গিজার পিরামিডে একদিন || ONE DAY AT THE GREAT PYRAMIDS || CAIRO, EGYPT

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • পাক্কা দশ হাজার টাকা খরচ হয়েছিল পিরামিড কমপ্লেক্সে এক ঘণ্টা কাটাতে।
    কায়রোতে হোটেলে নাস্তা করে এজেন্সির গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। আমাদের গাইড আগে থেকেই গাড়িতে বসা। আধঘণ্টা ড্রাইভ করে এসে পৌঁছালাম গিজার পিরামিড কমপ্লেক্সে। চর্মচক্ষে প্রথমবারের মতো দেখলাম প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি। কী অকল্পনীয় রকমের বিশাল! এতদিন ছবি আর ভিডিওতে আন্দাজ করতে পারিনি একদমই! তো, কী কী করলাম আমরা সেখানে, কেমন প্যাকেজ, কেমন খরচাপাতি, কী কী দেখাবে, সেগুলো পেয়ে যাবেন এ ভিডিওতে! ধৈর্য ধরে পুরোটা দেখতে পারেন!
    ৩৮০০ বছরেরও বেশি সময় আগে ফারাও খুফু তার সমাধি হিসেবে বানিয়েছিলেন ৪৮১ ফুট উঁচু পিরামিড। একটা সময় পর্যন্ত মানবনির্মিত সবচেয়ে উঁচু কাঠামো ছিল এই খুফুর পিরামিড। পিতার প্রতি সম্মান রেখে তার থেকে একটু খাটো করে ৪৪৮ ফুট উঁচু পিরামিড বানান ফারাও খাফরে। আবার খাফরের প্রতি সম্মান রেখে তার উত্তরসূরি মেনকাউরে বানালেন ২১৫ ফুট উচ্চতার পিরামিড। আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রানীদের ছোট ছোট পিরামিড। সব মিলিয়ে এই কমপ্লেক্সে দেখতে পেলাম ৯টি পিরামিড আর কিছু কবর।
    স্ফিংসের গল্প হবে আরেকদিন!

Комментарии • 10