মাংস খাওয়ার জন্য কুকুর লেলিয়ে ধরা হতো বুনো শুয়োর । হ্যাভলক দ্বীপে যুদ্ধ জয়ের কাহিনী। Havlok Island

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 313

  • @KC2345_-
    @KC2345_- 3 года назад +11

    মাগো বিশ্বজননী।
    তোর লীলা বোঝা দায়।
    তুই যাকে যেমন করতে চাস সে তেমনই হয় এবং থাকে।
    জয় মা।
    অসাধারণ অভিজ্ঞতা হলো ঘরে বসে!
    ধন্যবাদ দাদা।

  • @basabbhattacharyya3265
    @basabbhattacharyya3265 3 года назад +4

    প্রথমত, দাদাভাই, আমার কাছে তোমার প্রতিটা ভিডিও মানে, নূতন কিছু শিক্ষা, নূতন কিছু পাওয়া, বলা ভালো, একটা নূতন কিছুর সূচনা কিংবা নূতন এক দিশার মতো ....... দ্বিতীয়ত, এই মানুষ গুলো, কতকাল যাবৎ, কতটা কঠিন সময় কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হয়ে, ওই রকম পরিবেশের মধ্যে, আজ তারা যে, সুখের মুখ দেখেছেন, এটাই শান্তির বার্তা বহন করছে ....... তৃতীয়ত, কষ্ট করলে তবেই যে কেষ্ট মেলে, এই মানুষ গুলো হলো তার, প্রকৃত উদাহরণ ....... অসাধারণ অভুতপূর্ব অনবদ্য একটা উপস্থাপনা, দাদাভাই ....... খুব খুব সাবধানে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো তোমরা সবাই, টাটা ......

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад +1

      তোমার কথাগুলো অনুভূতিকে স্পর্শ করল।

    • @basabbhattacharyya3265
      @basabbhattacharyya3265 3 года назад +1

      খুব খুব সাবধানে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো তোমরা সবাই, টাটা দাদাভাই

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад +1

      টাটা

  • @sukumarmajumder9015
    @sukumarmajumder9015 5 месяцев назад

    খুব ভাল লাগল। অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ

  • @sajalsafar5573
    @sajalsafar5573 3 года назад +1

    আন্দামানের উপর ইউটিউবে অনেক ভিডিও দেখেছি সব ভাষাতেই কিন্তু আপনার মতো এতো সুন্দর ভিডিও কেউ উপহার দিতে পারেন নি । আপনি বেশ পরিশ্রম করেছেন এই ভিডিও টা তৈরী করতে সেটা দেখেই বোঝা যাচ্ছে । স্থানীয় মানুষের সাক্ষাৎকারটা সেরা সংযোজন । খুব সুন্দর চিন্তা ভাবনা। অনেক ধন্যবাদ দাদা ।

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      আপনারা সঙ্গে আছেন বলে এটা সম্ভব।

  • @Rawshon_Habib
    @Rawshon_Habib Год назад +2

    শুধু ধর্মীয় বিভেদ থেকে পৈত্রিক ভিটা ছেড়ে আজকে বিদেশ বিভুইয়ে।
    আশার কথা হলো হাজার কষ্টের মুখোমুখি হয়ে তারা একটা বাংলা গড়েছেন।
    আপনাদের জন্য একরাশ দোয়া ও ভালোবাসা।

    • @saptarshi7587
      @saptarshi7587 Год назад

      Sorry to say, You are not human being

  • @sanjibchakraborty9737
    @sanjibchakraborty9737 3 года назад +4

    I born in Andaman.Studied in Diglipur and Rangat.Till 1980 we had problems. I travel Havloc quite few times on those days . We had proper steamer boat from portblair and rangat. Havlok had school and small hospital on those days
    I born 1970 yes we do have issue electricity . But always we use kerosene candle .My father transferred in Andaman 1961. He only started school in a remote area of rangat .
    From
    Sanjib chakraborty
    Chicago , USA

    • @TanzirRahman
      @TanzirRahman Год назад

      দ্বীপের মধ্যে বসবাস করা মোটেও সুখকর কোন বিষয় নয়। দ্বীপে দু-চারদিনের জন্য ঘুরতে যাওয়া যায়, কিন্ত সেখানে বসবাস করা অনেক কষ্টকর। দ্বীপের আদিবাসীরা থাকতে পারে কারন তারা এই পরিবেশের সঙ্গে শুরু থেকে অভ্যস্ত।
      কিন্তু এই বাঙ্গালীরা যেহেতু সমতলের অধিবাসী তাই তাদের হয় বাংলাদেশে নয়তো পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা হোক।

    • @rakhimukerji7937
      @rakhimukerji7937 11 месяцев назад

      ​@@TanzirRahmanhow stupid@

  • @milonmilon4608
    @milonmilon4608 3 года назад +3

    দাদা কি বলবো আপনার ভিডিও যতই দেখি ততই ভালো লাগে অনেক রহস্য অনেক অনুভূতি অনেক আশ্চর্যজনক ঘটনা আপনার ভিডিও থেকে জানতে পারি

  • @gopalkundu9900
    @gopalkundu9900 2 года назад

    ভালো লাগলো। একটি ইতিহাসের উপস্থাপনা দারুণভাবে আমাদের উপহার দিলেন। এই জন্য অসংখ্য ধন্যবাদ।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      চেষ্টা করলাম

  • @shanzidajnu7353
    @shanzidajnu7353 Год назад

    চমৎকার ভয়েস,মাসাআল্লাহ।

  • @nirmaldas8143
    @nirmaldas8143 Год назад

    Excellent informative video. Hats off to you. Khoob bhalo laglo

  • @niharbasu6004
    @niharbasu6004 3 года назад

    দাউন ভিডিও । ভাল লাগলো।রত্যেকের শর জীবন যুদ্ধে জেতার লড়াই। হতাশ না হয়ে এগিয়ে যাওয়ার লড়াই। প্রত্যেকের শিক্ষা নেওয়া উচিত।

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      একদম ঠিক বলেছেন

  • @parthabhanjachoudhury6489
    @parthabhanjachoudhury6489 3 года назад +5

    This episode bears a glaring example of historical journalism. Particularly in the year 1947 or thereafter, Hindus flocked from East Pakistan, being driven away by fanatic Muslims. They took refuge in India. The then Prime Minister sorted out places for their rehabilitation among the various island of Andaman. They were deported there. Benglaii's with their hard mentality and hard-working nature, particularly the then East Pakistan, settled in Andaman and islands around it, fought with nature, and thrived. It is good to hear and watch them telling their perilous and struggling past. God helps those who help themselves. Now they are blessed. I pray to God to bless them and ensure their future generation thrives with ultra-modern life.

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      Valuable comment

    • @akashmitra6411
      @akashmitra6411 Год назад

      But now Tamils are enjoying the hardworks of bengalis

    • @FerdausAlAmin
      @FerdausAlAmin Год назад

      Not all were driven away by "Fanatic" Muslims.. As partion of 1947 were thought to be based on religion, it was naturally presumed by some of the Hindus of the then East Pakistan that they better off to leave for a Hindu majority country which was the neighboring West Bengal of India. Bangladesh has been born out of massive feeling that as Bengali we are an independent race. And as Bengali Muslims we are a unique identity in the world

    • @FerdausAlAmin
      @FerdausAlAmin Год назад

      Not all were driven away by "Fanatic"
      Muslims.. As partion of 1947 were thought to be based on religion, it was naturally presumed by some of the Hindus of the then East Pakistan that they better off
      to leave for a Hindu majority country which was the neighboring West Bengal of India.
      Bangladesh has been born out of
      massive feeling that as Bengali we are an independent race. And as Bengali Muslims we are a unique identity in the world

    • @rakhimukerji7937
      @rakhimukerji7937 11 месяцев назад

      ​@@akashmitra6411Tamils were given land when com.un ist party discouraged refugees to go to Anda.a

  • @gourichatterjee8024
    @gourichatterjee8024 3 года назад +1

    অসাধারণ সুন্দর একটা ভিডিও, ৷ খুব ভালো লাগলো।

  • @miahmdmostafajamal3009
    @miahmdmostafajamal3009 2 года назад

    Dada apnake donnobad ar onader jonno o obiram valobhasa

  • @malinchatterjee4865
    @malinchatterjee4865 Год назад

    খুব ভালো উপস্থাপনা।❤

  • @অধর্মেরপ্রতিবাদ

    সালাম, আদাব...
    দাদা বাংলাদেশ থেকে দেখছি...!
    আপনার এবং আপনার ব্লগের প্রতি রইলো প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ।
    মহান সৃষ্টিকর্তা যেন আপানাকে সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন দান করেন সেটাই কামনা করছি।
    আপনার অসাধারণ প্রতিভা বা ভিডিও গুলো দেখতে অনেক ভাল লাগে। এক কথায় অসাধারণ...
    Love😍 you bro..from Bangladesh.

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад +1

      আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি......... আপনিও ভালো থাকবেন।

  • @বেন.নেতানিয়াহু

    এত সুন্দর বাংলা উচ্চারণ, যা ঢাকা বা কলকাতার অনেক শিক্ষিত মানুষ পারে না, খুব ভাল লাগল। একদিন আমিও যাব । ভালোবাসা বাংলাদেশ থেকে ।

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад +2

      আপনাদের ভালোবাসার জোরেই এসব সম্ভব তবে আমার মনে হয় আমার উচ্চারণে এখনো বেশ কিছু ত্রুটি আছে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

    • @বেন.নেতানিয়াহু
      @বেন.নেতানিয়াহু 3 года назад

      @@GhurteFirte দাদা আপনার বাংলা অনেক সুন্দর। যা দুই বাংলার মানুষের ভাল লাগে বলে আমার বিশ্বাস। আপনার জন্য শুভ কামনা।

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад +1

      @@বেন.নেতানিয়াহু আসলে বাংলা ভাষাটা খুবই মিষ্টি।

    • @srabonirakshit6066
      @srabonirakshit6066 Год назад +2

      ​@@বেন.নেতানিয়াহুDoya kore dui banglar kotha bolben na. Amra muslim chai na. Oder age east pakisthan daoa hoeche poreo amader jawanra tader rokto die bangladesh kore dieche.. amra muslim chai na.

    • @champadas-cr1ve
      @champadas-cr1ve Месяц назад

      আপনার video খুব ভালো লাগে ❤Andaman er গ্রাম বাংলার ছবি দেখতে পারেন Champa Vlog Andaman ♥️ ধন্যবাদ

  • @sadhanbiswas948
    @sadhanbiswas948 3 года назад +1

    ২০১৭ ও ২০২০ সালে আন্দামান গেছি। বেড়াতে। প্রথম বার (২০১৭ সালের নভেম্বর) গিয়ে হ্যাবলকে গিয়েছিলাম। ওখানের ( সম্ভবত ৫নং সেকশান) 'লক্ষ্মীবস্তি' নামে একটা পাড়ায় ( পাকা সড়ক থেকে প্রায় এক কিমি দূরে জঙ্গলে) দু'রাত কাটিয়েছি। গভীর ও নিরালা নিস্তব্ধ অরণ্যের মধ্যে কাটিয়ে খুব ভালো লেগেছিল! ওখানে কয়েকটি মাত্র ঘরবাড়ি আছে। কী সুন্দর দূষণমুক্ত প্রকৃতি -পরিবেশ!! এমন নিরালা-নিঝুম প্রকৃতি আমার ভীষণ প্রিয়।
    এখন হ্যাবলকের সত্যিই বেশ উন্নতি হয়েছে। আগে অবস্থা খুব প্রতিকূল ছিল -- এ কথা শুনেছি। যেমন আপনাদের এই সুন্দর উদ্যোগের চ্যানেল থেকে জানতে পারলাম। আমিও ওখানকার অনেক মানুষের সঙ্গে কথা বলে অনেক কিছু শুনেছি। এখন কর্ম-সূত্রেও ওখানে অনেক মানুষ থাকে।
    আপনাদের অনেক ধন্যবাদ, এমন সুন্দর একটি প্রয়াসের মাধ্যমে আমাদের সম্যক 'পরিচয়' করিয়ে দেওয়ার জন্য।

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      উজ্জীবিত হলাম

  • @KomolBiswas-c2u
    @KomolBiswas-c2u 11 месяцев назад

    Ame Bangladesh theke Khulna bagerhat mollhat deko valo lglo kosto laglo

  • @mitalipal1750
    @mitalipal1750 Год назад

    Khub bhalo laglo dada.akber ghure aser iche ache

  • @chanchalroychoudhury8361
    @chanchalroychoudhury8361 3 года назад

    অসাধারণ আপনার উপস্থাপনা।
    আমি চঞ্চল রায়চৌধুরী বারাসাত উত্তর 24 পরগনা থেকে বলছি।
    খুব ভালো খুব ভালো লাগছে আপনার প্রতিটি ভ্রমণের বর্ণনা।
    খুবই হৃদয়গ্রাহী।
    আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      সঙ্গে থাকবেন, এইটুকুই দাবি । ভালো থাকবেন।

  • @dipeshsingharay8271
    @dipeshsingharay8271 3 года назад

    Darun laglo video ta anek kichu janlam

  • @ManifoldVlogs
    @ManifoldVlogs 3 года назад +1

    খুব সুন্দর 👌 অনেক ইনফরমেশন পাই ভিডিওগুলো দেখে আপনার । অনেক শুভেচ্ছা ।🙏

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад +2

      ভালো লাগলো । ভবিষ্যতে এরকম আরো কমেন্টের প্রত্যাশায় রইলাম।

  • @alokachakraborty3989
    @alokachakraborty3989 3 года назад

    Khub valo laglo ank ajana tottho jante parlm

  • @maladebnath1826
    @maladebnath1826 3 года назад

    অসাধারণ সুন্দর একটা ভিডিও ।👍👍🙏🙏👌👌

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      অসংখ্য ধন্যবাদ

  • @chandansvlog3598
    @chandansvlog3598 3 года назад +8

    আপনি বাংলার সম্পদ।।। মুগ্ধ হয়ে গেলাম দাদা।।❤️

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      অত ওপরে আমায় তুলবেন না... আমি একজন সাধারণ মানুষ।

  • @sanjaykantihira9354
    @sanjaykantihira9354 3 года назад

    দারুন অভিজ্ঞতা, খুব ভালো লাগলো, ধন্যবাদ।

  • @ashishbakshi588
    @ashishbakshi588 3 года назад

    আপনি সম্পূর্ণ অন্য রকমের বর্ণনা দেন
    খুব ভাল লাগে
    ভালো থাকবেন, আপনাদের উন্নতি কামনা করি 🙏

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад +1

      আপনারা পাশে থাকলে সবই সম্ভব

  • @smarajitchakraborty7673
    @smarajitchakraborty7673 3 года назад

    এক কথায় অসাধারণ। এই রকম আরো নতুন পথের ঠিকানার সন্ধানে রইলাম।

  • @maheshsardar434
    @maheshsardar434 2 года назад

    apni khub valo describ tion dhan khub valo lage

  • @minakshiseth3289
    @minakshiseth3289 3 года назад +1

    এই রকম তথ্য জানতে পেরে খুব ভালো লাগলো। আপনার বর্ননা দেখে আবার আন্দামান যাওয়ার খুব ইচ্ছে করছে।

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      আন্দামান এককথায় অনবদ্য।

  • @debasisganguly8710
    @debasisganguly8710 3 года назад +1

    Thanks for highlighting the struggle for survival of these I'll fated Bengali people. May God bless them to a life of prosperity success and happiness

  • @somnathdutta9782
    @somnathdutta9782 3 года назад

    দুর্দান্ত উপস্থাপনা। আপনার পরিবেশনার গুনে একটা দারুন ডকুমেন্টারি হয়ে উঠলো। বাহঃ 👏👏👏

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      Thanks for watching. চেষ্টা করেছি।

    • @kanakbarman5537
      @kanakbarman5537 Год назад

      Khub bhalo laglo.bhalo thakben

  • @goutambhattacharjee9265
    @goutambhattacharjee9265 2 года назад

    দাদা ব্যাকগ্রাইন্ড সাউন্ড টা একটু বেশি। শুনতে কষ্ট হয়। খুব সুন্দর হয়েছে।

  • @uttamderay4934
    @uttamderay4934 3 года назад

    আপনার মুখটা সব সময় ক্যমেরার দিকে থাকার জন্য বোকা বকা লেগেছে।তাছাড়া সবটা অসাধারন হয়েছে।

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      বোকাসোকা লোকেরা বোধহয় এইরকমই হয়... Thanks for watching.

  • @groy2015
    @groy2015 3 года назад +2

    পূর্ব বঙ্গের কোথায় বাড়ি ছিল ছিল সেটা বললে
    ভাল হতো।

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      কমেন্ট ফলো করুন জেনেও ফেলতে পারেন।

  • @SubrataDas-yr4ws
    @SubrataDas-yr4ws 3 года назад

    আপনার ভিডিও খুব অসাধারন

  • @indranilghosh5805
    @indranilghosh5805 3 года назад

    ভীষণ ভীষণ ভালো লাগলো !!
    🙏

  • @shyamalchatterjee9132
    @shyamalchatterjee9132 10 месяцев назад

    Looks like great Soumitra Chatterjee

  • @dhirenbasak4763
    @dhirenbasak4763 3 года назад +1

    অনেক নাযানা তথ্য যানতে পারলাম । বাংগালীদের কথা আরো যানতে চায় । আমি নিজেও দেশ ভাগের শিকার ।

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      Thanks for watching. এই জীবন যুদ্ধে টিকে থাকাটা একটা চ্যালেঞ্জ।

  • @maishaseikh6719
    @maishaseikh6719 3 года назад

    Just darun. Sotti boltay apnar video dektay amar khub valo lagay

  • @JakirulSh
    @JakirulSh 7 месяцев назад +1

    মোঃজাকিরুল সরকার ঢাকা সাভার, 🇧🇩🇧🇩👍

  • @mychoice8056
    @mychoice8056 3 года назад

    Khub valo laglo dada....carry on

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад +1

      সঙ্গে থেকো।

    • @mychoice8056
      @mychoice8056 3 года назад

      Tmr video gulo akta akta kre dekhchi r mukhddho hcchi....
      Amr Bari Barddhaman Dist. a....tai nijer distract abong paser onek district o state r ojana tothho tmr video theke peye khub khusi hoi....anondo opolobdhi kri

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      উজ্জীবিত হলাম।

  • @animo5445
    @animo5445 3 года назад

    নতুন তথ্য। ধন্যবাদ।

  • @maheshsardar434
    @maheshsardar434 2 года назад

    Dada Andamane mane turist spot anke daki6i potblar ba Hablock kothw sawsan dakhini apni ektu dhakaben

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      চেষ্টা করব

  • @sitalpal8170
    @sitalpal8170 3 года назад +2

    না যেতে পারলেও এনাদের মত ব্যক্তিদের যে অভিজ্ঞতা শুনলাম তা অসাধারণ।

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      গায়ে কাঁটা দেয়...

    • @srabonirakshit6066
      @srabonirakshit6066 Год назад

      These people are fortunate that they have not become victims like in MORICH JHAPI.

  • @pratimamukherjee2899
    @pratimamukherjee2899 3 года назад

    Khub valo ai rkm vidio aro dekhte chai

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      চেষ্টা করব

  • @SubrataDas-yr4ws
    @SubrataDas-yr4ws 3 года назад

    দাদা আপনার কথা গুলো খুব ভালো লাগে আমার।

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      চেষ্টা করি , সঙ্গে থাকবেন।

  • @dipdebnath2754
    @dipdebnath2754 3 года назад

    খুব ভালো লাগলো আন্দামানের হাভলক দ্বীপ সম্পর্কে জানতে পেরে ।আপনাদের চ্যানেল আরও দীর্ঘ হোক।অনেক অজানা বিষয় জানতে পারবো।

  • @TanzirRahman
    @TanzirRahman Год назад +2

    আমার হাতে ক্ষমতা থাকলে এদের সবাইকে ফিরিয়ে আনতাম সমতল ভূমিতে। কিন্ত আমার হাতে সেই ক্ষমতা নেই 😢 😢

    • @ChittaranjanSarkar-c3v
      @ChittaranjanSarkar-c3v Год назад

      আপনাকে অনেক ধন্যবাদ।

    • @dulalsd7654
      @dulalsd7654 4 месяца назад

      অতি সহজ সরল হিন্দুদের এভাবেই লম্বা ডায়লগের মাধ্যমে কাবু করা যায়,🇧🇩🇧🇩

  • @manishabhattacharya3137
    @manishabhattacharya3137 3 года назад

    খুব ভাল লাগল।

  • @rinidey8380
    @rinidey8380 3 года назад

    Apnar video etoh unique,aar informative je dekhlei mon bhalo hoye jai.sudhu bhalo bolle kom bola hobe.bhison bhalo video.

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      আপনাদের ভালো লাগা আমার পরম প্রাপ্তি। সঙ্গে থাকবেন।

  • @dugumandi3749
    @dugumandi3749 3 года назад

    খুব ভালো দাদা

  • @IqbalKhan-vz8eo
    @IqbalKhan-vz8eo 3 года назад

    কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে একবার হলেও যাব সেখানে। অনেকদিনের ইচ্ছে, আর এই ভিডিওটি দেখে আরও আগ্রহী হলাম।

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      অবশ্যই আসুন।

    • @IqbalKhan-vz8eo
      @IqbalKhan-vz8eo 3 года назад

      ধন্যবাদ আপনাকে। আমি বাংলাদেশ থেকে বলছি, আমাদের মহান স্বাধীনতার যুদ্ধের সময় অনেক মানুষ আন্দামানে আশ্রয় নিয়েছিলেন, সেই সকল মানুষদের দেখতে এবং তাদের কথা শুনতে অবশ্যই যাব।

  • @Travelvlogbiplab
    @Travelvlogbiplab 3 года назад

    ভালো লাগলো ভিডিওটি

  • @sanjoyswaranakar9151
    @sanjoyswaranakar9151 3 года назад

    খুব ভালো লাগলো দাদা

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      Thanks for watching... সঙ্গে থাকবেন।

  • @dolidas7130
    @dolidas7130 3 года назад

    দাদা আপনার ভীডিও গুলো দারুন।।।।।।

  • @sagarmajumdar3276
    @sagarmajumdar3276 3 года назад

    খুব ভালো লাগল

  • @bapanmistry8832
    @bapanmistry8832 2 года назад

    Dada hamar bare o wandoor chilo akon Ashok Nagar (Howrah)

  • @moudas8028
    @moudas8028 3 года назад

    দাদা কি বলে ধন্যবাদ দেবো জানানেই , ঈশ্বর মঙ্গল করুক সকল মানুম কে

  • @adityamukerjee3269
    @adityamukerjee3269 3 года назад

    Osadaron video dada❤❤ khub bhlo laglo..
    - Aditya Mukerjee

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      তুই সঙ্গে না থাকলে হতো না।

    • @adityamukerjee3269
      @adityamukerjee3269 3 года назад

      @@GhurteFirte dada amon bolo na... Ami to tomr ager video gulo o dakachi tokhn to ami chilam na, kintu sy gulo o to khub bhlo hoache. Ayta e to ami aktu help korechi..

  • @souptikghosh9261
    @souptikghosh9261 3 года назад

    সত্যি জীবনের পথ কত কঠিন হতে পারে কিন্তূ তা কখনো অসম্ভব নয় চেষ্টা করলে জয় হবেই এটাই এই video র মূল কথা।

  • @pankajkumarchowdhury3307
    @pankajkumarchowdhury3307 3 года назад

    খুবই ভালো লাগলো

  • @indrajitkarmakar6293
    @indrajitkarmakar6293 Год назад +1

    Bengal a ato bohiragoto ar bangali dar jaga holo na

  • @debjitgharami7672
    @debjitgharami7672 Год назад +1

    আমার নাম - দেবজিৎ ঘরামী ।
    আমার দাদু রা বরিশাল থেকে পশ্চিম বাংলায় এসেছে।

  • @jayantachatterjee4741
    @jayantachatterjee4741 3 года назад

    Darun dada darun.

  • @sumitct
    @sumitct 3 года назад

    দারুন লাগলো

  • @soumisstudy2786
    @soumisstudy2786 3 года назад

    Kaku khub bhalo laglo

  • @pranabtravellers7270
    @pranabtravellers7270 3 года назад +1

    অসাধারণ অভিজ্ঞতা হলো দাদা 🙏🙏

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      Thanks

    • @mitalimodak9794
      @mitalimodak9794 3 года назад

      @@GhurteFirte vison bhalo laglo. Aamio giyechilam, Asadharon legeche 🙏

  • @tusimondal8976
    @tusimondal8976 Год назад

    Very good dada

  • @mangalaprasadbanerjee7386
    @mangalaprasadbanerjee7386 3 года назад

    Very exciting indeed. But you have not discussed their food habits and festivals like Durga puja etc. Waiting for your next visit if you do. Thanks.

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      আমাদের বাঙ্গালীদের মতোই সমস্ত কিছু আচার-অনুষ্ঠান খাওয়া-দাওয়া মেনে চলে ওরা।

  • @BornikChatterjee
    @BornikChatterjee 6 месяцев назад

    অপূর্ব

  • @miahmdmostafajamal3009
    @miahmdmostafajamal3009 2 года назад

    Allah andaman nicobor ar sobay k valo rakhun

  • @sujitsaha33
    @sujitsaha33 3 года назад

    Darun, asadharom

  • @dulalchandrasaha1430
    @dulalchandrasaha1430 3 года назад

    জীবন ও ইজ্জত রক্ষার জন্য নিজের মাতৃভূমি থেকে নির্যাতিত ও বিতাড়িত হয়ে কত কষ্টকর জীবনের মুখোমুখি হতে হয়েছে। বাড়ি ঘর জমি জাগায় সহ কত সুখের সংসার ছেড়ে কতখানি অনিশ্চিত যাত্রা করতে হয়েছে!

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      প্রথম অবস্থায় খুবই কষ্টে কেটেছে ওদের।

  • @subrotabiswas8419
    @subrotabiswas8419 3 года назад

    A great tribute to the real fighter's. Thank u so much.

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      Really they are real fighter

  • @payelgharami2783
    @payelgharami2783 3 года назад

    Dada amar thakurdar babar name kala chad gharami chilo Ami kolkata thaki.

  • @GobindaGuhathakurta
    @GobindaGuhathakurta Год назад

    Dada appnar video khub bhalo lage. Kintu dada bengla deshe mondal karo padobi ache kina jani na mane kono hindur ami jantam mondal apar benglar lokederi padobi

  • @sankarbhattacharya1770
    @sankarbhattacharya1770 3 года назад +1

    I can't help writing to express my appreciation to you for your overwhelming share in bringing this about." Amazing 🤩indeed! "

  • @RoYaLRoAr5
    @RoYaLRoAr5 3 года назад

    226th viewers.Darun lagloo.Virtually Andaman Islands ghure Elam 😊😊😊😊😊😊😊

  • @santanughosh5791
    @santanughosh5791 3 года назад

    Darun Excellent

  • @FragranceofLife
    @FragranceofLife 3 года назад

    অসাধারণ...👍👍👍

  • @anupamajana59
    @anupamajana59 3 года назад

    অপূর্ব মনোমুগ্ধকর

  • @motherlandfirst7351
    @motherlandfirst7351 3 года назад

    ধন্যবাদ আপনাকে

  • @youtubelover22
    @youtubelover22 2 года назад

    Dada 🙏🏻🙏🏻🙏🏻

  • @goutamghosh7099
    @goutamghosh7099 3 года назад

    Very very good

  • @ranjanghosh4158
    @ranjanghosh4158 3 года назад

    কুন জায়গা কি ভাবে জেতে হয়

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      সব নিয়ে একটা ভিডিও হবে ওয়েট করুন।

  • @amitabhachowdhury8180
    @amitabhachowdhury8180 3 года назад

    2017 a ghorar sujog hoyechilo Andaman.......Tobe abar o ghurte jete chai Andaman a.....

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад +1

      বার বার আসতে ইচ্ছে করে এখানে।

    • @amitabhachowdhury8180
      @amitabhachowdhury8180 3 года назад

      @@GhurteFirte thick bolechen Sir....ami 7day tour a satisfy hote parini.....ama k sob somoy tane Andaman......

  • @ratulroy5034
    @ratulroy5034 3 года назад

    Excellent video dada.

  • @saptarshi7587
    @saptarshi7587 Год назад

    Apnara namosyo 🙏🙏
    E bonger lokera apaneder mone rakheni

  • @jollychatterjee8144
    @jollychatterjee8144 3 года назад

    Oshadharon🙏🏻

  • @parthabhanjachoudhury6489
    @parthabhanjachoudhury6489 3 года назад

    I really appreciate your work for this episode.

  • @avikmajumder7034
    @avikmajumder7034 3 года назад +1

    প্রতিকূল পরিবেশের সঙ্গে আত্মরক্ষার লড়াইয়ের গল্প বেশ ভালো লাগলো।

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      গল্প হলেও সত্যি...

    • @avikmajumder7034
      @avikmajumder7034 3 года назад

      @@GhurteFirte একদম। 👍🏼

  • @sankarshikder1540
    @sankarshikder1540 2 года назад

    ঈশ্বর তোমাদের সঙ্গে আছে।

  • @Touristology
    @Touristology 3 года назад

    অসাধারণ

  • @sumanabiswas8698
    @sumanabiswas8698 3 года назад +1

    অনেক ধন্যবাদ আপনাকে ভাই,আপনি যে আমার কি উপকার করলেন বলে বোঝাতে পারবো না,যদি আপত্তি না থাকে কিভাবে ওনাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব জানালে কৃতজ্ঞ থাকব , আমি আন্দামান এর বাঙালী দের নিয়ে ছোট বেলা থেকেই খুব আগ্রহী ছিলাম, আমার আত্মীয় দের কেউ কেউ বাঙলাদেশ থেকে ওখানে চলে যেতে বাধ্য হন শুনেছিলাম দাদুর কাছে,ওনাদের সঙ্গে নিজে কথা বলতে পারলে এতদিনের স্বপ্ন পূরণ হবে,যানিনা আপনাকে ঠিক বোঝাতে পারলাম কি না, আর একটা কথা না বললেই নয় ,আপনার উপস্থাপনা খুব ছিমছাম, এবং informative , ভালো থাকবেন, আপনার channel এর উন্নতি কামনা করি,🙏🙏

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      ওনাদের কোন ফোন নাম্বার আমার কাছে নেই, থাকলে অবশ্যই দিতাম।

    • @sumanabiswas8698
      @sumanabiswas8698 3 года назад

      @@GhurteFirte কোনো link ই কি পাওয়া যাবেনা? ওনাদের আসেপাসের কোনো hotel এর বা দোকানের ফোন নম্বর, atleast ওনাদের গ্রামের নাম ,ওনারা ওখানকার পুরোনো লোক, যদি আপত্তি না থাকে আমি আপনার সঙ্গে কথা বলতে পারি কি? আমার একটা লেখা অসম্পূর্ণ রয়েছে, ভাই fb te আপনার কোনো account আছে কি ? অনেক ধন্যবাদ উত্তর দেবার জন্য 🙏🙏

  • @mcreation5538
    @mcreation5538 3 года назад

    Apnar taki vlog ta osadharon chilo

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      Thank u, আন্দামানটা দেখেছেন?

    • @mcreation5538
      @mcreation5538 3 года назад

      @@GhurteFirte Ha sir selolar jail ar video ta
      dakhechi

    • @GhurteFirte
      @GhurteFirte  3 года назад

      Ok

  • @sumandassuman8664
    @sumandassuman8664 3 года назад

    ও কি বাংলাদেশের থেকে গিয়েছে দাদা

  • @gitahalder4413
    @gitahalder4413 3 года назад

    Darun.

  • @rishitahaldar4595
    @rishitahaldar4595 Год назад +1

    দেশ ভাগ ,হিন্দুদের খুবই দুঃখজনক বেদনা দায়ক ঘটনা।

    • @akashmitra6411
      @akashmitra6411 Год назад

      আমাদের বাঙালি হিন্দু সমাজ কে কেটে কেটে ছোটো ছোটো করে দিয়েছে