বাংলাদেশের প্রথম বুদ্ধিমান গাড়ি কিভাবে তৈরি হচ্ছে। First Intelligent Car of Bangladesh. Proton X50

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 2 тыс.

  • @raselmahmud730
    @raselmahmud730 2 года назад +343

    বাংলাদেশে এতো এতো ইউটিউবার এতো এতো সাংবাদিক থাকা স্বত্বেও এতো সুন্দর একটা ব্লগ কেউ দেখাতে পারে নাই আমি নিজেও জানতাম না বাংলাদেশে এরকম গাড়ি তৈরি হচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আংকেল আপনার মাধ্যমে অনেক কিছু জানলাম দেখলাম আপনার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +20

      My pleasure dear. Thank you.

    • @tamim-EE
      @tamim-EE 2 года назад +5

      বাংলাদেশে সত্যিকারের সাংবাদিক আছে কী ভাই?🙄

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +4

      @@streettalenthunter7308 💕

    • @MDANIS-ol5bu
      @MDANIS-ol5bu 2 года назад +1

      Right bro 👌

    • @fahimahmed-ew3ut
      @fahimahmed-ew3ut 2 года назад +1

      সবায় কি পি এইচ পি গুপ এর মালিকের সাথে সাক্ষাৎ করতে পারে নাকি,কেমনে দেখাবে ইউ টিবাররা

  • @kobirhossain678
    @kobirhossain678 2 года назад +96

    যেমন বাবা তেমন ছেলেরা মাশাল আল্লাহ্ কত সুন্দর ব্যবহার এবং আপ্যায়ন আত্মীয়তা অত্যন্ত সুন্দর সবকিছু মিলিয়ে অসাধারণ একটা পরিবার

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +3

      Thank you

    • @anwarjs5629
      @anwarjs5629 2 года назад

      price

    • @tafurahannan2112
      @tafurahannan2112 2 года назад +1

      এই গাড়িটি কি ভাবে ক্রয় করা যাবে ঢাকায় এই গাড়িটি রং শো রূম কোথায় অবস্থিত pl

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      @@tafurahannan2112 please check description for their contact information. Thank you 🥰

  • @ZamanTube1
    @ZamanTube1 2 года назад +105

    অসাধারণ! আমাদের দেশের রাস্তায় আমাদের দেশের গাড়ি চলছে এ এক মনোমুগ্ধকর দৃশ্য। এগিয়ে যাও পি এইচ পি প্রটোন। 🚗❤️🇧🇩

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +4

      💕

    • @Lady0fIce
      @Lady0fIce 2 года назад +6

      বাংলাদেশ সব কিছু কিনে এনে জোড়া দিলে বাংলাদেশের হয়ে যাবে নাকি? এই গাড়ি বাংলাদেশের না।

    • @isterahmed4360
      @isterahmed4360 2 года назад +5

      This car from Malaysia.. Bangladeshi PHP Automobiles company just provide in Bangladesh.

  • @nurulislam-en1yu
    @nurulislam-en1yu 2 года назад +14

    মিজান সাহেবকে ধন্যবাদ আমার নবীর সুন্নতকে পরিবারের মধ্যে শিক্ষা দেওয়ার জন্য এই শিক্ষাটা সবার পরিবারের মধ্যে যেনো আসে

  • @mohiuddin625
    @mohiuddin625 2 года назад +29

    অনেক অনেক ভাল লাগলো PHP ফ্যামিলি কে দেখে।
    আমার বাবা রিটায়ার্ড করার পর PHP আরাবিয়ান হর্স সুপার এ চাকরি করে,এবং চাকুরীর সুবাদেই পবিত্র হজ্ব করার সুযোগ পায়,এর জন্য আমি PHP ফ্যামিলি এর প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি।

  • @asadulhaque7418
    @asadulhaque7418 2 года назад +13

    স্যার, আমিও এক বড়লোকের (P. S) ছিলাম KSA তে.. উনারাও প্রায় একি সুতোয় গাঁথা একটি বেশ বড় পরিবার। PHP এবং KSA এর মধ্যে আমি তেমন পার্থক্য পেলাম না। আজকে আপনার এ-ই ভিডিওতে দারুন কিছু শিক্ষা নিলাম। সত্যি বলতে গেলে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে বা যাঁহারাই যত পয়সাওয়ালা / বড়লোক তাদের মন মানসিকতাও ততই বিশাল। 🇧🇩

  • @pervajbabu7096
    @pervajbabu7096 2 года назад +13

    পিএইচপি পরিবারের জন্য শুভকামনা। আপনাদের হাত ধরেই এই প্রিয় স্বদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। অসাধারণ একটা প্রতিবেদনের জন্য ফারুক ভাইকে ধন্যবাদ।

  • @kazimdarifulislam8992
    @kazimdarifulislam8992 2 года назад +7

    আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে এই ভ্লগটা আপনার সবচাইতে শিক্ষনীয় একটি ব্লগ।এই পরিবারটি শুধু মাত্র চট্টগ্রামের নয় বাংলাদেশের নয় বরং সমগ্র পৃথিবীর জন্য একটা দ্রিষ্টান্ত হতে পারে।আর আমিতো ওনাদেরকে মন থেকে রেস্পেক্ট করি।আপনার এই পর্বটি শেষ করতে আমার দুই দিন লেগেছে।তারপর ও আমি চেষ্টা করেছি প্রত্যেকট সেকেন্ড দেখতে।ভ্লগটি আমার এলাকার হওয়াতে একটু বেশি মনোযোগ দেয়েছি।আসলে অপেক্ষায় ছিলাম কখন চট্টগ্রাম আসছেন। ধন্যবাদ।

  • @alauddinsheikhsheikh978
    @alauddinsheikhsheikh978 6 месяцев назад +2

    খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এই ফ্যামিলির সবাইকে ধন্যবাদ।

  • @hazarytv2066
    @hazarytv2066 2 года назад +1

    আপনার যত গুলো ভিডিও এ পর্যন্ত আমি দেখেছি তার মধ্যে এই ভিডিও টা ছিলো একটা শিক্ষনীয় এবং বাস্তব ভিত্তিক ভিডিও,আর সুফি মিজানুর রহমান সাহেব যে একজন কত বড় মাপের মানুষ তা শুধু উনার সম্পদ দেখেই বুঝা যায় তার মানে উনার সন্তানদের সৎ ব্যবহারে মুগ্ধ হলাম,অনেক বড় লোকের সন্তান আমরা দেখেছি হোটেল আর মডেল নিয়েই ব্যস্থ থাকেন। আল্লাহ উনার সন্তানদের নেক হায়াত দান করুন। বাংলাদেশ কে বিশ্ব দরবারে তাদের কর্ম দ্বারা প্রতিষ্ঠিত করুন এটাই দেশবাসীর চাওয়া

  • @shohagbd9369
    @shohagbd9369 2 года назад +4

    অনেক ভালো লাগলো এমন একটি ভিডিও দেখে। দোয়া করি বাংলাদেশ আরো এগিয়ে যাক। সবার জন্য দোয়া রইলো।

  • @arifulislamadil4295
    @arifulislamadil4295 2 года назад +9

    দেশকে ভালোবাসার মত মানুষ দেশে আছে বলেই দেশ অনেক সমস্যা থাকা সত্যেও দেশ এগিয়ে যাচ্ছে।আমরা PHP ফ্যামিলির কাছে কৃতজ্ঞ।অনেক দোয়া ও ভালোবাসা PHP ফ্যামিলির জন্য।

  • @fizerchoudhury
    @fizerchoudhury 2 года назад +25

    এর আগে ইউটিউবে বিদেশী গাড়ীর কারখানাগুলোর কাজকর্ম দেখেছি এখন সেই কাজ বাংলাদেশে হচ্ছে , ভাবা যায় ! এগিয়ে যাক প্রিয় মাতৃভূমি ❤

  • @juthikabarua3599
    @juthikabarua3599 2 года назад +7

    আপনাকে চট্টগ্রামে আসার জন্য স্বাগত জানাই।এত কিছু নতুন আবিস্কার হচ্ছে জানতাম না। আপনার মাধ্যমে দেখলাম। ধন্যবাদ।

  • @mdnayan9429
    @mdnayan9429 2 года назад +2

    প্রত্যেক পরিবারে সুফী সাহেবের মত একজন কর্তা থাকলে পরিবারের সবাই ভাল ভাবে সুন্দর ভাবে গড়ে উঠবে। বাংলাদেশের সব পরিবারে এমন একজন কর্তা থাকলে কতই না সুন্দর হত আমাদের দেশটা।
    বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয়।
    এটাই চির সত্য কথা।
    ধন্যবাদ আপনাকে।

  • @vistimeg3517
    @vistimeg3517 2 года назад +4

    অনেক বড় সুখবর বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য এগিয়ে যাও বাংলাদেশ জয় বাংলা জয় ডিজিটাল বাংলাদেশ

  • @Mehebub1995
    @Mehebub1995 2 года назад +10

    অসাধারণ বাংলাদেশ এমন দৃশ্য দেখবো ভাবিনি সত্যিই অসাধারণ উন্নত বাংলাদেশ এতো উন্নত প্রযুক্তির ব্যবহার । অসম্ভব সুন্দর ভিডিও দিচ্ছেন আঙ্কেল আরো সুন্দর ভিডিওর অপেক্ষায় থাকবো । আমাদের পাশের দেশে এমন একটা জিনিস দেখলাম যে গর্ব করার মতো বিষয় আসলেই বাংলাদেশের লোকের । ❤❤

  • @আমারভালোলাগা-ড৮ফ

    ভাইয়া We are so proud। এই কোম্পানিকে অনুরোধ করবো,গাড়ি তৈরির পাশাপাশি উনারা দক্ষ Driving Center যেন গড়ে তোলেন।আমাদের দেশে খুব বেশি দূর্ঘটনা ঘটে।বাংলাদেশে বেকার সংখ্যা যেহেতু অনেকে বেশি। যদি শিক্ষিতরা এই পেশায় দক্ষতা অর্জনের মাধ্যমে এগিয়ে আসে তাহলে দূর্ঘটনা অনেক কমে আসবে ইনশাআল্লাহ। প্রতিটি বিভাগে ড্রাইভিং স্কুল খোলার জন্য অনুরোধ করবো আপনার মাধ্যমে। অনেক অনেক দোয়া রইলো ভাইয়া আপনার জন্য। আমি মুক্তা।

  • @rajukhanselim9114
    @rajukhanselim9114 Год назад +1

    গাড়ি কখনো কিনতে পারবো কিনা জানিনা। তবে তাদের ফ্যামিলির গল্পটা খুব ভালো লাগলো। অঘাত সম্মান আর ভালোবাসায় আপনার ফ্যামিলি অনন্যা উচ্চতায় যাক।দোয়া এবং ভালোবাসা রইল।❤️

  • @mdayazz3073
    @mdayazz3073 2 года назад +1

    তাদের ভাইদের মধ্যে এতো মধুর সুন্দর সম্পর্ক দেখে মুগ্ধ ও আনন্দিত হলাম... পৃথিবীর সব ভাই বোনদের সম্পর্ক এরকম মধুর হওয়া উচিৎ

  • @anwarbinmahfuz.6389
    @anwarbinmahfuz.6389 2 года назад +5

    আমি এতো গাড়ি দেখেছি এমন আধুনিক গাড়ি কখনো দেখিনাই,সুবাহান আল্লাহ খুবি ভালো লাগছে

  • @naimurrahman9205
    @naimurrahman9205 2 года назад +40

    PHP Group এর জন্য শুভ কামনা রইল❤

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +4

      💕

    • @azizulqahhar
      @azizulqahhar 2 года назад +1

      @@AdventureTube21 ভাই আপনি তো বাংলাদেশে, আমেরিকাতে আপনার গাছ গুলো কে দেখাশোনা করে, বাসায় কে থাকে?

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +2

      @@azizulqahhar স্বাধীন, বিজয় দেখাশুনা করেছে। ধন্যবাদ।

  • @biplabbarua4754
    @biplabbarua4754 Год назад +2

    অসাধারণ! পিএইচপি পরিবারকে ধন্যবাদ বাংলাদেশে গাড়ি প্রস্তুত করার মতো দুঃসাহসিক এই অভিযানে নামার জন্য। বিশ্বের সাথে তাল মিলিয়ে পিএইচপি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা ভাবতেই গর্ববোধ করছি। আপনার এই চ্যানেল না থাকলে আদৌ পিএইচপি'র এই দুর্দমনীয় প্রচেষ্টা এতো নিখুঁত ভাবে দেখা সম্ভব হতো না। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

  • @tarikultarikul3017
    @tarikultarikul3017 2 года назад +2

    এক কথায় অসাধারণ। আমি আশা করি এই ব্লগটা অনেক মানুষের জীবনে অনেক ভালো প্রভাব ফেলবে। অগণিত ভালোবাসা এবং শ্রদ্ধা সম্মান ওই ফ্যামিলির প্রতি।এবং এই ব্লগটা তৈরি করতে যারা সহযোগিতা করছে তাদের সকলের প্রতি।

  • @yesminamin9654
    @yesminamin9654 2 года назад +48

    আসসালামু আলাইকুম ভাই। সত্যিই বুদ্ধিমান গাড়ি। এ-তো কম টাকায় এতো সুন্দর মডেলের একটা গাড়ি বাংলাদেশে বানানো হচ্ছে দেখে খুব ভালো লাগছে।নদীর তীরে খুব সুন্দর environment এ বোট ক্লাব গুলো আপনার ভিডিও তে দেখে মন ভরে গেলো।PROTON এর মালিক এবং পরিবারের জীবনের গল্প ছিলো অসাধারণ। আপনার মাধ্যমে সারা বিশ্বের মানুষ দেখতে পেল বাংলাদেশের প্রথম বুদ্ধিমান গাড়ি। আপনার উপস্থাপনার কারনে হয়তো এই গাড়ি একদিন সবার কাছে হয়ে উঠবে প্রিয়।দোয়া করি ভালো থেকেন। Fiamanillah.

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +5

      Walaikum assalam. It really was a great trip. Many thanks dear. Jajakallah Khairan.

    • @mdjakirjakir98
      @mdjakirjakir98 2 года назад

      আচ্ছালামুআলাইকুম। প্রথম কথা হলো আমাদের দেশ থেকে এমন গাড়ি পাচ্ছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করিতেছি।আনন্দ তো অবশ্যই লাগছে।আর একটা কথা শিকার না করলে নিজেকে অপরাধী মনে হবে সেটা ছিল আপনার এ ভিডিও দেখে অনেক ভালো কিছু মাথায় আসতে শুরু করেছে তা-ই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতি পরীমনির শুভ দৃষ্টি হোক । আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল ভালোবাসা অমর হোক আপনার মতো হতে পারলে নিজেকে ধন্য মনে হতো। যা-ই হোক আপনাকে ভালোবাসতে শুরু করেছি দোয়া করবেন আপনার মুরিদ হতে পারলে নিজেকে সেই দিন লাকী মনে করবো।

    • @asaduzzamanmukul2311
      @asaduzzamanmukul2311 2 года назад

      যে ড্রাইভার ইংরেজি জানেনা সে কিভাবে গাড়ি চালাবে

    • @yesminamin9654
      @yesminamin9654 2 года назад +1

      Asaduzzaman mukul.
      বাংলাদেশের কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা এখন অনেক smart, নিজেদের গাড়ি নিজেরাই চালায়। এবং যেসমস্ত পরিবার এ-ই গাড়ি কিনবে তারা অবশ্যই শিক্ষিত। আর এখনকার driver রা মোটামুটি শিক্ষিত এতো টুকু বুঝতে পারবে। driver নিয়ে চিন্তার কোনো কারন নেই।

  • @farzanakarim7317
    @farzanakarim7317 2 года назад +10

    পিএইচপি গ্রুপের জন্য দোয়া ও শুভকামনা রইলো ভাইয়া। খুব উপযোগী এবং শিক্ষণীয় ভিডিও। আল্লাহ পাক উনাদেরকে নেক হায়াত দান করুন। গর্বিত হচ্ছি এই ভেবে যে, আজকে বাংলাদেশ পিছিয়ে নেই। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর একটা ভিডিও উপহার দেয়ার জন্য।

  • @mohammadbillal5426
    @mohammadbillal5426 2 года назад +52

    স্যার না বলে পারছি না । আপনি এখন অনেক বড় Super youtube star ! বাংলাদেশের বড় বড় শিল্প-প্রতিষ্ঠানের মানুষের সাথে আপনার একটা সু-সম্পর্ক তৈরি হচ্ছে । It’s not a simple thing, it’s a big enough thing. Beautiful much more beauty🤝💐

  • @faruktv5122
    @faruktv5122 2 года назад +2

    মাশা আল্লাহ অনেক সুন্দর গাড়ি, PHP কে ধন্যবাদ, আমি অনেক খুশি মেড ইন বাংলাদেশ 🇧🇩🇧🇩🇧🇩

  • @md.alauzzamankazi8646
    @md.alauzzamankazi8646 9 месяцев назад +1

    মা শা আল্লাহ্ , একটি শিক্ষনীয় ,অনুকরণীয় প্রকৃত ব্যবসায়ীক সফল পরিবারের গল্প শুনলাম এবং চমৎকার দর্শনীয় বিষয়াদি দেখার সৌভাগ্য হলো , আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা সংশ্লিষ্ট সকলের জন্য ।

  • @redowanasif2976
    @redowanasif2976 2 года назад +4

    আমার দেখা আপনার বেস্ট কিছু ভিডিও গুলোর মধ্যে এটা অন্যতম।
    এত মন দিয়ে দেখেছি আমি বলে বুঝাতে পারবো না।
    সবচেয়ে বড় জিনিস হলো, শেষে আপনি যে কথা গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন, সেই জন্য আপনাকে মন থেকে ধন্যবাদ। অনেক কিছু শিখলাম আজ ভিডিও দেখে।
    হাম্বল হওয়াটা লাইফে অনেক জরুরী।
    আবারও ধন্যবাদ আপনাকে
    এত সুন্দর একটি ভিডিও আমাদের দেখানোর জন্য।
    পরবর্তী ভিডিও তে আপনার মুরগীর রান খাওয়া দেখার অপেক্ষায় রাইলাম।
    আপার বুড়িগঙ্গা পারের ভক্ত
    🇧🇩
    আসিফ

  • @farhadiqbal3847
    @farhadiqbal3847 2 года назад +7

    খুব ভালো লাগলো দুই ভাই সোহেল ও ৱিন্কুকে একসাথে দেখে ,,,,,,মাশাহ আল্লাহ আমাদেৱ চাঁটগাৱ গৱ্ভ এৱা ।এগিয়ে যাক পিএইচপি ফেমিলি ….🚙🚗🍀🧚🏿🥰শুভকামনা সবসময়

  • @akashbatash24
    @akashbatash24 2 года назад +1

    PHP Group এগিয়ে যাক অনেক দূর । অনেক ভালো লাগলো ভিডিওটি দেখে ।

  • @rashedajamal5954
    @rashedajamal5954 Год назад +2

    আমি খুব ‌মজা পেলাম পরিবারের পরিকল্পনা দেখে ‌সত্যি বাবাই পারেন মাকে নিয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে ধন্যবাদ পরিবারের প্রধান সহ সবাইকে আসসালামু আলাইকুম

  • @hamzaquaiz6674
    @hamzaquaiz6674 Год назад +3

    দোয়া করি আমার দেশের এই কম্পানি যেনে সামনে এগিয়ে যেতে পারে।🥰🥰🥰🥰🥰

  • @sikhadas8300
    @sikhadas8300 2 года назад +3

    কাল পুরো দেখতে পারিনি,PHP family আমাদের গর্বের। এতো উন্নত কাজের জন্যে তো বটেই, তার ও উপর তাদের পারিবারিক শিক্ষা, মানসিকতা । তুলনা নেই। তাদের বন্ধন চিরস্থায়ী হোক, উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি 🙏👍

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +2

      অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন। 💕🥰

    • @sikhadas8300
      @sikhadas8300 2 года назад +1

      @@AdventureTube21 ধন্যবাদ ভাই 🙏

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +1

      @@sikhadas8300 welcome dear 💕🥰

    • @sikhadas8300
      @sikhadas8300 2 года назад

      @@AdventureTube21 🙏

  • @mashooqhassanskdrtv7925
    @mashooqhassanskdrtv7925 2 года назад +3

    আসলেই ওনারা খুব ভালো মানুষ খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে মাশাআল্লাহ চমৎকার

  • @hamzaquaiz6674
    @hamzaquaiz6674 Год назад +1

    দোয়া করি,
    আল্লাহ তায়ালা যেনো,বাংলাদেশের এই কম্পানিকে সামনে নিয়ে যায়।
    বাংলাদেশকে তারা যেনো,আরো ভালো ভালো গাড়ি উপহার দিতে পারে।

  • @SojibTube
    @SojibTube Год назад +2

    ছোট ছোট পায়ে আমরাও একদিন বিশ্ব মাতাব।ইনশাল্লাহ
    love from Chittagong

  • @emonahamed1174
    @emonahamed1174 2 года назад +6

    ইনশাআল্লাহ বাংলাদেশ আরো এগিয়ে যাবে 🇧🇩
    ওমান প্রবাসী 🇴🇲
    Form Comilla ✌✌

  • @rupaksaha6632
    @rupaksaha6632 2 года назад +45

    Superb - I am a regular viewer of your vlogs- as a fellow Bengali - albeit Indian, I am proud of Bangladesh’s progress .. Godspeed !

  • @timepass3809
    @timepass3809 2 года назад +2

    শত শত সালাম সাথে Repect এই PHP Group কে তাদের গাড়ি ৈতরী এর জন্য

  • @mohammadmonirhossain5559
    @mohammadmonirhossain5559 2 года назад +1

    অসাধারণ যা দেখলাম বাংলাদেশ কত দুর এগিয়ে গেছে তা অনুমান করাও কঠিন না দেখলে বুঝতাম না। এগিয়ে যাও বাংলাদেশ শেখ হাসিনার হাত ধরে।

  • @ronychowdhuryeurope
    @ronychowdhuryeurope 9 месяцев назад +2

    Wow , is it in Bangladesh ? Really I am so proud of our country Bangladesh !!! Thanks , Faruk Vai !!!

  • @padAkashAhammed
    @padAkashAhammed 2 года назад +3

    PHP পরিবারকে যত দেখি মুগ্ধ হয়❤️

  • @mahabubbabu7366
    @mahabubbabu7366 2 года назад +3

    অনেক কিছু জানলাম। অনেক ধন্যবাদ জানাচ্ছি ফারুক ভাইকে এবং পিএইচপি গ্রুপের জন্য অনেক শুভ কামনা রইল।।

  • @arijitghosh827
    @arijitghosh827 2 года назад +4

    Asomvob valo ekti episode. Eto valo ekti family with protisthaner sathe aalap koralen. Vobissot projonmer kache sikkhonio. Asonkho dhonnobad Faruk vai.

  • @najmulhasan3083
    @najmulhasan3083 2 года назад +2

    যদি এমন মন মানুষিকতা থাকে সব সময় ইনশাআল্লাহ এগিয়ে যাবে অনেক দূর পযন্ত দোয়া রইলো পিইজপির জন্য

  • @ahsankamalmolla2035
    @ahsankamalmolla2035 4 месяца назад +1

    পশ্চিমবঙ্গ থেকে দেখলাম, খুবই ভালো লাগল, ফ্যামিলি যে কত গুরুত্বপূর্ণ পোস্ট টি দেখে বোঝা গেল, জাপানের এক একটা বিশাল কোম্পানি মিতসুবিশি, যশুডা,সুমিটমো ইত্যাদি এক একটা ফ্যামিলি কালচার থেকে উঠে এসেছে এবং সমগ্র কর্মীদের এক একটা ফ্যামিলি তে পরিবর্তন করে এতদূর উঠে এসেছে, আগামীতে বাংলাদেশের শ্রদ্ধেয় মিজানুর রহমান সাহেবের পরিবারের সন্তানরা এসেম্বলী কার নয় পূর্ণাঙ্গ চেইন ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার করে দেশীয় প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরি করে কার বানাবে, এই আশা রাখি, ইনসাল্লাহ।

  • @hasanmokter999
    @hasanmokter999 2 года назад +11

    খুব বেশি ভাল লাগল।এটা জেনে আরও ভাল লাগল আমাদের দেশে গাড়ি তৈরি করছে দেশীয় একটা কোম্পানি।

  • @riderstav
    @riderstav 2 года назад +3

    খুব ভালো লাগলো আপনাদের বাংলাদেশের এই উন্নয়ন দেখে। এই রকম সৎ হলে। টাটার মতো কোন দিনই এই কম্পানিতে স্ট্রাইক হবেনা। সফোল্লোতা হতে কেউ আটকাতে পারবে না ।

  • @sms1071
    @sms1071 2 года назад +39

    আপনার হোল ইউটিউব ক্যরিয়ারে সবথেকে ইন্টারেস্টিং ভিডিও এটাই!
    PHP এর নিজেদের ব্রান্ডের গাড়ি দেখার অপেক্ষায়....

  • @lifeisemptywithouthappines8789
    @lifeisemptywithouthappines8789 2 года назад +1

    মন ছুঁয়ে গেলো। সত্যিই অসাধারণ আমাদের প্রিয় চিটাগং। তার মধ্যে অতি উত্তম একটা কথা।
    (বড় বড় ঝড় ঝাপটায় বড় গাছের ক্ষতি হয়,অথচ ক্ষুদ্র ধুবলা ঘাসের কিছুই হয়না)

  • @sayeemmahmud3327
    @sayeemmahmud3327 2 года назад +1

    অসাধারণ,গরীবদের এখন গাড়ী কেনা সহজ হয়ে গেল।ধন্যবাদ পিএইচপি কে।পুরাতন গাড়ি আর নাহ,এখন পুরানের দামে নতুন গাড়ী।আরো বাজেট ফরেনডলি গাড়ী দরকার।ভারতের মার্কেটের ৃতো।

  • @nacok9681
    @nacok9681 2 года назад +5

    খুবই ভালো লাগলো, দারুণ!!! মাশাল্লাহ, পিএইচপি SUV গুলো ভালো লাগলো, Modern technology. Design ও সুন্দর। শেষের ভাইদের পারিবারিক শিক্ষার গল্পগুলো আসলেই ভালো লেগেছে। খুবই অমায়িক। এমনিই হওয়া উচিত। লম্বা ব্লগ দেখে যদিও ১ সপ্তাহ waiting list এ ফেলে রেখেছিলাম, আজকে দেখে ফেললাম। খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ফারুক ভাই এতো সুন্দর করে রেকর্ড করার জন্য। ভালো থাকবেন।

  • @zumbabaura7035
    @zumbabaura7035 2 года назад +7

    - এগিয়ে যাক বাংলাদেশ!- 🇧🇩🥰

  • @mdsojanrahman497
    @mdsojanrahman497 2 года назад +3

    আজ আমি প্রথম জানলাম আমাদের দেশে গাড়ি তৈরী হচ্ছে অসাধারণ ধন্যবাদ ভাই আপনাকে🥰🥰🥰🥰

  • @mdrabbihawladar9739
    @mdrabbihawladar9739 Год назад +1

    অনেক ভালো লাগে ধন্যবাদ ভাই php কোম্পানিকে ধন্যবাদ দেশের স্বার্থে কাজ করার জন্য

  • @zoomixtv6798
    @zoomixtv6798 2 года назад +2

    আমাদের দেশের সাংবাদিকরা শুধু রাজনীতি নিয়ে পড়ে থাকে। এই সকল বিষয় গুলো তুলে ধরলে আমাদের দেশ বিশ্ব বাজারে আরো সুনাম অর্জন করতো। ধন্যবাদ PHP কে

  • @sharminrahman4679
    @sharminrahman4679 2 года назад +10

    বাঙ্গালিরা পারে না এমন কিছু নাই তা আপনার আজকের ভিডিও টি দেখে বুঝলাম। সত্যি খুব গর্ববোধ করছি বাংলাদেশী হিসেবে।এই কোম্পানি যে অটো কার বানাচ্ছে তা কিছুটা টেসলার মতো মনে হচ্ছিল তবে টেসলার কাছাকাছি আমরা এখন হয়তো যেতে পারবো না তারপরেও চেষ্টা করতে অসুবিধা কি। অনেক ধন্যবাদ আপনাকে ❤️

  • @kazianwar2149
    @kazianwar2149 2 года назад +3

    ফারুক ভাই , অসম্ভব ভালো লাগলো ব্লগ টি। দয়া করে এনাদের কে নিয়ে আরো কয়েকটা ব্লগ দেখতে চাই। সত্যি বলতে কি আমার দেখা যত ব্লগ এ জীবনে দেখেছি এই ব্লগটাই সব থেকে ভালো লাগলো। এবং সব থেকে শ্রেষ্ঠ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      Glad to hear that you have enjoyed it. There will be more inshallah. Thank you.

  • @anwarbinmahfuz.6389
    @anwarbinmahfuz.6389 2 года назад +4

    আমি এতো বার স্যার সুফি সাহেব কে
    দেখেছি,কিন্তু আজ যা শুনলাম স্ততি আল্লাহর কাছে শুক্রিয়া যে এমন বাবা মায়ের এতো ভালো সন্তান এখনো এ-ই বাংলাদেশে আছে ধন্যবাদ ও দোয়া রাখি এ-ই পরিবারের জন্য 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩লাভ বাংলাদেশ জয় বাংলা,স্যার সুফি সাহেক আল্লাহ নেক হায়াত দান করুন

  • @MdPolash-eh3kr
    @MdPolash-eh3kr 2 года назад +1

    সত্যিই আমরা ভাগ্যবান যে আমরা আমাদের দেশের তৈরি গাড়ি কিনতে/ চালাতে পারবো/পারি।
    অনেক অনেক ধন্যবাদ পি এইচ পি কম্পানিকে।

  • @faisalmahmudfahimfaisallma2288
    @faisalmahmudfahimfaisallma2288 2 года назад +1

    আসসালামু আলাইকুম ভাইয়া
    আমাদের চট্টগ্রামের গর্ব পিএইচপি গ্রুপ,
    আপনার মধ্যেমে আমাদের চট্টগ্রামের এত অজানা অনেক কিছু দেখতে পারলাম শিখতে পারলাম, কিন্তু আমার দুর্ভাগ্য আপনার সাথে দেখা হলো না, অনেক আশা ছিল এক নজরে আপনাকে একবার হলেও দেখবো সে আশা টা মহান রাব্বুল আলামীন কখন কবুল করবেন ওনি জানেন, আপনার জন্য ও আপনার ফ্যামেলির জন্য অফুরন্ত দোয়া ও ভালোবাসা রইলো আজকে পবিত্র শবেবরাত উছিলায়_ আমিন।
    দোয়া করবেন ভাইয়া,
    আল্লাহ হাফেজ।

  • @sharifulislam7755
    @sharifulislam7755 2 года назад +3

    Apnake osokhkho dhonnobad,,,apnar maddhome desher eto bishal manoshder nijer mollobodh o moner kotha jante parlam 🥰🥰🥰

  • @fashionexpart1992
    @fashionexpart1992 2 года назад +5

    পি এইচ পির সাফল্য কামনা করছি,দেশের তৈরি গাড়ী করবে বিশ্ব জয়,ধন্যবাদ জনাব, আল ফারুক ভাই

  • @nazir6900
    @nazir6900 2 года назад +5

    বাংলাদেশের তৈরী করা গাড়ী বাহিরের দেশের গাড়ী তুলনা কম দামে রাখতে হবে।তাহলে লাভ কম হলেও অনেক চাহিদা থাকবে সবাই গাড়ী কিনতে পারবে।

  • @whiteeyes131
    @whiteeyes131 2 года назад +1

    আলহামদুলিল্লাহ বাংলাদেশে বড় শিল্প নেই বললেই চলে।এরোকম শিল্পগুলোর প্রতি উদ্যোগি হওয়ার জন্য এমন ভিডিও খুবই সহায়ক।

  • @nurislam5001
    @nurislam5001 2 года назад +3

    PHP Group এর জন সব সময় শুভ কামনা রইলো 💖💖💖💖💖💖💖

  • @enamulhaque1159
    @enamulhaque1159 2 года назад +39

    I'm so much impressed to see these people. I Couldn't believe this kind of hardworking, reliable, down to earth people still exist now days in our country. I wish you all the Very best and loads of love to them.

  • @m.dhumayunkabir8627
    @m.dhumayunkabir8627 2 года назад +3

    আসসালামু আলাইকুম ভাই। কি ভাবে বলব ভাষা খোঁজে পাচ্ছি না। আপনি যে ভাবে ধীরে ধীরে এগিয়ে আজ আপনি একজন সফল মানুষ, ঠিক সে ভাবে দেশের এক সর্বোচ্চ শিল্প গোষ্ঠীর অনেক শিল্প দেখলাম আপনার মাধ্যমে উপভোগ করলাম। PHP কতৃপক্ষ কে অনেক অনেক ধন্যবাদ আপনাকে উনাদের একজন অতিথি করার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকলাম। খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +1

      Walaikum assalam ভাই। ভাল লেগেছে জেনে খুশী হয়েছি। ধন্যবাদ। Jajakallah Khairan.

  • @mahamudhasan1778
    @mahamudhasan1778 2 года назад +2

    অসাধারণ! গর্ব আর ভালোলাগায় আচ্ছন্ন হয়ে গেলাম।পি এইচ পি গ্রুপ আমাদের অহংকার, তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকুক খোদার কাছে এই প্রার্থনা করি। PHP পরিবারের এই দুই সদস্যের সরলতা আর সদাহাস্যজ্বল মুখাবয়ব আমাকে আপ্লুত করেছে। ধন্যবাদ ফারুক ভাই আপনাকে আজকের ভিডিওর জন্য।

  • @shabbirnewaz9288
    @shabbirnewaz9288 10 месяцев назад +1

    আশা করি অচিরেই PHP ব্রান্ড নেম নিয়ে বাজারে গাড়ী দেখবো যার সবটুকুই আমাদের দেশে তৈরী হবে PHP'র হাত ধরে।
    অনেক অনেক দোয়া ও শুভ কামনা PHP Family'র জন্যে।

  • @amranmia5518
    @amranmia5518 2 года назад +5

    এই ভিডিওর শেষ দিকে মোটিভেশন দেখেছি যেটা অনেক ভালো লেগেছে।

  • @ronyvlogs94
    @ronyvlogs94 2 года назад +3

    আসলেই অনেক ভালো লাগলো এই বিষয়টা জানতে পেরে যে বাংলাদেশেও এতো সুন্দর সুন্দর গাড়ি তৈরি হয় বা এসেম্বলি হয়..... অনেক অনেক ধন্যবাদ আংকেল এতো সুন্দর একটা ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য💜❤️

  • @thebengalauto
    @thebengalauto 2 года назад +4

    PHP proper human protocol, may Allah swt protect them from all evil and success even more.

  • @Hyptekpk
    @Hyptekpk 2 года назад +1

    আপনার ভিডিও গুলোর মধ্যে আমার দেখা সবচেয়ে ভালো ভিডিও

  • @rahimuddin2491
    @rahimuddin2491 8 месяцев назад +1

    চমৎকার এখানেও আমরা সফল হবো। এখন, আমরা ভাল মানুষ হলেই বাংলাদেশ হবে সোনার বাংলা।

  • @mdalirayhan..7622
    @mdalirayhan..7622 Год назад +5

    হাটি হাটি পা পা করে এক দিন আমার বাংলাদেশের এগিয়ে যাবে ইনশাআল্লাহ♥️♥️♥️

  • @dhretimanmallick2586
    @dhretimanmallick2586 2 года назад +15

    I must say, PHP group’s family story and their operating strategy is really really motivating. Deep respect from my heart ❤️

  • @hamzaquaiz6674
    @hamzaquaiz6674 Год назад +3

    আসলে এটা দেখে,নিজের কাছে কি পরিমান খুশি লাগতেছে,বলে বুঝাতে পারবো না।।এটা আমাদের দেশের গাড়ি❤️❤️

  • @refatctg7805
    @refatctg7805 2 года назад +1

    PHP Automobiles Ami geya selam 2017year a Onk sundor place...

  • @aayatnoor7186
    @aayatnoor7186 2 года назад +1

    খুব খুব চমৎকার লাগলো৷ সাথে আপনার মনোমুগ্ধকর সুন্দর বিবরণ, চমকপ্রদ কিছু তথ্য যা আমাদেরকে অনেক কিছু শেখাবে। আমি সত্যিই মুগ্ধ হলাম আপনার এবারের বাংলাদেশ ভ্রমণ ও তথ্য সমৃদ্ধ ও মানবিক দিক গুলো নতুন করে তুলে ধরবার জন্য। আমরা ঘরে বসে থেকে বাংলাদেশকে জেনে ভুলভাল মন্তব্য করি সমালোচনা করি তা থেকে বেরিয়ে এসে নিজ চোখে বাংলাদেশকে জানতে চাওয়ার আগ্রহ তৈরি করে দিলেন নতুন প্রজন্মের কাছে। বাংলাদেশ মানে সস্তা খাবার খাওয়া না, বাংলাদেশ মানে পুরো বাংলা। ভালবাসা ও দোয়া অফুরন্ত আপনার জন্য। ❤️🇧🇩

  • @voiceoflife2476
    @voiceoflife2476 2 года назад +7

    Family bonding of two brother is awesome. Its unbelievable of any industrialist family. May Allah keep this bonding long long years.

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      Ameen

    • @roadtripwithherophp193
      @roadtripwithherophp193 2 года назад +2

      Ameen; pls keep us in your prayers

    • @juyel420funny8
      @juyel420funny8 Год назад

      আসসালামু আলাইকুম বড় ভাই ওখানে কি জব করা যাবে

    • @juyel420funny8
      @juyel420funny8 Год назад

      এ জিনিসটা যদি জানেন তাহলে জানাইয়েন আমরা তো বাইরে জব করে গাড়ির ওই জন্য তো দেশে হলে ভালো হবে

  • @kaisersiddique1
    @kaisersiddique1 2 года назад +3

    thanks ancle, amdr moto youth der jonno amn akta vlog bananor jonno.. onk inspiration and motivation peyechi ey vlog teke.

  • @abukausar5699
    @abukausar5699 2 года назад +4

    আংকেল, আপনার এই ভিডিওটা এক কথায় অসাধারণ।

  • @imranstime
    @imranstime 2 года назад +2

    PHP এর নেতৃত্ব যোগ্য ও ভাল মানুষের হাতে, অনেক ভালো লাগল। Best of luck.

  • @mamunhasan1291
    @mamunhasan1291 2 года назад +1

    Masha Allah eto cute ghari amader deshei toiri hucce.babteo khub khushi lagche Alhamdulillah. Dua roylo proton er jonno

  • @jahidulhaq3756
    @jahidulhaq3756 2 года назад +3

    Faruk bhai apnake +php family members der onek onek shuvo kamona roilo.

  • @riansourcing
    @riansourcing 2 года назад +4

    ফারুক ভাই আসসালামু আলাইকুম ,
    আমার মনে হয় এটা আপনার সব থেকে সেরা ভিডিও অনেক কিছু শিখার আছে এই ভিডিওতে এবং অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রহিল পিএইচপি পরিবারকেও এ রকম সুখি পরিবার ও সফল ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ- আরিফ

  • @riajuddin8519
    @riajuddin8519 2 года назад +3

    বহদ্দারহাটের আগেই এই শো-রুম। একবার কোনো একটা কাজে গিয়ে এ শো-রুমের সামনে অনেক্ষণ দাড়িয়ে থাকতে হয়েছিল। যদি জানতাম এই ব্রান্ড বাংলাদেশের, তাহলে মন ভরে দেখতাম সবকিছু। যাইহোক শুভকামনা সবার প্রতি

  • @santoshbarua372
    @santoshbarua372 2 года назад +1

    অসাধারণ একটি এপিসোট। আমি আবুধাবি দুবাই থেকে দেখছি। খুব সুন্দর এনজয় টাইট। আমার বাড়ী কক্সবাজার। কথা বার্তা সবকিছু মিলে খুব ভাল লেগেছে। অনেক অনেক ধন্যবাদ।

  • @md.badruzzaman.8754
    @md.badruzzaman.8754 2 года назад +2

    চমৎকার ভিডিও। অনেক কিছু দেখলাম,শিখলাম। পিএইচপি গ্রুপের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করছি।

  • @moesuja3351
    @moesuja3351 2 года назад +5

    They are very humble. That’s why very blessed!! Proud of my city Chittagong. Miss it from Oklahoma, USA

  • @mozammelhossein8008
    @mozammelhossein8008 2 года назад +25

    Interesting episode. One of the best in the current BD series. PHP group deserve kudos for their venture in the automobile industry.

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад

      Thank you dear

    • @kishwarfatema6354
      @kishwarfatema6354 2 года назад +2

      প্রোটন সাগা, গ্রাহকের চাহিদা খুব কম।দাম ভারতের মত নয়। এখানে দাম খুব বেশি।একটি সেডান প্রোটনের দাম প্রায় পনের লাখ টাকা।ভারতে এই ধরনের গাড়ির দাম মাত্র পাঁচ থেকে ছয় লাখ টাকা।তাদের জাপানি গাড়ি কোম্পানির সাথে যৌথ উদ্যোগের প্রয়োজন।বাংলাদেশে জাপানি যেকোনো গাড়ির চাহিদা রয়েছে।যদি এটি ইসুজু, সুবারু, মাজদা, সুজুকি বা ডাইহাতসু হয়।টয়োটা, মিথসুবিশি, হোন্ডা, নিসান যৌথ উদ্যোগে নাও আসতে পারে।তারা চাইনিজ হ্যাভাল বা গ্রেটওয়ালও চেষ্টা করতে পারে।কোরিয়া নিজস্ব ব্র্যান্ড দ্বারা প্ল্যান্ট স্থাপন করতে পারে।ভক্সওয়াগন[ ভিটল, ভেটো, ভেন্টু এবং পোলো]এবং রেনল্ট সম্পর্কে কি?ইউরোপ থেকে এই দুটি সেরা.

  • @tusherkantimazumdar8563
    @tusherkantimazumdar8563 2 года назад +5

    অতি সুন্দর। আগেই বলেছি আপনার ভ্লগগুলি দেকলে অনেক কিছু জানা জায়। আর একটা কথা "সবার জন‍্য সব কিছু নয়" এটা আমাদের মানতে হবে।

  • @jashimuddin6669
    @jashimuddin6669 2 года назад +1

    ধন্যবাদ আপনাদের, চট্টগ্রাম আমার অহংকার, আল্লাহ্ আপনাদের সহায়ক হোন।

  • @NayonShafeeTheTraveler
    @NayonShafeeTheTraveler 2 года назад +2

    এটাকে বলে রিয়েল ইউটিউবিং,, মাশাল্লাহ অনেক সুন্দর একটা ভিডিও দেখলাম,,আর বিশেষ করে PHP পরিবার কে দেখে আমি অভিভূত ❤️❤️❤️❤️❤️ সুসন্তান বেশিরভাগ সুপরিবার থেকেই,, আসে❤️❤️❤️কারন হলো পারিবারিক সুশিক্ষা❤️❤️❤️অনেক অনেক ভালোবাসা এই পরিবারের জন্য,,এবং এই ইউটিউবার ভাইয়ের জন্য👍👍❤️

  • @Rasal_TechDiary
    @Rasal_TechDiary 2 года назад +3

    Php contribute to our country a lot...thanks to PHP & also mr.sufi mizan sir

  • @drtsahasaha9867
    @drtsahasaha9867 2 года назад +57

    Incredible..this is surprising and have to appreciate the entire Bangladeshi people who are working tirelessly day and night and many of them living in different countries and helping their families and Bangladesh by sending money and thanks to Bangladesh government who has taken all the great initiative for the development of Bangladesh.this is unbelievable when a country just started their journey few years ago after their independence and how beautifully this country is developing so rapidly after facing so many obstacles .thanks a lot sir for such beautiful video ..this video will encourage all the people out there who work for their country and want to do many more for the development of 🇧🇩 ..today we can speak in Bangla and can enjoy our Bengali culture just because there is an huge contribution of Bangladeshi people and I am sure no one can deny this ..

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +3

      Thank you dear. Appreciate your kind words & continuing support.

    • @sadikaakhterhena
      @sadikaakhterhena 2 года назад +2

      Great jobs assalamualaikum faruque vi i congratulations to u n php group families
      lots of ZazakAllah khairun to everyone
      Alhamdulillah one wonderful beautiful muslim honorable business families ever i saw in this difficult time in the world time maa shaa Allah
      My heartiest salam n doa for dear faruque vi n full php families n my prayer to Almighty Allahswt give us families like php neck n pious momeen bandha n ummoth e Mohammad (pbuh) in evry family ameen

  • @nazmulhossain-sd7ks
    @nazmulhossain-sd7ks 2 года назад +6

    PHP আমাদের Chittagong এর গর্ব