শীতের সবজি দিয়ে মুরগির পাতলা ঝোল | Bong Eats Bangla

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024
  • শীতের সবজি দিয়ে তৈরী এই মুরগির ঝোল রাঁধতে সময় লাগে মাত্র তিরিশ মিনিট। খেতেও সুস্বাদু। আমি আমার মেসোর থেকে ছেলেবেলায় এই রান্নাটা শিখেছিলাম। এক ধরণের স্টুই বলা যেতে পারে। আমরা যা সবজি দিচ্ছি ঠিক সেইগুলোই যে দিতে হবে তার কোন মানে নেই। বাজারে গিয়ে যেটা সবচেয়ে ভালো পাওয়া যাবে সেটা দিয়েই করো।
    📌To follow this recipe in English, click here: • Quick Chicken Curry Wi...

Комментарии • 595

  • @afraananmridu2857
    @afraananmridu2857 2 года назад +63

    আজকে দুপুরে বাসায় ট্রাই করলাম রেসিপি টা।গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই সবজি দিয়ে মুরগির পাতলা ঝোলটা খেতে খুব ভাল লেগেছে।বাসার সবাই খুব পছন্দ করেছে।রান্না মজাদার হবার জন্য যে অনেক বেশি মশলার দরকার নেই,এই রেসিপি তার প্রমাণ।ধন্যবাদ দাদা আপনাদেরকে এত সুন্দর রেসিপি টা শেয়ার করার জন্য।

  • @suparnamondal18
    @suparnamondal18 2 года назад +2

    চিকেন এর শুক্ত.. বেশ নতুনতত্ত্ব..

  • @aryabchaki2768
    @aryabchaki2768 2 года назад +3

    কী মিষ্টি ভালো ছেলে ভালো ছেলে গলা! উষ্ণ, ভদ্র, আপন। রেসিপিটাও খুব ভালো।

  • @debarshimazumder
    @debarshimazumder 2 года назад +16

    অপূর্ব! আমাদের রান্না, আমাদেরই ভাষায়! এই চ্যানেলটারও সাফল্য কামনা করছি।

  • @soulbowl8763
    @soulbowl8763 2 года назад +4

    দারুণ লাগলো!!!! অনেক টা ঠাকুর বাড়ির মুরগির ঝোল টাইপ 😀

  • @nadiaahmed3791
    @nadiaahmed3791 2 года назад +81

    কতটা যে খুশি হয়েছি বলার বাইরে। রান্নার সাথে তোমার ভয়েসটা একদম মানিয়ে গিয়েছে দাদা।
    একইসাথে ইনসিয়া দির কন্ঠ শোনার অপেক্ষায়ও রইলাম 😇

    • @kuntalbala2896
      @kuntalbala2896 2 года назад

      Main Chanel ta bangla teh hole r o vlo hoto

    • @Turquoise_CraftedWithPassion
      @Turquoise_CraftedWithPassion Год назад +1

      R tumi tumi kore balo bole r bhalo lage. amar nijer o aapni aagye ta ektu kom i ase

    • @robintalukder430
      @robintalukder430 11 месяцев назад

      আহারে!!!সোনা গো আমার

  • @priyankachatterjee7871
    @priyankachatterjee7871 2 года назад +28

    আগে english এই দেখে নিতাম... এবারে বাংলায়, বাহ্ !
    আপনাদের "কথা কম কাজ বেশি" therapy টার জন্যই বেশি ভালো লাগে..।😇
    আর ওই যে 'রসেবশে ..' গান টা রান্না টা অসাধারণ করে দিতো!!😋

  • @saniask789
    @saniask789 2 года назад +2

    Ami baniyechilam khub valo hoyechilo❤️

  • @anjukundu2801
    @anjukundu2801 2 года назад +1

    আমাদের রান্না আমাদের ভাষা ভীষণ ভালো লাগছে ।তোমাদের সাফল্য কামনা করি।আজ আমি এটা করেছি।বাড়ীর সবাই খুব ভালো খেয়েছে।

  • @raktimeditor
    @raktimeditor Год назад +1

    দুর্দান্ত... তোমরা অনবদ্য... ধারাভাষ্য চমৎকার হয়েছে... আমি বাংলা চ্যানেলটা জানতামই না... অনেক ভালোবাসা।

  • @saikatbiswas2022
    @saikatbiswas2022 2 года назад +14

    দারুন হয়েছে দাদা ও বৌদি।দাদার কণ্ঠস্বর ভালো লাগছে খুব।আর "কেলোর কীর্তি" জমে পুরো ক্ষীর।

  • @aamentalukdar9371
    @aamentalukdar9371 2 года назад +44

    Ever since I have watched this video, I have made this recipe a number of times. It is such a great example of minimal effort that yields amazing results every time. It's foolproof and especially great to add to my repertoire as a single 20 something living away from home. It even feels healthy because of the vegetables but is just so delicious. And it never feels the same because I change up the veggies every time I make it.

  • @shwetasaha9604
    @shwetasaha9604 2 года назад +1

    বেশ অনেক দিন ধরেই দেখছি bongeats এর channel টি .....শুধু রান্নার ই নয় সব RUclips channels এর মধ্যেই অন্যতম প্রিয় channel bongeats .... তার প্রধান কারণই ছিল background music সাথে প্রতিটি উপকরণ দেওয়ার বা সবজি কাটার স্পষ্ট শব্দগুলি শুনতে পাওয়া...দুটো মিলিয়ে যে কি অদ্ভুত সুন্দর এক মিশ্রণ তৈরি করত যা বলার নয় ... এক কথায় অভূতপূর্ব। তবে মায়ের তোমাদের রান্না, recipe খুব ভালো লাগলেও একটি ছোট্ট অসুবিধে ছিল " রান্না করার সময় মুখে বলে দেয় না কেন ?" ...যদিও আমার এই নিয়ে কোনো দিনই কোনো সমস্যা ছিল না । তবে যাই হোক এবার মায়ের এই ছোট্ট সমস্যাটি ও দুর হয়ে গেলো ... আমি তো খুশি হয়েইছি .. মা ও ভীষন ভীষন খুশি হবে দেখলে । তাই সত্যিই খুব খুব ধন্যবাদ তোমাদের দুজনকেই । :) ❤️
    আর একটা কথা background music এর সাথে তোমার গলাটা শুনতে চমৎকার লাগছে কিন্তু সপ্তর্ষীদা!! :)

  • @dr.rupabhowmick6834
    @dr.rupabhowmick6834 2 года назад +1

    Aro besi besi recipe chai. Ai chicken recipe ta gobindovog chaler vat diye darun lage r sathe ak tukro godhoraj lebu❤❤❤❤

  • @parnachakraborty545
    @parnachakraborty545 Год назад +1

    কি চমৎকার হয় রান্নাটা।ভীষণ ভালো দাদা।

  • @sharadiyamitra
    @sharadiyamitra 2 года назад +12

    শীতকালে রোজ বাজার যাওয়া আর ভুল পরিমাণ নুনের 'কেলোর কীর্তি', দুটোই মনে ধরল বেশ! অনেক ভালবাসা রইলো..

  • @romimajumder9262
    @romimajumder9262 2 года назад +71

    অনেকদিন ধরে দেখছি তোমাদের channel, অনবদ্য উপস্থাপনা অসাধারণ recipes, বাংলাতে শুনে খুব ই ভাললাগল 👌👌👌❤❤

    • @abhisheksaha007
      @abhisheksaha007 2 года назад

      Ta bangalira ki Chinese bhasay kotha bolbe mane jato adikheta

    • @sharmisthaiyer3632
      @sharmisthaiyer3632 8 дней назад

      ​@@abhisheksaha007 initially there was only English text, I guess that's why this comment!

  • @justaboutprahelika1431
    @justaboutprahelika1431 2 года назад +1

    আমার রান্নার হাতেখড়ি bongeats দিয়েই.... বাংলাতেও উপস্থাপনা দারুন 👍

  • @learningbydoing96
    @learningbydoing96 Год назад +1

    এই রান্না টা কোরে খেয়েছি. দারুন হোয়েছে. Jamon সাদ temonn দেখতে r তেমোন খেতে হোয়েছে. 🥰🥰

  • @bongvloggersusmita904
    @bongvloggersusmita904 2 года назад +1

    খুব ভাল আমি তো বং ইটস এর খুব ফ্যান বং ইটস মানে আমার কাছে নতুন নতুন কিছু রান্না সেখা যায়

  • @romabhattacharya7741
    @romabhattacharya7741 2 года назад +1

    খুব ভাল লাগল তোমার উপস্থাপনা, তোমরা আমাদের থেকে অনেক ছোট কিন্তু কত কিছুই না শিখি তোমাদের কাছে শুভেচ্ছা রইল

  • @nanditadebdhar
    @nanditadebdhar 2 года назад +1

    নিশ্চয়ই করব।রান্না টা দেখে তো জিভে জল আসছে

  • @swarnalisengupta7891
    @swarnalisengupta7891 2 года назад +1

    তোমাদের রেসিপি গুলো তো খুবই ভালো লাগে, আজ বাংলা য় শুনতেও খুব ভালো লাগলো
    অনেক শুভেচ্ছা রইলো

  • @bodhituryanag9938
    @bodhituryanag9938 2 года назад +1

    Apnar sobdo choyon darun....

  • @rajyasreebhattacharya7589
    @rajyasreebhattacharya7589 2 года назад

    দারুণ লাগলো, বাঙ্গালী রান্না, বাংলায় শুনতে পেয়ে।

  • @sucharitamukherjee2212
    @sucharitamukherjee2212 2 года назад

    এতদিন শুধু দিদির রান্না র video দেখে এসেছি আজ তোমার গলার আওয়াজ টাও দারুণ লাগলো

  • @ehcooking-easynhealthycook8916
    @ehcooking-easynhealthycook8916 2 года назад

    অসাধারণ উপস্থাপনা। এতো সুন্দর করে পুরোটা বর্ণনা করলে। ইনশিয়ার কন্ঠ শোনার অপেক্ষায় রইলাম।

  • @kaushikikitchen
    @kaushikikitchen 2 года назад

    Eta toh darun byaper.... Onek onek dhonyobad.... Banglaay bong eats dekhteo osadharon laagchhe ❤️

  • @sumandeyju
    @sumandeyju 2 года назад +1

    খুব ভাল লাগল। তোমাদের উপস্থাপনা খুবই সুন্দর । আজ বাংলায় শুনে মনটা আরো ভরে উঠল। অনেক অনেক শুভেচ্ছা জানাই। ভাল থেকো তোমরা। নমস্কার।

  • @manoswitanaha375
    @manoswitanaha375 2 года назад

    Narration ta mon chuye jai, thik jero ranna r audio book ❤️❤️❤️❤️

  • @susmitaghosal1569
    @susmitaghosal1569 2 года назад

    Dada apner sob recipe amr khub valo lage.

  • @manishashah4186
    @manishashah4186 2 года назад

    আপনাদের চ্যানেল আমার খুব পছন্দ
    And I m from kolkata 😍

  • @somabiswas2357
    @somabiswas2357 2 года назад

    Iss..ami to halka ranna bhalobasi...tai darun laglo...try korboi...

  • @priyankabose589
    @priyankabose589 2 года назад

    'kelor kirti' shune heshe jacchi! Darun hoyeche.

  • @srijagangopadhyay4541
    @srijagangopadhyay4541 2 года назад

    Tomader kono video miss korina r ajke bangla te video dekhe sotti bhison bhalo lagche...
    Onek subheccha roilo tomader jonno❤🥰

  • @raimondal4492
    @raimondal4492 2 года назад

    Bengali chanal amr jonno khub upokar holo ... Thanku so much...eng valo but ami bujta pari na

  • @SimpleEasyRecipesbySangeeta
    @SimpleEasyRecipesbySangeeta 2 года назад

    Banglai Bong Eats sotti e darun bapar...dekhar sathe sathe e ei subscribe na kore parlam na.. Anek abhinandan tomader 😊

  • @sudeshnachowdhury3056
    @sudeshnachowdhury3056 2 года назад +2

    Maa khub khushi hoyeche ei initiative ta dekhe.
    Aar voice over ta daarun ! Shubechha roilo. 🌟

  • @surojitdas3192
    @surojitdas3192 2 года назад

    Bong eats er fan to chilam e, ebar tomarder bangla channel tao Khub valo laglo. R o bangla te recipe dekhkar apekkhay roilam. 🙂

  • @sudipta2024
    @sudipta2024 2 года назад +1

    খুব সুন্দর 👌👌👌 লোগোতে হলুদ রংটা বেশি ভালো লাগবে।

  • @suvodipmondal7625
    @suvodipmondal7625 2 года назад +9

    অসাধারণ হয়েছে সপ্তর্ষিদা!🤩

  • @nargisrashidvlog8852
    @nargisrashidvlog8852 2 года назад +3

    একেবারে ঝামেলা ছাড়া রাননা, খুব ভালো লাগলো। আগের রাননা গুলো ও চমৎকার ছিলো।

  • @fyrujfaruk3386
    @fyrujfaruk3386 2 года назад

    আপনার রান্নাও অনেক সুন্দর,আপনার কথাও!বাংলাদেশ থেকে বলছি

  • @ASG9007
    @ASG9007 2 года назад

    Praner khabaar praner bhasae... Aha!! 😍😍

  • @snigdhasamanta365
    @snigdhasamanta365 2 года назад

    Oshadharon....soul food er category te pore ei dhoroner ranna.khelei mon bhalo hoe jae🥰

  • @aditipanda8762
    @aditipanda8762 2 года назад

    Good job.. Apnader presentation sotti onoboddo. Best wishes 👍

  • @ranumandal809
    @ranumandal809 2 года назад

    দারুণ হয়েছে আমি আপনাদের অনেক আগেই থেকেই দেখছি

  • @ghoroaranna3888
    @ghoroaranna3888 4 месяца назад

    আহা দারুন একটা রেসিপি দেখলাম অপূর্ব

  • @Arfahkausar
    @Arfahkausar 2 года назад

    Watching from Malaysia🇲🇾
    Rannata vhalo lagacha chaliyajan👍🏻

  • @arpitachakraborty5162
    @arpitachakraborty5162 2 года назад

    aj banalam , khub bhalo laglo , Thanks , ami onek bochor dhore tomader channel dekhi

  • @dipanjanchatterjee6367
    @dipanjanchatterjee6367 2 года назад

    Khuuuuub dorkar chilo banglai bong eats er❤️

  • @priyankabiswas2873
    @priyankabiswas2873 11 месяцев назад

    Ai rannata ami gotokal new year er din second bar korlam darun hoechilo first bar er tao khub valo hoechilo akon amr vai bole robi bare aivabai ranna korte amra gorom vat diyei khayachi thank you dada r boudi ai atto valo recipe tar jonno

  • @srd7368
    @srd7368 2 года назад

    Bangla channel ta just awesome👏👏👏
    Shalgom die mangsor recipe ta chai. Achha.. Shalgom mane ki ol koi?

  • @sahanachatterjee7594
    @sahanachatterjee7594 2 года назад

    Khub sundar ...notun channel er jonno onek suvechha

  • @Tonoya_Boutique
    @Tonoya_Boutique 2 года назад

    কি দারুণ শোনালো। আমি আগেই দেখে ফেলেছিলাম ভিডিওটি। তবুও বাংলায় শোনার লোভ সামলাতে পারলাম না। বেশ লাগলো।

  • @lisamandi3387
    @lisamandi3387 2 года назад

    Video dekhar aagei subscribe r like korlam🥰🥰 love you bong eats😘😘

  • @hasirekhamiddya436
    @hasirekhamiddya436 2 года назад

    অনেক সুন্দর ভাবে বললেন এই ভাবেই আশা করি পরের video গুলো পাবো।

  • @nabanitadasgupta9111
    @nabanitadasgupta9111 2 года назад

    Ei recipe ta kaal try korlam, shobayi khub bhalo kheyeche. Thank you Bong Eats.

  • @iamranjit45
    @iamranjit45 2 года назад

    Ami apnar sob video dekhi amar khub valo lage

  • @sangitabhunia5814
    @sangitabhunia5814 Год назад

    Recipe ta darun.. barir sokoler joney rendheychi Aaj, khaiyeo mon tripto r kheyeo

  • @soumensarkar2954
    @soumensarkar2954 2 года назад

    One of my favourite channel.... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    অনেক অনেক শুভেচ্ছা রইলো

  • @AhasBaruog
    @AhasBaruog 2 года назад

    দারুণ। ভীষণ আনন্দ পেয়েছি।

  • @camelliamandal8853
    @camelliamandal8853 2 года назад

    এটা দারুণ উদ্যোগ, আমার মা ইংরেজী তাড়াতাড়ি পড়তে পারে না বলে তোমাদের চ্যানেলর ভিডিও বুঝতে পারতো না।
    ঠাকুর বাড়ির খাতা থেকে করা রান্নাটাও রেখো এখানে।

  • @asitbhattacharjee9389
    @asitbhattacharjee9389 2 года назад

    অনেক ধন্যবাদ আপনাকে। যদি কিছু ফিউশন টাইপ নিরামিষ রান্না দেখাতেন খুব ভালো লাগতো

  • @sksirajali1509
    @sksirajali1509 2 года назад +2

    খুব ভালো লাগলো।
    আগের চ্যানেল তো ভালো বাসতামই, তবে
    বাংলা তে আরও পরিষ্কার হলো, যেহেতু ভয়েস সহ ব্যাখ্যা রয়েছে। উভয় কে অসংখ্য ধন্যবাদ সহ অভিনন্দন।💐💐💐

  • @atreyeeghosh5874
    @atreyeeghosh5874 2 года назад

    ভীষণ পছন্দ হয়েছে এভাবে বাংলায় ধারাভাষ্য।

  • @tanusreebhaskar749
    @tanusreebhaskar749 2 года назад

    তোমাদের রান্নার আমি অনেকদিনের দর্শক ও গুনগ্রাহী,,চ্যানেলটি বাংলায় শুরু হওয়ার পর খুব ভালো লাগছে।ছেলে যখন ছোট ছিল ,,তেল মশলা ঝাল খেতে পারত না বলে এরকম চিকেন আমি প্রায় প্রতি রোববার করতাম,,

  • @mr.ackerman7456
    @mr.ackerman7456 2 года назад

    Wow voice ta sotti mana6e ..... Vlo laglo

  • @sushmapai4808
    @sushmapai4808 2 года назад

    Tomar bola ta khub sundor. Khub bhalo laglo

  • @deepmaladas2800
    @deepmaladas2800 2 года назад

    আমার সবথেকে পছন্দের চ‍্যনেল❤️❤️❤️

  • @mdhafezuddinhowlader1077
    @mdhafezuddinhowlader1077 2 года назад +1

    দিলাম subscribed করে।বেশি বেশি ভিডিও দিও হ্যাঁ। আমি বাংলাদেশ থেকে দেখছি।

  • @LiveLifewithLoveLaugh
    @LiveLifewithLoveLaugh 2 года назад

    Apnader Bong Eats channel ta onek din thekei follow kori..apnader ranna gulo sotti asadharon…Kono ranna prothom bar try korar kotha vablei Bong Eats er kotha prothom mone ase…aro notun notun ranna dekhte chai..valo thakben😊..

  • @moumitamitra7728
    @moumitamitra7728 2 года назад

    Tomader recipe try korchi last one month holo. Sab kotai durdanto. Amar moto jara bangali ranna i khai but ranna korte jane na tader jonno tomader video gulo just life saver 👍

  • @ashikurrahman4717
    @ashikurrahman4717 2 года назад

    Dada ami Bangladesh theke tomar ranna dekhchi. Tumi khub sundor bornona koro. Tomar ranna dekhe amar khub khere issa kore. Tomar moto kore ranna korar cesta korbo. Love u ❤️❤️

  • @joybanik8010
    @joybanik8010 2 года назад +1

    দাদা বাংলাদেশ থেকে বলছি-
    আপনার চ্যানেল টা আজ প্রথম দেখলাম
    এবং আপনার সুন্দর কথা বলার ধরন আর রান্না দেখে আপনার প্রেমে পড়ে গেলাম!
    আর হ্যাঁ সাথেসাথে চ্যানেলটা সাবস্ক্রাইভ করে দিলাম।

  • @purba2k
    @purba2k 2 года назад

    Fantastic venture. Khub helpful

  • @chaitaliganguly.7832
    @chaitaliganguly.7832 2 года назад

    অনেকদিন ধরে দেখছি আপনার রান্না খুবই ভালো । আমার খুব ভালো লাগে আপনার সবজি কাটা দেখতে ।

  • @radhikaranjan8275
    @radhikaranjan8275 2 года назад

    তোমাদের কাজ খুবই ভালো লাগে। অশেষ ধন্যবাদ।

  • @somabiswas2357
    @somabiswas2357 2 года назад

    You are right...amar o khub anondo hoy ..winter e bazar e jete...khuje 2 niye aste ..tarpor experiment korte....😛😝😜

  • @mohinisamanta3923
    @mohinisamanta3923 2 года назад

    Tomar bolata ki sundor laglo sunte ❤️.. sotti ichhe korlo akdin banie feli ♥️..

  • @sandyrvlog1061
    @sandyrvlog1061 2 года назад

    Khub sundor upostapona👌👌🌹

  • @tania_srotoshini
    @tania_srotoshini 2 года назад +15

    আপনাদের রান্না দেখলেই মন ভালো হয়ে যায়। ❤️❤️

    • @Panchabanjan
      @Panchabanjan 2 года назад

      Good morning 🌄
      Wish you a very happy life ☺️
      Love from panchabanjan ❤️

  • @nandinipaul1835
    @nandinipaul1835 2 года назад

    Just superb. Since 2010 till date I আমি খড়্গপুরে থাকি কিন্তু সব সময় মন টা কলকাতায় ।কলকাতার কথা বলার ধরন অন্য রকম যে ভাবে তোমরা কথা বলছ ছোটো বেলা থেকে আমি ধরনটা শুনে অভ্যস্ত তাই খুব ভালো লেগেছে আর "তোমাদের রেসিপি "নিয়ে কিছু বলার দরকার আছে কি?? আমার তো মনে হয় না with lots of love 💝💝💝

  • @SimpleDailyLifeStyle
    @SimpleDailyLifeStyle 2 года назад

    Ki darun. Aj e first dekhchi

  • @subhaghatak877
    @subhaghatak877 2 года назад

    Khub valo laglo dada❤️....
    Tomader channel ta sotty e onobodyo...🙏🏻😇♥️

  • @eshitadesarkar6044
    @eshitadesarkar6044 2 года назад +1

    লীলা মজুমদারের রান্নার বই পড়ার মত মজা পেলাম। খুব ভালো।

  • @naskarmousumi5219
    @naskarmousumi5219 2 года назад

    অসাধারণ উপস্থাপনা। আজই রান্না করতে হবে।

  • @snehashishmitra6356
    @snehashishmitra6356 2 года назад

    খুব ভালো লাগল তোমাদের এই প্রচেষ্টা। ভাষার প্রসারের জন্য এরকম উদ্যোগ খুব জরুরি। আশা করব আগামী দিনে ভারত এবং বিদেশের নানা ভাষায় তোমাদের কাজ আমরা দেখতে পাবো।
    সপ্তর্ষিদার ধারাভাষ্য বেশ লেগেছে, সুন্দর শব্দচয়ন যা চলিত শব্দগুলোকেও (যেমন 'কেলোর কীর্তি') মান্যতা দিয়েছে। আমার ধারনা সামান্য ধীর গতিতে যদি বলা যায়, তাহলে সেটা আরেকটু গভীর লাগবে শুনতে এবং চিত্রর সাথে বক্তব্য আরও সমানভাবে ছড়াবে। উদাহরণ- আমার মীরের বলার ধরনটা বেশ লাগে, সহজ ভাবে বলে এবং দুটো শব্দর মধ্যে ব্যাবধান এমন যেখানে শব্দর যে তাৎপর্য সেটা ফুটে ওঠে। (ভোজন-রসিক মীরকে একদিন অথিথি হিসেবে তোমাদের রান্নার আসরে দেখতে পেলে কিন্তু দারুণ হত :) )
    আগামী কাজ গুলোর জন্য আগাম শুভেচ্ছা রইল। :)

  • @shubhangisatpathy1347
    @shubhangisatpathy1347 2 года назад

    Beautiful commentary , Saptarshi.

  • @siddharthamitra8442
    @siddharthamitra8442 2 года назад +1

    বং eats এর সাথে সখ্যতা বছর ৪এর, আমরা যারা ভিন রাজ্যের বাসিন্দা,আমাদের বাংলায় বিবরণ পেয়ে আরো ভালো লাগছে🙏🏻🙏🏻।
    রন্ধন একটি শিল্প , তোমরা যে উঁচু দরের শিল্পী,তাতে কোনো সন্দেহ নেই।
    Bong eats এর দীর্ঘ পথ চলার শুভেচ্ছা রইলো।🌷💐💐

  • @annapurnadelicacy
    @annapurnadelicacy 2 года назад

    খুব সুন্দর হয়েছে। আমি ও চেষ্টা করবো।

  • @dipanwitadhara5698
    @dipanwitadhara5698 2 года назад +1

    Apnader ei recipe dekhar por ami anek bar baniyechi 😀 sotti asadharon ,chotjoldi , healthy r tastey ,gorom dhoya otha vaat r eta ufff thanda weather e eta jeno swargo ❤️

  • @upamaadak9688
    @upamaadak9688 2 года назад

    Daaaruuun lagche bangla voice e❤❤❤❤❤

  • @Ananya_2625
    @Ananya_2625 2 года назад +1

    সব সময়ই দারুণ ৷ আপনাদের উপস্থাপনা অনেক inspire করে রান্না করতে ৷

  • @riyabanerjee5005
    @riyabanerjee5005 2 года назад

    Bah … durdanto… ebar ekdin chicken biryani recipe ta dao kolkata style please…God bless and fly high!

  • @mridulasarkar6815
    @mridulasarkar6815 2 года назад

    এখনও পর্যন্ত আপনাদের বং ইটস থেকে শিখে যে কটা রান্না করেছি,সব কটা দারুন হয়েছে👌আজ এটা দেখলাম,অবশ্যই করবো,খুব সুন্দর উপস্থাপনা,কণ্ঠস্বর ও বেশ ভালো লাগলো, আমি বাঙালী বলে সবসময় গর্বিত,আপনাদের চ্যানেল আরও ইন্ধন যোগায় তাতে ❤️❤️অনেক শুভেচ্ছা

  • @WowMandira1111
    @WowMandira1111 Год назад +1

    Ei week ei try korbo

  • @AranyaDattaDr
    @AranyaDattaDr 2 года назад +8

    দাদা, অসাধারণ লাগলো। " পাঠার মাংসের ঝোল " রেসিপি টা বাংলায় বানিও। পাঠার পেছোনের ঠ্যাং টা কিন্তু চাই😜

  • @sahelibhattacharya8525
    @sahelibhattacharya8525 2 года назад

    Tomader onnyo channel ta regularly follow kori,ei recipe ta okhane dekhechi kintu biswas koro abar nijer bhasai dekhar lobh samlate parlam na🥰....khub sundor uposthapona...

  • @Gamingwithsaffat1513
    @Gamingwithsaffat1513 Год назад

    আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ এই সুন্দর রান্মার রেসিপিটি দেওয়ার জন্য।