Potro Dio (Prosthan) | Tanzir Tuhin | Emon Chowdhury | Helal Hafiz | Tanvir Tori | New Song 2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • #emonchowdhury #tanzirtuhin #helalhafiz
    কবি হেলাল হাফিজের “প্রস্থান” কবিতা অবলম্বনে গান ‘পত্র দিও’
    Voice: Tanzir Chowdhury
    Tune and music: Emon Chowdhury
    Cello: Tanvir Tori
    Special thanks: Picklu Chowdhury
    Emon Chowdhury Official:
    / emonchowdhurybd
    Spotify : open.spotify.c...
    Fair Use Disclaimer :
    This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “Fair Use” as described in The Copyright Act 2000 Law No. 28 of the year 2000 of Bangladesh under Chapter 6, Section 36 and Chapter 13 Section 72. According to that law allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    WARNING ANTI-PIRACY :
    This content is original and copyrighted to "Emon Chowdhury". Any unauthorised reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright.

Комментарии • 1,1 тыс.

  • @shoponrahman5475
    @shoponrahman5475 Год назад +84

    উফফ এই গানের শ্রোতা সংখ্যা এখনো অব্দি মিলিয়ন পৌঁছায়নি?সত্যি এই গানটির মান এবং রুচিবোধ কে ধারণ করার মতো খুব বেশি শ্রোতা তৈরী হয়নি এখনো বাংলাদেশে

    • @JobPreparation-e2d
      @JobPreparation-e2d 9 месяцев назад +6

      মিলিয়ন পৌঁছেছে। আমি একাই ৫০০ বারের মতো শুনেছি।

    • @sajjad.mafia86
      @sajjad.mafia86 7 месяцев назад

      মিলিয়ন ❤

    • @mbm6842
      @mbm6842 6 месяцев назад

      ​@@JobPreparation-e2dHabit hoye geche amar protidin sokal bikel

    • @onlyentertainpurpose2817
      @onlyentertainpurpose2817 4 месяца назад +1

      পছন্দের একটা গান, প্রতি রাতে নিয়ম করে শুনি বারান্দায় বসে, তাল মিলিয়ে গাওয়ারও চেষ্টা করি।

    • @redwanahmedakash3292
      @redwanahmedakash3292 Месяц назад

      Eije aschi🖤

  • @shetu.raisul
    @shetu.raisul Год назад +125

    কতবার যে শুনলাম গতকাল থেকে। প্রতিবার হাহাকারে বুক ভেসে যাচ্ছে। না, কিশোর বয়সে ছেড়ে যাওয়া প্রেমিকার জন্য না। হাহাকার জন্মাচ্ছে ওপারে চলে যাওয়া আমার আব্বুর জন্য। মনে হচ্ছে, তার আমার ভেতরেও প্রেম ছিলো যা আগে বুঝিনি।
    ধন্যবাদ তুহিন ভাই, ইমন ভাই।।।

    • @rupalitanchangya3046
      @rupalitanchangya3046 Год назад +2

      ❤️

    • @itsarif010
      @itsarif010 8 месяцев назад +1

      ২০২২ এর ডিসেম্বরের ১৭ তারিখ আব্বা মারা গিয়েছিলেন, তার কিছুদিন পরেই এই গানটা বের হয়, আপনার মত এই গান আমি তার সাথেই রিলেট করি।

    • @ebadmorshed4117
      @ebadmorshed4117 4 месяца назад

      Akdom thik bolechen. Ai gaan ta shunlei 90 a chole jai.

    • @Tuhinhasan-u5g
      @Tuhinhasan-u5g Месяц назад

      তুহিন কোনজনের নাম ভাই

  • @mitrabrinda
    @mitrabrinda Год назад +309

    কখনো ভাবতেই পারি নি, অজস্র স্থানে, অসংখ্য অসংখ্য বার যে কবিতার চরণ আওড়েছি.... সেই "পত্র দিও" পংক্তিটুকুও কারো কন্ঠে ঠিক এতটা আবেগ, এতটা মায়া নিয়ে সুর তৈরি করতে পারে!
    যেন এদ্দিন পর এসে হঠাৎ করেই মনে হচ্ছে কবিতাটা বোধহয় এতকাল অপূর্ণ ছিল, সুরের অপেক্ষায় ছিল। এতকাল পর এসে আজ যেন কবিতাটা পূর্ণ হয়ে উঠেছে। যেন কোন প্রাচীন স্বরলিপি বহুকাল কোথাও লুকিয়ে রাখা ছিল, সুর-তাল রূপী সোনার কাঠি রুপোর কাঠি দ্বারা আজ তাতে প্রাণ সঞ্চারিত হয়েছে। কী অদ্ভুত, কী অদ্ভুত সুন্দর!
    প্রিয় কলাকুশলীরা, মনটাকে আস্ত লোভে ফেলে দিয়েছেন। এবারে প্লিজ জয়দা'র "মেঘ বালিকার জন্য রূপকথা" চাই.... প্লিজ! 🙏

  • @junichakma7901
    @junichakma7901 Год назад +242

    এই মানুষটার কন্ঠ শুনে যে বা যারা প্রেমে পড়তে পারেনি- তারা নিঃসন্দেহেই হৃদয় অসচল মানুষ!!
    আমাদের তুহিন ভাই 💝

    • @aminaman9834
      @aminaman9834 Год назад +1

      ঠিক বলছেন ভাই

    • @buraqeeb7823
      @buraqeeb7823 Год назад

      অসাধারণ

    • @wasequemahmud0909
      @wasequemahmud0909 Год назад

      বাহ্! চমৎকার বলেছেন।

    • @md.asifhalim6407
      @md.asifhalim6407 Год назад +4

      এই যে, একজনের প্রশংসা করতে গিয়ে অন্যকাউকে ছোট করলেন। এটার প্রয়োজন ছাড়াই কিন্তু গানটা বা তুহিন ভাইয়ের গায়কির বাহবা গাওয়া যেতো। চিন্তা করে দেখবেন। শুভকামনা।

    • @sumayaswaty9506
      @sumayaswaty9506 Год назад

      আমি বার বার প্রেমে পরি ❤

  • @MR-255
    @MR-255 Год назад +52

    Full Lyrics::
    এখন তুমি কোথায় আছো
    কেমন আছো, পত্র দিও,
    এক বিকেলে মেলায় কেনা
    খামখেয়ালীর তাল পাখাটা,
    খুব নিশীথে তোমার হাতে
    কেমন আছে, পত্র দিও, পত্র দিও।
    ক্যালেন্ডারের কোন পাতাটা
    আমার মতো খুব ব্যথিত,
    ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে,
    পত্র দিও, পত্র দিও।
    কোন কথাটা অষ্টপ্রহর
    কেবল বাজে মনের কানে,
    কোন স্মৃতিটা উস্কানি দেয়
    ভাসতে বলে প্রেমের বানে,
    পত্র দিও .. পত্র দিও।
    আর না হলে যত্ন করে ভুলে যেও
    আপত্তি নেই,
    গিয়ে থাকলে আমার গেছে
    কার কী তাতে? কার কী তাতে?
    আমি না হয় ভালোবেসেই
    ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি
    নষ্ট ফুলের পরাগ মেখে
    পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি, খুন করেছি
    কি আসে যায়?
    এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
    এক মানবী কতোটাই বা কষ্ট দেবে।
    এখন তুমি কোথায় আছো
    কেমন আছো, পত্র দিও,
    এক বিকেলে মেলায় কেনা
    খামখেয়ালীর তাল পাখাটা,
    খুব নিশীথে তোমার হাতে
    কেমন আছে, পত্র দিও, পত্র দিও।
    ক্যালেন্ডারের কোন পাতাটা
    আমার মতো খুব ব্যথিত,
    ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে
    পত্র দিও, পত্র দিও,
    পত্র দিও.. পত্র দিও।

  • @akibjaved6734
    @akibjaved6734 Год назад +10

    এতো সুন্দর লিরিক্স।
    কবি হেলাল হাফিজ কে সবারি উচিত দেখতে যাওয়া।উনি বার্ধ্যকজনিত সমস্যায় ভুগতেছে।

  • @sudiptabhattacharjee6398
    @sudiptabhattacharjee6398 Год назад +75

    কোন ভাষা নেই আমার।প্রিয় কবি,প্রিয় কবিতা, প্রিয় গায়ক,প্রিয় কম্পোজার। যতবার শুনি ততবার শিহরিত হই।মনে হয়.......,..

  • @সহজকথা-ট৮গ
    @সহজকথা-ট৮গ Год назад +31

    এটা গান না, গানের উর্ধ্বে ভেসে বেড়ানো থমকে থাকা এক আবেগের বহিঃপ্রকাশ । ধন্যবাদ হেলাল হাফিজ এত সুন্দর সৃষ্টি রেখে যাওয়ার জন্য। তুহিন ভাই, আপনি তো মেসির মত হয়ে যাচ্ছেন, যত বয়স বাড়ছে তত ভাল সৃষ্টি উপহার দিয়ে যাচ্ছেন, বেঁচে থাকুন আরো দীর্ঘদিন।

  • @Alifislamkitchen
    @Alifislamkitchen Год назад +67

    প্রথম কমেন্ট বর্ষন মোহাম্মদ।। কিং অফ ভোকালিস্ট তানজির তুহিন। অসাধারণ ছিলো। ইমন ভাই শুভকামনা সব সময়।

    • @hakunamatata.007
      @hakunamatata.007 Год назад +2

      King of Vocalist is an exaggeration! James, AB, Mushfiq, Sunjoy, Hasan you might call one of them as a King of vocalist

    • @rahnamrafi8890
      @rahnamrafi8890 Год назад

      @@hakunamatata.007 জানিনা কিভাবে নিবেন কথাটা।তারপরেও জেমসকে আমার খুব আহামরি ভোকাল মনে হয়না।বাকিরা ঠিক আছে।আর মিজান,তুহিন,লিংকনের ভোকাল কিন্তু তাদের থেকে কম না।বর্তমান সময়ে আরো অনেক স্কিলফুল ভোকাল আছে।তারা হয়তো খুব পরিচিত ব্যান্ডে গায়না তাই তাদের আমরা কেউ চিনিওনা।নাম ও বলিনা।মেট্রিক্যাল ব্যান্ডের দিকে দেখলে বোঝা যায়।কিছুদিন পর পর ভোকাল চ্যাঞ্জ হয়।কিন্তু একটার পর একটা মাস্টারপিস ভোকালিস্ট।

    • @hakunamatata.007
      @hakunamatata.007 Год назад

      @trustedearningsiteshare1914 can't agree. He's a great vocalist that's all i can say. Btw I love tuhin bhai & because of him i loved listening shironamhin.

    • @md.manjurulkabir5325
      @md.manjurulkabir5325 23 дня назад

      He has a majestic voice

  • @s.zhaider6473
    @s.zhaider6473 Год назад +6

    পত্র দেওয়ার যে আকুতি যে হাহাকার, যে শূন্যতায় ভেসে তা কালজয়ী গানে পরিণত হয়েছে. কি অদ্ভুত শূন্যতা পুরো গানটায়। আহা! সেই চিরায়ত অদ্ভুত বিষণ্ণ সুর। হেলাল হাফিয, তুহিন ভাই, ইমন উনারা জীবন্ত কিংবদন্তি। বেঁচে থাক হাজার বছর।

  • @nafizitrat5055
    @nafizitrat5055 Год назад +5

    এতো সুন্দর গান আমি এর আগে কখনো শুনিনি। অসাধারণ সুন্দর কম্পোজিশন আর তুহিন ভাইয়ের গায়কী প্রকাশ করার ভাষা খুঁজে পেলাম না।

  • @MinnatAli-nf2zk
    @MinnatAli-nf2zk 4 месяца назад +2

    কবিতার চরণ যখন মিলে যায় জীবনের সাথে
    তা তখন মর্যাদা পায় ক্লাসিক পর্যায়ের,
    আর সেই চরণ যদি গাওয়া হয় পূর্ণ আবেগে
    তাতে অমরত্ব পাবে প্রিয় শিল্পীর চিত্তে৷
    ----- গানের মাঝেই বেঁচে থাকবে
    আমাদের তুহিন ভাই৷

  • @santodip2372
    @santodip2372 Год назад +3

    তানজির তুহিন!
    এই কণ্ঠে সাধারণ বলে কিছু নেই
    সবটাই অসাধারণ,অনন্ত,চিরন্তর।

  • @truckbangla2410
    @truckbangla2410 День назад

    একটা বয়সে এই কবিতা রাতের ঘুম কেড়ে ছিল, আর এখন এই সময়ে মাঝে মাঝে এই গান অন্য মাদকতা।

  • @KamrulHasan-mv4bj
    @KamrulHasan-mv4bj Год назад +8

    এক জীবনে কতটা আর নষ্ট হবে,
    এক মানবী কতটা আর কষ্ট দেবে!
    Obsessed with this song!
    Helal Hafiz × Tanzir Tuhin, felt an another level of serenity!
    Thanks Emon Chowdhury.

  • @rezoanbillahnayan007
    @rezoanbillahnayan007 Год назад +17

    কেমন যেনো লেগেছে পুরো ব্যাপারটা বুকের ভিতর! ভালোবাসা অবিরাম তুহিন আর ইমনের জন্যে! 💚

  • @3minuteswithkarim
    @3minuteswithkarim Год назад +9

    Already listened over 100 times. কি মায়া...😶
    কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে
    কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
    পত্র দিও, পত্র দিও।
    ❤ you so much my dear wife somi.

  • @dawsing20
    @dawsing20 10 месяцев назад +3

    যতবারই শুনি ততবারই বুক ফাঁটা কান্না পাই। এত আবেগ, এত আবেগ! যারা প্রেমে পড়েনি সে ও কিছুক্ষণের জন্য হারিয়ে যাবে কল্পনায়। মন খারাপ করে দেবে অকারণেই।

  • @Nazmul-ew6le
    @Nazmul-ew6le Год назад +6

    বিশ্বমানের আমার বাংলা গান।🇧🇩
    হ্যাটস অফ তুহিন ভাই এবং ইমন ভাই।
    কবি হেলাল হাফিজের অনবদ্য সৃষ্টি -প্রস্থান।

  • @Quota2024-h8g
    @Quota2024-h8g Год назад +207

    এখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিও
    এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালীর তাল পাখাটা
    খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও।
    ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত
    ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও।
    কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে
    কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
    পত্র দিও, পত্র দিও।
    আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই।
    গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে?
    আমি না হয় ভালবাসেই ভুল করেছি ভুল করেছি,
    নষ্ট ফুলের পরাগ মেখে
    পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি, কি আসে যায়?
    এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
    এক মানবী কতোটা বা কষ্ট দেবে! 💔

  • @saabid4649
    @saabid4649 Год назад +53

    আজ থেকে শত সহস্র বছর পরেও এই শহরের মানুষ চিৎকার করে আপনার গান গাইবে তুহীন ভাই 🖤✌️

  • @shandsomemind-ct2pn
    @shandsomemind-ct2pn Год назад +3

    অসাধারণ, প্রথম বার শুনেই হৃদয় মাঝে জায়গা নিল। জীবনে ঘটে যাওয়া অতীত থেকে খুজে পেলাম, শুন্য ডাকবাক্স, ডাকবাক্স তে শুধু একটি বিচ্ছেদের পত্র ছিল জীবনের পাওয়া।।😃💙

  • @shahriarislam1913
    @shahriarislam1913 Год назад +15

    এত প্রিয় কবিতা যখন প্রিয় মানুষের কণ্ঠে গানে পরিণত হয়, তখন ব্যাপারটা অতুলনীয় 😍❤️
    তুহিন ভাই এটা জাস্ট 🔥

  • @naeemahsan914
    @naeemahsan914 Год назад +7

    অসাধারণ! স্মুথ ইন্সট্রুমেন্টালের সাথে তুহিন ভাইয়ের ভয়েস! শুনলেই গুসবাম্প হয়! আরো চাই এমন কোলাবোরেশান!🖤🔥

  • @sabuzmustafiz1422
    @sabuzmustafiz1422 Год назад +29

    চোখে পানি চলে আসছে। কি অদ্ভুত শুণ্যতা পুরো গানটায়। কতো জনমের হাহাকার বুকে নিয়ে বয়ে চলেছি ছোটবেলার প্রথম প্রেম নিশির জন্য। ১৫ বছর ধরে হয়ে গেছে। জানিনা সে কোথায় কিভাবে আছে? ভালো আছেতো?
    সমস্ত গানটায় আমি নিশিকেই খুঁজে পেয়েছি। কেঁদেছি। অসাধারণ হেলাল হাফিজ এবং অসাধারণ তুহিন ভাই আর ইমন!

  • @jamiulhasan2786
    @jamiulhasan2786 Год назад +3

    গানটা যত বার শুনতেছি ততোই শিহরণ জাগায়। সুপার কম্বিনেশন। তুহিন ভাই ইস গ্রেট। সবাই এটার মর্ম বুঝতে পারবে না। কবিতাটা যেনো এখন পূর্ণতা পেল।

  • @md.rifathhossain09064
    @md.rifathhossain09064 Год назад +6

    বিশ্ববিদ্যালয় জীবনের খুব প্রিয় একটি কবিতা ছিলো!! প্রায়ই আবৃত্তি করতাম বন্ধু মহলে!
    অসাধারণ তুহিন ভাই!!
    লিভিং লিজেন্ড!!

  • @DipuChakma_43
    @DipuChakma_43 26 дней назад +1

    কি এক হাহাকার! কি এক যন্ত্রণা এই এক ছোট্ট জীবনে!
    গানটি শুনে শুধু উপলব্ধি করা যায়,প্রকাশ করা যাবে না।❤️

  • @ChandanKumarSarker-gb7gh
    @ChandanKumarSarker-gb7gh Год назад +5

    তুহিন ভাই এর কণ্ঠে এত অসাধারণ লেগেছে সেটা বলে বুঝানো সম্ভব না। এর থেকে সুন্দর করে গানটা করা সম্ভব ছিল না।

  • @musfiqueahamedchowdhury9147
    @musfiqueahamedchowdhury9147 9 месяцев назад +12

    You guys have no idea how deeply you touch our souls. Please never stop creating magic.

  • @ahnafashad4901
    @ahnafashad4901 Год назад +10

    ওস্তাদজী...
    অনেক বাঁচুন
    সত্যিই দারুণ
    আপনার স্বর থেকে নিঃসৃত প্রতি প্রচ্ছদের সুর যেন এক একটা নিবিড় মেরুন আলোর আবরণ...
    বেঁচে থেকে দিনগুলোর মধ্যে একদিন অন্তত আপনার সান্নিধ্যে যদি পেতাম!
    অনাবিল শ্রদ্ধা আর সম্মান আপনাদের প্রতি স্যার🌼

  • @rahulsanjowal28
    @rahulsanjowal28 Год назад +2

    এই বাংলা শব্দশৈলী, এই নির্মল কন্ঠ, যত্নের সুর, সব মিলিয়ে ভীষণ সুন্দর হয়েছে।

  • @towsifzilani
    @towsifzilani Год назад +5

    এক অদ্ভুত শুন্যতা ঘিরে ছিলো যতক্ষন গান টা শুনেছি। কি আবেগঘন আবেদন আর সমর্পণ কথাগুলোতে।
    চিরচেনা তুহিন ভাইয়ের কন্ঠ, গানের কম্পোজিশনের সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ।

  • @tahmidalhossain
    @tahmidalhossain Год назад +7

    লিরিকটা শুধু তুহিন ভাইয়ের জন্য,একমাত্র সেইই পারে এটার সুর দিতে🖤

  • @hasanj1680
    @hasanj1680 Год назад +4

    তানজির তুহিনের ফ্যান আমি সেই ক্লাস সেভেন থেকে,দরাজ কন্ঠের গানগুলো অসাধারণ, আর ইমন চৌধুরীর মিউজিকের কথা না ই বা বললাম 🤍🤍

  • @moumibarua1560
    @moumibarua1560 Год назад +8

    কবি যতটা শূণ্যতা থেকে প্রস্থান রচনা করেছেন ইমন ভাইয়ের সুর আর তুহিন ভাইয়ের পরিবেশনা তা দারুণ ভাবে ছুয়ে গেছে। শুভকামনা অবিরাম 💫

  • @sajibahmed7769
    @sajibahmed7769 Год назад +3

    কি সুন্দর অদ্ভুত অনুভূতি গানের মধ্যে....তুহিন ভাইয়ের দরদভরা গলায় এতটা প্রানবন্ত চমৎকার.... 🌸

  • @marufhossainraafi4920
    @marufhossainraafi4920 Год назад +36

    আর নাহলে যত্ন করে ভুলে যেও, আপত্তি নেই।
    তুহিন ভাইয়ের সেই পরিচিত কন্ঠস্বর ...দারুন আরাম আর আনন্দ 🖤

    • @mehedihasan428
      @mehedihasan428 Год назад

      হারানো প্রেম খুঁজে পেলাম
      অসাধারণ 🥀🥀

    • @siddikhossin5726
      @siddikhossin5726 10 месяцев назад

      @@mehedihasan428 এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
      এক মানবী কতোটা আর কষ্ট দেব

  • @apanchakraborty9428
    @apanchakraborty9428 Год назад +5

    ওবাপ, তুহিন ভাই, আপনি একটা ভালোবাসা। ইমন এবং তানভির ভাই মিলে জমে ক্ষীর করে দিলো।

    • @Marazhaque
      @Marazhaque 2 месяца назад

      Emon via ,thanks for you .tohin vai,u r the best❤

  • @emon2028
    @emon2028 20 дней назад +1

    আজ না-কি চিঠি দিবস! তা-ই হঠাৎ গানটা শুনতে আসলাম। দারুণ। পএ দিও❤ ১'লা সেপ্টেম্বর ২৪

    • @shimulchowdhury791
      @shimulchowdhury791 20 дней назад

      চিঠি দিবসের শুভেচ্ছা নিবেন ❤

  • @sayeksiddiki6676
    @sayeksiddiki6676 Год назад +4

    অসাধারণ।।। কবির কবিতা, সুরকারের সুর, কণ্ঠশিল্পীর শ্রুতিমধুর উচ্চারণ। এক কথায় তিন মিলে অসাধারণ।

  • @sazedaakhter495
    @sazedaakhter495 Год назад +2

    গানটা গত ছয় দিনে অন্তত ১০০ বারের বেশি শুনেছি ...... অনেক অনেক ভালো লেগেছে। গানের প্রতিটি কথা জীবনের সাথে মিল খুঁজে পেয়েছি। গানটাকে বারবার শোনার জন্য স্মৃতি হিসাবে নিজের ফোন নিজের ফেসবুকে পোস্টও করেছি। শুভকামনা রইল গায়ক এবং সুরকারের জন্য। আমরা যেন ভবিষ্যতে আরো ভালো ভালো গান পাই। ❤️❤️

  • @JubayerWatt
    @JubayerWatt Год назад +9

    তানজির তুহিন ভাইয়ের গান শোনা মানেই ভিন্ন এক জগতে বিচরণ করা। আপনার জন্য শুভকামনা রইলো ভাই, আর অনেক অনেক ভালবাসা। ❤️

  • @SaurabhSikdar
    @SaurabhSikdar 15 дней назад

    তুহিন ভাইয়ের ভোকালে পৃথিবীর সব গানই সুন্দর ❤

  • @MdRahman-jw7vg
    @MdRahman-jw7vg Год назад +3

    কথা, সুর আর কণ্ঠের মাধুর্য - এ এক অন্য জগৎ। অসাধারণ॥

  • @dr.shawonmusfeq
    @dr.shawonmusfeq Год назад +2

    এত ভাল গান.. এত ভাল কম্পোজিশন হয়া ভাল না 💙💙💙... এত মন খারাপ হয়ে গেল... অদ্ভুত সুন্দর, ভয়ংকর সুন্দর

  • @fullstackrakibul
    @fullstackrakibul Год назад +4

    মন কেটে রক্ত বের হয়ে যাচ্ছে ।
    তুহিন ভাই সেরা ।

  • @samsulsajeebahmed839
    @samsulsajeebahmed839 Год назад +2

    আমরা সেই প্রবাহমান প্রজন্ম,
    যারা উঠতি বয়সে হেলাল হাফিজের, নির্মেলেন্দু গুনের কবিতা পড়েছি। আবার তুহিনের প্রাণ খোলা দরাজ কণ্ঠের গান শুনেছি। দুইটার একই সুতোয় বেধেছে ইমন চৌধুরী।
    আহা কি মধুর "পত্র দিও"
    শামসুর রাহমানের তারায় তারায় যদি জেমসের বেষ্ট উপস্থাপন হয়,
    তবে পত্র দিও আমার শোনা দ্বিতীয় সেরা কবিতার সংগীত উপস্থাপন।

  • @rabiulhasansany7020
    @rabiulhasansany7020 Год назад +3

    কি সুন্দর কথা,কি সুন্দর গায়কী,
    কবিতাটার লেখকের জন্য শ্রদ্ধা,
    অসাধারণ গায়কীর জন্য তুহিন ভাইয়ের জন্য ভালোবাসা ❤

  • @lotonkhan2235
    @lotonkhan2235 6 месяцев назад +1

    এই কন্ঠটা তে কেমন জানি একটা জাদুর মায়া জড়িয়ে আছে কন্ঠটা শুনলেই মনের ভেতরে কেমন যেন হয়ে ওঠে,,,,,,,,❤

  • @মামুনহাসান-খ১ষ

    তুহিন ভাইয়ে'র পত্র দিও বলে টান'টা,,,,আহ্।
    ❤️💚🥰

  • @tanvirahmed2742
    @tanvirahmed2742 Год назад +1

    চোখ বুজে টানা ২০+ বার শোনার পরে কমেন্ট করলাম।
    ভুলে যেতে চাওয়া অতীতকে টেনে আনছে।বুকের ভেতর সবকিছু ভেঙ্গেচুরে চুরমার করে দিচ্ছে।
    আমি নাহয় ভালোবেসে ভুল করেছি....
    ...এখন তুমি কোথায় আছো? কেমন আছো? পত্র দিও....
    এই গান টানা বাজবে কয়েকদিন।
    ভালোবাসা তুহিন ভাই, ইমন ভাই।শ্রদ্ধা হেলাল হাফিজ

  • @indl901
    @indl901 Год назад +47

    My personal feeling - Within next 5-10 years, 'Bangla gaan' will also win 'Golden Globe' award and these types of songs can be prospective nominations ✋

    • @tauhidulhassan4567
      @tauhidulhassan4567 Год назад +4

      i respectfully acknowledge your thought...
      but we Bangali never give a shit to those awards as we are deeply proud of our culture from the very beginning if anyone recognises or not..

    • @indl901
      @indl901 Год назад +1

      @@tauhidulhassan4567 I also respectfully acknowledge your heartily feedback.
      In today's world, 'specific' recognitions as well as awards are also becoming more and more contextual !! So at the same time, we need to continue with our high quality culture as well as gain overall international achievements too! 🤝.
      World also should know if high quality outputs are coming from one 'particular source' in the midst of .....

  • @anirbanacharyya8012
    @anirbanacharyya8012 Год назад +2

    জীবন ভাঙ্গা-গড়ার খেলা !
    বহুদিন পর প্রিয় তুহিন ভাইয়ের কন্ঠে গান শুনলাম।
    যে আদি বা, মূল, তার গ্রহনযোগ্যতা কখনো নিঃশেষ হয় না !

  • @Sadekul_Islam_Shohan
    @Sadekul_Islam_Shohan Год назад +6

    আহা! মনের কথা গুলো
    কি সাবলীল সহজ ভাবে
    সুরের মূর্ছনায় ভাসিয়ে দিলেন। 🙏
    ভালো থেকো প্রিয়তমা
    পারলে অনেক দিন পর পত্র দিও ❤️

  • @rahathossain9507
    @rahathossain9507 Год назад +2

    শুধু শিল্পশ্রমিক হয়ে এ ধরনের গান করাটা অসম্ভব! আপনারা (কবি, কম্পোজার ও ভোকাল) প্রকৃত শিল্পী ও ভালোবাসার মানুষ তাই আপনাদের পক্ষেই সম্ভব হলো!

  • @sudiptosaha1115
    @sudiptosaha1115 Год назад +27

    Tuhin vai, you don’t know what you have done! This song is love! I’ve read this poem hundred times and never imagined this poem can turn into such an amazing song!
    I love you Tuhin vai, your voice is an inspiration

  • @shovashova4107
    @shovashova4107 Год назад +2

    এরকম সোলো গুলো যদি আরও আসতো!!! এত্ত সুন্দর হয়েছে!!! কত কাল এত সুন্দর গান শুনিনা!!!

  • @mohammedshakil3910
    @mohammedshakil3910 Год назад +4

    সুন্দর সুন্দর সুন্দর অসম্ভব সুন্দর 🥰
    কৃতজ্ঞতা - তুহিন ভাই 🖤ইমন ভাই 🖤

  • @nafizitrat5055
    @nafizitrat5055 Год назад +1

    ইমন ভাই আর তুহিন দা দুজনেই মোস্ট ট্যালেন্টেড মিউজিসিয়ান আর এই গানটা এদের অসাধারণ সুন্দর সৃষ্টি।

  • @aadilshad2829
    @aadilshad2829 Год назад +13

    হেলাল হাফিজ স্যারের এই কবিতাটি অমরত্ব কবিতা হয়ে গেছে।তুহিন ভাইয়ের কণ্ঠে প্রকাশ।দারুন অভিনন্দন।

  • @AmitEshChowdhury
    @AmitEshChowdhury Год назад +2

    অনেকবার শুনছি। যতবার ই শুনি, মা কে মনে পড়ে।
    হেলাল হাফিজ ❤
    তুহিন ভাই & ইমন ভাই ❤️

  • @ahsanahmed3959
    @ahsanahmed3959 Год назад +3

    এক জীবনে কতটা আর নষ্ট হবে,
    এক মানবী কতটাই বা কষ্ট দেবে!!🙂
    প্রস্থান,হেলাল হাফিজ × তুহিন ভাই... 💙

  • @ruhanalamzihad6693
    @ruhanalamzihad6693 4 месяца назад

    জীবনের বতর্মান পরিস্থিতিতে প্রত্যেক মূহুর্তের সাথে,প্রতিটি লাইন মিলে যাচ্ছে।
    যারা শুনেছেন তাদের রুচির প্রতি শ্রদ্ধা।
    আভাস(তুহিন) ভাই কে ধন্যবাদ এমন গান উপহার দেয়ার জন্য। 💓

  • @mottalebhosen5992
    @mottalebhosen5992 Год назад +6

    প্রিয় তুহিন ভাই,
    অনবদ্য কণ্ঠে অনবরত মুক্তো ঝরানোর জন্যে অনিন্দ্য উষ্ণ ভালোবাসা রইলো।
    প্রতিটি কথায় যেন কাঁদছে হেলাল হাফিজ
    কাঁদছো তুমি
    কাঁদছি আমি-আমরা!
    ইমন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা ❤️

  • @gmasif861
    @gmasif861 Год назад +2

    আমাদের এতো সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য তুহিন ভাই এবং ইমন ভাইকে অসংখ্য ধন্যবাদ। 🖤🖤

  • @tahidurrahmanaoyon7518
    @tahidurrahmanaoyon7518 Год назад +4

    দুইদিন ধরে শুনতেই আছি! মনে হয় কানে লেগে আছে! সেরা ভাই ❤️

  • @md.tangimulhaque4961
    @md.tangimulhaque4961 Год назад +1

    কবিতা যখন শুনে ছিলাম তখন এতটা গভীরতা বুঝতে পারি নাই। গান টা শুনে এখন আপনারা এখন বুঝতে পারছেন । সব মিলিয়ে কি বলবো অসাধারণ , অন্য এক মাইলফলক স্পর্শ করছে।

  • @aumonshona
    @aumonshona 10 месяцев назад +4

    These three guys are all national treasures... Emon Chowhdury is unparalleled.

  • @jahidnoyon2738
    @jahidnoyon2738 Год назад +1

    মনে হয় এই কবিতাটা এই সূরের জন্য এতগুলো বছর অপেক্ষায় ছিল! আজ সে পূর্নতা পেয়েছে।

  • @ziaurrahaman4358
    @ziaurrahaman4358 Год назад +3

    একটা শিল্পির গলায় কতোটা দরদ!
    একজন সুরকারের সুরে কতোটা দরদ!
    একজন লেখকের লেখায় কতোটা দরদ!
    আহারে ভালোবাসা 🌹 পত্র দিও 🌹

  • @jhussainsomc789
    @jhussainsomc789 Год назад +2

    দিন শেষে যে মানুষ টি আপনার অপেক্ষায় থাকে সব হিসাব নিকাশ ভুলে তাকে জড়িয়ে ধরুন। কি মায়া ভরা একটি কম্পোজিশন করলেন ইমন ভাই। সেই থেকে গানটি শুনছি আর অজান্তেই চোখ দিয়ে পানি ঝরছে।

  • @বিপ্রতীপ
    @বিপ্রতীপ Год назад +4

    এই ছেলের গলায় দুংখবোধ আছে
    আছে ভালোবাসা
    বিষাদ চিহ্ন
    হাহাকার
    হতাশা
    অপেক্ষা
    বেচেঁ থাকা!

  • @sakibhasanmridha7911
    @sakibhasanmridha7911 Год назад +1

    অদ্ভুত এক আকর্ষণে বারবার চলে আসি গান টা শুনতে 🙂

  • @sm.palashbabu4070
    @sm.palashbabu4070 Год назад +5

    সেরা জুটি,সেরা গান 🇦🇷🇦🇷🔥🔥🔥

  • @kaisarsiddique1486
    @kaisarsiddique1486 Год назад +1

    "পত্র দিও" গান আর কবিতা ভাইবোনের মতো, সবসময় হাত ধরে চলে, এটা তারই প্রমাণ। কবিতা থেকে গানের এই প্রয়াসে সকলকে ধন্যবাদ। বাংলাদেশের সঙ্গীতে দুটো কণ্ঠ বিশেষ, এক তানজীর তুহিন, দুই হাসান।

  • @khandakertalha4718
    @khandakertalha4718 Год назад +10

    Amazing performance by Tanzir Tuhin, Greatest vocalist of Bangladesh 💚

  • @asiftalukder6703
    @asiftalukder6703 Год назад +1

    মন ছুয়ে গেলো। সেই চিরচেনা কন্ঠ তুহিন ভাই। আহা কি দরদ এই গানে। 🤍
    ইমন চৌধুরী দাদা আপনি একটা রত্ন, আপনার কম্পোজিশন অসাধারণ। 🌸

  • @sakibsalman357
    @sakibsalman357 Год назад +30

    Ovation to the cello player Tanvir Tori. He literally felt the song.🖤

  • @Thowhidachumky
    @Thowhidachumky Год назад +2

    কাঁদতে পারছিনা। কি অদ্ভুত অনুভূতি।
    গলার কাছে দলা পাকিয়ে গেছে কি যেনো।
    আমার ভেতর আমিকে বলছি - কোথায় আছো কেমন আছো, আমি আর তোমাকে ভালোবাসি না, তুমি ঘুমিয়ে পড় 😔

  • @habibullahmanik
    @habibullahmanik Год назад +448

    কবি হেলাল হাফিজের কবিতা অবলম্বনে যেহেতু গান, সেহেতু কবি হেলাল হাফিজ কে অন্তত একবার দেখে আসার অনুরোধ রইলো আপনাদের কাছে। তিনিও কিন্তু ভালো নেই। আপনাদের গান, আপনাদের সঙ্গ ওনাকে আরো উৎসাহ জাগাবে ❤

  • @mustahid.shoyeb
    @mustahid.shoyeb 6 месяцев назад +2

    আহারে, এতো আবেগ নিয়ে তুহিন ভাই গাইলেন💝

  • @ishmamulhoque7068
    @ishmamulhoque7068 Год назад +22

    Only Tuhin vai can create this kind of magic with his voice 🖤🖤

  • @rehmanarifurlenin
    @rehmanarifurlenin Год назад

    অনেক দিন পর তুহিন ভাই থেকে একটা সুন্দর গান পেলাম। ধন্যবাদ প্রিয় কবি হেলাল হাফিজ, ইমন চৌধুরীকে এতো সুন্দর লিরিক ও কম্পোজিশনের জন্য

  • @muktoguitar1759
    @muktoguitar1759 Год назад +4

    i have never heard such a fabulous Ballad in my life. Amazing singing.

  • @muhammadshovonsalmanchowdh6452

    অদ্ভুত সুন্দর টিউন, গায়কি আর হেলাল হাফিজ... হয় না আর এমনতো হয় না, নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না ... সৃষ্টি চলুক...ভালোবাসা

  • @nadimmahmud4455
    @nadimmahmud4455 Год назад +3

    2:23 থেকে 3:18
    নিদারুণ প্রশান্তি লাগায় দিলেন❣️

  • @tattughora2639
    @tattughora2639 Год назад +1

    তুহিনের ভাইয়ের গান নিয়ে নতুন করে বলার কিছুই নাই। ওরকম দাপুটে গলা খুব কমই আছে। তবে হেলাল হাফিজের কবিতার লাইনে আমার আপত্তি আছে।
    "এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
    এক মানবী কতোটা আর কষ্ট দেবে!"
    কবিকূলের নারী-বিদ্বষের সে কী শিল্পরূপ! আমার পোষায় না। Lot's of love Tuhin Bhai🖤🖤🖤

  • @monjur2216
    @monjur2216 Год назад +9

    I can't even describe what a emotional rollercoaster I ride on everytime I listen to the song everytime!! What a creation!! What a marvellous creation!!
    Dear Emon Chowdhury, take my humble bow. I am eternally grateful to you for your music.

    • @morshedsaurav4346
      @morshedsaurav4346 9 месяцев назад

      অনুভুতিটা বাংলায় হলে আরো ভালো হইতো!

  • @mohsenullahsomel2265
    @mohsenullahsomel2265 Год назад +1

    - গানটা শত মিলিয়ন ডিজার্ব করে! অসাধারণ তুহিন ভাইয়া 💛🫶🫶

  • @sharmaluna9794
    @sharmaluna9794 Год назад +7

    This song should have a sub-title for it's international audience.

  • @nahidrumana9410
    @nahidrumana9410 Год назад +1

    অনেক দিন পর ভালো lyrics এর সাথে খুব melodies composition আর খুবই সুন্দর দরাজ কন্ঠে গান শুনলাম।।...

  • @md.ziaulislamtitas5615
    @md.ziaulislamtitas5615 Год назад +5

    "বুকের খুব গভীরে চেপে থাকা, কিছু জোড় করে ভুলে যাওয়া কষ্ট গুলোকে আবারো ছুঁয়ে গেলো গানের কথা ও সুর "
    শ্রদ্ধেয় কবি হেলাল হাফিজের কবিতায় ডুবে যাওয়া ইমন ও তুহিন ভাইয়ের জন্য অনেক ভালোবাসা গানটির জন্য ।

  • @pathansaheb8632
    @pathansaheb8632 27 дней назад

    এক বছর ধরে কত যে শুনছি গানটা,হৃদয় যে ছুয়েছে।

  • @hasanmahmudurrahman1304
    @hasanmahmudurrahman1304 Год назад +13

    Oh man, his magical voice and Emon bhai's musical mastery, smooth. Goosebumps 💕

  • @sabbirahmedniloy6797
    @sabbirahmedniloy6797 Год назад +1

    হেলাল হাফিজ যে শূন্যতা লিখেছিলো সেটা নিংড়ে বের হয়ে আসলো এই গানে। 🙌❤️

  • @sonjoykumar1041
    @sonjoykumar1041 Год назад +3

    যারা শুনছেন আপনাদের বলছি অসাধারন রুচি আপনাদের ❤️❤️

  • @saittyapryabarua7128
    @saittyapryabarua7128 Год назад +1

    মনের যে ঠিক কোন জায়গাটায় ছুয়ে যায় বুঝে উঠা যায় না, গানের লিরিক্স আর তুহিন ভায়ের গলা। জাস্ট অসাধারণ ❤️

  • @AN_IK
    @AN_IK Год назад +3

    Who are here I'm damn sure you have a good taste in music.
    I hope this masterpiece gonna be viral.❤️❤️
    Thanks Tuhin vai, Emon vai and whole team. 🙏❤️

  • @shamimrezasagor2580
    @shamimrezasagor2580 Год назад

    আহা! ইমন চৌধুরী! কি দারুণ সৃষ্টি!আবারো মুগ্ধতা!