তুমি ফিরে জানি আসবে না কোনওদিন, তবু মনে পড়ে ফেলে আসা দিন রঙিন। ফিরে এসো আজ এই প্রাতে ফিরে এসো আজ মন মাঝে, ফিরে এসো সোনাঝরা সাঁঝে ফিরে এসো আজ মনমাঝে। দিন শেষের ওই আলো মেখে তুমি এসেছিলে রাজ মুখে, প্রথম দিনের সেই দেখা মনোমাঝে তুমি ধীরে এলে। চলে গেলে, ঐ দূরে হারিয়ে গেলে তুমি মেঠো সুরে। আজ এমনি মায়াবী দিনের শেষে শুধু চেয়ে রই ফেলে যাওয়া পথেরই শেষে। আলো আঁধারীর এই পথে তুমি ফিরে এসো মনোরথে, ফোটা তারাদের সাথি করে রাখো দুটি হাত মোর হাতে। দেখব যে, প্রাণ ভরে শুকতারার ঐ আলো হয়ে।
এই গান যার মুখে প্রথম শুনেছিলাম, এখন গানটা আছে, সে নেই... কত কতটা দূরে।
হারিয়ে গেল মেঠোসুরে😞
কেউ এই গানটাকে এক্সাযারেট করে ফেলবেন না প্লিজ, গানটা সবার জন্য না। এটা আমাদের 🖤
দারুণ লাগলো
গড়ের মাঠ !❤️
তুমি ফিরে জানি আসবে না কোনওদিন,
তবু মনে পড়ে ফেলে আসা দিন রঙিন।
ফিরে এসো আজ এই প্রাতে
ফিরে এসো আজ মন মাঝে,
ফিরে এসো সোনাঝরা সাঁঝে
ফিরে এসো আজ মনমাঝে।
দিন শেষের ওই আলো মেখে
তুমি এসেছিলে রাজ মুখে,
প্রথম দিনের সেই দেখা
মনোমাঝে তুমি ধীরে এলে।
চলে গেলে, ঐ দূরে
হারিয়ে গেলে তুমি মেঠো সুরে।
আজ এমনি মায়াবী দিনের শেষে
শুধু চেয়ে রই ফেলে যাওয়া পথেরই শেষে।
আলো আঁধারীর এই পথে
তুমি ফিরে এসো মনোরথে,
ফোটা তারাদের সাথি করে
রাখো দুটি হাত মোর হাতে।
দেখব যে, প্রাণ ভরে
শুকতারার ঐ আলো হয়ে।
অনলাইনে পাওয়া ভার্সনগুলোর মাঝে সবচে সুন্দর এটা
Beautiful voice ❤❤
Please practice scale everyday
💙
lyric den
❤🏞🌄