Priyo Gaan Lyrics in Bengali by Debdeep: যদি পারো প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় গান; তার উড়োজাহাজের পায়ে বেঁধে দিয়ো কালবৈশাখী, যদি পারো... নিয়ন চেনালো রুমাল পথ- পিওন বিলিয়ে যায় যুদ্ধরথ, ওড়ে হাওয়াতে সময় মরে যায় গর্ত দিন । এই দিনের আঁচলে ভাসে খড়কুটো, আমি দেখি, তুমি সামলাও ঝড় মুঠো আর না পাওয়া দুজন জানে চুম্বন অর্থহীন । যদি হাওয়া না দেয় যদি মুখ বুজে থাকি মনে হতে পারে সহজেই বিকেল আনলাকি; তবু যদি পারো প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় নাম । তার বানান ভুলের গায়ে এঁকে দিয়ো কালবৈশাখী । প্রিয় বন্ধুকে প্রিয় ফুল, প্রিয় রং তার হারানো জামার বুকে ভেঙে পড় কালবৈশাখী । না হয় হোক না রাতে জ্বর খানিক কোনো আকাশ পেরিয়ে চল ঝড় আনি আর খামোখাই নেমে এসে ঝলকানি, শরীরে গর্ত দিন । শুধু এই কটা আলো দিয়ো তিন কোণে ভুলে যায় নাম সব রিংটোনের যদি সুযোগ পাই তো ঠিকই চেয়ে নেবো চুম্বন, অর্থহীন । কথা ফুরিয়ে যাক কথা ফুরিয়ে যাক চল রাতটুকু মাখি তার বাঁকে বাঁকে এখনও তো কত রাত বাকি তবু যদি পারো, প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় ঘুম তার কাগজের স্বপ্নতে জল ঢেলো কাল বৈশাখী যদি পারো... প্রিয় ফুল, প্রিয় রং, প্রিয় গান- তার উড়োজাহাজের পায়ে বেঁধে দিয়ো, কালবৈশাখী ।
বহুবার গানটা শুনেছি। কমেন্টও পড়েছি বহু। লিখবো ভাবিনি.... প্রিয় আমার দূরত্ব প্রেম, বড্ডো মিস্ করি রোজ তোকে। ঠিকঠাক প্রেম করার সুযোগটুকু আমাদের ওই দুটো মাস ছিল। তারপর শহরদুটো থেকে আলাদা হয়ে গেল। সব সামলে নেবো মার্কা attitude আমাদের থাকলেও বিশ্বাস কর হয়ে ওঠে না। বড্ডো মনে পড়ে তোকে। আমি জানি তুই সামলাচ্ছিস সবটা...একা হাতে ভিন শহরে। তবে দেখিস সব স্বপ্ন সত্যি হবে। এত্ত কষ্টগুলো স্বার্থক হবে। আমার অভিযোগ না,অভিমানটুকু জমে শুধু। দেখা করে পাহাড় ভাঙিস প্লিজ! বড্ডো মিস্ করি তোকে রোদ্দুর! "এই দিনের আঁচলে ভাসে খড়কুটো, আমি দেখি, তুমি সামলাও ঝড় মুঠো আর না পাওয়া দুজন জানে চুম্বন অর্থহীন ।" ঘর ভেঙে যাওয়ার, হারিয়ে ফেলার ভয় আমার বরাবরই। তাই যদি আমরা থেকে যাই হয়তো আবার কোনো রাতে আসবো এভাবেই। আর যদি না থাকি তাহলেও মুহূর্তগুলো থেকে যাক.... "শুধু এই কটা আলো দিয়ো তিন কোণে ভুলে যায় নাম সব রিংটোনের যদি সুযোগ পাই তো ঠিকই চেয়ে নেবো চুম্বন, অর্থহীন ।" প্রযত্নে, তোকে খড়কুটো ভাবা লক্ষীপেঁচা
গানটি বেশ কয়েক বছর আগে থেকেই শুনি,প্রায় নিয়মিত । হৃদয় ছুয়েছে। আজ পঞ্চাশ পার করে কোন একদিন খানিক ভদকা সহযোগে শুনছি আর জীবনে একটা প্রেম করা হলো না বা পেলাম না যাই বলেন। বড্ড কষ্ট হচ্ছে। পরজন্মে বিশ্বাস নেই তাই প্রেমহীন জীবন নিয়েই একদিন এই প্রেমময় পৃথিবী থেকে বিদায় নেবো 🍁
ভীষণ প্রিয় মানুষের মাধ্যমে এই গানের সাথে পরিচয়,তাই গানটা আমার কাছে সারাজীবন ই ভীষণ স্পেশাল হয়ে থাকবে।মাঝে মধ্যে ই শুনি গানটা।এই গানটা আমাকে সেই প্রিয় মানুষ টা আর তার সাথে কাটানো মুহুর্তের কথা মনে করিয়ে দেয় যার সাথে এই জনমে আর দেখা বা কথা হওয়ার কোন সম্ভাবনা নেই ❤
It's not that I am writing this comment because I know Debdeep from ages and he is one if bestest friend I have in my life...but to tell people that this is such a beautiful song and the lyrics is so serene that it brings peace to my mind after days stress and annoyance...just want to add that creativity only emerge from a pure heart....wish you all the very best my friend...
একজন আগুন্তকঃ আমায় এই গানের সাথে পরিচয় করাই দিছে।বরাবরের মতেই উনি হারাই গেছে।কিন্তু তার প্রিয় গান,প্রিয় সুর দিয়ে গেছে।ধন্যবাদ আমার বিকেল আনলাকি না হওয়ার জন্য।🌻
I love this song in its pure state of not understanding its literal meaning. Your voice is ethereal, Debdeep. I'm a fan from somewhere out here in Southeast Asia.
প্রাপ্তি,আমি বিশ্বাস করি এই গানটা তোর দোয়ারে একদিন না একদিন ফিরে আসবেই,আমাকে ফিরিয়ে নাও বা না নাও।।।ক্ষত বিক্ষত হবে, আহত হবে-ভীষণ মন খারাপ হবে,আচম্বিত ঘুম ভেঙে যাবে, আমাকে আগের মতো করে পাশে চাইবে।কিন্তু আমিই হয়তো ফুরিয়ে যাবো
একদিন হয়তো হঠাৎ করেই সে বুঝতে পারবে সে অনেক কিছু হারিয়েছে। হয়তো একদিন আমার কথা আমাদের কথা তার মনে পড়বে,অনেক দিন পর কিংবা অনেক বছর পর। আমাদের স্মৃতি আছে আমি আর সে মিলে আর আমরা নেই। শেষ কবে দেখেছি মনে পড়ে না, এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে যায়।প্রিয় বন্ধু নামটা দেওয়ার মতো লোকগুলো হারিয়ে গেলে খুব কষ্ট হয় আসলে
dada.. ki bolbo gaan tar kotha... amar proti ta mon kharap... eka thaka... sob kichur sathi ri gan ta... keno jani na... gan tay ekta odbhut shanti pai... ei gaan ta sotti'eee eto ta priyo hoye uthechhe....jeta bole bojhate parbo na... thank you so much for this song❤️
দাদা কিছুদিন আগেই তোমার গান প্রথম শুনলাম... খুব ভালো লেগে গেলো ...FAN হয়ে গেলাম... সামনে থেকে শোনার ইচ্ছে আছে জানি না পূরণ হবে কি না... BEST WISHES FOR YOU ❤️
যদি পারো প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় গান; তার উড়োজাহাজের পায়ে বেঁধে দিয়ো কালবৈশাখী, যদি পারো... নিয়ন চেনালো রুমাল পথ- পিওন বিলিয়ে যায় যুদ্ধরথ, ওড়ে হাওয়াতে সময় মরে যায় গর্ত দিন । এই দিনের আঁচলে ভাসে খড়কুটো, আমি দেখি, তুমি সামলাও ঝড় মুঠো আর না পাওয়া দুজন জানে চুম্বন অর্থহীন । যদি হাওয়া না দেয় যদি মুখ বুজে থাকি মনে হতে পারে সহজেই বিকেল আনলাকি; তবু যদি পারো প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় নাম । তার বানান ভুলের গায়ে এঁকে দিয়ো কালবৈশাখী । প্রিয় বন্ধুকে প্রিয় ফুল, প্রিয় রং তার হারানো জামার বুকে ভেঙে পড় কালবৈশাখী । না হয় হোক না রাতে জ্বর খানিক কোনো আকাশ পেরিয়ে চল ঝড় আনি আর খামোখাই নেমে এসে ঝলকানি, শরীরে গর্ত দিন । শুধু এই কটা আলো দিয়ো তিন কোণে ভুলে যায় নাম সব রিংটোনের যদি সুযোগ পাই তো ঠিকই চেয়ে নেবো চুম্বন, অর্থহীন । কথা ফুরিয়ে যাক কথা ফুরিয়ে যাক চল রাতটুকু মাখি তার বাঁকে বাঁকে এখনও তো কত রাত বাকি তবু যদি পারো, প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় ঘুম তার কাগজের স্বপ্নতে জল ঢেলো কাল বৈশাখী যদি পারো... প্রিয় ফুল, প্রিয় রং, প্রিয় গান- তার উড়োজাহাজের পায়ে বেঁধে দিয়ো, কালবৈশাখী ।
Bhai, Kotobar je shunechi. My God composition lyrics shob kichu 10/10 I will definitely look for your live performance when I visit India again. Thank you for existing bhaijaan. Love from Bangladesh ♥
Gota gan jure sudhui mugdhotar majhe ami khali ei akta line e bujhte pari ni...swapne jol dhala mane toh swapno k ses kore fela...eta thik ki bojhachhe?
dada tomar besh kichu gaan ami sunechi..r 'JU ' er sate jogajog takay, r o kichu gaan "world view" te sunechi...eta amar kache onytomo priyo hoye roilo..."valo teko priyo bondhura r TUMI..."
Priyo Gaan Lyrics in Bengali by Debdeep:
যদি পারো
প্রিয় বন্ধুকে দিয়ে এসো
প্রিয় গান;
তার উড়োজাহাজের পায়ে
বেঁধে দিয়ো কালবৈশাখী,
যদি পারো...
নিয়ন চেনালো রুমাল পথ-
পিওন বিলিয়ে যায় যুদ্ধরথ,
ওড়ে হাওয়াতে সময়
মরে যায় গর্ত দিন ।
এই দিনের আঁচলে ভাসে খড়কুটো,
আমি দেখি, তুমি সামলাও ঝড় মুঠো
আর না পাওয়া দুজন জানে চুম্বন অর্থহীন ।
যদি হাওয়া না দেয়
যদি মুখ বুজে থাকি
মনে হতে পারে সহজেই
বিকেল আনলাকি;
তবু যদি পারো
প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় নাম ।
তার বানান ভুলের গায়ে
এঁকে দিয়ো কালবৈশাখী ।
প্রিয় বন্ধুকে
প্রিয় ফুল, প্রিয় রং
তার হারানো জামার বুকে
ভেঙে পড় কালবৈশাখী ।
না হয় হোক না রাতে জ্বর খানিক
কোনো আকাশ পেরিয়ে চল ঝড় আনি
আর খামোখাই নেমে এসে ঝলকানি,
শরীরে গর্ত দিন ।
শুধু এই কটা আলো দিয়ো তিন কোণে
ভুলে যায় নাম সব রিংটোনের
যদি সুযোগ পাই তো ঠিকই
চেয়ে নেবো চুম্বন, অর্থহীন ।
কথা ফুরিয়ে যাক
কথা ফুরিয়ে যাক
চল রাতটুকু মাখি
তার বাঁকে বাঁকে এখনও তো
কত রাত বাকি
তবু যদি পারো,
প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় ঘুম
তার কাগজের স্বপ্নতে
জল ঢেলো কাল বৈশাখী
যদি পারো...
প্রিয় ফুল, প্রিয় রং, প্রিয় গান-
তার উড়োজাহাজের পায়ে
বেঁধে দিয়ো, কালবৈশাখী ।
বহুবার গানটা শুনেছি। কমেন্টও পড়েছি বহু। লিখবো ভাবিনি....
প্রিয় আমার দূরত্ব প্রেম,
বড্ডো মিস্ করি রোজ তোকে। ঠিকঠাক প্রেম করার সুযোগটুকু আমাদের ওই দুটো মাস ছিল। তারপর শহরদুটো থেকে আলাদা হয়ে গেল। সব সামলে নেবো মার্কা attitude আমাদের থাকলেও বিশ্বাস কর হয়ে ওঠে না। বড্ডো মনে পড়ে তোকে। আমি জানি তুই সামলাচ্ছিস সবটা...একা হাতে ভিন শহরে। তবে দেখিস সব স্বপ্ন সত্যি হবে। এত্ত কষ্টগুলো স্বার্থক হবে। আমার অভিযোগ না,অভিমানটুকু জমে শুধু। দেখা করে পাহাড় ভাঙিস প্লিজ! বড্ডো মিস্ করি তোকে রোদ্দুর!
"এই দিনের আঁচলে ভাসে খড়কুটো,
আমি দেখি, তুমি সামলাও ঝড় মুঠো
আর না পাওয়া দুজন জানে চুম্বন অর্থহীন ।"
ঘর ভেঙে যাওয়ার, হারিয়ে ফেলার ভয় আমার বরাবরই। তাই যদি আমরা থেকে যাই হয়তো আবার কোনো রাতে আসবো এভাবেই। আর যদি না থাকি তাহলেও মুহূর্তগুলো থেকে যাক....
"শুধু এই কটা আলো দিয়ো তিন কোণে
ভুলে যায় নাম সব রিংটোনের
যদি সুযোগ পাই তো ঠিকই
চেয়ে নেবো চুম্বন, অর্থহীন ।"
প্রযত্নে,
তোকে খড়কুটো ভাবা লক্ষীপেঁচা
লিরিক্সটা কি ব্যাখ্যা করতে পারবেন সময় পেলে?
❤
❤
গানটি বেশ কয়েক বছর আগে থেকেই শুনি,প্রায় নিয়মিত । হৃদয় ছুয়েছে। আজ পঞ্চাশ পার করে কোন একদিন খানিক ভদকা সহযোগে শুনছি আর জীবনে একটা প্রেম করা হলো না বা পেলাম না যাই বলেন। বড্ড কষ্ট হচ্ছে। পরজন্মে বিশ্বাস নেই তাই প্রেমহীন জীবন নিয়েই একদিন এই প্রেমময় পৃথিবী থেকে বিদায় নেবো 🍁
Valo thakun khub...sob thik hoye jaak...,
পৃথিবী ছড়িয়ে চলে যাক এই সুর শান্ত মহাকাশে , কাশফুলের মাথা ছুয়ে শান্ত নদীর স্রোতে ভেসে।।।সবাই শান্তি পাক
দেবদীপ-এতোটা কেউ চোখ দিয়ে ভাষা দিয়ে সুর দিয়ে ছুঁতে পারে বুঝি?রীতিমতো গিলছি আপনাকে।প্রেমে ফেলার কারসাজি চলতে থাকুক।
🖤🖤!!
কমেন্ট বক্সে এত সাদা চোখে মেঘ উড়ে যাবার মত বাংলা ভাষার উত্তাল বিচরণ এই প্রথম চোখে পড়লো , অপূর্ব আপনি , দারুন লেখা ।
দেবদীপ দার গানের মতোই, ঠিক আপনার লেখার মায়াজালেও সহজেই জড়িয়ে যাওয়া যায়। ❤️
Aaj 14 sept, 2021 -- aarekbaar eshey shuney gelam, dekhe gelam...ato gulo priyo lok jon'er jomayet'ey budget ke knachkola dyakhano ekta kaaj. Ekhono ki bhishon sotej bneche achhe. Por por dukhana class niye bari fire matha ta gij gij korchhilo. Ekdom tatka hoye gelam. Thank you toder sobai ke. Chaliye ja.
ভীষণ প্রিয় মানুষের মাধ্যমে এই গানের সাথে পরিচয়,তাই গানটা আমার কাছে সারাজীবন ই ভীষণ স্পেশাল হয়ে থাকবে।মাঝে মধ্যে ই শুনি গানটা।এই গানটা আমাকে সেই প্রিয় মানুষ টা আর তার সাথে কাটানো মুহুর্তের কথা মনে করিয়ে দেয় যার সাথে এই জনমে আর দেখা বা কথা হওয়ার কোন সম্ভাবনা নেই ❤
২০১৯ সাল হলো এইমাত্র। ২০১৯ এর প্রথম গান হিসেবে এটাই প্লে করলাম ❤
wow...nice...ta ei bochor overall kemon katlo??
It's not that I am writing this comment because I know Debdeep from ages and he is one if bestest friend I have in my life...but to tell people that this is such a beautiful song and the lyrics is so serene that it brings peace to my mind after days stress and annoyance...just want to add that creativity only emerge from a pure heart....wish you all the very best my friend...
ভীষণ মন খারাপে কুঁকড়ে যেতে যেতে শুনছি।
হেলাল হাফিজ এর কবিতার চেয়েও ভাঙচুর অবস্থায় অদ্ভুত লাগছে ❤️
Akdom...............amr o akhn sei obsta bidirno bisonnotai atke asi
হেলাল হাফিজ মারাত্মক চিজ মাইরি! ও মালটাকে কলকাতায় এনে বেঁধে রাখবো।
:')
🖐️
তার হারানো জামার বুকে ভেঙে পড়ো কালবৈশাখী... আহা চোখে জল এনে দিলেন, এত মায়ায় লেখা এত মায়ায় গাওয়া গানটা। মনটা মেঘ থমথমে একটা নিস্তব্ধ নিঝুম একটা বিষন্ন গোধূলীবেলায় আটকে গেল এক লুপে ♥
গানের লিরিক্সটার মানে বুঝিয়ে দেবেন? প্লিজ?
প্লি-জ।
Mindblowing ♥
Vaba Jay..tasrif khan comment korlo. Amader sobar priyo Debdeep da ke.. But kureghor o darun band
দাদা কমেন্ট দেখে চলে আসলাম
আশা করছি গানটা ভালো হবে🙂
আর সেটাই হলো
একজন আগুন্তকঃ আমায় এই গানের সাথে পরিচয় করাই দিছে।বরাবরের মতেই উনি হারাই গেছে।কিন্তু তার প্রিয় গান,প্রিয় সুর দিয়ে গেছে।ধন্যবাদ আমার বিকেল আনলাকি না হওয়ার জন্য।🌻
I love this song in its pure state of not understanding its literal meaning. Your voice is ethereal, Debdeep. I'm a fan from somewhere out here in Southeast Asia.
Who's listening this in 2021?
It's a super underrated song..
বেঁচে থাকুক বাংলার সংস্কৃতি গুলো ❤️
I came here after listening "hoyni alap" from roof concert......debdeep dar fan hoye gelam
Me too
উড়োজাহাজ এর পায়ে বেঁধে দিও কালবৈশখী.....অদ্ভুত ভালো লাগা আছে এই গানটিতে.......
"Hoyni Alap" theke tomar gaan er sathe Alap bariyei cholechi
Well said
seriously amio same
জানিনা কি বলবো! যদি পারো....
বুঝে নাও!!!
কত সেনিমেন্ট ভিড় করে আসে তোমার এই গানে। আজ দুবছর ধরে শুনছি।
I just realised school life and school friends are the blessing from almighty, may those souls be happy, love u guys
ভালবাসা বাংলাদেশ থেকে... দেবদীপের জন্যে, আর তার গানের জন্যে...
এতো ভালো ক্যান ?গায়ককে কারাদণ্ডে দণ্ডিত করা উচিত !ভালোবাসা রইলো ।
Nais
@@anirbancreation3078 অনির্বানের পাছা ভেঙে চুরমার করে দিও কালবৈশাখী।
কালবৈশাখীর মতোই আকস্মিক আর বিধ্বংসী। শোনার পরের মূহুর্তে আবার সেই ঝড়ের পরের শান্তি। ভালো
এই গানটা শুনে যত কান্না করেছি মনে হয় না আর কোনো গান শুনে কখনো এতোটা করেছি। দুমড়ে মুচড়ে ফেলা একটা গান! ❤️
এই ধরনের বাংলা গানের আজ খুব প্রয়োজন ....দাদা অসাধারণ
Debdip da! Presidency te programme ta darun enjoy krlm! Osadharon গাও তুমি!
স্বপ্নের মতো ঝরে গেলো কিছু আবেগী রাত..তোমার গান শুনতে শুনতে ফিরে পেলাম ভোর..
খুউব positive গান ,মন টা ভালো হয়ে গেল।। thank you দেবদীপ দা...
প্রাপ্তি,আমি বিশ্বাস করি এই গানটা তোর দোয়ারে একদিন না একদিন ফিরে আসবেই,আমাকে ফিরিয়ে নাও বা না নাও।।।ক্ষত বিক্ষত হবে, আহত হবে-ভীষণ মন খারাপ হবে,আচম্বিত ঘুম ভেঙে যাবে, আমাকে আগের মতো করে পাশে চাইবে।কিন্তু আমিই হয়তো ফুরিয়ে যাবো
একদিন হয়তো হঠাৎ করেই সে বুঝতে পারবে সে অনেক কিছু হারিয়েছে। হয়তো একদিন আমার কথা আমাদের কথা তার মনে পড়বে,অনেক দিন পর কিংবা অনেক বছর পর। আমাদের স্মৃতি আছে আমি আর সে মিলে আর আমরা নেই। শেষ কবে দেখেছি মনে পড়ে না, এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে যায়।প্রিয় বন্ধু নামটা দেওয়ার মতো লোকগুলো হারিয়ে গেলে খুব কষ্ট হয় আসলে
সাধু সাধু,আহা আমার প্রিয় বন্ধুর এই গানটা আমি আমায় dedicate করলাম...
এটুকু অধিকার আছে তো..??
#debdeep
dada.. ki bolbo gaan tar kotha... amar proti ta mon kharap... eka thaka... sob kichur sathi ri gan ta... keno jani na... gan tay ekta odbhut shanti pai... ei gaan ta sotti'eee eto ta priyo hoye uthechhe....jeta bole bojhate parbo na... thank you so much for this song❤️
listening this song since last 6 years and this is so underrated. Dhakka khacchi, joto shopno mone thake and all these songs are gems.
Debdip da .. tomay anekdin pore sune valo laglo khub ..mone pore galo ,sei Rabindrabharati canteen er din gulo .. guitar 🎸 nie cholto asor ..
দাদা কিছুদিন আগেই তোমার গান প্রথম শুনলাম... খুব ভালো লেগে গেলো ...FAN হয়ে গেলাম... সামনে থেকে শোনার ইচ্ছে আছে জানি না পূরণ হবে কি না...
BEST WISHES FOR YOU ❤️
Eksomoy ei gaan ta rojer obhass chilo...tarpar onk gulo mass kete gelo...aj hothat kore abar mone porlo gaan ta🙂💔
Arrey, just kheyal korlam eta LFEBF er kaaj. Kudos, Anamitra!
Depdip : Do you know how to edit videos.
Editor : Hold my priyo gan
ভীষণ রকম প্রিয় হয়ে গেল❤☺
যদি পারো
প্রিয় বন্ধুকে দিয়ে এসো
প্রিয় গান;
তার উড়োজাহাজের পায়ে
বেঁধে দিয়ো কালবৈশাখী,
যদি পারো...
নিয়ন চেনালো রুমাল পথ-
পিওন বিলিয়ে যায় যুদ্ধরথ,
ওড়ে হাওয়াতে সময়
মরে যায় গর্ত দিন ।
এই দিনের আঁচলে ভাসে খড়কুটো,
আমি দেখি, তুমি সামলাও ঝড় মুঠো
আর না পাওয়া দুজন জানে চুম্বন অর্থহীন ।
যদি হাওয়া না দেয়
যদি মুখ বুজে থাকি
মনে হতে পারে সহজেই
বিকেল আনলাকি;
তবু যদি পারো
প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় নাম ।
তার বানান ভুলের গায়ে
এঁকে দিয়ো কালবৈশাখী ।
প্রিয় বন্ধুকে
প্রিয় ফুল, প্রিয় রং
তার হারানো জামার বুকে
ভেঙে পড় কালবৈশাখী ।
না হয় হোক না রাতে জ্বর খানিক
কোনো আকাশ পেরিয়ে চল ঝড় আনি
আর খামোখাই নেমে এসে ঝলকানি,
শরীরে গর্ত দিন ।
শুধু এই কটা আলো দিয়ো তিন কোণে
ভুলে যায় নাম সব রিংটোনের
যদি সুযোগ পাই তো ঠিকই
চেয়ে নেবো চুম্বন, অর্থহীন ।
কথা ফুরিয়ে যাক
কথা ফুরিয়ে যাক
চল রাতটুকু মাখি
তার বাঁকে বাঁকে এখনও তো
কত রাত বাকি
তবু যদি পারো,
প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় ঘুম
তার কাগজের স্বপ্নতে
জল ঢেলো কাল বৈশাখী
যদি পারো...
প্রিয় ফুল, প্রিয় রং, প্রিয় গান-
তার উড়োজাহাজের পায়ে
বেঁধে দিয়ো, কালবৈশাখী ।
jiboner muhurto gulo notun sobdo sure aevabe pete daruun lagche...thnku so much
Khub khub sundor ekta composition......ei morsumer prothom kalboisakhi te eka eka hawa khete khete shunte ki bhalo lagche.....
Tar harano jamar buke Bhenge poro kalboisakhi...
❤️
অনবদ্য । অনেক দেরি করে ফেলেছি বোধহয় ! যাইহোক শেষমেশ পেলাম তো।
আমার এক খুব কাছের একজন, প্রিয় একজন কে নিবেদন করলাম গানটা, যদি কোনোদিন এই গানটা শুনতে আসিস , সে যত বছর পর ই হোক , জানান দিয়ে যাস 🖤
Bhai, Kotobar je shunechi. My God composition lyrics shob kichu 10/10
I will definitely look for your live performance when I visit India again. Thank you for existing bhaijaan. Love from Bangladesh ♥
লিরিক্সটা ব্যাখ্যা করতে পারবেন? অনন্তত কয়েকটা লাইন? 🌿
আপনার কথার বুনন সত্যিই কালবৈশাখী র মত ভাসিয়ে নিয়ে যায় ... এই দুই লাইন তো বিশেষণের বাইরে ...
"প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় ঘুম
তার কাগজের স্বপ্নতে জল ঢেলো কালবৈশাখী"
Gota gan jure sudhui mugdhotar majhe ami khali ei akta line e bujhte pari ni...swapne jol dhala mane toh swapno k ses kore fela...eta thik ki bojhachhe?
@@atreyimukherjee7710 রাজীব বাড়া নিজেই বোঝেনি এর মানে।
@@lelouch7975একদম! মালটা নিজেই বোঝেনি। ঝানু মাক এরা। মাথায় গোবর৷ নিজে কিছু বুঝবে না যেখানে সেখানে এসে জ্ঞান ঝাড়বে। বোকাচোদা কোথাকার।
এত সুন্দর কেনো গানটা,,,,!! এমন ছোঁয়া ছোঁয়া লাগে কথাগুলো,,,, 💛💛
28th March,2067 ekhno sune cholchi ei gaan...ekhn r youtube e search korte hoy na...gaan ta gungun kore gaite thakle, automatic headphone beje othe
Keo jeno amar Moner kotha gulo bole gelo ei gaan tar modhye diye... Lovely song...
কিছু গান আছে খুব টাচ করে যায়, তার মধ্যে এটি একটা। ধন্যবাদ দেবদীপ সাহেব।
'প্রিয় গান' সত্যিই অন্যতম প্রিয় গান…
Deep da can't imagine eto sundor gaan. Tomar voice sob somoy Mon chuye Jai......
অন্যান্য বিশেষণ থাকুক। সঙ্গে এটাও জুড়তে চাই, ' ড়' কে 'ড়' এর মতো শুনলাম। ধন্যবাদ।
Tomar duto gaan sunechi dutoi khub sundor....specially ai gaan ta aladai....katha gulo anobaddo...aro tomar gaan sunte chai...all best..aro agea jao
কি সুন্দর, কি সুন্দর! কেমন মুগ্ধতা গোটা গান জুড়ে। ভালোবাসা নিবেন শিল্পী।
খুব বাঁচিয়ে রাখার মত গান...গল্প টা ব্যক্তিগত
একদম ঠিক কথা
Spotify te eta upload korben pleaaaaaase
debdeep daa ❤❤❤ bhalobasa tomar gola!! 🔥 saradin headphones a tumi
প্রিয় বন্ধু র দেওয়া প্রিয় গান...❤😌
❤😊
@@sriruparoy1260 ❤️Amar priyo bondhu
Tumi guru sera...... Hbby hoye6e dada.... Chaliye jau.... Darun hye6e ei gan ta
না হয় হোক না রাতে জ্বর খানিক!
কোন আকাশ পেরিয়ে চলো ঝড় আনি🌸
আহাঃ এ গান যেন নরেন গুড়ের মত মিষ্টি। ❤
2021 e prothom alap ei ganer r amar....mone thakbe...
অনেকক ধন্যবাদ সৌরভ গানটা শোনানোর জন্য।🥰🥰🥰🥰🥰🥰
Tumi sera Debdeep da... Love you... Tumi onek famous hobe... Tomar gaan r gaaner lyrics 😘😘😘
বৃষ্টি বিকেলটা লাকি হয়ে গেল :)❤️
আপনি আমার অফ-লেবেল অনুপম। ভালবাসা বাংলাদেশ থেকে।
নাহ সে সুযোগ নেই আর। পারছি না দিতে প্রিয় বন্ধুকে প্রিয় গান। বড় দুঃখ এখানে রয়ে যাচ্ছে।
কেন কান্না পায় এতো এই গান টা শুনলে
Akdom e onno rokom akta gaan... Khub khub sundor..
Here.. Right from the 50k views.. Now it's 9.5 lakhs.. ❤❤❤❤🙏🏾🙏🏾🙏🏾🤘🏽🤘🏽
বাবাই...
দারুণ রে!
লাভ ইউ ম্যান...
Osadharon laglo dada....
Khub misti 1 ta mon kharap er gaan....
Debdeep da tmr kaj asadharon
Tomar golar shor ta ekbar e chokh bondho koreo bujhte pari. Khub bhalo theko debdeep Da❤️
dada tomar besh kichu gaan ami sunechi..r 'JU ' er sate jogajog takay, r o kichu gaan "world view" te sunechi...eta amar kache onytomo priyo hoye roilo..."valo teko priyo bondhura r TUMI..."
ashadharon ....akmone sunte sunte chuye galo...tq sourav palodhi ..jnar jonno ato bhalo ekta gaan sunte oelam.
এই গান থেকে যাবে ...❤️😌
ভালোবাসা নিও ....
Dada onk bhalobasa ☺️ ebhavei beche thak amader bangla gaan. 😊
K6u gan valo laga perie ekanto apon hye jae....
Eta serkm kta...
Dhnyobad debdip.
আর না পাওয়া দুজন জানে চুম্বন...অর্থহীন💚
খুব সুন্দর একটা গান । ভেতর থেকে একবারে ভেতরে এর চলাচল
আজই প্রথম শুনলাম, উফ্ অনেক দিন পর একটা গান পেলাম...
যদি পারো....প্রিয় ফুল প্রিয় গান প্রিয় রং...তার উড়োজাহাজের পায়ে বেঁধে দিও কালবৈশাখী....
2024 aseo sunchi ❣️
প্রিয় বন্ধু কে এই প্রিয় গান টা দিয়ে এলাম ।। দেবদীপ দা🖤🖤🖤🖤🖤
আহা, কত সুন্দর...!
আরও শুনতে চাই আপনাকে 😍
এতো স্নিগ্ধ কণ্ঠ! আহা!
Khub sundor.. 👌👌... Darun..
Tui dada onnorokom..... Vlo thakis atooo vlobasa
gaan ta j koto bar shunlam. ♥️♥️♥️ one of the most soothing songs.
khuuub valo..priyo gaan r Kotha gulo khub I priyo Amar
এতো করে ছুঁয়ে দিলে ! প্রেম পাচ্ছে ভীষণ রকম !
সত্য কথা
যদি পারো
প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় নাম
তার বানান ভুলের গায়ে এঁকে দিও কালবৈশাখী
Ripan Arya গান টা শুনতে এসে দেখা হয়ে গেলো । যদি পারো রিপ্লাই
Gaan.. Katha... Bhishon sundor....
10 lakh view er jonno sunte elam. ♥️
Ufff sei jhilpare firiye anle Debdeep da!
at least 100 times sunlm ....fav it is ...
২০২২ এসেও সেই মুগ্ধতা 🥰
My maa is a huge fan of ur music jano Debdeep da.
Tumi ke bhai. Tumi oshadharon