ক্রিম এর বদলে নয়, স্নানের আগে মালিশের জন্য বাচ্চার মুখে অলিভ অয়েল লাগাতে পারেন। সব বাচ্চার ত্বক আলাদা হয় , আপনার বাবুর ত্বকে কোন ক্রিমটি স্যুট করবে সেটা তো আমি বলতে পারব না। আপনি যেকোন ভালো কোম্পানির ক্রিম ব্যবহার করে দেখতে পারেন। Seba med , Himalaya এই কোম্পানি গুলো ও ভালো।
Tonu আপনার বেবির বয়সটা তো আপনি লিখেন নি। যদি বেবি খুব ছোট হয় তবে ভ্যাসলিন না ব্যবহার করাই ভালো, তার থেকে বরং আপনি দিনে 2 বার করে দুধের সর বা ঘি দিয়ে বেবির গালদুটো তে হালকা করে মালিশ করুন। আশা করি এতে আপনার সমস্যার সমাধান হবে।
Amar bachhar age 6 maas gae sorisar tel lagate doctor mana koreche,to narcol tel lagate recomend korechen,ey site narcol tel lagale bar bar thanda lege jache medum.bachha ta jokhon 15 diner chilo tokhon or born infection hoyechilo,sey voe ami sorisar tel o dite parchina.ekhon thik ache but tao voy lagche tai badho hoye narcol tel dichi.ki kori bolun to?plzz..ans me medum
Asmita আপনি বাচ্চার গায়ে নারকেল তেল ই লাগান কিন্তু সব সময় নারকেল তেল মাখানোর আগে তেল গরম করে নিন। গরম মানে ডাইরেক্ট আগুনে বসিয়ে গরম করবেন না, একটি বড় পাত্রে গরম জল নিন তার উপর আর একটি ছোট্ট বাটিতে করে নারকেল তেল নিয়ে জলে বসিয়ে দিন, তেল অটোমেটিক গরম হয়ে যাবে আর ওই তেল দিয়ে আপনার বাচ্চাকে মালিশ করবেন। আর যেহেতু আপনার বাচ্চার ঠান্ডা লাগে তার জন্য আপনি, একটু খাঁটি সরষের তেল নিন ওতে 4 - 5 কোয়া রসুন থেঁতো করে দিয়ে ভালো করে তেলটা ফুটিয়ে নিন, ওই তেল হালকা গরম থাকতেই বাচ্চার কেবলমাত্র তলী পায়ে ভালো করে ঘষে ঘষে মালিশ করে দিন, আর সঙ্গে সঙ্গে মোজা পরিয়ে দিন বাচ্চাকে। এভাবে রোজ রাতে শোয়ার আগে করবেন। আমার মনে হয় এতেই আপনার বাচ্চার ঠান্ডা লাগা বন্ধ হয়ে যাবে।
Nusrat আপনি বেবির মুখে কোনো ভালো কোম্পানির ক্রিম ব্যবহার করুন। Seba med , Himalaya এগুলো ভালো কোম্পানি। আপনার বেবির ত্বকে কোন ক্রিমটি স্যুট করবে সেটি আপনি যে কোন ক্রিম ব্যবহার করার পরেই বুঝতে পারবেন । এর সাথে দিনে দুবার করে দুধের সর দিয়ে বেবির গালে মালিশ করবেন।
এখন শীতকাল তো তাই বাচ্চার শরীর একটু বেশি খসখস করে । শীতকালের সকালে এবং রাতে বাচ্চাকে তেল দিয়ে মালিশ করবেন । দিনে তিন থেকে চারবার বাচ্চার গায়ে লোশন লাগাবেন । বাড়িতে যদি দুধের সর থাকে তবে একবার লোশন এর বদলে দুধের সর মাখাবেন বাচ্চাকে । এতে বাচ্চার শরীর তৈলাক্ত হবে , বাচ্চার গায়ের রং উজ্জ্বল হবে , বাচ্চার শরীর খসখস করবে না , আর চর্মরোগ ও কম হবে ।
Rima এটা শীতকাল আর আপনার বাচ্চা এখন খুব ছোট , তাই বেশি লোশন লাগাবেন না ঠান্ডা লেগে যেতে পারে । তার থেকে বরং দিনে দুবার করে তেল দিয়ে ভালো করে মালিশ করবেন আর একবার লোশন লাগাবেন । এবার আপনার বাচ্চার চুলকানি হয় , মানে আপনি যে তেল টি লাগান ওই তিনটি হয়তো ওর সুট করছে না । ওকে খাঁটি নারকেল তেল ( cold pressed virgin coconut oil ) দিয়ে মালিশ করুন । বাচ্চাকে মাখানোর আগে তেলকে হালকা গরম করে নেবেন।
হ্যাঁ পারবেন, জনসন তেল টা তো বাচ্চাদের জন্যই তৈরি, ওতে কোন রকমের কোন ক্ষতি নেই।তবে এই বয়সে যদি ডাবর লাল তেল দিয়ে বাচ্চার মালিশ সপ্তাহে দু-তিনদিন করা যায় তবে বাচ্চার হাড় মজবুত হবে।
ম্যাম গোসলের আগে অলিভ ওয়েল দিয়ে মালিশ করে গোসলের পরে কি জনসন ওয়েল দিতে পারবো প্লিজ একটু বলেন আমি প্রথম বাচ্চার মা তাই কি দিবো বুজতে পারছি বাচ্চার বয়স ১১ মাস
Apu 1ta kotha sare kori...amr meye jonmer somoy onk forsa chilo bt akhon kalo hoye geche.jonmo theke sorser tel use korechi bt bujhinai kivabe tel use korte hoy...gosoler pore rate sokale sob somoy tel diye ditam...khub kosto hoy apu,sobai amr meyek kalo bole...ki korle aktu forsa hobe.
গায়ের রং জেনেটিক হয়, মানে বাচ্চার গায়ের রং নির্ভর করে মা-বাবার গায়ের রং এর উপর। তাই আপনার বাড়ির কারো গায়ের রঙ যদি কালো হয় তবে আপনার মেয়েকে একেবারে ফর্সা করা যাবেনা। তবে ঠিকমতো যত্ন করলে গায়ের রঙ অনেকটাই উজ্জ্বল করা যায়।
Suman আপনি মনে হয় Dabur Lal তেল এর কথা বলছেন। না দু মাসের বাচ্চাকে Dabur Lal তেল মাখানো যায় না। তিন মাস বয়সের পর মাখান। এখন ঘানির সরষের তেল না হলে বাদাম তেল লাগাতে পারেন।
Trisha একটু বোরোলিন একটি চামচে করে গরম করুন, এরপর ঠাণ্ডা হতে দিন, একদম হালকা গরম থাকতে ফাটা জায়গায় লাগান। এতে ব্যথা কমবে। বাড়িতে অ্যালোভেরার গাছ থাকলে তার ভেতরের জেল ওই ফাটা জায়গায় মাঝে মাঝে লাগাবেন।
লাগানো যাবে, এতে কোনো অসুবিধে নেই, ঠান্ডা লাগবে না। তবে সব বাচ্চা সমান হয় না আপনার ছেলেকে কিছুদিন লাগিয়ে দেখুন যদি ওর কোন অসুবিধে না হয় তবে লাগাতে পারেন।
Alinur Islam হ্যাঁ শীতকালে আর বর্ষাকালে তো বাচ্চাকে অবশ্যই তেল মালিশ করবেন। তেল মালিশ করলে অনেক উপকার পাবেন। এর উপর একটি ভিডিও আমি তৈরি করে আপনার জন্য পাঠাবো।
প্রত্যেকবার দুধ খাওয়ানোর পর বাচ্চার মুখ ভেজা কাপড় বা বেবি ওয়াইপস দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবেন। কিছুদিনের জন্য বাচ্চার মুখে তেল লাগাবেন না। বাচ্চা যদি মায়ের দুধ খায় তবে আপনি বেশি ঝাল খাবেন না।
না সরিষার তেল বডি লোশনের পরিবর্তে কখনোই লাগানো যাবে না কারণ যে কোন তেল মাখানোর 15 মিনিট থেকে আধ ঘণ্টার মধ্যে তা ধুয়ে ফেলতে হয় না হলে ওই তেল জমে থেকে বাচ্চার গায়ের রং কালো করে দেবে, বাচ্চার গায়ে চুলকানি হবে আরো অনেক কিছুই সমস্যা হতে পারে। আপনি বরং বডি লোশন টা বদলে দেখুন, আর দুবার এর জায়গায় তিনবার লাগান এটা শীতকাল তো, ঠান্ডা যত বেশি পড়বে তত তাড়াতাড়ি ত্বক শুষ্ক হবে। বিশেষ করে শীতকালটা বিনা মশ্চারাইজার এ বাচ্চাকে রাখবেন না।
Vishownath এখন শীতকাল চলছে আর আপনার বাচ্চাও খুব ছোট , তাই মেয়ে কে বেশি কিছু মাখাতে যাবেন না , মেয়ের ঠান্ডা লেগে যেতে পারে । মেয়েকে বড় হতে দিন , এখন কেবল ওকে দিনে দুবার করে ভালো করে তেল দিয়ে মালিশ করুন ।যে তেল দিয়ে মালিশ করবেন ওই তেলের বোতলে একটু গোটা হলুদ থেঁতো করে দিয়ে রোদে রেখে দিন । ওই তেল দিয়ে বাচ্চাকে মালিশ করুন । তেল মালিশ করলেও বাচ্চার গায়ের রং উজ্জ্বল হয় ।
Apu amar babur boyos 14 mas,, tar mukhe kicu use korle khub taratari sukiye jai ebog khoskhose hoye jai,, ekhn amk ki korte hobe apu,, pizz janaben apuu
Apu amr baccar 14 mas...or gal akto koskosa..or gal a ki lagabo..akto janaen plzz
Tnx ....
mam amer baby girl or alarji sob somoy sorir tulkate take ok ki tel loson ba crim lagabo babyr 2 bosor pleass bolbon
Thank you.
4 mas er babur gal fete gece ki korle vlo hobe plz janaben kintu
আপু কোন ক্রিম টা বেবি দের জন্য ভালো পিলিজ জানাবেন
Madam amr bachar boyos 8 mass or mukh a gal khub fete geache ki lagale tik hobe ak tu plz bolun na
Gal fatar jonno kon crim vlo
Babur bowos 5 mas or mukhe ki olive oil laganu jabe cream er bodle...r kon cream ta deowa jabe
ক্রিম এর বদলে নয়, স্নানের আগে মালিশের জন্য বাচ্চার মুখে অলিভ অয়েল লাগাতে পারেন। সব বাচ্চার ত্বক আলাদা হয় , আপনার বাবুর ত্বকে কোন ক্রিমটি স্যুট করবে সেটা তো আমি বলতে পারব না। আপনি যেকোন ভালো কোম্পানির ক্রিম ব্যবহার করে দেখতে পারেন। Seba med , Himalaya এই কোম্পানি গুলো ও ভালো।
মুখে কি হিমালায়া লোশন দেওয়া যাবে?
Mam amr baby 1month akhon ok ki tal makhbo aktu bolban
6 bosor er baby k kon lotion ta dile valo hobe and moisturize konta bebohar korbo
Amar babyr gal lal hoye fete jasse.lotion,,olive oil,baby cream use korsi shareni..vasline ba meril ki use kora jabe??
Tonu আপনার বেবির বয়সটা তো আপনি লিখেন নি। যদি বেবি খুব ছোট হয় তবে ভ্যাসলিন না ব্যবহার করাই ভালো, তার থেকে বরং আপনি দিনে 2 বার করে দুধের সর বা ঘি দিয়ে বেবির গালদুটো তে হালকা করে মালিশ করুন। আশা করি এতে আপনার সমস্যার সমাধান হবে।
@@tophealthtipsofficial amar babyr boyos 6 month.
Amar bachhar age 6 maas gae sorisar tel lagate doctor mana koreche,to narcol tel lagate recomend korechen,ey site narcol tel lagale bar bar thanda lege jache medum.bachha ta jokhon 15 diner chilo tokhon or born infection hoyechilo,sey voe ami sorisar tel o dite parchina.ekhon thik ache but tao voy lagche tai badho hoye narcol tel dichi.ki kori bolun to?plzz..ans me medum
Asmita আপনি বাচ্চার গায়ে নারকেল তেল ই লাগান কিন্তু সব সময় নারকেল তেল মাখানোর আগে তেল গরম করে নিন। গরম মানে ডাইরেক্ট আগুনে বসিয়ে গরম করবেন না, একটি বড় পাত্রে গরম জল নিন তার উপর আর একটি ছোট্ট বাটিতে করে নারকেল তেল নিয়ে জলে বসিয়ে দিন, তেল অটোমেটিক গরম হয়ে যাবে আর ওই তেল দিয়ে আপনার বাচ্চাকে মালিশ করবেন। আর যেহেতু আপনার বাচ্চার ঠান্ডা লাগে তার জন্য আপনি, একটু খাঁটি সরষের তেল নিন ওতে 4 - 5 কোয়া রসুন থেঁতো করে দিয়ে ভালো করে তেলটা ফুটিয়ে নিন, ওই তেল হালকা গরম থাকতেই বাচ্চার কেবলমাত্র তলী পায়ে ভালো করে ঘষে ঘষে মালিশ করে দিন, আর সঙ্গে সঙ্গে মোজা পরিয়ে দিন বাচ্চাকে। এভাবে রোজ রাতে শোয়ার আগে করবেন। আমার মনে হয় এতেই আপনার বাচ্চার ঠান্ডা লাগা বন্ধ হয়ে যাবে।
3 মাসের বাচ্চার দেয়া যাবে
আপু আমার বাচ্চার বয়স সাত মাস 20 দিন। ওর মুখ ফেটে গেছে কি লাগাবো একটু দয়া করে জানাবেন। Aveeno moisturiser লাগালে ঠিক হবে
Didi amar babur boyos 16 mash or sob somoy buke kash joma & sordi take dr.dekiye antibiotic kawailam ta o kaj hocche na ki korty pari akon
Apu amar babyr boyos 2 year. Babyr dui gal khos khose hoye geche. O r mukhe ki dile valo hobe?
Nusrat আপনি বেবির মুখে কোনো ভালো কোম্পানির ক্রিম ব্যবহার করুন। Seba med , Himalaya এগুলো ভালো কোম্পানি। আপনার বেবির ত্বকে কোন ক্রিমটি স্যুট করবে সেটি আপনি যে কোন ক্রিম ব্যবহার করার পরেই বুঝতে পারবেন । এর সাথে দিনে দুবার করে দুধের সর দিয়ে বেবির গালে মালিশ করবেন।
amar bacchar 20 din kintu aj 3 din hoya jar paikana korche na ki korvo aktu bolun
Thanks
আপু আমার বাচচার বয়স তিন মাস সে খুব কালো তাকে কি তেল দিব মুকে কি দিব
Apu amr meye din din kalo hoye jacca.
আপু আমার বাবুর বয়স ১১ মাস। ওর সারা শরীর খসখসে। লোশন লাগালে ২০ মিনিটের মতো সময় ত্বক তৈলাক্ত থাকে তারপর আবার খসখসে হয়ে যায়। এখন করনীয় কি আপু?
এখন শীতকাল তো তাই বাচ্চার শরীর একটু বেশি খসখস করে । শীতকালের সকালে এবং রাতে বাচ্চাকে তেল দিয়ে মালিশ করবেন । দিনে তিন থেকে চারবার বাচ্চার গায়ে লোশন লাগাবেন । বাড়িতে যদি দুধের সর থাকে তবে একবার লোশন এর বদলে দুধের সর মাখাবেন বাচ্চাকে । এতে বাচ্চার শরীর তৈলাক্ত হবে , বাচ্চার গায়ের রং উজ্জ্বল হবে , বাচ্চার শরীর খসখস করবে না , আর চর্মরোগ ও কম হবে ।
ধন্যবাদ আপু
ম্যাম আমার বাচ্চার বয়স এগারো মাস ওর পুরো শরীর খসখসে আর চুলকায়, নেভিয়া লোশন মাখি কিন্তু একটু পরে আবার আগের মত এখন কী করা যায়? জানান plz
Rima এটা শীতকাল আর আপনার বাচ্চা এখন খুব ছোট , তাই বেশি লোশন লাগাবেন না ঠান্ডা লেগে যেতে পারে । তার থেকে বরং দিনে দুবার করে তেল দিয়ে ভালো করে মালিশ করবেন আর একবার লোশন লাগাবেন । এবার আপনার বাচ্চার চুলকানি হয় , মানে আপনি যে তেল টি লাগান ওই তিনটি হয়তো ওর সুট করছে না । ওকে খাঁটি নারকেল তেল ( cold pressed virgin coconut oil ) দিয়ে মালিশ করুন । বাচ্চাকে মাখানোর আগে তেলকে হালকা গরম করে নেবেন।
@@tophealthtipsofficial Tnx Maam coconut oil এর নামটা plz mention করলে ভালো হতো।
ম্যাম অনেকে বলে নারিকেল গায়ে মাখলে গা ফেটে যায়। এটা কি সত্যি
আপু আমার মেয়ের ১৫ মাস বয়স ওপর হাত পা ফেটে গেছে কি করবো দয়া করে জানাবেন
আপু, আমার বাচচাকে আমি জনছন অয়েল দিয়ে ম্যাছাচ করতে পারবো বাচচার বয়স ৪মাস ১৪ দিন
হ্যাঁ পারবেন, জনসন তেল টা তো বাচ্চাদের জন্যই তৈরি, ওতে কোন রকমের কোন ক্ষতি নেই।তবে এই বয়সে যদি ডাবর লাল তেল দিয়ে বাচ্চার মালিশ সপ্তাহে দু-তিনদিন করা যায় তবে বাচ্চার হাড় মজবুত হবে।
thanks আপু
আপু আমার বাচ্চার বয়স ৪ মাস,ওকে কি অলিভ অয়েল মুখে দিতে পারব ?
আমার বাচ্চা র পায়ের বুড়ো আঙুল ফেটেছে এখানে কি লাগানো যাবে
ম্যাম গোসলের আগে অলিভ ওয়েল দিয়ে মালিশ করে গোসলের পরে কি জনসন ওয়েল দিতে পারবো প্লিজ একটু বলেন আমি প্রথম বাচ্চার মা তাই কি দিবো বুজতে পারছি বাচ্চার বয়স ১১ মাস
Apu 1ta kotha sare kori...amr meye jonmer somoy onk forsa chilo bt akhon kalo hoye geche.jonmo theke sorser tel use korechi bt bujhinai kivabe tel use korte hoy...gosoler pore rate sokale sob somoy tel diye ditam...khub kosto hoy apu,sobai amr meyek kalo bole...ki korle aktu forsa hobe.
খুব বেশি কালো বাচ্চাকে দুধের মতো ফর্সা করতে কি করবেন।Baby skin care.শিশুর গায়ের রং ফর্সা করার উপায়
( ruclips.net/video/7iXChR_E_PI/видео.html )
গায়ের রং জেনেটিক হয়, মানে বাচ্চার গায়ের রং নির্ভর করে মা-বাবার গায়ের রং এর উপর। তাই আপনার বাড়ির কারো গায়ের রঙ যদি কালো হয় তবে আপনার মেয়েকে একেবারে ফর্সা করা যাবেনা। তবে ঠিকমতো যত্ন করলে গায়ের রঙ অনেকটাই উজ্জ্বল করা যায়।
Didi amar gal fata gacha Ami ki korbo
Amr baby 2masr. Ami ki dabur amla makhbo
Suman আপনি মনে হয় Dabur Lal তেল এর কথা বলছেন। না দু মাসের বাচ্চাকে Dabur Lal তেল মাখানো যায় না। তিন মাস বয়সের পর মাখান। এখন ঘানির সরষের তেল না হলে বাদাম তেল লাগাতে পারেন।
বাচ্চা কালো পায়খানা করলে কি করণীয় ?
7 maser babu ki cream lagabo?
দিদি আমার মেয়ের বয়স ১৪ মাস। ওর পায়ের বৃদ্ধাঙুলের পিছনের চামড়া ফেটে গেছে। এর জন্য কি করা যায়?
Trisha একটু বোরোলিন একটি চামচে করে গরম করুন, এরপর ঠাণ্ডা হতে দিন, একদম হালকা গরম থাকতে ফাটা জায়গায় লাগান। এতে ব্যথা কমবে। বাড়িতে অ্যালোভেরার গাছ থাকলে তার ভেতরের জেল ওই ফাটা জায়গায় মাঝে মাঝে লাগাবেন।
apu amar baber 13 manth chole or face sudu fete jay ki korbo mam
Rehana বেবির মুখে দিনে 2 বার করে দুধের সর দিয়ে মালিশ করুন।
Payer gurali fata dur kora jai kibabe
১ দিনেই পা ফাটা থেকে মুক্তি !
( ruclips.net/video/DEuIXUWZiWM/видео.html )
আপু নারকেল তেল, গোলাপের পাপড়ি একসাথে জ্বালিয়ে রেখে, ওই তেল কী গোসোলের আগে বাচ্চার গায়ে লাগানো যাবে? আর শীতে এই তেল মাখালে কী ঠান্ডা লাগবে?
লাগানো যাবে, এতে কোনো অসুবিধে নেই, ঠান্ডা লাগবে না। তবে সব বাচ্চা সমান হয় না আপনার ছেলেকে কিছুদিন লাগিয়ে দেখুন যদি ওর কোন অসুবিধে না হয় তবে লাগাতে পারেন।
@@tophealthtipsofficial অনেক ধন্যবাদ। আপনি Reply দেন বলে খুবই ভালো লাগে। এই জন্যতো সবকিছুই আপনার কাছে যানতে চায়।
Apu parashut coconut oil diye hobe..
site babyk ki oil debo
Alinur Islam হ্যাঁ শীতকালে আর বর্ষাকালে তো বাচ্চাকে অবশ্যই তেল মালিশ করবেন। তেল মালিশ করলে অনেক উপকার পাবেন। এর উপর একটি ভিডিও আমি তৈরি করে আপনার জন্য পাঠাবো।
@@tophealthtipsofficial ধন্যবাদ আপু
Babayder jonno,kon olive oil sobceye basi valo
আমার বেবির বয়স সতেরো দিন বেবির মুখে ও শরীরে কি মাখবো প্লিজ বলেন আপু
Monira আপনার বেবি এখন খুবই ছোট , তাই আপনি ডাক্তারের পরামর্শ না নিয়ে বেবিকে কিছু মাখাবেন না ।
Ki cream use korbo
ম্যাম আমার বাচ্চার বয়স পাঁচ মাস ওর মুখের চারপাশে লাল হয়ে গেছে এর জন্য কি করনীয়
প্রত্যেকবার দুধ খাওয়ানোর পর বাচ্চার মুখ ভেজা কাপড় বা বেবি ওয়াইপস দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবেন। কিছুদিনের জন্য বাচ্চার মুখে তেল লাগাবেন না। বাচ্চা যদি মায়ের দুধ খায় তবে আপনি বেশি ঝাল খাবেন না।
আপু এই শীতে ০ মাস বাচ্চার গায়ে কি তেল বা লোশন দিব।গোসলের পর কোন লোশন টা দিব প্লিজ জানাবেন
সব শিশুর স্কিন সমান হয় না, আপনার বাচ্চা এখন খুব ছোট । আপনি ওর জন্য যেকোনো তেল বা লোশন কেনার আগে একবার ডাক্তার দেখিয়ে নিন এতে বেশি ভালো হবে।
আপু আমার মেয়ের হাত পা সব ফর্সা কিন্তু মুখ কালো হয়ে গেছে। এখন কি ব্যবহার করবো। মেয়ের বয়স ১ মাস ৭ দিন
Aita Kono problem e na Apu Amar seler amonta silo 3mash pore emni thik hoiya gese oneak bassar Amon hoy
আপু আমার মেয়ের গাল ফেটে গেছে কি করবো আপু
আমার বেবির বয়স ১০ মাস ওর মুখ খসখসা হাত পা ও কি করবো মেম
ম্যাম ৪ মাসের বাচ্চার মুখ ফাটে গেছে এখন কি মাকাবো
মায়ের বুকের দুধ লাগান।
আপু সরিষার তেল কী লোশনের পরিবতে মাখানো যাবে? Himalaya baby lotion মাখাই তবে কিছুখন পরই ত্বক খুবই শুশ্ক দেখাই।
না সরিষার তেল বডি লোশনের পরিবর্তে কখনোই লাগানো যাবে না কারণ যে কোন তেল মাখানোর 15 মিনিট থেকে আধ ঘণ্টার মধ্যে তা ধুয়ে ফেলতে হয় না হলে ওই তেল জমে থেকে বাচ্চার গায়ের রং কালো করে দেবে, বাচ্চার গায়ে চুলকানি হবে আরো অনেক কিছুই সমস্যা হতে পারে। আপনি বরং বডি লোশন টা বদলে দেখুন, আর দুবার এর জায়গায় তিনবার লাগান এটা শীতকাল তো, ঠান্ডা যত বেশি পড়বে তত তাড়াতাড়ি ত্বক শুষ্ক হবে। বিশেষ করে শীতকালটা বিনা মশ্চারাইজার এ বাচ্চাকে রাখবেন না।
@@tophealthtipsofficial ok apu. Thank you
Apu ami gani sorisar tel makhiyechilam kintu bacchar gaye gamachir moto biji biji bar hoyechilo tahole akhon sitkale ki tel makhabo
Olive oil, Dabur Lal Tel, Himalaya body massage oil এই তিনটি তেলের মধ্যে যেটা আপনার শিশুর সুট করবে আপনি সেই তেলটি লাগাতে পারেন।
Soniya Laskar এই তিনটি তেল আপনি ঔষধের দোকানে পেয়ে যাবেন।
amr baby soto belai kheto dudh... ekhon buker dudh sara khete chai na
Meghla Khatun এখন আপনার বেবির বয়স কত ?
৭ মাসের বাবুুকে কমলা মালতা খাওয়ানো যাবে?
Md.Moeen Khan ৭ মাসের বাচ্চাকে খাওয়ান, তবে সন্ধ্যেবেলা খাওয়াবেন না। আর প্রথমে অল্প পরিমাণ খাইয়ে দেখবেন বাবুর কোন অসুবিধা হচ্ছে কিনা।
বাচ্চাদের গ্লিসারিন দেওয়া যাবে প্লিজ বলবেন।
Sohag 2 বছরের নিচের বাচ্চাকে গ্লিসারিন দেওয়া যাবে না। দু বছরের উপরের বাচ্চাদের গ্লিসারিনযুক্ত বেবি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন।
Valo dudh toh paoua jai na ki krbo
আপনার ওখানে যদি Amul Gold দুধ পাওয়া যায় তবে তা খাওয়াতে পারেন। এই দুধ খুব ভালো, আমার বাচ্চাদের আমি Amul Gold খাওয়াই।
অন্তরা মুখার্জী আপনি আমার এই ভিডিওগুলি দেখেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏
A66a.. Eta babyr jnne harmful noi toh... Kothai thaken apni
এটা ফুল ক্রিম দুধ, তাই সব বাচ্চা হজম করতে পারে না আপনি চাইলে কিছুদিন খাইয়ে দেখতে পারেন।
Khawa dawa thk kre ki2 khub patla
বাচ্চার গার্ল ফাটা ও গোটা হয়েছে কি করব।
Amar baby boyos 8mas
বাচ্চার ফেসেকি কিউট ক্রিম লাগানো যাবে
আপু আমার বাবুর বয়স এক বছর ওকে প্রথমে জনসন তেল লাগাতাম গায়ে লাল লাল দেখা দিলো আবার হিমালয় তেল লাগালামআবার একি সমস্যা কি করবো আপু
Oke sorisar tel diben sudhu
আমার মেয়ের বয়স 1মাস20দিন মুখ খুব কালো হয়ে গেছে কি মাখবো
Vishownath এখন শীতকাল চলছে আর আপনার বাচ্চাও খুব ছোট , তাই মেয়ে কে বেশি কিছু মাখাতে যাবেন না , মেয়ের ঠান্ডা লেগে যেতে পারে । মেয়েকে বড় হতে দিন , এখন কেবল ওকে দিনে দুবার করে ভালো করে তেল দিয়ে মালিশ করুন ।যে তেল দিয়ে মালিশ করবেন ওই তেলের বোতলে একটু গোটা হলুদ থেঁতো করে দিয়ে রোদে রেখে দিন । ওই তেল দিয়ে বাচ্চাকে মালিশ করুন । তেল মালিশ করলেও বাচ্চার গায়ের রং উজ্জ্বল হয় ।
nc
Api amr may age 10 bocchor...or skin khub dry.skin nd full body...ki use korbo...sit kale gorom kale 2 tai bolo.