দেখে খুব ভালো লাগলো জাহাজ তৈরী হচ্ছে বাংলাদেশের। আরো এগিয়ে যাক বাংলাদেশে এই দোয়া করি আমরা ভারতের বাস করে বাংলাদেশের কিছু নিত্য নতুন কাজ দেখে ভালো লাগছে আরো এগিয়ে যাক পাশের দেশ সোনার দেশ বাংলাদেশ। ❤❤
অপূর্ব সুন্দর সিনারিও , আশাকরি একসময় এসমস্ত প্রতিষ্টান বিশ্বের নাম করা প্রতিষ্ঠান হবে শুধু ধৈর্য ধরতে হবে , একপ্রজন্মে হয়তো হবেনা , শুধু সততা ও দক্ষতা থাকতে হবে , ফারুক ভাইকে ধন্যবাদ দেশের এসব ইতিবাচক উন্নতি তুলে ধরার জন্য , ধন্যবাদ সবাইকে l
ফারুক ভাই, আমি আপনার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকি, অনেকগুলো ভিডিও আমি দেখেছি। এই ভিডিওটি আমার দেখা এযাবৎকালের ভিডিওগুলোর মধ্যে সেরা। শিপিংয়ার্ডের দৃশ্য গুলো আমার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে। তাই কমেন্ট না করে থাকতে পারলাম না । ধন্যবাদ আপনাকে এবং শিপিংয়ার্ডের সকল কর্মকর্তা , কর্মচারীদের।
এই রকম কিছু অসাধারণ মানুষদের জন্যই আল্লাহ্র ইচ্ছায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ । শুভ কামনা উনাদের জন্য । আর একটা ফ্যাক্টরির ভিতরে কিভাবে এগ্রিকালচারকে এগিয়ে নেয়া যায় সেটাও একটা শেখার এবং অনুধাবন করার বিষয়। এ যেন কৃষি ও শিল্পের এক অনন্য মিশেল । এখান থেকে অন্য শিল্পোদ্যোক্তারাও শিক্ষা নিতে পারেন, শুধু পরিবেশ ধ্বংস না করেও একই সাথে কৃষিতে অবদান রাখা যায় । এরকম ভিডিও দেয়ার জন্য Adventure Tube21 কে অসংখ্য ধন্যবাদ ।
চমৎকার দৃশ্য নদীতে হাস নামা। ডিমের কুসুম এর সাথে সূযের রং নদীতে নৌকা চালাতে চালাতে গান খুব সুন্দর একটা ব্লগ উপহার দিলেন। এটা আপনার দারাই সম্ভব। দোয়া রইল ভালো থাকবেন মন ভালো হয়ে গেল এই ভিডিও দেখে
বাংলাদেশের জাহাজ শিল্প থেকে অনেক বৈদেশিক মুদ্রা অর্জিত হয়।স্থপতি আমিনুল ভাইয়ের রুচির প্রশংসা না করে পারছি না। জাহাজ তৈরি কারখানার পাশাপাশি আরো কতো কি? সুন্দর একটা পোস্টের জন্য অনেক ধন্যবাদ।
সালামুআলাইকুম ফারুক ভাই! এক কথায় সব কিছুই অসাধারন! গত বছর চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শীপইয়ার্ড ভিজিট করেছিলাম! আমাদের দেশ অনেক এগিয়ে যাচ্ছে! কি হয়না আমাদের এই সোনার বাংলায়? দূর্নীতি টা যদি জাদুঘরে পাঠানো যেত তাহলে সত্যিকারের সোনার বাংলা দেখতে পাবো!! ভাল থাকবেন!
দারুন এক ভিডিও দেখলাম। আমি আর বর সন্ধ্যায় একসাথে বড় স্ক্রিনে এই ভিডিও টা একসাথে দেখেছি। খুব ভালো লাগলো। অনেক তথ্য জানলাম আর অনেক কিছু দেখলাম ও বটে। যা আগে আমাদের জানা ছিলোনা। এবার সময় নিয়ে দেশে এসে বেড়াতে এসে অনেক ঘুরে বেড়ালেন। আর আমরাও আপনার সাথে ঘুরেছি। জাজাকাল্লাহ খাইরান।
অনেক ধন্যবাদ ফারুক ভাই , খুব সুন্দর মনোমুগ্ধকর Video. সত্যই দেশের উন্নয়নে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের জন্য একটি শিক্ষণীয় এবং স্মরণীয় Video. দেশপ্রেমের এ এক উজ্জ্বল দৃষ্টান্ত । সম্ভব হলে এশিয়ার সব’বৃহত বঙ্গবন্ধু শিল্পনগরীর উপর একটি Video দিবেন ।
বাংলাদেশের কয়েকটা জেনারেশনের কিছু মানুষ তাদের কমিটমেন্ট আর ডিটারমিনেশন দিয়ে বড় ধরনের পরিবর্তন এনেছেন। আরো দরকার। Despite of all Odd Bangladesh will shine. We are extremely hardworking people. What so ever a hardworking nation cant stay behind. Lets Roar!!!
অসাধারন . ধন্যবাদ ভাই আপনার মাধ্যমে আমেরিকা বসে এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারছি. আমেরিকা নিউ জার্সী নর্থজার্সী, প্যাটারসন সিটিতে থাকি. কোন একদিন আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ
আসসালামু আলাইকুম ভাই। আমি আপনার মতো এতো smart এতো সুন্দর নৌকার মাঝি জীবনে কখনোই দেখিনি। আপনি এতো সুন্দর নৌকা চালাতে পারেন, তার সাথে অসম্ভব সুন্দর একটি গান, এবার মনে হয় আমি মাঝির প্রেমে পড়ে গিয়েছি। ফল গাছ থেকে হউক আর মাটি থেকে হউক ফল ধুয়ে খাবেন। কারন ফলে যদি জীবাণু থাকে এবং আপনার যদি কিছু হয় কষ্ট তো আমরাই পাবো। খাবারের আয়োজনটা ছিলো enjoy করার মতো। মুরগীর রান দেখলে এখন আপনার কথা মনে হয়। ভিডিও টা অনেক ভালো লেগেছে। আপনার একটা বিষয় আমার অনেক ভালো লাগে, আপনি যে বিষয় এর উপর ভিডিও বানান সেটার সব কিছু এমন ভাবে বর্ননা করেন যে সবাই সহজে বুঝতে পারে। সবার আপনাকে দেখে শেখা উচিত,কাজের প্রতি ভালো বাসা, সম্মান এবং একনিষ্ঠ পরিশ্রম জীবনে সফলতা আসবেই। সময় সল্পতার কারনে আপনার কিছু Post আমি মনে হয় মিস করে গিয়েছে। ভালো থেকেন দোয়া রইলো। Fiamanillah.
সমস্তকিছুই ভালো লাগলো , সবাই ইয়ং এন্ড এনার্জেটিক শুধু ভাইদের বলবো কোন দুর্নীতি যেন আপনাদের ছুতে না পারে , তাহলেই আপনাদের সাথে সাথে দেশ ও উন্নতি করবে , ধন্যবাদ l
অসাধারণ একটা ভিডিও দেখলাম। কি ভাবে যে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করবো বুঝতে পারছি না। এই প্রজেক্টের উত্তরোত্তর সফল কামনা করছি। উনাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।শেষে আপনার নৌকা বেয়ে যাওয়া এবং গান খুব ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ 🙏💐💖💖♥️♥️
স্যার আপনার ভিডিও অনেক ন্যাচারাল যা একটা বাস্তব অভিজ্ঞতার স্বাদ দেয়।দেশ উন্নয়নে যারা কাজ করছেন আপনাদের হাজার হাজার সালাম ও শ্রদ্ধা ।আল্লাহ আপনাদের মঙ্গল করুন।আমিন
আসসালামুআলাইকুম ফারুক ভাই। আমি আপনার ভিডিওগুলো আমার বেশ ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা, সেই সাথে তার বর্ণনা অসাধারণ।আপনার সাদামাটা উপস্থাপনা সত্যি খুব ভালো লাগে। আপনি আমাদের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও আমাদের ছোট বেলার অনুভূতিগুলোকে সামনে তুলে ধরেন। আপনার কাছ থেকে অনেক কিছু শিখি ও জানি। আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এক কথায় অসাধারণ ভিডিও!! অনেক উপভোগ্য, সময় কিভাবে পার হয়ে গেল টের ই পেলাম না ৷ শিখার আছে অনেক কিছু এখান থেকে ৷ আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাক ৷ সবার জন্য অনেক শুভেচ্ছা রইল ৷
ফারুক ভাই, আমি খুব খুশি হয়ে ছি, আপনি আমাদের এখানে এসেছিলেন ❤,, আমি কিন্তু, আপনার, অনেক বড়ো ফ্রেনড, আপনাকে, সরা সরি,দেখতে পলে অনেক বেশি ভালো লাগতো,❤❤❤, কারণ, আপনার মতো, মানুষ, দেখা টা বাগ্যর, বেপার ❤❤❤
There is no doubt you are blessed ..before I completed the video I thought to give a comment on your video ..but when I almost completed the video I felt I should give another comment and just getting surprised that you are so lucky 🍀 to have so much love ❤️ from Bangladesh and enjoying Bangladeshi food 🥘 ..this video will inspire many people who wants to do something in life even want to develop Bangladesh 🇧🇩
Amazing to see the making of Ship . Just Awesome. Thank you for innovative initiative and my gratitude to people around you who are involved in this making process.
জীবন টা কে খুব সুন্দর ভাবে উপভোগ করতে পারছেন। দোয়া করি আরো বেশি বেশি ভাল সময় কাটাতে পারেন।জীবন তো একটাই বিধাতার দেয়া জীবন টাকে সুন্দর ভাবে উপভোগ করেন সেই দোয়া করি আপনার একজন শুভকাংখী❤️❤️❤️
After seeing this videos I realize one thing that the hospitality of Bangladeshi people is really great 😊..only blessed people are privileged with such love ❤️..you have tasted so many delicious foods and those are mouthwatering..the best part of this video is while you were boating 🛶 and the sunset behind you along with that beautiful song ..wish to visit Bangladesh once
WE ARE VERY DELIGHTED AND HAPPY TO SEE UR VIDEO ON BANGLADESH GOING FORWARD IN DEVELOPMENT IN MANY SECTOR.YOUR VIDEO GIVES US IMMENCE PLEASURE BECAUSE UR DESCRIPTION ON VIDEO SUBJECT SO NICE AND CLEAR. MANY THANKS FOR UR GREAT EFFORTS FOR MAKING SUCH ENJOYABLE VIDEO FOR US.
ফারুক ভাই , ছালাম নিবেন , বাংলাদেশ সম্পর্কে আমরা আসলেই অনেক কিছুই জানিনা , আপনি যে কস্টো করে আমাদের কে এসব জানাচ্ছেন , আপনাকে অনেক অনেক ধন্যবাদ , আসলেই আপনাকে আমাদের জন্য , দেশের জন্য আপনাকে অনেক অনেক দরকার , মহান আল্লাহ আপনাকে অনেক অনেক হায়াত দিন , আপনাকে আমাদের মাঝে অনেক অনেক দিন রাখুন , সুস্থ রাখুন , ভালো রাখুন …. আমিন…
ফারুক ভাই সালাম নিবেন ( রান ফারুক ভাই ) আপনি এক জন পাইলট ভিডিও তে বলেছেন আবার ঘর তৈরির মিস্তি দেখলাম ।নিজে রান্না করে খাবেন । সেই ভিডিও করবেন । আপনার ভিডিও দেখি ।মনে হয় বাংলাদেশে চলে যায়। নিজে কিছু একটা করি । জাপানে ৩ বয়সর হল রহিংগা হয়ে আছি । বিদেশ আর ভাল লগেনা ।সময় পেলে জাপানে আসবেন ।জিন্জিরা ,কেরানীগন্জ ঢাকা ।
খুবই ভালো লাগলো গজারিয়াকে আপনার এলাকা বলার জন্য। কারন গজারিয়া যে আমারই এলাকা। আপনি আসলেন অথচ আমি জানতেও পারলামনা। আপনার প্রতিটা ভিডিও আমি দেখি। এবং খুবই অনুপ্রানিত হই। আপনি ফ্লোরিডায় যখন গেলেন তখন আপনার জামান ভাইয়ের (নিউ জার্সিতে কিছুটা দুরত্বে ছিলেন) বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেই জামান ভাইয়ের বাড়ি কিন্তু গজারিয়ার বাউশিয়াতেই। আপনাকে দারুন ভাবে মিস করলাম।
স্যার আশাকরি সবাইকে নিয়ে সুস্থ ও ভালো আছেন। আমি আপনার প্রায় সব গুলি উপস্থাপনা দেখেছি টেলিভিশনের মাধ্যমে।অনুষ্ঠান গুলি খুবই সুন্দর ও বিশুদ্ধ সুস্পষ্ট হওয়ায় আমার খুব ভালো লাগে। আজ ই, প্রথম মোবাইল থেকে সাবস্ক্রাইভ হলাম আগে হতে পারিনাই কারন সরকারি চাকুরি করার কারনে ব্যস্ততার জন্য মনে থাকতো না।
আসসালামু আলাইকুম ফারুক ভাই কেমন আছেন, আমি কাতার থেকে, আব্দুল মোক্তাদির, আমি আপনার চরম ভক্ত ফারুক ভাই কাপড় ইন্ডাস্ট্রি নিয়ে যদি একটা ভিডিও বানাতেন ভালো হতো
Thanks to Aminul Islam Bhai of " Tri Angle Ship Building " and Faroque Bhai. This our proud that we are able to do,what we think to do. May Allah bless us all. Thanks.
এটা কি দাউদকান্দির পাশে? অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে!এই চরের নাম কি?কতদিন এই হাস মুরগির ডাক শুনি না! খাওয়া দেখে ভাই জিভে পানি এসে গেছে! ভাই মাঝেমধ্যে আমাকে সাথে নিয়ে গেলে খুশি হব!ভাই নৌকা তো ভালোই বান!
Amrapalli variety is a grafted mango plant which gives quick flowering from 1st year flowering will start but it should be nipped out for long sustanity of the plant
পর্বটি মনোযোগ সহকারে দেখলাম , একেবারেই ভিন্ন একটি বিষয় তবে এবারও সেটি ফারুক ভাই এর জন্য স্বাভাবিক । উনি আমাদের জন্য এভাবেই সবসময় সারপ্রাইজ নিয়ে আসেন । দেশ এগিয়ে যাচ্ছে কিছু সৃজনশীল মানুষের চিন্তা চেতনায় এবং চেষ্টায় দেখে মন ভরে যাচ্ছে । তাদের সকলের জন্য রইল অনেক অনেক দোয়া আর শুভেচ্ছা। তবে সেইসাথে অনুরোধ করব সম্ভব হলে জাহাজ তৈরীর মত ভারী শিল্পে খেটে খাওয়া সাধারন মানুষগুলোর ব্যক্তিগত নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সেফটি গিয়ারের যথাযথ ব্যবহার নিশ্চিত করবেন। আমি নিশ্চিত বিষয়টি তাদের বিবেচনায় আছে। আবারও ধন্যবাদ ফারুক ভাইকে এই অসাধারন পর্বের জন্য। ভাল থাকবেন।
আসসালামু আলাইকুম।।। আশা করি ভাল আছেন সময় ভালো থাকেন এই দোয়া করি।। সত্যি কথা বলতে আপনার কোন ভিডিওতে আমার কমেন্ট করতে মন চায় না, শুধু মুগ্ধ হয়ে দেখতে মন চায়।।। জীবনে অনেক কিছুই হয়তো দেখতে পারতাম না ,জানা কি আপনার ভিডিওর মাধ্যমে,আপনার মাধ্যমে আমি দেখতে পেয়েছি।।। আমাদের বাংলাদেশের কত সুন্দর সুন্দর জায়গা এবং বিদেশের কত সুন্দর সুন্দর দৃশ্য গুলো দেখার সৌভাগ্য হয়েছে আপনার মাধ্যমে আলহামদুলিল্লাহ।। এবং আশা করি আপনার মাধ্যমে একদিন মক্কা মদিনা শহর দেখতে পাবো আর আশা করি আপনি ইউরোপ ট্যুরে যাবেন।। মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।। Love and respect from South Africa ❤️
দারুন! _এই শিপইয়ার্ডের উদ্যোক্তাদের কাছে কয়েকটা প্রশ্ন -_ ১। সুন্দরবন ভ্রমণের জন্য যে ক্রুজ শীপ বানাচ্ছেন সেটা কি ভাল সি-কিপিং সম্পন্ন সি-ওয়ার্দি শীপ হবে নাকি শুধু ইনল্যাণ্ড ওয়াটার অর্থাৎ রিভারাইন ভেসেল হবে? এমন ক্রুজ শীপ কি বানানো সম্ভব যা দিয়ে সুন্দরবনের নদী দিয়ে বঙ্গোপসাগরে বেরিয়ে সাগরে কোস্টিং করে মেঘনার মোহনা দিয়ে ঢুকে নারায়নগঞ্জ পর্যন্ত বা চট্টগ্রাম পর্যন্ত অন্তত পতেঙ্গা বা কক্সবাজার পর্যন্ত যাওয়া যাবে এবং যাত্রীদের একটুখানি সাগর ভ্রমণের অভিজ্ঞতা দেওয়া যাবে? নাকি এটা ব্যবসায়ীক বা অর্থনৈতিক দিক থেকে অবাস্তব চিন্তা? ২। এই ক্রুজ শীপ কি ডাবল হাল ক্যাটামারান টাইপ হতে পারে? ৩। সুন্দরবনের সবচেয়ে বড় সৌন্দর্য তার অভ্যন্তরীণ ছোটবড় খাল, ভারানি - এগুলি দিয়ে ঘোরা। বড় নদীতে বসে থাকলে কোন লাভ নাই। কিন্তু বড় জাহাজ ছোট খালে যেতে পারবে না। এইসব খাল দিয়ে প্রচুর পরিমানে ঘোরার জন্য যথেষ্ঠ পরিমান ছোট নৌকা বা শব্দহীণ বোটের ব্যবস্থা থাকবে (ভটভটানি ইঞ্জিন ছাড়া)?? ৪। আপনারা কি জিরো-এমিশন বা লো-এমিশন পরিবেশ বান্ধব ক্রুজ শীপ বানাতে পারবেন? যেসব জাহাজ টেকনাফ থেকে সেন্ট মার্টিন্স যায় তারা কিন্তু অবিশ্বাস্য পরিমান বিষাক্ত জ্বালানি ছেড়ে ওখানকার পরিবেশ আর নদীর পানি নষ্ট করে দিচ্ছে। জীববৈচিত্র্য ধ্বংস করছে। এককালের অপূর্ব সুন্দর পান্না-সবুজ নাফ নদীর পানি এখন ঘোলা পানি হয়ে গেছে!!! সুন্দরবনেও এমন অবস্থা হয়ে যাবে হয়তো যদি পর্যটক বাড়তে থাকে। অথচ এই জায়গাগুলি ইকোলজিকালি অত্যন্ত সেন্সিটিভ জায়গা!!! এ ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিবেন? আপনাদে্র নির্মিত জাহাজে কি এই কনসার্নের কোনো প্রতিফলন থাকবে? কিভাবে?
1. Not sea worthy as per the design i guess. But it is very much possible to make seaworthy ship in Bangladesh. 2. It is a mono hull ship. 3. Yes if they want they can do so but compared to passengers number it is nearly impossible to maintain with proper safety standards. 4. Yes they can. Modern engines are less carbon emitting and efficient.
আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া, আসলে আপনার এই ব্লক টা অনেক এনজয় করলাম সত্যি বলতে অসাধারণ, আর খাবার খেতে দেখে জ্বিবে জল চলে আসলো ভাইয়া, আপনার থেকে শিখার অনেক কিছু আছে। আপনার ব্লক যত দেখবো ততই শিখতে পারছি, দেখতে পাচ্ছি, এনজয় করছি অনেক কিছু,আলহামদুলিল্লাহ আপনার হায়াত বরকত দান করুক - আমিন। আপনার ফ্যামেলির জন্য সবসময় দোয়া ও ভালোবাসা রইলো, আল্লাহ হাফেজ।
Assalamualikum. Bravo to the owner and management. I like to point out only one thing, worker safety is not maintained ...such as helmet, safety goggles, proper footwear, etc. This is a construction site that handles sharp metal and world standard is achievable only when all aspects of production are taken care of. Again, excellent work!!!!
রুচিশিল, সচেতন, পরিবেশ বান্ধব মানুষের কর্ম যজ্ঞ দেখলাম ৷ আর ব্লগার ফারুক ভাইয়ের রুচিশিলতার কথা আর কি বলবো...👌
Thank you
দেখে খুব ভালো লাগলো জাহাজ তৈরী হচ্ছে বাংলাদেশের। আরো এগিয়ে যাক বাংলাদেশে এই দোয়া করি আমরা ভারতের বাস করে বাংলাদেশের কিছু নিত্য নতুন কাজ দেখে ভালো লাগছে আরো এগিয়ে যাক পাশের দেশ সোনার দেশ বাংলাদেশ। ❤❤
Thank you dear
অপূর্ব সুন্দর সিনারিও , আশাকরি একসময় এসমস্ত প্রতিষ্টান বিশ্বের নাম করা প্রতিষ্ঠান হবে শুধু ধৈর্য ধরতে হবে , একপ্রজন্মে হয়তো হবেনা , শুধু সততা ও দক্ষতা থাকতে হবে , ফারুক ভাইকে ধন্যবাদ দেশের এসব ইতিবাচক উন্নতি তুলে ধরার জন্য , ধন্যবাদ সবাইকে l
Welcome dear
শুধু Shipyard না পুরো প্রজেক্ট টায় Amazing অনেক সুন্দর পরিবেশ, আসলেই অনেক সুন্দর।
Thank you
ফারুক ভাই, আমি আপনার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকি, অনেকগুলো ভিডিও আমি দেখেছি। এই ভিডিওটি আমার দেখা এযাবৎকালের ভিডিওগুলোর মধ্যে সেরা। শিপিংয়ার্ডের দৃশ্য গুলো আমার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে। তাই কমেন্ট না করে থাকতে পারলাম না । ধন্যবাদ আপনাকে এবং শিপিংয়ার্ডের সকল কর্মকর্তা , কর্মচারীদের।
My pleasure
নৌকা চালানোর দৃশ্যটা এতই যে ভালো লাগলো যে বলার ভাষা নেই এক কথা বলা যায় যে অসাধান
Thank you 🥰
এই রকম কিছু অসাধারণ মানুষদের জন্যই আল্লাহ্র ইচ্ছায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ । শুভ কামনা উনাদের জন্য । আর একটা ফ্যাক্টরির ভিতরে কিভাবে এগ্রিকালচারকে এগিয়ে নেয়া যায় সেটাও একটা শেখার এবং অনুধাবন করার বিষয়। এ যেন কৃষি ও শিল্পের এক অনন্য মিশেল । এখান থেকে অন্য শিল্পোদ্যোক্তারাও শিক্ষা নিতে পারেন, শুধু পরিবেশ ধ্বংস না করেও একই সাথে কৃষিতে অবদান রাখা যায় । এরকম ভিডিও দেয়ার জন্য Adventure Tube21 কে অসংখ্য ধন্যবাদ ।
My pleasure dear. Thank you.
বাংলাদেশে এমন মানুষ এবং এমন স্থান আছে জেনে খুবই ভালো লাগছে। খু উ ব আনন্দ পেলাম।
Thank you
Beautiful Bangladesh 🇧🇩 ..great to know that Bangladesh is achieving so manythings n developing soo rapidly…nice video content ..
Thank you
চমৎকার দৃশ্য নদীতে হাস নামা। ডিমের কুসুম এর সাথে সূযের রং নদীতে নৌকা চালাতে চালাতে গান খুব সুন্দর একটা ব্লগ উপহার দিলেন। এটা আপনার দারাই সম্ভব। দোয়া রইল ভালো থাকবেন মন ভালো হয়ে গেল এই ভিডিও দেখে
Thank you dear
বাংলাদেশের জাহাজ শিল্প থেকে অনেক বৈদেশিক মুদ্রা অর্জিত হয়।স্থপতি আমিনুল ভাইয়ের রুচির প্রশংসা না করে পারছি না। জাহাজ তৈরি কারখানার পাশাপাশি আরো কতো কি? সুন্দর একটা পোস্টের জন্য অনেক ধন্যবাদ।
অনেক আনন্দিত হলাম ভিডিও দেখে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে। ধন্যবাদ ভাই এতো সুন্দর ভিডিও দেবার জন্য।
My pleasure dear brother.
Mashallah ✌
সালামুআলাইকুম ফারুক ভাই! এক কথায় সব কিছুই অসাধারন! গত বছর চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শীপইয়ার্ড ভিজিট করেছিলাম! আমাদের দেশ অনেক এগিয়ে যাচ্ছে! কি হয়না আমাদের এই সোনার বাংলায়? দূর্নীতি টা যদি জাদুঘরে পাঠানো যেত তাহলে সত্যিকারের সোনার বাংলা দেখতে পাবো!! ভাল থাকবেন!
Walaikum assalam. Inshallah dear. Thank you.
খুবই ভালো লাগলো অনেকদিন পরে নি উপজেলা দেখলাম আর আমার নিজের এলাকাতে এত সুন্দর একটা প্রকল্পিত শিপইয়ার্ড এবং ফার্ম হাউস আছে জানা ছিল না
🥰💕
দারুন এক ভিডিও দেখলাম। আমি আর বর সন্ধ্যায় একসাথে বড় স্ক্রিনে এই ভিডিও টা একসাথে দেখেছি। খুব ভালো লাগলো। অনেক তথ্য জানলাম আর অনেক কিছু দেখলাম ও বটে। যা আগে আমাদের জানা ছিলোনা।
এবার সময় নিয়ে দেশে এসে বেড়াতে এসে অনেক ঘুরে বেড়ালেন। আর আমরাও আপনার সাথে ঘুরেছি।
জাজাকাল্লাহ খাইরান।
আপনাদের ভাল লেগেছে যেনে খুশী হয়েছি ভাই। Jajakallah Khairan.
অনেক না জানা তথ্য দুই নদীর৷ মোহনা অনেক সৃষ্টি স্বল্প সময়ে অনেক কিছু দেখলাম । বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আপনি সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল।
🥰
অনেক ধন্যবাদ ফারুক ভাই , খুব সুন্দর মনোমুগ্ধকর Video. সত্যই দেশের উন্নয়নে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের জন্য একটি শিক্ষণীয় এবং স্মরণীয় Video. দেশপ্রেমের এ এক উজ্জ্বল দৃষ্টান্ত । সম্ভব হলে এশিয়ার সব’বৃহত বঙ্গবন্ধু শিল্পনগরীর উপর একটি Video দিবেন ।
Inshallah dear. Thank you.
আপনার মাধ্যমে অনেক কিছুই দেখছি, শুনছি, দেশ-বিদেশ ভ্রমণ করছি। অনেক অনেক ধন্যবাদ! :-D
Welcome
বাংলাদেশের কয়েকটা জেনারেশনের কিছু মানুষ তাদের কমিটমেন্ট আর ডিটারমিনেশন দিয়ে বড় ধরনের পরিবর্তন এনেছেন। আরো দরকার। Despite of all Odd Bangladesh will shine. We are extremely hardworking people. What so ever a hardworking nation cant stay behind.
Lets Roar!!!
🥰
অসাধারন . ধন্যবাদ ভাই
আপনার মাধ্যমে আমেরিকা বসে এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারছি.
আমেরিকা নিউ জার্সী
নর্থজার্সী, প্যাটারসন সিটিতে থাকি. কোন একদিন আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ
Inshallah dear. Thank you.
আসসালামু আলাইকুম ভাই। আমি আপনার মতো এতো smart এতো সুন্দর নৌকার মাঝি জীবনে কখনোই দেখিনি। আপনি এতো সুন্দর নৌকা চালাতে পারেন, তার সাথে অসম্ভব সুন্দর একটি গান, এবার মনে হয় আমি মাঝির প্রেমে পড়ে গিয়েছি। ফল গাছ থেকে হউক আর মাটি থেকে হউক ফল ধুয়ে খাবেন। কারন ফলে যদি জীবাণু থাকে এবং আপনার যদি কিছু হয় কষ্ট তো আমরাই পাবো। খাবারের আয়োজনটা ছিলো enjoy করার মতো। মুরগীর রান দেখলে এখন আপনার কথা মনে হয়। ভিডিও টা অনেক ভালো লেগেছে। আপনার একটা বিষয় আমার অনেক ভালো লাগে, আপনি যে বিষয় এর উপর ভিডিও বানান সেটার সব কিছু এমন ভাবে বর্ননা করেন যে সবাই সহজে বুঝতে পারে। সবার আপনাকে দেখে শেখা উচিত,কাজের প্রতি ভালো বাসা, সম্মান এবং একনিষ্ঠ পরিশ্রম জীবনে সফলতা আসবেই। সময় সল্পতার কারনে আপনার কিছু Post আমি মনে হয় মিস করে গিয়েছে। ভালো থেকেন দোয়া রইলো। Fiamanillah.
Walaikum assalam. আপনার এত প্রশংসার যোগ্য আমি না। অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন। Jajakallah Khairan.
আমরা চাই বাংলাদেশ আরো এগিয়ে যাক।এই ভাইদের কে অনেক ধন্যবাদ।বিশেষ করে ফারুক ভাই কে ধন্যবাদ।শেয়ার করার জন্য।
Welcome dear
সমস্তকিছুই ভালো লাগলো , সবাই ইয়ং এন্ড এনার্জেটিক শুধু ভাইদের বলবো কোন দুর্নীতি যেন আপনাদের ছুতে না পারে , তাহলেই আপনাদের সাথে সাথে দেশ ও উন্নতি করবে , ধন্যবাদ l
🥰
অসাধারণ একটা ভিডিও দেখলাম। কি ভাবে যে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করবো বুঝতে পারছি না। এই প্রজেক্টের উত্তরোত্তর সফল কামনা করছি। উনাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।শেষে আপনার নৌকা বেয়ে যাওয়া এবং গান খুব ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ 🙏💐💖💖♥️♥️
Thank you dear. Appreciate your kind words & continuing support. 💕🥰
স্যার আপনার ভিডিও অনেক ন্যাচারাল যা একটা বাস্তব অভিজ্ঞতার স্বাদ দেয়।দেশ উন্নয়নে যারা কাজ করছেন আপনাদের হাজার হাজার সালাম ও শ্রদ্ধা ।আল্লাহ আপনাদের মঙ্গল করুন।আমিন
Ameen
অনেক সুন্দর প্রতিবেদনমূলক ভিডিও আপনার জন্য শুভকামনা
Thank you.
খুবই আনন্দিত আর গর্বিত হলাম এমন একটা প্রোজেক্ট দেখে......আপনাকে অনেক ধন্যবাদ দেখানোর জন্য
Welcome
আসসালামুআলাইকুম ফারুক ভাই। আমি আপনার ভিডিওগুলো আমার বেশ ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা, সেই সাথে তার বর্ণনা অসাধারণ।আপনার সাদামাটা উপস্থাপনা সত্যি খুব ভালো লাগে। আপনি আমাদের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও আমাদের
ছোট বেলার অনুভূতিগুলোকে সামনে তুলে ধরেন। আপনার কাছ থেকে অনেক কিছু শিখি
ও জানি। আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
Walaikum assalam. Thank you dear
'এদিকে এসো তোমার রানটা চেক করে দেখি'... GOOD SENSE OF HUMOR !!!
🥰💕
ফারুক ভাই, যাত্রিদের নিরাপত্তার জন্য যেমন কার্বন ডাই অক্সাইড দরকার তেমনি শ্রমিকদের নিরাপত্তার জন্য helmet, gloves, safety shoe অবশ্যই দরকার। এগুলো minimum requirement for workers safety. চমৎকার জায়গা, energetic people.
Thank you
আস সালামু আলাইকুম প্রিয় ফারুক ভাই।
অসাধারন একটা Vlog দেখলাম।
Ship Yard টা ছিল বিশাল এলাকা জুড়ে।
Just Awesome Experience !!!
Walaikum assalam. Many thanks dear 🥰
এক কথায় অসাধারণ ভিডিও!! অনেক উপভোগ্য, সময় কিভাবে পার হয়ে গেল টের ই পেলাম না ৷ শিখার আছে অনেক কিছু এখান থেকে ৷ আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাক ৷ সবার জন্য অনেক শুভেচ্ছা রইল ৷
Thank you
বৃহত্তর ঢাকার মধ্যে আমাদের মুন্সীগঞ্জ আসলেই আল্লাহর রহমতে একটি সুন্দর জিলা
🥰
Excellent program.thank you mr.faruq.you aare showings all super items thank you Mr faruq.
Welcome dear
Mashallah... Thank you Faruq Bhai. Bangladesh er Somvabona r sundor dik gulo amader chok pore na. Thanks again Bhaia
Welcome dear
অসাধারন উদ্যোগ! চারিদিকে চোখ জুড়ানো আয়োজন।
Thank you
Uncle, very nice video 🌹👌.
এগিয়ে চলেন সুন্দর সুন্দর ভিডিও আমাদের উপহার দিয়ে।
Thank you
Farooq ভাই oshadaron. Apnar maddome onek onek ochena jaga deka jai..Thank you so much Allah bless you. Khoob valo laglo
Thank you dear
আমরা নামীদামী জাহাজ বানাই কিন্তু সাধারন রেলকোচ বানাতে পারলামনা এখনো।শিপইয়ার্ডের মতো যদি রেল সেক্টরেও প্রাইভেট প্লেয়াররাও আসতো
Railway?
💕
ফারুক ভাই, আমি খুব খুশি হয়ে ছি, আপনি আমাদের এখানে এসেছিলেন ❤,,
আমি কিন্তু, আপনার, অনেক বড়ো ফ্রেনড, আপনাকে, সরা সরি,দেখতে পলে অনেক বেশি ভালো লাগতো,❤❤❤,
কারণ, আপনার মতো, মানুষ, দেখা টা বাগ্যর, বেপার ❤❤❤
Inshallah দেখা হবে কোন একদিন।
ভাইয়া এত সুন্দর জায়গাটা দেখে আর মজার মজার রান্না দেখে মনে হচ্ছে উনার ওখানে একটা রিসোর্ট হলেও ভালো চলবে....আমরাও যেতে পারতাম
Thank you
Impressive! oneek onek dua roilo apnader ai project ar jonno
Thank you
Hasher.. panite namata..ak kothay Beautiful..ar apner..hash..murgi..goru ader shathe kothopokothon..oshadharon lage
Thank you 😊
অনেক সুন্দর ভিটিও বানান আপনি, শুভ কামনা আপনার জন্য।
Thank you
There is no doubt you are blessed ..before I completed the video I thought to give a comment on your video ..but when I almost completed the video I felt I should give another comment and just getting surprised that you are so lucky 🍀 to have so much love ❤️ from Bangladesh and enjoying Bangladeshi food 🥘 ..this video will inspire many people who wants to do something in life even want to develop Bangladesh 🇧🇩
Thank you
Amazing to see the making of Ship . Just Awesome. Thank you for innovative initiative and my gratitude to people around you who are involved in this making process.
Thank you
Faruk bhai, amazing Ekta vedio hoyeche. Oshadharon. From Connecticut
Thank you dear
জীবন টা কে খুব সুন্দর ভাবে উপভোগ করতে পারছেন। দোয়া করি আরো বেশি বেশি ভাল সময় কাটাতে পারেন।জীবন তো একটাই বিধাতার দেয়া জীবন টাকে সুন্দর ভাবে উপভোগ করেন সেই দোয়া করি
আপনার একজন শুভকাংখী❤️❤️❤️
Alhamdulillah
Assalamualikum Faruk Vai, Nice Video you are Ambassador of beautiful made in bangladesh
Walaikum assalam. Thank you dear
After seeing this videos I realize one thing that the hospitality of Bangladeshi people is really great 😊..only blessed people are privileged with such love ❤️..you have tasted so many delicious foods and those are mouthwatering..the best part of this video is while you were boating 🛶 and the sunset behind you along with that beautiful song ..wish to visit Bangladesh once
I am sure you will enjoy visiting Bangladesh. Thank you.
U r welcome to Bangladesh. Have nice stay with a fabulous experience in Bangladesh.
@@RafiKhan-wd4px thank you 😊
একটি চরে এত বড় শিল্প প্রতিষ্ঠান! অনেক ভালো লাগলো।
এই চরের মালিক কে?
💕
WE ARE VERY DELIGHTED AND HAPPY TO SEE UR VIDEO ON BANGLADESH GOING FORWARD IN DEVELOPMENT IN MANY SECTOR.YOUR VIDEO GIVES US IMMENCE PLEASURE BECAUSE UR DESCRIPTION ON VIDEO SUBJECT SO NICE AND CLEAR. MANY THANKS FOR UR GREAT EFFORTS FOR MAKING SUCH ENJOYABLE VIDEO FOR US.
Thank you. Please don’t use all caps. 🥰
মাশাল্লাহ আপনার ভিডিও গুলো অনকে সুন্দর হয়।একদম প্রফেশনালদের মত ।
সব কিছু খুব সুন্দর কতে ফুটিয়ে তুলেন ❤
Thank you
ফারুক ভাই , ছালাম নিবেন , বাংলাদেশ সম্পর্কে আমরা আসলেই অনেক কিছুই জানিনা , আপনি যে কস্টো করে আমাদের কে এসব জানাচ্ছেন , আপনাকে অনেক অনেক ধন্যবাদ , আসলেই আপনাকে আমাদের জন্য , দেশের জন্য আপনাকে অনেক অনেক দরকার , মহান আল্লাহ আপনাকে অনেক অনেক হায়াত দিন , আপনাকে আমাদের মাঝে অনেক অনেক দিন রাখুন , সুস্থ রাখুন , ভালো রাখুন …. আমিন…
Walaikum assalam. Thank you dear. Appreciate your kind words & continuing support. 💕
আমি আপনার সকল volg দেখেছি। অনেক ভালো লাগে ভিডিও দেখতে,আপনে রাজশাহী আসলেন বাঘার শাহী মসজিদ দেখতে মিচ করেছেন।
Inshallah next time dear. Thank you.
আমাদের বাড়ি রাজশাহী বাঘা থানা মানিকেরচরে। এই চর অনেক দূর্গম এই চর দেখলে বুঝতেন কি পরিবেশে আমরা বসবাস করি।এর উপরে volg বানালে ভালো হতো।
Innovative industrial project. Really, I enjoyed this one.
💕
Masha Allah very nice jazakallah brother for your nice video jazakallah
Thank you dear. Jajakallah Khairan
Tin bhai er mon bodhua ra kothay? Dekhar iccha roilo. Thanks for the video
💕
Apner Nouka baoa..shathe Sunset..Beautiful
🥰
দেশপ্রেমিক তরুণ ব্যবসায়ীদের দেশের সীমান্ত সুরক্ষায় অবকাঠামোর উন্নয়নে এগিয়ে আসা উচিত।
🥰
কি ভ্লগ দেখাইলেন ফারুক ভাই,,, মারহাবা মারহাবা,,,
🥰💕
Very good👍 Bangladesh Comilla City Thank you 💖
এই পর্ব আমার খুবই ভালো লেগেছে সব পর্বই ভালো লাগে কিন্তু এই পর্ব একটু বেশিই সুন্দর ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভালোবাসা নিবেন ❤️❤️❤️❤️
Thank you dear
ফারুক ভাই সালাম নিবেন ( রান ফারুক ভাই ) আপনি এক জন পাইলট ভিডিও তে বলেছেন আবার ঘর তৈরির মিস্তি দেখলাম ।নিজে রান্না করে খাবেন । সেই ভিডিও করবেন । আপনার ভিডিও দেখি ।মনে হয় বাংলাদেশে চলে যায়। নিজে কিছু একটা করি । জাপানে ৩ বয়সর হল রহিংগা হয়ে আছি । বিদেশ আর ভাল লগেনা ।সময় পেলে জাপানে আসবেন ।জিন্জিরা ,কেরানীগন্জ ঢাকা ।
Walaikum assalam vai. Inshallah we will.
সব সময় দেখি অাপনার ভিডিও, ধন্যবাদ অাপনাকে ❤️🇧🇩
💕
এই খামারে আমি জব করেছি প্রজেক্ট সুপারভাইজার হিসেবে। ভিডিও ভালো হয়েছে❣️
Thank you
অসাধারন উপস্থাপনা আপনার। ধন্যবাদ আপনাকে।
Welcome
খুবই ভালো লাগলো গজারিয়াকে আপনার এলাকা বলার জন্য। কারন গজারিয়া যে আমারই এলাকা। আপনি আসলেন অথচ আমি জানতেও পারলামনা। আপনার প্রতিটা ভিডিও আমি দেখি। এবং খুবই অনুপ্রানিত হই। আপনি ফ্লোরিডায় যখন গেলেন তখন আপনার জামান ভাইয়ের (নিউ জার্সিতে কিছুটা দুরত্বে ছিলেন) বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেই জামান ভাইয়ের বাড়ি কিন্তু গজারিয়ার বাউশিয়াতেই। আপনাকে দারুন ভাবে মিস করলাম।
Thank you 💕
love your personality.
Amazing vlog and rare information from you. Do appreciable always go ahead last your personality respectful 🙏 waiting for the next upcoming vlog.
Thank you 😊
আসসালামু আলায়কুম মাসাআল্লাহ সত্যিই খুব প্রশংসা নিও অসাধারণ
Walaikum assalam. Thank you dear
Vaiya please kolkata y ekbar asun..ar amar barite asar amontron roilo.jomiea apnar pochonder khabar diea eksathe khabo.
Inshallah dear. Thank you for your invitation.
স্যার আশাকরি সবাইকে নিয়ে সুস্থ ও ভালো আছেন। আমি আপনার প্রায় সব গুলি উপস্থাপনা দেখেছি টেলিভিশনের মাধ্যমে।অনুষ্ঠান গুলি খুবই সুন্দর ও বিশুদ্ধ সুস্পষ্ট হওয়ায় আমার খুব ভালো লাগে। আজ ই, প্রথম মোবাইল থেকে সাবস্ক্রাইভ হলাম আগে হতে পারিনাই কারন সরকারি চাকুরি করার কারনে ব্যস্ততার জন্য মনে থাকতো না।
অনেক ধন্যবাদ ভাই। Appreciate your kind words & continuing support. 💕
আসসালামু আলাইকুম
ফারুক ভাই কেমন আছেন, আমি কাতার থেকে, আব্দুল মোক্তাদির, আমি আপনার চরম ভক্ত
ফারুক ভাই কাপড় ইন্ডাস্ট্রি নিয়ে যদি একটা ভিডিও বানাতেন ভালো হতো
Walaikum assalam. I will try dear. Thank you.
অনেক ভালো লাগলো ফারুক ভাই
💕
@ .. thanks for shared .. Go ahead Bangladesh ...
Thank you
Thanks to Aminul Islam Bhai of " Tri Angle Ship Building " and Faroque Bhai.
This our proud that we are
able to do,what we think to do. May Allah bless us all.
Thanks.
Ameen. Thank you.
এটা কি দাউদকান্দির পাশে? অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে!এই চরের নাম কি?কতদিন এই হাস মুরগির ডাক শুনি না! খাওয়া দেখে ভাই জিভে পানি এসে গেছে! ভাই মাঝেমধ্যে আমাকে সাথে নিয়ে গেলে খুশি হব!ভাই নৌকা তো ভালোই বান!
Not sure if it is near Daud Kandi. Thank you.
No it is munshigonj ! Daudkhandi is in comilla different area look up the map . ! It the age of internet.
আপনার ভিডিও গুলো দেখলে দেখতেই ইচ্ছে করে। দেখতে দেখতে যে কখন শেষ হয়ে গেলো বুঝতেও পারলাম না
Thank you
Amrapalli variety is a grafted mango plant which gives quick flowering from 1st year flowering will start but it should be nipped out for long sustanity of the plant
Thank you
পর্বটি মনোযোগ সহকারে দেখলাম , একেবারেই ভিন্ন একটি বিষয় তবে এবারও সেটি ফারুক ভাই এর জন্য স্বাভাবিক । উনি আমাদের জন্য এভাবেই সবসময় সারপ্রাইজ নিয়ে আসেন । দেশ এগিয়ে যাচ্ছে কিছু সৃজনশীল মানুষের চিন্তা চেতনায় এবং চেষ্টায় দেখে মন ভরে যাচ্ছে । তাদের সকলের জন্য রইল অনেক অনেক দোয়া আর শুভেচ্ছা। তবে সেইসাথে অনুরোধ করব সম্ভব হলে জাহাজ তৈরীর মত ভারী শিল্পে খেটে খাওয়া সাধারন মানুষগুলোর ব্যক্তিগত নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সেফটি গিয়ারের যথাযথ ব্যবহার নিশ্চিত করবেন। আমি নিশ্চিত বিষয়টি তাদের বিবেচনায় আছে। আবারও ধন্যবাদ ফারুক ভাইকে এই অসাধারন পর্বের জন্য। ভাল থাকবেন।
My pleasure dear. Thank you 💕
Alhamdulillah uncle Allah apnake onek rizik Dan koresen.
Ameen
আসসালামু আলাইকুম।।।
আশা করি ভাল আছেন সময় ভালো থাকেন এই দোয়া করি।।
সত্যি কথা বলতে আপনার কোন ভিডিওতে আমার কমেন্ট করতে মন চায় না, শুধু মুগ্ধ হয়ে দেখতে মন চায়।।। জীবনে অনেক কিছুই হয়তো দেখতে পারতাম না ,জানা কি আপনার ভিডিওর মাধ্যমে,আপনার মাধ্যমে আমি দেখতে পেয়েছি।।।
আমাদের বাংলাদেশের কত সুন্দর সুন্দর জায়গা এবং বিদেশের কত সুন্দর সুন্দর দৃশ্য গুলো দেখার সৌভাগ্য হয়েছে আপনার মাধ্যমে
আলহামদুলিল্লাহ।। এবং আশা করি আপনার মাধ্যমে একদিন মক্কা মদিনা শহর দেখতে পাবো আর আশা করি আপনি ইউরোপ ট্যুরে যাবেন।।
মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।।
Love and respect from South Africa ❤️
Walaikum assalam. আপনার ভাল লাগে যেনে খুশী হয়েছি। দোয়া করবেন। ধন্যবাদ। 🥰💕
bangali porisromi jayga thakle sorgo uddan kora somvom,,,,,,darun akta project,,,,,
🥰
wow khub valolaglo eker vitor sob kichui ache dekhe mugdo holam ?
Why are you using “?” at the end of your sentence? Thank you.
এই শিপইয়ার্ডে শ্রমিকদের সেফটির জন্য কোন ব্যবস্থা চোখে পড়েনি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।।
Thank you
দারুন!
_এই শিপইয়ার্ডের উদ্যোক্তাদের কাছে কয়েকটা প্রশ্ন -_
১। সুন্দরবন ভ্রমণের জন্য যে ক্রুজ শীপ বানাচ্ছেন সেটা কি ভাল সি-কিপিং সম্পন্ন সি-ওয়ার্দি শীপ হবে নাকি শুধু ইনল্যাণ্ড ওয়াটার অর্থাৎ রিভারাইন ভেসেল হবে? এমন ক্রুজ শীপ কি বানানো সম্ভব যা দিয়ে সুন্দরবনের নদী দিয়ে বঙ্গোপসাগরে বেরিয়ে সাগরে কোস্টিং করে মেঘনার মোহনা দিয়ে ঢুকে নারায়নগঞ্জ পর্যন্ত বা চট্টগ্রাম পর্যন্ত অন্তত পতেঙ্গা বা কক্সবাজার পর্যন্ত যাওয়া যাবে এবং যাত্রীদের একটুখানি সাগর ভ্রমণের অভিজ্ঞতা দেওয়া যাবে? নাকি এটা ব্যবসায়ীক বা অর্থনৈতিক দিক থেকে অবাস্তব চিন্তা?
২। এই ক্রুজ শীপ কি ডাবল হাল ক্যাটামারান টাইপ হতে পারে?
৩। সুন্দরবনের সবচেয়ে বড় সৌন্দর্য তার অভ্যন্তরীণ ছোটবড় খাল, ভারানি - এগুলি দিয়ে ঘোরা। বড় নদীতে বসে থাকলে কোন লাভ নাই। কিন্তু বড় জাহাজ ছোট খালে যেতে পারবে না। এইসব খাল দিয়ে প্রচুর পরিমানে ঘোরার জন্য যথেষ্ঠ পরিমান ছোট নৌকা বা শব্দহীণ বোটের ব্যবস্থা থাকবে (ভটভটানি ইঞ্জিন ছাড়া)??
৪। আপনারা কি জিরো-এমিশন বা লো-এমিশন পরিবেশ বান্ধব ক্রুজ শীপ বানাতে পারবেন? যেসব জাহাজ টেকনাফ থেকে সেন্ট মার্টিন্স যায় তারা কিন্তু অবিশ্বাস্য পরিমান বিষাক্ত জ্বালানি ছেড়ে ওখানকার পরিবেশ আর নদীর পানি নষ্ট করে দিচ্ছে। জীববৈচিত্র্য ধ্বংস করছে। এককালের অপূর্ব সুন্দর পান্না-সবুজ নাফ নদীর পানি এখন ঘোলা পানি হয়ে গেছে!!! সুন্দরবনেও এমন অবস্থা হয়ে যাবে হয়তো যদি পর্যটক বাড়তে থাকে। অথচ এই জায়গাগুলি ইকোলজিকালি অত্যন্ত সেন্সিটিভ জায়গা!!! এ ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিবেন? আপনাদে্র নির্মিত জাহাজে কি এই কনসার্নের কোনো প্রতিফলন থাকবে? কিভাবে?
আমি প্রশ্ন গুলো জানিয়ে দিব। ধন্যবাদ ভাই।
1. Not sea worthy as per the design i guess. But it is very much possible to make seaworthy ship in Bangladesh.
2. It is a mono hull ship.
3. Yes if they want they can do so but compared to passengers number it is nearly impossible to maintain with proper safety standards.
4. Yes they can. Modern engines are less carbon emitting and efficient.
Assalamualaikum uncle..
Your content is so satisfying and informative that I look forward to the next videos
Walaikum assalam. Thank you.
আসসালামু আলাইকুম। ফারুক ভাই মজাপাইলাম। সভাই ভাল থাকুন।
Walaikum assalam. Thank you dear
আমাদের গজারিয়া আসার জন্য ধন্যবাদ।।।🌺🌺🌺
Welcome
Hello dada/its excellent video. I am allways waiting your video blog. You are hero,Singer all in all. Great dada. God bless you. ❤️❤️❤️🌹
Thank you dear
Ami voy i pacchilam abar na nowka theke pore jan haaaaaa. Nice blog 👌
Thank you dear 💕🥰
Thanks for sharing Love from Mumbai
Welcome
অনেক ভালো লাগলো ভিডিও টা
🥰
আসসালামু আলাইকুম ভাইয়া
কেমন আছেন ভাইয়া, আসলে আপনার এই ব্লক টা অনেক এনজয় করলাম সত্যি বলতে অসাধারণ, আর খাবার খেতে দেখে জ্বিবে জল চলে আসলো ভাইয়া, আপনার থেকে শিখার অনেক কিছু আছে। আপনার ব্লক যত দেখবো ততই শিখতে পারছি, দেখতে পাচ্ছি, এনজয় করছি অনেক কিছু,আলহামদুলিল্লাহ আপনার হায়াত বরকত দান করুক - আমিন।
আপনার ফ্যামেলির জন্য সবসময় দোয়া ও ভালোবাসা রইলো, আল্লাহ হাফেজ।
Walaikum assalam. Many thanks dear. Appreciate your kind words & continuing support. 💕
খাবারের রিভিউ যা হইছে না ভাই , দারুণ 😊👍
💕
vhi onek onek vlo laglo
Thank you
আঞ্চেল আপনার খাওয়া টা আজকে খুব উপভোগ করেছি, 🖤
Thank you
অনেক ভালো লাগলো,,
🥰
Assalamualikum. Bravo to the owner and management. I like to point out only one thing, worker safety is not maintained ...such as helmet, safety goggles, proper footwear, etc. This is a construction site that handles sharp metal and world standard is achievable only when all aspects of production are taken care of. Again, excellent work!!!!
Walaikum assalam. Thank you dear
Aesthetic!!! You are blessed !! ♥️💚😍
Alhamdulillah