিত
দেশ নিজের কেউ নিজের ইচ্ছায় ছাড়ে না অনেক কষ্টে ছাড়তে হয়েছে ভালো থাকবেন 🙏🙏❤️
🙏🙏🙏
মিথ্যা চার করে কী সুখ !
🤣🤣
নিজেকে অপরাধী মনে হয় একজন মানুষ আমার ধর্মীয় পরিচয় কারণে আমি অত্যাচারিত হব এটা আমি ভাবতে পারিনা মানুষ হয়ে মানুষকে কিভাবে অত্যাচার করি
যে যার মত বাঁচতে চায় তাকে তার মত বাঁচতে দেয়া উচিত ছিল কেন তাদের তাড়াতে হবে
🙏🙏🙏🙏
সবাই সমান নয়
মহান ৭১' এর মুক্তিযুদ্ধের ভয়ানক দুর্বিষহ কষ্টের জীবন কখনো ভুলতে পারবো না❤? কতবার যে বাড়ি থেকে পালিয়ে গিয়েছি, তার কোন সঠিক হিসাব আমার জানা নেই?
দাদাভাই সত্যিকারে আপনার কথাগুলো শুনে অনেক কষ্ট পেলাম যে এসব কষ্টগুলো আপনারা নিজের চোখে দেখেছেন আর নিজেরা সহ্য করেছেন তার জন্যই কেউ ওই কষ্টের কথা ভুলতে পারে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন🙏❤️
আমি বাংলাদেশ থেকে, বরিশাল
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 🙏🙏
নাসিরনগর এখন ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আমার জেলা। আগে এটা কুমিল্লা জেলার অংশ ছিল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছ থেকে জানতে পেরে খুবই ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন। 🙏❤️
@@champadas-cr1ve আপনাকেও অনেক ধন্যবাদ দিদি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশে বেড়াতে আসবেন দিদি।
@isratjahan652 অবশ্যই 🙏🙏🙏
Erokom aaro blog dekhar aasay roilaam, amar mamabari chilo gopalganj , study aar service kolkata te tai they manage to settle in west bbengal aar migration kore sobai esechilen, jodio property sale korte paaren ni aar lukiye maa aar maasider niye aasa hoichilo ek kopore taader aaste hoichilo otherwise (musalmaanra ) they not spare , sobjaygate era ki erokom , esob bhule jabar noy, nijeder alert thakte hobe, specially paroshi jodi hoi, its actual fact, be aware of them
Apnake onek onek dhonnobad 🙏❤️ bhalo thakben ❤️🥰
Muslim ra West Bengal a o hindu der upor ottachar kora suru hoye geche. Ami south 24 pgs theke bolchi. Didi tomar vlog khub valo lage . Stay safe
🙏
বাঙলা দেশ থেকে যারা এসে দুঃক্ষিত তারা আবার বাংলাদেশে চোখে যান
আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️
ও মাসী মা রাসমোহন গোসাই কি রামমোহন ভট্টাচার্য র কথা বলছ ?
রাসমোহন ভট্টাচার্য।
খবরটা মাসিমার কাছে পৌঁছে দেব। মাসিমা অন্য একটা দ্বীপে থাকে।
আপনি যার কথা বলছেন এই ব্যাপারটা তো আমি জানব না। 🙏🙏
@@champadas-cr1ve সত্যিই আমি তোমার vdo তে নামটা শুনে চমকে উঠেছি। আমার ঠাকুরদার বাড়ি কুমিল্লাতে ছিল।
বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী ও বাংলাদেশ থেকে আসা একজন বাংলাদেশী কেও তাড়িয়ে দেবেন না এইদেশ থেকে। বাংলাদেশের হিন্দুদের জন্য ও একটা ব্যবস্থা করবেন ভবিষ্যতে। কিছুটা সময় লাগবে। আন্তর্জাতিক নিয়ম মেনে ই করবেন।
অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন 🙏❤️