জায়গাটা খুবই সবুজ সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর তার থেকে বেশি সুন্দর আপনার পরিচালনা। সত্যি অসাধারণ আপনার কথা। শুনতে খুব ভালো লাগে। মন ভালো হয়ে যায় আপনার কথা শুনলে। আপনি যা করে যাচ্ছেন তা কোনো ফিল্ম স্টার এর থেকে কম নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই নিয়ে তিনবার দেখলাম ভিডিওটি, মনটা যেন ওখানেই পরে রয়েছে এজন্য সত্য এবং সৌন্দর্য বলতে যদি কিছু থেকে থাকে তাহলে সেই সত্য এবং সৌন্দর্য আমাদের প্রিয় মাতৃভূমিতে রয়েছে। আহা চোখ বন্ধ করলেও যেন দাদার ভিডিওটি ভেসে ওঠছে কতশত বার! ভালোবাসা এবং ভালবাসি বলতে যা আছে সবই তো আমাদের দেশ জুড়ে।
দারুণ লাগল এই জায়গাটা ,,, অসাধারণ সুন্দর শাপলা দীঘি ,,,, আমার তো বর্ষার চেয়ে এখন কার প্রকৃতি টাই ভালো লাগল । সবুজের মাঝে কিছুটা পানি কিছুটা সবুজ ,,,,, আমার এরকম খুব ভালো লাগে । এককথায় অসাধারণ সুন্দর রিসর্ট । আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ।
আমরা বাংলাদেশ থেকেও বাংলাদেশকে চিনিনা আপনি আমাদেরকে নতুন বাংলাদেশ চিনাচ্ছেন অনেক অভিভূত হয়ে যাচ্ছি।আসলে আমদের দেশটা অনেক সুন্দর।ভিডিওর শেষ মুহূর্তে বাংলা দতারার একটা মিউজিক গান শোনাবেন অনেক ভালো লাগবে ।
আসসালামু আলাইকুম ভাই। মজা মজা আর মজা। গ্রামে বেড়াতে যাওয়ার মজা, গ্রামের তরতাজা মাছ,সবজি, ভর্তা, দেশী মুরগির মাংস খেতে শুধুই মজা আর মজা। আর কোথাও এত এত মজা পৃথিবীর কোথাও পাওয়া যাবে কি না সন্দেহ আছে। শেষ পর্যন্ত নৌকা বাওয়া সবই মজা। খুব মজা পেলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
২০১৯ জানুয়ারি গিয়েছিলাম । খুব ঠান্ডা ছিল। চমৎকার অভিজ্ঞতা। বিকেলে ছিল গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা। সাথে ছিল লেবু চা,আদা চা, তুলসী চা। পেছনে মাঠে প্রচুর কুয়াশা। আমার পাঁচ বছরের ছোট ভাইয়ের ছেলে অনেক আনন্দ পেয়েছিল।ওর আনন্দে আমরাও অনেক আনন্দিত ছিলাম। আপনার এই সুন্দর ভ্লগ আমাদের সেই সুন্দর সময়টা কে মনে করিয়ে দিলো। অনেক ধন্যবাদ ।
আসসালামু আলাইকুম ফারুক ভাই আপনার কাজ দেখে আমি উদ্যোগ নিয়েছি আপনার ভিতরটা অনেকটা আমার মতন চেষ্টা করি আপনার মত কথা বলতে হয়না কিন্তু জল ও জঙ্গলের কাব্য এটা দেখে খুব ইচ্ছা হয়েছে আপনার সেই জল-জঙ্গলের কাছে গিয়ে আপনার মত কিছু কথা বলি আল্লাহ শেষ পর্যন্ত ওখানে নিয়েছিল 17 ই মার্চ2022 আমার খুব কাছের মানুষ আমার আত্মার কাছের মানুষ আমার বান্ধবী আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি সাথে দুই মেয়ে এবং বান্ধবীর হাসবেন্ড আমি আমার ছেলে পৃথিবীর সব সুখ শুধু প্রাসাদ নিয়ে নয় জল ও জঙ্গলের কাব্যসেখানে অনেক অনেক অনেক সুখ কি যে শান্তি আত্মা ভরে নিশ্বাস নিয়ে এসেছি যার জন্য সেখানে যাওয়া হয়েছে তাকে আমি অন্তরের অন্তস্থল থেকে দোয়া করছি বেবি নিয়ে আল্লাহ যেন অনেক সুখে রাখে তারা যেই স্বপ্ন দেখছে আল্লাহ যেন সেসব স্বপ্নগুলো পূরণ করে আমিন এটা নিয়ে যে আমি কত কাব্য থেকে উপন্যাসে চলে যাচ্ছি
এত সুন্দর সুন্দর জায়গা দাদাভাই আপনার জন্য দেখে আমরাও খুবই আনন্দ ও উৎসাহ পাই। আপনার কথা ফটোগ্রাফার all rounder beautiful. Boudike পদ্মফুল দেওয়ায় আমি খুবই খুশী। 😁😁😄😄😆😆👌👌👌👌
আসসালামু আলাইকুম ভাই। প্রকৃতির সবুজ ছায়ায় শান্ত সুন্দর গ্রামের একটা রিসোর্ট অনেক ভালো লেগেছে। আর খাবারটা আমি গ্রামের বুফেই বলবো। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে,আইটেম গুলো ও ভালো ছিল। যে বাজরটা দেখিয়েছেন এই সব বাজারে নাকি শাক সবজিতে ফরমালিন দেয়া থাকেনা।কারন বাজারের আশপাশের গ্রাম থেকে এগুলো আনে। এতো সুন্দর জায়গায় আপনাদের সারাদিনের আনন্দ দেখে মনটা ভোরে গেলো। আপনার ভিডিও তে এতো সুন্দর একটা জায়গা চেনানোর জন্যে অনেক ধন্যবাদ। অনেক ভালো থেকেন দোয়া রইলো। Fiamanillah.
এখানে আমরা গিয়েছিলাম ২০১৫ সালের দিকে। অসাধারন একটা রিসোর্ট। পরিবেশ এবং খাবারগুলো ছিলো অসাধারন। আর সাথে ছিলো বাউল এর গান। তখন মনে হয় ১৪০০ করে ছিল পার পারসন।
আল ফারুক ভাই, আপনার পর্যালোচনা ও সকল বিডিও গুলো সত্যি অসাধারণ লাগে আপনার সহযোগিতায় আমরা দর্শকরা ফ্রী তে অনেক অসাধারণ জায়গা গুলো দেখতে পারি । ধন্যবাদ জানাই সকল কে
ভাই, জায়গাটা বেশ সুন্দর! আপনাদের বেড়ানো দেখে আমারও যেতে ইচ্ছে করছে। ইনশাআল্লাহ আমি পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে যাবো। মালা ভাবীকে ফুলটা তুলে দেয়ার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।
কি যে ভালো লাগলো , এক অসাধারণ দৃশ্য ,অপূর্ব, অপূর্ব, ভাষায় বর্ণনা করা অসাধ্য ।কিছু কিছু জায়গা মনে হচ্ছিল ক্যানভাসে আঁকা কোনো ছবি । গানটা একটু শোনার ইচ্ছে রয়ে গেল । দোয়া করি ভালো থাকুন সবাই, আরো কিছু গ্রাম বাংলার ভিডিও দেখতে চাই, সুযোগ হলে দেখাবেন। শুভেচ্ছা রইলো ।
ভালো লাগলো ফারুক ভাই আর মালা ভাবীর অভিনয় দেখে । প্রকৃতি ছাড়া কি আর প্রেম হয় । মালাভাবি যদি ঝাঁপ দিতো -আপনিও ঝাঁপ দিতেন । আর আমরা বাংলা সিনেমা দেখতাম । ---- তারপর আপনার নায়ক হওয়া একদম হয়ে যেতো । শীতের দিনের ফোটা পদ্মফুল , তোমারে করিলাম দান ।
Eto koshto Kore uthiye ana Shapla ful ! World er shobchaite Dami gift ! Onek shundor ekti vlog ! Opurbo shundor resort er view ! Valo laglo Onek ! Valo thakun obiram ! R amader Eto shundor shundor vlog upohar din !
প্রিয় ফারুক সাহেব, আপনি যে জলাশয় ও বনভূমি পরিবেষ্টিত যে জায়গা টির ভিডিও গ্ৰন্থন করেছেন তা দেখলাম ও উপভোগ করলাম। সহরের কোলাহল থেকে বেরিয়ে গিয়ে স্বল্প দূরে কম সময়ের ভ্রমণ যোগ্য একটি স্থানে বেড়িয়ে ছুটি কাটাতে অনেকেই ইদানীং পছন্দ করছেন। এরকম একটি জায়গা হিসেবে এই স্থান টি র নির্বাচন যথাযথ হয়েছে। জায়গা টি ও তৎসংলগ্ন ব্যবস্থাপনা দেখে মনে হল, একটা সুন্দর সুপরিকল্পিত অট্টালিকার অর্ধসমাপ্ত অবস্থা, যা নাকি পরিসমাপ্তির পর অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে। যাইহোক, উদ্যোক্তা দের মহান সদিচ্ছা প্রশংসনীয়। আমার শুভেচ্ছা থাকল। আসসালামুআলাইকুম। --------কোলকাতা থেকে।
ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা ,তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। সে যে আমার জন্মভূমি।
আসসালামু আলাইকুম ভাই ভাবী কেমন আছেন আজ মা বাবা জেঠা জেঠি চাচা চাচী নেই কিন্তু আজকে আবারও মনে করিয়ে দিলেন পুরোনো সেই দিনের কথা কারণ একটা সময় লিখেছি গ্রামীন দৃশ্য গুলো দেখলে আমাকে বডড কাঁদায় বাংলাদেশে সুস্থ ভালো থাকবেন চট্টগ্রাম থেকে
My dad was from Pubail area. Watching your video from the USA/Canada. We have lots of common attractions like the village, mud house, types of food etc. I am glad that they are not turning it into a city. It was good to see the place through your eyes again. Thank you.
অসাধারণ,সত্যিই কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম আমার ছোট্ট বেলায়।আপনাদের যতোই দেখি ততই যেন নতুন করে জানি। আপনি এবং মালা ভাবি সব কিছুতেই পারদর্শী। ভালো থাকবেন সবাই কে নিয়ে।
ভাই আপনার এই ভিডিও আমাদেরকে ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দিল।গ্রামের রাজার অনেকদিন পর দেখলাম।চালার পথের দুপাশের মনোরম প্রাকৃতিক দেখলাম দৃশ্য দেখলাম।রিসোর্টটা আসলেই সুন্দর।নদীর পাশে এমন রিসোর্ট আসলেই বিরল।আপনার ভিডিওগুলো আমাদের মনে দোলা দেয়।দেয় নির্মল আনন্দ।অনেক আনন্দের জায়গা ওটা।সকালের নাস্তা দেখে মন ভরে গেল।চমৎকার বলেছেন গ্রামে গেলে চা খেতে হয়।খেজুরের গুড়ের সিরা দেখে ক্ষুধার উদ্রেক হল।গ্রামের ফ্রেশ বাতাস একটা বাড়তি পাওয়া।ভাবীকে পানি থেকে তাজা ফুল তুলে দেয়াটা ছিল অনেক বাড়তি আকর্ষণ।ঢেঁকি দেখলাম।দুপুরের রান্নার অয়োজনটা দারুন ছিল।এত ধারাবাহিক ভাবে কেউ দেখাতে পারেনাই।কেউ গ্রামে না যেতে পারলে এই খানে গেলে গ্রামের স্বাদ পাবে।আর এত খাবারের আয়োজন ওখানে না গেলে কেউ পাবেনা।আপনার দেশী মোরগের রান খাওয়া দেখে আনন্দ পেলাম। সবশেষে নৌকায় চড়া এবং গ্রামের সন্ধা।ধন্যবাদ আপনাকে।
জায়গাটা খুবই সবুজ সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর তার থেকে বেশি সুন্দর আপনার পরিচালনা। সত্যি অসাধারণ আপনার কথা। শুনতে খুব ভালো লাগে। মন ভালো হয়ে যায় আপনার কথা শুনলে। আপনি যা করে যাচ্ছেন তা কোনো ফিল্ম স্টার এর থেকে কম নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ। Appreciate your kind words & continuing support. 💕
আমেরিকা থেকে কলম্বাসের মত বাংলাদেশের অসাধারণ গ্রামীণ চিত্র দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ।
Welcome dear
ধন ধান্যে পুস্প ভরা আমাদেরি বসুন্ধরা....সকল দেশের রানী সে জে আমার জন্মভূমি ❤❤🇧🇩🇧🇩
💕🥰
এই নিয়ে তিনবার দেখলাম ভিডিওটি,
মনটা যেন ওখানেই পরে রয়েছে এজন্য সত্য এবং সৌন্দর্য বলতে যদি কিছু থেকে থাকে তাহলে সেই সত্য এবং সৌন্দর্য আমাদের প্রিয় মাতৃভূমিতে রয়েছে।
আহা চোখ বন্ধ করলেও যেন দাদার ভিডিওটি ভেসে ওঠছে কতশত বার!
ভালোবাসা এবং ভালবাসি বলতে যা আছে সবই তো আমাদের দেশ জুড়ে।
Glad that you have enjoyed it. Thank you dear
ভারত থেকে ।
খুব লোভনীয় জায়গা ।
Thank you
এক কথায় অসাধারণ আঙ্কেল এত কষ্ট ও পরিশ্রম করে আমাদের কে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য সবাই কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই
Welcome dear
দারুণ লাগল এই জায়গাটা ,,, অসাধারণ সুন্দর শাপলা দীঘি ,,,, আমার তো বর্ষার চেয়ে এখন কার প্রকৃতি টাই ভালো লাগল । সবুজের মাঝে কিছুটা পানি কিছুটা সবুজ ,,,,, আমার এরকম খুব ভালো লাগে । এককথায় অসাধারণ সুন্দর রিসর্ট । আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ।
Welcome dear
আমরা বাংলাদেশ থেকেও বাংলাদেশকে চিনিনা আপনি আমাদেরকে নতুন বাংলাদেশ চিনাচ্ছেন অনেক অভিভূত হয়ে যাচ্ছি।আসলে আমদের দেশটা অনেক সুন্দর।ভিডিওর শেষ মুহূর্তে বাংলা দতারার একটা মিউজিক গান শোনাবেন অনেক ভালো লাগবে ।
Thank you dear
Pppppp
অসাধারণ একটা জায়গা খুব ভালো লাগলো দেখে ধন্যবাদ
Welcome
আসসালামু আলাইকুম ভাই। মজা মজা আর মজা। গ্রামে বেড়াতে যাওয়ার মজা,
গ্রামের তরতাজা মাছ,সবজি, ভর্তা, দেশী মুরগির মাংস খেতে শুধুই মজা আর মজা। আর কোথাও এত এত মজা পৃথিবীর কোথাও পাওয়া যাবে কি না সন্দেহ আছে।
শেষ পর্যন্ত নৌকা বাওয়া সবই মজা। খুব মজা পেলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
Walaikum assalam. আসলেই অনেক এনজয় করেছি। ধন্যবাদ ভাই।
আপনাদের জলওজঙ্গলের কাব্যদারুন লাগলোআপনি আমাদেরদেশ বিদেশেরকত কাব্যদেখালেন।আমি অভিভুত।আর আপনার কথাভীষন ভালোলাগে।আপনারাখুব ভালো থাকেন এই কামনা করি।আআপনার বৌকে ওখুব ভালোলাগে।আরও দেখার আশা রাখলাম।
আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অসাধারণ ব্লগ টির জন্য। রিসোর্টটি সত্যিই অপূর্ব।
Thank you
২০১৯ জানুয়ারি গিয়েছিলাম । খুব ঠান্ডা ছিল। চমৎকার অভিজ্ঞতা। বিকেলে ছিল গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা। সাথে ছিল লেবু চা,আদা চা, তুলসী চা। পেছনে মাঠে প্রচুর কুয়াশা। আমার পাঁচ বছরের ছোট ভাইয়ের ছেলে অনেক আনন্দ পেয়েছিল।ওর আনন্দে আমরাও অনেক আনন্দিত ছিলাম। আপনার এই সুন্দর ভ্লগ আমাদের সেই সুন্দর সময়টা কে মনে করিয়ে দিলো। অনেক ধন্যবাদ ।
Welcome dear
আসসালামু আলাইকুম ফারুক ভাই আপনার কাজ দেখে আমি উদ্যোগ নিয়েছি আপনার
ভিতরটা অনেকটা আমার মতন চেষ্টা করি আপনার মত কথা বলতে হয়না কিন্তু জল ও জঙ্গলের কাব্য এটা দেখে খুব ইচ্ছা হয়েছে আপনার সেই জল-জঙ্গলের কাছে গিয়ে আপনার মত কিছু কথা বলি আল্লাহ শেষ পর্যন্ত ওখানে নিয়েছিল 17 ই মার্চ2022 আমার খুব কাছের মানুষ আমার আত্মার কাছের মানুষ আমার বান্ধবী আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি সাথে দুই মেয়ে এবং বান্ধবীর হাসবেন্ড আমি আমার ছেলে পৃথিবীর সব সুখ শুধু প্রাসাদ নিয়ে নয় জল ও জঙ্গলের কাব্যসেখানে অনেক অনেক অনেক সুখ কি যে শান্তি আত্মা ভরে নিশ্বাস নিয়ে এসেছি যার জন্য সেখানে যাওয়া হয়েছে তাকে আমি অন্তরের অন্তস্থল থেকে দোয়া করছি বেবি নিয়ে আল্লাহ যেন অনেক সুখে রাখে তারা যেই স্বপ্ন দেখছে আল্লাহ যেন সেসব স্বপ্নগুলো পূরণ করে আমিন এটা নিয়ে যে আমি কত কাব্য থেকে উপন্যাসে চলে যাচ্ছি
Walaikum assalam. Appreciate your kind words & continuing support. Thank you dear
আহা আমার হারানো শৈশব!!! দারুন ধন্যবাদ অসাধারন স্মৃতি জাগানিয়া এপিসোডের জন্য
Welcome
এই রিসোর্টের যিনি মালিক তিনি একজন অবসরপ্রাপ্ত পাইলোট।এটা সত্য অসাধারণ সবুজ একটা রিসোর্ট
Thank you
২০১৪ সালে আমার অফিস ভ্রমণে এখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, জায়গাটা অসাধারণ। ধন্যবাদ এত সুন্দরভাবে তুলে ধরার জন্য।
Welcome dear
এত সুন্দর সুন্দর জায়গা দাদাভাই আপনার জন্য দেখে আমরাও খুবই আনন্দ ও উৎসাহ পাই। আপনার কথা ফটোগ্রাফার all rounder beautiful. Boudike পদ্মফুল দেওয়ায় আমি খুবই খুশী। 😁😁😄😄😆😆👌👌👌👌
Thank you dear
অসম্ভব সুন্দর জায়গায় বাংলাদেশের বুখে আপনার জন্য দেখতে পারলাম চার কোব ভালো লাগলো কোব মিস করছি আপনাদেরকে শুভকামনা রইল তোমাদের সবার জন্য ভালো থাকবেন
Thank you
আপনার সবগুলো ভিডিও আমি নিয়মিত দেখি। এই ভিডিও টা সবচেয়ে বেশি ভালো লেগেছে।
Thank you
দাদা আর একা একা এভাবে খেয়েন না প্লিজ, জিবে জল এসে গেল যে।
সত্যিই অসাধারণ লাগছে যা বলে বোঝানো যাবে না, এটাই তো বাংলার প্রকৃত বা আসল রুপ।
💕🥰
আসসালামু আলাইকুম মাশাআল্লাহ এই প্রোগ্রাম দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ ভালো থাকবেন
Walaikum assalam. Thank you dear
আপনি মালা আপুকে অনেক ভালোবাসেন ও সম্মান করেন দেখলেই বুঝা যায়। আপনাদের প্রতি অনেক ভালোবাসা 💚
🥰💕
আসসালামু আলাইকুম ভাই। প্রকৃতির সবুজ ছায়ায় শান্ত সুন্দর গ্রামের একটা রিসোর্ট অনেক ভালো লেগেছে। আর খাবারটা আমি গ্রামের বুফেই বলবো। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে,আইটেম গুলো ও ভালো ছিল। যে বাজরটা দেখিয়েছেন এই সব বাজারে নাকি শাক সবজিতে ফরমালিন দেয়া থাকেনা।কারন বাজারের আশপাশের গ্রাম থেকে এগুলো আনে। এতো সুন্দর জায়গায় আপনাদের সারাদিনের আনন্দ দেখে মনটা ভোরে গেলো। আপনার ভিডিও তে এতো সুন্দর একটা জায়গা চেনানোর জন্যে অনেক ধন্যবাদ। অনেক ভালো থেকেন দোয়া রইলো। Fiamanillah.
Walaikum assalam. সবজির ব্যাপারটা সত্য। সব আশপাশের গ্রাম থেকে আসে। ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন। 😍
এখানে আমরা গিয়েছিলাম ২০১৫ সালের দিকে। অসাধারন একটা রিসোর্ট।
পরিবেশ এবং খাবারগুলো ছিলো অসাধারন। আর সাথে ছিলো বাউল এর গান। তখন মনে হয় ১৪০০ করে ছিল পার পারসন।
💕🥰
আসসালামু আলাইকুম। দুর্দান্ত হয়েছে।
Walaikum assalam. Thank you dear
আপনার বাচন ভংগি, উপস্থাপনা, বর্ননা খুব সুন্দর …..আপনার জন্য শুভ কামনা….
Thank you dear
আল ফারুক ভাই, আপনার পর্যালোচনা ও সকল বিডিও গুলো সত্যি অসাধারণ লাগে
আপনার সহযোগিতায় আমরা দর্শকরা ফ্রী তে অনেক অসাধারণ জায়গা গুলো দেখতে পারি । ধন্যবাদ জানাই সকল কে
Thank you 💕
ভাই, জায়গাটা বেশ সুন্দর! আপনাদের বেড়ানো দেখে আমারও যেতে ইচ্ছে করছে।
ইনশাআল্লাহ আমি পরিবারের সবাইকে নিয়ে
বেড়াতে যাবো। মালা ভাবীকে ফুলটা তুলে দেয়ার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।
Thank you dear
অনেক দিন পর কচুরিপানা দেখলাম।আপনাদের নৌকা চালানো খুব ই ভালো লাগলো। ভাবি ও নৌকা চালাতে পারে।আপনারা অলরাউন্ডার
Thank you 😊
পুকুরের লাল শাপলা গুলো অসাধারণ ছিল দেখতে, সুন্দর একটি ভিডিও উপভোগ করার মতো।
Thank you
অসাধারণ সুন্দর একটি জায়গা। সন্ধ্যায় আরো অপরূপ লাগলো 👍 আপনাদের সাথে সাথে আমিও খুব সুন্দর উপভোগ করলাম। ভালো থাকবেন।
Thank you
ব্লগটা দেখে সত্যিই গ্রামের সেই অনুভুতিগুলো জেগে উঠলো ।
🥰
কি যে ভালো লাগলো , এক অসাধারণ দৃশ্য ,অপূর্ব, অপূর্ব, ভাষায় বর্ণনা করা অসাধ্য ।কিছু কিছু জায়গা মনে হচ্ছিল ক্যানভাসে আঁকা কোনো ছবি । গানটা একটু শোনার ইচ্ছে রয়ে গেল । দোয়া করি ভালো থাকুন সবাই, আরো কিছু গ্রাম বাংলার ভিডিও দেখতে চাই, সুযোগ হলে দেখাবেন। শুভেচ্ছা রইলো ।
ভাইজান আমাদের বাড়ি ঢাকা দোহার আপনার বাড়ি নবাবগঞ্জ তাই আপনার কথা আর আমার কথা বলার অনেক মিল আছে
🥰
খুব সুন্দর লাগছে বাংলাদেশের গ্রাম দেখতে। আমার পুর্ব পুরুষদের দেশ।Thank you for sharing
ভালো লাগলো ফারুক ভাই আর মালা ভাবীর অভিনয় দেখে । প্রকৃতি ছাড়া কি আর প্রেম হয় । মালাভাবি যদি ঝাঁপ দিতো -আপনিও ঝাঁপ দিতেন । আর আমরা বাংলা সিনেমা দেখতাম ।
---- তারপর আপনার নায়ক হওয়া একদম হয়ে যেতো ।
শীতের দিনের ফোটা পদ্মফুল ,
তোমারে করিলাম দান ।
🤔😜💕
💕💕💕ভালো বলেছেন 😂
খুবই ভালো লাগল ভিডিওটা। আমার কিছু প্রিয় মানুষের সাথে শেয়ারও করলাম যারা গ্রামকে খুব মিস করে। পুরো এক ঘন্টা মনে হলো গ্রামে বেড়িয়ে আসলাম🥰
Thank you
Assalamualykum-mashaallah-veauty fulle bidio-pryo banglars.o sonki donno bad
Walaikum assalam. Thank you dear
অসাধারণ ভালো লাগলো শিগগিরই যাবো।
Inshallah
Amader gramer bari akoi rokom, ai jaygatao onek sundor, deshe gele jabo hoyto, thank you ai sundor jaygata dekhanor jonno
Welcome dear
রিসোর্ট টা আসলেই চমৎকার
পুরো একটা গ্রাম
মনে হচ্ছে আমিও আপনার সাথে সাথে ঘুরে আসলাম
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য
Thank you
গ্রামের দৃশ্য সবসময় ভালো লাগে খুব এনজয় করলাম ❤️❤️
Thank you
আমরাও গিয়েছিলাম, আমরা প্রচণ্ড গরমে গিয়ে ছিলাম, তবে বর্ষায় গেলে আরও ভালো হতো। অসাধারণ সুন্দর জায়গা।
বর্ষা হলো সবচাইতে সুন্দর সময় এখানে বেড়াতে যাওয়ার জন্য। ধন্যবাদ 💕
অনেক সুন্দর একটা জায়গা।খাবার গুলো ওরিজিনাল দেশি খাবার।অনেক ভাল লাগলো
Thank you
জায়গাটি চমৎকার, আমরা সব বান্ধবী রা একসাথে গিয়েছিলাম, খুব আনন্দ দায়ক সময় কেটেছিল,মনে পড়ে গেল,আনন্দ করুন আপনারা,শুভকামনা রইল।
Thank you dear
সুজলা সুফলা শস্য শ্যামলা আমার প্রাণপ্রিয় বাংলাদেশ। আহ্ মনটা ভরে গেল ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে। এতো সুন্দর একটা ভিডিও পোস্ট করার জন্য।
Khub sundor laglo gramer patobhumi...🙏
bonus steel pic gulo sobcheye sundor hoyese,,,,aj hote ooonek bosor por ay pic gulo boro smreety hoye thakbe,,,sobay k dhonnobad,,,,
Thank you
একরাশ বিশুদ্ধ ভালোবাসা রইলো আপনাকে। 💙💙💙
💕🥰
ভাইয়া আপনি যে চমক দেখাচ্ছেন মাশাআল্লাহ। আজকের ভিডিওটা সে-ই সেই লাগলো। Excellent. Thanks a lot.
Welcome dear
Eto koshto Kore uthiye ana Shapla ful ! World er shobchaite Dami gift !
Onek shundor ekti vlog ! Opurbo shundor resort er view !
Valo laglo Onek ! Valo thakun obiram !
R amader Eto shundor shundor vlog upohar din !
Thank you dear
মাশাল্লাহ অনেক সুন্দর ভিডিওভাইজান
Thank you
এতো মজার মজার খাবার একসাথে দেখেই মন ভরে গেছে। আর জায়গাটা তো অসাধারণ।
Thank you
আসআলআমুআলআইকুম ।
অনেক ভাল লাগল দেখে ভিডিও ।
Walaikum assalam. Thank you.
@@AdventureTube21 welcome Uncle.
বড় ভিডিও দেখে ভয় পেয়েছিলাম কিন্তু দেখে অনেক ভাল লাগল !!
Khub valo laglo. Ami amar gram k khub miss korsi
🥰
অসাধারন একটা দিন ছিল , পরিবেশ, খাওয়া ও পরিবেশনা সবই ঊপভোগ করার মতো। ফারুক ভাই , মালা আপা , দুজনকেই ধন্যবাদ সারাদিন একটা সুন্দর সময় কাটানোর জন্য।।🙂❤️👍🏼
Welcome dear
@Babul Hosain Please check description. Thank you dear.
অনেক অনেক ধন্যবাদ আপনাদের কে সুন্দর একটা জায়গা দেখানোর জন্য । From USA
Bhaiya apni khub romantic...shapla diye shundori bhabi ke khushi kore dilen...ei vlog da ki daroon hoyeche...enjoy your stay
🥰💕
অসাধারণ জল জংগরের কাব্য। দেখি আমি আসব।
Enjoy
টাকার বেশি দেখে 2000 টাকা বেশি বলে ছিলাম এতো খাবার দেখে কমেন্ট পুছতে বাধ্য হলাম আঙ্কেল জায়গাটা ভালো পরিবেশ আর পরিবেশন দুটোই ভালো। একটা সুন্দর ব্লগ ❤❤
Thank you
It is bit expensive but too much food that are unnecessary. Why not reduce the item of food and reduce the amount of money.
@@journeywithHasan9 😰😇😉👍
জায়গাটা সত্যি অনেক সুন্দর, বর্ষা মৌসুমে আরো সুন্দর দেখায় এবং আরো ভালো লাগে।আপনাদের আনন্দ দেখে খুবই ভালো লাগলো।
Thank you
Osombhob sundor akta jayega. Monta bhalo hoye gelo dada
Khub bhalo thakben.
ধন্যবাদ বোন।
যতই বিদেশে থাকেন ভাই, গ্ৰামের স্বাদই আলাদা, গ্ৰামের প্রাকৃতিক সৌন্দর্যই মনকে সবসময় আকৃষ্ট করে। খুবই সুন্দর, বাংলাদেশ। আমারও ইচ্ছা বাংলাদেশ ঘোরার।
💕
ধন্যবাদ ভাই অনেক সুন্দর হয়েছে
Welcome
প্রিয় ফারুক সাহেব,
আপনি যে জলাশয় ও বনভূমি পরিবেষ্টিত যে জায়গা টির ভিডিও গ্ৰন্থন করেছেন তা দেখলাম ও উপভোগ করলাম।
সহরের কোলাহল থেকে বেরিয়ে গিয়ে স্বল্প দূরে কম সময়ের ভ্রমণ যোগ্য একটি স্থানে বেড়িয়ে ছুটি কাটাতে অনেকেই ইদানীং পছন্দ করছেন।
এরকম একটি জায়গা হিসেবে এই স্থান টি র নির্বাচন যথাযথ হয়েছে।
জায়গা টি ও তৎসংলগ্ন ব্যবস্থাপনা দেখে মনে হল, একটা সুন্দর সুপরিকল্পিত অট্টালিকার অর্ধসমাপ্ত অবস্থা, যা নাকি পরিসমাপ্তির পর অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে।
যাইহোক, উদ্যোক্তা দের মহান সদিচ্ছা প্রশংসনীয়। আমার শুভেচ্ছা থাকল।
আসসালামুআলাইকুম।
--------কোলকাতা থেকে।
Walaikum assalam. অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন।
Khub shundor jaga bhai, apnake onek dhonnobad,
Welcome
এক কথায় অসাধারণ আজকে এর এই ভিডিও টা, ভালো থাকুন সুস্থ থাকুন, খুব মজা করে ঘুরে বেড়ান, শুভ কামনা 💖💖
ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা ,তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। সে যে আমার জন্মভূমি।
💕
মাসাআল্লাহ খুব সুন্দর জায়গা আর খুব মজার মজার খাবার
Thank you
Puro video valo kore deklam.onek valo legese, really fantisting ,amazing.Bhaiya apnar posondo oshadaron.Apnara valo takben.
Thank you dear
Khub sundor ashadharon ankedhannpbad
Welcome
Khub khub sundor,khub e vhalo legeche vidio ta.Doa roilo vhalo thakben
Thank you dear
আসসালামু আলাইকুম ভাই ভাবী কেমন আছেন আজ মা বাবা জেঠা জেঠি চাচা চাচী নেই কিন্তু আজকে আবারও মনে করিয়ে দিলেন পুরোনো সেই দিনের কথা কারণ একটা সময় লিখেছি গ্রামীন দৃশ্য গুলো দেখলে আমাকে বডড কাঁদায় বাংলাদেশে সুস্থ ভালো থাকবেন চট্টগ্রাম থেকে
Walaikum assalam. Thank you dear
সুন্দর জায়গার খাবার ওনেক শুনদোর
💕
অয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। সুন্দর ভিডিও মাশাআল্লাহ্
আমি সিরাজগঞ্জ থেকে বলছি। ব্লক টি খুবই সুন্দর ছিল। আর খাওয়া দাওয়া তো অসাধারণ ছিল। আমি আপনার দীর্ঘায়ু কামনা করি।
May Allah bless us all.
ভাইয়া আস্সালামুআলাইকুম। সবার জন্য সালাম। খাবার গুলো দেখে মুখে জল এসে গেল। খুব সুন্দর গ্রাম। আপনার বেড়ানো ভাল হোক। ভাল থাকুন সব সময়।
Walaikum assalam. Thank you dear
My dad was from Pubail area. Watching your video from the USA/Canada. We have lots of common attractions like the village, mud house, types of food etc. I am glad that they are not turning it into a city. It was good to see the place through your eyes again. Thank you.
My pleasure dear
@@AdventureTube21 ষষ ষ অন
মাশা আল্লাহ, অনেক ধন্যবাদ আংকেল এত সুন্দর একটা জায়গা আমাদের চিনাবার জন্য 🌹👍
অসাধারণ একটা ব্লগ
খুব উপভোগ করিছি আঞ্চেল ভালবাসা রইলো ♥️
Thank you
সত্যিই খুব সুন্দর, তবে এই প্রথম আপনাকে কেউ ক্যামেরার সামনে খাইয়ে দিল দেখে ভালো লাগলো।
Thank you uncle 🥰
আমরাও একবার কয়েকজন বান্ধবী মিলে গিয়েছিলাম। চমৎকার পরিবেশে সুন্দর সময় কেটে যায়। ইচ্ছা করে বার বার চলে যাই
💕
দারুন ভিডিওটি। বাংলাদেশে এসে আপনাদের দিন ভালোই যাচ্ছে।
Alhamdulillah
অসাধারণ অসাধারণ uncle.❤️❤️❤️😍😍😍😍
Assalamualikum vai. Video ti khub e valo legece. Ropgongs ami giyeci. Khub valo lage. Valo thakben.
Walaikum assalam. Thank you dear
ভাইয়া অনেক ধন্যবাদ সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য।
Thank you
অনেক উপভোগ্য একটা ব্লগ ।
নিসর্গের আরেক নাম বাঁচার তীব্র আকাংখা।
🥰
আসসালামুয়ালাইকুম ভাইয়া আপনাদের মজা। করতে দেখে। আমিও। আনন্দ। পেয়েছি
আমরাও খুব আনন্দ উপভোগ করেছি। শুভকামনা রইল।
আমার দেখা সেরা ভিডিও
💕
আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসের লেবুর সরবত ছিল অসাধারণ।
🥰
খুব ভাল লাগল।
Thank you
Beautiful village place... In Kolkata we say Nolen gur... Very nostalgic.. My best wishes to everyone.. 🙏💐🧡
Thank you dear
অসাধারণ,সত্যিই কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম আমার ছোট্ট বেলায়।আপনাদের যতোই দেখি ততই যেন নতুন করে জানি। আপনি এবং মালা ভাবি সব কিছুতেই পারদর্শী। ভালো থাকবেন সবাই কে নিয়ে।
Thank you dear
Amazing, fantastic, beautiful 🌹👍, valo laglo.... thank you....
Welcome dear
খুবই খুবই ভালো লাগলো।
Thank you
ভাই আপনার এই ভিডিও আমাদেরকে ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দিল।গ্রামের রাজার অনেকদিন পর দেখলাম।চালার পথের দুপাশের মনোরম প্রাকৃতিক দেখলাম দৃশ্য দেখলাম।রিসোর্টটা আসলেই সুন্দর।নদীর পাশে এমন রিসোর্ট আসলেই বিরল।আপনার ভিডিওগুলো আমাদের মনে দোলা দেয়।দেয় নির্মল আনন্দ।অনেক আনন্দের জায়গা ওটা।সকালের নাস্তা দেখে মন ভরে গেল।চমৎকার বলেছেন গ্রামে গেলে চা খেতে হয়।খেজুরের গুড়ের সিরা দেখে ক্ষুধার উদ্রেক হল।গ্রামের ফ্রেশ বাতাস একটা বাড়তি পাওয়া।ভাবীকে পানি থেকে তাজা ফুল তুলে দেয়াটা ছিল অনেক বাড়তি আকর্ষণ।ঢেঁকি দেখলাম।দুপুরের রান্নার অয়োজনটা দারুন ছিল।এত ধারাবাহিক ভাবে কেউ দেখাতে পারেনাই।কেউ গ্রামে না যেতে পারলে এই খানে গেলে গ্রামের স্বাদ পাবে।আর এত খাবারের আয়োজন ওখানে না গেলে কেউ পাবেনা।আপনার দেশী মোরগের রান খাওয়া দেখে আনন্দ পেলাম। সবশেষে নৌকায় চড়া এবং গ্রামের সন্ধা।ধন্যবাদ আপনাকে।
এই জায়গা আমাদের অসাধারন ভাল লেগেছে। অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন।
Dada.... Kolkata theke bolchi..... osombhob sundor jaygata ar tar thekeo sundor apnader enjoyment....bhison bhalo laglo.....apnar ar maladidir juti darun lage.. 😃😃....dujone emon e anonde ar bhalobashay thakun... 🙏🙏 Bhalo thakben 💕💕
Thank you dear