আবৃত্তি: আট বছর আগের একদিন, জীবনানন্দ দাশ। আবৃত্তি: নাজমুল আহসান

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии •

  • @merazhossain5010
    @merazhossain5010 6 лет назад +14

    যতবার শুনি এই কবিতা প্রতিবার এক নতুন শিহরণ রক্তের মাঝে আলোড়ন দিয়ে যায় । এ এক রহস্যময় সুন্দর সৃষ্টি , আহা!!!

    • @NazmulAhsanAbritti
      @NazmulAhsanAbritti  5 лет назад +1

      আন্তরিক ধন্যবাদ। পাশে থাকুন এবং সৃজন আনন্দে থাকুন।

  • @shanuz5821
    @shanuz5821 3 года назад +11

    এই কবিতাটা অন্যকারো কন্ঠে আমি শুনতে পারিনা। নাজমুল আহসানের কন্ঠ মিস করি। এতো সুন্দর! ❤️

  • @muktisengupta6681
    @muktisengupta6681 2 года назад +4

    আশ্চর্য সুন্দর। শোনাবার জন্য অশেষ ধন্যবাদ।

  • @sadiredoan9248
    @sadiredoan9248 3 года назад +4

    হে কবি তোমার কবিতা আজও হৃদয় স্পর্শ করে। যেমনটি করতো আজ থেকে বহু বহু বছর পূর্বে।
    ভালো থেকো তোমার ঠিকানায়.............

  • @kajolrekha3884
    @kajolrekha3884 2 года назад +3

    কবির কন্ঠ এত সুন্দর, প্রেমে পড়তে হয় বার বার

  • @salmanrashid8579
    @salmanrashid8579 3 месяца назад

    জনাব চমৎকার আবৃতি হয়েছে। আমি এমন একজন মানুষ যার কবিতা আবৃতি পছন্দ না। কিন্তু আপনার গলায় কিছু একটা আছে যা আমার মত মানুষেরও মন নিয়ে গেছেন। আজ টানা ৪ বছর এই কবিতাটা শুধু আপনার গলায়ই শুনি। অনেক সুন্দর

  • @hridisworld5440
    @hridisworld5440 3 года назад +2

    অসম্ভব ভালো লাগলো।।। ভারত থেকে।।। জীবনানন্দ এত ভালো খুব কম লোক আবৃত্তি করেন।।

  • @asifiqbalsikder958
    @asifiqbalsikder958 5 лет назад +30

    আট বছর আগের একদিন
    শোনা গেল লাসকাটা ঘরে
    নিয়ে গেছে তারে;
    কাল রাতে- ফাল্গুনের রাতের আঁধারে
    যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
    মরিবার হ’লো তার সাধ;
    বধূ শুয়েছিলো পাশে- শিশুটিও ছিলো;
    প্রেম ছিলো, আশা ছিলো- জ্যোৎস্নায়- তবু সে দেখিল
    কোন্ ভূত? ঘুম কেন ভেঙে গেল তার?
    অথবা হয়নি ঘুম বহুকাল- লাসকাটা ঘরে শুয়ে ঘুমায় এবার।
    এই ঘুম চেয়েছিলো বুঝি!
    রক্তফেনামাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি
    আঁধার ঘুঁজির বুকে ঘুমায় এবার;
    কোনোদিন জাগিবে না আর।
    ‘কোনোদিন জাগিবে না অার
    জানিবার গাঢ় বেদনার
    অবিরাম- অবিরাম ভার
    সহিবে না আর-’
    এই কথা বলেছিলো তারে
    চাঁদ ডুবে চ’লে গেলে- অদ্ভুত আঁধারে
    যেন তার জানালার ধারে
    উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে।
    তবুও তো পেঁচা জাগে;
    গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে
    আরেকটি প্রভাতের ইশারায়- অনুমেয় উষ্ণ অনুরাগে।
    টের পাই যূথচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশে
    চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা;
    মশা তার অন্ধকার সঙ্ঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে।
    রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি;
    সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কতো দেখিয়াছি।
    ঘনিষ্ঠ আকাশ যেন- যেন কোন্ বিকীর্ণ জীবন
    অধিকার ক’রে আছে ইহাদের মন;
    দুরন্ত শিশুর হাতে ফড়িঙের ঘন শিহরণ
    মরণের সাথে লড়িয়াছে;
    চাঁদ ডুবে গেলে পর প্রধান আঁধারে তুমি অশ্বত্থের কাছে
    এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা-একা;
    যে-জীবন ফড়িঙের, দোয়েলের- মানুষের সাথে তার হয়নাকো দেখা
    এই জেনে।
    অশ্বত্থের শাখা
    করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে
    করেনি কি মাখামাখি?
    থুরথুরে অন্ধ পেঁচা এসে
    বলেনি কি: ‘বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে
    চমৎকার!
    ধরা যাক দু-একটা ইঁদুর এবার!’
    জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার?
    জীবনের এই স্বাদ- সুপক্ব যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের-
    তোমার অসহ্য বোধ হ’লো;
    মর্গে কি হৃদয় জুড়োলো
    মর্গে- গুমোটে
    থ্যাঁতা ইঁদুরের মতো রক্তমাখা ঠোঁটে।
    শোনো
    তবু এ মৃতের গল্প; কোনো
    নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই;
    বিবাহিত জীবনের সাধ
    কোথাও রাখেনি কোনো খাদ,
    সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ
    মধু- আর মননের মধু
    দিয়েছে জানিতে;
    হাড়হাভাতের গ্রানি বেদনার শীতে
    এ-জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই;
    তাই
    লাসকাটা ঘরে
    চিৎ হ’য়ে শুয়ে আছে টেবিলের ’পরে।
    জানি- তবু জানি
    নারীর হৃদয়- প্রেম- শিশু- গৃহ- নয় সবখানি;
    অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়-
    আরো-এক বিপন্ন বিস্ময়
    আমাদের অন্তর্গত রক্তের ভিতরে
    খেলা করে;
    আমাদের ক্লান্ত করে
    ক্লান্ত- ক্লান্ত করে;
    লাসকাটা ঘরে
    সেই ক্লান্তি নাই;
    তাই
    লাসকাটা ঘরে
    চিৎ হ’য়ে শুয়ে আছে টেবিলের ’পরে।
    তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা,
    থুরথুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে ব’সে এসে
    চোখ পাল্টায়ে কয়: ’বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে?
    চমৎকার!
    ধরা যাক্ দু-একটা ইঁদুর এবার-’
    হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
    আমিও তোমার মতো বুড়ো হবো- বুড়ি চাঁদটারে আমি ক’রে দেবো
    কালীদহে বেনোজলে পার;
    আমরা দু-জনে মিলে শূন্য ক’রে চ’লে যাবো জীবনের প্রচুর ভাঁড়ার।

  • @pramitichatterjee1016
    @pramitichatterjee1016 Год назад

    খুব শান্তি লাগলো শুনে ।

  • @monwarulislamrebelinternat7079

    মন তছনছ হয়ে যায়

  • @mmsuzan2246
    @mmsuzan2246 4 года назад +2

    খুবই ভালো লাগলো আবৃত্তিটি।
    অনেক অনেক শুভকামনা রইলো।

  • @SobujHossain-po9yx
    @SobujHossain-po9yx 2 месяца назад

    আমার কাছে অনেক ভালো লাগে ❤❤❤😊😊😊

  • @cr-qk3hv
    @cr-qk3hv 4 года назад +2

    How many times i heard cant be counted. This is the best recitation. Even Jibon ananda das would have been happy to listen this.

  • @failuressoul1033
    @failuressoul1033 Год назад

    জীবনান্দ❣️

  • @nicemelody3314
    @nicemelody3314 Год назад

    এটা যে সময়ের কবিতা সেই সময়ে আমি ছিলাম না পৃথিবীতে, কতটা দুঃসময় আর মানুষ ছিলো কতটা অসহায় এখনো বোঝা যায়, শরিরের সবকটা লোম দাঁড়িয়ে যায়।

  • @mahfuzswe
    @mahfuzswe 4 года назад +5

    যে জীবন ফড়িঙের, দোয়েলের -
    মানুষের সাথে তার হয় নাকো দেখা...

  • @jewelhussainkazi811
    @jewelhussainkazi811 11 месяцев назад

    আমি প্রতিদিন একবার শুনি ঘুমানোর আগে

  • @babyroy9163
    @babyroy9163 2 года назад +1

    সুন্দর ❤🙏❤

  • @supritiranjankhanra3539
    @supritiranjankhanra3539 4 года назад +1

    This is a perfect writing on human tyrannies over animal in the name of development,urbanisation, industrialisation... For getting their values and roles...

  • @raisulklikhon2899
    @raisulklikhon2899 3 года назад +3

    "শোনা গেলো লাশকাটা ঘরে
    নিয়ে গেছে তারে
    কালরাতে -ফাল্গুনের রাতের আঁধারে
    যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
    মরিবার হলো তার সাধ।"

    • @NazmulAhsanAbritti
      @NazmulAhsanAbritti  3 года назад +1

      অশেষ ধন্যবাদ। জয় হোক আবৃত্তির।

  • @emran8927
    @emran8927 4 года назад +1

    was wondering to hear this kobita and found your one. super recited

  • @mostofapk5760
    @mostofapk5760 9 месяцев назад

    Aha maya

  • @nirmalyachoudhury2461
    @nirmalyachoudhury2461 3 года назад

    শিহরণ-জাগানিয়া।

  • @thejack810
    @thejack810 6 лет назад

    অসাধারণ কবিতা,মন ছুঁয়ে যায়,যতবার শুনি ততই মুগ্ধ হই!!

    • @NazmulAhsanAbritti
      @NazmulAhsanAbritti  4 года назад

      আমিও মুগ্ধ, আপনার ভালো লাগায়। আন্তরিক ধন্যবাদ।

  • @MDMehediHasan-ph3nj
    @MDMehediHasan-ph3nj 6 лет назад +31

    আট বছর আগের একদিন
    জীবনানন্দ দাশ
    শোনা গেলো লাশকাটা ঘরে
    নিয়ে গেছে তারে;
    কাল রাতে - ফাল্গুনের রাতের আঁধারে
    যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
    মরিবার হলো তার সাধ।
    বধূ শুয়ে ছিলো পাশে - শিশুটিও ছিলো;
    প্রেম ছিলো, আশা ছিলো - জোৎস্নায়, - তবু সে দেখিল
    কোন ভূত? ঘুম কেন ভেঙে গেলো তার?
    অথবা হয়নি ঘুম বহুকাল - লাশকাটা ঘরে শুয়ে ঘুমায় এবার।
    এই ঘুম চেয়েছিলো বুঝি !
    রক্তফেনামাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি
    আঁধার ঘুজির বুকে ঘুমায় এবার;
    কোনোদিন জাগিবে না আর।
    ' কোনোদিন জাগিবে না আর
    জানিবার গাঢ় বেদনার
    অবিরাম - অবিরাম ভার
    সহিবে না আর - '
    এই কথা বলেছিলো তারে
    চাঁদ ডুবে চলে গেলে - অদ্ভুত আঁধারে
    যেন তার জানালার ধারে
    উটের গ্রীবার মতো কোনো-এক নিস্তব্ধতা এসে।
    তবুও তো প্যাঁচা জাগে;
    গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে
    আরেকটি প্রভাতের ইশারায় - অনুমেয় উষ্ণ অনুরাগে।
    টের পাই যূথচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশে
    চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা;
    মশা তার অন্ধকার সঙ্ঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে।
    রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি;
    সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কতো দেখিয়াছি।
    ঘনিষ্ঠ আকাশ যেন - যেন কোন বিকীর্ণ জীবন
    অধিকার করে আছে ইহাদের মন;
    দূরন্ত শিশুর হাতে ফড়িঙের ঘন শিহরণ
    মরণের সাথে লড়িয়াছে;
    চাঁদ ডুবে গেলে পর প্রধান আঁধারে তুমি অশ্বথের কাছে
    এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা - একা;
    যে জীবন ফড়িঙের, দোয়েলের - মানুষের সাথে তার হয় নাকো দেখা
    এই জেনে।
    অশ্বথের শাখা
    করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে
    করেনি কি মাখামাখি?
    থুরথুরে অন্ধ প্যাঁচা এসে
    বলেনি কি : 'বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে?
    চমৎকার! -
    ধরা যাক দু -একটা ইঁদুর এবার!'
    জানায়নি প্যাঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার?
    জীবনের এই স্বাদ - সুপক্ব যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -
    তোমার অসহ্য বোধ হলো;
    মর্গে কি হৃদয় জুড়োলো
    মর্গে - গুমোটে
    থ্যাঁতা ইঁদুরের মতো রক্তমাখা ঠোঁটে!
    শোনো
    তবু এ মৃতের গল্প; - কোনো
    নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই;
    বিবাহিত জীবনের সাধ
    কোথাও রাখে নি কোন খাদ,
    সময়ের উর্ধ্বতনে উঠে এসে বধূ
    মধু - আর মননের মধু
    দিয়েছে জানিতে;
    হাড়হাভাতের গ্লানি বেদনার শীতে
    এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই;
    তাই
    লাশকাটা ঘরে
    চিৎ হয়ে শুয়ে আছে টেবিলের'পরে।
    জানি - তবু জানি
    নারীর হৃদয় - প্রেম - শিশু - গৃহ - নয় সবখানি;
    অর্থ নয়, কীর্তি নয়, স্বচ্ছলতা নয় -
    আরো এক বিপন্ন বিস্ময়
    আমাদের অন্তর্গত রক্তের ভিতরে
    খেলা করে;
    আমাদের ক্লান্ত করে;
    ক্লান্ত - ক্লান্ত করে;
    লাশকাটা ঘরে
    সেই ক্লান্তি নাই;
    তাই
    লাশকাটা ঘরে
    চিৎ হয়ে শুয়ে আছে টেবিলের 'পরে।
    তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা,
    থুরথুরে অন্ধ পেঁচা অশ্বথের ডালে বসে এসে,
    চোখ পালটায়ে কয় : 'বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে?
    চমৎকার !
    ধরা যাক দু - একটা ইঁদুর এবার -'
    হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার?
    আমিও তোমার মতো বুড়ো হব - বুড়ি চাঁদটারে আমি করে দেব
    কালীদহে বেনো জলে পার;
    আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার।

  • @jihadulislam2461
    @jihadulislam2461 3 года назад +1

    অসাধারণ আব্বৃত্তি। আহা.. কি কবি.. কি কবিতা.. কি ভাষা... আহা!

  • @jewelrudra5300
    @jewelrudra5300 4 года назад

    অসম্ভব সুন্দর
    বার বার শুনতে ইচ্ছে করে ।

  • @sagorsamitroy6541
    @sagorsamitroy6541 4 года назад +2

    চমৎকার

  • @md.monjurulahsan9610
    @md.monjurulahsan9610 5 лет назад +1

    কি অসাধারণ আবৃত্তি।

    • @NazmulAhsanAbritti
      @NazmulAhsanAbritti  5 лет назад +1

      আন্তরিক ধন্যবাদ। পাশে থাকুন এবং সৃজন আনন্দে থাকুন।

  • @sabbirahmed8602
    @sabbirahmed8602 10 месяцев назад

    best

  • @AtulChandraRoyOfficial-pc8gl
    @AtulChandraRoyOfficial-pc8gl Год назад

  • @as.rehman
    @as.rehman 4 года назад +1

    আবৃত্তি ভালো লেগেছে!

  • @supritiranjankhanra3539
    @supritiranjankhanra3539 4 года назад +2

    Excellent...

  • @tanintanha8387
    @tanintanha8387 4 года назад +1

    Onek valo hoyece..

  • @kaushikkraft
    @kaushikkraft 3 года назад

    দারুন আবৃত্তি

  • @mintusaha8565
    @mintusaha8565 3 года назад +2

    মহা কবির কবিতা জীবনানন্দ দাশ

  • @crescentgroup3410
    @crescentgroup3410 6 лет назад +1

    খুব ভালো লাগল ...

  • @ardipro3898
    @ardipro3898 4 года назад +1

    Khub sundor

  • @AEM71
    @AEM71 6 лет назад

    অনবদ্য । ধন্যবাদ শেয়ার করার জন্য।

  • @rahmanmoti
    @rahmanmoti 5 лет назад +2

    my favorite poem.
    unparalleled jibanananda das.

  • @sobujbarai5051
    @sobujbarai5051 4 года назад +1

    অসাধারণ 🌸🌹

  • @neelnirjon4084
    @neelnirjon4084 4 года назад +1

    bhalo laglo...

  • @animeshhazra7953
    @animeshhazra7953 4 года назад +1

    খুব সুন্দর

  • @krishnamazumder4576
    @krishnamazumder4576 5 лет назад +1

    অসাধারণ

  • @GoutamSarkar-rn3mm
    @GoutamSarkar-rn3mm 4 года назад

    দারুণ আবৃত্তি

  • @BiswasHafij
    @BiswasHafij 5 лет назад +1

    অনেক সুন্দর!

  • @kalpanabala3879
    @kalpanabala3879 3 года назад

    My Favorite Poem

  • @piashmahmud4621
    @piashmahmud4621 6 лет назад +1

    লাশকাটা ঘরে, নিয়ে গেছে তারে 😍😍😍

  • @rituparnabanerji3797
    @rituparnabanerji3797 3 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @biswajitdas9019
    @biswajitdas9019 5 лет назад +4

    এই তো ছিলাম শিশু এই তো ছিলাম বালক
    এই তো ইস্কুল থেকে ফিরলাম এই তো পাখির পালক
    কুড়িয়ে আনলাম এই তো মাঘের দুপুরে
    বাসা ভাঙলাম শালিকের সাঁতরিয়ে এলাম পুকুরে
    এই তো পাড়লাম কুল এই তো ফিরলাম মেলা থেকে
    এই তো পেলাম ভয় তেঁতুলতলায় এক শাদাবউ দেখে
    এই তো নবম থেকে উঠলাম দশম শ্রেণীতে
    এই তো রাখলাম হাত কিশোরীর দীঘল বেণীতে
    এই তো নিলাম তার ঠোঁট থেকে রজনীগন্ধা ।
    এরই মাঝে এতো বেলা ? নামলো সন্ধ্যা ?

  • @nahidaminparag5344
    @nahidaminparag5344 6 лет назад +1

    চমৎকার😍😍

  • @nahidaafroj7587
    @nahidaafroj7587 4 года назад +2

    "Aat bochor ager ekdin"why this name?

  • @palashrahman1904
    @palashrahman1904 2 года назад

    মৃত্যুর কারন কি তাহলে, যে জীবন দোয়েলের, শালিকের (স্বাধীনতা, আত্মসম্মান, নীরব যন্ত্রণা) থেকে রক্ষার স্থায়ী সমাধানের মতো)

  • @raatulahmed982
    @raatulahmed982 5 лет назад

    দারুণ

  • @asrafulislam4929
    @asrafulislam4929 3 года назад

    🙂

  • @ssmarjan
    @ssmarjan 6 лет назад

    মুগ্ধ হলাম . . .

    • @NazmulAhsanAbritti
      @NazmulAhsanAbritti  5 лет назад

      আন্তরিক ধন্যবাদ। পাশে থাকুন এবং সৃজন আনন্দে থাকুন।

  • @NS-gr9cy
    @NS-gr9cy 4 года назад +1

    I wish I could understand Bangla.
    I know its something deep but can someone give a brief explanation.

    • @ranabarua591
      @ranabarua591 3 года назад +3

      A man committed suicide hanging himself from a ashvatth tree in a moonlit night, despite having a wife, a child and love, hope and everything he needs. Was there any plausible reason behind such act? Or maybe we dont have any answer to many of the mysteries in our life.
      you can read the english translation here www.parabaas.com/jd/articles/seely_scent_eightyears.shtml

  • @RebaRupa
    @RebaRupa 6 месяцев назад

    এই নাজমুল কি কস রে মরি নাই আমি আছি রে

  • @adnaanshah1771
    @adnaanshah1771 4 года назад +2

    এই কবিতাটা শুনলেই কেনো জানি মনে হয় কবি আত্মহত্যাই করেছেন :'(

  • @rameshdas2450
    @rameshdas2450 Год назад

    আবৃত্তিকার এবং প্রশংসায় যারা উদ্বাহু তাঁরা কবিতা এবং কবিতায় ব্যবহৃত শব্দগুলোর অর্থ বোঝেন কি ? 'সময়ের ঊর্ধ্বতনে' এই কথা জীবনানন্দ লিখেছিলেন ? মানে কী ?

  • @nirmalyachoudhury2461
    @nirmalyachoudhury2461 3 года назад

    কয়েকটি উচ্চারণ ত্রুটিপূর্ণ: “ফাঁদ” হবে, “ফাদ” নয়; “ভেসে” হবে, “ভেঁসে” নয়।

  • @pritomdas7215
    @pritomdas7215 6 лет назад

    যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় নাকো দেখা ৷

  • @shoakitbakshi1025
    @shoakitbakshi1025 2 года назад +1

    একটা অনুরুধ করবো

    • @NazmulAhsanAbritti
      @NazmulAhsanAbritti  2 года назад

      আন্তরিক ধন্যবাদ।

    • @shoakitbakshi1025
      @shoakitbakshi1025 2 года назад

      আপনার ইমেইল পাওয়া যাবে কি

    • @NazmulAhsanAbritti
      @NazmulAhsanAbritti  2 года назад

      @@shoakitbakshi1025 nazmulahsanabritti@gmail.com

  • @krishnadebnath5887
    @krishnadebnath5887 11 месяцев назад

    ekhanei kobitati purnota pelo

  • @rebelmonwar2765
    @rebelmonwar2765 4 года назад

    লাশ কাটা ঘরে। আহ

  • @nicemelody3314
    @nicemelody3314 Год назад

    কি একটা করুন সময়,করুন দিনের কথা লিখেছেন তারপরও কতো অমৃত ভাষায় লিখেছেন।

  • @mehedihasanlimon1196
    @mehedihasanlimon1196 4 года назад +1

    আহ ! লাইনগুলো যেন কানে এসে বাজে প্রতিনিয়ত ...............।

  • @mamunsultanvoiceofpoem5214
    @mamunsultanvoiceofpoem5214 4 года назад +1

    অসাধারণ

  • @piklupriyo5081
    @piklupriyo5081 5 лет назад +1

    যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় নাকো দেখা ৷

  • @russelhossain8566
    @russelhossain8566 4 года назад +2

    অসাধারণ