Tomake Bujhina Priyo | Bengali Film Projapoti Biskut | Bengali Film Songs 2017 - Windows
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- Tomake Bujhina Priyo bengali song by Chandrani Banerjee
Music: Prasen
Lyrics: Ritam Sen
Arranged By: Prabuddha Banerjee
Mixed & Mastered By: Abhijit Roy
Projapoti Biskut - a bengali movie(2017)
Directed by Anindya Chattopadhyay
Presented by Nandita Roy, Shiboprosad Mukherjee & Atanu Raychaudhuri
Produced by WINDOWS & GANPATI PRODUCTION
Download from iTunes: apple.co/2xbdpv1
Streaming on
Saavan: bit.ly/2wwYpun
Napster: bit.ly/2xbfZ3W
Amazon: amzn.to/2wmD3iG
Microsoft Music: bit.ly/2vXf4Wu
Also available on Wynk Music & Google Play Music
Set Tomake Bujhina Priyo as your callertune
Airtel Subscribers Dial 5432116311834
Vodafone Subscribers Dial 5379725520
BSNL Subscribers SMS BT 9725520 to 56700
Docomo Subcribers SMS BT 9725520 to 543211
Idea Subscribers Dial 567899725520
For more updates on Projapoti Biskut( প্রজাপতি বিস্কুট ) find the link below:
/ windowsproductionhouse
/ windowsns
/ windowsproduction
www.windowsprod...
"অতিরিক্ত ভালোবাসা ধরে রাখার ক্ষমতা মানুষকে দেয়া হয়নি।" এখানে আসা প্রতিটা মানুষ অতিরিক্ত ভালোবাসা দেবার নাবিক। সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে গেলাম। 🖤
হয়তো ঠিকই বললেন ।।। 🙃😖
😀😀😀
😔😔
😢😢😢
kuthue geeleen
একবছর আগে হঠাত আমার সাথে রাগ করে "সে" গানটার স্ক্রিনশট মেসেঞ্জার ডে দেয়! সেখান থেকে গানটার সাথে পরিচিত ! প্রিয় সেই মানুষটা আজ পাশে নেই তবে গানটা প্রিয় হয়ে ঠিকি আছে! প্রতি রাতে গানটা কয়েকবার না শুনলে আমি মৃত্যুর মত ছটফট করি!! আমি কাঁদি চোখের জলে ভেসে ঘুমিয়ে যাই! গানটা সারাজীবন প্রিয় হয়ে থাকবে; সারাজীবন !♥️
♥
Same amr moto se happy ache onner sathe 💔
Mayaboti i still miss you.😅
isn't it a sign of true love?
আমার কাহিনীটা ও অনেকটাই এ রকম💞
কতটা কষ্ট আর মন খারাপ নিয়ে মানুষ এই গানটা শুনতে আসে!তখন ভাবী যাক আমি একা না,আমার মত অসংখ্য মানুষ 'প্রিয়কে' বুঝতে পারে না,কিংবা সেই প্রিয় আমাদের বুঝতে ভুল করে।
যারা তাদের বুঝতে পারে তাদের কাছে তারা ভাল থাকুক।
আর আমরা ভাল থাকি 'তোমাকে বুঝি না প্রিয়'তে
😢
চিঠি আজও লিখি তোমায়..শুধু তারা আর ডাকবাক্সের ঠিকানা পায়না।ভালো রাখতে পারিনি হয়ত, তবে ভালোবাসা ভুল ছিলনা;মিথ্যে ছিলনা..আজও সেইসব অনুভূতিরা আমার কাছে সূর্যের মত সত্যি, চাঁদের মত স্নিগ্ধ, আত্মার মত অবিনশ্বর আর ঈশ্বরের মত পবিত্র। এখন অন্যকারো ভালোবাসায় তোমার সকাল হয়,আর অন্যকারো নিশ্বাসের শব্দে তোমার ঘুম আসে। আমার অস্তিত্ব তোমার কাছে মৃত।
কোনোদিন হয়ত আর বলা হবেনা, "Aaj bhi tujhme, mujhe rab dikhta hy"..
ভালো থেকো JAAN ❤️
💔
Valobasa bujhi amn e hoy💙💙💙
Eto sundar kore nijer onuvuti Vasai bolte pari na tobe apnar comment er sathe nijer onuvutir mil khuje pelam..
ভালবাসা অবিরাম
বাহ দারুণ।
শুধু কারোর priority হতে চেয়েছিলাম .. কেউ অসম্ভব ভালোবাসুক চেয়েছিলাম ..
কিন্তু শেষে বুঝলাম ভালোবাসা অনেক expensive 🙂🍁
😭
🥺
Heart Midwifery 🙃
ভালোবাসা এমন একটি শব্দ যা আবদার করলেই পাওয়া যায় না ....
কেউ কেউ থাকে যারা কখনো ভালোবাসা পায় না.... কেন-র উত্তরটা হয়তো এমনটা হতে পারে---- যারা খুব খুব ভালোবাসা চায়, যাদের বেঁচে থাকার জন্য ভালোবাসা অত্যন্ত জরুরি; দুঃখের বিষয় এটাই, সবার মত হোলো এই, এমন মানুষদেরকে নাকি ভালোবাসা যায় না....
My bengali roommate suggested this. I m in love with this song now ❤ Love from Kerala
❤️
Soubin shahir fan here.
❤️
)
Was just thinking of suggesting this to one of my keralite batchmate who liked another bengali song pretty similar to this one named 'hridoyer rong'.
বেশ পছন্দের এই কোমেন্টবক্স গুলো...
এখানে মানুষ না তাদের ভেতরের আবেগরা চিরস্থায়ী হয়।।।
নেশা হয়ে গেছে গান টার। 'প্রিয়' শব্দের উচ্চারণে মুগ্ধ! ভূমির কত্তদিন পরে আবার চন্দ্রানী দি। ♥
Tomalika Roy Chandrani Bhumi r ‘jatra shuru' r onek age ‘abar bochor kuri por' namer ekti album e gan korechilo.
Anirban Roy achcha :)
lovely coments didi.😄
beautiful music ☺😊☺😃😄😊☺😄😄
Tomalika Roy ruclips.net/video/wrP8jtw43yc/видео.html
Ritam sen er lekha,Prasen er sur dewa arekti gan sune naw :)
Anirban Ro
বিচ্ছেদ একদিনে হয় না,
মানুষ টা চলে যাবার সিদ্ধান্ত আগেই নিয়ে থাকে,
তারপর একটা উছিলা খুজতে থাকে..
r8
Thik
Ame jane na apone ka. Ata akdom satto
চলে যেতেও যে কষ্ট হয় ভীষন
ekdom sotti kotha
একসময় তার সাথে ঝগড়া হলে গানটা শুনতাম।তাকে মিস করতাম।অতপর সারাজীবনের জন্য তার হয় গেলাম।আলহামদুলিল্লাহ।♥
জীবনে ১ টা সফলতার স্বাদ পেয়েছেন । আর এই সফলতার আনন্দ অন্যান্য সফলতার আনন্দ থেকে সবচেয়ে বেশি।
❤❤
😀😀😀
Sarajibon r jnne hariye fellam😢😅
আপনাদের জন্য ভালোবাসা ❤
"mmm..."অংশটা কানে একটা অন্যরকম আরাম দেয়। আর লাইনগুলা তো পুরাই হার্টটাচিং। অসাধারণ গান।😊♥
Protik Biswas ff
Ak dom tk kotha
Thik kotha 😍
তোমাকে বুঝিনা প্রিয়,বোঝোনা তুমি আমায়।এই লাইনটি আমি relate করতে পারি।
আমি কখনোই তোমকে বুঝে উঠতে পারি নি।কখনো মনে হয় অনেক ভালোবাসো আবার কখনো মনে হয় আমার জন্য তোমার কখনোই কোনো অনুভুতি ও ছিল না। খুব কষ্ট পাই প্রিয় তোমার ছোট ছোট কথায়, তোমার আচরণে।কিন্তু কিছু করার নেই।হয়তো সহ্য করেই ভালবাসবো কিন্তু কষ্ট গুলো থেকেই যাবে সারাজীবন। তবুও খুব ভালবাসি প্রিয়♥️
💔
❤❤❤
ভালো হয়েছে চলে গেছে এই গানটা whatsapp এ link দিয়ে, স্বভাবিক হৃদয় টা পাথরের মতন হয়ে গেছে,!☺️ এই ভাবেও বাচা অনেক সুখ,
One of my facebook friend suggested me this song. Though I couldn't decipher the lyrics, have become a great fan of this song. Soulful, soothing and so melodious. You Bengalis are really very creative people.
O to hai ji
একটা গান .. কয়েকটা লাইন .. একটা সুর; আর কত্তোগুলো মানুষ .. তাদের কতোরকম অনুভূতি .. স্মৃতি : সুখের বা দুঃখের .. !!
জীবনটা চলছে .. শুধু গল্পের প্লট গুলো এদিক ওদিক হচ্ছে ..💙
হঠাৎ অপ্রত্যাশিত ঝড়ে জীবন থেকে হারিয়ে যাওয়া প্রিয় মানুষটাকে মনে করিয়ে দুঃখ পাওয়ার জন্য গানটা যথেষ্ট
কিছু নির্ঘুম রাতের সাক্ষী হয়ে আমার নিরব হাহাকারের সঙ্গী হয়ে থাকো🙂
thik e bolechen
এই সব গান যে মানুষ গুলোর প্রিয়...,
আসলেই তাদের রুচি এবং ব্যক্তিত্ব অনেক উচ্চ লেভেল এর....!
Eto ta valo laglo gan ta, j life e 1st comment korlum RUclips e.
Ekdom amader moner katha boleche.khub khub khub valo.
Egiye jao Anindya da et all..
"তোমাকে ডাকি না প্রিয়
ডাকো না তুমি আমায়
জলপ্রপাত মাতে
রুপোর মায়ায়"❤️❤️
লাইনে দুটো খুব সুন্দর
Last 2 line er meaning ki?
Last 2 line er meaning ki?
❤️❤️❤️
Ummm
এটা তাকে দিতে গিয়েও শুধুমাত্র কমেন্ট পড়ে আর দিলাম না। সবার প্রিয়জনই হারিয়ে গেছে যে যে এই গান তার প্রিয় অথবা প্রিয়াকে অনুভব করতে বাধ্য করেছে। তাই হারিয়ে ফেলার দারুণ ভয়ে আর দিলাম না। ❤️ সবাই তার অতিরিক্ত ভালোবাসার মানুষকে ফিরে পাক।
কত কত স্মৃতি যে জড়িয়ে আছে এই গানটার সঙ্গে বলে বোঝানো যাবে না.....।সেই দিনগুলো আজ আর নেই। শুধু মোলায়েম স্মৃতি গুলো মনের মণিকোঠায় রয়ে গেছে ❤️❤️❤️
The "mmm ..." part gives a different comfort to the ear. And the lines are heart-touching. Great song :)
Sometimes you spend the entire life trying to understand someone...something... and at one point in your life you realize, some things are better left unknown. Some questions will remain unknown. Isn't that how the universe conspires? You come knowing nothing, you spend the whole life trying to know things..yet there's so much left behind unknown before you die. To all the unknown days and nights...to all the unknown moments we never got to spend together... to all the memories we made together and never got to make... this song is dedicated to all of those. To life. To love.
❤️
Hmm
very true
❤
💔
When I come to Saudi! I used to work at night! When the cool breeze came from the sea! I used to check the conversations of my lover! And I used to listen to this song! There is no night in 2017 that I did not listen to this song..
প্রত্যেকটা বিচ্ছেদ হওয়া মানুষের কাছে এটা একটা "অক্সিজেন" 💕❤️
What a Beautiful Song. I don't understand 40% of the Words but the Voice, Music, Modulation, Feel is just Heavenly.
তোমাকে বুঝিনা প্রিয়
বোঝো না তুমি আমায়
দূরত্ব বাড়ে, যোগাযোগ নিভে যায়... 💔
গরাদ শোঁকে সূর্যমুখী
গরাদ শোঁকে সূর্যমুখী
খয়েরি কুড়ির ফুল
সূর্য খুঁজে বেড়ায়... 💗
তোমাকে জানি না প্রিয়
জানো না তুমি আমায়
শীতের বেড়াল খেলে
ঘাসের ছায়ায়... ❤
দু'চোখে তার পান্না বাহার
দু'চোখে তার পান্না বাহার
কান্না জমায় কথায় কথায়... 💔
তোমাকে ডাকি না প্রিয়
ডাকো না তুমি আমায়
জলপ্রপাত মাতে
রূপোর মায়ায়... ❤
তুলনাহীনা... জলের কিনার
তুলনাহীনা... জলের কিনার
তোমার চুলের মতো
আনমনে আঙুল ডোবায়... ❤
হুঁ... হুঁ... হুঁ... হুঁ...
হুঁ... হুঁ... হুঁ... হুঁ...
যে কোনও বিষাদের রাত্রিরে সারাক্ষণ শোনা যায় 'তোমাকে বুঝিনা প্রিয়', কী বীভৎস মায়া সুরে, কথায়, কন্ঠস্বরে। যারা কাল সকালে ঘুম থেকে আর উঠবে না, তারা যেন একবার এই গানটা শোনে। অথবা যারা প্রত্যাখ্যাত হয়েছে প্রত্যেকবার, তাদের প্রত্যাখ্যান পর্বে বাজুক এই গানটা। কিংবা যা কিছু বোঝা গেল না কোনওদিনই, তা কি সত্যিই কোনওদিনই যাবে না বোঝা? সারারাত চলুক...
wow
What beautiful song,
Excellent lyrics
Arindam Pakhira awesome 😆
অসাধারণ ভালো লাগে
tnx a lot.....
সদুর আমেরিকা থেকে শুনছি..কারা কারা ২০২৪ সালে শুনছেন তারা প্লিজ লাইক দিয়ে যাবেন তাহলে প্রিয় গানটা বার বার শুনতে পারবো 🙏🙏
How many kids do you have?
কিছু কিছু বাংলা গানের মধ্যে একটা অদ্ভুত রকমের শান্তি আছে। যেটা অন্য কোনো ভাষায় পাওয়া যায় না (সব ভাষায় প্রতি সম্মান রেখেই বলছি)। আবার যদি কখনো মনুষ্য জন্ম পাই, এই বাংলাতেই জন্মাতে চাই।
তোমাকে ডাকি না প্রিয়;
ডাকো না তুমি আমায়!
এই লাইন টা বুঝিয়ে দেয় তোমার আর আমার মাঝে আজ কত দুরত্ব!🙂
Ish.....kathata sottie khub kosto lagar moto
৫ বছর আগে এক অদ্ভুত অনুভূতি নিয়ে গানটির সাথে পরিচয় হয়েছিল।
আজ ও গানটি শুনলে কোথাও যেন এক পশলা বৃষ্টি নামে।🖤
Tii
তোমাকে বুঝিনা প্রিয়♥.....
হেরে গেলো আমার ভালোবাসা. 😥😥
জিতে গেলো তোমার পরিবার 😥😥
তবু ও তোমায় ভালোবেসে যাবো সারা জীবন তুমি আমার নেশা না যে একটু পরে কেটে যাবে তুমি আমার জীবনের রাস্তা দেখিয়ে দাওয়ার সেই মানুষ টা ❤..যার মধ্যে আমার সারা জীবনের সুখ দুঃখ দেখতে পায়... চলে তো যাবেই একদিন অন্যো কারো হাত ধরে তবে আমার মৃত্যুর দিন তুমি আমায় একটু চুয়ে দিও ❤..ভালো থাকোক আমার ভালো বাসা অন্যো কারো আদরে...
তোমাকে বুঝিনা প্রিয় ❤❤
Don't get a single word but still this song calm me. I'm in love with this song.
Bangla is love
Love from Jharkhand
Love from kerala... Such a poetic language na?
someon please keep translation songs in English so that all can understand -- love from Telugu
@@prasadgbd I can't understand u my beloved u also don't understand me and in this way distance enhances and we are disconnected with each other.That is the meaning of first four lines .Thanx for interested in Bengali language
এই ধরণের গানে যে অংশটা আমার খুব ভাল লাগে তা হচ্ছে গানের কথা। পুরো গান জুড়ে আপনি আপনার বর্তমান অবস্থার সাথে কোন না কোন ক্ষেত্রে মিল খুজে পাবেন। আর এই কথাগুলার প্রাণ এনে দেয় সুর।
অসাধারণ সৃষ্টি।
গানটা প্রায়ই শুণি, শুণতে হয় প্রায়ই।
এই গানটা কি আসলেই ৫বছর আগে প্রথম শুনেছিলাম?আবার মনে হলো এইতো সেদিন শুনলাম। কতগুলো বছর কেটে গেলো অথচ টেরই পেলাম না ❤❤❤
আমার কাছে এ গানটি এতটাই ভালোলেগেছে যে, আমি এখন পর্যন্ত ১০০+ বার শুনেছি। আরও শুনবো :)
lovely coments dada.☺😊☺😊😊😊
প্রথম এই গানের প্রেমে পড়েছিলাম তার কণ্ঠে শুনে। সে এখন নেই তবে গানটা প্রিয় রয়ে গেছে ❤️
😊😊
দূর পাগলী ,এত সুন্দর ভাবে কেও গাই ।মন টা গেল ।এবার তাকে পাবো কোথায়???😢😢😢😢😢
💜💜
❤️
কি মাধুর্য্য কি শ্রুতিকাতরতা। কেউ ভালবাসেনি, কাউকে আমিও বাসিনি। কথা দেয়া হয়নি কখনো কেউ কথা দিয়ে ভেঙ্গেছে এমন ও নয়। কিন্তু ভেতরটা চুরমার হয়ে যায় গানটা শুনলে। ২০১৮ তে ঢাকা মেডিকেল এলাকায় মার্কেটিং মার্কেন্ডাইজারের কাজ করতাম। তখন একজন এই ছবিটার কথা বলেছিল। গানটা শুনেছিলাম সে সময়ই। মনে গেঁথে গেলো❤
প্রিয় মানুষের প্রথম গাওয়া গান....আমার জন্যে.... ও শোনানোর আগে আমি কখনও শুনিনি গানটি।আজকে প্রিয় গান হয়ে গেছে....
Thank You তাতাই বাবু😘😘😘😘
love from USA .. I miss my kolkata ❤😣anyway awsm lyrics .. heart touching .....
আমি প্রেম করি না । ভালোবাসি নি কাউকে ..তবুও এত আবেক যে কোথায় বয়ে যায় গান টার সাথে 🙂 ..
Really ভেঙ্গে ভালোবাসতে ইচ্ছে করে ..হয়তো আমাদের meet এর সময় হয়নি এখনও ...
আসবো একদিন আবার ফিরে তোমার ভালোবাসা নিয়ে ..আবারও গান টা অনুভব করতে .. ❤️🙂
Beche gacho
ঘুম না আসলে গানটা শুনি,আমার কোন কস্ট নাই,তবুও ভাল লাগে মধ্যরাতে।🇧🇩🇧🇩
ভালোবাসা এক অদ্ভুত মায়া, তার পরিনতিটাও বড় অদ্ভুত। মানুষটাকে এত যত্ন করে ভালোবাসছি কিন্তু এটাও জানি দিন শেষে সে আমার না। সে নিজের জগতে অন্যের ভাবনায় মত্ত!
ভালো থাকুক পৃথিবীর সব ব্যর্থ ভালোবাসা গুলো❤️
অসম্ভব সুন্দর একটা গান! সকল ব্যথিত প্রেমিকের জন্য বুকভরা সমবেদনা রইলো!
সত্যি !আমি বাকরুদ্ধ !কেন জানি না, গানটা শুনলে, মনটা খুব চঞ্চল হয়ে পরে ...........
হুট করে এসে হুট করে চলে যাওয়া মানুষটা এই গানের খোজ দিয়ে গেছে। গানটা শুনে শুনে তাকে মিস করি। মুহুর্তটা আরো বেশি গুমোট হয়ে যায়। মনে হয় লাশকাটা ঘরে অপেক্ষা করছি এরপরেই আমার পালা। 😭
When you associate certain people with your favourite songs and then they leave and your soul just aches for them whenever you listen to those songs.💔😭
Kechu jenes volar jono sune kentu ulte or kotha aro mone pore jay hahahaha Ken tu gan ta khub valo I like nischoe kor bo thanks dede
Heart touched .... Oni vul boje dure sore geche... Sei theke Playlist er one of the favorite song
তার সাথে বসে এই গানটি শুনতাম একসময়। এখন কেমন একযুগ আগের কথা মনে হয়। কারোর যখন জীবন থেকে চলে যাওয়ার সময় আসে তখন মন তার আগেই বোধহয় উপলব্ধি করতে পারে।
সম্পর্ক চিরস্থায়ী না হলেও ভালবাসার মুহূর্তগুলো চিরকাল থাকবে।
এই গান শুনলে এমন লাগে কেন? মনে হয় যেন কষ্টে মারা যাচ্ছি। কেন তাকে এতো বেশি মিস করি? কেন স্মৃতিগুলো ভুলতে পারছি না? কেন?
প্রেমের মানুষ চলে যায় তবে প্রেম সে তো মরে না
The deeper our love the more pain we feel😭😭😭
বন্ধু
কারণ তোমার বড়ো কোনো নিজের ড্রিম নেই থাকলে সেটা নিয়েই ব্যাস্ত থাকতে
অযথা চিন্তা ভাবনা করতে না ......🙌
Very tough question. Imagine u wrote down on while paper with pure heart even thouh u used a pencil, due to some cercumstances u need to erase but next time u cnt write anything with same feeling and pleasure, our life is like a paper
তোমার কাছে হয়তো আমার কোনো অনুভূতির মূল্য কখনো ছিলনা। তুমি কখনো আমার ভালো লাগা নিয়ে ভাবোনি। কিন্তু তুমি কি জানো আমার প্রতিটা অনুভূতির মাঝে তুমি ছিলে? সত্যিই একতরফা ছিল সবকিছু।আর দিনশেষে এই একতরফা অনুভূতিই হেরে যায়।🖤
তবুও বলবো ভালো থাকো তুমি।❤️
আমার জন্য তুমি যে কতটা কখনো বলে বোঝাতে পারবোনা।🤍
প্রিয় আমার Minion💞
🙂 you story matchs with mine!...thnx for sharing your story
@@imsanjay004 You're most welcome ☺️
2018 তে এসে আমাকে গানটা স্ক্রিনশট দিয়ে আমাকে বলেছিলো গানটা তার ভিষণ প্রিয়। সঙ্গে বুঝিয়েছিল সে আমার উপর অভিমান করে আছে। গানটা সেই থেকেই আমার প্রিয়। কিন্তু সেই প্রিয় মানুষটা এখন অন্য কারো প্রিয়। সেই 2018 থেকে গানটা আমার প্লেলিস্টের দ্বিতীয় প্লেতে না থেকে প্রথমেই আছে 😊 শুধু গানটা পুরনো স্মৃতিগুলো টেনে নিয়ে এসে চোখটা জলে পরিষ্কার করে দেয় 😊
Lyrics je likechen..songe music select uff aladai❣️😌..ki ache jani na gan ta te tobe ekta aladai shanti ache ..ek oporup snigdhota ache🌸🌼
১১ বছরে এমন কোনো মূহুর্ত নাই যে মূহুর্তে আমি তোমাকে না ভালবেসে থাকতে পেরেছি!
কত অল্প সময় আমরা একসাথে ছিলাম ,সব মিলিয়ে মাত্র চারটা বছর!
বিচ্ছেদের ৭ টা বছর পর এইটুকু বুঝে গেছি আমার হাতের মেহেদী হোক আর রেখা কোনোটাতেই তুমি নেই!
বিচ্ছেদ ,অপবাদ,অপমান ,তিক্ততা ,আকাশ সমতুল্য অভিমান কত কিছু দেখতে হল এতগুলো বছরে তারপরও যেন আমার মাঝ থেকে তুমি কোনো ভাবে হারাতেই চাও না!
জীবনের শেষ একটা আবদার রাখবে?
হারিয়ে যাও আমার মাঝ থেকে,আমি আর আমার অস্তিত্বে তুমি নামক এই যন্ত্রনা effort করতে পারছি না!
Human physiology বলে , মানুষ নতুন স্মৃতি তৈরি করেই বলে পুরোনো স্মৃতি ভুলতে পারে আমিতো যেন ৭ বছর কারাদন্ডে আটকিয়ে আছি কোনো ভাবেই নতুন কিছু তৈরির জন্য মুক্তি পাচ্ছি না!
This comment section proved that people still care, love still exists.
Powerful ♥️
3.33 Am
Listening this song and Talking with her❤️.
It is quite enough for a sleepless night ❤
Just peace for soul🙂
Some songs are more than song moreover they are like real feel of individual life story
may u guys stay together forever
A melodious lyrics with beautiful voice reminds me of those beautiful moments that are till now dazzling in my heart...it causes sleepless night with a shattered dream.....it brings tear with no reason ....this type of song purifies the heart and soul ...lovely...
সে থাকলে আজ হয়তো আলাদাই জীবন পেতাম।। কিন্তু সে যে আমায় একটা আলাদা মানুষ বানিয়ে দিয়ে চলে গেলো যেকিনা শুধু ভালোবেসেই গেলো আর পরিপিক্ষিতে পেলো অবলেহা।।। বিচ্ছেদ যদি হওয়ারই ছিল তাহলে শুরুটা এত কেন সুন্দর হলো।।। ভালো থাকুক সে।।। ☺️🌼
সত্যি হয়তো তোমাকে কোনদিন বুঝিনি... তুমিও বুঝতে পারনি তাই তো দূরত্ব বাড়তে বাড়তে যোগযোগ নিভে গেছে... তুমি একবারও কেন এগিয়ে এলেনা আমার কাছে.... তুমি আমার আজীবনের অজানিত অধ্যায় রয়ে যাবে... কান্না জমে পাথর হয়ে গেছে..
অনেকের প্রাক্তন এর কথা মনে পড়লেও কেন জানি আমার ভিতরটা মোচর দিয়ে উঠলো,,কেনে জানি এক অজান ভয় আর খারাপ লাগা কাজ করছে।মানুষটা কে পাওয়ার সম্ভাবনা ১০০% হওয়ার সত্তে ও ভাবি,যদি তাকে হারিয়ে ফেলি😥যদি কোনো কারণে তাকে আমার করে না পাই,কি হবে আমার?তাকে হারানোর কথা মনে হলেই ভিতরা মোচরে উঠে।কমেন্টা রেখে দিলাম বৃদ্ধ বয়সের জন্য।ভালোবাসি প্রিয়,,অনেক বেশি ভালোবাসি তামান্না❤️
Tamanna ki apnar hoyechilo?
Just chanced upon this song.. So beautiful.. The emotional singing is so heartening.. My wife started crying.. Can somebody pls translate the song..
See the first comment
look for Ritom sen's comment. And yes, it is a melancholy one.
দারুণ। অনেক দিন পর একটা মনের মত গান পেলাম। ধন্যবাদ
কোন একসময় আমাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হওয়ায় আমি এইরকম গান প্রচুর শুনতাম ওর কথা ভেবে সাথে আবেগ ভালোবাসা আর আমার একাকিত্ব মিলে মিশে একাকার হয়ে যেত আলহামদুলিল্লাহ আমরা এখন স্বামী স্ত্রী আর মাঝে মধ্যে এসব গান শুনি কিন্তু আগের মত ও শুনতে দেয়না😊
রাত 2টায়, মনে পরতেই গানটা বের করে শুনি।
আর কমেন্ট বক্সে কত মানুষের আবেগ/অনুভূতি/ব্যর্থ ভালোবাসার টুকরো গল্প/ সব কিছু মিলিয়ে অপুর্ব অনুভূতি।❤💖
গলাটায় কী সুন্দর একটা মেঠো ভাব........ভালো লাগলো,শান্ত লাগল,ধন্যবাদ
akdm thik..apon moner Gan...
Diya Sarkar lavkush
Good
Prochur like peye bichi mathay uthe geche to riju
Chandrani Banerjee di r onno gaan gulou sune dekhun, nischit vabe valo lagbei ☺️
This song makes me feel so out of the world I don't know what I feel when I listen to this...banglay Bolte gele "গলা বুজে চোখ ভেঙে আসে"💐
গানটা কে গেয়েছে সেটা আগে দেখতে হবে, ভূমির সেই চন্দ্রানী। অদ্ভুত একটা বিষন্নতা আছে ওর কন্ঠে, আর সেই বিষন্নতায় আমরা আটকে আছি বছরের পর বছর💙💚❤
Amra aatke achi kotha ta kemon ekta buk e laglo. Ekdom on spot ♥️
কিছুটা সময় পর মানুষের তৃপ্ততার প্রয়োজন হয় এই গানটা শুনলে আমি সেই তৃপ্ততা অনুভব করি...
অনেক পছন্দের একটা গান...
আর ছবিটাও দারুণ ছিলো!
একটা আভাস ছিলো ভেসে যাওয়ার দূর হয়ে যায় সব কিছু , একটা সময় আমার আর আমার খুব একজন কাছের মানুষটার এই গানটা খুব প্রিয় ছিলো হয়তো এখনো আছে কিন্তু সে অনুভব ও করতে দেয় না এতগুলো বছর কেটে গেলো না ভুলতে পারলাম গানটি না তাকে অবশ্য মুখ লাড়িয়ে কখনো বলা হয় নি। কেমন করে বলতাম বলুন সব মেয়েকে বলতে পারলেও তাকে বলাটা খুব কঠিন ছিলো কারন আমার সাহস নয় অন্য কিছু সেটা বোঝাতে গেলে রাত পার হয়ে যাবে ,কিন্তু তাকে একটা সময় প্রচুর ভালোবাসছি বোঝাতে চেয়েছি কিন্তু পারিনি হয়তো সে বুঝতে চায়নি , কিন্তু হঠাৎ একদিন শুনলাম সে ও আমাকে পছন্দ করতো তখন আমি বুঝতাম না আজ সব শেষ যোগাযোগ নেই মান অভিমান নিয়ে পরে আছি সব দিকে । নতুন দিগন্ত হতো আমি ভুল না করতাম কিন্তু বোলে দিতাম ভালোবাসি
কিন্তু বোঝা বা বোঝানোর দিন হয়তো শেষ শুধু স্যাড সং গুলোতেই থেকে যাবে । তার উপর আবার আমার বন্ধু ভালোবাসে তাকে এখন হয়তো ভুল করেও বলা হবে না যাই হোক দিন ভালো হোক , কত দূর আর যাবো তুমি চাইলে তোমারই থাকবো।
ইতি আলি 🌻
কিছু অনুভূতি নিজের সবটা দিয়েও মনের মানুষটির কাছে পৌঁছানো যায় না। মানুষটি বুঝেও বোঝে না। হয়তো কোনোদিন বুঝবেও না। কিন্তু অনুভূতি গুলো মূল্যহীন নয়। আমি অনুভূতি পুষি গহীন মনের কোনো এক কোণে। অনুভূতি গুলোর মাঝে মাঝে বর্ষণ হয়। ঝর্ণা ধারা বয়ে চলে চিবুক বেয়ে । এ এক অপার্থিব শান্তি। যার অধিকার শুধু আমারই। তার নয়......
My wonder women suggested it, its beautiful composition 😍. She is amazing 😍
These type of movie can save our Bengali film industry
ranggie die jaogoamay jabarage
Saikat Podder right sir
আমি একজন কে খুব ভালোবাসি, অবশ্য, জানি না সে আমাকে ভালোবাসে কিনা। তবুও, সে আমাকে ভালো না বাসলেও খালি তার সাতে কথা বলতেই আমার ভালো লাগে। আমি এই গান টা দিয়ে চিন্তা কর্তিসি তাকে প্রপোজ করবো, জানি, খুব বুদ্ধিমানের বিষয় না তবে তার গান অনেক প্রিয় এবং এইটা তার খুবি পছন্দের একটি গান। আগে কখনো ভালোবাসায় পড়িনি, মনে হতো, "আরে ভালোবাসা কি, ওইসব লাগবে না আমার". এইসব কথাবার্তা। কিন্তু এখন যখন ভালোবাসায় পরে গেছি... কেমন লাগে বলার বাহিরে। আশা করি সেও আমাকে ভালোবাসে।
One of my dream location is West Bengal. One day i will come to see you guys. Love from Kerala ❤️
Kolkata loves kerala back
My favourite these days.. love to listen again nd again...in love with lyrics..❤️
Me too ...
I have started listening this from today...nd already have repeated several times
@@q১1১1১1111
মানুষের একটাই সমস্যা যে ভালোবাসে না তার কথায় সবসময় মনে পড়ে
আমি ছোটবেলা থেকে চন্দ্রানী দির গান শুনি। কিন্তু উনার নাম টা আমি জানতাম না অনেকদিন থেকে। কেন জানি কখনো নামটা জানার প্রয়োজন বোধ করিনাই । উনার ঝিকো ঝিকো করিরে গান এর সাথে আমি স্কুলের প্রোগ্রামে নাচি ৷ তখন অনেক সুন্দর একটা সময় ছিলো আমার। এটাই আমার লাইফের শেষ স্টেজ পারফর্মেন্স ছিলো । কিছু বুঝে ওঠার আগেই সময় কতো বদলায়...। কিছু পরিবর্তনকে কতো সহজে কিভাবে মেনে নেই এটাই বুঝিনা...!!!
গানটা শুনে কেন জানি চোখে পানি আসলো..:)
তোমাকে ভোলা অসম্ভব, যদি ঘৃণা করি থেকে যাবে মাথায়, আর যদি ভালোবাসি থেকে যাবে হৃদয়ে।
তোমায় কোথায় ভুলতে পারছি....!
সে মায়ায় বেধেছিল কিন্তু মায়ায় পড়েনি, সে ভালোবাসতে বাধ্য করেছিল, অতঃপর ও আমায় ভালোবাসেনি!🌸
গানটা শুনলেই প্রাক্তনের কথা মনে যায়।যার সাথে কোনো কারনে মিলন হয়নি
আর মনে পড়ে সেই মুহূর্ত গুলো।।।
22nd January, 2025. Abar asbo shunte jodi keu like day sei notification peye.❤
আমি বলিনি তুমি বোঝনি এর সময়ে এই গানটি শুনলে ধন্যবাদ 🖤
আমি বলিনি তুমি বোঝনি গানের মানের থেকে এই গানের মানে গভীরে ❤️
ঠিক একবছর আগেও এ গানটা খুব প্রিয় ছিলো। লিরিক্স গুলো তখন ছিলো গান, এখন জীবনের সারমর্ম হয়ে গেছে।
কমেন্ট রেখে গেলাম সাথে একটা প্রার্থনা। আমার চোখের জল তার বা তাদের জন্য আনন্দ নিয়ে আসুক🙂🙂
vocalist along with a unique background has made this song nostalgic.....
আমি ভালোবাসি তোমায় জানি আজীবন বাসবো
এখনো তুমি আমার পাশে আছো যেদিন তুমি চলে যাবে সেদিন না হয় আরেকবার এই গানের নিচে স্বল্প করে আমাদের গল্প বলে যাবো
ভালোবাসি তোমায় ❤ (৩০/০৮/২০২০)
❤️
Akono ki Priyo lok ace apnr? Naki cole gece?
সে কি আছে নাকি চলে গেছে😊
Darun lyrics..khub bhalo laglo..
"জলপ্রপাত মাতে রূপোর মায়ায়"...
can you explain the meaning please
tia
তার সাথে লুকিয়ে দেখা করার second দিন সব কেমন যেন এলো মেল হয়ে গেল ॥ যাকে বুকে জড়িয়ে ১০ বছরের গ্লানি ভুলবো ভেবেছিলাম আবার একটা ছোট্ট ভুলে সব হাড়িয়ে গেল সেই থেকে গান টা সংগি ॥ সে কথা দিয়ে কথা রাখে নি কিন্তু গান টা ছেড়ে যায় নি॥ ❤
কোথাও না কোথাও তুমি আমার সাথেই রয়ে গেছো, স্মৃতিতে, দুঃস্বপ্নে, অসম্ভব য'ন্ত্রণায়, মন খারাপ করা প্রতিটা গানের লাইনে, মাঝরাত্তিরের বুকের ব্য'থায়, তুমি আছো।
আমাদের যা কিছু ভালো হওয়ার কথা ছিলো, সেসব ভালো তোমার হোক। 🖤
Majhe majhe ei gaan gulo mon take akta odvut dukkhe voriye dai ... sei kharap lagatao kemon jeno valo lage ... osadhron
যাকে নিজের থেকেও বেশি ভালো বেসেছিলাম সে কখনও আমায় বোঝেনি 🥀🖤
কত অপেক্ষা রয়েছে আমার চোখে তুমি দেখলে না ...
কত যে ভালোবাসি তোমায় ,প্রিয় তুমি বুঝলে না .....🥀🖤
ভালোবাসি তোমাকে বুঝোনা তুমি আমায়।
কান্না আসে গভীর রাতে দেখোনা তুমি আমায়।
হাত ধরার বাহানায় কাছে টানোনা তুমি
আমায়।
দূরে যেতে দিওনা প্রিয় বুকের মাঝে রেখো আমায়।
-তোমার সালু ❤
আপনারে ঠিক বুঝে ওঠতে কষ্ট হয় আমার,আপনার সামান্য অবহেলাটাও আমার অঝরে জ্বরে যাওয়া জলের কারন হয়ে দাড়ায়,পরাক্ষনে আপনার আমার প্রতি মায়া কেয়ারিং যেন আমার মনকে প্লাবিত করে পুলকের আবেশে, বাসিয়ে নেয় সুখের মোহনায়
মাঝে মধ্যে মনে হয় এই মানুষটা যেন আমার🖤
সবশেষে আপনারেই চাই🙏
Darun Darun👌
Gaanta jotobar suni mon chuye jay ❤❤
Love from Tripura ❣❣❣❣❣
গানটা যখনই শুনি...অমলিন হাসি আসে মুখে😊 তেমন কিছু নয়,একটু আধটু স্মৃতি!
❤❤❤
Love from kerala💕
I dont know the lyrics but it sounds awesome
Love from Nepal 😚
Durdanto! proud of you prasen and Ritam. As usually Prabuddha da is brillant! asdharon ekta kaj....aro bhalo erokom kaaj hok
সব শীতের শেষে হয়তো বসন্ত সবার আসে না কথাটা সত্যিই হয়ে গেলো 🌚
পরিবার অনেক বড় একটা দায়িত্ত্ব পালন করে নিজের মানুষ টার কাছ থেকে দূরে সরাতে 🙂
দূরত্ব বাড়বে ঠিক ই যোগাযোগ ও কমে যাবে কিন্তু ভালবাসা কমবে না প্রিয় ☺️💟
আজ সকালে সে গান টা দিল 🙂 শুনলাম 🌚অনেক টা বাস্তবধর্মী কথা গুলো 😄
My best memory.i listened it during the period of hs 2019.after a great pressure through out the day it soothed my mind.