চম্পা তোমাদের বিরাট বাড়িতে নারকেল আর সুপারির বাগান। খুব ভালো লাগলো। পুকুরে মাছ ও ভর্তি। কোন কিছুই অভাব নেই। সব কিছু দিয়ে ভরা থাক তোমার বাড়ি। তোমরা সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ চম্পা!!
কাকাবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️ আপনার জন্য আমি খুব চিন্তিত কারণ আপনি তো ব্লগ দেখছেন কিন্তু ডক্টর যে আপনাকে মানা করেছেন? আপনি একটু নিজের শরীরের দিকে লক্ষ্য রাখবেন🙏 কাকাবাবু অনেকটা দূরে হলেও আপনি আমাদের খুব কাছের মানুষ হয়ে গেছেন। মায়া জড়িয়ে গেছে। শরীরটাকে নিয়ে কখনো নেগলেন্সি করবেন না 🙏❤️ ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার স্বপরিবার নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন 🙏❤️
আমি ভিলাই (ছত্তিশগড়) এ থাকি । সুন্দর লাগলো এখনো জয়েন্ট ফ্যামিলি দেখে । আন্দামানে প্রারম্ভে সংঘর্ষ ও এখন যে সুন্দর ভাবে জীবন কাটছে দেখে ভালো লাগলো । নতুন ভিডিও দেখার আগ্রহ রইলো।
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️ খুবই কাছের মানুষ হয়ে উঠেছেন ঈশ্বরের কৃপা থাকলে অবশ্যই একবার বাংলাদেশে এসে আপনাদের সকলের সঙ্গে দেখা করব পারলে একবার আন্দামানে অবশ্যই বেড়াতে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন। 🙏❤️
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি নিজেকে নিজে অনেক ভাগ্যবতী মনে করি কারণ আপনাদের মতন দাদা ভাইদের আমি পাশে পেয়েছি, এতটা ব্যস্ত লাইফের মধ্যেও আমার ব্লগ টা দেখে একটা সুন্দর কমেন্ট করেন আর এই কমেন্টের জন্য আমি ওয়েট করি ❤️❤️ ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সপরিবার নিয়ে আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন 🙏❤️❤️
চাম্পা দিদি শ্বশুর বাড়ি দেখলাম। খুব ভালো লাগল। বিশাল জায়গাজুড়ে গাছপালা সমৃদ্ধ সবুজের সমারোহ। আমাদের বাংলাদেশের মানুষ জীবনের কোন একসময়ের বাস্তবতার আঘাতে ক্ষতবিক্ষত হয়েও আজ ওখানে শান্তিতে বাস করছে দেখে ভাল লাগলো। আর আমরা লজ্জিত হচ্ছি। চট্টগ্রাম থেকে।
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️আমি খুব গর্বিত যে আপনারা দূরে থেকেও আমার খুব কাছের লোক শুধু আমার নয় আন্দামানে যত বাঙালি আছে সকলের কাছের❤️আপনারা অবশ্যই একবার আন্দামানে বেড়াতে আসবেন আমাদের খুব ভালো লাগবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। 🙏❤️
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️ নিজেকে নিজে অনেক ভাগ্যবতী মনে করি যে আপনারা এত দূরে থেকেও আমার খুবই কাছের ঈশ্বর যদি দয়া করে অবশ্যই একবার আপনাদের সঙ্গে দেখা করতে আসবো। আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। 🙏❤️
খুব সুন্দর উপস্থাপনা তোমার।আবার ও বলছি তোমার কন্ঠস্বর ভীষণ মন কাড়ে।আমার ঠাকুরমা ও পূর্ব পাকিস্তান থেকে এই আন্দামানে পুনর্বাসন প্রকল্পে মধ্য আন্দামানে জায়গা পেয়ে ঘর বানিয়েছিলেন।আমার ঠাকুরমার কাছে শুনেছি এই সব সর্বহারার কাহিনী।উনি খুব অবস্থা সম্পন্ন ঘরের মেয়ে হয়ে আন্দামানে এসে প্রচুর কষ্ট পেয়েছন।আন্দামানে শুরুর দিন গুলোর তুলনায় আজ অনেক উন্নত। তুমি ভালো থেকো।
দিদি আপনার সুখী পরিবার কে দেখলাম। খুব খুব ভালো লাগলো। পরিবার শিক্ষার আলোয় আলোকিত।ঐ প্রত্যন্ত অঞ্চলে থেকে আপনার পরিবার যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন এটা শিক্ষনীয়। আপনারা আরো আরো বেশি করে সমৃদ্ধ হোন এই কামনা করি। ভালো থাকবেন।
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ 👏❤️ সত্যিই আপনাদের মতন মানুষদের পাশে পেয়ে আমি অনেক গর্বিত আপনারা কত দূরে থেকেও আমাদের খুব কাছের আর কত কিছুই চিন্তা করেন ঈশ্বর আপনাদের সবাইকে মঙ্গল করুক। এই কামনাই করি, ভালো থাকবেন সুস্থ থাকবেন। 👏🙏❤️
আমার বাড়ি বাংলাদেশ বৃহত্তর কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় আপনাদের দেখে অনেক ভালো লাগলো আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমি আগেই দেখেছি আপনি বলেছেন আপনার হোম ডিস্ট্রিক কুমিল্লায় now live in garmany❤❤❤🇧🇩🇩🇪👍✌️
দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏খুব ভালো লাগলো আপনার কমেন্টটা পড়ে একবার যদি পারেন অবশ্যই আসবেন আন্দামানে আমরাও চেষ্টা করব একবার বাংলাদেশে অবশ্যই যাওয়ার। ভালো থাকবেন সুস্থ থাকবেন। 🙏❤️❤️❤️
আন্দমানের অতীত জানতে খুব ভালো লাগছে । আগে বাংলা দেশের থেকে অনেক পরিবার ইন্ডিয়া তে চলে গিয়েছিলেন মুক্তি যুদ্ধের পরে ও অনেক পরিবার নি: স হয়ে ভারতে চলে গিয়েছিলেন কিন্তু আন্দামানে বসতি করার কথা জানা ছিলো না ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি খুবই গর্বিত 🙏❤️ আন্দামানে যত বাঙালি আছে আমরা সকলেই বাংলাদেশের বাঙ্গালীদের সঙ্গে যুক্ত কারণ সমস্ত বাঙালিরা এই পূর্ব পাকিস্তানের থেকে আগত❤️ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
আমি আন্দামানের বাসিন্দা হতে চাই, আমার বাড়ি ওয়েস্টবেঙ্গল এর কোচবিহার জেলায়। আমার মূর্তি বা প্রতিমার কাজ জানা আছে, যদি এই কাজ ওখানে চলে তবে আমি সেখানে বসবাস করবো, কেনোনা আন্দামান আমার কাছে প্রিয় একটি জায়গা।আমি সরস্বতী থেকে শুরু করে দুর্গা কালী আরো অনেক প্রতিমা বানাতে পারি।
দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏❤️ আন্দামানের মূর্তি কার আছে তেমন একটা মূর্তি কারের দরকার পড়ে না 🙏 আমি তো চেষ্টা করব একজনের সঙ্গে কথা বলার আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন। ❤️
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️ আমার পাশে থাকার জন্য আমি খুব গর্বিত ❤️ হ্যাঁ দাদা ভাই অবশ্যই লিটিল আন্দামান থেকে পোর্টব্রোয়ারে মাছ পাঠানো যায়, আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
চম্পা তোমার শ্বশুরবাড়ি অনেক বড় পরিবার এবং উনাদের জীবনের সংঘর্ষটাও অনেক কঠিন। বর্তমানে যে সুখ সুবিধাগুলো মিলছে এটা বহুত কষ্টে মিলেছে। এছাড়াও তোমাদর শ্বশুরবাড়ির বংশধরেরা এখনও বাংলাদেশে রয়েগেছে সব মিলিয়ে এক বহূত বড় পরিবারের অ়ংশো। ভিডিওতে পূর্বের জীবন যাপন সম্পর্ককে সবকিছু জানতে পারলাম খুব ভালো লাগলো ।বাড়িটি গ্রাম্য পরিবেশে খুবই সুন্দর এবং সমস্ত কিছুই বিদ্যমান খুব ভালো।
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি খুবই ভাগ্যবতী🙏❤️❤️এভাবেই পাশে থাকবেন আর ইচ্ছা আছে ঈশ্বর যদি চান অবশ্যই একবার বাংলাদেশে এসে আপনাদের সকলের সঙ্গে দেখা করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। 🙏❤️
সব আইল্যান্ডে বাঙালি সংখ্যক লোক জনেরাই বেশি আর অন্যান্য তামিল, তেলুগু রাঁচি, মালায়ালাম সবাই কম বেশি থাকে। কিন্তু সব আইল্যান্ডের পার্সেন্টেজ কম বেশি আছে এজন্য আপনাকে পুরোটা দিতে পারছি না। 🙏🙏🙏❤️❤️❤️
দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏🙏 রবি কীর্তনীয়ার খোঁজ নেওয়ার জন্য গতকালকে ফোন করা হয়েছিল 👏 অবশ্যই খুব তাড়াতাড়ি আপনি ওনার ফোন নম্বরটা পাবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏👏❤️
দিদিভাই, যে কোনো মৃত্যুই দুঃখ ও বেদনাদায়ক! রবিদার ছোটো দুই ভাই ছিল - রবিদার স্ত্রী ও একটি পুত্র + একটি কন্যা সন্তান ছিল, মনে পড়ে ছেলেটির নাম রাকেশ, মেয়েটির নাম মনে নেই। যদি সম্ভব হয় ওনার স্ত্রী-পুত্রের সংবাদ জানার চেষ্টা করুন,এর চেয়ে আর বেশি কিছু বলার নেই! আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন, এমত কামনায় 👏! = অদেখা-অচেনা শুভাকাঙ্খী=
ঠিক বলেছেন দাদাভাই কাহানি না কাহিনী হবে ,একচুয়ালি কি হয়েছে আমরা ছোট থেকে বড় হওয়াটা নানান ভাষাভাষীর লোকজনদের মাঝে ঠিকমতো না বাংলাটা বলতে পারি আর না হিন্দিটা। যেমন আপনাদের কলকাতায় পুরোটাই শুদ্ধ বাংলায় কথা বলছেন আর হিন্দিটা আপনারা শুদ্ধ হিন্দিতে কথা বলছেন , এইভাবে ভুলটা ধরিয়ে দেবেন তাহলে নিজেকে নিজে শুধরাতে পারবো। ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
বলতেই হয় আপনারা ভাগ্যবান!! সরকারী পুনর্বাসন প্রকল্পের সুবিধা নিয়ে আন্দামানে পাড়ি দিয়েছিলেন। সরকার বিনা পয়সায় অনেক জমি দিয়েছে, জীবনধারণের জন্য ন্যূনতম যা প্রয়োজন দিয়েছে, হাতে টাকাও দিয়েছে!! প্রথমদিকে অনেক কষ্ট সহ্য করতে হলেও, এখন আপনারা বেশ ভালো আছেন। অথচ, কালাপানি পাড় হয়ে যেতে হবে বলে অনেকে যেতে চাননি। বামপন্থীরা সেই সময় জ্যোতি বসুর নেতৃত্বে আন্দোলন করেছিল যাতে পূর্ব পাকিস্তান থেকে আগত শরণার্থীদের আন্দামানে না পাঠানো হয়। ফলে, কেন্দ্রীয় সরকার বাঙালি শরণার্থীদের আন্দামানে পাঠানো স্থাগিত করে দেয়। যে শরণার্থীরা আন্দামানে যেতে না চেয়ে তখন আন্দোলন করেছিলেন, তাঁদের বংশধরেরা অনেকেই এখনো পশ্চিমবাংলার বিভিন্ন রেল লাইনের ধারে ঝুপড়িতে বাস করছেন!! অনেকের বংশধরেরা শহরের বস্তিতে বা অন্যত্র এক চিলতে ঘরে বাস করছেন!! পশ্চিমবাংলায় কোনরকম সুযোগ সুবিধা তাঁদের ভাগ্যে জোটেনি!! আজ তাঁরা আক্ষেপ করেন ভুল সিদ্ধান্তের জন্য। অন্যদিকে, ধীরে হলেও আন্দামানের উন্নতি হচ্ছে। আগামী ১০ বছরের মধ্যে আন্দামানের বিপুল উন্নতি হবে। সেই সঙ্গে, আন্দামানের বাসিন্দাদের অর্থনৈতিক ও জীবন যাত্রার মানের অনেক উন্নতি হবে।
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️ আমাদের খুবই ভাগ্য যে আপনার এত দূরে থেকেও আমাদের খুব কাছের এই ভাবেই পাশে থাকবেন আর পারলে অবশ্যই একবার আন্দামানে আসবেন 🙏❤️ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি🙏❤️
@@champadas-cr1ve আপনাকে জানাই, আমরাও কুমিল্লার লোক। আমার জন্ম কলকাতাতেই। আমার ঠাকুরদা বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে (১৯৭১ এর আগে) কলকাতায় চলে এসেছিলেন। যা কিছু সম্বল তিনি আনতে পেরেছিলেন, তাই দিয়ে কলকাতায় বাড়ী করেন। তবে, এখনো আমাদের কিছু নিকটাত্মীয় বাংলাদেশে রয়ে গেছেন। আন্দামানের যে বাঙালিরা আজ আক্ষেপ করছেন মাতৃভূমি বাংলাদেশকে ছেড়ে আসার জন্য, তাঁদেরকে আপনার ব্লগের মাধ্যমে জানিয়ে রাখি, বর্তমানে বাংলাদেশে প্রায় প্রতিদিনই কোন না কোন এলাকায় হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটছে, সঙ্গে মেয়েদের উপর অত্যাচার, জোড় করে ধর্মান্তরিত করা, রাস্তাঘাটে গালিগালাজ করা এসব তো আছেই। ১৯৭১ এ যেখানে হিন্দুদের জনসংখ্যা ছিল ২১/২২ শতাংশের মত, তা বর্তমানে মাত্র ৪/৫ শতাংশ!!!!!! যাইহোক, ভালো থাকবেন। আপনাদের ব্লগ আমি প্রায়ই দেখি, খুব ভালো লাগে। ...... ধন্যবাদ দেবাশীষ দাশ
Bhison bhalo laglo.
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন🙏❤️
চম্পা তোমাদের বিরাট বাড়িতে নারকেল আর সুপারির বাগান। খুব ভালো লাগলো। পুকুরে মাছ ও ভর্তি। কোন কিছুই অভাব নেই। সব কিছু দিয়ে ভরা থাক তোমার বাড়ি। তোমরা সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ চম্পা!!
কাকাবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️ আপনার জন্য আমি খুব চিন্তিত কারণ আপনি তো ব্লগ দেখছেন কিন্তু ডক্টর যে আপনাকে মানা করেছেন? আপনি একটু নিজের শরীরের দিকে লক্ষ্য রাখবেন🙏 কাকাবাবু অনেকটা দূরে হলেও আপনি আমাদের খুব কাছের মানুষ হয়ে গেছেন। মায়া জড়িয়ে গেছে। শরীরটাকে নিয়ে কখনো নেগলেন্সি করবেন না 🙏❤️ ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার স্বপরিবার নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন 🙏❤️
Khub bhalo laglo tomer video ta❤❤❤
থ্যাংক ইউ সো মাচ। ❤️❤️😊😊
আমি ভিলাই (ছত্তিশগড়) এ থাকি । সুন্দর লাগলো এখনো জয়েন্ট ফ্যামিলি দেখে । আন্দামানে প্রারম্ভে সংঘর্ষ ও এখন যে সুন্দর ভাবে জীবন কাটছে দেখে ভালো লাগলো ।
নতুন ভিডিও দেখার আগ্রহ রইলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই নতুন ভিডিও দেখতে পারবেন 🙏❤️
খুবই ভাল লাগল আবার এক সংগ্রামের আর পুনর্বাসন এর ইতিহাস। সত্যিই কত কষ্ট সহ্য করতে হয়েছিল পুনর্বাসন এর সময়।
আপনি ভাল থাকবেন আর সুস্থ থাকবেন
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️ খুবই কাছের মানুষ হয়ে উঠেছেন ঈশ্বরের কৃপা থাকলে অবশ্যই একবার বাংলাদেশে এসে আপনাদের সকলের সঙ্গে দেখা করব পারলে একবার আন্দামানে অবশ্যই বেড়াতে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন। 🙏❤️
Champa, tomar sasur barir blog dekhlam,khub bhalo laglo,sabe achay sudhu Tumi puropuri sustho Hoya utho,ai kamona kori.tumi sustho theko, iswar tomar Mangal karun.❤❤❤❤
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি নিজেকে নিজে অনেক ভাগ্যবতী মনে করি কারণ আপনাদের মতন দাদা ভাইদের আমি পাশে পেয়েছি, এতটা ব্যস্ত লাইফের মধ্যেও আমার ব্লগ টা দেখে একটা সুন্দর কমেন্ট করেন আর এই কমেন্টের জন্য আমি ওয়েট করি ❤️❤️ ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সপরিবার নিয়ে আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন 🙏❤️❤️
Sundor I see from Bangladesh
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
চাম্পা দিদি শ্বশুর বাড়ি দেখলাম। খুব ভালো লাগল। বিশাল জায়গাজুড়ে গাছপালা সমৃদ্ধ সবুজের সমারোহ। আমাদের বাংলাদেশের মানুষ জীবনের কোন একসময়ের বাস্তবতার আঘাতে ক্ষতবিক্ষত হয়েও আজ ওখানে শান্তিতে বাস করছে দেখে ভাল লাগলো। আর আমরা লজ্জিত হচ্ছি। চট্টগ্রাম থেকে।
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️আমি খুব গর্বিত যে আপনারা দূরে থেকেও আমার খুব কাছের লোক শুধু আমার নয় আন্দামানে যত বাঙালি আছে সকলের কাছের❤️আপনারা অবশ্যই একবার আন্দামানে বেড়াতে আসবেন আমাদের খুব ভালো লাগবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। 🙏❤️
@@champadas-cr1ve❤
লিটিল আনদামানের চম্পা তোমার শশুর বাড়ি বেশ সুন্দর। 🌹❤️🇧🇩
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️ নিজেকে নিজে অনেক ভাগ্যবতী মনে করি যে আপনারা এত দূরে থেকেও আমার খুবই কাছের ঈশ্বর যদি দয়া করে অবশ্যই একবার আপনাদের সঙ্গে দেখা করতে আসবো। আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। 🙏❤️
খুব সুন্দর উপস্থাপনা তোমার।আবার ও বলছি তোমার কন্ঠস্বর ভীষণ মন কাড়ে।আমার ঠাকুরমা ও পূর্ব পাকিস্তান থেকে এই আন্দামানে পুনর্বাসন প্রকল্পে মধ্য আন্দামানে জায়গা পেয়ে ঘর বানিয়েছিলেন।আমার ঠাকুরমার কাছে শুনেছি এই সব সর্বহারার কাহিনী।উনি খুব অবস্থা সম্পন্ন ঘরের মেয়ে হয়ে আন্দামানে এসে প্রচুর কষ্ট পেয়েছন।আন্দামানে শুরুর দিন গুলোর তুলনায় আজ অনেক উন্নত। তুমি ভালো থেকো।
দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। 🙏❤️ দিদিভাই আমার কণ্ঠস্বর তোমাকে মুগ্ধ করেছে এটা শুনে আমি খুব গর্বিত ❤️❤️ তোমাকে আমার পাশে পেয়েছি এভাবেই পাশে থেকো ঈশ্বর তোমাদেরকে মঙ্গল করুক। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। 🙏❤️❤️
❤দিদি ❤তোমাদের গ্রামের বাড়ি অনেক বড় আর সবকিছু আছে। দেখে আমার খুব ভালো লাগছে। তোমরা সবাই সুখে থেকো ভগবান শ্রী কৃষ্ণের নিকট এই প্রার্থনা করি 🎉🎉🙏🙏🇧🇩
দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে সপরিবারে ভালো থাকবেন। 🙏❤️
দিদি অনেক সুন্দর লাগছে। আমি দুবাই থেকে দেখছি। হরে কৃষ্ণ 🙏🙏❤️❤️
আমি কুমিল্লা থেকে দেখছি,দেখে খুব ভালো লাগলো।
দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন 🙏❤️❤️❤️
দিদি অনেক সুন্দর লাগছে। আমি দুবাই থেকে দেখছি। হরে কৃষ্ণ 🙏🙏❤️❤️
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর অত দূর থেকে আমার ভিডিও দেখছেন খুব আনন্দ লাগছে হরে কৃষ্ণ ভালো থাকবেন। 🙏❤️
দিদি আপনার সুখী পরিবার কে দেখলাম। খুব খুব ভালো লাগলো। পরিবার শিক্ষার আলোয় আলোকিত।ঐ প্রত্যন্ত অঞ্চলে থেকে আপনার পরিবার যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন এটা শিক্ষনীয়। আপনারা আরো আরো বেশি করে সমৃদ্ধ হোন এই কামনা করি। ভালো থাকবেন।
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ 👏❤️ সত্যিই আপনাদের মতন মানুষদের পাশে পেয়ে আমি অনেক গর্বিত আপনারা কত দূরে থেকেও আমাদের খুব কাছের আর কত কিছুই চিন্তা করেন ঈশ্বর আপনাদের সবাইকে মঙ্গল করুক। এই কামনাই করি, ভালো থাকবেন সুস্থ থাকবেন। 👏🙏❤️
Nice video mam🙏❤
Thank you so much God bless you 🙏❤️❤️🙏
আমার বাড়ি বাংলাদেশ বৃহত্তর কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় আপনাদের দেখে অনেক ভালো লাগলো আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমি আগেই দেখেছি আপনি বলেছেন আপনার হোম ডিস্ট্রিক কুমিল্লায় now live in garmany❤❤❤🇧🇩🇩🇪👍✌️
দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏খুব ভালো লাগলো আপনার কমেন্টটা পড়ে একবার যদি পারেন অবশ্যই আসবেন আন্দামানে আমরাও চেষ্টা করব একবার বাংলাদেশে অবশ্যই যাওয়ার। ভালো থাকবেন সুস্থ থাকবেন। 🙏❤️❤️❤️
দিদি নমস্কার ৷ গেীরনদী বরিশাল থেকে , দিদি সুপারি নারকোল অনেক অনেক কি ভাবে পারে তার উপর একটা ভিডিও দিয়েন
দারুণ লাগে মনে হয় এখানে একটি বাড়ী বানিয়ে থাকতে পারতাম।❤❤
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️ ঈশ্বর চাইলে অবশ্যই হবে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
🇧🇩 Didi Very good Video ❤
Thank you so much brother God bless you 🙏❤️❤️
জয় মা কালী।😊
😁😁😁🙏🙏
আমাদের বাড়ি কুমিল্লা, এখনও আমরা আছি। আমি ঢাকা থেকে দেখছি।বাংলাদেশে এসে ঘুরে যাও।
🙏🙏🙏❤️❤️❤️❤️👏👏👏
আমাদের বাড়ি কুমিল্লা দাউদকান্দি আমাদের থেকে ৬০ কিলোমিটার দুরে
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। ❤️❤️🙏🙏
❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️
Valo laglo.
আপনার অনেক অনেক ধন্যবাদ। 🙏🙏❤️❤️
আমি বাংলাদেশের মানুষ দাউদ কান্দি লকের সাথে আছি
দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏❤️ আপনারা সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
ঝন্টুর Tractor চালানো টা খুব ভালো লাগলো। কিন্তু চম্পা লেবু গাছ টা আমি ভুলতে পারছি না একটা গাছে এত লেবু। আর সুনামি তে কালি মন্দির এর কোন ক্ষতি হয়নি।
দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুনামিতে মন্দিরটা তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি অবশ্য জলে ডুবে গিয়েছিল। 🙏🙏❤️❤️
উনাকে জিজ্ঞেস করেন জাফরের বাজারের সাথে জগন্নাথ মন্দির আছে এখানে রথযাত্রা হয় ওই এলাকাই আমার বাড়ি
আপনাকে অসংখ্য ধন্যবাদ ওনার সঙ্গে দেখা হলে অবশ্যই বলব ভালো থাকবেন 🙏❤️
দাশকান্দি এখন তিতাস থানা আগে ছিল দাউদকান্দি থানা তিতাস থানার পাশের থানা মুরাদনগর থানা আমার
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
Darun laglo
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন 🙏❤️
আসেন কুমিল্লায় ঘুরে যান নিজের ঘর থেকে
আপনাকে অনেক অনেক ধন্যবাদ একবার অবশ্যই আসবো ঘুরে যাব আপনারা সময় পেলে একবার আন্দামানে ঘুরে যাবেন।🙏🙏❤️❤️
হাই আমার নিজ দেশের মানুষ আজ কোথায়? আল্লাহ তুমি ভালো রেখো সবাইকে। আমি বৃহত্তর কুমিল্লা থেকে দেখছি।
Khub valo laglo.
আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
আন্দমানের অতীত জানতে খুব ভালো লাগছে । আগে বাংলা দেশের থেকে অনেক পরিবার ইন্ডিয়া তে চলে গিয়েছিলেন মুক্তি যুদ্ধের পরে ও অনেক পরিবার নি: স হয়ে ভারতে চলে গিয়েছিলেন কিন্তু আন্দামানে বসতি করার কথা জানা ছিলো না ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি খুবই গর্বিত 🙏❤️ আন্দামানে যত বাঙালি আছে আমরা সকলেই বাংলাদেশের বাঙ্গালীদের সঙ্গে যুক্ত কারণ সমস্ত বাঙালিরা এই পূর্ব পাকিস্তানের থেকে আগত❤️ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
Nice McTlm Tripura
থ্যাংক ইউ সো মাচ ❤️❤️🙏🙏
দিদিভালো আছো❤❤❤
দিদি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏❤️❤️ হ্যাঁ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন?
আমি আন্দামানের বাসিন্দা হতে চাই, আমার বাড়ি ওয়েস্টবেঙ্গল এর কোচবিহার জেলায়। আমার মূর্তি বা প্রতিমার কাজ জানা আছে, যদি এই কাজ ওখানে চলে তবে আমি সেখানে বসবাস করবো, কেনোনা আন্দামান আমার কাছে প্রিয় একটি জায়গা।আমি সরস্বতী থেকে শুরু করে দুর্গা কালী আরো অনেক প্রতিমা বানাতে পারি।
দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏❤️ আন্দামানের মূর্তি কার আছে তেমন একটা মূর্তি কারের দরকার পড়ে না 🙏 আমি তো চেষ্টা করব একজনের সঙ্গে কথা বলার আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন। ❤️
Khub bhalo laglo pukur dekhe. Pukurer maachh little Andaman e sale hoy? Port Blair pathano sambhab?
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️ আমার পাশে থাকার জন্য আমি খুব গর্বিত ❤️ হ্যাঁ দাদা ভাই অবশ্যই লিটিল আন্দামান থেকে পোর্টব্রোয়ারে মাছ পাঠানো যায়, আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
চম্পা তোমার শ্বশুরবাড়ি অনেক বড় পরিবার এবং উনাদের জীবনের সংঘর্ষটাও অনেক কঠিন। বর্তমানে যে সুখ সুবিধাগুলো মিলছে এটা বহুত কষ্টে মিলেছে। এছাড়াও তোমাদর শ্বশুরবাড়ির বংশধরেরা এখনও বাংলাদেশে রয়েগেছে সব মিলিয়ে এক বহূত বড় পরিবারের অ়ংশো। ভিডিওতে পূর্বের জীবন যাপন সম্পর্ককে সবকিছু জানতে
পারলাম খুব ভালো লাগলো ।বাড়িটি গ্রাম্য পরিবেশে খুবই সুন্দর এবং সমস্ত কিছুই বিদ্যমান খুব ভালো।
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি খুবই ভাগ্যবতী🙏❤️❤️এভাবেই পাশে থাকবেন আর ইচ্ছা আছে ঈশ্বর যদি চান অবশ্যই একবার বাংলাদেশে এসে আপনাদের সকলের সঙ্গে দেখা করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। 🙏❤️
আমার মাতা পিতা দুইজন বাংলাদেশের খুলনার কানরচর নামক গ্রামের ছিলেন আমরা ভাই বোনেরা সবাই পশ্চিমবঙ্গের। @@champadas-cr1ve
Island গুলোতে যে গ্রাম দেখাচ্ছেন সেখানে বাঙালি ছাড়া ভারতের অন্য প্রদেশের লোক শতকরা কত? পোর্টব্লেয়ের এ শতকরা কতভাগ বাঙালি আছেন? উত্তর পেলে খুশি হবো।
সব আইল্যান্ডে বাঙালি সংখ্যক লোক জনেরাই বেশি আর অন্যান্য তামিল, তেলুগু রাঁচি, মালায়ালাম সবাই কম বেশি থাকে। কিন্তু সব আইল্যান্ডের পার্সেন্টেজ কম বেশি আছে এজন্য আপনাকে পুরোটা দিতে পারছি না। 🙏🙏🙏❤️❤️❤️
❤❤❤❤❤❤
❤️❤️❤️
Dada amra o nanital thaki apnara kon camp chilayn akto janan
দয়া করে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা মানা ক্যাম্পে ছিলাম ভালো থাকবেন 🙏❤️
••what propelled them to leave Pakistan !
°°
রাজশাহীর লোক আছে
দেখতে হবে দাদাভাই 🙏🙏❤️
Comila kon thanay?
দাউদকান্দি থানা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🙏🙏❤️❤️
@@champadas-cr1ve didi apnar birthplace ki andaman??
দিদিভাই,
লিটিল আন্দামান রবীন্দ্র নগর গ্রামের রবি কির্তুনীয়ার কোনো খবর নিয়েছিলেন কি?
দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏🙏 রবি কীর্তনীয়ার খোঁজ নেওয়ার জন্য গতকালকে ফোন করা হয়েছিল 👏 অবশ্যই খুব তাড়াতাড়ি আপনি ওনার ফোন নম্বরটা পাবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏👏❤️
🌻Many many thanks to you Didivai for your responsebility🌹👏‼️
🚩🐚 Good Evening 🪔🙏🚩
Dadabhai Robi যে ভদ্রলোক উনি অনেক দিন আগে গত হয়েছেন, ওনার relatives দের নম্বর দেওয়া r চেষ্টা করছি
দিদিভাই,
যে কোনো মৃত্যুই দুঃখ ও বেদনাদায়ক! রবিদার ছোটো দুই ভাই ছিল - রবিদার স্ত্রী ও একটি পুত্র + একটি কন্যা সন্তান ছিল, মনে পড়ে ছেলেটির নাম রাকেশ, মেয়েটির নাম মনে নেই। যদি সম্ভব হয় ওনার স্ত্রী-পুত্রের সংবাদ জানার চেষ্টা করুন,এর চেয়ে আর বেশি কিছু বলার নেই! আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন, এমত কামনায় 👏!
= অদেখা-অচেনা শুভাকাঙ্খী=
না,দেশ,ভাগ,হো,তো,কত সুন্দর হতো, দিদি ভাই 🌹🙏,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
🙏🙏🙏 দিদি
অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য,
বাংলাদেশের খুলনা থেকে আপনাদের কে দেখছি।
কুমিল্লা দাউদ কান্দি
সারাটা আন্দামানে এখনো কভারেজ করতে পারিনি দেখব ওখানকার কোন লোকজন আছে কিনা ভালো থাকবেন 🙏❤️
পূর্ব পাকিস্তান থেকে ধর্মীয় জিঘাংসার কারণে বিতারিত সব হিন্দু বাঙ্গালীরা এই vedio দেখে আনন্দ পাচ্ছে।
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
Apni jhontu sir na?
হ্যাঁ আমি ঝন্টু স্যার। ভাই তোমাকে তো চিনতে পারলাম না।❤️❤️🙏🙏
It should be 'kahini' not kahani
Pl be careful about your language.
ঠিক বলেছেন দাদাভাই কাহানি না কাহিনী হবে ,একচুয়ালি কি হয়েছে আমরা ছোট থেকে বড় হওয়াটা নানান ভাষাভাষীর লোকজনদের মাঝে ঠিকমতো না বাংলাটা বলতে পারি আর না হিন্দিটা। যেমন আপনাদের কলকাতায় পুরোটাই শুদ্ধ বাংলায় কথা বলছেন আর হিন্দিটা আপনারা শুদ্ধ হিন্দিতে কথা বলছেন , এইভাবে ভুলটা ধরিয়ে দেবেন তাহলে নিজেকে নিজে শুধরাতে পারবো। ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏❤️
বলতেই হয় আপনারা ভাগ্যবান!! সরকারী পুনর্বাসন প্রকল্পের সুবিধা নিয়ে আন্দামানে পাড়ি দিয়েছিলেন। সরকার বিনা পয়সায় অনেক জমি দিয়েছে, জীবনধারণের জন্য ন্যূনতম যা প্রয়োজন দিয়েছে, হাতে টাকাও দিয়েছে!! প্রথমদিকে অনেক কষ্ট সহ্য করতে হলেও, এখন আপনারা বেশ ভালো আছেন।
অথচ, কালাপানি পাড় হয়ে যেতে হবে বলে অনেকে যেতে চাননি। বামপন্থীরা সেই সময় জ্যোতি বসুর নেতৃত্বে আন্দোলন করেছিল যাতে পূর্ব পাকিস্তান থেকে আগত শরণার্থীদের আন্দামানে না পাঠানো হয়। ফলে, কেন্দ্রীয় সরকার বাঙালি শরণার্থীদের আন্দামানে পাঠানো স্থাগিত করে দেয়।
যে শরণার্থীরা আন্দামানে যেতে না চেয়ে তখন আন্দোলন করেছিলেন, তাঁদের বংশধরেরা অনেকেই এখনো পশ্চিমবাংলার বিভিন্ন রেল লাইনের ধারে ঝুপড়িতে বাস করছেন!! অনেকের বংশধরেরা শহরের বস্তিতে বা অন্যত্র এক চিলতে ঘরে বাস করছেন!! পশ্চিমবাংলায় কোনরকম সুযোগ সুবিধা তাঁদের ভাগ্যে জোটেনি!!
আজ তাঁরা আক্ষেপ করেন ভুল সিদ্ধান্তের জন্য।
অন্যদিকে, ধীরে হলেও আন্দামানের উন্নতি হচ্ছে। আগামী ১০ বছরের মধ্যে আন্দামানের বিপুল উন্নতি হবে। সেই সঙ্গে, আন্দামানের বাসিন্দাদের অর্থনৈতিক ও জীবন যাত্রার মানের অনেক উন্নতি হবে।
দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️ আমাদের খুবই ভাগ্য যে আপনার এত দূরে থেকেও আমাদের খুব কাছের এই ভাবেই পাশে থাকবেন আর পারলে অবশ্যই একবার আন্দামানে আসবেন 🙏❤️ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি🙏❤️
@@champadas-cr1ve আপনাকে জানাই, আমরাও কুমিল্লার লোক। আমার জন্ম কলকাতাতেই। আমার ঠাকুরদা বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে (১৯৭১ এর আগে) কলকাতায় চলে এসেছিলেন। যা কিছু সম্বল তিনি আনতে পেরেছিলেন, তাই দিয়ে কলকাতায় বাড়ী করেন। তবে, এখনো আমাদের কিছু নিকটাত্মীয় বাংলাদেশে রয়ে গেছেন।
আন্দামানের যে বাঙালিরা আজ আক্ষেপ করছেন মাতৃভূমি বাংলাদেশকে ছেড়ে আসার জন্য, তাঁদেরকে আপনার ব্লগের মাধ্যমে জানিয়ে রাখি, বর্তমানে বাংলাদেশে প্রায় প্রতিদিনই কোন না কোন এলাকায় হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটছে, সঙ্গে মেয়েদের উপর অত্যাচার, জোড় করে ধর্মান্তরিত করা, রাস্তাঘাটে গালিগালাজ করা এসব তো আছেই।
১৯৭১ এ যেখানে হিন্দুদের জনসংখ্যা ছিল ২১/২২ শতাংশের মত, তা বর্তমানে মাত্র ৪/৫ শতাংশ!!!!!!
যাইহোক, ভালো থাকবেন। আপনাদের ব্লগ আমি প্রায়ই দেখি, খুব ভালো লাগে।
...... ধন্যবাদ
দেবাশীষ দাশ
@@debashishdas6189dada apni Kolkata kothay thaken? cumilla kothay chilo..amader o cumilla chilo akhan Kolkata durganagar thaki.
এই বয়সে দাদুরা এত ভাত খাই।?
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দাদুরা ছোটবেলা থেকেই জমিতে খাটাখাটনি করার মানুষ তো এজন্য এখনও খেতে পারে ওনারা।🙏🙏
দিদি নমস্কার ৷ গেীরনদী বরিশাল থেকে , দিদি সুপারি নারকোল অনেক অনেক কি ভাবে পারে তার উপর একটা ভিডিও দিয়েন
দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏❤️নেক্সট ভিডিও দেখতে পারবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏