রাজা বিক্রমাদিত্য, আমার প্রশ্নের উত্তর দেবে?

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 апр 2023
  • রাজা বিক্রমাদিত্য, আমার প্রশ্নের উত্তর দেবে?
    Mirvana presents
    Goppo Mir er Thek Episode 16 - Pandit Ishwar Chandra Vidyasagar’s “Betaal Part 1”
    Directed by Mir Afsar Ali
    Content Consultant: Word Doc
    Adaptation: Priyanka Chakraborty
    Production, Sound Design and Original Music: Pradyut Chatterjea
    Poster Design & Motion: Join The Dots
    Project Mentor: Anindita Chatterjee
    Social Media Management: ADGtal & Ankita Roy
    Strategy Consultant: Kay Ten
    Executive Producer: Saurav Bhattacharya
    Recording Studio: Gramophone Records Studio (Diganta Samana)
    Sound Recordist: Krishnendu Bhattacharjee & Rohan Ali Biswas
    Music Label: Mirvana Entertainment Pvt Ltd
    Special Thanks: Dr. Soma Bhattacharjee & A Silhouette Story
    Starring
    Raja Bikramaditya: Sudip Mukherjee
    Shantashil: Supriyo Dutta
    Padmabati: Turna Das
    Bajramukut: Anujoy Chattopadhyay
    Mantri-putra: Soumen Chakraborty
    Jokhhyo: Debdas Ghosh
    Barangana & Bridhha: Papiya Rai Chakraborty
    Bramhani: Mahua Banerjee
    Bramhan & Synakra: Kaushik Sen
    Raja Dantabat: Diganta Samana
    Raja Shanku: Krishnendu Bhattacharjee
    Chorus: Kaushik Sen, Diganta Samana, Debdas Ghosh, Ankita Roy, Papiya Rai Chakraborty
    Raja Chandrabhanu, Betaal & Narrator : Mir Afsar Ali
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,7 тыс.

  • @mdzahidrcassistantprofesso1647
    @mdzahidrcassistantprofesso1647 Год назад +1107

    আমরা এপার বাংলা থেকে শুনছি আবার ওপার বাংলা থেকেও শুনছি। ১৯৪৭ এ দেশ ভাগ হয়েছে বটে, কিন্তু আমাদের হৃদয় মন কখনো ভাগ করতে পারে নি কেউ । বাংলাদেশ থেকে হোক আর পশ্চিমবঙ্গ থেকে হোক, যারা
    দুই বাংলার মধ্যে সেতুবন্ধন রচনা করছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা।
    মীর দা ও তার আপন সৃজনশীলতার গুণে , তার গপ্পের জাদুকরী কন্ঠস্বরের
    মাধ্যমে সে সেতুবন্ধন রচনা করছেন। ✨✨I pay my utmost gratitude....

    • @learnideas3713
      @learnideas3713 Год назад +14

      আপনার বাড়ি কোথায় ? কোন জেলায় ?

    • @realmir
      @realmir  Год назад +413

      সাহিত্যের সেতুবন্ধন, ভালোবাসায় আরো অভেদ্য হোক। ❤

    • @kallolbiswas2705
      @kallolbiswas2705 Год назад +15

      Mir da tmr RUclips er analysis kor6ilam dekhte parlam BHOOT er golpo gulo sobar songe songe amr o pochondo.
      As your deepest Fan I request to you put on this channel bhoutik , ga chom chom stories. ❤❤
      Love from bagdah , north 24 parganas ❤

    • @8dmeditationmusic765
      @8dmeditationmusic765 Год назад +14

      ​@@realmir mir da, bortoman kaler lekhok der lekha, vokti vore sunte temon valo lagena. Tumi purono diner famous, writer der literature gulok High priority dio 🙏🙏🙏

    • @amitaquarium3dbackgroundsa181
      @amitaquarium3dbackgroundsa181 Год назад

      Vasha ta ek Tai .ar kichu noy. Bangladesh Hindu der sotru

  • @raziyasultana7849
    @raziyasultana7849 Год назад +169

    এই গল্পের আসল নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। মূল গল্পটি সংস্কৃত ঘেঁষা বাংলায় লিখা অত্যন্ত দুর্বোধ্য যার অধিকাংশ অর্থ বুঝতে অভিধানের দরকার হয়।এটা বাংলা ভাষায় লিখা প্রথম গদ্য। ধন্যবাদ মীরদা সহজ ভাবে উপস্থাপন এর জন্য

    • @mr.mrsroy3606
      @mr.mrsroy3606 10 месяцев назад +3

      😊

    • @mr.mrsroy3606
      @mr.mrsroy3606 10 месяцев назад +2

      >

    • @user-on9qb2dq5g
      @user-on9qb2dq5g 10 месяцев назад +24

      সম্পূর্ণ ভুল। বেতাল পঞ্চবিংশতির মূল টেক্সট সংস্কৃত; সোমদেব ভট্টের লেখা।
      বিদ্যাসাগর মশাই বাংলা অনুবাদ করেছিলেন।

  • @yaazid09
    @yaazid09 Год назад +284

    বেতাল পঞ্চবিংশতি 👻
    আরও ২৪টি অসাধারণ গল্পের জন্য অধীর প্রতীক্ষায় থাকলাম। ❤😊

    • @ajijulhak6664
      @ajijulhak6664 Год назад +5

      একই অনুরোধ আমারও রইলো

    • @SKYGroup108
      @SKYGroup108 Год назад +2

      আমার ও❤

    • @malaysarkar7362
      @malaysarkar7362 Год назад +2

      আমিও এই অনুরোধকারীদের মধ্যে একজন..❤

  • @swagataghosh2709
    @swagataghosh2709 Год назад +11

    ২৯ বছর ধরে তোমায় শুনছি। কত ধরণের চরিত্রে তোমার কত বিভিন্ন রকমের ভয়েস মড্যুলেশন শুনেছি কিন্তু বেতালের চরিত্র যেন সব ছাপিয়ে গেছে। আমি বিশ্বাস করতাম যে তোমার প্রতিভার খুব কমই আমরা দেখতে পেয়েছি। তাই রেডিও ছেড়েছিলে ব'লে মন খারাপ হয়েছিল ঠিকই কিন্তু আজ সেই কারণেই আজ আমরা এরকম উপহার পাচ্ছি তোমার থেকে এ কথা অনস্বীকার্য । আমার স্থির বিশ্বাস এমন সারপ্রাইজ আমরা আরও পাব ভবিষ্যতে। তুমি খুব ভাল থেকো।

  • @aimodelsofficial
    @aimodelsofficial Год назад +38

    সুদীপ দা বিক্রমাদিত্য চরিত্রে একদম perfect❤❤ দারুন ফুটিয়েছেন,,,,,,মির দা বেতাল বোঝাই যাচ্ছিল না,,,,কি প্রতিভা❤ বাংলা সাহিত্য কে জীবন্ত রাখার এই কাজ অনন্ত কাল ধরে চলুক❤️

  • @arnab2022
    @arnab2022 Год назад +426

    রবিবার হলেই টেলিভিশন চ্যানেল এর বিক্রম বেতাল ছিল অনবদ্য !!✨♥
    মীর দা সেই সময়টিকে আবার,গল্পের মাধ্যমে ফিরিয়ে আনতে চলেছে !! ✨🔥👌🏻

    • @Foody-pedia
      @Foody-pedia Год назад +8

      রানীর সাথে🤔নগরপালের কি অবৈধ শারীরিক সম্পর্ক ছিল😂😅🎉😜🙏

    • @subhojit7153
      @subhojit7153 Год назад +3

      ​@@Foody-pedia ei golpe onek joner sathei onekjoner somporko 6ilo but aboidho kina ta sondehojonok

    • @ArnabDutta1033
      @ArnabDutta1033 Год назад +4

      Nostalgia ✨❤️

    • @debashiskundu2222
      @debashiskundu2222 Год назад +1

      Pবণঙ😊টহ
      ।বঠঙ ফ

    • @joynag5784
      @joynag5784 9 месяцев назад +1

      Ekdom thik. Shei purano dinguli ar phire ashbe na. kintu phiriye anar ei je procheshta , eke dhonyobad janai. Hajar lokhyo koti dhonyobad.💕💕🙏🙏👌👌

  • @binatabanerjee2654
    @binatabanerjee2654 Год назад +454

    সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় / প্রথম আলোর পাঠ আপনার কন্ঠে শোনবার ভীষণ ইচ্ছা।। যদি সম্ভব হয় ,ভীষণ আনন্দিত হব । আপনার গল্পের একজন নিয়মিত শ্রোতা ।🙏

    • @OptimusPrime3239
      @OptimusPrime3239 Год назад +13

      Age ajger golpota to sune nin tarpor na hoi hobe 🙂

    • @ArnabDutta88
      @ArnabDutta88 Год назад +15

      অনেক বড় উপন্যাস কোনো অংশ পড়তে পারেন পুরোটা পড়তে গেলে অনেকদিন লাগবে

    • @subhayanbiswas4530
      @subhayanbiswas4530 Год назад +5

      Se gur e bali..

    • @bikashsupervdas990
      @bikashsupervdas990 Год назад +1

      Darun DaDa

    • @khulnafoodandvlogs2484
      @khulnafoodandvlogs2484 Год назад +1

      Yes, agree with you.

  • @vaskarsourav4
    @vaskarsourav4 Год назад +36

    আমি জঙ্গলের অন্ধকার রাস্তা দিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে গল্পটি শুনেছি। শিরদাঁড়া বেয়ে যেন ঠান্ডা বাতাস বয়ে চলেছিলো প্রতিটি মুহূর্তে।
    ভালোবাসা নেবেন বাংলাদেশ থেকে! 🤍🇧🇩

    • @GENIX252
      @GENIX252 10 месяцев назад +2

      bangladesh er akash e ki lungi ure ektu janaben

    • @piyalyghosh6910
      @piyalyghosh6910 6 месяцев назад +1

      ​@@GENIX252 onake omon bolar karon

    • @GENIX252
      @GENIX252 6 месяцев назад +1

      @@piyalyghosh6910 apni janle bolben

  • @Nikitv07
    @Nikitv07 9 месяцев назад +6

    সংস্কৃত নিয়ে study করছি তাই আমার এই গল্প এবং আরও গল্প আমি পড়েছি। সত্যিই এক একটি গল্প খুবই অসাধারণ কিন্তু দুর্ভাগ্যবশত আজকে এইসব গল্পের কথা অনেকেই জানে না আর এখন তো সংস্কৃত আর সেই মহান কবিদের নামও কারোর জানা নেই । আমি নিজেকে গর্বিত মনে করি যে আমি সংস্কৃত নিয়ে পড়াশোনা করছি।। 😌🦚 রাধে রাধে 🌼🙏❣️

  • @debudas1003
    @debudas1003 Год назад +20

    ছোটবেলার সেই গরমের ছুটিরদিনে দূপুর বেলার কথা মনে পড়ে গেল। যখন "zee বাংলা" তে দেখতাম_~ বিক্রম-বেতাল

  • @priyankagarai8742
    @priyankagarai8742 Год назад +86

    বেতাল পঞ্চবিংশতি ❤ ছোটবেলার ভালোবাসা...অসংখ্য ধন্যবাদ আপনাকে মির দা ❤
    এই series যেনো বন্ধ না হয় এই অনুরোধ রইলো আপনার কাছে।।।

    • @realmir
      @realmir  Год назад +76

      হবে না, বেশ।

    • @priyankagarai8742
      @priyankagarai8742 Год назад +8

      ​@@realmir সকালে mobile টা হতে নিয়েই দেখি আপনার reply 🥰❤ কি যে আনন্দ হচ্ছে তা বোঝাতে পারবো না...
      My utmost gratitude to u মির দা...
      This made my day...😇

    • @madhureemadubey6971
      @madhureemadubey6971 Год назад +5

      @@realmir mir da er onk part ber koro plzzzz darun laglo just ❤️❤️❤️❤️

    • @siddharthajana4961
      @siddharthajana4961 Год назад +2

      ​@@realmir মীর দা বেতালের series টা কে বেতাল কোরোনা plz 😊

  • @TANTRIKTUHIN
    @TANTRIKTUHIN Год назад +7

    এই প্রথমবার অন্যান্য চরিত্রে যারা আওয়াজ দিয়েছেন তাদের খুবই অসাধারণ লাগলো 🔥🔥,, ব্যকগ্রাউন্ড মিউজিক টাও এই প্রথমবার এত ভালো লাগলো,, রাজা বিক্রমাদিত্য র চরিত্রে যিনি, তার আওয়াজ মণ ছুঁয়ে গেছে 🥰🥰🥰🥰🥰...
    এইভাবেই এগিয়ে যাক 🔥🔥🔥

  • @badhonislam3167
    @badhonislam3167 Год назад +6

    তারানাথ তান্ত্রিক, ব্যোমকেশ, ফেলুদা, কিরিটি ইত্যাদির মত নতুন করে শুরু হলো বেতাল সিরিজ শুনতে খুব খুব খুব ভালো লাগছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মীর দা আপনাকে। আমরা বাংলাদেশের মানুষ আপনাকে খুব ভালোবাসি। 🌹

  • @SunJit
    @SunJit Год назад +38

    বিক্রম-বেতালের গল্প আমার খুব পছন্দের... মিরদা ধন্যবাদ আপনাকে এই গল্পটিকে নির্বাচন করার জন্য 🙏🙏

  • @Neethunt245
    @Neethunt245 Год назад +68

    ছোট বেলায় দাদু গল্প গুলো শোনাতো । অধীর হয়ে গল্প শুনতাম সেই ছোটবেলার নস্টালজিয়া ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ মীর স্যার কে ।প্রণাম নেবেন 🙏❤️

    • @anitjoddar556
      @anitjoddar556 Год назад +1

      Akdom vai

    • @riyamukharjee2618
      @riyamukharjee2618 Год назад

      সেই ছোটবেলাকার গল্প বিক্রম বেতাল😊

  • @shyamalidhar2752
    @shyamalidhar2752 Год назад +4

    গপ্পো শুনতে ২ চোখের সামনে সব ছবিগুলো ভেসে উঠচ্ছিলো। Just awesome ❤

  • @arefakhatun3353
    @arefakhatun3353 3 месяца назад +2

    প্রথম শুনেছিলাম আকাশবাণী বেতার থেকে.... আবার এত বছর পর শুনলাম..... অসাধারণ

  • @souravpan1392
    @souravpan1392 Год назад +8

    ব্যোমকেশ আসুক একদিন গপ্প মিরের ঠেকে...অনেকদিন ধরে অপেক্ষায় আছি মির দা তোমার গলায় ব্যোমকেশ এর গল্প শোনার জন্য 🙏❤

  • @Aviation-220
    @Aviation-220 Год назад +16

    ছোট বেলায় আমার এই বিক্রম বেতাল সেরা গল্পের মধ্যে একটি ছিল, ভাবতে পারছিনা আজ আবার সেই দিনটি ফিরে আসবে শুনে মনটা খুব খুশি লাগছে ধন্যবাদ গপ্পো মীরের ঠেক 😊

  • @Ray-fc4xb
    @Ray-fc4xb 7 месяцев назад +3

    Atodin dhore Mir dar ato golpo shonar poreo jkhn aj Betaal er voice recognise korte parlam na tkhn abar manlam, He never ceases to amaze us. 🖤

  • @mistiroy3488
    @mistiroy3488 Год назад +11

    আমি এতদিন বাংলা গল্পকে যতটা না ভালোবেসেছি তার চেয়ে বেশী ভালোবেসেছি তোমার পাঠ করা গল্প শুনে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মীর দা বাংলা হারিয়ে যাওয়া গল্প গুলোকে আমাদেরকে এভাবে আবার ভালোবাসার জন্য বাধ্য করলে। সত্যি তোমার কণ্ঠে এমন গল্প শোনার অপেক্ষা করাটাও আরো ভালো লাগে। 3:49 3:54 3:55

  • @parthamaity475
    @parthamaity475 Год назад +49

    অপূর্ব। "গল্প মীরের ঠেক" ছাড়া বঙ্গসাহিত্যের এমন আমেজ অসম্ভব।
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyankadeymondal7612
    @priyankadeymondal7612 Год назад +5

    আজ আবার এখন শুনছি 😊😊।আজ এই ওয়েদার এ মীর দা গল্প না শুনলে " বৃষ্টি ভেজা দিন " টাই বৃথা ।সারা দিন কাজের মাঝে বৃষ্টি নিয়ে পুরোনো সব গল্প গুলো শুনেছি,এখন আবার বেতাল শুনছি।❤

  • @gourabdebnath3193
    @gourabdebnath3193 Год назад +4

    এই গল্প টা সোনার পর মনে হলো sunday suspance শুনছি, sunday suspance এ এখন আর আগের মতো গল্প হয়না , তোমার এই channel টা পেয়ে sunday suspance এর আগের গল্প গুলোর কথা মনে পড়ে গেলো , এত সুন্দর রবিবার gift দেওয়ার জন্য অনেক ধন্যবাদ 🙏🙏❤️❤️

  • @sucharitasen8233
    @sucharitasen8233 Год назад +15

    এই বৃষ্টি র দিন আর গপ্পো মীরের ঠেক।পুরো জমে গেলো❤❤

  • @souravmajumder2890
    @souravmajumder2890 Год назад +246

    Mir Sir please it's a request don't stop the vikram-Betal story series with just one story. please continue the vikram betal series. Atleast ১ story of this every month

    • @AnkitGhosh1810
      @AnkitGhosh1810 Год назад +3

      Akdom thik bolechen ❤❤

    • @anikadhikary8729
      @anikadhikary8729 Год назад +8

      ​@The Bong Mainur তাতে ক্ষতি নেই দাদা 😊

    • @iamsujan4738
      @iamsujan4738 Год назад +2

      Right right... Mythical tales gulo darun lage.. Asa kori sobai like kore.. ❤❤

    • @shubhamde3205
      @shubhamde3205 Год назад +1

      Offcourse, I want to see a whole playlist in the making in near future....

    • @shubhamde3205
      @shubhamde3205 Год назад +2

      @The Bong Mainur choluk na, khoti ki

  • @krittikabhattacharya5263
    @krittikabhattacharya5263 Год назад +5

    বেতাল এর voice টা just অপূর্ব ❤ মীর দা is amazing

  • @goutamdebnath2560
    @goutamdebnath2560 Год назад +4

    সেই ছোট বেলায় বিক্রম বেতাল দেখেছি কার্টুন এ,
    এ যেনো সেই স্মৃতিচারণ ❤️❤️
    মীর দা মরছি ছেড়ে আমাদের অনেক ভালো হয়েছে ❤️❤️

  • @iammonet89
    @iammonet89 Год назад +13

    বেতাল যে কোনো দিন শুনতে পাব এমন আশা করি নি। অনেক ধন্যবাদ।

    • @realmir
      @realmir  Год назад +15

      কল্পনার অতীত জিনিসগুলো কেই কন্ঠে তুলে ধরার চেষ্টা করব।

    • @iammonet89
      @iammonet89 Год назад +3

      @@realmir অনেক ধন্যবাদ দাদা। এভাবেই এগিয়ে চলুক ঠেক এর গপ্পো।

  • @shahadathossain114
    @shahadathossain114 Год назад +31

    বাংলাদেশের কুষ্টিয়া থেকে অপেক্ষায় আছি। এই হালকা বৃষ্টি আর ঠান্ডার দিনে বাড়ির সব কামলা গুলো একত্র হয়ে অপেক্ষায় বসে আছি একত্রে mir এর কন্ঠে গল্প শুনবো বলে, ভালোবাসা mir এর জন্য আকাশ সমান ❤❤

    • @alifmahmudrabbi
      @alifmahmudrabbi Год назад +3

      গান্জা খাইয়া নেন আগে

    • @bdtraveler1565
      @bdtraveler1565 Год назад +1

      ​@@alifmahmudrabbi it's done 😂

    • @aaranmoin2679
      @aaranmoin2679 Год назад +1

      ঢাকা থেকে

    • @realmir
      @realmir  Год назад +23

      এই ভাবেই বাংলা সাহিত্য সবার ঘরে ঘরে,মনে মনে পৌঁছে যাক।

    • @rajasarkar2145
      @rajasarkar2145 Год назад +1

      ​@@alifmahmudrabbi Oida baki ase naki hotocchara?😊

  • @geographyofwestbengal6579
    @geographyofwestbengal6579 Год назад +3

    মীর দা একটা শার্লক হোমস এর গল্প হোক। খুব অসাধারণ লাগে তোমার কণ্ঠে।

  • @arupkonar8600
    @arupkonar8600 Год назад +1

    সামনে আসন্ন ২৫সে বৈশাখ , কবিগুরুর জন্মদিন , সেই উপলক্ষে কবিগুরু রচিত "জাপান যাত্রী" এবং "জীবনস্মৃতি" এই দুটির আশা রাখি মীর দার চ্যানেল। এবং সবশেষে বলি "বেতাল" এর প্রথম ভাগ খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ মীর দা এবং আপনার গ্রুপের সকলকে। ❤️❤️❤️

  • @skghosh7049
    @skghosh7049 Год назад +10

    অসাধারণ নাট্য রূপ দিলেন ..❤ মীর দা.. বেতাল এর দ্বিতীয় পর্ব টা পরের সপ্তাহে পাঠ করুন ..🙏

  • @osimakhatun310
    @osimakhatun310 Год назад +11

    আবারও বলি মীর, তোমার এই গল্প পাঠ ভোলার নয়.. এমন দরাজ কন্ঠস্বর,, কত ভাবে প্রতিফলিত করছ, ধন্যবাদ এর ও ঊর্ধ্বে.. 🤗🙏🤗🙏🤗🙏🎉

  • @parthasarathidas8299
    @parthasarathidas8299 Год назад +4

    রবিবার হলেই টেলিভিশন চ্যানেল এর বিক্রম বেতাল ছিল অনবদ্য !!
    সেই ছোটবেলার নস্টালজিয়া ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ মীর দা কে ।
    প্রণাম নেবেন 🙏❤
    আরও ২৪টি অসাধারণ গল্পের জন্য অধীর প্রতীক্ষায় থাকলাম। ❤😊

  • @tamalghosh2399
    @tamalghosh2399 Год назад +6

    অসাধারন একটি উপস্থাপনা। যেন ছোট বেলার দিন গুলো চোখের সামনে ভেসে উঠল পরের শনিবার আবার একটা বেতাল হলে অবশ্যই খুশি হবো।।।

  • @osimakhatun310
    @osimakhatun310 Год назад +5

    বাহ্, চমৎকার এই বারাঙ্গনার ছলনা.. হোক না ব্যভিচারীর পদবী পেতে, তবু রাজাদেশ পালন করতে সফল হয়েছে তো.. 👌👌🎉🙏🙏

  • @SubashishChakraborty
    @SubashishChakraborty Год назад +7

    টানা এক সপ্তাহের ব্যাস্ত জীবনের পর সপ্তাহের শেষে স্বস্তির নিঃশ্বাস। শনিবার রাতটা যেন আমাদের নিয়ে যায় খুব চেনা একটা বিশেষ জগতে। যেখানে কাল্পনিক এবং বাস্তব জীবনের গন্ডি পেরিয়ে আমরা চলে যায় বহুদূরের এক ভালোলাগার ভালোবাসার দেশে। আর সেই দেশের যাদুকর আমাদের প্রিয় মীর দা, যার গল্পপাঠে চোখের সামনে ভেসে ওঠে গল্পের প্রতিটা মুহূর্ত। প্রণাম ও ভালোবাসা নিও। ❤

  • @debabrata2799
    @debabrata2799 Год назад +3

    বেতাল পঞ্চবিংশতীর বাকি গল্প গুলোও শুনতে চাই। উপস্থাপনা অসাধারন৷ সমস্ত কলাকুষলিকে আমার প্রণাম 🙏🙏

  • @debaryakarak8116
    @debaryakarak8116 Год назад +1

    যাঁরা সারাক্ষণ শার্লক হোমস, ব্যোমকেশ, ফেলুদা,তারানাথ তান্ত্রিক ছাড়া অন্য কোন গল্প শুনবেন না ঠিক করে ফেলেছেন তাঁরা প্লীজ শুনুন ...
    কতকাল আগের রচনা কিন্তু শুনে মনেই হবে না আর প্রত্যেকে প্রত্যেকেই এত সুন্দর গল্প পাঠ করেছেন যে কিছু বলার নেই.. অসাধারণ..
    মীর দা এত কঠিন পরিশ্রম করছেন আমাদের জন্য কিছু বলার নেই ..👏👏👏
    ভালো থেকো মীর দা❣️❣️❣️

  • @priyankadeymondal7612
    @priyankadeymondal7612 Год назад +5

    সেই ক্লাস 11 থেকে মীরদার কণ্ঠস্বর শুনে আসছি।আজ 34 বয়েস আমার,কিন্তু মিরদা কণ্ঠস্বরে গল্প না শুনলে আমার দিন কমপ্লিট হয়না কোনো দিনও। যত রাতই হোক না কেন,10 মিনিট হলেও একটু গল্প শুনবোই, যখন মায়ের কাছে থাকতে যাই,তখন সারা দিন পুরোনো গল্প গুলো শুনতে থাকি,এটা একটা টান আর নেশা।যেটা থেকে মুক্তি নেই কোনো প্রকার।
    তোমাকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ দাদা। তুমি আজীবন এই ভাবে আমাদের পাশে থেকো।❤❤❤❤❤

  • @shreyakarmakar8325
    @shreyakarmakar8325 Год назад +23

    ছোটো বেলার কথা মনে পড়ে গেলো।। মীর দা এই গল্প টার জন্য অনেক অনেক ধন্যবাদ ❤ আর presentation যে দারুণ হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। Lots of love ❤️🌼

  • @sangeetadas4582
    @sangeetadas4582 Год назад +3

    মীর দা, আপনাকে নমস্কার। আপনার দ্বারাই সম্ভব এই সব। বেতালের কণ্ঠটিও যে আপনার তা ভাবতেই পারছি না বারবার শোনার পরও। এতো রকমের বিভিন্নতা একই কণ্ঠে আপনার পক্ষেই সম্ভব শুধু। ❤

  • @sudipghosh9804
    @sudipghosh9804 Год назад +1

    আগুন ছিল 🔥। ঈশ্বর চন্দ্র যে এমন কিছু সৃষ্টি করে গেছেন সেটা বুঝতে পারতাম না যদি গপ্পো মিরের ঠেক না থাকতো।

  • @provatmukherjee4448
    @provatmukherjee4448 Год назад +7

    মীর দা, দুর্দান্ত। বেতালের কণ্ঠস্বর অপূর্ব বললেও কম বলা হবে।শুধু এইটুকুই বলবো আপনি থাকছেন স্যার। ভালোবাসা নিও।❤️

  • @fagundasdrubo655
    @fagundasdrubo655 Год назад +29

    মীর স্যার অসাধারণ অসাধারণ অসাধারণ ❤👏👏 বাংলাদেশ থেকে শুনছি কিন্তু😁রাত ২ টা ৭ বাজে আর বাহিরে মেঘের গুরগুর আওয়াজ! আসলেই অপ্রকাশ্য অনুভূতি❤️ আজকেই প্রথম শুনছি,কিন্তু এটা নিশ্চিত যে এখন থেকে নিত্য শ্রোতা হয়ে গেলাম❤️🙏
    আর হ্যাঁ অসাধারণ কাস্ট❤️🙏❤️🙏

  • @shahinurrahman517
    @shahinurrahman517 Год назад +2

    মীর ভাই, আপনাকে যেন নিয়মিত পাই। আপনি হারিয়ে গেলে হারিয়ে যাবে গল্প শোনার একটা বিরাট অধ্যায়।

  • @jaypal8108
    @jaypal8108 Год назад +1

    অসাধারণ সাউন্ড মিক্সিং, প্রত্যেকের উচ্চারণ রেন্ডেশন অনবদ্য। মীরদাকে আলাদা করে আর কিছু বলবো না। সেই শুক্র বারের আকাশবানীর নাটকের কথা মনে পড়ে গেলো।

  • @kutudutta3538
    @kutudutta3538 Год назад +5

    বাংলাদেশ খুলনা শহর দোলখোলা পাড়া থেকে তোমায় শুনছি না...!
    চোখের সামনে গল্পের চিত্র নাট‍্য দেখছি...❤

  • @arghya3005
    @arghya3005 Год назад +15

    জীবনে মির sir এর গলার গল্পপাঠ পেলে আর কি চাই !
    আজকের গল্প অসাধারণ। ❤❤

  • @sreyaray7990
    @sreyaray7990 10 месяцев назад +1

    নতুন করে কিছু বলার ভাষা নেই এত সুন্দর রচনা ও উপস্থাপনা শৈলী বোধ করি মীর দার পক্ষেই পরিচালনা করা সম্ভব, ছোটবেলায় বিক্রম-বেতাল বলে ছোটদের একটা অনুষ্ঠান হতো প্রতি রবিবার শুনতাম বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই অভ্যাসটা চলে গেছে বলা ভালো সময় হয়না, আজকে কলেজে যাওয়ার সময় বাসে যখন এই গল্পটা চোখে পড়লো তৎক্ষণাৎ চালিয়ে শুনতে লাগলাম। শব্দ, ভাষা, উচ্চারণ যাকে বলে নিখুঁত প্রত্যেকেই ভীষণ সাবলীলভাবে নিজেদের কাজ করেছেন আর সবথেকে বড়ো বিষয় হলো যে বেতাল যে মীরদা করছেন সেটা না দেখলে বুঝতাম না হয়তো সত্যি নিজের কন্ঠ দিয়ে মানুষটা যে কি তৈরি করেন নিজেও জানেন না বোধহয়।
    অসংখ্য ধন্যবাদ Mir দা কে এমন একটা উপহার দেওযার জন্য এই সিরিজটা যেন বন্ধ না হয় অন্য গল্পের পাশাপাশি চলে।
    মীর দার কাছে আরেকটি আবেদন সেটি হলো আমি আপনার সঙ্গে কাজ করতে চাই মানে আপনার ঠেকে গল্প পাঠের কোনো সুযোগ থাকলে একটু জানাবেন আমি সত্যি আগ্রহী। ❤️

  • @debanjandas1378
    @debanjandas1378 Год назад +4

    ধন্যবাদ মীর বাবু। বাংলা সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে এইভাবে তুলে ধরার জন্য।

  • @madhukhanra2673
    @madhukhanra2673 Год назад +43

    পুরো সপ্তাহ জুড়ে তোমার গল্প শোনার ইচ্ছে সার্থক হল আজকের গল্পটি পেয়ে , ধন্যবাদ মীরদা 🙏🙏।।

  • @prabirpatra2962
    @prabirpatra2962 Год назад +22

    ছেলে বেলার কথা মনে পড়ে গেল very excited,thank you mir da ❤️

  • @seven56-q6o
    @seven56-q6o Год назад +2

    খুব মজা হলো শনিবার রাতে মীর দার গল্প শুনবো, আর রবিবার সানডে সাসপেন্স 🥰

  • @91Swarnaditya
    @91Swarnaditya Год назад +1

    দীর্ঘদিন prio radior sathe jukto thaka Mir dar অভিজ্ঞতা aar নিজস্ব প্রতিভার fol amader ei অনুভূতি ।। পরবর্তী পর্বের জন্য waiting list e naam lekhalam ।।🌺🌺🌻🌻👏👏

  • @santaghosh8342
    @santaghosh8342 Год назад +20

    অনেকদিন পর পুরনো স্মৃতি টাটকা হলো❤❤❤খুব ভালো লাগলো ছেলেবেলা ফিরে পেয়ে❤❤❤
    ভয়েসগুলো দারুন ম্যাচ করেছে❤❤

  • @RAHDTIBMUS
    @RAHDTIBMUS Год назад +10

    সত্যি মীর দা অসাধারণ ❤️. আমি ও আপনি একই জেলার লোক এটা লোককে বলতে গর্ব লাগে অহংকার লাগে 😎❤️.
    এভাবেই চলতে থাকুন....... সুস্থ থাকুন ❤️🔥

  • @prasenjitjana4180
    @prasenjitjana4180 Год назад +1

    Thank you @mir Afsar Ali da
    E.c. vd.sagor er golpo sona nor jonno
    Ami ekhaner manush tai gorbo hoy❤

  • @titli3125
    @titli3125 Год назад +5

    অনবদ্য গল্প selection
    এই সিরিজ চলতে থাকুক এটাই রিকোয়েস্ট
    ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল ❤

    • @realmir
      @realmir  Год назад +7

      চলছে, চলবে। তাই শুনুন এবং শোনান- mirafsarali.oia.bio/mirofficialyoutube।
      ❤️🌻

  • @anirudhyachakraborty5964
    @anirudhyachakraborty5964 Год назад +5

    ছোটবেলার বিক্রম বেতাল এর কথা মনে পড়ে গেলো। মীর দা continue রাখো এটা। ❤

  • @anjandas851
    @anjandas851 Год назад +26

    চোখ বন্ধ করে গল্প শুনতে শুনতে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল।😊😌.... অসংখ্য ধন্যবাদ মির দা, এই সিরিজটি শুরু করার জন্য।🙏😊

  • @CREATOR-mp4fg
    @CREATOR-mp4fg Год назад +1

    রাজা বিক্রমাদিত্যের voice- এ কেমন যেন ফেলুদা ফেলুদা গন্ধ পাচ্ছি। অসাধারণ।

  • @indrajitmondal313
    @indrajitmondal313 Год назад +1

    Betal,er voice mir da vabtei ,onar konther opor apluto hocche❤❤❤

  • @barna-rbornomala6097
    @barna-rbornomala6097 Год назад +9

    অসাধারণ লাগল 👌👌👌👌 এরকম পরিবেশনা এখানেই সম্ভবপর 😊😊😊😊 আর ক্যাপ্টেন তুমি সেরা 🙏🙏🙏🙏🙏🙏 বেতালের কণ্ঠটা তোমার সেটা না বলে দিলে সত্যিই বুঝতে পারতাম না 🙏🙏🙏🙏

    • @realmir
      @realmir  Год назад +4

      🙏🏼

    • @barna-rbornomala6097
      @barna-rbornomala6097 Год назад

      @@realmir এর আগেও এই চ্যানেলে যখন 'অডিও ভালো না ভিডিও ভালো' এই প্রসঙ্গে আমাদের মতো শ্রোতাদের মতামত জানতে চেয়ে একটা post দিয়েছিলে সেখানেও লিখেছিলাম, হয়তো তুমি দেখোনি... তাই আবার লিখছি। তুমি আমার কাছে ঠিক মহাভারতের দ্রোণাচার্যের মতো... 🙏🙏🙏 আমি একলব্য হয়ে প্রতিমুহূর্তে তোমার কাজ দেখে এবং শুনে শিখতে চেষ্টা করি 🙏🙏🙏 Voice over এর খুঁটিনাটি পাঠ, সবটাই তোমার কাজ শুনে শুনে শেখা 😊😊😊 হয়তো তোমার মতো অতটাও versatility নেই, সেই দক্ষতাও আমার নেই... তবুও তোমার কাজকর্ম দেখেশুনে অন্তত ভাষ্যপাঠ এবং কবিতাপাঠটা আরও ভালো করে করতে চেষ্টা করি মাত্র 😇😇😇 আর এই চ্যানেলটায় নিজের করা কিছু কাজ দিই... এটা আমার শখের জায়গা, আমার মুক্তির জায়গা... 😍😍😍 তুমি এভাবেই শিখিয়ে যাও ক্যাপ্টেন 🙏🙏🙏 আমাদের মতো সাধারণ মানুষজন যেন সবসময় তোমার কাছ থেকে শিখে যেতে পারি... 💖💖💖🙏🙏🙏🙏

  • @gouravkayal4650
    @gouravkayal4650 Год назад +65

    বাংলা সাহিত্যের এইসব গল্প/বই গুলি পড়ার সৌভাগ্য হয়তো এই জন্মে হয়ে উঠতো না 😅❤
    তবে আপনাদের উপস্থাপনার মাধ্যেমে আজ সবই প্রায় আমাদের হাতের মধ্যে 😊❤

    • @realmir
      @realmir  Год назад +37

      সেই অভিপ্রায়ে এই গল্পগুলো নির্বাচন করা। ✨

    • @ayankumarsau9112
      @ayankumarsau9112 Год назад +1

      Ekdom thik 😢

    • @pappuhalder3376
      @pappuhalder3376 Год назад

      ঠিক কি বলছো দাদা..❤️😊

  • @souravpore9597
    @souravpore9597 Год назад

    বেতাল এর কন্ঠ টা মীর দার জেনে অবাক ও বিস্মিত ও খুব খুশি হলাম... প্রথমে বুঝিইনি এটা আপনার কন্ঠ..সত্যিই আপনি অতুলনীয়

  • @aishwarjyamim5577
    @aishwarjyamim5577 Год назад +1

    ধন্যবাদ মীরদা। এখন এতটাই ব্যস্ত আমরা, বই পড়ার তো সময়ই হয়না। অথচ একটাসময় খেতে বসেও বই পড়েছি। তবে তুমি আর তোমার টিম আছে বলেই অডিওবুকের নাম করে সেইদিনগুলো যেনো ফিরে আসছে। এখন রান্না করতে করতে কিংবা ট্রাভেল করতে গিয়ে এমনকি শুতে যাবার আগেও তোমাদের এক একটা এপিসোড শুনি আর সেই সোনালী দিনগুলোতে ফিরে যাই। তোমায় অসংখ্য ধন্যবাদ মীরদা

    • @arindam8063
      @arindam8063 Год назад

      আপনার মন্তব্যটা বেশ ভাল লাগল, কারণ একসময় খেতে বসেও বই পড়ার অভ্যেসটা আমারও ছিল।😀

  • @kaligupta2749
    @kaligupta2749 Год назад +53

    OMG 😱😳😱... THIS IS INSANE LEVEL OF STORY SELECTION... YOU JUST EARNED EVERY BIT OF MY RESPECT 🙋‍♂️
    THANK YOU SO MUCH 😢 🙏

  • @eshaalamgir1191
    @eshaalamgir1191 Год назад +8

    অদ্ভুত সুন্দর ❤ দারুন, চমৎকার.... আপনার জাদুকরী কন্ঠে গল্পটা শুনতে শুনতে কখন যেন হঠাৎ করেই আবার সেই ছোটবেলায় ফিরে গিয়েছিলাম।
    প্রিয় মীর স্যার ' বিক্রম বেতালের' পরবর্তী গল্প গুলো জন্য অধীর অপেক্ষায় রইলাম। অনেক দোয়া ও শুভকামনা রইলো আপনার জন্য।

  • @rajughosh9345
    @rajughosh9345 Год назад +6

    কি অসাধারণ পরিবেশনা, দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম , মীর স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গল্প নির্বাচন করার জন্য ❤

  • @kajalrakshit5879
    @kajalrakshit5879 Год назад +1

    দারুণ উপস্থাপনা! বেতাল এর কণ্ঠ মীর এঁর, বোঝাই যাচ্ছেনা! ❤ 🙏♥️

  • @toursoul3291
    @toursoul3291 Год назад +6

    সত্যি মিরদা যে গপ্পো গুলো আনছে না, একেবারে সেরা।
    এভাবেই চলুক ❤❤❤

  • @suvankardas8011
    @suvankardas8011 Год назад +5

    অসাধারণ গল্প, ছোটবেলা অনেক ঘটনা মনে পড়লো, সত্যি অসাধারণ, ❤❤❤❤❤
    আর মীরদা voice তো কোনো তুলনা হয় না ❤❤❤❤❤

  • @rajaghosh9711
    @rajaghosh9711 Год назад +8

    Sunday suspense কে ছাপিয়ে যাবে দাদা এইভাবে চললে, এই সপ্তাহ টা সার্থক ❤
    আরো শুনতে চাই এই রকম গল্প.
    ঐতিহাসিক গল্প শোনার জন্য অপেক্ষায় রইলাম,

    • @soumitghosh8368
      @soumitghosh8368 Год назад +2

      সেটা কোনোদিনই হবে না, যত দিন দ্বীপ আছে

    • @Sona-bi3tc
      @Sona-bi3tc Год назад +2

      Sunday Suspense onek egie.

  • @rajeshsekh97
    @rajeshsekh97 Год назад

    আপনার কন্ঠে গল্প শুনতে শুনতে মনে হয় যেনো গল্পের ভেতরেই ঢুকে পড়েছি।
    আপনার কন্ঠে গল্প শোনার আনন্দটাই আলাদা
    অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্য

  • @firebox474
    @firebox474 Год назад +7

    মীর দা, এর পরের পার্ট টি শুনতে চাই। ❤❤

  • @srabonichowdhury3943
    @srabonichowdhury3943 Год назад +3

    মীর দা তুমি সুদীপ দা কে এনে খুব ভালো করেছো গো। ওনার voice আমার দারুন লাগে। আশা করি তোমার বাকি গল্পেও ওনাকে পাবো। তোমায় অনেক ধন্যবাদ মীর দা ❤️❤️❤️❤️❤️ love you ❤️❤️❤️❤️

    • @realmir
      @realmir  Год назад +6

      উনিই বিক্রম!

    • @srabonichowdhury3943
      @srabonichowdhury3943 Год назад +1

      @@realmir trust me Mir da onar voice just fatafati। Amar onar acting daroon Lage। Tomar aro golpe onake asha korchi। R Betal hishabe Tumi super duper hit।👍👍👍👍👍।#goppomirerthek yug yug jeooooo 💓💓💓💓💓🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @suranjitpaul7702
    @suranjitpaul7702 10 месяцев назад +1

    দাদা বাংলাদেশ থেকে সব সময় আপনার গল্প শুনার জন্য অয়েট করি এবং শুনি।❤❤ আপনার সাথে দেখা করার ইচ্ছে আছে দাদা।😊

  • @susmitacreation6669
    @susmitacreation6669 Год назад +1

    seriously Mir da..betal er gola tomar ... aami bojhar chesta krchi j voice ta kar ,na pere chk kore dekhi .."e ki obaak kando" ei ekta manush r koto mugdho korbe eivabe aamader ..a big thanks and huge blessings for "গপ্পো মীরের ঠেক"❤️❤️

  • @palas6
    @palas6 Год назад +3

    ছোটবেলার গল্প বেতাল পড়েনি এমন কোন মানুষ পাওয়া মুশকিল। সেই গল্প এতো বছর পরে শুনে মন আনন্দে ভরে গেল। মীর দাকে অনেক ধন্যবাদ এই গল্প পরিবেশন করার জন্য। ❤❤❤❤❤

  • @sd2014
    @sd2014 Год назад +23

    এই ভাবেই আরও দুর্দান্ত গল্প আনো মীর দা ❤

  • @m.mafujulalam2850
    @m.mafujulalam2850 Год назад +2

    মির-ভাই এর কন্ঠ অসাধারন।
    বেতাল এর পরবর্তী ভাগের অপেক্ষায় রইলাম।
    ধন্যবাদ মির-ভাই।

  • @suvoss821
    @suvoss821 Год назад +1

    অনেক ছোটো বেলাই দেখতাম্ বিক্রম বেতাল tv তে, আজ্ সেই দিন গুলো মনে পরে গেলো❤🎉🎉

  • @pratikmukherjee5882
    @pratikmukherjee5882 Год назад +57

    Childhood Revisited!!!!! Being a 90's batch, it is reminding me of Doordarshan!!!!!! Golden Days!!!!! Thanks Mir Da for such a gift!!!!!!

  • @pujachakraborty4097
    @pujachakraborty4097 Год назад +10

    ভালো লাগার মানুষ গুলোর কণ্ঠ স্বর এক গল্পে,,,
    মীর কে নিয়ে কিছু বলার ভাষা নেই
    অনুজয়,সৌমেন অসাধারণ ❤❤❤❤❤

    • @realmir
      @realmir  Год назад +5

    • @pujachakraborty4097
      @pujachakraborty4097 Год назад

      আমি বাকরুদ্ধ,,,,# মীর # আমার coments এর উত্তরে ❤️ এটা দিয়েছেন,
      আজকের দিন টা আমার কাছে খুব special হয়ে থাকবে

    • @pujachakraborty4097
      @pujachakraborty4097 Год назад

      @@realmir captain thank you thank you thank you thank you

  • @swagatadutta3629
    @swagatadutta3629 Год назад +1

    Ki oshadharon lagchhe golpo ta!❤...Just darunn...
    Aro aro golpo korun Sir❤❤

  • @ankanabhattacharjee5185
    @ankanabhattacharjee5185 Год назад +1

    দারুণ ❤❤বেতাল পঞ্চবিংশতি বইটা তৃতীয় শ্রেণীতে পুরষ্কার পেয়েছিলাম ,,, তারপর এতদিন পর আবার সেই গল্প ,,, প্রত্যেকটি গল্পই অপূর্ব ,, তবে স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচয়িতা হলে বোধ হয় এটাই কাম্য ,,, বইটির সবকটি গল্প পাঠের অনুরোধ রইলো গপ্পো মীরের কাছে,, আর কামনা করি আমাদের গপ্পো মীর যেন সুস্থ থাকে ,,, ❤❤❤❤❤

  • @iamsujan4738
    @iamsujan4738 Год назад +16

    Chotobelar kotha mone pore jacche... 😢😢😢
    Thank you Mir uncle for this excellent presentation of this nostalgic Indian mythical story.. ❤❤😊😊

  • @Pakhi12567
    @Pakhi12567 Год назад +5

    আসসালামু আলাইকুম মির দাদা
    ব্যোমকেশ বক্সী তারানাথ তান্ত্রিকের গল্প শোনার অপেক্ষায় রইলাম আশা করি আগের সপ্তাহে থেকে পেয়ে যাব❤❤❤

  • @rajeshnath3085
    @rajeshnath3085 Год назад +1

    মিরদা যেদিন থেকে গল্পঃ বলা সুরু করেছে তখন থেকে আর Sunday suspense ভালো লাগে না love you 😘🤗 💘 Mir Da

  • @likooplive
    @likooplive Год назад +2

    জীবনে শুধু বিক্রমাদিত্যের মত সাহস চাই😊

  • @GolperAdda6
    @GolperAdda6 Год назад +11

    বা অসাধারণ পোস্টার ডিজাইন ❤❤। এই শনিবারের অপেক্ষায় থাকি। মীর স্যারের কন্ঠস্বর শুনবো বলে। ❤❤❤❤❤ আমি সব সময় আপনার পাশে আছি স্যার ❤❤

  • @osimakhatun310
    @osimakhatun310 Год назад +3

    দীর্ঘ অপেক্ষার অবসান হল এইমাত্র mirafsarali.. দারুণ উত্তেজনায় ছিলাম.. এবার আনন্দ করে মন উজাড় করে তোমার কন্ঠে আগে গল্পটা শুনি.. পরে পরে বলবো মীর,, কেমন শুনলাম.. 🤗 🤗 💚

  • @subhramaitra6080
    @subhramaitra6080 Год назад +18

    We can't wait for the nest story of Vikram Vetaal. It is our humble request if you please continue with this series. We have never heard such a nice and educative story till now and eagerly waiting for the next story

  • @pinkichakraborty205
    @pinkichakraborty205 Год назад

    চাঁদ মামা গল্প এর কথা মনে পড়ে গেল প্রতি সপ্তাহে অপেক্ষা থাকতাম কবে রবিবার হবে চাঁদ মামায় বেতাল পড়বো
    অসাধারণ sobai🙏♥️

  • @amitnandy7794
    @amitnandy7794 Год назад +4

    1 million subscriber চাই। মীর স্যার কন্ঠ ছাড়া suspense, thriller গল্পো হয় না। আমি উনার একজন শ্রোতা। আপনাদের কাছে অনুরোধ রইলো 1 million subscriber চাই। ❤️❤️❤️.. Love u মীর স্যার ❤️😍

  • @tannisthachandra3998
    @tannisthachandra3998 Год назад +3

    পুরো সপ্তাহ জুড়ে তোমার গল্প শোনার জন্য আমি অধীর অপেক্ষা করে থাকি। বাংলা সাহিত্যের মনিমানিক্য তোমার পরিবেশনায় মনকে অপূর্ব আনন্দে ভরিয়ে দেয়.....আমি মন্ত্রমুগ্ধ মীর 💙💜♥️♥️🥰

  • @prithadas8152
    @prithadas8152 Год назад +1

    ছোটবেলায় পড়া সবথেকে প্রিয় একটা গল্প ❤.. বাইরে বৃষ্টি আর কানে headphone এ "team goppo mir er thek" এর বেতাল ... তোমার গলায় গল্প শুনা... পুরো নেশার মত শুনলাম... খুব খুব ভালো থাকবে আর এইভাবেই আমাদের প্রিয় গল্প গুলো উপহার দিতে থাকবেন... পাশে আছি সবসময়

    • @realmir
      @realmir  Год назад +2

      অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকে, শোনো এবং শোনাও- mirafsarali.oia.bio/mirofficialyoutube।
      ❤️🌻

  • @prosantadey9605
    @prosantadey9605 Год назад +1

    Betal er next golpo gulor jonno opekkhay thaklam